বুকরিনা ফাসোতে জঙ্গি হামলায় মৃত ১০


ওয়াগাদুগুর: জঙ্গি হামলায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে৷ আহত আরও দুই৷ তাদের দু'জনের অবস্থা গুরুতর বলে খবর৷ জঙ্গি হামলাটি হয়েছে পশ্চিম আফ্রিকার দেশ বুকরিনা ফাসোয়৷ প্রশাসন জানিয়েছে, রবিবার সিকিরি গ্রামে সশস্ত্র ১০ জঙ্গি ঢুকে পড়ে৷ এরপর এলোপাথারি গুলি ছুঁড়তে শুরু করে৷ তাতেই দশজনের মৃত্য হয়েছে৷

স্থানীয় প্রশাসন জানিয়েছে, হামলাকারীরা গোটা গ্রামকে তছনছ করে৷ পালানোরর আগে বিভিন্ন দোকানে আগুন ধরিয়ে দেয়৷ এরপর মোটরবাইকে করে পালিয়ে যায়৷ অতীতেও সিকিরিতে বহু হামলা হয়েছে৷ সম্প্রতি এই ধরনের হামলার ঘটনা বেড়ে গিয়েছে৷ সাধারণ মানুষ আরও আতঙ্কিত হয়ে পড়েছে৷ অপরদিকে সিকিরি থেকে ১০০ কিমি পশ্চিমে ডিজিবো থেকে গুলির লড়াইয়ের খবর মিলেছে৷ সেখানে এখন কার্ফু জারি করা হয়েছে৷
 
কিছুদিন আগে ১০ জানুয়ারি অনুরূপ কায়দায় বুকরিনা ফাসোর উত্তরাঞ্চলে জঙ্গি হামলা হয়৷ সশস্ত্র প্রায় ৩০ জন ব্যক্তি গাসেলিক গ্রামে ঢুকে হামলা চালায়৷ তাতে ১২ জনের মৃত্যু হয়৷ হামলাকারীরা গাড়ি ও ছ'টি দোকানে আগুন ধরিয়ে দেয়৷