Posts

Showing posts from January 21, 2019

এবার ডিজিটাল প্ল্যাটফর্মে পা রাখতে চলেছে দূরদর্শনও!

Image
টিভি ছেড়ে মোবাইলের পর্দায় নেটফ্লিক্স, আমাজন প্রাইমেই জমে বর্তমান প্রজন্ম। আর সেই ট্রেন্ডেই এবার গা ভাসাতে চলেছে দূরদর্শন। জানা যাচ্ছে, নিজেদের ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম আনার পরিকল্পনা করছে দূরদর্শন। সস্তায় ডেটা পরিষেবা মেলায় এখন অনেকটাই বদলে গিয়েছে বিনোদনের সংজ্ঞা। খেলা থেকে ওয়েব সিরিজ, মোবাইলে চোখ রেখে অনলাইনেই এখন সব ধরনের অনুষ্ঠান উপভোগ করা যায়। খবর এবং বিনোদনের ভোলবদলের সঙ্গে সঙ্গে নিজেদেরও আপডেট করতে চাইছে দূরদর্শন। আর সেই কারণেই ওটিটি প্ল্যাটফর্ম আনার চিন্তাভাবনা। শুধু তাই নয়, দূরদর্শনের অনুষ্ঠান বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে নিজস্ব ডিজিটাল প্ল্যাটফর্ম আনারও পরিকল্পনা রয়েছে তাদের। দূরদর্শনের ডিরেক্টর জেনারেল সুপ্রিয়া সাহু বলেন, দর্শকদের জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম আনার কাজ শুরু করে দিয়েছেন প্রসার ভারতী এবং দূরদর্শনের সিইও। ঠিক কী ধরনের অনুষ্ঠান দেখা যাবে সেখানে? সাহু বলেন, "আমাদের ঝুলিতে একগুচ্ছ অনুষ্ঠান রয়েছে। যাঁরা দূরদর্শন থেকে বড় হয়েছেন, এসব প্রোগ্রামের মধ্যে দিয়ে তাঁরা ফের নিজেদের খুঁজে পাবেন। সেই ধরনের অনুষ্ঠানই ডিজিটাল প্ল্যাটফর্মেও রাখার চিন্তাভাবনা করা হচ্ছে। ১৯৫৯ সা

বউয়ের সঙ্গে পরকীয়া! সন্দেহের বশে ভাইয়ের গলায় ব্লেড চালাল যুবক

Image
কাটোয়া: স্ত্রীর সঙ্গে ভাইয়ের পরকীয়া চলছে। এই সন্দেহে ঘুমন্ত ভাইয়ের গলায় ব্লেড চালিয়ে দিলেন দাদা। আহত যুবকের নাম বিশ্বনাথ মাঝি (২৬)। রবিবার রাতে ঘটনাটি গুসকরা পুরসভা এলাকার ৮ নম্বর ওয়ার্ড এলাকায় ঘটনাটি ঘটে। ওই ঘটনার পরে অভিযুক্ত দাদা মহাদেব মাঝি (৩২)কে আটক করে পুলিশ। যদিও পুলিশের তরফে জানানো হয়েছে, সোমবার বিকেল পর্যন্ত এনিয়ে নির্দিষ্ট কোনও অভিযোগ দায়ের হয়নি। গুসকরা পুরসভার ৮ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা মহাদেব মাঝি পেশায় কাঠমিস্ত্রি। তাঁর ভাই বিশ্বনাথ মার্বেল মিস্ত্রির কাজ করেন। একই বাড়িতে দুই ভাই থাকতেন। মহাদেবের প্রায় ১০ বছর আগে বিয়ে হয়েছে। তাদের ৯ বছরের একটি ছেলে ও ৭ বছরের একটি মেয়ে রয়েছে। বিশ্বনাথ অবশ্য অবিবাহিত। তাঁদের বাবা মা কিছুটা দূরে পৃথক একটি বাড়িতে থাকেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত শনিবার রাত থেকেই। শনিবার পাড়ার এক বৃদ্ধা মারা গিয়েছিলেন। মৃতদেহ দাহ করতে পাড়ার অন্যদের সঙ্গে গিয়েছিলেন মহাদেব। অনেক রাতে শবদাহ করে বাড়ি ফিরেছিলেন। রবিবার সকাল থেকেই প্রতিবেশিরা দেখেন, স্ত্রীর সঙ্গে মহাদেবের ঝামেলা শুরু হয়। মহাদেব প্রতিবেশীদের কাছে বলেন, শনিবার গভীর রাতে বাড

বন্ধ ফ্ল্যাটে উদ্ধার স্বামী-স্ত্রীর নিথর দেহ, মৃত্যুর কারণে ধোঁয়াশা

Image
বিধাননগর: বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার দম্পতির নিথর দেহ৷ ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে স্বামীর দেহ৷ বিছানার উপরেই পড়েছিলেন তাঁর স্ত্রী৷ ঘর থেকে মিলেছে সুইসাইড নোট৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আত্মঘাতী হয়েছেন দু'জনে৷ কিন্তু কী কারণে এমন কঠিন সিদ্ধান্ত নিলেন তাঁরা, তা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা৷ সল্টলেকের শান্তিনগরের এক বহুতলে ছেলেকে নিয়ে বসবাস রঞ্জিতা এবং মমতা দাস নামে ওই দম্পতির৷ সোমবার বেলা গড়িয়ে গেলেও ফ্ল্যাট থেকে বেরোতে দেখা যায়নি তাঁদের৷ তবে তা নিয়ে প্রথমে বিশেষ মাথা ঘামাননি প্রতিবেশীরা৷ একটু বেলার দিকে ওই দম্পতির ছেলে অন্যান্য আবাসিকদের বলেন তাঁর বাবা-মা মারা গিয়েছেন৷ ছেলের মুখে এই কথা শুনে তড়িঘড়ি দাস দম্পতির ফ্ল্যাটে ছুটে যান প্রতিবেশীরা৷ ভিতরে ঢুকে রীতিমতো আঁতকে ওঠেন তাঁরা৷ প্রতিবেশীরা দেখেন, ঘরের মধ্যে সিলিং থেকে ঝুলছে স্বামী রঞ্জিতের দেহ৷ ওই একই ঘরে বিছানার উপরে পড়ে রয়েছে স্ত্রী মমতার দেহ৷ তড়িঘড়ি বাগুইআটি থানায় খবর দেন প্রতিবেশীরা৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দু'জনের দেহ উদ্ধার করে৷ ময়নাতদন্তের জন্য দেহ দুটি বিধাননগর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে৷ পুলিশ সূত

একসময় কাগজ কুড়োতেন, চণ্ডীগড়ের মেয়র নির্বাচিত হলেন বিজেপি নেতা রাজেশ কালিয়া

Image
সাধারণ কর্মী থেকে শিল্পপতি, ড্রপ আউট থেকে দুনিয়াখ্যাত কোম্পানির মালিক হয়েছেন অনেকেই। তবে রাজেশ কালিয়ার সাফল্য তাদের থেকে কোনও অংশে কম নয়। এমনকি চা বিক্রেতা থেকে প্রধানমন্ত্রী হওয়া নরেন্দ্র মোদীকেও তাঁর সঙ্গে তুলনা করা যেতে পারে। চণ্ডীগড়ের মেয়র নির্বাচিত হলেন ৪৬ বছরের রাজেশ কালিয়া। এক সময় রাস্তায় রাস্তায় কাগজ কুড়োতেন। মোট ২৭টি ভোটের মধ্যে ১৬টি ভোট পেয়েছেন বিজেপির নেতা রাজেশ। একেবারে রাস্তা থেকে উঠে আসা যাকে বলে সেটাই করে দেখালেন রাজেশ। বাল্মিকী সম্প্রদায়ের মানুষ রাজেশ। বাবা কুন্দন লাল কালিয়া ছিলেন ঝাড়ুদার। ভাই এখনও ঝাড়ুদার হিসেবেই কাজ করেন। এহেন কাজেশ কালিয়া তাঁর ফেলে আসা দিনের কথা স্মরণ করলেন সংবাদমাধ্যমের কাছে। তিনি জানিয়েছেন, স্কুল থেকে ফিরে রাস্তায় রাস্তায় কাগজ কুড়োতেন। ভাইয়ের সঙ্গে গিয়ে আবর্জনার স্তূপ থেকেও কাজ সংগ্রহ করতেন। পরিবারের অভাব দূর করার জন্য বহুদিন এটাই করে গিয়েছেন রাজেশ। আদতে হরিয়ানার সোনিপতের মানুষ রাজেশ চণ্ডীগড় চলে আসেন ১৯৭৭ সালে। তার পর থেকেই বাস্তব জীবনের সঙ্গে লড়াই শুরু। শহরে আসার পর থেকেই কাগজ কুড়োতে শুরু করেন। জি নিউজকে দেওয়া সাক্ষাতকারে রাজেশ ব

গণতন্ত্রে বিশ্বাস করি বলেই মালদহে বিজেপিকে মিটিং-এর অনুমতি দেওয়া হয়েছে: মমতা

Image
প্রস্তুতি: বিজেপির সভার জন্য মালদহের বাইপাস লাগোয়া একটি মাঠে চলছে মঞ্চ তৈরির কাজ। বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ মালদহে সভা করতে আসবেন। অথচ তাঁর হেলিকপ্টার নামার অনুমতি দিচ্ছিল না প্রশাসন। এ বার সেই অনুমতি মিলল। মালদহের একটি হোটেলের হেলিপ্যাডেই নামবে অমিতের হেলিকপ্টার। এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ''আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। সে কারণেই মিটিং-এর অনুমতি দেওয়া হয়েছে।'' মমতা এ দিন আরও বলেন, ''অনুমতি দেওয়া হলেও ওই খানে নিরাপত্তা সংক্রান্ত বিষয় রয়েছে। পুলিশ জানিয়েছে, ওঁর হেলিকপ্টার অন্য এক জায়গায় নামবে। পুলিশের অনুরোধে আমার হেসিকপ্টার নামার যায়গাো পাল্টেছে।'' অসুস্থ হয়ে পড়ায় বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ আসতে পারবেন কি না, তা নিয়ে একটা দোলাচল ছিলই। কিন্তু রবিবারই দিল্লির এইমস থেকে তিনি ছাড়া পেয়ে যাওয়ায় আশায় বুক বাঁধছেন মালদহ জেলা বিজেপি নেতৃত্ব। এ দিন থেকেই দ্বিগুণ উৎসাহে ময়দানে নেমে পড়েছেন তাঁরা। সভার ২৪ ঘণ্টা আগেই মালদহে আসছে কেন্দ্রীয় নিরাপত্তাবাহিনী। সভাস্থল থেকে শুরু করে হেলিপ্যাড, সমস্ত কিছুই খুঁটিয়ে দেখবে তারা। পাশাপাশি,

'কুম্ভ মেলা মিটলেই শুরু হবে রাম মন্দির তৈরির কাজ', ঘোষণা আখাড়া পরিষদের

Image
অযোধ্যায় রাম মন্দির তৈরি নিয়ে আর দেরি বরদাস্ত করতে রাজি নয় নিখিল ভারত আখাড়া পরিষদ। সংগঠনের সভাপতি নরেন্দ্র গিরি স্পষ্ট জানালেন, সমস্ত সাধু-সন্তরা কুম্ভ মেলা মিটলেই অযোধ্যায় এসে জড়ো হবেন। এবং সেখানেই রাম মন্দির নির্মাণের কাজ শুরু হবে। অর্থাৎ লোকসভা নির্বাচনের আগে এই ইস্যুই যে সবচেয়ে বড় হতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না। বিজেপিকে তোপ বিজেপিকে কড়া সমালোচনা করে নরেন্দ্র গিরি বলেছেন, রাম মন্দির তৈরিতে বিজেপি সরকারের কোনও আগ্রহ নেই। ওঁরা নির্বাচনের জন্য রাম মন্দির ইস্যুকে জিইয়ে রাখতে চাইছে।     জড়ো হয়েছেন সাধুরা সারা দেশ থেকে হাজার হাজার সাধু কুম্ভ মেলা উপলক্ষ্যে এখানে জড়ো হয়েছেন। অযোধ্যায় ভগবান রামচন্দ্রের জন্মভূমিতে মন্দির কবে হবে তা নিয়ে প্রশ্ন করে সকলে সরবও হয়েছেন। বহু সন্ত সরাসরি নরেন্দ্র মোদী সরকারের দিকে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন। ভাইয়ার বাণী কয়েকদিন আগে আরএসএস নেতা ভাইয়াজি জোশী জানিয়েছেন, ২০২৫ সালের মধ্যে অযোধ্যায় রাম মন্দির তৈরির কাজ শেষ হয়ে যাবে। তারপরে এদিন আখাড়া পরিষদ এখন থেকেই রাম মন্দির তৈরির কথা ঘোষণা করেছে।     কুম্ভ মিটলেই ব্যবস্থা প্রসঙ্গত, সবচেয়ে বড় জন সমাগম হওয়া কুম্ভ মেলা

ভারতের মোট সম্পত্তির ৫০ শতাংশ মাত্র ৯ জন ধনীর হাতে

Image
লোকসভা ভোটের আগে মুখ পুড়ল মোদি সরকারের। একদিকে ধনীদের সম্পত্তির পরিমাণ বাড়ল আর অন্যদিকে গরীবরা আগে যেখানে ছিলও আজও সেখানেই রয়ে গিয়েছে। ২০১৮ সালে দেশের সবচেয়ে বিত্তবান মানুষদের রোজগার আরও বেড়েছে। হিসেব বলছে  এই বৃদ্ধির পরিমাণ  প্রতিদিন ২হাজার ২০০ কোটি টাকা। আর তাঁদের মধ্যে সবচেয়ে বিত্তবান এক শতাংশ মানুষের অর্থ সম্পদ বাড়ল ৩৯ শতাংশ। একই ভাবে আর্থিক সূচকের নীচের দিকে থাকা মানুষের রোজগার বাড়ল ৩ শতাংশ হারে। অক্সফামের সমীক্ষায় সোমবার উঠে এসেছে এই তথ্য। আর গোটা দেশে বিত্তবান মানুষদের সম্পদ প্রতিদিন ১২ শতাংশ হিসেবে ২.৫ লক্ষ করে বেড়ে চলেছে। আর এই সময়ের মধ্যে বিশ্বের গরিব মানুষদের সম্পদ কমেছে ১১ শতাংশ। ভারতের অর্থনীতি সম্পর্কে আরও কয়েকটি তথ্য দিয়েছে এই সমীক্ষা। সোমবার ডাভোসে অক্সফাম তাদের সমীক্ষার ফল প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, দেশের সবচেয়ে গরিব মানুষের সংখ্যা ১৩.৬ কোটি। যা মোট জনসংখ্যার দশ শতাংশ। সেই ২০০৪ সাল থেকে এই অংশের মানুষরা ঋণে জর্জরিত বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। রিপোর্টে আরও বলা হয়েছে, দেশের মোট সম্পদের ৭৭.৪ শতাংশ আছে ১০ শতাংশ মানুষের হাতে। এর মধ্যে ১ শতাংশ মানুষের হাতেই রয়েছে মোট

চীন পাকিস্তানকে টক্কর দিতে অত্যাধুনিক মিসাইল ট্যাঙ্ক কিনছে ভারত

Image
চীন–পাকিস্তানের কাছে রয়েছে অত্যাধুনিক মিসাইল ট্যাঙ্ক। ভারতের কাছে যা আছে, কিন্তু কম। তাই এই মিসাইল ট্যাঙ্ক ধ্বংস করতে ভারতীয় সেনাবাহিনী ফ্রান্সের কাছ থেকে মিলান ২–টি মিসাইল পরিচালিত অ্যান্টি ট্যাঙ্ক কেনার পরিকল্পনা করেছে বলে খবর। এমনকী ৩ হাজারটি অত্যাধুনিক ট্যাঙ্ক কেনার পরিকল্পনা করা হয়েছে বলেও খবর। যা কিনতে হাজার কোটি টাকা খরচ হবে বলে অনুমান।  প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, সেনাবাহিনীর পক্ষ থেকে মিলান ২–টি মিসাইল পরিচালিত অ্যান্টি ট্যাঙ্ক কেনার প্রস্তাব দেওয়া হয়েছে। ৩ হাজারটি দ্বিতীয় প্রজন্মের যুদ্ধট্যাঙ্ক কেনার বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রকের উচ্চপর্যায়ে আলোচনা করা হবে বলে জানা গিয়েছে। এটার লাইসেন্স দেবে ভারত ডাইনামিক্স লিমিটেড (‌বিডিএল)‌। ফরাসি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে এটা করা হবে বলে খবর। ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন ধরণের ৭০ হাজার মিসাইল পরিচালিত অ্যান্টি ট্যাঙ্ক প্রয়োজন। তৃতীয় প্রজন্মের মিসাইল পরিচালিত অ্যান্টি ট্যাঙ্ক কেনার জন্য রাজি করাতে চাইছে প্রতিরক্ষা মন্ত্রককে। যা আরও অত্যাধুনিক বলে জানা গিয়েছে। তা যদি এখনই পাওয়া না যায়, তাহলে কাজ চালানোর জন্য মিলান ২–টি মিসাইল পরিচালিত অ্যান্টি

পড়াশোনা শিঁকেয়, ছাত্রদের দিয়ে স্কুল পরিষ্কারের অভিযোগ

Image
বহরমপুর: স্কুলে বন্ধ পড়াশোনা৷ শিক্ষকরা নিজেরাই দায়িত্ব নিয়ে পড়াশোনা লাটে তুলে দিয়েছে৷ ছাত্রদের দিয়ে স্কুল পরিষ্কার করাচ্ছে তারা৷ ঘটনাটি কান্দি কুমার বিমল চন্দ্র পুর প্রাথমিক বিদ্যালয়ের৷ সপ্তাহের প্রথম দিন সোমবার মুর্শিদাবাদের কান্দি পুর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষিকারা ঘরে বসে আছেন৷ অন্যদিকে ছাত্রদের দিয়ে চলছে স্কুল পরিষ্কারের কাজ। যা নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন পুর এলাকার বাসিন্দারা। অভিভাবকদের অভিযোগ স্কুলে পাঠানো হয় পঠন পাঠন করার জন্য৷ কিন্তু এ তো পুরো ভিন্ন ছবি। পড়াশোনার বদলে ছাত্রদের দিয়ে ঝাঁট দিয়ে পরিষ্কার করানো হচ্ছে স্কুল চত্বর। স্কুলের মধ্যে এমন কাণ্ড দেখে হতবাক অভিভাবকরা। যদিও অভিযোগ অস্বীকার করেছেন স্কুলের প্রধান শিক্ষক আশিস দাস। তিনি জানান, ছাত্ররা নিজেরা উদ্যোগ নিয়ে এই পরিষ্কার করছেন৷ আমাদের স্কুলের পরিচালিকা আছেন৷ কিন্তু আজকে আসেননি৷ আগামী দিনে আর এরকম ঘটনা হবে না বলে তিনি জানান৷ ঘটনা প্রকাশ্যে আসতেই শিক্ষা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্কুল ছুট ঠেকাতে যেখানে শিক্ষা দফতরের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে৷ ঠিক তখনই মুর্শিদাবাদের কান্দি পুর প্রাথমিক বিদ্য

সামরিক ঘাঁটির কাছেই আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণ

Image
কাবুল: ফের গাড়িবোমা বিস্ফোরণ আফগানিস্তানে৷ সোমবার মধ্য আফগানিস্তানের ওয়াদক প্রদেশের মিলিটারি ঘাঁটির কাছে একটি গাড়ি বোমা বিস্ফোরণে প্রাণ যায় কমপক্ষে ১২ জনের৷ আহতের সংখ্যা ২৭৷ আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ প্রভিনশিয়াল গভর্ণর রহমান মঙ্গলের বক্তব্যকে তুলে ধরে টোলো নিউজ জানিয়েছে, স্থানীয় সময়ানুসারে সকাল ৭টা নাগাদ এই বিস্ফোরণ হয়৷ সামরিক ঘাঁটি যেখানে আফগানিস্তানের স্পেশাল ফোর্সরা রয়েছেন, তার কাছে এই বিস্ফোরণ ঘটায় অনেকেই মনে করছে এই ঘাঁটিকেই হয়তো টার্গেট করা হয়েছিল৷ এই আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে তিন আক্রমণকারীও খতম হয়৷ এদিকে নিরাপত্তা রক্ষীদেরও অনেকে প্রাণ হারিয়েছেন বলে জানা গিয়েছে, তবে কতজন, তা এখনও স্পষ্ট নয়৷ পরে তালিবান এই হামলার দায় স্বীকার করেছে৷ প্রসঙ্গত, গত কয়েক বছর ধরে আক্রমণের জন্য বারবারই তালিবান আত্মঘাতী হামলাকেই বেছে নিয়েছে৷ এবারেও এই তালিবানি হামলায় প্রাণ হারিয়েছে ১২ জন৷ তবে সেই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷

চিতাবাঘ মেরে মাংস খেয়ে চামড়া বিক্রির ছক, গ্রেপ্তার ৫ পাচারকারী

Image
জলপাইগুড়ি: চিতাবাঘ শিকার করে সেই মাংস খেল পাঁচ যুবক৷ পরে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে চামড়া পাচারের চেষ্টা৷ ক্রেতা সেজে পাচারকারীদের গ্রেপ্তার করে বনবিভাগের স্পেশ্যাল টাস্ক ফোর্স৷ জলপাইগুড়ির ওদলাবাড়ি থেকে চিতাবাঘের চামড়া-সহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে৷ দিনকয়েক ধরে উত্তরবঙ্গে বারবার শিরোনামে উঠে আসছে চিতাবাঘ৷ একের পর এক হামলার ঘটনায় তৈরি হয়েছে মানুষ এবং চিতাবাঘের দ্বৈরথ৷ এরই মাঝে আবার রয়েছে চোরাশিকারি এবং পাচারকারীদের বাড়বাড়ন্ত৷ জলপাইগুড়ির ওদলাবাড়ি থেকে আবারও ৫ জন পাচারকারীকে হাতেনাতে গ্রেপ্তার করল বনবিভাগের স্পেশ্যাল টাস্ক ফোর্স৷ কিন্তু কীভাবে জালে ধরা পড়ল ওই পাঁচজন? টাস্ক ফোর্সের রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত বলেন, ''দিনকয়েক আগে আলিপুরদুয়ারের চা-বাগান লাগোয়া এলাকা থেকে একটি চিতাবাঘ শিকার করে পাঁচ যুবক৷ চিতাবাঘটিকে কেটে মাংস রান্না করে তারা৷ সেই মাংস খাওয়াদাওয়াও করে৷ চিতাবাঘের চামড়া হলুদ এবং নুন মাখিয়ে রেখে দেয় ওই পাঁচ যুবক৷ প্রায় ১০ ফুট লম্বা ওই চামড়া বিক্রি করারও পরিকল্পনা করে পাঁচজন৷ চিতাবাঘের চামড়ার ক্রেতা খোঁজার জন্য হোয়াটসঅ্যাপে একটি গ্রুপও তৈরি করে ত

গত ৫০ বছরে এই প্রথম গঙ্গার জল এতখানি নীচে নামল!

Image
জেগে উঠছে গঙ্গার চর। শুখা মরসুমে গঙ্গার জলস্তর নেমে যাওয়া নতুন কিছু নয়। প্রতি বছর গরমকালে নবদ্বীপে গঙ্গার জল কমতে কমতে তলানিতে ঠেকে। গঙ্গার বুকে চর জেগে ওঠে। এলাকার মানুষ সেখানে চাষ আবাদও করেন। কিন্তু অন্যান্য বার যেখানে বৈশাখ মাসে হাঁটু জল থাকে সেখানে জলস্তর নেমে যাওয়ার সমস্যা শুরু হয়ে গিয়েছে মাঘের গোড়া থেকেই। জানুয়ারির মাঝামাঝি সময়ে এসে নবদ্বীপে গঙ্গার জলস্তর দাঁড়িয়েছে কমবেশি ৪ মিটারে! গত ১৭ জানুয়ারি নদিয়ার স্বরূপগঞ্জে জলতল থেকে গঙ্গার জলস্তরের উচ্চতা ছিল মাত্র ৪.২ মিটার। সেচদপ্তর সূত্রে জানা গিয়েছে গত পাঁচ দশকে নবদ্বীপে গঙ্গার জল এতখানি নীচে নামল এই প্রথম বার। সাধারণত এই সময়ে গঙ্গার জলতল থেকে জলস্তরের গড় উচ্চতা থাকে ৫.২ মিটার-৫.৫ মিটারের আশাপাশে। শুখা মরসুমের ঢের আগেই গঙ্গার জলস্তরের এই হাল হওয়ায় নবদ্বীপ-মায়াপুর বা নবদ্বীপ-স্বরূপগঞ্জ রুটে খেয়া পারপার নিয়ে চরম অসুবিধার মধ্যে পড়েছে নবদ্বীপ জলপথ পরিবহণ সমবায় সমিতি। নদীতে জলের অভাবে বদলে ফেলতে হয়েছে খেয়াঘাট। মূল বাঁধানো জেটি ছেড়ে আঘাটায় অস্থায়ী বাঁশের মাচা দিয়ে খেয়া চালাতে বাধ্য হচ্ছেন মাঝিরা। জলপথ পরিবহণ সমিতির সম্পাদক অলোক মণ্ডল বলে

ভারতীয় পাসপোর্ট জমা দিলেন মেহুল চোক্সী, দেশে ফেরানো কঠিন হতে পারে

Image
মেহুল চোক্সী। অ্যান্টিগায় ভারতীয় হাই কমিশনে তাঁর পাসপোর্ট জমা দেন পলাতক হিরে ব্যবসায়ী মেহুল চোক্সী। বহু কোটি টাকা প্রতারণার দায়ে অভিযুক্ত চোক্সী ভারতে প্রত্যর্পণ এড়াতে এই পদক্ষেপ করেছেন বলে মনে করা হচ্ছে। হাই কমিশনের তরফে জানানো হয়েছে, পাসপোর্ট জমা দেওয়ার পাশাপাশি অ্যান্টিগায় তাঁর নতুন ঠিকানাও জানিয়েছেন চোক্সী। পলাতক এই ব্যবসায়ীর জমা দেওয়া পাসপোর্ট নম্বরটি হল জেড-৩৩৯৬৭৩২। পাসপোর্টের পাশাপাশি হাই কমিশনে ১৭৭ ডলারও তিনি জমা দিয়েছেন বলে জানা গিয়েছে। ২০১৭ সালের নভেম্বরে নাগরিকত্ব নিয়ে ক্যারিবিয়ান দেশ অ্যান্টিগায় আশ্রয় নিয়েছেন পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) কেলেঙ্কারির অন্যতম অভিযুক্ত মেহুল। রয়েছে অ্যান্টিগার পাসপোর্টও। সে দেশের সরকারের বক্তব্য, সেই সময়ে ভারতের কাছে সবিস্তার মেহুল সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল। তাঁর বিরুদ্ধে কোনও মামলা চলছে কি না, তা-ও জানতে চাওয়া হয়। কিন্তু কোনও অভিযোগ ছিল না বলেই তখন ভারতের তরফে জানানো হয়। নভেম্বরে অ্যান্টিগার নাগরিকত্ব পাওয়ার পরে গত বছর জানুয়ারির প্রথম সপ্তাহে পিএনবি-প্রতারণার ঘটনা সামনে আসার আগেই ভারত ছেড়ে চম্পট দেন মেহুল। ১৫ জানুয়ারি অ্যান্টিগায় নাগরি

‌‌২৯ বছর পরও বহু পরিষেবা থেকে বঞ্চিত সংহতি স্টেশন

Image
মছলন্দপুর: বহু আন্দোলনের পর স্টেশন তৈরি হলেও আজও রেলের অনেক পরিষেবা থেকেই বঞ্চিত শিয়ালদা–বনগাঁ রেল শাখার সংহতি স্টেশনের যাত্রীরা। তাই নিজেদের দাবিমতো প্রয়োজনীয় কিছু রেল পরিষেবা আদায় করে নিতে নতুন করে আন্দোলন সংগঠিত করছেন এলাকার রেলযাত্রীরা। মানুষকে সচেতন করতে স্টেশন চত্বরে মাইক লাগিয়ে বক্তব্য পেশের পাশাপাশি স্কুলের পড়ুয়ারা গণস্বাক্ষরও সংগ্রহ করছে। পরে তা পাঠিয়ে দেওয়া হবে রেল দপ্তরে। এই রেল শাখার হাবড়া থেকে মছলন্দপুরের দূরত্ব প্রায় ১০ কিলোমিটার। এলাকায় সড়ক পরিষেবা সেভাবে গড়ে ওঠেনি। তাই এলাকার মানুষ সঙ্ঘবদ্ধ হয়ে আন্দোলন ও অবরোধ কর্মসূচি নেন। সাধারণ মানুষের সেই সঙ্ঘবদ্ধ আন্দোলনকে মান্যতা দিয়ে রেল কর্তৃপক্ষ নতুন একটি স্টেশন নির্মাণ করার সিদ্ধান্ত নেন। সেই অনুযায়ী ১৯৯০ সালে হাবড়া এবং মছলন্দপুর স্টেশনের মাঝে এই সংহতি স্টেশন তৈরি হয়। স্টেশন তৈরির পর ২৯ বছর কেটে গেলেও এখনও পর্যন্ত রেলের অনেক পরিষেবা থেকেই বঞ্চিত এই স্টেশন। এখনও কম্পিউটারাইজড না হওয়ায় এই স্টেশন থেকে পুরনো আমলের পিচবোর্ডের টিকিট বিক্রি হয়। তাও সব স্টেশনের পাওয়া যায় না। মান্থলি বা রিটার্ন টিকিটও মেলে না। ফলে দূরের রেলপথে অনেক ক্ষ

নিশ্চিৎ পরাজয়ে জেনেই বিরোধীদের হাতিয়ার ইভিএম: প্রধানমন্ত্রী

Image
পানাজি: শাসক বিরোধীকে রুখতে বিরোধী জোটের অন্যতম হাতিয়ার ইভিএমে কারচুপির অভিযোগ৷ তবে বিরোধীদের অভিযোগকে 'বাহানা' বলে আরব সাগরের জলে ভাসিয়ে দিলেন প্রধানমন্ত্রী মোদী৷ রবিবার গোয়ার পানাজিতে দলীয়কর্মীদের সভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী৷ সেখানেই তিনি বলেন, ''আসন্ন লোকসভা নির্বাচনে বিরোধী দলগুলি হারছে। দেওয়াল লিখন পড়তে পেরেই তারা অজুহাত খুঁজছে৷ ভিলেন বানাচ্ছে ইভিএমকে৷'' শনিবার ব্রিগেড ইউনাইটেড ইন্ডিয়া ব়্যালিতে নির্বাচনে ইভিএম-এ কারচুপির অভিযোগ নিয়ে সরব হন ফারুক আবদুল্লা, চন্দ্রবাবু নাইডু থেকে শারদ যাব, কেজওয়ালরা৷ বিরোধীদের নিশানায় শাসক পদ্ম শিবির৷ এভিএম কারচুপি রুখতে রণকৌশলও তৈরি করা হয়। আলিপুরের শুভান্নে তৃণমূল সুপ্রিমোর উপস্থিতিতে সিদ্ধান্ত হয় অভিষেকমনু সিঙ্ঘভিকে সামনে রেখে কমিটি গঠন হবে৷ সব দিক খতিয়ে দেখে তারা নির্বাচন কমিশন, রাষ্ট্রপতির দ্বারস্থ হবে৷ ইভিএম ইস্যুকে হাতিয়ার করেই রবিবার বিরোধী জোটকে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী মোদী৷ দেশে দুর্নীতি, নেতিবাচক মনোভাব ও অস্থিরতা নিয়ে বিরোধী জোটকে দায়ী করেন তিনি৷ প্রধানমন্ত্রী মোদী বলেন, ''আসন্ন নি

ফ্লিপকার্ট ও অ্যামাজনে এই Honor ফোনগুলিতে থাকছে বিশাল ছাড়

Image
২০ জানুয়ারি ফ্লিপকার্ট ও অ্যামাজনে শুরু হচ্ছে বছরের প্রথম সেল। এই সেলে একাধিক Honor ফোনে ছাড় পাওয়া যাবে। সাথে পুরনো ফোন এক্সচেঞ্জে থাকছে ৩,১০০ টাকা থেকে ৯,৮০০ টাকা পর্যন্ত্য ছাড়। এছাড়াই HDFC আর SBI কার্ডে থাকছে অতিরিক্ত ১০ শতাংশ ছাড়। সব মিলিয়ে নতুন বছরের শুরুতেই ডিস্কাউন্টের বন্যা Honor স্মার্টফোনে। ২০ জানুয়ারী থেকে ২৩ জানুয়ারী পর্যন্ত অ্যামাজনে চলবে গ্রেট ইন্ডিয়ান সেল। সেই সেলকে টেক্কা দিতে ২০ জানুয়ারী ফ্লিপকার্টে শুরু হচ্ছে রিপাবলিক ডে সেল। ২২ জানুয়ারী পর্যন্ত চলবে ফ্লিপকার্ট রিপাবলিক ডে সেল। এই দুই সেলে নীচের Honor ফোনগুলিতে থাকছে আকর্ষনীয় ছাড়। ফ্লিপকার্টে ৬,৩৪৯ টাকা ডিসকাউন্টে মাত্র ১৩,৯৯৯ টাকায় পাওয়া যাবে Honor 9N এর 3GB RAM ভেরিয়েন্ট। 4GB RAM ভেরিয়েন্ট কিনতে খরচ হবে ১৫,৯৯৯ টাকা। মাত্র ১০,৯৯৯ টাকা থেকে Honor 7A ফোনের দাম শুরু হবে। এই সেলে ১৩,৯৯৯ টাকা থেকে Honor 9 Lite পাওয়া যাবে। এই দামে Honor 9 Lite ফোনের বেস বডেল পাওয়া যাবে। এছাড়াও ৮,৯৯৯ টাকা থেকে পাওয়া যাবে Honor 7S। একই ভাবে অ্যামাজনে Honor 8X ফোনে 6,700 টাকা ডিসকাউন্ট থাকছে। 4GB RAM ভেরিয়েন্টে Honor 8X কিনতে ১৭,৯৯৯ টাকা খরচ হ

ভূত তাড়ানোর নামে বন্ধ ঘরে ছাত্রীকে ঝাড়ফুঁক! দরজা খুলতেই যে অবস্থায় ধরা পড়ল তান্ত্রিক

Image
ভূত তাড়ানোর নামে এক কলেজ ছাত্রীকে তিনদিন ধরে নগ্ন করে ঝাড়ফুঁক চালানোর অভিযোগ উঠল তান্ত্রিকের বিরুদ্ধে। তিনদিন ধরে আটকে রেখে ওই ছাত্রীকে লাগাতার ধর্ষণ করা হয়েছে বলেও অভিযোগ। এই ঘটনায় অভিযুক্ত তান্ত্রিককে গ্রেফতার করা হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে জলপাইগুড়িতে ধূপগুড়িতে। ধূপগুড়ির ভান্ডানি এলাকার বাসিন্দা কলেজছাত্রী ভয়ে পেতেন অন্ধকারে যেতে। সম্প্রতি রাতচে শৌচকর্ম সেরে ঘরে আসার পর থেকেই তিনি নানারকম অস্বাভাবিক আচরণ করছেন দেখে ভয় পেয়ে যান তাঁর পরিবারের সদস্যরা। তারপরই ময়নাগুড়ির বাসিন্দা তান্ত্রিক পরিতোষ রায়ের দ্বারস্থ হয় ছাত্রীর পরিবার। ওই তরুণীর বাড়িতে এসেই তান্ত্রিক পূজা-পাঠ, ঝাড়ফুঁক-তুকতাক শুরু করে। শুক্রবার রাতে ঝাড়ফুঁকের সময় বাড়ির সবাইকে ঘর থেকে বের করে দেয় ওই তান্ত্রিক। দীর্ঘক্ষণ কেটে যাওয়ার পর বন্ধ ঘরের দরজা খুলে দুজনেই বিবস্ত্র অবস্থায় দেখা যায়। এরপরই ধূপগুড়ি থানার দ্বারস্থ হয় পরিবার। ছাত্রীটির পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত তান্ত্রিক পরিতোষ রায়কে গ্রেফতার করে পুলিশ। রবিবার ধৃত পরিতোষ রায়কে জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়। বিচারক ধৃতের ১২ দিনের জেল হেফাজতের নির্দেশ দ

বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশের তালিকায় এবছর ব্রিটেনকেও পেছনে ফেলে দেবে ভারত

Image
বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশের তালিকায় এবছর ফের পেছনে পড়ে যেতে পারে প্রথম বিশ্বের গুরুত্বপূর্ণ একটি দেশ। এমনটাই ইঙ্গিত দিয়েছে আন্তর্জাতিক কনসালটেন্সি সংস্থা প্রাইস ওয়াটার কুপার। সংস্থার রিপোর্টে আভাস দেওয়া হয়েছে এ বছরে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশের তালিকায় এক ধাপ উঠে এসে ব্রিটেনকেও পেছনে ফেলে দেবে ভারত। গত বছর বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতির দেশে হিসেবে উঠে এসেছে ভারত। এক্ষেত্রে ভারত পেছনে ফেলে দিয়েছে ফ্রান্সকে। প্রাইস ওয়াটার কুপারের হিসেব অনুযায়ী ২০১৯ সালে ব্রিটেনের জিডিপি বৃদ্ধির হার যেখানে হবে ১.৬ শতাংশ ও ফ্রান্সের ১.৭ শতাংশ সেখানে ভারতের ক্ষেত্রে তা হবে ৭.৬ শতাংশ। রিপোর্টে বলা হয়েছে ২০১৯ সালে ভারত ও ফ্রান্স বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশের তালিকায় পেছনে ফেলে দেবে ব্রিটেনকে। এর ফলে ব্রিটেনের স্থান পঞ্চম থেকে হবে সপ্তম। উল্লেখ্য, ২০১৭ সালে বিশ্ব ব্যাঙ্কের পরিসংখ্যান অনুযায়ীও ভারত ফ্রান্সকে পেছেনে ফেলে বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতির দেশের স্থান দখল করেছিল। প্রাইস ওয়াটের রিপোর্টে বলা হয়েছে, জিএসটি ভারতের জিডিপি বৃদ্ধির ক্ষেত্রে সহায়ক হবে। ওই রিপোর্টে আরও বলা হয়েছে এ বছর গোটা বিশ

ষোলো বছর ধরে শিকলে বাঁধা ‘অসুস্থ’ নাসিমা

Image
বাঁশের খুঁটিতে বাঁধা নাসিমা। যে খুঁটিতে বাঁধা ছাগল, সেই খুঁটিতেই বেঁধে রাখা হয়েছে নাসিমা খাতুনকে। গত ১৬ বছর ধরে বেঁধে রাখা হয়েছে মানসিক ভারসাম্যহীন বছর কুড়ির ওই তরুণীকে। শমসেরগঞ্জের চাচন্ড গ্রামের ওই তরুণীর বয়স যখন চার বছর। তখন এক বার বাড়ি থেকে পালিয়ে চলে গিয়েছিল ঝাড়খণ্ডে। আত্মীয়-পরিজনের বাড়ি-সহ বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাঁর সন্ধান মেলেনি। পরে অনেক খোঁজাখুঁজি করে শেষ পর্যন্ত ঝাড়খণ্ড থেকে পরিবারের লোকজন তাকে ফিরিয়ে নিয়ে আসেন।  এর পরেও কাউকে কিছু না জানিয়ে বেশ কয়েক বার বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন ওই তরুণী। তার পর থেকেই শিকলে বেঁধে রাখা হয় তাঁকে। কখনও বাম হাতে শিকল পরিয়ে বেঁধে রাখা হয়, কখনও বাঁধা পড়ে ডান হাত। মা জাহানারা বিবি বলছেন, ''জন্মানোর পরে এমনটা ছিল না। তবে ছোট থেকেই কথা বলতে পারত না। চার বছর বয়স হলে বুঝতে পারি মেয়ে সুস্থ নয়। এর পরে  চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছিল বহরমপুরে মানসিক হাসপাতালে। ছ'মাস মতো চিকিৎসাও চলে। কিন্তু টানাটানির সংসারে নিয়মিত চিকিৎসা করাতে পারিনি।''  পেশায় বিড়ি শ্রমিক বাবা আব্দুল হক বলছেন, ''ছোট থেকেই সুযোগ পেলে বাড়ি ছেড়ে

বড় পর্দার স্বাদ ফেরানোর উদ্যোগ কাশ্মীরে

Image
আশির দশকের কাশ্মীর। ভিড় সিনেমা হলের সামনে। ব্রডওয়ে, রিগ্যাল, নীলম, প্যালাডিয়াম—এক সময়ে শ্রীনগরে সিনেমাপ্রেমীদের কাছে কার্যত স্বর্গ ছিল এই হলগুলি।  প্রায় দু'দশক পরে ফের বড় পর্দায় সিনেমা দেখার সুযোগ পেতে পারেন ভূস্বর্গের বাসিন্দারা। ১৯৮০-এর দশকে ১৫টি সিনেমা হল ছিল কাশ্মীরে। তার মধ্যে ৯টি ছিল শ্রীনগরে। জঙ্গিদের হুমকি আর হামলার মুখে বন্ধ হয়ে যায় সেগুলি। প্রায় দু'দশক পরে ফের কাশ্মীরে সিনেমা হল খুলতে উদ্যোগী হয়েছেন  শ্রীনগরের 'দিল্লি পাবলিক স্কুল'-এর কর্তা বিজয় ধর।  এক সময়ে ব্রডওয়ের মালিকানা ছিল বিজয়েরই হাতে। ব্যক্তিগত ভাবে প্রবল সিনেমাপ্রেমী তিনি। মাসে এক বার দিল্লি গিয়ে সিনেমা দেখে আসেন। তাঁর কথায়, ''দেশের অন্য প্রান্তে তরুণ-তরুণীরা বিনোদনের যে সুযোগ-সুবিধে পান তা এখানেও পাওয়া উচিত। কেউ যদি আপত্তি করেন বা সিনেমা না দেখতে চান, তাতে সমস্যা নেই। কিন্তু যাঁরা সিনেমা দেখতে চান তাঁদের এই সুযোগ-সুবিধে দেওয়া আমাদের কর্তব্য।'' ১৯৮৯ সালে কাশ্মীরে সিনেমা, বার ও বিউটি পার্লারের বিরুদ্ধে প্রচার শুরু করে জঙ্গিরা। তাদের দাবি ছিল, এগুলি 'ইসলাম-বিরোধী'। কেউ ত

খুনের সুপারি দিয়েছিল রামুয়ার স্ত্রীর প্রেমিকই

Image
কার্তিক যাদব। পথের কাঁটা রামুয়াকে সরিয়ে দিতে খুনের পরিকল্পনা চলছিল কয়েক মাস ধরেই। শুধু ছেলে নয়। সেই পরিকল্পনা ছিল রামুয়ার স্ত্রীর প্রেমিকেরও। তবে প্রথম দিকে বিষয়টিতে রামুয়ার স্ত্রী নিমরাজি থাকলেও পরে ছেলে ও প্রেমিকের সঙ্গে সহমত হয় সে। আর ওই তিন জনের পরিকল্পনা মতোই খুন হয় হাওড়ার ত্রাস রামমূর্তি দেওয়ার ওরফে রামুয়া। শনিবার ব্যারাকপুর আদালতের বাইরে থেকে রামুয়ার স্ত্রী কাজলের প্রেমিক কার্তিক যাদবকে গ্রেফতারের পরে এমনই জানতে পেরেছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রের খবর, গত রবিবার খুনের ঘটনার পর থেকেই রামুয়ার স্ত্রী কাজল ও ছেলে সমীরকে সন্দেহের তালিকায় রেখেছিলেন তাঁরা। কাজল, সমীর ও তার তিন বন্ধুকে গ্রেফতারের পরেও তদন্তকারীদের অনুমান ছিল, আরও এক জন এতে যুক্ত রয়েছেন। কারণ খুনের সুপারি বাবদ তিন লক্ষ টাকা কে জোগান দিল, তা নিয়ে সন্দেহ ছিল পুলিশের। সোদপুরের এই খুনের ঘটনায় খড়দহ থানার ওসি মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৈরি বিশেষ দলের কাছে শনিবার সূত্র মারফত খবর আসে, ব্যারাকপুর মহকুমা আদালতে এক যুবক ঘোরাফেরা করছে। পুলিশ জানাচ্ছে, কার্তিক নামে ওই যুবকের সঙ্গে কাজলের ঘনিষ্ঠ সম্পর্ক আছে দাবি করে তাকে ম

‘ভাগ্যিস ঘুমোইনি, দাউদাউ করে জ্বলছিল, ন’মাসের বাচ্চা কোলে নিয়েই ছুটলাম’

Image
সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনাচ্ছেন তিনি। অন্য দিন এত রাত পর্যন্ত জেগে থাকি না। কিন্তু শনিবার ঘুমোইনি। সওয়া ১২টা নাগাদ ফোনে কথা বলছিলাম নাইজিরিয়াবাসী স্বামীর সঙ্গে।  জানলা দিয়ে হঠাৎ চোখ গেল নীচে। ট্রান্সফর্মার জ্বলছে! মনে পড়ল, রাস্তায় পরপর এতগুলো দোকান। এক বার আগুন ছড়িয়ে পড়লে কী হবে! আশঙ্কাটা মিলে গেল একটু পরেই। দাহ্য পদার্থে ঠাসা দোকানগুলোকে গিলতে শুরু করল আগুন।  আমার মায়ের এই ফ্ল্যাটটা গড়িয়াহাটের পোশাক বিপণি 'ট্রেডার্স অ্যাসেম্বলি'-র উপরের তলার পিছনের দিকে। আমার মাথায় তখন চিন্তার পাহাড়। কী করে ন'মাসের সন্তান এবং বয়স্কা মাকে নিয়ে নেমে যাব নিরাপদ জায়গায়।  দৌড়লাম ঘরে। ঘুমন্ত ছেলেকে কোলে নিয়ে, মাকে ধরে কোনও রকমে সিঁড়ি ভেঙে দৌড়ে নেমে আসি। কিন্তু ও ভাবে তো শীতের রাস্তায় কয়েক মাসের বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে থাকা যায় না। কাছাকাছির কোনও গেস্ট হাউসে মাথা গোঁজা যায় কি না, সেই চেষ্টা করছিলাম। কিন্তু সবগুলোই প্রায় ভর্তি। বিয়ের মরসুম। অনেক ক্ষণ চেষ্টার পরে একটা অতিথিশালা খোলার ব্যবস্থা করা গেল। অন্য ফ্ল্যাটের লোকজনও এলেন। মেঝেতে পেতে দেওয়া হল তোষক। সেখানেই বয়স্কেরা বসে রাত কাটালেন। আমার