নিশ্চিৎ পরাজয়ে জেনেই বিরোধীদের হাতিয়ার ইভিএম: প্রধানমন্ত্রী


পানাজি: শাসক বিরোধীকে রুখতে বিরোধী জোটের অন্যতম হাতিয়ার ইভিএমে কারচুপির অভিযোগ৷ তবে বিরোধীদের অভিযোগকে 'বাহানা' বলে আরব সাগরের জলে ভাসিয়ে দিলেন প্রধানমন্ত্রী মোদী৷ রবিবার গোয়ার পানাজিতে দলীয়কর্মীদের সভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী৷ সেখানেই তিনি বলেন, ''আসন্ন লোকসভা নির্বাচনে বিরোধী দলগুলি হারছে। দেওয়াল লিখন পড়তে পেরেই তারা অজুহাত খুঁজছে৷ ভিলেন বানাচ্ছে ইভিএমকে৷''

শনিবার ব্রিগেড ইউনাইটেড ইন্ডিয়া ব়্যালিতে নির্বাচনে ইভিএম-এ কারচুপির অভিযোগ নিয়ে সরব হন ফারুক আবদুল্লা, চন্দ্রবাবু নাইডু থেকে শারদ যাব, কেজওয়ালরা৷ বিরোধীদের নিশানায় শাসক পদ্ম শিবির৷ এভিএম কারচুপি রুখতে রণকৌশলও তৈরি করা হয়। আলিপুরের শুভান্নে তৃণমূল সুপ্রিমোর উপস্থিতিতে সিদ্ধান্ত হয় অভিষেকমনু সিঙ্ঘভিকে সামনে রেখে কমিটি গঠন হবে৷ সব দিক খতিয়ে দেখে তারা নির্বাচন কমিশন, রাষ্ট্রপতির দ্বারস্থ হবে৷

ইভিএম ইস্যুকে হাতিয়ার করেই রবিবার বিরোধী জোটকে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী মোদী৷ দেশে দুর্নীতি, নেতিবাচক মনোভাব ও অস্থিরতা নিয়ে বিরোধী জোটকে দায়ী করেন তিনি৷ প্রধানমন্ত্রী মোদী বলেন, ''আসন্ন নির্বাচনে অনিবার্য হার জেনেই শনিবার কলকাতার সমাবেশ ছিল। বিরোধীদের ওটাই একমাত্র প্রয়াস৷'' গোয়ায় তিনি বলেন, ''কাউকে না পেয়ে এখন ভিলেন বানানো হচ্ছে ইভিএমকে৷''

গত মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরে ফারুক আবদুল্লা, চন্দ্রবাবু নাইডু, অখিলেশ যাদব, অরবিন্দ কেজরিওয়াল, অভিষেক মনু সিংভিসহ উপস্থিত প্রত্যেকেই ইভিএম কারচুপি প্রসঙ্গে সরব হন। ফারুক আবদুল্লা ইভিএম-কে চোর মেশিন বলেন। ফারুক আবদুল্লার মন্তব্যের জবাবে আজ বিজেপি নেতা রাম মাধব বলেন, "ফারুক আবদুল্লার মন্তব্যের প্রতিক্রিয়া জানাতে চাই না। আমি মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও রাজস্থানের কংগ্রেস নেতৃত্বের কাছে জানতে চাই তারা এই ব্যাপারে সম্মত তো যে EVM-এ কারচুপি ছিল বলেই তারা জিতেছে।"

বিরোধী জোটের সমালোচনা করে প্রধানমন্ত্রী জানান কয়েকজন নেতা পরবর্তী প্রজন্মকে রাজনীতির হাতেড়ি দিতেই স্বার্খের আন্দোলন৷ তিনি বলেন, ''সমাবেশে যে সব নেতা উপস্থিত ছিলেন তাঁরা প্রভাবশালী৷ তাদের সন্তান বা নিজের সন্তানদের প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন অনবরত। তবে তাদের ধনশক্তিরবিরুদ্ধে বিজেপি লড়বে জনশক্তির উপর ভর করে।" তাঁর কথায়, ''বিরোধীরা একে অপরের সাথে স্বার্থের জোট করেছে। বিজেপি ১২৫ কোটি মানুষের সঙ্গে জোট করেছে।"

কলকাতায় সমাবেশের আগে বিরোধী জোটকে স্বীকার করছিলেন না প্রধানমন্ত্রী৷ কিন্তু শনিবারের পর থেকেই দেখা যাচ্ছে ভিন্ন চিত্র৷ মোদীর গলায় বিরোধী জোটের সমালোচনা৷ ইউনাইটেড ইন্ডিয়া তখনও স্বার্থের জোট, আবার কখনও-বা টাকার খেলা বলে সরব হচ্ছেন৷ বিরোধীদের তোলা ইভিএম কারচুপি নিয়েও রবিবার মুখ খুললেন তিনি৷ বিরোধী জোট কী তবে ক্রমশ শক্তি বৃদ্ধি করছে? না হলে কেন-ই বা গেরুয়া দলের পোস্টার বয়ের গলায় প্রতিপক্ষ জোটের কথা উঠে আসছে? প্রশ্ন রাজনৈতির মহলের৷