Posts

Showing posts from November 22, 2018

ভারতের স্মার্টফোন বাজারে ঝড় তুলতে হাজির হল Redmi Note 6 Pro

Image
ভারতে হট কেকের মতো বিক্রি হয়েছে শাওমির মিডরেঞ্জ স্মার্টফোন Redmi Note 5 Pro। এই বছর ফেব্রুয়ারি মাসে লঞ্চ হয়েছিল এই ফোন। বৃহস্পতিবার ভারতে লঞ্চ হল এই ফোনের পরবর্তী ভার্সান Redmi Note 6 Pro। হার্ডওয়্যারে কোন পরিবর্তন না এলেও এই ফোনে ডিজাইন ও ক্যামেরায় আমুল পরিবর্তন এসেছে। Redmi Note 6 Pro তে থাকছে ডুয়াল সেলফি ক্যামেরা। একই সাথে এই ফোনে ব্যবহার হয়েছে আপডেটেড রিয়ার ক্যামেরা। Redmi Note 6 Pro ফোনের ডিসপ্লের উপরে থাকবে একটি কালো নচ। সম্প্রতি ভারতে লঞ্চ হওয়া Redmi 6 Pro ফোনের ডিসপ্লের উপরে একই ধরনের নচ দেখা গিয়েছিল। এই ফোনের ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৯:৯। Redmi Note 6 Pro এর দাম ভারতে 4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্ট Redmi Note 6 Pro কিনতে ১৩,৯৯৯ টাকা খরচ হবে। 6GB RAM/64GB স্টোরেজে Redmi Note 6 Pro কিনতে খরচ হবে ১৫,৯৯৯ টাকা। শুক্রবার দুপুর ১২ টায় বিক্রি শুরু হবে এই স্মার্টফোন। শুধুমাত্র ফ্লিপকার্ট, mi.com আর মি হোম থেকে কেনা যাবে Redmi Note 6 Pro। ব্ল্যাক ফ্রাইডে সেলে দুটি ভেরিয়েন্টেই ১০০০ টাকা ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে কোম্পানি। HDFC ক্রেডিট ও ডেবিক কার্ড গ্রাহকরা অতিরিক্ত ৫০০ টাকা ছাড় প

ষষ্ঠ বার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার মুখে মেরি কম, সামনে শুধু হানা

Image
উত্তর কোরিয়ার কিম হিয়্যাং মি-কে হারিয়ে বিশ্ব মহিলা বক্সিং প্রতিযোগিতার ফাইনালে উঠলেন মেরি কম। ষষ্ঠ সোনা জেতার লক্ষ্যে তাঁর সামনে ইউক্রেনের হানা ওখোটা।  বৃহস্পতিবার দিল্লিতে অনুষ্ঠিত বিশ্ব মহিলা বক্সিং প্রতিযোগিতার ৪৮ কেজি বিভাগের সেমিফাইনালে উত্তর কোরীয় প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করলেন ৩৫ বছর বয়েসি মেরি কম। বিশ্ব মহিলা বক্সিং প্রতিযোগিতার ইতিহাসে ইতোমধ্যে তিনি একাধিক নজির গড়তে সফল হয়েছেন। শনিবার প্রতিযোগিতার ফাইনালে তাঁর প্রতিপক্ষ ইউক্রেনের হানা ওখোটা। তিনি সেমিফাইনালে জাপানের মাদোকা ওয়াডাকে হারিয়েছেন। এই প্রতিযোগিতার ইতিহাসে এ পর্যন্ত পাঁচটি সোনা ও একটি রুপো জয় করেছেন মণিপুরের কিংবদন্তী বক্সার। ২০১০ সালে তিনি শেষ বার বিশ্ব মহিলা বক্সিং প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছিলেন।  চলতি প্রতিযোগিতার আগে পর্যন্ত আয়ারল্যান্ডের কিংবদন্তী মহিলা বক্সার কেটি টেলরের সঙ্গে পদক সংখ্যার বিচারে সমান সমান ছিলেন মেরি। বিশ্ব চ্যাম্পিয়নশিপে টেলরের সংগ্রহ ৫টি সোনা এবং একটি ব্রোঞ্জ পদক। বর্তমানে তিনি পেশাদার বক্সিংয়ের সঙ্গে জড়িত।

অমৃতসর ট্রেন দুর্ঘটনায় দায়ী সাধারণ মানুষের গাফিলতি, তদন্ত রিপোর্ট

Image
চন্ডীগড়: অমৃতসরের ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় রেলকে ক্লিনচিট দিল সিসিআরএস(চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি)৷ সিসিআরএসের তদন্ত রিপোর্টে বলা হয়েছে, সেদিনের ভয়াবহ দুর্ঘটনার জন্য রেল কোনওভাবেই দায়ী নয়৷ বরং যারা সেদিন রেল লাইনে দাঁড়িয়েছিল তাদের গাফিলতিতে ঘটে দুর্ঘটনা৷ দশমীর দিন রেললাইনের ওপর এবং পাশে দাঁড়িয়ে সনাতন ধর্মাবলম্বীদের 'দশেরা' উৎসবে জড়ো হয়েছিল অগুণতি মানুষ। আর সেই সময় ভিড়ের ওপর দিয়ে দ্রত গতিতে চলে যায় ট্রেন। তাতে ৬০ জন মানুষ প্রাণ হারান৷ আহত হয় আরও বেশি৷ এই দুর্ঘটনার জন্য প্রশাসনের গাফিলতিকেই দায়ী করেন প্রত্যক্ষদর্শীরা৷ কিন্তু সিসিআরএসের রিপোর্ট বলছে অন্য কথা৷ সেই রিপোর্টে মানুষের গাফিলতিকেই দায়ী করা হয়েছে৷ তবে এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন বলেও উল্লেখ করা হয়েছে রিপোর্টে৷ বলা হয়েছে, এবার থেকে কোনও মেলা বা ব়্যালির আয়োজন করা হলে জেলা প্রশাসনকে আগে থেকে রেল কর্তৃপক্ষকে জানাতে হবে৷ আগাম জানা থাকলে তাহলে সেই মতো সাবধানতা অবলম্বন করা যাবে৷ এর আগে অমৃতসর ট্রেন দুর্ঘটনা নিয়ে ৩০০ পাতার একটি তদন্ত রিপোর্ট জমা পড়ে পঞ্জাবের স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে৷ জলন্ধরের ডিভ

কর্মীদের বেশি বেতন দেওয়ায় দেশে 'ফার্স্ট বয়' বেঙ্গালুরু, জানুন কোথায় দাঁড়িয়ে বাকী শহরগুলি

Image
বেঙ্গালুরু আগে পরিচিত ছিল বাগিচা শহর হিসাবে। সেই নামটা রয়ে গিয়েছে। তবে তার সঙ্গে গত দুই দশকে যুক্ত হয়েছে আরও একটি নাম। 'সিলিকন ভ্যালি অব ইন্ডিয়া'। দেশ-বিদেশের সেরা তথ্য প্রযুক্তি সংস্থাগুলির সিংহভাগের প্রধান কার্যালয় এই বেঙ্গালুরুতে। দেশের আইটি রাজধানী হিসাবেও বিদেশে বেঙ্গালুরুর পরিচয় রয়েছে। এহেন শহরের কর্মীরা সবচেয়ে বেশি বেতনভুক হবেন তাতে আর সন্দেহ কী। হার্ডওয়্যার ও নেটওয়ার্কিং, সফটওয়্যার ও আইটি সার্ভিস এবং কনজিউমার সেক্টর - এই তিন ক্ষেত্রে ভারতে সবচেয়ে বেশি রোজগার করা যায়। লিঙ্কডইন এই প্রথম এক সমীক্ষা করেছে যেখানে কর্মীদের বেতন নিয়ে নানা তথ্য উঠে এসেছে। শহর হিসাবে বিচার করলে দেখা যাবে বেঙ্গালুরু সারা দেশে সবচেয়ে বেশি হারে বেতন দিয়ে থাকে। তারপরই রয়েছে দিল্লি ও মুম্বই। বেঙ্গালুরুতে প্রযুক্তি জগতের সঙ্গে যুক্তদের বেতন আকাশছোঁয়া। সমীক্ষা বলছে, হার্ডওয়্যার ও নেটওয়ার্কিংয়ের কাজে বছরে ১৫ লক্ষ টাকা বেতন পাওয়া যায়। সফটওয়্যারের কাজে ১২ লক্ষ টাকা ও কনজিউমার সেক্টরে বছরে ৯ লক্ষ টাকা আয় করা যায়। সবার ওপরে রয়েছে বেঙ্গালুরু। সারা দেশের প্রথম পাঁচটি সেক্টরে যেখানে সবচেয়ে বেশি বেতন হয়, তার হি

২৭,১৫০ কোটি টাকার সম্পত্তি! দেশের এক নম্বর রিয়্যালিটি বিল্ডার এই বিজেপি বিধায়ক

Image
বিজেপি বিধায়ক মঙ্গল প্রভাত লোঢা। মহারাষ্ট্রের মালাবার হিলসের বিধায়ক তিনি। সঙ্গে আবার 'লোঢা গ্রুপ'-এর প্রতিষ্ঠাতাও। সেই মঙ্গল প্রভাত লোঢার 'লোঢা গ্রুপ'-এর ব্যবসা এক লাফে বেড়ে গেল ২২ শতাংশ। আর তার ফলে দেশের তাবড় তাবড় রিয়্যাল এস্টেট ডেভেলপারদের পিছনে ফেলে দিয়ে এক নম্বরে চলে এলেন মঙ্গল প্রভাত লোঢা। সম্প্রতি প্রকাশিত হয়েছে 'গ্রহে হারন ইন্ডিয়া রিয়্যাল এস্টেট রিচ লিস্ট ২০১৮'। আর সেই তালিকায় সবার প্রথমে নাম রয়েছে মঙ্গল প্রভাত লোঢার। ওই তালিকা অনুযায়ী, বিজেপি বিধায়ক মঙ্গল প্রভাত লোঢার মোট সম্পত্তির পরিমাণ ২৭,১৫০ কোটি টাকা। তিন দশক আগে মুম্বইয়ের বুকে রিয়্যাল এস্টেটের ব্যবসা শুরু করেছিলেন মঙ্গল প্রভাত লোঢা। কয়েক বছর আগে পুণেতে ৭৫ তলার ট্রাম্প টাওয়ার তৈরি করে দেশবাসীকে তাক লাগিয়ে দিয়েছিল লোঢা গ্রুপ। মঙ্গল প্রভাতের পরেই ওই তালিকায় রয়েছে বেঙ্গালুরুর 'এম্ব্যাসি গ্রুপ'। 'এম্ব্যাসি গ্রুপ'-এর মালিক জিতেন্দ্র ভিরওয়ানির সম্পত্তির পরিমাণ ২৩,১৬০ কোটি টাকা। ঠিক তার পরেই রয়েছেন দিল্লির 'ডিএলএফ'-এর কর্ণধার রাজীব সিংহ। রাজীবের মোট সম্পত্তির পরিমাণ ১৭,৬৯০ কোটি ট

বয়ফ্রেন্ডের মাংস রান্না করে কর্মীদের খাওয়াল মহিলা

Image
মরক্কো: মারাত্মক! দীর্ঘ দিনের বয়ফ্রন্ডকে কুপিয়ে খুন করল মহিলা৷ এরপর বয়ফ্রন্ডের দেহ টুকরো করল৷ সেই মাংস দিয়ে রাঁধল 'মুখরোচক' পদ৷ সেই রান্না খাওয়ালো নির্মাণ সংস্থার বেশ কয়েক জন কর্মীকে৷ হাড়হিম করা ঘটনাটি ঘটেছে সংযুক্ত আরব আমিরশাহিতে৷ আরবের খবরের কাগজ দ্য ন্যাশনাল-এর রিপোর্ট অনুযায়ী, ৭ বছরের দীর্ঘ সম্পর্ক ছিল তাদের৷ মরক্কোতে দু জনের বিয়ে হওয়ার পরিকল্পনা ছিল৷ বিয়ের সব আয়োজন ঠিকও হয়ে গিয়েছিল৷ মঙ্গলবার দুজনের মধ্যে ঝগড়া হয়৷ প্রচণ্ড রাগারাগির পর মহিলা তার বয়ফ্রেন্ডকে কুপিয়ে খুন করে৷ এত দূর ঠিক ছিল৷ ওই মহিলা একটি নির্মাণ সংস্থার মালকিন৷ বয়ফ্রেন্ডের দেহ টুকরো করে৷ তারপর মধ্যপ্রাচ্যের স্থানীয় রান্না মাচবুস তৈরি করে ওই মাংসের টুকরো দিয়ে৷ সেই পদ নির্মাণ সংস্থার পাকিস্তানি কর্মীদের খাইয়ে দেয়৷ ধরা পড়ল কী ভাবে? এক কর্মী কয়েক গ্রাস মুখে দিয়েই একটি মানুষের দাঁত দেখতে পান পাতে৷ তারপরেই সন্দেহ বাড়ে৷ চাপের মুখে মহিলা স্বীকার করে, সে তার বয়ফ্রেন্ডের মাংস খাইয়েছে৷ দাঁতটির ডিএনএ টেস্টেও ধরা পড়ে ওই দাঁত খুন হওয়া যুবকেরই৷

কলকাতাকে নোংরা-ময়লা করলে এবার জরিমানা গুনতে হবে ১ লাখ টাকা

Image
শহর পরিষ্কার রাখতে আরও কঠোর মুখ্যমন্ত্রী। যেখানে সেখানে ময়লা ফেললেই কড়কড়ে ৫ হাজার টাকা জরিমানা গুনতে হবে এবার থেকে। বিধানসভায় পুর আইনে সংশোধনী আনল রাজ্য সরকার। পুর আইনের ৩৩৮ নম্বর ধারায় বদল আনছে রাজ্য সরকার। তাতে জরিমানার অঙ্ক এক ধাক্কায় ১০০ গুণ বাড়াচ্ছে পুরসভা। সর্বোচ্চ জরিমানা ধার্য করা হয়েছে এক লাখ টাকা। সর্বনিম্ন জরিমানা ৫ হাজার টাকা। এতদিন সর্বোচ্চ জরিমানা-ই ছিল ৫ হাজার টাকা। আর সর্বনিম্ন জরিমানা ছিল মাত্র ৫০ টাকা। এর আগে মঙ্গলবার-ই যত্রতত্র থুতু, পান, গুটখার পিক ফেলা রুখতে মুখ্যসচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটি গড়ে রাজ্য সরকার। থুতু-পান-গুটখার পিক বন্ধের দাওয়াই বাতলাতে মঙ্গলবার নবান্নে জরুরি বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। বৈঠকে উপস্থিত ছিলেন উচ্চ পদস্থ কর্তারা। বৈঠকেই কলকাতার দৃশ্য দূষণ রুখতে মুখ্যসচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটি গড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ দেন, বাংলাকে ক্লিন অ্যান্ড গ্রিন করে গড়ে তুলতে আগামিদিনে রাজ্যজুড়ে আরও বড় ক্যাম্পেন গড়ে তুলতে হবে। প্রসঙ্গত, উদ্বোধনের ২৪ ঘণ্টার মধ্যেই নবনির্মিত দক্ষিণেশ্বর স্কাইওয়াক 'রঙিন'

৫ ডিসেম্বর থেকে আসতে চলেছে প্যান কার্ডের নতুন নিয়ম: জেনে নিন

Image
প্যান কার্ডের নিয়মাবলীতে কিছু পরিবর্তন ঘোষণা করল আয়কর বিভাগ। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চলতি বছরের ডিসেম্বর মাস থেকেই এই পরিবর্তন আসতে চলেছে। ব্যক্তিগত স্তরে খুব একটা প্রভাব না পড়লেও, বিভিন্ন সংস্থার উপর এই পরিবর্তনের একটা প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী বাৎসরিক লেনদেনের পরিমান ২.৫ লাখ বা তার বেশি এমন সংস্থাগুলির জন্য প্যান কার্ড বাধ্যতামূলক করেছে। এই প্যান কার্ডের জন্য আবেদন বছরের ৩১শে মে তারিখের আগে করতে হবে। নতুন আয়করের নিয়ম ব্যক্তিগত আয়কর প্রদানকারী দের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছেনা। নতুন আয়করের নিয়মে এও বলা হচ্ছে যে সংস্থার ডিরেক্টর, ম্যানেজিং ডিরেক্টর, অংশীদার, প্রতিষ্ঠাতা, ট্রাস্টী, সিইও সকলকেই আগামী আর্থিক বর্ষের ৩১শে মে-র মধ্যে নতুন প্যান কার্ডের জন্য আবেদন করতে হবে, যদি তাঁদের প্যান কার্ড না থেকে থাকে। সংস্থার ডিরেক্টর, ম্যানেজিং ডিরেক্টর, অংশীদার, প্রতিষ্ঠাতা, ট্রাস্টী, সিইও বা সম-গুরুত্বের পদের কারুর প্রতিনিধিত্ব যদি কেউ করে থাকেন, তাহলে তাঁদের কেও আগামী আর্থিক বর্ষের ৩১শে মে-র মধ্যে নতুন প্যান কার্ডের জন্য আবেদন করতে হবে, যদি তাঁদের প্যান কার্

মেয়র পদ থেকে ইস্তফা দিলেন শোভন চট্টোপাধ্যায়

Image
ইস্তফা দিলেন শোভন চট্টোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়ে দিয়েছিলেন মঙ্গলবারই। তার পর থেকেই জল্পনা চলছিল। অবশেষে বৃহস্পতিবার কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন শোভন চট্টোপাধ্যায়। তবে পদত্যাগপত্র জমা দিতে নিজে পুরসভার অফিসে যাননি তিনি। বরং নিরাপত্তারক্ষীর হাত দিয়ে পাঠিয়ে দেন। বৃহস্পতিবার সকালে তাঁর বাসভবন থেকে গাড়িতে পদত্যাগপত্র নিয়ে পুর অফিসের উদ্দেশ্যে রওনা দেন নিরাপত্তারক্ষীরা। পুর চেয়ারম্যান মালা রায়ের ঘরে ঢুকে সেটি জমা দিয়ে দেন তাঁরা। এ দিকে শোভনের শূন্যস্থান পূরণ করতে ফিরহাদ হাকিমকে আনা হচ্ছে বলে দলীয় সূত্রে খবর। এত দিন পুর-নগরোন্নয়ন মন্ত্রী ছিলেন তিনি। তাই যদি হয়, তা হলে স্বাধীনতার পর এই প্রথম সংখ্যালঘু সম্প্রদায়ের কেউ শহর কলকাতার দায়িত্ব হাতে পাবেন। অতীন ঘোষকে তাঁর ডেপুটি নিয়োগ করা হতে পারে বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে খুব শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা হবে। ব্যক্তিগত জীবন নিয়ে গত কয়েকমাস ধরেই খবরের শিরোনামে শোভনবাবু। যা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গেও ক্রমশ দূরত্ব বাড়ছিল তাঁর। মঙ্গলবার বিধানসভায় স্পিকারের ঘরে তাঁর সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েছিলেন শ

পা ভেঙে, ইট দিয়ে মাথা থেঁতলে ৯ শিশুকে ধর্ষণের পর খুন করেছে এই ব্যক্তি

Image
এক বা দুই নয়, গুরুগ্রামে তিন বছরের নাবালিকাকে ধর্ষণ এবং খুনে অভিযুক্ত বছর কুড়ির সুনীল কুমার খুন করেছে ন'‌জন নাবালিকাকে। ধর্ষণ করে নৃশংসভাবে খুন করার কথা নিজের মুখেই পুলিসের কাছে শিকার করেছে সে। গ্রেপ্তার হওয়া সুনীলের কার্যকলাপের বিবরণ শুনে হতবাক পুলিস আধিকারিকরাও। প্রথমে অপহরণ, পরে শারীরিকভাবে অক্ষম করে দিয়ে ধর্ষণ। যৌন তৃপ্তি শেষে প্রমাণ লোপাটে নিগৃহীতাকে হত্যা। এভাবেই একের পর এক অপরাধ করেছে ওই পাষণ্ড। গুরুগ্রামের বস্তি এলাকায় সম্প্রতি তিন বছরের এক শিশুকে ধর্ষণ করে সুনীল। এরপর মাথা থেঁতলে, যৌনাঙ্গে লম্বা লাঠি ঢুকিয়ে আঘাত করে সে। আর এই অত্যাচারে প্রাণ হারায় খুদে শিশুটি। এরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত। শেষপর্যন্ত উত্তরপ্রদেশের ঝাঁসি থেকে সুনীলকে ধরে পুলিস। শুরু হয় জেরা। তখনই সে পুলিশকে জানায়, শিশু এবং নাবালিকাদের অপহরণের পর প্রথমে তাদের পা ভেঙে দিত সে। পরে ধর্ষণ করত। সবশেষে প্রমাণ লোপাট করতে ধর্ষিতাকে হত্যা করত। তিন থেকে সাত বছরের প্রায় ন'‌জন শিশু এবং নাবালিকাকে এভাবেই ধর্ষণ করে খুন করেছে সুনীল। এর মধ্যে চারজন দিল্লির, তিনজন গুরুগ্রামের এবং  ঝাঁসি ও গোয়ালিয়রের একজন করে শ

নিয়ম ভেঙে জারোয়াদের মাছ–উপহার দিতে যাওয়াই কাল হল মার্কিন নাগরিকের

Image
গোটা দুনিয়া থেকে যারা বিচ্ছিন্ন, তাদেরকে মাছ এবং অন্য উপহার সামগ্রী দিতে গিয়েছিলেন ওই মার্কিন নাগরিক। কিন্তু জারোয়াদের কিছু বোঝানোর আগেই তারা মেরে ফেলে আমেরিকার মিশনারির সঙ্গে যুক্ত জন অ্যালেন চৌকে। ২৭ বছরের ওই যুবককে মেরে সমুদ্রের তীরেই পুঁতে দেওয়া হয়। পুলিস সূত্রে জানা যাচ্ছে, ওয়াশিংটন ভ্যানকুভারের বাসিন্দা জন তাঁর ইনস্টাগ্রামে বহু অ্যাডভেঞ্চার সফরের ছবি দিতেন। মিশনারির কাজে প্রায়ই তাঁকে বিদেশে যেতে হত। সেই সূত্রেই তিনি বঙ্গোপসাগরের তীরে অবস্থিত আন্দামান দ্বীপপুঞ্জে এসেছিলেন। নভেম্বরে তাঁর এখানে আসার মূল উদ্দেশ্যই ছিল সেন্টিনেলেস আদিবাসীদের সঙ্গে যোগাযোগ করা। আন্দামানের সংরক্ষিত দ্বীপ উত্তর সেন্টিনেল দ্বীপে যে সব জারয়োদের বাস, তারা দশকের পর দশক ধরে বিশ্বের সঙ্গে নিজেদের যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছে। বাইরের কেউ যদি ভুল করেও এই দ্বীপে ঢোকার চেষ্টা করে, তবে জারোয়াদের তীর–ধনুকের নিশানা থেকে বাঁচতে পারবে না। ভারতীয় আইন অনুযায়ী এই দ্বীপে প্রবেশ নিষিদ্ধ রয়েছে। নিজের এরকম পরিণতি হবে, তা হয়ত অ্যালেন নিজেও জানতেন না। আন্দামানে বসবাসকারী জারোয়াদের সঙ্গেও নিজের ইনস্টাতে ছবি দিয়েছিলেন জন। জনের পর

অপহরণের পর পা ভেঙে একের পর এক ধর্ষণ! শেষমেশ জালে অভিযুক্ত

Image
দিল্লি : কোনও সাইকো থ্রিলারের থেকে কম নয়। প্রথমে অপহরণ, পরে শারীরিকভাবে অক্ষম করে দিয়ে ধর্ষণ। যৌন তৃপ্তি শেষে নিগৃহীতাকে হত্যা। এভাবেই একের পর এক অপরাধ করে অবশেষে পুলিশের জালে ধরা পড়ল বছর কুড়ির সুনীল কুমার। উত্তরপ্রদেশের ঝাঁসি থেকে অভিযুক্তকে ধরার পর জেরা শুরু করে পুলিশ। আর জেরা থেকে উঠে আসছে একের পর এক হাড়হিম করা তথ্য। গুরুগ্রামের বস্তি এলাকা। বছর তিনের এক শিশুকে ধর্ষণের পর খুনের অভিযোগে সুনীলকে গ্রেপ্তার করে পুলিশ। শুরু হয় জেরা। সুনীল পুলিশকে জানায়, শিশু এবং নাবালিকাদের অপহরণের পর প্রথমে তাদের পা ভেঙে দিত সে। পরে ধর্ষণ করত। শেষমেশ প্রমাণ মুছে ফেলতে ধর্ষিতাকে করা হত হত্যা। তিন থেকে সাত বছরের প্রায় ৯জন শিশু এবং নাবালিকাকে এভাবেই ধর্ষণ করে খুন করেছে সুনীল। পুলিশি জেরায় সেকথা স্বীকার করে নিয়েছে সে। এই ৯ শিকারের মধ্যে ৪জন দিল্লির, গুরুগ্রামের ৩জন এবং ঝাঁসি ওবং গোয়ালিয়রের একজন করে। এদের কাউকে মিষ্টি তো কাউকে টাকা দেওয়ার লোভ দেখিয়ে অপহরণ করা হয়েছিল।  গুরুগ্রামে বস্তি এলাকায় নিজের বোনের বাড়ি বেড়াতে গিয়েও একই কায়দায় তিন বছরের শিশুকে অপহরণ এবং ধর্ষণ করে সুনীল। কিন্তু, এবার আর শেষ রক্ষা হয়

কোড ল্যাঙ্গুয়েজে চলছে কথা, কলকাতার আশেপাশেই সন্দেহজনক রেডিও সিগন্যাল

Image
কলকাতা: নাগেরবাজার বিস্ফোরণ থেকেই তৈরি হয়েছিল জল্পনা। এর কিছুদিনের মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্টে বলা হয়, বাংলাদেশ হয়ে নাকি পশ্চিমবঙ্গে প্রবেশ করার চেষ্টা চালাচ্ছে পাকিস্তানি জঙ্গিরা। এর মধ্যেই নতুন আতঙ্ক ছড়াচ্ছে এক অদ্ভুত রেডিও সিগন্যাল। কলকাতার আশেপাশেই কারা সাংকেতিক ভাষায় কথোপকথন চালাচ্ছে। এমনই সিগন্যাল ধরা পড়েছে সপ্তাহ কয়েক আগে। দিওয়ালির ঠিক আগেই এই বিষয়টা লক্ষ্য করেন কলকাতার হ্যাম রেডিও অপারেটররা। প্রথম ওই সিগন্যাল আসে সোদপুর এলাকা থেকে। তবে সেটাই শেষ নয়। হুগলির চুঁচুড়া থেকেও এসেছে এমন সিগন্যাল। এছাড়া শহরের একেবারে কাছে শিয়ালদা স্টেশনের আশেপাশেও একই সিগন্যাল। কলকাতা থেকে ২৫-৩০ কিলোমিটারের মধ্যেই সেই সিগন্যাল ধরা পড়েছে বলে রিপোর্ট। সন্দেহজনক সিগন্যাল ধরা পড়তেই বিষয়টি জানানো হয়েছে পুলিশ ও গোয়েন্দা সংস্থাকে। বেঙ্গল অ্যামেচার রেডিও ক্লাবের সেক্রেটারি অম্বরীশ নাগ বিশ্বাস সংবাদসংস্থাকে জানিয়েছেন, "গত কয়েক সপ্তাহ ধরে সিগন্যালে ধরা পড়ছে, কারা কোডে কথা বলছে। মাঝরাতেই ধরা পড়ে ওই কথাবার্তা। তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলে কোনও রেসপন্স পাওয়া যায় না। তাদের পরিচয়ও জানতে চাওয়া হয়েছ

অনেকটাই কমল তেলের দাম: দেখে নিন কত হল কলকাতায়

Image
নয়াদিল্লি: ফের একধাপ কমল পেট্র-ডিজেলের দাম। বুধবার দামে কোনও পরিবর্তন হয়নি। বৃহস্পতিবার বেশ খানিকটা কমল দাম। আন্তর্জাতিক বাজারে তেলের দাম অনুসারেই এই নতুন দাম ধার্য করা হয়েছে। পেট্রোলের দাম কমেছে ৪৩ পয়সা প্রতি লিটার এবং ডিজেলের দাম কমেছে ৪৮ পয়সা প্রতি লিটার। দাম কমার পর দিল্লিতে পেট্রলের দাম হল ৭৫.৯৭ টাকা প্রতি লিটার ও ডিজেলের নতুন দাম হল ৭০.৯৭ টাকা প্রতি লিটার। মুম্বইতে দাম হল যথাক্রমে ৮১.৫০ টাকা প্রতি লিটার ও ৭৪.৩৪ টাকা প্রতি লিটার। চেন্নাই ও কলকাতায় ডিজেলের দাম হল ৭৮.৮৮ টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম ৭৯.৩১ টাকা প্রতি লিটার। নভেম্বরে এই নিয়ে পেট্রলের দাম ৩ টাকা ডিজেলের দাম মোট ২ টাকা কমল। সম্প্রতি ইরান থেকে তেল রফতানিতে কিছুটা হালকা মনোভাব পোষণ করেছে আমেরিকা। আটটি দেশকে আপাতত ইরান থেকে তেল রফতানি করার অনুমতি দিয়েছে। এই দেশগুলির মধ্যে রয়েছে ভারত, চিন, দক্ষিণ কোরিয়া, জাপান, তুরস্ক, ইতালি, আরব আমিরশাহী ও তাইওয়ান।

ঋণখেলাপে আরও বিপাকে মালিয়া, হাতছাড়া হতে পারে লন্ডনের অট্টালিকা

Image
আরও বিপাকে বিজয় মালিয়া। হাতছাড়া হওয়ার পথে তার লন্ডনের বাসভবন। সুইজারল্যান্ডের ইউবিএসের ঋণ শোধ করতে পারেননি মালিয়া। তাই ব্রিটিশ হাই কোর্টের দ্বারস্থ হয় ব্যাংক। মালিয়া যদি সেই ঋণ শোধ করতে না পারেন, তবে কোটি টাকার ওই বাড়িটি চলে যাবে ব্যাংকের দখলে। মধ্য লন্ডনের রিজেন্ট পার্কে বিজয় মালিয়ার একটি বাসভবন রয়েছে। নাম কর্নওয়াল টেরেন্স। সেটি বন্ধক রেখে ব্যাংক থেকে প্রায় ২০০ লক্ষ পাউন্ডের লোন নিয়েছিলেন মালিয়া। কিন্তু সময়মতো সেই ধার শোধ করতে পারেননি তিনি। তাই ব্রিটিশ আদালতের দ্বারস্থ হয়েছিলেন ইউবিএস ব্যাংক। বুধবার সমস্ত কাগজপত্র দেখে আদালত। উভয়পক্ষের বাদানুবাদও শোনে। তবে এরপর আদালত যা সিদ্ধান্ত নেয় তা ব্যাংকের পক্ষেই গিয়েছে। ঋণ পরিশোধ না করতে পারার জন্য মালিয়াকে ৮৮ হাজার পাউন্ড জরিমানা দিতে নির্দেশ দিয়েছে আদালত। ৪ জানুয়ারির মধ্যে সেই টাকা জমা দিতে হবে মালিয়াকে। ব্যাংকের তরফে জানানো হয়েছে, আদালতের সিদ্ধান্তে তারা খুশি। রায় তাদের পক্ষেই গিয়েছে। ঋণ পরিশোধ করতে না পারায় বাসভবনটি নিজেদের দখলে নিতে চেয়েছিল ব্যাংক। তবে আদালতের নির্দেশের পর কিছুটা হলেও সময় পেয়ে গেলেন মালিয়া। মামলার পরের শুনানির দিন ধার্য

দেশের ধনীতম মুখ্যমন্ত্রীর নাতির সম্পত্তিই ১৮ কোটির

Image
হায়দরাবাদ: ইনিই দেশের সবথেকে ধনী মুখ্যমন্ত্রী। এনার সম্পত্তির হিসেব এর আগেও একাধিকবার সামনে এসেছে। এই নিয়ে অষ্টম বার সম্পত্তির পরিমাণ ঘোষণা করল তেলেগু দেশম পার্টির প্রেসিডেন্ট তথা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর পরিবার। চন্দ্রবাবু নাইডুর ছেলে তথা অন্ধ্রের তথ্য ও প্রযুক্তি মন্ত্রী নর লোকেশ। বুধবার অমরাবতীতে সেই সম্পত্তির পরিমাণ ঘোষণা করেন তিনি। জানা গিয়েছে চন্দ্রবাবু নাইডুর মোট সম্পত্তির পরিমাণ ২.৯৯ কোটি। অন্যদিকে তাঁর নাতি তিন বছরের নর দেবাংশের সম্পত্তি তাঁর ছ'গুণ। মুখ্যমন্ত্রীর নাতির নামে যে সম্পত্তি আছে তার মোট সম্পত্তির পরিমাণ ১৮.৭১ কোটি। গত বছরের তুলনায় চন্দ্রবাবুর নাইডুর সম্পত্তি বেড়েছে ৪৬ লক্ষ। লোকেশের পুত্র দেবাংশ পরিবারের সবথেকে ছোট সদস্য। বাবা ও দাদুর তুলনায় তার সম্পত্তি বেশি। তার নামে একটি বাড়ি আছে, যার দাম ১৬.১৭ কোটি টাকা। হায়দরাবাদের জুবিলি হিলসে সেই বাড়িটি রয়েছে। এছাড়া ২.৪৯ কোটি টাকা ফিক্সড ডিপোজিট করা আছে তার নামে। পরিবারের সবথেকে ধনী সদস্য চন্দ্রবাবু নাইডুর স্ত্রী ভুবনেশ্বরী। তিনি হেরিটেজ ফুডসের মালিক। তাঁর মোট সম্পত্তি ৩১.০১ কোটি। গত বছরের তুলনায় তাঁর

বোর্ডের নির্দেশ অমান্য করেন শামি

Image
অস্ট্রেলিয়া সফরের আগে শামির ওয়ার্কলোডের দিকে তাকিয়ে বিসিসিআই তাঁর জন্য প্রতি ইনিংসে ১৫ ওভারের একটা কোটা বেঁধে দিয়েছিল৷ অবশ্য কড়াকড়ি ছিল না৷ প্রয়োজনে দু-চার ওভার বেশি বল করালেও বোর্ড আপত্তি করবে না বলে আগেই জানিয়েছিলেন বাংলা অধিনায়ক মনোজ এবং মেন্টর অরুণ লাল৷ তবে ইডেনে কেরলের বিরুদ্ধে প্রথম ইনিংসে শামি একাই বল করেন ২৬ ওভার৷ যার পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি পয়েন্টের জন্য মরিয়া বাংলা টিম ম্যানেজমেন্ট বোর্ডের নির্দেশ অমান্য করে শামির উপর বাড়তি চাপ দিয়েছে? উত্তরটা জানা গেল দ্বিতীয় দিনের খেলার শেষে৷ সংশয়টা দূর করলেন শামি নিজেই৷ বোর্ডের নির্ধারণ করে দেওয়া সীমার কথা অস্বীকার না করলেও শামি বলেন, তিনি নিজের দায়িত্বেই বাড়তি বল করেছেন৷ অস্ট্রেলিয়া সফরের আগে লাল বলে ম্যাচ প্র্যাক্টিসের জন্য কেরলের বিরুদ্ধে নিজেউ খেলতে চাওয়া শামি জানান, বল করার মতো অবস্থায় ছিলেন বলেই দলের প্রয়োজনের সময় নিজেকে চ্যালেঞ্জ থেকে দূরে সরিয়ে রাখতে পারেননি৷ শামির কথায়, 'যখন আপনি নিজের রাজ্য দলের হয়ে খেলতে নামেন, তখন নিজের ভূমিকা যথাযথ পালণ করা আপনার দায়িত্বের মধ্যে পড়ে৷ বল করতে আমার

মহাকাশে আমেরিকার প্রায় সব কিছু ধ্বংস করে দিতে পারে চিনের মিসাইল!

Image
ওয়াশিংটন: 'চিন তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি যেভাবে এগিয়ে নিচ্ছে তাতে দেশটি মহাকাশে আমেরিকার প্রায় সব কিছু ধ্বংস করে দিতে পারে'-  এই বক্তব্য স্বয়ং মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সংস্থার প্রধান লেফটেন্যান্ট জেনারেল ট্রে অবারিংয়ের৷ ওয়াশিংটনে হাডসন ইনস্টিটিউটে দেওয়া এক ভাষণে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, চিনের ক্ষেপণাস্ত্র কর্মসূচীর কারণে মার্কিন গোয়েন্দা ও পর্যবেক্ষণ কর্মসূচি মারাত্মক চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে। ট্রে অবারিং চিনের ক্রমবর্ধমান সমর শক্তির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, চিন ২০০৭ সালেই উপগ্রহ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে এটা প্রমাণ করেছে যে তারা মহাশূন্যে কৃত্রিম উপগ্রহগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করার ক্ষমতা রাখে। এখন তারা মহাশূন্যে আমেরিকার সব যুদ্ধাস্ত্র ধ্বংস করার সক্ষমতা অর্জন করে ফেলছে। প্রসঙ্গত, কিছুদিন আগেই চিন জাহাজ বিধ্বংসী মধ্যম পাল্লার 'ডিএফ-টুয়েন্টি ওয়ান' ক্ষেপণাস্ত্রটি জনসমক্ষে এনেছে৷ অত্যন্ত উন্নত ও জটিল প্রযুক্তির এই ক্ষেপনাস্ত্রটি আমেরিকার যুদ্ধ জাহাজগুলির সঙ্গে পাল্লা দিতে সক্ষম৷

সপ্তম বেতন কমিশন নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার

Image
চণ্ডীগড়: কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের জন্যে দারুণ খবর। সপ্তম বেতন কমিশন লাঘু হতে চলেছে কর্মীদের জন্যে। এর ফলে বেতন বাড়তে চলেছে এই সমস্ত কর্মীদের। ইতিমধ্যে হরিয়ানা সরকার এই বিষয়টি অনুমোদন দিয়েছে। মনে করা হচ্ছে উৎসবের মরশুমের আগেই কর্মীদের অ্যাকাউন্টে পড়ে যেতে পারে বাড়তি বেতন। ২০১৬ সালের ১ লা জানুয়ারি থেকেই বর্ধিত বেতন কার্যকর করা হতে পারে বলে মনে করা হচ্ছে। বেতন বৃদ্ধির বিষয়টি অনুমোদন হলেও ২০১৬ সাল থেকেই কার্যকর হবে কিনা তা নিয়ে আলোচনা চলছে। খুব শীঘ্রই এই বিষয়ে অর্থ দফতর নিজের মতামত জানাবে বলে জানা গিয়েছে। নয়া এই সিদ্ধান্তের ফলে বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার অশিক্ষক কর্মী উপকৃত হবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত গত কয়েক বছর ধরে এই বিষয়ে আন্দোলন চালিয়ে জাচ্ছিলেন অশিক্ষক কর্মীরা। কেন তাদের জন্যেও সপ্তম বেতন কমিশন লাঘু হবে না তা নিয়ে চলছিল আন্দোলন। অবশেষে কর্মীদের আন্দোলনে নড়েচড়ে বসল রাজ্য সরকার। রাজ্যের কয়েক হাজার শিক্ষকের ক্ষেত্রে বড়সড় সিদ্ধান্ত নিল হরিয়ানা সরকার।

মার্কশিটের মধ্যেই এবার থাকবে এবার আঁধার নম্বর!

Image
বালুরঘাট: বিতর্ককে দূরে সরিয়ে আধারের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের হয়রানি লাঘবের উদ্যোগ নিল খোদ বাংলার এক কলেজ। মার্কশিটে ছাত্র-ছাত্রীদের আধার নম্বর সংযোজন করা হয়েছে বালুরঘাট কলেজে। উচ্চশিক্ষা বা ভিনরাজ্যে চাকরির ক্ষেত্রে আবেদনপত্রের সঙ্গে দেওয়া মার্কশিটের সত্যতা যাচাইয়ের জন্য তা ভেরিফিকেশনের জন্য নির্দিষ্ট কলেজে পাঠানো হয়। বালুরঘাট কলেজের আধার সংযোজনের অভিনব এই উদ্যোগে এখন আর ভেরিফিকেশন রিপোর্টের অপেক্ষায় থাকতে হবে না। মার্কশিটে উল্লেখ থাকা আধার নম্বরের মাধ্যমেই আবেদনকারীরই তা কি না তা তৎক্ষণাৎ জানা সম্ভব হবে। ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে এলপিজি সহ বিভিন্ন ক্ষেত্রে আধারের সংযোজন নিয়ে শুরু থেকেই বিতর্ক চলতে থাকে। যে বিতর্কের সমাধান সূত্রের সেই জল গড়ায় দেশের সর্বোচ্চ আদালত অবধিও। খোদ এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আধার নম্বর সংযোজনের বিরোধিতায় একাধিকবার সরব হয়েছেন। এতো কিছুর মাঝে এই রাজ্যেরই তত্ত্বাবধানে থাকা গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বালুরঘাট কলেজ কর্তৃপক্ষ উল্টে আধারকে অবলম্বন করে সর্বভারতীয় স্তরের চাকরি বা উচ্চ শিক্ষায় প্রবেশে ভেরিফিকেশন সংক্রান্ত হয়রানি লাঘবে সচেষ্ট

পরনে জিন্স-টি শার্ট, বাঁশবাগানে পড়ে মুণ্ডহীন দেহ, ধানক্ষেতে উঁকি দিতেই আঁতকে উঠলেন

Image
সচরাচর বিশাল বাঁশ বাগানে কেউ যান না। নির্জন ওই বাঁশ বাগানে এদিন গ্রামের লোকজনদের চোখ উঠল কপালে। বাঁশঝাড়ের মধ্যে পড়ে রয়েছে এক যুবকের দেহ। ধড় টুকু রয়েছে, মুণ্ডু নেই। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। পুলিশ তল্লাশি শুরু করার পর মুণ্ডু উদ্ধার হয় পাশের ধানক্ষেত থেকে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের চাঁদনগরে। পুলিশ দেহ উদ্ধারের পর ময়নাতদন্তে পাঠিয়েছে। যুবকের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, ওই দেহটি স্থানীয় কারও নয়। অন্য কোথাও খুন করে নির্জন ওই জায়গায় ফেলে যাওয়া হয়েছে। প্রমাণ লোপাটের জন্য এবং যাতে খুন হওয়া ওই দেহ শনাক্ত করা না যায়, সেজন্য ধড় থেকে মুণ্ডু আলাদা করে দেওয়া হতে পারে। তা ফেলাও হয় ধানক্ষেতের মধ্যে। অন্তত ১০ থেকে ১২ দিন আগে ওই যুবককে খুন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রতিবেশী থানায় কোনও অভিযোগ দায়ের হয়েছে কি না জানার চেষ্টা চালানো হচ্ছে। পুলিশ জানিয়েছে, নিহত যুবকের পরণে ছিল জিন্সের প্যান্ট, টি-শার্ট। প্যান্টের পকেটে ২০০০ টাকার নোট ও কিছু কাগজপত্র উদ্ধার করা হয়েছে। ওই কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ মনে করছে ওই কাগ

বিয়ের আগেই উধাও বর! পাত্রীর মান বাঁচাতে হঠাৎ ‘বন্ধু’র আবির্ভাবে চারহাত হল এক

Image
বিয়ের সব আয়োজন পরিপাটি করে সাজানো। মেদিনীপুর শহরের লজে বসেছে জাঁকজমকপূর্ণ বিয়ের আসর। প্রস্তুত ছাদনাতলাও। কনেও অপেক্ষা করে রয়েছে। লগ্ন যে বয়ে যেতে বসেছে। পাত্তা নেই বরের। এবার শুরু হল বরের খোঁজ। কোথায় তিনি! আসলে বর বাবাজি তো আগেই বেপাত্তা হয়ে গিয়েছেন। তাঁর দেখা পাওয়াই ভার। কিন্তু কী এমন হল বরের! ছ-মাস আগে রেজিস্ট্রি করে বিয়ে হয়ে গিয়েছে। বাকি শুধু আনুষ্ঠানিকতার। একে-অপরকে পছন্দ করেই এই বিয়ে, তাহলে কোথায় গেলেন বর। দেখা তাঁর মিলল না। হুলুস্থূল পড়ে গিয়েছে বিয়ে বাড়িতে। মান-সম্মান যায়। আত্মীয়-স্বজন রয়েছেন, রয়েছেন আমন্ত্রিতরা। কী করে বাঁচবে মান। তখনই উদয় হল এক যুবকের। তিনি সম্মতি দিলেন বিয়েতে। অবশেষে সম্মান বাঁচল পাত্রীর। সম্মান বাঁচল পাত্রীর বাড়ির। পাত্রীর বাবা অবসরপ্রাপ্ত হোমগার্ড। মেদিনীপুর শহররে কোতোয়ালি বাজারে থানার পাশেই তাঁর বাড়ি। ছ-মাস আগে অশোকনগরে এক যুবক সঞ্জয় রায়ের সঙ্গে রেজিস্ট্রি করে বিয়ে হয়েছিল তাঁর মেয়ের। এদিন আয়োজন হয়েছিল আনুষ্ঠানিক বিয়ের। কিন্তু সেখানেই নিখোঁজ বর। সঞ্জয় রায় থাকত অশোক নগরের এক ভাড়া বাড়িতে। এজেন্টের কাজ করত। সেই পাত্র উধাও হয়ে যাওয়ায় কান্নাকাটি শুরু হয়ে য়া

আন্দামানে জারোয়াদের হাতে খুন মার্কিন নাগরিক, দেহের খোঁজে চলছে তল্লাশি

Image
আন্দামান–নিকোবর দ্বীপে জারোয়াদের হাতে খুন হলেন এক মার্কিন নাগরিক। আমেরিকান জন অ্যালেন চৌ–কে যে সাতজন মৎস্যজীবী উত্তর সেন্টিনেল দ্বীপে নিয়ে গিয়েছিলেন, তাদের গ্রেপ্তার করেছে পুলিস। আন্দামানের এই দ্বীপটিতে যে সব জারোয়ারা বাস করেন, তাঁরা অত্যন্ত আমানবিক বলে জানা গিয়েছে। এই দ্বীপে কোনও পর্যটকদের যাওয়াই নিষেধ রয়েছে।  ২০১১ সাল থেকে এই উত্তর সেন্টিনেল দ্বীপে প্রায় ৪০ জন জারোয়া বাস করে। যাদের সঙ্গে বাইরের দুনিয়ার কোনও সম্পর্ক নেই। ধৃত মৎস্যজীবীরা পুলিশকে জানায়, ১৬ নভেম্বর দ্বীপে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই বছর সাতাশের ওই পর্যটককে টেনে নিয়ে যায় কয়েক জন আদিবাসী। তীর মারা হয় তাঁকে। কিন্তু তারপরও ওই মার্কিনি পর্যটক হাঁটতে পারছিলেন। এরপর মৎস্যজীবীরা দেখতে পায়, জনকে মাটির উপর দিয়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। কয়েক জন তাঁর দিকে তীর নিয়ে তেড়ে যায়। আরও কিছুটা দূরে জনের শরীরের খানিকটা অংশ মাটির নীচে পুঁতে দেওয়া হয়। এর বাইরে আর কিছু দেখতে পায়নি বলে মৎস্যজীবীরা পুলিশকে জানিয়েছে। এরপরই ওই মার্কিন নাগরিক গায়েব হয়ে যান। পরের দিন মৎস্যজীবীরা ওই পর্যটকের দেহের খোঁজে ফের আসে কিন্তু হদিশ পায় না দেহের। মৎস্যজীবীরা এরপর পোর্ট ব

হোয়াটসঅ্যাপে ভারত-শীর্ষে ববি

Image
অভিজিৎ বসু। ভারতে হোয়াটসঅ্যাপের প্রধান নিযুক্ত হলেন অভিজিৎ বসু। ই-লেনদেনে সংস্থা 'ইজ়িট্যাপ'-এর সহপ্রতিষ্ঠাতা ও বর্তমান সিইও অভিজিৎ শিল্পমহলে পরিচিত ববি নামে। মার্ক জ়াকারবার্গের ওয়াটসঅ্যাপে যোগ দেবেন আগামী বছরের গোড়ায়। ২০১৯-এই  কাজ শুরু করবে 'হোয়াটসঅ্যাপ ইন্ডিয়া'। ববি হবেন তার প্রধান। অফিস হবে গুরুগ্রামে। আমেরিকার বাইরে এটিই হবে হোয়াটসঅ্যাপের প্রথম পূর্ণাঙ্গ অফিস। ব্যবসায়ী ও তাঁদের গ্রাহকদের মধ্যে যোগাযোগ গড়ে তোলাই হবে ববির অন্যতম লক্ষ্য। হোয়াটসঅ্যাপ এ দেশে বার্তা বিনিময়ের জনপ্রিয় মাধ্যম হলেও এর মাধ্যমে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ উঠেছে বারবার। পিটিয়ে খুন, হিংসার বেশ কিছু ঘটনাও ঘটেছে। বিভিন্ন মহলে সমালোচনার মুখে নরেন্দ্র মোদী সরকার ভুয়ো খবর রোখার জন্য একাধিক বার নোটিস পাঠিয়েছে হোয়াটসঅ্যাপকে। যার সূত্রে ভারতে এসে কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্করপ্রসাদের সঙ্গে বৈঠক করেন হোয়াটসঅ্যাপের কর্তারা। সরকারের বক্তব্য ছিল, অভিযোগ নিষ্পত্তির জন্য সংস্থাটিকে অফিস রাখতে হবে ভারতে। প্রয়োজনে ভুয়ো খবরের উৎস জানার ব্যবস্থা করতে হবে। হোয়াটসঅ্যাপের কর্তারা তখনই আশ্বাস দিয়েছিলেন, কিছু দিনের মধ্য

রং কালো বলে নির্যাতন! দেহ উদ্ধার গৃহবধূর

Image
গায়ের রং কালো বলে খোঁটা শুনতে হত শ্বশুরবাড়িতে। মারধর করা হত। মাঝে মধ্যে টাকা চেয়ে ফোন আসত জামাইয়ের। ভ্যানচালক শ্বশুর ক'দিন আগে ৫০ হাজার টাকা দিয়েছিলেন। সেই টাকায় মোটরবাইক কিনে ঘুরত জামাই। এত সবের পরেও প্রাণে বাঁচল না মেয়ে। সোমবারই শাশুড়িকে ফোন করে জামাই নগদ টাকা চেয়েছিল। বলেছিল, টাকা দিতে না পারলে সে আর সংসার করবে না। পর দিন শ্বশুরবাড়িতে ঝুলন্ত দেহ মিলল পূজা কুণ্ডু (২০) নামে ওই তরুণীর। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানা এলাকার ঘোষপাড়ায়। পূজার মা টুম্পা মণ্ডলের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ পূজার স্বামী মিঠুন ও শাশুড়ি সবিতার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা রুজু করেছে। সবিতাকে পরে গ্রেফতার করেছে পুলিশ। টুম্পার দাবি, ''বালিশ চাপা দিয়ে মেরে ফেলা হয়েছে মেয়েকে।'' সেই দাবি খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরে মৃত্যুর কারণ বোঝা যাবে বলে জানিয়েছেন তদন্তকারীরা অফিসারেরা। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। গায়ের রং কালো বলে শ্বশুরবাড়িতে অত্যাচারিত হওয়ার বহু ঘটনা নানা সময়ে সামনে এসেছে। পঞ্চমীর দিন শ্বশুরবাড়িতে অগ্নিদগ্ধ হন নিউ ব্যারাকপুরে

বৈশাখী নন, অভিষেকের কারণেই মন্ত্রিত্ব ছেড়েছেন শোভন: মুকুল

Image
শোভন চট্টোপাধ্যায়ের ইস্তফার নেপথ্যে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্কের যোগ রয়েছে বলে অভিযোগ করছেন স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। কিন্তু বৈশাখীর বন্দ্যোপাধ্যায় নন, বরং মুখ্যমন্ত্রীর ভাইপোর কারণেই শোভন পদ ছেড়েছেন বলে দাবি করলেন বিজেপি নেতা মুকুল রায়।  জি ২৪ ঘণ্টা ডিজিটালকে মুকুল রায় বলেন, ''এই ধরনের পরিস্থিতি আগেও তৈরি হয়েছিল, কিন্তু তখন ইস্তফা দেওয়ার দরকার পড়েনি। এখন তবে কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কারণে দলে কোণঠাসা হয়ে পড়েছিলেন শোভন চট্টোপাধ্যায়। সে কারণে মন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হলেন''।                  বলে রাখি, গত মাসে তৃণমূলের কোর কমিটির বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, দক্ষিণ ২৪ পরগনার নতুন সভাপতি শুভাশিস চক্রবর্তী। ওই জেলার পর্যবেক্ষক নিযুক্ত হন অভিষেক বন্দ্যোপাধ্যায়।      বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, বলেন, "তৃণমূলে মুষল পর্ব শুরু হয়ে গিয়েছে। পদত্যাগ একজনের না, আরও হবে। তৃণমূলের পতন শুরু হয়ে গিয়েছে। এটা তো সবে শুরু। জনবিরোধী নীতি, দুর্নীতির জন্য এবার ধীরে ধীরে ধবংসের দিকে এগোবে তৃণমূল।"     রথযাত্রা নিয়ে আজ এক সভায় বিজেপির রাজ্য সভা

কোনা এক্সপ্রেসওয়েতে গ্যাস ট্যাঙ্কার ও ট্রেলারের সংঘর্ষে দুই চালকের মৃত্যু

Image
ভোর রাতে কোনা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা। একটি গ্যাস ট্যাঙ্কার ও ট্রেলারের মধ্যে মুখোমুখি সংঘর্ষে দুটি গাড়ির চালকেরই মৃত্যু হয়েছে। বিপর্যস্ত রেল পরিষেবা। সঙ্গে জাতীয় সড়কে বিপর্যস্ত যান চালাচলও। রাত ৩.৩০ নাগাদ কোনা এক্সপ্রেসওয়েতে একটি গ্যাস ট্যাঙ্কার ও ট্রেলারের মধ্যে মুখোমুখি সংঘর্ষে দুটি গাড়িতেই আগুন লেগে যায়। বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। এমনকী আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই এলাকা জুড়ে। খবর পেয়ে দমকলের ছয়টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।  সিটি পুলিশের আধিকারিকরাও আসেন ঘটনাস্থলে। গ্যাস ট্যাঙ্কার ও ট্রেলারে আগুন লেগে যাওয়ায় দুই গাড়ির চালকেরই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। দুর্ঘটনার জেরে বেশ কয়েকজন জখম হয়েছে বলেও খবর। দুর্ঘটনার সময় ঘটনাস্থলে কর্তব্যরত ট্রাফিক পুলিস চাঁদু সর্দার অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি। দুর্ঘটনার জেরে বিঘ্নিত রেল পরিষেবা। ভোরের দু জোড়া আমতা লোকাল বাতিল করা হয়। বিস্ফোরণের তীব্রতায় ওভার হেড তার ছিঁড়ে যাওয়ায় এই বিপত্তি। পাশাপাশি ২ নম্বর এবং ৬ নম্বর জাতীয় সড়কে কোনা এক্সপ্রেসওয়েতে যানচলাচল যান চলাচল বিপর্যস্ত। মুম্বই ও দিল্লি রোডের সংযোগস্থলে কো

জম্মু-কাশ্মীর বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল

Image
জম্মু-কাশ্মীরে রাজনৈতিক ডামাডোল চরমে। রাজ্যে সরকার গঠনের জন্য দাবি জানালেন পিপলস কনফারেন্স নেতা সাজিদ লোন এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি সভানেত্রী মেহবুবা মুফতি। এর মধ্যেই বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল সত্যপাল মালিক।  আগামী ১৯ ডিসেম্বর জম্মু-কাশ্মীরে কেন্দ্রীয় শাসনের মেয়াদ শেষ হচ্ছে। তার আগে রাজ্যে সরকার গঠন নিয়ে বুধবার দিনভর রাজনৈতিক মহলে আলোচনা চলে। অতীতের তিক্ততা ভুলে এ নিয়ে পাশাপাশি আসার ইঙ্গিত দেয় ন্যাশনাল কনফারেন্স এবং পিডিপি। শোনা যায়, কংগ্রেসও এই জোটের বিষয়ে আগ্রহী। বিষয়টি জানতে পেরে সক্রিয় হয় বিজেপি শিবিরও। মতপার্থগ্যগত বিরোধিতা থাকলেও পিপলস কনফারেন্স নেতা সাজিদ লোনকে সামনে রেখে ঘুঁটি সাজাতে শুরু করে তারা। এর মধ্যেই সন্ধ্যায় রাজ্যে সরকার গঠনের দাবি জানিয়ে রাজ্যপালকে চিঠি পাঠান পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা তাঁর পক্ষে আছে বলে চিঠিতে দাবি করেন তিনি। পরে ট্যুইট করে পিডিপি নেত্রী তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জানান, ফ্যাক্সের মাধ্যমে তিনি চিঠি পাঠানোর চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। এমনকী রাজ্যপালকে ফোন করলেও তাঁর সঙ্গে কথা বলা যায়নি। এদিকে, এর ক