২৭,১৫০ কোটি টাকার সম্পত্তি! দেশের এক নম্বর রিয়্যালিটি বিল্ডার এই বিজেপি বিধায়ক

বিজেপি বিধায়ক মঙ্গল প্রভাত লোঢা।

মহারাষ্ট্রের মালাবার হিলসের বিধায়ক তিনি। সঙ্গে আবার 'লোঢা গ্রুপ'-এর প্রতিষ্ঠাতাও। সেই মঙ্গল প্রভাত লোঢার 'লোঢা গ্রুপ'-এর ব্যবসা এক লাফে বেড়ে গেল ২২ শতাংশ। আর তার ফলে দেশের তাবড় তাবড় রিয়্যাল এস্টেট ডেভেলপারদের পিছনে ফেলে দিয়ে এক নম্বরে চলে এলেন মঙ্গল প্রভাত লোঢা।
সম্প্রতি প্রকাশিত হয়েছে 'গ্রহে হারন ইন্ডিয়া রিয়্যাল এস্টেট রিচ লিস্ট ২০১৮'। আর সেই তালিকায় সবার প্রথমে নাম রয়েছে মঙ্গল প্রভাত লোঢার। ওই তালিকা অনুযায়ী, বিজেপি বিধায়ক মঙ্গল প্রভাত লোঢার মোট সম্পত্তির পরিমাণ ২৭,১৫০ কোটি টাকা।

তিন দশক আগে মুম্বইয়ের বুকে রিয়্যাল এস্টেটের ব্যবসা শুরু করেছিলেন মঙ্গল প্রভাত লোঢা। কয়েক বছর আগে পুণেতে ৭৫ তলার ট্রাম্প টাওয়ার তৈরি করে দেশবাসীকে তাক লাগিয়ে দিয়েছিল লোঢা গ্রুপ।

মঙ্গল প্রভাতের পরেই ওই তালিকায় রয়েছে বেঙ্গালুরুর 'এম্ব্যাসি গ্রুপ'। 'এম্ব্যাসি গ্রুপ'-এর মালিক জিতেন্দ্র ভিরওয়ানির সম্পত্তির পরিমাণ ২৩,১৬০ কোটি টাকা। ঠিক তার পরেই রয়েছেন দিল্লির 'ডিএলএফ'-এর কর্ণধার রাজীব সিংহ। রাজীবের মোট সম্পত্তির পরিমাণ ১৭,৬৯০ কোটি টাকা। আর তার পরে রয়েছেন মুম্বইয়ের আর দুই রিয়্যাল এস্টেট ডেভেলপার চান্দ্রু রাহেজা এবং বিকাশ ওবেরয়।

বিগত কিছু দিন ধরেই ভাঁটা চলছে রিয়্যাল এস্টেট ব্যবসায়। কিন্তু তা সত্ত্বেও মঙ্গল প্রভাত লোঢার এই সাফল্যে প্রশ্ন উঠতে শুরু করেছে রিয়্যাল এস্টেট মার্কেটে। ২০১৭ সালে লোঢার মোট সম্পত্তির পরিমাণ ছিল ১৮,১৬০ কোটি টাকা।