Posts

Showing posts from May 3, 2018

ভাসুরপোর ধর্ষণের চেষ্টা ব্যর্থ করে গোপনাঙ্গ কেটে দিল কাকিমা

Image
এটাওয়া:  ফাঁকা বাড়িতে কাকিমাকে ধর্ষণের চেষ্টা করেছিল ভাসুরপো। তবে সেই চেষ্টা ব্যর্থ করে ভাসুরপোকে নিজে হাতে শাস্তি দিল কাকিমা। ভাসুরপোর গোপনাঙ্গ একেবারে কেটে উড়িয়ে দিল। পরে ঘটনাস্থলে পুলিশ এসে আক্রান্ত অভিযুক্তকে এলাকার এক হাসপাতালে ভর্তি করে। কাকিমার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে ৩৫৪ ও ৩২৩ ধারায় মামলা রুজু হয়েছে। মঙ্গলবার রাতে অন্ধকারের সুযোগ নিয়ে ভাসুরপো কাকিমার ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করে। উত্তরপ্রদেশের এটাওয়ার দুর্গাপুর গ্রামে ঘটনাটি ঘটেছে।

মহিলাদের বেআইনি তথ্য সংগ্রহের অপরাধে বরখাস্ত ফেসবুক কর্মী

Image
নিউইয়র্ক: চাকরি গেল ফেসবুকের এক কর্মচারীর ৷ ফেসবুকের  এক সিকিউরিটি ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে অভিযোগ যে তিনি অনলাইনে মহিলাদের সাথে গনিষ্ঠতা বাড়িয়ে তাঁদের তথ্য সংগ্রহ করে সেই তথ্যের অপব্যবহার করতেন ৷ একটি সংবাদ সূত্রের খবর পেশায় ইঞ্জিনিয়ার ওই ফেসবুক কর্মী নিজের পদের অপব্যবহার করে সেই তথ্য যোগাড় করতেন ৷ এর জেরে মানুষের মধ্যে আতঙ্কে ছড়িল ফেসবুকের তরফে আশ্বাস দেওয়া হয় যে সমস্ত তথ্য সুরক্ষিত আছে ৷ মানুষের গোপনীয় তথ্য বিনা অনুমতিতে স্পর্শ করার অপরাধে তাঁকে বরখাস্ত করা হয়েছে ৷ এই নিয়ম যে ভাঙার চেষ্টা করবে তাকেই বরখাস্ত করা হবে ৷ সাধারণ মানুষের কাছে এখন বিভ্রান্তি একটাই যাঁদের হাতে মানুষের তথ্য সুরক্ষিত থাকার কথা সেখানেই তথ্য সুরক্ষায় প্রশ্ন উঠলে চিন্তার বিষয় থেকেই যায় ৷

জয়েন্ট এন্ট্রান্স মেন-এর প্রথম ২০-তে ৬ বন্ধু

Image
কোটা: জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষার প্রথম ২০ স্থানাধিকারীর মধ্যে জায়গা করে নিলেন রাজস্থানের কোটার একই কোচিং সেন্টারে পড়াশোনা করা ৬ বন্ধু। এঁরা হলেন পার্থ লাতুরিয়া, ভাস্কর গুপ্ত, নভনীল সিংঘল, লে জৈন, কর্ণ আগরওয়ালা ও যশ গুপ্ত। ২ বছর আগে ওই কোচিং সেন্টারেই প্রথম দেখা হয় তাঁদের। এই ৬ তরুণ এসেছেন দেশের নানা জায়গা থেকে। কোচিং সেন্টারের যাবতীয় প্রশ্নের মোটামুটি একই রকম জবাব দিতেন তাঁরা, নম্বরও পেতেন কাছাকাছি। সেখান থেকে বন্ধুত্বের শুরু। আর এখন ৬ জন মিলে কার্যত একটা পরিবার। কেউ কোনও সমস্যায় পড়লে বাকিরা পাশে এসে দাঁড়ান, উৎসাহ দেন একে অপরকে। যে হেতু জয়েন্টের প্রস্তুতি নিতে তাঁরা পরিবার থেকে অনেক দূরে এসে বসবাস শুরু করেন, তাই এই সমর্থন জরুরি ছিল, নাহলে হতাশা ঘিরে ধরার সম্ভাবনা থাকে। এই ছাত্ররা জানিয়েছেন, তাঁদের মধ্যে প্রতিযোগিতার প্রশ্ন ছিল না, বরং পড়াশোনা নিয়ে আলোচনা চলত। লে জৈন ও যশ গুপ্ত কোটার ছেলে। বন্ধুদের জন্য হোস্টেলেই থেকে যেতেন তাঁরা। আপাতত তাঁরা দুজন ভিয়েতনামে, যোগ দিতে গিয়েছেন এশিয়ান ফিজিক্স অলিম্পিয়াডে। বাকি ৪ জন ব্যস্ত ২০ তারিখ হতে চলা জয়েন্ট এন্ট্রান্ত অ্যাডভান্সড-এর চূড়ান্ত প

বিশ্বে রেকর্ড! ৫০ ডিগ্রিতে পুড়ছে পাকিস্তান

Image
ইসলামাবাদ: এত গরম আগে দেখেনি বিশ্বের কোনও দেশ। এপ্রিল মাসেই পাকিস্তানে পারদ ছুঁল ৫০ ডিগ্রি। বিশ্বের ইতিহাসে আর কোনোদিন এত গরম দেখা যায়নি। দক্ষিণ পাকিস্তানের সিন্ধু প্রদেশের নবাবশা শহরে গত সোমবার তাপমাত্রা ছিল ৫০.২ ডিগ্রি সেলসিয়াস। ঘটনাটি প্রথম নজরে নিয়ে আসেন ফরাসি আবহবিদ ইতিএনে কাপিকিয়ান। তিনি বলেন, '‌এপ্রিলে এর আগে কখনও এত গরম পড়েনি। গোটা এশিয়াতে এটা রেকর্ড।' এর আগে গত মার্চ মাসেও সর্বোচ্চ তাপমাত্রার দিক থেকে রেকর্ড গড়েছিল পাকিস্তানের এই শহরটি। গত মাসে শহরের উষ্ণতা ছাড়িয়েছিল ৪৫‌ ডিগ্রি সেলসিয়াস। ‌আবহাওয়াবিদ ক্রিস্টোফার বার্ট জানান, '‌২০১১ সালের এপ্রিল মাসে মেক্সিকোর সান্তা রোজাতে তাপমাত্রা ছিল ৫১ ডিগ্রি সেলসিয়াস। তবে সে ব্যাপারে তেমন কোনও নির্দিষ্ট তথ্য নেই। তাই এটাই এপ্রিল মাসে পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে। '‌ স্বাভাবিকভাবেই এই অবস্থায় বিপাকে পড়েছে সেখানকার সাধারণ মানুষ। রাস্তাঘাটে কোনও লোক নেই। সবাই কার্যত গৃহবন্দি। হৃদরোগে আক্রান্ত হওয়ার ঘটনাও ঘটছে শহর জুড়ে। বিজ্ঞানীদের মতে, মানু্ষের কারণেই বিশ্ব উষ্ণায়ন হচ্ছে। আর তাই এভাবে তাপমাত্রা বেড়ে চলেছে।

শিল্পশহর হলদিয়ার প্রযুক্তিগত উন্নয়নের সহযোগিতায় জাপান

Image
হলদিয়া: শিল্প শহর হলদিয়ায় সৌন্দর্যায়ন, দূষণ প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ, পরিবহণ, নিকাশি-সহ শহরের উন্নয়নের জন্য কয়েকটি ক্ষেত্রে কারিগরী, প্রযুক্তিগত ও আর্থিক সহযোগিতার জন্য জাপানি কনসাল-সহ জাপানি প্রতিনিধিদের নিয়ে বিশেষ বৈঠক করল হলদিয়া পুরসভা৷ বৃহস্পতিবার হলদিয়া পুরসভায় আসেন কলকাতার জাপানি কনস্যুলেটের কনসাল জেনারেল মাসাইউকি তাগা-সহ প্রতিনিধিদলের অন্য সদস্যরা৷ এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ জাপানি কনসাল হলদিয়া পুরসভায় যান৷ তাঁর সঙ্গে ছিলেন আরও চার সদস্যের আধিকারিকদের প্রতিনিধি দল৷ এদিন প্রায় ঘন্টা খানেক ধরে চলে বৈঠক৷ বৈঠকে জাপানিজ প্রতিনিধিদের পাশাপাশি উপস্থিত ছিলেন তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী, হলদিয়া পুরসভার চেয়ারম্যান শ্যামল আদক-সহ সমস্ত কাউন্সিলর ও আধিকারিকগণ৷ এদিন পুরসভায় বৈঠকের হলদিয়া বন্দরে প্রশাসনিক ভবনে বন্দরের আধিকারিকদের নিয়ে একটি বৈঠকও হয়৷ হলদিয়া বন্দর-সহ শিল্প শহর হলদিয়ার বিভিন্ন জায়গা পরিদর্শন করেন তিনি৷ পুরসভার চেয়ারম্যান শ্যামলকুমার আদক বলেন, ''শিল্প শহর হলদিয়ায় প্রযুক্তিগত উন্নয়নের জন্য জাপানি কনসাল জেনারেল মাসাইউকি তাগা সহ প্রতিনিধিদলকে আমন্ত্রন জানানো হয়েছিল৷ তাঁ

মোড়লরা গোটা গ্রামেই BAN করল লাভ ম্যারেজ!

Image
তাঁদের বাস ছিল পাশাপাশি বাড়িতে। একেঅপরকে ভালোবেসে বিয়ে করেছিলেন। বোঝেননি ভালোবেসে বিয়ে করাটা অপরাধের সামিল। আর তার জন্যে আগামীদিনে গ্রামের আর কোনও তরুণ তরুণী ভালোবেসে বিয়ে করতে পারবেন না। ঘটনাটি ঘটেছে পঞ্জাবের দোরাহা-র খুর্দ গ্রামে। দুই প্রতিবেশি তরুণ তরুণী ভালোবেসে বিয়ে করার পর বেজায় চটে যায় গ্রাম পঞ্চায়েত। গ্রামে তারা নিষিদ্ধ করে দেয় ভালোবেসে বিয়ে করা।  তাতেও কমে না পঞ্চায়েতের রাগ। গোটা গ্রামে নিদান দেওয়া হয় এই দুই পরিবারের সঙ্গে কেউ কোনও যোগাযোগ রাখতে পারবে না। এককথায় একঘরে করে দেওয়া হয় দুটি পরিবারকে। গত ২৯ এপ্রিল গ্রাম পঞ্চায়েত, স্থানীয় গুরুদ্বারা এবং গ্রামের বিভিন্ন স্পোর্টস ক্লাব মিলে একটি সঙ্কল্পগ্রহণ করেছে দুই পরিবারকে বয়কট করার।  রেজুলিউশনে লেখা হয়েছে, গ্রামের কোনও ছেলে মেয়ে যদি নিজেরা পছন্দ করে বিয়ে করে তাহলে গোটা গ্রাম তাদের বয়কট করবে। তাদের পরিবার থেকে যদি কেউ সেই যুগলের সঙ্গে সম্পর্ক রাখে তবে তাঁদেরও একঘরে করে রাখা হবে। পঞ্চায়েত প্রধান হাকাম সিং জানিয়েছেন, গোটা গ্রাম মিলে এই সিদ্ধান্ত নিয়েছে, গ্রাম পঞ্চায়েতের একার সিদ্ধান্ত নয়। মেয়েটির দাদু নিজে পঞ্চায়েতের কাছে এসে এমন সি

বিহারে বাসে আগুন, দগ্ধ হয়ে মৃত ২৭ যাত্রী

৩২ জন যাত্রী নিয়ে বাসটি মুজফ্ফরপুর থেকে দিল্লি যাচ্ছিল। ২৮ নম্বর জাতীয় সড়কের ওপর কোটওয়া থানা এলাকার চেতয়ার কাছে বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। দুর্ঘটনাগ্রস্ত বাসে আগুন লেগে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল ২৭ জন যাত্রীর। আহত বেশ কয়েকজন। আহতদের প্রত্যেকের অবস্থাই আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে বিহারের মোতিহারিতে ২৮ নম্বর জাতীয় সড়কের ওপর। জানা যাচ্ছে, ৩২ জন যাত্রী নিয়ে বাসটি মুজফ্ফরপুর থেকে দিল্লি যাচ্ছিল। ২৮ নম্বর জাতীয় সড়কের ওপর কোটওয়া থানা এলাকার চেতয়ার কাছে বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। সঙ্গে সঙ্গেই তাতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা বাসটিতে। স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনার পরই ছুটে আসেন উদ্ধারকাজে। তারা জানিয়েছেন, ৫ জনকে উদ্ধার করা গেলেও বাকিদের সেখান থেকে বের করা যায়নি। এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে আখ্যা দিয়ে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিহারের মু্খ্যমন্ত্রী নীতীশ কুমার। রাজ্য সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

প্রকাশ্য আলিঙ্গন কি অপরাধ? আইন কী বলছে

Image
মুখে নীতি পুলিশের দাদাগিরির নিন্দা করলেও, কলকাতার সাংস্কৃতিক ঐতিহ্যের কথা মাথায় রেখে সংযত আচরণ করার উপদেশ দিয়ে ফের বিতর্কে মেট্রো কর্তৃপক্ষ। বুধবার মেট্রো ভবনে সাংবাদিক সম্মেলনের শেষে, মেট্রো রেলের জেনারেল ম্যানেজার অজয় বিজয়বর্গীয় মন্তব্য করেন, "যাত্রীদের উদ্দেশে অনুরোধ, তাঁরা এমন কিছু করবেন না যাতে সহযাত্রীদের অসুবিধা হয়। এবং, যাত্রীদের কলকাতা মেট্রোর সম্মানের কথা মাথায় রাখতে হবে।" এখানেই থেমে থাকেননি তিনি। তিনি তাঁর হাতে রাখা ছাপানো বিবৃতি থেকে পড়তে থাকেন— "যাত্রীদের কলকাতার সাংস্কৃতিক ঐতিহ্যের কথা মাথায় রাখতে অনুরোধ করছি এবং তাঁরা যেন সংযত আচরণ করেন।" কিন্তু কার উদ্দেশে এই উপদেশ? সেই যুগল যাঁরা মেট্রোর কামরায় আলিঙ্গন করে নিগৃহীত হলেন, না যাঁরা নিজেদের অসহনশীলতার পরিচয় দিয়ে আইন নিজেদের হাতে তুলে নিয়ে ঝাঁপিয়ে পড়লেন ওই তরুণ-তরুণীর উপর? সেই প্রশ্নের কোনও সোজাসুজি উত্তর দেননি বিজয়বর্গীয়। "আমরা সব যাত্রীকেই বলছি"— বলেন মেট্রোর জেনারেল ম্যানেজার। তাঁর এই মন্তব্য ঘিরে বিতর্ক আরও বেশি উস্তে উঠেছে কারণ, মঙ্গলবার সন্ধে থেকেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হতে

মেট্রোয় আবার ধুন্ধুমার, কোটি টাকার সোনা উদ্ধার!

Image
তল্লাশির সময়ে সোনা পাচারকারী একবার জানায় যে, সে দমদম যাবে, আবার পরক্ষণেই বলে জোঁড়াসাকো যাবে। ব্যক্তির জবানবন্দীতে অসঙ্গতি থাকায় মেট্রোকর্মীদের সন্দেহ হয় তার উপরে। সোনা অথবা যে কোনও মূল্যবান জিনিস ট্রেনে বা মেট্রোর মাধ্যমে পাচার করার ঘটনা নতুন নয়। ৩ এপ্রিল এই ঘটনা ঘটল শহরের দমদম মেট্রোয়।জনৈক ব্যক্তি ১৬ প্যাকেট সোনা খামে করে নিয়ে দমদম মেট্রো থেকে ওঠে। কিন্তু মেটাল ডিটেক্টারের মধ্যে দিয়ে যাওয়ার সময় সে ধরা পড়ে যায়। এর পরেই তল্লাশি চালিয়ে মেট্রোকর্মীরা তার থেকে সর্বমোট ৪ কেজি সোনা উদ্ধার করে। এর মূল্য এক কোটি টাকার কাছাকাছি।  তল্লাশির সময়ে সোনা পাচারকারী একবার জানায় যে, সে দমদম যাবে, আবার পরক্ষণেই বলে জোঁড়াসাকো যাবে। ব্যক্তির জবানবন্দীতে অসঙ্গতি থাকায় মেট্রোকর্মীদের সন্দেহ হয় তার উপরে। এর পর দমদম মেট্রো কর্তারা তাকে সিঁথি থানার পুলিশের হাতে তুলে দেয়।  পুলিশ তদন্ত করে জানতে পারে, ওই ব্যক্তি বড়বাজারে যাচ্ছিল সোনার বিভিন্ন দোকানে সোনা বিক্রির জন্য। উদ্ধার করা সোনার মধ্যে বেশির ভাগই কানের দুল। পুলিশের সন্দেহ। এই ৪ কেজি সোনা হয়তো চোরাই মাল। 

তাপসীকে প্রথমে ধর্ষণ ও পরে বিয়ে করে রঞ্জিত, পিছনে তৃণমূলের সালিশি সভা

Image
তাপসী দাসের গর্ভস্থ ভ্রূণ গত ১৯ মার্চ যৌনাঙ্গে হাত ঢুকিয়ে বের করার সময়ে ছ'বছর আগের সিজারের জায়গার চামড়া ছিঁড়ে যায়। এমনটাই দাবি তাপসীর বাবা ধনেশ দাসের।  ২০ মার্চ কুমারগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ধনেশ দাস।  তাপসী দাসের গর্ভস্থ ভ্রূণ গত ১৯ মার্চ যৌনাঙ্গে হাত ঢুকিয়ে বের করার সময়ে ছ'বছর আগের সিজারের জায়গায় চামড়া ছিড়ে যায়। এমনটাই দাবি তাপসীর বাবা ধনেশ দাসের। অভিযোগ জানান, মেয়ের শ্বশুরবাড়ির সকলের বিরুদ্ধে। কিন্তু তাঁর দাবি কুমারগ্রাম থানা অভিযোগপত্র জমা নিলেও স্ট্যাম্প মেরে রিসিভড কপি দেয়নি।  ধনেশের অভিযোগ, মেয়ের গর্ভস্থ ভ্রূণ নিজেরা হাত ঢুকিয়ে নষ্ট করার পরে মেয়েকে হুমকি দেয়। তাপসী যাতে মুখ না খোলে তার জন্য তাঁকে এবং তার ছ'বছরের ছেলেকেও প্রাণে মারার হুমকি দেয় শ্বশুরবাড়ির লোকেরা। যে কারণে মেয়ে রক্তপাতের মধ্যেও প্রাণে মেরে ফেলার ভয়ে চুপটি করে ছিল। তাপসীর বিয়ের পিছনেও নাকি রয়েছে এক সালিশি সভার হাত। কুমারগ্রামের পুখুরিগ্রামে শাসকদল তৃণমূল কংগ্রেসের কিছু নিচু তলার নেতা সালিশি সভা বসিয়ে বিয়ের ব্যবস্থা করে বলে অভিযোগ। কারণ, তাপসী যখন রঞ্জিতদের বাড়িতে পরিচারিকার কাজ করতেন তখন রঞ্জ

কিশোরীকে গণধর্ষণ, অপমানে আত্মঘাতী ধর্ষিতা

Image
হরিয়ানার মেওয়াটে গণধর্ষণের ‌অপমান সহ্য করতে না পেরে আত্মঘাতী হল এক কিশোরী। অভিযোগ, তাকে তুলে নিয়ে গিয়ে ৮ জন মিলে গণধর্ষণ করে। ১৭ বছরের কিশোরী মা–বাবার সঙ্গে থাকত মেওয়াটের নুহ জেলায়। রবিবার সকালে তারই গ্রামের ৮ জন তাকে প্রথমে অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ। কিশোরীর মা–বাবা সেই সময় বাড়ি ছিলেন না। পরে স্থানীয় মোহন রোডের একটি নির্জন এলাকা থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় কিশোরীকে। আক্রান্ত কিশোরীর পরিবারের সদ্যসরা জানিয়েছেন, উদ্ধারের পর তাঁরা মেয়েটির কাউন্সেলিং করানোর চেষ্টা করেন। কিন্তু কিছুতেই সে ধর্ষণের ঘটনা ভুলতে পারছিল না। মঙ্গলবার সকালে কিশোরীর মা–বাবা দু'‌জনেই কাজে বেরিয়ে গেলে সে বাড়িতেই গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। মৃতার বাবা জানিয়েছেন, তাঁর মেয়ে অপরাধীদের চিহ্নিত করতে পেরেছিল। কিশোরী জানিয়েছিল, কারা নিয়মিত তাকে অনুসরণ করে এবং আপত্তিকর আচরণ করে তার সঙ্গে। অভিযুক্তদের পরিবার তো বটেই গ্রামের প্রভাবশালীরা পুলিশে নালিশ না করার জন্য তাঁদের ওপর চাপ দেয় বলে অভিযোগ করেছেন কিশোরীর বাবা। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের সন্ধানে বিভিন্ন জায়গায় একাধিবার হানা দিয়েছে তারা। শীঘ্রই তাদের গ্রেপ্তার ক

কামরায় মহিলার প্রসব, চলন্ত ট্রেন থামিয়ে নজির রেলের

Image
শিলিগুড়ি: মানবিকতার নজির গড়ল ভারতীয় রেল ৷ ডিব্রুগড়-চণ্ডীগড় এক্সপ্রেসে এক মহিলার হঠাৎই প্রসব যন্ত্রণা শুরু হয় ৷ ট্রেনটি তখন অসমের তিনসুকিয়া থেকে মির্জাপুরে যাচ্ছিল ৷ চলন্ত ট্রেনেই কন্যা সন্তানের জন্ম দেন প্রসূতি ৷ জানা গিয়েছে, ট্রেনে জন্ম নেওয়া এই সদ্যজাত শিশুর জন্য তৎপর হয়ে ওঠেন রেল কর্মীরা ৷ নাজিরা রেল স্টেশনে ট্রেনটিকে দাঁড় করিয়ে মা-সদ্যজাতকে হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি করানো হয় ৷ এখন মা-শিশু দুজনেই সুস্থ আছেন ৷ রেলের এই মানবিক পদক্ষেপে সহযাত্রীরা খুশি হয়ে প্রশংসাও করেন ৷ রেলের তরফ থেকে জানানো হয়েছে শিশু-মহিলাদের নিরাপত্তার জন্য বিশেষ নম্বর ১৮২ সব সময়ে খোলা থাকছে ৷ যে কোনও সময়ে অসুবিধার কথা জানিয়ে মিলবে সুবিধা ৷

প্রবীণ নাগরিকদের মাসে ১০,০০০ টাকা পেনশন দেবে মোদী সরকার

Image
২০১৭ সালে এই প্রকল্পের সূচনা করেছিলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। অনলাইন ও অফলাইন দুই পদ্ধতিতেই এই প্রকল্পে বিনিয়োগ করা সম্ভব। তাছাড়া এই প্রকল্পকে জিএসটির বাইরে রেখেছে মোদী সরকার। তাছাড়া প্রকল্পে যোগদানের ৩ বছর পর বিনিয়োগকৃত অর্থের ৭৫ শতাংশ পর্যন্ত ঋণ নিতে পারেন বিনিয়োগকারী।  প্রবীণ নাগরিকদের জন্য সুখরব নিয়ে এল মোদী সরকার। এবার প্রধানমন্ত্রী বয়ঃ বন্দনা যোজনায় ১৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন প্রবীণ নাগরিকরা। এই প্রকল্পে ১০,০০০ টাকা পেনশন মিলবে। আগে এই প্রকল্পে ৭.৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারতেন প্রবীণ নাগরিকরা। সেই সীমা বাড়িয়ে ১৫ লক্ষ করার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। সঙ্গে প্রকল্পে আমানতের শেষ তারিখ ৪ মে ২০১৮ থেকে বাড়িয়ে ২১ মার্চ ২০২০ করা হয়েছে। এই প্রকল্পের অধীনে প্রবীণ নাগরিকদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে চায় মোদী সরকার।  ভারতীয় জীবন বিমা নিগম পরিচালিত প্রধানমন্ত্রী বয়ঃ বন্দনা যোজনায় আমানত করতে পারবেন শুধুমাত্র প্রবীণ নাগরিকরাই। ৬০ বছর হয়স হলে তবেই এই যোজনায় বিনিয়োগ করা যাবে। সরকারের দাবি, ২.২৩ লক্ষ প্রবীণ নাগরিক ইতিমধ্যে এই প্রকল্পে নিজেদের নাম লিখিয়েছেন। এই

বাড়ল পঞ্চায়েত নির্বাচনের ভোটকর্মীদের ভাতা

Image
প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য রাজ্যের কাছে ৩ লক্ষ ভোটকর্মী চেয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। সাধারণ ভোটকর্মীর পাশাপাশি ৩৫০ পর্যবেক্ষকও চায় কমিশন। পঞ্চায়েত নির্বাচনের আগে ভোটকর্মীদের জন্য খুশির খবর। বাড়ানো হল ভোটকর্মীদের ভাতা। প্রিসাইডিং অফিসারদের ভাতা বাড়ল ৫০০ টাকা। আগে তাঁদের ভাতা ধার্য করা হয়েছিল ১২৫০ টাকা। এখন তাঁদের ভাতা হল ১৭৫০ টাকা। অন্যদিকে, পোলিং অফিসারদের ভাতা বাড়ল ৪০০ টাকা। ৯০০ টাকা থেকে বেড়ে হল ১৩০০ টাকা। মোট সাড়ে ৩ লক্ষ ভোট কর্মী পঞ্চায়েত ভোটে কাজ করবেন। পোলিং অফিসার ২৫০ টাকা করে ৪ দিনের টাকা ১০০০ টাকা ৷ সেই সঙ্গে দু'দিনের খাওয়া খরচ ১৫০ টাকা ৷ পরে আরও ৩০০ টাকা করে পাবেন তারা ৷ অর্থাৎ তারা মোট ভাতা পাবেন ১৩০০ টাকা ৷ প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য রাজ্যের কাছে ৩ লক্ষ ভোটকর্মী চেয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। সাধারণ ভোটকর্মীর পাশাপাশি ৩৫০ পর্যবেক্ষকও চায় কমিশন। পঞ্চায়েত ভোট শান্তিপূর্ণভাবে পরিচালনা করতে ৫৬ হাজার সশস্ত্র বাহিনী মোতায়েন করা হবে বলেও জানানো হয়েছে। এদিকে, পঞ্চায়েত নির্বাচনের নিরাপত্তা সাজাতে বৃহস্পতিবার নবান

স্বেচ্ছামৃত্যু চান, তাই সুইস মুলুকে বিজ্ঞানী

Image
১০৪ বছরের জন্মদিনে তাঁর ইচ্ছা একটাই— ''আমি মরতে চাই। এ নিয়ে শোকের কিছু নেই। বরং কেউ মরতে চাইলে তাঁকে বাধা দেওয়াটাই দুঃখের।'' তাই বিমানের 'বিজনেস ক্লাসে' সুইৎজারল্যান্ডের বাসেলে যাচ্ছেন উদ্ভিদবিদ ডেভিড গুডঅল। আগামী ১০ মে সেখানে একটি ক্লিনিকে নিষ্কৃতি-মৃত্যু হবে তাঁর। বাঁচতে চান না কেন? দুরারোগ্য ব্যাধি তো নেই। ডেভিডের জবাব, ''বড় অসুখ নেই ঠিকই। কিন্তু শরীর ভেঙে যাচ্ছে। জীবন দুঃসহ। এ ভাবে বাঁচতে চাই না। খুব কষ্ট পাচ্ছি।'' অস্ট্রেলিয়ায় নিষ্কৃতি মৃত্যু নিষিদ্ধ। সেকারণে বাড়িতে একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছেন ডেভিড। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর আচরণ বিপজ্জনক হয়ে উঠছে। তার পরই কন্যা-নাতি-নাতনিদের ছেড়ে বাসেল যাওয়ার সিদ্ধান্ত। নিষ্কৃতি-মৃত্যুর সমর্থক এক স্বেচ্ছাসেবী সংস্থার সাহায্যে সেখানে যাচ্ছেন ডেভিড। ২০ বছর ধরে ওই সংস্থার সদস্য তিনি। 'বিজনেস ক্লাসে'র টিকিটের অর্থ দিয়েছেন শুভানুধ্যায়ীরা।  ১৯১৪ সালের এপ্রিলে, প্রথম বিশ্বযুদ্ধ শুরুর কয়েক মাস আগে, লন্ডনে জন্ম হয়েছিল ডেভিডের। পড়িয়েছেন আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়ার ব

ফেসবুক কাণ্ডের জের,ব্যবসা গোটাতে চলেছে কেমব্রিজ অ্যানালিটিকা

Image
যাদের বিরুদ্ধে তথ্য ফাঁসের অভিযোগ নিয়ে গোটা বিশ্বে তোলপাড় পড়ে গিয়েছিল, সেই কেমব্রিজ অ্যানালিটিকাই এ বার বন্ধ হয়ে যেতে চলেছে। এমনিতেই একাধিক তদন্তের মুখে পড়ে তাদের সঙ্গিন দশা। তার উপর সাম্প্রতিক বিতর্কের মুখে পড়ে ক্লায়েন্টরাও নাকি মুখ ফিরিয়ে নিচ্ছে। এ অবস্থায় সংস্থা বন্ধ করা ছাড়া যে উপায় নেই, সে কথা বুধবার কেমব্রিজ অ্যানালিটিকার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। খুব সম্ভবত ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রে তারা দেউলিয়া বলে ঘোষণা করতে চলেছে। কেমব্রিজের বিরুদ্ধে মুল অভিযোগ, ফেসবুকের প্রায় ন'কোটি ইউজারের তথ্য হাতিয়ে তারা মার্কিন নির্বাচনকে প্রভাবিত করেছিল। শুধু আমেরিকা নয়।ভারত-সহ বিভিন্ন দেশের নির্বাচনী ব্যবস্থাতেও যে তারা কলকাঠি নাড়ার চেষ্টা করেছিল, তা এখন দিনের আলোর মতো স্পষ্ট। যদিও এসব অভিযোগ বারবার অস্বীকার করেছে ওই সংস্থা। ব্রিটিশ সংস্থা কেমব্রিজ অ্যানালিটিকার সূচনা ২০১৩ সালে। তাদের দফতর রয়েছে ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে। বুধবার সংস্থার তরফে জানানো হয়, ''নানান অভিযোগ সত্ত্বেও সংস্থার ভুল ত্রুটি সংশোধনের চেষ্টা চলছিল। কিন্তু প্রায় সমস্ত ক্লায়েন্ট ও সাপ্লায়

‘কেন এমন ঘটল, ভাবতে হবে সেটাও’

Image
মেট্রোয় আলিঙ্গনরত দুই তরুণ-তরুণীকে মারধর করা নিয়ে ঝড় উঠেছে। ঝড় ওঠারই কথা। কোনও ভদ্র সমাজে কেউই কাউকে এ ভাবে মারধর করতে পারেন না। এ কাজ কখনওই ঠিক নয়। এর সমর্থন করছিও না। কিন্তু এত জন একসঙ্গে দু'জনের উপরে কেন এতটা অসন্তুষ্ট হলেন, সে দিকটাও ভেবে দেখা প্রয়োজন। হঠাৎ ওই দুই তরুণ-তরুণীর আচরণ কেন এত জনের খারাপ লাগল, সে ভাবনাটা এড়িয়ে যাওয়াও ঠিক নয়। মেট্রোর কামরায় ওই দু'জনের আলিঙ্গনও সমর্থনযোগ্য নয়। শুধু মেট্রো কেন, প্রকাশ্যে শহরের কোথাওই কি ওই তরুণ-তরুণীর এই আচরণ সমর্থনযোগ্য? আমার তো মনে হয় না। অনেকেই প্রগতিশীলতার নাম করে যৌন স্বাধীনতার পক্ষে সওয়াল করে থাকেন। সেই ভাবনায় জোর জোগাতে পশ্চিমী দুনিয়ায় সামাজিক আচরণের নানা উদাহরণও ব্যবহার করা হয়। কিন্তু কিছু জিনিস মাথায় রাখা জরুরি। প্রতিটা জায়গার আলাদা আলাদা আচরণ-বিধি থাকে। পশ্চিমে যা চলে, এ দেশে তা না-ই চলতে পারে। আমাদের দেশেও এ রকম অনেক কিছু করা সম্ভব, যা পশ্চিমে কেউ মেনে নেবেন না। বরং সেই আচরণকে অভদ্রতা বলবেন। পশ্চিমী দুনিয়ার সঙ্গে এখানকার আচরণ বিধির যে ফারাক, সে দিকটা মাথায় রেখে না চলতে পারলে আগামী দিনে আমাদের সমস্যা আরও বাড়বে। তা ছাড়

রাজস্থানে ধুলোঝড়ের তাণ্ডব, মৃত ২৭, আহত শতাধিক

Image
গুমোট গরমের অস্বস্তি ছিল দিন কয়েক ধরেই। দাবদাহের প্রবাহে কোথাও কোথাও সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছিল ৪৫.৫ ডিগ্রি সেলসিয়াসে। হ়ঠাৎই শুরু হয় প্রবল হাওয়া। কিন্তু, স্বস্তির বদলে মুহূর্তে তা বদলে গেল আতঙ্কে। হাওয়ার গতিবেগ ক্রমশই বাড়তে থাকে। সেই সঙ্গে শুরু হয় প্রবল ধুলোঝড়। ক্রমশই তা ভয়াবহ চেহারা নেয়। নিমেষের মধ্যে উপড়ে পড়ে বড় বড় গাছ, উড়িয়ে নিয়ে যায় দোকানঘর, অস্থায়ী ছাউনি, ঘরবাড়ির ছাদ। বুধবার রাতে প্রবল ধুলোঝড়ের তাণ্ডব চলল অলওয়ার, ভরতপুর, ঢোলপুর-সহ পূর্ব রাজস্থানের বিভিন্ন জেলায়। ঘটনার জেরে মারা গিয়েছেন ২৭ জন। আহত শতাধিক। প্রশাসন সূত্রে খবর, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ঘটনায় মৃতের পরিবারের প্রতি শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে। ধুলোঝড়ের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভরতপুর এবং অলওয়ার জেলা। জেলা প্রশাসন সূত্রে খবর, শুধুমাত্র ভরতপুরেই মারা গিয়েছেন ১২ জন। এ ছাড়া, প্রাথমিক ভাবে জানা গিয়েছে, অলওয়ারে চার, ঢোলপুরে পাঁচ, ঝুনঝুনু ও বিকানেরে এক জন করে এবং অন্যান্য জায়গায় আরও চার জন মারা গিয়েছেন। ঝড়ের দাপটে অলওয়ারে একশোরও বেশি গাছ উপড়ে পড়েছে। রাস্তায় দাঁড়িয়ে থাকা

ভোটের আগেই উচ্চপ্রাথমিকের শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু

Image
কলকাতা: পঞ্চায়েত ভোটের আগেই উচ্চপ্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া শুরুর উদ্যোগ নিল এসএসসি। অনুমতি চেয়ে রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হচ্ছে। অনুমতি পেলে ইন্টারভিউ-এর তালিকা প্রকাশ করা হবে ভোটের আগেই। 'অনুমতি পেলে ইন্টারভিউয়ের তালিকা ৷ যাদের ডাকা হবে তাদের তালিকা প্রকাশ ৷ নিয়োগ প্রক্রিয়া অনেক এগিয়ে যাবে ', নিয়োগ নিয়ে জানাল স্কুল সার্ভিস কমিশন ৷ দীর্ঘ আইনি জটিলতার অবসান। পঞ্চায়েত ভোট শেষ হলেই উচ্চপ্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে স্কুল সার্ভিস কমিশন ৷ কমিশন সূত্রে খবর, রাজ‍্যের সরকারি ও সরকারি সাহায‍্যপ্রাপ্ত স্কুলগুলিতে প্রায় ১৪ হাজার শূন্য পদ রয়েছে। পঞ্চাম থেকে অষ্টম শ্রেণির জন্য এই সব শিক্ষক পদে টেট উত্তীর্ণ প্রশিক্ষণপ্রাপ্তদের পাশাপাশি প্রশিক্ষণহীনরাও সুযোগ পাবেন। তবে, শূন্যপদের চেয়ে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের সংখ‍্যা বেশি হলে, প্রশিক্ষহীনদের আর ইন্টারভিউয়ে ডাকা হবে না। ২০১৬ সালে উচ্চপ্রাথমিকে নিয়োগের বিজ্ঞপ্তি দেয় স্কুল সার্ভিস কমিশন সেই বিজ্ঞপ্তিতে, ১০ শতাংশ আসন প‍্যারা টিচারদের জন্য সংরক্ষণের কথা বলা হয় কিন্তু, শিক্ষামিত্র ও শিক্ষাবন্ধুরা কেন এই সংরক্ষণের আওতার বাইরে থাকবে

চা তৈরিতে ব্যবহার করত টয়লেটের জল, ১ লাখ টাকা জরিমানা হায়দরাবাদের বিক্রেতাকে

Image
হায়দরাবাদ: ভাগাড়ের মাংসের পর এবার টয়লেটের চা। তবে দ্বিতীয় ঘটনা কলকাতায় ঘটেনি, ঘটেছে হায়দরাবাদে। কেন্দ্র যেখানে বুলেট ট্রেনের কথা বলছে, সেখানেই রেল পরিষেবার এই আতঙ্কজনক চিত্র উদ্বেগে ফেলেছে সাধারণ মানুষকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওয় দেখা যাচ্ছে, ট্রেনের টয়লেটের জল দিয়ে তৈরি হচ্ছে চা। রেল বলেছে, এই ভিডিও গত বছর ডিসেম্বরের। হায়দরাবাদের সেকেন্দ্রাবাদ রেল স্টেশনে চেন্নাই সেন্ট্রাল-হায়দরাবাদ চারমিনার এক্সপ্রেসে ধরা পড়ে টয়লেটের জল দিয়ে চা তৈরির ছবি। বিষয়টি নিয়ে তদন্ত করেছে রেল কর্তৃপক্ষ। সেকেন্দ্রাবাদ ও কাজিপেটের মধ্যে কর্মরত ভেন্ডিং কন্ট্রাক্টর পি শিবপ্রসাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। তার ১ লাখ টাকা জরিমানা করেছে আইআরসিটিসি।

প্রেমে আপত্তি, রাজস্থানে বান্ধবীর পরিবারের হাতে খুন ভিন্নধর্মী তরুণ

Image
জয়পুর: রাজস্থানের বিকানীরে এক তরুণীর পরিবার তাঁর ভিন্নধর্মী প্রেমিককে পিটিয়ে মেরে ফেলেছে বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, ওই তরুণীর সঙ্গে যুবকটির সম্পর্ক তাঁর পরিবারের পছন্দ ছিল না। তার জেরে গোটা ঘটনা। মৃতের নাম সইফ আলি। বছর ২২-এর সইফ স্থানীয় বাজারে ফল ওজন করে দিতেন। মঙ্গলবার রাত নটা নাগাদ রামপুরা বস্তি এলাকায় বান্ধবীর সঙ্গে দেখা করতে যান তিনি। অভিযোগ, বান্ধবীর পরিবার আগে থেকেই ঠিক করে রেখেছিল, সইফকে মারধর করবে তারা। গাড়ি করে শহরের বাইরে কার্ণি ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় সইফকে নিয়ে যাওয়া হয়। সেখানেই মারধর করে তাঁর দুটো পা ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। তারপর ফেলে দেওয়া হয় পচা ডোবায়। পুলিশ এসে সইফকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সেখানেই বুধবার ভোর সাড়ে তিনটে নাগাদ মৃত্যু হয় তাঁর। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পরেই জানা যাবে বলে পুলিশ জানিয়েছে। মেয়েটির ৩ আত্মীয়কে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে খুন, খুনের জন্য অপহরণ, জোর করে আটকে রাখা, শারীরিকভাবে ক্ষতি করা, প্রমাণ লোপ ও দাঙ্গা বাধানোর মত অভিযোগ আনা হয়েছে। এ বছরের শুরুতে ভিন্ন ধর্মে প্রেম করার 'অপরাধে' দিল্লির জনবহুল রাস্তায় হাজারটা চ

ফের নতুন পরিষেবা নিয়ে হাজির রেল, এবার আরও সহজে কাটতে পারবেন তৎকাল টিকিট

Image
নয়াদিল্লি: ট্রেনের টিকিট কাটার ক্ষেত্রে নতুন সুবিধা পেতে চলেছেন যাত্রীরা ৷ এবার তৎকাল ও ই টিকিট বুক করার জন্য নতুন পেমেন্ট মেকানিজম নিয়ে এল আইআরটিসি ৷ IRCTC e-wallet ব্যবহারকারীরা এবার থেকে তৎকাল ও ই টিকিট মোবাইল অ্যাপ IRCTC Rail Connect এর মাধ্যমে বুক করতে পারবেন ৷ সম্প্রতি ট্যুইটে এই বিষয়ে জানিয়েছে আইআরটিসি ৷ ১৯৯৭ সালে তৎকাল পরিষেবা চালু করে রেল ৷ এর মাধ্যমে যাত্রার একদিন আগে টিকিট কাটতে পারবেন যাত্রীরা ৷ এসি- র ক্ষেত্রে বুকিং শুরু হয় সকাল ১০টায় ৷ নন এসি-র ক্ষেত্রে বুকিং শুরু হয় ১১ টায় ৷ বিশেষ কিছু ক্ষেত্র ছাড়া কনফার্ম তৎকাল টিকিট ক্যানসেল করলে কোনও রকম অর্থ ফেরত পাওয়া যায় না। এই পরিষেবার অপব্যবহার রুখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয় ৷ এবার থেকে আইআরসিটিসি-র ওয়ালেটের মাধ্যমে এই পরিষেবা পেয়ে যাবেন যাত্রীরা ৷ এর জন্য নিজের নাম রেজিষ্টার করাতে হয় ৷ IRCTC ওয়েবসাইটের মাধ্যমে নাম রেজিষ্টার করা যায় ৷ ব্যবহারকারী নিজের লিস্টে সর্বাধিক ছ'টি ব্যাঙ্কের অ্যাকাউন্ট রাখতে পারবেন যেখান থেকে পেমেন্ট করতে পারবেন ৷ এছাড়া IRCTC's e-wallet service এর মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন যাত্রীর

পর্যটন শিল্পে ভারতের আয় বাড়ল ১৭.৯ শতাংশ

Image
নয়াদিল্লি: ভারতকে যত বেশি বিদেশি পর্যটকদের জন্য আকর্ষণীয় করা যাবে ততই তারা ভ্রমণের স্বাদ নিতে ছুটে আসবে এই দেশে ৷ আর তারই জেরে এদেশের রাজকোষে জমা পড়বে বিদেশি মুদ্রা৷ সদ্য শেষ হওয়া আর্থিক বছরে ভারতীয় পর্যটন শিল্পের পক্ষে ভালই গিয়েছে ৷ ২০১৮ র মার্চে বিদেশি মুদ্রায় আয় বেড়েছে ১৭.৯ শতাংশ ৷ প্রতি মাসে পর্যটন মন্ত্রক বিপুল পরিমান ভারতীয় এবং বৈদেশিক মুদ্রা আয় করেছে৷ ২০১৮ তে ভারতের পর্যটন মন্ত্রকের বিদেশি মু্দ্রায় আয়ের পরিমাণ ছিল ১৭,২৯৪ কোটি টাকা৷ গত দুই বছরে আয় ছিল যথাক্রমে ১৪,৬৬৭ কোটি এবং ১২,৯৮৫ কোটি ৷ সুতরাং, দেখাই যাচ্ছে ভারতীয় পর্যটন শিল্প একটি নতুন আকারে আত্মপ্রকাশ করেছে৷ ২০১৮ জানুয়ারী-মার্চে বিদেশি মুদ্রা ৫২,৯১৬ কোটি, যেখানে বৃদ্ধি ছিল ১৫.৫ শতাংশ৷ ২০১৭ সালে জানুয়ারী-মার্চে FEEs ছিল ৪৫, ৮১৯ কোটি৷ বৃদ্ধি ছিল ১৩.৬ শতাংশ ২০১৬ র জানুয়ারী-মার্চের তুলনায়৷

পিরিয়ডের দিনগুলোতে সেক্স!উচিত?

Image
পিরিয়ডের দিনগুলিতে শারীরিক সমস্যা নতুন নয়। অনেকে মনে করেন এই সময় মেয়েদের শরীর অপবিত্র হয়ে যায়। তাকে ছোঁয়াও পাপ। মেয়েদেরও এই দিনগুলিতে নানা রকম অস্বস্তি থেকে যায়। তাই তাঁরাও মনে করেন পিরিয়ডের দিনে সেক্স করা উচিত নয়। এছাড়াও বেশ কিছু ছেলেরও এই বিষয়ে ছুঁতমার্গ থাকে। কিন্তু জানেন কি, কিছু মহিলার ক্ষেত্রে পিরিয়ডের দিনগুলিতে সেক্স বেশি আনন্দদায়ক হয়?  যদিও বলা হয় এই দিনগুলোতে সেক্স করলে সংক্রমণের সম্ভাবনা থাকে। সম্ভাবনা থাকে HIV-র মতো সংক্রমণেরও। এছাড়ও এই সময় রক্তের এবং ভ্যাজাইনাল pH লেভেল বেড়ে যায়। যার ফলে যৌনাঙ্গে দ্রুত ছত্রাকের সংক্রমণ ছড়িয়ে পড়ে। তাই সেক্সের সময় প্রোটেকশন আবশ্যক।  এছাড়াও অনেকে মনে করেন, ইন্টারকোর্সের পর ইউরিনারি ট্র্যাক ইনফেকশন ( মূত্রনালির সংক্রমণ) হতে পারে। এই ভাবনা ভুল নয়। কিন্তু মাথায় রাখুন প্রোটেকশনের কথা। কন্ডোম ব্যবহার করুন। তা বলে পিরিয়ডের দিনে আপনার কামনা বাসনা দমিয়ে রাখবেন এমনটা নয়।  জেনে নিন পিরিয়ডকালীন সেফ সেক্সের জরুরি কিছু তথ্য।  সংক্রমণের ভয় কতটা থাকে কন্ডোম ছাড়া যৌনমিলন কখনওই নিরাপদ নয়। সংক্রমণের ভয় পুরোটাই থাকে। যদি না কোনও প্রোটেকশন থাকে। আনন্দ করুন

ফেসবুক ধরাল প্রতারক স্বামীকে, কেঁচে গণ্ডুষ দশম বিয়ের ছক

Image
ইনিয়ে বিনিয়ে, মিথ্যে বলে, সম্পর্ককে বিয়ে অব্দি নিয়ে যাওয়াই ছিল তার নেশা। পেশা বললেও অত্যুক্তি হয় না। একজীবনে ন-ন'টা বিয়ে করতে কুণ্ঠা যার নেই, তার কাছে বিয়ে তো পেশারই নামান্তর। কিন্তু, শেষরক্ষা হল না। দশম বার চারহাত এক হওয়ার স্বপ্ন ভাঙল ফেসবুকে। সোশ্যাল এই নেটওয়ার্কিং সাইটই ধরিয়ে দিল লখনউয়ের প্রতারক স্বামী কে। সংসার ভুলে এখন শ্রীঘরেই কাটাতে হবে সেই ব্যক্তিকে।  লখনউ ঠাকুরগঞ্জ থানার পুলিশ জানায়, ব্যবসায়ী হিসেবে নিজের পরিচয় দিয়ে অভিযুক্ত সমীর ন'টি বিয়ে করে। এক স্ত্রী, আর এক স্ত্রীর কথা জানতে পারেনি। পাত্রপাত্রীর সাইট দেখেই বিয়ের প্রস্তাব পাঠাত সে। সে যে পূর্ব বিবাহিত, প্রতিবার তা গোপন করে গিয়েছে।  কিন্তু, ফেসবুকের ফ্রেন্ড রিকোয়েস্টে কেঁচে গণ্ডুষ করে দেয় ওই প্রতারকের দশম বিয়ের‌ পরিকল্পনা। এক মহিলার কাছ থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পান ওই ব্যক্তির এক স্ত্রী। দুই মহিলা আলাপচারিতায় ফাঁস হয়ে যায় প্রতারকের কাণ্ডকারখানা।  অভিযোগ পেয়ে লখনউ পুলিশ গ্রেপ্তার করে ওই ব্যক্তিকে। ওই মহিলার এক স্ত্রীর দাবি, স্বামী ন'বার বিয়ের পিঁড়িতে বসেছে। যদিও অভিযুক্তের দাবি, তার তিনটে বউ। অভিযোগের সত্যতা যাচাই

মাঝ আকাশে ভেঙে পড়ল মার্কিন যুদ্ধবিমান

Image
ওয়াশিংটন: মাঝ আকাশে ভেঙে পড়ল মার্কিন যুদ্ধবিমান৷ বুধবার ঘটনাটি ঘটে মার্কিন মুলুকের জর্জিয়াতে৷ সিএনএন জানিয়েছে, সি-১৩০ হারকিউলিস যুদ্ধবিমানে পাঁচ জন ক্রু মেম্বার ছিল৷ পুয়ের্তো রিকো থেকে সেটি জর্জিয়ার অভিমুখে যাচ্ছিল৷ সাভানার হিলটন হেড ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আসতেই যুদ্ধবিমানটি দুর্ঘটনার কবলে পড়ে৷ তাঁরা সকলেই মারা গিয়েছেন বলে জানা গিয়েছে৷ এয়ার ন্যাশনাল গার্ডের মুখপাত্র আর পারসোনা এই দুর্ঘটনাটিকে ভয়ঙ্কর বলে অভিহিত করেছেন৷ সিএনএনকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছেন, বিমানে যাঁরা উপস্থিত ছিলেন তাঁরা সকলেই মারা গিয়েছে৷ কিন্তু এই মুহূর্তে মৃতের সংখ্যা জানাতে চাই না৷ দুর্ঘটনার খবর পেয়ে টুইটারে দেশবাসীকে নিহতদের পরিবারের জন্য প্রার্থনা করার আবেদন জানান৷ টুইট করে তিনি লেখেন, সি-১৩০ যুদ্ধবিমানের ভেঙে পড়ার খবর আমাকে একটু আগে জানানো হয়েছে৷ আসুন আমরা একসঙ্গে নিহতদের পরিবারের জন্য প্রার্থনা করি৷ এখনও অবধি মৃতদের নাম পরিচয় কিছুই প্রকাশ করা হয়নি৷ দুর্ঘটনার কারণ কী তাও স্পষ্ট নয়৷ মার্কিন বায়ু সেনার তরফ থেকে জানানো হয়েছে, যুদ্ধবিমানটিকে পুয়ের্তো রিকোতে একটি বিশেষ ট্রেনিং মিশনে

প্রকাশ্যে চুমু অথবা আলিঙ্গনে ৫০০ টাকা জরিমানা, হতে পারে জেল!

Image
জেনে নেওয়া যাক কী বলছে দিল্লি, মুম্বই, কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ, পুণে, লখনউ, আমদাবাদ। মেট্রোতে আলিঙ্গনরত অবস্থায় থাকার জন্য সম্মিলিত প্রতিবাদী প্রৌঢ়দের মার জুটেছে তরুণ যুগলের। নীতি পুলিসের এই 'বিপ্লব'-এ গেল গেল রব তুলেছে কল্লোলিনী কলকাতার প্রগতিশীলরা। রক্ষণশীল ভাবনায় বিশ্বাসী কেউ কেউ আবার বলছেন, আলিঙ্গন একটি ব্যক্তিগত বিষয়, তা প্রকাশ্য দিবালকে জাহির না করাটাই শ্রেয়। তাঁরা মনে করেন, মেট্রোতে আলিঙ্গন করা অপরাধ এবং তার জন্য ওই যুগল উচিত শিক্ষা পেয়েছে। এখন অনেকেরই প্রশ্ন, জনসমক্ষে প্রিয়জনকে জাপটে ধরা কি অপরাধ? এতে কি 'অভিযুক্ত'দের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যায়?  এবার জেনে নেওয়া যাক কী বলছে দিল্লি, মুম্বই, কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ, পুণে, লখনউ, আমদাবাদ।  দিল্লি - ভারতের রাজধানীতে প্রেমিক যুগলরা প্রকাশ্যে আলিঙ্গনরত অবস্থায় ধরা পড়লে ৫০ টাকা জরিমানা করে পুলিস। অনেক সময়ই পুলিসি হেনস্থার সম্মুখীন হয়  যুগলরা। বাড়িতে জানিয়ে দেওয়ার হুমকি দিয়ে ঘুষ নেয় পুলিস।  মুম্বই - কোনও যুগলকে প্রকাশ্যে চুমু অথবা আলিঙ্গনরত অবস্থায় পাকড়াও করলে ১৯৫১ সালের বম্বে পুল

সিঙ্গল? অ্যাকাউন্টধারীদের জন্য ডেটিং পরিষেবা চালু করছে ফেসবুক

Image
কুড়ি কোটি ফেসবুক ব্যবহারকারী নিজেদের 'সিঙ্গল' তকমা দিয়ে রেখেছেন। এই সুযোগ হারাতে চান না মার্ক জ়াকারবার্গ। মঙ্গলবার সান হোসেতে সংস্থার বার্ষিক সম্মেলনে তাই তাঁর ঘোষণা, আগ্রহী অ্যাকাউন্টধারীদের জন্য এ বার ডেটিং পরিষেবা চালু করছে ফেসবুক। ২০০৪ সালে সেই জন্মলগ্ন থেকেই ফেসবুক জানতে চায়, ব্যবহারকারী 'একা'/ 'সম্পর্কে আবদ্ধ'/ 'বিবাহিত'/ বা 'বিবাহবিচ্ছিন্ন' কি না। 'সম্পর্কটা বেশ জটিল' , 'এক সঙ্গে থাকি, কিন্তু বিয়ে করিনি'— এ ধরনের বেশ কিছু অন্য রকম 'স্টেটাস' দেওয়ার সুযোগও রয়েছে। আপনি যাঁর সঙ্গে সম্পর্কে আবদ্ধ, তাঁকেও ট্যাগ করে দিতে পারেন। আবার কেউ যদি তাঁর ব্যক্তিগত সম্পর্কের ঝাঁপি খুলে না-দেখাতে চান, সেই উপায়ও রয়েছে।  বার্ষিক সম্মেলনে সংস্থার চিফ প্রডাক্ট অফিসার ক্রিস কক্স বলেন, ''আমি ২০০৫-এ ফেসবুকে যোগ দিয়েছিলাম। তখন থেকেই 'ডেটিং'-এর জন্য আলাদা পরিষেবা চালু করার বিষয়ে সুপারিশ করতাম। কিন্তু সেই পরিকল্পনাকে বিশেষ গুরুত্ব দিতেন না কেউ।'' কক্স জানান, ২০১৬ সালে জ়াকারবার্গ নিজের ফেসবুক দেওয়ালে এক যুগলের ছবি পোস

এক বস্তির পথ গড়তেই খরচ হবে আড়াই কোটি

Image
একটি মাত্র বস্তিতে পেভার ব্লক বসানোর খরচ আড়াই কোটি টাকা! তা ধরে রাখতে কার্ব চ্যানেল-এর জন্য আরও এক কোটি। অর্থাৎ মোট খরচ সাড়ে ৩ কোটি। কলকাতা পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের বেলগাছিয়ায় একটি বস্তির পরিকাঠামো উন্নয়নে প্রায় সাড়ে ৮ কোটি টাকা খরচের হিসেব দিয়েছে পুরসভার বস্তি দফতর। তাতে দেখা গিয়েছে, শুধু পেভার ব্লক ও কার্ব চ্যানেল বসানোর খরচ ধরা হয়েছে ৩ কোটি ৫১ লক্ষ টাকা। গত ১২ এপ্রিল পুরসভার মেয়র পরিষদের বৈঠকে বিষয়টি তোলা হতেই বিস্ময় প্রকাশ করেন একাধিক মেয়র পারিষদ এবং আমলা। বস্তিতে এমনিই পরিষেবা ততটা উন্নত নয়। জল, আলো, নিকাশির মত প্রয়োজনীয় ন্যূনতম পরিষেবা যেখানে বস্তিবাসীরা পান না, সেখানে পেভার ব্লক বসানোর জন্য মোট খরচের ৪৫ শতাংশ ব্যয় ধরা কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে প্রশ্ন ওঠে। এগুলি সৌন্দর্যায়নের কাজ করে বেশি। বস্তির বাসিন্দাদের ন্যূনতম চাহিদা মেটানোয় সেগুলি জরুরি নয় বলে মনে করছেন পুরকর্তারাই। বস্তি দফতরের দেওয়া খরচের ওই প্রকল্প রিপোর্টে আরও বলা হয়েছে, মেয়রের সম্মতি নিয়েই এই হিসেব করা হয়েছে। এমনকী, মেয়র পরিষদের বৈঠকে জমা পড়া প্রস্তাবে স্বাক্ষরও রয়েছে মেয়রের। ওই প্রস্তাবে পুরো খরচে

ভয় দেখিয়ে বারবার ‘ধর্ষণ’, ধৃত ইঞ্জিনিয়ার

Image
এক তরুণীর আপত্তিকর ছবি ও ভিডিয়ো ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে একাধিক বার তাঁকে ধর্ষণের অভিযোগে এক ইঞ্জিনিয়ারকে গ্রেফতার করল বিধাননগর সাইবার থানার পুলিশ। ধৃতের নাম রাহুলকুমার ত্রিপাঠি (২৬)। পেশায় ইঞ্জিনিয়ার সেই তরুণীর অভিযোগ, ধৃত রাহুলের সঙ্গে কয়েক বছর ধরে তাঁর যোগাযোগ রয়েছে। ক্রমশ তাঁদের সম্পর্ক ঘনিষ্ঠ হয়। সেই সূত্র ধরে ওই তরুণীর ছবি ও ভিডিয়ো তুলে রাখেন রাহুল। ২০১৫ সাল থেকে তাঁদের সম্পর্কে দূরত্ব বাড়তে থাকে। সেই কারণে তরুণী সম্পর্ক ছেদ করতে চাইলে শুরু হয় অশান্তি। অভিযোগ, এর পর থেকেই রাহুল ওই ছবি এবং ভিডিয়ো ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে লাগাতার যৌন নির্যাতন চালান ওই তরুণীর উপরে। এমনকি অভিযোগ, ভয় দেখিয়ে তরুণীর বিভিন্ন শংসাপত্র ও মার্কশিট কেড়ে নিয়ে নিজের হেফাজতে রাখেন রাহুল। তরুণীর ই-মেল আইডি, ফেসবুকের পাসওয়ার্ডও পরিবর্তন করেন তিনি নিজে। পুলিশ জানায়, রাহুলের আসল বাড়ি ঝাড়খণ্ডের বোকারো স্টিল সিটিতে। তিনি আইআইটি রুরকির প্রাক্তনী। উত্তরাখণ্ডের একটি সংস্থায় কাজ করেন তিনি। ওই তরুণীর সঙ্গে নিউ টাউনে দেখা করতে এলে গত ২৯ এপ্রিল সেখান থেকেই তাঁকে ধরে পুলিশ। পুলিশ সূত্রের খবর, গ্রেফতার

বাতাসে বিপুল বিষ! কেউ দায় এড়াতে পারব না

Image
আমাদের দেশে এখন মহাসমারোহে স্বচ্ছ ভারত অভিযান চলছে। সরকারি কর্মসূচিটির লক্ষ্য, আদর্শ, প্রয়োজনীয়তা সম্পর্কে এতদিন সম্যক ধারণা অনেকেরই ছিল না। সাম্প্রতিক একটি পরিবেশ সংক্রান্ত সমীক্ষা বুঝিয়ে দিল, স্বচ্ছ ভারত অভিযান কতটা জরুরি এ দেশে। সমীক্ষার ফলাফল অবশ্য এও বুঝিয়ে দিল যে, স্বচ্ছ ভারত অভিযানে এখনও পর্যন্ত খুব স্বচ্ছ হয়ে উঠতে পারিনি আমরা। আন্তর্জাতিক একটি সমীক্ষা বলছে, পৃথিবীর সবচেয়ে দূষিত শহরগুলির তালিকায় অগ্রগণ্য স্থান এক ডজনেরও বেশি ভারতীয় শহরের। বায়ু দূষণের নিরিখে সবচেয়ে দূষিত যে ১০টি শহর, সেগুলির মধ্যে ৯টিই ভারতীয়। প্রথম ২০তে মোট ১৪টি ভারতীয় শহরের অবস্থান। স্বচ্ছতা বা পরিচ্ছন্নতা কতটা শিক্ষণীয় বিষয় ভারতীয়দের জন্য, কতটা প্রাসঙ্গিক স্বচ্ছ ভারত অভিযান, আন্তর্জাতিক সমীক্ষার ফলাফল জানার পরে, তা আর বুঝতে বাকি থাকে না। বায়ুদূষণের মাত্রা সাংঘাতিক পর্যায়ে পৌঁছে গিয়েছে ভারতের এই শহরগুলিতে। এই তালিকায় সামনের দিকে নাম উঠেছে আর যে সব শহরের, সেগুলিও অধিকাংশই তৃতীয় বিশ্বের শহর। অনুন্নত দেশগুলির বেশ কয়েকটি শহরের নামও উঠে এসেছে। অতএব খুব স্পষ্ট ভাবেই বোঝা যাচ্ছে, প্রথম বিশ্বে অর্থাৎ অর্থনৈতিকভাবে উন্ন

পিএফ-এর তথ্য ফাঁসের আশঙ্কা!পরিষেবা বন্ধ করল কেন্দ্র

Image
প্রভিডেন্ট ফান্ড দফতর থেকে আধারের তথ্য ফাঁসের অভিযোগ ঘিরে বিতর্ক ক্রমেই মাথাচাড়া দিচ্ছিল। সেই অভিযোগ অস্বীকার করলেও কমন সার্ভিস সেন্টার (সিএসসি)-এর মাধ্যমে পরিষেবা দেওয়া বন্ধ করে দিল পিএফ দফতর। গত ২২ মার্চ থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে সেন্ট্রাল প্রভিডেন্ট ফান্ড কমিশনার ভি পি জয় জানিয়েছেন। এর ফলে সিএসসি কেন্দ্র থেকে ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দেওয়া, আধার সংযুক্তিকরণ, আধার কার্ড সংক্রান্ত ত্রুটি সংশোধনের মতো কাজ আপাতত আর করতে পারবেন না পিএফ গ্রাহকেরা। সিএসসি কেন্দ্রগুলি কেন্দ্রীয় সরকারের বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের অধীনে। বিভিন্ন পরিষেবা দিতে তারা একাধিক বেসরকারি সংস্থাকে লাইসেন্স দিয়েছে। সংস্থাগুলি গোটা দেশে বহু সিএসসি কেন্দ্র চালায়। সম্প্রতি অভিযোগ ওঠে, সিএসসি পরিষেবার অন্তর্গত 'আধার.ইপিএফওসার্ভিসেস.কম' ওয়েবসাইট থেকে প্রভিডেন্ট ফান্ডের গ্রাহকদের নানা তথ্য ফাঁস হয়ে যাচ্ছে। প্রায় ২ কোটি ৭০ লক্ষ পিএফ গ্রাহকের তথ্য ফাঁস হওয়ার আশঙ্কা রয়েছে। পিএফ দফতর সূত্রে অবশ্য এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের তরফে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, 'তথ্য ফাঁস হয়েছে এ কথা নিশ্চিত

বিনা যুদ্ধের ভোটে সাশ্রয় ৩৮ কোটি

Image
টানাটানির সংসারে খরচ বাঁচাল বিনা যুদ্ধের জয়!  ব্যালট পেপারে ছাপ পড়ার আগেই গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ— তিন স্তর মিলিয়ে ২০,০৭৬টি আসনে জয়পরাজয়ের ফয়সালা হয়ে গিয়েছে। দু-একটি ছাড়া সব আসনেই জিতেছেন তৃণমূল প্রার্থীরা। আর তার ফলে ১১,০১৬টি বুথে ভোট করার দরকার হবে না। প্রয়োজন পড়বে না ব্যালট পেপার ছাপানোর। বুথে যেতে হবে না পুলিশ, ভোটকর্মীদের। এক একটি বুথের জন্য গড়ে ৩৫ হাজার টাকা খরচ বরাদ্দ করেছে রাজ্য নির্বাচন কমিশন। ফলে রাজ্য সরকারের সাশ্রয়ের পরিমাণ ৩৮ কোটির টাকার বেশি। কারণ, পঞ্চায়েত ভোটের খরচ রাজ্য সরকারি বহন করে।  কমিশনের তথ্য অনুযায়ী, খরচ বাঁচানোর তালিকায় প্রথমেই রয়েছে বীরভূম। সেখানে ২৭৯৮টি বুথের মধ্যে ২৩২৪টি, অর্থাৎ ৮৩.০৬ শতাংশ বুথেই ভোট হবে না। তার পরেই বাঁকুড়ার ৩০১৪টি বুথের মধ্যে ১৭৩৭টি বুথে ভোট করানোর দরকার নেই। শতাংশের হিসেবে যা ৫৭.৬৩। এর কাছাকাছিই রয়েছে মুর্শিদাবাদ। সেখানে ৫১০৭টির মধ্যে ২৮২৪টি, অর্থাৎ ৫৫.৩০ শতাংশ বুথে ভোট হবে না। ভোট ছাড়াই হারজিতের ফয়সালা হয়ে গিয়েছে পূর্ব বর্ধমানের ২৬.৫ ও দক্ষিণ ২৪ পরগনার ২৪.৫ শতাংশ বুথে।  বিনা যুদ্ধে জয় নিয়ে শাসক দলের বিরুদ্ধে