পিরিয়ডের দিনগুলোতে সেক্স!উচিত?


পিরিয়ডের দিনগুলিতে শারীরিক সমস্যা নতুন নয়। অনেকে মনে করেন এই সময় মেয়েদের শরীর অপবিত্র হয়ে যায়। তাকে ছোঁয়াও পাপ। মেয়েদেরও এই দিনগুলিতে নানা রকম অস্বস্তি থেকে যায়। তাই তাঁরাও মনে করেন পিরিয়ডের দিনে সেক্স করা উচিত নয়। এছাড়াও বেশ কিছু ছেলেরও এই বিষয়ে ছুঁতমার্গ থাকে। কিন্তু জানেন কি, কিছু মহিলার ক্ষেত্রে পিরিয়ডের দিনগুলিতে সেক্স বেশি আনন্দদায়ক হয়? 
যদিও বলা হয় এই দিনগুলোতে সেক্স করলে সংক্রমণের সম্ভাবনা থাকে। সম্ভাবনা থাকে HIV-র মতো সংক্রমণেরও। এছাড়ও এই সময় রক্তের এবং ভ্যাজাইনাল pH লেভেল বেড়ে যায়। যার ফলে যৌনাঙ্গে দ্রুত ছত্রাকের সংক্রমণ ছড়িয়ে পড়ে। তাই সেক্সের সময় প্রোটেকশন আবশ্যক। 

এছাড়াও অনেকে মনে করেন, ইন্টারকোর্সের পর ইউরিনারি ট্র্যাক ইনফেকশন ( মূত্রনালির সংক্রমণ) হতে পারে। এই ভাবনা ভুল নয়। কিন্তু মাথায় রাখুন প্রোটেকশনের কথা। কন্ডোম ব্যবহার করুন। তা বলে পিরিয়ডের দিনে আপনার কামনা বাসনা দমিয়ে রাখবেন এমনটা নয়। 

জেনে নিন পিরিয়ডকালীন সেফ সেক্সের জরুরি কিছু তথ্য। 

সংক্রমণের ভয় কতটা থাকে
কন্ডোম ছাড়া যৌনমিলন কখনওই নিরাপদ নয়। সংক্রমণের ভয় পুরোটাই থাকে। যদি না কোনও প্রোটেকশন থাকে। আনন্দ করুন। মুহূর্তকে উপভোগ করুন। কিন্তু প্রোটেকশনের কথা ভুলবেন না। 

প্রেগন্যান্সির সম্ভাবনা
বস্টনের Massachusetts General Hospital এর চিকিৎসক ক্যারি কোলম্যান জানিয়েছেন,সাধারণত এই সব দিনে সেক্স করলে প্রেগন্যান্সির সম্ভাবনা থাকে না। কিন্তু ১০ শতংশ চান্স থেকেই যায়। যাদের মেন্সট্রুয়াল সাইকেল ২১ থেকে ২৪ দিনের তারা যদি পিরিয়ডের শেষ দিনগুলিতে অর্থাৎ পঞ্চম দিনে সেক্স করেন তাহলে প্রেগন্যান্সির সম্ভাবনা থেকে যায়। কারণ এই সময় ওভ্যালিউশন রেট বেশি থাকে। অবশ্য সন্তান চাইলে এই দিনগুলিতে চেষ্টা না করাই ভালো।

ব্যাথা কম হয়
২০১৩ সালে Cephalagia নামক একটি মেডিক্যাল জার্নালে প্রকাশিত তথ্য অনুযায়ী অনেকে মনে করেন পিরিয়ড চলাকালীন সেক্স করলে নাকি পিরিয়ডের ব্যাথা কম অনুভূত হয়। এবং পিরিয়ডকালীন ডিপ্রেশন কেটে যায়। চিকিৎসাবিজ্ঞান বলছে এই সময় সেক্স করলে অক্সিটোসিন এবং ডোপামাইন নামক দুটি ফিল গুড হরমোন নির্গত হয়। যা আমাদের মন ভালো রাখে। 

অতিরিক্ত লুব্রিকেশন লাগে না
যৌনসঙ্গমের সময় অনেক মহিলা ভ্যাজাইনাল লুব্রিকেশন ব্যবহার করেন। যা নিরাপদ বলে দাবি করেছেন Washington University, School of Medicine- এর অধ্যাপক জেমস সিমন। পিরিয়ডের দিনে হরমনজনিত কারণেই যৌনাঙ্গে লুব্রিকেশনের ক্ষরণ বেশি হয়। ফলে কৃত্রিম ভাবে তা আর ব্যবহারের প্রয়োজন পড়ে না। 

পিরিয়ডের দিনগুলোয় কামোত্তেজনা 
এই দিনগুলোতে অনেকের তীব্র কামোত্তেজনা থাকে। বেশিরভাগই তা স্বীকার করতে ভয় পান। ভাবেন এটা বুঝি অপরাধ। এই সময়ে কামোত্তেজনা অসুস্থ মানসিকতা বা অপরাধ নয়। হরমোনের পরিবর্তনের কারণেই এই ধরনের মনোভাব দেখা যায়। জানাচ্ছেন Centers for Disease Control and Prevention-এর চিকিৎসক সিমন।