Posts

Showing posts from November 15, 2018

বিরতি থেকে ফিরে ৩১ বলে ৯৩ রান করলেন এবি ডেভিলিয়ার্স

Image
এবার অন্য কারও হাতে ব্যাটন ওঠার সময়। ছোট্ট একটা কথা বলে সরে গিয়েছিলেন তিনি। চমকে দিয়েছিলেন গোটা ক্রিকেট বিশ্বকে। এতটা আকস্মিকভাবে এবি ডিভিলিয়ার্স ক্রিকেটকে বিদায় জানিয়ে দেবেন, কেউ ভাবতেও পারেননি বোধ হয়। তবে কিংবদন্তিরা সাধারণত এমনই হয়। তাঁদের প্রতিটা সিদ্ধান্ত বিশ্বকে ভাবতে বসায়। প্রতিটা পদক্ষেপ অন্যদের প্রেরণা জুগিয়ে যায়। এবি ডিভিলিয়ার্স সেরকমই নিদর্শন স্থাপন করেছিলেন। ঠিক সময় ছাড়তে জানতে হয়। এটাই যেন অনেককে বুঝিয়ে গিয়েছিলেন এবি ডিভিলিয়ার্স। অবসর ঘোষণা করেছেন মাস ছয়েক হল। এই মাস ছয়েক তাঁকে কোথাও তেমনভাবে খেলতে দেখা যায়নি। ক্রিকেটীয় বৃত্ত থেকে বেরিয়ে নিজের পরিবারের সঙ্গে সময় কাটাবেন বলে ঠিক করেছিলেন এবিডি। কিন্তু ক্রিকেট তাঁকে সহজে ছাড়ছে না। শোনা গিয়েছে, দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড এবিডিকে অবসর ভেঙে ক্রিকেটে ফেরার অনুরোধ করেছে। ২০১৯ বিশ্বকাপের কথা মাথায় রেখে এবিডিও নাকি নিজের সিদ্ধান্ত নিয়ে পুনর্বিবেচনায় বসেছেন বলে জোর জল্পনা চলছে। তবে এরই মধ্যে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটসম্যান বুঝিয়ে দিলেন, তিনি ক্রিকেটের বাইরে থাকলেও তৈরি। আরও একবার নভজ্যোত সিং সিঁধুরে সেই বিখ্যাত ক

জমা পড়ল কালীঘাট স্কাইওয়াকের নকশা, খরচ ১২৫ কোটি !

Image
দক্ষিণেশ্বরের পর এবার কালীঘাট। কালীপুজোর আগের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, দক্ষিণেশ্বরের মতো কালীঘাটেও তৈরি হবে স্কাইওয়াক। আজ RITES-র তরফে জমা দেওয়া হল সেই প্রকল্পের নকশা। সূত্রের খবর, প্রকল্পের প্রাথমিক খরচ ধরা হয়েছে ১২৫ কোটি টাকা। দক্ষিণেশ্বের স্কাইওয়াকের উদ্বোধনের দিন মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, কালীঘাটেও তৈরি হবে স্কাইওয়াক। জানান, ভক্তরা চাইলে এ বার কালীঘাটেও তেমনই স্কাইওয়াক তৈরি করে দিতে তিনি প্রস্তুত। এ ক্ষেত্রে টাকার কোনও অভাব হবে না বলেও জানান। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর ঘোষণার পর পূর্ত দপ্তরের তরফে পরামর্শ চাওয়া হয়েছিল RITES-র কাছে। এই সংস্থার বিশেষজ্ঞরা এলাকা পরিদর্শন করে তৈরি করে ফেলেছেন প্রকল্পের নকশা। তা ইতিমধ্যেই পূর্ত দপ্তরে জমাও পড়ে গেছে। নবান্ন সূত্রে খবর, কালীঘাটে স্কাইওয়াক তৈরি করতে প্রাথমিকভাবে খরচ ধরা হয়েছে ১২৫ কোটি টাকা। যেখানে থাকবে ৬টি চলমান সিঁড়ি, ৬টি লিফট ছাড়াও সাধারণ সিঁড়িও। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রোড থেকে এই স্কাইওয়াক শুরু হয়ে নামবে একেবারে কালীঘাট মন্দিরের সামনে। ফলে ভক্তরা কোনও বাধা ছাড়াই একেবারেই সরাসরি পৌঁছে যাবেন কালী

"কাজ দেবে বলে নিয়ে গিয়ে ধর্ষণ করল আমার মেয়েকে"

Image
যুবতিকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি নরেন্দ্রপুর থানা এলাকার নস্করপুর দুর্গাপল্লির। কাজের নাম করে ডেকে তাকে ধর্ষণ করা হয় বলে জানা গেছে। প্রথমে বিষয়টি অভিযুক্ত অস্বীকার করলেও পরে মেডিকেল পরীক্ষায় প্রমাণ হলে রাজু মণ্ডল নামে ওই যুবককে গ্রেপ্তার করে নরেন্দ্রপুর থানার পুলিশ। গতকাল বিকেল ৪টে নাগাদ নিজের নির্মীয়মাণ বাড়িতে ঘর মোছার জন্য নির্যাতিতাকে ডাকে ওই যুবক। সেইসময় তার পরিবারের কেউ ছিল না বাড়িতে ফলে যেতে না চাইলেও জোর করে তাকে কাজের জন্য টেনে নিয়ে যায় রাজু। এরপর সেখানে তাকে ধর্ষণ করা হয়। প্রথমে অভিযুক্ত বিষয়টি অস্বীকার করে। নির্যাতিতার পরিবারের তরফ থেকে নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এরপর তার মেডিকেল পরীক্ষা হলে ধর্ষণের প্রমাণ মেলে। গ্রেপ্তার হয় অভিযুক্ত। যুবতির পোশাক বাজেয়াপ্ত করা হয়েছে। পাঠানো হবে ফরেনসিক পরীক্ষার জন্য। নির্যাতিতার মা এবিষয়ে বলেন, "আমরা বাড়িতে ছিলাম না। মেয়েকে কাজের জন্য ডেকে নিয়ে যায়। ঘর মোছার কাজ দেবে বলেছিল। এরপর ধর্ষণ করে। প্রথমে ধর্ষণের কথা মানতে চাইছিল না। পরে মেডিকেল পরীক্ষা করলে ধরা পরে যায়।" নির্যাতিতার দাবি

বিনামূল্যেই পাওয়া যাচ্ছে অ্যামাজন প্রাইমের সাবস্ক্রিপশন

Image
অনেক সময়ই পছন্দের সিনেমা 'সিনেমা হলে' গিয়ে দেখার সময় হয় না৷ মিস হয়ে যায়৷ কিন্তু, এখন ঘরে বসেই দেখতে পাবেন মনমত সিনেমা৷ তাও আবার একেবারে বিনামূল্যে৷ সুযোগটি দেবে BSNL৷ মোবাইল এবং ল্যান্ডলাইন গ্রাহকরা এক বছরের জন্য আমাজন প্রাইমে ফ্রি সাবসক্রিপশনের সুযোগ পাবেন৷ আমাজন মেম্বারসিপের জন্য দিতে হয় বছরে ৯৯৯ টাকা৷ বিনিময়ে ইউজাররা দেখতে পান আনলিমিটেড লেটেস্ট মুভি, টিভি শো৷ এছাড়াও, থাকে অন্যান্য নানা ধরণের সুযোগ সুবিধা৷ BSNL মোবাইল পোস্টপেড কাস্টমার এবং ল্যান্ডলাইন পোস্টপেড গ্রাহকরা অফারটি পেতে পারেন৷ যেসব মোবাইল পোস্টপেড কাস্টমাররা (BSNL) ৩৯৯ বা তার বেশি টাকার রিচার্জের উপর আমাজন প্রাইমের কমপ্লিমেন্টারি সাবসক্রিপশনের সুযোগ পেয়ে যাবেন৷ অন্যদিকে, ল্যান্ডলাইন ইউজাররা ৭৪৫ বা তার বেশি টাকার ল্যান্ডলাইন পোস্টপেড প্ল্যানের উপরে সুবিধাটি থাকছে৷ তবে, পোস্টপেড প্ল্যান অ্যাক্টিভ থাকাকালীনই অফারটি পাবেন৷ তবে, অনেকেই আছেন যারা ইতিমধ্যেই আমাজন প্রাইম মেম্বার৷ তারা কোনরকম সুযোগ পাবেন না অফারটির৷ কিন্তু, যারা আমাজন প্রাইম মেম্বার নন, তারা কীভাবে পাবেন এই এক বছরের ফ্রী সাবসক্রিপশন

সৌদির তেল উত্তোলন কমানোর সিদ্ধান্তে উদ্বেগে মার্কিন প্রেসিডেন্ট

Image
ওয়াশিংটনঃ  ডিসেম্বর মাস থেকে তেল উত্তোলন কমানোর যে সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। আর তাতে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তেলের দাম কমিয়ে রাখার স্বার্থে তেল উত্তোলন ঠিক রাখার অনুরোধ করেছেন। ট্রাম্প এক টুইটার পোস্টে বলেছেন, "আশা করা যায় সৌদি আরব এবং ওপেক তেল উত্তোলন কমাবে না। সরবরাহের ওপর ভিত্তি করে তেলের দাম অনেক বেশি কমিয়ে রাখতে হবে।" সৌদি আরবের পেট্রোলিয়ামমন্ত্রী খালিদ আল-ফালিহ ঘোষণা করেছেন যে, তার দেশ আগামী মাস থেকে প্রতিদিন পাঁচ লাখ ব্যারেল তেল কম উত্তোলন করবে। এর একদিন পর প্রেসিডেন্ট ট্রাম্প টুইটারে একথা বললেন। বাজারে ভারসাম্য আনার জন্য ওপেকের অন্য দেশগুলোও আগামী বছর থেকে তেল সরবরাহ কমাবে বলে সৌদি মন্ত্রী আশা করেন। তিনি বলেন, বাজারে ভারসাম্য আনার জন্য যা করা দরকার তা করতে হবে এবং এজন্য ওপেকভুক্ত সব দেশের মধ্যে ঐকমত্য তৈরি হওয়া দরকার। তাতে যদি প্রতিদিন দশ লাখ ব্যারেল তেল কম উত্তোলন করতে হয় আমরা তাই করব।" বিশ্বের দ্বিতীয় প্রধান তেল রপ্তানিকারক দেশ রাশিয়া সৌদি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

ধর্ষকের জমি-বাড়ি বেচে নির্যাতিতার হাতে তুলে দেওয়া হল ৯০ লক্ষ টাকা

Image
ধর্ষণের ঘটনায় সর্বোচ্চ সাজা হয় মৃত্যুদণ্ড। তবে বেশিরভাগ ক্ষেত্রেই আইনের মারপ্যাঁচে দোষী শাস্তি পেলেও নির্যাতিত ও তাঁর পরিবার নিজেদের প্রাপ্য পায় না। তাদের কথা কেউ ভাবেন না। তবে এক বিরল ঘটনা ঘটল পাঞ্জাবে। ধর্ষণে সাজাপ্রাপ্তের সমস্ত সম্পত্তি বিক্রি করে নির্যাতিতা ও তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হল ৯০ লক্ষ টাকা। সরকারই ক্ষতিপূরণ হিসাবে এই টাকা তুলে দিয়েছে। আদালতের সাজা সাজাপ্রাপ্তের নাম নিশান সিং। তাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে। নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে সে সাজা খাটছে। ২০১২ সালের সেই ঘটনায় সে শাস্তিও পেয়েছে। তারই নামে থাকা জমি-সম্পত্তি সরকার বিক্রি করার উদ্যোগ নেয়। উদ্যোগ সরকারের মঙ্গলবার নিলামে কেউ এগিয়ে না এলে পাঞ্জাবের ফরিদকোটের জেলা রেড ক্রস সোসাইটি চার একর জমি যা নিশানের নামে ছিল তা কিনে নেয়। তা থেকে পাওয়া টাকার মধ্যে ৫০ লক্ষ নির্যাতিত যুবতীকে দেওয়া হয়। বাকী ২০ লক্ষ টাকা করে তাঁর বাবা ও মায়ের হাতে তুলে দেওয়া হয়। নির্যাতিতকে ক্ষতিপূরণ মাস দুয়েক আগে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট সাজাপ্রাপ্ত নিশান ও তার মা যে নিজেও সাজাপ্রাপ্ত, দুজনের সম্পত্তি বিক্রি করে টাকা নির্যাতিতার

শ্বশুরের টাকা হাতাতে অপহরণের নাটক জামাইয়ের

Image
ধৃত জামাই সিরাজ এবং বিষ্ণুপুরের দাগী দুষ্কৃতী সাকিল। জামাই বেকার। অন্য দিকে, শ্বশুরের ভালই সম্পত্তি রয়েছে। শ্বশুরের এক ভাই আবার প্রোমোটার। টাকার অভাব নেই। তাই তিন বছরের সৎ ছেলেকে নিয়ে অপহরণের নাটক করে টাকা হাতানোর ছক কষেছিলেন জামাই। কিন্তু, শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়েছেন গুনধর জামাই। সঙ্গে তাঁর দুই সঙ্গী। বুধবার সন্ধ্যায় নরেন্দ্রপুরের জয়কৃষ্ণপুর চিয়ারি এলাকার বাসিন্দা সিরাজ আলি ফোন করেন তাঁর স্ত্রীকে। ফোনে জানান, কিছু দুষ্কৃতী তাঁর তিন বছরের ছেলে-সহ তাঁকে অপহরণ করে আটকে রেখেছে। অপহরণকারীরা দু'লাখ টাকা মুক্তিপণ চাইছে। মেয়ের কাছে সব শুনে সিরাজের শ্বশুর সামসুল আলি নরেন্দ্রপুর থানায় গোটা বিষয়টি জানান। পুলিশকে তিনি জানান, কয়েক মাস আগেই সিরাজের সঙ্গে তাঁর মেয়ের বিয়ে হয়েছে। সিরাজের সঙ্গে যে শিশুটি রয়েছে সে তাঁর মেয়ের প্রথম পক্ষের ছেলে। অপহরণের অভিযোগ পেয়েই নরেন্দ্রপুর এবং সোনারপুর থানার আধিকারিকরা একটি যৌথ দল গঠন করেন। সোনারপুর থানার আইসি পরেশ রায়ের নেতৃত্বে রাতেই অভিযানে নামে পুলিশ। প্রথমে অপহরণকারীরা জয়েনপুর বলে একটি জায়গায় টাকা নিয়ে আসতে বলে। সেখানে আগে মেয়েকে নিয়ে পৌঁছন সামসুল।

কাশ্মীর নিয়ে ঠিক কথাই বলেছেন আফ্রিদি, মন্তব্য রাজনাথের

Image
শাহিদ আফ্রিদি ও রাজনাথ সিং। বিতর্কিত মন্তব্য করে নিজের দেশে তুমুল সমালোচনার মুখে পড়েছেন। কিন্তু আফ্রিদির প্রশংসায় উচ্ছ্বসিত ভারত। নেটিজেনরা তো বটেই এবার খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহও বললেন, ঠিক কথাই বলেছেন প্রাক্তন পাক অধিনায়ক। অন্যদিকে টুইট করে আফ্রিদির দাবি, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করেছে পাক সংবাদ মাধ্যম। বৃহস্পতিবার ছত্তীসগঢ়ের রায়পুরে সাংবাদিক সম্মেলনে রাজনাথ বলেন, ''আফ্রিদি যা বলেছেন সেটা একদম সঠিক। ওরা পাকিস্তানকেই সামলাতে পারে না। কাশ্মীর সামলাবে কীভাবে। কাশ্মীর ভারতের অংশ ছিল এবং থাকবে।'' বুধবারই ব্রিটেনের সংসদে ভাষণে প্রাক্তন পাক অলরাউন্ডার আফ্রিদিকে একটি ভিডিয়োতে বলতে শোনা গিয়েছে, ''পাকিস্তান কাশ্মীর চায় না। পাকিস্তান নিজের চারটি প্রদেশই সামলাতে পারে না।'' এই মন্তব্যের পরই পাকিস্তানে সমালোচনার মুখে পড়েন আফ্রিদি। বেজায় অস্বস্তিতে পড়ে আরেক প্রাক্তন পাক অধিনায়ক ইমরান খানের সরকার। তবে পরে একটি টুইট করে আফ্রিদি দাবি করেছেন, ''আমি আমার দেশের প্রতি শ্রদ্ধাশীল এবং কাশ্মীরিদের সংগ্রামকে মর্যাদা দিই। তাঁদের অধিকার পাওয়

কেন আইফোনকে কম গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত নিল অ্যাপল?

Image
গত এক দশক ধরে অ্যাপলকে বিরাট সাফল্যের মুখ দেখিয়েছে আইফোন। কিন্তু বিশ্বব্যাপী ক্রমশ স্মার্টফোন চাহিদায় ভাঁটা পড়েছে। তার প্রত্যক্ষ প্রভাব পড়েছে আইফোন বিক্রিতে। তাই ক্রমশ আইফোন থেকে নজর সরাচ্ছে কুপার্টিনোর কোম্পানিটি। স্মার্টফোনের চাহিদা কমার সাথে সাথেই বিশ্বব্যাপী স্মার্টওয়াচের চাহিদা বাড়ছে হুহু করে। আর বিশ্বব্যাপী স্মার্টওয়াচ বাজারের অর্ধেকের বেশি দখল করে রয়েছে অ্যাপলে ওয়াচ। ভবিষ্যতের কথা মাথায় রেখে আইফোন থেকে নজর সরিয়ে ক্রমশ অ্যাপল ওয়াচে মনোনিবেশ করছে মার্কিন টেক কোম্পানিটি। সম্প্রতি এক রিপোর্টে জানা গিয়েছে শিঘ্রই অ্যাপলে ওয়াচে যোগ হবে ক্যামেরা। তবে একটি নয় অ্যাপেল ওয়াচে দু দুটি ক্যামেরা ব্যবহার করবে অ্যাপেল। এই দুটি ক্যামেরা একসাথে মিলে ছবি তুলতে পারবে। এই ক্যামেরা ব্যবহার করে ফেসটাইমের মাধ্যমে ভিডিও কল করা যাবে বলে জানানো হয়েছে এই রিপোর্টে। সম্প্রতি একাধিক রিপোর্টে জানা গিয়েছে নতুন আইফোনের চাহিদা করছে হু হু করে। ইতিমধ্যেই লক্ষ্যমাত্রা থেকে ৩০ শতাংশ কম আইফোন তৈরীর সিদ্ধান্ত নিয়েছে অ্যাপেল। বিক্রিতে ভাঁটার কারনেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। তবে ফন বিক্রিতে ভাঁটা পড়লেও কোম্পানির শেয়ার

টিম কুকের উপর চটে গিয়ে কর্মীদের আই ফোন ব্যবহার বন্ধ করতে বললেন জাকারবার্গ

Image
অ্যাপল সিইও টিম কুক (বাঁ দিকে) ও মার্ক জাকারবার্গ। অ্যাপলের সিইও টিম কুকের উপর বেজায় চটেছেন ফেসবুক কর্ণধার। মার্ক জাকারবার্গ এতটাই ক্ষেপে গিয়েছেন যে, নিজের সংস্থার কর্মীদের আই ফোন-সহ অ্যাপলের সমস্ত পণ্য ব্যবহারের উপর নিষেধাজ্ঞাই জারি করে বসলেন। মার্কিন সংবাদ সংস্থা সূত্রে খবর, অ্যাপলের পরিবর্তে অ্যান্ড্রয়েড প্রযুক্তি ব্যবহারের কথা বলেছেন জাকারবার্গ। কেন হঠাৎ এতটা চটলেন ফেসবুক-হোয়াটস অ্যাপের কর্ণধার? সম্প্রতি একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকারে ব্যক্তিগত তথ্য ফাঁস নিয়ে ফেসবুককে খোঁচা দিয়েছেন অ্যাপল কর্ণধার টিম কুক। তিনি বলেছিলেন, ''আই ফোন-সহ সংস্থার অন্যান্য গ্যাজেট ব্যবহারকারীদের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করে না অ্যাপল। গোপনীয়তা আসলে মানবাধিকার।'' অনেকেই মনে করেন, টিম কুক হয়তো ফেসবুককে উদ্দেশ্য করে বলেননি। সাধারণ ভাবে গ্রাহকের গোপনীয়তা রক্ষার বিষয়টিই বলেছেন। আবার একটি অংশ মনে করেন, ওই বক্তব্যে আসলে ফেসবুকের কেমব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারির দিকেই সুক্ষ্ম খোঁচা দিয়েছেন অ্যাপল সিইও। কেমব্রিজ অ্যানালিটিকা কাণ্ডে জানা যায়, বহু ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে

শবরীমালা মন্দিরে শুধু সপ্তাহে একদিন ঢুকতে পারবেন মহিলারা, সর্বদল বৈঠকে প্রস্তাব

Image
তিরুঅনন্তপুরম: শবরীমালা মন্দিরে প্রবেশ করতে পারবেন মহিলারা ৷ তবে, রোজ নয় ৷ সপ্তাহের যেকোনও একটা দিন স্থির করা হবে ৷ সেই দিনটাতেই শুধুমাত্র মহিলারা প্রবেশ করতে পারবেন মন্দিরে ৷ এমনটাই জানালেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ৷ শবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশ নিয়ে বিতর্ক তুঙ্গে ৷ সুপ্রিম কোর্টের নির্দেশের পরও মন্দির চত্বরে ঢুকতে দেওয়া হচ্ছে না মহিলাদের ৷ আক্রান্ত হচ্ছেন মহিলা সাংবাদিকেরাও ৷ পরিস্থিতি সামলাতে সর্বদলীয় বৈঠকের সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ৷ যদিও এই সর্বদলীয় বৈঠক থেকে সরে দাঁড়ায় কংগ্রেস এবং বিজেপি ৷ তাদের বক্তব্য, শবরীমালা নিয়ে যে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট, সেটি প্রয়োগ করতে আরও একটু বেশি সময় নেওয়া উচিত পিনারাই সরকারের ৷ আর সেটি নিয়েই সুপ্রিম কোর্টের থেকে অনুমতি নিক সরকার ৷ পাশাপাশি, মন্দিরে মহিলাদের প্রবেশকে কেন্দ্র করে এক ভিন্ন নিয়ম তৈরি করেছে কেরল সরকার ৷ ছেলে এবং মহিলাদের মন্দিরে প্রবেশের ক্ষেত্রে আলাদা দিন স্থির করা হবে ৷ শবরীমালা ইস্যু-তে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে ৷ শবরীমালা মন্দির নিয়ে সুপ্রিম কোর্ট রায় মানতে নারাজ কংগ্রেস-বিজেপি ৷ মন্দির

পরকীয়ায় জড়িয়ে স্ত্রী! সন্দেহে ঘরে বন্দি করে খুনের চেষ্টা স্বামীর

Image
স্ত্রী পরকীয়ায় জড়িত। সন্দেহ করত স্বামী। সেই সন্দেহ থেকেই স্ত্রীকে ঘরে বন্দি করে রেখে খুনের চেষ্টার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুরে। বর্তমানে হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন ওই গৃহবধূ। অভিযুক্ত স্বামী পলাতক। মালদার হবিবপুরের বুলবুলি চন্ডী এলাকার বাসিন্দা প্রশান্ত পাল। পেশায় মৃৎশিল্পী প্রশান্ত পালের সঙ্গে বছর সাতেক আগে বিয়ে হয় মমতা পালের। দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, স্বামী-স্ত্রীর সংসার প্রথমদিকে তেমন কোনও অসুবিধা ছিল না। সমস্যার সূত্রপাত হয় কয়েক মাস আগে থেকে। স্ত্রী মমতা পাল পরকীয়ায় জড়িত। পরপুরুষের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে মমতা পাল। সন্দেহ করতে শুরু করেন স্বামী প্রশান্ত পাল। এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বচসা বাঁধে। প্রতিবেশীরা জানিয়েছেন, এরপরই বাপের বাড়ি চলে যান মমতা পাল। বুধবার জিনিস নেওয়ার জন্য বাড়ি এসেছিলেন তিনি। অভিযোগ, তখনই স্ত্রী মমতা পালকে একটি ঘরে বন্দি করে রেখে তাঁকে খুনের চেষ্টা করেন স্বামী প্রশান্ত পাল। ঘরের মধ্যে আটকে স্ত্রীকে শাবল দিয়ে আঘাত করেন প্রশান্ত পাল। হাত ও পায়ে গুরুতর চোট পান মমতা প

বিশ্ব বাংলা গেটের উদ্বোধন পিছিয়ে গেল

Image
কলকাতা:বিগত কয়েক দিন ধরে শহর জুড়ে আলোচনা বুধবার ঝুলন্ত রেস্তোরাঁ অর্থাৎ বিশ্ব বাংলা গেটের উদ্বোধন হবে। এর মধ্যে একজন দিন তারিখ ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে উদ্বোধনের কথা সোশ্যাল মিডিয়াতে প্রচার করেন। অন্যদিকে বুধবার ঝুলন্ত রেস্তোরাঁর কাছে গিয়ে দেখা যায় গেটে একটি সবুজ ফিতে বাধা। যা উদ্বোধনের সম্ভাবনা আরও উস্কে দেয়। যদিও কেন বুধবার উদ্বোধন হল না সে উত্তর পাওয়া যায়নি কারও কাছ থেকে। কবে উদ্বোধন হবে তারও উত্তর পাওয়া যায়নি। সূত্রের খবর, বৃহস্পতিবার পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম এবং বিশেষজ্ঞরা বিশ্ব বাংলা গেটটি পরিদর্শনে আসতে পারেন। আগেই হিডকো জানিয়েছে গেট তৈরির কাজ শেষ। তাহলে বুধবার কেন উদ্বোধন হল না? শোনা যাচ্ছে এখনও গেটের ফিটনেস সার্টিফিকেট পাওয়া যায়নি। তাহলে তরিঘরি উদ্বোধনের তোরজোড় কেন? সম্প্রতি ঘটে গিয়েছে মাঝের হাট ব্রিজ ভেঙে মৃত্যুর ঘটনা। তা থেকে শিক্ষা নিয়ে কি সরকার আর কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না। কারণ উদ্বোধন হলেই প্রচুর মানুষ আসবে ঝুলন্ত রেস্তোরায় ওঠার জন্য। ৫৫ মিটার উঁচু পিলারগুলোর উপরে মাটি থেকে ২৫ মিটার উচ্চতায় তৈরি হয়েছে ৬০ মিটার পরিধির একটি সুদৃশ্য গোলক৷ যেখা

গাজিয়াবাদে গয়নার দোকান থেকে ২ কোটি টাকার সামগ্রী লুঠ

Image
গাজিয়াবাদ: উত্তরপ্রদেশের গাজিয়াবাদ শহরের শ্যাম পার্ক অঞ্চলে একটি গয়নার দোকান থেকে দু'কোটি টাকা মূল্যের সোনা ও হীরে লুঠ করে পালাল দুষ্কৃতীরা। সহিদাবাদ থানার পাশেই ওই গয়নার দোকান। সেখানেই এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ স্থানীয় লোকজন। ওই দোকানের মালিক রাহুল জানিয়েছেন, পাঁচজন দুষ্কৃতী মুখোশ পরে আগ্নেয়াস্ত্র নিয়ে এসে দোকানের সব সোনা ও হীরের গয়না লুঠ করে নিয়ে যায়। তাদের বয়স ২০ থেকে ২৪ বছর। পুলিশের অবশ্য দাবি, এখনও পর্যন্ত লুঠ হওয়া গয়নার তালিকা পাওয়া যায়নি। সিনিয়র পুলিশ সুপার বৈভব কৃষ্ণ জানিয়েছেন, চারজন দুষ্কৃতী ওই দোকানে ঢুকে মালিক রাহুল ও এক কর্মী সুরজকে বন্দুক দেখিয়ে গয়না লুঠ করে। রাহুল লুঠপাটে বাধা দিলে তাঁকে গুলি করার ভয় দেখায় দুষ্কৃতীরা। তাদের দলের পঞ্চম সদস্য দোকানের বাইরে পাহারায় ছিল। পালিয়ে যাওয়ার আগে দুষ্কৃতীরা পিস্তল থেকে শূন্যে গুলি চালায়। তারা তিনটি বাইকে চড়ে পালায়। ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (মেরঠ) রাম কুমার ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি যত দ্রুত সম্ভব অপরাধীদের গ্রেফতার করার নির্দেশ দিয়েছেন পুলিশকর্মীদের। দুষ্কৃতীদের চিহ্নিত করার জন্য সিসিটিভি ফুটেজ

উত্তরপ্রদেশ থেকে ধৃত পাকিস্তানি হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন

Image
পুলিশ হেপাজতে ধৃত নাইম       বাগপত(উত্তরপ্রদেশ) : পাকিস্তানের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে ভারতবিরোধী প্রচার চালানো হচ্ছিল। সেই মেসেজগুলি দেখতে পেয়ে কিছু মানুষ অভিযোগ জানান উত্তরপ্রদেশ পুলিশের সাইবার সেলে। তার তদন্তে নেমে উত্তরপ্রদেশের বাগপত জেলার পুলিশ পালরা গ্রাম থেকে গ্রেপ্তার করল নাইম নামে এক ভারতীয় নাগরিককে। সেই ওই গ্রুপের একজন অ্যাডমিন। পুলিশ সূত্রে জানানো হয়েছে, পাকিস্তান থেকে পরিচালিত একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে ভারত বিরোধী প্রচার চালানো হচ্ছিল। পালরা গ্রাম থেকে ওই গ্রুপের একজন অ্যাডমিন গ্রেপ্তার করা হয়েছে। ওই গ্রুপের বাকি যারা অ্যাডমিন আছে তারা বিদেশের। তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায় তা নিয়ে আলোচনা চলছে। যদিও ধৃত নাইমের দাবি, "ওই গ্রুপে ১০০ থেকে ১৫০ জন আছে। আমাকে একটি লিঙ্ক পাঠানো হয়েছিল। আমি সেই লিঙ্ক দিয়ে ওই গ্রুপে জয়েন করি। পরে আমার চেনাজানা কিছু মানুষকেও জয়েন করাই। ১০-১৫ মিনিট আগে হঠাৎ দেখি আমাকে ওই গ্রুপের অ্যাডমিন করে দেওয়া হয়েছে। আমি অন্য অ্যাডমিনদের কাউকেই চিনি না। এমনকী গ্রুপের মেসেজগুলিও কোনওদিন দেখিনি।"

হাতি তাড়াতে আগুনের ব্যবহার নয়, 'সুপ্রিম' নির্দেশে চাপে বন কর্তারা

Image
হাতি তাড়াতে আর আগুনের ব্যবহার করা যাবে না। সুপ্রিম কোর্টের এই নির্দেশের জেরে বেকায়দায় বন দফতর। বিনা আগুনে কীভাবে তাড়ানো যাবে হাতি, ভাবতেই পারছেন না বনকর্তারা। হলফনামা দিয়ে শীর্ষ আদালতে বক্তব্য পেশের আগে এখন আইনি পরামর্শ নিচ্ছেন তাঁরা। উত্তরবঙ্গই হোক বা জঙ্গলমহল। রাজ্যে একাধিক জেলায় হাতি নিয়ে ঘর করতে বাধ্য হন মানুষ। হাতি তাড়াতে মশাল, ক্যানেস্তারা নিয়ে নেমে পড়েন গ্রামবাসীরা। বনদফতর, হুলা পার্টির নজরদারি। তবুও ফি বছর হাতির হানায় নষ্ট ফসল। প্রশাসনের ওপর ক্ষোভ বাড়ে সাধারণ মানুষের।  পশ্চিমবঙ্গ, কর্নাটক, ঝাড়খণ্ডে হাতি তাড়ানোর নামে অত্যাচারের অভিযোগে সুপ্রিম কোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলা। রাজ্যের আইনজীবী যুক্তি দেন, মশাল ছাড়া হাতি তাড়ান সম্ভব নয়। তবে সে যুক্তি মানেনি শীর্ষ আদালত। সোমবার, সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সরকারকে নির্দেশ দেয়, আগুন জ্বালিয়ে হাতি তাড়াতে গিয়ে দুর্ঘটনা ঘটলে যে যে অফিসার দায়ী হবেন তাঁদের নাম আদালতে জমা দিতে হবে। হাতি তাড়াতে গ্রামবাসীদের পোড়া মোবিল দেওয়ার জন্য যে দরপত্র ডাকা হয়েছে তা বন্ধ রাখতে হবে। রাজ্য সরকারকে ২ সপ্তাহের মধ্যে জমা দিতে হবে হলফনামা।  সুপ্রিম ক

পোস্তায় দুধের শিশুকে কোলে নিয়ে বহুতল থেকে ঝাঁপ মা-দিদার

Image
পোস্তায় বহুতল থেকে ঝাঁপ একই পরিবারের তিন সদস্যের৷ বুধবার সন্ধেয় মা, মেয়ে ও  নাতনি ঝাঁপ দেন চারতলা থেকে৷ ঘটনাস্থলে পৌঁছায় পোস্তা থানার বিশাল পুলিশবাহিনী৷ জখম ওই তিনজনকে মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে৷ কী কারণে দুধের শিশুকে সঙ্গে নিয়ে এভাবে আত্মহত্যার চেষ্টা করলেন মা-মেয়ে, তা খতিয়ে দেখছে পুলিশ৷ বুধবার সন্ধেয় পোস্তার ১০ নম্বর বটতলা স্ট্রিটে আচমকাই হুড়োহুড়ি পড়ে যায়৷ হঠাৎই একটি বহুতলের উপর থেকে নিচে কিছু পড়ে যাওয়ার শব্দ পান স্থানীয় বাসিন্দারা৷ ঘটনাস্থলে ছুটে যান তাঁরা৷ ঘটনাস্থলে পৌঁছে তাঁরা দেখেন রক্তে ভেসে যাচ্ছে গোটা এলাকা৷ উপর থেকে নিচে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছেন একই পরিবারের তিন সদস্য৷ সঙ্গে রয়েছে দুধের শিশুও৷ প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথমে ওই পরিবারেরই এক প্রৌঢ়া চারতলা থেকে নিচে ঝাঁপ দেন৷ এরপর বছর দুয়েকের মেয়েকে কোলে নিয়ে নিচে ঝাঁপ দেন এক মধ্যবয়স্ক মহিলা৷ সম্পর্কে তিনি প্রৌঢ়ার মেয়ে হন৷ দুধের শিশুটি প্রৌঢ়ার নাতনি৷ মাথায় গভীর চোট পান তিনজনেই৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পোস্তা থানার পুলিশ আধিকারিকরা৷ শিশু-সহ তিনজনকে উদ্ধার করে মেডিক্যাল কলেজ হাসপাতা

হাওড়ায় গ্যাস ট্যাংকারের ধাক্কায় জাতীয় সড়কে তীব্র যানজট

Image
হাওড়া: ৬ নম্বর জাতীয় সড়কে রানীহাটিতে রাস্তার ধারে রেলিং-এ ধাক্কা গ্যাস ট্যাংকারের। ট্যাংকার থেকে গ্যাস লিক করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ঘটনার জেরেই জাতীয় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। যানচলাচলও স্বাভাবিকের পথে। বৃহস্পতিবার সকালে গ্যাস লিক করে আতঙ্ক ছড়ায় হাওড়ার রানিহাটি মোড়ে। গ্যাসের গাড়ি থেকে গ্যাস লিক করে বলে জানা যায়। বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা নাগাদ ঘটনাটি ঘটে। রানীহাটি মোড়ের কাছে কলকাতাগামী একটি গ্যাসের গাড়ি থেকে গ্যাস লিক করে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। হাওড়া গ্রামীন পুলিশের ডিএসপি ট্রাফিক হেড কোয়ার্টার বিশ্বজিৎ নস্কর জানিয়েছেন, এদিন গাড়িটি কলকাতার দিকে যাওয়ার সময় রেলিংয়ে ধাক্কা মারার পরই গাড়ি থেকে গ্যাস লিক করতে থাকে। গাড়িটি রাস্তায় দাঁড়িয়ে যায়। জাতীয় সড়কে কলকাতামুখী লেনে যানজটের সৃষ্টি হয়। পরে গ্যাস কোম্পানির লোকেরা এসে গ্যাস নিষ্ক্রিয় করে। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়। সকাল ৯টা নাগাদ ফের গাড়ি চলাচল স্বাভাবিক হয়। যানজট পরিস্থিতি স্বাভাবিক হয়।

আজ আরও কমল পেট্রোল-ডিজেলের দাম

Image
লাগাতার তিনদিন কমল পেট্রোল-ডিজেলের দাম৷ এদিন পেট্রোলের দাম কমেছে ১৫ পয়সা৷ ডিজেল কমেছে ১০ পয়সা প্রতি লিটারে৷ দিল্লিতে পেট্রোলের দাম কমে হয়েছে ৭৭.২৮ টাকা প্রতি লিটারে৷ ডিজেলের দাম কমে হয়েছে ৭২.০৯ টাকা৷ মুম্বইতে পেট্রোলের দাম হয়েছে ৮২.৮০ টাকা৷ ডিজেলের দাম হয়েছে লিটার প্রতি ৭৫.৫৩ টাকা৷

রাফাল নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে খেই হারাল কেন্দ্র

Image
একের পর এক প্রশ্নবাণ। শুধু মামলাকারী অরুণ শৌরি-প্রশান্ত ভূষণদের থেকে নয়, খোদ প্রধান বিচারপতি ও তাঁর বেঞ্চের অন্য দুই সদস্যের কাছ থেকেও। ''রাফালের অফসেট সহযোগী পালিয়ে গেলে কী হবে?'' ''আগের চুক্তি বহাল থাকলেও প্রধানমন্ত্রী কী করে নতুন চুক্তি ঘোষণা করে ফেললেন?'' ''বিমানের সংখ্যা ১২৬ থেকে কমে ৩৬ হয়ে গেল কী ভাবে?'' কিছুটা থতমতই খাচ্ছেন অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল। খেই ধরিয়ে দিলেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, ''আপনার নোটেই তো লেখা আছে, আগের চুক্তি প্রত্যাহারের প্রক্রিয়া ২০১৫ সালের মার্চে শুরু হয়েছিল, শেষ হয় জুনে।''  রাফাল কেনার প্রক্রিয়া, অফসেট (দেশীয় সংস্থাকে দিয়ে যন্ত্রাংশ তৈরি) আর দাম। এই তিনটি বিষয় নিয়েই শৌরি-প্রশান্ত-যশবন্ত সিন্‌হাদের সঙ্গে আরও তিন জনের করা মামলা নিয়ে আজ প্রায় সাড়ে তিন ঘণ্টার 'হাইভোল্টেজ' শুনানি হল সুপ্রিম কোর্টে। আদালতের নজরদারিতে তদন্ত হবে কি না, সেই রায়দান স্থগিত রাখল প্রধান বিচারপতি গগৈ, বিচারপতি কে এম জোসেফ এবং বিচারপতি এস কে কউলের বেঞ্চ।  বিনা মন্তব্যে   ১৩ এপ্রিল, ২০১৫: ৩৬ রাফাল যুদ্ধবিম

বোনের সঙ্গে সম্পর্ক কেন? কিশোরকে খুন করল দাদা

Image
বোনের সঙ্গে বন্ধুর সম্পর্কটা মেনে নিতে পারেনি সে। তাই 'শাস্তি' দিতে মাঠে ডেকে নিয়ে গিয়ে বছর পনেরোর ওই কিশোর-প্রেমিককে কুপিয়ে খুন করল মেয়েটির দাদা। পুলিশের এমনই অনুমান। ঘটনাস্থল ফের সুতির আহিরণ। ফল্গু নদীর ধারে মঙ্গলবার বিকেলে, বিশ্বজিৎ মন্ডল (১৫) নামে ওই কিশোরের ক্ষতবিক্ষত দেহ মেলে। পুলিশ রাতেই খুনের অভিযোগে বিশ্বজিতের বন্ধু সৌমেন প্রামাণিককে গ্রেফতার করেছে। আটক করা হয়েছে তার বাবা গৌতম প্রামাণিককেও আটক করেছে পুলিশ। বুধবার ধৃত সৌমেনকে জঙ্গিপুর মহকুমা আদালতে হাজির করানো হলে বিচারক তাকে সাত দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। বিশ্বজিতের বাবা অজয় মন্ডল কাজ করেন এক বিড়ি কারখানায়। অন্য সময়ে নিজেরই কেনা টোটো এলাকায় চালান। পড়াশুনো ছেড়ে ইদানী বাবার সেই টোটোই  চালাচ্ছিল বিশ্বজিৎ। বয়সে বছর পাঁচেকের বড় সৌমেনের পরিবার তাঁদেরই প্রতিবেশী। যাত্রীবাহী ম্যাজিক গাড়ির চালক সে। দুই পরিবারের মধ্যে সখ্যও বেশ কিছু দিনের। সোমবার সন্ধ্যে নাগাদ বাড়িতে  টোটো রেখে দোকান থেকে ময়দা কিনতে বেরিয়েছিল বিশ্বজিৎ। মা শ্যামলী মণ্ডল জানান, ফিরতে দেরি দেখে ছেলেকে ফোন করলে সে জানিয়েছিল সৌমেনের সঙ্গেই রয়েছে সে। রাত

Redmi Note 6 Pro ছাড়াও নভেম্বরে ভারতে লঞ্চ হবে এই স্মার্টফোনগুলি

Image
দীপাবলীর আগে ভারতে রোজই নতুন একটি ফোন লঞ্চ হয়েছিল। দীপাবলীর পরেও সেই পরিস্থিতি পরিবর্তন হচ্ছে না। নভেম্বরে ভারতে আসতে চলেছে শাওমি, নোকিয়া, স্যামসাং, হুয়েই এর মতো জনপ্রিয় কোম্পানির একাধিক স্মার্টফোন। ২০১৮ সালে ভারতের সবথেকে জনপ্রিয় স্মার্টফোন Redmi Note 5 Pro। নভেম্বরে বাজারে আসবে এই ফোনের পরবর্তী ভার্সান Redmi Note 6 Pro। এছাড়াও এই মাসে ভারতে আসবে Samsung Galaxy A9। Galaxy A9 ফোনের পিছনে রয়েছে চারটি ক্যামেরা। এই প্রথম কোন ফোনের পিছনে চারটি ক্যামেরা দেখা গেল। বাদ নেই Nokia। কয়েক মাস আগে চিনে লঞ্চ হয়েছিল Nokia X7। সেই ফোনের নাম বদলে ভারতে লঞ্চ হবে Nokia 8.1। এছাড়াও নভেম্বরেই ভারতে আসবে সম্প্রতি লঞ্চ হওয়া হুয়েই ফ্ল্যাগশিপ Mate 20 Pro। এই মাসেই ভারতে প্রবেশ করবে ZTE এর সাব ব্র্যান্ড Nubia। কোম্পানির গেমিং ফোন Nubia Red Magic। Redmi Note 6 Pro Redmi Note 6 Pro ফোনে রয়েছে একটি ৬.২৬ ইঞ্চি ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকবে একটি কালো ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৯:৯। আগেই জানাও হয়েছে Redmi Note 6 Pro ফোনের হার্ডওয়্যারে তেমন পরিবর্তন আসেনি। তাই Redmi Note 5 Pro এর মতোই Redmi Note 6 Pro ফোনেও থাকবে Snap

নতুন কী থাকছে Vivo Y95 স্মার্টফোনে?

Image
সম্প্রতি বেশ জনপ্রিয় হয়েছে Vivo র Y সিরিজের ফোনগুলি। হট কেকের মতো বিক্রি হচ্ছে এই ফোনগুলি। ভারতে জনপ্রিয় এই সিরিজে নতুন স্মার্টফোন লঞ্চ করবে চিনের কোম্পানিটি। নতুন এই ফোনের নাম Vivo Y95। এখনো বাজারে না এলেও ইতিমধ্যেই ইন্টারনেটে এই ফোনের ছবি প্রকাশিত হয়েছে। সম্প্রতি ইন্টারনেটে প্রকাশিত হওয়া ছবিতে সামনে ও পিছন থেকে Vivo Y95 ফোনকে দেখা যাচ্ছে। Android Pure নামে এক ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে এই ছবি। সেখা দেখা গিয়েছে Vivo Y95 ফোনে থাকবে ফুল ভিউ ডিসপ্লে। ফোনের পিছনে থাকবে শুয়াল ক্যামেরা আর ডুয়াল শেড ফিনিশ। এছাড়াও থাকছে এইটি বর্গাকার ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। ফোনের রিটেল বাক্স থেকে জানা গিয়েছে Vivo Y95এ থাকবে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সহ ২০ মেগাপিক্সেল ক্যামেরা। Vivo Y95 এ রয়েছে ৬.২২ ইঞ্চি ফুলভিউ হ্যালো ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৯:৯। ফোনের ভিতরে থাকবে একটি Snapdragon 439 চিপসেট। এর সাথেই Vivo Y95 ফোনে থাকবে 4GB RAM আর 64GB স্টোরেজ। Vivo Y95 ফোনে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব FunTouch OS। ছবি তোলার জন্য Y সিরিজের নতুন ফোনে ১৩ মেগাপিক্সেল প্রাইমারিসেন্সার

রেকর্ড মূল্যে বিক্রি গোলাপি হিরে, দাম উঠল ₹৩৬০,৯০,০০০,০০

Image
৫০ মিলিয়ন ডলার, অর্থাত্‍ প্রায় ৩৬০,৯০,০০০,০০ টাকায় বিক্রি হল বিশ্বখ্যাত গোলাপি হিরে 'পিংক লিগ্যাসি'।  মঙ্গলবার জেনিভায় নিলাম সংস্থা ক্রিস্টি'জ রেকর্ড দামে বিক্রি করল পৃথিবীর অন্যতম বিখ্যাত গোলাপি হিরেটি। ক্রেতা ব্রিটেনের স্বনামধন্য জহুরি হ্যারি উইনস্টন। প্রায় ১৯ ক্যারাট ওজনের ছিলেকাটা আয়তাকার জহরতটি এযাবত্‍কালে ক্রিস্টি'জ-এর নিলামে বিক্রি হওয়া বৃহত্তম শৌখিন গোলাপি বর্ণের হিরে। এদিন নিলাম শুরু হয় ৪.৫০ মিলিয়ন ডলার অর্থাত্‍ ৩২৪,৮১,০০০,০০ টাকা দর দিয়ে। তবে এর মধ্যে ধরা হয়নি 'ক্রেতার প্রিমিয়াম' এবং অন্যান্য খরচ। শেষ পর্যন্ত পিংক লিগ্যাসি বিক্রি হয় সমস্ত খরচ সমেত ৫০.৩৭৫ মিলিয়ন ডলার অর্থাত্‍ ৩৬,৩৬,০৬,৭৫,০০,০০০ টাকা দামে। ইতিহাস ঘাঁটলে দেখা যায়, দুর্মূল্য হিরেটি একদা ওপেনহাইমার হীরক পরিবারের সম্পত্তি ছিল। ক্রিস্টি'জ-এর দাবি, বিশ্বের অন্যতম খাঁটি রাসায়নিক এই রত্নে নাইট্রোজেনের উপস্থিতি নামমাত্র রয়েছে।  ক্রিস্টি'জ-এর আন্তর্জাতিক অলংকার বিভাগের প্রধান রাহুল কাদাকিয়া জানিয়েছেন, গত ২৫১ বছরের বাণিজ্য ইতিহাসে এই রঙের ১০ ক্যারাটের বেশি ওজনের হিরে মাত্র চারটি বিক্রি করেছ

রাজ্য সরকারি কর্মীদের ডিএ নিয়ে কি বলল আদালত?

Image
কলকাতা:  রাজ্য সরকারি কর্মীদের ডিএ সংক্রান্ত মামলার শুনানি হল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে(স্যাট)। যেখানে জোরাল সওয়াল-জবাব করলেন মামলাকারী সংগঠনের আইনজীবী। সওয়াল জবাবে রীতিমত রাজ্যকে আক্রমণ করেছেন তিন। আইনজীবী তাঁর সওয়ালে বলেন, রাজ্য সরকারি কখনও ডিএ দেব না বলতে পারে না। শুধু তাই নয়। তিনি আরও বলেন, "রাজ্য সরকার ট্রাইব্যুনালে গত ৪ অক্টোবর স্বীকার করেছিল, মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে পুরনো বেশ কিছু নথিপত্র খুঁজে পাওয়া যাচ্ছে না৷ আমার প্রশ্ন, সরকার তাহলে ট্রাইব্যুনালকে ডিএ মামলায় কী ভাবে সহযোগিতা করবে? সরকার তো পুরোপুরি অসহায় বলে মনে হচ্ছে"। প্রসঙ্গত, গত অগস্ট মাসে ডিএ নিয়ে সংক্রান্ত মামলায় যুগান্তকারী নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। যে রায়ে আদালত জানায়, ডিএ বা মহার্ঘ ভাতা হল রাজ্যের সরকারি কর্মচারীদের আইনি অধিকার। তবে কেন্দ্রের সমহারে রাজ্যের সরকারি কর্মচারীরা ডিএ পাবে কিনা সেটা বিচার করবে ট্রাইব্যুনাল। এর পরে ট্রাইব্যুনালের বিচারপতি রঞ্জিত কুমার বাগ এবং সুবেশ কুমার দাসের বেঞ্চে শুরু হয় মামলা। পুজো শেষে আজ বুধবার ফের সেই সংক্রান্ত মামলার শুনানি হয়। যেখানে রাজ্যকে একাধিক প্রশ্ন

আর এক ‘সূর্যে’র কাছেই খোঁজ মিলল অন্য এক ‘পৃথিবী’র

Image
প্যারিস: পৃথিবীর প্রতিবেশী খুঁজতে মরিয়া বিজ্ঞানীরা। এবার সেই পথেই আরও এক আবিষ্কার। পৃথিবীর অদূরেই রয়েছে আরও এক 'পৃথিবী।' যাকে সুপার-আর্থ বলে সম্বোধন করলেন গবেষকরা। সূর্যের সবথেকে কাছের নক্ষত্র বার্ণার্ড'স স্টার। আর সেই নক্ষত্রের চারপাশেই অবিকল পৃথিবীর মত ঘুরছে গ্রহটি। পৃথিবীর থেকে ৩.২ গুন ভারি এই গ্রহ। ২৩৩ দিনে এটি একবার প্রদক্ষিণ করে নক্ষত্রকে। স্পেনের ইনস্টিটিউট অফ স্পেস সায়েন্সের গবেষক ইগনাসি রিবাস বলেন, "এই গ্রহ গুরুত্বপূর্ণ কারণ এরা আমাদের প্রতিবেশী। আর আমরা বাস্তবেই আমাদের প্রতিবেশীর সঙ্গে দেখা করতে আগ্রহী।" তবে প্রাণের উপস্থিতির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। নক্ষত্রের কাছাকাছি থাকা সত্বেও এটি নক্ষত্র থেকে খুব কম পরিমান এনার্জি গ্রহণ করতে পারে। এর পৃষ্ঠের তাপমাত্রা মাইনাস ১৭০ ডিগ্রি। কোনও তরল জল নেই। প্রায় ২০ বছর ধরে গবেষণার পর খোঁজ মিলেছে এই গ্রহের। সাতটি পৃথক ইনস্ট্রুমেন্ট দিয়ে গবেষণা চলেছে। জানা গিয়েছে ওই নক্ষত্রটি সূর্যের মত অত বেশি আলো দেয় না। ফলে তার চারপাশে কটা গ্রহ ঘুরছে সেটা স্পষ্ট নয়। এর আগে এই নক্ষত্র নিয়ে বহু গবেষণা করে ব্যর্থ হয়েছে বিজ্ঞানীরা। এ

লোকসভার আগেই বাংলার গ্রামে তৈরি হবে ৫ হাজার কিমি নতুন রাস্তা

Image
আগামী বছরের লোকসভা ভোটের আগেই গ্রাম বাংলার যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করে তুলতে নতুন পরিকল্পনা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস সরকার। রাজ্যের বিভিন্ন জেলার গ্রামীণ এলাকায় সবমিলিয়ে মোট ৫ হাজার কিলোমিটার নতুন রাস্তা তৈরির কথা ভেবেছে সরকার। এই আর্থিক বর্ষ শেষের আগেই কাজ সম্পূর্ণ করার কথা ভাবা হয়েছে। ৩১ মার্চের মধ্যে রাস্তা তৈরির কাজ সেরে ফেলতে চাইছে মমতার সরকার। গ্রামীণ সড়ক যোজনা প্রকল্পের অধীনে এই রাস্তাগুলি তৈরি হবে। ইতিমধ্যে টেন্ডারের কাজ শুরু হয়ে গিয়েছে। এই মুহূর্তে রাস্তা তৈরিতে রাজ্য সরকারকে ৪০ শতাংশ খরচ দিতে হয়। ১ কিমি রাস্তা তৈরিতে খরচ হয় প্রায় ৫০ লক্ষ টাকা। তবে রাস্তা তৈরি করা কন্ট্রাক্টরদের প্রথম পাঁচ বছর রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে হবে। ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তনের সরকার ক্ষমতায় আসার পরে সাত বছরে ১৬ হাজার ৩৮০ কিমি রাস্তা তৈরি করা হয়েছে। বেশিরভাগ রাস্তাই এক লেনের। নতুন যে রাস্তা হবে তা দুই লেনের হবে বলে সরকার সূত্রে খবর।

যোগ্যতায় সমান বেতনে নয়, বৈষম্য ঘোচাতে সরকারের বিরুদ্ধে রাজ্যপাল-সকাশে শিক্ষকরা

Image
বেতন বৈষম্যের অভিযোগ রাজ্যপালের কাছে ডেপুটেশন দিল উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশন। বুধবার বিকেল সাড়ে চারটে নাগাদ ১২ জনের শিক্ষক প্রতিনিধি দল রাজভবনে গিয়ে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর সঙ্গে সাক্ষাৎ করে। এই ডেপুটেশনে নেতৃত্ব দেন বাম বিধায়ক সুজন চক্রবর্তী, আবদুল মান্নান, শিক্ষক-সাংসদ আমজাদ হোসেন। বেতন বৈষম্য অব্যাহত, রাজ্যপালের কাছে স্মারকলিপি এদিন রাজ্যপালের কাছে স্মারকলিপি পেশ করে উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়, প্রাথমিক শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতার মান উচ্চবিদ্যালয়ের সমান করা হলেও বেতন বৈষম্য অব্যাহত রয়ে গিয়েছে। হাইস্কুল শিক্ষকদের তুলনায় প্রাইমারি শিক্ষকরা ১০ হাজার টাকা করে কম বেতন পান। প্রায় ২৫ মিনিট ধরে রাজ্যপাল সমস্ত অভাব-অভিযোগ শোনেন রাজ্যপাল। তিনি জানান, এই বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে কথা বলবেন। রাজ্যপালের আশ্বাস শিক্ষকদেরকে রাজ্যপাল জানান, তিনি দিনকয়েক দার্জিলিং সফরে ব্যস্ত থাকবেন। সেখান থেকে ফিরে তিনি তদ্বির করবেন এই বিষয়ে। বাম বিধায়ক সুজন চক্রবর্তী ও বিরোধী দলনেতা আবদুল মান্নানও জানান, ১৬ নভেম্বর শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে বিধানসভায়।

জিস্যাট-২৯ উপগ্রহের সফল উৎক্ষেপণের পর ইসরো জানাল, ২০২১ সালে চাঁদে মানব

Image
লক্ষ্যপূরণ। জিস্যাট-২৯ উপগ্রহটির সফল উত্ক্ষেপণের পর টুইট করল ইসরো। আর তার সঙ্গেই আরও একবার ইতিহাস সৃষ্টি করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। সতীশ ধবন মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে আকাশে উত্ক্ষেপণ করা হয় জিস্যাট-২৯ কৃত্রিম উপগ্রহ। উত্ক্ষেপণের ১৬ মিনিটের মধ্যেই প্রায় সাড়ে হাজার কিলোগ্রামের উপগ্রহটি নিখুঁতভাবে বসে গিয়েছে কক্ষপথে। এরপরই ইসরো চেয়ারম্যান জানিয়ে দেন, ২০২১ সালে চাঁদে মানব পাঠাবে ভারত।       উপগ্রহটির ওজন ৩,৪২৩ কিলোগ্রাম। ৪৩.৪ মিটার লম্বা এটি। এটাই ভারতের এপর্যন্ত সবচেয়ে ভারী উপগ্রহ। মঙ্গলবার দুপুরেই শুরু হয়েছিল কাউন্টডাউন। সফল উত্ক্ষেপণের পর ইসরোর গবেষক ও বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়ে চেয়ারম্যান কে সিবন বলেন, জম্মু-কাশ্মীর ও উত্তর-পূর্বে কেন্দ্রীয় সরকারের ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচি আরও তত্পরতা লাভ করবে।  ২০২১ সালে চাঁদে মানব পাঠানোর কথা চলতিবছরে লালকেল্লায় স্বাধীনতা দিবসের উদযাপন মঞ্চ থেকে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই লক্ষ্যেই কাজ করছে ইসরো। সিবন বলেন, ''২০২১ সালে আমরা চন্দ্রাভিযানে মানব পাঠাব। তবে তার আগে মানবহীন যান গঙ্গায়ন পাঠানো হবে ২০২০ সালে। ইতিমধ্যেই শুর

বাংলাদেশের সঙ্গে মিল থাকায় রাজ্য সরকারের 'বাংলা' নামে আপত্তি বিদেশমন্ত্রকের

Image
রাজ্যের নামবদলের বিষয়টি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কী কারণে রাজ্যের প্রস্তাব ঝুলিয়ে রেখেছে মোদী সরকার? সূত্রের খবর, রাজ্যের নাম পরিবর্তনে বাগড়া দিয়েছে বিদেশমন্ত্রক।  টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, বাংলা নামের আপত্তি জানিয়ে বিদেশমন্ত্রক যুক্তি দিয়েছে, পড়শি বাংলাদেশের সঙ্গে রাজ্যের প্রস্তাবিত 'বাংলা' নামটি মিলে যাচ্ছে।  ২০১১, ২০১৬ ও ২০১৮ - তিন বার রাজ্যের নামবদলের প্রস্তাব কেন্দ্রের অনুমোদনের জন্য পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইংরেজিতে 'পশ্চিমবঙ্গ' নামটি খারিজ করে দিয়েছিল ইউপিএ সরকার। এরপর এনডিএ সরকারের জমানায় ২০১৬ সালে নাম পরিবর্তনের প্রস্তাব পাঠান মমতা বন্দ্যোপাধ্যায়। ওই প্রস্তাব অনুযায়ী, রাজ্যের নাম ইংরেজিতে 'বেঙ্গল', বাংলায় 'বাংলা' ও হিন্দিতে 'বাঙ্গাল' রাখা হয়.। কিন্তু এভাবে নানা ভাষায় বাহারি নাম নিয়ে আপত্তি তোলে কেন্দ্রীয় সরকার।  কেন্দ্রীয় সরকারই বাংলা নামের প্রস্তাব দেয়। সেটি রাজ্য সরকার মেনে নেয় বলে জানিয়েছেন পরিষদীয়মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ২০১৭ সালে রাজ্যের মন্ত্রিসভায় রাজ্যে

দাড়িভিট হাইস্কুলে আজ টেস্ট, দুশ্চিন্তায় পরীক্ষার্থীরা

Image
আরম্ভ: দাড়িভিটে শুরু হল মাধ্যমিকের প্রস্তুতি। দাড়িভিট। স্কুল খুলতেই পরীক্ষা শুরু দাড়িভিটে। আজ, বৃহস্পতিবার থেকে দাড়িভিট হাইস্কুলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের টেস্ট শুরু। তবে একটু দুশ্চিন্তা নিয়েই পরীক্ষায় বসছে ছাত্রছাত্রীরা। গোলমাল ও আন্দোলনের জেরে পুজোর ছুটির আগে স্কুল বন্ধ ছিল অনেকদিন। পাঠ্যসূচির অনেকটাই শেষ করা যায়নি। তাই পরীক্ষা কেমন হবে তা নিয়ে দুশ্চিন্তায় পড়ুয়ারা। অন্যদিকে, দুর্ভাবনায় রয়েছেন শিক্ষক-শিক্ষিকারাও। কারণ, স্কুল চালু হলেও গত মাসের বেতন তাঁরা কেউই পাননি। চলতি মাসেই যাতে বকেয়া বেতন হাতে মেলে সেজন্য তাঁরা আবেদন জানিয়েছেন শিক্ষা দফতরের কাছে। শিক্ষা দফতর সূত্রে জানানো হয়েছে, বিষয়টি শিক্ষা ভবনকে জানিয়ে দেওয়া হয়েছে। সেখান থেকে পদক্ষেপ করা হবে বলে জেলা শিক্ষা দফতরের এক অফিসার জানান। স্কুলের দশম শ্রেণির ছাত্রী কবিতা পালের বক্তব্য, ''বাড়িতে পড়েছি। টিউশনও ছিল। কিন্তু বুঝতে পারছি না পরীক্ষা কেমন হবে?'' আর এক ছাত্র জয়দীপ সরকারের কথায়, ''আগের দিন স্কুলে এসেই চলে গিয়েছিলাম। তাই স্কুলে এসেই শুনলাম টেস্ট। পরীক্ষা কেমন দিতে পারব বুঝতে পারছি না।'' ত

শবরদের পাতে আলুপোস্ত, ডিম হঠাৎ এই আয়োজন কেন?

Image
লালগড়ে মৃত পল্টু শবরের স্ত্রী ও ছেলেমেয়ে। শুকনো ভাতের সঙ্গে শুধু আলুসেদ্ধ নয়। বুধবার দুপুরে শবরদের পাতে পড়ল ডাল, আলুপোস্ত আর ডিম! রাতে আলু-কুমড়োর তরকারি, ডাল। একই সঙ্গে শুরু হল বেআইনি মদের ভাটির বিরুদ্ধে অভিযান। লালগড়ের বিডিও মহম্মদ ফৈজান আসরাফ আনসারি বলেন, "পূর্ণাপাণির জঙ্গলখাসে শবরদের দু'বেলা রান্না করা খাবার দেওয়া হচ্ছে। নিয়মিত মেডিক্যাল টিম ওদের স্বাস্থ্য পরীক্ষা করছে।'' জঙ্গলমহলে খাদ্যের অভাব নেই, দাবি করেছে প্রশাসন। মেদিনীপুর লোধা-শবর কল্যাণ সমিতির সম্পাদক বলাইচন্দ্র নায়েকের পাল্টা প্রশ্ন, ''যদি খাদ্যের অভাব না-ই থাকে, তা হলে হঠাৎ এই আয়োজন কেন?'' জেলাশাসক আয়েষা রানির জবাব, ''কোথাও মানুষের সাময়িক সমস্যা হলে প্রশাসন পাশে দাঁড়ায়। এ ক্ষেত্রে তাই করা হচ্ছে।'' মঙ্গলবার রাত থেকেই ঝাড়গ্রাম জেলার লালগড় ব্লকের পূর্ণাপাণির এই গ্রামে শবর পরিবারগুলিতে বিলি করা হয়েছে খাবার। এ দিন সকালে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ভাত, ডাল, আলুপোস্ত রান্না করেন। শবররা সেই খাবার বাড়িতে নিয়ে যান। যাঁরা চেয়েছেন, তাঁদের কাঁচা ডিমও দেওয়া হয়। দুপুরে খাবার নিয়ে এসে ত