হাওড়ায় গ্যাস ট্যাংকারের ধাক্কায় জাতীয় সড়কে তীব্র যানজট


হাওড়া: ৬ নম্বর জাতীয় সড়কে রানীহাটিতে রাস্তার ধারে রেলিং-এ ধাক্কা গ্যাস ট্যাংকারের। ট্যাংকার থেকে গ্যাস লিক করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ঘটনার জেরেই জাতীয় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। যানচলাচলও স্বাভাবিকের পথে। বৃহস্পতিবার সকালে গ্যাস লিক করে আতঙ্ক ছড়ায় হাওড়ার রানিহাটি মোড়ে। গ্যাসের গাড়ি থেকে গ্যাস লিক করে বলে জানা যায়। বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা নাগাদ ঘটনাটি ঘটে। রানীহাটি মোড়ের কাছে কলকাতাগামী একটি গ্যাসের গাড়ি থেকে গ্যাস লিক করে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

হাওড়া গ্রামীন পুলিশের ডিএসপি ট্রাফিক হেড কোয়ার্টার বিশ্বজিৎ নস্কর জানিয়েছেন, এদিন গাড়িটি কলকাতার দিকে যাওয়ার সময় রেলিংয়ে ধাক্কা মারার পরই গাড়ি থেকে গ্যাস লিক করতে থাকে। গাড়িটি রাস্তায় দাঁড়িয়ে যায়। জাতীয় সড়কে কলকাতামুখী লেনে যানজটের সৃষ্টি হয়। পরে গ্যাস কোম্পানির লোকেরা এসে গ্যাস নিষ্ক্রিয় করে। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়। সকাল ৯টা নাগাদ ফের গাড়ি চলাচল স্বাভাবিক হয়। যানজট পরিস্থিতি স্বাভাবিক হয়।