Posts

Showing posts from March 8, 2019

বোমা ফেলা বালাকোটের সেই জঙ্গি ঘাঁটিতে সাংবাদিকদের ‘প্রবেশ নিষিদ্ধ’ করল পাকিস্তান

Image
বাইরে থেকে তোলা বালাকোটের সেই জঙ্গি ঘাঁটি।  বালাকোটে ভারতীয় বায়ুসেনার অভিযানে কত জনের মৃত্যু হয়েছে, তা নিয়ে তরজা অব্যাহত। সেই বিতর্কের মধ্যেই বালাকোটের সেই জইশ জঙ্গি ঘাঁটিতে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করে দিল পাক প্রশাসন। সংবাদ সংস্থা রয়টার্সের সাংবাদিক ও চিত্রগ্রাহকদের এই নিয়ে তিন বার আটকাল জঙ্গিরা। ফলে প্রকৃতপক্ষে জঙ্গি ঘাঁটিতে ঠিক কতজনের মৃত্যু হয়েছে, কী ক্ষয়ক্ষতি হয়েছে বা আদৌ কোনও ক্ষতি হয়েছে কি না, তা নিয়ে অদূর ভবিষ্যতে ধোঁয়াশা কাটার আশা নেই বললেই চলে। তবে রয়টার্সের দাবি, বালাকোটের যে ঘাঁটিতে ভারতীয় বায়ু সেনা বোমা ফেলেছিল, বাইরে থেকে দেখে তাতে তেমন কিছু ক্ষতি হয়েছে বলে মনে হয়নি। গত ২৬ জানুয়ারি ভোর রাতে পাকিস্তানে ঢুকে বালাকোটে একটি জঙ্গি শিবিরে ঢুকে মিরাজ-২০০০ যুদ্ধবিমানে ১০০০ কেজি বোমা ফেলে আসে ভারতীয় বায়ুসেনা। বায়ুসেনা দাবি করেছে, নির্দিষ্ট লক্ষ্যে সফল ভাবেই আঘাত করেছে বোমাগুলি। ভারতের বিদেশ সচিব বিজয় গোখেল বলেন, জইশ-ই-মহম্মদের ঘাঁটিতে হামলায় বড় সংখ্যায় জঙ্গি, প্রশিক্ষক, জঙ্গিদের কমান্ডার এবং ফিদায়েঁ জঙ্গিদের মৃত্যু হয়েছে। কিন্তু অভিযানে কত জনের মৃত্যু হয়েছে, তার সঠিক সংখ্যা জা

নিরাপত্তা মজবুত করতে ২২৯ জন অফিসারকে সীমান্তে পাঠাচ্ছে সেনা

Image
লাগাতার সীমান্ত সন্ত্রাস রুখতে এবার জোরদার পদক্ষেপ করতে চলেছে সেনা। প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামনের অনুমোদন পেয়ে সীমান্তে বদলি করা হচ্ছে যুদ্ধ বিশেষজ্ঞ বেশ কিছু অফিসারকে। সীমান্তবর্তী অঞ্চলে নিরাপত্তা জোরদার করতে সেনা বিভাগে বেশ কিছু রদবদল ঘটানোর সিদ্ধান্ত হয়েছে। জানা গিয়েছে, সেনার প্রধান দফতর থেকে ২২৯ জন যুদ্ধ বিশেষজ্ঞ অফিসারকে অন্যত্র বদলি করা হচ্ছে। এছাড়া 'ডেপুটি চিফ অফ মিলিটারি অপারেশন' নামে একটি নতুন পদ তৈরির সিদ্ধান্তও নেওয়া হয়েছে। পাশাপাশি গুরুত্ব পাচ্ছে মানবাধিকার রক্ষা এবং নজরদারির মতো বিষয়। জানা গিয়েছে, প্রধান দফতর থেকে বদলি হওয়া সেনা আধিকারিকদের পাকিস্তান ও চিন সীমান্তে নিয়োগ করা হতে পারে। পরিবর্তনের সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমন। তিনি নতুন তথ্য এবং উন্নয়ন বিষয়ক শাখা খোলার অনুমতি দিয়েছেন। দুটি শাখার দায়িত্বেই থাকবেন মেজর জেনারেল পদের অফিসাররা।

‘‌জম্মুর বাস স্ট্যান্ডে শারিক গিয়েছিল পরিবারের জন্য উপার্জন করতে’‌

Image
সেলাইয়ের কাজ শিখে সংসার টানবে। পরিবারের পাশে দাঁড়াবে। এইটুকুই ছিল ইচ্ছে। কিন্তু তা পূর্ণ হল না। মাত্র ১৭ বছর বয়সে শেষ হয়ে গেল মহম্মদ শারিকের জীবন। আত্মীয়ের বাড়িতে গিয়ে সেলাইয়ের কাজ শেখার কথা ছিল তার। কিন্তু জম্মুর বাসস্ট্যান্ডে গ্রেনেড হামলা কেড়ে নিল তরতাজা তরুণের প্রাণ। পরিবারকে সাহায্য করা বা পাশে দাঁড়ানো হল না শারিকের। কোনও অপরাধ ছিল না শারিকের। কিছু বুঝে ওঠার আগেই সব শেষ হয়ে যায়। মর্মান্তিক, দুঃখজনক এবং লজ্জার। হরিদ্বার জেলার বাসিন্দা এই তরুণ দু'‌বছর আগে বাবাকে হারিয়েছিল। ফলে আর্থিকভাবে শারিকের পরিবার কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে। বড় দাদা ছাড়াও মা এবং পাঁচ বোনকে নিয়ে শারিকের পরিবার। তাই পরিবারকে দাঁড় করাতে সেলাই শেখার জন্য বুধবার রুরকি থেকে জম্মু গিয়েছিল। আর বৃহস্পতিবার ঘটে অঘটন। একটা ছোট্ট জমির ওপর চাষবাস করে কোনওরকমে চলত সংসার। তাই এই অনটন কাটাতে সেলাই শিখতে চেয়েছিল শারিক। শারিকের মা–ও চেয়েছিলেন ছেলে সেলাইয়ের কাজ শিখে রোজগার করুক। কিন্তু তা হল না। একটু চুপচাপ স্বভাবের ছেলে শারিকের স্বপ্ন বাস্তবায়িত হল না জঙ্গিদের জন্য। তবে রুরকির বিধায়ক প্রদীপ বাত্রা শারিকের পরিবারকে সবরকম সাহায

৩৩ নয়, সংসদে ৩৫%-র বেশি মহিলা সদস্যের প্রতিশ্রুতি তৃণমূল নেত্রীর

Image
কলকাতা: আন্তর্জাতিক নারী দিবস৷ এই নারী দিবসের দিনই পুরোদস্তুর লোকসভা ভোটের প্রচার শুরু করে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ ২০১৬ বিধানসভা নির্বাচনের আগেও ঠিক একইভাবে ভোটের প্রচার শুরু করেছিলেন তৃণমূল সুপ্রিমো৷ ২০১৯-এর লোকসভাতেও সেই রীতি বজায় রইল৷ শুক্রবার মহিলা তৃণমূল সেলের ব্যানারে শ্রদ্ধানন্দ পার্ক থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিলে হাঁটেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ মিছিলে মহিলাদের নিয়ে রাজ্য সরকারের একাধিক উন্নয়নমূলক প্রকল্প তুলে ধরা হয়৷ বাংলাই যে মহিলাদের জন্য সবচেয়ে বেশি ভেবেছে ও কাজ করেছে মিছিলের ব্যানারের মধ্যে দিয়ে তা তুলে ধরা হয়৷আমর্হাস্ট স্টিট, বউবাজার, এসএন ব্যানার্জি রোড ধরে ডোরিনা ক্রসিং-এ শেষ হওয়ার কথা ছিল মিছিল৷ কিন্তু হঠাৎই সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রুট বদল করে মিছিল বাঁক নেয় লেনিন সরণির দিকে৷ ধীরে ধীরে মিছিল পৌঁছোয় ধর্মতলায়৷   সেখানে অস্থায়ী মঞ্চ বেঁধে বক্তৃতা দেন তৃণমূল সুপ্রিমো৷ মমতা বন্দ্যোপাধ্যায় এদিন দাবি করেন, ''সংসদে একমাত্র এরাজ্যেরই ৩৫ শতাংশ সাংসদ মহিলা৷'' পাশাপাশি এদিন তিনি প্রতিশ্রুতি দেন, ''আগামীদিনে এরাজ্য থেকে সং

এয়ারবেসের কাছে ভেঙে পড়ল মিগ বিমান

Image
বিকানের: ভেঙে পড়ল মিগ বিমান। শুক্রবার বিকানিরের কাছে এই দুর্ঘটনা ঘটেছে। নাল এয়ারবেসের কাছে ভেঙে পড়ে ভারতীয় বায়ুসেনার ওই বিমানটি। বিকানেরের শোভা সর কি ধানি এলাকায় পড়েছে বিমানের ধ্বংসাবশেষ। তবে সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচেছেন তার পাইলট। তিনি ভেঙে পার আগেই লাফিয়ে পড়েন। ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দুর্ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে একজন কর্নেলকে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, পাখির ধাক্কায় এই ঘটনা ঘটে।   এই মিগ বিমান থেকে মিসাইল ছুঁড়েই পাক বিমান ধ্বংস করে দেন পাইলট অভিনন্দন। গত ২৭ ফেব্রুয়ারি তিনি পাকিস্তানের যুদ্ধবিমানকে তাড়া করতে মিগ-২১ নিয়েই ছুটে যান। কিন্তু পাকিস্তানের ওপারে মিগ-২১ ক্রাশ করে যাওয়াতে পাকিস্তানের দিকে পড়ে যান বায়ুসেনার এই এয়ারকমান্ডার। সামরিক পর্যবেক্ষকরা বলছেন, অভিনন্দন ভার্তমানই প্রথম পাইলট, যিনি মিগ যুদ্ধবিমান নিয়ে ধ্বংস করেছেন মার্কিন প্রযুক্তিতে তৈরি এফ-১৬ যুদ্ধবিমান। এর আগে কোনও মিগ বিমান এত বড় সাহসিকতা দেখাতে পারেনি। গত বছর এরকমই একটি দুর্ঘটনায় ভেঙে পড়ে মিগ বিমান। হিমাচল প্রদেশের কাংরায় ভেঙে পড়েছিল ওই বিমান। বিমানটি পাঠানকোটের দিক থেকে আসছিল। সেইসময় এই দুর্ঘটনা

প্রথম প্রার্থী তালিকা ঘোষণা কংগ্রেসের, সোনিয়া লড়বেন রায়বরেলিতে

Image
নয়াদিল্লি: লোকসভা নির্বাচনের বাকি আর হাতে গোনা কয়েকদিন৷ তার আগেই প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করল কংগ্রেস৷ প্রথম তালিকায় নাম রয়েছে উত্তরপ্রদেশের ১১ জন ও গুজরাটের চারজন প্রার্থীর৷ যাঁদের মধ্যে উল্লেখযোগ্য রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধী৷ রায়বরেলি থেকেই প্রার্থী হচ্ছেন ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী এবং আমেঠি থেকে প্রার্থী হচ্ছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ অন্যদিকে প্রিয়াঙ্কা গান্ধী বঢরা প্রত্যক্ষ রাজনীতিতে নাম লেখানোয় যে চমকের আশা করছিলেন কংগ্রেস সদস্য-সমর্থকরা, প্রথম প্রার্থী তালিকায় অন্তত তেমন কিছু মিলল না৷ কারণ প্রথম প্রার্থী তালিকায় নাম নেই প্রিয়াঙ্কার৷ ফলে তাঁর প্রার্থী হওয়া নিয়ে বাড়ছে জল্পনা৷ গত জানুয়ারি মাসে প্রত্যক্ষ রাজনীতিতে নাম লেখান প্রিয়াঙ্কা গান্ধী বঢরা৷ দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় তাঁকে৷ পাশাপাশি দেওয়া হয় উত্তরপ্রদেশের বিশেষ দায়িত্ব৷ আসন্ন লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে সপা-বসপার জোট হলেও, তাতে নাম লেখায়নি কংগ্রেস৷ কয়েকটি ছোট আঞ্চলিক দলের সঙ্গে জোট করে সেরাজ্যে ভোটযুদ্ধে অবতীর্ণ হচ্ছেন রাহুল গান্ধী৷ প্রিয়াঙ্কা গান্ধী প্রত্যক্ষ রাজনীতিতে

বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হল নীরব মোদীর বাংলো

Image
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক দুর্নীতিকাণ্ডে পলাতক নীরব মোদীর বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ নিল মহারাষ্ট্র সরকার। শুক্রবার দুপুরে মহারাষ্ট্রের রাইগড় জেলার আলিবাগে বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেওয়া হল মোদীর কয়েক কোটি টাকা দামের বাংলো। বাংলোটি ভাঙার ব্যপারে অনেকদিন আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এতদিনে তা কার্যকর করা হল। বৃহস্পতিবার বাংলোর চারদিক খুঁড়ে বের করা হয় বাংলোর সবকটি পিলার। তারপর সেই পিলারে বিস্ফোরক লাগিয়ে দেওয়া হয়। শুক্রবার দুপুর একটা নাগাদ বিস্ফোরণ ঘটানো হয়। কয়েক মিনিটের মধ্যে বাংলোটি ভেঙে পড়ে। গত বছর নীরব মোদীর ওই বাংলো ভেঙে ফেলার ব্যাপারে ইডিকে চিঠি লেখে মহারাষ্ট্র সরকার। বাংলোটি আগেই বাজেয়াপ্ত করেছিল ইডি। পঞ্জাব ন্যাশন্যাল ব্যাঙ্কের ১৩৫০০ কোটি টাকা জালিয়াতি করে দেশ ছাড়ার জন্য সেটি বাজেয়াপ্ত করা হয়। পাশাপাশি রাজ্য সরকারের অভিভযোগ আলিবাগের ওই বাংলোটি কোস্টাল রেগুলেশন জোনের নিয়ম ভেঙে তৈরি করা হয়েছিল। ভেঙে ফেলার তালিকায় রয়েছে এরকম আরও ১৬০টি বাংলো। রাইগড়ের জেলাশাসক বিজয় সূর্যবংশী সংবাদমাধ্যমে জানিয়েছেন, ১০৮টি ডিটোনেটর ব্যবহার করে করে বাংলোটিকে ভাঙা হয়েছে। এখন ধ্বংসস্তূপ স

মোদীকে হঠানোর শপথ নিতে নারীদিবসের মঞ্চ থেকে রাজ্যের মহিলাদের ডাক মমতার

Image
উপলক্ষ্য ছিল আন্তর্জাতিক নারী দিবস। কিন্তু সেই মিছিল-ই সরগরম হয়ে উঠল মোদী বিরোধিতার চড়া সুরে। নারীদিবসকে সামনে রেখে কার্যত আসন্ন লোকসভা ভোটের প্রচার শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিল থেকে স্লোগান উঠল 'মোদী হঠাও, দেশ বাঁচাও।' আন্তর্জাতিক নারীদিবস উপলক্ষ্যে এদিন শ্রদ্ধানন্দ পার্ক থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলে হাঁটেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমোর সঙ্গেই ছিলেন তাঁর দলের নেত্রীরা। ছিলেন কাকলি ঘোষদস্তিদার, শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য, মালা রায়, স্মিতা বক্সী, নয়না বন্দ্যোপাধ্যায় প্রমুখ। মহিলা দিবসকে কেন্দ্র করে মিছিল হলেও, মিছিলের সুর বাঁধা ছিল চড়া মোদী বিরোধিতায়। মিছিল থেকে বার বার স্লোগান ওঠে, 'মোদী হঠাও, দেশ বাঁচাও'। আন্তর্জাতিক নারীদিবসের মিছিল থেকে ঐক্যবদ্ধ ভারত গড়ার ডাক দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিল শেষে ধর্মতলায় সভা করেন তৃণমূল নেত্রী। সেই সভা থেকে কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে দলিত ও কৃষকদের উপর অত্যাচারের অভিযোগ তোলেন মমতা। অভিযোগ করেন, দেশে বেকারের সংখ্যা বেড়েছে। দেশের সম্পদ, দেশের টাকা প্রধানমন্ত্রী নরে

পরকীয়া সম্পর্কের জন্য কি দায়ী মেগাসিরিয়ালও? প্রশ্ন তুলল হাইকোর্ট

Image
পরকীয়া সম্পর্কের জন্য কি দায়ী মেগাসিরিয়াল? প্রশ্ন তুলল মাদ্রাজ হাইকোর্ট। বিষয়টি খতিয়ে দেখতে কেন্দ্র ও রাজ্যকে নির্দেশ দিয়েছে আদালত। এমনকি ইন্টারনেটের অতিরিক্ত ব্যবহারের কারণেও পরকীয়া বাড়ছে কি না দেখার নির্দেশ দেওয়া হয়েছে। সারা দেশে পরকীয়ার কারণে হিংসাত্মক ঘটনা বেড়ে গিয়েছে, এমনটাই পর্যবেক্ষণ করেছে মাদ্রাজ হাইকোর্ট। আদালত মোট ২০টি প্রশ্নের একটি তালিকা তৈরি করেছে। যার মধ্যে অন্যতম পরকীয়ায় মেগা সিরিয়ালের প্রভাব। মাদ্রাজ হাইকোর্ট প্রশ্ন করেছে, মেগাসিরিয়ালের সঙ্গে কিছু সিনেমাও কি দেশে পরকীয়া সম্পর্ক বেড়ে যাওয়ার কারণগুলোর মধ্যে একটা? এই প্রশ্নের সঙ্গে মাদ্রাজ হাইকোর্ট এও বলে, খুন, অপহরণ ইত্যাদির সঙ্গে পরকীয়ার একটা যোগ দেখা যাচ্ছে। তার পরই মেগাসিরিয়াল সংক্রান্ত প্রশ্নটি রাখা হয়। ইন্টারনেট-চালিত দুনিয়া ছাড়াও আধুনিকীকরণ কিংবা পশ্চিমী দুনিয়ার প্রভাবও পরকীয়া বেড়ে যাওয়ার কারণগুলোর মধ্যে রয়েছে কি না, তা খতিয়ে দেখতে বলা হয়েছে। ফেসবুক, ফেসটাইম, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের ফলে অপরিচিত ব্যক্তিদের মধ্যে ঘনিষ্ঠতার সুযোগ বাড়ার ফলে এমন ঘটনা ঘটছে কি না, তাও জানতে চেয়েছে কোর্ট। আরও পড়ুন: জল্পনা মুছে সনি

অন্ন সেবা দিয়েই ছেলের বিয়ের অনুষ্ঠানের সূচনা আম্বানি দম্পতির

Image
মুকেশ আম্বানি এবং নীতা আম্বানি ছেলে আকাশের বিয়ে উপলক্ষ্যে শুরু করলেন এক সপ্তাহ ব্যাপী অন্ন সেবা। বুধবার এই কর্মসূচীর সূচনা করেন আম্বানি দম্পতি। মুম্বইয়ের সব কটি অনাথ আশ্রম এবং বৃদ্ধাশ্রমে অন্ন বিতরণ করছেন তাঁরা।শ্লোকা মেহতার পরিবারের সঙ্গে মিলে তাঁরা ২ হাজারেরও বেশি শিশুর মুখে খাবার তুলে দিয়েছেন। এখানেই শেষ নয়। অনাথ শিশুদের জন্যে ধিরুভাই আম্বানি স্ক্যোয়ারে আয়োজন করা হয়েছিল মিউজিকাল ফাউন্টেন শো। মেয়ে ইশার বিয়ের আগেও অন্ন সেবার আয়োজন করেছিলেন মুকেশ ও নীতা আম্বানি। উদয়পুরের ৫ হাজার মানুষের মুখে খাবার তুলে দিয়েছিলেন তাঁরা। চলতি মাসেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন আকাশ ও শ্লোকা। বিয়ের অনুষ্ঠানের শুরু হয় মুম্বইয়ে মিউজিকাল নাইট দিয়ে। তারপরেই বলি তারকারা আম্বানি পরিবারের সঙ্গে উড়ে যান সুইত্‍জারল্যান্ডে।

চাপে পড়ে ১৮২টি মাদ্রাসা বন্ধ করল পাক সরকার

Image
পুলওয়ামা হামলার পর থেকেই জৈশ প্রধান মাসুদ আজহারকে আশ্রয় দেওয়া নিয়ে পাকিস্তানকে প্রায় এক ঘরে করে রেখেছে ভারত। ইমরান খান যতবারই আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে ততবারই ভারত তা খারিজ করে দিয়ে বলেছে, জঙ্গিদের বিরুদ্ধে পাকিস্তান যতক্ষণ না ব্যবস্থা নিচ্ছে ততক্ষণ আলোচনায় বসার কোনও প্রশ্নই নেই। বিশ্বের দরবারেও এই নিয়ে এনেকটাই কোনঠাসা পাকিস্তান। জৈশ সহ একাধিক জঙ্গি সংগঠন আঁতুরঘর হিসেবে পাকিস্তানকে বারবারই সতর্ক করেছে একাধিক দেশ। বিশ্বের দরবারে নিজেদের ভাবমূর্তি ঠিক রাখতে তাই জঙ্গিদের বিরুদ্ধে এবার কড়া সিদ্ধান্ত নিতে শুরু করেছে পাক সরকার। কয়েকদিন আগেই ইমরান খান প্রতিশ্রুতি দিয়েছিলেন ইমরান। সেই প্রতিশ্রুতি রক্ষা করতেই গত ২৪ ঘণ্টায় প্রায় ১০০ জনকে আটক করা হয়েছে এবং ১৮২টি মাদ্রাসা বন্ধ করেছে পাক সরকার।  যদিও পাক স্বরাষ্ট্রমন্ত্রকের দাবি, বহু আগেই এই পরিকল্পনা নিয়েছিল ইমরান সরকার। ভারতের চাপে পড়ে কোনও পদক্ষেপ করা হয়নি। কারণ কয়েকদিন আগেই দিল্লি অভিযোগ করেছিল সন্ত্রাসবাদীদের রুখতে ব্যর্থ হয়েছে ইসলামাবাদ।  পাকিস্তানে এই মুহূর্তে সবচেয়ে বেশি মাদ্রাসা স্কুল চালায় জৈশ–ই–মহম্মদ এবং জামাত–উদ–দাওয়ার মত জঙ্গি সংগঠ

সমুদ্রের ধারে মোদীর ১০০ কোটির বিলাসবহুল বাংলো ডিনামাইট দিয়ে উড়িয়ে দিল প্রশাসন

Image
মুম্বই: সমুদ্রের দিকে মুখ করে থাকা এক বিলাসবহুল বাংলো বানিয়েছিলেন নীরব মোদী। কম করে ১০০ কোটি খরচে তৈরি হয়েছিল ৩৩,০০০ স্কোয়্যার ফুটের সেই বাংলো। মহারাষ্ট্রের আলিবাগে সেই বাংলো নিয়ে চিন্তায় পড়ে যায় মহারাষ্ট্র সরকার। গত ছ'সপ্তাহ সেই বাংলো নিয়েই আলোচনা চলে, কারণ এটি একটি অবৈধ নির্মাণ। উপকূল এলাকার নিয়ম ভেঙেই তৈরি হয়েছিল সেই বাংলো। বাংলোর গাঁথনি অত্যন্ত মজবুত। কিছু দিয়েই ভাঙা যাচ্ছে না। অত্যাধুনিক যন্ত্রপাতিও কাজ দেয়নি। বাধ্য হয়ে ডিনামাইট দিয়ে উড়িয়ে দেওয়া হল মোদীর সাধের বাংলো। ওই বাংলোয় গাড়ি নিয়ে সরাসরি ঢুকে যাওয়ার ব্যবস্থা ছিল। সুইমিং পুল, পার্ক-সহ ছিল বিনোদনের সবরকম বন্দোবস্ত। কিন্তু সমুদ্র উপকূলে বাড়ি বানাতে গেলে যে সমস্ত নিয়ম মেনে চলতে হয়, তার ধার ধারেননি নীরব মোদী। নজর দেননি পরিবেশ সংরক্ষণের দিকেও। বরং বেআইনিভাবেই বিলাসবহুল ওই বাংলোটি তৈরি করিয়েছিলেন। বাংলোর বিরুদ্ধে ২০০৯ সালেই বম্বে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিল একটি স্বেচ্ছাসেবী সংস্থা। পঞ্জাব ব্যাংকের কয়েক হাজার কোটি টাকা হাতিয়ে নীরব মোদীর দেশত্যাগী হওয়ার খবরেই টনক নড়ে স্থানীয় প্রশাসনের। হাইকোর্টের নির্দেশ পেয়ে

স্কুলে নয় মেয়েকে মধুচক্রে পাঠাত মা, পুলিশের জালে পাঁচ অভিযুক্ত

Image
মেয়েটিকে স্কুলে যেতে বলত না তার মা। বরং জোর করে অচেনা পুরুষের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করাত। তাতে কিশোরী মেয়েটি যা রোজগার করত, তা যেত মায়ের হাতে। মেয়েকে রক্ষার বদলে তাকে যৌন ব্যবসায় নামিয়েছিল মা। ফেসবুকে বডি ম্যাসাজের নামে মধুচক্রের ফাঁদ পেতেছিল ওই মহিলা৷ সোশ্যাল মিডিয়াতেই যোগাযোগ করত ক্লায়েন্টদের সঙ্গে। একপরই ১৫ কি বড়জোর ১৬ বছরের দুই কিশোরীর ছবি ভেসে উঠত স্ক্রিনে। মেসেঞ্জারেই পাঠানো হত তাদের ফোন নম্বর আর ঠিকানা। সেইমতো কসবার বাড়িটিতে আনাগোনা চলত খদ্দেরদের। গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণ কলকাতার কসবার রাজডাঙায় এলাকা থেকে দুই মহিলা, মূলচক্রী এক ব্যক্তি ও এক ম্যানেজারকে গ্রেপ্তার করল পুলিশ৷ উদ্ধার করা হয় নাবালিকা দুই কিশোরীকে। কসবায় ধৃত ওই মহিলাদের জেরা করে তিলজলা এলাকা থেকেও মধুচক্রের সঙ্গে যুক্ত অন্য এক মহিলাকে গ্রেপ্তার করলেন পুলিশ কর্তারা। এদিকে, বালিগঞ্জের মহারাজা নন্দকুমার রোডে একটি ফ্যামিলি স্পা-এ তল্লাশি চালিয়ে আরও ১৮ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দারা। ফ্যামিলি স্পা-এর আড়ালে সেখানেও মধুচক্র চলত বলে অভিযোগ। ধৃতদের মধ্যে রয়েছে সাতজন মহিলা ও ন'জন খদ্দের। পুলিশ জ

হিরো আলমকে শ্রীঘরে পাঠাল আদালত

Image
ঢাকা: ডিশ ব্যবসায়ী থেকে চলচিত্র তারকা বনে যাওয়া বগুড়ার প্রত্যন্ত গ্রামের আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধরের ঘটনায় করা মামলায় বুধবার গ্রেপ্তার হন হিরো আলম। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তাঁকে বগুড়ার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করলে বিচারক আহমেদ শাহরিয়ার তারিক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বগুড়া সদর থানায় পুলিশের হেফাজতে থাকা হিরো আলম জানান, তাঁর বিরুদ্ধে শ্বশুরের করা মামলাটি সাজানো ও ভিত্তিহীন। তাঁর দাবি, তিনি পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্রের শিকার। হিরো আলম বলেন, "আমি সত্য বলতে কখনও ভয় পাই না আর অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে দ্বিধা করি না। অনেক আগে থেকেই ডিশের ব্যবসায় নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেছিল আমার শ্বশুরপক্ষের লোকজন। সেই সুযোগকে কাজে লাগাতে যৌতুকের মিথ্যে অভিযোগ তুলে, স্ত্রীকে নির্যাতনের নাটক সাজিয়ে আমাকে নারী নির্যাতন মামলায় ফাঁসিয়েছে। তা ছাড়া বিগত নির্বাচনে প্রশাসনের অনিয়ম আর ভোট চুরির প্রতিবাদ করেছিলাম। বড় বড় কর্তাদের বিরুদ্ধে কথা বলেছিলাম। আমাকে মামলায় ফাঁসানোর নেপথ্যে এসব বিষয়ও কাজ করেছে।&q

নানা অনুষ্ঠানে মধ্যে দিয়ে শ্রীরামকৃষ্ণের ১৮৪তম জন্মজয়ন্তী পালন

Image
আজ, শুক্রবার ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেবের ১৮৪তম জন্মজয়ন্তী। এই উপলক্ষে সকাল থেকেই তাঁর জন্মভিটে হুগলীর কামারপুকুর, বেলুড়মঠ-সহ একাধিক জায়গায় একাধিক অনুষ্ঠানের মাধ্যমে পালিত হচ্ছে দিনটি। বেদপাঠ, প্রার্থণা, স্তবগান, ভজন, সঙ্গীতানুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হচ্ছে রামকৃষ্ণ পরমহংস দেবের জন্মজয়ন্তী। ১৮৩৬ সালে হুগলীর কামারপুকুরের এক ব্রাহ্মণ পরিবারে জন্মেছিলেন গদাধর। তাঁর পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ও মা চন্দ্রমণি দেবী। পরবর্তী কালে পিতার ইচ্ছায় গয়াতে গদাধর চট্টোপাধ্যায় বিষ্ণু মন্ত্রে দীক্ষিত হন। এর পর জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এক উদার মানব ধর্মের প্রসার করেছিলেন তিনি। নারীকে তিনি মাতৃ রূপে এবং শক্তি রূপ হিসেবে সমাজের কাছে তুলে ধরেছিলেন। স্বামী বিবেকানন্দ, কেশব চন্দ্র সেন, শিবনাথ শাস্ত্রীর মতো প্রখ্যাত ব্যক্তিত্বরা তাঁর আদর্শে প্রভাবিত ও দীক্ষিত হন। দূরদূরান্ত থেকে কয়েক হাজার ভক্ত হাজির হয়েছেন রামকৃষ্ণদেবের জন্মভিটে কামারপুকুরে। বেলুড়মঠেও ভক্তদের ভিড়ে তিল ধারনের জায়গা নেই। এর পর সারাদিন ব্যপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে চলবে রামকৃষ্ণ পরমহংসের স্মরণ।

মধ্যস্থতাতেই আস্থা, অযোধ্যা মামলায় তিন সদস্যের কমিটি তৈরি করল সুপ্রিম কোর্ট

Image
তিন সদস্যের প্যানেলের নেতৃত্বে থাকবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি খলিফুল্লা। মধ্যস্থতাকারী নিযুক্ত করেই রাম জন্মভূমি-বাবরি মসজিদ মামলার নিষ্পত্তি চেয়ে আগেই সওয়াল করেছিল শীর্ষ আদালত। এ বার সেই পথেই হেঁটে মধ্যস্থতাকারী হিসাবে তিন সদস্যের প্যানেল তৈরি করে দিল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ইব্রাহিম খলিফুল্লার নেতৃত্বাধীন ওই কমিটিকে আট সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। প্যানেলের অন্য দুই সদস্য হলেন শ্রীশ্রী রবিশঙ্কর এবং আইনজীবী শ্রীরাম পঞ্চু। চার সপ্তাহের মধ্যে মধ্যস্থতার অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট দিতে বলা হয়েছে।

জম্মু বাসস্ট্যান্ডে গ্রেনেড হামলা, নিহত ১, আহত ২৭

Image
‌পুলওয়ামা হামলার পর ফের হামলা চালানো হল উপত্যকায়। বৃহস্পতিবার জম্মু বাসস্ট্যান্ডে গ্রেনেড হামলা চালানো হয়। এই ঘটনায় জখম হয়েছেন কমপক্ষে ২৮ জন। পরে আহতদের মধ্যে থেকে মৃত্যু হয় একজনের। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে, সরকারি বাস স্ট্যান্ডের একটি বাসের ভেতর এই হামলা হয়। বাসটি দিল্লির জন্য রওনা হওয়ার কথা ছিল। বিস্ফোরণের পর গোটা এলাকা ঘিরে ফেলে জম্মু–কাশ্মীর পুলিস। তবে বাসের মধ্যে কোনও যাত্রী ছিল কিনা তা এখনও স্পষ্ট নয়। বাসের মধ্যে জঙ্গি লুকিয়ে তাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পুলিস। কড়া নিরাপত্তায় শুরু হয়েছে তল্লাশি-অভিযান। খতিয়ে দেখা হচ্ছে বাসস্ট্যান্ডের সিসি ক্যামেরার ফুটেজ। পুলিসের শীর্ষ কর্তা মণিশ কুমার জানান, বৃহস্পতিবার সকাল ১১টা ৩০ নাগাদ গ্রেনেড হামলা হয় বাসে।

‌বাজারে আসছে নতুন ২০ টাকার কয়েন

Image
নতুন বছরে বাজারে আসছে নতুন কয়েন। ১০ টাকার পর এবার নতুন ২০ টাকার কয়েন আনার উদ্যোগ নিল কেন্দ্রীয় অর্থমন্ত্রক। বুধবার একটি নির্দেশিকায় একথা জানানো হয়েছে। নতুন এই কয়েনটি হবে ২৭ মিলিমিটারের। কয়েনটি গোল হলেও একাধিক সরলরেখায় ভাঙা থাকবে এর চারপাশ। মোট ১২টি ভূজ থাকবে কয়েনে। বর্তমানে বাজারে চালু রয়েছে এক, দুই, পাঁচ এবং ১০ টাকার কয়েন। ১০ বছর আগে ২০০৯ সালে বাজারে ১০ টাকার কয়েন আনে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এটি আকারে গোল এবং এরও ব্যাস ২৭ মিলিমিটার। ২০ টাকার যে কয়েনটি বাজারে বের হবে, সেটির আকৃতিও একই হবে। কিন্তু এর প্রান্তে কোনও চিহ্ন থাকবে না। তবে ১০ টাকার কয়েনের মতোই এতে দু'‌রকম ধাতব রঙের দু'‌টি স্তর থাকবে। নতুন কয়েনের বাইরের দিকটি তৈরি হবে ৬৫ শতাংশ তামা, ১৫ শতাংশ দস্তা এবং ২০ শতাংশ নিকেল দিয়ে। আর ভিতরের অংশটি তৈরি হবে ৭৫ শতাংশ তামা, ২০ শতাংশ দস্তা ও পাঁচ শতাংশ নিকেল দিয়ে। তবে এর ডিজাইন কেমন হবে, তা এখনও জানানো হয়নি। এর আগে গত বছর ডিসেম্বর মাসে ২০ টাকার নতুন নোটের কথা ঘোষণা করেছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। অর্থাত্‍ সব ঠিক থাকলে ১০ টাকার মতো ২০ টাকারও নোট এবং কয়েন দুটোই চালু থাকবে বাজারে

শুক্রবারের বাজারদর জেনে নিন এক ক্লিকে

Image
বিভিন্ন বাজারে এর মাঝে ঘোরাফেরা করছে সবজি থেকে মাছের দাম। বাজার যাওয়ার আগে জেনে নিন আপনার পকেট খরচের পরিমাণ। সবজি .চন্দ্রমুখী আলু – ১৪টাকা প্রতিকিলো . জ্যোতি আলু – ১০টাকাপ্রতিকিলো .পিঁয়াজ – ২০ টাকা প্রতিকিলো .আদা – ৬০ টাকা প্রতিকিলো .রসুন – ৭০ টাকা প্রতিকিলো . ফুলকপি – ২০ টাকা প্রতি পিস .বাঁধাকপি – ২০ টাকা প্রতি কিলো .পটল – ১২০টাকা প্রতিকিলো .ঢ্যাঁড়শ – ১০০ টাকা প্রতিকিলো .উচ্ছে – ৪০ টাকা প্রতিকিলো .বেগুন – ২০-২৫টাকা প্রতিকিলো .টমেটো – ২০ টাকা প্রতিকিলো .লঙ্কা – ১০০ টাকা প্রতিকিলো .কুমড়ো – ৩০ টাকা প্রতিকিলো .পালং শাক – ২০টাকা প্রতি কিলো .লাল শাক – ১৫ টাকা প্রতি কিলো .গাজর – ৩০ টাকা প্রতিকিলো .ঝিঙে – ৬০ টাকা প্রতিকিলো .ক্যাপসিকাম – ৪০ টাকা টাকা প্রতিকিলো .পিঁয়াজকলি – ৩০ টাকা প্রতি কেজি   মাছ .গোটারুই –১৬০-২২০ টাকা কিলো .কাটারুই – ২০০-৩০০ টাকা কিলো .গোটাকাতলা – ২৫০-২৮০ টাকা কিলো .কাটাকাতলা –৩৫০-৪০০টাকা কিলো .বাটা – ১৬০-১৮০ টাকা কিলো .চারাপোনা – ১৬০ টাকা কিলো .তেলাপিয়া – ১৬০টাকা কিলো .পাবদা – ৫০০ টাকা প্রতি কিলো .পার্শ্বে –৪০০-৫০০ টাকা প্রতি কিলো .ভেটকি -৪০০-৫৫০ টাকা প্রতি কিলো .চিংড়ি – গল

মিথ্যা ফাঁস পাক প্রধানমন্ত্রীর! ইমরানের দলে যোগ কুখ্যাত জঙ্গি নেতার

Image
ইসলামাবাদ: পুলওয়ামার ঘটনার বদলা নিতে সীমান্ত পেরিয়েছে ভারত। পাকিস্তানের ঘরে ঢুকে জঙ্গি নিকেশ চালিয়ে এসেছে ভারতীয় বায়ুসেনা। যার পালটা হিসাবে পাকিস্তান এয়ারফোর্স ভারতের আকাশসীমা লঙ্ঘন করেছে। দুপক্ষের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা। এমনকি যুদ্ধের কালো মেঘও তৈরি হয় ভারত এবং পাকিস্তানের আকাশে। কিন্তু পাকিস্তান এয়ারফোর্সকে ধাওয়া করতে গিয়ে পাকিস্তান আর্মির কব্জায় গিয়ে পড়ে ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন। ভারত তো বটেই, গোটা বিশ্বের চাপে ৪৮ ঘন্টার মধ্যে অভিনন্দনকে মুক্তি দিতে বাধ্য হয় পাকিস্তান। যদিও প্রধানমন্ত্রী ইমরান খানের কথায় শান্তির দূত হিসাবেই নাকি অভিনন্দনকে তাঁরা পাঠাচ্ছেন ভারতে। শুধু তাই নয়, জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ইমরান খান।   সেই মতো পাকিস্তানে মাটিতে গত কয়েকদিন ধরে চলছে ব্যাপক ধরপাকড়। ইতিমধ্যে মাসুদ আজহারের ভাই, সহ একাধিক জঙ্গি নেতাকে আটক করেছে পাকিস্তান। শুধু তাই নয়, মাসুদের সংগঠনগুলির বিরুদ্ধেও ব্যবস্থা নিচ্ছে বলে দাবি পাকিস্তানের। একদিকে যখন এহেন বার্তা দিচ্ছে পাকিস্তান অন্যদিকে তখন ইমরান খানের দলে নাম লেখাচ্ছেন এক জঙ্গি নেতা। পাকিস্তানের

রাজ্যে অধ্যাপকদের আবেদনের বয়স ৩৭ থেকে বেড়ে হল ৪০

Image
কলকাতা:  রাজ্যে অধ্যাপকদের জন্য সুখবর। আবেদনের বয়সের সময়সীমা বেড়ে সাইতিরিশ থেকে হল চল্লিশ। এতোদিন পর্যন্ত জেনারেল ক্যটাগরির আবেদনকারীদের ক্ষেত্রে ৩৭ বছর বয়সটাই ছিল চাকরীর ক্ষেত্রে আবেদন করার শেষ সময়সীমা। যা নিয়ে সমস্যায় পড়তে হত তাঁদের। কিন্তু এবার থেকে বয়স সীমা ৪০ বছর হয়ে যাওয়ায় অনেকটাই সুবিধা পাবেন রাজ্যের স্থায়ী অধ্যাপক হিসেবে আবেদনকারীরা। বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় পাশ হয়েছে এমনই আইন। রাজ্যে অধ্যাপকদের ক্ষেত্রে স্থায়ী পদে আবেদনের নিয়ম কোন ব্যক্তিকে নেট, সেট কিংবা পিএইচডি-এর অধিকারী হতে হবে। তবেই তিনি কলেজ সার্ভিস কমিশনের ক্ষেত্রে আবেদনকারী হিসেবে গন্য হবেন। জেনারেল ক্যটাগরির আবেদনকারীদের ক্ষেত্রে সেই বয়সটা ছিল ৩৭। যা বৃহস্পতিবার থেকে হয়ে দাঁড়াল ৪০ – এ।   এসসি, এসটি কিংবা ওবিসি-দের ক্ষেত্রে আবেদনের সেই বয়স সীমা ছিল ৪২। ফলে জেনারেল ক্যটাগরির আবেদনকারীদের তুলনায় অনেকাংশেই বেশী সুবিধে পেতেন এই সমস্ত আবেদনকারীরা। নেট, সেট কিংবা পিএইচডি-এর মত উচ্চশিক্ষার বিষয়গুলি পার করে আসতে অনেকটাই বয়স বেড়ে যেত জেনারেল ক্যটাগরির আবেদনকারীদের। কারণ বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলিতে তাঁদের জন্য আসন সংখ্যা খুবই

এবার রাষ্ট্রসংঘের বড় ধাক্কা জঙ্গি নেতা হাফিজ সঈদকে

Image
নয়াদিল্লি: একদিকে হাফিজ সঈদের সংগঠনের উপর কোপ বসিয়েছে পাক সরকার। তার মধ্যে রাষ্ট্র সংঘেও ধাক্কা খেল ওই শীর্ষ জঙ্গি নেতা। নিষিদ্ধ জঙ্গিদের তালিকায় মুম্বই হামলার মাস্টারমাইন্ড তথা জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সৈয়দের নামটি মুছে দেওয়া আবেদন জানানো হয়েছিল। সেই আবেদন খারিজ হয়ে গেল বলে বৃহস্পতিবার। রাষ্ট্রসংঘে ১২৬৭ অনুমোদন কমিটির কাছে পুলওয়ামা জঙ্গি হানার পর জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারের নাম ওই তালিকায় রাখার জন্য আবেদন আসার পর হাফিজ সঈদকে নিয়েও এই নতুন আবেদন আসে। প্রসঙ্গত, পুলওয়ামা জঙ্গি হানায় ৪০ জন সিআরপিএফ জওয়ানের শহিদ হওয়ার ঘটনার দায় স্বীকার করে নিয়েছিল পাক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ।   সংবাদ সংস্থা সূত্রে খবর, জামাত-উদ-দাওয়া ছাড়াও জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা'র প্রতিষ্ঠাতা হাফিজ সৈয়দের সম্বন্ধে অত্যন্ত গোপন ও পূর্ণাঙ্গ তথ্য ভারত রাষ্ট্রপুঞ্জের কাছে পেশ করার পরই তারা এই সিদ্ধান্ত নেয়। প্রসঙ্গত, ২০০৮ সালের ১০ ডিসেম্বর মুম্বাই হানার মাসখানেকের মধ্যেই হাফিজ সৈয়দকে নিষিদ্ধ বলে ঘোষণা করে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ। ২০০৮ সালের মুম্বাই হানায় প্রাণ হারিয়েছিলেন মোট ১৬৬ জন। ২০১৭ সালে লাহোরের মি

৩-৪ দিনের মধ্যে আবার কাশ্মীরে হামলা চালাতে পারে জইশ, ফের সতর্ক করল ইন্টেলিজেন্স

Image
পুলওয়ামা হামলার আগে ইন্টেলিজেন্স সতর্ক করেছিল, এমন ফিঁদায়ে হামলা হতে পারে। বিস্ফোরক জোগাড় করেছে জঙ্গিরা। সেই সুনির্দিষ্ট তথ্যও তুলে ধরা হয়েছিল। তবে তাতে আমল না দেওয়ার ফল কি হয়েছিল তা সকলেই জানেন। সেনা কনভয়ে জঙ্গি হামলায় ৪৯ জন সেনা জওয়ান শহিদ হন। ঘটনার দায় স্বীকার করে পাকিস্তানি জঙ্গি সংগঠন জইশ ই মহম্মদ। এবারও ইন্টেলিজেন্সের কাছে খবর, জইশ ই মহম্মদ জঙ্গিরা আগামী তিন-চার দিনের মধ্যে দক্ষিণ কাশ্মীরে পুলওয়ামার স্টাইলে হামলা চালাতে পারে। ইন্টেলিজেন্সের কাছে খবর, দক্ষিণ কাশ্মীরের কাজিগুন্দ ও অনন্তনাগে আগামী তিন চার দিনের মধ্যে আইইডি হামলা হবে। চুরি করা এসইউভি গাড়ি নিয়ে হামলা চালানো হতে পারে। জম্মুর বাস স্ট্যান্ডে এদিন গ্রেনেড হামলা চালাল এক যুবক। হামলায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। মারা গিয়েছে এক নাবালক। যে গ্রেনেড ছুঁড়েছে তাকে গ্রেফতার করা হয়েছে। সে হিজবুল জঙ্গিদের সঙ্গে জড়িত বলে জানা গিয়েছে। অভিযুক্তের নাম ইয়াসির ভাট। জেরায় সে দোষ স্বীকার করেছে। এই ইয়াসির জানিয়েছে, হামলার পিছনে রয়েছে হিজবুল জঙ্গিরা। কুলগামের হিজবুল জঙ্গিদের জেলা কম্যান্ডার ফারুক আহমেদ ওরফে ওমর তাকে গ্রেনেড দিয়ে হামলা করতে পা

উত্তরপ্রদেশে মহাজোটে ধাক্কা, প্রথম প্রার্থী তালিকায় রাহুল-সনিয়ার নাম, নেই প্রিয়ঙ্কা

Image
জিতিন প্রসাদ, সলমন খুরশিদ ও আরপিএন সিংয়ের মতো প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীদের নাম রয়েছে প্রথম তালিকায়। উত্তরপ্রদেশের ভোটেও ময়দানে নেই মহাজোট। সপা-বসপার সঙ্গে না গিয়ে সে রাজ্যে প্রার্থী তালিকা ঘোষণা করে দিল কংগ্রেস। ছেলেকে সামনে আনলেও এবারও নির্বাচনে লড়াই করবেন সনিয়া গান্ধী। রায়বরেলি আসনেই ফের প্রার্থী ইউপিএ চেয়ারপার্সন। অমেঠিতে রাহুলের লড়াই নিয়ে চলছিল জল্পনা। গতবারের কেন্দ্রেই প্রার্থী হচ্ছেন কংগ্রেসের সভাপতি। তবে জল্পনা থাকলেও প্রিয়াঙ্কা বঢরার নাম নেই প্রথম প্রার্থী তালিকায়।   উত্তরপ্রদেশে বিজেপির জয়যাত্রা রুখতে হাত মিলিয়েছে সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টি। ৩৭টি আসনে লড়াই করবে অখিলেশ যাদবের দল। বাকি ৩৮টি মায়াবতীর। রায়বরেলি ও অমেঠি কংগ্রেসের জন্য ছেড়ে সপা-বসপা। কিন্তু আরও কয়েকটি আসনের জন্য দর কষাকষি চালাচ্ছিল কংগ্রেস। তবে রফাসূত্র মেলেনি বলে সূত্রের খবর। সে কারণে উত্তরপ্রদেশের ১১টি আসনে প্রার্থী ঘোষণা করে দিল রাহুল গান্ধীর দল। রায়বরেলি ও অমেঠিতে কংগ্রেসের প্রার্থী সনিয়া ও রাহুল গান্ধী। ২০১৪ সালে প্রবল মোদী হাওয়ায় উত্তরপ্রদেশে এই দুটি আসনেই জিতেছিল কংগ্রেস। পূর্ব উত্তরপ্রদেশের দায়

এয়ার স্ট্রাইকের প্রমাণ চাই? মোক্ষম জবাব অক্ষয়ের

Image
1/5 বালাকোটে ভারতের এয়ার স্ট্রাইকের সাফল্য নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। নানা মুনির নানা মত। যোগ দিয়েছে বিরোধী দলগুলিও। ভারতের এয়ার স্ট্রাইকে ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চেয়েছেন বিরোধী দলের নেতানেত্রীরা। এনিয়ে এবার মুখ খুললেন অক্ষয় কুমার।      2/5 এয়ার স্ট্রাইকের প্রমাণ নিয়ে কী প্রতিক্রিয়া অক্ষয়ের? খিলাড়ির কথায়, ''আমার কোনও প্রমাণ চাই না''।     3/5 অক্ষয় বলেন, ''দেশের জন্য জীবন দেন জওয়ানরা। তাঁদের কাছে প্রমাণ চাওয়াটা অনুচিত। আরামের জীবন ছেড়ে আমাদের নিরাপত্তা দেয় সেনা। সে জন্য ঘরে নিশ্চিতে ঘুমোতে পারি আমরা। কীভাবে তাঁদের বীরত্বের প্রমাণ চাইতে পারি আমরা?''           4/5 ভারত কে বীর নামে কর্মসূচির মাধ্যমে ৬০০ শহিদ পরিবারকে সহযোগিতা করেছেন বলে দাবি করেছেন অক্ষয়। তাঁর কথায়,''প্রতিটি পরিবারের কাছে পৌঁছে গিয়ে ১৫ লক্ষ টাকা। এবার কারগিল ও অন্যান্য যুদ্ধে যাঁরা অঙ্গ হারিয়েছেন তাঁদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। এব্যাপারে সরকারের সঙ্গে আলোচনা চলছে''।         5/5 ইদানীং একের পর এক দেশাত্মবোধক ছবিতে অভিনয় করায় অনেকেই তাঁকে 'ভারত কুমার' নামে

ঊর্ধ্বতন অফিসার ধর্ষণ করেছিলেন প্রথম মার্কিন মহিলা পাইলটকে

Image
মার্থা ম্যাকস্যালি মার্কিন বায়ুসেনার প্রথম মহিলা পাইলট তিনি। অর্জন করেছিলেন যুদ্ধক্ষেত্রে বিমান ওড়ানোর যোগ্যতাও। ২৬ বছর সেনাবাহিনীতে কাটিয়ে এখন অ্যারিজ়োনার রিপাবলিকান সেনেটর মার্থা ম্যাকস্যালি জানিয়েছেন, বায়ুসেনায় থাকাকালীন ঊর্ধ্বতন অফিসার ধর্ষণ করেছিলেন তাঁকে।  বুধবার সেনেটেরই এক শুনানিতে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মার্থা। সেনাবাহিনীতে যৌন নিগ্রহ রুখতে এবং এমন অভিযোগ উঠলে কী পদক্ষেপ করা হবে— সেই নিয়েই শুনানি চলছিল সেনেটে। ম্যাকস্যালি বলেন, এর আগে যৌন নিগ্রহের কথা প্রকাশ্যে আনেননি, কারণ তাঁর সেনাবাহিনীর উপরে কোনও বিশ্বাস ছিল না। তা ছাড়া, দ্বিধাও ছিল। অভিযুক্ত অফিসারের নাম জানাননি তিনি। ''বহু বছর নীরব ছিলাম। কিন্তু আমার কেরিয়ারের শেষের দিকে দেখছিলাম বাহিনীতে নানা কেলেঙ্কারি হয়েই চলেছে। আর সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হচ্ছে না। তাই মনে হল, কিছু লোককে জানানো উচিত আমিও নিগ্রহের শিকার,'' বলতে গিয়ে গলা বুজে আসে মার্থার। ''আমার অভিজ্ঞতার কথা বলতে চেষ্টা করার সময়েই বুঝেছিলাম কতটা ভয়ঙ্কর পরিণতি হতে পারে। ১৮ বছর কাজের পরে কিছুটা গুটিয়ে নিয়েছিলাম নিজেকে। বাকি নিগৃহীতার

ক্ষোভে মলম লাগাতে শেষ মুহূর্তে নজর চিনি, বস্ত্র, বিদ্যুতে

Image
দরজায় ভোট। বৃহস্পতিবার তাই তড়িঘড়ি বিভিন্ন ক্ষেত্রের একগুচ্ছ প্রস্তাবে সায় দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। যার মধ্যে অন্যতম বস্ত্র, চিনি, বিদ্যুৎ। মোদী জমানায় যে তিন ক্ষেত্রকে তাড়া করে ফিরেছে নানা সঙ্কট। চাপা থাকেনি সেগুলির সঙ্গে জড়িয়ে থাকা মানুষদের ক্ষোভ-বিক্ষোভ। ভোটের আগে তাতে মলম লাগানোর সুযোগ এ দিন হাতছাড়া করেনি কেন্দ্র। কাপড় ও তৈরি পোশাক রফতানিকারীদের সুবিধা জোগাতে কর ফেরতের (ট্যাক্স রিবেট) প্রস্তাবে সায় দিয়েছে মন্ত্রিসভা। চিনিকলগুলিকে সম্মতি দিয়েছে কম সুদে বাড়তি ১২,৯০০ কোটি ঋণ মঞ্জুরিতে। আর্থিক সঙ্কটে জর্জরিত বিদ্যুৎ প্রকল্পগুলিকে চাঙ্গা করতে সায় দেওয়া হয়েছে মন্ত্রিগোষ্ঠীর বেশ কিছু সুপারিশে। যার মধ্যে স্বল্প মেয়াদে বিদ্যুৎ বিক্রির চুক্তির ক্ষেত্রে কয়লা পাওয়ার ব্যবস্থা ও বিদ্যুৎ ক্ষেত্রে বৈদ্যুতিন নিলাম মারফত বেশি জ্বালানির জোগানও আছে।  বস্ত্র সচিব রাঘবেন্দ্র সিংহের দাবি, জিএসটির বাইরে অন্য যে সমস্ত কর ও লেভি ওই কাপড় এবং তৈরি পোশাক রফতানিকারীদের কেন্দ্র এবং রাজ্যের কাছে গুনতে হয়, রিবেট মারফত তা-ই ফেরানো হবে। রাঘবেন্দ্রের অবশ্য দাবি, ভারতের বস্ত্র রফতানির প্রায় ৫৬% জুড়ে বিদেশের ব

বকেয়া ডিএ মামলায় হাইকোর্টে খারিজ রাজ্যের আর্জি

Image
কলকাতা হাইকোর্ট। ডিএ (মহার্ঘ ভাতা) নিয়ে রাজ্যের 'রিভিউ পিটিশন' খারিজ হয়ে গেল কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার বিচারপতি হরিশ টন্ডন ও বিচারপতি শেখর ববি শরাফের ডিভিশন বেঞ্চ রাজ্যের আবেদন খারিজ করে জানিয়ে দিয়েছে, কেন্দ্রীয় হারে কেন রাজ্য সরকারি কর্মীরা ডিএ পাবেন না এবং ভিন্ রাজ্যে কর্মরত এ রাজ্যের কর্মীদের সঙ্গে এখানকার সরকারি কর্মীদের ডিএ-র কেন ফারাক থাকবে, তা বিচার করবে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল (স্যাট)। বকেয়া ডিএ মেটানোর দাবিতে স্যাট-এ মামলা করেছিল রাজ্য সরকারি কর্মীদের দু'টি সংগঠন। ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি স্যাট জানিয়ে দেয়, ডিএ দেওয়া বা না-দেওয়া রাজ্যের ইচ্ছার উপর নির্ভর করে। তার এক মাসের মধ্যে স্যাট-এর রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা করে কর্মীদের সংগঠন। গত বছরের ৩১ অগস্ট ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়— রাজ্য সরকার যখন রোপা-২০০৯ (রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাওয়েন্স) আইন মেনে পঞ্চম বেতন কমিশনের সুপারিশ কার্যকর করেছে, তখন ডিএ-র অধিকার প্রযোজ্য হওয়া উচিত। একই সঙ্গে ডিভিশন বেঞ্চ স্যাট-কে নির্দেশ দেয়, কেন্দ্রীয় হারে কেন রাজ্য সরকারি কর্মীরা ডিএ পাবেন না এবং ভিন্

রক্তাক্ত জম্মু, বাস স্ট্যান্ডে জঙ্গি হানা, হত ১

Image
হাসপাতালের পথে গ্রেনেড হামলায় জখম এক যুবক (উপরে বাঁ দিকে)। হামলার পরে জম্মু জেনারেল বাসস্ট্যান্ড ঘিরে ফেলেছে পুলিশ। বৃহস্পতিবার।  পুলওয়ামায় নাশকতার ২০ দিন পর ফের জঙ্গি হামলায় রক্তাক্ত জম্মু-কাশ্মীর। জম্মু জেনারেল বাসস্ট্যান্ডে আজ গ্রেনেড হামলা চালায় এক জঙ্গি। ওই হামলায় নিহত হয়েছে এক কিশোর এবং আহত অন্তত ৩২ জন। নাশকতার কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ ইয়াসিন জাভিদ ভাট নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। পুলিশের দাবি, ধৃত জেরায় স্বীকার করেছে, সে-ই গ্রেনেডটি ছোড়ে। তার সঙ্গে হিজবুল মুজাহিদিন জঙ্গিগোষ্ঠীর যোগ রয়েছে বলে পুলিশের দাবি।  জম্মুর ওই বাসস্ট্যান্ড থেকে অন্য রাজ্যে যাওয়ার একাধিক বাস ছাড়ে। ফলে সেখানে প্রায় সব সময় ভিড় থাকে। পুলিশের তরফে জানানো হয়েছে, বেলা পৌনে ১২টা নাগাদ একটি টিকিট বুকিং কাউন্টারের সামনে গ্রেনেড বিস্ফোরণ ঘটে। অন্য দিনের তুলনায় আজ বাসস্ট্যান্ডে কম ভিড় ছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের পর কেউ কেউ ভেবেছিলেন টায়ার ফাটার শব্দ। কিন্তু ঘটনাস্থলে গিয়ে ভুল ভাঙে। বিস্ফোরণে আহতদের জম্মুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় হরিদ্বারের বাসিন্দা বছর সতেরোর মহম্মদ শারিকের।

মারধর করে ‘ঝুলিয়ে দেওয়ায়’ ভেন্টিলেশনে বধূ, ধৃত স্বামী

Image
কেয়া রায়। এক তরুণীকে বেধড়ক মারধরের পরে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় ২৯ বছরের ওই তরুণী হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। অভিযোগ পেয়ে পুলিশ তাঁর স্বামীকে গ্রেফতার করেছে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে বালির নিশ্চিন্দায়। পুলিশ সূত্রের খবর, ন'বছর আগে বেলঘরিয়ার বাসিন্দা, পেশায় চটকলের কর্মী কার্তিক দে-র মেয়ে কেয়ার সঙ্গে বিয়ে হয় বালির নিশ্চিন্দা কুমিল্লাপাড়ার বাসিন্দা অনিমেষ রায়ের। ওই যুবক উত্তরপ্রদেশের বন দফতরের কর্মী। অভিযোগ, বিয়ের পরেই কেয়াকে নিয়ে মথুরায় চলে যায় অনিমেষ। সেখানে গিয়েই শুরু হয় অশান্তি। গত জানুয়ারিতে পুলিশের কাছে দায়ের করা অভিযোগে কেয়া জানান, অনিমেষ অত্যধিক নেশা করে। মথুরায় গিয়ে তারই প্রতিবাদ করেছিলেন তিনি। তাতেই শুরু হয়েছিল অত্যাচার। অভিযোগ, কেয়া তিন মাসের অন্তঃসত্ত্বা থাকাকালীন তাঁর পেটে লাথি মেরেছিল অনিমেষ। যার জেরে গর্ভপাত হয়ে যায় তাঁর। তখন কেয়াকে কলকাতায় নিয়ে চলে আসেন কার্তিকবাবু। কার্তিকবাবু জানান, ওই ঘটনার কয়েক মাস পরেই ভুল স্বীকার করে ফের কেয়াকে মথুরায় নিয়

মৃত্যুর জল্পনা উড়িয়ে অডিয়ো টেপ প্রকাশ মাসুদের, কটাক্ষ ভারতকে

Image
মাসুদ আজহার আল্লাকে ভয় করো!  মৃত্যুর জল্পনা উড়িয়ে দিয়ে অডিয়ো টেপ প্রকাশ করে এই ভাষাতেই পাকিস্তান সরকারকে হুঁশিয়ারি দিল জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহার। পুলওয়ামা কাণ্ডের প্রধান চক্রী মাসুদের মৃত্যু নিয়ে জল্পনা চলছিল বেশ কিছু দিন ধরেই। তবে তার পারিবারিক সূত্রকে উল্লেখ করে পাক সংবাদমাধ্যমের একাংশ ক'দিন আগেই জানিয়ে দেয়, মাসুদ জীবিত। জঙ্গি সংগঠনটির পক্ষেও একই দাবি করা হয়েছিল। এ বার মাসুদের অডিয়ো বার্তাটি ৬ মার্চ তার সংগঠনের সদস্যদের মধ্যে প্রচার করা হয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, ১০ মিনিটের বার্তায় মাসুদ বলেছে, ''গোটা বিশ্বে আমার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়েছে। তবে কোনও সন্দেহ নেই, আমরা ঠিক কত দিন বাঁচব, সেটা আল্লাই ঠিক করবেন। আজ ২০১৯-এর ৪ মার্চ। দিনটা শেষ হয়ে যাচ্ছে। আপনারা যখন আমার এই কথা শুনবেন, তত দিন বেঁচে থাকব কিনা জানি না।''  অডিয়ো টেপের প্রায় পুরোটাই ভারতকে নিয়ে কটাক্ষ ও পাকিস্তান সরকারকে হুঁশিয়ারি। আন্তর্জাতিক সংগঠনের চাপের মুখে মাসুদ ও হাফিজ সইদের সংগঠনগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে পাক সরকার। ইতিমধ্যেই মাসুদের ছেলে হামাদ আজহার ও ভাই মুফতি আব্দুল রউফকে আটক ক