‌বাজারে আসছে নতুন ২০ টাকার কয়েন


নতুন বছরে বাজারে আসছে নতুন কয়েন। ১০ টাকার পর এবার নতুন ২০ টাকার কয়েন আনার উদ্যোগ নিল কেন্দ্রীয় অর্থমন্ত্রক। বুধবার একটি নির্দেশিকায় একথা জানানো হয়েছে। নতুন এই কয়েনটি হবে ২৭ মিলিমিটারের। কয়েনটি গোল হলেও একাধিক সরলরেখায় ভাঙা থাকবে এর চারপাশ। মোট ১২টি ভূজ থাকবে কয়েনে। বর্তমানে বাজারে চালু রয়েছে এক, দুই, পাঁচ এবং ১০ টাকার কয়েন। ১০ বছর আগে ২০০৯ সালে বাজারে ১০ টাকার কয়েন আনে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এটি আকারে গোল এবং এরও ব্যাস ২৭ মিলিমিটার। ২০ টাকার যে কয়েনটি বাজারে বের হবে, সেটির আকৃতিও একই হবে। কিন্তু এর প্রান্তে কোনও চিহ্ন থাকবে না। তবে ১০ টাকার কয়েনের মতোই এতে দু'‌রকম ধাতব রঙের দু'‌টি স্তর থাকবে। নতুন কয়েনের বাইরের দিকটি তৈরি হবে ৬৫ শতাংশ তামা, ১৫ শতাংশ দস্তা এবং ২০ শতাংশ নিকেল দিয়ে। আর ভিতরের অংশটি তৈরি হবে ৭৫ শতাংশ তামা, ২০ শতাংশ দস্তা ও পাঁচ শতাংশ নিকেল দিয়ে। তবে এর ডিজাইন কেমন হবে, তা এখনও জানানো হয়নি। এর আগে গত বছর ডিসেম্বর মাসে ২০ টাকার নতুন নোটের কথা ঘোষণা করেছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। অর্থাত্‍ সব ঠিক থাকলে ১০ টাকার মতো ২০ টাকারও নোট এবং কয়েন দুটোই চালু থাকবে বাজারে।