Posts

Showing posts from July 24, 2018

স্কুল সার্ভিস কমিশনের জাল ওয়েবসাইট তৈরি করে প্রতারণা, গ্রেপ্তার দম্পতি

Image
স্কুলে শিক্ষক নিয়োগ নিয়ে জটিলতার শেষ নেই। দিন কয়েক আগে উচ্চ মাধ্যমিক স্তরে ৭৩ হাজার শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাই কোর্ট। অথচ কমিশনের জাল ওয়েবসাইটে তৈরি করে রমরমিয়ে চলছে প্রতারণাচক্র! চাকরির টোপ দিয়ে কর্মপ্রার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকরা। দু'জনকে গ্রেপ্তার করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। প্রতারণায় অভিযুক্তরা আবার সম্পর্কে স্বামী-স্ত্রী। দক্ষিণ ২৪ পরগনা ক্যানিংয়ের বাসিন্দা সইফুল হক। তার স্ত্রী সোমা বন্দ্যোপাধ্যায়। তিনি হুগলির মগরার বাসিন্দা। বিধাননগর সাইবার ক্রাইম থানার আধিকারিকরা জানিয়েছেন, স্কুল সার্ভিস কমিশনের জাল ওয়েবসাইট তৈরি করে প্রতারণা চক্র চালাত ওই দম্পতি। ওয়েবসাইটে প্রথমে 'সফল'  কর্মপ্রার্থীদের তালিকা প্রকাশ করা হত। তারপর তাঁদের সঙ্গে যোগাযোগ করে টাকা চাইত সইফুল ও তার স্ত্রী সোমা। চাকরির পাওয়ার আশায় টাকা দিতে প্রতারিত হয়েছেন অনেকেই। দিন কয়েক এই প্রতারক দম্পতির খপ্পরে পড়েন দক্ষিণ ২৪ পরগনার গোসাবা বাসিন্দা উদয় দাস। বিধাননগরের সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগকারী উদয় দাসের দাবি, স্কুল সার্ভিস কমিশনের জাল ওয়ে

ফের অঙ্গনওয়াড়ি খাতে কেন্দ্রের কাটছাঁট, বাড়তি ২৫০ কোটির বোঝা রাজ্যের ঘাড়ে

Image
রাজ্যের লক্ষাধিক অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য আর্থিক বরাদ্দ কমিয়ে দিল কেন্দ্রীয় সরকার। ফলে অঙ্গনওয়াড়ি খাতে একলাফে বিরাট ব্যয়বৃদ্ধি হতে চলেছে রাজ্যের। আইসিডিএস কর্মীদের যে সাম্মানিক দেওয়া হয়, শুধুমাত্র সেই খাতেই বাড়তি ২৫০ কোটি টাকার বোঝা চাপছে রাজ্যের ঘাড়ে। নারী ও শিশুকল্যাণ দপ্তর বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে আনছে। সোমবার শিশু, নারী ও সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা একথা জানিয়েছেন। এদিন বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী বলেন, "কেন্দ্রীয় সরকার বরাদ্দের পরিমাণ কমিয়ে দিচ্ছে। তা সত্ত্বেও মুখ্যমন্ত্রী অঙ্গনওয়াড়ি কর্মীদের সাম্মানিক বাড়িয়ে দিয়েছেন।" রাজ্যে এখন ১ লক্ষ ১৫ হাজার ৪৫৯টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র চলছে। জেলাস্তরে প্রকল্প আধিকারিক ছাড়াও সাতজন করে এই প্রকল্পের দেখভাল করেন। ব্লকস্তরে আছেন চারজন করে। জেলাস্তরে দু'জন ও ব্লকস্তরে একজনের বেতন দেয় কেন্দ্র। এর আগে ইউপিএ জমানায় ২০১৪ সালে কেন্দ্র ও রাজ্যের বেতন দেওয়ার আনুপাতিক হার ছিল ৯০:১০ শতাংশ। অর্থাৎ প্রকল্পের সিংহভাগ ব্যয় বহন করত কেন্দ্রীয় সরকার। মোদি সরকার ক্ষমতায় আসার পর সেই বরাদ্দ কমতে শুরু করে।

শ্বশুরের সঙ্গে মায়ের প্রেম! লজ্জায় আত্মঘাতী তরুণী

Image
মালদহ: শ্বশুরের সঙ্গে মায়ের বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা ফাঁস হওয়ায় পাড়ায় মুখে মুখে চর্চাও চলছিল বেশ কিছু দিন৷ গঞ্জনা শুনতে হচ্ছিল স্বামী ও শাশুড়ির কাছে৷ সেই সঙ্গে চলছিল শারীরিক নিগ্রহও৷ শেষ পর্যন্ত গঞ্জনা সইতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিলেন মাত্র ২০ বছরের মেয়ে সান্তারা বিবি৷ মঙ্গলবার সকালে গ্রামে ঢোকার মুখে একটি আমবাগানে তাঁর ঝুলন্ত মৃতদেহ দেখতে পান স্থানীয়রা৷ ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের পর সেই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ৷ ঘটনাটি ঘটেছে ওল্ড মালদহ থানার মহিষবাথানী গ্রাম পঞ্চায়েত এলাকার বদনপুর গ্রামে৷ পুলিশ জানিয়েছে, মৃতের নাম সান্তারা বিবি (২০)৷ বাড়ি বদনপুর গ্রামে৷ বাবা সাজিরুল শেখ তিন বছরের চুক্তিতে বর্তমানে সৌদি আরবে শ্রমিকের কাজে কর্মরত৷ বছর তিনেক আগে সান্তারার বিয়ে হয় মালদহের পুখুরিয়া থানার সাতমারা গ্রামে। স্বামী সাহিন শেখ পেশায় দিনমজুর। সাহিন ও সান্তারার দেড় বছরের একটি ছেলেও রয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সান্তারার বাবা বিদেশে থাকায় মা এনারা বিবি বাড়িতে একাই থাকতেন। সেই সুযোগ পেয়ে সান্তারা বিবির শ্বশুর তফিজুল শেখ মাঝেমধ্যেই ছেলের শ্বশুরবাড়ি চলে যেত

বিমানবন্দরে যাত্রীদের ঝক্কি কমাতে থ্রিডি স্ক্যানার এ দেশেও

Image
বিমানে ওঠার আগে হাতব্যাগ স্ক্যান করানো বাধ্যতামূলক। কিন্তু, এত দিন সেই হাতব্যাগ স্ক্যানারে দেওয়ার আগে যাত্রীকে ল্যাপটপ, ক্যামেরা, মোবাইল চার্জার, ট্যাবলেট— এ সব বার করে আলাদা আলাদা ভাবে জমা দিতে হত। খুব শীঘ্রই সেই ঝক্কি কমবে। নতুন এক প্রযুক্তি ব্যবহার করে ওই সব সামগ্রী সমেতই স্ক্যানারে দেওয়া যাবে হাতব্যাগ। বিদেশের বেশ কিছু ব্যস্ত বিমানবন্দরে এমন প্রযুক্তিওয়ালা স্ক্যানার বসানো হয়েছে, যাতে থ্রি-ডি পদ্ধতিতে ব্যাগের ভিতরের জিনিসপত্র স্ক্যান করা যায়। জিনিসপত্র বার করতে হয় না। ব্যাগের ভিতরে রাখা অবস্থাতেই প্রতিটি জিনিসের থ্রি-ডি ছবি ধরা পড়বে। এ বার সেই বিশেষ প্রযুক্তিওয়ালা স্ক্যানারই বসতে চলেছে ভারতের বেশ কয়েকটি বড় এবং ব্যস্ত বিমানবন্দরে। ফলে সিকিউরিটি চেক ইন-এর সময়ে যাত্রীদের ঝঞ্ঝাট কিছুটা কমবে। দেশের প্রতিটি বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ)। তারা বিদেশে গিয়ে ওই প্রযুক্তিসম্পন্ন স্ক্যানার দেখে এসেছে। এখানকার ব্যস্ত বিমানবন্দরগুলিতে প্রাথমিক ভাবে ওই যন্ত্র পরীক্ষামূলক ভাবে বসানো হবে। সফল হলে ওই স্ক্যানার বসানো হবে দেশের বড় এবং ব্যস্

পাত্রী হিন্দু, গাজিয়াবাদে মুসলিম যুবককে ফেলে মার

Image
বিয়ে করেননি। শুধুমাত্র হিন্দু মেয়েকে নিয়ে তাঁর পূর্ণ সম্মতিতে আইনজীবীর কাছে বিয়ের পদ্ধতি সম্পর্কে জানতে গিয়েছিলেন। এই অপরাধে এবার খাস আদালত চত্বরের মধ্যেই মুসলিম যুবককে বেধড়ক মারধর করা হল। উত্তরপ্রদেশের গাজিয়াবাদ আদালতে আইনজীবীর চেম্বারের কাছে এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পুলিশ এসে ওই যুগলকে উদ্ধার করে একটি মামলা দায়ের করেছে। খোঁজ চলছে অভিযুক্তদের। ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়তেই এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে। আক্রান্ত যুবক মধ্যপ্রদেশের বাসিন্দা। তরুণীর বাড়ি উত্তরপ্রদেশে। কর্মসূত্রে দু'জন নয়ডায় থাকেন। সেখানেই দু'জনের আলাপ এবং প্রেম। দু'জনই বিয়ে করবেন ঠিক করে সোমবার গাজিয়াবাদ আদালতে এক আইনজীবীরর চেম্বারে যান পরামর্শ করতে। সেই সময় তাঁদের কথোপকথন শুনে আদালত চত্বরে  কিছু লোকের সন্দেহ হয়, ওই হিন্দু তরুণীকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ফুঁসলিয়ে নিয়ে এসেছেন ওই যুবক। এই সন্দেহের বশেই ওই যুগলকে আটক করে ওই দলটি। তরুণী ছাড় পেলেও যুবককে বেধড়ক মারধর শুরু হয়। ভরা আদালত চত্বরেই টেনে হিঁচড়ে ঘোরানো হয় ওই যুবককে। তরুণী বারবার আপত্তি করলেও তাঁর কথা কেউ কানে তোলেননি।  তবে কিছুক্ষণের মধ্যেই প

কলকাতা পুলিশের জালে ধরা পড়ল দুই জেএমবি জঙ্গি

Image
ধৃত দুই জঙ্গি মুশারফ হোসেন (বাঁ দিকে) ও রুবেল আহমেদ।  কয়েক মাস ধরেই গাজিয়াবাদের কাছে গৌতম বুদ্ধ নগরে গা ঢাকা দিয়েছিল বাংলাদেশের দুই মোস্ট ওয়ান্টেড জেএমবি জঙ্গি। রংপুরের ঠাকুরগাঁওয়ের বাসিন্দা ওই দুই যুবক বাংলাদেশে একাধিক নাশকতা এবং খুনে অভিযুক্ত। সেই দুই জেএমবি জঙ্গিকে মঙ্গলবার উত্তরপ্রদেশ পুলিশের সহায়তায় গ্রেফতার করে কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)। কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত মুশারফ হোসেন এবং রুবেল আহমেদ, এ বছরের শুরুর দিকেই সীমান্ত পেরিয়ে কলকাতায় আসে। বাংলাদেশে ব্যাপক পুলিশি ধরপাকড় থেকে বাঁচতে এখানে আশ্রয় নিয়েছিল তারা। কলকাতা পুলিশের দাবি, এ বছরের গোড়ার দিকে দু'জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে আমহার্স্ট স্ট্রিট থানার পুলিশ। সেই দুই বাংলাদেশি নাগরিককে জেরা করেই প্রথম জানা যায় মুশারফ এবং রুবেলের কথা। তখন তারা কলকাতায় ছিল। এর পরেই ওই দুই সন্দেহভাজন গা ঢাকা দেয়। তখন থেকেই কলকাতা পুলিশ তাদের গতিবিধির খোঁজ চালাচ্ছিল। সম্প্রতি গ্রেটার নয়ডার গৌতম বুদ্ধ নগরে তাদের হদিশ পায় এসটিএফ। তার পরেই যোগাযোগ করা হয় উত্তরপ্রদেশ পুলিশের সঙ্গে। তাঁদের সহায়তায় মঙ্গলবার

মোদী সরকারের আমলে সুইস ব্যাঙ্কে ভারতীয়দের গচ্ছিত অর্থের পরিমাণ ৮০ শতাংশ কমেছে: পীযূষ গয়াল

Image
নয়াদিল্লি: ২০১৬ সালের তুলনায় ২০১৭-তে সুইৎজারল্যান্ডে ভারতীয়দের সম্পত্তির পরিমাণ ৩৪.৫ শতাংশ কমেছে বলে জানালেন পীযূষ গয়াল। এদিন রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে কেন্দ্রীয় অন্তর্বর্তী অর্থমমন্ত্রী আরও জানান, ২০১৪ সালে কেন্দ্রে মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে গত ৩ বছরে সুইস ন্যাশনাল ব্যাঙ্কে ভারতীয়দের গচ্ছিত নগদের হার ৮০ শতাংশ কমেছে। খবরে প্রকাশ, তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় দাবি করেছিলেন, সুইৎজারল্যান্ডের সঙ্গে বিভিন্ন চুক্তির মাধ্যমে ঠিক কত কালো টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছে কেন্দ্রীয় সরকার? এর উত্তরে সুইস ব্যাঙ্কের তথ্য পেশ করেন গয়াল। সুখেন্দুশেখর আরও জানতে চান, ঠিক কখন প্রত্যেক ভারতীয়র অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে পড়বে? এর উত্তরে গয়াল জানান, তৃণমূল সাংসদ এমন তথ্য পেশ করছেন, যা সরকারের কাছেও নেই। এরপরই, বিরোধীরা তুমুল হই-হট্টগোল শুরু করে দিলে চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু দুপুর ২টো পর্যন্ত সভা মুলতুবি করে দেন। সরকারের সাফাই বিরোধীরা খারিজ করে দেয়। তাদের পাল্টা যুক্তি, মোদী সরকারের বদান্যতায় কিছু শিল্পপতি প্রচুর পরিমান কালো টাকা ও বেনামী সম্পত্তি নিয়ে দেশ ছেড়ে পালিয়েছে।

১৫-র ছাত্রকে নিয়ে পালানোয় গ্রেপ্তার শিক্ষিকা

Image
ক্লাস টেনের এক ছাত্রকে নিয়ে পালানোর অভিযোগ উঠল ২৯ বছরের শিক্ষিকার বিরুদ্ধে। তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই শিক্ষিকাকে বিচারবিভাগীত হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।  পুলিশ জানিয়েছে, গত শুক্রবার থেকে নিখোঁজ ওই শিক্ষিকা ও ১৫ বছরের এক ছাত্র। তদন্তকারী অফিসার সুরেন্দ্র কুমারের কথায়, স্কুলের প্রিন্সিপ্যাল বিষয়টি সন্দেহজনক দেখে দুজনের পরিবারকে ডেকে পাঠান। এরপর ছাত্রটির বাবা পুলিশে অভিযোগ দায়ের করলে ওই শিক্ষিকার বিরুদ্ধে খুনের উদ্দেশ্যে অপহরণের মামলা রুজু হয় ফতেহাবাদ পুলিশ স্টেশনে। ছাত্রের বাবার অভিযোগ, ওই শিক্ষিকা চাপ দিয়ে তাঁর ছেলেকে নিয়ে পালিয়েছেন। তদন্তে দেখা গিয়েছে, ছাত্রটির সঙ্গে শিক্ষিকার প্রায়ই ফোনে কথা হত। তাঁরা একে-অপরকে ফোন নম্বর দিয়েছিলেন। সোশ্যাল মিডিয়াতেও সংযুক্ত ছিলেন। ছেলেটিকে নিয়ে পালানোর শিক্ষিকা কথা স্বীকার করে নিয়েছেন বলে জানান ইনস্পেক্টর। তিনি বলেন, 'প্রথমে ছেলেটিকে নিয়ে তিনি হিসার গিয়েছিলেন। এরপর তিনি ওকে নিয়ে দিল্লি চলে যান। তারপর তারা জম্মু ও কাশ্মীরের কাটরার উদ্দেশে রওনা হয়। ছেলেটিকে সবশেষে কাটরায় দেখা গিয়েছে।' তবে ওই শিক্ষিকা ছাত্রটির উপর শারীরিকভাবে জোরাজ

১২ কোটি কর দিয়ে ঝাড়খণ্ডে ধোনিই সেরা!

Image
অর্থবর্ষ ২০১৭-১৮ সালে ব্যক্তিগত করদাতা হিসেবে বিহার এবং ঝাড়খণ্ড মিলিয়ে সব চেয়ে বেশি অঙ্কের কর দিয়েছেন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ২০১৬-১৭ অর্থবর্ষের তুলনায় টাকার অঙ্ক প্রায় ১ কোটি ২৪ লাখ টাকা বেশি। ঝাড়খণ্ডের আয়কর বিভাগের প্রধান কমিশনার ভি মহালিঙ্গম জানিয়েছেন, ২০১৬-১৭ সালে ধোনি আয়কর দিয়েছিলেন ১০ কোটি ৯৩ লাখ টাকা। তবে সে বছর তিনি সর্বোচ্চ করদাতা ছিলেন না। ২০১৭-১৮ সালে করের অঙ্ক গিয়ে দাঁড়িয়েছে ১২ কোটি ১৭ লাখ টাকা। বর্তমানে ধোনি বিসিসিআই-এর 'A' ক্যাটেগরি খেলোয়াড়ের তালিকায় পড়েন। এছাড়াও বিভিন্ন বিজ্ঞাপন এবং ব্যবসা থেকেও আয় রয়েছে তাঁর। ইন্ডিয়ান সুপার লিগে ধোনি একটি ফুটবল ফ্রাঞ্চাইজির মালিক। অন্যদিকে হকি ইন্ডিয়া লিগে রাঁচি রেজ ফ্রাঞ্চাইজির সহ মালিকানা রয়েছে এমএসডি-র। ২০১৭ সালের নিজের একটি অ্যাপারেল ব্র্যান্ড লঞ্চ করেছেন তিনি। সেই সঙ্গে রাঁচিতে একটি পাঁচতারা হোটেল তৈরি করার প্রস্তাব দিয়েছেন ঝাড়খণ্ড সরকারকে।

শিক্ষকের অমানবিক শাস্তিতে হাসপাতালে ১০-এর শিশু

Image
শিক্ষকের শাসনের ঠেলায় হাসপাতালে ভর্তি করতে হল ক্লাস সিক্সের এক ছাত্রীকে। অপরাধ? শিশুটি নাকি ওয়ার্ম-আপ এক্সারসাইজ ঠিকমতো নিয়ম মেনে করেনি। সেই কারণে তাকে স্কুলের মাঠে ৬০ পাক দৌড়নোর শাস্তি দিলেন ফিজিক্যাল এডুকেশনের শিক্ষক।  সেকেন্দ্রাবাদের নাম করা স্কুল সেন্ট ফ্রান্সিস গার্লস উচ্চ বিদ্যালয়ে ঘটেছে এই অমানবিক ঘটনা। ১০ বছরের শিশুটি দৌড়তে দৌড়তে যখন জানায় আর পারছে না, তার শ্বাসকষ্ট হচ্ছে, বুকে ব্যাথা হচ্ছে, তার তোয়াক্কা না-করে শিক্ষক তাকে দিয়ে পুরো ৬০ পাক দৌড় করান বলে অভিযোগ। এই ঘটনা গত ১৯ জুলাই ঘটলেও সোমবার তেলেঙ্গানা অভিভাবক সমিতির সদস্যরা স্কুলের সামনে বিক্ষোভ দেখালে ঘটনাটি প্রকাশ্যে আসে। শিশুটির বাবা জানিয়েছেন, 'PET শিক্ষক রমাকান্ত শাস্তি দিয়ে ৬০ পাক দৌড় করানোর পর আমার মেয়ে অসুস্থ হয়ে পড়ে। ও সারা শরীরে ব্যাথা নিয়ে বাড়ি ফেরে। এরপর ওকে হাসপাতালে নিয়ে যাই।' তিনি জানান, এই ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে। দোষ প্রমাণিত হলে ওই শিক্ষকের বিরুদ্ধে ফৌজদারী মামলা করা হবে বলে আশ্বাস দিয়েছেন স্কুলশিক্ষা দপ্তরের আধিকারিক। তবে স্কুল কর্তৃপক্ষ পর এই অভিযোগ অস

নৌকা নেই, সাঁতরে নদী পেরিয়েও ছেলেকে বাঁচাতে পারলেন না বাবা

Image
বর্ষণমুখর রাতে নদীতে একটাও নৌকা নেই। সাপে কাটা ছেলেকে বাঁচাতে কৃষক বাবা সাঁতরে পেরোলেন নদী। ১০ মিনিটের পথ পেরোতে সময় গড়িয়ে গেল দেড় ঘণ্টা। ভেবেছিলেন ছেলেকে সুস্থ করেই বাড়ি ফিরবেন। কিন্তু হাসপাতালে পৌঁছাতেই ডাক্তাররা জবাব দিয়ে দিলেন। অনেক্ষণ আগেই মৃত্যু হয়েছে শিশুপুত্রের। হাড়ভাঙা পরিশ্রমও তাকে বাঁচাতে পারল না। মর্মান্তিক ঘটনাটি সুরাটের জঙ্গলঘেরা জেলা ডাং-এর দাভদাহাদ গ্রামের। জানা গিয়েছে, সারা বছর যেমনই চলুক না কেন বর্ষার জল পড়লেই ভয়াবহ রূপ নেয় গ্রাম লাগোয়া নদী খাপরি। টানা বর্ষণে নদীর জল এখন বিপদ সীমার উপর থেকে বইছে। ভয়ে বাসিন্দারা এলাকার বাইরে যাওয়ার চেষ্টাই করছেন না। কিন্তু উপায় ছিল না ওই কৃষকের। রবিবার রাতে ছেলে রোহিতকে ঘুমের মধ্যেই বিষধর গোখরো সাপে কামড়ায়। যন্ত্রণায় চিৎকার করে ওঠে বছর আটেকের শিশুপুত্র। তড়িঘড়ি প্রতিবেশীদের ঘুম থেকে ডেকে তোলেন। ১০৮ নম্বরে ফোন করে জরুরি পরিষেবাতেও খবর দেওয়া হয়। কিন্তু গ্রাম লাগোয়া খাপরির ভয়াবহতায় সবাই পিছু হটে। তাইবলে ছেলেকে তো আর ফেলে রাখা যায় না। কোনও উপায় দেখতে না পেয়ে অটোরিকশর টায়ার টিউবেই মরণাপন্ন ছেলেকে শুইয়ে দেন তিনি। তারপর ভয়াল খাপরি সাঁত

ভারতীয়দের কালো টাকা সংক্রান্ত তথ্য প্রকাশ্যে আনতে নারাজ অর্থমন্ত্রক

Image
কালো টাকা নিয়ে দেশে হাজারও কৌতূহল। কালো টাকা রুখতেই নোট বাতিলের মতো পদক্ষেপ। অথচ সেই কালো টাকা সংক্রান্ত রিপোর্ট প্রকাশ্যে আনতেই নারাজ কেন্দ্রীয় অর্থমন্ত্রক। ২০১১'য় ইউপিএ সরকার দিল্লির 'ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক ফিনান্স অ্যান্ড পলিসি'-সহ তিন সংস্থাকে কালো টাকা সংক্রান্ত তথ্য সংগ্রহের কাজ দিয়েছিল। দেশে এবং বিদেশে কত কালো টাকা রয়েছে ভারতীয়দের, সেই তথ্যই সংগৃহীত হয়েছে। তথ্য সম্বলিত রিপোর্ট পেশ করাও হয়েছে অর্থমন্ত্রকের কাছে। প্রাপ্ত মোট তিনটি রিপোর্ট সংসদের স্ট্যান্ডিং কমিটির সামনেও পেশ করা হয়েছে। তথ্যের ভিত্তিতে সরকার পুরো বিষয়টি খতিয়ে দেখছে। অর্থাৎ দেশে ও বিদেশে কত কালো টাকা রয়েছে তা সরকারের কাছে স্পষ্ট। কিন্তু সে তথ্য বাইরে আনতে নারাজ মন্ত্রক। সম্প্রতি সংবাদসংস্থা পিটিআই-এর এক সাংবাদিক তথ্য জানার আইনের আওতায় এই তথ্য জানতে চান। কিন্তু মন্ত্রকের তরফে জানানো হয়, এই রিপোর্ট প্রকাশ্যে আনা যাবে না। তাতে সংসদের স্বাধিকার ভঙ্গ হবে। তাছাড়া কালো টাকা নিয়ে এই মুহূর্তে বিপুল কৌতূহল আছে সাধারণ মানুষের মধ্যে। সেই কারণেও কোনওরকম তথ্য এখনই সামনে আনতে চাইছে না মন্ত্রক।

ভাইরাল হওয়া একটি ভিডিও! ঝাঁসির সেই মাটিই আজ কলাঙ্কিত।

Image
লখনৌ : এই সেই ঝাঁসি  যেখানে এক সময় ব্রিটিশদের দেশ থেকে বিতারিত করতে সর্বাত্মক আন্দোলন শুরু করেছিলেন এক মহিলা। ঝাঁসি রানির সেই বীরত্ব, দেশপ্রেম আজও অনুসরণ করার মতো। কিন্ত ঝাঁসির সেই মাটিই আজ কলাঙ্কিত। সৌজন্যে নেট বিশ্বে ভাইরাল হওয়া একটি ভিডিও। তাতে দেখা যাচ্ছে এক দল যুবকের হাতে লাঞ্ছিত হচ্ছে নাবালিকা। গতকাল বিকেল থেকে ভিডিও ভাইরাল হওয়ার পরই তদন্ত শুরু  করেছে  পুলিশ। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান ঘটনা ঘটেছে 12 জুলাই।       তদন্তে উঠে এসেছে ওই নাবালিকার মা কৃষিকাজ করেন। সেদিন মাকে খাবার পৌঁছে দিতেই  বাড়ি থেকে বের হয় নাবালিকা। রাস্তায় দেখা হয় এক বন্ধুর সঙ্গে।  বেশ কিছুটা রাস্তা দুজনে একসঙ্গে যায়। এরপর থেকেই  শুরু  হচ্ছে ভিডিও। তাতে দেখা যাচ্ছে কয়েকজন যুবক নাবালিকার পথ আটকাচ্ছে। হাত ধরে  টেনে নিয়ে যাওয়ায় চেষ্টাও করে চলেছে। নাবালিকা চিৎকার করছে। রাস্তা থেকে সরে যেতে অনুরোধ করছে।কিন্তু সে কথায় কানই দিচ্ছে না যুবকরা। ভিডিও-র আরেকটি অংশে দেখা যাচ্ছে একটি মাঠে নাবালিকা বসে আছে । তাকে ঘিরে আছে বেশ কয়েকজন। তারা নানা রকম অশালীন কথাও বলছে বলে শোনা যাচ্ছে। পুলিশের অনুমান এলাকারই  কেউ এই ভিডিও তুলেছে।

ট্রেনের লাইভ আপডেট পাবেন এবার হোয়াটসঅ্যাপে, রেলের নতুন পরিষেবা

Image
যাত্রীদের সুবিধার্থে ভারতীয় রেল 'মেক মাই ট্রিপ'-এর হাত ধরল। নতুন সহযোগীর হাত ধরে রেল এবার হোয়াটসঅ্যাপে যে কোনও দূরপাল্লা ট্রেনের লাইভ আপডেট দেবে যাত্রীদের। যাত্রীরা ট্রেনের সময়, বুকিং স্টেটাস, বুকিং বাতিল, কোন প্ল্যাটফর্মে ট্রেন আসছে— সব খবর হাতে-গরম পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপে একটি ছোট্ট মেসেজ করলেই। ফলে এখন আর ১৩৯ নম্বরে ফোন করে হাপিত্যেশ করে বসে থাকতে হবে না। শুনতে হবে না হাজারো ট্রেনের গতিবিধির ঘোষণা বা তার ভিড় থেকে খুঁজে নিতে হবে না নিজের দরকারি ট্রেনের খবর। এই সুবিধা পেতে গেলে যাত্রীদের 7349389104 নম্বরটি আগে ফোনে সেভ করে নিতে হবে। তার পরে যখন কোনও ট্রেনের আপডেট জানতে হবে, তখন হোয়াটসঅ্যাপে ওই নম্বরে ট্রেনের নম্বরটি পাঠালেই হবে।  সঙ্গে সঙ্গে সেই ট্রেনের যাবতীয় তথ্য যাত্রীর হোয়াটসঅ্যাপে চলে আসবে। সার্ভার ব্যস্ত না থাকলে মাত্র ১০ সেকেন্ডের মধ্যে এই বার্তা চলে আসবে রেলের তরফে। তবে হোয়াটসঅ্যাপে খেয়াল রাখতে হবে যে ট্রেনের নম্বরটি ডেলিভারড হয়েছে। অর্থাৎ দু'টি নীল টিক দেখা যাচ্ছে কি না। সাম্প্রতিক সময়ে ভারতীয় রেল নিজেদের ওয়েবসাইটেও অনেক বদল এনেছে যাত্রী পরিষেবায় উন্নতি করার জন্য

গোমাংস খাওয়া ছাড়ুন, বন্ধ হবে গণপিটুনি, অভিনব দাওয়াই আরএসএস নেতার

Image
গোমাংস খাওয়া বাদ দিলেই বন্ধ হবে গণপিটুনি, মন্তব্য ইন্দ্রেশ কুমারের।  সুপ্রিম কোর্ট নতুন আইন আনার কথা বলেছে। গণপিটুনি রুখতে সে সবে আস্থা নেই হরিয়ানার আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের। তিনি বরং নিজের মতো দাওয়াই বাতলেছেন, গোমাংস খাওয়া ছেড়ে দিলেই অলওয়ারের মতো গণপিটুনির ঘটনা আটকানো যাবে। একইসঙ্গে তাঁর মন্তব্য, হিন্দু ধর্মকে সাম্প্রদায়িক বললে সব ধর্মকেই একই তকমা দিতে হবে। স্বঘোষিত গোরক্ষদের গণপিটুনি বন্ধ করতে এবার অভিনব 'দিশা' দেখালেন দিলেন ইন্দ্রেশ কুমার। সোমবার ঝাড়খণ্ডে জাগরণ হিন্দু মঞ্চের সূচনা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, ''গোমাংস খাওয়া ছেড়ে দিন, তাহলেই গণপিটুনি বন্ধ হয়ে যাবে।'' দারিদ্র আর হিংসা রুখতে আরএসএস নেতার জোড়া হিতোপদেশ, ''অবশ্যই গো-রক্ষা করা এবং গোবরকে সিমেন্ট হিসাবে ব্যবহার করা উচিত। তাহলেই অভাব আর গণপিটুনিতে পূর্ণচ্ছেদ পড়বে।'' এরপর ইন্দ্রেশের যুক্তি, যিশু আস্তাবলে জন্মেছিলেন বলে খ্রিষ্টান ধর্মে গরুকে পবিত্র হিসাবে গণ্য করা হয়। মুসলিমদের তীর্থক্ষেত্র মক্কা, মদিনায় গো-হত্যা অপরাধ। তাহলে আমরা কি গো-হত্যা বন্ধ করতে অঙ্গীকার

‘বিরাট কিন্তু মিথ্যা বলছে’, টেস্টের আগেই ‘বাউন্সার’ অ্যান্ডারসনের

Image
কটাক্ষ: ভারত অধিনায়ককে বিঁধলেন ইংল্যান্ড পেসার অ্যান্ডারসন। ১ অগস্ট প্রথম টেস্টের আগেই বাড়ছে উত্তাপ। সরকারি সূচি অনুযায়ী ভারত বনাম ইংল্যান্ড টেস্ট শুরু হওয়ার কথা পয়লা অগস্ট, বার্মিংহামে। কিন্তু তার আগেই বিরাট কোহালির বিরুদ্ধে 'বল' হাতে নেমে পড়লেন জিমি অ্যান্ডারসন। ভারত অধিনায়কের দিকে আঙুল তুলে বলে দিলেন, ''কোহালি তো মিথ্যে কথা বলছে!'' কী এমন কথা বলেছেন কোহালি, যে জন্য এই মন্তব্য করলেন অ্যান্ডারসন? ইংল্যান্ড পেসারের ব্যাখ্যা, ''কোহালি নাকি বলেছে, ইংল্যান্ডের বিরুদ্ধে ও রান পেল কি পেল না, তাতে কিছু যায় আসে না? আমার মনে হচ্ছে, কোহালি মিথ্যে কথা বলছে।'' একটু হেসেই বললেন অ্যান্ডারসন। কিন্তু কেন হঠাৎ কোহালির বিরুদ্ধে এই দোষারোপ? স্বাভাবিক ভাবে যে ব্যাখ্যাটা উঠে আসছে, তা হল, টেস্ট সিরিজ শুরুর আগেই মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু করে দিয়েছেন অ্যান্ডারসন। শেষ বার ইংল্যান্ড সফরে এসে এই অ্যান্ডারসনের বলেই সমস্যায় পড়েছিলেন কোহালি। ২০১৪ সালের ওই সফরে পাঁচ টেস্টে চার বার তাঁকে আউট করেন ইংল্যান্ডের পেসার। এ বারও লড়াইটা আগেভাগেই শুরু করে দিলেন অ্যান্ডারসন। ইংল্যান্

রাজ্যবাসীর জন্য সুখবর! শীঘ্রই কয়েক হাজার কোটি টাকার বিনিয়োগ আসছে রাজ্যে

Image
পশ্চিমবঙ্গে প্রায় ১২ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে মহারত্ন হিসেবে পরিচিত ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। রাজ্যে মূলত তাদের পরিকাঠামোগুলোতে এই টাকা বিনিয়োগ করা হবে পরবর্তী কয়েক বছরে। বেশিরভাগটাই বিনিয়োগ হবে হলদিয়াতে থাকা তাদের রিফাইনারিতে। আইওসির একজিকিউটিভ ডিরেক্টর দীপঙ্কর রায় জানিয়েছেন, কল্যাণী থেকে দুর্গাপুরের মধ্যে গ্যাস পাইপলাইন বসানো ছাড়াও পারাদ্বীপ রিফাইনারি, রাজ্যে থাকা বটলিং প্ল্যান্টের ক্ষমতা বাড়ানো, খড়গপুরে নতুন বটলিং প্ল্যান্ট তৈরির জন্য ৪৩২৫ কোটি টাকা খরচ করা হবে। এছাড়াও বড় বিনিয়োগটি হবে হলদিয়ায়। হলদিয়া রিফাইনারির ক্ষমতা বাড়াতে ৭,৬০০ কোটি টাকা খরচ করা হবে। পশ্চিমবঙ্গ কিংবা পূর্বের রাজ্যগুলিতে কোনও প্রাকৃতি গ্যাস গ্রিড নেই। ফল স্বরূপ পরিবহণ, শিল্প কিংবা গৃহস্থলি, কেউই পর্যাপ্ত গ্রিন ফুয়েল পাচ্ছেন না। ওপরের বিনিয়োগে পরিস্থিতির বদল হবে বলে অনুমান আইওসির। কল্যাণী ও দুর্গাপুরের বটলিং প্ল্যান্টের সংযোগ সম্পূর্ণ হয়ে যাবে সেপ্টেম্বরে। পরবর্তী পর্যায়ে বজবজের বটলিং প্ল্যান্টকেও এই প্রক্রিয়ায় যুক্ত করা হবে। খড়গপুরে নতুন বটলিং প্ল্যান্ট তৈরি করতে পশ্চিমবঙ্গ শিল্প উন

মমতার ছবিযুক্ত পতাকায় পা দিয়ে দাঁড়িয়ে তৃণমূল নেতা! মুহূর্তে ভাইরাল, অভিযোগ দায়ের

Image
তৃণমূলের পতাকায় পা দিয়ে দাঁড়িয়ে রয়েছেন খোদ দলেরই এক পদাধিকারী। একুশে জুলাইয়ের সভায় আসার পথে পুরুলিয়ার ঝালদা স্টেশনে তোলা ছবিতে বিপাকে পড়ছেন ঝালদা ব্লক তৃণমূলের চেয়ারম্যান সমীর মাহাতো। এই ছবিতে দেখা যায় ঝালদা ব্লক চেয়ারম্যান স্বয়ং দাঁড়িয়ে রয়েছেন তৃণমূলের পতাকার উপর। মুহূর্তেই এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। একুশে জুলাই কলকাতার ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় আসার জন্য ঝালদা ব্লকের টিম নিয়ে বেরিয়েছিলেন সমীর মাহাতো। ঝালদা স্টেশনে তাঁরা ট্রেনে ওঠার আগে ছবি তোলেন। সেই ছবিতে দেখা যায় সমীর মাহাতো তৃণমূলের দলীয় পতাকার উপর পা দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হয়ে যাওয়ার পরই সমীর মাহাতো ঝালদা থানায় এফআইআর দায়ের করেন। এদিকে সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হয়ে যাওয়ার পরই দলীয় কর্মীরা কটূক্তি শুরু করেন। বিরোধীরা এই ছবি দিয়ে কটাক্ষ করতে থাকেন। তৃণমূল কর্মীরা দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কাছে মায়ের সমান। তৃণমূল কংগ্রেস আমাদের কাছে মন্দির। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আর লোগো সম্বলিত এই পতাকার উপর পা দিয়ে দাঁড়িয়ে ওই নেতা গর্হিত অপরাধ করেছেন। তাঁর যথাযোগ্য শাস্তি দিতে হবে।

যে মহিলাদের পায়ের মাঝখানের আঙুল বড়ো তাদের কি কি গুন থাকে জানলে অবাক হবেন

Image
হাতের রেখা দেখে তো জ্যোতিষরা বিচার করেন। কিন্তু দেখবেন অনেক জ্যোতিষই পা দেখতে চান। আসলে খুব বেশি বিচার না করে পায়ের আঙুলের মাপ দেখেই বোঝা যায় একটা মানুষের চরিত্র এবং সুখ ভোগ করার কপাল। এই কারণেই তো অনেকেই বিয়ের কনে দেখতে গিয়ে পায়ের পাতা ভালো করে দেখেন। বুড়ো আঙুল যদি পায়ের বুড়ো আঙুল অন্য আঙুলের থেকে তুলনায় বড় হয়, তবে তিনি ভাগ্যবান। তিনি সৃষ্টিশীল, বুদ্ধিমান ও গভীরভাবে চিন্তাভাবনা করতে পারেন। কোনও সমস্যাকে নানাদিক থেকে বিচার করে সমাধানকের পথ খুঁজতে পারেন। আর বুড়ো আঙুল যদি একটু ছোট হয়, তা হলে তিনি অনেক কাজে পারদর্শী হন। দ্বিতীয় আঙুল বুড়ো আঙুলের পরের আঙুলটি বুঝিয়ে দেয়, একজন মানুষ জীবন থেকে কী চাইছেন। সেটি বাকি সবগুলো আঙুলের থেকে বড় হলে বুঝতে হবে, তিনি জীবনে যা চান তা পেয়েছেন বা পাবেন। এই ধরনের মানুষের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে। দ্বিতীয় আঙুলের সঙ্গে তৃতীয় আঙুলের মধ্যে দুরত্ব বেশি হলে বুঝতে হবে তিনি খুবই আবেগপ্রবণ। তৃতীয় আঙুল তৃতীয় আঙুলটি যাদের সবচেয়ে বড়, তাদের কর্মক্ষমতা খুব বেশি। যে কোনও কাজে উৎসাহের খামতি নেই। সব সময়ে নিখুঁত কাজ করা এদের পছন্দের। আঙুলটি

১৩ জন স্ত্রীকে একসাথে প্রেগন্যান্ট বানিয়ে বিশ্বরেকর্ড করলেন স্বামী

Image
রাজা-মহারাজাদের অনেকজন রানী থাকতেন – এটা একটা স্বাভাবিক ব্যাপার যা সকলেরই জানা। কিন্তু বর্তমানে কোনো পুরুষের ১৩ জন স্ত্রী থাকতে পারেন, এটা কিন্তু বেশ অস্বাভাবিক। তার ওপর আবার সেই ১৩ জন স্ত্রীকে একই সাথে গর্ভবতী করার ঘটনা তো সত্যিই বিরল। তবে ঘটনাটি সম্পূর্ণ সত্যি। ডেলি মেলে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায় যে ওই ব্যক্তি একসঙ্গে ১৩ জন স্ত্রীকে গর্ভবতী বানিয়ে ১৩ জন সন্তানের বাবা হতে চলেছেন। ঘটনাটি আবার বিশ্ব রেকর্ডের খাতায় স্থানও পেয়েছে।কোনো অলৌকিক জল্পনা নয়, বাস্তবেই ১৩ জন স্ত্রীকে অন্তঃসত্ত্বা বানিয়ে এমনিও অদ্ভুত কান্ড ঘটালেন ওই ব্যক্তি। আরও অবাক করার ব্যাপারটি হলো ১৩ জন স্ত্রীই তাদের একমাত্র স্বামীকে নিয়ে বেশ গর্বিত। স্বামীকে খুবই ভালোবাসেন তারা। তার ওপর সন্তান সম্ভব হয়ে আরও খুশিতে মেতে উঠেছেন সকলেই। প্রিয় স্বামীকে নয় ক্যামেরার সামনে সকলেই মিলে পোজ দিচ্ছেন। সত্যি বাস্তবে এরকম ঘটনা ভাবাই যায়না।

অনলাইন শপিংয়ে নয়া ফাঁদ, গায়েব হচ্ছে লক্ষাধিক টাকা

Image
লটারি জেতার প্রলোভন দেখিয়ে তাঁদের থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করতে পারে প্রতারকেরা! সম্প্রতি লটারির প্রলোভনে পা দিয়ে প্রতারিত হয়েছেন দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা সুস্মিতা সিংহ। অনলাইন শপিংয়ের ক্রেতারা সাবধান! তাঁদের জন্য নতুন ফাঁদ! লটারি জেতার প্রলোভন দেখিয়ে তাঁদের থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করতে পারে প্রতারকেরা! সম্প্রতি লটারির প্রলোভনে পা দিয়ে প্রতারিত হয়েছেন দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা সুস্মিতা সিংহ। তাঁর কাছ থেকে তিন লক্ষ ৬১ হাজার টাকা নিয়েছিল একটি প্রতারণা চক্র। লালবাজারের গোয়েন্দারা অবশ্য এক লক্ষ ৮০ হাজার টাকা উদ্ধার করে দিয়েছেন। ধরা পড়েছে প্রতারণা চক্রের মূল পাণ্ডা। তবে তার সহযোগীরা ধরা পড়েনি। পুলিশ জানিয়েছে, সুস্মিতা অনলাইনে একটি ই-বিপণন সংস্থার মাধ্যমে সেলাই মেশিন কিনেছিলেন। দু'দিনের মাথায় তাঁর কাছে একটি ফোন আসে। ওই ফোনে দাবি করা হয়, যে ই-বিপণন সংস্থা থেকে সুস্মিতা মেশিন কিনেছিলেন, সেখান থেকে ফোন করা হচ্ছে। যে ব্যক্তি ফোন করেছিল সে জানায়, ওই কেনাকাটার জন্য লাকি ড্র'য়ে সুস্মিতা সাড়ে ৯ লক্ষ টাকা জিতেছেন। কবে মেশিন কিনেছেন, কত টাকায় কিনেছেন, কোন ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে

বাহাত্তুরে বুড়োর লালসার শিকার নার্সারির পড়ুয়া

Image
দিনেদুপুরে পাড়ার দোকান থেকে বিস্কুট কিনতে গিয়ে দাদুর বয়সি এক ব্যক্তির লালসার শিকার হল চার বছরের এক শিশুকন্যা। অভিযুক্তের দোকানে বিস্কুট কিনতে গিয়েছিল নার্সারি পড়ুয়া ওই মেয়েটি। বিহারের মতিহারির এই ঘটনায় সত্তরঊর্ধ্ব ওই ব্যক্তিকে সোমবার গ্রেপ্তার করেছে পুলিশ।  পুলিশ জানায়, স্কুল থেকে ফিরে, বাড়ির কাছেই পরিচিত ওই দোকানে বাচ্চাটি বিস্কুট কিনতে গিয়েছিল। সেসময় দোকানি তাকে ধর্ষণ করে। মেয়ে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরলে, জামায় রক্তের দাগ দেখে মায়ের সন্দেহ হয়। সঙ্গে সঙ্গে থানায় গিয়ে ওই দোকানির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। শিশুটিকে মতিহরি সদর হাসপাতালে নিয়ে গেলে, ডাক্তাররা নিশ্চিত করেন, তাকে রেপ করা হয়েছে।  এরপরই ধর্ষণের অভিযোগে ওই দোকানিকে গ্রেপ্তার করে পুলিশ। 

ফের ধূপগুড়ি, ছেলেধরা গুজবে প্রকাশ্যে নগ্ন করে মার ৪ মহিলাকে

Image
ছেলেধরার গুজবে সোমবার উত্তরবঙ্গের জলপাইগুড়িতে ৪ মহিলাকে বেধড়ক মারল স্থানীয় লোকজন। এর মধ্যে দুই মহিলাকে আবার বিবস্ত্রও করে অভিযুক্তরা। আক্রান্তদের উদ্ধারে পুলিশ তত্‍‌পরতা না-দেখালে, তাঁদেরও মর্মান্তিক পরিণতি হতে পারত।  ধূপগুড়ি থানার আইসি সঞ্জয় দত্ত জানিয়েছেন, উন্মত্ত জনতার হাত থেকে ৪ মহিলাকে উদ্ধার করা হয়েছে। তবে, সোমবার রাত পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। দেশের সর্বত্রই এখন ছেলেধরার গুজব। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া গুজবের জেরে এরমধ্যেই একাধিক গণপিটুনিতে মৃত্যুর ঘটনা ঘটেছে। গুজবের বাড়বাড়তে উদ্বিগ্ন কেন্দ্র এ ধরনের ঘটনায় রাশ টানতে উচ্চপর্যায়ের কমিটি গড়ার সিদ্ধান্ত নেয়। এই ঘটনারই সাম্প্রতিকতম সংযোজন জলপাইগুড়ির ধূপগুড়ি। পুলিশ সূত্রে খবর, আক্রান্তদের মধ্যে তিন মহিলারাই বাড়ি ধূপগুড়িতে। এর মধ্যে দুই মহিলা থাকেন শহরের হাসপাতাল পাড়ায়। একজনের বাড়ি স্টেশন মোড়ে। চতুর্থ জনের বাড়ি শিলিগুড়ির কোর্ট মোড়ে। ধূপগুড়ি শহর থেকে ৫ কিলোমিটার ভিতরে দাউকিমারি গ্রামে তাঁরা গিয়েছিলেন যে যাঁর ব্যক্তিগত কাজে।  পুলিশ খোঁজ নিয়ে জানতে পারেন, ওই গ্রামে এক মাইক্রো ফিন্যান্স কোম্পানির অফিসে গিয়েছিলে

ধর্ষণে অভিযুক্ত বন্ধু, ক্রিকেট থেকে নির্বাসিত শ্রীলঙ্কান ব্যাটসম্যান

Image
বন্ধুর পাশে থাকতে গিয়েই নিজেই নিজের বিপদ ডেকে আনলেন। ভাবতেও পারেননি, মুহূর্তের সুখের জন্য কেরিয়ারে কালো দাগ লেগে যাবে। কিন্তু সেটাই হল। মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল শ্রীলঙ্কান টেস্ট দলের এক ক্রিকেটারের বন্ধুর বিরুদ্ধে। আর সেই বন্ধুকে হোটেলে আমন্ত্রণ জানানোর অপরাধে শাস্তি পেলেন ক্রিকেটার। শাস্তিস্বরূপ সোমবার বোর্ডের তরফে নির্বাসিত করা হল শ্রীলঙ্কান ব্যাটসম্যান ধনুষ্কা গুণথিলকাকে। নির্যাতিতা নরওয়ের বাসিন্দা। তাঁর অভিযোগ, রবিবার সকালের দিকে ধনুষ্কা এবং তাঁর বন্ধু দুই নরওয়ের মহিলাকে নিয়ে কলম্বোর একটি হোটেলের ঘরে গিয়েছিলেন। তাঁদের মধ্যেই এক মহিলা অভিযোগ করেন, ধনুষ্কার বন্ধু তাঁকে ধর্ষণ করেছেন। ব্যক্তির নাম প্রকাশ্যে আনা হয়নি। জানা গিয়েছে, শ্রীলঙ্কার নাগরিক হলেও তাঁর কাছে ব্রিটেনের পাসপোর্ট রয়েছে। নরওয়ের এক পর্যটক মহিলার হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে ওই ব্যক্তিকে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে নেমেছে পুলিশ। তবে অভিযোগকারী এও সাফ করে দেন, যে এ ঘটনায় ধনুষ্কার বিরুদ্ধে তাঁদের কোনও অভিযোগ নেই। তা সত্ত্বেও সে দেশের ক্রিকেট বোর্ডের শাস্তির মুখে পড়তে হয়েছে তাঁকে। র

এবার সূর্যকে ছোঁয়ার ইচ্ছে, আগামী মাসেই যাত্রা শুরু নাসার বিশেষ মহাকাশযানের

Image
চন্দ্রের পর এবার সূর্য। নজিরবিহীন অভিযানের পথে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা। মহাকাশ বিজ্ঞানে নয়া দিশা দেখিয়ে সূর্যের উদ্দেশে উড়ান ভরতে চলেছে 'পার্কার সোলার প্রোব' মহাকাশযান। জানা গিয়েছে, আগামী আগস্ট মাসেই সূর্যের উদ্দেশে পাড়ি দেবে পার্কার সোলার প্রোব। সূর্যের বহির্বলয় ছুঁয়ে উড়ে যাবে মহাকাশযানটি। ইতিহাসে এই অভিযান নজিরবিহীন। এর আগে সূর্যের এত পাশ দিয়ে কোনও যান যায়নি। 'ইউনাইটেড লঞ্চ এলায়েন্স'-এর 'ডেল্টা-৪ হেভি' রকেটে পাড়ি দেবে মহাকাশযানটি। মার্কিন বায়ুসেনার সহায়তায় ফ্লোরিডা থেকে প্রথমবার মহাকাশে পাড়ি দেবে এই রোবটিক যানটি। আকারে একটি গাড়ির সমান যানটিতে রয়েছে অত্যাধুনিক যন্ত্রপাতি। সূর্যের অন্দরে চলা জটিল প্রক্রিয়া ও বিকিরণ সংক্রান্ত তথ্য সংগ্রহ করবে 'পার্কার সোলার প্রোব'। সেই তথ্য বিশ্লেষণ করে অনেক জটিল প্রশ্নের উত্তর পাওয়া যাবে বলেই মনে করছেন মহাকাশ বিজ্ঞানীরা। নাসার 'স্পেস ফ্লাইট সেন্টার'-এর বিজ্ঞানী অ্যালেক্স ইয়ং বলেন, "কয়েক দশক ধরেই সূর্য নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছি আমরা। খালি চোখে সূর্যকে যতটা স্থিতিশীল মনে হয়, তারাটি আদৌ তা নয়। তার

ছাত্রী ও তার মা-কে ধর্ষণের অভিযোগ! গ্রেফতার 'প্রভাবশালী' শিক্ষক

Image
প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রী ও তার মা-কে ধর্ষণের অভিযোগ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোপালনগরের বৈরামপুর এলাকায়। অভিযুক্ত প্রাথমিক শিক্ষক সাবির আলি মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে। তাঁকে পুলিশ হেফাজতে পাঠিয়েছেন বিচারক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত সাবির আলি মণ্ডল বৈরামপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং যথেষ্ট প্রভাবশালী। বেশ বছর খানেক আগে তিনি অভিযোগকারীর মেয়েকে পড়াতে শুরু করেন। অভিযোগ, পড়ানো নাম করে, একদিন বাড়িতে কারও না থাকার সুযোগে ছাত্রীর মা-কে ধর্ষণ করেন। সেই ঘটনার ভিডিও করে রাখেন। ঘটনার কথা কাউকে না বলতে চাপ দেন। অভিযুক্তের সামাজিক প্রভাবের কথা ভেবে বিষয়টি নিয়ে আর উচ্চবাচ্চ করেননি অভিযোগকারী। কিন্তু দিন কয়েক আগে অভিযুক্ত শিক্ষক অভিযোগকারীর কিশোরী কন্যাকেও ধর্ষণ করে বলে অভিযোগ। বিষয়টি আর চেপে না থেকে স্থানীয় মানুষকে জানান। যদিও অভিযোগ প্রভাবশালী হওয়ার কারণে বিষয়টি টাকা দিয়ে মিটিয়ে নেওয়ার চাপ আসতে থাকে অভিযোগকারীর ওপর। প্রতিবেশীদের সহায়তার অভিযোগকারী বনগাঁ আদালতের দ্বারস্থ হন। আদালতের নির্দেশে পুলিশ

বৃহষ্পতির ১২ টি নতুন উপগ্রহ আবিষ্কার করলেন বিজ্ঞানীরা

Image
বৃহষ্পতির ১২ টি নতুন উপগ্রহের সন্ধান পেলেন মহাকাশ বিজ্ঞানীরা। এর মধ্যে একটি অদ্ভুত উপগ্রহের সন্ধান পাওয়া গিয়েছে। এই ১২ টি উপগ্রহের ১১ টি বৃহষ্পতির চারপাশে নির্দিষ্ট অভিমুখে বৃত্তাকারে ঘুরছে। কিন্তু ঐ একটি উপগ্রহ এর ব্যতিক্রম। "হাইওয়ে তে অন্য দিকে মুখ করে গাড়ি চালানোর মতো কাজ করছে এই উপগ্রহ" বলে জানিয়েছেন মহাকাশ বিজ্ঞানী স্কট শেপার্ড। নেপচুনের পিছনে আরও একটি গ্রহ খুঁজতে বসে এই উপগ্রহগুলি খুঁজে পেয়েছে স্কট ও তার সহকর্মীরা। এর ফলে মহাকাশের যে চত্তরে সেই গ্রহ খুঁজতে গিয়েছিলেন সেই অঞ্চলেই দেখা যাচ্ছিল বৃহষ্পতিকে। এর ফলেই "আক ঢিলে দুই পাখি মারা গেল" বলে মন্তব্য করেছেন শেপার্ড। বিজ্ঞানীরা দেখতে পেয়েছেন এক ডজন বস্তু সূর্য ও বৃহষ্পতির চারপাশে ঘুরছে। আরও ভালো করে পর্যবেক্ষণের পরে বিজ্ঞানীরে জানিয়েছেন এর মধ্যে দুটি উপগ্রহ বৃহষ্পতি যে দিকে ঘোরে সেই অভিমুখে পাক খাচ্ছে। আর বাইরের ৯ টি উপগ্রহ তার বিপরীত অভিমুখে পাক খাচ্ছে। আর একটি অদ্ভুত ভাবে এদের বিরুদ্ধে ঘুরে বেড়াচ্ছে। ২০১৭ সালে প্রথম দুটি উপগ্রহ খুঁজে পাওয়ার কথা জানিয়েছিলেন বিজ্ঞানীরা। গত ১৬ জুলাই বাকি উপগ্রহের কথা জানিয়েছেন তা

'ছেলেধরা'- এই আতঙ্কে মরছে বাংলাও, এবার জলপাইগুড়িতে ৪ মহিলাকে বিবস্ত্র করে গণপিটুনি

Image
ছেলেধরা আতঙ্কে বাংলাও। দেশের অন্যান্য অংশের সঙ্গে বাংলার বিভিন্ন প্রান্ত থেকেও গণপিটুনির খবর আসছে। গুজবের মাত্রা এতটাই চড়েছে কোনও বাছ-বিচার চলছে না। সন্দেহ হলেই প্রথমেই বেমাক্কা মারধর। পুরুষ হোক বা মহিলা- কারোর ছাড় নেই এই মারের হাত থেকে।  সোমবারও ছেলেধরা সন্দেহে জলপাইগুড়িতে এক গণপিটুনির ঘটনা ঘটল। ৪ মহিলাকে বিবস্ত্র করে পেটাল জনসাধারণ। জলপাইগুড়ির ধূপগুড়ির ডাউকিমারির এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, ধূপগুড়ির ডাউকিমারিতে মোট দুটি গণপিটুনির ঘটনা ঘটে। এই দুই ঘটনাতেই মোট চার মহিলা গণরোষের শিকার হন। ডাউকিমারি বাজার এলাকায় দুই মহিলাকে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। আটক করে চলে জেরা। ঠিকমত উত্তর দিতে না পারায় উত্তেজিত জনতা মারধর শুরু করে। মারধরের মাত্রা এতটাই চরমে ওঠে যে দুই মহিলার পরনের কাপড় খুলে নেওয়া হয়। এতেও ক্ষান্ত হয়নি জনতা। উন্মত্ত পাগলের মতো মারধর করতে শুরু করে। ধূপগুড়িতে দ্বিতীয় ঘটনাটি ঘটে ডাউকিমারিতে। সেখানেও দুই মহিলাকে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা আটক করে। এরপর তাদের স্থানীয় ক্লাবে বন্দি বানিয়ে চলে শারীরিক নিগ্রহ। এখানেও দুই মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভি

ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, মায়ের বকুনিতে আত্মঘাতী ষোলো বছরের মেয়ে!

Image
পড়শোনার জন্য প্রায়শই মায়ের বকুনি শুনতো নবম জুলপিয়া  আন্ধার মানিক  হাইস্কুলের  নবম শ্রেণির ছাত্রী মৌমিতা (ডাক নাম পূজা)। সোমবার সকালে মেয়ে ঘুম থেকে উঠতে দেরি করায়ও একচোট বকেছেন মা বিশাখা সরদার। এরপর মেয়েকে ঘুম থেকে তুলে কাজে বেরিয়ে যান তিনি। বাড়িতে ছিলেন না তাঁর স্বামী বাপি সরদারও। এই ফাঁকে যা ঘটানোর, তা ঘটিয়ে দিয়েছে বছর ষোলোর মেয়ে। ওরণায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় কিশোরী। বাড়ি ফিরে যে মৌমিতাকে আর জীবিত অবস্থায় দেখবেন না, তা কল্পনাও করেননি ওর মা। কাজ থেকে বাড়ি ফিরে দরজা খুলেই মেয়ের ঝুলন্ত দেহ দেখেন বিশাখা সরদার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিষ্ণুপুর থানার পুলিস। তাঁরা মৃতদেহটি উদ্ধার করে নিকটস্থ আমতলা গ্রামীন হাসপাতালে নিয়ে যায় । ময়নাতদন্তের পর কিশোরীর পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে। 

উদ্ধার ৩০ লক্ষের রুপো ও ট্যাবলেট

Image
বমাল: উদ্ধার হওয়া রুপো। সোমবার। বিমানবন্দরে সোনা পাচার করতে গিয়ে ধরা পড়ার ঘটনা নতুন কিছু নয়। কিন্তু এ বার রুপো পাচার করতে গিয়ে ধরা পড়েছেন এক যাত্রী। সোনা যেমন পাচার হচ্ছে ব্যাঙ্কক থেকে, ওই রুপোও পাচার হচ্ছিল ব্যাঙ্কক থেকেই। ওই যাত্রীর কাছ থেকে বলবর্ধক স্টেরয়েড ট্যাবলেটও পাওয়া গিয়েছে। কলকাতা বিমানবন্দরের শুল্ক দফতর সূত্রের খবর, ধৃত যুবক এ শহরেরই বাসিন্দা। রবিবার গভীর রাতের উড়ানে ব্যাঙ্কক থেকে কলকাতায় এসে নামেন তিনি। সঙ্গে ছিল একটি হাত ব্যাগ এবং একটি ট্রলি ব্যাগ। সেই ব্যাগ দু'টি নিয়ে তিনি শুল্ক এলাকা দিয়ে বিমানবন্দরের বাইরে বেরিয়ে যাচ্ছিলেন। কিন্তু তাঁকে দেখে সন্দেহ হয় অফিসারদের। আটক করে তল্লাশি শুরু করতেই তাঁর দু'টি ব্যাগ থেকে পাওয়া যায় প্রচুর পরিমাণ রুপোর আংটি। ওজন করে দেখা যায়, সেখানে ৭ কেজি ২৭০ গ্রামেরও বেশি রুপো রয়েছে। তা ছাড়াও তাঁর কাছ থেকে পাওয়া গিয়েছে ছোট ছোট ট্যাবলেট ভরা শিশি। শুল্ক অফিসারেরা জানিয়েছেন, শিশির গায়ে ইংরেজিতে 'ডি-বোল' লেখা। সব মিলিয়ে ১২৮০টি প্লাস্টিকের শিশির ভিতরে প্রচুর পরিমাণ ছোট ছোট ট্যাবলেট মিলেছে। শুল্ক অফিসারেরা জানিয়েছেন, সেগুলি স্টেরয়েড

ল্যাম্পপোস্ট বিজ্ঞাপনে পুর আয় এক কোটি

Image
গত এক বছরে ল্যাম্পপোস্ট-কিয়স্কে বিজ্ঞাপন বাবদ কলকাতা পুরসভার আয় হয়েছে প্রায় এক কোটি টাকা। সেই কারণে এই পথে আয় বাড়াতে এ বার শহরের ল্যাম্পপোস্ট-কিয়স্কে বিজ্ঞাপন দেওয়ার জন্য বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তি নবীকরণের সিদ্ধান্ত নিলেন কলকাতা পুরসভা কর্তৃপক্ষ। ইতিমধ্যেই পুর প্রশাসনের বৈঠকে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। প্রসঙ্গত, শহরের ল্যাম্পপোস্ট-কিয়স্ক থেকে বিজ্ঞাপন বাবদ আয় বাড়ানোর জন্য পুরসভার তরফে গত বছরই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ঠিক হয়েছিল, সেগুলিতে বিজ্ঞাপন দেওয়ার জন্য বেসরকারি সংস্থাকে সুযোগ দেওয়া হবে। কারণ, আলাদা আলাদা ভাবে বিভিন্ন সংস্থাকে ল্যাম্পপোস্টগুলিতে বিজ্ঞাপন দিতে দেওয়ার অনুমতি দিলে দেখা যাচ্ছিল, তা থেকে পুরসভার আয় তেমন হচ্ছে না। কারণ, কোন সংস্থা কখন, কোন এলাকায় বিজ্ঞাপন দিচ্ছে, তার উপরে সারা ক্ষণ নজরদারি চালানো সম্ভব হচ্ছিল না। সেই কারণেই এলাকা ভাগ করে শহরের ল্যাম্পপোস্ট-কিয়স্কগুলির দায়িত্ব দেওয়া হয়েছিল মোট সাতটি বেসরকারি সংস্থাকে। তার পরেই দেখা গিয়েছে, ল্যাম্পপোস্ট থেকে পুরসভার আয় এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে। পুরসভার নিজস্ব রিপোর্টই বলছে, গত অগস্ট মাসে যেখানে

গরিব মালিককে ধনকুবের বানিয়ে দিল এই পোষা কুকুর

Image
বছর চারেক আগে মুক্তি পাওয়া 'এন্টারটেনমেন্ট' ছবির কথা মনে আছে? কোটিপতি মালিক তাঁর সমস্ত সম্পত্তি লিখে দিয়েছিলেন আদরের পোষ্য 'এন্টারটেনমেন্ট'কে। ঠিক যেন তার বিপরীত ঘটনা এ বার চিনে। একটি সারমেয়র দৌলতে ধনকুবের হয়ে গিয়েছেন তার মালিক। বেজিংয়ের কাছে এক পরিত্যক্ত বাড়ি। আশপাশে কেউ ঘেঁষতও না এত দিন। সেখানেই এখন বিশাল ম্যানসন। মে মাস থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে প্রাসাদটি। দু' একর জমিতে রয়েছে অতিথিশালা, রয়েছে স্পা, ইন্ডোর পুল, ট্রাম্পোলিন। রয়েছে পার্টি রুম। চকবোর্ড ওয়ালও রয়েছে আঁকিবুকির জন্য। আর রয়েছে সাইলারের দুটো মূর্তি। সাইলার কে জানতে ইচ্ছে করছে নিশ্চয়ই! পাঁচ লক্ষ ডলারের বাড়িতে যে থাকে, সে নিশ্চয়ই বিশেষ কেউ। সাইলার আসলে সেই কুকুর। চিনে যাকে বলা হচ্ছে 'কালচারাল অবসেশন'। ''ওর জন্যই আমার সব কিছু। ও আসার আগে আমার কিছুই ছিল না''— বললেন সাইলারের মালিক বছর একত্রিশের ঝৌ তিয়াংশিয়াও। বেজিং শহরের চারপাশে কান পাতলেই সাইলারের নাম শোনা যাচ্ছে। সে যে 'সেলেব্রিটি অ্যানিম্যাল।' আদরের পোষ্যর সঙ্গে খেলায় মত্ত ঝৌ। সাইলার আর ঝৌ-এর গল্পটা কিন্তু

‘নয়া’ পাকিস্তান তৈরি হবে মুশারফ কাঠগড়ায় দাঁড়ালে

Image
মেহর তারর। প্রাক-নির্বাচনী রিগিংয়ের অভিযোগ, বিচারবিভাগের সঙ্গে সরকারি প্রতিষ্ঠানের অশুভ আঁতাঁতের অভিযোগ, দুর্নীতিতে অভিযুক্ত তিন বারের প্রধানমন্ত্রী নওয়াজ় শরিফের জেল এবং একাধিক বড় মাপের জঙ্গি হামলা— এগুলোই এ বার পাকিস্তান ভোটের খণ্ডচিত্র। প্রাক-নির্বাচনের অভিযোগ এ দেশে আগেও শোনা গিয়েছে। নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও নতুন নয়। নতুন হল, দল নির্বিশেষেই একই অভিযোগ উঠছে। শাহবাজ় শরিফের নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ় (পিএমএল-এন) এবং বেনজ়ির ভুট্টোর ছেলে বিলাবল ভুট্টো জ়ারদারির নেতৃত্বাধীন পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি), দু'দলেরই এক সুর। তাদের সঙ্গে গলা মিলিয়েছে ছোট-মেজ নানা দল। ব্যতিক্রম শুধু ইমরান খানের পাকিস্তান তেহরিক-এ-ইনসাফ! এ বার পিএমএল-এন এবং পিপিপি যা বলছে, এর আগের নির্বাচনে, অর্থাৎ ২০১৩ সালে, ঠিক একই কথা বলেছিলেন ইমরান খান। জনমত সমীক্ষা বলছে, শাহবাজ় ও বিলাবলদের অবস্থা এ বার বেশ করুণ। এবং যখন যে দল রাজনৈতিক গুরুত্ব হারায়, তারাই অন্য দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনে। আগে এই অভিযোগ আনতেন ইমরান স্বয়ং। কিন্তু এ বার ছবিটা পাল্টেছে। তাঁর জমি অনেক শক্ত। অনেকেই ভবিষ্যদ

এ বার স্নাতক স্তরেই চালু হয়ে যাবে বিএড

Image
শিক্ষকতাকে যাঁরা পেশা করতে চান, তাঁদের জন্য আগামী বছর থেকে চার বছরের একটি স্নাতক পাঠ্যক্রম চালু করতে চলেছে কেন্দ্র। উচ্চ মাধ্যমিকের পরে ছাত্র-ছাত্রীরা চাইলে কলা, বাণিজ্য বা বিজ্ঞান শাখার যে কোনও একটি শাখায় শিক্ষকতাকে (বিএড) বিষয় হিসেবে বেছে নিয়ে স্নাতক পাঠ্যক্রম পড়তে পারবেন। ওই পাঠ্যক্রম শেষ হলে সংশ্লিষ্ট শাখায় শিক্ষকতা করার জন্য যোগ্যতাসম্পন্ন হবেন তাঁরা। আগামী দিনে শিক্ষকতা ক্ষেত্রে বিশেষ ক্যাডার গঠনের লক্ষ্যেই ওই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। শিক্ষক প্রশিক্ষণের ক্ষেত্রে দীর্ঘ দিন ধরেই সংস্কারের দাবি ছিল। আজ লোকসভায় 'ন্যাশনাল কাউন্সিল অব টিচার্স এডুকেশন (সংশোধনী) বিল, ২০১৭' নিয়ে আলোচনার জবাব জবাব দিতে গিয়ে শিক্ষক প্রশিক্ষণের জন্য নতুন পাঠ্যক্রম চালু করার সিদ্ধান্ত জানান কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভড়েকর। তিনি বলেন, ''কলা, বাণিজ্য ও বিজ্ঞান শাখার কথা মাথায় রেখে প্রতিটি শাখার জন্য আলাদা করে বিএড পাঠ্যসূচি চালু করা হচ্ছে। যাতে উচ্চ মাধ্যমিক পাশ করার পরেই ছাত্র-ছাত্রীরা নিজেদের পছন্দমতো শাখায় বিএড করতে পারেন। চার বছরের ওই স্নাতক পাঠ্যক্রম আগামী বছর থেকে শুরু

অনশনে ইতি মেডিক্যাল কলেজে, সমাধানের রাস্তা মিলল ১৪ দিনে

Image
ইচ্ছাপূরণ: দাবি আদায়ের পরে মেডিক্যাল কলেজ চত্বরে পড়ুয়াদের উল্লাস। সোমবার। মেডিক্যাল কলেজ প্রশাসন মচকাল, কিন্তু ভাঙল না! পড়ুয়াদের অনশনের ১৪তম দিনে হস্টেল জট নিয়ে সিদ্ধান্তে পৌঁছে অবশেষে কলেজ কর্তৃপক্ষ জানালেন, পুরনো হস্টেল সংস্কার না হওয়া পর্যন্ত পড়ুয়াদের নতুন হস্টেলে থাকতে দেওয়া হবে। এই সিদ্ধান্তকে 'নৈতিক জয়' বলে দাবি করে অনশন তুলে নিয়েছেন আন্দোলনকারীরা। সোমবার সকালে কলেজ কাউন্সিলের বৈঠকে এই সমাধানসূত্র বেরোয়। ভারপ্রাপ্ত অধ্যক্ষ অশোক ভদ্র অনশনকারীদের জল খাওয়ান। কিন্তু এমন একটি সহজ সমাধানে পৌঁছতে কেন এত দিন লাগল, সেই প্রশ্ন উঠেছে। কর্তৃপক্ষের তরফে কোনও জবাব মেলেনি। তবে এ দিনই স্বাস্থ্য প্রশাসনে বড় রদবদল হয়েছে। সরেছেন স্বাস্থ্যসচিব অনিল বর্মা ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্য। অন্য দিকে, সমাধানসূত্র বেরনোর সঙ্গে সঙ্গে এসএসকেএম থেকে ছুটি পেলেন অনশন চলাকালীন অসুস্থ হয়ে পড়া মেডিক্যাল কলেজের অধ্যক্ষ উচ্ছল ভদ্র। তিনি মেডিক্যালেই কাজে যোগ দেবেন বলে খবর। সমাধানসূত্র • ২০১৫-১৬, ২০১৬-১৭, ২০১৭-১৮ শিক্ষাবর্ষের হস্টেল আবেদনকারীদের স্বচ্ছ হস্টেল কাউন্সেলিং করে সাময়িক ব্যবস্থ