রাজ্যবাসীর জন্য সুখবর! শীঘ্রই কয়েক হাজার কোটি টাকার বিনিয়োগ আসছে রাজ্যে


পশ্চিমবঙ্গে প্রায় ১২ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে মহারত্ন হিসেবে পরিচিত ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। রাজ্যে মূলত তাদের পরিকাঠামোগুলোতে এই টাকা বিনিয়োগ করা হবে পরবর্তী কয়েক বছরে। বেশিরভাগটাই বিনিয়োগ হবে হলদিয়াতে থাকা তাদের রিফাইনারিতে।

আইওসির একজিকিউটিভ ডিরেক্টর দীপঙ্কর রায় জানিয়েছেন, কল্যাণী থেকে দুর্গাপুরের মধ্যে গ্যাস পাইপলাইন বসানো ছাড়াও পারাদ্বীপ রিফাইনারি, রাজ্যে থাকা বটলিং প্ল্যান্টের ক্ষমতা বাড়ানো, খড়গপুরে নতুন বটলিং প্ল্যান্ট তৈরির জন্য ৪৩২৫ কোটি টাকা খরচ করা হবে। এছাড়াও বড় বিনিয়োগটি হবে হলদিয়ায়। হলদিয়া রিফাইনারির ক্ষমতা বাড়াতে ৭,৬০০ কোটি টাকা খরচ করা হবে।

পশ্চিমবঙ্গ কিংবা পূর্বের রাজ্যগুলিতে কোনও প্রাকৃতি গ্যাস গ্রিড নেই। ফল স্বরূপ পরিবহণ, শিল্প কিংবা গৃহস্থলি, কেউই পর্যাপ্ত গ্রিন ফুয়েল পাচ্ছেন না। ওপরের বিনিয়োগে পরিস্থিতির বদল হবে বলে অনুমান আইওসির। কল্যাণী ও দুর্গাপুরের বটলিং প্ল্যান্টের সংযোগ সম্পূর্ণ হয়ে যাবে সেপ্টেম্বরে। পরবর্তী পর্যায়ে বজবজের বটলিং প্ল্যান্টকেও এই প্রক্রিয়ায় যুক্ত করা হবে।

খড়গপুরে নতুন বটলিং প্ল্যান্ট তৈরি করতে পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগম থেকে জমি পাওয়া গিয়েছে। সেখানে এলপিজি বটলিং প্ল্যান্ট তৈরি করতে ১৬০ কোটি টাকা খরচ করা হবে। মার্চ ২০১৯-এর মধ্যে এই কাজ সম্পূর্ণ হয়ে যাবে বলে জানিয়েছেন আইওসির একজিকিউটিভ ডিরেক্টর দীপঙ্কর রায়।

চাহিদার সঙ্গে সঙ্গতি রাখতে পশ্চিমবঙ্গে আইওসি-র আরও ৬৩১ ডিস্ট্রিবিউটর নিয়োগ করা হবে। এই কাজ হলে পশ্চিমবঙ্গে আইওসির ডিস্ট্রিবিউটর সংখ্যা ১২৭১-এ গিয়ে পৌঁছবে।