Posts

Showing posts from July 4, 2018

স্কুল চত্বরেই শিক্ষিকাকে কুপিয়ে খুন, কাটা মুণ্ড নিয়ে পৈশাচিক উল্লাস যুবকের

Image
ফের রক্তাক্ত শিক্ষার স্থান। এবার ঘটনাস্থল ঝাড়খণ্ডের সরাইকেলা-খরসোয়ান জেলা। স্কুল চত্বরেই শিক্ষিকাকে কুপিয়ে খুন করল যুবক। শুধু তাই নয়, মৃত শিক্ষিকার কাটা মুণ্ড নিয়েই সারা গ্রামে ঘুরে পৈশাচিক উল্লাসে মাতল সে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে। মৃত শিক্ষিকার নাম সুক্রু হেসা। বয়স ৫০। স্থানীয় খাপারসাই মিডল স্কুলের শিক্ষক তিনি। জানা গিয়েছে, এদিন স্কুলের মাঠে ছাত্রদের শরীরশিক্ষার পাঠ দিচ্ছিলেন সুক্রু। তখনই আচমকা সেখানে এসে উপস্থিত হয় হরি হেমব্রম নামের এক যুবক। ছাত্রদেই সামনেই শিক্ষিকাকে গালিগালাজ করতে থাকে সে। আচমকা ছুরি নিয়ে শিক্ষিকার উপর চড়াও হয়। তাঁকে এলোপাথারি কোপাতে থাকে। ঘটনাস্থলেই সুক্রু হেসার মৃত্যু হয়। মৃত্যুর পরও ২২ বছরের যুবকের আক্রোশ কমেনি। হাতের ছুরি দিয়েই শিক্ষিকার মুণ্ডচ্ছেদ করে সে। সেই কাটা মুণ্ড নিয়ে গ্রামের রাস্তায় বেরিয়ে পড়ে। পুরো গ্রামে ঘুরতে ঘুরতে পৈশাচিক উল্লাস করতে থাকে। গ্রামের মানুষদের হুমকি দিতে থাকে। দিনের বেলায় এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে প্রথমে হতবম্ব হয়ে যান গ্রামের বাসিন্দারা। হরির কাছে যাওয়ার সাহস কেউ পাননি। পরে খবর দেওয়া হয় পুলিশে। প

টি ২০ তে দ্রুততম ২০০০ রানের অধিকারি হলেন কোহলি

Image
ম্যাঞ্চেস্টার: প্রথম ভারতীয় হিসেবে টি ২০ আন্তর্জাতিকে ২০০০ রান করলেন বিরাট কোহলি। একইসঙ্গে সবচেয়ে দ্রুত দু হাজার রান সংগ্রহের কৃতিত্বও অর্জন করলেন ভারতের অধিনায়ক। মাত্র ৫৬ ইনিংস খেলে ২০০০ রানের গণ্ডি পেরিয়ে গেলেন তিনি। ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টি ২০ ম্যাচে এই কৃতিত্বের অধিকারী হলেন কোহলি। গতকালের ম্যাচের আগে ২০০০ রান থেকে মাত্র আট রান দূরে ছিলেন তিনি। ভারতের ইনিংসের ১৬ তম ওভারে টি ২০ কেরিয়ারের ২০০০ রানে পৌঁছন কোহলি। ভারতের রান তখন ২ উইকেটে ১৪২। এখনও পর্যন্ত আন্তর্জাতিক টি ২০ তে  কোহলি ছাড়াও আরও তিন ব্যাটসম্যান ২০০০ রান ক্লাবের সদস্য। ৭৩ ইনিংস ২২৭১ রান নিয়ে তালিকার শীর্ষে নিউজিল্যান্ডের মার্টিন গুপ্তিল। দ্বিতীয় স্থানে রয়েছেন ব্রেন্ডন ম্যাকুলাম (৭১ ইনিংসে ২১৪০ রান)। সম্প্রতি পাক ব্যাটসম্যান শোয়েব মালিক ২০০০ রান পূর্ণ করেছেন। হারারেতে জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচে এই কৃতিত্ব অর্জন করেন শোয়েব। ২০০০ রানে পৌঁছতে তাঁর লেগেছে ৫৯ ইনিংস। টি ২০ ক্রিকেটে আইসিসি-র ক্রমতালিকায় আট নম্বরে রয়েছেন কোহলি। এই ফর্ম্যাটে তাঁর কোনও সেঞ্চুরি নেই। এছাড়াও মহিলাদের ক্রিকেটেও সবচেয়ে দ্

‘মোদী হঠাও’ ছাড়া আর কোনও অ্যাজেন্ডাই নেই বিরোধীদের, কটাক্ষ প্রধানমন্ত্রীর

Image
নয়াদিল্লি: বিরোধীদের কাছে 'মোদী হঠাও' ছাড়া আর কোনও অ্যাজেন্ডা নেই। তাদের মহাজোট আদতে প্রধানমন্ত্রী হওয়ার 'মহাদৌড়' ছাড়া কিছুই নয়। এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একটি ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাতকারে মোদী জানান, বিরোধীদের বেঁধে রেখেছে একটা বস্তু। তা হল 'মোদীর প্রতি ঘৃনা'। তাঁর বিশ্বাস, আগামী লোকসভা নির্বাচনে মানুষ ফের একবার বিজেপিকে ক্ষমতায় আনবে। কংগ্রেসকে কটাক্ষ করে মোদী বলেন, প্রধান বিরোধী দল এখন 'অস্তিত্বের লড়াই' চালাচ্ছে। মানুষ কংগ্রেসের 'দমননীতি' প্রত্যাখ্যান করেছে।  তাই তারা এখন শরিক খোঁজার কাজে দরজায় দরজায় কড়া নাড়ছে। প্রধানমন্ত্রীর দাবি, কংগ্রেস এখন আঞ্চলিক দলে পরিণত হয়েছে। ফলে, বিরোধী জোটের মূল শক্তি হওয়ার ক্ষমতা হারিয়েছে রাহুল গাঁধীর নেতৃত্বাধীন দল। আগামী লোকসভা নির্বাচনকে সুশাসন ও উন্নয়নের বিরুদ্ধে অরাজকতার লড়াই হিসেবে উল্লেখ করেন মোদী। এদিন মোদী স্মরণ করিয়ে দেন, কীভাবে কর্নাটকে মানুষের রায়কে পিছনের সারিতে রেখে ক্ষমতা দখল করেছে কংগ্রেস-জেডিএস জোট। বলেন, যে কোনও নির্বাচনে নীতিহীন ও সুবিধাবাদী জোট হল অরাজকতা সৃষ্টির সেরা মা

ক্যানসারে আড়াই বছরের শিশু হারাল দৃষ্টি, মা-মেয়েকে ঘরছাড়া করল বাবা

Image
রামপুরহাট: বয়স আড়াই। পৃথিবী চেনার আগেই একটা চোখে তার নিকষ কালো অন্ধকার। কলকাতা মেডিক্যাল কলেজে বাদ গেছে ক্যানসার আক্রান্ত ডান চোখ। চলছে কেমোথেরাপি। অসুস্থ মেয়ে ও তার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে বাবা। এখন তাঁদের ভরসা রামপুরহাট স্টেশনে সান্ধ্য আড্ডা দিতে আসা কয়েকজন যুবক। ফুটফুটে মেয়ে। জন্মের পর থেকেই বাবার চোখের কাঁটা। বারো বছর আগে তার মা রুকসানা বিবির সঙ্গে বিয়ে হয় বীরভূমের পাচামি গ্রামের আজাদ শেখের। মেয়ের জন্মের পর থেকেই শুরু হয় অত্যাচার। সনম খাতুনের চোখের সমস্যা থাকলেও ডাক্তার দেখাতে চায়নি তার বাবা। এক বছর বয়সে যখন ডাক্তার দেখানো হল তখন আর কিছু করার ছিলনা। সনমের ডান চোখের টিউমার ততদিনে মারণ রোগে পরিণত। এর পরই মেয়ে-সমেত রুকসানাকে বাড়ি থেকে বের করে নতুন সংসার পাতে আজাদ। বিধবা মায়ের সামান্য আর্থিক সাহায্যে কলকাতা মেডিক্যাল কলেজে মেয়ের চিকিৎসা শুরু করেন রুকসানা। চিকিৎসকরা সনমের ডান চোখ বাদ যায়। খরচ অনেক। ক্রমেই নিভে আসছিল আশার আলো। সেই সময়েই তাঁরা পাশে পেলেন রামপুরহাট স্টেশন সংলগ্ন এলাকার কিছু যুবককে। সান্ধ্য আড্ডায় চায়ের কাপে যাঁরা তর্কের তুফান তোলেন, আজ তাঁদের সাহায্যেই একটু একটু ক

আট বছরের দেওরকে জলে ডুবিয়ে খুন করল বৌদি !!

Image
স্বামী নিজের আট বছরের ভাইকে সন্তানের মতো ভালবাসে। শ্বশুরও ছোট ছেলেকে নাকি বেশি ভালবাসেন। আর সেই ঈর্ষা থেকেই নিজের খুদে দেওরকে জলে ডুবিয়ে খুন করলেন মায়ের বয়সী বৌদি! শুক্রবার বিকেলে মেটিয়াবুরুজ থানা এলাকার পাহাড়পুর রোডের বাসিন্দা  তৃতীয় শ্রেণির ছাত্র আট বছরের রিজু দাসকে বাড়ির বাথরুমে জলের ড্রামের মধ্যে মৃত অবস্থায় পাওয়া যায়। রিজুর বাবা দুখুরাম, মা ডলি প্রত্যেকেই ভেবেছিলেন দুর্ঘটনা। কারণ রিজুর অভ্যেস ছিল জলের ড্রামে নেমে স্নান করা। বাড়ির সবাই ভেবেছিলেন, খেলতে খেলতে ড্রামে নেমে বিপত্তি। প্রায় চার ফুট উঁচু জলের ড্রামে নেমে আর উঠতে পারেনি ছোট্ট রিজু। শুক্রবার বিকেলে রিজুর মা ডলি প্রথম ছেলেকে দেখতে পান জলের ড্রামে। শুক্রবার ডলি কাঁদতে কাঁদতে বলেন, "সারা দুপুর ছেলেটা ছাদে খেলছিল। ছাদে বল খেলার আওয়াজ পাচ্ছিলাম। কখন সকলের অলক্ষে যে রিজু বাথরুমে ড্রামের মধ্যে নেমে পড়েছিল আমরা টের পাইনি।" সে দিন বিকেলে ডলি আর তাঁর বড় ছেলে সুব্রতর স্ত্রী প্রিয়াঙ্কা বাড়িতে ছিলেন। ডলি বলেন, "ছেলেটা যাতে বাইরে কোথাও না যায়, সেই জন্য বাইরের দরজায় তালা লাগানো ছিল।" স্বামীর সঙ্গে অভিযুক্ত বৌদি প

সারদা মামলা: দিল্লির নির্দেশে চূড়ান্ত চার্জশিট নিয়ে দৌড়ঝাঁপ শুরু

Image
যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে সারদা তদন্ত গুটিয়ে আনার কাজ। এতটাই যে, সাত বছর আগে তৃণমূল কংগ্রেসের খরচের হিসেব নতুন করে খতিয়ে দেখতে বসেছে সিবিআই। কেন এই সাজো সাজো রব? কারণ, সারদা মামলায় আদালতে চূড়ান্ত চার্জশিট দেওয়ার নির্দেশ এসে পৌঁছেছে দিল্লি থেকে। সারদা অর্থ লগ্নি সংস্থার আর্থিক কেলেঙ্কারি নিয়ে এ-পর্যন্ত আদালতে পাঁচটি চার্জশিট জমা দিয়েছে সিবিআই। এ বার চূড়ান্ত চার্জশিট। মাস দেড়েকের মধ্যে সেই চার্জশিট জমা দেওয়া হতে পারে বলে সিবিআই সূত্রের খবর। তবে তদন্তকারীরা জানাচ্ছেন, রোজ ভ্যালির তদন্ত শেষ করতে এখনও অনেক সময় লাগবে। ২০১১ সালে রাজ্যের বিধানসভা নির্বাচনে হেলিকপ্টার ব্যবহার খাতে তৃণমূলের কয়েক কোটি টাকা খরচ হয়েছিল। সেই টাকা কোথা থেকে এসেছিল, সিবিআইয়ের কাছে তার সুস্পষ্ট তথ্য নেই বলে সংশ্লিষ্ট সূত্রের খবর। একই ভাবে ২০১০ সাল থেকে ২০১৫ পর্যন্ত দলের টাকা খরচের খতিয়ানে আরও বেশ কয়েকটি জায়গায় প্রশ্নচিহ্ন ঝুলে রয়েছে। নতুন করে সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। সিবিআই সূত্রের খবর, ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত বেশ কিছু বেআইনি অর্থ লগ্নি সংস্থার টাকা তৃণমূলে ঢুকেছিল বলে সন্দেহ করছেন তদন্তকারীরা। মমতা বন্দ্যোপা

বাবার অপহরণের খবর পেয়েও আর্জেন্টিনা ম্যাচ খেলেন মিকেল

Image
লিয়োনেল মেসিদের বিরুদ্ধে তিনি খেলতে নেমেছিলেন তাঁর বাবাকে অপহরণ করা হয়েছে জেনেও। তিনি নাইজিরিয়ার অধিনায়ক জন ওবাই মিকেল। অপহরণের খবর তাঁর কাছে আসে খেলা শুরুর ঠিক চার ঘণ্টা আগে। কিন্তু অপহরণকারীরা মিকেলকে টেলিফোনে জানায়, কোনও ভাবে এই খবর জানাজানি হয়ে গেলে সঙ্গে সঙ্গে তাঁর বাবাকে গুলি করে হত্যা করা হবে। ভয়ে তাই কাউকে কিছু না জানিয়েই খেলতে নামেন নাইজিরীয় অধিনায়ক। মুক্তিপণ হিসেবে অপহরণকারীরা দাবি করে ভারতীয় মুদ্রায় পায় কুড়ি লক্ষ টাকা। ওবাই মিকেলের বাবা সিনিয়র ওবি ২৬ জুন তারিখে এক শেষকৃত্যের অনুষ্ঠানে যোগ দিয়ে ফিরছিলেন।  নাইজিরিয়ার মাকুরদি-এনুগু এক্সপ্রেস ওয়ে-তে তাঁকে এবং গাড়ির চালককে অপহরণ করা হয়। মঙ্গলবারই অবশ্য দু'জনকেই পুলিশ উদ্ধার করেছে অপহরণকারীদের সঙ্গে গুলি বিনিময়ের পরে। সংঘর্ষে মিকেলের বাবা মারাত্মক জখম হন। এখন তিনি হাসপাতালে ভর্তি আছেন। মিকেল চেষ্টা করছেন তাঁর বাবাকে বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা করাতে। মিকেল বলেছেন, ''খবরটা প্রথম পেয়ে কী করব ভেবেই পাচ্ছিলাম না। অত টাকাও আমার পক্ষে দেওয়া সম্ভব ছিল না।'' কিন্তু এত বড় একটা ঘটনার পরেও তিনি কী করে মাঠে নামলেন? মিকেলের

বৃষ্টি-ধস, নেপালে আটকে ১৫০০ ভারতীয় তীর্থযাত্রী

Image
লিয়োনেল মেসিদের বিরুদ্ধে তিনি খেলতে নেমেছিলেন তাঁর বাবাকে অপহরণ করা হয়েছে জেনেও। তিনি নাইজিরিয়ার অধিনায়ক জন ওবাই মিকেল। অপহরণের খবর তাঁর কাছে আসে খেলা শুরুর ঠিক চার ঘণ্টা আগে। কিন্তু অপহরণকারীরা মিকেলকে টেলিফোনে জানায়, কোনও ভাবে এই খবর জানাজানি হয়ে গেলে সঙ্গে সঙ্গে তাঁর বাবাকে গুলি করে হত্যা করা হবে। ভয়ে তাই কাউকে কিছু না জানিয়েই খেলতে নামেন নাইজিরীয় অধিনায়ক। মুক্তিপণ হিসেবে অপহরণকারীরা দাবি করে ভারতীয় মুদ্রায় পায় কুড়ি লক্ষ টাকা। ওবাই মিকেলের বাবা সিনিয়র ওবি ২৬ জুন তারিখে এক শেষকৃত্যের অনুষ্ঠানে যোগ দিয়ে ফিরছিলেন।  নাইজিরিয়ার মাকুরদি-এনুগু এক্সপ্রেস ওয়ে-তে তাঁকে এবং গাড়ির চালককে অপহরণ করা হয়। মঙ্গলবারই অবশ্য দু'জনকেই পুলিশ উদ্ধার করেছে অপহরণকারীদের সঙ্গে গুলি বিনিময়ের পরে। সংঘর্ষে মিকেলের বাবা মারাত্মক জখম হন। এখন তিনি হাসপাতালে ভর্তি আছেন। মিকেল চেষ্টা করছেন তাঁর বাবাকে বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা করাতে। মিকেল বলেছেন, ''খবরটা প্রথম পেয়ে কী করব ভেবেই পাচ্ছিলাম না। অত টাকাও আমার পক্ষে দেওয়া সম্ভব ছিল না।'' কিন্তু এত বড় একটা ঘটনার পরেও তিনি কী করে মাঠে নামলেন? মিকেলের

বৃষ্টি-ধস, নেপালে আটকে ১৫০০ ভারতীয় তীর্থযাত্রী

Image
বৃষ্টি-ধসে বিপাকে কৈলাস-মানস সরোবর যাত্রায় যাওয়া দেড় হাজারেরও বেশি ভারতীয় তীর্থযাত্রী। এখনও পর্যন্ত দু'জনের মৃত্যু হয়েছে। বিদেশ মন্ত্রক জানায়, সিমিকোটে ৫২৫ জন, হিলসায় ৫৫০ জন, তিব্বতের দিকে আরও ৫০০ জন আটকে পড়েছেন। তাঁদের মধ্যে ২৯০ জন কর্নাটকের বাসিন্দা। সিমিকোট থেকে যাত্রাপথ বরাবর নজর রাখছে ভারতীয় দূতাবাস। ১৫৮ জন ভারতীয়কে উদ্ধার করে নেপালগঞ্জে আনা হয়েছে। হিলসা থেকে তীর্থযাত্রীদের সরানো সমস্যার, কারণ সেখানকার পরিকাঠামো তেমন ভাল নয়। তা সত্ত্বেও হিলসা থেকে দেড়শো জনকে সিমিকোটে আনা হয়েছে। দূতাবাসের তরফে ভ্রমণ সংস্থাগুলিকে বলা হচ্ছে, পরিস্থিতি স্বাভাবিক না-হওয়া পর্যন্ত যত বেশি সম্ভব তীর্থযাত্রীর থাকার ব্যবস্থা তিব্বতের দিকেই করা হোক। কারণ নেপালে পরিষেবা পর্যাপ্ত নয়। নেপালের হুমলা জেলা পুলিশ জানায়, সিমিকোটে মৃত্যু হয়েছে কেরলের এক তীর্থযাত্রীর। গত কাল নারায়ণম লীলা (৫৬) নামে ওই প্রৌঢ়া মানস সরোবর থেকে ফিরে হোটেলেই মারা যান। সম্ভবত উচ্চতাজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন তিনি। তিব্বতের তাকলাকোটে হৃদ্‌রোগে মৃত্যু হয় সত্য লক্ষ্মী নামে অন্ধ্রপ্রদেশের এক তীর্থযাত্রীর। হেলিকপ্টারে তাঁদের দেহ দেশে ফির

রক্তাল্পতা রুখতে ছাত্রীদের ‘লাড্ডু’!

Image
এ বার থেকে স্কুলে রাগি, ঘি, গুড়, কাজু, কিসমিস ও বাদাম দিয়ে তৈরি লাড্ডু দেওয়া হবে ছাত্রীদের। জুলাই থেকে হায়দরাবাদের সরকারি স্কুলে শুরু হবে এই ব্যবস্থা। জুনে সরকারি উদ্যোগে ছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়য় উঠে আসে রক্তাল্পতায় ভুগছে প্রায় ২৪% ছাত্রী। এ ছাড়া ২৬,০০০ ছাত্রীদের মধ্যে ৭২% ছাত্রীর হিমোগ্লোবিনের মাত্রা স্বাভাবিকের চেয়ে কম। তার পরই রক্তাল্পতা নিয়ন্ত্রণে 'লাড্ডু' বিতরণের সিদ্ধান্ত নেয় সরকার। ছাত্রীদের পেশির ইনজেকশনও ও প্রতি সপ্তাহে 'আয়রন ফলিক অ্যাসিড'-এর বড়ি দেওয়ার কথাও ভাবা হয়েছে। এর জন্য ২৫-৩০ লক্ষ টাকার বাজেট ধার্য হয়েছে। টাকা দেবে তেলেঙ্গনা রাজ্য মেডিক্যাল পরিষেবা সংস্থা ও পরিকাঠামো উন্নয়ন কর্পোরেশন। প্রথম ধাপে ব্যাপক রক্তাল্পতার শিকার ৬০০০ ছাত্রীকে এই উদ্যোগের আওতায় আনা হবে। যাদের সমস্যা কম তারা দ্বিতীয় ধাপ থেকে এই উদ্যোগের সুবিধা পাবে।

কাউন্সেলিং বন্ধ, এ বার টাকা জমাও অনলাইনে

Image
ভর্তি-চক্র ‌ভাঙতে এ বার পড়ুয়াদের কাউন্সেলিংয়ের জন্য কলেজে না গিয়ে অনলাইনেই টাকা জমা দেওয়ার ব্যবস্থা চালু করে দিল রাজ্য সরকার। ভর্তি নেওয়া হবে মেধা তালিকার ভিত্তিতে। ভর্তির চলতি মরসুমেই অর্থাৎ অবিলম্বে এই পদ্ধতিতে ভর্তি হওয়া যাবে বলে মঙ্গলবার শিক্ষা দফতর বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মেধা তালিকার ভিত্তিতে ভর্তি নির্দিষ্ট হওয়ার পরে সংশ্লিষ্ট কলেজ যে ব্যাঙ্কে টাকা জমা দেওয়ার নির্দেশ দেবে সেখানে টাকা জমা দিলেই ভর্তি হওয়া যাবে। ক্লাস চালু হওয়ার পরে নথি যাচাই করা হবে। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অবশ্য আগেই বলেছেন, নথি যাচাইয়ের সময় বড় কোনও গরমিল পেলে সংশ্লিষ্ট পড়ুয়ার ভর্তি বাতিলও হয়ে যেতে পারে। এ বার ভর্তি প্রক্রিয়ার শুরু থেকেই বিভিন্ন কলেজে পড়ুয়ারা ভর্তি-চক্রের জুলুম ও তোলাবাজির শিকার হয়েছেন বলে অভিযোগ। বহু কলেজে আবেদনের পরে কাউন্সেলিংয়ের জন্য ডাক পেয়েও অনেককে কাউন্সেলিংয়ে 'হাজির' হতেই দেওয়া হয়নি। সে সব জায়গায় কলেজের গেটে হাজির তৃণমূল ছাত্র পরিষদের 'দাদা-দিদিরা' মোটা টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ। পরিস্থিতি সামলাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনি

দুরন্ত লড়েও ব্রিটিশ গোলরক্ষকের কাছে হার কলম্বিয়ার

Image
কলম্বিয়ার বিরুদ্ধে ম্যাচের আগে ইন্টারনেটে ইংল্যান্ডের বিভিন্ন সংবাদমাধ্যমের খবর পড়ে আঁতকে উঠেছিলাম। বলা হচ্ছিল, কলম্বিয়া কোনও দল নয়। ম্যাচটা শুরু হওয়ার আগেই যেন জিতে গিয়েছে ইংল্যান্ড! ম্যাচের শেষ মুহূর্তে ইয়েরি মিনা গোল করে সমতা ফেরানোর পরে মনে হচ্ছিল, অতিরিক্ত আত্মবিশ্বাসই না আমাদের বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ করে দেয়। ধন্যবাদ গোলরক্ষক জর্ডান পিকফোর্ডকে। ওঁর হাতই আমাদের তুলে দিল শেষ আটে। রাশিয়া বিশ্বকাপে দুর্দান্ত শুরু করেছিলেন হ্যারি কেন-রা। মনে হচ্ছিল, ওঁদের হাত ধরেই ৫২ বছর পরে বিশ্বকাপ জিতব আমরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেলজিয়ামের বিরুদ্ধে ইংল্যান্ড হারলেও দুশ্চিন্তা হয়নি। কারণ, শেষ ম্যাচে প্রথম একাদশের অধিকাংশ ফুটবলারকে বিশ্রাম দিয়ে দল নামিয়েছিলেন কোচ গ্যারেথ সাউটগেট। আমার কয়েক জন বন্ধু অবশ্য উদ্বিগ্ন হয়ে পড়েছিল। ওদের বলেছিলাম, চিন্তার কোনও কারণ নেই। হ্যারি কেন এ বার যে রকম ছন্দে আছেন, তাতে কলম্বিয়ার পক্ষে ওঁদের আটকানো কঠিন। মঙ্গলবার মস্কোর স্পার্টার্ক স্টেডিয়ামে ম্যাচটা শুরু হওয়ার পরে কিন্তু ছবিটা বদলে গেল। কলম্বিয়ার রক্ষণের চক্রব্যূহে বন্দি হয়ে পড়লেন হ্যারি কেন, রাহিম স্টার্লিংর