Posts

Showing posts from October 31, 2018

ছ’মাস পরিচারিকা সেজে খুনের কিনারা! ‘দেশি শার্লক’ রজনীর ঝুলিতে ৮০ হাজার সমাধান

Image
'দেশি শার্লক' রজনী পণ্ডিত। খুন হয়েছেন বাবা-ছেলে। বেঁচে আছেন একমাত্র গৃহকর্ত্রী। খুনের কোনও সূত্রই পেল না পুলিশ। কিছুদিন পর কাজে যোগ দিলেন এক সর্বক্ষণের পরিচারিকা। দুই মহিলা মিলে ভালই চলছিল। আচমকাই একদিন নিঃশব্দ ঘরে পরিচারিকার শরীরে লুকনো ক্যাসেট রেকর্ডারের শব্দ। তারপর... পুলিশ-গোয়েন্দা যা পারেননি, রোমহর্ষক সেই খুনের ঘটনার কিনারা করেন ওই পরিচারিকা। পরিচারিকার ছদ্মবেশ ধরে ছ'মাস কাজ করেছিলেন ওই বাড়িতে। তিনি আসলে দেশের প্রথম মহিলা প্রাইভেট গোয়েন্দা। মহারাষ্ট্রের বাসিন্দা বছর পঞ্চাশের রজনী পণ্ডিত। যিনি নিজেকে 'দেশি শার্লক'বলতেই বেশি পছন্দ করেন। সম্প্রতি ফেসবুকের একটি পেজ-এ নিজের জীবন কাহিনী শেয়ার করেছেন। সোশ্যাল মিডিয়ায় যা ঝড় তুলেছে। ছোট-বড় মিলিয়ে সমাধান করেছেন প্রায় ৮০ হাজার কেস। ২২ বছর বয়সেই কলেজ পড়ুয়া রজনী সমাধান করেছিলেন এক চুরির রহস্যের। তিনি লিখেছেন, স্নাতকস্তরে পড়ার সময় একটি সংস্থায় পার্ট টাইম করণিকের কাজ করতেন। সেখানে তাঁর এক সহকর্মীর বাড়িতে হামেশাই চুরি হত। তাঁর সন্দেহ ছিল নতুন পুত্রবধূর উপর। কিন্তু প্রমাণ পাচ্ছিলেন না। রজনীর বাবা ছিলেন সিআইডি অফিস

ফুটপাতের খাবারে ভেজাল রুখতে যখন তখন হানা দেবে ভ্রাম্যমান ল্যাবরেটরি

Image
ঘুম থেকে উঠেই কোনও রকমে খাবার মুখে গুঁজে অফিস ছুটতে হয় বেহালার বাসিন্দা শঙ্কর সেনকে। এত তাড়া, যে বাড়ির খাবার ব্যাগে ভরার সময় থাকে না। অগত্যা দুপুরে টিফিন টাইমে ফুটপাতের ধারে ফ্রাইড রাইস-চিলি চিকেন, কখনও চাউমিন, কচুরি-তরকারি, কখনও আবার চিকেন রোল বা বিরিয়ানিই ভরসা শঙ্করের। যাঁরা ঘুরে ঘুরে কাজ করেন বা অফিসের কাজে বেশির ভাগ সময়েই বাইরে থাকেন, তাঁদের ফুটপাতের খাবারের উপরেই ভরসা করতে হয়। প্রতি দিন ট্যাঁকের কড়ি খসিয়ে নামী রেস্তরাঁয় বসে রসনাতৃপ্তি অনেকের পক্ষে সম্ভব নয়। তাই শঙ্করের মতো আরও অনেককে ফুটপাতের খাবার খেয়েই দিন কাটাতে হয়। ভাগাড়-কাণ্ডের পর সেই ফুটপাতের খাবার নিয়ে প্রশ্ন উঠছে। যেমন রোজ বাইরে খাওয়া শঙ্করের প্রশ্ন, ''৮০ থেকে ৯০ টাকা দিয়ে যে বিরিয়ানি আমরা খাচ্ছি, তা কতটা নিরাপদ? অথবা দুটো চিকেনের টুকরো দিয়ে ৪০ টাকার চাউমিন? একটা আশঙ্কা তো তৈরি হয়ই।'' ফুটপাতের খাবার জোর করে বন্ধ করা যায় না। কিন্তু ভেজাল খাবার বা নিম্নমানের খাবারে নজরদারির উপায় রয়েছে। সে পথেই এ বার এগোতে চাইছে কলকাতা পুরসভা। এমনিতে পুরকর্মীরা নিময় করে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে খাবারের নমুনা সংগ্রহ করে

বেতন কমিশনের মেয়াদ আরও ছ’মাস বাড়িয়ে দিল রাজ্য, ক্ষুব্ধ তৃণমূলের সংগঠনও

Image
তিন বছর ধরে দফায় দফায় মেয়াদ বেড়েই চলেছে। শেষ বারের বর্ধিত সময়সীমা শেষের মুখেই ফের আরও ছ'মাস মেয়াদ বাড়ল রাজ্য সরকারের ষষ্ঠ বেতন কমিশনের। রাজ্যের প্রায় ১০ লক্ষ কর্মী যখন কিছুটা আশার আলো দেখতে শুরু করেছিলেন, তখনই রাজ্য সরকার বিজ্ঞপ্তি দিয়ে মেয়াদ বৃদ্ধির ঘোষণা করল। ফলে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ কবে সামনে আসবে, তা নিয়ে তৈরি হল ঘোর অনিশ্চয়তা। আর বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসতেই আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে কো-অর্ডিনেশন কমিটি, কনফেডারেশন-সহ সব বিরোধী কর্মী সংগঠন। এমনকি, কমিশনের সমালোচনায় সরব হয়েছে শাসকদল তৃণমূল সমর্থিত কর্মী সংগঠনও। ফলে অস্বস্তি বেড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। ষষ্ঠ বেতন কমিশন বসেছিল ২০১৫-র ২৭ নভেম্বর। বেশ কয়েক বার মেয়াদ বৃদ্ধির পর তার সময়সীমা শেষ হওয়ার কথা ছিল এ বছরের ২৭ নভেম্বর। কিন্তু তার আগেই বুধবার রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হল, কমিশনের মেয়াদ আরও ছ'মাস বাড়িয়ে ২৭ মে পর্যন্ত করা হল। আর এই শেষ তারিখ ঘিরেই অনিশ্চয়তা বেড়েছে। কারণ ২০১৯-এর লোকসভা ভোট মে-জুন মাসেই হওয়ার কথা। ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেলে আর কমিশনের সুপারিশ ঘোষণা করতে

ঘরে ফেরার লড়াইয়ে জয়, ইরান থেকে শহরে পা ১১জন স্বর্ণশিল্পীর

Image
দীর্ঘ টানাপোড়নের পর অবশেষে ঘরে ফিরলেন ইরানে আটকে থাকা বাংলার ১১জন স্বর্ণশিল্পী৷ বুধবার ভোরে দমদম বিমানবন্দরে নামেন তাঁরা৷ ইরান থেকে বাংলার মাটিতে পা রেখেই রাজ্য প্রশাসনকে কৃতজ্ঞতা জানাতে ভোলেননি ওই স্বর্ণশিল্পীরা৷ ইরানে সোনার কাজ করতে গিয়ে আটক পড়া রাজ্যের ১২ জন কর্মীকে ফিরিয়ে আনতে পুজোর পরপরই উদ্যোগ নেয় সিআইডি৷ পরে ন্যাশনাল অ্যান্টি ট্রাফিকিংয়ের সঙ্গে যোগাযোগ করা হয়৷ অ্যান্টি ট্রাফিকিংয়ের তরফে ইরানের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে স্বর্ণশিল্পীদের ফিরিয়ে আনার তৎপরতা শুরু হয়৷ আটকে পড়া কর্মীদের জন্য খাবারের বন্দোবস্ত করা থেকে শুরু করে তাঁদের দেশে ফিরিয়ে আনতে পাসপোর্টের ব্যবস্থা করতে স্থানীয় প্রশাসনের সঙ্গে দফায় দফায় যোগাযোগ করেন সিআইডি আধিকারিকরা৷ কীভাবে তাঁদের দেশে ফেরানো যায়, সে বিষয়েও প্রশাসনিক তৎপরতা শুরু হয়৷ যুদ্ধকালীন তৎপরতায় স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রাখার কাজও শুরু হয়৷ ইরানে নিয়ে গিয়ে আটকে রাখার অভিযোগ ওঠা এজেন্টদের খোঁজখবর নিতে শুরু করেন সিআইডি আধিকারিকরা৷ কিন্তু, কেন আটকে রাখা হয়েছিল তাঁদের? আটকে পড়া স্বর্ণশিল্পী গিয়াসউদ্দিন মল্লিক জানান, '

জামাইবাবু-শালীর ঝগড়া, পঞ্চায়েতে অর্ধনগ্ন করে মহিলাকে পেটালো গ্রামবাসী

Image
লখনউ: জামাইবাবু- শ্যালিকা, খুনসুটির সম্পর্ক! কিন্তু সেই সম্পর্কও আবার অন্য রূপও নেয়৷ যার জেরে জল কতদূর গড়িয়ে যেতে পারে তারই এক জলজ্যান্ত উদাহরণ তুলে ধরল উত্তরপ্রদেশের দেবরিয়া জেলা৷ জামাইবাবু এবং দিদির সঙ্গে ঝামেলায় পঞ্চায়েতের সামনে অর্ধনগ্ন করে পেটানো হল এক মহিলাকে৷ এই লজ্জাজনক ঘটনায় দেবরিয়ার কোতওয়ালি এলাকা খবরের শিরোনামে৷ জানা গিয়েছে, এখানে এক বিবাহিত মহিলার সঙ্গেই থাকত তার ছোট বোন৷ কোনও এক বিষয় নিয়ে দিদি-জামাইবাবুর সঙ্গে ছোট বোনের ঝগড়া বেধে যায়৷ জামাইবাবু-শালীর বিবাদ বাড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছে যায় যে বিষয়টি পঞ্চায়েতের কাছে চলে যায়৷ পঞ্চায়েতেও উভয়পক্ষের মধ্যে ফের ঝামেলা বেধে যায়৷ আর সমগ্র এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠে গ্রামবাসীরা৷ তাঁরা দুপক্ষকেই মারধোর করে৷ এই ঘটনায় বিবাহিতা ওই মহিলার শরীরের ওপরের অংশের পোশাক ছিঁড়ে দেওয়া হয় এবং তাকে অর্ধনগ্ন করে পেটানো হয় বলে জানা যায়৷ অন্যদিকে তার ছোট বোন একজনের ঘরে ঢুকে আত্মগোপন করে৷ এই ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়, কিন্তু পুলিশের আসার খবর পেয়ে আগেই গ্রামবাসীরা সেখান থেকে পালিয়ে যায়৷ পুলিশ সেখান থেকে

প্রাক্তন নার্সের হাতে খুন ১০০ জন রোগী

Image
বার্লিনঃ ১০০ জন রোগীকে হত্যা করার অভিযোগ উঠল নিলস হোগেল নামে এক প্রাক্তন নার্সের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে জার্মানির ওল্ডেনবার্গে। জানা গিয়েছে, হোগেল তাঁর তত্ত্বাবধানে থাকা রোগীদের প্রাণঘাতী ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলতেন। তিনি দু'টি হাসপাতালে কাজ করার সময়ে ১০০ জনেরও বেশি রোগীর সঙ্গে এটি করেছেন বলে জানা গিয়েছে। সবকটি ঘটনা ঘটেছে ১৯৯৯ সাল থেকে ২০০৫ সালের মধ্যে। নীলস নিজেই স্বীকার করেছেন, তাঁর কাছে এটা একরকম খেলা ছিল। এমনটা করতে গিয়ে বেশির ভাগ ক্ষেত্রেই রোগীকে বাঁচানো যায়নি। নীলস হোগেলের এই হত্যাকাণ্ড আগেই সামনে এসেছে। ২০০৫ সালে গ্রেফতার হন তিনি। তিন বছর বিচারের পরে ২০০৮ সালে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় তাকে। কিন্তু ফের নতুন করে তার বিরুদ্ধে আরও ১০০ রোগীকে হত্যার অভিযোগ আনা হয়েছে। এসব রোগীদের দেহাবশেষ পরীক্ষা করে বিষ প্রয়োগের প্রমাণ পাওয়া গিয়েছে।

মেয়ের বিয়ের তারিখ ঘোষণা করলেন অম্বানিরা

Image
মুম্বইঃ আম্বানি ও পিরামল পরিবারের তরফে আনুষ্ঠানিকভাবে ঈশা ও আনন্দের বিয়ের দিনক্ষণ ঘোষণা করা হল। আগামী ১২ ডিসেম্বর মুম্বইয়ে আম্বানিদের বাসভবনেই বসতে চলেছে তাঁদের বিয়ের আসর৷ মঙ্গলবার দুই পরিবারের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ভারতীয় রীতি ও সংস্কৃতি অনুসারে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে। বিয়ের আগের উইকেন্ডে উদয়পুরে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে আম্বানি ও পিরামল পরিবার। সেখানে দুই তরফের আত্মীয় ও কাছের বন্ধুদের আমন্ত্রণ জানানো হয়েছে। এই অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা পারফর্ম করবেন। তুলে ধরা হবে স্থানীয় রাজস্থানী সংস্কৃতি। গত মাসেই ইতালিতে সম্পন্ন হয়েছে তাঁদের বাগদান পর্ব।

প্রণব মুখোপাধ্যায়কে সাম্মানিক ডি লিট দিচ্ছে কল্যাণী বিশ্ববিদ্যালয়

Image
কল্যাণীঃ প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে সাম্মানিক ডি লিট দেওয়ার সিদ্ধান্ত নিল কল্যাণী বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শংকরকুমার ঘোষ একথা জানান। প্রাক্তন রাষ্ট্রপতির পাশাপাশি এই সম্মান দেওয়া হচ্ছে সংগীত শিল্পী কবীর সুমনকেও। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ২৯তম সমাবর্তন অনুষ্ঠানে ডি লিট দেওয়ার পাশাপাশি ডিএসসি দেওয়া হচ্ছে খড়গপুর আইআইটি-র ডিরেক্টর পার্থপ্রতিম চক্রবর্তীকে। এই বিশ্ববিদ্যালয়ের ২১০ জন গবেষককে সম্মানিত করা হবে এবং মেডেল দেওয়া হবে দু'জন প্রতিবন্ধী ছাত্রকে। অনুষ্ঠানে প্রণব মুখার্জি, আচার্য তথা রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী ছাড়াও উপস্থিত থাকবেন বেলুড়মঠের স্বামী আত্মপ্রিয়ানন্দ।

আফগানিস্তানে তালিবানের ভয়াবহ হামলা, সেনা-চপার ভেঙে মৃত ২৫

Image
আফগানিস্তানে ভয়াবহ জঙ্গি হামলার শিকার সেদেশের সেনার হেলিকপ্টার। মাঝ আকাশে সেনার হেলিকপ্টার ভেঙে পড়ায় মৃত্যু হয়েছে ২৫ জনের। জানা গিয়েছে, এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সেদেশের সেনার বহু পদস্থ অফিসার। প্রাথমিকভাবে সেনার তরফে জানানো হয়, খারাপ আবহাওয়ার জন্য এই দুর্ঘটনা ঘটেছে। তবে পরে, জঙ্গি সংগঠন তালিবান এই হামলার দায় স্বীকার করে। জঙ্গিদের দাবি, চপার লক্ষ্য করে গুলি চালানো হয়। আর তাতেই ভেঙে পড়ে চপারটি। তবে সেদেশের সেনার কোন ধরনের হেলিকপ্টারে এমন হামলা হয়েছে , তা নিয়ে কোনও তথ্য প্রকাশ করা হয়নি। উল্লেখ্য, চপার দুর্ঘটনা কোনও বড় ঘটনা নয় আফগানিস্তানের বুকে। এর আগে সেপ্টেম্বরেই এমন দুর্ঘটনা ঘটে। যে চপার দুর্ঘটনায় মারা যান ১১ জন। আর আজকের এই ঘটনায় প্রাথমিকভাবে খারাপ আবহাওয়াকে দোষারোপ করলেও, পরে তালিবান ঘটনার দায় স্বীকার করায়, প্রশ্ন উঠছে হামলার গতিপ্রকৃতি নিয়ে।

‌এফটিআইআই–এর চেয়ারম্যান পদ থেকে ইস্তফা অনুপম খেরের

Image
পুণের বিখ্যাত ফিল্ম অ্যান্ড টেলিভিশন ট্রেনিং ইনস্টিটিউশন বা এফটিআইআই–এর চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন অনুপম খের। ব্যক্তিগত ব্যস্ততার কারণ দেখিয়েই এই পদ থেকে সরে দাঁড়ালেন বিজেপি ঘনিষ্ঠ বর্ষীয়ান এই অভিনেতা। বুধবার নিজের টুইটার হ্যান্ডেলে টুইট করে একথা জানালেন অনুপম। তিনি লেখেন, 'এফটিআইআই–এর চেয়ারম্যান পদে থাকাটা খুবই সম্মানের ছিল। অনেক অভিজ্ঞতা অর্জন করেছি। কিন্তু আন্তর্জাতিক স্তরে প্রচুর কাজ আমার হাতে রয়েছে। আর তাই ইনস্টিটিউশনকে বেশি সময় দিতে পারব না। সেকারণে আমি পদত্যাগের সিদ্ধান্ত নিলাম।‌' এরপরই তিনি পদত্যাগের ছবিটি পোস্ট করেন। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠৌরকে উদ্দেশ্য করে চিঠিটি লিখেছেন তিনি। অনুপমের আগে এই পদে ছিলেন আরেক অভিনেতা গজেন্দ্র চৌহান। তবে তাঁর নিয়োগ নিয়ে রীতিমতো বিতর্ক তৈরি হয়েছিল। যার জেরে নরেন্দ্র মোদী সরকারকে বিক্ষোভের মুখেও পড়তে হয়েছিল। ২০১৫ সালের জুন মাসে দায়িত্ব পাওয়ার পর থেকেই গজেন্দ্র চৌহানকে ঘিরে প্রতিবাদে উত্তাল হয় ছাত্ররা। তবে বিতর্ক সত্ত্বেও তখন তাঁকে অপসারিত করা হয়নি। তবে পরের বছর মার্চ মাসে সরে দাঁড়ান গজেন্দ্র। এরপর দীর্ঘ সা

নিকেশ মাসুদ আজহারের ভাইপো উস্মান হায়দার

Image
নিরাপত্তা বাহিনীর অভিযানে খতম হল জইশ–ই–মহম্মদ প্রধান মাসুদ আজহারের ভাইপো উস্মান হায়দার সহ–দুই জঙ্গির। দক্ষিণ কাশ্মীরে ত্রাল এলাকায় মঙ্গলবার রাতে এই ঘটনাটি ঘটেছে। গত সপ্তাহে  এই এলাকায় স্নাইপার হামলা চালায় জঙ্গিরা। তাতে মৃত্যু হয়েছিল ভারতীয় জওয়ানের। তারপর থেকেই সীমান্তে সতর্ক থাকার নির্দেশ জারি করা হয়েছিল। স্নাইপার হামলায় উস্মান জড়িত বলে মনে করা হচ্ছে। ওই হামলায় প্রাণ হারান এক সেনা জওয়ান সহ–কয়েকজন। জানা গিয়েছে, উস্মানকে নিকেশ করার পর তার থেকে আমেরিকায় তৈরি একটি এম–৪ কারবাইন রিভলভার  উদ্ধার করা হয়েছে। স্নাইপার আক্রমণে এই রিভলভারের ব্যবহার হয়ে থাকতে পারে বলে নিরাপত্তা বাহিনীর অনুমান। ঘটনার পর জইশ–ই–মহম্মদের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় বিবৃতি এবং ভিডিয়ো প্রকাশ করা হয়েছে। সেনাবাহিনী সূত্রে খবর, মঙ্গলবার রাতে ত্রালের এনকাউন্টার প্রায় ৬ ঘণ্টা ধরে চলেছে। একটি বাড়িতে লুকিয়ে  তারা হামলা করছিল। তাতে আগুন লেগে যাওয়ায় দুই জঙ্গির প্রাণ যায়। স্থানীয়দের এখন ওই বাড়ির আশাপাশে না  যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কোনও বিস্ফোরক থেকে গেলে ভয়াবহ কিছু একটা ঘটতে পারে বলে আশঙ্কা। কুলগ্রামে কিছুদিন আগে এমনই একটি ঘটনা

কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ, পদত্যাগ করতে পারেন উর্জিত প্যাটেল

Image
প্রকাশ্যে আসা কেন্দ্র–আরবিআই আকচা আকচিতে নিজের পদ থেকে ইস্তফা দিতে পারেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত প্যাটেল।‌ সরকারের সঙ্গে বিরোধ চলছিল বেশ কিছুদিন ধরে। তার ফলেই এই জল্পনা তৈরি হয়েছে। রিজার্ভ ব্যাঙ্কের অভিযোগ, সরকার তাদের স্বশাসনে নাক গলাচ্ছে। অর্থমন্ত্রকের পাল্টা অভিযোগ, বিভিন্ন ব্যাঙ্কে যখন অনাদায়ী ঋণের পরিমাণ বাড়ছে তখন রিজার্ভ ব্যাঙ্ক চুপ করে বসেছিল। এই বিতর্কের জেরে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর পদত্যাগ করতে পারেন বলে খবর। বাজারে ওই গুজব ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে অনেকে সরকারি বন্ড বেচতে শুরু করেছেন। আরবিআই আইনের সাত নম্বর ধারায় আছে, সরকার জনস্বার্থে রিজার্ভ ব্যাঙ্ককে নির্দেশ দিতে পারে। সূত্রের খবর, সরকার এই ধারা ব্যবহার করে রিজার্ভ ব্যাঙ্ককে ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে ঋণদান, দুর্বল ব্যাঙ্ক, নন ব্যাঙ্কিং আর্থিক সংস্থা এবং আরও কয়েকটি বিষয়ে পরামর্শ দেয়। তা থেকেই শুরু হয় বিতর্ক। আগে কখনও রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর  ইস্তফা দেননি। যদি উৰ্জিত প্যাটেল ইস্তফা দেন তা হলে নানা মহলে বিরূপ প্রতিক্রিয়া হবে বলে পর্যবেক্ষকদের ধারণা। কয়েকদিন আগে ডেপুটি গভর্নর ভাইরাল আচার্যের মন্তব্য নিয়ে বিতর্ক দানা বাধে।

৩১ বছর আগের হাশিমপুরা গণহত্যায় অভিযুক্ত ১৬ জওয়ানের যাবজ্জীবন

Image
৩১ বছর আগে হাশিমপুরা গণহত্যার ঘটনায় অভিযুক্ত প্রভিন্সিয়াল আর্মড কনস্ট্যাবুলারি (পিএসি)-র ১৬ জন জওয়ানকে বুধবার যাবজ্জীবন কারাদণ্ড দিল দিল্লি হাইকোর্ট। এর আগে উত্তরপ্রদেশের তিস হাজারি বিশেষ শুনানি আদালত অভিযুক্তদের বেকসুর খালাস করে দিয়েছিল। বিচারপতি এস মুরলীধর ও বিচারপতি বিনোদ গোয়েলকে নিয়ে গড়া দিল্লি হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ দিন তিস হাজারি বিশেষ শুনানি আদালতের সেই রায় খারিজ করে দিল। রায় দিতে গিয়ে দুই বিচারপতি বলেছেন, ''মেরঠ শহরের হাশিমপুরায় বেছে বেছে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরস্ত্র ৪২ জনকে গুলি করে মারা হয়েছিল। নিহতদের পরিবারগুলি ৩১ বছর পর যথাযথ বিচার পেল।'' হাশিমপুরা গণহত্যার মামলায় উত্তরপ্রদেশের তিস হাজারি বিশেষ শুনানি আদালত পিএসি-র অভিযুক্ত জওয়ানদের বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা ও তথ্যপ্রমাণ লোপাটের যাবতীয় অভিযোগ অস্বীকার করে ১৬ জন জওয়ানকে বেকসুর খালাস করে দেয়। ওই সময় শুনানি আদালতের বক্তব্য ছিল, পর্যাপ্ত তথ্যপ্রমাণের অভাবেই অভিযুক্ত জওয়ানদের বেকসুর খালাস ঘোষণা করা হল। গত সপ্তাহে তিস হাজারি বিশেষ শুনানি আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে যায় উত্তরপ্রদেশ

রাফালে, দাম সম্পর্কিত তথ্য জমা দিতে হবে আগামী 10 দিনের মধ্যে : সুপ্রিম কোর্ট, নারাজ কেন্দ্র

Image
নিউ দিল্লি : যুদ্ধ  বিমান রাফালে (Rafale) কেনা সংক্রান্ত যাবতীয় তথ্য আগামী 10 দিনের মধ্যে  জমা দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এই সময়ের মধ্যে যুদ্ধ বিমান কিনতে কত টাকা খরচ হয়েছে সেই তথ্য  থেকে শুরু করে এ সম্পর্কিত নানা কিছু জানাতে  হবে। এর আগের শুনানিতে আদালত জানতে চেয়েছিল কোন নীতির উপর ভিত্তি করে সিদ্ধান্ত হয়েছে। মুখপত্র খামে এ ব্যাপারে  তথ্য জমা  দিতে বলা  হয়েছিল।  আর এবার বলা হল  দাম সম্পর্কিত তথ্য  মুখ বন্ধ খামে জমা দিতে  হবে।   দেশের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের ডিভিশন বেঞ্চ  এই নির্দেশ দিয়েছে।  রাফালে যুদ্ধ বিমান কেনা সংক্রান্ত  বিষয়ে প্রশ্ন  তুলে  সুপ্রিম কোর্টে  মামাল  দায়ের হয়েছে। আবেদনকারীদের মধ্যে  আছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা এবং অরুণ  শৌরি।     একই  সঙ্গে আদালত জানিয়েছে  মামলার আবেদনকারীদেরও এ সংক্রান্ত তথ্য জানাতে হবে।  তবে কৌশলগত কারণে কিছু তথ্য নাও জানানো যেতে পারে।   আদালত  জানায় যুদ্ধ বিমানের দাম এবং উপযোগিতা নিয়ে প্রশ্ন উঠেছে।          আবেদনকারীদের দাবি মোট  59 হাজার কোটি টাকা ব্যয় করে যে যুদ্ধ বিমান কেনার  প্রক্রিয়া  শুরু হয়েছে  তার তদন্ত হোক আদালত

হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত ২৫ জওয়ান

Image
কাবুল: দুর্ঘটনার কবলে সেনাবাহিনীর হেলিকপ্টার। প্রাণ হারলেন ওই কপ্টারের মধ্যে থাকা ২৫ জন জওয়ান।বুধবার সকালের দিকে ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের ফারহা প্রদেশে। সংবাদসংস্থা টোলো নিউজ জানিয়েছে এই খবর৷ ফারাহ প্রদেশ প্রশাসনের মুখপাত্র নাসের মেহরি জানান, সেনাবাহিনীর দুটি হেলিকপ্টার হেরাট প্রদেশের দিকে রওনা হয়েছিল৷ তাদের একটি মাঝ আকাশে দিকভ্রষ্ট হয়৷ কপ্টারটিতে ২৫ জন সওয়ারি ছিলেন৷ তাদের মধ্যে সেনা ও ফারাহ প্রদেশের বেশ কয়েকজন শীর্ষ কর্তা ছিলেন৷ কারোর বেঁচে থাকার সম্ভাবনা নেই৷ অপরদিকে সেনার তরফে জানানো হয়েছে, খারাপ আবহাওয়ার জন্য চালক দিকভ্রষ্ট হয়ে যান৷ দৃশ্যমানতার অভাবে কপ্টারটি সোজা গিয়ে আঘাত করে পাহাড়ে৷ তারপর সকাল ৯টা ১০ মিনিট নাগাদ সেটি ভেঙে যায়৷ জানা গিয়েছে, অনেক সময় তালিবান অধ্যুষিত এলাকাগুলি কপ্টারে করে পরিদর্শন করেন আফগান সেনা ও প্রশাসনের শীর্ষ কর্তারা৷ এদিনও এলাকা পরিদর্শনে বের হয় দুটি কপ্টার৷ কিন্তু একটি নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছলে অপরটি যাত্রীদের নিয়ে ভেঙে পড়ে৷

বিশ্বের উচ্চতম! সর্দার বল্লভভাই পটেলের মূর্তি উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

Image
সর্দার পটেলের মূর্তি উন্মোচন করলেন মোদী। প্রতীক্ষার অবসান। ভারত পেল বিশ্বের উচ্চতম মূর্তি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রকল্প—সর্দার বল্লভভাই পটেলের মূর্তি 'স্ট্যাচু অব ইউনিটি'। ১৪৩তম জন্মবার্ষিকীতে ভারতের 'লৌহ মানব'-এর উচ্চতম মূর্তিটি উদ্বোধন করলেন মোদী। মূর্তি উদ্বোধনের পরে মোদী বলেন, "  এই দিনটার জন্যই তিনি অপেক্ষা করে ছিলাম। আমার জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্ত আজ।এই দিনটা ভারতের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।" গুজরাতের কেওড়িয়াতে নর্মদা নদীর উপর তৈরি করা হয়েছে বল্লভভাই পটেলের মূর্তিটি। ২৯৯০ কোটি টাকা খরচ করে মূর্তিটি তৈরি করা হয়েছে। মূর্তির জন্য সাজানো হয়েছে ২০ হাজার বর্গ মিটার। ১৮২ মিটার উচ্চতা বিশিষ্ট এই মূর্তিটি নিউ ইয়র্কের স্ট্যাচু অব লিবার্টি-র দ্বিগুণ উঁচু। মূর্তিটির নকশা তৈরি করেছেন পদ্মভূষণ প্রাপ্ত স্থপতি রাম ভি সূতর। মূর্তি তৈরি করতে ব্যবহৃত হয়েছে ৫৭০০ মেট্রিক টন স্টিল, ২২,৫০০ মেট্রিক টন সিমেন্ট, ১৮,৫০০ টন স্টিল রড এবং ১৮.৫ লক্ষ কেজি ব্রোঞ্জ ক্ল্যাডিং। মূর্তির ১৫৩ মিটার উচ্চতায় রয়েছে গ্যালারি। ২০০ জন একসঙ্গে যেতে পারবেন। মূর্তি নিয়ে কম বিতর্ক

'ইঞ্জেকশন দিতেই কালো হয়ে গেল শরীর', শিশুমৃত্যু ঘিরে ধুন্ধুমার

Image
চিকিত্সায় গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ উঠল কোচবিহারের মেখলিগঞ্জ মহকুমা হাসপাতাল। এই ঘটনায় রোগী পরিবারের বিক্ষোভে উত্তাল হয়ে উঠল মেখলিগঞ্জ মহকুমা হাসপাতাল। জানা গিয়েছে, মেখলিগঞ্জের কাঙারতলি মোড়ের বাসিন্দা শুক্রপতি বর্মনের ১৩ মাসের মেয়ে দেববতী বর্মন বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিল। অসুস্থ শিশুটিকে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরিবারের দাবি, হাসপাতালে ভর্তি করার পর তাদের  মেয়েকে দুটি ইঞ্জেকশন দেওয়া হয়। শিশুর পরিবারের অভিযোগ, সেই দুটি ইঞ্জেকশন-ই ভুল ছিল। কারণ, ইঞ্জেকশন দেওয়ার পরই শিশুর গায়ের রং পালটে যেতে থাকে। ধীরে ধীরে কালচে বর্ণ হয়ে যায় ওই শিশুর সারা শরীর। ইঞ্জেকশন দেওয়ার ২০ মিনিটের মধ্যেই মৃত্যু হয়  শিশুটির। এরপরই হাসপাতালে বিক্ষোভে ফেটে পরে পরিবারের লোকজন। এই ঘটনায় কোচবিহার মেখলিগঞ্জ হাসপাতালের বিরুদ্ধে চিকিত্সায় গাফিলতির অভিযোগ এনেছে মৃত শিশুর পরিবার। এই অভিযোগে ইতিমধ্যেই মেখলিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে মৃত শিশুর পরিবার। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

রোজ যুবক-যুবতীদের আনাগোনা, রাতের অন্ধকারে লজে তল্লাশি চালাতেই পুলিস দেখল...

Image
লজে নিত্য নতুন যুবক, যুবতীদের আনাগোনা। শুধু যুবক, যুবতী কেন? মধ্য বয়সী মহিলাদের সঙ্গে বিভিন্ন বয়সের পুরুষরাও দিনে রাতে লজে আসতেন। উগ্র প্রসাধনী। উগ্র সাজগোজ। ব্যাপারটা ভালো ঠেকেনি এলাকাবাসীর। সন্দেহ হতেই পুলিসে খবর দেন তাঁরা। আর তারপর পুলিশি হানায় পর্দাফাঁস মধুচক্রের। ঘটনাটি ঘটেছে হুগলীর তারকেশ্বরে। জানা গিয়েছে, তারকেশ্বরের বিপিয়ার গেটে অবস্থিত লজটি। এলাকাবাসীর অভিযোগ, ওই লজে দীর্ঘদিন ধরেই দেহ ব্যবসা চলছিল। বিভিন্ন সময়ে বহু সন্দেহজনক যুগলকে ওই লজে আসতে দেখা যেত। বেশ চড়া সাজগোজ থাকত অনেকের। কারোর আবার একদম-ই পোশাক-আশাক, বেশভূষার ঠিক থাকত না। বেশ কয়েকদিন ধরে বিষয়টি নজর করেন স্থানীয়রা। তাঁদের চোখে ভালো ঠেকেনি বিষয়টি। লজের ভিতরে যে কোনও অসাধু কারবার চলছে, সে ব্যাপারে একপ্রকার নিশ্চিত হয়ে যান তাঁরা। আর তার পরই তারকেশ্বর থানায় অভিযোগ দায়ের করেন স্থানীয়রা। এরপর পুলিশ অভিযান চালাতেই, সামনে আসে মধুচক্রের কারবার। মঙ্গলবার রাতেও তারকেশ্বরের ওই লজটিতে আসেন ৩ জন মহিলা ও ৩ জন পুলিস। তক্কে তক্কে ছিল পুলিস। খবর পেয়েই সটান গিয়ে লজে হাজির হয় পুলিস। তারপর তল্লাশি চালাতেই হাতেনাতে গ্রেফতার করা হয় ৬ জনকে।

২২০ টাকার চপ কিনলেন মমতা !

Image
দুপুর বেলা কোচবিহারের রাসমেলা মাঠের সভা থেকে চপের দোকান খোলার পরামর্শ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, "৫০০ টাকা দিয়ে শুরু করুন। দেখবেন আগামীতে অনেক বড় ব্যবসায়ী হয়ে উঠবেন। কোনও কাজই ছোট নয়।" আর বিকেলে জলপাইগুড়ির চালসাতে পৌঁছেই হাঁটতে বেরিয়ে ফেরার সময় স্থানীয় একটি তেলেভাজার দোকানে ঢুকে পড়লেন মমতা। চপ কিনে নিজে খেলেন, সবাইকে খাওয়ালেন এবং বেশ কয়েকমিনিট গল্পও করলেন চপ বিক্রেতা এবং তাঁর স্ত্রীর সঙ্গে। যাতে কার্যত আপ্লুত চপ বিক্রেতা মদন শা'র স্ত্রী সুগন্ধীদেবী। সুযোগ পেলেই সকালে কিংবা বিকেলে হেঁটে নেন মুখ্যমন্ত্রী। সে মিলান হোক বা ফ্র্যাঙ্কফুট, দার্জিলিং হোক বা এলিয়ট পার্ক। মমতা বন্দ্যোপাধ্যায়ের মর্নিং কিংবা ইভনিং ওয়াকের সময় অপেক্ষাকৃত বয়সে তরুণ নিরাপত্তারক্ষী কিংবা সাংবাদিকও হাঁপিয়ে ওঠেন। দিদির দ্রুতগতির পদচারণার সঙ্গে তাল মেলাতে অনেকেরই কাল-ঘাম ছুটে যায়। মঙ্গলবার বিকেলেই চালসায় পৌঁছে তেমনই হাঁটতে বেরিয়েছিলেন দিদিমণি। ফেরার সময় টিলাবাড়ি পর্যটন কমপ্লেক্সের পাশেই একটি ছোট্ট চপের দোকানে ঢুকে পড়েন মুখ্যমন্ত্রী। সুগন্ধীদেবী জানান, "২২০ টাকার চপ কিনেছেন দি

প্রেমিকাকে ধর্ষণের পর ব্ল্যাকমেল, গ্রেপ্তার যুবক

Image
বিয়েবাড়িতে আলাপ৷ এরপর কয়েক মাসের মেলামেশা৷ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করা। তারপরই বিয়েতে বেঁকে বসা। শুধু তাই নয়, প্রেমিকার নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দিনের পর দিন ধর্ষণ। এমনই অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। তরুণীর অভিযোগের ভিক্তিতে ওই যুবককে  গ্রেপ্তার করেছে পুলিস৷ ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার গাইঘাটায়৷ অভিযুক্তের নাম নীতীশ মণ্ডল৷ বাড়ি গাইঘাটার শিমূলপুরে৷ অভিযোগকারিনী তরুণীও গাইঘাটারই বাসিন্দা৷ তাঁর বাড়ি পানিশালায়৷ জানা গিয়েছে, কয়েক মাসে আগে এলাকায় একটি বিয়েবাড়িতে দু'জনেরই নিমন্ত্রণ ছিল৷ সেখানে অভিযুক্ত নীতীশের সঙ্গে আলাপ হয় নির্যাতিতা তরুণীর৷ আলাপ থেকে বা‌ড়ে ঘনিষ্ঠতা৷ অভিযুক্তের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় ওই তরুণীর৷ কিন্তু সেই সম্পর্ক সুখের হয়নি৷ অন্তত তেমনই দাবি গাইঘাটার পানিশালা এলাকার বাসিন্দা ওই তরুণীর৷ ওই তরুণীর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছে নীতীশ৷ শুধু তাই নয়, প্রেমিকের সঙ্গে যখন ঘনিষ্ঠ হয়েছিলেন, তখন তাঁর বেশ কয়েকটি নগ্ন ছবিও তুলে রেখেছিল ওই যুবক৷ বিয়ের জন্য চাপ দিলে, সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় সে৷ চলে লাগাতার

টাকার জন্য স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ

Image
রায়গঞ্জঃ পণের টাকা না পাওয়ায় স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে করণদিঘির ফতেপুর গ্রামে। মৃতার নাম সামেলা বিবি (২১)। বছর তিনেক আগে করণদিঘির ফতেপুর গ্রামের বাসিন্দা জামেরুল হকের সঙ্গে ডালখোলার বাসিন্দা সামেলা বিবির বিয়ে হয়। মৃতার বাপের বাড়ির অভিযোগ, বিয়ের পর থেকেই টাকার জন্য সামেলার উপর অত্যাচার করত শ্বশুরবাড়ির লোকজন। মঙ্গলবার সকালে পণের টাকা নিয়ে স্বামী-স্ত্রীর বচসা বাধে। সেই সময়ই সামেলার গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। সামেলার চিৎকার শুনে প্রতিবেশীরা সেখানে ছুটে আসেন। অগ্নিদগ্ধ অবস্থায় সামেলাকে উদ্ধার করে করণদিঘি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়‌। পরে সামেলাকে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এদিন মৃতদেহ ময়নাতদন্ত করা হয়। মৃতার দাদা ডালখোলা থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, ওই গৃহবধূর মৃত্যুকালীন জবানবন্দী রেকর্ড করা হয়েছে। পুলিশ সুপার সুমিত কুমার বলেন, 'অভিযোগের ভিত্তিত

প্রিয়জনকে দীপাবলীতে উপহার দিন এই স্মার্টফোনগুলি

Image
সামনেই আলোর উৎসব দীবাবলী। এই সময় উপহারের ডালি নিয়ে আসেন প্রিয়জনেরা। এবার দীপাবলীর ঠিক আগেই লঞ্চ হয়েছে একাধিক স্মার্টফোন। শুরু হয়েছে আকর্ষনীয় সব অফার। নিজের বা প্রিয়জনের জন্য এবার পুজোয় স্মার্টফোন কেনার পরিকল্পনা থাকলে চোখ রাখুন এই প্রতিবেদনে। Realme 2 Pro দাম শুরু ১৩,৯৯০ টাকা থেকে Realme 2 Pro তে রয়েছে ৬.৩ ইঞ্চি FHD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ছোট কালো নচ। Oppo F9 Pro ও Vivo V11 Pro ফোনেও একই ধরনের নচ দেখা গিয়েছে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 660 চিপসেট, 4GB/ 6GB/ 8GB RAM আর 64GB/ 128GB স্টোরেজ। Realme 2 Pro তে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সিস্টেম। এই ক্যামেরার প্রাইমারি সেন্সারটি ১৬ মেগাপিক্সেল। এর সাথেই থাকবে একটি ২ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা। ফোনের সামনে রয়েছে একটি ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে সব ক্যামেরাতেই দারুন ছবি উঠবে বলে দাবি করেছে Realme। কানেক্টিভিটির জন্য Realme 2 Pro তে রয়েছে USB OTG, Wi-Fi 802.11 ac, Bluetooth, 4G VoLTE, GPS। Realme 2 Pro এর ভিতরে রয়েছে একটি 3500 mAh ব্যাটারি। Motorola One Power দাম শুরু ১৫,৯৯৯ টাকা থেকে Motorola

আজ স্ট্যাটু অফ ইউনিটি-র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী: 10 টি তথ্য

Image
সর্দার বল্লভ ভাই প্যাটেলের 143 তম জন্মদিবসে স্ট্যাটু অফ ইউনিটি-র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কয়েক বছরের চেষ্টায় 2,389 কোটি টাকা খরচ করে 182 মিটার উঁচু এই মূর্তি তৈরি হয়েছে। এটিই বিশ্বের সবচেয়ে বড় মূর্তি। এখানে দশটি তথ্য প্রদান করা হল প্রধানমন্ত্রীর  কার্যালয় থেকে  জানানো হয়েছে  অনুষ্ঠানে একটি পাত্রে নুন এবং নর্মদা নদীর জল ঢেলে শ্রদ্ধা  জ্ঞাপন করবেন  মোদী। পাঁচ  বছর আগে 2013 সালের 31 অক্টোবর  গুজরাটের মুখ্যমন্ত্রী থাকার সময় মূর্তি নির্মাণের  শিল্যানাস করেন মোদী। সর্দার  প্যাটেলকে লৌহ  মানব বলা  হত। আর তাই এই  মূর্তি নির্মাণ করতে  দেশের বিভিন্ন জায়গা থেকে  লোহা  নিয়ে  আসা  হয়েছে।  এখানে ধুতি এবং শাল পরিহিত  সর্দারের  রূপ দেওয়া  হয়েছে। পদ্মভূষণ প্রাপ্ত  শিল্পী  রাম ভি সুতার এই মূর্তির নকশা  তৈরি করেছেন। 250 ইঞ্জিনিয়ার  এবং  3,400 জন শ্রমিক 33 মাসের চেষ্টায় মূর্তিটি  তৈরি হয়েছে।   এখন বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি হল চিনের বুদ্ধ মূর্তি। কিন্তু সর্দারের মূর্তি  সেটির চেয়ে আরও 177 ফুট বেশি উঁচু হতে চলেছে    মূর্তিতে মোট  553 ব্রোঞ্জ প্যানেল রয়েছে।  প্রতিটির মধ্যে 10 -15  টি  করে

আজ স্ট্যাচু অফ ইউনিটির উন্মোচন

Image
আহমেদাবাদ : আজ স্ট্যাচু অফ ইউনিটির উন্মোচন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগে গুজরাতের কেভাড়িয়া এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী বল্লভভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষ্যে গত কয়েক বছর ধরে পালিত হয়ে আসছে জাতীয় ঐক্য দিবস। এবার এই দিনটিতেই উন্মোচন করা হবে তাঁর মূর্তির। যা বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি। এই মূর্তি উন্মোচন করতে আজ গুজরাতে যাবেন প্রধানমন্ত্রী। গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি বলেন, "এটা একটা ঐতিহাসিক দিন। গুজরাতের মুখ্যমন্ত্রী থাকার সময় থেকেই এটা নরেন্দ্র মোদির স্বপ্ন ছিল। তাঁর স্বপ্ন এবার সত্যি হচ্ছে।"  গুজরাতের উপ মুখ্যমন্ত্রী নীতিন প্যাটেল বলেন, "সারা দেশ এই মূর্তি উন্মোচনের জন্য অপেক্ষা করছে। এই মূর্তিকে ঘিরে পর্যটন ব্যবসা বাড়বে যা আমাদের দেশের পক্ষে ভালো।" তবে এই মূর্তি উন্মোচনের আগে সরকারের অস্বস্তি বাড়িয়েছে আশপাশের গ্রামের বাসিন্দাদের একাংশ। ইতিমধ্যেই এর বিরোধিতায় সরব হয়েছেন তাঁরা। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানো হবে না বলে তাদের তরফে জানানো হয়েছে। পাশাপাশি, ঘরে ঘরে পালিত হবে অরন্ধন দিবস।

ভারতীয় পছন্দের ব্র্যান্ডের তকমা পেল Samsung!

Image
নয়াদিল্লি: ভারতীয়দের পছন্দের তালিকায় স্থান করে নিল Samsung৷ সম্প্রতি, সামনে এসেছে ব্র্যান্ড এশিয়ার সার্ভের তথ্য৷ সেই রির্পোটেরই তথ্য জানাচ্ছে, স্যামসাং মোবাইল (ফোন ব্র্যান্ডটি) তালিকাতে রয়েছে একেবারে প্রথমস্থানে৷ স্যামসাংকে ফলো করে দ্বিতীয় স্থানে পৌঁছেছে স্যামসাং ইলেকট্রনিক্স এবং আইটি ব্র্যান্ডটি (স্যামসাং)৷ অন্যদিকে, আগুন্তুকের ন্যায় জিওর অনুপ্রবেশ পুরোপুরিভাবে বদলেছে টেলিকম মার্কেটের ছবিকে৷ যেখানে একেবারে জলের দামে ভয়েস কল, ডেটা পেয়েছেন ইউজাররা৷ ব্র্যান্ড এশিয়া সার্ভে ২০১৮ তথ্য অনুসারে, দেশের মধ্যে প্রথম সারির ১০ টি ব্র্যান্ডের মধ্যে অষ্টম স্থানে রয়েছে জিও৷ টেলিকম সংস্থাটির (জিও) অষ্টম স্থান পাওয়ার পিছনে রয়েছে যথেষ্ট যুক্তিযুক্ত কারণ৷ মার্কেটে জিও আসার ফলে টেলিকম সেক্টরের পরিচিত জীর্ণপ্রায় ধারণাতে এসেছে আমুল পরিবর্তন৷ ইতিমধ্যেই জিওর দাপটের সামনে পড়ে পিছু হটেছে বেশ কিছু ছোট বড় টেলিকম সংস্থা৷ প্রতিযোগীতার বাজারে টিকে থাকার জন্য বিভিন্ন টেলিকম সংস্থা জিওর সঙ্গে পাল্লা দিয়ে এনেছে নিত্যনতুন অফারের তালিকা৷ কিছুদিন আগেই আইডিয়া যুক্ত হয়েছে ভোডাফোনের সঙ্গে৷ সূত্রের

মাদকরানির কাছ থেকে শহরে কারা কিনত মাদক, তদন্তে লালবাজার

Image
কলকাতা: শহরে মাদক পাচারের অভিযোগে এক নাইজেরিয়ান মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ৷ ধৃত মহিলাকে জেরা করে শহরের সব থেকে বড় ক্রেতাদের মধ্যে কয়েকজনের নাম উঠে এল কলকাতা পুলিশের হাতে৷ ধৃত নাইজেরিয় মাদক পাচারকারী ওকোসান ক্রিস্টেনিয়ার এই শহরে প্রায় যাতায়াত ছিল বলে জানতে পেরেছেন তদন্তকারীরা৷ শুধু তাই নয় এই শহরে এই চক্রের সবথেকে বেশি ক্রেতাও রয়েছে বলে সূত্রের খবর৷ কয়েকটি নাইট ক্লাব ও ,সেখানকার ডিজেরা এই চক্রের সঙ্গে জড়িত বলে জানতে পেরেছেন লালবাজার কর্তারা৷ শুধু নাইট ক্লাব নয় ব্যক্তিগত পার্টির জন্য এই মাদক পাচারকারীদের কাছ থেকে মাদক কিনেছেন শহরের একাধিক বাসিন্দা৷ এই তালিকায় অনেক ক্ষমতাবান ব্যক্তিরও নাম রয়েছে বলে জানা যাচ্ছে৷ মাদকরানিকে গ্রেফতার করে বড়সড় সাফল্য পেলেও এখন ক্রেতাদের হদিশ পেতে ব্যস্ত পুলিশ কর্তারা৷ ইতিমধ্যে তদন্তকারীরা জানতে পেরেছে এই চক্র কলকাতা, মুম্বই,দিল্লি সহ দেশের বিভিন্ন মেট্রো শহরে মাদক পাচারের কাজ করত৷ এই পাচারকারীদের কাছ থেকে শহরের নামী কয়েকটি হোটেলেও মাদক ঢুকত বলে চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন তদন্তকারীরা৷ শহরে একাধিকবার এই নাইজেরিয়ান মাদকরানি মাদক বিক্রির ডিল ফাইনাল

৩৪ বছর আগে দেহরক্ষীর গুলিতে খুন হয়েছিলেন ইন্দিরা গান্ধী

Image
১৯৮৪ সালের ৩১ অক্টোবর, ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আততায়ীর গুলিতে নিহত হন। এই ঘটনা ভারতের ইতিহাসে ইন্দিরা হত্যাকাণ্ড নামে পরিচিত। সেদিন প্রিয়দর্শিনীকে তাঁরই দুই শিখ দেহরক্ষী সৎবন্ত সিংহ ও বিয়ন্ত সিংহ অপারেশন ব্লু স্টার চলাকালীন "স্বর্ণমন্দির" শিখদের বিরুদ্ধে সেনা অভিযানের প্রতিশোধ নিতেই হত্যা করেছিল। আর তারপরে শিখ বিরোধী দাঙ্গা হয়েছিল দেশজুড়ে৷ পূর্ব কর্মসূচি অনুসারে সেদিন ইন্দিরা গান্ধীর ব্রিটিশ অভিনেতা পিটার উস্তিনভকে সাক্ষাৎকার দেয়ার জন্য যাওয়ার পথে সকাল ৯টা ২০ মিনিটের গুলিবিদ্ধ হন। এই ব্রিটিশ অভিনেতা আইরিশ টেলিভিশনের জন্য একটি প্রামাণ্যচিত্র তৈরি করছিলেন। ১ নম্বর আকবর রোডের অফিসের কাছেই অবস্থিত ১ নম্বর সফদর জং রোডের বাসভবনের বাগানের একটি পথ দিয়ে তখন হাঁটছিলেন ইন্দিরা। তিনি যখন সতওয়ান্ত সিং ও বেয়ান্ত সিংহের প্রহরাধীনে উইকেট গেট দিয়ে বের হচ্ছিলেন, তখন এরা তার ওপর গুলি চালায়। সাব-ইনস্পেক্টর বেয়ান্ত সিং তার সাইড আর্ম থেকে তিনটি গুলি ছোড়েন তার তলপেটে। এরপর তিনি মাটিতে পড়ে গেলে সতওয়ান্ত সিং তার স্টেনগান থেকে ৩০ রাউন্ড গুলি ছোড়েন। গুলি করার পর উভয়ই তাদের অস্

যৌন হেনস্থা নিয়ে সচেতন করতে গিয়ে শিক্ষক নিজেই অবাক কীর্তি করলেন! হয়রানির শিকার ছাত্ররা

Image
উদ্দেশ্য ছিল ছাত্রদের সচেতন করা। উপযুক্ত পন্থায় শিখিয়ে দেওয়া , কোনটা 'গুড টাচ' আর কোনটা 'ব্যাড টাচ'। আর সেই কাজ করতে গিয়ে এবার নিজেই যৌন হেনস্থার অভিযোগে অভিযুক্ত হলেন এক শিক্ষক। পুনের হাদাসপার স্কুলের এক শিক্ষককে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার করা হয় সোমবার। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি 'গুড টাচ ব্যাড টাচ ' শেখানোর আছিলায় ছাত্রদের যৌন হেনস্থা করেন। ৪ জন ছাত্রকে যৌন হেনস্থার অভিযোগে ওই শিক্ষককে গ্রেফতার করা হয়। স্কুলের নবম শ্রেণির ছাত্রদের সঙ্গে এমন ব্যবহার তিনি গত ৫ মাস ধরে করে আসছেন বলে অভিযোগ। গত সাত বছর স্কুলের এই ক্রীড়া শিক্ষকের গ্রেফতারি নিয়ে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে স্কুলে। এটাই প্রথম নয়, এর আগেও পুনের একাধিক স্কুলে পড়ুয়াদের যৌন হেনস্থার ঘটনা ঘটেছে। সেখানের ফতিমানগরের স্কুলে এক ১৪ বছর বয়সী ছাত্রকে যৌন হেনস্থা করা হয় বলে অভিযোগ ওঠে। সেই সময় এক ক্যাথোলিক প্রিস্টের বিরুদ্ধে অভিযোগ ওঠে। এর পর অক্টোবরেও পুনের হিঞ্জেনওডি়তে একই ঘটনা ঘটে। যা ঘিরে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকায়।

যৌন হেনস্থার পরে চলন্ত অটো থেকে ধাক্কা ছাত্রীকে

Image
যৌন হেনস্থার পরে এক তরুণীকে চলন্ত অটো থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ উঠল খাস কলকাতায়। সামনেই ট্র্যাফিক সিগন্যালের জন্য গাড়ির গতি কম থাকায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন ওই তরুণী। সোমবার সন্ধ্যায় ইএম বাইপাসের রুবি মোড়ে এই ঘটনায় গরফা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ঘটনায় প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়েও। মঙ্গলবার রাত পর্যন্ত অভিযুক্ত চালককে অবশ্য ধরতে পারেনি পুলিশ। রুবি মোড়ের সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তকে চিহ্নিত করার চেষ্টা চললেও রাস্তার যে অংশে ঘটনাটি ঘটেছে, সেখানে কোনও ক্যামেরা নেই বলে পুলিশ সূত্রের দাবি। অটোটি কোন রুটের, তা নিয়েও ধন্দে তদন্তকারীরা। ইএম বাইপাসের একটি আবাসনের বাসিন্দা ওই তরুণী দ্বাদশ শ্রেণির ছাত্রী। সোমবার সন্ধ্যায় গড়িয়াহাটে গৃহশিক্ষকের কাছে পড়তে যাচ্ছিলেন তিনি। ঠিক ছিল, অটোয় রুবি মোড় পর্যন্ত গিয়ে ফের আর একটি অটোয় রাসবিহারী কানেক্টর ধরে গড়িয়াহাট যাওয়ার। তরুণী অভিযোগে জানিয়েছেন, আবাসনের সামনে দাঁড়িয়ে থাকাকালীন একটি ফাঁকা অটো এসে দাঁড়ায়। চালক রুবি মোড় যেতে রাজি হন। তিনি জানান, পিছনের আসন ভিজে থাকায় সামনে বসতে হবে। তরুণীর দাবি, ঘটনার সময়ে বৃষ্টি হচ্ছিল।

তোমার ছোট ছেলেকে মেরে দিলাম, মাকে বলে গেল দাদা!

Image
রাতে ঘরের দরজায় বড় ছেলের ধাক্কাধাক্কি শুনে ধড়মড়িয়ে উঠে বসেন মা। দরজা খুলতেই ছেলে বলে, ''তোমার ছোট ছেলেকে মেরে দিলাম।''  ঘুম-চোখে কিছু বুঝে ওঠার আগেই বাড়ি থেকে বেরিয়ে যায় বড় ছেলে। মা ইতু বাগচি ছোট ছেলের ঘরে গিয়ে দেখেন, রক্তাক্ত অবস্থায় খাটে পড়ে আছে সে। মাথা-মুখ-কান দিয়ে রক্ত বের হচ্ছে। বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কিছুক্ষণের মধ্যেই মারা যান তারণ বাগচি নামে ওই যুবক। সোমবার পুরাতন বনগাঁ  সাতভাই কালীতলা এলাকার ঘটনা। খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পরে আটক করা হয়েছে তাঁর দাদা বেঞ্জামিনকে।  ইতুর দাবি, ''বড় ছেলেই খুন করেছে তারণকে। ওর শাস্তি চাই।  পুলিশকে সব জানাব।'' কিন্তু কেন খুন, তা পরিস্কার নয় মায়ের কাছেও। তাঁর বক্তব্য, ''ভাইয়ের সঙ্গে ওর কোনও ঝামেলা হয়নি। তবে বড় ছেলেটা নেশা করে।  নেশার টাকা না দিলে বাড়িতে অশান্তি করে।'' পরিবারের দাবি, ডাইনিং টেবিলের ভাঙা কাঠের পায়া দিয়ে মাথায় ঘা মেরে খুন করা হয়েছে তারণকে। বেঞ্জামিন কয়েক বছর আগে মাকেও ধারাল অস্ত্র পেটে ঢুকিয়ে দিয়েছিল। দীর্ঘ দিন চিকিৎসার পরে সুস্থ হন তিনি। পরিবার