কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ, পদত্যাগ করতে পারেন উর্জিত প্যাটেল


প্রকাশ্যে আসা কেন্দ্র–আরবিআই আকচা আকচিতে নিজের পদ থেকে ইস্তফা দিতে পারেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত প্যাটেল।‌ সরকারের সঙ্গে বিরোধ চলছিল বেশ কিছুদিন ধরে। তার ফলেই এই জল্পনা তৈরি হয়েছে। রিজার্ভ ব্যাঙ্কের অভিযোগ, সরকার তাদের স্বশাসনে নাক গলাচ্ছে। অর্থমন্ত্রকের পাল্টা অভিযোগ, বিভিন্ন ব্যাঙ্কে যখন অনাদায়ী ঋণের পরিমাণ বাড়ছে তখন রিজার্ভ ব্যাঙ্ক চুপ করে বসেছিল। এই বিতর্কের জেরে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর পদত্যাগ করতে পারেন বলে খবর। বাজারে ওই গুজব ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে অনেকে সরকারি বন্ড বেচতে শুরু করেছেন।

আরবিআই আইনের সাত নম্বর ধারায় আছে, সরকার জনস্বার্থে রিজার্ভ ব্যাঙ্ককে নির্দেশ দিতে পারে। সূত্রের খবর, সরকার এই ধারা ব্যবহার করে রিজার্ভ ব্যাঙ্ককে ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে ঋণদান, দুর্বল ব্যাঙ্ক, নন ব্যাঙ্কিং আর্থিক সংস্থা এবং আরও কয়েকটি বিষয়ে পরামর্শ দেয়। তা থেকেই শুরু হয় বিতর্ক। আগে কখনও রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর  ইস্তফা দেননি। যদি উৰ্জিত প্যাটেল ইস্তফা দেন তা হলে নানা মহলে বিরূপ প্রতিক্রিয়া হবে বলে পর্যবেক্ষকদের ধারণা। কয়েকদিন আগে ডেপুটি গভর্নর ভাইরাল আচার্যের মন্তব্য নিয়ে বিতর্ক দানা বাধে। সরাসরি কেন্দ্র আরবিআইয়ের কাজে হস্তক্ষেপ করছে বলে অভিযোগ তাঁর। তারপর কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি মুখোমুখি বসে সমস্যা মিটিয়ে নেওয়ার আহ্বান করেন। কিন্তু দু'‌পক্ষের মধ্যে ইতিবাচক আলোচনা না হওয়ায় রফাসূত্র অধরাই থেকে যায়। এবার রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত প্যাটেলের ওপর চাপ বাড়তে থাকায় তিনি ইস্তফা দিতে পারেন বলে জল্পনা তুঙ্গে উঠেছে।