Posts

Showing posts from September 3, 2018

'কৌন বনেগা ক্রোড়পতি' শুরু হচ্ছে আজ থেকে

Image
দীর্ঘ প্রতীক্ষার অবসান। আজ, সোমবার থেকে ফের ছোটপর্দায় দর্শকদের মন জয় করতে ফিরছেন অমিতাভ বচ্চন। ফের রাত ৯ টায় 'কৌন বনেগা ক্রোড়পতি' দেখতে টিভির পর্দায় চোখ রাখবেন দর্শকরা। আর এই জনপ্রিয় শোয়ের দশম মরশুমে থাকছে কিছু বিশেষ আকর্ষণ। শো শুরুর আগে চটপট জেনে নেওয়া যাক এবার নতুন কী দেখতে পাওয়া যাবে। এই রিয়ালিটি শোয়ের টিজারেই বারবার উল্লেখ করা হয়েছে এবারের ট্যাগ লাইন। 'কব তক রোকোগে।' সাধারণ মানুষের সাফল্য ছোঁয়া ও স্বপ্নপূরণের নাছোড় জেদের কাহিনিই বারবার ধরা পড়েছে প্রোমোতে। সুতরাং এবার যে সেই ধরনের পরিবারের মানুষদের কথা তুলে ধরা হবে শোয়ে, তা স্পষ্ট। কিন্তু কীভাবে? প্রত্যেক শুক্রবারের এপিসোড হবে একটু অন্যরকম। যিনি নিজের কর্মক্ষমতায় সমাজে পরিবর্তন এনেছেন, হয়ে উঠছেনে সত্যিকারের নায়ক, এমন কোনও ব্যক্তির সঙ্গে সেদিন খেলবেন বিগ বি। সেই পর্বের নাম রাখা হয়েছে, 'কেবিসি কর্মবীর'। নিস্বার্থভাবে যাঁরা সমাজসেবায় বদ্ধপরিকর, তাঁদের কীর্তিকে কুর্নিশ জানাতেই এই বিশেষ এপিসোড। আগামী বারো সপ্তাহ সোম থেকে শুক্রবার চলবে শো। হবে মোট ৬০টি পর্ব। শোয়ের ফরম্যাট অবশ্য একইরকম থাকছে। তবে সেটে কিছু পরিবর্

মাত্র ৯৯৯ টাকায় বিমানে চড়ার সুযোগ !

Image
এয়ার এশিয়ার পর ইন্ডিগো৷ উড়ান সংস্থাটি নিয়ে এল একেবারে সস্তায় বিমানযাত্রার সুযোগ৷ উৎসবের মূহুর্তকে কাজে লাগিয়েই সংস্থা নিয়ে এসেছে অফারটি৷ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ইন্ডিগো জানাচ্ছে, মাত্র ৯৯৯ টাকায় যাত্রার সুযোগ পাবেন যাত্রীরা৷ চারদিন ব্যাপী সেলটিতে প্রায় ১০ লাখ সিটের উপর এই বিশেষ ছাড়টি থাকছে৷ যাত্রীরা টিকিট বুক করতে পারবেন আগামী ৬ সেপ্টেম্বর, ২০১৮ পর্যন্ত৷ ডোমেসটিক ফ্লাইট টিকিটের দাম শুরু হচ্ছে মাত্র ৯৯৯ টাকায়৷ অন্যদিকে, ইন্টারন্যাশনাল ফ্লাইট টিকিট থাকছে ৩,১৯৯ টাকায়৷ অফারে বুক করা টিকিটগুলির যাত্রার সময়সীমা থাকছে ১৮ সেপ্টেম্বর, ২০১৮ থেকে ৩০ মার্চ, ২০১৯ পর্যন্ত৷ MobiKwik ওয়ালেট ব্যবহারকারীদের জন্য থাকছে আকর্ষণীয় ক্যাশব্যাকের সুবিধা৷ ক্যাশব্যাকের টাকাটি বুকিংয়ের ৪৮ ঘন্টার মধ্যে গ্রাহকদের ওয়ালেটে জমা হবে৷ ইন্ডিগোর বিশেষ অফারটির বিষয়ে জেনে নিন বিশদে- নির্দিষ্ট সময়সীমার (৬ সেপ্টেম্বর, ২০১৮) মধ্যে টিকিট বুক করলে তবেই যাত্রীরা ছাড়ের সুবিধাটি পাবেন৷ সংস্থা জানিয়েছে, সরকারি ট্যাক্স এবং এয়ারপোর্ট চার্জের বিষয়টি অফারটির অংশ নয়৷ টিকিটে ছাড়ের বিষয়টির সঙ্গে অন্য কোন

৮৫ বছর বয়সে 'সেক্স চেঞ্জ' করে মহিলা হলেন ব্রিটেনের জেমস

Image
গর্বের সঙ্গে ৮৫ বছর বয়সে সেক্স চেঞ্জ সার্জারি করলেন ব্রিটেনের রুথ রোজ। এত বয়স্ক কেউ ব্রিটেনে এই সার্জারির মধ্যে দিয়ে যাননি বলে দাবি করা হয়েছে। চার বছর আগেই সার্জারির জন্য তৈরি হয়েছিলেন রোজ। পরে চিকিৎসকদের সবুজ সঙ্কেত পাওয়ার পরই এগিয়েছেন বলে সান পত্রিকা জানিয়েছে। এত দেরিতে এসে কেন এই জটিল প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেলেন? সেই প্রসঙ্গে রুথের জবাব, ১৫ বছর আগে এগুলো সমাজে গ্রহণযোগ্য ছিল না। রুথ নিজে প্রাক্তন র‌্যাফ নেভিগেটর, মেকানিক্যাল ইঞ্জিনিয়র, ফিনান্সিয়াল কনসালট্যান্ট হিসাবে কাজ করেছেন। আগে তাঁর নাম ছিল জেমস। তিনি বিয়েও করেছিলেন এক মহিলাকে। তবে ২০০৩ সালে তাদের ডিভোর্স হয়। কারণ ১৯৭৩ সালে জেমসের মহিলাদের পোশাক পরা ছিল স্ত্রীর হাতে চলে এসেছিল। পরে নাম বদলে জেমস হয়ে যান রুথ। জানিয়েছেন ৯ বছর বয়স থেকেই তিনি মেয়ে হতে চেয়েছিলেন। এই সেক্স চেঞ্জ সার্জারিতে খরচ হয়েছে ৪ হাজার ইউরো। সার্জারির শেষে রুথ বলছেন, এমনভাবে নিজেকে বদলে ফেলতে পারব তা ভাবিনি। যেন নতুন করে জীবন শুরু করলেম বলে মনে হচ্ছে।

প্রচুর শূন্যপদে সরকারি কর্মী নিয়োগ হতে চলেছে

Image
উচ্চমাধ্যমিক পাস চাকরিপ্রার্থীদের জন্য সুখবর ৷ রাজ্য সরকারের প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত ৷ এই পদগুলিতে নিযুক্ত কর্মীদের মাসিক বেতন হবে ৬০ হাজার টাকা ৷ মোট ১৯৫৭টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে ৷ আবেদনের শেষ দিন ১২ সেপ্টেম্বর ৷ সম্প্রতি রাজ্যের বেশ কিছু শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অসম সরকার ৷ অ্যাসিসট্যান্ট অ্যাকাউন্ট অফিসার, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ও চালকের শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে ৷ সম্প্রতি রাজ্যের বেশ কিছু শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অসম সরকার ৷ অ্যাসিসট্যান্ট অ্যাকাউন্ট অফিসার, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ও চালকের শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে ৷ অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার পদে আবেদনের জন্য ন্যূনতম বয়স হতে হবে ২১ থেকে ৪৪ বছরের মধ্যে ৷ ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ও চালক পদে আবেদনের ন্যূনতম বয়স ১৮ বছর ৷ সর্বোচ্চ বয়স ৪৪ বছর ৷ বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ও আবেদনের জন্য ক্লিক করুন www.apdcl.gov.in ওয়েবসাইটে ৷

ক্যালিফোর্নিয়ায় আবাসন কমপ্লেক্সে গুলি, জখম ১০

Image
ক্যালিফোর্নিয়া : এক শিশু সহ গুলিবিদ্ধ হল ১০ জন। গতরাতে ঘটনাটি ঘটে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান বার্নাডিনোর একটি আবাসন কমপ্লেক্সে। অ্যামেরিকান সময় রাত ১০টা ৪৫ মিনিটে ঘটনাটি ঘটে। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। গতরাতে আবাসিকরা যখন কমপ্লেক্সের মাঠে এক অনুষ্ঠানের জন্য জড়ো হয়েছিলেন তখন এই ঘটনাটি ঘটে। দুষ্কৃতীকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।  মাত্র ১ সপ্তাহ আগেই অ্যামেরিকার ফ্লোরিডায় একটি ভিডিয়ো গেমস প্রতিযোগিতা চলাকালীন এক ব্যক্তি গুলি চালিয়ে ৯ জনকে খুন করেন। 

দুই হিন্দু নেতাকে খুনের ষড়যন্ত্র, তামিলনাড়ুতে গ্রেফতার ৫ জঙ্গি

Image
হিন্দু নেতা খুনের দায়ে ধৃত ৫। দুই কট্টরপন্থী হিন্দু নেতাকে খুনের ষড়যন্ত্রের অভিযোগে তামিলনাড়ুর কোয়ম্বত্তূরে গ্রেফতার করা হল ৫ জঙ্গিকে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ধৃতদের মধ্যে একজন সক্রিয় আইসিস সদস্য। কট্টরপন্থী হিন্দুদের সংগঠন হিন্দু মক্কাল কাটচি-র নেতা অর্জুন সম্পত এবং আরেক সংগঠন হিন্দু মুন্নানি-র নেতা মুকাম্বিকাই মানি, এই দু'জনই ছিলেন ধৃতদের টার্গেট। পরিকল্পনা মাফিক শনিবারই চার জঙ্গি চেন্নাই থেকে আলাপ্পুঝা এক্সপ্রেসে এসে পৌঁছয় কোয়ম্বত্তূর। আরেক জন এসেছিল তাদের স্টেশনে 'রিসিভ' করতে। একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার পরিকল্পনা ছিল তাদের। কিন্তু সেই খবর আগে থেকেই ছিল গোয়েন্দাদের কাছে। কোয়ম্বত্তূর স্টেশনে পৌঁছতেই পাঁচজনকে গ্রেফতার করে কোয়ম্বত্তূর পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন ইউনিটের সদস্যরা। চব্বিশ ঘন্টা লাগাতার জেরার পর বেশ কিছু তথ্য এসেছে গোয়েন্দাদের হাতে। জানা গিয়েছে, দুই হিন্দু নেতাকে খুনের পাশাপাশি আগামী ১৩ সেপ্টেম্বর গণেশ চতুর্থীতে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর পরিকল্পনা ছিল তাদের। ধৃতেরা হল আর. আশিক (২৫), জাফর আলি (২৯), ইসমাইল (২৫), সামসুদ্দিন (২০) এবং সালাবুদ্দিন (২৫)।

কারেন্সি নোট থেকে রোগজীবাণু ছড়িয়ে পড়ছে?

Image
নয়াদিল্লি: কারেন্সি নোট থেকে নানা রকমের অসুখ বিসুখ, জীবাণু সংক্রমণ হয়, এহেন আশঙ্কা প্রকাশ করে তদন্ত চাইল ব্যবসায়ী সংগঠন কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্স বা সেইট। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা, বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী হর্ষবর্ধনকে চিঠি দিয়েছে তারা। নোট থেকে শরীর-স্বাস্থ্যের ক্ষতি এড়াতে প্রতিরোধী ব্যবস্থা নেওয়ার দাবিও করেছে তারা। বিভিন্ন গবেষণা, সমীক্ষার তথ্য ও মিডিয়া রিপোর্ট উল্লেখ করে সমস্যাটি গুরুত্ব দিয়ে দেখার আবেদন জানিয়েছেন ব্যবসায়ীরা। তাঁদের বক্তব্য, বিভিন্ন সমীক্ষায় দাবি করা হচ্ছে, কারেন্সি নোট থেকে রোগজীবাণু ছড়ায়, যা প্যাথোজনের সৃষ্টি করে। ফলে প্রসাব ও শ্বাসপ্রশ্বাস নালীতে সংক্রমণ, সেপটিসিমিয়া, চামড়ায় ইনফেকশন, বারবার মেনিনজাইটিস, টক্সিক শক সিনড্রোম ও নানা ধরনের গ্যাসট্রো-ইনটেস্টাইন সংক্রান্ত রোগের আশঙ্কা, ঝুঁকি থাকে। সংগঠনের সাধারণ সম্পাদক প্রবীণ খান্ডেলওয়াল বলেছেন, বিজ্ঞান বিষয়ক জার্নালগুলিতে প্রতি বছরই এ ধরনের আশঙ্কামূলক তথ্য প্রকাশ করা হলেও দুর্ভাগ্যজনক ভাবে এই জনস্বাস্থ্যের বিপদের দিকে কোনও নজরই নেই কারও। কারেন্সি নোট নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি ক

'রাখি বাঁধতে গিয়েছিলাম, ২ দিন ধরে ধর্ষণ করল', এক কিশোরীর বয়ানে...

Image
১৫ বছরের মেয়েটি পুলিশকে জানিয়েছে, তুতো দাদাকে রাখি পরাতে গিয়েছিল সে৷ দাদার জন্য গিফটও কিনেছিল৷ কিন্তু রাখি বাঁধতে যেতেই দাদা তাকে নিয়ে যায় ঘরের ভিতরে৷ তারপর নানা অছিলায় গায়ে হাত দেওয়া শুরু করে৷ ওই কিশোরী প্রথমে বুঝতে পারছিল না৷ খানিক বাদেই দাদার লালসার আঁচ পায় সে৷ তিন্দওয়াড়ি: দাদার হাতে রাখি বাঁধতে গিয়ে ধর্ষিত হল এক নাবালিকা৷ টানা ২ দিন ধরে ঘরে বন্দি রেখে ধর্ষণ করে দাদা৷ নির্মম ঘটনাটির সাক্ষী উত্তরপ্রদেশের তিন্ডওয়াড়ি৷ ঘটনার কথা জানাজানি হতেই পলাতক অভিযুক্ত ব্যক্তি৷ ১৫ বছরের মেয়েটি পুলিশকে জানিয়েছে, তুতো দাদাকে রাখি পরাতে গিয়েছিল সে৷ দাদার জন্য গিফটও কিনেছিল৷ কিন্তু রাখি বাঁধতে যেতেই দাদা তাকে নিয়ে যায় ঘরের ভিতরে৷ তারপর নানা অছিলায় গায়ে হাত দেওয়া শুরু করে৷ ওই কিশোরী প্রথমে বুঝতে পারছিল না৷ খানিক বাদেই দাদার লালসার আঁচ পায় সে৷ পালানোর চেষ্টা করতেই দাদা তাকে জোর করে ঘরে নিয়ে গিয়ে বন্দি করে রেখে দেয়৷ তারপর শুরু হয় ধর্ষণ৷ টানা দুদিন ধরে মেয়েটির কোনও খোঁজ পাওয়া যায়নি৷ শেষ পর্যন্ত তুতো দাদার বাড়িতেই মেলে মেয়েটিকে৷ হাসপাতালে ভরতি করা হয়৷ এফআইআর হওয়ার পর থেকেই

কর্ণাটকে কংগ্রেসের বিজয় মিছিলে অ্যাসিড হামলা, আহত বহু

Image
পুরভোটের বিজয় মিছিল বদলে গেল বিষাদের ছবিতে। দলীয় প্রার্থীর জয়ে কর্মীরা যখন উল্লাসে মত্ত তখনই মিছিলের উপর ছোঁড়া হল অ্যাসিড। ভিড়ের মধ্যে অন্তত জনা পঁচিশেক সমর্থক জখম হলেন। তাদের মধ্যে কয়েকজনের চোট অত্যন্ত গুরুতর। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের টুমকুরে। কংগ্রেসের বিজয় মিছিল চলাকালীন। কর্ণাটকে গত ২৯ আগস্ট পুরভোট অনুষ্ঠিত হয়। আজ সকাল থেকে শুরু হয়েছে ভোটগণনা। টুমকুর পুরসভার ১৬ নং ওয়ার্ডে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী ইনায়েতুল্লাহ খান। দলীয় প্রার্থী জয়ী ঘোষণা হতেই উল্লাসে ফেটে পড়েন সমর্থকরা। অঘোষিত বিজয় মিছিল বেরিয়ে পড়ে এলাকায়। এরপরই ওই মিছিলে অ্যাসি়ড হামলার অভিযোগ ওঠে। অজ্ঞাতপরিচয় ব্যক্তির ছোঁড়া অ্যাসিডে অন্তত ২৫ জন কংগ্রেস কর্মী- সমর্থক আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়। কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও বাকিদের এখনও চিকিৎসা চলছে। যদিও, সরকারিভাবে এখনও পর্যন্ত ৮ জন আহত হয়েছে বলে জানানো হয়েছে। ৩৫ আসন বিশিষ্ঠ টুমকুর পুরসভায় একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে বিজেপি। তাঁরা জিতেছে ১২টি ওয়ার্ড। অন্যদিকে কংগ্রেস জিতেছে ১০টি ওয়ার্ডে। মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীর দল জেডিএস জ

শারীরিক মিলনে ভাল যায় দিন, জানুন সঠিক সময় কোনটা

Image
দিনভর চনমন করবেন। অফিস কিংবা বাড়ি— কর্মক্ষমতার তুঙ্গে থাকবেন আপনি। যে কাজে হাত দেবেন, সোনা ফলবে! কিন্তু তার জন্য রয়েছে ছোট্ট একটা টোটকা। আন্তর্জাতিক পত্রিকা 'বাসল'-এ প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, কেবল সঠিক সময়ে যৌন মিলনই আপনার বাকি দিনটা করে তুলতে পারে মসৃণ। সম্প্রতি একটি সমীক্ষা আয়োজন করে 'ম্যাট্রেস অ্যাডভাইজর' নামে একটি ওয়েবসাইট। এই সমীক্ষা থেকেই বেরিয়ে আসছে এমন সম্ভাবনার কথা। কিন্তু কোন সময়টা সেই সঠিক সময়? ঘড়ির কাঁটা কত ডিগ্রিতে থাকলে আপনার শারীরিক ঘনিষ্ঠতা আদর্শ হয়ে উঠবে? এক হাজার দম্পতির খুঁটিনাটি নিয়ে এই সমীক্ষাটি করা হয়। দেখা গিয়েছে একেক দম্পতির সাচ্ছন্দ্য একেক সময়ে। কারও সন্ধে, কারও মধ্যরাত। আর যৌন সম্পর্ক স্থাপনের সেই সময়ের উপরে নির্ভর করছে তাঁদের বাকি দিনের কর্মক্ষমতা। সবচেয়ে বেশি সংখ্যক মানুষের ক্ষেত্রে দেখা গিয়েছে ভোরবেলায় শরীরী মিলনের পথে হাঁটলে তাঁরা সারাদিন চনমনে থাকছেন। উক্ত সমীক্ষায় ৫৩ শতাংশ পুরুষ এবং ৪৫ শতাংশ মহিলা এই প্রভাতী যৌনতার পক্ষে সওয়াল করেন।

মদ খাওয়ার প্রতিবাদ করায় ব্যবসায়ীর গলায় ক্ষুর চালাল মত্ত!

Image
মদ খেয়ে রাতবিরেতে বাড়ির সামনে  গালিগালাজ, চেঁচামেচি করা। দীর্ঘদিন ধরে চলে আসা মত্তদের তাণ্ডবে বিরক্ত হয়ে প্রতিবাদ করেছিলেন এক ব্যবসায়ী। তার জেরে প্রকাশ্যে মত্ত ব্যক্তির গলায় ক্ষুর চালিয়ে দিল মত্ত এক যুবক।  ঘটনাটি ঘটেছে উত্তরপাড়ার কোতরং পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে। অভিযোগ, জগা বাহাদুর নামে এক যুবক প্রতিদিনই মত্ত অবস্থায় এলাকায় অশান্তি বাধায়।  অশ্লীল গালিগালাজ  করে।   পাড়ার মধ্যে চেঁচামেচি করে সবাইকে অতীষ্ঠ করে তুলেছিল। তার ভয়ে সন্ধ্যার পর ওই এলাকা দিয়ে একা যেতে ভয় পেতে শুরু করেছিলেন পাড়ার মেয়েরা।  এর আগেই একাধিকবার জগার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। রবিবার রাতেও এই কাণ্ড ঘটায় জগা। তারই প্রতিবাদ করেন স্থানীয় মাছ ব্যবসায়ী রাসমোহন রত্ন।  অভিযোগ, প্রথমে ব্যবসায়ীর কথায় পরোয়াই করতে চায় না জগা। কিন্তু তাকে চেপে ধরে বোঝাতে গেলেই  ব্যবসায়ীর গলায় ক্ষুর চালিয়ে দেয় সে ।   রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওই ব্যবসায়ী।   তাঁকে উদ্ধার করে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকজন এবং প্রতিবেশীরা।   চিকিত্সকরা জানান, চোট বেশ গভীর।  গলায় ১২টি সেলাই পরে তাঁর।   ঘটনার পর থেকেই ফেরার অভিযুক্ত

নিকাহ্ হালালা’র জন্য চাপ, শ্বশুরের ধর্ষণের শিকার হলেন উত্তরপ্রদেশের মহিলা

Image
নিকাহ্ হালালার 'অজুহাতে' বৌমাকে ধর্ষণের অভিযোগ উঠল শ্বশুরের বিরুদ্ধে। ঘটনাটি উত্তরপ্রদেশের মোরাদাবাদের। রবিবার পুলিশ জানিয়েছে, ২০১৪ সালের ৭ ডিসেম্বর বিয়ে হয় ওই মহিলার। কিন্তু, ২০১৫ সালের ১৫ ডিসেম্বর শ্বশুর বাড়ির লোকজন অত্যাচার করে তাঁকে তাড়িয়ে দেয়। ২০১৬ সালের জানুয়ারি মাসে শ্বশুর বাড়ির বিরুদ্ধে থানায় বধূ নির্যাতনের অভিযোগ দায়ের করেন ওই মহিলা। এর পর গত ডিসেম্বরে দুই পরিবারের মধ্যে সমঝোতা হয়। ফের শ্বশুর বাড়ি ফিরে আসেন মহিলা। নিকাহ্ হালালা প্রথা অনুযায়ী, তালাকপ্রাপ্ত কোনও মহিলা তাঁর প্রাক্তন স্বামীকে ফের বিয়ে করতে চাইলে প্রথমে তাঁকে অন্য কাউকে বিয়ে ও সহবাস করে ফের তালাক নিতে হয়। মহিলার অভিযোগ, এই প্রথার সুযোগ নিয়ে শ্বশুরকে বিয়ে করার জন্য চাপ দিতে শুরু করে তাঁর শ্বশুর বাড়ির লোকজন। বিয়েতে রাজি না হওয়ায় একটি বন্ধ ঘরে তাঁকে ধর্ষণ করে শ্বশুর। এই ঘটনায় স্বামী-শ্বশুর এবং আরও পাঁচ জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। মহিলার দাবি, সেই শুরু তাঁর দুঃস্বপ্নের। অভিযোগ, এর পরই তাঁর স্বামী, শ্বশুর, তাঁর ভাই এবং দুই মৌলবি দাবি করতে শুরু করেন, শ্বশুর বাড়িতে থাকতে হলে নিকাহ্ হা

অন্তর্বাস না পরায় চাকরি থেকে বরখাস্ত, আদালতের দ্বারস্থ যুবতি

Image
অ্যালবার্টা (কানাডা) : অফিসে কর্তৃপক্ষের নির্দেশ সত্ত্বেও বক্ষবন্ধনী পরেননি বছর ২৫-এর ক্রিশ্চিনা। সেই কারণে তাঁকে চাকরি থেকে ছাড়িয়ে দেওয়া হয়েছিল। মানবাধিকার ভঙ্গের দায়ে আদালতের দারস্থ হলেন তিনি। ঘটনাটি কানাডার অ্যালবার্টা প্রদেশের। ক্রিশ্চিনা বলেছেন, "বক্ষবন্ধনী পরাটা কষ্টকর তাই ২ বছর আগেই পরা ছেড়ে দিয়েছি।" ক্রিশ্চিনাকে সম্প্রতি তাঁর ম্যানেজার নির্দেশ দেন কর্মক্ষেত্রে বক্ষবন্ধনী পরে আসতে। কিন্তু তা তিনি অস্বীকার করেন। এরপরই নির্দেশ না মানায় তাঁকে কাজ থেকে ছাড়িয়ে দেন ম্যানেজার। তাঁর যুক্তি ছিল নিয়ম বানানো হয়েছিল ক্রিশ্চিনার সুবিধার জন্যই।  এরপরই মানবাধিকার ভঙ্গের অভিযোগে অফিসের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে আদালতের দ্বারস্থ হন তিনি। তিনি জানান, তাঁর অফিসে মহিলাদের মতো পুরুষদের জন্য কোনও নিয়ম নেই। 

শোলে সিনেমার নকল করে দুষ্কৃতীরা হাত কেটে নিল যুবকের

Image
নিজের গরু হারিয়ে গিয়েছিল এক ব্যক্তির। গরু খুঁজতে একটি পরিবারের জমিতে ঢুকে পড়েন তিনি। গরু তো খুঁজে পাননি, উল্টে ওই জমিতে ঢুকে পড়ার অপরাধে পাঁচজন মিলে যুবককে বেঁধে রেখে হাত কেটে নেওয়া হল। একেবারে হিন্দি সিনেমা শোলের জনপ্রিয় দৃশ্যের মতো করে বেঁধে হাত তলোয়ার দিয়ে কেটে দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের পিপলওয়ালি গ্রামের সুলতানপুর পুলিশ স্টেশন এলাকায় রাইসেন জেলায়। আহতের নাম প্রেম নারায়ণ সাহু (৩৫)। এই ঘটনায় ২জনকে গ্রেফতার করা হয়েছে। সুলতানপুর পুলিশ জানিয়েছে, প্রেমের গরু শুক্রবার সন্ধ্যায় খোয়া গিয়েছিল। গরুর খোঁজ করতে গিয়ে তিনি জনৈক সত্তু যাদবের জমিতে ঢুকে পড়েছিলেন। গরু নিয়ে জিজ্ঞাসা করায় যাদব প্রথমে এড়িয়ে যান। পরে এককথা দুইকথায় বচসা শুরু হয়। সেই বচসায় জড়িয়ে পড়ে যাদবের পরিবারের লোকজনও। অভিযোগ, সকলে মিলে প্রেমকে গাছের সঙ্গে বেঁধে দেয়। প্রচণ্ড মারধর করার পরে তলোয়ার দিয়ে প্রেমের হাত কেটে দেওয়া হয়। তিনি চিৎকার করলেও গ্রামবাসীরা দাঁড়িয়ে মজা দেখলেও কেউ এগিয়ে এসে প্রতিবাদ করেননি। পরে পুলিশ এক গ্রামবাসীর ফোন পেয়ে ঘটনাস্থলে হাজির হয়। পুলিশ প্রেম ও তার কাটা হাত নিয়ে তাঁকে স্থানীয় হাসপাতালে পাঠায়। পর

দাদাকে মেরে আত্মঘাতী দুই বোন

Image
সিউড়ি: অস্বাভাবিক মৃত্যু হল এক যুবকের৷ ঘটনাটি ঘটেছে বীরভূমের ময়ূরেশ্বর ব্রাহ্মন বহড়া গ্রামে৷ মৃত নাম বৃন্দাবন মন্ডল (৩০)৷ যে ঘরে মৃতদেহ পড়েছিল সেই ঘর থেকেই তার দুই বোনকে হাতের শিরা কাটা অবস্থায় উদ্ধার করা হয়৷ ওই দুই বোনের নাম বানেশ্বরী মন্ডল ও পিনকি মন্ডল৷ পুলিশ দুই বোন ও তাদের বাবা প্রভাত মন্ডলকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে এলাকার বৃন্দাবন মন্ডলের বাড়ি থেকে চিৎকার শুনতে পায়৷ তাঁর বাড়িতে স্থানীয়রা গিয়ে দেখে বাড়ির ভিতরে ধোঁয়া ভরতি৷ বাড়ির কিছুটা অংশে আগুন লেগে গিয়েছে৷ স্থানীয় বাসিন্দারা নিজেদের উদ্যোগে আগুন নিয়ন্ত্রণে আনে৷ অন্যদিকে ঘরের ভিতর তখন রক্তে ভেসে যাচ্ছিল৷ স্থানীয়রা ঘরের ভিতর ঢুকতেই তাঁরা দেখেন বৃন্দাবন বাবুর মৃতদেহ পড়ে রয়েছে৷ আর ওই একই ঘরে তাঁর দুই অবিবাহিত বোন মেঝেতে মধ্যে পড়ে আছে। তাদের হাতের শিরা কাটা। ঘরে রক্ত ভেসে যাচ্ছে৷ প্রতিবেশীরা জানায় ঘরের কিছুটা অংশ আগুনে পুড়েছে। জানালা দিয়ে কিছুটা হলকা দেখা যাচ্ছে। তাঁরা খবর দেয় ময়ূরেশ্বর থানায়৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দুই বোনকে উদ্ধার করে সাইথিয়া হাসপাতালে ভরতি করেন৷ পা

মুখ্যমন্ত্রী কথা রাখেননি, গলায় মেডেল ঝুলিয়ে রাস্তায় ভিক্ষে করছেন জাতীয় স্তরে পদক জয়ী অ্যাথলিট

Image
জাতীয় স্তরে সাফল্যের পর প্রতিশ্রুতির বন্যা বয়ে গিয়েছিল। এমনকি প্রতিশ্রুতি দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও। সেসব হাওয়ায় মিলিয়ে গিয়েছে। এখন রাস্তায় ভিক্ষে করছেন মধ্যপ্রদেশের প্যারা অ্যাথলিট মনমোহন সিং লোধি। জাতীয় স্তরে সাফল্যের পর প্রতিশ্রুতির বন্যা বয়ে গিয়েছিল। এমনকি প্রতিশ্রুতি দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও। সেসব হাওয়ায় মিলিয়ে গিয়েছে। এখন রাস্তায় ভিক্ষে করছেন মধ্যপ্রদেশের প্যারা অ্যাথলিট মনমোহন সিং লোধি। মধ্যপ্রদেশের নরসিংহপুরের এই প্যারা অ্যাথলিট মনমোহন জাতীয় স্তরে দৌড়ে একাধিক মেডেল জিতেছেন। অভাবের তাড়নায় এখন রাস্তায় নেমে এসেছেন। মনমোহন সংবাদমাধ্যমে জানিয়েছেন, 'জাতীয় স্তরে ‌যখন পদক জিতেছিলাম তখন সরকারের পক্ষ থেকে বহু প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এমনকি সরকারি চাকরি দেওয়ার কথাও বলা হয়েছিল। তার পর সবই হাওয়ায় মিলিয়ে গিয়েছে।' বেঁচে থাকার জন্য অন্তত কিছু অন্তত করুক সরকার। এমনই আবেদন নিয়ে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে দেখা করেন মনমোহন। একবার নয় চারবার। কিন্তু কিছুই হয়নি। শেষপ‌র্যন্ত ভেঙে পড়েছেন এই প্যারা অ্যাথলিট। ভিক্ষের পাত্র নিয়ে তাঁকে এখন রাস্তায়

‌দাদাকে পুড়িয়ে খুনের অভিযোগ বোনেদের বিরুদ্ধে

Image
দাদাকে পুড়িয়ে খুনের অভিযোগ উঠল দুই বোনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বীরভূমের ময়ূরেশ্বর থানার বহড়া গ্রামে রবিবার রাতে। মৃত বৃন্দাবন মণ্ডল পেশায় শিক্ষক। প্রাথমিক তদন্তে পুলিস জেনেছে, বৃন্দাবনের যখন সাত বছর বয়স তখন তাঁদের মা মারা যান। তারপর থেকে তিনি তাঁর দুই বোন এবং বাবার সঙ্গে থাকতেন। গত রাতে তাঁদের বাবা একটি অনুষ্ঠানে গান গাইতে গিয়েছিলেন। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, সেই সুযোগেই দুই যুবতী মিলে দাদাকে খুন করেন। তারপর নিজেরা হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করেন। প্রতিবেশীদের বয়ান অনুযায়ী, দুই বোনেরই অভিযোগ ছিল তাঁদের দাদা তাঁদের বিয়ে দিচ্ছেন না। সেজন্য মানসিক অবসাদেও ভুগছিলেন ২৬–২৭ বছরের ওই দুই যুবতী। পুলিস দু'‌জনকেই প্রাথমিক জেরার পর হাসপাতালে পাঠায়। তাঁদের মানসিক অবস্থা জানতে মনোবিদদের সঙ্গেও কথা বলা হবে বলে জানিয়েছে পুলিস। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তদন্ত শুরু করেছে ময়ূরেশ্বর থানার পুলিস। মৃত শিক্ষকের বাবা, সহকর্মী, আত্মীয় এবং পড়শিদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

একান্তে সময় কাটাতে ২ লক্ষ ৮৫ হাজারে গোটা ট্রেন ভাড়া করলেন দম্পতি

Image
কোয়েম্বাটুর: নির্জনে সময় কাটাতে কিনা করতে পারেন দম্পতি ! ইংল্যান্ড থেকে ভারতে এসে ভাড়া করে ফেললেন গোটা একটা রেলগাড়ি ৷ সেখানে থাকবেন শুধুমাত্র পাত্র ও পাত্রী ৷ এর জন্য খরচ করতে হয়েছে ২লক্ষ ৮৫ হাজার টাকা ৷ উটির বিশেষ টয়ট্রেনের সব ক'টি টিকিট কেটে ফেলেছেন গ্রাহাম উইলিয়াম লিন ও সিলভিয়া প্লাসিক ৷ গোটা ট্রেনের যাত্রী শুধুমাত্র দু'জনেই ৷ একে অপরের সঙ্গে একান্তে সময় কাটানোর সুযোগ এর থেকে আর ভাল কী বা হতে পারে ! একান্তে সময় কাটাতে ২ লক্ষ ৮৫ হাজারে গোটা ট্রেন ভাড়া করলেন দম্পতি নীলগিরি মাউন্টেন রেলওয়েজের ঐতিহ্যবাহী স্টিম ইঞ্জিনের ট্রেনে সফর তাঁদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে বলেই মত দম্পতির ৷ চারদিকে মনোরম সৌন্দর্য্যে মোড়া নীলগিরি পর্বত, মাঝে চলছে টয়ট্রেন ৷ এই অভিজ্ঞতা যে চিরকালীন বলে জানিয়েছেন ইংল্যান্ডবাসী গ্রাহাম ও সিলভিয়া ৷

প্রিয়াঙ্কার তো এলাহি ব্যাপার, হবু শ্বশুর ও দিকে দেউলিয়া চেয়ে কোর্টে!

Image
মার্কিন গায়ক নিক জোনাসের বাবা পল জোনাসের রিয়াল এস্টেট কোম্পানি ১০ লক্ষ মার্কিন ডলার ঋণে ডুবে৷ জানা গিয়েছে, বিপুল ঋণ চোকাতে না-পেরে আদালতে দেউলিয়া ঘোষণার আবেদন করেছেন পল৷ মুম্বই: বিয়ে একেবারে দোরগোড়ায়। এলাহি এনগেজমেন্ট ও রোকা নিয়ে চর্চার শেষ নেই। হ্যাঁ, কথা হচ্ছে প্রিয়াঙ্কা-নিক জুটি নিয়ে৷ কিন্তু একদিকে যখন বিয়ের রোশনাই, অন্যদিকে শ্বশুরবাড়িতে তখন দেউলিয়ার বিষাদ৷ প্রিয়াঙ্কা চোপড়ার হবু শ্বশুর দেউলিয়া ঘোষণার আবেদন করেছেন৷ মার্কিন গায়ক নিক জোনাসের বাবা পল জোনাসের রিয়াল এস্টেট কোম্পানি ১০ লক্ষ মার্কিন ডলার ঋণে ডুবে৷ জানা গিয়েছে, বিপুল ঋণ চোকাতে না-পেরে আদালতে দেউলিয়া ঘোষণার আবেদন করেছেন পল৷ টাকার জন্য বিক্রি করছেন নিউ জার্সির আবাসন ও রিয়াল এস্টেট কোম্পানি৷ নিকের বর্তমান সম্পত্তির পরিমাণ ২.৫ কোটি মার্কিন ডলার৷ এই আয়ের বেশির ভাগটাই সোলো আর্টিস্ট হিসেবে রোজগার করেছেন প্রিয়াঙ্কার হবু স্বামী৷  হলিউডের বিখ্যাত ছবি জুমানজি-তেও অভিনয় করছেন নিক৷ প্রিয়াঙ্কার বর্তমান সম্পত্তির পরিমাণ ২.৮ কোটি মার্কিন ডলার৷ অতএব ছেলে ও পুত্রবধূর সম্পত্তিতে ভবিষ্যত্‍ হয়তো ভালো পলের!

জোড়া বিস্ফোরণে কাঁপল কাবুলিওয়ালার দেশ

Image
কাবুল: ফের বিস্ফোরণে কেঁপে উঠল কাবুলিওয়ায়ালের দেশ। পরপর দু'টি জখম হলেন বেশ কয়েকজন পুলিশ কর্মী। রবিবার গভীর রাতে বিস্ফোরণ ঘটে আফগানিস্তানের কান্দাহার শহরে। একই জায়গায় ঘটেছে দুই বিস্ফোরণ। মোট সাত জন পুলিশ কর্মী ওই ঘটনায় জখম হয়েছেন বলে জানা গিয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম টোলো নিউজের প্রকাশিত প্রতিবেদন অনুসারে, একটি বৈদ্যুতিন বাক্সের মধ্যে রাখা ছিল আইইডি বিস্ফোরক। সেখান থেকেই ঘটেছে বিস্ফোরণ। আফগানিস্তানের জাতীয় পুলিশের পক্ষ থেকে জানান হয়েছে যে রাতের দিকে বিস্ফোরণ ঘটায় বেশি ক্ষতি হয়নি। কারণ শহরে জনসমাগম কম ছিল। প্রথম বিস্ফোরণে একজন পুলিশ জখম হয়েছিলেন। বিস্ফোরণের পরে ওই ঘটনাস্থলে তদন্তে গিয়েছিলেন অন্যান্য পুলিশ কর্মীরা। সেই সময়েই ঘটে দ্বিতীয় বিস্ফোরণ। আর তাতেই আরও ছয় জন জখম হন। স্থানীয় প্রদেশের গভর্নরের মুখপাত্র জানিয়েছেন যে জোড়া বিস্ফোরণে কারো মৃত্যু হয়নি। তবে বেশ কয়েকজন জখম হয়েছেন। এই জখমদের সংখ্যা হিক কত তা এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। শেষ পাওয়া খবর অনুসারে কোনও সন্ত্রাসবাদী সংগঠন ওই ঘটনার দায় স্বীকার করেনি।

বড়লোক হতে ২৪আঙুলের ছেলেকে বলি দিতে চায় পরিজনেরা

Image
লখনউ: অস্বাভাবিক শরীরের শিশুকে বলি দিলেই আসবে পরম সৌভাগ্য। ফুলে ফেঁপে উঠবে সম্পত্তি। এমনই বিধান দিয়েছে তান্ত্রিক। সেই কারণে নিজের পরিবারের শিশুকেই বলি দিতে উদ্যত হয়েছে পরিজনেরা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের উত্তর প্রদেশের বারাবাঙ্কি জেলায়। বলির নিশানায় থাকা ছেলেটির শরীরে অস্বাভাবিকত্ব বলতে রয়েছে অতিরিক্ত চারটে আঙুল। দুই হাতে একটি করে অতিরিক্ত আঙুল রয়েছে। একই সঙ্গে দুই পায়েও একটি করে অতিরিক্ত আঙুল রয়েছে। ওই নাবালকের বাবা অভিযোগ করেছেন যে এক তান্ত্রিক পরামর্শ দিয়েছে পরিবারের অস্বাভাবিক কোনও শিশুকে বলি দিলেই পরিবারের অবস্থা সুস্বাস্থ্যের অধিকারি হবে। সেই কারণে পরিজনেরাই তাঁর নাবালক ছেলেকে বলি দেওয়ার জন্য উদ্যত হয়েছে। প্রতিকূলতার রেশ এতটাই ভয়াবহ হয়েছে যে বাড়ির বাইরে যাওয়াও বন্ধ হয়ে গিয়েছে ২৪ আঙুলের অধিকারী ছেলেটির। পাছে পরিজনদের লোভের শিকারে বলি হতে হয়। এই ভয়ের কারবণেই বন্ধ হয়ে গিয়েছে স্কুলে যাওয়া। খেদ পড়েছে লেখাড়াতেও। পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে শিশুটির বাবা।   এই বিষয়ে বারাবাঙ্কির সার্কেল অফিসার উমা শঙ্কর সিং জানিয়েছেন যে এই ধরনের কুসংস্কারের কারণে কখই একজন শিশুকে

GST-নোটবন্দিতে নাভিঃশ্বাস! ছোট ব্যবসায় ঋণখেলাপ বাড়ল দ্বিগুণ

Image
সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেস-এর একটি আরটিআই আবেদনে প্রকাশিত হয়েছে এই তথ্য৷ রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, ক্ষুদ্র ব্যবসায়িক ঋণের ক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির অনাদায়ী ঋণের পরিমাণ বাড়ছে লাফিয়ে৷ নয়াদিল্লি: জিএসটি ও নোটবন্দির পর থেকেই ভারতে ব্যাপক চাপে পড়ে গিয়েছেন ছোট ব্যবসায়ীরা৷ যার নির্যাস, ছোট ব্যবসায়িক ঋণখেলাপির পরিমাণ গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ বেড়ে গিয়েছে৷ ২০১৭ সালের মার্চে ছোট ব্যবসায় খেলাপি ঋণের পরিমাণ যেখানে ছিল ৮ হাজার ২৪৯ কোটি টাকা, ২০১৮ সালের মার্চে সেই অঙ্কটা দাঁড়িয়েছে ১৬ হাজার ১১৮ কোটি টাকা৷ '২০১৯-এ বিজেপি-র জেতা মুশকিল' সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেস-এর একটি আরটিআই আবেদনে প্রকাশিত হয়েছে এই তথ্য৷ রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, ক্ষুদ্র ব্যবসায়িক ঋণের ক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির অনাদায়ী ঋণের পরিমাণ বাড়ছে লাফিয়ে৷ এর একমাত্র কারণ হিসেবে আরবিআই জানাচ্ছে, জিএসটি ও বিমুদ্রাকরণ৷ আরবিআই-এর মনিটারি পলিসি ডিপার্টমেন্টের একটি বিবৃতিতে বলা হচ্ছে, 'বিশেষ করে, স্বর্ণ ও রত্ন শিল্পে ঠিকা শ্রমিকরা পারিশ্রমিক নিয়মিত পাচ্ছেন না নোটবন্দির পর থেকে৷ জিএসটি

খাটে বৃদ্ধের পচাগলা দেহ, পাশে শুয়ে স্ত্রী

Image
তালা দেওয়া ওই দম্পতির বাড়িতে। রবিবার। বিছানার উপরে পড়ে রয়েছে এক বৃদ্ধের পচাগলা দেহ। তা থেকে দুর্গন্ধ ছড়িয়েছে ঘরে। দেহের পাশেই শুয়ে রয়েছেন প্রৌঢ়া স্ত্রী! তাঁর পেটে গভীর ক্ষত। রবিবার সকাল সাড়ে আটটা নাগাদ কাঁকু়ড়গাছির সিআইটি রোডের আনন্দলোক আবাসনের ডি-৬ ফ্ল্যাটে এই দৃশ্য দেখে আঁতকে উঠলেন দুঁদে পুলিশ অফিসারেরাও। তড়িঘড়ি প্রৌঢ়াকে পাঠানো হয় আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে। ময়না-তদন্তে পাঠানো হয় বৃদ্ধের দেহ। বহু দিনের প্রতিবেশীদের এমন পরিস্থিতি দেখে বিস্মিত ও চিন্তিত ওই আবাসনের অন্য বাসিন্দারাও। মৃত বৃদ্ধের নাম তরুণ দাস (৬২)। প্রৌঢ়ার নাম রত্না দাস। পুলিশ জানিয়েছে, রত্নাদেবী আপাতত আর জি করের ট্রমা কেয়ার ইউনিটে ভর্তি। তিনি আংশিক পক্ষাঘাতে আক্রান্ত। পুলিশ সূত্রের খবর, তরুণবাবুর দেহের ময়না-তদন্তের রিপোর্টে অস্বাভাবিক কিছু মেলেনি। তবে অন্তত দিন দুয়েক আগে তাঁর মৃত্যু হয়েছে বলেই জানিয়েছে পুলিশ। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন বলেও জেনেছেন তদন্তকারীরা। রত্নাদেবীর আঘাত দেখে পুলিশের একাংশের সন্দেহ, সেটা ধারালো কিছুর আঘাত। তাঁদের আশঙ্কা, রত্নাদেবী নিজেই কিছু দিয়ে আঘাত করেছিলেন। পুলিশ জানায়, এই

অ্যালুমিনিয়াম কোচ নির্মাণের পথে রেল

Image
বছরখানেক আগেই অ্যালুমিনিয়ামের কোচ ব্যবহার শুরু করেছে দিল্লির মেট্রো রেল। বিমানের ধাঁচে এ বার সাধারণ ট্রেনের কোচ তৈরিতেও ব্যবহৃত হবে অ্যালুমিনিয়াম। এত দিন ভারতে স্টেনলেস স্টিলের এলএইচবি (লিঙ্ক হফম্যান বুশ) কোচই ছিল আধুনিকতম। এ বার এক ধাপ এগিয়ে পুরোদস্তুর অ্যালুমিনিয়ামের কোচ তৈরি হবে এ দেশেই। রেলের খবর, রায়বরেলীর মডার্ন কোচ ফ্যাক্টরি (এমসিএফ)-কে খুব তাড়াতাড়ি ওই কোচ তৈরির অনুমতি দিতে পারে রেল বোর্ড। রেলের এক কর্তা জানান, পুরনো লোহার কোচের তুলনায় এলএইচবি কোচ অনেক হাল্কা। আরও হাল্কা হবে অ্যালুমিনিয়ামের কোচ। তাপ ও মরচে নিরোধক বলে সেই সব কোচের রক্ষণাবেক্ষণের খরচ হবে তুলনায় অনেকটাই কম। সেই সঙ্গে ওজনে হাল্কা হওয়ায় সহজে গতি বাড়ানো যাবে অ্যালুমিনিয়াম ট্রেনের। সর্বোপরি সাশ্রয় হবে জ্বালানিতেও। কিন্তু যাত্রী-সুরক্ষার কী হবে? রেলের ওই আধিকারিক জানান, বিদেশে 'হাইস্পিড' ট্রেনের কোচ তৈরিতে প্রধানত অ্যালুমিনিয়ামই ব্যবহৃত হয়। ভারতের প্রথম 'সেমি-হাইস্পিড' ট্রেন 'টি-১৮' এর কোচও আন্তর্জাতিক মানের অ্যালুমিনিয়াম দিয়েই তৈরি করা হয়েছে। ফলে যাত্রী-সুরক্ষা নিয়ে আশঙ্কা নেই। দিল্লি মেট্রো

‘মোমোর আমন্ত্রণ পেয়েছি’, পত্রপাঠ জানল পুলিশ

Image
ঠিক যেমনটা চেয়েছিল বীরভূম জেলা পুলিশ। মোমো গেমের আমন্ত্রণ পেয়ে তেমনটাই করে দেখালেন কলেজ ছাত্রী দেবদ্যুতি বন্দ্যোপাধ্যায়। কলকাতার আশুতোষ কলেজে জার্নালিজম ও মাস কমিউনিকেশন অনার্সের দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী আদতে দুবরাজপুর রঞ্জনবাজারের বাসিন্দা। গেম খেলার আমন্ত্রণ পেয়ে আতঙ্কিত না হয়ে পুলিশকে লিখিত ভাবে জানানো, হোয়াটস অ্যাপে 'টু লেয়ার সিকিউরিটি' অন করা— সবটাই করেছেন ওই ছাত্রী। এমনকী নম্বর ব্লক করার আগে মেসেজের স্ক্রিন-শট নিতেও ভোলেননি।    ঠিক কী ঘটেছিল? দেবদ্যুতি বলেন, ''শুক্রবার বিকেলে হোয়াটস্‌অ্যাপে অপরিচিত নম্বর থেকে 'মোমো' খেলার আমন্ত্রণ আসে। তখনই ডিপি সহ আসা মেসেজে-র স্ক্রিন শট নিয়ে রাখি। দু'এক জন বন্ধুর সঙ্গে কথা বলেই পুলিশকে জানানোর সিদ্ধান্ত নিই। রাত ন'টায় ফের ওই নম্বর থেকে গেম খেলার আমন্ত্রণ পাওয়ার পরেই নম্বর ব্লক করে দিই। অন করে দিই 'টু লেয়ার সিকিউরিটি'ও। শনিবার দুবরাজপুর থানায় লিখিত অভিযোগ করি।'' মারণ গেম 'মোমো চ্যালেঞ্জ' খেলার আবেদন জেলার বিভিন্ন প্রান্তে অনেকেই পেয়েছেন। ভয় পেলেও পুলিশের কাছে যেতে চাননি অনেকেই। আবার মেসেজ প

এমন আরও অনেক আমডাঙা বোধ হয় অপেক্ষায়

Image
দলীয় স্বার্থে এবং ব্যক্তিগত স্বার্থে সাংবিধানিক কাঠামোকে নস্যাৎ করা আমাদের রাজনীতির একটা অমোঘ প্রবণতা যেন। তার ফলটা কী দাঁড়ায়, প্রমাণ দিচ্ছে আমডাঙা। প্রশাসনের নিয়ন্ত্রণ নেই, পুলিশ সর্বত্র ঢুকতে পারছে না। কোনও রাজনৈতিক দল বুক ঠুকে বলতে পারছে না, আমডাঙা তাদেরই নিয়ন্ত্রণে। বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আগ্নেয়াস্ত্র আর বিস্ফোরকের ত্রাস। পুলিশ তথা আইন-শৃঙ্খলারক্ষী বাহিনী এখন খুব তৎপর। রাজনৈতিক দলগুলিও বার বার বলছে, শান্তি ফিরুক। তবু স্বাভাবিকতা ফিরছে না সহজে। উত্তর ২৪ পরগনার গ্রামীণ জনপদটা যেন নিশ্চুপে বলছে, এই প্রশাসনিক তৎপরতা বা রাজনৈতিক সদিচ্ছার বার্তাটা এখন এসে লাভ নেই। আরও আগে আসা জরুরি ছিল। পঞ্চায়েত নির্বাচনের আগে আমডাঙায় অশান্তি হয়েছে। নির্বাচনের দিনে অশান্তি হয়েছে। বোর্ড গঠনের আগে রক্তস্রোত বয়ে গেল। শবের মিছিল যেন এক রাতেই। শুধু পঞ্চায়েত নির্বাচনের আগে থেকে বা পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে আমডাঙা উত্তপ্ত হল, এমনটা ভাবলে অবশ্য খুব ভুল হবে। যে কাণ্ড ওই এলাকায় ঘটে গেল, তা সাংবিধানিক কাঠামোর উপরে দীর্ঘকাল ধরে ক্রমাগত আঘাতের ফল, পুলিশ-প্রশাসনের অনবরত দলদাসত্বের ফল। আইনের শাসন একটু একটু করে মুছতে মুছ

বাংলাদেশে দিনে দিনে বেড়েই চলেছে ট্রেনে-বাসে যৌন হয়রানির পরিমাণ৷

Image
ঢাকা: বাংলাদেশে দিনে দিনে বেড়েছেই চলেছে ট্রেনে-বাসে যৌন হয়রানির পরিমাণ৷ দ্বিগুণ হারে বেড়েছে ধর্ষণ ও নারী নির্যাতন৷ বাংলাদেশের বর্তমান সমাজ ব্যবস্থায় যৌন হয়রানির ঘটনা ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে৷ বেপরোয়া ভাবে অপরাধ প্রবণতা বাড়তে থাকায় প্রশ্নের মুখে বাংলাদেশের মহিলাদের নিরাপত্তা৷ খোদ রাজধানী ঢাকায় গণপরিবহণে ৮৪ শতাংশ মহিলা যৌন হয়রানির শিকার হয়েছেন বলে খবর৷ চলতি সপ্তাহে ঢাকার অদূরে ফের টাঙ্গাইল জেলার বঙ্গবন্ধু সেতুগামী বাসে ধর্ষণের শিকার হয় প্রতিবন্ধী কিশোরী। বাসচালক, হেল্পার ও সুপারভাইজার মিলে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ৷ বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার আধিকারিক কবিরুল হক জানান, প্রতিবন্ধী নির্যাতিতা ওই কিশোরীকে পুলিশ উদ্ধার করে৷ ঘটনার তদন্তে নেমে হেল্পার নাজমুলকে গ্রেপ্তার করে পুলিশ৷ জেরায় অভিযুক্ত ধর্ষণের কথা স্বীকার করেছে বলে পুলিশ সূত্রে খবর৷ চালক ও সুপারভাইজারকে গ্রেপ্তারে অভিযান চলছে৷   এর আগেও টাঙ্গাইল মহাসড়কে চার মহিলা বাসে ধর্ষণের শিকার হন। গত বছরের ২৫ আগস্ট বগুড়া জেলা থেকে ময়মনসিংহে যাওয়ার পথে টাঙ্গাইলের মধুপুরে চলন্ত বাসে জাকিয়া সুলতানা রুপাকে ধর্ষণের পর নির্মমভাবে হত

ধর্ষনের জন্য দায়ী মহিলাদের সৌন্দর্য ! মন্তব্য ফিলিপিনো প্রেসিডেন্ট

Image
ধর্ষণের অন্যতম উদ্দীপক হিসাবে এতদিন মহিলাদের পোশাককেই দোষারোপ করেছেন বহু রাজনীতিবিদ। সেই সঙ্গে আঙুল উঠেছে ধর্ষিতার চরিত্রের দিকে৷ বলা হয়েছে 'ধর্ষিতা মহিলার চরিত্র খারাপ'৷ এবার তাঁদের সকলকে ছাপিয়ে গেলেন ফিলিপিন্সের প্রেসিডেন্ট রডরিগো দুতেত্রে। তিনি এবার ধর্ষণের জন্য দায়ী করলেন মহিলাদের সৌন্দর্যকে। ফিলিপিন্সের দাভাও শহরে ধর্ষণের ঘটনা অনেক বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমন মন্তব্যই করেন রডরিগো। তাঁর মন্তব্য ঘিরে সমলোচনার ঝড় উঠেছে আন্তর্জাতিক মহলে।   তবে এই প্রথম নয়। এরআগেও কু-কথার জন্য সমালোচিত হয়েছিলেন প্রেসিডেন্ট রডরিগো। সেনাদের ধর্ষণ করায় অবাধ অনুমোদন দেন তিনি। গত বছর তিনি বলেন, একজন সেনা সর্বাধিক তিনজন মহিলাকে ধর্ষণ করলে কোনও রকম শাস্তি পেতে পারে না। প্রেসিডেন্ট হওয়ার আগে দাভাও শহরের মেয়র ছিলেন রডরিগো। সেই সময় অর্থাৎ ১৯৮৯ সালে দাঙ্গা হয়। দাঙ্গার সময় দাভাও জেলে জ্যাকলিন হ্যামিল নামে এক অস্ট্রেলিয় মিশনারিকে গণধর্ষণ করে হত্যা করা হয়। সেই পরিপ্রেক্ষিতে বিবৃতি দিতে গিয়ে রডরিগো নিজে ওই মহিলাকে ধর্ষণ করতে না পারায় আক্ষেপ প্রকাশ করেন। বার বার বিত

যে কারণে ধীরে ধীরে জলের তলায় চলে যাচ্ছে ব্যাংকক।

Image
ব্যাংকক নামটি কানে আসার সঙ্গেসঙ্গে চোখের সামনে ভেসে ওঠে সুদৃশ্য শহরের প্রতিচ্ছবি। সমুদ্রের অবাধ্য জলরাশি সর্বদা যে শহরের পা ধুয়ে দিচ্ছে। চোখ জুড়ানো সমুদ্র সৈকত বারবার ভ্রমণপিপাসুদের টেনে নিয়ে গিয়েছে থাইল্যান্ডের রাজধানী শহরে। পর্যটন ব্যবসায় এগিয়ে থাকা শহরটিকে সুন্দর করতে কী নাই তৈরি হয়নি। স্কাই স্ক্যাপার থেকে শুরু করে বিনোদনের হরেক পসরা। ব্যাংককে বেড়াতে গিয়ে ক্যাসিনোয় যান না এমন লোক খুঁজে পাওয়া মুশকিল। ছবির মতো সুন্দর শহর ব্যাংককও কিন্তু ভয়ের প্রহর গুনছে। সেই ভয়ের নাম গ্লোবাল ওয়ার্মিং। এখনও যদি পরিবেশ সচেতনতায় জোর দেওয়া না হয় তবে আগামী একদশকের মধ্যে ডুবে যেতে পারে সৈকতবিলাসীদের সাধের শহর ব্যাংকক-সহ থাইল্যান্ডের বিস্তীর্ণ এলাকা। পরিস্থিতি বিবেচনা করে চলতি বছরের শেষেই পোল্যান্ডে বসতে চলেছে কনফারেন্স। রাষ্ট্রসংঘের ব্যবস্থাপনায় সেখানেই ব্যাংককের প্রাকৃতিক ভাগ্য নিয়ে জোর আলোচনা শুরু হবে। পর্যটকদের উপবন হিসেবে গড়ে তুলতে গিয়ে ব্যাংকক শহরটি এখন চূড়ান্ত বিপদ সীমায় দাঁড়িয়ে রয়েছে। সমুদ্রের জলস্তর থেকে মাত্র পাঁচ মিটার উঁচুতে থাকা শহরটিতে শুধু বিপদের হাতছানি। গ্লোবাল ওয়ার্মিংয়ের জেরে যে কোনওদ

আরটিআই করতেও দিতে হচ্ছে জিএসটি

Image
তথ্য জানার অধিকার। দুর্নীতি কমাতে আইনটি চালু করেছিল পূর্ববর্তী ইউপিএ সরকার। তারপর থেকেই কার্যত যুগান্তকারী ভূমিকায় আরটিআই। সরকারি বা বেসরকারি যে কোনও সংস্থার যে কোনও প্রকল্প বা দুর্নীতি সংক্রান্ত তথ্য নিখরচায় পাওয়া যায়। কোনওরকম কোনও কর দিতে হয় না আরটিআইয়ের জন্য। কিন্তু এবার সেই নিয়ম না মেনে আরটিআইয়ের জন্য জিএসটি দাবি করে বসল মধ্যপ্রদেশ সরকারের গৃহ এবং পরিকাঠামো উন্নয়ন দপ্তর। ব্যাপারটা কী? একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি, মধ্যপ্রদেশ সরকারের কাছে একটি দুর্নীতির অভিযোগ সংক্রান্ত তথ্য জানতে চেয়েছিলেন দুর্নীতি-বিরোধী অভিযানের কর্মী অজয় দুবে। ওই দপ্তরের তৈরি করা রিয়েল এস্টেট রেগুলেটরি অথোরিটির একটি অফিস তৈরিতে ঠিক কত টাকা খরচ হয়েছিল তা জানতে চেয়েই আরটিআই করেন ওই দুর্নীতি-বিরোধী কর্মী। আরটিআই বোর্ডের কাছে তথ্য জানতে চাওয়ার পর বোর্ডের তরফে তাঁর কাছে মোট ৪৩ টাকা দাবি করা হয়। বলা হয়, ৪৩ টাকার মধ্যে তথ্য সম্বলিত কাগজগুলির জেরক্স কপির জন্য ৩৬ টাকা এবং বাকি ৭ টাকা জিএসটি হিসেবে চাওয়া হয়েছে। এই ৭ টাকার মধ্য ৩ টাকা ৫০ পয়সা সিজিএসটি অর্থাৎ কেন্দ্রের প্রাপ্য জিএসটি। বাকি সাড়ে তিন টাকা এসজিএসটি অর্থাৎ

যুগান্তকারী আবিষ্কার! এবার ১৫০ বছর বাঁচতে পারবেন আপনিও

Image
বিজ্ঞানের এক আজব আবিষ্কারে এক লাফে আপনার বয়স কমবে ৫০ বছর। শুনতে অবাক লাগছে তো? ভাবছেন সময়ের সাথে বয়সের ভারে নুয়জ হয়ে যাওয়ার পরিবর্তে বয়স নাকি কমবে? কিন্তু আপনি অবাক হলেও হার্ভার্ডের প্রফেসর ও নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটির গবেষকেরা যে পদ্ধতির আবিষ্কার করেছেন, তা শুনলে আপনি চমকে যেতে বাধ্য। ১.বিজ্ঞানীরা জানিয়েছেন এই পদ্ধতি আপনার বয়স কমাবে পঞ্চাশ বছর। ২.বিজ্ঞানীরা যে ওষুধটি তৈরি করেছেন তা ইঁদুরের উপর প্রয়োগ করে দেখা গেছে তারা তাদের স্বাভাবিক জীবন সীমার তুলনায় প্রায় ১০ গুণ বেশী সময় বেঁচে থাকতে পারছে। ৩.শরীরের কোষ গুলি নূতনভাবে কাজ করার ক্ষমতা ফিরে পেলে শরীরের অনুগুলি অঙ্গ-প্রতঙ্গ গুলিকে নতুনভাবে কাজ করতে সাহায্য করে। ৪.আগামী পাঁচ বছরের মধ্যেই মানুষের হাতের মুঠোয় থাকবে এই ওষুধ। ৫.মানুষের উপর এই ওষুধের পরীক্ষা-নিরীক্ষা সফল হলেই তা সাধারণ মানুষের হাতের নাগালে চলে আসবে।  বয়স বাড়লেও আপনার ত্বকের জৌলুশ ধরে রাখতে কত অ্যান্টি এজিং ক্রিমই না ব্যবহার করেছেন কিন্তু যদি এক ওষুধেই বয়স কমে পঞ্চাশ বছর, তাহলে? গবেষণা বলছে এই নতুন পদ্ধতিতে মানুষ প্রায় ১৫০ বছর বাঁচতে পারবে। এবং ২০২০র মধ্যে সমস্ত অঙ্গ-প্রতঙ্গ

শেষ হল এশিয়ান গেমস, দেখে নেওয়া যাক ভারতের চূড়ান্ত পদক তালিকা

Image
জাকার্তা: শেষ হল এশিয়ান গেমস ২০১৮৷ গেলোরা বাং কারনো স্টেডিয়ামে বৃষ্টিভেজা সন্ধ্যায় এশিয়ান গেমসকে বিদায় জানায় ইন্দোনেশিয়া৷ আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার সভাপতি টমাস বাখের উপস্থিতিতে অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার প্রেসিডেন্ট সেখ আহমেদ আল-ফাহাদ এশিয়ান গেমসের ঐতিহাসিক সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করলেও মন খারাপ জাকার্তা-পালেমবাংয়ের৷ সমাপ্তি ভাষণে সেখ আহমেদ বলেন, 'ধন্যবাদ জাকার্তা, ধন্যবাদ পালেমবাং৷ তোমরা করে দেখিয়েছ৷ আজ আকাশ কাঁদছে, কারণ তোমাদের সুন্দর দেশ ছেড়ে চলে যেতে হচ্ছে বলে আজ আমাদের মন খারাপ৷ আমরা ফিরে যাচ্ছি অবিস্মরণীয় সব স্মৃতি নিয়ে৷ আমরা কখনও তোমাদের ভুলব না৷ তোমরা চিরকাল আমাদের হৃদয়ে থাকবে৷' এশিয়ান গেমসের সাফল্যে উৎসাহিত হয়ে ইন্দোনেশিয়া ২০৩২ অলিম্পিক আয়োজনের দাবি জানাবে বলে প্রতিশ্রুতি দেয়৷ ২০২০, ২০২৪ ও ২০২৮ অলিম্পিকের আয়োজক শহর ইতিমধ্যেই নির্ধারিত হয়ে গিয়েছে৷ যথাক্রমে টোকিও, প্যারিস ও লস অ্যাঞ্জেলেসে আয়োজিত হবে পরবর্তী তিনটি সামার অলিম্পিক৷ জাকার্তায় এশিয়ান গেমসের সমাপ্তি অনুষ্ঠানের মার্চ-পাস্টে রেন কোট পরা ভারতীয় দলকে জাতীয় পতাকা হাতে নেতৃত্ব দেন রু

ও বিজেপি করে, গাঁজার কেস দিয়ে অ্যারেস্ট করিয়ে দে: অনুব্রত

Image
বোলপুর: বিজেপি কর্মীকে মিথ্যা মামলায় গ্রেফতার করিয়ে দেওয়ার নির্দেশ দিলেন অনুব্রত মণ্ডল। তাও আবার গাঁজার কেস দিয়ে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতির বিরুদ্ধে। রবিবার ভাইরাল হওয়া একটি ভিডিও-তে ধরা পড়েছে সেই ছবি। দলের নেতা, কর্মী, বিধায়ক এবং রাজ্যের মন্ত্রীর উপস্থিতিতে ওই ধরনের চাঞ্চল্যকর নির্দেশ দিতে শোনা গিয়েছে কেষ্টর মুখে। রবিবার বোলপুরে অবস্থিত তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে কর্মীদের নিয়ে বোইঠকে বসেছিলেন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। উপস্থিত ছিলেন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথ সিং, আউসগ্রামের বিধায়ক অভেদানন্দ থান্ডার সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। জানা গিয়েছে এদিন সভার শুরু থেকেই বেশ চটে ছিলেন কেষ্ট। যার প্রভাব পড়ে কর্মীসভায়। পূর্ব বর্ধমান জেলার আউসগ্রামে দলের পর্যবেক্ষণের জন্য পাঁচ জনের একটি কমিটি তৈরি করেছিলেন অনুব্রত। এক মাস আগে সেই কমিটি থেকে একজনকে বাদ দেওয়া হয় উজ্জ্বল চট্টোপাধ্যায় নামের এক নেতাকে। যিনি এখন বিক্ষুব্ধ তৃণমূল বলেই পরচিত। এদিন বৈঠকে আউসগ্রামের বিধায়ক অভেদানন্দ থান্ডারকে ইঙ্গিত করে অনুব্রত মণ্ডল বলেন, "ফাইভ ম্যান কমিটি থেকে যে ছেলেটাকে

দরকার ১২৬টি, কেন মাত্র ৩৬টি রাফাল কিনছে কেন্দ্র, প্রশ্ন কংগ্রেসের

Image
মথুরা: যেখানে দরকার মোট ১২৬টির, সেখানে কেন মাত্র ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনার জন্য ফরাসি সংস্থা দাসল্ত এভিয়েশনের সঙ্গে চুক্তি করল কেন্দ্রের সরকার, প্রশ্ন তুলল কংগ্রেস। দলের জাতীয় মুখপাত্র প্রিয়ঙ্কা চতুর্বেদী বলেন, এটা সত্যিই বিস্ময়কর। জরুরি ভিত্তিতে হঠাত লাগতেও পারে, এটা মাথায় রেখে কেন সরকার ফরাসি কোম্পানিকে সব যুদ্ধবিমান একসঙ্গে পাঠাতে বলেনি, তাও জানতে চান তিনি। প্রিয়ঙ্কা বলেন, প্রথম দফার যুদ্ধবিমানগুলি ২০১৯-এ সরবরাহ করা হবে, বাকিটা ২০২২-এ। আচমকা প্রয়োজন হলে সবগুলিই ২০১৯-এর মধ্যে সরবরাহ করা উচিত। ২০১৫ সালে তখনকার প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকর জানান, বিপুল দাম চোকাতে হবে, এই কারণে কেন্দ্রের এনডিএ সরকার ঠিক করেছে, আগের ১২৬টি ফরাসি যুদ্ধবিমান কেনার প্ল্যান বাতিল করে মাত্র ৩৬টি কিনবে। রাফাল চুক্তিটি ন্যয্য হয়ে থাকলে সরকার তার তদন্তে যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) গড়তে কেন ভয় পাচ্ছে, প্রশ্ন তুলে তিনি অভিযোগ করেন, সরকার এক কোটিপতি বন্ধুর স্বার্থ দেখতে গিয়ে দেশের স্বার্থ বিসর্জন দিয়েছে। বলেন, কী করে যুদ্ধবিমানপিছু দাম ৫২৬ কোটি টাকা থেকে বেড়ে ১৬৭০ কোটি টাকা হল? তিনি আরও বলেন, প্রধানমন্

শহরে শিশুদের মধ্যে বাড়ছে হৃদ্‌রোগের আশঙ্কা

Image
কলকাতায় প্রাপ্তবয়স্কদের পাশাপাশি শিশুদের মধ্যেও বাড়ছে হৃদ্‌রোগের ঝুঁকি। সম্প্রতি একটি আন্তর্জাতিক সমীক্ষায় জানা গিয়েছে, বিশ্বের ২৫ শতাংশ শিশু হৃদ্‌রোগে আক্রান্ত। চিকিৎসকেরা জানাচ্ছেন, এ শহরেও বিপদ একই রকম। এক বেসরকারি হাসপাতালের সমীক্ষা জানাচ্ছে, শহরে প্রতি ১০০ জন সদ্যোজাতের মধ্যে ২ জন হৃদ্‌রোগে আক্রান্ত। এ সব ক্ষেত্রে দ্রুত চিকিৎসা শুরু না হলে জটিলতা বাড়ে এমনকি প্রাণহানির ঝুঁকিও থেকে যায়। তবে চিকিৎসকেরা জানাচ্ছেন, শিশুর ওজন ও ঠোঁটের রং নিয়ে সতর্ক থাকলে এড়ানো যেতে পারে বিপদ। জন্মের প্রথম দু'মাসে শিশুর ওজন বৃদ্ধি নিয়ে অধিকাংশ ক্ষেত্রে বাবা-মায়েরা সতর্ক থাকেন না। অনেকের ধারণা থাকে, বছর খানেকের মধ্যেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু ওজন বৃদ্ধি না হলে হৃদ্‌রোগের আশঙ্কা থেকে যায়। শিশুরোগ চিকিৎসকেরা জানিয়েছেন, এ দেশে সদ্যোজাতের স্বাভাবিক ওজন হল আ়ড়াই থেকে ৩ কেজি। জন্মের প্রথম দু'সপ্তাহ পর থেকেই ওজন বাড়তে শুরু করে। ৫ মাসে তা হয় জন্মের সময়ের ওজনের দ্বিগুণ। শিশু-চিকিৎসকেরা জানাচ্ছেন, ওজন পর্যাপ্ত না হওয়াই বিপদের লক্ষণ। সাধারণত স্তন্যপানেই শিশুর প্রয়োজনীয় চাহিদা মিটে যায়। কিন্তু পর্যাপ্ত স্

‘মাথার ছাদ চলে গেল, কী ভাবে সব বইপত্র কিনে পরীক্ষা দেব?’

Image
সন্ধান: ছাইয়ের স্তূপে বই-খাতার খোঁজে কিরণ। রবিবার, হাওড়ার বেলগাছিয়ায়। এক ঘর ছাইয়ের মধ্যে খুঁজেই চলেছে কিরণ। যদি কিছু বেঁচে গিয়ে থাকে! সামনের বছর মাধ্যমিক পরীক্ষা দেবে সে। জোরকদমে প্রস্তুতি চলছিল। কিন্তু বিধ্বংসী আগুনে ছাই হয়ে গিয়েছে ঘরের সমস্ত জিনিস। কিরণের বই-খাতা তো বটেই, পুড়ে গিয়েছে গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্রও। শনিবার রাতে হাওড়ার বেলগাছিয়ায় বেনারস রোডের পাশে একটি রাসায়নিক কারখানায় লাগা আগুন এ ভাবেই নিশ্চিহ্ন করে দিয়েছে কম করে ৮০ জন বাসিন্দার গেরস্থালি। পুড়ে গিয়েছে কম করে ন'টি বাড়ি এবং সাতটি দোকান। কিরণের মতোই বই-খাতা, শংসাপত্র ছাই হয়ে গিয়েছে আরও কয়েক জন পড়ুয়ার। মাথার উপরের ছাদ, ঘরের সব জিনিসপত্র হারিয়ে মানুষগুলির এখন ভরসা পুরসভার দেওয়া দুধ-রুটি আর ত্রিপল। রাত সাড়ে ১০টা নাগাদ হাওড়া পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের ওই কারখানায় আগুন লাগে। ঘনবসতির্পূণ এলাকায় অবস্থিত ওই কারখানার ভিতরে প্রচুর পরিমাণে রাসায়নিক মজুত থাকায় মুহূর্তেই আগুন ভয়াবহ আকার নেয়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আশপাশের বসতবাড়ি ও দোকানঘরগুলিতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কারখানা লাগোয়া বাড়িগুলি থেকে বাসিন্দারা কোনও রকমে বেরিয়ে এ

জমিতেই জুজু? কুয়াশা ঘনাচ্ছে হরিদেবপুরে

Image
সেই জমি: হরিদেবপুরের এই জমি থেকেই উদ্ধার হয় 'মেডিক্যাল বর্জ্য।' দক্ষিণ শহরতলির হরিদেবপুরে ১৪টি ভ্রূণ ও শিশুদেহ উদ্ধার হয়েছে বলে রটে যাওয়ায় রবিবার দুপুর থেকেই উত্তেজনা ছ়ড়ায়। কী ভাবে এত ভ্রূণ ও নবজাতকের দেহ ওখানে এল, সেই প্রশ্ন তো উঠছেই। সেই সঙ্গে হরিদেবপুর থানা এলাকার মুচিপাড়ায় ২১৪ নম্বর রাজা রামমোহন রায় রোডের ওই জমি (প্রায় ৭২ কাঠা) নিয়ে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে হাজির হন মেয়র শোভন চট্টোপাধ্যায়, পুলিশ কমিশনার রাজীব কুমার, গোয়েন্দা-প্রধান প্রবীণ ত্রিপাঠী। স্থানীয় কাউন্সিলর তো ছিলেনই। স্থানীয় বাসিন্দাদের একাংশের বক্তব্য, যত রহস্য ওই জমিতেই। তাঁদের অভিযোগ, সন্ধ্যা নামলেই ওই জমিতে অসামাজিক কাজকর্ম চলত। এলাকার মহিলারা এলাকাটা এড়িয়ে চলেন। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, রাজা রামমোহন রায় রোডের ওই জমি একদা দেবোত্তর সম্পত্তি ছিল। বছর দশেক আগে একটি নির্মাণ সংস্থা জমিটি কিনে নেয়। বাসিন্দাদের অভিযোগ, ওই বিশাল জমির মধ্যে একটি বড় পুকুর ছিল। খেলার মাঠও ছিল। কিন্তু সেই পুকুর এবং খেলার মাঠ বুজিয়ে দিয়ে নির্মাণকাজের তোড়জোড় চলছে। তাঁদের ক্ষোভ এই কারণেই। ওই এলাকা কলকা

ভুল না ভানুমতীর খেল্‌? হরিদেবপুরে ‘ভ্রূণ’গুলো হয়ে গেল মেডিক্যাল বর্জ্য!

Image
সরেজমিন: হরিদেবপুরে ঘেরা জমিতে তদন্তকারীরা। রবিবার।  রুমাল। হয়ে গেল বিড়াল! তাতে যাবতীয় হাতযশ জাদুকরেরই। ছিল ভ্রূণ। হয়ে গেল মেডিক্যাল বর্জ্য! হাতযশ কার বা কাদের? পুলিশেরই হাতযশ কি না, সেই প্রশ্ন উঠছে রবিবার হরিদেবপুরের একটি ঘটনায়। শুধু প্রশ্ন নয়, ব্যাগভর্তি ভ্রূণ দিনশেষে কোন মন্ত্রে মেডিক্যাল বর্জ্য হয়ে যেতে পারে, ঘনীভূত হয়েছে সেই রহস্যও। হরিদেবপুরের একটি ফাঁকা জমি পরিষ্কার করতে গিয়ে কয়েকটি প্লাস্টিকের ব্যাগে ১৪টি মানবভ্রূণ ও নবজাতকের দেহ উদ্ধারের 'খবর' শুনে সকালেই পুলিশি তৎপরতা শুরু হয়ে গিয়েছিল। অকুস্থলে পৌঁছে যান কলকাতা পুলিশের কমিশনার রাজীব কুমার স্বয়ং। যুগ্ম কমিশনার (অপরাধ দমন) প্রবীণ ত্রিপাঠী, ডিসি (সাউথ-ওয়েস্ট) নীলাঞ্জন বিশ্বাস তো ছিলেনই। প্লাস্টিকের ব্যাগগুলি এমআর বাঙুর হাসপাতালে পাঠানো হয় ময়না-তদন্তের জন্য। পুলিশ জানায়, একটি প্রোমোটার সংস্থা হরিদেবপুরের মুচিপাড়ায় ২১৪ নম্বর রাজা রামমোহন রায় রোডের ফাঁকা জমির জঙ্গল সাফাইয়ের সময় ১৪টি মানবভ্রূণ এবং সদ্যোজাত শিশুর দেহ পেয়েছে। বিকেলে সাংবাদিক বৈঠক করে ডিসি নীলাঞ্জনবাবু এক ধাপ এগিয়ে জানান, কয়েকটি ভ্রূণে পচন ধরে গিয়েছে। সন্ধ্যা