Posts

Showing posts from May 19, 2018

লিনোভোর এই ফোনে থাকবে 4TB ইন্টারনাল স্টোরেজ আর সম্পুর্ণ ফুলস্ক্রিন ডিসপ্লে

Image
স্মার্টফনের দুনিয়ায় আবার ঝড় তুলতে চলেছে লিনোভো। ২০১৮ সালে লঞ্চ হওয়া প্রায় সব ফোনের সামনেই রয়েছে ফুলক্রিন ডিসপ্লে। কিন্তু ডিসপ্লের উপরে রয়েছে একটি কালো নচ। যেখানে থাকে স্পিকার, ফ্রন্ট ক্যামেরা ও কিছু সেন্সার। কিন্তু এবার লিনোভো নতুন এক ফোন আনতে চলেছে বাজারে যেখানে থাকবে না এই কালো রঙের নচটি। সারা ফোনের সামনে জুড়েই থাকবে খালি ডিসপ্লে। নতুন এই ফোনের নাম Lenovo Z5। এখানেই শেষ নয়। কোম্পানির ভাইস প্রেসিডেন্ট জানিয়েছেন নতুন Lenovo Z5 এ থাকবে 4TB ইন্টারনাল স্টোরেজ। প্রসঙ্গত 1TB = 1024GB। এর আগে পৃথিবীর কোন স্মার্টফোনে এতো বড় মাপের ইন্টারনাল স্টোরেজ দেখা যায়নি। সম্প্রতি চাইনিজ মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে কোম্পানির ভাইস প্রেসিডেন্ট চেং চেং জানিয়েছেন নতুন পার্টিকেল টেকনোলজির ব্যাবহারের ফলে তাদের নতুন Lenovo Z5 এ 4TB ইন্টারনাল স্টোরেজ ব্যাবহারে সক্ষম হয়েছে কোম্পানি। এর ফলে গ্রাহকরা নিজেদের স্মার্টফোনে ২০০০ এইচডি সিনেমা ১৫০,০০০ মিউজিক ও ১০ লক্ষ ফটো স্টোর করতে পারবেন। আগেই চেং জানিয়েছিলেন যে সম্পুর্ণ বেজেল লেস, নচ বিহীন ডিসপ্লে ডিজাইন থাকতে চলেছে নতুন Lenovo Z5 এ। চেং সেই পোস্টেই জানিয়েছিলেন এই ফোনের স

ফিরে এল ইতিহাস! ৭ দিনের পর এবার ২দিনেই মুখ্যমন্ত্রী পদ থেকে সরলেন ইয়েদুরাপ্পা

Image
২০০৭-০৮ সালে সাতদিনের সরকারের পর তিন বছরের কিছু বেশি সময় মুখ্যমন্ত্রী পদে থাকা। দুর্নীতির অভিযোগে পদ থেকে সরে দাঁড়ানো। কাট টু ২০১৮। দুই দিনের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ। বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারবেন না বুঝতে পেরেই আস্থাভোটের কিছুক্ষণ আগেই আবেগমথিত ভাষণ দিয়ে মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করা। গত একদশকে এভাবেই বারবার মুখ্যমন্ত্রিত্বের পদ কাঁটার মতো বিঁধেছে ইয়েদুরাপ্পাকে। এবারে ভোটে জিতে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নেন। তবে শনিবার বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করার আগেই মুখ্যমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ালেন ইয়েদুরাপ্পা।   ২০০৭ সালের মতো অবস্থা হল এই বিজেপি লিঙ্গায়েত নেতার। সেবার মাত্র ৭দিনের সরকার ছিল ইয়েদুরাপ্পার। ১২ নভেম্বর ২০০৭ থেকে ১৯ নভেম্বর ২০০৭ পর্যন্ত মুখ্যমন্ত্রী পদে ছিলেন তিনি। এবার রইলেন দুই দিনের কিছু বেশিক্ষণ। ১৭ মে সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১৯ মে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত। ঘটনা হল, দ্বাদশ বিধানসভায় ২০০৪ সালে কংগ্রেসের সঙ্গে জোট সরকার গড়ে এইচডি কুমারস্বামীর জেডিএস। ১ বছর ৮ মাস যেতে না যেতেই সেই সরকার থেকে বেরিয়ে আসে জেডিএস। ফলে কংগ্রেসের সরকার থেকে সরে যেতে হ

জুতোর মালা পরিয়ে ঘোরানো হল দলীয় পঞ্চায়েত সদস্যের স্ত্রীকে, অভিযুক্ত তৃণমূলই

Image
দলীয় কার্যালয়ের সামনেই কান ধরে ওঠবোস করানো হল কবিতাদেবীকে। জুতোর মালা পরিয়ে গ্রামে ঘোরানো হল এক মহিলাকে। তিনি তৃণমূলেরই কর্মী। দলের অফিসের সামনে কান ধরে ওঠবোস করানো হল। অভিযুক্ত তৃণমূলেরই কয়েকজন কর্মী। ঘটনা মেদিনীপুর সদর ব্লকের কনকাবতীর বাগডুবির। ভয়ঙ্কর এই ঘটনার ছবি সামনে আসতে শোরগোল পড়েছে শাসক দলের অন্দরেও। সামনে এসেছে মহিলাদের নিরাপত্তার বিষয়টি। তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি অজিত মাইতি বলেন, "মেদিনীপুরের এই ঘটনার কথা শুনেছি। বিস্তারিত খোঁজখবর নিচ্ছি। এ সব বরদাস্ত করা হবে না। দল কড়া ব্যবস্থা নেবে।" হেনস্তার শিকার হওয়া ওই মহিলার নাম কবিতা পাত্র। কবিতাদেবী বলেন, "দলেরই কয়েকজনের হাতে চরম হেনস্তা হতে হয়েছে। এটাই খারাপ লাগছে। আমি তৃণমূলেরই কর্মী। কখনও ভাবিনি আমার সঙ্গে এমন ঘটনা ঘটতে পারে বলে।" কবিতাদেবীর স্বামী গোপাল পাত্র গত পঞ্চায়েত নির্বাচনে এই এলাকা থেকে তৃণমূলের টিকিটে জিতেছিলেন। এ বার আসনটি মহিলা সংরক্ষিত হয়েছে। গোপালবাবু বলেন, "আমি এখনও পঞ্চায়েতের সদস্য। তৃণমূলের সক্রিয় কর্মী। এরপর আর তৃণমূল করব কি না ভাবছি।" কেন কবিতাদেবীর উপর এমন নির্যাতন? স্থ

ইয়েদুরাপ্পার ‘টেপ কেলেঙ্কারি’! কী আছে সেই অডিও টেপে?

Image
বিসি পাতিল এবং বিএস ইয়েদুরাপ্পা কর্নাটকের আস্থাভোটের কয়েক ঘণ্টা আগে, আরও একটা অডিও টেপ 'ফাঁস' করে হইচই ফেলে দিল কংগ্রেস। কংগ্রেসের দাবি, তাঁদের বিধায়ক বিসি পাতিলকে টেলিফোনে মন্ত্রিত্বের টোপ দিয়ে কিনতে চেয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা। কথোপকথোনের অডিও টেপটি প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু হয়ে গিয়েছে। ইয়েদুরাপ্পার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে কংগ্রেস। আর উন্য দিকে বিজেপি-র দাবি, জাল অডিও প্রকাশ করেছে কংগ্রেস। আনন্দবাজারের পক্ষে অডিও টেপটির সত্যাসত্য যাচাই করা সম্ভব হয়নি। কী আছে এই টেপে তা নীচে তুলে দেওয়া হল... বিসি পাতিল: হ্যালো... হ্যালো... হ্যালো... ওঁকে ফোনটা দিন ইয়েদুরাপ্পা: হ্যালো   বিসি পাতিল: আন্না নমস্কার, অভিনন্দন ইয়েদুরাপ্পা: আপনি কোথায়?   বিসি পাতিল: কোচি যাচ্ছি, বাসে আছি ইয়েদুরাপ্পা: কোচি যাবেন না, ফিরে আসুন। ফিরে আসুন আমরা আপনাকে মন্ত্রী করব এবং আর যে ভাবে আপনি সাহায্য চান করব বিসি পাতিল: আন্না... ঠিক আছে... আপনি আমাকে বললেন... তার পর কী একটু যদি খুলে বলেন ইয়েদুরাপ্পা: আমি আপনাকে শুধু বলতে পারি, সঠিক সময়ে যা করার করছি... আপনি এখন যাবেন না... ফিরে আসুন বিসি পাতিল: কি

কুমড়োয় পুরেছিলেন ১০ কেজি গাঁজা, ম্যাঙ্গালোর বিমানবন্দরে হাতে নাতে পাকড়াও এই ব্যক্তি

Image
ম্যাঙ্গালোর: বিরাট বিরাট কুমড়োয় পুরে সন্তর্পণে নিয়ে যাচ্ছিলেন ১০ কেজি গাঁজা। কিন্তু শেষ রক্ষা হল না। ম্যাঙ্গালোর বিমানবন্দরে সিআইএসএফ হাতে নাতে পাকড়াও করল কর্নাটকের কেটিকে বশিরকে। গতকাল বিকেল সোয়া চারটে নাগাদ বিমানবন্দরে যাত্রীদের জিনিসপত্র স্ক্যান করার সময় সিআইএসএফ ধরে ফেলে বশিরকে। দোহায় যাচ্ছিলেন তিনি। দেখা যায় তাঁর ব্যাগে বিশাল বিশাল গোলাকার জিনিসপত্র রয়েছে। খুলে দেখা যায়, দৈত্যাকৃতি তিন কুমড়ো। কুমড়ো এমন কী জিনিস যা এত যত্ন করে ব্যাগে পুরে দোহায় নিয়ে যেতে হবে! সন্দেহ হওয়ায় সিআইএসএফ কর্মীরা কুমড়ো কেটে দেখেন, ভেতরে সযত্নে প্লাস্টিকে মোড়া ১০ কেজি গাঁজা। বশিরকে গ্রেফতার করা হয়েছে, ধরা পড়া গাঁজা তুলে নেওয়া হয়েছে শুল্ক বিভাগের হাতে।

গলব্লাডারে অস্ত্রোপচারে মৃত্যু পড়ুয়ার, চিকিৎসায় গাফিলতির অভিযোগ পরিবারের

Image
গলব্লাডার স্টোনের চিকিৎসায় করাতে এসে ক্লাস নাইনের এক ছাত্রীর মৃত্যু, আর তাতেই অশান্তি ছড়াল কলকাতার দক্ষিণ শহরতলির একটি বেসরকারি হাসপাতালে। মৃত রোগীর পরিবারের অভিযোগ, চিকিৎসক শুভায়ু বন্দ্যোপাধ্যায়ের ভুল চিকিৎসার জন্যই মৃত্যু হয়েছে মেয়েটির। ইতিমধ্যেই ওই চিকিৎসকের বিরুদ্ধে পূর্ব যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার। অভিযুক্ত চিকিৎসকের সঙ্গে কথা বলে বিভাগীয় তদন্তের আশ্বাস দিয়েছে ওই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। গত দুমাস ধরে দক্ষিণ শহরতলির মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে গলব্লাডারের স্টোনের চিকিৎসা করাচ্ছিল সোনারপুরের কামদাবাদ ভৌমিক পার্ক এলাকার নবম শ্রেণির পড়ুয়া অনিন্দিতা মন্ডল। চিকিৎসক শুভায়ু বন্দ্যোপাধ্যায়ের অধীনেই চলছিল তার চিকিৎসা। এরমধ্যে গত একমাস হাসপাতালের ভেন্টিলেশনে ছিল মেয়েটি। মৃতার পরিবার সূত্রে খবর, চিকিৎসক শুভায়ু বন্দ্যোপাধ্যায়ের পরামর্শে গত ১৮ মার্চ ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় অনিন্দিতাকে। এরপর ১৯ মার্চ তাঁর গলব্লাডারে স্টোন অপারেশন হয়। পরিবারের অভিযোগ, অপারেশনের সময়ই চরম গাফিলতি করেন ওই অভিযুক্ত চিকিৎসক শুভায়ু বন্দ্যোপাধ্যায়। ৮টা স্টোন বের করার পাশাপাশি অপারে

শীর্ষনেতাদের বেছে বেছে খুনের ছক, লস্করের সঙ্গী এ বার ডি-কোম্পানি

Image
এ বার আর জনবহুল জায়গায় বিস্ফোরণ নয়, আত্মঘাতী হামলা চালিয়ে নির্দিষ্ট ব্যক্তিকে হত্যা করে ভারতে অশান্তি পাকানোর ছক করছে পাকিস্তান। আর সেই কাজে ফের 'ডি-কোম্পানি' ভরসা পাকিস্তানের। মুম্বইতে ধৃত ফয়সল মির্জাকে জেরা করে সন্ত্রাসের এক নতুন ব্লু-প্রিন্টের হদিশ পেল কলকাতা ও মুম্বই পুলিশের যৌথ তদন্তকারী দল। গত শুক্রবার কলকাতা পুলিশের সূত্র ধরে ফয়সলকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। শুধু দাউদ নয়, ইন্ডিয়ান মুজাহিদিন এবং খালিস্তান লিবারেশন ফোর্সের মত সংগঠনকে কাজে লাগিয়ে ভারতে সন্ত্রাসের জাল ছড়ানোর চেষ্টায় পাক চর সংস্থা আইএসআই, দাবি গোয়েন্দাদের। মুম্বইয়ের যোগেশ্বরী এলাকার বাসিন্দা, পেশায় ইলেক্ট্রিসিয়ান ফয়সল যে পাকিস্তানের মাটিতে জঙ্গি প্রশিক্ষণ নিতে যাচ্ছে তা ঘুণাক্ষরেও টের পায়নি তার পরিবার। বাড়িতে বলেছিল, শারজা যাচ্ছে চাকরির খোঁজে। তদন্তকারীদের দাবি, গুজরাতে একটি বিস্ফোরণের ঘটনায় প্রধান অভিযুক্ত ফারুক দাবেদিওয়ালার সাহায্যেই পাকিস্তানে পৌঁছয় ফয়সল। মুম্বই পুলিশের সন্ত্রাস দমন শাখার এক আধিকারিক জানিয়েছেন, "ফারুক দীর্ঘদিন ধরে দাউদ ঘনিষ্ঠ। সম্পর্কে সে ফয়সলের কাকা। ভারত থেকে পালিয়ে সে শারজায় ডের

গণতান্ত্রিক স্বচ্ছতা বজায় রাখতে আস্থা ভোটের সরাসরি সম্প্রচার

Image
নয়াদিল্লি: কর্ণাটক আস্থা ভোটের সরাসরি সম্প্রচার রতে পারবে সব সংবাদমাধ্যম৷ প্রোটেম স্পিকার মামলায় এই ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট৷ যা গণতন্ত্রের পক্ষে সুপ্রিম রায় বলেই মনে করছে রাজনৈতিক মহল৷ আর কিুছুক্ষণের মধ্যেই কর্ণাটক বিধান সভায় শুরু হবে আস্থা ভোট৷ কর্ণাটকের জন্য ব্যালট ভোট গ্রহণের দাবি খারিজ করেছে আদালত৷ সেক্ষেত্রে আজ বিধান সৌধে ধ্বনি ভোটের মাধ্যমে আস্থা ভোট হওয়ার সম্ভাবনা প্রবল হচ্ছে৷ আবার, প্রত্যেক বিধায়কের ডেস্কেই একটি করে বোতাম থাকে, আস্থা ভোট সেই বোতাম টিপেও দিতে পারেন বিধায়করা৷ অবশ্য কোন পদ্ধতি গ্রহণ করা হবে সেই সিদ্ধান্ত নেবেন স্পিকার৷ যে পদ্ধতি নেওয়া হোক না কেন,গোটা ভোট প্রক্রিয়ার সরসারি সম্প্রচার, আস্থা ভোটের গুরুত্বকে আরও এক ধাপ বাড়িয়ে দিল৷ বিধানসভার আস্থা ভোটে কারচুপির কোনও সম্ভাবনাই নেই৷ প্রত্যেক বিধায়ককে নিজের আস্থা অনাস্থা প্রকাশ্যে জানাতে হবে৷ এই গোটা ভোট যোজ্ঞের সরাসরি সম্প্রচারের নির্দেশ সংমাধ্যমগুলিকেও বাড়তি গুরুত্ব দিল৷ কোনও না কোনও ইস্যুতে সংবাদমাধ্যমের সক্রিয়তাও প্রশ্নের মুখে পড়ে৷ কর্ণাটক নির্বাচনের দীর্ঘ নাটকে সুপ্রিম কোর্টের এই সুপ্রিম গণতান্

ডেবরায় ফের ট্যারেন্টুলার আতঙ্ক, বিষাক্ত মাকড়সার কামড়ে গুরুতর অসুস্থ অন্তঃসত্ত্বা

Image
ডেবরা: পশ্চিম মেদিনীপুরের ডেবরায় ফের ট্যারেন্টুলার আতঙ্ক। ঘরে একটি বাঁশির মধ্যে ছিল মাকড়সাটি। অভিযোগ, তারই কামড়ে অসুস্থ হয়ে পড়েন এক অন্তঃসত্ত্বা। মাকড়সাটি মারতে গেলে তাঁর হাত ফুলে যায়। শরীর ক্রমেই খারাপ হতে থাকলে তাঁকে ডেবরার সুপারস্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।২০১৬-য় এই ডেবরাতেই ছড়িয়েছিল ট্যারেন্টুলার আতঙ্ক। তখন বিষাক্ত মাকড়সার কামড়ে অসুস্থ হয়ে পড়েছিলেন প্রায় ৬০জন। যদিও সেটি ট্যারেন্টুলে ছিল না বলে দাবি করে বনদফতর। সেই বছরই ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে দেখা মিলেছিল ট্যারেন্টুলার। বিশেষজ্ঞরা বলছেন, বর্ষার সময়ে নদীর পাশের গ্রামগুলিতে এই ধরণের ট্যারেন্টুলা দেখতে পাওয়া অস্বাভাবিক নয়।

ভয়াবহ বিস্ফোরণ আফগানিস্তানের ক্রিকেট স্টেডিয়ামে, মৃত ৮

Image
কাবুল: ক্রিকেট ম্যাচ চলাকালীন ভয়াবহ বিস্ফোরণে ৷ পরপর তিনটি বিস্ফোরণে কেঁপে উঠল পূর্ব আফগানিস্তানের জালালাবাদ শহরের নাঙ্গারহার স্টেডিয়াম ৷ এই বিস্ফোরণে এখনও অবধি ৮ জনের মৃত্যুর খবর মিলেছে ৷ আহতের সংখ্যা ৪৫ ৷ স্থানীয় সময় শুক্রবার রাতে বিস্ফোরণটি হয় ৷ সেই সময় স্টেডিয়ামে একটি ক্রিকেট টুর্নামেন্ট চলছিল ৷ প্রতিযোগীরা ছাড়াও সেই সময় স্টেডিয়ামে দর্শকদের ভিড় জমিয়েছিলেন দর্শকেরাও ৷ সেই সময়ই আচমকা পরপর তিনটি বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকাটি ৷ পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে ৷ পূর্ব আফগানিস্তানে সক্রিয় তালিবান-আইএস ৷ তাই এই বিস্ফোরণের সঙ্গে তারা জড়িত রয়েছে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ৷ যদিও এখনও অবধি কেউ বিস্ফোরণের দায় স্বীকার করেনি ৷

হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেই রমরমিয়ে চলছে দেহব্যবসা

Image
তিরুঅনন্তপুরম: স্মার্টফোনেই চলছে দেহব্যবসা। কোথাও যাওয়ার প্রয়োজন পড়ছে না। অ্যাপের মাধ্যমেই হয়ে যাচ্ছে সমস্ত ট্রানজাকশন। এইভাবেই ব্যবসা ছড়িয়ে পড়ছে কেরলে। এমন তথ্যই উঠে এসেছে এক সমীক্ষায়। 'কেরল স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি' এক বিশেষ সমীক্ষা চালিয়েছিল। একাধিক এনজিও-র সঙ্গে যৌথ উদ্যোগে এই সমীক্ষা চালানো হয়। তথ্য যোগাড় করা হয় বিভিন্ন সূত্র থেকে। দেখা যাচ্ছে, বেশির ভাগ ক্ষেত্রেই হোয়াটসঅ্যাপ কিংবা ওই ধরনের কোনও মেসেজিং অ্যাপের মাধ্যমে যোগাযোগ করেই দেখা করার জায়গা ঠিক করা হচ্ছে। সংস্থার ডিরেক্টর আর রমেশ জানান, এই দেহব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে যারা, তাদের যৌন সংসর্গ থেকে হওয়া রোগ সম্পর্কে সচেতন করতেই কাজ করেন তাঁরা। তিনি বলেন, সাধারণত দরিদ্র পরিবার থেকেই এই পেশায় আসে মেয়েরা। তবে সেটা হল প্রাইমারি ক্যাটাগরি। এছাড়াও রয়েছে আরও দু'ধরনের মহিলা। একদল, যারা কেবলমাত্র টাকার প্রয়োজন পড়লে তবেই এই ব্যবসায় নামেন, আবার প্রয়োজন ফুরোলেই ফিরে যান। এছাড়া আছে হাই প্রোফাইল মহিলা। যারা বিলাসবহুল জীবনে অভ্যস্ত। প্রযুক্তি তাদের হাতের মুঠোয়। সেই সংখ্যাটাই ক্রমশ বাড়ছে বলে মনে করছে ওই সংস্থা।

থ্রিসামে হাতে নাতে স্ত্রীকে ধরলেন স্বামী! এরপর…

Image
আবুজা: স্বামীর সঙ্গে যৌন মিলনে নারাজ স্ত্রী৷ অথচ পরপুরুষের সঙ্গে অবাধে যৌন সংসর্গ চালিয়ে যাচ্ছেন তিনি৷ এমনই অভিযোগ তুলে আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা করলেন ৭৫ বছরের এক বৃদ্ধ৷ঘটনাটি নাইজেরিয়ায়। অভিযোগ, নিজের স্ত্রীকে যৌন মিলনে কোনওমতেই রাজি করাতে পারছেন না তিনি৷ কিন্তু গোপনে পরপুরুষের সঙ্গে অবাধে চালিয়ে যাচ্ছেন যৌন সংসর্গ চালাচ্ছেন তাঁর স্ত্রী৷ ওই ব্যাক্তির নাম কায়োডে ওগুনতুয়াসে। ইকিটি প্রদেশের বাসিন্দা কোয়োডের স্ত্রী ফেলিসার বয়স ৫৩ বছর৷ অভিযোগ, মোট তিনজনের সঙ্গে বিছানায় শুতে দেখে হাতেনাতে ধরেছেন স্ত্রীকে৷ এর পরই ফেলিসার বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের মামলা করেছেন তিনি৷ পাশাপাশি চুরি, খুনের হুমকি দেওয়ার মতো একাধিক অভিযোগ আনেন কায়োডে ওগুনতুয়াসে৷ ফেলিসা অবশ্য আদালতে দাঁড়িয়ে স্বামীর আনা যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন৷ তঁর কথায়,  স্ত্রী হিসাবে নিজের সব দায়িত্ব পালন করেছেন তিনি। মাত্র একবারই যখন শরীরটা খানিক খারাপ হয়েছিল, সেবারই স্বামী আবেদনে সাড়া দিতে পারেননি তিনি।

চলন্ত বাস থেকে লাফিয়ে চম্পট দিল চালক, রক্ষা পেলেন যাত্রীরা

Image
বর্ধমান: সাইকেল আরোহীকে ধাক্কা মেরে ধরা পড়ার ভয়ে স্টিয়ারিং ছেড়ে লাফ মেরে পালালেন বাসচালক। ধীর গতিতেই বেশ কিছুটা চলল চালকহীন বাস। যাত্রীদের মধ্যে তখন ত্রাহী ত্রাহী রব। বড় দুর্ঘটনার আশঙ্কায় কয়েকজন যাত্রী চলন্ত বাস থেকেই লাফ দেন। বাকিরা তখন মৃত্যুভয়ে দিশাহারা। এদিকে, রাস্তার ধারে থাকা বিভিন্ন দোকানের মালিক-কর্মীরা চালকহীন চলন্ত বাস থেকে আতঙ্কিত হয়ে পড়েন। বাসটি দোকানে ঢুকে পড়ায় ক্ষতির আশঙ্কা ছিল। কিন্তু কপালজোরে তাঁরা রক্ষা পান। কিছুটা এগিয়ে ট্রাফিক পোস্টে ধাক্কা মেরে থেমে যায় বাসটি। ততক্ষণে চম্পট দিয়েছে বাসের খালাসি ও কন্ডাক্টর। শুক্রবার ঘটনাটি ঘটে বর্ধমানের বীরহাটা মোড়ে বাঁকার সেতুতে ওঠার মুখে। পুলিশ বাসটিকে আটক করেছে। তবে চালককে এদিন রাত পর্যন্ত ধরতে পারেনি। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে চালকের পাশের সিটে বসে থাকা এক যাত্রী স্টিয়ারিং ঘুরিয়ে দেওয়ায় সেটি ট্রাফিক পোস্টে ধাক্কা মেরে থেমে যায়। না হলে আরও বড় দুর্ঘটনার আশঙ্কা ছিল। ওই যাত্রীর তৎপরতায় রক্ষা পেয়েছেন সহযাত্রী ও পথচলতি মানুষজন। ঘটনার জেরে যানজটের সৃষ্টি হয়েছিল। তবে ট্রাফিক পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও স্থা

প্রকাশিত হল প্রধান শিক্ষক-শিক্ষিকা নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল

Image
কলকাতা: প্রকাশিত হল প্রধান শিক্ষক-শিক্ষিকা নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল৷ শুক্রবার বিকালে প্রকাশিত হয় এই ফলাফল৷ প্রধান শিক্ষক-শিক্ষিকা পদের প্রার্থীরা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ( www.westbengalssc.com )–এ গিয়ে নিজেদের ফলাফল দেখতে পারবেন৷ শুক্রবার বিকালে একটি বিজ্ঞপ্তি জারি করে ফল প্রকাশের কথা ঘোষণা করে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন৷ বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যজুড়ে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলিতে (ব্যতিক্রম, পাহাড়ি অঞ্চল) প্রধান শিক্ষক-শিক্ষিকা পদে নিয়োগের জন্য ২০১৭-র ১৭ ডিসেম্বর লিখিত পরীক্ষা হয়েছিল৷ শুক্রবার বিকালে সেই পরীক্ষার ফল প্রকাশিত হতে চলেছে, তাও জানানো হয়েছিল৷ ফলাফল দেখতে প্রার্থীদের প্রথমে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে৷ তার পরে ওয়েবসাইটের হোমপেজে থাকা ফলাফল প্রকাশের লিঙ্কে ক্লিক করলেই তাঁরা পৌঁছে যাবেন অন্য একটি পেজে৷ সেখানে রোল নম্বর ও জন্ম তারিখের স্থান পূরণ করে সাবমিট করলেই প্রার্থীরা তাঁদের ফলাফল দেখতে পারবেন৷ সেই ফলাফল ডাউনলোডও করতে পারবেন তাঁরা৷ বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষায় সফল প্রার্থীদের প্রথমে নথি

গৃহবধূকে পুড়িয়ে হত্যা, স্বামী সহ শ্বশুরবাড়ির চারজনের যাবজ্জীবন

Image
কলকাতা: এক গৃহবধূকে পুড়িয়ে খুন করার মামলায় শ্বশুরবাড়ির চারজনকে দোষী সাব্যস্ত করল ব্যাংকশাল আদালত৷ শুক্রবার তাদের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করেন বিচারক৷ একই সঙ্গে দোষীদের দুই হাজার টাকা জরিমানাও করা হয়৷ জরিমানা দিতে না পারলে অতিরিক্ত ছয় মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক৷ ২০১২-র ১৬ জুলাই আগুনে পুড়ে মৃত্যু হয় বটতলা থানা এলাকার গৃহবধূ মিনতি শর্মার৷ জানা গিয়েছে, আগুনে ৯০ শতাংশ পুড়ে যান তিনি৷ তার পর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই তাঁর মৃত্যু হয়৷ এই ঘটনায় মিনতি শর্মার স্বামী সত্যেন্দ্র শর্মা সহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেন তাঁর বাবা৷ তদন্তে নেমে সত্যেন্দ্র শর্মা সহ মৃত ওই গৃহবধূর শ্বশুরবাড়ির চারজনকে গ্রেফতার করে বটতলা থানার পুলিশ৷ প্রায় ছয় বছর পর শুক্রবার এই মামলায় এই চারজনকে দোষী সাব্যস্ত করে ব্যাংকশাল আদালত৷

পলিব্যাগে ভরে শিশুকন্যাকে বেচতে গিয়ে ধৃত বাবা

Image
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'বেটি বাঁচাও বেটি পড়াও' স্লোগানও ভারতে কন্যাসন্তানদের ভবিষ্যত্‍‌ সুরক্ষিত করতে পারছে না। নইলে কোনও বাবা তার সদ্যোজাত কন্যাসন্তানকে বেচে দেওয়ার কথা ভাবতে পারে! এমনটাই ঘটেছে অমৃতসরে।  সদ্যোজাত কন্যাসন্তানকে বিক্রি করে দেওয়ার উদ্দেশ্যে পলিব্যাগে ভরে প্রায় ছ-ঘণ্টা ইতিউতি ঘুরে শেষে পুলিশের হাতে ধরা পড়ে অমৃতসরের ওই ব্যক্তি। এক ডাক্তারের কাছ থেকে খবর পেয়েই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।  পুলিশি জেরায় ধৃত অবশ্য জানিয়েছে, কন্যাসন্তান বলে নয়, স্ত্রীর চিকিত্‍‌সা করাতে অর্থের প্রয়োজন বলেই সদ্যোজাতকে সে বিক্রি করে দেওয়ার চেষ্টা করছিল। তার আরও দাবি, মেয়েকে বেচে দেওয়ার পরামর্শ স্ত্রীই দিয়েছিল। কারণ, আমাদের টানাটানির এই সংসারে মেয়ের ব্যয়ভার সামলানো সম্ভবপর নয়। 

এই সরকারি বাবুর দাবি তিনিই নাকি কল্কি অবতার!

Image
তিনি বিষ্ণুর দশম অবতার অর্থাত্‍ কল্কি অবতার। আর তাই তিনি অফিস যেতে পারবেন না। বিশ্বের বিবেক পরিবর্তনের মহান কর্মে তিনি এখন ব্রতী, বিশ্বকে পাপের ভার থেকে মুক্ত করতে এই মহাপুরুষ এখন প্রায়শ্চিত্ত করছেন। তাঁর শো-কজ নোটিশের উত্তরে এমনটাই দাবি করেছেন সর্দার সরোবর পুনরভসভত এজেন্সির সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার রমেশচন্দ্র ফেফার।  রাজকোটে তাঁর বাড়িতে আয়োজিত একটি সাংবাদিক বৈঠকে রমেশচন্দ্র ফেফার জানান, 'আপনারা বিশ্বাস না করলেও আমার কিছু করার নেই। কিন্তু সত্যিই এটাই যে আমিই ভগবান বিষ্ণুর দশম অবতার। আমিই যে কল্কি অবতার তা বুঝতে পারি ২০১০ সালের মার্চ মাসে। তখন আমি অফিসে ছিলাম। তার পর থেকে ক্রমশ আমার মধ্যে ঐশ্বরিক ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে।'   তিন দিন আগে তাঁর এজেন্সি থেকে শো-কজ নোটিশ পাঠানো হয়েছে। তার উত্তরে রমেশ জানিয়েছেন, বিশ্বের বিকেক পরিবর্তন ও পাপ খন্ডেনের জন্যে তিনি যে প্রায়শ্চিত্ত করছেন তা পঞ্চম ধাপে পৌঁছেছে। এবং এই কাজ কখনওই অফিসে বসে করা সম্ভব নয়। ফেফারের দাবি, গত ১৯ বছরে ধরে দেশে যে নিয়মিত বৃষ্টি হচ্ছে তা সম্ভব হয়েছে তাঁর তপস্যার জোরেই। শো-কজে বিন্দুমাত্র বিচলিত না হয়ে, তিনি তাঁর এজেন্স

ধুয়ে মুছে সাফ হয়ে গেল সিপিএম

Image
বর্ধমান: গ্রাম পঞ্চায়েতের কিছু আসনে বিজেপি জয়লাভ করলেও জেলা পরিষদ বা পঞ্চায়েত সমিতির আসনে সেভাবে দাঁত ফোটাতে পারল না বিজেপি বা সিপিএম সহ কোনও তৃণমূল বিরোধী দলই। বৃহস্পতিবার ত্রিস্তর গ্রাম পঞ্চায়েতের ফলাফল ঘোষণায় গোটা পূর্ব বর্ধমান জেলা জুড়েই জয়ের ধারা অব্যাহত রাখল তৃণমূল কংগ্রেস। এদিন ত্রিস্তর নির্বাচনের ফল ঘোষণার পর্বে পূর্ব বর্ধমান জেলায় প্রথম জয়ের খবর নিয়ে আসেন রায়না- ২ ব্লকের পাঁইটা গ্রাম পঞ্চায়েতের ৮ নং আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্যামলকান্তি দাঁ। তিনি ভোট পান ৫৯৯ টি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নির্দলের অজয়কুমার চক্রবর্তী পান মাত্র ১৫ টি ভোট। শ্যামলবাবু ৫৮৪ ভোটের ব্যবধানে জয়ী হন। এরপর যত বেলা গড়িয়েছে, ততই তৃণমূল কংগ্রেসের জয়ের ধ্বজা গোটা জেলা জুড়ে ছড়িয়ে পড়েছে। গ্রাম পঞ্চায়েতের আসনে দু-একটি ব্লকে বিজেপি ও নির্দল তথা গোঁজ প্রার্থীরা কিছুটা মাথা তুলে দাঁড়ালেও সামগ্রিক গ্রাম পঞ্চায়েতের ফলাফলে একেবারেই ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে বিশেষ করে সিপিএম। পূর্ব বর্ধমান জেলায় মোট ৩২৩৪ টি গ্রাম পঞ্চায়েত আসনের মধ্যে সোমবার নির্বাচন অনুষ্ঠিত হয় ১১৩১ টি আসনে। তার মধ্যে ১০৩৮ আসনে জয়ী হ

মৃত প্রিসাইডিং অফিসারের স্ত্রীকে চাকরি, পরিবারকে ৫ লক্ষ টাকা, নিহত ১৪ জনের পরিবারকে আর্থিক সহায়তা রাজ্যের

Image
কলকাতা: উত্তর দিনাজপুরে পঞ্চায়েত নির্বাচনের সময় মৃত প্রিসাইডিং অফিসার রাজকুমার রায়ের স্ত্রীকে চাকরি দিচ্ছে রাজ্য সরকার। আজ এই ঘোষণা করা হয়েছে। রাজকুমারের পরিবারকে পাঁচ লক্ষ টাকা আর্থিক সহায়তাও দেওয়া হবে। এছাড়া সদ্যসমাপ্ত নির্বাচনের সময় হিংসায় যে ১৪ জনের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারকেও ২ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। রাহতপুর হাই মাদ্রাসার শিক্ষক রাজকুমার সোমবার অনুষ্ঠিত হওয়া পঞ্চায়েত নির্বাচনের দিন রায়গঞ্জ মহকুমার ইটাহারের একটি বুথে প্রিসাইডিং অফিসার ছিলেন। সেদিন সন্ধেবেলা তিনি রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান। একদিন পরে রেললাইন থেকে তাঁর দেহ উদ্ধার হয়। তাঁর পরিবারের লোকজনের অভিযোগ, অপহরণ করে খুন করা হয়েছে। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ট্রেনের চালক রিপোর্ট দিয়েছেন, দুর্ঘটনাতেই রাজকুমারের মৃত্যু হয়েছে।

হাত পা বাঁধা স্বামী, কৈখালিতে সিভিক ভলান্টিয়ারের রক্তাক্ত দেহ উদ্ধার

Image
কলকাতা: এয়ারপোর্ট থানার কৈখালিতে এক মহিলা সিভিক ভলান্টিয়ারের রহস্যময়ভাবে মৃত্যু হল। হাত পা বাঁধা অবস্থায় তাঁর স্বামীকে উদ্ধার করেছে পুলিশ। যদিও প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, সন্দেহের বশে স্বামীই  খুন করেছেন স্ত্রীকে। মৃতের নাম শম্পা দাস। গতকাল রাতে চিড়িয়া মোড়ে নিজের বাড়িতে সিঁড়ির উপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় নিউটাউন থানার এই সিভিক ভলান্টিয়ারের দেহ। বাড়ির উপরের ঘর থেকে তাঁর স্বামী সুপ্রতিমকে চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে গেলে শম্পাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আরজিকর হাসপাতালে চিকিৎধীন তাঁর স্বামীও। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সুপ্রতিমের দাবি, গতকাল রাত আটটা নাগাদ কয়েকজন বাড়িতে এলে লুঠপাট চালায়, তারাই এই কাণ্ড ঘটিয়েছে। কিন্তু এই দাবি মানতে রাজি নয় পুলিশ, তাদের ধারণা, সন্দেহের বশে সুপ্রতিমই স্ত্রীকে খুন করেছেন।

হাভানায় ১০৪ যাত্রী নিয়ে ভেঙে পড়ল বোয়িংয়ের বিমান

Image
কিউবার হাভানা থেকে ওলগিন যাচ্ছিল বোয়িং ৭৩৭ বিমানটি। ছিলেন ১০৪ জন যাত্রী এবং ন'জন বিমানকর্মী। শুক্রবার হোসে মার্তি বিমানবন্দর থেকে ওড়ার কয়েক মিনিটের মধ্যেই ভেঙে পড়ে সেই বিমান। সরকারি সংবাদমাধ্যম সূত্রের খবর, মারা গিয়েছেন একশো জনেরও বেশি আরোহী। ঘটনাস্থলে গিয়েছেন প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াস-কানেল। তিনিও বলেন, ''বিমানের অধিকাংশ আরোহীই মারা গিয়েছেন বলে আমাদের আশঙ্কা।'' প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়। কয়েক জনকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। কী কারণে বিমানটি ভেঙে পড়ল, তা এখনও জানা যায়নি।

টেক্সাসের স্কুলে গুলি, নিহত ১০

Image
ফের বন্দুকবাজের হামলায় রক্তাক্ত আমেরিকার স্কুল। এ বারের হানা টেক্সাসের সান্টা ফে হাইস্কুলে। শুক্রবার সকালে স্থানীয় সময় সাড়ে সাতটা নাগাদ ওই স্কুলে নির্বিচারে গুলি চালাতে শুরু করে এক বন্দুকবাজ। ঘটনায় নিহত অন্তত দশ জন। সংখ্যাটা আরও বাড়তে পারে। নিহতদের বেশির ভাগই পড়ুয়া। জখম আরও অনেকে। যার মধ্যে রয়েছেন এক পুলিশ আধিকারিকও। আহতদের নিয়ে যাওয়া হয় স্থানীয় তিনটি হাসপাতালে। হ্যারিস কাউন্টির শেরিফ এড গঞ্জালভেজ় জানান, হামলাকারী সন্দেহে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। সে-ও পড়ুয়া বলে জানিয়েছে পুলিশ। সন্দেহভাজন আরও এক জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করছে পুলিশ। স্কুল পড়ুয়া অ্যাঞ্জেলিকা মার্টিনেজ় জানায়, সকাল সকাল সবে ক্লাস শুরু হওয়ার কথা। এক সতীর্থের সঙ্গে বাইরে দাঁড়িয়েছিল তারা। তখনই গুলির আওয়াজ। ছুটতে শুরু করে সবাই। কয়েক জন প্রত্যক্ষদর্শীর মতে, গুলিচালনার আগেই স্কুলে অ্যালার্মের শব্দ পেয়ে পড়ুয়ারা দিশেহারা হয়ে ছুটতে শুরু করে। তবে গুলিচালনা ও অ্যালার্মের মধ্যে প্রথমে কিসের আওয়াজে বিভ্রান্ত হয় পড়ুয়ারা, তা স্পষ্ট নয়। ঘটনায় উদ্বেগ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, দীর্ঘ দিন ধর

‘শুধু আমাদের সঙ্গে আসুন, ১০০ গুণ ধনী করে দেব’

Image
ফোনে কথোপথনের ভঙ্গিটা বেশ অন্য রকম— ''শুধু আমাদের সঙ্গে চলে আসুন। আপনাকে ১০০ গুণ বড়লোক করে দেব!'' শুক্রবার সন্ধ্যায় এমনই একটা কথোপকথনের অডিয়ো প্রকাশ করে কর্নাটকে আস্থাভোটের উত্তাপ বহুগুণ বাড়িয়ে দিল কংগ্রেস। তাদের অভিযোগ, কংগ্রেসের বিধায়ক বসনগৌড়াকে এ ভাবেই ফোন করে বিজেপির সঙ্গে হাত মেলানোর প্রস্তাব দিয়েছেন বিজেপি নেতা জনার্দন রেড্ডি। কথা শুনলে বসনগৌড়ার সম্পত্তি ১০০ গুণ বেড়ে যাবে— এমন টোপ দেওয়া হয়েছে। কংগ্রেসের দাবি, রেড্ডি-র প্রস্তাব পত্রপাঠ খারিজ করেছেন বসনগৌড়া। বিজেপি অবশ্য অভিযোগ উড়িয়ে বলছে, অডিয়ো-টেপটি জাল অভিযোগের সত্যমিথ্যা যাচাই পরের কথা। আপাতত আস্থাভোটের আগে এমনই নানা অভিযোগ, জল্পনায় ভর করে হু হু করে বাড়ছে উত্তেজনা। সেই উত্তেজনার কেন্দ্রে আছে মনস্তাত্বিক প্রচার থেকে টাকার টোপ, জাতের সুড়সুড়ি থেকে খুনের হুমকি— সবই। অবশ্য সবই অভিযোগের আকারে। মাত্র দু'দিন আগেও আস্থাভোটের জন্য বিজেপির মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পার হাতে ছিল ১৫ দিন সময়। সুপ্রিম কোর্টের রায়ে সেই কাউন্টডাউনের ঘড়ি শুক্রবার এক ঝটকায় নেমে এসেছে এক দিনে। সময় কমে যাওয়ায় বিপাকে বিজেপি। খুশি কংগ