গৃহবধূকে পুড়িয়ে হত্যা, স্বামী সহ শ্বশুরবাড়ির চারজনের যাবজ্জীবন


কলকাতা: এক গৃহবধূকে পুড়িয়ে খুন করার মামলায় শ্বশুরবাড়ির চারজনকে দোষী সাব্যস্ত করল ব্যাংকশাল আদালত৷ শুক্রবার তাদের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করেন বিচারক৷

একই সঙ্গে দোষীদের দুই হাজার টাকা জরিমানাও করা হয়৷ জরিমানা দিতে না পারলে অতিরিক্ত ছয় মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক৷

২০১২-র ১৬ জুলাই আগুনে পুড়ে মৃত্যু হয় বটতলা থানা এলাকার গৃহবধূ মিনতি শর্মার৷ জানা গিয়েছে, আগুনে ৯০ শতাংশ পুড়ে যান তিনি৷ তার পর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই তাঁর মৃত্যু হয়৷ এই ঘটনায় মিনতি শর্মার স্বামী সত্যেন্দ্র শর্মা সহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেন তাঁর বাবা৷

তদন্তে নেমে সত্যেন্দ্র শর্মা সহ মৃত ওই গৃহবধূর শ্বশুরবাড়ির চারজনকে গ্রেফতার করে বটতলা থানার পুলিশ৷ প্রায় ছয় বছর পর শুক্রবার এই মামলায় এই চারজনকে দোষী সাব্যস্ত করে ব্যাংকশাল আদালত৷