Posts

Showing posts from May 28, 2018

স্কুলে কেন ঠাঁই নেই একা মায়ের সন্তানের

Image
একা মা। তাই শিশুকেও স্কুলে ভর্তি করা হয়নি। এমন একাধিক অভিযোগ ইতিমধ্যেই জমা পড়েছে রাজ্য শিশু অধিকার রক্ষা কমিশনে। যদিও সংশ্লিষ্ট স্কুলগুলির তরফে স্পষ্ট করে বলা হয়নি যে, মা একা তার অভিভাবক হওয়াই শিশুকে স্কুলে ভর্তি না নেওয়ার কারণ। কমিশন সূত্রের খবর, সংশ্লিষ্ট স্কুলগুলির তরফে লিখিত ভাবে শুধু বলা হয়েছে, ভর্তির যে নির্দিষ্ট 'অভ্যন্তরীণ  মাপকাঠি' আছে, তার সঙ্গে খাপ না খাওয়ায় শিশুকে ভর্তি নেওয়া সম্ভব হচ্ছে না। এই ঘটনার প্রেক্ষিতে ভর্তির এই 'নির্দিষ্ট মাপকাঠি' কী, তা-ই সংশ্লিষ্ট স্কুলগুলির কাছে এ বার জানতে চাইছে কমিশন। ইতিমধ্যেই কমিশনের তরফে স্কুল শিক্ষা দফতরকেও চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছে। কমিশনের আধিকারিকদের একাংশ জানাচ্ছেন, অভিভাবক একা মা হওয়ায় শহরের একাধিক স্কুল সেই সন্তানকে ভর্তি নিতে অস্বীকার করেছে বলে বহু অভিযোগ দায়ের হয়েছে। এমনকি, ভর্তির জন্য অনলাইন ফর্ম পূরণের ক্ষেত্রে বাবার নাম ও ছবি দেওয়া বাধ্যতামূলক। তা না দিলে স্বাভাবিক ভাবেই ফর্ম বাতিল হয়ে যাচ্ছে। শিশুকে ভর্তি নেওয়ার আগে স্কুলে অভিভাবকদের ইন্টারভিউ পর্বেও উড়ে আসে নানা প্রশ্ন। যেমন, কেন ওই একা মা শিশুটির বাবার

আইফোনের ডিজাইন নকল করে বিপুল ক্ষতিপূরণের মুখে SAMSUNG

Image
স্মার্টফোনের বাজারে অ্যাপল ও স্যামসাংয়ের প্রতিদ্বন্দ্বিতা কারও অজানা নয়। সাতবছর আগে যে লড়াই শুরু হয়েছিল এতদিনে হল তার সমাধান। আদালতের নির্দেশে শাস্তির মুখে পড়তে হল স্যামসাং-কে। আর শাস্তিস্বরূপ অ্যাপলকে তাদের দিতে হবে বড়সড় ক্ষতিপূরণ। অ্যাপল আর আইফোন যেন সমার্থক শব্দ। বিশ্ববাজারে আইফোনের মতো অত্যাধুনিক স্মার্টফোন এনে সকলকে তাক লাগিয়ে দিয়েছিল এই মার্কিন সংস্থা। পিছিয়ে থাকতে চায়নি স্যামসাং। কম দামে আইফোনের মতো একই ফিচারের একের পর এক ফোন বিশ্ববাজারে আনতে শুরু করে এই দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। কথাতেই রয়েছে 'চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা'। কিন্তু ধরা পড়ে গিয়েছিল স্যামসাং। প্রতিযোগিতার নেশায় অ্যাপলের আইফোনের নকশা নকল করে তারা। ফলও ভুগতে হল তাদের। ক্যালিফোর্নিয়ার আদালতের নির্দেশে অ্যাপলকে এবার ৫৩৯ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে হবে তাদের। সাতবছরের লড়াইয়ের পরে যুদ্ধ জয়ের স্বাদ পেয়ে যথারীতি খুশি অ্যাপল কর্তৃপক্ষ। এই জয়কে তাদের কর্মীদের জয় বলে জানিয়েছে অ্যাপল কর্তৃপক্ষ। স্যামসাংয়ের বিরুদ্ধে ক্যালিফোর্নিয়া আদালতে মামলা দায়ের করেছিল অ্যাপল কর্তৃপক্ষ। তাদের অভিযোগ ছিল, আইফোনের নকশা

কাপড় নতুন রাখবেন কী করে

Image
অনেককেই জামাকাপড় হাতে কাচতে হয়। সেক্ষেত্রে দেখা যায় একাধিক সমস্যা। বিশেষত, সাদা কাপড়ের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা যায়। তার উপর সাদা জামাতে দাগ লেগে যাওয়ার ভয় সবসময় আমদের মধ্যে কাজ করে। অনেক সময় দেখা যায় কাচার পর কাপড়ের রং ফ্যাকাশে হয়ে গেছে। কীভাবে পরিষ্কার করলে আপনার কাপড় নতুনের মতো থাকবে তা একবার দেখে নিন- সাদা কাপড় কাচার সময় আমাদের সবচেয়ে বেশি সমস্যা দেখা যায়। কারণ সাদা কাপড় খুব যত্ন করে পরিষ্কার করতে হয়। তাই আধ কাপ ভিনিগারের সঙ্গে ২ চামচ বেকিং সোডা দিয়ে সাদা জামা পরিষ্কার করুন। দেখবেন সেগুলির উজ্জ্বলতা বজায় থাকবে। সাদা জামা-কাপড়ের সঙ্গে অন্য জামা ভেজাবেন না। না হলে সেই জামার রং সাদা কাপড়ে লেগে যেতে পারে। কাপড় প্রথমবার ধোয়ার সময় অবশ্যই দেখে নেবেন যে রং উঠছে কি না।জামা-কাপড়ের উপর সরাসরি ডিটারজেন্ট ব্যবহার করবেন না। প্রথমে জলে ডিটারজেন্ট গুলে তারপর জামা-কাপড় ভেজান। অনেক ময়লা কাপড় একসঙ্গে ভেজাবেন না। এতে দাগ লেগে যাওয়ার সম্ভাবনা থাকে।উলের কাপড়-জামা গরম জলে পরিষ্কার করবেন না। খুব বেশিক্ষণ ডিটারজেন্টে ভিজিয়ে রাখবেন না। এতে উল নষ্ট হয়ে যেতে পারে।ভারী জামা-কাপড় যেমন জিন্স, শার্ট, প্যান

মদের ঠেক রুখতে প্রতিবাদ, বৃদ্ধের গায়ে আগুন পাণ্ডুয়ায়

Image
সকালে ফাঁকা মাঠের মধ্যে মদের আসর বসিয়েছিল দুই ভাই। দেখে প্রতিবাদ করেছিলেন এক বৃদ্ধ। এই ছিল তাঁর 'অপরাধ'। তার জেরে গায়ে কেরোসিন ঢেলে বৃদ্ধকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল ওই দুই যুবকের বিরুদ্ধে। রবিবার সকালে পাণ্ডুয়ার সরাই-তিন্না পঞ্চায়েতের জগন্নাথপুর গ্রামের তালপুকুর মাঠ থেকে অগ্নিদগ্ধ অবস্থায় দুর্গা মুর্মু নামে বছর ষাটেকের ওই বৃদ্ধকে উদ্ধার করেন পড়শিরা। প্রথমে তাঁকে পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখান থেকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে স্থানান্তরিত করানো হয়। পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালের এক চিকিৎসক জানান, দুর্গাবাবুর পেট, পা, হাতের কিছুটা অংশ এবং চুলের একাংশ পুড়ে গিয়েছে। সব মিলিয়ে শরীরের ৩০ শতাংশ পুড়ে গিয়েছে। বেলা ১১টা নাগাদ তিন্না সেতুর কাছ থেকে পুলিশ অভিযুক্ত পলাশ দুর্লভকে গ্রেফতার করে। তবে, তার ভাই, আর এক অভিযুক্ত অলোককে পুলিশ ধরতে পারেনি। দু'জনের বাড়ি পাশের পাঁচগড়া গ্রামে। জেলা পুলিশের এক কর্তা জানান, অন্য অভিযুক্তের খোঁজ চলছে। ওরা বাইরে থেকে মদ এনে খাচ্ছিল। ঘটনাস্থল থেকে কেরোসিনের জার এবং পলাশদের একটি সাইকেল উদ্ধার করা হয়েছে। তদন্তকারীদের ধারণা, এ দি

সম্পর্ক মানেনি পরিবার, বিয়ে করে আত্মহত্যা যুগলের

Image
তাঁদের মধ্যে সম্পর্ক ছিল বেশ কিছু দিন ধরেই। কিন্তু, ছেলে বা মেয়ে কারও পরিবারই এই সম্পর্ক মানতে চায়নি। তা নিয়ে উভয় পরিবারেই চলছিল অশান্তি। অবশেষে গত বুধবার বীরেন্দ্র ভার্মা (১৯) এবং রঞ্জনা (১৮)— দুই তরুণ-তরুণী বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন। আর শনিবার ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন দুই জনই। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সীতাপুরের মেহমুদাবাদের গুলরামাউ লেভেল ক্রসিংয়ে। মেহমুদাবাদের পুলিশ ইন্সপেক্টর জ্ঞানেন্দ্র সিংহ জানিয়েছেন, ২৩ তারিখ বাড়ি থেকে নিখোঁজ হওয়ার পরই পুলিশে পৃথক ভাবে অভিযোগ করেছিল দুই পরিবার। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, বীরেন্দ্র এবং রঞ্জনা বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছিলেন। তার পরই তাঁরা আত্মহত্যা করেন। দেহ উদ্ধারের পর খবর দেওয়া হয়েছিল দুই পরিবারে। দুই পরিবারের লোকজনই দেহ দুটি শনাক্ত করে। পরে দেহ দু'টিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

জিএসটিতে এলেও পেট্রোল, ডিজেলের দাম কমবে না: সুশীল মোদী

Image
পেট্রো-পণ্যের দাম কমা নিয়ে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে বিহারের উপ-মুখ্যমন্ত্রী, বিজেপি নেতা সুশীল মোদীর মতোবিরোধ প্রকাশ্যে চলে এল। পেট্রোল, ডিজেলের মতো পেট্রো-পণ্যকে পণ্য পরিষেবা কর (জিএসটি)-এর আওতায় আনলেই তাদের দাম কমানো যাবে, এমনটা ভাবার কোনও মানে হয় না। এটা একেবারেই ভুল ধারণা বলে মনে করেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী, সুশীল মোদী। বিজেপি নেতা সুশীল দেশে জিএসটি নেটওয়ার্ক প্যানেলের প্রধানও। গত এপ্রিলে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছিলেন, যে ভাবে পেট্রল, ডিজেলের দাম কমতে পারে, জিএসটি তার একটি পথ। এ ব্যাপারে জিএসটি কাউন্সিলের কাছে তিনি সুপারিশ করেছেন বলেও জানিয়েছিলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী। হালে ভারতে পেট্রোল, ডিজেলের দাম রেকর্ড পরিমাণে বেড়ে যাওয়ায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সমালোচনায় সরব হয়েছেন বিরোধীরা। এটা ঠিকই, গোটা বিশ্বে অপরিশোধিত তেলের দাম হঠাৎ বেড়ে গিয়েছে। ভারতে প্রয়োজনীয় পেট্রল, ডিজেলের ৮০ শতাংশই বিদেশ থেকে আমদানি করা হয় বলে বিশ্ব বাজারে পেট্রো-পণ্যের দাম-বৃদ্ধির প্রভাব পড়েছে ভারতেও। তবে এ দেশে পেট্রো-পণ্যের দাম রেকর্ড পরিমাণ

হাতির দাঁত উদ্ধার, ধৃত রেল ঠিকাকর্মী

Image
বাক্স বদল নয়। বাক্স হস্তান্তর হচ্ছিল গুয়াহাটি স্টেশনে। হাতেনাতে ধরা পড়ে গেলেন দাতা ও গ্রহীতা। বাক্সে পাওয়া গেল সাড়ে পাঁচ কিলোগ্রামেরও বেশি হাতির দাঁত। তা পাচারের অভিযোগে গ্রেফতার করা হল রেলের এক ঠিকা কর্মীকে। গোটা ঘটনায় জড়িয়ে গেল পশ্চিমবঙ্গের নাম। কেননা সুরজ দাস নামে ধৃত ব্যক্তি বঙ্গেরই বাসিন্দা। আগাম খবরের ভিত্তিতে শনিবার গুয়াহাটি স্টেশনে অভিযান চালায় ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)। অসমের হোজাই জেলার বাসিন্দা মহম্মদ বদরুল হুসেন নামে এক ব্যক্তি স্টেশনে একটি বাক্স দিতে এসেছিলেন। বাক্সটি নিতে আসেন সরাইঘাট এক্সপ্রেস ট্রেনের কোচ অ্যাটেন্ড্যান্ট সুরজ। ডিআরআই ও পুলিশ দু'জনকেই ধরে ফেলে। বাক্সে ছিল ২৪টি হাতির দাঁত ও দাঁতের অংশ। মোট ওজন পাঁচ কিলোগ্রাম ৮৩৮ গ্রাম। আন্তর্জাতিক বাজারে তার দাম কয়েক লক্ষ টাকা বলে জানান ডিআরআই অফিসারেরা। ডিআরআইয়ের জেরায় সুরজ জানান, সরাইঘাট এক্সপ্রেস নিউ জলপাইগুড়িতে পৌঁছলে তাঁর কাছ থেকে ওই বাক্সভর্তি হাতির দাঁত নিয়ে যাওয়ার কথা ছিল তৃতীয় এক ব্যক্তির। উত্তরবঙ্গের সীমান্ত-শহর দিয়ে দাঁতগুলি নেপালে পাচার করার কথা ছিল ওই তৃতীয় ব্যক্তির। পশু বিশেষজ্ঞেরা দ

গঙ্গায় ‘ঝাঁপ’, মা বাঁচলেও মৃত্যু চার মাসের শিশুপুত্রর

Image
গঙ্গার জলে চার মাসের শিশুপুত্রকে নিয়ে তলিয়ে যাচ্ছেন এক মহিলা। এক হাতে গাছের ডাল ধরে কোনওমতে ঝুলে থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন তিনি। সঙ্গে প্রবল আর্তনাদ। সেই আর্তনাদ কানে যেতেই ঘটনাস্থলে পৌঁছয় গঙ্গায় টহলরত নৌবাহিনীর স্পিডবোট। ওই মা ও শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবু শেষরক্ষা হয়নি। মা বেঁচে গেলেও হাসপাতালের চিকিৎসকেরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। রবিবার ঘটনাটি ঘটেছে হাওড়া স্টেশনের কাছে লক্ষ্মীঘাটে। পুলিশ জানিয়েছে, ওই মহিলা এ দিন বেলা সাড়ে দশটা নাগাদ হাওড়া স্টেশনের কাছাকাছি হাওড়া ব্রিজ লাগোয়া লক্ষ্ণীঘাটে নামেন। পুলিশের দাবি, পারিবারিক অশান্তির জেরে নিজের সন্তানকে নিয়েই গঙ্গায় ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন বলে জানিয়েছেন ওই মহিলা। কিন্তু গঙ্গায় পুরোপুরি তলিয়ে যাওয়ার আগে সম্বিৎ ফিরতেই বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকেন তিনি। পাড় থেকে ঝুলে থাকা গাছের ডাল এক হাতে ধরে অন্য হাতে নিজের সন্তানকে আগলে রাখার চেষ্টা করেন। কিন্তু শিশুর দেহের বেশির ভাগ অংশই তখন জলে ডুবে ছিল। টহলরত নৌবাহিনীর স্পিড বোটের নাবিকেরাআর্তনাদ শুনে দ্রুত ঘটনাস্থলে এসে মা ও শিশুকে নিয়ে প্রথমে বাবুঘাটের রিভার

আখচাষির মৃত্যু, তা-ও মোদীর মুখে ‘অচ্ছে দিন’

Image
চিনিকলগুলির কাছ থেকে পাওনা আদায়ে ও বিদ্যুতের মাসুল বৃদ্ধির প্রতিবাদে পশ্চিম উত্তরপ্রদেশের বাগপত জেলায় ধর্নায় বসেছেন আখচাষিরা। ধর্নারত এক আখচাষির মৃত্যুও হয়েছে গত কাল। আর আজ সেই বাগপতের মাটিতে দাঁড়িয়েই 'অচ্ছে দিন'-এর বার্তা শোনালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কংগ্রেসকে তীব্র আক্রমণের পাশাপাশি, উঁচু গলায় শোনালেন চার বছর পার করা সরকারের কৃষক-দরদি ভূমিকার কথা। সব মিলিয়ে 'ইস্টার্ন পেরিফেরাল হাইওয়ে'র উদ্বোধনের অনুষ্ঠান হয়ে উঠল রাজনীতির মঞ্চ। মোদী আজ যেখানে জনসভাটি করেছেন, তার পাশেই কৈরানা জেলা। আগামিকাল উপনির্বাচন হবে সেখানে। এ রাজ্যে আগের উপনির্বাচনগুলির মতো এখানেও বিরোধীরা এককাট্টা। একজোটে  বিজেপির টক্কর নেবে আরএলডি, এসপি, বিএসপি ও কংগ্রেস। বিরোধী ভোট ভাগ না হলে এমনিতেই বিপদ বিজেপির। তার উপরে গত কাল বাগপতে ৬০ বছর বয়সি কৃষক উদয়বীর সিংহের মৃত্যু যোগী সরকারের বিরুদ্ধে যাচ্ছে বলেই মনে করছেন স্থানীয় রাজনৈতিক নেতারা। প্রশাসন উদয়বীরের পরিবারকে ১২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করলেও, জীবদ্দশায় কেন কৃষকরা তাঁদের পাওনা টাকা পাচ্ছেন না, সেই প্রশ্ন তুলছেন বিরোধীরা। কংগ্রেস সভা

ধর্ষণে অভিযুক্ত রাজ্যের তরুণ আইপিএস

Image
ক'দিন আগেই ভারতে থাকা ইউক্রেনের এক সুন্দরীর সঙ্গে ঘনিষ্ঠ ছবি প্রকাশ্যে আসায় বিতর্কে জড়িয়েছিলেন রাজ্য পুলিশের এক শীর্ষ কর্তা। এ বার বিতর্কে রাজ্য পুলিশের আরও এক আইপিএস। তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন এক তরুণী। একটি এফআইআর হয়েছে দিল্লির বারাখাম্বা থানায়। ২০১৪ সালে চাকরিতে যোগ দেওয়া এওই পুলিশ কর্তা এখন দক্ষিণ বঙ্গের একটি জেলায় অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্বে রয়েছেন। দিল্লি পুলিশ সূত্রে খবর, অভিযোগকারী তরুণী দিল্লির বাসিন্দা। অভিযুক্ত পুলিশ কর্তার সঙ্গে একই বছরে ইউপিএসসি পরীক্ষায় পাশ করেন। তরুণী আইএএস ক্যাডারে প্রশিক্ষণ নিতে শুরু করেন। সেই সময়েই অভিযুক্ত পুলিশ কর্তার সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা হয়। অভিযোগ, সেই সময়ে ওই পুলিশ কর্তা বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে ওই মহিলার সঙ্গে শারীরিক ভাবে ঘনিষ্ঠ হন। কিন্তু শেষ পর্যন্ত পুলিশ কর্তাটি মহিলাকে বিয়ে করতে অস্বীকার করেন। ওই অভিযোগের ভিত্তিতেই ধর্ষণের মামলা শুরু করেছে দিল্লি পুলিশ। সূত্রের খবর ওই পুলিশ কর্তার সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ করেছেন তদন্তকারীরা।

কিশোরীকে বেচেছিল প্রেমিক, ফিরিয়ে দিল যৌনপল্লিরই খদ্দের!

Image
ঘর বাঁধার স্বপ্ন দেখে ঘর ছেড়েছিল কিশোরীটি। দুঃস্বপ্নেও ভাবেনি, কী বিভীষিকা অপেক্ষা করে রয়েছে তার জন্য। মাসের পর মাস যায়। বিকিয়ে যেতে যেতে স্বপ্ন দেখার ইচ্ছে তলানিতে ঠেকে। তবু হার মানে না সে। কেউ কি সাহায্য করবে না, জিজ্ঞাসা করে একে-ওকে। শেষমেশ সাহায্য আসে। ঘরে ফেরে সে। শুরু হয় নতুন করে বাঁচার লড়াই।  উত্তর দিনাজপুরের বাসিন্দা ওই মেয়েটির বয়স তখন সবে ষোলো। প্রেমে পড়েছিল মালদহের কালিয়াচকের একটি ছেলের। বিয়ে করবে বলে বাড়ি থেকে পালিয়েছিল। কিন্তু প্রেমিক তাকে বিক্রি করে দেয় বিহারের সীতামঢ়ীর এক যৌনপল্লিতে। দু'বছর ধরে সেখানেই ছিল মেয়েটি। যৌনপল্লিতেই আলাপ হয় রেলকর্মী এক যুবকের সঙ্গে। তিনি সীতামঢ়ীরই বাসিন্দা। মেয়েটি জানাল, ওই এলাকা থেকে বেরোনোর সব রাস্তাই বন্ধ ছিল।  নিজে পালাতে পারবে না বুঝতে পেরে, তার কাছে যাঁরা আসতেন, তাঁদের সাহায্য চাইত। কিন্তু তার কথায় গুরুত্ব দিতেন না কেউ-ই। ব্যতিক্রম শুধু ওই যুবক। তাঁর কথায়, ''যখনই ওর কাছে যেতাম, কান্নাকাটি করত। খুব খারাপ লাগত আমার। খালি মনে হত, ওকে যদি সাহায্য করা যায়। যদি কোনও ভাবে ওকে বাড়িতে ফিরিয়ে দেওয়া যায়।'' যেমন ভাবা তেমন কা

‘ওয়াটসন ঝড় দেখিয়ে দিল, মাহি-মন্ত্রই মোক্ষম’

Image
এ বারের আইপিএলের দু'টো যোগ্য দল রবিবার ফাইনাল খেলতে নেমেছিল ওয়াংখেড়েতে। মজার ব্যাপার হল, চেন্নাই সুপার কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদ—দু'টো দলই কিন্তু দক্ষিণ ভারতের। এ রকম একটা হাড্ডাহাড্ডি ম্যাচ শেষ পর্যন্ত একপেশে করে দিলেন চেন্নাইয়ের অস্ট্রেলীয় ব্যাটসম্যান শেন ওয়াটসন। ৫৭ বলে ওয়াটসনের অপরাজিত ১১৭ রানই তৃতীয় আইপিএল ট্রফিটা এনে দিল চেন্নাই সুপার কিংসকে। দু'বছর নির্বাসনের পরে আইপিএলে ফিরে হায়দরাবাদকে আট উইকেটে হারিয়ে ট্রফিটা ঠিক হাতে তুললেন মহেন্দ্র সিংহ ধোনি। রবিবার লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ জিতেছে পাকিস্তান। ঐতিহ্যের সেই লর্ডসের জায়ান্ট স্ক্রিনেও টেস্ট শেষ হওয়ার পরেই দেখানো হল ওয়াংখেড়ের ফাইনাল। গোটা বিশ্বে আইপিএলের জনপ্রিয়তা এমন জায়গাতেই গিয়েছে। এ দিনের খেলাটা ছিল চেন্নাইয়ের ব্যাটিংয়ের সঙ্গে হায়দরাবাদের বোলিংয়ের। কেন উইলিয়ামসনের দল ১৭৮-৬ করার পরে ভেবেছিলাম ধোনিদের লড়াই খুব সহজ হবে না। ভুবনেশ্বর কুমার শুরুটাও সে রকমই করেছিলেন। ভুবি প্রথম বলেই ওয়াটসনকে লেটসুইংয়ে পরাস্ত করার পরে তাই হায়দরাবাদের জন্য আশা জেগেছিল। ভুবি এই সময় বলের সিম সোজা রেখে অফস্টাম্পের বাইরে