Posts

Showing posts from February 14, 2019

বিচালি নিয়ে বচসা, তরকারি কাটার বটির কোপে দাদাকে খুন ভাইয়ের

Image
জমি নিয়ে বিবাদের জেরে ভাইয়ের হাতে খুন হয়ে গেলেন দাদা। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটায়। মৃতের নাম বিশ্বজিত্ বৈদ্য। অভিযুক্ত ভাই শুভজিত্ বৈদ্যকে গ্রেফতার করেছে পুলিস। জানা গিয়েছে, নিহত বিশ্বজিত্ বৈদ্য অভিযুক্ত শুভজিত্ বৈদ্যের সম্পর্কে খুড়তুতো দাদা। জমিজমা সংক্রান্ত সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরেই গাইঘাটার গোয়ালবাথান এলাকার বাসিন্দা বৈদ্য পরিবারের মধ্যে বিবাদ চলছিল।বুধবার দুপুর থেকে ফের শুরু হয় অশান্তি। বিচালি নিয়ে ভাইয়ে ভাইয়ে বচসা বাঁধে। অভিযোগ, কথা কাটাকাটির সময়ই বুধবার সন্ধ্যায়  শুভজিত্ আচমকা তরকারি কাঁটার বটি নিয়ে চড়াও হয় বিশ্বজিতের উপর। সেইসময় শুভজিতের বাবা নগেন বৈদ্য বিশ্বজিতের গলায় দড়ি চেপে ধরে। এরপরই বিশ্বজিতের মাথায় ও গলায় বটি দিয়ে কোপ মারে শুভজিত। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে বিশ্বজিত বৈদ্য। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিতসকরা মৃত বলে ঘোষণা করেন। অভিযুক্ত শুভজিত্ বৈদ্যকে  গ্রেফতার করেছে গাইঘাটা থানার পুলিশ। তবে শুভজিতের বাবা নগেন পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিস।

দুই বোনের সঙ্গে সম্পর্ক, দুজনকেই বিয়ে! ভ্যালেন্টাইনস ডে-তে নিদারুণ পরিণতি স্বামীর

Image
দু বোনের বিবাদের জেরে ভ্যালেন্টাইনস ডে-তেই মর্মান্তিক পরিণতি হল স্বামীর ৷ বিষ খেয়ে আত্মঘাতী হলেন স্বামী। মৃতের নাম মহম্মদ আব্বাস। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনায়। জানা গিয়েছে, আত্মঘাতী মহম্মদ আব্বাস আদতে বিহারের বাসিন্দা ৷ পেশায় গাড়িচালক আব্বাস ঘুটিয়ারি শরিফ থাকতেন। ঘুটিয়ারি শরিফ এলাকাতেই তাঁর সাথে পরিচয় হয় দুই বোনের ৷ দুজনকেই বিয়ে করেন তিনি ৷ প্রথমে ছোট বোনকে বিয়ে করেন আব্বাস। পরে বড় বোনকে বিয়ে করেন৷ প্রথম প্রথম কিছুদিন 'সতীন' দুই বোনের সংসারে সবকিছুই ঠিকঠাক চলছিল ৷  কিন্তু বেশ কয়েক মাস পর থেকে সংসারে শুরু হয় অশান্তি। নিত্য ঝগড়া লেগেই থাকত। পাড়া প্রতিবেশীরা জানিয়েছেন, দিনের পর দিন সম্পর্কের টানাপোড়েন আরও বাড়ে ৷ শেষে মানসিক চাপ সহ্য করতে না পেরে বুধবার রাতে বিষ খেয়ে আত্মঘাতী হন আব্বাস ৷ অসুস্থ অবস্থায় রাতে তাঁকে প্রথমে ঘুটিয়ারি শরিফ প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় ৷ বৃহস্পতিবার সকালে সেখানেই মৃত্যু হয় আব্বাসের৷

অনিল অম্বানীর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের নির্দেশ বদলে গেল ওয়েবসাইটে! বরখাস্ত দুই সহ-রেজিস্ট্রার

Image
সুপ্রিম কোর্টের বিচারপতির রায় পাল্টে আপলোড করায় বরখাস্ত দুই সহকারী রেজিস্ট্রার। বিচারপতি নির্দেশ দিলেন এক রকম। আর ওয়েবসাইটে আপলোডের সময় সেই নির্দেশ কার্যত হয়ে গেল উল্টো! তাও আবার দেশের শীর্ষ আদালতে!এবং হাই প্রোফাইল ব্যবসায়ী অনিল অম্বানীর বিরুদ্ধে আদালত অবমাননার মামলায়। নজিরবিহীন এই ঘটনায় কড়া পদক্ষেপ করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। তদন্তে দোষী প্রমাণিত হতেই নিজের ক্ষমতা প্রয়োগ করে দুই সহকারী রেজিস্ট্রারকে বুধবার সন্ধ্যাতেই পত্রপাঠ বরখাস্তের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। অনিল অম্বানীর বিরুদ্ধে সুইডিশ টেলি কমিউনিকেশন সংস্থা এরিকসনের দায়ের করা মামলায় বিচারপতি রোহিংটন ফলি নরিম্যানের নির্দেশ ছিল, রিলায়েন্স কমিউনিকেশন্স-এর কর্ণধারকে সশরীরে আদালতে হাজির হতে হবে। গত ৭ জানুয়ারি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আপলোডের সময় সেই নির্দেশ কার্যত পুরো উল্টো হয়ে যায়। তাতে লেখা হয়, অবমাননাকারী হিসেবে অভিযুক্তকে পরবর্তী শুনানিতে 'সশরীরে আদালতে হাজির হওয়ার প্রয়োজন নেই'। তাতে কার্যত হতভম্ব হয়ে যান এরিকসনের আইনজীবীরা। তাঁদের মধ্যে অন্যতম আইনজীবী দুশ্যন্ত দাভে বিচারপতি নরিম্যানের গোচরে

ডুবছে পিএফ-পেনশনের ২০ হাজার কোটি, অবসরের পাওনা অনিশ্চিত ১৪ লক্ষ কর্মীর

Image
বিপুল সংখ্যক আম জনতার প্রভিডেন্ট ফান্ড এবং পেনশনের টাকা নিয়ে ঘোর অনিশ্চয়তার মেঘ। মধ্যবিত্তের পেনশন ও প্রভিডেন্ট ফান্ডের টাকা এমন সংস্থায় খাটানো হয়েছে, যারা কার্যত গলা পর্যন্ত ঋণে ডুবে রয়েছে। ফলে অবসরকালীন পাওনা টাকা থেকে বঞ্চিত হতে পারেন প্রায় ১৪ লক্ষ চাকুরিজীবী। তাঁদের পেনশন ও ভবিষ্যনিধি তহবিল থেকে খোয়া যেতে পারে ১৫ থেকে ২০ হাজার কোটি টাকা। এই আশঙ্কা থেকেই এ বার ন্যাশনাল কোম্পানি ল অ্যাপিলেট ট্রাইবুনালের হস্তক্ষেপের আর্জি জানিয়ে পিটিশন ফাইল করেছে একাধিক সংস্থা। সঙ্কটের সূত্রপাত কোথায়? মধ্যবিত্ত চাকুরিজীবীর পেনশন ও প্রভিডেন্ট ফান্ডের টাকা ধার হিসেবে দেওয়া হয়েছে ইনফ্রাস্ট্রাকচার লিজিং অ্যান্ড ফাইনান্সিয়াল সার্ভিসেস (আইএলঅ্যান্ডএফএস)-কে। মুম্বইয়ের এই আর্থিক সংস্থার মূল এবং সহযোগী সংস্থাগুলি মিলিয়ে বর্তমানে বাজারে মোট দেনার পরিমাণ প্রায় ৯১ হাজার কোটি টাকা। আর এই সংস্থাতেই বেশ কিছু সরকারি ও বেসরকারি সংস্থার প্রভিডেন্ট ফান্ড-পেনশনের টাকা বিনিয়োগ করা হয়েছে ঋণ, বন্ড বা ডিবেঞ্চারের মাধ্যমে। সঠিক হিসেব জানা না গেলেও বিশেষজ্ঞরা মনে করছেন, টাকার অঙ্ক ১৫ থেকে ২০ হাজার কোটি। ফলে ওই সব সংস্থার অবসরক

ভয়ঙ্কর আগুনে ফের আতঙ্ক, ঘটনাস্থলে হাজির দমকলের ২৩ ইঞ্জিন

Image
নয়াদিল্লি: ফের দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ড৷ নারায়ণাতে এই আগুন লেগেছে বলে জানা গিয়েছে৷ আগুন যাতে ছড়িয়ে পড়তে না পারে তার জন্য ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলবাহিনী৷ এএনআই সূত্রে জানা গিয়েছে, গ্রিটিংস কার্ড কারখানায় আগুন লাগে৷ মোট ২৩ ইঞ্জিন সেখানে কাজ করছে বলে জানা যাচ্ছে৷ তবে ঠিক কী কারণে আগুন লেগেছে বা কোনও হতাহতের খবর এখনও জানা যায়নি৷ তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি৷ এদিকে, দুদিন আগেই, গত ১২ ফেব্রুয়ারি দিল্লির করোলবাগের অর্পিত হোটেলে বিধ্বংসী আগুনে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে৷ এখনও পর্যন্ত ১৭ জন প্রাণ হারায়৷ ঘটনাস্থলে দমকলের ২০ ইঞ্জিন উপস্থিত হয়ে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করে৷ অর্পিত হোটেলে ৪৫টি রুম ছিল এবং অনেকেই এই হোটেলে উঠেছিলেন৷ এর মধ্যে একই পরিবারের ১৩ জন ছিলেন, যারা কোচি থেকে দিল্লিতে বিয়ের নিমন্ত্রণ রক্ষায় এসেছিলেন৷ হঠাৎই মঙ্গলবার ভোরে এই আগুন লাগে৷ দেখতে দেখতে তা ছড়িয়ে পড়তে থাকে৷ আতঙ্কের পরিবেশে হোটেল থেকে বেরোতে হুড়োহুড়ি পড়ে যায়৷ অনেকে প্রাণ বাঁচাতে চার তলা থেকে রাস্তায় ঝাঁপ দেয় বলে সূত্রের খবর৷ আহতদের হাসপাতালে ভর্তি করা হয়৷

উঠে যাচ্ছে মেট্রোর সময় সূচি, এবার বসবে রিয়েল টাইম ইন্ডিকেটর

Image
মেট্রো ধরার জন্য হুড়মুড়িয়ে স্টেশনে ঢুকছেন। ডিসপ্লে বোর্ডে দেখলেন কবি সুভাষগামী ট্রেন ৪টে ১৭য়। সতেরো গেল, আঠারো গেল, উনিশ গেল। ট্রেন আর আসে না। প্ল্যাটফর্মে ক্রমশ ভিড় বাড়ছে। সেই ৪টে ১৭-র ট্রেন এল যখন, ঘড়িতে তখন ৪টে ২৬। এদিকে পরবর্তী ট্রেন আসার নির্ধারিত সময় ৪টে ২৭। তার মানে কি এক মিনিট বাদে আবার একটা কবি সুভাষগামী ট্রেন আসবে? শুধু আপনার নয়, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা আপনার মতো হাজারো অধৈর্য্য যাত্রীর মনে একই প্রশ্ন। যদিও তার উত্তর খোঁজার সময় বা ইচ্ছা কারও নেই। ঠেলেঠুলে ওই ট্রেনেই সবাই উঠলেন। ভিড়ের চাপে দমবন্ধ হওয়ার দশা। দুটো ট্রেনের প্যাসেঞ্জার একটার মধ্যে উঠলে যা হয় আর কি! যাত্রীদুর্ভোগের এই বৃত্তান্ত কলকাতা মেট্রোয় এখন নিত্যনৈমিত্তিক। বলতে গেলে মানুষের গা-সওয়া হয়ে গিয়েছে। তিনটের প্যাসেঞ্জার একটা ট্রেনে গুঁতোগুঁতি করছেন এমন ঘটনাও ঘটছে আকছার। কর্তৃপক্ষেরও সমস্যাটা অজানা নয়। যার আপাত সুরাহায় কলকাতা মেট্রো চলাচলে 'সময় সারণি' (টাইমটেবিল) তুলে দেওয়া হবে বলে ঠিক হয়েছে। মানে স্টেশনে ঢোকার মুখে আর দেখা যাবে না পরের ট্রেন ক'টার সময়। টাইম টেবিলের পরিবর্তে চালু হবে র

ট্র্যাকে চাকা আটকে বিপত্তি, মালদহের সামসি স্টেশনে দাঁড়িয়ে একটি ডিএমইউ লোকাল৷

Image
মালদহ: ট্র্যাকে চাকা আটকে বিপত্তি, দীর্ঘক্ষণ মালদহের সামসি স্টেশনে দাঁড়িয়ে ডিএমইউ লোকাল৷ বুধবার রাত থেকে ট্রেনটি দাঁড়িয়ে যায় লাইনের উপর৷ ফলে স্তব্ধ হয়ে যায় ডাউন লাইনে ট্রেন চলাচল৷ বিভিন্ন স্টেশনে আটকে পড়ে একাধিক দূরপাল্লার ট্রেন৷ চরম ভোগান্তির শিকার হন যাত্রীরা৷ বৃহস্পতিবার সকালে রেল কর্তৃপক্ষের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়৷ জানা গিয়েছে, বিহারের কাটিহার থেকে মালদহের উদ্দেশ্যে যাচ্ছিল ট্রেনটি৷ বুধবার রাতে সামসি স্টেশনের ঢোকার পরই হঠাৎ ট্র্যাকে আটকে যায় ট্রেনের চাকা৷ ফলে রাত থেকে সেখানেই দাঁড়িয়ে যায় ডিএমইউ লোকালটি৷ চরম ভোগান্তির মধ্যে পড়েছেন ট্রেনের যাত্রীরা৷ এমনকী, এই কারণে বিভিন্ন স্টেশনে আটকে যায় উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন৷ আটকে যায় পদাতিক এক্সপ্রেস, দার্জিলিং মেল, শতাব্দী এক্সপ্রেস, সরাইঘাটা এক্সপ্রেস, হাটেবাজারে এক্সপ্রেসের মতো গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেনগুলি৷ আপ লাইন দিয়ে অনেক ট্রেন পাশ করিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে রেল কর্তৃপক্ষ৷ রেলের তরফে আটকে পড়া ডিএমইউ ট্রেনটিকে দ্রুত লাইন থেকে বের করার চেষ্টা করা হয়৷ বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে পৌঁছায় ব

এক ছবিতে হ্যাক হয়ে যেতে পারে আপনার স্মার্টফোন

Image
কম্পিউটারে যেমন .exe ফাইল ইনস্টল করা খুবই বিপজ্জনক কাজ ঠিক তেমনই অ্যানড্রয়েড ফোনে যে কোন .apk ফাইল ইনস্টল করলে নিজের অজান্তেই মোবাইল ফোনে ভাইরাস ডেকে আনবেন। বিশ্বস্ত ওয়েবসাইট থেকে এই ফাইল ডাউনলোড করলে কোন অসুবিধা হয় না। তবে ইন্টারনেটে যে কোন ওয়েব সাইটের .apk ফাইল নিঃসন্দেহে স্মার্টফোনের জন্য বেশ ক্ষতিকারক। .apk ফাইল থেকে চাইলে দূরে থাকা সম্ভব। কিন্তু .png ফাইলে যে ভাইরাস থাকতে পারে তা কখনও ভেবেও দেখিনি আমরা। সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে .png ফাইলের মাধ্যমে ভাইরাস অ্যাটাক হচ্ছে। অ্যান্ড্রয়েড ডিভাইসকে সুরক্ষিত রাখতে প্রত্যেক মাসে নতুন আপডেট পাঠায় গুগল। সম্প্রতি অ্যান্ড্রয়েড ফোনের সুরক্ষায় এক বিশাল গাফিলতি খুঁজে পাওয়া গিয়েছে। নতুন উপায়ে একটি PNG ছবি ব্যবহার করে ফোনের তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে হ্যাকাররা। সম্প্রতি প্রকাশিত এই গবেষণাপত্রে জানানো হয়েছে স্মার্ট ফোন অথবা ট্যাবলেটে .png ফাইল ব্যবহার করে এটা করছেন হ্যাকাররা। অ্যান্ড্রয়েড নুগাট, ওরিও ও পাই ভার্সানে এই অ্যাটাক করছে হ্যাকাররা। রিপোর্টে জানানো হয়েছে খুব সহজেই একটি মাত্র .png ফাই

লাউডস্পিকার বন্ধের নামে মন্দিরে পুলিসের ভাঙচুরের অভিযোগ, বিক্ষোভে রণক্ষেত্র গ্রাম

Image
মাইক বাজানো বন্ধকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল নিউটাউনের পাথরঘাটা গ্রাম। গ্রামবাসী-পুলিস খণ্ডযুদ্ধে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে পাথরঘাটা গ্রাম। এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, লাউডস্পিকার বন্ধের নামে মন্দিরে ভাঙচুর চালায় পুলিস। আর তারপরই পুলিসের ওপর হামলা চালায় বিক্ষুব্ধ গ্রামবাসী। টায়ার জালিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা। অভিযোগ, ভরা পরীক্ষার মরসুমে গভীর রাতেও মাইক বাজানো হচ্ছিল মন্দিরে। তাতে আপত্তি জানায় পুলিস। মাইক বন্ধ করে দিতে বলে পুলিস। এরপরই এককথা-দুকথায় বচসা শুরু হয়ে যায়। বচসা গড়ায় বিক্ষোভে। অভিযোগ, এরপরই মাইক বন্ধের নামে মন্দিরে ভাঙচুর চালায় পুলিস। আর এরপরই বিক্ষোভে ফেটে পড়ে উত্তেজিত গ্রামবাসী। রাস্তায় টায়ার জালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিক্ষোভকারীরা। যত সময় গড়ায় তত উত্তেজনা বাড়তে থাকে। গ্রামে ঢোকার রাস্তা বন্ধ করে দেয় উত্তেজিত জনতা। ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয় গ্রামে ঢোকার পথ। অশান্তির খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পঞ্চায়েত প্রধান এবং জেলা পরিষদের সভাধিপতি। তাঁদের ঘিরেও বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি জটিল হয়ে উঠছে দেখে তখনকার মত এলাকা  ছেড়ে

রাফাল নিয়ে সিএজি রিপোর্ট মোদীকে ঢাল দিলেও তরোয়াল দিল বিপক্ষকে

Image
রাফাল চুক্তি নিয়ে সিএজি-র রিপোর্ট ঢাল করার মতো রসদ দিল মোদী সরকারকে। তবে অনেক প্রশ্নও তুলে দিল। যা আজ থেকেই হয়ে উঠল রাহুল গাঁধীর অস্ত্র। রাফালের দাম এতদিন প্রকাশ করেনি মোদী সরকার। যুক্তি ছিল, দাম জানাজানি হলে বিমানে কী কী যুদ্ধাস্ত্র রয়েছে, তা-ও জানাজানি হয়ে যাবে। প্রতিরক্ষা মন্ত্রকের সেই অনুরোধ মেনে কেন্দ্রীয় সরকারের হিসেব পরীক্ষক সংস্থা সিএজি রাফালের দাম প্রকাশ করেনি। রাফাল চুক্তির অঙ্গ হিসেবে অনিল অম্বানীর সংস্থাকে যে বরাত পাইয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ, তা নিয়েও সিএজি রিপোর্ট চূড়ান্ত হয়নি। তা সত্ত্বেও রিপোর্টটি কংগ্রেস তথা বিরোধীদের হাতে অস্ত্র তুলে দিয়েছে বলেই মনে করা হচ্ছে। সিএজি বলেছে, ইউপিএ-র প্রস্তাবিত চুক্তির সঙ্গে তুলনা করলে মোদী সরকার ২.৮৬ শতাংশ সস্তায় রাফাল কিনেছে। কিন্তু সিএজি মনে করিয়ে দিয়েছে, সেই চুক্তিতে ফরাসি সংস্থা 'দাসো এভিয়েশন' প্রযুক্তির হাতবদলে রাজি হয়েছিল। যা মোদী সরকারের চুক্তিতে নেই। এই চুক্তিতে যে আগের মতো ব্যাঙ্ক গ্যারান্টি নেই এবং তাতে ফরাসি সংস্থার লাভ হয়েছে বলে জানিয়ে দিয়েছে সিএজি। রিপোর্টে এ-ও বলা হয়েছে যে, প্রতিরক্ষা মন্ত্রকের হিসেবের ভুলেই '

লাইনে আটকে গেল ট্রেনের চাকা! বিভ্রাটের জেরে ব্যাহত পরিষেবা

Image
ট্রেনের চাকা আটকে বিপত্তি। আটকে গিয়েছে একটি ডিএমইউ লোকালের চাকা। ঘটনাটি ঘটেছে মালদায়। এর জেরে রাত থেকে ব্যাহত ট্রেন পরিষেবা। রাত থেকে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গগামী বিভিন্ন ট্রেন। জানা গিয়েছে, কাটিহার থেকে আসছিল ডিএমইউ লোকালটি। মালদায় সামসি এবং মালাহার স্টেশনের মাঝে আটকে যায় ডিএমইউ লোকালটির চাকা। যার জেরেই বিপত্তি বাঁধে। ডাউন লাইনে আটকে পড়ে ডিএমইউ লোকালটি। ফলে ডাউন লাইন দিয়ে আর কোনও গাড়ি যাতায়াত করছে না তারপর থেকেই। কেবল আপ লাইন দিয়েই ট্রেন চালানো হচ্ছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছেন রেলের আধিকারিকরা। যুদ্ধকালীন তত্পরতায় পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে। তবে এই ঘটনার জেরে রাত থেকে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গগামী অনেক ট্রেন। যার জেরে চূড়ান্ত দুর্ভোগের শিকার যাত্রীরা।

জলের যথেচ্ছ ব্যবহার, আফ্রিকার মতো সঙ্কট কলকাতাতেও!

Image
অপচয়: কলবিহীন পাইপ থেকে পড়েই চলেছে জল। বুধবার, উত্তর কলকাতায়।  গত বছরই পানীয় জলের গুরুতর অভাবের জন্য খবরের শিরোনামে উঠে এসেছিল দক্ষিণ আফ্রিকার কেপ টাউন। পরিস্থিতি সামাল দিতে মাথাপিছু দৈনিক জলের পরিমাণ ৫০ লিটারে বেঁধে দিতে হয়েছিল স্থানীয় প্রশাসনকে। অদূর ভবিষ্যতে কেপ টাউনের মতো অবস্থা বিশ্বের অন্য শহরগুলিতেও হতে পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞেরা। বিশেষ করে সেই শহরগুলিতে, যেখানে এখনও অবাধে ভূগর্ভস্থ জল ব্যবহার করা হচ্ছে! 'সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট' আয়োজিত পরিবেশ সংক্রান্ত আলোচনায় জল-প্রসঙ্গ উঠে এল একাধিকবার। শুধু আলোচনাই নয়, সংস্থা প্রকাশিত 'স্টেট অব ইন্ডিয়াজ এনভায়রনমেন্ট ২০১৯' রিপোর্টেও জলের অভাবের প্রসঙ্গটি উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট রিপোর্টে ২০১৮ সালে প্রকাশিত 'ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড'-এর (ডব্লুডব্লুএফ) একটি রিপোর্ট উদ্ধৃত করে বলা হয়েছে, ভবিষ্যতে ভারতের যে ক'টি শহরে পানীয় জল নিয়ে সমস্যা তৈরি হতে পারে, তার মধ্যে অন্যতম হল কলকাতা! ডব্লুডব্লুএফ-এর রিপোর্ট বলছে, 'ওয়াটার স্ট্রেসড সিটি'-র মাপকাঠির ভিত্তিতে প্রথম পাঁচটি শহরের মধ্যে চেন্নাই,

সাগরের বর্জ্য তুলবে জাহাজ, নকশা তৈরি করে তাক লাগাল ১২ বছরের বালক

Image
শিলিগুড়ি:  সমুদ্রের উপর ভাসমান প্লাস্টিক-পলিথিন থেকে শুরু করে মানুষের ফেলে যাওয়া বর্জ্য সংগ্রহ করবে তার নকশায় তৈরি জাহাজ। তার জন্য দরকার পঞ্চাশ কোটি টাকা। সেই অর্থ সংগ্রহে নেমেছে পুণের 'বিস্ময় বালক' হাজিক কাজি। জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজের ডাকে সোমবার সে হাজির হয়েছিল শহরে। ফেরার পথে শিলিগুড়িতে সেবক রোডের একটি হোটেলে বসে জানালেন তার স্বপ্নের কথা। বিভিন্ন বেসরকারি সংস্থা আর শুভানুধ্যায়ীদের কাছ থেকেই অর্থ সংগ্রহ করে নিজের স্বপ্ন সফল করতে চান হাজিক। ১২ বছর বয়সী সপ্তম শ্রেণির ছাত্রের তৈরি খসড়া নকশা এখন সারা বিশ্বেই  আলোচনার কেন্দ্রে। তাই পড়াশোনার ফাঁকে জাহাজের পরিকল্পনা আর বিভিন্ন জায়গায় তার ব্লু-প্রিন্ট নিয়ে প্রেজেন্টেশন রাখার ডাক পড়ছে হাজিকের। বাবা পেশায় সাইবার সিকিউরিটি প্রফেশনাল সরফরাজ কাজির সঙ্গে তাই বিশ্বভ্রমণ রুটিনে পরিণত হয়ে গিয়েছে হাজিকের জীবনে। তিন বছর আগে চতুর্থ শ্রেণিতে পড়ার সময় পুনেতে নিজের পাঠশালায় ইন্ডাস ইন্টারন্যাশনাল স্কুলে একটি তথ্যচিত্র দেখানো হয়েছিল ছাত্রদের। সেই তথ্যচিত্রে দেখানো হয়,  কীভাবে মানুষের ফেলে দেওয়া আবর্জনা সমুদ্রকে দূষিত করছে। তথ

পরপর দু’দিন প্রশ্ন ফাঁসের জের, মোবাইল নিয়ে ঢুকলেই পরীক্ষা বাতিলের নির্দেশ

Image
মঙ্গলবারের পর বুধবারও ফাঁস মাধ্যমিকের প্রশ্নপত্র। আর তারপরই কড়া পদক্ষেপ রাজ্যের শিক্ষাদপ্তরের। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দিলেন, এবার পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে ঢুকলেই সেই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করে দেওয়া হবে। মাধ্যমিকের প্রথম দিন সোশ্যাল মিডিয়ায় প্রশ্নপত্র ফাঁস হওয়ার কথা মেনে নিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। দ্বিতীয় দিন ওই একই সময়ে, অর্থাৎ পরীক্ষা শুরু হওয়ার আধ ঘণ্টার মধ্যেই ইংরাজি ভাষার প্রশ্নপত্র ছড়িয়ে পড়ে মেজেসিং অ্যাপে। আসল প্রশ্নপত্রই ফাঁস হয়েছে কিনা, প্রথমে তা নিয়ে ধোঁয়াশা ছিল। তবে বিকেল ৩টেয় পরীক্ষা শেষ হতেই বোঝা যায়, ফাঁস হওয়া প্রশ্নেই পরীক্ষা দিল পরীক্ষার্থীরা। স্বাভাবিকভাবেই তীব্র সমালোচনার মুখে পড়তে হচ্ছে পর্ষদকে। পরীক্ষা ব্যবস্থার নিরাপত্তা বড়সড় প্রশ্নচিহ্নের মুখে পড়ে যায়। এমন পরিস্থিতিতে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে তলব করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বিকাশ ভবনে পর্ষদ সভাপতির সঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী। দুদিনের ঘটনায় একটি প্রাথমিক রিপোর্ট তৈরি করেছেন পর্ষদ সভাপতি বলে সূত্রের খবর। সেই রিপোর্ট আজ জমা পড়েছে শিক্ষা দপ্তরে। প্

মোদিকেই প্রধানমন্ত্রী দেখতে চাই, সোনিয়াকে পাশে বসিয়ে বার্তা মুলায়মের

Image
''আমার ইচ্ছা আপনি আবার প্রধানমন্ত্রী হোন৷'' নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে উক্তিটি এনডিএ জোটের কোনও নেতা করেননি৷ বুধবার লোকসভার শেষ দিনে এই মন্তব্যটি করেছেন সংসদের নিম্নকক্ষে সমাজবাদী পার্টির দলনেতা মুলায়ম সিং যাদব৷ যাঁর ছেলে তথা সপা সুপ্রিমো অখিলেশ যাদব কিনা বিজেপি বিরোধী জোটের অন্যতম প্রধান মুখ৷ মুলায়ম যখন এই মন্তব্য করছেন, তখন তাঁর পাশের আসনে বসে ছিলেন সোনিয়া গান্ধী৷ রাজনৈতিক মহলের মতে, শীর্ষ সপা নেতার এই মন্তব্য স্বভাবতই অস্বস্তিতে ফেলেছে কংগ্রেস, সপা-সহ সমগ্র মহাজোটকে৷ বুধবার লোকসভা অধিবেশনের শেষ দিনে বক্তব্য রাখছিলেন মুলয়াম সিং যাদব৷ এবং হঠাৎই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করতে শুরু করেন তিনি৷ মোদিকে নমস্কার জানিয়ে মুলায়ম বলেন, ''আমি মনেপ্রাণে চাই যে আপনি আবারও প্রধানমন্ত্রী হোন৷ কারণ, কোনও প্রয়োজনে যখন আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করেছি৷ সঙ্গে সঙ্গে আপনি আমার কাজ করে দিয়েছেন৷'' উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী যখন এই বক্তব্য রাখছিলেন, তখন তাঁর পাশের আসনে বসেছিলেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী৷ বিষয়টি যথেষ্ট অস্বস্তিতে ফেলে

পরিবারকে লুকিয়ে দ্বিতীয় বিয়ে, মা–স্ত্রীয়ের কাছে ধোলাই খেলেন বিজেপি বিধায়ক

Image
প্রকাশ্য রাস্তায় নিজের মা ও স্ত্রীয়ের হাতে মার খাচ্ছেন এক বিজেপি বিধায়ক। অবিশ্বাস্য মনে হলেও এমন ছবি বাস্তবে ধরা পড়েছে। একইসঙ্গে শুনতে পাওয়া গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মঞ্চে থাকার অধিকার তাঁর নেই। এই বিজেপি বিধায়কের নাম রাজু নারায়ণ থোসম। কিন্তু কেন তিনি নিজের মা ও স্ত্রীয়ের কাছে রাস্তায় দাঁড়িয়ে মার খাচ্ছেন?‌ পরিবার সূত্রে খবর, এই বিজেপি বিধায়ক পরিবারকে লুকিয়ে দ্বিতীয় বিয়ে করেছেন। যা জানতে পেরে বিধায়ক রাজু নারায়ণের মা ও প্রথম পক্ষের স্ত্রী প্রকাশ্য রাস্তায় তাঁকে মারধর করতে শুরু করেন। বিজেপি বিধায়কের এহেন হাল থেকে মহারাষ্ট্রের রাস্তায় দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষও মারধর শুরু করেন। এই বিজেপি বিধায়ক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করে বাড়ি ফিরছিলেন। সঙ্গে ছিলেন তাঁর দ্বিতীয় পক্ষের স্ত্রী প্রিয়া সিন্ধে থোসম। সেদিন বিধায়ক রাজু জন্মদিনও ছিল। ফলে রাস্তার মধ্যেই দ্বিতীয় পক্ষের স্ত্রী প্রিয়া ও কর্মী– সমর্থকদের নিয়ে চলছিল আনন্দ। এমন সময় সেখানে হাজির হন রাজুর মা ও প্রথম পক্ষের স্ত্রী অর্চনা থোসম। তারপরই শুরু হয় উত্তম–মধ্যম। চড়, লাথি, ঘুষি পড়তে শুরু করে প্রিয়া ও রাজুর ওপর। তখন প্রিয়া করজোড়

বৃহস্পতিবারের বাজার দর কেমন যাচ্ছে জেনে নিন

Image
বিভিন্ন বাজারে এর মাঝে ঘোরাফেরা করছে সবজি থেকে মাছের দাম। বাজার যাওয়ার আগে জেনে নিন আপনার পকেট খরচের পরিমাণ .চন্দ্রমুখী আলু – ১৪ টাকা প্রতিকিলো .নতুন আলু – ১০টাকা প্রতি কিলো জ্যোতি আলু – ১২টাকাপ্রতিকিলো .পিঁয়াজ – ২০ টাকা প্রতিকিলো .আদা – ৫০ টাকা প্রতিকিলো .রসুন – ৬০টাকা প্রতিকিলো . ফুলকপি – ১৫ টাকা প্রতি পিস .বাঁধাকপি – ১০ টাকা প্রতি কিলো .উচ্ছে – ৩০ টাকা প্রতিকিলো .বেগুন – ২০-২৫টাকা প্রতিকিলো .টমেটো – ২০ টাকা প্রতিকিলো .লঙ্কা – ১০০ টাকা প্রতিকিলো .কুমড়ো – ২০-২৫ টাকা প্রতিকিলো .পালং শাক – ২০টাকা প্রতি কিলো .লাল শাক – ১৫ টাকা প্রতি কিলো .গাজর – ২৫-৩০ টাকা প্রতিকিলো .ঝিঙে – ৬০ টাকা প্রতিকিলো .ক্যাপসিকাম – ৪০ টাকা টাকা প্রতিকিলো .পিঁয়াজকলি – ৫০ টাকা প্রতি কেজি মাছ .গোটারুই –২২০ টাকা কিলো .কাটারুই – ২৫০-৩০০ টাকা কিলো .গোটাকাতলা – ২৫০-৩৫০টাকা কিলো .কাটাকাতলা –৩৫০-৪৫০টাকা কিলো .বাটা – ১৬০-১৮০ টাকা কিলো .চারাপোনা – ১৬০ টাকা কিলো .তেলাপিয়া – ১৬০টাকা কিলো .পাবদা – ৫০০ টাকা প্রতি কিলো .পার্শ্বে –৪৫০ টাকা প্রতি কিলো .ভেটকি -৪৫০টাকা প্রতি কিলো .চিংড়ি – গলদা ৫৫০ থেকে ৬৫০ টাকা . বাগদা – ৫৬০- ৭০০ টাক

২ হিজবুল জঙ্গিকে খতম করে বড়সড় সাফল্য ভারতীয় সেনার

Image
শ্রীনগর: জম্মু-কাশ্মীরের বুদগামে বুধবার ২ হিজবুল জঙ্গি খতম হয় এনকাউন্টারে৷ পুলিশের মুখপাত্র জানান, গোপন সূত্রে খবর পেয়ে বুদগামে চাদুরার গোপালপোরা এলাকায় তল্লাশি অভিযান চালানো হয় আর তখনই জঙ্গি এবং পুলিশের মধ্যে শুরু হয় গুলির লড়াই৷ এই এনকাউন্টারে হিজবুল মুজাহিদিনের দুই জঙ্গি খতম হয়৷ তবে তল্লাশি অভিযান জারি রয়েছে, মনে করা হচ্ছে আরও জঙ্গি ওই এলাকায় লুকিয়ে থাকতে পারে৷ মুখপাত্রের বক্তব্য অনুযায়ী, ওই দুই জঙ্গির নাম হিলাল আহমেদ এবং শোয়েব মহম্মদ লোন৷ এনকাউন্টার সাইট থেকে অস্ত্রও উদ্ধার করা হয়েছে৷ এদিকে গত রবিবার, জঙ্গি আতঙ্ক ছড়িয়ে পড়ে উরিতে৷ গভীর রাতে উরির সেনা শিবিরের কাছে সন্দেহভাজন কিছু গতিবিধি টের পান জওয়ানরা৷ এমনকি গুলির আওয়াজও শোনা যায়৷ তারপর গোটা এলাকা ঘিরে ফেলা হয়৷ চলে চিরুনি তল্লাশি৷ এখনও অবধি দু'জনকে আটক করা হয়েছে৷ চলছে জেরা৷ রবিবার রাতের ঘটনার সঙ্গে তারা কোনওভাবে জড়িত কিনা তা জানার চেষ্টা চলছে৷   বিভিন্ন সর্বভারতীয় মিডিয়ায় খবর, রবিবার রাত তিনটে নাগাদ উরির রাজারওয়ানি সেনা শিবিরে সন্দেহজনক গতিবিধি টের পান রাতের প্রহরীরা৷ তারপর শোনা যায় গুলির আওয়াজ৷ গুলির

শহরের প্রতিটি শপিং মলে স্তন্যদান কক্ষ রাখা বাধ্যতামূলক, ঘোষণা মেয়রের

Image
শপিং মলে স্তন্যদান করতে গিয়ে তীব্র হেনস্তা হতে হয়েছিল এক 'মা'কে। তবে হাত গুটিয়ে বসে থাকেননি তিনি। ঘটনার প্রতিবাদের সরব হয়েছিলেন। অবশেষে তাঁর সেই লড়াই স্বীকৃতি পেল। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়ে দিলেন, এবার থেকে শহরের সমস্ত শপিং মলে বাধ্যতামূলকভাবে স্তন্যদান কক্ষ রাখতে হবে কর্তৃপক্ষকে। মল কর্তৃপক্ষ এ কাজে কাউকে বাধা দিতে পারবে না। ঘটনা গত বছরের ২৮ নভেম্বরের। দক্ষিণ কলকাতার সাউথ সিটি মলে সন্তানকে নিয়ে গিয়েছিলেন অভিলাষা পাল। বাচ্চার খিদে পেতেই তাকে স্তন্যদান করাতে যান তিনি। কিন্তু কর্তৃপক্ষ বাধা দেয়। জানিয়ে দেওয়া হয়, প্রকাশ্যে এভাবে শিশুকে স্তন্যদান করানো যাবে না। তাঁকে শৌচালয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু সেখানেও স্তন্যদানে বাধা পান তিনি। অবশেষে অভুক্ত সন্তানকে নিয়েই মল ছাড়তে হয় অভিলাষাকে। এমন ঘটনায় অত্যন্ত অপমানিত হয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সোশ্যাল মিডিয়াকে বেছে নেন তিনি। গোটা ঘটনার কথা তুলে ধরে মল কর্তৃপক্ষের নিন্দায় সরব হন অভিলাষা পাল। কিন্তু তাতেও টনক নড়েনি সাউথ সিটি কর্তৃপক্ষের। উলটে তারা বিষয়টিকে তুচ্ছ ঘটনা বলে উড়িয়ে দেয়। কিন্তু বিষয়টি ছড়িয়ে পড়তেই বিতর্কের

প্রেমে ফাঁসিয়ে পরপর চারবার বিয়ে, শ্রীঘরে গ্যারাজ মিস্ত্রি

Image
মালদহ: পেশায় গ্যারাজ মিস্ত্রি। গাড়ি মেরামতের কাজ করতে গিয়ে পোড়া তেল-মোবিলের ছোঁয়ায় চেহারা বদলে যায়। কিন্তু তাতে কী? রোজ বিকেলে বিউটি পার্লারে গিয়ে কার্যত নায়ক বনে যায় সেই গ্যারাজ মিস্ত্রি। আর তাকে দেখেই উঠতি তরুণীরা প্রেমে পাগল। সেই সুযোগেই পোয়াবারো! একের পর এক তরুণীকে প্রেমে ফাঁসিয়ে এক এক করে তিনটি বিয়েও করে ফেলে ওই যুবক। কিন্তু কোনও স্ত্রীর সঙ্গেই সংসার করেনি সে। কিন্তু এবার চতুর্থ বিয়ে করে শ্রীঘরে ঠাঁই হল ওল্ড মালদহের সেই 'রোমিও' যুবকের। আরও দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম প্রসেনজিৎ কর্মকার। প্রথমে ওই তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে নেয় সে।  মেয়েটিকে বলেছিল, সুযোগ পেলেই তাকে ঘরে নিয়ে যাবে। কিন্তু মেয়েটি পরে জানতে পারে, এর আগেও আরও তিনটি বিয়ে করেছে প্রসেনজিৎ। কোনও স্ত্রীর সঙ্গেই অবশ্য সে ঘর করে না। এটা জানার পরই মঙ্গলবার সন্ধ্যায় মেয়েটি প্রসেনজিতের বাড়ি গিয়ে হানা দেয়। মেয়েটির সঙ্গে ওই যুবকের বচসা হয়। অভিযোগ, মেয়েটিকে মারধর করে ওই যুবক ও তার বাবা-মা। খবর পেয়ে সেখানে যায় পুলিশ। ঘটনায় অভিযুক্ত ও তার বাবা-মাকে গ্রেফতার করেছে ওল্ড মালদহ থানার পুলিশ। গে