Posts

Showing posts from September 18, 2018

তেলেঙ্গানা Honour Killing: তদন্তে উঠে এল ₹১ কোটির সুপারি ও ISI-তথ্য!

Image
প্রণয় ও অমৃতা ভিনজাতে বিয়ের 'অপরাধে' অন্তঃসত্ত্বা স্ত্রীর সামনেই পিটিয়ে খুন করা হয় ২৩ বছরের ইঞ্জিনিয়ারকে। তেলাঙ্গানার এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে দেশজুড়ে। নালগোন্ডা জেলার এই ঘটনায় হত্যাকারী-সহ সাত জনকে বিহার থেকে গ্রেফতার করেছে পুলিশ।  এনডিটিভি-তে প্রকাশিত খবর অনুযায়ী, প্রণয় পেরুমাল্লাকে খুনের জন্য এনডিটিভি-তে প্রকাশিত খবর অনুযায়ী, প্রণয় পেরুমাল্লাকে খুনের জন্য ₹১ কোটি দেওয়া হয়েছিল বিহারের এই গ্য়াংকে। তদন্তে এমনই জানতে পেরেছে পুলিশ। ₹১ কোটির মধ্যে ₹১৮ লাখ ইতিমধ্যেই হাতে পেয়ে যায় অভিযুক্তরা। শুধু তাই নয়, অভিযুক্ত গ্যাংয়ের সঙ্গে পাক গুপ্তচর সংস্থা ISI-এর লিংক রয়েছে বলেও দাবি ওই প্রতিবেদনে। ধৃত সাত জনের মধ্যে মূল হত্যাকারী ২০০৩ সালে গুজরাতের প্রাক্তন মন্ত্রী হরেন পান্ডেয়ার হত্যায় দোষী সাব্যস্ত হয়েছিল। হাজতবাসের পর পরে ছাড়া পায়।  নিম্নজাতের যুবকের সঙ্গে মেয়ের বিয়ে মেনে নিতে পারেনি অমৃতার পরিবার। অভিযোগ, এরপরই প্রণয়কে হত্যার ছক কষা হয়। সেই অভিযোগের ভিত্তিতে অমৃতার বাবা ও জেঠুকে গ্রেফতার করেছে পুলিশ। অমৃতার বাবা প্রোমোটার হওয়ায়, তার সঙ্গে তেলেঙ্গানার রাজনৈতিক দলগুলির যোগাযোগ র

পনের অত্যাচারে অতিষ্ঠ, সন্তানকে নিয়ে ট্রেনের সামনে ঝাঁপ গৃহবধূর

Image
কালনা: বিয়ের পর থেকেই পনের জন্য চাপ দেওয়া হচ্ছিল গৃহবধূকে। স্বামীর কথা মতো বাপের বাড়ি থেকে কয়েকবার সেই পণের টাকাও এনে দিয়েছিলেন মহিলা। কিন্তু তাতেও ক্ষান্ত হয়নি স্বামী। ফের পণের দাবি করা হয়। যা দিতে পারেননি গৃহবধূর বাবা। অভিযোগ, পণ দিতে না পারায় শারীরিক ও মানসিকভাবে চাপ দেওয়া হচ্ছিল তাঁর উপর। সেই অত্যাচার সহ্য করতে না পেরেই ২ বছরের সন্তানকে নিয়ে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন তিনি। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে কালনার নাদনঘাট থানার জালাহাটি এলাকায়। মৃতের নাম মমতা চূর্ণকর (২৫) ও তাঁর ছেলে পিন্টু চূর্ণকর (২)। সোমবার বিকেলে কালীনগর স্টেশন সংলগ্ন রেললাইন থেকে মৃতদেহ দুটি দেখতে পায় স্থানীয়রা। ঘটনায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে নাদনঘাট থানায় অভিযোগ দায়ের করেছে ওই গৃহবধূর পরিবার।   পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত স্বামী বিশ্বজিৎ চূর্ণকর ও ভাসুর রতন চূর্ণকরকে আটক করেছে পুলিশ। পরিবার সূত্রে জানা গিয়েছে, বছর তিনেক আগে বিয়ে হয়েছিল বিশ্বজিৎ ও মমতার। দু'জনেরই জালাহাটি এলাকায় বাড়ি। বছর খানেক পর তাঁদের একটি ছেলে সন্তানও হয়। মৃতের পরিবারের অভিযোগ, তারপর থেকেই শ্বশুরবাড়ির

স্কুল সার্ভিস কমিশনে নতুন মেধা তালিকা! হাইকোর্টের নির্দেশে নয়া জট নবম-দশমেও

Image
এসএসসি-র ভবিষ্যৎ এখনও বন্দি মামলার জটাজালে। রাজ্যের শিক্ষক নিয়োগে এবার নতুন করে মেধা তালিকা প্রকাশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি রাজশেখর মন্থা নির্দেশ দেন, অবিলম্বে প্রকাশ করতে হবে মেরিট লিস্ট। নতুন মেধা তালিকা প্রকাশ প্রসঙ্গে তিনি বলেন, আগের তালিকা নিয়ম মেনে তৈরি হয়নি। সেই কারণেই এদিন হাইকোর্টের তরফে নির্দেশ এল, তিন সপ্তাহের মধ্যে নতুন মেধা তালিকা প্রকাশ করতে হবে। গেজেট নোটিফিকেশন মেনেই এই কাজ করতে হবে। নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের গেজেট নোটিফিকেশনে বলাই আছে, ইন্টারভিউ লিস্ট, মেরিট লিস্ট ও প্যানেল লিস্ট প্রকাস করতে হবে। ফলে এসএসসিকে সেই নিয়ম মানতে নির্দেশ দিল হাইকোর্ট। এই নয়া নির্দেশিকায় জট আরও বাড়ল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এর আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি শেখর ববি শরাফের এজলাসে মণিকা রায় দায়ের করেন। তাঁর অভিযোগ, মাধ্যমিক স্তরেও কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি প্রকাশের আগে দ্রুত মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। ফলে উচ্চমাধ্যমিকের মতো মাধ্যমিকেও মেধা তালিকা পরিবর্তিত হওয়ার আশঙ্কা ছিল। এদিন সেটাই পরিস্ফুট হল। এই মুহূর্তে উচ্চপ্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক তি

রাস্তায় মহিলার সঙ্গে করমর্দন! হিরের আংটি খোয়ালেন শহরের নামী চিকিৎসক

Image
পথেঘাটে লোকজনের সঙ্গে হাত মেলানো যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন মোহনচাঁদ শীল। কলকাতা শহরের এক জন প্রথম সারির ইউরোলোজিস্ট তিনি। কয়েক দশক ধরে কলকাতায় কয়েক হাজার রোগীর চিকিৎসা করেছেন। তাই রাস্তাঘাটে হামেশাই দেখা হয়ে যায় তাঁদের অনেকের সঙ্গে। তিনি নিজে চিনতে না পারলেও ডাক্তারবাবুকে মনে রেখে দিয়েছেন রোগী বা রোগীর পরিবার। তাই কথা বলতেই হয়। কিন্তু, তার পরিণতি যে এতটা মারাত্মক হবে, তা স্বপ্নেও ভাবেননি ওই চিকিৎসক। সে দিন রাত সাড়ে আটটা নাগাদ মোহনচাঁদ বাড়ি থেকে বেরিয়েছিলেন পাড়ার সেলুনে চুল কাটাতে। এন্টালি থানা এলাকার সাবেক কনভেন্ট লেন বা ননীগোপাল রায় চৌধুরী সরণির বাড়ি থেকে সেলুনের দূরত্ব কয়েক মিনিটের হাঁটা পথ। তিয়াত্তর বছরের চিকিৎসক তাই পায়ে হেঁটেই যাচ্ছিলেন। সিআইটি রোডের মুখে সন্ধ্যা সুইটস। সেখানে পৌঁছতেই এক মধ্য বয়সী মহিলা তাঁর দিকে এগিয়ে আসেন। মহিলা তাঁকে নাম ধরে সম্বোধন করেন। সেই মহিলার সঙ্গে কথা বলতে বলতেই তিনি আরও খানিকটা পথ হাঁটেন। তার পর সেলুনের পথে যাওয়ার আগে ওই মহিলার সঙ্গে করমর্দনও করেন। সব কিছুই ঠিকঠাক ছিল। কিন্তু বাড়ি ফিরেই আক্কেলগুড়ুম। ডান হাতের অনামিকায়

৩ মালিক নিখোঁজ, অগ্নিনির্বাপণের ১ কোটি টাকা লোপাট বাগরিতে

Image
বাগরি মার্কেটের তিন মালিক রাধা বাগরি, বরুণরাজ বাগরি এবং মোহন বাগরি। আগুন লাগার পর থেকেই তাঁদের কোনও খোঁজ নেই। বালিগঞ্জ প্লেসে ছেলে বরুণরাজকে নিয়ে থাকেন মা রাধা। সিঁথিতে বাড়ি আরেক ছেলে মোহন বাগরির। বাগরি মার্কেটে আগুন লাগার পর থেকে দুই বাড়িতেই তালা মারা। বাড়ি ছেড়েছেন তিন মালিক। অভিযোগ, তিনজনেই বিপদ বুঝে বিদেশ পাড়ি দিয়েছেন।  বাগরি মার্কেট টেনেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি আশুতোষ সিং জানালেন, সেখানে ৯৫৭টি দোকান রয়েছে। প্রতিটি দোকানদারের কাছ থেকে প্রতি বর্গফুট ৪০ টাকা হিসেবে অগ্নিনির্বাপণ ব্যবস্থার জন্য টাকা নেওয়া হয়েছিল। সব মিলিয়ে ১ কোটি টাকা তুলে দেওয়া হয়েছিল মালিকদের হাতে। আগুন লাগার পর দেখা গেল কিছুই হয়নি। ছাদে ৫ হাজার লিটারের ১০টি জলের ট্যাঙ্ক। কোনওটাতেই জল নেই। অগ্নিনির্বাপণ ব্যবস্থা যা করা হয়েছে বলে বলা হয়েছিল, তা কাজ করছে না। তাঁর অভিযোগ, মালিকরা ইচ্ছাকৃতভাবে এটা করেছেন। যাতে ব্যবসায়ীরা সর্বস্বান্ত হয়ে দোকান বিক্রি করে দেন। তাতে সেলামি বাবদ দোকান হাতবদলের জন্য ৫০ শতাংশ মালিকেরা নতুন করে পাবেন। বাগরির এক একটি দোকান হাতবদল হলে সেলামি বাবদ কমবেশি ১ কোটি টাকা দিতে হয়। সেই বাবদ মা

কর্নাটকের বিধায়করাই দেশে সবচেয়ে ধনী, বার্ষিক আয় ₹১১১ লাখ!

Image
বিধায়কদের উপার্জনের ক্ষেত্রে দেশে সবার থেকে এগিয়ে কর্নাটক। ভারতের বিধায়কদের বার্ষিক আয় যেখানে গড়ে ২৪.৫৯ লাখ টাকা, সেখানে শুধুমাত্র কর্নাটকের ২০৩জন বিধায়কের বার্ষিক গড় আয় ১১১লাখ টাকা। এটাই দেশের মধ্যে সর্বাধিক। তবে সবচেয়ে কম আয় পূর্বাঞ্চলের বিধায়কদের। ওই অঞ্চলের ৬১৪জন বিধায়কের বার্ষিক আয় ৮.৫ লাখ টাকা।  সোমবার ADR ও ন্যাশনাল ইলেকশন ওয়াচ (NEW)-এর রিপোর্টে জানানো হয়, ছত্তিশগড় বিধানসভার ৬৩জন বিধায়কের আয় সর্বনিম্ন। তাঁদের বার্ষিক গড় আয় ৫.৪ লাখ টাকা। দক্ষিণি রাজ্যগুলির ৭১১জন বিধায়কের বার্ষিক গড় আয়ই সর্বাধিক। বছরে গড়ে তাঁদের আয় ৫১.৯৯ লাখ টাকা। রিপোর্ট বলছে, বিধায়কদের ক্ষেত্রে যাঁরা উচ্চশিক্ষিত, তাঁদের আয় স্বপ্লশিক্ষিতদের থেকে অনেক কম। মোট ৪,০৮৬ জন বিধায়কের মধ্যে অ্যাফিডেভিট দাখিল করে যে ৩,১৪৫ জন বিধায়ক নিজেদের আয়ব্যয়ের হিসেব দাখিল করেছেন, তাঁদের মধ্যে ৩৩% বিধায়ক, যাঁদের শিক্ষাগত যোগ্যতা ক্লাস ফাইভ থেকে টুয়েলভ, তাঁদের বার্ষিক আয় ৩১.০৩ লাখ টাকা। আর ৬৩% স্নাতক ও স্নাতকোত্তর বিধায়কের বার্ষিক গড় আয় ২০.৮৭ লাখ টাকা। নিরক্ষর বিধায়কদের বার্ষিক গড় আয় ৯.৩ লাখ টাকা। গৃহবধূ বিধায়কদের বার্ষিক গড় আয়

রাজস্থানে বাঙালি শ্রমিক খুনে অভিযুক্ত শম্ভুলাল রেগর লড়বে লোকসভা ভোটে

Image
রাজস্থানে লাভ জিহাদের নামে কাজ করতে যাওয়া এক বাঙালি শ্রমিক মহম্মদ আফরাজুলকে কুপিয়ে পুড়িয়ে হত্যা করায় অভিযুক্ত শম্ভুলাল রেগর এবার লোকসভা ভোটে লড়তে চলেছে। গতবছরে রাজসমন্দে এই খুনের ঘটনা সারা দেশে সাড়া ফেলে দিয়েছিল। ভিডিওয় সেই ঘটনা শম্ভুলালের ভাইপো রেকর্ড করেছিল। পরে তা ভাইরাল হয়ে যায়। জানা গিয়েছে, ২০১৯ লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের আগ্রা থেকে উত্তরপ্রদেশ নবনির্মাণ সেনার টিকিটে শম্ভুলাল লড়বে। সোমবার শম্ভুলালকে ভোটে লড়ার প্রস্তাব দেওয়া হয়। সে রাজিও হয়ে গিয়েছে বলে খবর। জেল থেকেই সে প্রার্থী হবে। উত্তরপ্রদেশ নবনির্মাণ সেনার জাতীয় সভাপতি অমিত জানি বলেছেন, রেগর জোধপুর জেল থেকে লড়বে। সে ইতিমধ্যে প্রস্তাবে সম্মতি জানিয়েছে। হিন্দুত্ব নিয়ে লড়তে নেমেছেন তাঁরা। ফলে শম্ভুলালের চেয়ে ভালো প্রার্থী আর কেউ হতে পারে না বলে অমিত জানি জানিয়েছেন। খুব শীঘ্রই শম্ভুলালের ভোটে লড়ার খবর সরকারিভাবে জানানো হবে। প্রসঙ্গত, গত অক্টোবরে ইউপিএনএস নেতা অমিত জানি ও তাঁর সঙ্গীদের স্পেশাল টাস্ক ফোর্স গ্রেফতার করে। কারণ তাজমহলের গায়ে গেরুয়া রঙ লাগিয়ে সুপারইম্পোজ ছবি তৈরি করে অমিতরা হোয়াটসঅ্যাপে প্রচার সেরেছিলেন। যা নিয়ে ধর্

বাড়িতে ডেকে নিয়ে গিয়ে লাগাতার ভাইঝিকে 'ধর্ষণ' কাকার

Image
ভাইঝিকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠল কাকার বিরুদ্ধে। অভিযোগ, সোমবার বিশ্বকর্মা পুজোর দিন রাতে উচ্চমাধ্যমিক পাঠরতা ভাইঝিকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে জোর করে তার সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করেন কাকা। এই ঘটনায় অভিযুক্ত কাকাকে গ্রেফতার করেছে পুলিস। ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার কসবায়। ধৃতের নাম কৃষ্ণ প্রামাণিক। অভিযোগ, দীর্ঘদিন ধরেই নানাভাবে ভাইঝিকে উত্যক্ত করছিলেন অভিযুক্ত। ভয় দেখিয়ে জোর করে বাড়িতে ডেকে নিয়ে যেতেন। তারপর সেখানেই ভাইঝির সঙ্গে শারীরিক সম্পর্ক লিপ্ত হতেন। রাজি না হলে ভাইঝিকে মারধরও করতেন কৃষ্ণ। নানাভাবে চলত নির্যাতন। এমনকি, তাঁর কথা না শুনলে বাবা-মাকেও প্রাণে মেরা ফেলা হবে বলে কিশোরীকে ভয় দেখাতেন কৃ্ষ্ণ। পরিবার সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে বিশ্বকর্মা পুজোর ঠাকুর দেখতে গিয়েছিল নির্যাতিতা কিশোরী। দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরেও বাড়ি ফেরেনি কিশোরী। রাত হতে থাকায় এরপরই ওই কিশোরীর খোঁজে তার বাড়ি থেকে খোঁজ শুরু হয়। তখনই সামনে আসে গোটা ঘটনা। বাড়ির লোক জানতে পারেন, বন্ধুদের মাঝখান থেকে তাঁদের মেয়েকে জোর করে বাড়িতে তুলে নিয়ে গেছেন কৃষ্ণ। হাতেনাতে তাঁরা ধরে ফে

বেঙ্গালুরুতে উদ্ধার প্রায় ২০ কোটি টাকা, কর্নাটকের মন্ত্রী শিবকুমার, অন্যদের বিরুদ্ধে অবৈধ আর্থিক লেনদেন মামলা ইডি-র

Image
নয়াদিল্লি: কর্নাটকের মন্ত্রী ডি কে শিবকুমার ও আরও কয়েকজনের বিরুদ্ধে কর ফাঁকি দেওয়া ও হাওলা লেনদেনের অভিযোগ সংক্রান্ত মামলার ভিত্তিতে অবৈধ আর্থিক আদানপ্রদানের মামলা রুজু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তদন্ত সংস্থা সূত্রে খবর, শিবকুমার, হনুমন্তাইয়া নামে নয়াদিল্লির কর্নাটক ভবনের এক কর্মী ও আরও কয়েকজনকে অবৈধ আর্থিক লেনদেন রোধ আইনে (পিএমএলএ) অভিযুক্ত করা হয়েছে। প্রসঙ্গত, গত বছর রাজ্যসভা নির্বাচনে বিজেপির নাগাল থেকে বাঁচিয়ে গুজরাত কংগ্রেসের বিধায়কদের সরিয়ে কর্নাটকের রিসর্টে নিয়ে রাখার পিছনে বড় ভূমিকা ছিল শিবকুমারের।  চলতি বছরের গোড়ায় আয়কর দপ্তর কর ফাঁকি ও কয়েক কোটি টাকার হাওলা লেনদনের অভিযোগে বেঙ্গালুরুর বিশেষ আদালতে যে চার্জশিট দিয়েছিল, তার ভিত্তিতেই মামলা দায়ের হয়েছে। ইডি শীঘ্রই বয়ান নথিভুক্ত করার জন্য অভিযুক্তদের তলব করতে পারে।  শিবকুমার ও তাঁর সঙ্গী এস কে শর্মা অন্য তিন অভিযুক্তের মাধ্যমে হাওলা চ্যানেলের মাধ্যমে নিয়মিত হিসাববহির্ভূত বিপুল অর্থ পাচার করেছেন বলে দাবি আয়কর দপ্তরের। তারা বলেছে, তথ্যপরিসংখ্যান ও তার বিশ্লেষণ থেকে পরিষ্কার, অভিযুক্ত শিবকুমার হিসাব বহির্ভূত বিপুল অর

পুলিস কর্মীর গলার নলি কাটা, রক্তে ভেসে যাচ্ছে মেঝে, থানার ভিতরেই ভয়ঙ্কর ঘটনা

Image
থানার  ভিতরের  ঘর।  লকআপের সামনে মেঝে ভেসে যাচ্ছে রক্তে। মাটিতে পড়ে কাতরাচ্ছেন এক পুলিসকর্মী। সারা শরীর রক্তে ভেজা, গোঙানির শব্দ বুক কাঁপাচ্ছে। গলায় গভীর ক্ষত। সহকর্মীর এই অবস্থা দেখে ভয়ে আঁতকে উঠেছেন অন্যান্য পুলিসকর্মীরা। বর্ধমানের কালনার বুলবুলিতলা থানার ভিতরে ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা।  বীরভূমের নলহাটির বাসিন্দা বছর ৫৩-র মেকালি মার্ডি  পেশায় পুলিস কর্মী।  তিনি কালনার বুলবুলি তলা থানায়  কনস্টেবল পদে  কর্মরত ছিলেন।   সোমবার সকালে বুলবুলিতলা থানার মধ্যেই গলায় নলি কাটা অবস্থায় তাঁকে উদ্ধার করেন সহকর্মীরা। মেকালির পরিবারের তরফে জানা যায়, সকাল দশটার আগেই ফোনে তাঁর সঙ্গে কথা হয়। তিনি জানান, 'অফিস যাচ্ছি।'  তারপর থেকে তাঁর সঙ্গে আর ফোনে যোগাযোগ করা যায়নি পরিবারের দাবি। বেলায় থানার তরফেই একটি ফোন যায় তাঁদের কাছে। জানানো হয়, আত্মঘাতী হয়েছেন নাকি মেকালি। মেকালির গলায় গভীর ক্ষত ছিল। ক্ষত দেখে চিকিত্সকরা অনুমান করছেন, ধারালো অস্ত্র দিয়ে গলার নলি কাটা হয়েছে। থানার তরফে বলা হচ্ছে, সোমবার মেকালির আচরণে কোনও অস্বাভাবিকত্ব লক্ষ্য করেননি তাঁরা, তবে অন্য দিনের তুলনায় চুপচাপ ছিলেন। তিনি সময়ে অফিসে প

চাঁদে প্রথম পর্যটক হিসাবে যাচ্ছেন জাপানি শিল্পী, ঘোষণা স্পেস এক্সের

Image
জাপানি বিলিওনেয়ার তথা আর্ট কিউরেটর য়ুসাকু মেজাওয়া প্রথম 'প্রাইভেট প্যাসেঞ্জার' হিসাবে চাঁদে যাচ্ছেন। স্পেস এক্সের তরফে এলন মাস্ক একথা ঘোষণা করেছেন। বিগ ফালকন রকেটে চেপে স্পেস এক্স তাঁকে চাঁদে পাঠাবে বলে জানানো হয়েছে। য়ুসাকু সঙ্গে আরও আটজনকে নিয়ে চাঁদের পরিক্রমা করে আসবেন। ২০২৩ সালে য়ুসাকু ও বাকীদের চাঁদে নিয়ে যাওয়া হবে বলে স্পেস এক্স জানিয়েছে। য়ুসাকু জাপানের সবচেয়ে বড় ফ্যাশন রিটেল ওয়েবসাইট জোজোটাউনের মালিক। তিনিও আলাদা করে টুইট করে নিজের চাঁদে যাওয়ার খবর জানিয়েছেন। ছয় দিনের এই চাঁদ সফরে পৃষ্ঠের ১২৫ মাইল নিকট অবধি পর্যটকদের স্পেস এক্স নিয়ে যাবে বলে জানা গিয়েছে। এখনও অবধি ২৪জন মানুষ চাঁদে গিয়েছেন। শেষবার ১৯৭২ সালে অ্যাপোলো মিশনে চাঁদে গিয়েছিল মানুষ। স্পেস এক্সের বিগ ফালকন রকেট অত্যন্ত শক্তিশালী একটি রকেট। শুধু চাঁদ নয়, মঙ্গল ও মহাকাশের অন্যত্রও মানুষ পাঠাতে সক্ষম। এখনও অবধি ৬০বার উৎক্ষেপণ করেছে স্পেস এক্স। এবং এই সংস্থার রকেটগুলি পুনর্ব্যবহারযোগ্য। মহাকাশে গিয়ে ফেরত আনা যায়। পরে তা আবার ব্যবহার করা যায়। য়ুসাকুর চাঁদ ভ্রমণের খরচ পড়বে ৫ বিলিয়ন মার্কিন ডলার। ইতিমধ্যে অনেকটা টাকাই অগ

ফিরিয়ে নেওয়া হয়নি অভিযোগ, ধর্ষকদের হাতে খুন ধর্ষিতার বাবা

Image
নাসিক: ধর্ষণ মামলা দায়ের করেছিল মেয়ে ৷ তার জেরে পিটিয়ে খুন করা হল ৫৫ বছর বয়সী এক ব্যক্তিকে ৷ যিনি সম্পর্কে ধর্ষিতা মেয়েটির বাবা ৷ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাসিকে ৷ ধর্ষণের দায়ে অভিযুক্ত সায়াদ সৈয়দ-সহ চার ব্যক্তি খুনের ঘটনায় অভিযুক্ত বলে পুলিশ সূত্রে খবর ৷ ঘটনার সূত্রপাত ২০১৫ সালে ৷ সৈয়দের বিরুদ্ধে পাওয়ার্দি থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন ওই যুবতী ৷ আপাতত সেই ধর্ষণের মামলা স্থানীয় একটি আদালতে বিচারাধীন অবস্থায় ছিল ৷ সেই মামলা তুলে নেওয়ার জন্য একাধিকবার ওই যুবতীকে এবং যুবতীর পরিবারকে হুমকি দেওয়া হয় ৷ কিন্তু সেই হুমকির তোয়াক্কা করেননি ওই যুবতী এবং তার পরিবার ৷ যার পরিণতিই হয় এমন চরম ৷ অভিযুক্ত-সহ দুষ্কৃতীদের হাতে খুন হতে হল যুবতীর বাবা ফজল মহম্মদ নওয়াব আলিকে ৷ ইতিমধ্যেই পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে ৷ তিনজনকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে ৷ কিন্তু একজন অভিযুক্ত এখনও পলাতক ৷

‘দেশদ্রোহী’ বদনাম ঘুচল! রায় জেনে যেতে পারলেন না ইসরোর বিজ্ঞানী

Image
দীর্ঘ দু'-দশকের লড়াই। তার পর মিলেছে সুবিচার। হারানো সম্মান ফিরিয়ে দিয়েছে সর্বোচ্চ আদালত। কিন্তু তা জানতেও পারলেন না কে চন্দ্রশেখর। অভিমান ও যন্ত্রণা বুকে নিয়েই পৃথিবী থেকে বিদায় নিলেন। নব্বইয়ের দশকে ইসরো গুপ্তচর কাণ্ডে যে তিন বিজ্ঞানীর নাম জড়িয়েছিল, কে চন্দ্রশেখর তাঁদের মধ্যে অন্যতম। দীর্ঘ ২৪ বছর পর শুক্রবার তা থেকে তাঁদের রেহাই দেয় সুপ্রিম কোর্ট। ফিরিয়ে দেওয়া হয় হারানো সম্মান। ক্ষতিপূরণেরও নির্দেশ দেওয়া হয়। কিন্তু তার কিছুই দেখে যেতে পারলেন না কে চন্দ্রশেখর।শারীরিক অসুস্থতার জেরে গত এক মাস ধরে বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। শুক্রবার দুপুরে আদালত রায় শোনায়। তার কিছুক্ষণ আগেই কোমায় চলে যান তিনি। সেই অবস্থাতেই রবিবার রাত ৮টা বেজে ৪০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করন। বয়স হয়েছিল ৭৬ বছর। তাঁর স্ত্রী, 'হিন্দুস্তান মেশিন টুলস'-এর প্রাক্তন জেনারেল ম্যানেজার, কে বিজয়াম্মা জানান, ''খবরে আদালতের রায় দেখাচ্ছিল। আমরা ওঁকে তা দেখানোর চেষ্টা করেছিলাম। কিন্তু ওঁর তখন সংজ্ঞা ছিল না। তাই কোনও প্রতিক্রিয়া মেলেনি। অথচ ওই দিনটার জন্যই এতদিন অপেক্ষা করছিলেন। বড্ড দেরি হয়

দেহরাদূনের বোর্ডিংয়ে দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করল তারই সিনিয়ররা!

Image
দশম শ্রেণির এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠলতারই সিনিয়রদের বিরুদ্ধে। দেহরাদূনের একটি বোর্ডিং স্কুলের ঘটনা। ওই বোর্ডিংয়েই বোনের সঙ্গে থাকত বছর ষোলোর ওই কিশোরী। অভিযোগ, গত ১৪ অগস্ট স্বাধীনতা দিবসের প্রস্তুতি উপলক্ষে তাকে বোর্ডিংয়েরই স্টোররুমে ডেকে নিয়ে যায় চার সিনিয়র ছাত্র। সেখানেই ছাত্রীটিতে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। অন্ত্বঃসত্তা হয়ে পড়ে সে। অন্ত্বঃসত্তা হয়ে পড়ার ঘটনাটি ছাত্রীটি তার বোনকে জানিয়েছিল। তার পরই ধর্ষণের বিষয়টি সামনে আসে। অভিযোগ, স্কুল কর্তৃপক্ষের কাছে ওই ছাত্রী বিষয়টি জানিয়ে সুবিচার চায়। কিন্তু ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, স্কুলের কর্মীরা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। শুধু তাই নয়, বিষয়টি যাতে পাঁচ কান না হয়, গোপনে ছাত্রীটিকে গর্ভপাত করানোর জন্য নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। ছাত্রীটির বোন গোটা বিষয়টি তার বাবা-মাকে জানানোর পরই শোরগোল পড়ে যায়। চার ছাত্রের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করেন তাঁরা। বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়। পুলিশ স্কুলের চার কর্মীকে গ্রেফতার করেছে। আটক করা হয়েছে অভিযুক্ত চার ছাত্রকে। উত্তরাখণ

কৃতী ছাত্রীকে ধর্ষণের রেশ কাটতে না কাটতেই হরিয়ানায় ফের লালসার শিকার মহিলা

Image
এক সপ্তাহের মধ্যে দু'-দু'টি ধর্ষণের ঘটনা। তাতে প্রশ্নের মুখে বিজেপি শাসিত হরিয়ানার নিরাপত্তা ব্যবস্থা। এ বার গণ ধর্ষণের অভিযোগ আনলেন এক বিধবা মহিলা। ২ অভিযুক্তকে চিহ্নিত করা গিয়েছে। তাদের খোঁজ চলছে। সোমবার জিন্দ থানায় গণধর্ষণের অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। পরে তা স্থানীয় মহিলা থানায় পাঠানো হয়। সেখানেই মামলা দায়ের হয়েছে। অভিযোগকারিণী জানান, তিনি রেওয়ারি জেলার কোসলি শহরের বাসিন্দা। ওষুধ কিনতে জিন্দে এসেছিলেন। তবে দোকানে পৌঁছতে পারেননি। তার আগে রাস্তায় তাঁর সঙ্গে যেচে আলাপ করে দুই বাইক আরোহী। শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নেয়।  তাদের সবকিছু জানান ওই মহিলা। ওই যুবকেরা তাঁকে বিকল্প চিকিৎসার পরামর্শ দেয়।  এ-ও জানায়, তাদের জানাশোনা একটি চিকিৎসা কেন্দ্র আছে। সেখানে তাঁকে নিয়ে যেতে পারে। নিজেদের জিন্দের জুলানা পুরসভার পোলি গ্রামের বাসিন্দা বলে জানায় তারা। তাতে আশ্বস্ত হন ওই মহিলা এবং তাদের সঙ্গে যাওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু একটি ফাঁকা মাঠের সামনে বাইক দাঁড়ালে ভুল বুঝতে পারেন তিনি। পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে ব্যর্থ হন। টানতে টানতে তাঁকে মাঠে নিয়ে যায় অভিযুক্তরা। তার পর ধর্ষণ করে। জি

বিকল ল্যান্ডিং সিস্টেম, জ্বালানিও শেষ, কী ভাবে মাটি ছুঁল ঝড়বৃষ্টিতে বিপর্যস্ত এই বিমান....

Image
১১ সেপ্টেম্বর। দিল্লি থেকে ৩৭০ জন যাত্রী নিয়ে উড়েছিল এয়ার ইন্ডিয়ার এআই-১০১ বিমানটি। গন্তব্যস্থল ছিল নিউ ইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দর। টানা ১৫ ঘণ্টা ওড়ার পর আমেরিকার আকাশে পৌঁছে গিয়েছিল সেটি। কিন্তু বিপত্তি বাধল অবতরণের সময়। প্রচন্ড ঝড়-বৃষ্টি চলছিল। নেমে গিয়েছিল দৃশ্যমানতাও।অবতরণ করার প্রস্তুতি নিচ্ছিলেন পাইলট রুস্তম পালিয়া। হঠাৎই দেখেন ল্যান্ডিং সিস্টেম কাজ করছে না!ফলেরক্তচাপ বাড়তে শুরু করে তাঁর ও সহ-পাইলটের। তা হলে উপায়? সামান্য ভুলচুক হলেই যে সব শেষ। আকাশে চক্কর কাটা শুরু করে বিমানটি। কিন্তু আর কতক্ষণই বা আকাশে  চক্কর কাটা সম্ভব!  এ দিকে জ্বালানিও শেষ হয়ে আসছিল। ক্যাপ্টেন পালিয়া যোগাযোগ করলেন এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে। পুরো বিষয়টা জানালেন। কিন্তু পরিস্থিতি এতটাই জটিল ছিল যে এটিসি-রও তখন কিছু করার ছিল না। ককপিটের ওই ছোট্ট জায়গার মধ্যে তখন দুই পাইলট মনের সঙ্গে জোর লড়াই চালিয়ে যাচ্ছিলেন। মনের ভিতরের ঝড় আর বাইরের দুর্যোগপূর্ণ আবহাওয়া যেন কয়েক মুহূর্তের জন্য ছাপিয়ে গিয়েছিল। কিন্তু সেই পরিস্থিতিতে মাথা ঠাণ্ডা রাখাটাই ছিল পাইলটদের কাছে বড় চ্যালেঞ্জ। তবে ককপিটের ভিতরে দুই

দিল্লি পুলিস থেকে সাসপেন্ড তরুণী নিগ্রহকারী যুবকের বাবা

Image
কীর্তিমান ছেলের জন্য পুলিস সাব ইন্সপেক্টর বাবাকে সাসপেন্ড করল দিল্লি পুলিস। এক তরুণীকে লাথি, কিল, ঘুষি মারার পাশাপাশি ধর্ষণের অভিযোগ রয়েছে ২১ বছরের রোহিত তোমারের বিরুদ্ধে। এই ঘটনায় ১৪ সেপ্টেম্বরই গ্রেফতার হয়েছে সে। এবার তার বাবা অর্থাত্ সেন্ট্রাল ডিস্ট্রিক্ট-এ কর্মরত দিল্লি পুলিসের সাব ইন্সপেক্টর অশোক কুমার তোমারকে সাসপেন্ড করা হল। রোহিতের পাশাপাশি যে কল সেন্টারে ঘটনাটি ঘটেছে, সেটির মালিক আলি হোসেন এবং সেখানকার পিওন (যে ভিডিওটি রেকর্ড করেছে) রাজেশকেও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজত নিয়েছে পুলিস। উল্লেখ্য, গত শুক্রবারই দিল্লির পুলিস কমিশনার অমূল্য পট্টনায়ককে এই ঘটনায় উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। আরও পড়ুন- মাইনে চাওয়ায় শ্রমিককে পিটিয়ে খুন মালিকের কী ঘটেছিল? গত সপ্তাহের বৃহস্পতিবার পশ্চিম দিল্লির তিলক নগর থানায় একরোহিত তোমারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এক তরুণী। তাঁর দাবি, রোহিত একটি ভিডিও দেখিয়ে তাঁকে ভয় দেখায়। সে বলে, তরুণী যদি তার কথা না শোনে, তাহলে তাঁর অবস্থাও ভিডিও-র তরুণীর মতোই হবে। সেই ভিডিওতে দেখা যায়, রোহিত আরেক তরুণীকে কিল, চড

সামান্য জল পড়া নিয়ে গণ্ডগোল! থেঁতলে খুন প্রৌঢ়কে

Image
মালদহ: বাড়িতে সামান্য জল পড়া নিয়ে গণ্ডগোল৷ তার জেরে প্রাণ গেল এক প্রৌঢ়ের৷ মুহূর্তে ম্লান হল বিশ্বকর্মা পুজোর ধুমধাম, আনন্দ৷ মালদহের মানিকচক থানা এলাকার ঘটনা৷ মৃতের নাম সুবল কর্মকার (৭৩)৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ মানিকচক থানার কুরানি গ্রাম৷ সেখানকারই বাসিন্দা সুবলবাবু৷ তাঁর ছেলে চণ্ডী কর্মকারের কথায়, এলাকায় তাঁরা বিশ্বকর্মা পুজো করেন৷ সোমবারও সেইমতো পুজোর আয়োজন করা হয়৷ চণ্ডী কর্মকারের অভিযোগ, পাড়ার একজনের বাড়িতে জল পড়েছিল৷ তা নিয়ে ঝামেলার সূত্রপাত৷ সেই সময় নব কর্মকার ও তাঁর দুই আত্মীয় মিলে সুবল কর্মকারকে মারধর করে৷ বেধড়ক মারতে শুরু করে ৭৩ বছরের ওই প্রৌঢ়কে৷ অভিযোগ, বাড়িতে পড়ে থাকা পাথর দিয়ে সুবল কর্মকারের মাথা থেঁতলে খুন করা করা হয়৷ চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসতেই পালিয়ে যায় অভিযুক্তরা৷ গুরুতর আহত সুবল কর্মকারকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷ এদিকে ঘটনার খবর পেয়েই কুরানি গ্রামে যায় মানিকচক থানার পুলিশ৷

ধর্ষিতার বাবাকে ‘‌গুরু’‌ মানত অভিযুক্ত পঙ্কজ

Image
চণ্ডীগড় - হরিয়ানার রেওয়ারি গণধর্ষণ কাণ্ডে অভিযুক্ত সেনাকর্মী পঙ্কজ নির্যাতিতার পরিবারের ঘনিষ্ঠ। পঙ্কজের বাবা তিন বছর আগে মারা গেছেন। ধর্ষিতের বাবাকে পঙ্কজ কবাডিতে '‌গুরু'‌ মানত। এভাবেই ওই পরিবারের বিশ্বাস অর্জন করেছিল সে। পঙ্কজ কোটায় এয়ার ডিফেন্স রেজিমেন্টে কাজ করে। চাকরি পেয়েছে দেড় বছর আগে। চাকরি পেয়ে নির্যাতিতার বাবাকে পঞ্চায়েতের সামনে সম্মানিত করেছিল পঙ্কজ। সেই পঙ্কজের এই কাণ্ড। একেবারে পরিকল্পনা করে সঙ্গীদের নিয়ে ধর্ষণ করেছে রাজ্যের কৃতী ছাত্রীটিকে। ঘটনার পর পাঁচ দিন পেরিয়ে গেছে। মূল অভিযুক্তদের মধ্যে নিশু ফোগত ধরা পড়েছে। পঙ্কজ, মণীশের খোঁজ নেই। মণীশ আর পঙ্কজ তুতো ভাই। পাঁচ দিনের জন্য পুলিস হেফাজতে রাখা হয়েছে নিশুকে। নির্যাতিতার অবস্থা সঙ্কটজনক দেখে নিশু ডাক্তার ডেকে এনেছিল। গত নভেম্বরে বিয়ে হয়েছে পঙ্কজের। তার স্ত্রী ৬ মাসের গর্ভবতী। সোমবার হরিয়ানার ২৫টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত মহাপঞ্চায়েত বলেছে, সেখানকার কোনও আইনজীবী অভিযুক্তদের হয়ে মামলা লড়বে না। কোসলি টাউনে বৈঠকের অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার নেওয়ার জন্য হরিয়ানার রাজ্যপালকে লিখিত আর্জি জানি

অত্যাচারী নাৎসিদের রূপে ভুলিয়ে টেনে এনে খুন করতেন তিনি, সদ্যপ্রয়াত মোহময়ীকে চেনেন?

Image
শেষ বয়সে ফ্রেডি। প্রয়াত হলেন নাৎসি দমনকারী ডাচ নারী প্রতিরোধ বাহিনীর শেষ জীবিত সদস্য ফ্রেডি ওভারস্টিজেন। ৯৩তম জন্মদিনের ঠিক আগেই তাঁর দেহাবসান হল।  মাত্র ১৪ বছর বয়সে নারী প্রতিরোধ বাহিনীতে যোগ দিয়েছিলেন ফ্রেডি। ঘন কালো চুলের শান্তশিষ্ট কিশোরীকে দেখে বোঝার উপায় ছিল না, উত্তর হল্যান্ডের রাস্তায় সাইকেল চালিয়ে যাওয়ার সময় তাঁর জিম্মায় থাকত মারাত্মক আগ্নেয়াস্ত্র। কখনও আবার নারী-লোলুপ হিটলার বাহিনীর সদস্যদের নানান ছলনায় ভুলিয়ে নির্জনে নিয়ে গিয়ে ঠান্ডা মাথায় খুন করতেও হাত কাঁপত না দুঃসাহসী মেয়ের। ডাচ প্রতিরোধ বাহিনী সম্পর্কে বেশির ভাগেরই ধারণা ছিল যে, শুধুমাত্র নাৎসি বিরোধী পুস্তিকা বিলি বা লিফলেট ছড়ানোই এই মেয়েদের কাজ। কিন্তু ফ্রেডি ও তাঁর চেয়ে দুই বছরের বড় দিদি ট্রুস ছিলেন ব্যতিক্রমী। আমস্টারডাম শহর ও সংলগ্ন অঞ্চলে জার্মান দখলদার ও বিশ্বাসঘাতক ডাচদের নিকেশ করতে তাঁরা হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন।  হ্যানি শ্যাফ্ট নামে এক আইনের ছাত্রীর সঙ্গে সেই সময় রেল লাইন ও একাধিক সেতু উড়িয়েছেন দুই বোন। এমনকী, জার্মান কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে ইহুদি শিশুদের উদ্ধার করে সীমান্ত পার করতে ছদ্মবেশ নিতেও পিছ-পা

মিশে যাচ্ছে ব্যাঙ্ক অব বরোদা, বিজয়া ও দেনা ব্যাঙ্ক, জানালেন অর্থমন্ত্রী জেটলি

Image
নয়াদিল্লি: মিশে যাচ্ছে ব্যাঙ্ক অব বরোদা, বিজয়া ব্যাঙ্ক ও দেনা ব্যাঙ্ক। সোমবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি এই পরিকল্পনার কথা ঘোষণা করেন। তিনটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক মিশে যাওয়ার ফলে দেশের তৃতীয় বৃহত্তম ব্যাঙ্কিং প্রতিষ্ঠানে পরিণত হবে এই সম্মিলিত সংস্থা। গত বছর ভারতীয় মহিলা ব্যাঙ্ক ও সহযোগী ব্যাঙ্কগুলিকে অধিগ্রহণ করেছিল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া বা এসবিআই। এদিন তিন ব্যাঙ্কের মিশে যাওয়ার খবর ঘোষণা করে জেটলি বলেন, এর ফলে অর্থনৈতিক দিক দিয়ে ব্যাঙ্কগুলি আরও শক্তিশালী হবে। বাড়বে তাদের ঋণ দেওয়ার ক্ষমতাও। ঋণ দেওয়ার ক্ষমতা কমে যাওয়ায় কর্পোরেট সেক্টর ধাক্কা খাচ্ছিল। পাশাপাশি, কিছু ব্যাঙ্কের অত্যধিক ঋণ দেওয়ার ফলে অনাদায়ী ঋণের পরিমাণ অনেকাংশে বেড়ে গিয়েছিল। যার জেরে তাদের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর হয়ে পড়ছিল। সেকারণেই এই উদ্যোগ বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তিন ব্যাঙ্কের মিশে যাওয়ার খবর ঘোষণা করার পরে অর্থবিষয়ক সচিব রাজীব কুমার বলেন, সংযুক্তিকরণের এই প্রস্তাব খতিয়ে দেখবে সংশ্লিষ্ট তিন ব্যাঙ্কের বোর্ড। এই মিশে যাওয়ার ফলে ব্যাঙ্কের কাজকর্ম আরও উন্নত হবে এবং গ্রাহকরা ভালো পরিষেবা পাবেন।

কিশোরী মেয়েকে ধর্ষণ, নয়ডায় গ্রেফতার বাবা

Image
বাড়ির চার দেওয়ালের মধ্যেই বিকৃতকাম বাবার যৌন লালসার শিকার হল বছর তেরোর এক কিশোরী। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গৌতমবুদ্ধ নগরে। সোমবার অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।  পুলিশ সূত্রে খবর, রবিবার অভিযুক্তের স্ত্রী স্থানীয় দাদরি থানায় নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগে স্বামীর বিরুদ্ধে এফআইআর করেন। এর পরেই সোমবার সকালে গ্রেফতার করা হয় বছর চল্লিশের ওই ব্যক্তিকে। নাবালিকার মেডিক্যাল পরীক্ষাও করানো হয়েছে।  ঘটনার শিকার ওই কিশোরীকে জিগ্যাসাবাদ করে পুলিশ জানতে পারে, শনিবার রাতে বাবা তাকে বাড়ির বাইরে নির্জন একটি জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে। সেসময় তার মা ঘরে ঘুমোচ্ছিল। মেয়ের কাছে ঘটনার কথা শুনে, রবিবার সকালেই থানায় গিয়ে স্বামীর বিরুদ্ধে এফআইআর করেন। মহিলার সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে, স্বামী-স্ত্রীর মধ্যে একদমই বনিবনা নেই। পারিবারিক অশান্তি লেগেই থাকে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (ধর্ষণ) ছাড়াও পকসো আইনে পৃথক মামলা হয়েছে। ধৃতকে এদিন আদালতে তোলা হলে, বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়। 

নাবালিকাকে শ্বাসরোধ করে খুন প্রেমিকের।

Image
তেহট্ট:  টাকার লোভে নবম শ্রেণির ছাত্রীকে ফোন করে ডেকে নিয়ে গিয়ে খুন। খুনের অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে। অভিযোগ, নাবালিকাকে গাছের সঙ্গে বেঁধে মারধরের পর শ্বাসরোধ করে খুন করে প্রেমিক। তারপর নাবালিকার কাছে থাকা পাঁচ হাজার টাকা ও মোবাইল নিয়ে চম্পট দেয়। মৃত ছাত্রীর নাম আনেহার খাতুন। সে স্থানীয় পাটপুকুর স্কুলের নবম শ্রেণির ছাত্রী। সোমবার বাড়ির অদূরের কলাবাগান থেকে দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নাকাশিপাড়ায়। মৃত ছাত্রীর বাবা আবদুর রহমান জানান, রবিবার সন্ধ্যা নাগদ একটা ফোন আসে মেয়ের মোবাইলে। কিছুক্ষণ কথা বলার পরই সে বাথরুমে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে যায়। যাওয়ার সময় পাঁচ হাজার টাকা, একটা ব্যাগ ও আধার কার্ড মেয়ের সঙ্গে ছিল। পরে দীর্ঘক্ষণ মেয়ের খোঁজ না পাওয়ায় আনেহারের মা ঘরে গিয়ে দেখেন পাঁচ হাজার টাকা, আধার কার্ড ও একটি ব্যাগ নেই। তখনই বুঝতে পারেন মেয়ে পালিয়ে গিয়েছে। স্বামী অশান্তি করতে পারে ভেবে তাঁকে দোকানে চা খেতে পাঠিয়ে দেন তিনি। এদিকে রাতভর মেয়ে না ফেরায় চিন্তিত দম্পতি সকালেই খোঁজখবর শুরু করেন। সেই সময় স্থানীয়রা বাড়ির কাছের কলাবাগানে আনেহারের দেহ পড়ে থাকতে দেখেন। বিষয়টি জান

42 ঘন্টা পরেও আগুন জ্বলছে বাগরি মার্কেটে

Image
কলকাতা: রবিবার ভোরবেলা ভয়াবহ আগুন লেগে গিয়েছিল ক্যানিং স্ট্রিটের বাগরি মার্কেটে (fire in Bagri market)। দমকল বাহিনীর বহু চেষ্টা সত্ত্বেও যে আগুনকে কোনওভাবে সম্পূর্ণ নেভানো সম্ভব হয়নি। ছ'টি বিভিন্নদিক থেকে ওই ভবনটির ওপর জল ছিটিয়েছিল দমকল বাহিনী। তাদের সাহায্য করেছেন ওই অঞ্চলে ব্যবসা করা বেশ কয়েকজন দোকানদার, যাঁদের দোকানটিও আগুনের করাল গ্রাস থেকে বেরিয়ে যেতে পারেনি। সোমবার ঘটনাস্থলে গিয়ে পুলিশের এক পদস্থ কর্তা বলেন আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। যদিও দমকলের বাহিনী এখনও আগুন নেভানোর জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। আগুন পুরোপুরি নেভানোর জন্য আরও খানিকটা সময় লাগবে বলে জানিয়েছে দমকল বাহিনী। এবার আগুন ভবানীপুরে, দমকলের তিন ইঞ্জিনের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে "প্রায় গোটা ভবনটাই আগুনের লেলিহান শিখাতে পরিণত হয়েছে। যেদিকেই তাকাচ্ছি, সেদিকেই আগুন। এর কারণ হল, ওই মার্কেটের ভিতরে থাকা দোকানগুলিতে মজুত ছিল ভর্তি দাহ্য বস্তু। যার ফলে আগুনটা ছড়িয়ে যায়। এছাড়া, আগুন লাগার সময় বেশিরভাগ দোকানই বন্ধ ছিল। তার ফলে আমাদের পৌঁছতেও অনেক সময় লেগে যায়। তবে, অনেক প্রতিবন্ধকতা সত্ত্বেও আমরা আগুন নেভানোর জ

বিদেশের মাটিতে প্রাণ বাঁচল এয়ার ইন্ডিয়ার ৩৭০ যাত্রীর

Image
পাইলটের চেষ্টায় প্রাণ বাঁচল ৩৭০ জন বিমান যাত্রীর। একদিকে খারাপ আবহাওয়া, অন্যদিকে বিমানের একাধিক সিস্টেমে গোলযোগ ধরা পড়ে। বিমানের জ্বালানিও সেই সময় ফুরনোর পথে। এমন মুহুর্তে নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে নামতে ব্যর্থ হন পাইলট। পরে নিউ জার্সির নিউআর্ক বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। ঘটনাটি ১১ সেপ্টেম্বরের। এয়ার ইন্ডিয়ার এআই ১০১ বিমানটি দিল্লি থেকে নিউইয়র্ক যাচ্ছিল। এরই মধ্যে প্রবল খারাপ আবহাওয়ার মধ্যে পড়ে যায় বিমানটি। এরই মধ্যে পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানান, বিমানে একাধিক সিস্টেমে গোলযোগ ধরা পড়েছে। ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেমেও গোলযোগ ধরা পড়ে। একইসঙ্গে বিমানে জ্বালানি ফুরিয়ে আসার কথাও জানান ওই পাইলট। এমনই পরিস্থিতিতে খারাপ আবহাওয়ার কারণে নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে নামতে ব্যর্থ হন পাইলট। ককপিট থেকে র‍্যাডার দেখা যাচ্ছিল না বলেই জানিয়েছে এয়ার ইন্ডিয়ার এক মুখপত্র। এই সময় বিমানটিকে নিউ জার্সির নিউআর্ক বিমানবন্দরের দিকে নিয়ে যান পাইলট। সেখানেই অবতরণ করে বিমানটি। বিমানটি নয় বছরের পুরনো বলে জানা গিয়েছে। বিষয়টি নিয়ে এয়ার ইন্ডিয়ার তরফে তদন্ত কমিটি গঠন করা হয়েছ

5 থেকে 12 পর্যন্ত পড়া বিধায়কদের গড় আয় ৩১ লক্ষ

Image
নয়াদিল্লি: দেশের বিভিন্ন রাজ্যের বিধায়করা কত বেতন পান, তাঁদের রোজগার কেমন, এসব নিয়ে অনেকেরই কৌতূহল রয়েছে। সেই রোজগার যে বেশ মোটা অঙ্কের সেটাও সবারই জানা। সেই বিষয়েই একটি সার্ভে করে রিপোর্ট প্রকাশ করেছে এডিআর নামে এক সংস্থা। আর সেখানেই উঠে এসেছে বিধায়কদের রোজগার সংক্রান্ত নানা তথ্য। রিপোর্টে দেখা গিয়েছে গোটা দেশে বিধায়কদের গড় বার্ষিক আয় ২৪.৫৯ লক্ষ টাকা। এর মধ্যে সবথেকে বেশি আয় করেন কর্ণাটকের ২০৩ জন বিধায়ক। তাদের গড় আয় ১.১ কোটি টাকা। আর অন্যদিকের পূর্বের রাজ্যে সবথেকে আয় কম বিধায়কদের। সেখানে তাঁরা বছরে সাড়ে ৮ লক্ষ টাকা রোজগার করেন। সবথেকে কম আয় ছত্তিসগড়ের বিধায়কদের, বছরে ৫.৪ লক্ষ আর দক্ষিণের সবকটি রাজ্য মিলে ৭১১ জন বিধায়কের গড় আয় ৫১.৯৯ লক্ষ। বেশি ডিগ্রি থাকলে বেশি বেতন পাওয়া যায়, বিধায়কদের আয় দেখলে এই চিন্তাভাবনাটাও ভুল প্রমাণিত হবে। সোমবার প্রকাশিত ওই রিপোর্ট বলছে, ৩৩ শতাংশ বিধায়ক, যারা ক্লাস ফাইভ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন, তাদের বার্ষিক গড় আয় ৩১.০৩ লক্ষ টাকা। আবার ২০ শতাংশ বিধায়ক যাদের স্নাতক ডিগ্রি রয়েছে, তাদের গড় আয় বছরে ২০.৮৭ লক্ষ টাকা। এছাড়া যেসব বিধায়ক নিরক্ষর তাদে

‘এশিয়া কাপে ঋষভের না-থাকাটা আশ্চর্যের’

Image
পর পর ম্যাচ দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করছে ভারত। অনেকেই ওখানকার গরম নিয়ে আলোচনা করছেন, যেটা শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ ম্যাচটাতেই বোঝা গিয়েছে। দুটো ম্যাচেই যদি হাড্ডাহাড্ডি লড়াই হয়, তা হলে ভারতের পক্ষে সামলানো সহজ হবে না। তবে আশা করি, মঙ্গলবার হংকং ম্যাচটা সহজই হবে ভারতের জন্য। নিশ্চিত ভাবে সবার আগ্রহের কেন্দ্রে এখন ভারত-পাকিস্তান লড়াই। গ্রুপ পর্যায়ে দুই দেশ দু'বার মুখোমুখি হবে, তার পরে আশা করি লড়াই হবে ফাইনালেও। যে ভাবে শ্রীলঙ্কা প্রথমে বাংলাদেশের বিরুদ্ধে খেলেছে, ফাইনালে ভারত-পাকিস্তান মুখোমুখি না হলে সেটা অঘটনই হবে। গত ১০ বছরে ভারত-পাকিস্তান ম্যাচ অনেকটা একপেশেই হয়েছে। দাপট দেখিয়েছে ভারতই। তবে গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের পরে, যেখানে পাকিস্তান হারিয়ে দিয়েছিল ভারতকে, অনেকে মনে করছেন এ বার লড়াইটা অন্য রকম হবে। আমার কাছে ম্যাচটা ৫০-৫০। পাকিস্তান দলটা ভাল। মিকি আর্থারের কোচিংয়ে ওরা উন্নতি করছে। পাকিস্তান দলে বরাবরই প্রতিভা উঠে এসেছে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই প্রতিভা সঠিক দিশা না পেয়ে পথ হারিয়ে ফেলেছে। এ বার ছবিটা অন্য রকম হতে পারে। বিরাট কোহালি ছাড়াই ভারতকে নামতে হবে এশ

৯০ কোটির ওষুধ গিলেছে আগুন, সঙ্কট জেলায়

Image
দ্বিতীয় দিনেও সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি বাগড়ি মার্কেটের আগুন। মার্কেটের সব তলায় রয়েছে ওষুধের দোকান। ওষুধের শতাধিক দোকান প্রায় পুরো বিধ্বস্ত। অন্য ৩০টি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত। ফলে ওষুধের বাজারে টান তো পড়বেই। পরিস্থিতি স্বাভাবিক হতে দুই থেকে আড়াই মাস লাগতে পারে বলে মনে করছেন ওষুধ ব্যবসায়ীরা। তাঁদের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় ৯০ কোটি টাকার ওষুধ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্যানিং স্ট্রিটের ওই ছ'তলা বাজার থেকে মূলত দক্ষিণবঙ্গের ১২-১৩টি জেলায় ওষুধ সরবরাহ হয়। মার্কেটের ওষুধের দোকান পুড়ে যাওয়ায় সংশ্লিষ্ট জেলাগুলিতে প্রভাব পড়বে। ফলে শহরতলি ও গ্রামাঞ্চল অনেক বেশি ভোগান্তির শিকার হতে পারে বলে ওষুধ ব্যবসায়ীদের একাংশের আশঙ্কা। এই পরিস্থিতিতে বাগড়ি মার্কেটের উল্টো দিকে মেহতা বিল্ডিংয়ে সোমবার বিদ্যুৎ-সংযোগ বিছিন্ন করে দেওয়া হয়। বাগড়ির পোড়া বা আধাপোড়া সামগ্রীর ঠাঁই হয়েছে মেহতাতেই। সেখানেও রয়েছে বহু ওষুধের দোকান। মেহতা বিল্ডিং এ দিন বন্ধ ছিল। আপাতত ওষুধের বাজারের সমস্যা মোকাবিলার রাস্তা খুঁজে পাওয়া কঠিন বলে মনে করছেন ব্যবসায়ীরা। তাঁরা জানাচ্ছেন, বাজার পরিষ্কার করতেই প্রায় ১৫ দিন লাগবে। নতুন আসবাবপত

গলায় বঁটি চালিয়ে আত্মঘাতী, মৃত কনস্টেবল

Image
রক্তে ভিজে যাচ্ছে শরীর। কোনওমতে ফাঁড়ির ব্যারাক থেকে বেরিয়ে এসেছিলেন কনস্টেবল। সোমবার সকাল ১০টা নাগাদ তাঁকে এই অবস্থায় দেখে হতবাক হয়ে যান কালনার বুলবুলিতলা ফাঁড়ির পুলিশকর্মীরা। হকচকিয়ে যান পথচলতি মানুষজন। মিকাইল মাড্ডি (৫৫) নামে ওই কনস্টেবলকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে জানানো হয়। পুলিশ জানায়, মৃতের বাড়ি বীরভূমের নলহাটির আলমপুরে। তিনি নিজেই গলায় বঁটি চালিয়ে আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাস সাতেক আগে পূর্বস্থলী থানা থেকে বুলবুলিতলা ফাঁড়িতে আসেন ওই কনস্টেবল। তবে পা ভাঙার জন্য মাস চারেক তিনি ছুটিতে ছিলেন। সম্প্রতি ফাঁড়িতে কাজে যোগ দেন। তাঁকে নিয়ে বুলবুলিতলা ফাঁড়িতে কনস্টেবলের সংখ্যা দাঁড়ায় পাঁচ জন। ফাঁড়ি সূত্রে জানা গিয়েছে, কাজে যোগ দিলেও শারীরিক ভাবে পুরোপুরি সুস্থ না থাকায় তাঁকে বেশি কাজ দেওয়া হত না। বেশির ভাগ সময় তিনি ফাঁড়িতেই কাটাতেন। কথা বলতেন কম। মাঝে-মধ্যে ব্যারাকে মোবাইল ফোনে কথা বলতে দেখা যেত তাঁকে। পুলিশকর্মীদের দাবি, এ দিন সকাল থেকে মিকাইলবাবুর আচরণে অস্বাভাবিক কিছু নজরে পড়েনি। সকাল ১০টা নাগাদ ব্যারাক থেকে গাড়িতে ইন্দ্রপুর গ্রাম

ছেলেকে বাঁচাতে গিয়ে খুন বাবা

Image
কারখানা মালিকের কাছে বকেয়া মজুরি চাইতে যাওয়ায় তাঁকে মারধর করে মালিক ও তার লোকজন। বাঁচাতে যান যুবকের বৃদ্ধ বাবা। তাঁকেও পেটায় হামলাকারীরা। মারা যান গোকুল বারুই (৬৩) নামে অশোকনগর-কল্যাণগড়ের বাসিন্দা ওই বৃদ্ধ। অভিযুক্ত এক কারখানা মালিককে গ্রেফতার করেছে পুলিশ। বাকিরা পলাতক। রবিবার রাত পৌনে ৯টা নাগাদ অশোকনগরের নবজীবন পল্লির ঘটনা। গোকুলের ছেলে লিটন পুলিশের কাছে কারখানা মালিক সুভাষ বালা, অরুণ বালা, উৎপল বালা এবং সুমন বালার নামে অভিযোগ করেন। ধরা পড়েছে অরুণ। হাবড়া ও অশোকনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে স্থানীয়রা প্রতিবাদ দেখান। কারখানার সামনে দেহ রেখে বিক্ষোভ চলে। স্থানীয়দের অভিযোগ, সুভাষ শাসক দলের ছত্রচ্ছায়ায় থেকে এলাকায় 'দাদাগিরি' চালায়। স্থানীয় ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মলিনা সরকার বলেন, ''সুভাষ তৃণমূল কর্মী। কিন্তু অন্যায় করলে শাস্তি পেতেই হবে।'' লিটনদের বাড়ির কাছে সুভাষ-অরুণদের সেলাই কারখানায় কাজ করেন লিটন। মজুরি বাবদ কিছু টাকা পেতেন। লিটনকে রবিবার কারখানা থেকে ফোন করে ডেকে মদ খাওয়ানো হয় বলে পরিবারের দাবি। অভিযোগ, টাকা নিয়ে বচসার সময়ে লিটনকে মারধর করা হয়।

কাশ্মীরে ফের বাড়িতে ঢুকে খুন সেনাকে

Image
কাশ্মীরে ফের বাড়িতে ঢুকে এক সেনাকে খুন করল জঙ্গিরা। দুর্ঘটনার পরে সেনা হাসপাতালে ভর্তি ছিল ল্যান্স নায়েক মুখতার আহমেদ মালিকের ছেলে। ১৫ সেপ্টেম্বর মারা যায় সে। ছেলের শেষকৃত্যে যোগ দিতে কুলগামের শুরাট গ্রামের বাড়িতে এসেছিলেন মালিক। আজও 'রসম-ই-চওরাম'-এর (মৃত্যু-পরবর্তী আচার অনুষ্ঠান) প্রস্তুতি নিচ্ছিলেন মালিক পরিবারের সদস্যেরা। তখনই জোর করে বাড়িতে ঢোকে এক দল জঙ্গি। মুখতারের খোঁজ করে তারা। বাড়ির দোতলায় মুখতারের খোঁজ পেয়ে তাঁকে কোথায় কত সেনা আছে তা নিয়ে প্রশ্ন করতে শুরু করে জঙ্গিরা। মুখতার সাফ বলেন, ''গুলি করলে গুলি কর। প্রশ্ন কোরো না।'' এর পরে খুব কাছ থেকে মুখতারকে গুলি করে জঙ্গিরা। টেরিটোরিয়াল আর্মির ১৬২ নম্বর ব্যাটেলিয়নের ল্যান্স নায়েক মুখতার এক সময়ে আত্মসমর্পণকারী জঙ্গিদের বাহিনীর (ইখওয়ান) কম্যান্ডার ছিলেন।  স্থানীয় বাসিন্দাদের মতে, মুখতারের বন্ধুর গতিবিধির উপরে নজর রেখেই তাঁর বাড়ি ফেরার দিনক্ষণ জানতে পেরেছিল জঙ্গিরা। ঘটনার পরে শুরাটের আশপাশের এলাকায় তল্লাশি শুরু করেছে যৌথ বাহিনী। ছুটিতে থাকার সময়ে অফিসার ও জওয়ানদের উপরে এই ধরনের হামলা নিয়ে উদ্বিগ্

দলিত যুবক খুনে নাম জড়াল প্রাক্তন নেতার

Image
পেরুমাল্লা প্রণয় কুমার এবং অম্রুতাবর্ষিণী। স্বামীর খুনের পিছনে এক রাজনৈতিক নেতার হাত রয়েছে বলে দাবি করলেন তেলঙ্গানায় নিহত দলিত যুবকের স্ত্রী অম্রুতাবর্ষিণী। শুক্রবার অন্তঃসত্ত্বা ওই তরুণীর সামনে স্বামী পেরুমাল্লা প্রণয় কুমারকে কুপিয়ে খুন করে এক আততায়ী। তরুণীর অভিযোগ, তাঁর বাবাই ভাড়াটে গুন্ডা পাঠিয়ে খুন করায় স্বামীকে। খুনিকে 'সুপারি' দিয়েছিলেন তেলঙ্গানা রাষ্ট্র সমিতির প্রাক্তন এক বিধায়ক। পাঁচ মাসের অন্তঃসত্ত্বা অম্রুতা জানিয়েছেন, খুনের দু'দিন আগে তাঁর বাবা ফোন করে গর্ভপাত করানোর কথা বলেছিল। ওই তরুণী বলছেন, ''বাবা বলে, আগামী তিন বছর সন্তান নিও না। তাহলে বিয়ে মেনে নেব।'' অম্রুতা মনে করছেন, তখনই প্রণয়কে খুন করার ছক কষে ফেলেছিল বাবা মারুথি রাও। তাঁর কথায়, ''সন্তান থাকলে প্রণয়কে খুনের পর আমায় ফিরিয়ে নিয়ে যেতে অসুবিধা হবে। তাই গর্ভপাতের নির্দেশ দেয় বাবা।'' ওই তরুণীর বক্তব্য, প্রণয়কে মারতে ভাড়াটে গুন্ডা জোগাড় করেন নাকিরেকলের প্রাক্তন বিধায়ক ভেমুলা ভিরেশ্যাম। তাঁদের বিয়ের পরে প্রণয় ও তাঁকে 'সাবধান করতে' ডেকে পাঠিয়েছিলেন ওই নেতা। কিন্তু ভয়ে

পাকিস্তান ম্যাচের আগে মঙ্গলবার হংকং-এর বিরুদ্ধে প্রস্তুতি সেরে নিতে চাইছে ভারত

Image
এশিয়া কাপ যাত্রা শুরু করবে ভারত মঙ্গলবার থেকে। প্রতিপক্ষ হংকং। কিন্তু এটাই হতে চলেছে ভারতের জন্য পরের ম্যাচের প্রস্তুতি। কারণ, ঠিক তার পরের দিনই ভারত মুখোমুখি হবে পাকিস্তানের। তার আগে হংকং ম্যাচ কার্যত ভারতের প্রস্তুতি। যে প্রস্তুতি আগেই সেরে ফেলেছে পাকিস্তান। এই ভারত-পাক ম্যাচের সূচি নিয়ে কম জলঘোলা হয়নি। কারণ পর পর দু'দিন দুটো ম্যাচ খেলতে হচ্ছে ভারতকে। ক্রিকেটে এমনটা খুব একটা দেখা যায় না। কিন্তু এশিয়া কাপে ভারতকে এই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। মঙ্গলবার হংকংয়ের সঙ্গে ম্যাচের পরের দিনই বুধবার ভারতকে খেলতে নামতে হবে ক্রিকেট বিশ্বের সব থেকে রোমাঞ্চক ও হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে। মানসিক চাপটাও অনেক বেশি থাকবে। পর পর ম্যাচ দেওয়ার বিরোধিতা করলেও সূচি বদল হয়নি। তার মধ্যে বিশ্রাম দেওয়া হয়েছে অধিনায়ক বিরাট কোহালিকে। এশিয়া কাপে অধিনায়কত্ব তুলে দেওয়া হয়েছে রোহিত শর্মার হাতে। যদিও রোহিত অ্যান্ড টিম হংকংকেও হালকা ভাবে নিতে নারাজ। ভারতের সব ম্যাচ হবে দুবাইয়ে। যেখানকার তাপমাত্রা এই মুহূর্তে ৪৩ ডিগ্রি। তার মধ্যেই পর পর দু'দিন দুটো ম্যাচ খেলা সহজ হবে না ভারতের জন্য। ক্লান্তি থাবা বসাবে পাকিস্ত

শেয়ার বাজারে ধস, গায়েব এক লক্ষ কোটি

Image
এক দিকে টাকার দামের পতন, অন্য দিকে পেট্রল-ডিজেলের জেটগতিতে মূল্যবৃদ্ধি—দুইয়ের গুঁতোয় চাপে পড়েছে শেয়ার বাজার। বাজার কখনও ঊর্ধ্বমুখী হলেও তা বেশি ক্ষণ স্থায়ী হচ্ছে না। এ দিন শেয়ার বাজার খুলতেই সেনসেক্স ৫০৫ পয়েন্ট নেমে দাঁড়ায় ৩৭,৫৮৫-তে। নিফটি ১৩৭ পয়েন্ট নেমে  দাঁড়ায় ১১,৩৭৭-এ। এই ধসের ফলে বিনিয়োগকারীদের এক লক্ষ কোটি টাকা গায়েব হয়ে গেল নিমেষেই।   অন্য দিকে, টাকার দামে পতন অব্যাহত। সোমবার বাজার খুলতেই ৮১ পয়সা পড়ে গিয়ে মার্কিন ডলারের তুলনায় টাকার দাম দাঁড়ায় ৭২.৬৫। গত ১০ সেপ্টেম্বর রেকর্ড পতন হয়েছিল টাকার। সে দিন টাকার দাম দাঁড়িয়েছিল ৭২.৬৭। তার পর থেকে আর ঘুরে দাঁড়ায়নি পরস্থিতি। আর এই পরিস্থিতিই ভারতের অর্থনীতি ও বাণিজ্যক্ষেত্রে উত্তরোত্তর উদ্বেগ বাড়িয়ে তুলেছে। কিন্তু টাকার দাম বৃদ্ধির কি কোনও সম্ভবনা আছে? বিশেষজ্ঞরা কিন্তু এখনই তেমন আশা দেখছেন না। এই পরিস্থিতি রুখতে রিজার্ভ ব্যাঙ্ক বেশ কয়েকটি পদক্ষেপের কথা ঘোষণা করেছিল। আশা করা হয়েছিল এতে কিছুটা হলেও রেহাই মিলতে পারে। কিন্তু সেই পদক্ষেপ সকলকে আশাহতই করেছে।পরিস্থিতির কোনও উন্নতিই হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্ব বাণিজ্যে চিন-আমেরিকার সরাস

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বার বার সহবাসের অভিযোগ দলীয় নেত্রীর, গ্রেফতার বিজেপি নেতা

Image
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ। গ্রেফতার রাজ্য বিজেপির প্রাক্তন সাধারণ সম্পাদক (সংগঠন) অমলেন্দু চট্টোপাধ্যায়। দিল্লির করোলবাগ এলাকা থেকে সোমবার তাঁকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। অমলেন্দু চট্টোপাধ্যায় তাঁকে তিন বার গর্ভপাত করাতে বাধ্য করেছেন বলেও সরশুনা এলাকার বাসিন্দা ওই বিজেপি নেত্রী অভিযোগ করেছেন। তবে শুধু অমলেন্দুবাবু নন, বিজেপি নেত্রীর অভিযোগপত্রে নাম রয়েছে শিব প্রকাশ, দিলীপ ঘোষ, সুব্রত চট্টোপাধ্যায়দের মতো শীর্ষ বিজেপি নেতাদেরও। বেহালা থানায় দায়ের করা অভিযোগে কী জানিয়েছেন বিজেপি নেত্রী? তিনি জানিয়েছেন, অমলেন্দু চট্টোপাধ্যায় তাঁর সঙ্গে বেশ কয়েক বছর ধরেই মেলামেশা করছিলেন। অমলেন্দুবাবু তাঁকে বিয়ে করবেন বলে আশ্বাস দিয়েছিলেন এবং অনেক বারই তাঁর সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হয়েছিলেন বলে অভিযোগকারিণীর দাবি। এই সময়ে তিনি তিন বার অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন এবং প্রতি বারই চাপ সৃষ্টি করে গর্ভপাত করাতে তাঁকে বাধ্য করা হয় বলে অভিযোগ সরশুনা এলাকার বাসিন্দা ওই নেত্রীর। তবে অমলেন্দুবাবু তাঁকে শেষ পর্যন্ত বিয়ে করেননি এবং সম্প্রতি সব যোগাযোগ ছিন্ন করে দিয়েছিলেন বলে পুলিশকে ওই বিজেপি নেত্রী জানিয়ে