সামান্য জল পড়া নিয়ে গণ্ডগোল! থেঁতলে খুন প্রৌঢ়কে


মালদহ: বাড়িতে সামান্য জল পড়া নিয়ে গণ্ডগোল৷ তার জেরে প্রাণ গেল এক প্রৌঢ়ের৷ মুহূর্তে ম্লান হল বিশ্বকর্মা পুজোর ধুমধাম, আনন্দ৷ মালদহের মানিকচক থানা এলাকার ঘটনা৷ মৃতের নাম সুবল কর্মকার (৭৩)৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷

মানিকচক থানার কুরানি গ্রাম৷ সেখানকারই বাসিন্দা সুবলবাবু৷ তাঁর ছেলে চণ্ডী কর্মকারের কথায়, এলাকায় তাঁরা বিশ্বকর্মা পুজো করেন৷ সোমবারও সেইমতো পুজোর আয়োজন করা হয়৷ চণ্ডী কর্মকারের অভিযোগ, পাড়ার একজনের বাড়িতে জল পড়েছিল৷ তা নিয়ে ঝামেলার সূত্রপাত৷ সেই সময় নব কর্মকার ও তাঁর দুই আত্মীয় মিলে সুবল কর্মকারকে মারধর করে৷

বেধড়ক মারতে শুরু করে ৭৩ বছরের ওই প্রৌঢ়কে৷ অভিযোগ, বাড়িতে পড়ে থাকা পাথর দিয়ে সুবল কর্মকারের মাথা থেঁতলে খুন করা করা হয়৷ চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসতেই পালিয়ে যায় অভিযুক্তরা৷ গুরুতর আহত সুবল কর্মকারকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷ এদিকে ঘটনার খবর পেয়েই কুরানি গ্রামে যায় মানিকচক থানার পুলিশ৷