Posts

Showing posts from December 21, 2018

ভারতীয় সেনাবাহিনীর যোগাযোগ মাধ্যমকে উন্নত করতে রওনা দিয়েছে GSAT-7A

Image
বুধবার অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটা থেকে কৃত্রিম উপগ্রহ GSAT-7A উৎক্ষেপণ করা হয়। এই উপগ্রহ সেনাবাহিনীতে যোগাযোগ পরিষেবা সংক্রান্ত বিষয়ে সাহায্য করবে। সফল উৎক্ষেপণের ফলে ইন্ডিয়ান সায়েন্স রিসার্চ অর্গানাইজেশন বা ইসরোর ভান্ডারে এখন উপচে পড়া শুভেচ্ছা। GSAT-7A ৩৯ তম ভারতীয় যোগাযোগ স্যাটেলাইট ইসরোর। গোটা ভারতের সমস্ত এলাকা থেকে প্রতিরক্ষা ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করবে। ২০১৩ সালে GSAT-7 কৃত্রিম উপগ্রহ নিয়ে উড়ে গেছিল ইসরোর রকেট। যার থেকে GSAT-7A অনেকটাই উন্নত বলে দাবি ইসরোর বিজ্ঞানীদের। সফল উৎক্ষেপনের পর চেয়ারম্যান কে শিভান বলেন, "GSAT-7A কৃত্রিম উপগ্রহের সঙ্গে আছে গ্রেগরিয়ান এন্টেনা এবং আরও অনেক নতুন প্রযুক্তি যা উন্নত করবে যোগাযোগ ব্যবস্থাকে।" ইসরো-র একজন অন্যতম কর্মকর্তা বলেন, "এটি ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে যোগাযোগের মাধ্যম কে দৃঢ় করবে। যার ফলে জরুরি অবস্থাতেও এই উপগ্রহের মাধ্যমে নেটওয়ার্ক তৈরি করা যাবে।" "আমরা যখন নেটওয়ার্ক-কেন্দ্রিক যুদ্ধের কথা বলি, তখন এই ধরণের সিস্টেমগুলি সহায়তা করবে। সেই দৃষ্টিকোণ থেকে এটি ভারতীয় প্রতিরক্ষা বাহিনীতে একটি উল্

বিনিয়োগকারীদের মাথায় বাড়ি দিয়ে একদিনে ডুবে গেল ২.২৬ লক্ষ কোটি টাকা

Image
শেয়ার বাজারের জন্য আর একটা খারাপ দিন। সেনসেক্স পড়ল ১.৮ শতাংশ। ৬৮৯.৬০ পয়েন্ট নিচে নেমে সেনসেক্স থেমেছে ৩৫, ৭৪২.০৭ পয়েন্টে। ফলে একলপ্তে বিনিয়োগকারী ২.২৬ লক্ষ টাকা উধাও হয়ে গিয়েছে। একইসঙ্গে নিফটি-ও পড়েছে ১৯৭.৭০ পয়েন্ট। ১.৮১ শতাংশ নিচে নেমে ১০, ৭৫৪ পয়েন্টে থেমেছে নিফটি। ইক্যুইটি মার্কেটে ধস নামায় বম্বে স্টক এক্সচেঞ্জে নথিভুক্ত কোম্পানিগুলির ২.২৬ লক্ষ কোটি টাকা উবে গিয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে উইপ্রো, আদানি, মারুতি, ইনফোসিস, টিসিএস, এয়ারটেল, এশিয়ান পেইন্টস, বাজাজ অটো, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, আইসিআইসিআই ব্যাঙ্ক, ইন্ডাসইন্ড ব্যাঙ্কের ওপরে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে। প্রসঙ্গত, এর আগে গত ৬ ডিসেম্বর একধাক্কায় বিনিয়োগকারীদের ২.২৮ লক্ষ কোটি টাকা বাজার থেকে উড়ে যায়। আন্তর্জাতিক বাজারের প্রভাব, টাকার দুর্বল অবস্থান ও দেশীয় বাজারে বিনিয়োগকারীদের অনাস্থা এতে বড় ভূমিকা পালন করেছিল বলে জানা গিয়েছিল।

লাইনে ত্রুটি, সেন্ট্রাল থেকে ময়দানে বন্ধ মেট্রো, ভোগান্তি যাত্রীদের

Image
ফের মেট্রো বিপত্তি। অফিস টাইমে মেট্রোয় বিপত্তি। শুক্রবার বিকেলে আচমকাই সেন্ট্রাল থেকে ময়দান স্টেশনের মধ্যে মেট্রো চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। বিশেষ করে অফিস ফেরত যাত্রীরা চরম নাজেহালের মুখে পড়েন। এ দিন সন্ধ্যা পৌনে সাতটা পর্যন্ত মেট্রো চলাচল স্বাভাবিক হয়নি বলে জানা গিয়েছে। সাড়ে পাঁচটা নাগাদ যাত্রীরা চাঁদনিচক, এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট স্টেশনে পৌঁছনোর পর জানতে পারেন মেট্রো চলছে না। সেন্ট্রাল থেকে ময়দান স্টেশনে মেট্রো পরিষেবা বন্ধ রয়েছে। কী কারণে বন্ধ রয়েছে,কখন মেট্রো চালু হবে, সে বিষয়ে কিছু খবর না মেলায় যাত্রীদের মধ্যে বিভ্রান্তি শুরু হয়। এ বিষয়ে মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রানী বন্দ্যোপাধ্যায় বলেন, "চাঁদনিচকের স্টেশন মাস্টার লাইনে সমস্যা হয়েছে বলে খবর দেন। লাইন মেরামতির জন্য মেট্রো চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।" মেট্রো সূত্রে খবর, বিকেল সাড়ে পাঁচটা থেকে ওই দুই স্টেশনের মধ্যে মেট্রো চলাচল বন্ধ থাকলেও, ওই সময়ে ময়দান থেকে কবি সুভাষ এবং সেন্ট্রাল থেকে নোয়াপাড়া মেট্রো চলাচল করেছে।

খুন করে স্বামীর দেহের পাশেই রাত কাটালেন, সকাল হতেই অফিস গেলেন স্ত্রী

Image
ধৃত অদিতি চক্রবর্তী। রাতভর পুলিশের জেরায় স্বামী প্রতুল চক্রবর্তীকে খুনের কথা স্বীকার করেন তিনি। গলায় শাড়ির ফাঁস দিয়ে প্রাক্তন স্বামীকে ভাড়াবাড়ির ঘরে খুন করে মৃতদেহের সঙ্গে রাত কাটালেন বছর চল্লিশের এক মহিলা। ভোরের আলো ফুটতেই চুপচাপ দরজা ভেজিয়ে তিনি সোজা চলে গেলেন নিজের বাড়িতে। এর পর স্নান-খাওয়াদাওয়া সেরে নিজের কর্মক্ষেত্র এয়ারপোর্টে চলে গেলেন। সারা দিন সেখানে কাজও করলেন। ঘুণাক্ষরেও কেউ টের পেলেন না যে, কয়েক ঘণ্টা আগেই তিনি নিজের স্বামীকে খুন করে এসেছেন! উত্তর ২৪ পরগনার পানিহাটিতে ৫২ বছরের প্রৌঢ় প্রতুল চক্রবর্তীর খুনের রহস্যের কিনারা করতে গিয়ে এই তথ্য তাজ্জব করে দিয়েছে পুলিশ কর্তাদের। বৃহস্পতিবার দুপুরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেহ উদ্ধার হয় প্রতুলের। মাত্র চার দিন আগেই পানিহাটি পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের শান্তিনগর এলাকায় শ্যামল মজুমদারের বাড়ির দোতলায় ঘর ভাড়া নেন প্রতুল। নিজেকে তিনি গুরুগ্রামের বাসিন্দা বলে পরিচয় দিয়েছিলেন। বাড়ি মালিককে জানিয়েছিলেন, একটি ওষুধ প্রস্তুতকারী সংস্থায় উঁচু পদে কাজ করেন তিনি । সোদপুরে ওই সংস্থার একটি শাখা অফিস খোলা হবে। তাই কিছু দিন পানিহাটিতেই থাকবেন। ব

বিয়ের অতিরিক্ত আবদারে প্রেমিকাকে খুন করল প্রমিক

Image
ভুবনেশ্বর: বিয়ে করতে চাওয়ায় প্রেমিকার মুণ্ডু কেটে হত্যা করার ঘটনায় চাঞ্চল্য ছড়াল ভুবনেশ্বরে৷ ঘটনায় অভিযুক্ত প্রমিককে গ্রেফতার করেছে পুলিশ৷ জানা গিয়েছে মৃতা সশমিতা বিসওয়ালের সঙ্গে দির্ঘদিন ধরে সম্পর্ক ছিল যুধিষ্ঠির সইন নামে এই অভিযুক্তের৷ প্রেমের সম্পর্ককে বিয়েতে পরিনত করতে চাইছিলেন সশমিতা৷ পুলিশ সুত্রে জানা যাচ্ছে বেশ কিছু দিন ধরে এই মহিলা তার প্রেমিককে বিয়ে করার জন্য চাপ দিচ্ছিলেন৷ তবে অভিযুক্ত যুধিষ্ঠির এই মুহুর্তে বিয়ে করতে চাইছিলেন না৷ প্রেমিকার বিয়ের জোরাজুরিতে তাকে হত্যা করার পরিকল্পনা করে প্রেমিক যুধিষ্ঠির সইন৷ সেই পরিকল্পনা অনুযায়ী প্রেমিকাকে নিয়ে মালিপাড়ার জঙ্গলে ঘুরতে যায় সে৷ সেখানেই মাথা কেটে তাকে হত্যা করে যুধিষ্ঠির৷   পরে জঙ্গল থেকে উদ্ধার হয় মুণ্ডু কাটা দেহ৷ ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত প্রেমিককে পুরীর সত্যাবাদি এলাকা থেকে গ্রেফতার করে৷ জেরায় প্রেমিকাকে খুন করার কথা স্বীকার করে অভিযুক্ত৷ এমনকি সে পুলিশকে জানায় বিয়ে করার জন্য চাপ সৃষ্টি করার জন্যই সে তার প্রেমিকাকে খুন করেছে৷ গত ১৩ই ডিসেম্বর থেকে এই মহিলা নিখোঁজ ছিল বলে জানা যাচ্ছে৷ তার পরিবারের সদস

কেমন হল শাহরুখের 'জিরো, চটপট দেখে নিন এই রিভিউ

Image
একজন মানুষের পরিচয় তাঁর চরিত্রের উপর নির্ভর করে, উচ্চতার উপর নয়। এই কথাটা আমার প্রতিদিনের বিভিন্ন কথোপকথনে শুনে থাকব। তবে এই বক্তব্যকেই একটু অন্যভাবে সিনেমার পর্দায় তুলে ধরেছেন পরিচালক আনন্দ এল রাই, তাঁর 'জিরো' ছবিতে। সিনেমার বামন অবতার বউয়া সিংয়ের চরিত্রে দেখা দিয়েছেন শাহরুখ। এখানে দেশের সবথেকে বড় সুপারস্টার বামন অবতারে অভিনয় করছেন এটাই সিনেমাপ্রেমীদের আলোচনার বিষয় হয়ে ওঠে। অবশেষে আজ শুক্রবার ২১ ডিসেম্বর মুক্তি পেয়েছে শাহরুখ-ক্যাটরিনা-অনুষ্কার 'জিরো'। কিন্তু কেমন হল ছবিটি? জিরো-র বিষয়বস্তু: ববিতা কুমারী (ক্যাটরিনা কাইফ) বাথটাবে ঝড় তোলার রূপোলি পর্দায় এই তারকা এবার পাবলিক অ্যাপিয়ারেন্সের জন্য বের হবেন। যেখানে ইতিমধ্যেই তিনি দেরি করে ফেলেছেন। চট জলদি তৈরি হওয়ার জন্য তিনি তাঁর ড্রেস ও মেকআপের জন্য জিজ্ঞাসা করতে থাকেন। সেই সময় টি-শার্ট ও বক্সার শর্টস পরে রয়েছেন। তারপর চুল মাথার সামনে নামিয়ে তাঁর মনে হয় তিনি যথেষ্ট ফর্সা তাঁর মেকআপের কী প্রয়োজন? এভাবেই ফিল্মি দুনিয়ার সুন্দরী হট নায়িকার চরিত্রে অভিনয় করেছেন ক্যাটরিনা। অন্যদিকে তারকা ববিতার অন্যতম বড় ভক্ত মিরাটের বাসিন্দা

নগ্ন ছবি দেখিয়ে টানা ৪ বছর ধরে গৃহবধূকে ধর্ষণ পুরকর্মীর!

Image
ঠান্ডা পানীয়ের সঙ্গে মাদক মিশিয়ে খাইয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল কৃষ্ণনগরের এক পুর কর্মচারীর বিরুদ্ধে। তারপর থেকে টানা ৪ বছর ধরে বার বার ওই গৃহবধূকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে নদীয়ার হাঁসখালী থানার গৌরনগর এলাকায়। বছর ২৭-এর ওই গৃহবধূর অভিযোগ, ৪ বছর আগে তাঁর স্বামী সৌদি আরবে কাঠের কাজের জন্য যান।  এরপর ২০১৬ সালের জুলাই মাস নাগাদ ছেলে অসুস্থ হয়েছিল। তখন চিকিৎসার জন্য কৃষ্ণনগরে ডাক্তার দেখাতে যান। সেখানে গিয়ে ছেলে ফের অসুস্থ হয়ে পড়লে স্বপন সাহা নামে বছর ৩৫-এর এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয়। নিজেকে কৃষ্ণনগর পরিসভার কর্মী বলে পরিচয় দেন ওই ব্যক্তি। অভিযোগ,সেইসময়ই সাহায্য করার অছিলায় ওই গৃহবধূকে তাঁর বাড়িতে ডাকে ওই ব্যক্তি। বাড়িতে যাওয়ার পর তাঁকে ঠান্ডা পানীয় খেতে দেওয়া হয়। যার সঙ্গে নেশার সামগ্রী মিশিয়ে দেওয়া হয়েছিল। পানীয় খেয়ে বেহুঁশ হয়ে যান ওই গৃহবধূ। তারপরই তাঁকে ধর্ষণ করে ওই ব্যক্তি। পাশাপাশি, গৃহবধূর বেশ কিছু নগ্ন ছবিও মোবাইলে তুলে রাখে অভিযুক্ত। এরপর থেকে ওই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে একাধিকবার ওই গৃহবধূ বিভিন্ন জায়গায় ডেকে পাঠাতে থাকে অভিযুক্ত।

সারা বিশ্বে দম্পতিদের যৌন ইচ্ছা কমে যাওয়ার মূলে রয়েছে এই কারণ!

Image
বিছানার আকর্ষণ কমে আসছে গোটা বিশ্ব জুড়েই। দাবি নানা সমীক্ষার। মনের সঙ্গে শরীর। এই দুইয়ের ঠিক মিলমিশই বিশ্বের যে কোনও সুস্থ ও স্বাভাবিক বিবাহিত সম্পর্কের বুনিয়াদ বলে মনে করা হয়। চিকিৎসকদের মতে, সুস্থ যৌনতা কেবল সম্পর্কের ভিতকে মজবুত করে এমনই নয়, মানসিক অবসাদ দূর করা, জীবনীশক্তি বাড়ানো ইত্যাদি নানা ইতিবাচক দিক রয়েছে এর।  কিন্তু সাম্প্রতিক গবেষণা বলছে, যৌন জীবনে নিরাসক্তি ও বিছানায় অনীহা বিশ্বের প্রায় সব দেশের দম্পতিদের মধ্যেই দেখা দিচ্ছে। আর তার মূলে রয়েছে স্মার্টফোন! মূল সমীক্ষাটি আমেরিকাকে কেন্দ্র করে হলেও এই সমীক্ষার সঙ্গে সহমত পোষণ করেছেন এ দেশের মনস্তত্ত্ববিদরাও। সম্প্রতি এক মার্কিন তথ্য-প্রযুক্তি সংস্থার গবেষণায় উঠে এল এমনই চমকপ্রদ তথ্য! লিভ ইন হোক বা বিবাহিত সম্পর্ক— সব ক্ষেত্রেই যৌন জীবনে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে বেডরুমেও স্মার্টফোনের হাতছানি। আর সোশ্যাল মিডিয়ার এই মোহপাশ কেটে সঙ্গীর দিকে মন দেওয়ার সময়ই থাকছে না কারও! এমনকি, সদ্য বিবাহিতরাও বাদ নন এই তালিকা থেকে। ফলে 'কোয়ালিটি টাইম'-এর হাহাকার বাড়ছে। তৈরি হচ্ছে নানা সামাজিক ও সাংসারিক জটিলতা। আমেরিকার বিভিন্ন প্রদেশ থেক

যে কোনও কম্পিউটারে চালানো যাবে নজরদারি, নয়া নির্দেশিকা স্বরাষ্ট্র মন্ত্রকের

Image
দেশের  যে কোনও প্রান্তে, যে কোনও সময়, যে কোনও কম্পিউটারে নজরদারি চালাতে পারবে ১০ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যে ১০টি তদন্তকারী সংস্থাকে এই নজরদারি চালানোর ক্ষমতা দেওয়া হল, তার মধ্যে আছে ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি) এবং রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং (র)। বৃহস্পতিবারই এই নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কেন্দ্রের এই সিদ্ধান্তকে বিপজ্জনক বলে টুইটারে প্রতিক্রিয়া জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কেন্দ্রীয় নজরদারির প্রতিবাদ করেছেন সিপিএম সাংসদ সীতারাম ইয়েচুরিও। আইবি এবং র ছাড়া আর যে কটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে এই ক্ষমতা দেওয়া হল, তার মধ্যে আছে নারকোটিকস কন্ট্রোল বোর্ড, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি), সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস, ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স, সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই), ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ),  দিল্লি কমিশনার অব পুলিশ এবং ডিরেক্টরেট অব সিগনাল ইন্টেলিজেন্স। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এই নির্দেশিকা জারি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব রাজীব গওবা। কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে যে কোনও

খুন ও ষড়যন্ত্রের পর্যাপ্ত প্রমাণ নেই, সোহরাবুদ্দিন হত্যা মামলায় বেকসুর খালাস ২২ অভিযুক্ত

Image
২০০৫ সালে সোহরাবুদ্দিন শেখ এবং তার সহযোগী তুলসীরাম প্রজাপতির এনকাউন্টারে মৃত্যুর ঘটনায় ২২ অভিযুক্তকে বেকসুর খালাস করল মুম্বই-এর আদালত। আদালত জানিয়েছে, সাক্ষীদের বয়ান এবং সিবিআইয়ের  পেশ করা তথ্যপ্রমাণের ভিত্তিতে এই ঘটনাকে 'ভুয়ো এনকাউন্টার' বলা যাচ্ছে না। এই ঘটনায় অভিযুক্তদের অধিকাংশই  ছিলেন গুজরাত এবং রাজস্থানের পুলিশ অফিসার। যে ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল, তাঁদের মধ্যে ছিলেন গুজরাত বিজেপির তৎকালীন নেতা এবং বিজেপির বর্তমান জাতীয় সভাপতি অমিত শাহ-ও। ২০০৫-এর নভেম্বরে গুজরাত পুলিশের এনকাউন্টারে মারা গিয়েছিল সোহরাবুদ্দিন শেখ। গুজরাত পুলিশের দাবি ছিল, সোহরাবুদ্দিনের সঙ্গে জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার যোগাযোগ ছিল এবং সে লিপ্ত ছিল গুজরাতের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার করার একটি ষড়যন্ত্রের সঙ্গে । যদিও সিবিআই তদন্তে সামনে আসে অন্য তথ্য। আদালতে পেশ করা বক্তব্যে সিবিআই জানিয়েছিল, ''হায়দরাবাদ থেকে মহারাষ্ট্রের সাংলি যাওয়ার পথে সোহরাবুদ্দিন ও তার স্ত্রী কওসর বাঈকে অপহরণ করে গুজরাত পুলিশ। চার দিন পর আমদাবাদে ভুয়ো এনকাউন্টারে সোহরাবুদ্দিনকে হত্যা করে গুজরাত পুলিশ। আ

পূর্ব সীমান্তে বাড়ছে চিনা কার্যকলাপ, সজাগ ভারতীয় বায়ুসেনা

Image
চিনা শক্তিকে প্রতিরোধ করতে এবার আরও তৎপর হচ্ছে ভারত। প্রতীকী ছবি। তিব্বত স্বশাসিত অঞ্চলের (টিবেট অটনমাস রিজিওন) বিস্তৃত এলাকা জুড়ে এবং লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল (এলএসি) ধরে চিনের পিপলস লিবারেশন আর্মি এয়ার ফোর্স (পিএলএএএফ), বায়ুসেনা, এবং এভিয়েশন পরিকাঠামো বাড়ানোর আকস্মিক তৎপরতা দেখে নড়েচড়ে বসেছে ভারতীয় বায়ুসেনা। এবং প্রাথমিক পদক্ষেপ হিসেবে ভারত-চিন পূর্ব সীমান্তে প্রতিবন্ধক বাড়ানোর পরিকল্পনা কার্যকর করছে তারা, যার মধ্যে রয়েছে আকাশ মিসাইল সিস্টেমের ছ'টি ইউনিটের নিয়োগ। বিতর্কিত এই সীমান্তে চিনুক ও অ্যাপাচে হেলিকপ্টারের একটি করে স্কোয়াড্রনও মোতায়েন করা হবে, তৎসহ রুশ এস-৪০০ মিসাইল সিস্টেম এবং নতুন রাফাল যুদ্ধবিমানের একটি স্কোয়াড্রন। চিনুক ও অ্যাপাচে হেলিকপ্টারগুলি সম্ভবত ২০২০ সালের মধ্যে এই এলাকায় মোতায়েন করা হবে, এবং এস-৪০০ মিসাইল সিস্টেম ও রাফাল যুদ্ধবিমান ২০২১ সালে মোতায়েন হবে বলে সূত্রের খবর। এছাড়াও এক বা একাধিক সুখোই সু- ৩০এমকেআই যুদ্ধবিমানের স্কোয়াড্রন নিয়োগ করা নিয়েও আলোচনা চলছে। ভারতীয় বায়ুসেনার এক উচ্চপদস্থ আধিকারিক ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, &qu

মুখ্যমন্ত্রীর কাজের স্বীকৃতি, স্কচ পুরস্কারে সেরা রাজ্যের তকমা পেল বাংলা

Image
উন্নয়নমূলক কাজের স্বীকৃতিতে আরও একটি নতুন পালক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। স্বীকৃত নামী স্কচ গ্রুপের নিরিখে ২০১৮ সালে দেশের সেরা রাজ্যের তকমা পেয়েছে বাংলা। স্কচ গ্রুপের রিপোর্টে বাংলার এক নম্বরের উপরেই রয়েছে মমতার ছবি। সেই অর্থে তাদের বিচারে দেশের সেরা মুখ্যমন্ত্রীও নাম মমতা বন্দ্যোপাধ্যায়ই। প্রতি বছরই কেন্দ্রশাসিত—সহ সব রাজ্যের উন্নয়ন সূচক, কর্মসূচি, প্রকল্প ছাড়াও সুশাসনের বিচার করে একটি তালিকা তৈরি করে ওই সংস্থা। প্রতিটি রাজ্য এই স্বীকৃতি বা সম্মানের দিকে তাকিয়ে থাকে। বলা ভাল, রাজ্যগুলির একটি র‌্যাঙ্কিং তৈরি হয়। সেই র‌্যাঙ্কিং তাদের রিপোর্টে পেশ করে স্কচ গ্রুপ। আগে প্রতি বছরই কোনও না কোনও প্রকল্পের জন্য স্কচ ফাউন্ডেশনের পুরস্কার পেয়েছে বাংলা। কন্যাশ্রী প্রকল্পের স্বীকৃতিও দেয় এই সংস্থা। তেমনই গতিধারা, মুক্তির আলো, বিদ্যুতের অ্যাপ সবক্ষেত্রেই উদ্ভাবনী কৃতিত্ব পেয়েছে বাংলা। শিক্ষাশ্রী, রূপশ্রী, সবুজসাথী, সমব্যথী বা ন্যায্য মূল্যের ওষুধের দোকান প্রকল্পকেও সম্মান জানানো হয়েছিল। এবার এই সব প্রকল্পেরই সম্মিলিত সম্মান পেল বাংলা। পাশাপাশি প্রশাসনে স্বচ্ছতা, গতি ও আইনের শাসন

বন্‌ধে ব্যবসার ক্ষতি, তাই এবার নয়া পদক্ষেপ ব্যবসায়ীদের

Image
২০১১ সালে ক্ষমতায় আসার পরই রাজ্যে বন্‌ধের সংস্কৃতি তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাতে সায় দিলেন সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীরা। এবার এক বামশাসিত রাজ্যও একই পথ অবলম্বন করল। তবে প্রশাসন নয়, বন্‌ধ রুখতে নয়া পদক্ষেপ গ্রহণ করল কেরলের ব্যবসায়ী সংগঠনগুলি। বন্‌ধের বিরুদ্ধে একজোট হয়েছেন সমস্ত ব্যবসায়ীরা। কেরলে বিভিন্ন সময় একাধিক রাজনৈতিক দলকে বন্‌ধের দাবিতে সোচ্চার হতে দেখা গিয়েছে। কখনও শবরীমালা ইস্যু কখনও আবার অন্য কোনও কারণে। এই বন্‌ধের ফলেই ব্যবসাতে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে কেরল ট্রাভেল মার্কেটের (কেটিএম) ব্যবসায়ীদের। তাদের দাবি বিগত দু'‌মাস ধরে রাজ্যব্যাপী বন্‌ধের জেরে ব্যবসা প্রায় বন্ধ হওয়ার জোগাড় হয়েছে। এহেন পরিস্থিতিতে তারা বন্‌ধ বিরোধী আন্দোলনে সামিল হওয়ার পরিকল্পনা নিয়েছেন। শুধু তাই নয়, কেরল ট্রাভেল মার্কেটের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে কোনও রাজনৈতিক দল যদি জোর করে দোকান–পসার বন্ধ রাখার নির্দেশ দেয় তাও তারা মানবে না। এই প্রসঙ্গে কেরল ট্রাভেল মার্কেটের প্রেসিডেন্ট বেবি ম্যাথিউ জানান, বিভিন্ন ট্রেড ইউনিয়নের ডাকা দীর্ঘ ৪৮ ঘণ্টার বন্‌ধ তাঁরা কোনওভাবেই সমর্

গলায় ফাঁসের দাগ; বাড়ির পাশের জঙ্গলে মিলল ক্লাস ফাইভের ছাত্রীর দেহ, তুলকালাম জামুরিয়া

Image
ক্লাস ফাইভের এক ছাত্রীর মৃতদেহ উদ্ধারকে ঘিরে তুলাকাম আসানসোলের জামুরিয়া। ছাত্রীর পরিবারের অভিযোগ ধর্ষণ করে গলায় ফাঁস দিয়ে খুন করা হয়েছে ওই শিশুকে। জামুরিয়ার বোগরাচটি নমো ধাওয়ার ঝোপ থেকে উদ্ধার হল ওই ছাত্রীর দেহ। শিশুটির গলায় ফাঁসের দাগ রয়েছে বলে অভিযোগ। ফলে পরিবার ও স্থানীয়দের দাবি, ধর্ষণ করে খুন করা হয়েছে শিশুটিকে। পরিবারের দাবি, বৃহস্পতিবার সন্ধেয় বাড়ি থেকে বের হয়ে আর ঘরে ফেরেনি। পরে তার দেহ পাওয়া যায় বাড়ির পাশের একটি ঝোপে। স্থানীয়দের অভিযোগ, দিনের পর দিন এলাকায় মদের ঠেক বসায় এলাকার দুষ্কৃতীরা। প্রশাসনকে বলেও কোনও কাজ হয়নি। এদিন ছাত্রীর দেহ তুলতে গেল পুলিসকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। পুলিসের গাড়ি ভাঙচুর করা হয়। কোনও ক্রমে দেহটি উদ্ধার করে তা ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায় পুলিস। ছাত্রীর বাড়ির লোকজন ও স্থানীয়দের সঙ্গে কথা বলে দুষ্কৃতীদের নাগাল পাওয়ার চেষ্টা করছে পুলিস। মেন করা হচ্ছে ওই ঘটনার সঙ্গে জড়িত এলাকার কিছু যুবক। তাদের সন্ধানে পুলিস ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় তল্লাসি শুরু করেছে।

রুমাল ধরিয়ে দিল 'খুনি' স্ত্রীকে! খড়দা খুনে চাঞ্চল্যকর মোড়

Image
খড়দায় গুরুগ্রামের বাসিন্দার রহস্যমৃত্যুতে নয়া মোড়। গ্রেফতার নিহত প্রতুল চক্রবর্তীর স্ত্রী অদিতি। একটি রুমালের সূত্র ধরে গ্রেফতার করা হল প্রতুল চক্রবর্তীর স্ত্রীকে। গতকাল খড়দার শান্তিনগরের খালপাড় থেকে উদ্ধার  হয় প্রতুলবাবুর দেহ। শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিসের। ঘটনাস্থল থেকে পাওয়া যায় মহিলাদের একটি রুমাল। উদ্ধার হওয়া সেই রুমালের সূত্র ধরেই ব্রেক থ্রু পুলিসের। কেষ্টপুর থেকে প্রতুল চক্রবর্তীর স্ত্রী অদিতিকে গ্রেফতার করে খড়দা থানার পুলিস। পুলিস জানিয়েছে, অদিতির দ্বিতীয় পক্ষের স্বামী প্রতুল চক্রবর্তী। দমদম এয়ারপোর্টের চাইল্ড কেয়ার অফিসার হিসেবে কর্মরত অদিতি। অদিতির আগের পক্ষের স্বামী ছিলেন দমদম এয়ারপোর্টের চাইল্ড কেয়ার অফিসার। স্বামীর মৃত্যুর পর সেই কম্পেনসেশন গ্রাউন্ডে সেই চাকরিটাই পান অদিতি। জানা গিয়েছে, ওই এলাকায় মাত্র ৪ দিন আগে ভাড়া এসেছিলেন প্রতুল চক্রবর্তী। নিজেকে কেষ্টপুর, ঘোলা সহ বিভিন্ন জায়গার হেল্থ সেন্টারের চিফ এগজিকিউটিভ অফিসার বলে পরিচয় দিয়েছিলেন। এমনকি বাড়িওয়ালা শ্যামল মজুমদারকেও চাকরি করে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। চারদিনের মধ্যে এমন ঘটনায়

ব্যক্তিগত কম্পিউটারের ওপরেও নজরদারি চালাবে দেশের ১০ গোয়েন্দা সংস্থা, নির্দেশিকা কেন্দ্রের

Image
এবার যে কোনও কম্পিউটার নজরদারি চালাতে পারবে দেশের ১০ গোয়েন্দা সংস্থা। এই মর্মে একটি নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রক এক নির্দেশিকায় জানিয়েছে দেশের যে কোনও কম্পিউটারের ওপরে নজরদারি, হস্তক্ষেপ করতে পারবে ১০ গোয়েন্দা সংস্থা। ওইসব কমপিউটারে কী ধরনের কাজ হচ্ছে তা নজর রাখতে গোয়েন্দা সংস্থাগুলি। কারা রয়েছে ওইসব গোয়েন্দা সংস্থার তালিকায়? নির্দেশিকায় জানানো হয়েছে, কম্পিউটারের ওপরে নজরদারি চালাতে পারবে আইবি, নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, সেন্ট্রাল বোর্ড অব ডাইরেক্ট ট্যাক্স, ডাইরেক্টরেট অব রেভিনিউ ইনটেলিজেন্স, সিবিআই, এনআইএ, র, ডাইরেক্টরেট অব সিগন্যাল ইন্টেলিজেন্স, দিল্লির পুলিস কমিশনার যে কারও কম্পিউটারের ওপরে নজরদারি চালাতে পারে। ওই নির্দেশিকা অনুযায়ী যে কোনও কম্পিউটারের মালিক বা সার্ভিস প্রোভাইডার তদন্তকারী সংস্থাকে তথ্য দিতে বাধ্য। তদন্তকারী সংস্থার সঙ্গে কোনও ধরনের অসহযোগিত করলে যে কোনও ব্যক্তির জরিমানা বা ৭ বছর পর্যন্ত জেল হতে পারে। এনিয়ে কেন্দ্রকে বিঁধেছেন সিপিএম জেনারেল সেক্রেটারি সীতারাম ইয়েচুরি। ত

কবে গড়াবে রথের চাকা? বিভ্রান্তি কাটল না রায়ের পরেও

Image
দিলীপ ঘোষ। আদালতের রায় জানার পর রথযাত্রার তারিখ নিয়ে দিনভর টানাপড়েন চলল বিজেপিতে। রাত পর্যন্ত বৈঠকের পর রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ''২২ তারিখ বীরভূম থেকে প্রথম রথের চাকা গড়াবে। ২৪ এবং ২৬ ডিসেম্বর যথাক্রমে কোচবিহার ও সাগর থেকে রথ বেরোবে।'' অন্য দিকে, রাজ্যের মন্ত্রী ও তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বললেন, ''রাজ্য জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করছেন, তাকে যারা ব্যাহত করার চেষ্টা করবে, শক্ত হাতে তাদের মোকাবিলা করাই আমাদের প্রধান লক্ষ্য।'' যদিও দিল্লিতে রথযাত্রা প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেন, ''বিরোধী দল আর মানবাধিকার কর্মীরা নীরব কেন? বিজেপি শাসিত রাজ্যে বিরোধী দলের কর্মসূচি এ ভাবে বাতিল করলে তো অঘোষিত জরুরি অবস্থা বলা হত!'' এ দিকে বৃহস্পতিবার আদালতের রায় শোনার পর কলকাতায় জাতীয় গ্রন্থাগারের প্রেক্ষাগৃহে বিজেপির সাংগঠনিক বৈঠক দ্রুত ঘুরে যায় রথযাত্রার আলোচনায়। রাজ্য সভাপতি দিলীপবাবু তত ক্ষণে চলে গিয়েছেন  উলুবেড়িয়ার সভায়। সেখান থেকেই তিনি বলেন, ''আদালতকে তিনটি তারিখ জানানো হয়েছিল—২২

ট্রাম্পের সঙ্গে ঝামেলা, পদত্যাগ করলেন মার্কিন প্রতিরক্ষা সচিব জেমস ম্যাটিস

Image
জেমস ম্যাটিস এবং ডোনাল্ড ট্রাম্প। সিরিয়া এবং আফগানিস্তান থেকে সেনা সরানো নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন প্রতিরক্ষা সচিব জেমস ম্যাটিস। বরাবরের মতো এই বারও প্রথমে টুইট করে ম্যাটিসের পদত্যাগের কথা জানান ট্রাম্পই। এর পরই নিজের পদত্যাগের চিঠি হোয়াইট হাউসে পাঠিয়ে দেন জেমস ম্যাটিস। মতের অমিল দীর্ঘ দিন ধরে চললেও তা চরমে ওঠে গত বুধবার। সবাইকে অন্ধকারে রেখে হঠাৎ করেই সিরিয়া থেকে মার্কিন সেনা সরানোর সিদ্ধান্ত ঘোষণা করে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, আইসিস-এর সঙ্গে যুদ্ধে জয় হয়েছে বলেও জানান তিনি। যদিও মার্কিন বিদেশ মন্ত্রক এবং প্রতিরক্ষা মন্ত্রকের পর্যবেক্ষণ ছিল, যুদ্ধ এখনও বাকি আছে। সিরিয়ার বিভিন্ন অংশে এখনও সক্রিয় বিভিন্ন জঙ্গি গোষ্ঠী। ট্রাম্প এই সিদ্ধান্ত নেওয়ার সময় শুধু নিজের প্রতিরক্ষা বা বিদেশ মন্ত্রকের পরামর্শ অগ্রাহ্য করেছেন, এমনটা নয়।  যে সব মিত্র দেশ সিরিয়া এবং আফগানিস্তানে মার্কিন সেনার সঙ্গে যৌথ ভাবে লড়াই চালাচ্ছে তাদেরকেও কিছু জানানো হয়নি বলে জানা যাচ্ছে মার্কিন সংবাদ মাধ্যম সূত্রে। প্রেসিডেন্ট ট্রাম্পের

ভুয়ো খবর পরিবেশনের জেরে চাকরি গেল পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকের

Image
সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন 'ভুয়ো খবর'-এর জেরে নানা বিতর্ক, বিবাদ এমনকি দাঙ্গা বাধার ঘটনাও ঘটেছে। সোশ্যাল মিডিয়ায় বা নেট দুনিয়ায় ভুয়ো খবর ঠেকাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে প্রশাসনিক কর্তাদের। ভুয়ো খবরের জেরে শুধু সাধারণ মানুষের মধ্যেই নয়, বিভ্রান্তি ছড়াচ্ছে একাধিক ছোট-বড় সংবাদ মাধ্যমেও। কিন্তু সরষের মধ্যেই যে 'ভূত' লুকিয়ে ছিল, তা বিশ্বাসই করতে পারছেন না ৭১ বছরের পুরনো বিখ্যাত ইউরোপীয় সংবাদ পত্রিকা 'ডের স্পিগেল'-এর কর্তারা। কারণ, পত্রিকার একজন নামী, পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক দিনের পর দিন রং চড়িয়ে, ভুয়ো তথ্য সমৃদ্ধ খবর পরিবেশন করে গিয়েছেন। তবে শেষমেশ ধরা পড়ে গিয়ে পত্রিকার সম্পাদকের চাকরিটা খোয়াতে হয়েছে তাঁকে। বিবিসি সূত্রে খবর, জার্মান সংবাদ পত্রিকা 'ডের স্পিগেল'-এর বহু প্রশংসিত, একাধিক পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক ক্লাস রেলুৎসিয়াস বিগত ৭ বছর ধরে একাধিক ভুয়ো খবর পরিবেশন করে গিয়েছেন। ফ্রিলান্সার হিসেবে ২০১১ সালে তিনি 'ডের স্পিগেল'-এ যোগ দিয়েছিলেন। বছর দেড়েক আগে তাঁকে সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। তবে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমানিত হওয়ায় 'ডের স্পিগেল

পরকীয়ায় বাধা, স্ত্রীর গায়ে অ্যাসিড ঢেলে পুড়িয়ে দিল স্বামী ও তার প্রেমিকা

Image
পরকীয়ায় বাধা। স্ত্রীর গায়ে অ্যাসিড ঢেলে পুড়িয়ে মারার অভিযোগ উঠল বারুইপুরে। আশঙ্কাজনক অবস্থায় এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন আক্রান্ত মহিলা। শরীরের নব্বই শতাংশই পুড়ে গিয়েছে আনজুরা হালদার নামে ওই মহিলার। বৃহস্পতিবার রাতে ওই ঘটনা ঘটে বারুইপুরে। স্থানীয় ও পুলিস সূত্রে জানা যাচ্ছে গতকাল রাতে অভিযুক্ত খালেক হালদার তার স্ত্রীকে নিয়ে এক মহিলার বাড়িতে নিয়ে যায়। অভিযোগ, ওই মহিলার সঙ্গে খালের অবৈধ সম্পর্ক রয়েছে। এনিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়াঝাঁটি লেগেই থাকতো ক্যানিংয়ের জীবনতলার বাসিন্দা আনজুরা ও খালেকের। আনজুরা ও তার দিদির অভিযোগ, বৃহস্পতিবার এদিন রাতে খাওয়াদাওয়ার পর সবাই শুতে চলে যান। শেষরাতে আনজুরার কাছ থেকে তার সন্তানকে সরিয়ে নিয়ে তার গায়ে অ্যাসিড ঢেলে দেওয়া হয়। আহত আনজুরাকে সঙ্গে সঙ্গে নিকটবর্তি একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে ক্যানিং হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার বার্ণ অ্যান ইনজুরি ওয়ার্ডে ভর্তি রয়েছেন আনজুরা। চিকিত্সকরা জানিয়েছেন, আনজুরার দেহের নব্বই শতাংশই পুড়ে গিয়েছে। আক্রান্ত আনজুরা সংবাদমাধ্যমে জানিয়েছেন, স্বামী সঙ্গে এক মহিলার অবৈধ সম্পর্ক রয়েছে। গতকাল রাতে

পোর্ট করার নিয়ম ঢেলে সাজালো ট্রাই

Image
সম্প্রতি মোবাইল নম্বর পোর্ট করার নিয়ম ঢেলে সাজিয়েছে টেলিকম রেগুলেটারি অথোরিটি অফ ইন্ডিয়া। নতুন নিয়মে আরও দ্রুত পছন্দের নেটওয়ার্ক বদল করতে পারবেন গ্রাহকরা। এছাড়াও পোর্ট করতে ব্যার্থ হলে জরিমানা থাকছে অপারেটারের জন্য। এক নজরে মোবাইল নম্বর পোর্টিবিলিটির সব নতুন নিয়ম দেখে নেওয়া যাক। নতুন নিয়মে একই সার্কেলের মধ্যে নম্বর পোর্ট করলে দুই দিনের মধ্যে পোর্ট শেষে করতে হবে। সার্কেল বদল করলে পোর্ট করার জন্য চার দিন সময় পাবে টেলিকম অপারেটাররা। পোর্ট করার অনুরোধ গ্রহনের পরে তা প্রত্যাখ্যান করলে ১০,০০০ টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে টেলিকম অপারেটারকে। এছাড়াও পোর্ট করার সময় গ্রাহককে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করলে ৫,০০০ টাকা পর্যন্ত জরিমানা হবে। পোর্টের অনুরোধ শুরু করার আগে নিজের ফোনে পোর্ট নম্বর জেনারেট করতে হয়। আগে পোর্ট নম্বর জেনারেশানের পরে তা ১৫ দিন ভ্যালিড থাকত। এখন পোর্ট নম্বর মাত্র চার দিন ভ্যালিড থাকবে। অর্থাৎ পোর্ট নম্বর পাওয়ার চার দিনের মধ্যে পোর্ট করার প্রক্রিয়া শুরু করতে হবে। চার দিনের বেশি সময় কেটে গেলে এই নম্বর আর কাজ করবে না। পোর্টিং প্রক্রিয়া শুরুর পরে একই সার্কেলে পোর্ট করলে দুই দিনের মধ্

২ লক্ষ টাকা পর্যন্ত কৃষিঋণ মকুবের ঘোষণা রাজস্থান সরকারের

Image
জয়পুর: রাজস্থানের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার দু'দিন পরেই ২ লক্ষ টাকা পর্যন্ত কৃষিঋণ মকুব করার কথা ঘোষণা করলেন অশোক গহলৌত। তিনি জানিয়েছেন, সমবায় ব্যাঙ্ক থেকে নেওয়া স্বল্পমেয়াদী ঋণ এবং অন্যান্য ব্যাঙ্ক থেকে নেওয়া ঋণ মকুব করে দেওয়া হচ্ছে। এর ফলে রাজস্থান সরকারের ব্যয় হচ্ছে ১৮ হাজার কোটি টাকা। সম্প্রতি অনুষ্ঠিত হওয়া বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছিল, ক্ষমতায় এলে কৃষিঋণ মকুব করে দেওয়া হবে। কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী বলেছিলেন, সরকার গড়ার ১০ দিনের মধ্যে কৃষিঋণ মকুব করে দেওয়া হবে। সেই ঘোষণা অনুযায়ীই ব্যবস্থা নেওয়া হচ্ছে। গহলৌত সাংবাদিকদের জানিয়েছেন, যে কৃষকরা ৩০ নভেম্বরের মধ্যে ঋণ নিয়েছেন, তাঁরাই এই সুবিধা পাবেন।

ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির নামে দেশজুড়ে ২ হাজার কোটি টাকার প্রতারণা

Image
কলকাতা: মেডিক্যাল­ এবং ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি করিয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করার অভিযোগে এ বছরেরই মাঝামাঝি সময় কয়েকজনকে গ্রেপ্তার করেছিল বিধাননগর পুলিস। তখনই জানা যায়, এই চক্রের জাল শুধু এ'রাজ্যে নয়। ছড়িয়ে রয়েছে একাধিক ভিন রাজ্যেও। তদন্তে নেমে ভিন রাজ্য থেকেও কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিস। পরে গুরুত্ব বুঝে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) পিএমএলএ অ্যাক্টে (বেআইনিভাবে আর্থিক লেনদেন করা) এই মামলার তদন্ত শুরু করেছিল। সেই মামলাতেই বৃহস্পতিবার ব্যাঙ্কশালের নগর দায়রা আদালতে চার্জশিট জমা দেয় ওই তদন্তকারী সংস্থা। সেখানেই জানানো হয়েছে, অভিযুক্ত সংস্থা পড়ুয়াদের সঙ্গে প্রতারণা করে প্রায় দু'হাজার কোটি টাকা তুলেছিল গত কয়েক বছরে। ইডি'র আইনজীবী অভিজিৎ ভদ্র বলেন, এই মামলায় এদিন চার্জশিট জমা দেওয়া হয়েছে। তাতে সাতজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। ইডি সূত্রের দাবি, যে সাতজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তাদের মধ্যে একজন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ম্যানেজার। তবে তদন্ত এখনও শেষ হয়নি, চলছে। সেক্ষেত্রে পরবর্তী পর্যায়ে এই মামলাতে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়

দু'মাসে IS জঙ্গিরা সিরিয়াতে খুন করেছে ৭০০ বন্দিকে!

Image
গত দু'মাসে অন্তত ৭০০ জন পূর্ব সিরিয়ায় বন্দিকে খুন করেছে ইসলামিক স্টেট জঙ্গিরা। বুধবার সিরিয়ার মানবাধিকার নজরদারি সংগঠন অন্তত এমনই রিপোর্ট পেশ করেছে। ইউকের একটি যুদ্ধ নজরদারি গোষ্ঠী জানিয়েছে, ইরাকের সীমান্ত সংলগ্ন এলাকায় আই এস জঙ্গিদের অধীনে রয়েছে প্রায় ১৩৫০ সাধারণ মানুষ এবং যোদ্ধা। পূর্ব সিরিয়ার ইউফ্রেটিস নদীর তীরে যেখানে ঘাঁটি গেড়েছিল, সেখানে মার্কিন সেনারা ইতোমধ্যেই ঢুকতে পেরেছে। সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্স কুর্দিশ ওয়াইপিজিদের সঙ্গে মিলে ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে কয়েক মাস ধরে। তাঁদের সহযোগিতা করছে ইউ এস স্পেশ্যাল ফোর্স ও এয়ার পাওয়ার।

আজ থেকে ৫ দিন বন্ধ ব্যাঙ্ক, শুধু সোমবার খোলা

Image
দিল্লি : ধর্মঘট ও ছুটির জাঁতাকলে আগামী পাঁচদিন দেশে ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ থাকবে। প্রভাবিত হতে পারে ATM পরিষেবাও। এর জেরে চরম ভোগান্তির আশঙ্কা করছে সাধারণ মানুষ সহ শিল্পমহল। ভোগান্তির আশঙ্কায় গতকাল দেশের অনেক মেট্রো শহরের পাশাপাশি ছোটো শহরগুলিতেও ATM কাউন্টারগুলির সামনে দীর্ঘ লাইন চোখে পড়েছে। আজ ২১ সেপ্টেম্বর ধর্মঘটের ডাক দিয়েছে AIBOC (অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসারস কনফেডারেশন)। ব্যাঙ্ক আধিকারিকদের বেতন সংক্রান্ত দাবিদাওয়া নিয়ে AIBOC এই ধর্মঘটের ডাক দিয়েছে। AIBOC-র অ্যাসিস্ট্যান্ট জেনেরাল সেক্রেটারি সজল দাস বলেন, "বেতন সংস্কার নিয়ে আমরা সরকারের কাছে একাধিকবার দাবি জানিয়েছি কিন্তু গত ১৯ মাসে সরকারের তরফে এবিষয়ে কোনও উদ্যোগ নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে আমরা ২১ ডিসেম্বর ধর্মঘটে যাচ্ছি।" উল্লেখ্য, AIBOC-র এই ধর্মঘটে দেশের প্রায় ৩ লক্ষ ২০ হাজার ব্যাঙ্ক আধিকারিক যোগ দেবেন। ২১ ডিসেম্বরের ধর্মঘটের পরদিন ২২ ডিসেম্বর চতুর্থ শনিবার ও ২৩ ডিসেম্বর রবিবার হওয়ায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। তবে ২৪ ডিসেম্বর, সোমবার ব্যাঙ্ক খোলা থাকবে। ২৫ ডিসেম্বর বড়দিনের ছুটিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২৬ ডিসেম্বর, বুধবার ধর্ম

তথ্য দিলেও ওরা পড়েনি: ফেসবুক

Image
তথ্য-চুরির অভিযোগের ব্যাখ্যা দিল ফেসবুক। এ দিন একটি ব্লগে তারা দাবি করল, স্পটিফাই, নেটফ্লিক্স, দ্য রয়্যাল ব্যাঙ্ক অব কানাডা-র মতো বেশ কিছু সংস্থাকে তারা ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য দেখার অনুমতি দিয়েছিল। কিন্তু ওই সংস্থাগুলি তথ্য-চুরি করেনি! মঙ্গলবার একটি প্রথম সারির মার্কিন দৈনিকে দাবি করা হয়েছিল, ব্যক্তিগত মেসেজ ও যোগাযোগের তালিকাও মাইক্রোসফট, অ্যামাজ়ন, নেটফ্লিক্সের মতো ১৫০টিরও বেশি সংস্থাকে অকাতরে বিলিয়েছে ফেসবুক। আজ সেই অভিযোগের ব্যাখ্যা দিতে গিয়ে ফেসবুক জানিয়েছে, উল্লিখিত সংস্থাগুলিকে তারা ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য পড়া, তাদের মেসেজ করা কিংবা ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য মুছে ফেলার ক্ষমতাও দিয়েছিল। সবটাই তারা করেছিল ব্যবহারকারীদের স্বার্থে। যাতে তৃতীয় পক্ষের (সংশ্লিষ্ট সংস্থা) মাধ্যমে ব্যবহারকারীদের সঙ্গে ফেসবুকের সম্পর্ক ভাল হয়। যদিও ওই ব্লগে দাবি করা হয়েছে— ''কোনও তৃতীয় পক্ষ আপনার ব্যক্তিগত মেসেজ পড়েনি। অনুমতি ছাড়া কাউকে কোনও মেসেজও করেনি।'' অর্থাৎ কি না, ফেসবুকের দাবি অনুযায়ী, ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষকে দেওয়া হয়েছিল। কিন্তু

ভোটে চোখ রেখে তড়িঘড়ি ব্যাঙ্কে ৪১ হাজার কোটি

Image
দরজায় লোকসভা ভোট। তাই ছোট-মাঝারি শিল্পের ক্ষোভে জল ঢালতে উঠেপড়ে লেগেছে কেন্দ্র। আর সেই লক্ষ্যে তড়িঘড়ি মাঠে নেমেছে দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে ৪১ হাজার কোটি টাকার নতুন পুঁজি জোগাতে। যাতে নগদের অভাবে জেরবার ছোট ও মাঝারি সংস্থাগুলির জন্য দ্রুত ঋণের বন্দোবস্ত করা যায়। নোটবন্দি থেকে তাড়াহুড়ো করে জিএসটি চালু— গত সাড়ে চার বছরে মোদী সরকারের এই সমস্ত পদক্ষেপের ধাক্কায় সব থেকে বেশি ভুগতে হয়েছে যাদের। সম্প্রতি আর্থিক বিষয়ক সচিব সুভাষ চন্দ্র গর্গ জানিয়েছেন, তাঁরা রিজার্ভ ব্যাঙ্কের কাছে অন্তর্বর্তীকালীন ডিভিডেন্ডের দাবি জানাবে। সংশ্লিষ্ট মহলের ইঙ্গিত, ভোটের আগে এই তহবিল জোগাড়ের লক্ষ্যেই কোষাগারে আরও অর্থ পেতে মরিয়া সরকার। যাতে সামাজিক প্রকল্পগুলির খরচে হাত দিতে না হয়। অনুৎপাদক সম্পদের বোঝা আর্থিক স্বাস্থ্যে কামড় বসানোর পরে ১১টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের নতুন ঋণ দেওয়ার উপর বিধিনিষেধ (প্রম্পট করেকটিভ অ্যাকশন বা পিসিএ) জারি করেছিল রিজার্ভ ব্যাঙ্ক। কেন্দ্র বার বার সেই বিধিনিষেধের শর্ত আলগা করার দাবি জানালেও লাভ হয়নি। উর্জিত পটেল গভর্নর থাকাকালীন রিজার্ভ ব্যাঙ্কের সঙ্গে সরকারের সম্পর্ক তেতো হও

‌টাইম ম্যাগাজিনে প্রভাবশালীর তালিকায় তিন ভারতীয় বংশোদ্ভূত

Image
টাইম ম্যাগাজিনের প্রকাশিত ২৫ জন প্রভাবশালী কিশোর কিশোরীর তালিকায় উঠল তিন ভারতীয় বংশোদ্ভূতের নাম। সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রভাব বিস্তার করা ২৫ জন কিশোর কিশোরীর মধ্যে স্থান পেয়েছে মার্কিন বংশোদ্ভূত দুই ভারতীয় কাব্যা কোপ্পারাপু, ঋষভ জৈন এবং ব্রিটিশ বংশোদ্ভূত ভারতীয় অমিকা জর্জ। আমেরিকার ওরেগনের বাসিন্দা, অষ্টম শ্রেণির ছাত্র ঋষভ একটি অ্যালগোরিদ্‌ম বা সফ্‌টওয়্যার টুল তৈরি করেছে যা দিয়ে প্যানক্রিয়াটিক ক্যান্সার ঠিক করা সম্ভব। সদ্য হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পা রাখা ১৮ বছরের কাব্যা একটা কম্পিউটার সিস্টেম তৈরি করেছে, যা ক্যান্সার রোগীদের মস্তিষ্কের টিস্যুর স্লাইড স্ক্যান করে তার রং, বর্ণ, আণুবিক গঠন পরীক্ষা করে অন্য রোগীর থেকে ওই রোগীর রোগকে পৃথক করতে পারে। ব্রেন ক্যান্সারের মতো একটি রোগ ধরতে এই সিস্টেম কার্যকরী হতে পারে বলে মনে করছেন। ১৯ বছরের অমিকা শ্রেণিভিত্তিক দারিদ্র মোচনে নীতিজ্ঞদের মত পরিবর্তনের উদ্দেশ্যে কাজ করছেন। যে সব গরিব মেয়েরা স্যানিটারি ন্যাপকিন কিনতে পারেন না, সেগুলি বিলি করতে অর্থ জোগারের কাজ করেন অমিকা।

‘‌নিজের দোষেই পাক জেলে ছিলাম’‌, বললেন ফিরে আসা ইঞ্জিনিয়ার

Image
'‌কাউকে দোষ দেওয়ার নেই। ভুলটা আমার নিজেরই ছিল। আর তার মূল্য আমি চুকিয়েছি। আমার উদ্দেশ্য সৎ থাকলেও পদক্ষেপ ভুল ছিল।' এমনটাই বললেন পাকিস্তানের জেল থেকে মুক্তি মঙ্গলবারই দেশে ফেরা ইঞ্জিনিয়ার হামিদ নেহাল আনসারি। মঙ্গলবার বিকেলে আট্টারি–ওয়াঘা সীমান্তে ছেলেকে নিতে হামিদের বাবা, মা ছাড়া এবং পরিবারের অন্যরা ছাড়া উপস্থিত ছিলেন ভারতীয় পুলিস, সেনা এবং স্বেচ্ছাসেবী কর্মীরা। নিজের ঘরে ফিরে হামিদ সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, '‌দেশে ফেরা আমার কাছে অ্যাড্রিনালিন রাশ। আমি নিজের ঘরে, নিজের লোকদের মাঝে, নিজের দেশে রয়েছি। ফিরে আসার পর এত ভালোবাসা পাব ভাবতে পারিনি। দুই সীমান্তেই যে কয়েক হাজার মানুষ আমাকে সাহায্য করেছেন, তাঁদের সবার কাছে আমি কৃতজ্ঞ। '‌ দুই দেশের প্রশাসন এবং সেনাবাহিনী ছাড়া সংবাদমাধ্যমের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করে হামিদ বলেছেন, পাকিস্তানে তাঁর মতো একজন অপরিচিতের স্বর এবং দাবিকে সবার কাছে পৌঁছতে নিরলস সাহায্য করেছেন সাংবাদিকরা। তাঁর দেশে ফেরার পুরো প্রক্রিয়ার জন্য বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন হামিদ এবং তাঁর পরিবার। হামিদ বাড়ি ফেরার পর সুষমা তাঁর সঙ্গে দ

রাজ্যে ৬৫টি নতুন ইংরাজি মাধ্যম স্কুল চালু করবে সরকার

Image
রাজ্যে চালু হতে চলেছে ৬৫টি ইংরেজি মাধ্যম স্কুল। সেগুলি সবকটিই হবে সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে। আগামী শিক্ষাবর্ষ থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর। সেখানে প্রাক–প্রাথমিক স্তরের জন্য নতুন করে তৈরি হবে এই স্কুলগুলি। আর উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতেই চালু হবে এই পঠনপাঠন। ২০১৯ সালের জানুয়ারি মাস থেকেই তা চালু করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর, নতুন বছরের প্রথম মাস থেকেই সরকারি ইংরেজি মাধ্যম স্কুল চালু হলেও সেখানে থাকবে বাংলা মাধ্যমও। যাতে ছাত্রছাত্রীরা সিদ্ধান্ত নিতে পারে তারা কোন ভাষায় পড়াশোনা করবে। অভিভাবকরাও  সিদ্ধান্ত নিতে পারবেন কোন ভাষায় পঠনপাঠন করবে তাঁদের ছেলেমেয়েরা। সরকারি ইংরেজি মাধ্যম স্কুল না থাকায় অনেকেই বেসরকারি স্কুলে চলে যায়। ফলে মেধাবী এবং ভাল পরিবারের ছেলেমেয়েরা সরকারি স্কুলে আসছে না। সব মিলিয়ে নতুন পথ খুলে যেতে চলেছে ছাত্রছাত্রীদের সামনে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর ইংরেজি মাধ্যমে পড়াশোনা করা শিক্ষক নিয়োগ করা হবে বলেও খবর।