২ লক্ষ টাকা পর্যন্ত কৃষিঋণ মকুবের ঘোষণা রাজস্থান সরকারের


জয়পুর: রাজস্থানের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার দু'দিন পরেই ২ লক্ষ টাকা পর্যন্ত কৃষিঋণ মকুব করার কথা ঘোষণা করলেন অশোক গহলৌত। তিনি জানিয়েছেন, সমবায় ব্যাঙ্ক থেকে নেওয়া স্বল্পমেয়াদী ঋণ এবং অন্যান্য ব্যাঙ্ক থেকে নেওয়া ঋণ মকুব করে দেওয়া হচ্ছে। এর ফলে রাজস্থান সরকারের ব্যয় হচ্ছে ১৮ হাজার কোটি টাকা।

সম্প্রতি অনুষ্ঠিত হওয়া বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছিল, ক্ষমতায় এলে কৃষিঋণ মকুব করে দেওয়া হবে। কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী বলেছিলেন, সরকার গড়ার ১০ দিনের মধ্যে কৃষিঋণ মকুব করে দেওয়া হবে। সেই ঘোষণা অনুযায়ীই ব্যবস্থা নেওয়া হচ্ছে। গহলৌত সাংবাদিকদের জানিয়েছেন, যে কৃষকরা ৩০ নভেম্বরের মধ্যে ঋণ নিয়েছেন, তাঁরাই এই সুবিধা পাবেন।