Posts

Showing posts from March 3, 2019

চাকরির দাবিতে আন্দোলনরত এসএসসি প্রার্থীদের সঙ্গে দেখা করলেন শিক্ষামন্ত্রী

Image
চাকরিতে স্থায়ীকরণের দাবিতে অনশনরত প্রার্থীদের সঙ্গে দেখা করে আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শনিবার সন্ধেবেলা মেয়ো রোড, যেখানে বৃহস্পতিবার থেকে অনশন করছেন এসএসসি প্রার্থীরা, সেখানে গিয়ে দেখা করেন তিনি। তাঁকে সামনে পেয়ে প্রার্থীরা রীতিমতো পায়ে পড়ে নিজেদের অসহায়তার কথা জানাতে থাকেন। তাঁদের কথা শুনে শিক্ষামন্ত্রী মঙ্গলবার তাঁদের দেখা করতে বলেন। সেইসঙ্গে অনশন প্রত্যাহার করার আবেদনও জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। ২০১৬ সালে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা থেকে জটের সূত্রপাত। একাধিক দাবি তুলে হাই কোর্টে মামলা করেন পরীক্ষার্থীদের একাংশ। যার জেরে আটকে যায় ফলপ্রকাশ। ২০১৮ সালেও তা প্রকাশিত হয়নি। তবে তার মধ্যেই পুরনো প্যানেল থেকে ১ লক্ষ ২৮ হাজার শিক্ষক নিয়োগ করা হয়েছে প্রাথমিক এবং মাধ্যমিক স্তরে। তা সত্ত্বেও অনেকের চাকরি স্থায়ী হয়নি। কেউ চাকরির নিয়োগপত্র পেলেও, চাকরির জায়গা ঠিক হয়নি। ফলে তাঁরা চরম অনিশ্চয়তায়। এঁরাই চাকরির নিশ্চয়তার দাবি তুলে বৃহস্পতিবার থেকে মেয়ো রোডে অনশনে বসেছেন। শনিবার সকালে অসুস্থ হয়ে পড়েন তাঁদের মধ্যে কয়েকজন। সন্ধেবেলা সেখানে আন্দোলনকারীদের সঙ্গে দেখা করেন পার্থ

ভিনধর্মের যুবকের সঙ্গে প্রেম, ধর্মান্তকরণের চোখরাঙানি এড়িয়ে বিয়ে দৃষ্টিহীন তরুণীর

Image
বিধাননগর:  ছোটবেলায় ব্লাইন্ড স্কুলে পড়াশোনার সময় আঙুলে আঙুল ঠেকে যেত। কৈশোরে সেই স্পর্শ তরঙ্গ তুলেছিল। যৌবনে দুই মন জোড়া লাগে। নিজের পায়ে দাঁড়ানোর অপেক্ষা ছিল। সে লক্ষ্য সম্পূর্ণ হতেই রেজিস্ট্রি অফিসে গিয়ে আনুষ্ঠানিক বিয়েটা সেরে ফেলেন দু'জনে। কোনওদিন মনেই হয়নি তাঁরা দু'জনে দুটো ভিন্ন ধর্মের মানুষ। দুই পরিবার একজোট হয়ে দু'জনের বিরুদ্ধে পাঁচিল তুলে দেওয়ার আগে পর্যন্ত ধর্মের কড়া অনুশাসন টের পেলেন দু'জনে। এক বাড়ি সটান বিয়েটাকেই নাকচ করে দিল। আর অপর বাড়ির অভিভাবকরা আরও একধাপ এগিয়ে ধর্মান্তকরণের দাবি তুললেন। এখন এই যুগল যান কোথায়? ঘটনাটি অভিজাত উপনগরী বিধাননগরের। চলতি সপ্তাহেই বিধাননগর কমিশনারেটের একটি থানায় এই সংক্রান্ত অভিযোগ দায়ের করেছেন এই যুগল। এখন তাঁরা অবশ্য স্রেফ যুগল নন। পরিবার-আত্মীয়স্বজন-অনাত্মীয়-শুভাকাঙ্ক্ষী সকলের চোখরাঙানি অগ্রাহ্য করে স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্টে বিয়ে করেছেন। তাঁদের চেনা সমাজের কাছে না হোক, আইনের চোখে তাঁরা এখন স্বামী-স্ত্রী। আইনের এক রক্ষকই এই দম্পতির পাশে দাঁড়িয়ে সাহস জুগিয়েছেন। তাঁদের পরিবারকে আইনের অনুশাসন মনে করিয়ে দিয়ে হ

‘বিমানহানা নিয়ে বিরোধীরা যা বলছে তাতে তালি বাজছে পাকিস্তানে’

Image
পাক অধিকৃত কাশ্মীরের বালাকোটে বিমান হানা নিয়ে বিরোধীদের সন্দেহের কড়া জবাব দিলেন প্রধানমন্ত্রী মোদী। রবিবার পাটনার সভা থেকে তিনি বলেন, দেশের বীর জওয়ানদের মৃত্যুতে এখন আর বসে নেই সরকার। ইঞ্চিতে ইঞ্চিতে বদলা নিচ্ছে। আর এইসময় বিরোধীরা তাদের ত্যাগকে সন্দেহের চোখে দেখছে। তাদের অপমান করছে। পাকিস্তানে বিমান হানার পর দেশের বেশকিছু বিরোধী নেতা বালাকোটের ভারতের প্রত্যাঘাতের প্রমাণ চেয়ে বসেছেন। শনিবারই কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং বলেছেন, বালাকোটে যদি বায়ুসেনা হামলা করে থাকে তাহলে তার প্রমাণ দিক কেন্দ্র। লাদেনকে হত্যা করার পর দুনিয়ার সামনে প্রমাণ হাজির করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় জানতে চেয়েছেন বালাকোটে কত জঙ্গির মৃত্যু হয়েছে তা জানতে চাই। দেশের অনেক নেতাই প্রায় একই ধরনের কথা বলছেন। পাটনার সভায় প্রধানমন্ত্রী বলেন, আপনারা সবাই সাক্ষী দেশের বীর জওয়ানারা দেশের ভেতরে ও বাইরে সন্ত্রাসবাদীদের ওপরে আঘাত হানছে। এরকম এক অবস্থায় দেশের ভেতরেই কিছু লোক তাদের সাহস বাড়ানোর পরিবর্তে এমনসব মন্তব্য করছেন যাতে শত্রুরা খুশি হচ্ছে। পাকিস্তানের টিভিতে সেসব দেখানো হচ্ছে। পাকিস্

ওরা আমাকে খতম করতে চায়, আমি শেষ করতে চাই সন্ত্রাসবাদকে, বিহারে বিরোধীদের একহাত নিলেন মোদী

Image
সদা সতর্ক চৌকিদার। দেশের অভ্যন্তরে এবং বাইরেও। রবিবার, বিহারের গান্ধী ময়দানে সঙ্কল্প জনসভায় এ ভাবেই নিজেকে তুলে ধরলেন নরেন্দ্র মোদী। গত ৪ বছরে প্রধানমন্ত্রী মোদী তাঁর চৌকিদারি কতটা সাফল্যের সঙ্গে করছেন, তার পুঙ্খানুপঙ্খ খতিয়ানও তুলে ধরলেন তিনি। কৃষক সমস্যা, বেকারত্ব থেকে দেশের নিরাপত্তা, প্রায় ৩৬০ ডিগ্রি বৃত্তে ছিল তাঁর নজরদারি। বিরোধীরা যতই তাঁর বিরুদ্ধে 'কুত্সা' ছড়াক, তিনি জানেন জবাব কীভাবে দিতে হয়। এ দিন এই প্রথম এক দশক পর এক মঞ্চে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নীতীশের হাতে কীভাবে 'নতুন বিহার' তৈরি হচ্ছে তার প্রশংসা শোনা গেল মোদীর গলায়। তিনি বলেন, নীতীশ কুমারই একমাত্র বোঝেন কংগ্রেস সরকারের বঞ্চনা। অটল বিহারী বাজপেয়ী সরকারে রেলমন্ত্রী থাকাকালীন নীতীশের কর্মকাণ্ডের ঢালাও প্রশংসা করেন মোদী। পাশাপাশি, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদের নাম না করে পশুকেলেঙ্কারির প্রসঙ্গ তুলে কটাক্ষও করেন তিনি। এ দিনও নরেন্দ্র মোদী তাঁর রাজনৈতিক জনসভায় প্রথম থেকে শেষ পর্যন্ত সেনার কৃতিত্বকে ঢাল করে বক্তৃতা রাখেন। বিরোধীদের এক হাত নেন। তিনি অভিয

তৃতীয় দিনে সমাপ্ত হান্দওয়ারায় সেনা-জঙ্গিদের সংঘর্ষ! ২ জঙ্গি ৫ নিরাপত্তাকর্মীর মৃত্যু

Image
তৃতীয় দিনে গিয়ে সমাপ্ত হল হান্দওয়ারায় সেনা-জঙ্গিদের সংঘর্ষ। রবিবার সেখানে দুই জঙ্গির মৃত্যু হয়। এদিন এক সিআরপিএফ জওয়ানেরও মৃত্যু হয়। মৃত সিআরপিএফ জওয়ানের নাম শ্যাম নারায়ণ সিং। তিনি উত্তর প্রদেশের গাজিপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, সংঘর্ষস্থল থেকে দুই জঙ্গির দেহও উদ্ধার করা হয়েছে। এখনও তাদের পরিচয় সম্পর্কে নির্দিষ্ট কোনও তথ্য পাওয়া যায়নি। সংঘর্ষস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। হান্দওয়ারার সেনা-জঙ্গি সংঘর্ষ এদিন তৃতীয় দিনে পড়ে। বৃহস্পতিবার রাতে হান্দওয়ারার বাবাগুণ্ডে তল্লাশি অভিযান শুরুর পরে গুলি যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। বৃহস্পতিবার রাতে এক সিআরপিএফ অফিসার-সহ চার নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়েছিল। শুক্রবার সংঘর্ষ চলার সময়ে গুলিতে এক সাধারণ নাগরিকেরও মৃত্যু হয়েছিল। কাশ্মীরের আইজিপি এসপি পানি জানিয়েছেন, সংঘর্ষের সময় দুপক্ষই যথেচ্ছ বুলেটের ব্যবহার করেছে। আর সে জায়গায় এই সংঘর্ষ চলছিল সেখানে সাধারণ জনগণের সংখ্যাও ছিল অনেক। ফলে সাধারণ বাসিন্দাদের সরিয়ে পুরো মাত্রায় ঝাঁপায় নিরাপত্তা বাহিনী।

‘আর ৭৩ সিলেক্টেড’, পাক যুদ্ধবিমানকে ধ্বংস করার আগে এই বার্তাই দিয়েছিলেন অভিনন্দন

Image
মিগ ২১। ইনসেটে অভিনন্দন বর্তমান। 'আর ৭৩ সিলেক্টেড'— পাক যুদ্ধবিমান এফ ১৬-কে ধ্বংস করার আগে উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের  শেষ রেডিও বার্তা ছিল এটাই। তার পরই এফ ১৬-কে লক্ষ্য করে ভিম্পেল আর-৭৩ এয়ার-টু-এয়ার মিসাইল দেগেছিলেন তিনি। সেনার এক সূত্রের খবর, দুটি যুদ্ধবিমানের মধ্যে প্রায় ৮৬ সেকেন্ড ধরে লুকোচুরি খেলা চলে। অভিনন্দনের চোখে ধুলো দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে এফ ১৬ বিমানটি। কিন্তু খুব একটা সুবিধা করতে পারেনি। তার পিছু পিছু মিগ ২১ বাইসন নিয়ে তাড়া করতে থাকেন অভিনন্দন।  সূত্রের খবর, এফ ১৬-কে তাড়া করার সময় অভিনন্দনের মিগ ২১-এর গতি ছিল প্রতি চার সেকেন্ডে এক কিলোমিটার বা প্রতি ঘণ্টায় ৯০০ কিলোমিটার। শুধু তাই নয়, লড়াই করতে করতে অভিনন্দনের মিগ ২১ এবং পাক যুদ্ধবিমানটি একটা সময়  প্রায় ২৬ হাজার ফুট উচ্চতায় পৌঁছে গিয়েছিল। এ ভাবেই  প্রায় ১৫ মিনিট চলে 'ডগ ফাইট'।   একটা সময় দুটো বিমানের পারস্পরিক দূরত্ব কমে আসে। আর সেই সুযোগটাকেই কাজে লাগিয়েছিলেন অভিনন্দন। শর্ট রেঞ্জের আর-৭৩ মিসাইল ছোড়েন  এফ ১৬-কে লক্ষ্য করে। বিশেষজ্ঞরা বলছেন, এ রকম পরিস্থিতিতে আরভিভি-এই মিডিয়াম রেঞ্জ এয়ার-টু-এ

পুরসভায় দালাল রাজ বন্ধ করতে নয়া উদ্যোগ! ২ মাসের মধ্যে সিদ্ধান্ত কার্যকর

Image
কলকাতা পুরসভায় দালাল রাজ বন্ধ করতে নয়া উদ্যোগ। এছাড়াও অবাঞ্ছিত লোকজনের প্রবেশে কড়াকড়িরও বন্দোবস্ত করা হচ্ছে। যার জন্য পুরসভায় ঢুকতে গেলে লাগবে সচিত্র পরিচয়পত্র। ২ মাসের মধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে জানা গিয়েছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, কাজে ঢোকার সময় প্রত্যেক কর্মীর গলায় পরিচয়পত্র থাকতে হবে। তালিকা থেকে বাদ যাচ্ছেন না মেয়র কিংবা সাংবাদিকরা। মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, এমআইসি বৈঠকে সার্কুলার জারি করা হয়েছে। প্রত্যেক কর্মীকে স্বচিত্র পরিচয়পত্র পড়ে থাকতে হবে। যদি কর্মী হয়েও পরিচয়পত্র পত্র পড়ে না থাকেন, তাহলে নিরাপত্তাকর্মীরা বিষয়টি দেখবেন। তালিকা থেকে যে তিনিও বাদ নেই, জানিয়েছেন মেয়র। যাঁরা কাজের জন্য পুরসভায় আসেন, তাঁদের জন্য অন্য ব্যবস্থা রাখা হচ্ছে। সূত্রের খবর অনুযায়ী, পুরসভায় প্রধান ফটকের কাছে ভিজিটার্স গ্যালারি তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। সেখান থেকেই যে ব্যক্তি যে বিভাগে যাবেন, সেখানকার স্লিপ দেওয়া হবে। বেরনোর সময় সেই স্লিপ জমা দিয়ে বেরোতে হবে। মেয়র জানিয়েছেন, মাঝখানের গেটটিকে ভিজিটার্স গ্যালারি হিসেবে ব্যবহার করা হবে। একইসঙ্গে তিনি জানান, যেসব রাস্তা দিয়ে গ

বাজপেয়ীর পর মোদী, ১৪ বছরে সর্বনিম্ন কৃষিতে আয় বৃদ্ধির হার

Image
শেষ বার এত খারাপ অবস্থা হয়েছিল বাজপেয়ী জমানার শেষলগ্নে। মোদীর ৫ বছরের শেষেও কৃষিক্ষেত্রে বৃদ্ধির হার আবার ঠেকল তলানিতে। ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত এক প্রতিবেদনে তেমনটাই দাবি করা হয়েছে। জানানো হয়েছে গত ত্রৈমাসিকে কৃষিক্ষেত্রে আয় বৃদ্ধির হার ছিল ২.০৪ শতাংশ। যা গত ১১টি ত্রৈমাসিকে সর্বনিম্ন।  প্রতিবেদনে দাবি করা হয়েছে, কেন্দ্রীয় পরিসংখ্যান দফতর থেকে প্রকাশিত তথ্য বলছে, গত ত্রৈমাসিকে কৃষিক্ষেত্রে আয় বৃদ্ধির হার ছিল ২.০৪ শতাংশ। যা গত ১৪ বছরে সর্বনিম্ন। এর আগে ২০০৪ সালের অক্টোবর থেকে ডিসেম্বর ত্রৈমাসিকে কৃষিক্ষেত্রে আয় বৃদ্ধির হার ছিল -১.১ শতাংশ।   ক্ষমতায় আসার পর থেকেই কৃষকের জন্য একের পর এক প্রকল্প ঘোষণা করেছে মোদী সরকার। গত মাসেই অন্তর্বর্তী বাজেটে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়ার প্রকল্প ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এর ফলে প্রায় ১২ কোটি কৃষক বছর ৬০০০ টাকা আর্থিক সাহায্য পাবেন বলে দাবি কেন্দ্রের।

সংকল্প যাত্রা ঘিরে পুলিসের সঙ্গে ধস্তাধস্তি, থানা ঘেরাও, আটক ২০০ বিজেপি কর্মী

Image
বিজেপির সংকল্প যাত্রা ঘিরে অশান্তি ছড়াল উত্তর ২৪ পরগনায়। থানা ঘেরাও করলেন বিজেপি কর্মী, সমর্থকরা। পাল্টা ২০০ জন বিজেপি কর্মী সমর্থককে আটক করল পুলিস। এদিন রাজ্যজুড়ে সংকল্প যাত্রার কর্মসূচি নিয়েছে বিজেপি। রাজ্যজুড়ে সাড়ে ৪ হাজার বাইক মিছিল করা হবে বলে ঘোষণা করা হয়েছে দলের তরফে। কর্মসূচি অনুযায়ী এদিন সকালে বিজাপুর ও খড়দায় জমায়েত করেন বিজেপি কর্মী, সমর্থকরা। বাইক মিছিল বের করতে উদ্যত হন তাঁরা। সেইসময়ই দুই জায়গাতেই মিছিল আটকে দেয় পুলিস। মিছিল নিয়ে খড়দায় পুলিসের সঙ্গে ঝামেলা বাঁধে বিজেপি কর্মীদের। পুলিস মিছিল আটকাতেই উত্তেজনা ছড়ায়। মিছিল আটকানোর প্রতিবাদে বিজাপুর ও খড়দায় থানা ঘেরাও করেন বিজেপি কর্মী, সমর্থরা।  অশান্তি ছড়ানোর অভিযোগে দুই জায়গায় আটক করা হয় মোট ২০০ জন বিজেপি কর্মী, সমর্থককে। পাশাপাশি,  কাঁচড়াপাড়াতেও বিজেপির মিছিল নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়ায়। কাঁচড়াপাড়ার কাপমোড়ে পুলিসের সঙ্গে ধস্তাধস্তি বাঁধে বিজেপি কর্মীদের। অন্যদিকে মিছিল বের করতে না দেওয়ায় উত্তর ২৪ পরগনার অশোকনগরে রাস্তা অবরোধ করে বিজেপি। জিরাট রোডের উপর হরিপুরে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন বিজেপি কর্মীরা। 

বাইক মিছিলে পুলিসের লাঠিচার্জ, পাল্টা বিজেপির ইটে জখম ডিএসপি

Image
বিজেপির সংকল্প যাত্রাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়াল পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে। গোয়ালতোড়ে বিজেপির বাইক মিছিল আটকায় পুলিস। তারপরই পুলিস-বিজেপি কর্মীদের বচসায় রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। ধুন্ধুমার বেঁধে যায়। মিছিস আটকাতেই পুলিসের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি কর্মী, সমর্থকরা। পুলিসের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় বিজেপি কর্মীদের। বিক্ষোভ সামাল দিতে পুলিস লাঠিচার্জ করে বলে অভিযোগ। বিজেপি কর্মীরাও পাল্টা ইট ছোড়েন বলে অভিযোগ। বিজেপি কর্মীদের ছোড়া ইটের আঘাতে আহত হয়েছেন ডিএসপি অপারেশন উত্তম মিত্র। তাঁকে গোয়ালতোড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি এক এএসআই ও একজন সিভিক ভলান্টিয়ারও আহত হয়েছেন বলে খবর। আহত এএসআই-এর নাম তরুণ হাজরা। গোয়ালতোড়ে অশান্তি ছড়ানোর অভিযোগে বিজেপির পশ্চিম মেদিনীপুর জেলা কার্যকরী সভাপতি রাজীব কু্ণ্ডু সহ ৩০ জন দলীয় কর্মীকে আটক করা হয়েছে। গোয়ালতোড়ের পাশাপাশি, দক্ষিণ ২৪ পরগনার বালুরঘাটেও বিজেপির বাইক মিছিলে পুলিস লাঠিচার্জ করে বলে অভিযোগ। পুলিসের লাঠিচার্জের ফলে ৩ জন আহত হয়েছেন বলে খবর। জানা গিয়েছে, ডিএসপি বিমান মিত্রের নেতৃত্বে  বিশাল পুলিসবাহিনী বালুরঘাটে মিছিল আ

কাশ্মীর সীমান্তে ভয়ঙ্কর গোলাবর্ষণ পাকিস্তানের, কুপওয়ারায় চলছে সেনা জঙ্গি লড়াই

Image
কাশ্মীরের বিভিন্ন এলাকায় জারি রয়েছে তল্লাশি। মুখে যতই শান্তির কথা বলুক, সং‌ঘর্ষবিরতি লঙ্ঘন করেই চলেছে পাকিস্তান। কাশ্মীর উপত্যকায় টানা তিন দিন জারি রয়েছে সেনা-জঙ্গি সংঘর্ষও। সেনা-জঙ্গি সংঘর্ষে এখনও পর্যন্ত নিহত হয়েছেন সিআরপি-র এক ইনস্পেক্টর ও এক জন জওয়ান, সেনা বাহিনীর দুই জওয়ান এবং জম্মু-কাশ্মীরের এক  পুলিশকর্মী। মৃত্যু হয়েছে কয়েকজন জঙ্গিরও। মারা গিয়েছেন ওয়াসিম আহমেদ মির নামে এক স্থানীয় বাসিন্দাও। হান্দওয়ারার একটি বাড়িতে এক দল জঙ্গি লুকিয়ে রয়েছে খবর পেয়েই নিরাপত্তা রক্ষীরা তল্লাশি অভিযান শুরু করেছিলেন শনিবার রাত থেকেই। রবিবার সকালেও তা জারি রইল। এই নিয়ে টানা তিন দিন কুপওয়ারা জেলায় সন্ত্রাসদমন অভিযান চলছে। পুলিশ সূত্রে এখনও পর্যন্ত জানানো হয়নি এই অভিযানে কত জন জঙ্গির প্রাণহানি হয়েছে বা কত জন জঙ্গি ওই এলাকায় লুকিয়ে রয়েছে। আরও পড়ুন: কবে ফের যুদ্ধবিমান চালাতে পারবেন অভিনন্দন? কী বলছে নিয়ম​ শুক্রবার সেনা সূত্রে জানানো হয়েছিল, এই ওলাকায় লুকিয়ে থাকা দুই জঙ্গির মৃত্যু হয়েছে অভিযানে। সেনা ও নিরাপত্তারক্ষীদের যৌথবাহিনী তল্লাশি চালানো শুরু করতেই গুলি বর্ষণ শুরু করে জঙ্গিরা। জবাব দেয় বাহিনীও। আর

সম্পত্তির লোভে জীবিত মামীকে ২০ বছরের ‘মৃত’ বানিয়ে ফেলল ভাগ্নী !

Image
সেই শংসাপত্র, ডান দিকে, শাশ্বতী দাস।  বিবাদটা ছিল দেড় একর ফলন্ত জমি নিয়ে। আর, তার জেরেই নিজের মামীমাকে 'মৃত' প্রতিপন্ন করতে আঙুল কাঁপা দূরে থাক, সরকারি দফতরে তাঁর মৃত্যুর শংসাপত্র পাঠাতেও পিছপা হননি ভাগ্নী।  যাতে স্পষ্ট করা হয়েছে, পাক্কা বিশ বছর আগে মারা গিয়েছেন শ্বাশতী দাস।  শুক্রবার ফরাক্কা থানায় সশীরে হাজির হয়ে শ্বাশতী নিজেকে শুধু 'জীবিত' বলেই প্রমাণ করেননি, ফরাক্কা ব্লকের বিএলএল আরও তরুণ কুমার দাস, ব্লকের রেভিনিউ অফিসার সুব্রত মৃধা, অর্জুনপুরের পূর্বতন প্রধান বিশাখা মন্ডল-সহ সাত জনের বিরুদ্ধে অভিযোগ করেছেন।  পুলিশের সামনে হাজির হয়ে বছর ষাট বয়সের ওই মহিলা দেখান তাঁকে ২০ বছর আগেই মৃত দেখিয়ে তাঁর প্রায় ২০ লক্ষ টাকার সম্পতি গত দু'সপ্তাহের মধ্যে বেমালুম গায়েব করেছে ভাগ্নী মৌসুনী রায়। পুলিশ এ ব্যাপারে বিএলআরও কর্তা-সহ অভিযুক্ত সাত জনের বিরুদ্ধে এ দিন  জামিন অযোগ্য ৪২০ ও ৪০৬ ধারায় মামলা রুজু করেছে। বীরভূমের সিউড়ির বাসিন্দা মৌসুমীর খোঁজে রওনা দিয়েছে পুলিশ। তলব করা হয়েছে ভূংমি রাজস্ব দফতরের কর্তা এবং প্রাক্তন পঞ্চায়েত প্রধানকেও। পুলিশ জানায়, ফরাক্কার শিবনগরের বাসিন্দা

আদালতে হাজিরা দিয়েই রাজ্য এবং সিআইডি-র বিরুদ্ধে খড়্গহস্ত ভারতী

Image
আদালতের বাইরে ভারতী ঘোষ। শুধু হাজিরাই দিলেন না, রাজ্য সরকার এবং তদন্তকারী সংস্থা সিআইডি-র বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনে খ়়ড়্গহস্ত ভারতী ঘোষ। শনিবার মেদিনীপুর আদালতে তিনি হাজিরা দেন। আইনজীবীদের সওয়াল-জবাব শেষে তিনি বিচারকের কাছে কিছু বলতে চাওয়ার অনুমতি চান। এর পরই তিনি দাসপুর থানায় তোলাবাজির মামলায় কী ভাবে 'ফাঁসানো' হয়েছে, তার ব্যাখ্যা করেন। সেই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি রাজ্য এবং সিআইডি-র সমালোচনা করেন। এর পাশাপাশি তাঁর বক্তব্যের স্বপক্ষে প্রয়োজনীয় নথিপত্রও জমা দেন তাঁর আইনজীবী। সম্প্রতি দিল্লির বিজেপি নেতাদের হাত ধরে দলে যোগ দিয়েছেন ভারতী ঘোষ। তিনি গা ঢাকা দিয়ে রয়েছে বলে এত দিন অভিযোগ উঠত। কিন্তু সম্প্রতি ঝাড়গ্রামে রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়ের সঙ্গে ভারতী সেই চেনা তালুকে হাজির হন। উপলক্ষ ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'ভারত কি মন কি বাত, কার্যকর্তা কি সাথ' কর্মসূচিতে যোগ দেওয়া। এর পর এ দিনই প্রথম আদালতেও হাজিরা দিলেন তিনি। পরে আদালতের বাইরে এসে ভারতী বলেন, "আমি যদি পলাতক হতাম, তা হলে এখানে বসে আছি কী করে? আদালতের উপর আস্থা রয়েছ

ঘুমের মধ্যেই ভাইয়ের মাথা ধড় থেকে আলাদা করে দিল নেশাড়ু দাদা!

Image
হত্যাকাণ্ড: খুনে ব্যবহৃত হাঁসুয়া খুঁজতে অভিযুক্তকে নিয়ে তল্লাশি পুলিশের। (ইনসেট) নিহত রোহন বাসীর। শনিবার নলহাটিতে।  নেশাগ্রস্ত দাদার হাতে খুন হতে হল ভাইকে। শনিবার নলহাটি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের মণ্ডল পাড়ার এই ঘটনা ফের সামনে আনল এলাকায় নিষিদ্ধ মাদকের রমরমা কারবারের ছবিটা। পুলিশ জানিয়েছে, নিহতের নাম রোহন বাসীর (১৯)। বাধা দিতে গিয়ে জখম হন নিহতের আরেক দাদা ওয়াসিম বাসীর। সারাদিন চোর পুলিশ খেলার মতো ছুটোছুটির পরে অভিযুক্ত ইনজামাম বাসীর আত্মসমর্পণ করেছেন বলে তদন্তকারীরা জানিয়েছেন। উদ্ধার হয়েছে খুনে ব্যবহৃত হাঁসুয়াটি। পুলিশ নিহতের দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিক্যাল কলেজে পাঠায়।  পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে, ইনজামাম ও রোহন দুজনেই নিষিদ্ধ মাদক নিতেন নিয়মিত। দাদা ওয়াসিম তাঁদের একটি দোকান করে দিয়েছিলেন স্বাভাবিক জীবনে ফেরানোর জন্য। একটি টোটোও কিনে দিয়েছিলেন। কিন্তু নেশার তোড়ে কোনও কিছুই টেকেনি। শুক্রবার রাতে একই ঘরে ঘুমাচ্ছিলেন ইনজামাম ও রোহন। শনিবার ভোর পাঁচটা নাগাদ ওয়াসিমের আর্তনাদ শুনে ছুটে যান  প্রতিবেশীরা। স্থানীয়েরা জানান, ওয়াসিম রক্তাক্ত অবস্থায় ছটফট করছিলেন। আর ত

‘বায়ুসেনার টাকায় বন্ধুর পকেট ভরেছেন মোদী, আর পুরনো জেটে লড়ছেন অভিনন্দনরা’

Image
রাঁচীর সভায় রাহুল।  দেশ জুড়ে চর্চার কেন্দ্রে এখন ভারতীয় বায়ুসেনা এবং তাদের উইং কমান্ডার অভিনন্দন। বায়ুসেনাকে সামনে রেখেই আজ কথার যুদ্ধ চলল নরেন্দ্র মোদী এবং রাহুল গাঁধীর। রাঁচীর সভায় রাহুল বললেন, ''যারা আমাদের দেশকে রক্ষা করছে, সেই বায়ুসেনার ৩০ হাজার কোটি টাকা লুট করে অনিল অম্বানীর পকেট ভর্তি করেছেন মোদী।'' রাতে পাল্টা দিলেন মোদী। টুইটারে লিখলেন, ''রাফালের অভাব আজ অনুভব করছে দেশ। এক স্বরে সারা ভারত বলছে, আজ রাফাল থাকলে কী হত?'' প্রধানমন্ত্রীর অভিযোগ, রাফাল নিয়ে প্রথমে 'স্বার্থনীতি' আর এখন রাজনীতির ফলে অনেক ক্ষতি হয়ে গিয়েছে। ব্যাখ্যা না-করলেও স্পষ্ট, পাকিস্তানের এফ-১৬-এর মোকাবিলায় ভারতের পুরনো মিগ-২১ ব্যবহারের দায় বিরোধীদের উপরেই চাপিয়েছেন তিনি।  মোদীর এই মন্তব্য তুলে ধরে এর পরে রাহুলও টুইটারে লিখলেন, ''প্রিয় প্রধানমন্ত্রী, আপনার কি মোটেই লজ্জা নেই? আপনি ৩০ হাজার কোটি টাকা চুরি করে বন্ধু অনিলকে দিয়েছেন। রাফাল আসতে দেরির জন্য একা আপনি দায়ী। আপনার জন্যই প্রাণের ঝুঁকি নিয়ে মেয়াদ-ফুরনো জেটে উড়তে হয় অভিনন্দনের মতো বীর পাইলটদের।'' এর আ

বোমা পড়েছে শিবিরেই, বলল মাসুদের ভাই

Image
মাসুদ আজহার। পাকিস্তানের বালাকোটে ভারতীয় বায়ুসেনা বোমা ফেললেও কিছু পাইন গাছ আর একটা কাক ছাড়া  কারও প্রাণহানি ঘটেনি! প্রথম সারির বিদেশি সংবাদসংস্থা এবং সংবাদপত্রের প্রতিনিধিরা এই রিপোর্ট  প্রকাশের পরে এ বার জইশ-ই মহম্মদের প্রতিষ্ঠাতা মাসুদ আজহারের ভাই আম্মারের বক্তব্য প্রকাশ করল একটি ভারতীয় চ্যানেল। ওই চ্যানেলের দাবি, তাদের কাছে থাকা একটি অডিয়ো ক্লিপে শোনা যাচ্ছে পেশোয়ারে এক সমাবেশে আম্মার বলছে, ''ভারতের বিমান কোনও গোয়েন্দা সংস্থার সদর দফতর বা তাদের নিরাপদ আশ্রয়ে বোমা ফেলেনি। যে কেন্দ্রে জেহাদের প্রকৃত অর্থ পড়ুয়াদের শেখানো হচ্ছিল, সেখানেই আক্রমণ করা হয়েছে।''  ওই আক্রমণে আইএসআইয়ের প্রাক্তন কর্নেল সেলিম কারি এবং জইশের প্রশিক্ষক মইন নিহত হয়েছে বলেও 'সূত্র' উদ্ধৃত করে দাবি করেছে চ্যানেলটি। ওই অডিয়ো ক্লিপে আম্মার উইং কমান্ডার অভিনন্দনকে মুক্তি দেওয়া নিয়ে ইমরান খানের সমালোচনাও করেছে বলে দাবি চ্যানেলটির। ঘটনাচক্রে এ দিনই ভারতের আর একটি ওয়েবসাইটে এক ইটালিয় সাংবাদিক ফ্রাঞ্চেস্কা মারিনো দাবি করেছেন, গত মঙ্গলবার বালাকোটে ভারতীয় বায়ুসেনা বোমা ফেলার পরে ঘটনাস্থল থেকে অন্

অকাল বৃষ্টিতে ৫০ শতাংশ আলু নষ্টের আশঙ্কা

Image
অকাল বৃষ্টিতে রাজ্যের আলু চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে কৃষি দফতর। ক্ষতির পরিমাণ এখনও জানা না গেলেও কৃষি দফতর মনে করছে প্রায় পঞ্চাশ শতাংশ আলু নষ্ট হয়ে থাকতে পারে। অকাল বৃষ্টিতে হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং উত্তরবঙ্গের কিছু জেলায় আলু চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। সাড়ে ৪ লাখ চাষি এই ক্ষতির সম্মুখীন হয়েছেন। এই পরিস্থিতিতে দ্রুত ক্ষতিপূরণের জন্য  প্রশাসনিক স্তরে শুরু হয়েছে তত্পরতা। প্রাকৃতিক দুর্যোগ থেমে যাওয়ার ৩ দিনের মধ্যে বিমা কোম্পানির কাছে আবেদন করতে হয়। দ্রুত আবেদন পত্র পূরণ করে জমা দিতে বলা হয়েছে চাষিদের। জেলা কৃষি উপঅধিকর্তার দফতর, ব্লক কৃষি দফতর, সমবায় এবং গ্রাম পঞ্চায়েত গুলোতে এই আবেদন পত্র জমা দেওয়া যাবে বলে জানিয়েছেন  মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা। যাদের বিমা করানো নেই তাদেরও সাহায্য করা হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী চাষিদের থেকে আলু কিনবে সরকার। ৫ টাকা ৫০ পয়সা কেজি দরে চাষিদের কাছ থেকে সরকার আলু কিনবে। ইতিমধ্যেই তার জন্য বিজ্ঞপ্তি জারি  হয়ে গিয়েছে । সমবায় ব্যঙ্কের মাধ্যমে রাজ্যের হিমঘর মালিকরা এই আলু কিনবেন। কয়ে

কেদার-মাহির জুটিতে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারাল টিম ইন্ডিয়া

Image
আরও একটা ভিনটেজ ধোনি শো। কেদার যাদবকে সঙ্গী করে ম্যাচ বের করে নিয়ে গেলেন মাহি। বাউন্ডারি মেরে ম্যাচ জিতিয়ে মনে করালেন 'ক্লাসিক ধোনি'কে। অস্ট্রেলিয়া ২৩৬ রানের লক্ষ্য ১০ বল বাকি থাকতেই তুলে নিল টিম ইন্ডিয়া। সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারাল বিরাট অ্যান্ড কোং। সৌজন্যে অবশ্যই কেদার ও ধোনির শতাধিক রানের জুটি।   বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজে দলকে ঝালিয়ে দেখে নিতে চাইছেন কোহলি-শাস্ত্রীরা। আর টিম ম্যানেজমেন্টকে ভরসা দিচ্ছে ধোনির সাম্প্রতিক ফর্ম। আগের মতো কথায় কথায় চার-ছক্কার ঝলকানি নেই ব্যাটে, তবে কঠিন পরিস্থিতিতে ম্যাচ বের করতে ধোনির বিকল্প এখনও কেউ নেই। শনিবারও সেটা আবার প্রমাণ করলেন মহেন্দ্র সিং ধোনি। শিখর ধবন শূন্য রানে আউট হওয়ার পর বিরাট কোহলি ও রোহিত শর্মা স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু বড় স্কোর করতে পারলেন না দুজনেই। রোহিত ৩৭ ও বিরাট ৪৪ রানে আউট হলেন। মাত্র ১৩ রানে ফিরলেন অম্বাতি রায়াডু। ৯৯ রানে পড়ে গিয়েছে ৪ উইকেট। তখন আরও একটা উইকেট পড়া মানে সোজা খাদের কিনারায়। অস্ট্রেলিয়ার মতোই হাল ধরলেন কেদার যাদব ও মহেন্দ্র সিং ধোনি। ধীরেসুস্থে

ইসলামিক দেশে প্রশিক্ষণকেন্দ্রে হামলা করেছে শত্রু, পেশোয়ারে স্বীকারোক্তি মাসুদের ভাইয়ের

Image
1/9 বালাকোটে তাদের ঘাঁটিতে ভারতীয় সেনা যে এয়ার স্ট্রাইক করেছে, তা স্বীকার করে নিল জইশের প্রধান মৌলানা মাসুদ আজহারের ভাই মৌলানা আম্মার।      2/9 মৌলানা আম্মারের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পেশোয়ারের একটি সভায় বক্তব্য রাখছে ওই জঙ্গি নেতা। ভাইরাল হয়েছে ওই সভায় আম্মারের রেকর্ড করা কণ্ঠস্বর।        3/9 ২৮ ফেব্রুয়ারি পেশায়ারে একটি সভায়   মৌলানা আম্মার বলছে, সীমান্ত পেরিয়ে ইসলামিক দেশে ঢুকে পড়েছে শত্রু। গোয়েন্দা সংস্থা বা সদর দফতর বা কোনও আধিকারিকদের বৈঠকস্থলে হামলা করেনি ভারতীয় সেনা, ওরা জিহাদ প্রশিক্ষণের কেন্দ্রে হামলা চালিয়েছে। ওখানে জিহাদ শিখত। কাশ্মীরের মুসলিমদের সাহায্যের জন্য। ওখানে হামলা হয়েছে।      4/9 সে বলছে, বালাকোট পর্যন্ত ঢুকে পড়েছে হিন্দুস্তান। নিয়াজির কারণে জেতা যুদ্ধ হেরে গিয়েছিল পাকিস্তান। হারাতে হয়েছিল অর্ধেক দেশ। আত্মসমর্পণ করেছিল ৯০ হাজার সেনা। এবার আপনাদের হাতে দায়িত্ব।       5/9 বালাকোট পর্যন্ত চলে এসেছে হিন্দুস্তান। নিয়াজির মতো দেশের অর্ধেক অংশ দিয়ে দিয়েছে। ৯০ হাজার। জেতা যুদ্ধ হেরে গিয়েছিল। এবার আপনাদের হাতে ফয়সালা। শত্রুকে হামলা করবে