Posts

Showing posts from July 7, 2018

পাহাড়ের নিচে ১০ কোটি বছরের জীবাশ্ম, বীরভূমে ঐতিহাসিক খোঁজ

Image
বীরভূমেরপাহাড়ের পাদদেশ থেকে তুলে আনা কয়েক কোটি বছরের জীবাশ্ম এখন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সংহগ্রহশালায়। সেটিকে ঘিরেই এখন যত জল্পনা। গবেষণার কাজ নতুন পথে বাঁক নেওয়ার অপেক্ষায় অধ্যাপক এবং ছাত্রছাত্রীরা। শুধু তাই নয়, ওই বিস্ময়কর প্রাগৈতিহাসিক সময়ের সাক্ষী পরখ করতে রোজ ভিড় জমছে বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগে। কেন এমনটা হবে না? এমন নমুনা সংগ্রহের উদ্যোগ উত্তরের কোনও শিক্ষা প্রতিষ্ঠানে এই প্রথম। কিন্তু কেমন করে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের অধ্যাপক ও গবেষক মহলের নজরে এল এই অমূল্য সম্পদ? সে এক রোমাঞ্চকর কাহিনি। জুন মাসের গোড়ায় বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের একদল ছাত্রছাত্রী ফিল্ড এক্সকারশনে বীরভূমের রাজমহল পাহাড়ে পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নেন। রেজিস্ট্রার দুর্লভ সরকার গাড়ির ব্যবস্থা করে দেন। ওই গাড়িতে অধ্যাপিকা রুমকি সরকারের নেতৃত্বে ছাত্রছাত্রীরা রাজমহল পাহাড়ের উদ্দশ্য রওনা দেন। সঙ্গে ছিলেন আরও দুই স্কলার অধ্যাপক জয়জিৎ দেবনাথ এবং অরিন্দম দত্ত। জঙ্গলঘেরা পাহাড়ে পৌঁছে শুরু হয় সমীক্ষা ও অনুসন্ধানের কাজ। এই সময় পাহাড়ের পাদদেশে পাথরের মতো কিছু একটা পড়ে থাকতে দেখে ছাত্রছাত্রী

১৬ ফুট উচুঁ ঢেউয়ের ধাক্কায় ডুবল নৌকা, মৃত ৩৩

Image
ফুকেট: থাইল্যান্ডে নৌকাডুবির ঘটনায় ৩৩ জন নিহত হয়েছেন। দক্ষিণাঞ্চলীয় ফুকেট দ্বীপে বৃহস্পতিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের বেশিরভাগই চিনা পর্যটক। থাই কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। জানা গিয়েছে, নৌকাটি ১৬ ফুট উঁচু ঢেউয়ের ধাক্কায় ডুবে যায়। এতে ৯৩ জন পর্যটক, ১১ জন ক্রু এবং একজন ট্যুর গাইড ছিলেন। কর্তৃপক্ষ জানিয়েছ, উপকূলের সাত কিলোমিটার দূরে নৌকাটি ডুবে যায়। নিখোঁজদের সন্ধানে শনিবার ভোর পাঁচটায় পুনরায় অভিযান শুরু হয়েছে। আহত ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নৌ-পুলিশ জানিয়েছে, এ দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে। যাত্রার সময় ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী নেওয়া হয়নি।

কলেজে ভর্তিতে দুর্নীতিতে মর্মান্তিক খবর এল !

Image
মৃত অম্লান সরকার ৷  সোনারপুর: এমনিতেই কলেজে ভর্তিতে দুর্নীতি নিয়ে সরব শিক্ষামহল ৷ এর মাঝেই মর্মান্তিক খবর এল সোনারপুর থানার বড়াল এলাকা থেকে ৷ এই এলাকার বাসিন্দা এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে ৷ গতকাল শুক্রবার বাড়ি থেকে ছাত্রে ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷ মৃতের নাম অম্লান সরকার ৷ বড়াল হাইস্কুল থেকে এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করে। প্রাপ্ত নম্বর ৭৯ শতাংশ। কলেজে ভর্তি হতে না পেরেই অম্লান আত্মঘাতী হয়েছেন বলে দাবি পরিবারের ৷ জানা গিয়েছে, কয়েকদিন আগে দীনবন্ধু অ্যান্ড্রুজ় কলেজে ভর্তির জন্য গিয়েছিলেন অম্লান। নাম ওঠে মেরিট লিস্টে। কিন্তু, কলেজে ছাত্র সংঘর্ষের ঘটনার জেরে সেই সময় ভর্তি হতে পারেননি। এরপর চেষ্টা করেন পাটুলির কে কে দাস কলেজে। নির্ধারিত সময়ের আধঘণ্টা পর পৌঁছানোর জন্য মেরিট লিস্টে নাম থাকা সত্ত্বেও তাঁকে কলেজে ঢুকতে দেওয়া হয়নি বলে দাবি। একই সঙ্গে পাশাপাশি, সোনারপুরের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজেও ভর্তির চেষ্টা করেছিলেন। কিন্তু, সফল হননি। এরপর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। আর গতকাল বাড়িতে যখন কেউ ছিল না তখন আত্মঘাতী হন

অপরাধ মোকাবিলায় এবার উত্তর-প্রদেশ পুলিশের সাহায্য করবে ইসরো

Image
লখনৌ:   এবার অপরাধ বিশ্লেষণে উত্তর-প্রদেশ পুলিশের সহায়তা করবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা তথা ইসরো । শুক্রবার এই মর্মেই উত্তর-প্রদেশ পুলিশ ও ইসরো একটি চুক্তি সাক্ষর করেছে । রাজ্য পুলিশ প্রধান ওপি সিংহ ও ইসরোর উন্নত তথ্য প্রক্রিয়াকরণ গবেষণা বিভাগের পরিচালক রঘু ভেঙ্কটরমন এই চুক্তিতে সাক্ষর করেন ।চুক্তিটির মেয়াদ ৩ বছর । এই চুক্তির মাধ্যমে উত্তর-প্রদেশ পুলিশ, উত্তর-প্রদেশ ১০০ হেল্পলাইন ও কেন্দ্রের ক্রাইম অ্যান্ড ক্রিমিনাল ট্র্যাকিং নেটওয়ার্কের তথ্য পাবে ইসরো । এরপর বিশ্লেষণামূলক সফটওয়ারের সাহায্যে অপরাধ সংক্রান্ত যাবতীয় রিপোর্ট আরও নিঁখুত ভাবে প্রস্তুত করতে পারবে রাজ্য পুলিশ । এই সফটওয়্যারটি অপরাধীদের বিশ্লেষণ করবে এবং অপরাধ ও অপরাধীদের প্রোফাইলের পাশাপাশি অভিযোগকারীদের প্রোফাইলও  তৈরি করবে । এর ফলে আরও উন্নত হবে পুলিশি ব্যবস্থা, এমনটাই জানিয়েছে উত্তর প্রদেশ পুলিশ । উত্তর-প্রদেশ পুলিশের ডিজিপি জানিয়েছেন, প্রযুক্তি উন্নতির সাথে বদলে যাচ্ছে অপরাধের ধারাও । তাই অপরাধ মোকাবিলায় প্রযুক্তির ব্যবহার জরুরী ।

বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ১২ জন মিলে গণধর্ষণ করল নাবালিকাকে

Image
বীরভূম: ফের নাবালিকা গণধর্ষণ ৷ ঘটনাস্থল বীরভূমের পাড়ুইয়ের মৌলারা গ্রাম ৷ মেয়েটির পরিবারের অভিযোগ, ১২ জন দুষ্কৃতি বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মেয়েটিকে ধর্ষণ করে ৷ শনিবার সকাল বাড়ির থেকে কিছুটা দূরে একটি ক্যানেলের পাশ থেকে নাবালিকার দেহ উদ্ধার করে পুলিশ ৷ ঘটনাটি ঘটে শুক্রবার রাতে ৷ কাল সন্ধ্যে থেকে বাড়িতে একাই ছিলেন ওই নাবালিকা ৷ বাড়িতে কেউ না থাকার সুযোগে নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন নাবালিকার পরিবার ৷ এই ঘটনায় ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই নাবালিকার পরিবার ৷ এরপরই তল্লাশি চালিয়ে বাড়ি থেকে কিছুটা দূরে একটি ক্যানেলের পাশ থেকে অচৈতন্য অবস্থায় নাবালিকাকে  উদ্ধার করে পুলিশ ৷ আশঙ্কাজনক অবস্থায় সিয়ান হাসপাতালে ভর্তি রয়েছে নির্যাতিতা ৷ অভিযোগের ভিত্তিতে ঘটনায় জড়িত সন্দেহে ৬ জন আটক করেছে পুলিশ ৷ হাসপাতালের রিপোর্ট থেকেই নাবালিকার গণধর্ষণের বিষয়ে নিশ্চিত প্রমাণ মিলেছে বলে পুলিশ সূত্রে খবর ৷

ফুটবল কেন ৯০ মিনিটের হয় জানেন?

Image
চলছে ব্রাজিল, বেলজিয়াম কোয়ার্টার ফাইনালের খেলা। ফুটবলের নিয়মকানুন কবে তৈরি হল তা জানতে আমাদের পাড়ি দিতে হবে ইংল্যান্ডে। কারণ প্রাচীন চিন ও গ্রিসে বল নিয়ে খেলা হত, এরকম নানা উদাহরণ মিললেও আধুনিক ফুটবল খেলার শুরু করেন ব্রিটিশরাই। ফুটবলের নিয়মকানুন বা রুলস প্রথম তৈরি হয় ১৮৬৩ সালে, কেমব্রিজে। ফুটবলের ইতিহাসে যা বিখ্যাত কেমব্রিজ রুলস নামে। যদিও তাতে কতক্ষণ খেলা হবে, তা নিয়ে কিছু বলা ছিল না। এরপর শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের নথিতে পাওয়া যায় ফুটবল খেলার জন্য নির্ধারিত সময়ের কিছু তথ্য। সেখানে এক ঘণ্টা করে দুই অর্ধে মোট দু'ঘন্টার ফুটবল খেলার কথা বলা হয়েছে। একই সঙ্গে বলা হয় প্রতিটি দলের সদস্য সংখ্যা ২০ জন করে। অর্থাৎ খেলার সময় মাঠে থাকবেন মোট ৪০ জন ফুটবলার। ১৮৬৬ সালে প্রথম নব্বই মিনিটের ফুটবল খেলার প্রামাণ্য নথি পাওয়া যায়। মুখোমুখি হয়েছিল ইংল্যান্ডেরই দু'টি দল লন্ডন ও শেফিল্ড। এটিই প্রথম নব্বই মিনিটের ফুটবল খেলা। এরপর থেকেই চলে আসছে নব্বইয়ের ট্রাডিশন। সঙ্গে বিরতি ১৫ মিনিটের। এ ছাড়া নব্বই মিনিটের বেশি ফুটবল খেলা হয় কোনও টুর্নামেন্টের নক আউট পর্বে। নির্ধারিত সময়ে কোনও ফলাফল না হলে দু'টি অ

টানা ৭ মাস ধরে ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত প্রিন্সিপাল-সহ ৩ শিক্ষক ও ১৫ ছাত্র

Image
টানা সাত মাস ধরে  এক স্কুল ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠল  ১৮ জনের বিরুদ্ধে৷ পুলিশকে বছর ১৩-র ওই মেয়েটি জানিয়েছে, সহ্য করতে না পেরেই অবশেষে মুখ খুলেছে সে৷ অভিযোগ, ভয় দেখিয়ে, হুমকি দিয়ে দিনের পর দিন তাকে লালসার শিকার করেছে তাঁরই স্কুলের প্রধান শিক্ষক-সহ আরও দুই শিক্ষক ও ১৫ জন ছাত্র৷ ঘটনাটি, বিহারের ছাপরা জেলার পারসগড়ের৷ পুলিশকে দেওয়া বয়ানে নির্যাতিতা জানিয়েছে, তাঁর উপর প্রথম অত্যাচার শুরু হয় গত বছরের ডিসেম্বরে৷ তখন বাড়ির একমাত্র অভিভাবক, অর্থাৎ তাঁর বাবা ছিল না৷ কোনও একটি কারণে তাঁর বাবার জেলে হয়ে যায়৷ আর সেই সুযোগেই এই কাজ করতে শুরু করে অভিযুক্তরা৷ মেয়েটির জানায়, প্রথমে স্কুলেই তার উপরে অত্যাচার চালায় স্কুলের একজন সিনিয়র ছাত্র৷ পরে, তাঁর সঙ্গে যুক্ত হয় আরও চার থেকে পাঁচ জন৷ ধীরে ধীরে সংখ্যাটা ১৫ জনে পৌঁছে যায়৷ এখানেই শেষ নয় ছাত্রীটি জানায়, একই ভাবে স্কুলের প্রধান শিক্ষক-সহ আরও দুই শিক্ষকের লালসার শিকার হতে হয় তাঁকে৷ প্রত্যেকেই তাঁকে ভয় দেখিয়ে রাখত৷ মুখ খুললেই প্রাণনাশের হুমকি মিলত৷ নির্যাতিতার বক্তব্য, কার্যত ভয়ে কুঁকড়ে গিয়েছিল সে৷ এমন সময় জেলের সাজা শেষ করে ক

পোস্টার দেখে ম্যাসাজ পার্লারের ফাঁদে ভিনরাজ্যের পাঁচ যুবক, সর্বস্ব লুট

Image
অন্ধ্রপ্রদেশ থেকে কলকাতায় এসেই মাথা ঘুরে গিয়েছিল পাঁচ যুবকের। দেওয়ালে দেওয়ালে সাঁটা ম্যাসাজ পার্লারের নম্বর। আর সেই নম্বরে ফোন করতেই ফাঁদে পড়লেন ওই পাঁচ যুবক। যৌনপল্লির একটি ঘরে নিয়ে গিয়ে ছুরি দেখিয়ে ও মারধর করে তাঁদের কাছ থেকে ৭০ হাজার টাকা লুট করল দুষ্কৃতীরা। যদিও এর প্রতিবাদ জানিয়ে বড়তলা থানায় অভিযোগ জানান তাঁদের মধ্যে এক যুবক। তদন্ত করে এই দুষ্কৃতীদের দুই মাথাকে পুলিশ গ্রেপ্তার করেছে। এই দু'জনই মহিলা। পুলিশ জানিয়েছে, ওই যুবকদের বাড়ি অন্ধ্রপ্রদেশে। তাঁরা বিশেষ কাজে কলকাতায় আসেন। শ্যামবাজার মেট্রো স্টেশনের কাছে এসেই তাঁদের চোখে পড়ে দেওয়ালে লাগানো ম্যাসাজ পার্লারের বিজ্ঞাপনের পোস্টার। পোস্টারে এক সুন্দরী মহিলার ছবি ছিল। নিচে ছিল দু'টি মোবাইল নম্বর। এক যুবক একটি নম্বরে ফোন করেন। এক মহিলা ফোন ধরে তাঁদের গিরিশ পার্কের মোড়ের কাছে আসতে বলেন। তাঁরা সেখানে আসার পর এক যুবক তাঁদের হাঁটিয়ে নীলমণি মিত্র স্ট্রিটে নিয়ে যায়। একটি ঘরের ভিতর নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দেওয়া হয়। এরপর ঘরের ভিতর ঢোকে দুই মহিলা। সঙ্গে কয়েকজন যুবকও ছিল। ম্যাসাজ করার বদলে তাঁদের গলায় ছুরি ধরা হয়। তাঁ

মিথ্যে কথা বলে সম্পত্তি হাতিয়েছে ছেলে, পুলিশের দ্বারস্থ বৃদ্ধ

Image
খোদ ছেলের হাতেই প্রতারণার শিকার বাবা। অভিযোগ, মিথ্যে কথা বলে সম্পত্তি লিখিয়ে নিয়েছে ছেলে। এই বিষয়ে এক বৃদ্ধ তাঁর ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনাটি ঘটেছে কলকাতার গড়ফা থানা এলাকায়। অভিযোগ, ছেলে বাবাকে বলেছিল, তার চাকরির জন্য সই করতে হবে একটি স্ট্যাম্প পেপারে। ছেলে চাকরি পাবে, এর থেকে আর আনন্দের কী আছে! তাই কোনও কিছু না ভেবেই সই করে দিয়েছিলেন ওই বৃদ্ধ। কিন্তু ভুল ভাঙল কয়েক মাসের মধ্যেই। বাবা জানতে পারলেন, চাকরি দূর অস্ত, 'গুণধর' ছেলে তাঁর অজান্তে পুরো সম্পত্তি লিখিয়ে নিয়েছে। পুলিশ জানিয়েছে, কয়েক মাস আগে বৃদ্ধর ছেলে তাঁকে একটি স্ট্যাম্প পেপারে সই করতে বলে। তার উপর একটি ছবিও লাগানো ছিল। ছেলে বলে, তার চাকরির জন্য এই কাগজে বাবার সই প্রয়োজন। তিনি সই করেও দেন। সম্প্রতি তিনি জানতে পারেন, ওই সই ব্যবহার করে স্ট্যাম্প পেপারে নিজের নামে পুরো সম্পত্তি লিখিয়ে নিয়েছে ছেলে। তিনি ছেলেকে ওই কাগজ ফেরত দিতে বলেন। কিন্তু ছেলে কাগজ দিতে নারাজ। নিজের ছেলেই যে এভাবে প্রতারণা করবে তা ভাবতে পারেননি বৃদ্ধ। এর বিচার চেয়েই পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি।পুরো ঘটনাটির তদন্ত চলছে বলে জানিয়েছে

অনলাইনে প্রতারণার ফাঁদ, উপহারের লোভ দেখিয়ে তরুণীর সর্বস্ব লুট ‘বন্ধু’র

Image
উপহার দেবে বিদেশি বন্ধু। তাই আনন্দ সামলে রাখতে পারেননি শহরের এক যুবতী। বিলেত থেকে দিল্লির বিমানবন্দরে এসেই গিয়েছে বন্ধুর দেওয়া বহুমূল্যের উপহার। আর ওই উপহার পেতে গেলে  শুল্ক দপ্তরকে কিছু টাকা দিতে হবে। কিছু টাকা দেওয়ার পর তাঁকে পাঠানো হয়েছিল শুল্ক দফতরের রসিদ। তা দেখে উৎসাহিত হয়ে তিনি আরও টাকা পাঠাতে থাকেন। যখন বুঝতে পারলেন, তিনি প্রতারিত হয়েছেন, তখন প্রায় সর্বস্বান্ত হয়ে গিয়েছেন যুবতী। কয়েক দফায় তিনি প্রতারকদের দিয়ে দিয়েছেন তাঁর সারা জীবনের জমানো ৩ লাখ ৭৮ হাজার টাকা। সম্প্রতি এই বিষয়ে তিনি লালবাজারের সাইবার থানায় অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগের আঙুল ফামিদা, ফিরোজ, আকাম্বো ও তসলিমার বিরুদ্ধে। এদের অ্যাকাউন্টেই টাকা পাঠিয়েছিলেন তিনি। যদিও এদের  নাম ও অ্যাকাউন্টগুলি ভুয়ো বলে ধারণা গোয়েন্দাদের। গোয়েন্দারা অনেকটাই নিশ্চিত যে, শুল্ক দফতরের ভুয়ো রসিদ পাঠানো হয়েছিল ওই যুবতীকে। পুলিশ জানিয়েছে, কড়েয়ার বাসিন্দা ওই যুবতীর একটি ফেসবুক প্রোফাইল রয়েছে। লন্ডনের ওয়েস্টমিনিস্টার ব্রিজ রোডের বাসিন্দা এক ফেসবুক বন্ধু যুবতীর সঙ্গে প্রায়ই চ্যাট করতেন। তাঁর সঙ্গে হোয়াটস্ অ্যাপেও যোগাযোগ হত

যমজ সন্তান কেন হয়, কেনই বা একরকম দেখতে হয়! সব জবাব রয়েছে নারী শরীরেই

Image
যমজ সন্তানদের সাধারণত এক রকম দেখতে হয়। আবার এমনও হয় যে, মুখ দেখে বোঝাই যায় না যমজ। জেনে নিন এ নিয়ে চিকিৎসা শাস্ত্র কী বলছে। এটা সকলেরই জানা যে, স্ত্রী দেহের ডিম্বাণু ও পুরুষের শুক্রাণুর মিলনে তৈরি হয় ভ্রূণ। প্রতি ঋতুচক্রে নারী শরীরে একটি ডিম্বাণু উৎপন্ন হয়। কিন্তু কখনও কখনও দু‍টি ডিম্বাণুও উৎপন্ন হতে পারে। প্রায় একই সময়ে উৎপন্ন হওয়া দুটি ডিম্বাণু থেকে যমজ সন্তানের উৎপত্তি হয়ে থাকে। না, শুধু এটাই কারণ নয়, একটি ডিম্বাণু ভেঙে দুটি হয়ে যাওয়ার ক্ষেত্রেও যমজ সন্তানের জন্ম হতে পারে। এ ব্যাপারে ঠিক কী হয় তা জানিয়েছেন, চিকিৎসক অরুণকুমার মিত্র তাঁর 'কন্যা, জায়া ও জননী' গ্রন্থে। তিনি লিখেছেন যমজের বিভিন্নতা সম্পর্কে— ১। ভিন্নধর্মী যমজ—সাধারণ দুটি ঊর্বর ডিম্বাণু থেকে এই ধরনের যমজের উৎপত্তি। এদের আকৃতি ভিন্ন ধরনের হয়ে থাকে। গায়ের রং, চোখ বা চুলের রং-ও আলাদা হয়। তবে উভয়ের রক্ত ভিন্নধর্মী নাও হতে পারে। এই দুটি ভিন্ন ভ্রূণঝিল্লিতে অবস্থান করে এবং স্বতন্ত্র ফুল থেকে পুষ্টির সরবরাহ পায়। সাধারণত এসব যমজের একটি হয় ছেলে এবং একটি হয় মেয়ে। যে সব দম্পতি নিজেরা যমজ, তাদের এরকম যমজ সন্তান লাভের যোগ বেশি

কীভাবে যোনির যত্ন নেবেন, রইল চিকিৎসকের দেওয়া ১০ টিপস

Image
বিভিন্ন লোকে বিভিন্ন পরামর্শ দেন। কিন্তু তার সবই ঠিক নয়। বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই ঠিক। এখানে বিভিন্ন চিকিৎসকের মতামত থেকে বাছাই ১০টি টিপস দেওয়া হল। মেয়েরা চুলের যত্ন নেয়, ত্বক ভাল রাখতে রূপচর্চা করে, এমনকী স্লিম চেহারা ধরে রাখতেও চেষ্টার কসুর করে না। কিন্তু, কতজন যোনির যত্ন নেয়? চমকাবেন না। যোনি নারীদেহের এমন একটি অংশ, যা ভাল রাখলে শরীরও ভাল থাকে। নইলে সংক্রমণের জেরে মেয়েরা অসুস্থ হয়ে পড়তে পারে। যোনির যত্ন নিয়ে তাই রইল কিছু ঘরোয়া টিপস। ১. পরিষ্কার রাখুন প্রতিদিন স্নান করার সময় ভাল করে যোনি ধুয়ে নিন। পরিষ্কার জল ব্যবহার করবেন। চাইলে ভি-ওয়াশ জাতীয় লোশন ব্যবহার করতে পারেন। যোনি ধোওয়ার পর নরম তোয়ালে বা টিস্যু দিয়ে মুছে নেবেন। খসখসে কাপড় ব্যবহার করবেন না। ২. সুতির অন্তর্বাস পরুন আমাদের মতো গরমের দেশে যোনি খুব ঘামে। ঘাম জমে ব্যাকটেরিয়ার জন্ম হয় এবং যোনিতে সংক্রমণ হওয়ার ভয় থাকে। এই সমস্যা এড়াতে সুতির অন্তর্বাস ব্যবহার করতে পারেন। ৩. ডিও ব্যবহার করবেন না যোনির স্বাভাবিক একটা গন্ধ আছে। এই গন্ধ ঢাকতে ডিও বা বডি স্প্রে ব্যবহার করবেন না। এর ফলে যোনির ত্বক লাল হয়ে ফুলে উঠতে পারে এবং চুলকুনি হতে

ধর্ষণের পর ধারালো অস্ত্রের আঘাতে বধূকে খুনের চেষ্টা, রণক্ষেত্র আলিপুরদুয়ার

Image
আলিপুরদুয়ার: গৃহবধূকে ধর্ষণের পর ধারালো অস্ত্রের আঘাতে খুনের চেষ্টার অভিযোগ। প্রমাণ লোপাটের জন্য রক্তাক্ত গৃহবধূকে নালায় ফেল দেয় অভিযুক্ত। বুধবার গভীর রাতে নৃশংস ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের তোর্সা চা বাগান এলাকায়। অভিযুক্তের নাম সামসুদ্দিন মিঞা (৬৫)। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, নির্যাতিতা গৃহবধূ দুই শিশুকন্যাকে নিয়ে একাই থাকতেন। তাঁর স্বামী পেশায় শ্রমিক। বর্তমানে তিনি প্রতিবেশী ভুটানে কর্মরত। অভিযোগ, বুধবার মধ্যরাতে ওই গৃহবধুর বাড়িতে ঢুকে পড়ে প্রতিবেশী সামসুদ্দিন। ধর্ষণের পর ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপায় অভিযুক্ত। প্রমাণ লোপাটের জন্য গুরুতর জখম নির্যাতিতাকে এরপর বাড়ির কাছের একটি নালায় ফেলে দেয় অভিযুক্ত। নারকীয় অত্যাচারের সময় চুপ করে থাকলেও অভিযুক্ত এলাকা ছাড়ার পরই চিৎকার শুরু করে দুই নাবালিকা। তাদের চিৎকারে প্রতিবেশীরা এসে রক্তাক্ত গৃহবধূকে উদ্ধার করেন। তড়িঘড়ি তাঁকে আলিপুরদুয়ার হাসপাতালে ভরতি করা হয়। বর্তমানে নির্যাতিতার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তাঁর গলায় গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। এদিকে সকাল হতেই অভিযুক্তের

হার্টের অসুখ ও সুগার নিয়ন্ত্রণে রামদেবের আয়ুর্বেদিক টোটকা

Image
কলকাতা:  টোটকার কোনও ডাক্তারি ডিগ্রি নেই! কিন্তু অ্যালোপ্যাথির পাশাপাশি যুগ যুগ ধরে চলে আসছে এই চিকিৎসা! ফলও মেলে! রইল যোগগুরু রামদেবের হার্টের অসুখ ও সুগার নিয়ন্ত্রণের কিছু টোটকা-- হার্টের অসুখ: ২-৩ চামচ অর্জুন গাছের ছাল চূর্ণ কাপড়ে ভালভাবে ছেঁকে খেয়ে নিন। বুকের ব্যথা সঙ্গে সঙ্গে কমে যাবে। অর্জুন গাছের ছাল জিভের উপর রেখে চুষলে অ্যালোপ্যাথিক ওষুধ সরবিট্রেটের কাজ দেয়। প্রতিদিন পেস্তা খেলে হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে। কোলেস্টেরল কমাতে, রাতে একগ্লাস জলে একমুঠো ধনে ভিজিয়ে রাখুন। সকালে সেই জল ছেঁকে খালিপেটে খান। হৃদরোগ নিয়ন্ত্রণে আনতে কলা খুব উপকারি। প্রতিদিন একটা করে কলা খান। হৃদরোগের সম্ভাবনা ৫০ শতাংশ কমে যাবে। সুগার: ১টা করলা, ১টা শসা, ১টা টোম্যাটো, ৭টা সাদা নয়নতারা ফুল, ৭টা নিমপাতা একসঙ্গে মিশিয়ে রস করে পর পর ৭দিন খান। সুগার কমবে। ৩ গ্রাম চামচূর্ণ সকাল ও সন্ধ্যায় খালিপেটে খেলেও সুগার কমে।

এবার বাস যাত্রায় আপনার সঙ্গী পর্নস্টারেরা !

Image
কেরল: বাসে উঠে দেখলেন, আপনার পাশে বসে আছে সানি লিয়ন ৷ কিংবা আপনার পিছনের সিটে চুপটি করে রয়েছে মিয়া খালিফা ! ভাবুন তো আপনার বাস যাত্রা কতটা হবে রঙিন ! হ্যাঁ, এরকমই ব্যবস্থা করল কেরলের এক বাস মালিক ৷ যাত্রী টানতে বাসের গায়ে ও ভিতরে এঁকে দিলেন পর্নস্টারদের ছবি ৷ তবে কী শুধুই ছবি ? বাসের ভিতর রাখা হল ডিজে ব্যবস্থা ৷ যাতে আপনার সফরের টাইম টুক করে কেটে যায়, সেই কারণেই সব রকমের ব্যবস্থা করে ফেলেছেন কেরলের এই বাস মালিক ৷ বাসের গায়ে মাঝে মধ্যেই সরকারি ও বেসরকারি বিজ্ঞাপন দেখা যায় ৷ তবে পর্নস্টারদের ছবিওয়ালা বাস নিয়ে গোটা কেরলে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন বাস মালিক ৷ জানা গিয়েছে, কেরলের চিক্কোস ট্র্যাভেলসের এই বাসের গায়ে পর্নস্টারের ছবি ছাপাতে খরচা পড়েছে প্রায় ২ লাখ টাকা ৷ ২০ দিন ধরে কেরলের অঙ্কন শিল্পী রথনিশ কল্লেতুমকারা বাসের গায়ে তৈরি করেছেন এই গ্রাফিক্স।

রাহুল প্রধানমন্ত্রী হবেন ব্রাহ্মণ-কন্যার সঙ্গে বিয়ে হলে! সোনিয়াকে ‘সু-পরামর্শ’ সাংসদের

Image
রাহুল গান্ধীকে 'সু-পরামর্শ' দিলেন তেলেগু দেশম পার্টির সাংসদ দিবাকর রেড্ডি। তিনি বললেন, রাহুল গান্ধীকে যদি প্রধানমন্ত্রী হতে হয় কিংবা দেশের বুকে সংখ্যাগরিষ্ঠতা পেতে হয়, তবে অবিলম্বে তাঁর বিয়ে করা উচিত। আবার যাঁকে-তাঁকে নয়, উত্তরপ্রদেশের কোনও ব্রাহ্মণ কন্যাকে বিয়ে করলেই সুদিন ফিরবে রাহুলের। রাহুল হবেন প্রধানমন্ত্রী, রাহুলের দল কংগ্রেস পাবে সংখ্যাগরিষ্ঠতা। চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টির সাংসদ দিবাকর রেড্ডি জানান, এই কথা তিনি অনেকদিন আগেই সোনিয়া গান্ধীকে বলেছিলেন। উত্তরপ্রদেশে সংখ্যাগরিষ্ঠতা পেতে রাহুল গান্ধীর সঙ্গে উত্তরপ্রদেশেরই এক ব্রাহ্মণ কন্যার বিয়ে দিতে হবে। তবেই উত্তরপ্রদেশের সুদিন ফিরবে কংগ্রেসের। একই সঙ্গে দেশের রাজনীতিতেও রাহুল গান্ধী প্রতিষ্ঠা পাবেন। তেলেগু দেশম পার্টির সাংসদ দাবি করেন, তিনি এই প্রস্তাব রাখলেও, ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী ছেলের জন্য এমন প্রস্তাব উড়িয়ে দেন। কিন্তু কেন এমন কথা বললেন টিডিপি সাংসদ। তাঁর ব্যাখ্যা, উত্তরপ্রদেশের রাজনীতিতে হিন্দু-ব্রাহ্মণদের একটা বড় ভূমিকা রয়েছে। আর সেই ভোট ব্যাঙ্ককেই কাজে লাগাতে হবে। এই হিন্দু ভোট ব্যাঙ্ককে কাজে ল

জেনে নিন শনিবার বাজারে কত খসবে পকেট থেকে

Image
বিভিন্ন বাজারে এর মাঝে ঘোরাফেরা করছে সবজি থেকে মাছের দাম। বাজার যাওয়ার আগে জেনে নিন আপনার পকেট খরচের পরিমাণ। সবজি .চন্দ্রমুখী আলু – ২৪ টাকা প্রতিকিলো .জ্যোতি আলু – ১৭ টাকাপ্রতিকিলো .পিঁয়াজ –২৫ টাকা প্রতিকিলো .আদা – ৮০ টাকা প্রতিকিলো .রসুন – ৭০ টাকা প্রতিকিলো .পটল – ২০ টাকা প্রতিকিলো .ঢ্যাঁড়শ – ২০ টাকা প্রতিকিলো .উচ্ছে – ৪০ টাকা প্রতিকিলো .বেগুন – ৩০ টাকা প্রতিকিলো .টমেটো – ৩০ টাকা প্রতিকিলো .লঙ্কা – ৬০ টাকা প্রতিকিলো .কুমড়ো – ২০ টাকা প্রতিকিলো .পালং শাক – ৪০ টাকা প্রতি কিলো .লাল শাক – ৪০ টাকা প্রতিকিলো .গাজর – ৪০ টাকা প্রতিকিলো .ঝিঙে – ৩০ টাকা প্রতিকিলো .ক্যাপসিকাম – ১৩০-১৪০ টাকা টাকা প্রতিকিলো .বরবটি – ৪০ টাকা টাকা প্রতিকিলো মাছ .গোটারুই – ২০০ টাকা কিলো .কাটারুই – ২৫০ টাকা কিলো .গোটাকাতলা – ৩০০ টাকা কিলো .কাটাকাতলা – ৪০০টাকা কিলো .বাটা – ১৬০-১৮০ টাকা কিলো .চারাপোনা – ১৬০ টাকা কিলো .তেলাপিয়া – ১২০ থেকে ১৬০টাকা কিলো .পাবদা – ৫০০ টাকা প্রতি কিলো .পার্শ্বে – ৪০০ টাকা প্রতি কিলো .চিংড়ি – গলদা ৫০০ থেকে ৬০০-টাকা এর মধ্যে .গলদা – ৮০০ টাকা প্রতি কিলো মাংস মুরগি কাটা – ১৮০ টাকা প্রতি কিলো মুরগি

তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে ৫০০ আন্তর্জাতিক ম্যাচ ধোনির

Image
সচিন তেন্ডুলকর ও রাহুল দ্রাবিড়ের পর তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে ৫০০ আন্তর্জাতিক ম্যাচ খেললেন এমএস ধোনি।  শুক্রবার ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচ ছিল ভারতের প্রাক্তন অধিনায়কের ৫০০ তম আন্তর্জাতিক ম্যাচ। ২০০৪ সালে বাংলাদেশের বিরুদ্ধে একদিনের ম্যাচে অভিষেক ধোনির। খেলেছেন ৩১৮ একদিনের ম্যাচ। পাশাপাশি ৯০টি টেস্টও খেলেছেন। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি টি-২০ও তিনিই খেলেছেন। এ পর্যন্ত ৯২টি টি-২০ ম্যাচ খেলেছেন। 

স্কুলেই লাগাতার গণধর্ষণ ক্লাস নাইনের ছাত্রীকে, FIR-এ নাম প্রিন্সিপালেরও

Image
স্কুলের প্রিন্সিপাল-সহ মোট ১৮ জনের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ আনল ক্লাস নাইনের এক ছাত্রী। বিহারের সারানের এক বেসরকারি স্কুলের ওই ছাত্রী শুক্রবার লিখিত অভিযোগ জানায়, বিগত আট মাস ধরে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে। স্কুলের প্রিন্সিপাল, দুই শিক্ষক ছাড়াও অভিযোগে নাম রয়েছে স্কুলের একাধিক ছাত্রের। অভিযোগে সে জানায়, লোকলজ্জার ভয়ে সে এতদিন ধর্ষণের অভিযোগ জানাতে পারেনি।  শুক্রবার সকালে নিগৃহীতা ওই ছাত্রীকে সঙ্গে নিয়ে পুলিশ সুপারের দ্বারস্থ হয় তার পরিবার। অভিযোগের প্রেক্ষিতেই গ্রেপ্তার করা হয়েছে স্কুলের প্রিন্সিপাল উদয় কুমার ওরফে মুকুন্দ সিংকে। এ ছাড়াও অভিযুক্তদের মধ্যে দুই ছাত্র এবং বালাজি নামে এক শিক্ষককেও এদিন গ্রেপ্তার করেছে পুলিশ। মেয়েটির মেডিক্যাল পরীক্ষাও করানো হয়েছে। এফআইআর থেকে জানা গিয়েছে, ২০১৭-র ডিসেম্বরে স্কুলের ল্যাবরেটরির মধ্যে তিন পড়ুয়া তাকে প্রথমবার ধর্ষণ করে। সেই ধর্ষণের ভিডিয়োও করেছিল অভিযুক্তরা। স্কুলের কারও কাছে বা বাড়িতে ঘটনার কথা জানালে, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে সেই ভিডিয়ো আপলোড করার হুমকিও দেওয়া হয়। কয়েক দিনের মধ্যে সেই ভিডিয়ো বন্ধুদের মধ্যে শেয়ার করে অভিযুক্তরা। ধীরে

চাবুক হাতে থাকাই যথেষ্ট নয়

Image
আর কত বার! উন্নাওয়ের নামটা আর কত বার এই জঘন্য কারণে শিরোনামে উঠে আসবে? এই জঘন্য বিষটাই বা আর কতবার এমন দুঃস্বপ্ন হয়ে ধরা দেবে? যেন অনন্ত অন্ধকার এক, যেন শেষ দেখা যায় না। ভিডিয়ো ভাইরাল হয়েছে। এক মহিলাকে টানতে টানতে জঙ্গলে নিয়ে যাচ্ছে তিন যুবক। মোবাইলে ভিডিয়ো করে রাখছে আর এক জন। আকুল আর্তি মহিলার— ছেড়ে দাও, ছেড়ে দাও। অবিচলিত দুষ্কৃতীদের হুমকি— চিৎকার করলেই ভিডিয়ো ছড়িয়ে পড়বে টিভিতে। টিভি-তে না হোক, ইন্টারনেটে শেষ পর্যন্ত ছড়িয়েই পড়ল সে ভয়ঙ্কর দৃশ্যের ভিডিয়ো। চার জনের মধ্যে দু'জনকে গ্রেফতারও করল পুলিশ, শুরু হল তদন্ত, শুরু হল বাকি দু'জনের খোঁজও। কিন্তু অসীম লজ্জা কি তাতে বিন্দুমাত্র কমে? তরুণীকে ধর্ষণ করেছেন বিধায়ক, প্রথমে এই অভিযোগকে কেন্দ্র করে শিরোনামে এল উন্নাও। সেই তোলপাড়ের মাঝেই ন'বছরের নাবালিকাকে ধর্ষণের পর রক্তাক্ত অবস্থায় ফেলে গিয়েছিল দুষ্কৃতীরা, এই উন্নাওতেই। এ বার এক দল যুবক বেপরোয়া, অবিচলিত ভঙ্গিতে জঙ্গলে টেনে নিয়ে গেল এক মহিলাকে, চলল শ্লীলতাহানি,হল ভিডিয়ো রেকর্ডিং। প্রশাসনিক ব্যর্থতা কোথায় পৌঁছলে একই এলাকায় উপর্যুপরি এই রকম ঘটনা ঘটতে পারে! উত্তরপ্রদেশের এই জনপ

দুর্নীতির দায়ে ১০ বছর জেল নওয়াজের, কন্যার ৭ বছর

Image
দুর্নীতির দায়ে ১০ বছরের জেল হল পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের। আর তাঁর কন্যা মরিয়ম শরিফকে দেওয়া হল ৭ বছরের কারাদণ্ড। দুর্নীতির যে চারটি মামলা রয়েছে শরিফের বিরুদ্ধে, তার একটির রায়ে এই সাজা পেলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। অভিযোগ ছিল, লন্ডনের অভিজাত অ্যাভেনফিল্ড হাউসে যে চারটি ফ্ল্যাট রয়েছে নওয়াজ শরিফের নামে, তাদের দাম তাঁর আয়ের সঙ্গে সঙ্গতিহীন। এই মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন শরিফের জামাতা পাক সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন সফদার এবং শরিফের দুই পুত্র হাসান ও হুসেন।  শরিফ ও তাঁর কন্যা মরিয়ম এখন লন্ডনে। তাঁরা যাতে দেশে ফিরে আদালতে দাঁড়িয়েই এই মামলার রায় শুনতে পারেন, তার জন্য রায়দান এক সপ্তাহ পিছনোর আর্জি জানিয়েছিলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। আর্জিতে শরিফ জানিয়েছিলেন, তাঁর স্ত্রী কুলসুম নওয়াজ গুরুতর অসুস্থ হয়ে লন্ডনে হাসপাতালে ভর্তি রয়েছেন। তাই তাঁদের দেশে ফিরে রায় শোনার জন্য এক সপ্তাহ সময় দেওয়া হোক। কিন্তু তাঁর সেই আর্জি শুক্রবার খারিজ করে দেয় পাক আদালত। গলার ক্যানসারের চিকিৎসার জন্য বছরখানেক আগে লন্ডনে যান শরিফের স্ত্রী কুলসুম। সেখানে তাঁকে দেখার জন্য নওয়াজ ও তাঁর

নিষেধাজ্ঞা উড়িয়ে আম পাকাতে কার্বাইডই

Image
আম পাকানোর জন্য এ রাজ্যে যথেচ্ছ কার্বাইড ব্যবহারের জেরে বিদেশে আম রফতানিতে আগেই নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপিয়ান ইউনিয়ন। অসমের মতো এ দেশের একাধিক রাজ্যেও কার্বাইডে ব্যবহার করে পাকানো আম বিক্রি করা নিষেধ। ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন উত্তর ২৪ পরগনার চাষিরা। এর পরেও কার্বাইড দিয়ে আম পাকানো বন্ধ হয়নি। বারাসত, দত্তপুকুর, আমডাঙা, দেগঙ্গা এলাকায় কৃষি দফতরের নিষেধা়জ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে দেদার চলছে কার্বাইডের ব্যবহার। বিষাক্ত রাসায়নিক যুক্ত সেই আম কলকাতা হয়ে ছড়িয়ে পড়ছে গোটা রাজ্যে। উত্তর ২৪ পরগনায় রয়েছে প্রচুর আমের বাগান। দত্তপুকুর এলাকায় দেখা গেল, গাছ থেকে কাঁচা আম পেড়ে ঝুড়িতে বিচালি ও কাগজ পেতে রাখা হচ্ছে। ঝুড়ির মধ্যে মাটির ভাঁড়ে কার্বাইডের টুকরো রেখে চলছে আম পাকানো। দেগঙ্গার বেড়াচাঁপার পাইকারি বাজার থেকে রোজ ওই আম বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, উত্তরপ্রদেশ, দিল্লি, শিলিগুড়ি, নেপালে যায়। চৌরাশির আম চাষি খালেক আলি মণ্ডল বলেন, ''কার্বাইড দিয়ে আম পাকালে রং গাঢ় হলুদ হয়। ক্রেতারা তা বেশি পছন্দ করেন।'' একটি বহুজাতিক সংস্থার রসায়নবিদ অনিন্দ্য চট্টোপাধ্যায় বলেন, ''ক্যালসিয়াম কার্ব

এ বার জেলা হাসপাতালে ক্যানসারের ওষুধ আর অঙ্কোলজিস্ট

Image
সরকারি হাসপাতালে ক্যানসারের চিকিৎসা ব্যবস্থায় বদল আসতে চলেছে। ইতিমধ্যে পাওয়া গিয়েছে নবান্নের সবুজসঙ্কেত। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, সব ঠিকঠাক থাকলে আগামী অগস্ট থেকে নতুন নীতি অনুসারেই চলবে চিকিৎসা। স্বাস্থ্যকর্তাদের মতে, ক্যানসারের অতি দামি ওষুধের যুক্তিযুক্ত কেনাকাটা, জেলাস্তরে ক্যানসারের ওষুধের সরবরাহ বাড়ানো এবং ক্যানসার আক্রান্তদের ভিড়কে বিভিন্ন হাসপাতালের মধ্যে বণ্টন করে তাঁদের চিকিৎসাপ্রক্রিয়ায় গতি আনাই নতুন নীতির লক্ষ্য। নতুন নীতিতে, ক্যানসারের চিকিৎসার জন্য জেলা হাসপাতালগুলিকে যোগ করা হচ্ছে নিকটস্থ এক-একটি মেডিক্যাল কলেজের সঙ্গে। জেলা হাসপাতালগুলিতে নিয়োগ হচ্ছেন অঙ্কোলজিস্ট বা ক্যানসার বিশেষজ্ঞ। কোন জেলা হাসপাতালে কত জন ক্যানসার রোগী আছেন, তাঁদের কার কোন ওষুধ দরকার তা সংশ্লিষ্ট মেডিক্যাল কলেজকে লিখিত ভাবে জানাবে যুক্ত হওয়া জেলা হাসপাতাল। সেই অনুযায়ী ওই মেডিক্যাল কলেজ ওষুধের বরাত দেবে। ওষুধ সরাসরি সরবরাহ হবে জেলা হাসপাতালে। শারীরিক পরীক্ষার জন্যও ওই জেলা হাসপাতাল থেকে রোগীরা যাবেন নির্দিষ্ট করে দেওয়া মেডিক্যাল কলেজে। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী জানিয়েছেন, অপচয়ের অ

অমিত শাহের পরে আসছেন নরেন্দ্র মোদী, এ বার মেদিনীপুরে

Image
বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের পরে এ বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।। শাহ এসেছিলেন পুরুলিয়ায়। মোদী আসছেন মেদিনীপুরে। জঙ্গলমহল সন্নিহিত অঞ্চলে লোকসভা ভোটের আগে বিজেপি যে বিশেষ নজর দিচ্ছে, তার ইঙ্গিত আরও স্পষ্ট হচ্ছে। ধান-সহ ১৪টি খারিফ শস্যের সহায়ক মূল্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মোদীর মন্ত্রিসভা। তার জন্য মোদীকে অভিনন্দন জানাতে ১৬ জুলাই মেদিনীপুরে সভা করবে বিজেপি। সেখানে উপস্থিত হয়ে 'অভিনন্দন' গ্রহণ করার কথা মোদীর। বিজেপি সূত্রের মতে, ওই সভার মধ্য দিয়ে মোদীর 'কৃষকবন্ধু' ভাবমূর্তি প্রচারের পাশাপাশি এ রাজ্যে তৃণমূল সরকারের উপরে চাপ তৈরি করা যাবে। দেশের বিভিন্ন প্রান্তে কৃষক আত্মহত্যা এবং কৃষক আন্দোলনের জেরে লোকসভা ভোটের বছরখানেক আগে ফসলের সহায়ক মূল্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। লোকসভা ভোটে এর ফায়দা তুলতে দেশের বিভিন্ন রাজ্যেই প্রধামন্ত্রীকে অভিনন্দন জানানোর কর্মসূচি নিচ্ছে বিজেপি। তার মধ্যে পশ্চিমবঙ্গে মেদিনীপুরকে ওই কর্মসূচির জন্য বেছে নেওয়ার পিছনে অবশ্য অন্য রাজনৈতিক কৌশলও রয়েছে বলে বিজেপি সূত্রের ব্যাখ্যা। পুরুলিয়ায় তিন বিজেপি কর্মীর মৃত্যুর পরে সেখ

বিমার ফাঁদে পুলিশের প্রাক্তন কর্তাই

Image
বেসরকারি বিমা সংস্থার চাকরি ছেড়েছিল আগেই। কিন্তু সেই সংস্থার তথ্য ব্যবহার করেই প্রতারণার ফাঁদ বিছিয়েছিল এক যুবক। দোসর হিসেবে পেয়েছিল আর এক বন্ধুকেও। শেষরক্ষা হয়নি। রাজ্য পুলিশের এক অবসরপ্রাপ্ত ডিএসপি-কে ঠকানোর অভিযোগে প্রতারণা চক্রের চাঁই মণীশ চিত্রাংশকে পাকড়াও করেছে বাঁশদ্রোণী থানা। তার শাগরেদ সত্যবীর সিংহ রাজপুত বিহারে জেলবন্দি। পুলিশ সূত্রের খবর, সম্প্রতি বিহারে শ্বশুরবাড়িতে মদ-সহ ধরা পড়েই হাজতবাস করছে সে। পুলিশ সূত্রের খবর, বাঁশদ্রোণী এলাকার বাসিন্দা প্রাক্তন পুলিশকর্তা চন্দ্রকান্ত দাসমহাপাত্রকে ফোন করে এক ব্যক্তি বেসরকারি বিমা সংস্থার প্রতিনিধি বলে পরিচয় দেয় এবং প্রিমিয়াম জমা দেওয়ার জন্য অ্যাকাউন্ট নম্বর পাঠায়। সেই অ্যাকাউন্টে টাকা জমাও দেন চন্দ্রকান্তবাবু। পরে তিনি জানতে পারেন, ওই অ্যাকাউন্টটি আদৌ বিমা সংস্থার নয়। পুলিশ জানিয়েছে, মণীশ চাকরি ছাড়ার সময়ে গ্রাহকদের ফোন নম্বর-সহ যাবতীয় তথ্য হাতিয়ে নিয়েছিল। সেই নম্বরে ফোন করে প্রিমিয়াম জমা দিতে বলত এবং সংস্থার ব্রোশিওরে কারসাজি করে আসল অ্যাকাউন্ট নম্বরের বদলে নিজেদের অ্যাকাউন্ট নম্বর দিয়ে দিত। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, গাজিয়াব

ক্যাম্পাস সাক্ষাৎকারে প্রচুর চাকরি, দাবি যাদবপুরের

Image
শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যাদবপুর বিশ্ববিদ্যালয় সম্পর্কে বলেছিলেন, ''নিরানব্বইটি জায়গা ভাল। এই একটি জায়গা খারাপ।'' সেই যাদবপুরে এ বার গত বছরের থেকেও ক্যাম্পাস ইন্টারভিউ দিয়ে চাকরি পাওয়ার হার বেশি বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয়-কর্তৃপক্ষ। গত বছর ক্যাম্পাস ইন্টারভিউয়ে যোগ দেওয়া পড়ুয়াদের ৮৫% চাকরি পেয়েছিলেন। এ বার ৮৫% শতাংশের বেশি চাকরি পেয়েছেন বলে কর্তৃপক্ষের দাবি। প্লেসমেন্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক শমিতা ভট্টাচার্য শুক্রবার জানান, গত বছর ইঞ্জিনিয়ারিং বিভাগের ২৫ জন পড়ুয়া ৩০ লক্ষ টাকার বেশি বার্ষিক প্যাকেজ পেয়েছিলেন। এ বার সংখ্যাটা বেড়েছে। এ বার ৩০ থেকে ৪২ লক্ষ টাকার বার্ষিক প্যাকেজ পেয়েছেন ৪০ জন। ক্যাম্পাস ইন্টারভিউ দিয়ে সব থেকে বেশি, ৪২ লক্ষ টাকার প্যাকেজের চাকরি পেয়েছেন দু'জন। তাঁদের এক জন কম্পিউটার সায়েন্স বিভাগের পড়ুয়া, অন্য জন তথ্যপ্রযুক্তি বিভাগের। তবে তথ্যপ্রযুক্তি বিভাগের ওই পড়ুয়া চাকরি নেননি। উচ্চশিক্ষার জন্য বিদেশে যাচ্ছেন তিনি। শমিতাদেবী জানান, কম্পিউটার সায়েন্স বিভাগে এ বার সর্বনিম্ন প্যাকেজ ১০ লক্ষ টাকা। এই বিভাগের পড়ুয়ারা গড়ে ২০ লাখ

ফেসবুক প্রেমে বিয়ের মণ্ডপে, ধৃত পাচারকারী

Image
ফেসবুকের প্রেম গড়িয়েছিল বিয়ের মণ্ডপ পর্যন্ত। কিন্তু চার হাত এক হওয়ার আগেই মণ্ডপে হাজির পুলিশ। বাসরঘর নয়, হবু বরের রাত কাটল শ্রীঘরে! প্রাথমিক তদন্তে পুলিশের সন্দেহ গজেন্দ্র নামে রাজস্থানের ওই বাসিন্দা নারী পাচারে যুক্ত। বিয়ের ফাঁদ পেতে মেয়েদের ভিন্ন জায়গায় নিয়ে যাওয়াই তাদের কাজ।  ধুবুরির জেলাশাসকের দফতরে কাজ করেন শোভা বাসফর। তাঁর সঙ্গে ফেসবুকে আলাপের পরে গজেন্দ্র জানিয়েছিল, তার বাড়ি তেজপুরে। পরে জানায় বাড়ি তিনসুকিয়ায়। ১০ মাস অনলাইনে প্রেম চলার পরে বিয়ের প্রস্তাব দেয় গজেন্দ্র। বিয়ের আগে গজেন্দ্র জানায় আসলে সে মধ্যপ্রদেশের বাসিন্দা। বৃহস্পতিবার পাত্র ও তার দুই বন্ধু বিয়ে করতে ধুবুরি আসে। কিন্তু পাত্রীর বন্ধুরা পাত্রের কাছে পরিচয়পত্র ও ঠিকানার প্রমাণপত্র চায়। গজেন্দ্র কিছুই দেখাতে পারেনি। এর পর মেয়ের বাড়ি থেকে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ বরবেশে গজেন্দ্র ও তার দুই বন্ধু অশোক কুমার ও অমিত আনন্দকে গ্রেফতার করে।

বিয়ের যৌতুক রক্তদান শিবির

Image
ছোটবেলা থেকে নিজের বিয়ের স্বপ্ন দেখত মেয়েটি। বাকি সকলের মতোই লাল বেনারসি, আলতা-চন্দন আর অনেক মানুষের হই-হট্টগোলের দৃশ্য কল্পনা করত মনে মনে। তবে সে ভিড় নিছক আনন্দ করা বা বিয়েবাড়ির ভোজনের জন্য নয়, মানুষের জন্য কোনও কাজে লাগার!  সে স্বপ্নকে বাস্তব করলেন তেহট্টের বাজারপাড়ার মেয়ে সৌমিতা মণ্ডল। মা-বাবার আদরের একমাত্র মেয়ে জেদ ধরেছিলেন বিয়ের দিনে রক্তদান শিবিরের আয়োজন করতে হবে। মেয়ের আবদার রাখতে পেরে খুশি মা-বাবাও। এদিনের রক্তদান শিবিরে আত্মীয়স্বজন ও প্রতিবেশী মিলে মোট চল্লিশজন রক্তদান করেন। জাঁকজমক করে অনুষ্ঠানের চেয়ে একজন মুমূর্ষুকে রক্ত দিয়ে জীবনে ফেরানো অনেক বেশি জরুরি মনে হয়েছিল সৌমিতার— ''ছোট থেকেই জেনেছি, রক্ত মানুষের জীবনে কতটা প্রয়োজন। ওঁরা যেভাবে আমার ইচ্ছেপূরণ করলেন, তাতে আমি অভিভূত!'' রক্তদান পর্ব শেষ হলে বিয়ের অন্যান্য ক্রিয়া শুরু করা হয়। সিদ্ধেশ্বরীতলা ইনস্টিটিউশনের অঙ্কের শিক্ষক  সুবিনয় মণ্ডলের মেয়ে সৌমিতা বি টেক ইঞ্জিনিয়ার। সুবিনয়বাবু এলাকার সমাজসেবী হিসাবে পরিচিত। সৌমিতার মা একজন স্বাস্থ্যকর্মী। সুবিনয়বাবু বলেন, "কয়েকদিন আগে সোদপুরের অর্পণ হাজরার সঙ্গে

ইউরেনিয়াম-কাণ্ডে ধৃতের সঙ্গে তৃণমূল নেতাদের ওঠাবসা!

Image
ইউরেনিয়াম কাণ্ডে ধৃতদের সঙ্গে বসন্ত সিংহ (মাঝে)।  বুধবার রাতে এক কেজি ইউরেনিয়াম নিয়ে গ্রেফতার হওয়া পাঁচ জনের মধ্যে ছিলেন মুর্শিদাবাদের বাসিন্দা বসন্ত সিংহ। সেই বসন্ত সিংহ কে? পুলিশি জেরায় তিনি বলেছিলেন তাঁর বাড়ি বহরমপুরের কাশিমবাজারে। জেরার মুখেই দাবি করেছিলেন শাসক দলের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগের কথা। সেই তদন্ত করতে গিয়েই বসন্তর ফেসবুক অ্যাকাউন্টে থাকা ছবি দেখে তাজ্জব গোয়েন্দারা। জেলা তৃণমূলের হেন কোনও নেতা নেই, যাঁর সঙ্গে বসন্তের ঘনিষ্ঠ ছবি নেই। তবে জেলা সভাপতি সুব্রত সাহা, জেলার প্রাক্তন যুব সভাপতি অশেষ ঘোষ— যিনি এখন সূতি থেকে জেলা পরিষদ সদস্য — এই দু'জনের সঙ্গে বসন্তর ঘনিষ্ঠতা অনেক বেশি। প্রাক্তন বিধায়ক ইমানি বিশ্বাসের সঙ্গেও তাঁর একাধিক ছবি পাওয়া গিয়েছে। মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের অধিকাংশ কর্মী বা ছোট-বড় নেতা বসন্তকে একডাকে চেনেন। তাঁদেরই এক জন বললেন, "সুব্রত সাহা আর অশেষ ঘোষের খুব ঘনিষ্ঠ সঙ্গী হিসাবেই আমরা বসন্তকে চিনি। জেলা পার্টি অফিস থেকে শুরু করে দলের যে কোনও অনুষ্ঠানে এই দুই নেতা থাকলেই বসন্ত সেখানে থাকবেই। এঁদের সঙ্গে এক মঞ্চে সবসময় দেখা যায় বসন্তক

উরুগুয়ের পায়ের মার খেয়েও জিতল ফ্রান্স

Image
ফ্রান্স ২  :  উরুগুয়ে ০ শারীরিক শক্তির বিরুদ্ধে লড়াইয়ে জয়ী দক্ষতা ও অভিজ্ঞতা। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স বনাম উরুগুয়ে ম্যাচটা নিয়ে আগ্রহ তুঙ্গে ছিল ফুটবলপ্রেমীদের। এক দিকে কিলিয়ান এমবাপে, পল পোগবা, রাফায়েল ভারান, আঁতোয়া গ্রিজ়ম্যান-সহ একঝাঁক তারকা। অন্য দিকে লুইস সুয়ারেস, দিয়েগো গদিন, ফের্নান্দো মুসলেরার মতো ফুটবলারেরা। কিন্তু ম্যাচটা শুরু হওয়ার পরেই ধাক্কা খেলাম উরুগুয়ের রণনীতি দেখে। লাতিন আমেরিকার শিল্পের বদলে শারীরিক শক্তি ব্যবহার করে ফ্রান্সকে আটকানোর চেষ্টা। চোটের কারণে এদিনসন কাভানি দল থেকে ছিটকে যাওয়ার জন্যেই হয়তো ওঁরা ভেবেছিলেন, শক্তি প্রয়োগ করে খেললে ভয় পেয়ে যাবেন এমবাপেরা। ছন্দ নষ্ট হয়ে যাবে ফ্রান্সের খেলায়। এখানেই মারাত্মক ভুল করেন উরুগুয়ের কোচ অস্কার তাবারেস। ফ্রান্সের সব চেয়ে ইতিবাচক দিক হল, সবাই বল ধরে খেলতে পারেন। ম্যাচের গতি নিয়ন্ত্রণ করতে পারেন। অধিকাংশ ফুটবলারই ইউরোপের সেরা লিগে খেলেন। তাই শক্তি  দিয়ে যে ওঁদের কখনওই ৯০ মিনিট আটকে রাখা যাবে না, প্রমাণ করে দিলেন অলিভিয়ের জিহু-রা। এই ছন্দ ধরে রাখতে পারলে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পারেন এমবাপেরা। শেষ ষোলোর ম্যাচ

‘বেলজিয়ামের হাতেই সাঙ্গ হল ব্রাজিল-বধ পালা’

Image
বেলজিয়াম ২   :    ব্রাজিল ১ বেলজিয়ামকে হারিয়ে বন্ধুদের সঙ্গে উৎসব করতে যাওয়ার পরিকল্পনা ছিল। ভাবিনি অভিশপ্ত কাজ়ানে ব্রাজিলেরও বিশ্বকাপ অভিযান শেষ হয়ে যাবে। বেলজিয়াম গোলকিপার থিবো কুর্তোয়াই কার্যত আমাদের হারিয়ে দিলেন। কাজ়ানে বেলজিয়ামের বিরুদ্ধে শুরুটা কিন্তু দুর্দান্ত করেছিল ব্রাজিল। আট মিনিটে নেমার দা সিলভা স্যান্টোস (জুনিয়র)-এর কর্নার থেকে উড়ে আসা বলে থিয়াগো সিলভার পুশ ধাক্কা খায় ক্রসবারে। ব্রাজিলের আক্রমণের ঝড়ে রীতিমতো অসহায় দেখাচ্ছিল বেলজিয়াম ডিফেন্ডারদের। কে ভেবেছিল, পাঁচ মিনিটের মধ্যেই বিপর্যয় নেমে আসবে। এডেন অ্যাজারের কর্নার বিপন্মুক্ত করতে গিয়ে নিজের গোলেই বল ঢুকিয়ে দেবেন কার্লোস কাজিমিরোর পরিবর্তে প্রথম দলে সুযোগ পাওয়া ফের্নান্দিনহো লুইস রোসা। দ্বিতীয় গোলটার ক্ষেত্রেও আংশিক ভাবে দায়ী ফের্নান্দিনহো। ওঁকে নামানো হয়েছিল মাঝমাঠে বেলজিয়ামের ছন্দ নষ্ট করার জন্য। কিন্তু গোল করার জন্য নিজের জায়গা ছেড়ে বারবারই উঠে যাচ্ছিলেন বিপক্ষের পেনাল্টি বক্সে। ফলে মাঝমাঠ ও রক্ষণের মধ্যে শূন্যস্থান তৈরি হয়েছিল। ৩১ মিনিটে সেটাই দুর্দান্ত ভাবে কাজে লাগাল বেলজিয়াম। রোমেলু লুকাকু বল নিয়ে উঠে পাস দি

এটিএমে ঢুকে বিপাকে প্রতারক, পাকড়াও কোটি টাকার প্রতারণার পাণ্ডা

Image
তিনি অবসরপ্রাপ্ত পুলি‌শকর্তা। ঠগ জোচ্চোরদের ভালই চেনেন। মাসখানেক আগে যখন তাঁর কাছে বিমা কোম্পানির ফোন আসে তখন তিনি কোনও কিছু সন্দেহ করেননি। বিমা কোম্পানি থেকে ফোনে তাঁকে বলা হয়েছিল, তাঁর প্রিমিয়ামের টাকা তিনি নির্দিষ্ট সময়ের আগে দিলে তাঁকে ছাড় দেওয়া হবে। নর্দার্ন পার্কের বাসিন্দা পুলিশকর্তা চন্দ্রকান্ত দাস মহাপাত্র সন্দেহ করেননি, কারণ যারা ফোন করেছিল তারা প্রিমিয়ামের টাকার অঙ্ক একদম সঠিক বলেছিল। তারা প্রিমিয়াম জমা দেওয়ার শেষ তারিখও ঠিকঠাক বলেছিল। আর সেই কারণেই ফোনে বলা অ্যাকাউন্ট নম্বরে দু'টি বিমার প্রিমিয়ামের চার লাখ টাকা কোনও দ্বিধা ছাড়াই ট্রান্সফার করে দেন। তার পরই জানতে পারেন, গোটাটাই প্রতারণা যখন বিমা কোম্পানি জানিয়ে দেয় তারা কোনও টাকা পায়নি। পুলিশকর্তা বাঁশদ্রোণী থানায় অভিযোগ দায়ের করেন। সেই তদন্তে নেমেই চক্রের পাণ্ডা ২১ বছরের মণীশ চিত্রাংসকে গ্রেফতার করে বাঁশদ্রোণী থানার পুলিশ। আর সেখান থেকেই জানা যায়, গত দু'বছরে এই ভাবে কমপক্ষে এক কোটি টাকা প্রতারণা করেছে মণীশ। কী ভাবে প্রতারণা? জেরায় জানা যায়, দু'বছর আগে ওই বেসরকারি বিমা কোম্পানির কর্মী ছিল মণীশ। চাকরি চলে যাওয়ার

সেমিফাইনালে ফ্রান্স, বিদায় নিলেন সুয়ারেসরা

Image
প্রথম দল হিসেবে রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনালে উঠল ফ্রান্স। শুক্রবার সন্ধেয় নিঝনি নভগরদ স্টেডিয়ামে শেষ আটের ম্যাচে দিদিয়ের দেশঁর দল ২-০ হারাল উরুগুয়েকে। ২০০৬ সালে শেষবার বিশ্বকাপের শেষ চারে গিয়েছিল ফরাসিরা। এক যুগ পরে আবার উঠল সেমিফাইনালে। বিরতির আগে ৪০ মিনিটে আন্তোনিও গ্রিজম্যানের ফ্রি-কিক থেকে দুরন্ত হেডে রাফায়েল ভারানের গোল এগিয়ে দিয়েছিল। দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে আন্তোনিও গ্রিজম্যানের শট গোলরক্ষক মুসলেরার ভুলে হাতে লেগে ঢুকে গেল গোলে। দ্বিতীয় গোলই উরুগুয়ের লড়াকু মানসিকতাকে চুপসে দিল। এডিনসন কাভানির অনুপস্থিতিতে উরুগুয়ের আক্রমণ কখনই সেভাবে দানা বাঁধল না। লুই সুয়ারেজের সঙ্গে কাভানির যুগলবন্দিই তো হল না। আর ফ্রান্স ক্রমশ ছন্দে ফিরল। শেষের দিকে মাঝমাঠে দাপট দেখাতে শুরু করলেন পল পোগবারা। আরও গোল করতেই পারত ফ্রান্স। তোলিসো একবার বারের ওপর দিয়ে মারলেন। একবার অলিভার জিহুর শট বাইরে গেল। এর মধ্যেই একবার এমবাপের পড়ে যাওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হল মাঠ। মিনিটখানেক বন্ধ থাকল খেলা। রেফারি হলুদ কার্ড দেখালেন উরুগুয়ের রডরিগেজ ও ফ্রান্সের এমবাপেকে। ফ্রান্স ও উরুগুয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার পথে ছিটকে দ