Posts

Showing posts from June 21, 2018

গণধর্ষণে গর্ভবতী হওয়ার পর হাতুড়ে দিয়ে গর্ভপাত, মর্মান্তিক পরিণতি হল কিশোরীর

Image
স্থানীয় একটি ওষুধের দোকানে নিয়ে গিয়ে হাতুড়ে ডাক্তার দিয়ে তার গর্ভপাত করানো হয়। এর পর থেকে অসুস্থ হয়ে পড়ে ওই কিশোরী। অবস্থা গুরুতর হলে তাকে মাল সুপার স্পেশালিটি হাসপাতাল ও পরে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে আজ ভোর রাতে তার মৃত্যু হয় তার। গণধর্ষণের কথা বাড়িতে চেপে গিয়েছিল কিশোরী। তাই কাল হল শেষ পর্যন্ত। হাতুড়ের কাছে গর্ভপাত করাতে গিয়ে মৃত্যু হল তাঁর। ঘটনা ডুয়ার্সের বানারহাটের।  পুলিস সূত্রে জানা গিয়েছে, ৫ মাস আগে ১৬ বছর বয়সী ওই কিশোরী বানারহাট চা-বাগানে ছাগল চরাতে গিয়ে গণধর্ষণের শিকার হয়। কিন্তু ঘটনাটি পরিবারের কাছে চেপে গিয়েছিল সে। সম্প্রতি নাবালিকা অসুস্থ হয়ে পড়লে পরীক্ষা করে যানা যায় গর্ভবতী হয়ে পড়েছে সে।  প্রতিবেশীরা জানিয়েছেন,  এরপরে তাকে স্থানীয় একটি ওষুধের দোকানে নিয়ে গিয়ে হাতুড়ে ডাক্তার দিয়ে তার গর্ভপাত করানো হয়। এর পর থেকে অসুস্থ হয়ে পড়ে ওই কিশোরী। অবস্থা গুরুতর হলে তাকে মাল সুপার স্পেশালিটি হাসপাতাল ও পরে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে আজ ভোর রাতে তার মৃত্যু হয় তার।  কিশোরীর মৃত্যুর খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে এলাকাবাসী বানারহাট হাসপাতাল

পুলিশকে সব্জি না দেওয়ায় গ্রেফতার নাবালক।

Image
বাঘে ছুঁলে আঠারো ঘা। আর পুলিশে ছুঁলে? গত তিন মাস ধরে জেলে রয়েছে পটনার এক দরিদ্র সব্জিওয়ালার ছেলে। অপরাধ? পুলিশের মুখের উপর সে 'না' বলেছিল। পুলিশ বিনা পয়সায় সব্জি চেয়েছিল। কিন্তু সে রাজি হয়নি। স্থানীয় সংবাদপত্রের দাবি, সেই অপরাধেই তাকে জেলে চালান করে দেওয়া হয়েছে। এই ঘটনায় পুলিসের ভূমিকা নিয়ে যেমন প্রশ্ন উঠেছে। সেরকমই অস্বস্তিতে পড়ে গিয়েছে বিহারের নীতীশ কুমার প্রশাসন। বিহার পুলিশের বিরুদ্ধে অভিযোগ নতুন কিছু নয়। রাজ্যে মদ নিষিদ্ধ হলেও বেআইনি মদ ব্যবসায়ীদের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে বলে অভিযোগ। পুলিশের প্রায় আড়াইশো কর্মীকে বরখাস্ত করা হয়েছে। কিন্তু তার পরেও পুলিশের দুর্নাম ঘোচেনি। জানা গিয়েছে, সব্জি মালিকের ছেলেকে গ্রেফতারের ঘটনায় নিজেদের ঘা়ড থেকে  দায় ঝেড়ে ফেলার চেষ্টা শুরু হয়েছে। তাদের দাবি, মোটর বাইক চুরির সঙ্গে যুক্ত থাকায় তাকে গ্রেফতার করা হয়েছিল। অন্যদিকে সব্জি মালিকের অভিযোগ, গত ২০ মার্চ ছেলে বাড়ি না ফেরায় তিনি পুলিশের কাছে অভিযোগ জানাতে গিয়েছিলেন। সেখানেই  জানতে পারেন, ছেলেকে গ্রেফতার করা হয়েছে। আধার কার্ড দেখিয়ে বাবার দাবি, তাঁর ছেলে নাবালক। বয়স মাত্র ১৪। তাকে অন্যায়ভ

লোহা, ইস্পাত, ডাল সহ ২৯টি মার্কিন পণ্যে আমদানি শুল্ক বাড়াল কেন্দ্র

Image
চিনের পর ভারতও এ বার আমেরিকার সঙ্গে নেমে পড়ল বাণিজ্য যুদ্ধে। আমেরিকা থেকে আমদানি করা ডাল, লোহা ও ইস্পাতজাত পণ্য সহ মোট ২৮টি পণ্যের ওপর শুল্ক বাড়াল ভারত। আরও একটি পণ্য- এক ধরনের সামুদ্রিক চিংড়ির ওপর আমদানি শুল্ক বাড়ছে ৪ অগস্ট থেকে। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ কথা জানানো হয়েছে। কিছু দিন আগে ভারত সহ অন্যান্য দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক বাড়ানোর কথা ঘোষণা করে ওয়াশিংটন। তার পরেই প্রায় গোটা বিশ্বের সঙ্গে বাণিজ্য যুদ্ধ শুরু হয়ে যায় আমেরিকার। আমদানি করা মার্কিন পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে দেয় বেজিং। শুল্ক বাড়ায় ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলিও। মার্কিন মুলুক থেকে আমদানি করা ওই পণ্যগুলির শুল্ক বাড়ানোর ব্যাপারে দিল্লির ঘোষণাকে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তেরই বদলা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লোহা ও লৌহজাত পণ্যের ওপর আমদানি শুল্ক ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৭.৫০ শতাংশ করা হয়েছে। এত দিন স্টেনলেস স্টিলের ওপর আমদানি শুল্ক ছিল ১৫ শতাংশ। তা বাড়িয়ে করা হল ২২.৫০ শতাংশ। মার্কিন মুলুক থেকে আমদানি করা ছোলা ও মুসুর ডালের ওপর এত দিন

শাশুড়িকে মারধর করে কান ছিঁড়ে নেওয়ার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে

Image
দমদম: বাগদায় শাশুড়িকে মারধোর করে কান ছিঁড়ে দেবার  অভিযোগ জামাই এর বিরুদ্ধে।  জামাইষষ্ঠী তে শাশুড়িকে মারধর করে কান  কান ছিঁড়ে দেবার অভিযোগ জামাই এর বিরুদ্ধে। ঘটনা টি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার মনোহরপুর এলাকায়। অভিযুক্ত জামাই সঞ্জু মন্ডল পলাতক। দমদম দুর্গানগরের বসিন্দা জামাইষষ্ঠীতে পাথুরিয়া এলাকার শ্বশুরবাড়িতে আসে । মঙ্গলবার জামাইষষ্ঠী কাটিয়ে বুধবার  মামি শাশুড়ির বাড়িতে ঘুরতে যায়। মামি শাশুড়ির বাড়িতে ঘুরতে গেলে জামাই ও মামি শাশুড়ির মেয়ের বসচা বাধে। সেই বসচা কে কেন্দ্র করে দুই বোনের মধ্যে হাতহাতি শুরু হয়। সেই হাতাহাতি থামাতে আসে মামি শাশুড়ি। হাতাহাতি থামাতে এলে জামাই ও মামি শাশুড়ি পরস্পরের সঙ্গে জড়িয়ে পড়ে । এমন সময় হঠাৎ করে জামাই মামি শাশুড়ির কান কেটে নিয়েছে ৷  ঘটনায় পরিস্থিতি রক্তাত হয়েছে ৷ এরপর আহত মামি শাশুড়িকে স্থানীয় বাগদা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য় ৷ জামাই  মারধর ও ফোনে হুমকি দিচ্ছে বলে  বাগদা থানায় লিখিত অভিযোগ করা হয়েছে । ঘটনার পর থেকেই পলাতক জামাই। ঘটনার তদন্তে বাগদা থানার পুলিশ।

জেনে নিন, কীভাবে বুঝবেন, সিলিন্ডারে কতটা গ্যাস বাকি রয়েছে!

Image
কলকাতা: আমরা সাধারণত, সিলিন্ডার ঝাঁকিয়ে বোঝার চেষ্টা করি, সিলিন্ডারে কতটুকু গ্যাস বাকি আছে! কিন্তু তাতে সঠিক আন্দাজ পাওয়া যায় না! একটি জাতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ভিজে কাপড়ের সাহায্যে, সহজেই বোঝা যায়, সিলিন্ডারে কতটা গ্যাস বাকি রয়েছে। মধ্যপ্রদেশের এক বিজ্ঞান কলেজের অধ্যাপকের দাবি, সিলিন্ডারে কতটা গ্যাস আছে তা বোঝার জন্য প্রথমে ভিজে কাপড় দিয়ে সিলিন্ডারটিকে ভাল করে মুছতে হবে। সিলিন্ডারের গায়ে যদি ধুলোর আস্তরণ পড়ে থাকে, তাও যেন উঠে যায়। মোছা শেষে, সিলিন্ডার শুকোতে শুরু করবে। ২-৩ মিনিট পর দেখা যাবে, সিলিন্ডারের কিছুটা অংশ শুকিয়ে গিয়েছে, বাকি অংশ ভিজে রয়েছে। এই অংশটা শুকোতে তুলনায় একটু বেশিই সময় লাগছে। অধ্যাপকের মতে, যে অংশটা শুকোতে বেশি সময় নিচ্ছে, সেই অংশেই গ্যাস রয়েছে। যে অংশটা তাড়াতাড়ি শুকিয়ে গিয়েছে, সেটিতে গ্যাস নেই! এর ব্যাখ্যা হিসেবে অধ্যাপক জানিয়েছেন, যেখানে তরল থাকে, সেখানকার তাপমাত্রা খালি জায়গার তুলনায় কম হয়। ফলে সিলিন্ডারের যে অংশটুকুতে এলপিজি রয়েছে, সেই অংশটি শুকোতে বেশি সময় লাগছে।

বিজয় মালিয়ার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি

Image
লিকার ব্যারন বিজয় মালিয়ার বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি হল। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের চার্জশিটের উপর ভিত্তি করে মুম্বইয়ের বিশেষ আদালত এই পরোয়ানা জারি করেছে। সম্প্রতি বিজয় মালিয়ার বিরুদ্ধে নতুন করে চার্জশিট ফাইল করেছিল ইডি। বিশেষ আদালতে সেই চার্জশিট জমা দেওয়া হয়েছিল। স্টেট ব্যাংকের অভিযোগের উপর ভিত্তি করে চার্জশিট ফাইল করে ইডি। চার্জশিটে বলা হয়েছিল, আর্থিক তছরুপের জন্য ফোর্স ইন্ডিয়া ফর্মুলা ১ ও আরসিবিকে ব্যবহার করেছে মালিয়া। তারপরই বিশেষ আদালতের বিচারক এম এস আজমি বিজয় মালিয়ার বিরুদ্ধে জামিনের অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। বিজয় মালিয়ার ফার্ম কিংফিশার এয়ারলাইন্স ও ইউনাইটেড বেরিয়ারস হোল্ডিং লিমিটেডের বিরুদ্ধে সমন জারি করেছে আদালত। মামলার শুনানির দিন ধার্য হয়েছে ৩০ জুলাই। ইডি জানিয়েছিল, কিংফিশার এয়ারলাইন্সের জন্য স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ও অন্য ১৭টি ব্যাংক থেকে ৬ হাজার ২৭ কোটি টাকা ঋণ নিয়েছিল মালিয়া। সেটি পরে বেড়ে ৯ হাজার ৯৯০ কোটি টাকা হয়ে যায়। মালিয়া নিজের ব্যক্তিগত জামিনে এই টাকা তোলে। তবে তার সঙ্গে কিংফিশার এয়ারলাইন্সের ব্র্যান্ড গ্যারান্টিও ছিল। এই এয়ারলাইন্সের পরিক

হোয়াটস অ্যাপে এবার থেকে গ্রুপ ভিডিও ও ভয়েস কলের সুবিধা! জেনে নিন কোন উপায়ে

Image
অবশেষে চালু হল হোয়াটস অ্যাপের গ্রুপ ভিডিও ও ভয়েস কল। অ্যান্ড্রয়েড এবং উইন্ডোজ স্মার্টফোন ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন। অর্থাৎ যাঁরা হোয়াটস অ্যাপ ব্যবহারকারী তাঁরা এখন থেকে একইসঙ্গে অনেকের সঙ্গে কথা বলা কিংবা ভিডিও কল করার সুযোগ পাবেন। অ্যান্ড্রয়েডে এই সুবিধা পাওয়া যাচ্ছে হোয়াটস অ্যাপ বিটা/ স্টেবল ভার্সানে। উইন্ডোজ ফোনেও শিগগিরই এই সুবিধা পাওয়া যাবে। বৈশিষ্ট্যগুলি সম্পর্কে প্রথম জানানো হয়েছিল ফেসবুকের অ্যানুয়াল ডেভেলপার্স কনফারেন্সে। হোয়াটস অ্যাপের V.2.18.189 ভার্সানে সুবিধাগুলি পাওয়া যাবে। নিম্নলিখিত ধাপ অনুসরণ করলে সুবিধাগুলি পাওয়া যাবে। ভিডিও কলের ক্ষেত্রে প্রথমে একজনের সঙ্গে সংযুক্ত করতে হবে। এর পর ভিডিও কল ইন্টারফেসের ডান দিকের ওপরে অ্যাড পার্টিসিপেন্ট-এ ক্লিক করতে হবে। হয়ে গেলেই আইকন থেকেই কনট্যাক্ট লিস্ট-এ গিয়ে অংশগ্রাহকদের চিহ্নিত করতে হবে। ভিডিও কলে অংশগ্রাহককে যুক্ত করার পরেই সেই ব্যক্তির কাছে কল সম্পর্কে বার্তা যাবে। এরপর একইভাবে বাকি অংশগ্রাহকদের সংযুক্ত করতে হবে। ভিডিও কল ইন্টারফেস একবারে মাত্র একজনকেই যুক্ত করতে পারবে। এর অর্থ হল তৃতীয় ব্যক্তি কল যুক্ত করার পরেই

অন্য মেয়ের মোবাইলে প্রেমিকের ফোন, দেখেই রক্তারক্তি কাণ্ড ঘটাল কিশোরী

Image
টয়লেট থেকে বেরনোর পরই অঙ্কিতা দেখতে ওই কিশোরীর মোবাইলে তার প্রেমিকের ফোন এসেছে। প্রেমিকের সঙ্গে সম্পর্কের সন্দেহে কিশোরীকে কুপিয়ে খুনের চেষ্টা করল বর্তমান প্রেমিকা। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাবড়ায়। আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে গুরুতর জখম ওই কিশোরী। অভিযুক্ত প্রেমিকাকে গ্রেফতার করেছে পুলিস। জানা গেছে, বুধবার সন্ধ্যায় আচমকাই ওই কিশোরীর বাড়িতে আসে অঙ্কিতা কুণ্ডু নামে অভিযুক্ত কিশোরী। টয়লেটে যাওয়ার অজুহাতে ওই কিশোরীর বাড়ির ভিতর ঢোকে অঙ্কিতা। এরপর টয়লেট থেকে বেরনোর পরই অঙ্কিতা দেখতে ওই কিশোরীর মোবাইলে তার প্রেমিকের ফোন এসেছে। তা দেখেই ওই কিশোরীর উপর ঝাঁপিয়ে পড়ে অঙ্কিতা। প্রেমিকের সঙ্গে ওই কিশোরীর সম্পর্ক রয়েছে, এই সন্দেহে দা দিয়ে তাকে কোপাতে শুরু করে অঙ্কিতা। সেইসময় বাড়িতে একাই ছিল ওই কিশোরী। ফাঁকা বাড়িতে ঘটে যায় রক্তারক্তি কাণ্ড। প্রতিবেশীরা অবশ্য দাবি করেছেন, অঙ্কিতা একা ছিলেন না। তার সঙ্গে আরও এক কিশোরী ছিল। উল্লেখ্য, অঙ্কিতা ও ওই কিশোরী দুজনেই দ্বাদশ শ্রেণির ছাত্রী।

জিএসটির তেলেও ভ্যাট জারির ভাবনা

Image
পেট্রল ও ডিজেলের দাম আকাশ ছুঁয়েছে। মনে করা হচ্ছিল, এই দুই পেট্রোপণ্যকে জিএসটির আওতায় আনা হলে ক্রেতাদের কিছুটা সুরাহা হবে। কারণ, সর্বোচ্চ ২৮% হারে জিএসটি বসলেও দাম কিছুটা কমবে। কিন্তু সেই আশায় জল ঢেলে কেন্দ্রের এক পদস্থ আধিকারিক জানালেন, পেট্রোপণ্যকে জিএসটিতে আনা হলেও, রাজ্যগুলিও নিজেদের মতো করে ভ্যাট বসাতে পারবে বলে ভাবনা চলছে। তবে তিনি জানান, এই ব্যবস্থা কবে চালু হবে সেই সিদ্ধান্ত কেন্দ্র ও রাজ্যগুলিই নেবে। গত কয়েক দিনে পেট্রল ও ডিজেলের দাম কিছুটা কমলেও এখনও তা যথেষ্ট বেশি। পেট্রোপণ্যের দাম নিয়ে কেন্দ্রের সঙ্গে বিরোধীদের তরজা চলছে। আবার শুল্ক কমানো নিয়ে কেন্দ্র ও রাজ্যের বিরোধ অব্যাহত। আধিকারিক বলেন, ''ভ্যাট না থাকলে রাজ্যগুলির যে রাজস্ব ক্ষতি হবে তা মেটানো কেন্দ্রের পক্ষে সম্ভব নয়। এই অবস্থায় সমাধান সূত্র হল, জিএসটি-র উপরে রাজ্যগুলিকে কিছুটা ভ্যাট সংগ্রহের অধিকার দেওয়া। তবে দেখতে হবে, নতুন দাম যাতে এখনকার চেয়ে বেশি না হয়।'' পেট্রোপণ্য জিএসটিতে এলে, আরও এক সমস্যায় পড়বে কেন্দ্র। পেট্রল ও ডিজেলের উপর কাঁচামালের কর ফেরত বাবদ বছরে ২০,০০০ কোটি টাকা খরচ হতে পারে তাদের। কেন্

মেয়ে শরীরে কীসের প্রভাবে যৌবনোদ্গম ও তার বিকাশ হয়! জানুন বিজ্ঞানের ভাষ্য

Image
চিকিৎসাশাস্ত্র অনুসারে মেয়েদের যৌনদ্গমের সূচনা ৯ বছর বয়সে। আর তার বিকাশ চলতে থাকে মোটামুটি ২০ বছর বয়স পর্যন্ত। শৈশব থেকে কৈশোর। কৈশোর থেকে যৌবন। এই যৌবনের শুরু, উন্মেষ ও ক্রমবিকাশ প্রকৃতির ধারা। নর বা নারী উভয় শরীরেই এই ধারা বহমান। কিন্তু তার প্রকাশ নারী শরীরে যে ভাবে সে ভাবে পুরুষ শরীরে নয়। চিকিৎসাশাস্ত্র অনুসারে মেয়েদের যৌনদ্গমের সূচনা ৯ বছর বয়সে। আর তার বিকাশ চলতে থাকে মোটামুটি ২০ বছর বয়স পর্যন্ত। কোনও মেয়ের ঋতু-সূচনাকেই তার যৌনোদ্গমের সূচনা ধরা হয়। তবে তার কয়েক বছর আগে থেকেই তার আভাস মিলতে লাগে। শরীরের ভিতরে ও বাইরে বদল চলতে থাকে। এই সময়ে মেয়েদের বৃদ্ধি শুরু হয় নানা ভাবে। কিছুটা মাথায় লম্বা হওয়ার সঙ্গে সঙ্গে কাঁধ, বুক, নিতম্ব ও জঙ্ঘার মেদবৃদ্ধি শুরু হয়। সেই বৃদ্ধির তুলনায় আবার কোমড় সরু হতে থাকে। শরীর নারীসুলভ রূপ ধারণ করে। যৌনকেশ এই সময়েই প্রস্ফুটিত হতে থাকে। এ ভাবেই নারী শরীরের বর্ণনা করেছেন ডাক্তার অরুণকুমার মিত্র তাঁর 'কন্যা জায়া ও জননী' শীর্ষক গ্রন্থে। সাধারণের ভাষায় বুঝিয়েছেন কী ভাবে এবং কীসের প্রভাবে নারীর যৌবনোদ্গম হয়।  বিভিন্ন হরমোনের প্রভাবে যে বৃদ্ধি ও বিকাশ তাকে

চুলকানির জ্বালায় প্রাণ ওষ্ঠাগত! মা-বাবাকে খুন করে আত্মঘাতী যুবতী

Image
প্রবল চুলকানি। শরীরে অসহ্য জ্বলুনি। চামড়ায় লাল দাগ। সব মিলিয়ে জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল যুবতীটির। ডাক্তার দেখিয়েও বিশেষ লাভ হয়নি। শেষমেশ চরম সিদ্ধান্ত নিয়ে ফেলে সে। যুবতীর ধারণা, মা-বাবার থেকেই এই রোগ বাসা বেঁধেছে তাঁর গায়ে। তাই প্রতিশোধ নিতে তাঁদের হত্যা করে আত্মঘাতী হয় সে। বেশ কিছুদিন ধরেই চর্মরোগে ভুগছিলেন হংকংয়ের পাংচিং ইউ। গত সোমবার নিজের ফ্ল্যাটে আত্মহত্যা করেন ২৩ বছরের ওই যুবতী। রেখে যান একটি সুইসাইড নোট। তুয়েন মুয়েন জেলার সহকারী পুলিশ প্রশাসক য়ান ফং য়াই জানান, সুইসাইড নোটে নিজের যন্ত্রণার কথা উল্লেখ করেছেন ওই যুবতী। শরীরে লাল দাগ ও চুলকানি নিয়ে বেঁচে থাকার চেয়ে মৃত্যু শ্রেয়। এমনটাই লেখা ছিল সেখানে। চিনা সংবাদমমাধ্যম সূত্রে খবর, একই কামরায় মৃত যুবতীর মা-বাবার দেহ উদ্ধার করে পুলিশ। ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁদের খুন করা হয়। তদন্তকারীদের অনুমান, প্রথম মা-বাবাকে হত্যা করে ওই যুবতী, তারপর বিষাক্ত গ্যাস সেবন করে আত্মঘাতী হয় সে। এই ঘটনার কয়েকদিন আগেই একটি ব্লগ লিখে নিজের হতাশার কথা জানায় মৃত যুবতী। এই রোগ বংশানুক্রমিক। ফলে মা-বাবার শরীর থেকেই ছড়িয়েছে সংক্রমণ বলে দাবি করে সে। ব্লগে ওই

গণধর্ষণে মৃত্যু অন্তঃসত্ত্বা কিশোরীর

Image
জলপাইগুড়ি: গণধর্ষণে মৃত্যু হল এক অন্তঃসত্ত্বা কিশোরীর। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির বানারহাটে। ৪ মাস আগে গণধর্ষণের শিকার হন এই কিশোরী। অভিযোগ তির, স্থানীয় কয়েকজন যুবকের বিরুদ্ধে। জানা গিয়েছে, বিগত চার মাস ধরে দিনের পর দিন দুষ্কৃতীরা কিশোরীকে চাপ দিয়ে গিয়েছেন, যাতে তিনি কোথাও মুখ না খোলেন। যেন প্রকাশ্যে না আসে এই নক্কারজনক ঘটনা! ধর্ষণের কারণে, কিশোরী অন্তঃসত্ত্বা হন। কিন্তু, তাঁর পরিবার এই শিশুকে পৃথিবীতে আনতে চান না। তাঁরা কিশোরীর গর্ভপাতের চেষ্টা করেন। কিন্তু শরীরের উপর এত ধকল সথ্য করতে পারেনন না মেয়েটি! অসুস্থ ছিলেনই, গর্ভপাতের চেষ্টা দরুণ আরও অসুস্থ হয়ে পরেন। অবশেষে, সব শেষ! উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মৃত্যু হয় কিশোরীর। পুলিশকে মৌখিক অভিযোগ জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা।

ফের সেলফির বলি, ৯০০ ফুট গভীর খাদে পড়ে মহিলার মৃত্যু

Image
ফের সেলফির বলি। জাতীয় সেলফি দিবসেই প্রকাশ্যে এল এই খবর। এ বার ঘটনা মহারাষ্ট্রের। স্বামীকে নিয়ে সেলফি তুলতে গিয়ে ৯০০ ফিট গভীর খাদে পড়ে গেলেন ৩৫ বছরের এক মহিলা।  মঙ্গলবার সন্ধেতে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। পুনেতে এক আত্মীয়ের বাড়িতে ঘুরে রায়গড়ের মাথেরানে সপরিবার বেড়াতে গিয়েছিলেন দিল্লির পেইন্টিং কন্ট্রাক্টর ৩৮ বছর বয়সি রাম চৌহান। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী সরিতা এবং তাঁদের তিন সন্তান। বড় মেয়ে ক্লাস এইটের ছাত্রী। সন্ধে ৬.১৫ নাগাদ লুইসা পয়েন্টে দাঁড়িয়ে সেলফি তুলছিলেন রাম ও সরিতা। পাশেই খেলা করছিল তাঁদের ছেলেমেয়েরা। সেই সময় চারিদিক ছিল কুয়াশায় ঢাকা। খুব জোরে হাওয়াও বইছিল। তখনই হঠাত্‍‌ পা পিছলে ৯০০ ফিট গভীর খাদে পড়ে যান সরিতা। শোকে বিহ্বল স্বামী সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন। সহ্যাদ্রি ট্রেকার ও আদিবাসীদের নিয়ে ৮ ঘণ্টা তন্নতন্ন করে খুঁজে সরিতার দেহ উদ্ধার করে বিশাল পুলিশবাহিনী। তাঁর দেহের ময়নাতদন্ত করে ডাক্তার জানিয়েছেন, সরিতার মস্তিষ্ক, বাঁ পা ও ডান হাত ভেঙে চুরচুর হয়ে গিয়েছে। এছাড়াও তাঁর শরীরে প্রচুর ক্ষত পাওয়া গিয়েছে।

সোদপুরে ব্যস্ত স্টেশনে স্বামীর সামনেই গৃহবধূকে শ্লীলতাহানি, স্টেশন লাগোয়া জঙ্গলের দিকে টেনে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা, পুলিশকর্মী বলেন বিষয়টি মিটিয়ে নিতে!

Image
সোদপুরে ব্যস্ত স্টেশনে স্বামীর সামনেই গৃহবধূকে শ্লীলতাহানি, দেওয়া হয়েছে ধর্ষণের হুমকিও, নির্বিকার প্রত্যক্ষদর্শীরা সোদপুর:  ব্যস্ত স্টেশন চত্বরে স্বামীর সামনেই গৃহবধূর শ্লীলতাহানি, ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। বাধা দিতে গিয়ে আক্রান্ত স্বামী। উত্তর ২৪ পরগনার সোদপুর স্টেশনের ঘটনা। সব দেখেও নির্বিকার প্ল্যাটফর্মের অন্য যাত্রীরা। বুধবার রাত সাড়ে ১০টা নাগাদ এই ঘটনা ঘটে। দম্পতির দাবি, ৪ নম্বর প্ল্যাটফর্ম চত্বরে তাঁদের মধ্যে কথা কাটাকাটি চলছিল। অভিযোগ, সেসময় ৭-৮ জন দুষ্কৃতী মত্ত অবস্থায় এসে কী ঘটেছে জানতে চায়। ওই দম্পতি যে স্বামী-স্ত্রী সেই প্রমাণও চায় তারা। এরপর স্ত্রীকে স্টেশন লাগোয়া জঙ্গলের দিকে টেনে নিয়ে গিয়ে ধর্ষণের হুমকি দেয় ওই দুষ্কৃতীরা। বাধা দিতে গেলে স্বামীকে মারধরও করে তারা। কোনওক্রমে সেখান থেকে স্ত্রীকে উদ্ধার করে ফের প্ল্যাটফর্মে আসেন স্বামী। এক পুলিশকর্মীর সাহায্য চাইলে, তিনি বিষয়টি মিটিয়ে নিতে বলেন বলে অভিযোগ। শেষে দমদম জিআরপিতে অভিযোগ দায়ের করেন ওই দম্পতি। দুষ্কৃতীরা অধরা।

বিজেপি নেতার বাড়ি থেকে ২৭ কোটির মাদক উদ্ধার

Image
ইম্ফল: প্রচুর মাদক সহ গ্রেফতার বিজেপি নেতা৷ মণিপুরের চান্দাল জেলায় বিজেপি নেতাসহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ৷ উদ্ধার মোট ২৭ কোটির মাদক৷ উদ্ধার ৪.৫৯ কেজি হেরোইন, ২৮ কেজি ট্যাবলেট৷ শুধু মাদক নয় ৫৭.১৮ লক্ষ টাকা ও ৯৫ হাজার টাকার পুরনো নোট উদ্ধার করেছে পুলিশ৷ গোপন সূত্রে খবর পেয়ে চান্দালের লুতখোশেই জাউয়ের বাড়িতে তল্লাশি চালায় এনএবি ( দ্য নারকোটিকস এন্ড অ্যফেয়ার অফ বর্ডার)৷ টাকা সহ উদ্ধার হয়েছে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র৷ এর মধ্যে রয়েছে ০.৩২ এনপিবি পিস্তল, ২১ রাউন্ড গুলি,একটি এসবিবিএল রাইফেল৷ উদ্ধার ৮টি ব্যাঙ্কের পাশবই৷ লুতখোশেই জাউয়ের বাড়ি থেকে বড় বড় স্যুটকেশ থেকে টাকা, মাদক সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়৷ একটি স্যুটকেশে ভরতি ট্যাবলেট ছিল৷ ২৭ কোটির মাদক পাচার করা হচ্ছিল বলে অনুমান পুলিশ৷ অনেকদিন ধরেই বিজেপি নেতা, ও ধৃত সরকারি আধিকারিকদের উপর নজর রাখে প্রশাসন৷ ধৃত লুতখোশেই গত বছরই কংগ্রেসের সদস্য ছিলেন, পরে বিজেপি যোগ দেন৷ বিজেপি নেতা ছাড়া বাকিদের গ্রামের বাড়ি গিয়ে তল্লাশি চালায় এনএবি৷ প্রত্যেকের বাড়ি থেকে স্যুটকেশ ভরতি মাদক ও টাকা উদ্ধার হয়েছে৷ বিজেপি নেতা সহ ধৃত ৭ জন কোনও ড্

আঘাত ঠোঁটে, যৌনাঙ্গে অস্ত্রোপচারের জন্য শিশুকে ক্যাথিটার পরালেন চিকিৎসক

Image
হাওড়া: এক শিশুর অস্ত্রোপচার। ভুল করে অপর এক শিশুকে তোলা হল অস্ত্রোপচারের টেবিলে। যৌনাঙ্গে অস্ত্রোপচারের জন্য ইঞ্জেকশনও দেওয়া হল তাকে। তবে অল্পের জন্য রক্ষা পেল শিবম শর্মা নামে পাঁচ বছরের শিশুটি। শিশুটির বাবা চিৎকার করতেই বিষয়টি নজরে আসে চিকিৎসকের। মুখে আঘাতের চিহ্ন দেখে বুঝতে পারেন ওই চিকিৎসক। তিনি বুঝতে পারেন যে শিশুর যৌনাঙ্গে অস্ত্রোপচার হওয়ার কথা সেই শিশু সেখানে নেই। অস্ত্রোপচার করতে যাওয়া চিকিৎসক তখন ক্ষমা চেয়ে নেন শিশুটির পরিবারের কাছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় উত্তর হাওড়ার টিএল জয়সওয়াল হাসপাতালে। মঙ্গলবার এই ঘটনার পর বুধবার শিবমের পরিবারের তরফে হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির বিরুদ্ধে হাওড়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ভবানী দাসের কাছে অভিযোগ দায়ের করা হয়। মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। সোমবার ২৬ নম্বর বেলুড় রোডে মামার বাড়িতে খেলতে খেলতে পড়ে গিয়ে ঠোঁটে আঘাত পায় শিবম। স্থানীয় জয়সওয়াল হাসপাতালে নিয়ে গেলে সেদিন তাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। বলা হয় মঙ্গলবার হাসপাতালের কোনও শল্য চিকিৎসককে দেখিয়ে নিতে। শিবমের পরিবারের অভিযোগ, মঙ্গলব

বাচ্চারা তাদের সবচেয়ে নিকট আত্মীয়দের কাছেও কি নিরাপদ নয়? ৪ বছরের নাতনিকে ধর্ষণ করে খুন করার অভিযোগে গ্রেফতার ৬০ বছরের দাদু!

Image
কোন্ডাগাঁও:  ছোট শিশুরাই যে এখন ধর্ষকের সবচেয়ে সফ্ট টার্গেট, তা আরও একবার প্রমাণিত হল। বাচ্চারা তাদের সবচেয়ে নিকট আত্মীয়দের কাছেও নিরাপদ নয়, তার প্রমাণ অতীতে একাধিকবার মিলেছে, ফের মিলল। ছত্তীসগড়ের কোন্ডাগাঁওয়ে চার বছরের নাতনিকে ধর্ষণ করে গ্রেফতার ষাট বছরের দাদু। এই ঘৃণ্য কাজটি করার পর, অভিযুক্ত ব্যক্তি শিশুটির দেহ মাঠের মধ্যে লুকিয়ে রেখে দেয়। কারণ, সে চেষ্টা করেছিল নাতনি নিখোঁজ সেটাই প্রমাণ করতে। এরপর বাচ্চাটির দেহ বাড়ির কাছেই কাদা জলে ছুঁড়ে ফেলে দেয় দাদু। এএনআইকে কোন্ডাগাঁওয়ের এসপি অভিষেক পল্লব জানিয়েছেন, পুলিশি জেরার মুখে ষাট বছর বয়সি ওই ব্যক্তি নিজের দোষ কবুল করেছে। তারপরই তাকে গ্রেফতার করা হয়। ঘটনাটি ঘটেছে গত ১১ জুন। সেদিন মাঠে খেলতে খেলতে আচমকা নিখোঁজ হয়ে যায় ছোট্ট বাচ্চাটি। তারপরই বাচ্চাটির বাবা পুলিশে অভিযোগ করেন। ঘটনার তদন্তে নেমে পুলিশ শিশুটির দেহ উদ্ধার করলেও, কীভাবে তার মৃত্যু হল সে সম্পর্কিত কোনও সূত্রই পাচ্ছিল না। কারণ, ঘটনার কোনও প্রত্যক্ষদর্শী ছিল না, দাবি এসপির। এরপর ঘটনাস্থলে পুলিশ কুকুর এনে তদন্ত শুরু হয়। কুকুরটিই একটি রক্ত মাখা লুঙ্গি উদ্ধার করে। সেখান থেকে কুকুরট

যৌন উত্তেজনা বাড়াতে ওষুধ! অনেক রকম বিপদ ডেকে আনছে

Image
ফিলবানসেরিন নামে ভায়াগ্রার মতো এক ধরনের উত্তেজক পিলে দেখা দিয়েছে সমস্যা। মহিলারা আক্রান্ত হচ্ছেন নিম্ন রক্তচাপের মতো রোগ থেকে ফিটের ব্যামোতে। কমে যাচ্ছে যৌন উত্তেজনা। বিছানায় সঙ্গীর পাশে সেভাবে ইচ্ছে হচ্ছে না মিলনের। বাড়ছে চিন্তা। সম্পর্কে প্রভাব পড়বে না তো। পরামর্শ নিয়ে হয়তো আশ্রয় নিলেন ভায়াগ্রা-জাতীয় ওযুধের। কিন্তু, যৌনজীবন আগের মতো ফিরে এলেও হয়তো শুরু হয়ে গেল অন্য ধরনের শারীরিক অসুবিধা। তা হলে? যৌনজীবন ধরে রাখতে ভায়াগ্রার গুরুত্ব অনস্বীকার্য। কিন্তু, গোল বাধছে ভায়াগ্রার মতো ওষুধ তৈরির সময়। এই ওষুধগুলি বানানোর সময় এমন সব কেমিক্যাল কমপাউন্ড মেশানো হচ্ছে যে তাতে দেখা যাচ্ছে নানা পার্শ্ব প্রতিক্রিয়া। সম্প্রতি, ফিলবানসেরিন নামে এক ধরনের পিলে এই প্রবণতা লক্ষ করা গিয়েছে। হল্যান্ডের একদল গবেষক এই ফিলবানসেরিন পিল নিয়ে একটি পরীক্ষা চালায়। পাশাপাশি ওই পিল ব্যবহারকারী মহিলাদের উপরেও চলে সমীক্ষা। সেই সমীক্ষার তথ্য ইন্টারন্যাশনাল মেডিসিন প্রকাশিত করেছে। ৮টি ভিন্ন ভিন্ন পরীক্ষায় ফিলবানসেরিন ব্যবহারকারী ৫ হাজার ৯১৪ জন মহিলার থেকে পাওয়া তথ্য বলছে, এরা সকলেই এখন একটুতেই ক্লান্ত হয়ে যান। এদের মধ্যে

যৌনতায় অনেক উপকার, রুখে দিতে পারে শরীরের অনেক সংক্রমণের ভয়

Image
সম্প্রতি ইংল্যান্ডের স্টার্লিং বিশ্ববিদ্যালয়ের এক গবেষক-দল জানিয়েছেন, ভবিষ্যৎ প্রজন্মকে সংক্রমণের হাত থেকে রক্ষা করার ক্ষমতা রাখে যৌনতা। এতকাল এমন ধারণাই পোষণ করে আসা হয়েছে যে, যৌনতা থেকেই ঘটতে পারে হাজারো সংক্রমণ। কিন্তু যৌনতাই যে অসংখ্য সংক্রমণের মহৌষধ হয়ে উঠতে পারে, তা সেভাবে জানা ছিল না কারোরই। সম্প্রতি ইংল্যান্ডের স্টার্লিং বিশ্ববিদ্যালয়ের এক গবেষক-দল জানিয়েছে, ভবিষ্যৎ প্রজন্মকে সংক্রমণের হাত থেকে রক্ষা করার ক্ষমতা রাখে যৌনতা। তাঁরা ৬০০০ জল-মাছির উপরে গবেষণা চালিয়ে এই সিদ্ধান্তে এসেছেন। জল-মাছিরা দু'ভাবে প্রজনন করে— তারা ক্লোন বানায় এবং যৌন জননও চালিয়ে যায়। গবেষকরা ক্লোনের ফলে জন্ম নেওয়া মাছিগুলিকে কিছু সংক্রামক পরজীবীর সংস্পর্শে রাখেন। মাছিগুলি দ্রুত সংক্রমিত হয়। কিন্তু, যৌন জননের ফলে জন্ম নেওয়া মাছিদের ওই পরজীবীদের সংস্পর্শ রাখা হলে দেখা যায়, তারা সহজে সংক্রমিত হচ্ছে না। অনেকে আবার সংক্রমণকে প্রতিরোধ করে বেঁচে আছে। গবেষকদের মতে যৌন জনন-জাত মাছিগুলির সংক্রমণ প্রতিরোধ ক্ষমতা ক্লোন-জাতদের চাইতে অন্তত দ্বিগুণ বেশি। গবেষক স্টুয়ার্ট অল্ড জানিয়েছেন, এ থেকে অনুমান করাই যায়, প্রজননের

রিয়ালিটি শোয়ের তারকার লালসার শিকার কিশোরী

Image
মুম্বইয়ের একটি রিয়ালিটি শোয়ের প্রতিযোগীর লালসার শিকার হল এক নাবালিকা। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত ২০ বছর বয়সী ওই প্রতিযোগীকে।  পুলিশ জানিয়েছে, রিয়ালিটি শোয়ের ওই প্রতিযোগীর নাম আদিত্য গুপ্তা। ধর্ষণের অভিযোগ পেয়ে ক্রাইম বেঞ্চের একটি দল মঙ্গলবার তাঁকে গ্রেপ্তার করেন। অভিযুক্ত জেরায় স্বীকার করেছে, সোশ্যাল মিডিয়ায় আলাপ হয় আন্ধেরির বাসিন্দা, ১৭ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে। রবিবার আন্ধেরির একটি জায়গায় দুজনে একসঙ্গে দেখা করেন তাঁরা। সেখান থেকে অভিযুক্তের নিজের বাড়িতে নিয়ে যান ওই কিশোরীকে। সেখানে দুজনে মিলে খাওয়া-দাওয়া করেন। অভিযুক্ত নৃত্যশিল্পী পুলিশের কাছে জানিয়েছেন, খাবার ও ড্রিঙ্কসের পর তাঁকে ধর্ষণ করেন। সোমবার আন্ধেরির একটি খাবারের দোকানের পাশ থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় মেয়েটিকে। এরপরই তাঁর বাবা-মাকে খবর দেওয়া হয়। পরে এই কিশোরীর গোটা ঘটনার কথা বললে অভিযুক্তের বিরুদ্ধে পস্কো আইনে মামলা দায়ের করা হয়। তদন্তের খাতিরে, সিসিটিভি ফুটেজ দেখা হয়। ওই এলাকায় মেয়েটির কল ডেটা রেকর্ড ঘেঁটে অভিযুক্তের পরিচয় জানা যায়। মঙ্গলবার বিকেলে, বাড়ি থেকে গ্রেপ্তার হন ওই রিয়ালিটি শোয়ের প্রতিযোগী। মেয়ে বাড়ি

টাকা দিলেই পিজি-র রক্ত যাচ্ছে ‘বাইরে’!

Image
কেউ মেডিসিন, কেউ বা স্ত্রীরোগ বিভাগে ভর্তি। কারও প্রয়োজন এ পজিটিভ রক্তের। কারও আবার বি নেগেটিভ। কিন্তু প্রয়োজনীয় রক্ত না-থাকায় শহরের সব চেয়ে বড় সুপার স্পেশ্যালিটি হাসপাতালে রোগীকে ভর্তি করিয়েই পরিজনেরা ছুটছেন সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্ক বা অন্য বেসরকারি ব্লাড ব্যাঙ্কে। অথচ, ওই হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক থেকে ইউনিট-পিছু দু'হাজার টাকা দিয়ে রক্ত কিনে নিয়ে যাচ্ছেন বেসরকারি হাসপাতাল কিংবা নার্সিংহোমে ভর্তি থাকা রোগীর পরিজনেরা! রক্ত হাতে পেয়ে নির্দিষ্ট ব্যক্তির হাতে গুঁজে দিয়ে যাচ্ছেন অতিরিক্ত কয়েকশো টাকা। এসএসকেএম হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে এমনই অভিযোগ করলেন রোগীর পরিজনেদের একাংশ। পাশাপাশি, হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বুধবার ব্লাড ব্যাঙ্কের লাইসেন্স নবীকরণের জন্য পরিদর্শনে এসেছিলেন কেন্দ্রের ড্রাগ কন্ট্রোল বিভাগের কর্তারা। তখন পরিদর্শক দলের সামনেও একাধিক অনিয়ম প্রকাশ্যে আসে। যার জেরে প্রশ্নের মুখে ব্লাড ব্যাঙ্কের রোগী পরিষেবা। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, নিয়ম অনুযায়ী, যে কোনও হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক প্রথমে ওই হাসপাতালে ভর্তি থাকা রোগীদের রক্ত দেবে। সেই চাহিদা মিটলে তবেই বাইরের বা ব

ডিএ ঘোষণায় খুশি নয় বিরোধী কর্মী সংগঠন

Image
আর্থিক টানাটানির মধ্যেই ১৮% ডিএ বা মহার্ঘ ভাতা ঘোষণা করেছে রাজ্য সরকার। কিন্তু তাতে খুশি নন রাজ্য সরকারি কর্মচারীদের একটা বড় অংশ। বিরোধী কর্মী সংগঠনগুলির অভিযোগ, ২০১৯-এর ১ জানুয়ারি যখন ১৮% বর্ধিত ডিএ কার্যকর হবে, মূল্যসূচক অনুযায়ী তখন কর্মচারীদের অবস্থার কোনও ইতিবাচক পরিবর্তন হবে না। এই পরিস্থিতিতে গত দু'বছরের ডিএ-ঘাটতির এরিয়ার দাবি করছে বিরোধী কর্মী সংগঠনগুলি। ওই সব সংগঠনের ব্যাখ্যা, ২০১৬ সালের ১ জানুয়ারি কেন্দ্র তাদের কর্মচারীদের ১২৫% ডিএ দিয়েছিল। রাজ্য কর্মীরা তখন ৮৫% ডিএ পেতেন। মূল্যসূচক অনুযায়ী কেন্দ্র নির্দিষ্ট সময় অন্তর ডিএ দিয়েছে। কিন্তু রাজ্য দিয়েছে প্রতি বছর বিভিন্ন হারে। রাজ্য কর্মীরা ১০০% ডিএ পেলেও তা কেন্দ্রীয় কর্মীদের তুলনায় অন্তত ৪২% কম। কর্মী সংগঠনের নেতাদের অনুমান, ২০১৯-এ রাজ্য যখন ১৮% ডিএ দেবে, তত দিনে আরও দু'কিস্তি ডিএ দিয়ে দেবে কেন্দ্র। ফলে ব্যবধান বেড়ে দাঁড়াবে প্রায় ৫০%। এই পরিস্থিতিতে ২০১৬-র ১ জানুয়ারি থেকে বকেয়ার নিরিখে এরিয়ার চাইছে আইএনটিইউসি প্রভাবিত কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। আদালতেও এই দাবি করা হবে বলে জানান ডিএ-মামলার অন্যতম আবেদনকার

চিকিৎসার গাফিলতি, ২২ বছর পরে যুদ্ধ জয়!

Image
সরকারি হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হয়েছিল কিশোর দীননাথ চৌধুরীর। অবশেষে সেই ঘটনায় ক্ষতিপূরণ পেল চন্দননগরের গোন্দলপাড়ার চৌধুরী পরিবার। বুধবার এই ঘটনায় চন্দননগর মহকুমা হাসপাতাল এবং রাজ্য স্বাস্থ্য দফতরকে ১৯ লক্ষ ২০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে হুগলির ক্রেতা সুরক্ষা আদালত। আগামী এক মাসের মধ্যে দীননাথের পরিবারের হাতে তুলে দিতে হবে। ১৯৯৬ সালের ১২ জুন বিকেলে বাড়ির কাছে অষ্টম শ্রেণির পড়ুয়া দীননাথের হাতে কুকুরে কামড়ে দিয়েছিল। পরের দিনই তাকে চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ১৮ থেকে ২৭ জুন পর্যন্ত জলাতঙ্কের প্রতিষেধক দেওয়া হয় দীননাথকে। এর পর ৬ অগস্ট অসুস্থ হয়ে পড়ে সে। স্থানীয় চিকিৎসক জানান, তার জলাতঙ্ক হয়েছে। দু'দিন পরে বেলেঘাটা আইডি হাসপাতালে মৃত্যু হয় দীননাথের। এই ঘটনায় হুগলির ক্রেতা সুরক্ষা আদালতে মামলা করে কিশোরের পরিবার। কিন্তু প্রমাণের অভাবে মামলা খারিজ হয়। এই পরিস্থিতিতে এপিডিআরের সঙ্গে যোগাযোগ করে মৃতের পরিবার। রাজ্য মানবাধিকার কমিশনে অভিযোগ করে এপিডিআর। অভিযোগ, দীননাথকে যে টিকা দেওয়া হয়েছিল, তা রেফ্রিজারেটরে রাখা ছিল না। এ নিয়ে রাজ্য সরকারকে একটি বি

নিউটাউনে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার যুবক

Image
মহম্মদ আসলাম নামে এই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। নাবালিকা পড়ুয়াকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার রাতে নিউটাউনে ওই ঘটনা ঘটে বলে দাবি নাবালিকার। পুলিশ জানিয়েছে, ষষ্ঠ শ্রেণির ওই নাবালিকার বাড়ি নিউটাউনের হাতিয়াড়ার পূর্বপাড়ায়। পুলিশের কাছে বয়ানে ওই ছাত্রী জানিয়েছে, সোমবার রাতে দিদির বা়ড়ি যাচ্ছিল সে। আচমকাই তার তার মুখ চাপা দিয়ে একটি অন্ধকার জায়গায় নিয়ে যায় চার-পাঁচ জন দুষ্কৃতী। সেখানেই তাকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে দাবি। কোন রকমে সেখান থেকে পালিয়ে আসতে পারে সে। এর পর বাড়ি ফিরে নিজের পরিবারকে ঘটনার কথা জানায় ওই মেয়েটি। রাতেই ওই ছাত্রীর পরিবার নিউটাউন থানায় অভিযোগ করে। পুলিশের কাছে এক জনের নাম জানায় সে। তার বয়ানের ভিত্তিতেই গত কাল রাতে বছর বাইশের মহম্মদ আসলাম নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি, বাকি চার জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বুধবার মূল অভিযুক্ত মহম্মদ আসলামকে বারাসত আদালতে তোলা হয়। এই ঘটনায় আরও কারা জড়িত রয়েছে তা জানতে জেরা করা হবে বলে জানিয়েছে পুলিশ। সে কারণে মহম্মদ আসলামকে চার দিনের হেফাজতে নেওয়ার আবেদ

স্মার্টফোনকেই মাইক্রোস্কোপ বানিয়ে ফেলল খুদে পড়ুয়ারা

Image
খুদেদের তৈরি স্মার্টফোন মাইক্রোস্কোপ। এ বার থেকে বাড়িতে বসেই ম্যালেরিয়া এবং ফাইলেরিয়ার মতো রোগজীবাণুর হদিস পাওয়া যাবে। কী ভাবে? অ্যানড্রয়েড মোবাইল ফোনের মাধ্যমেই হাতের মুঠোয় চলে আসছে জলজ্যান্ত এক অণুবীক্ষণ যন্ত্র। আসলে খুদে ছাত্রদের তৈরি এটি। যন্ত্রটির নাম 'স্মার্টফোন মাইক্রোস্কোপি'। স্মার্টফোনেই রোগজীবাণুর হদিস দিয়ে নজর কেড়েছে বসিরহাট হাইস্কুলের সপ্তম শ্রেণির দুই ছাত্র আত্রেয় মণ্ডল এবং নীপতনু নাথ। সম্প্রতি হয়ে গেল জেলা ছাত্র–যুব বিজ্ঞান প্রদর্শনী। সেখানে আত্রেয় এবং নীপতনু মিলে এই মডেলের জন্য প্রথম পুরস্কারও পেয়েছে। 'আমার হাতে আমার বিজ্ঞান' শিরোনামে তারা মানুষের কাছে তুলে ধরছে তাদের মডেল। মডেলটি দর্শকদের কাছে প্রশংসিতও। স্কুলপড়ুয়াদের এই সাফল্যে খুশি স্কুলের প্রধান শিক্ষক স্বপন রায়। তিনি বলেন, ''সকলকে অবাক করে দিয়েছে দুই খুদে বিজ্ঞানী আত্রেয় ও নীপতনু। তাদের তৈরি জেলায় আমাদের প্রথম স্থান পেতে সাহায্য করেছে বলে আমরা গর্বিত।'' দুই খুদে ছাত্রের কথায়, তাদের তৈরি যন্ত্রে যে কোনও আণুবীক্ষণিক বস্তুই ধরা পড়বে। সিডি প্লেয়ারের বাতিল লেন্স দিয়ে তৈরি এই যন্ত্রের অবজ

টাকার জন্য ছেলেকে দেখতে দেওয়া হয়নি, অভিযোগ রাহুলের, কী বললেন প্রিয়ঙ্কা?

Image
ফের পরস্পরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুললেন রাহুল-প্রিয়ঙ্কা। এক সময় অন স্ক্রিনে হিট জুটি ছিলেন তাঁরা। অফ স্ক্রিনেও তাঁদের সম্পর্ক ঈর্ষণীয় ছিল। সেই জুটি, অর্থাৎ রাহুল বন্দ্যোপাধ্যায় এবং প্রিয়ঙ্কা সরকার। প্রেম থেকে বিয়ে হয়। দু'জনের মাঝে আসে ছেলে সহজ। তার পর বিচ্ছেদও হয়ে যায়। কিন্তু বন্ধুত্বটা ছিল। এ বার আর সেটাও রইল না। কারণ, রাহুলের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ করেছেন প্রিয়ঙ্কা। অন্তত তেমনটাই দাবি রাহুলের। রাহুলও পাল্টা প্রিয়ঙ্কার বিরুদ্ধে তাঁর পরিবারের উপর মানসিক নির্যাতনের অভিযোগ এনেছেন। আনন্দবাজার ডিজিটালকে রাহুল বললেন, ''গত সাত মাস আমাকে ছেলের মুখ দেখতে দেওয়া হয়নি। শুধুমাত্র টাকার জন্য। প্রিয়ঙ্কা আমার কাছ থেকে এককালীন এক কোটি ২৫ লক্ষ টাকা দাবি করেছে। ওর এখন 'সুলতান'-এর মতো ছবি চলছে। আমি সিরিয়াল করি। এত টাকা কি দেওয়া সম্ভব? টাকাটা না দিলে ছেলের সঙ্গে দেখা করতে দেওয়া হবে না, এটাও ও বলেছে। আমি নাকি ওকে শারীরিক-মানসিক নির্যাতন করেছি। এটা ও বিভিন্ন জায়গায় বলছে। আমি বিভিন্ন সূত্রে শুনলাম। আমাকে ডিরেক্ট কিছু বলেনি। বরং আমি তো বলব, আমার পরিবারের উপর ও

নিম্নবিত্তের নয়া বাসা ‘নিজশ্রী’ আনছে রাজ্য সরকার

Image
দু'বছরের মধ্যে ৫০ হাজার ফ্ল্যাট তৈরির পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। নিম্ন আয়ের মানুষের জন্য নিজস্ব আবাসন প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর ইচ্ছায় প্রকল্পের নাম রাখা হয়েছে 'নিজশ্রী'। বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। লোকসভার ভোটের আগে যাকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজ্য প্রশাসনের বড় অংশ। 'নিজশ্রী' প্রকল্পে সরকারি জমিতে দু'ধরনের ফ্ল্যাট তৈরি করা হবে। এক শয্যাকক্ষ বিশিষ্ট ফ্ল্যাটের আয়তন (কার্পেট এরিয়ার নিরিখে) হবে ৩৭৮ বর্গফুট এবং দুই শয্যাকক্ষ বিশিষ্ট ফ্ল্যাটগুলি হবে ৫৫৯ বর্গফুট আয়তনের। এক শয্যাকক্ষ বিশিষ্ট ফ্ল্যাটের দাম হবে ৭ লক্ষ ২৮ হাজার টাকা এবং দু'শয্যাকক্ষের ফ্ল্যাটের দাম হবে ৯ লক্ষ ২৬ হাজার টাকা। কলকাতা পুরসভা, পুর ও নগরোন্নয়ন দফতর, জেলাভিত্তিক বিভিন্ন পুরসভা, পঞ্চায়েত বা উন্নয়ন পর্ষদগুলির তত্ত্বাবধানে গড়ে উঠবে পাঁচতলার এক-একটি আবাসন। তবে আবাসনগুলিতে লিফটের সুবিধা থাকবে না। যাঁদের মাসিক আয় ১৫ থেকে ৩০ হাজার টাকার মধ্যে, তাঁদের জন্যই এই প্রকল্পের কথা ভাবা হয়েছে। পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের কথায়, ''