বিজেপি নেতার বাড়ি থেকে ২৭ কোটির মাদক উদ্ধার


ইম্ফল: প্রচুর মাদক সহ গ্রেফতার বিজেপি নেতা৷ মণিপুরের চান্দাল জেলায় বিজেপি নেতাসহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ৷ উদ্ধার মোট ২৭ কোটির মাদক৷ উদ্ধার ৪.৫৯ কেজি হেরোইন, ২৮ কেজি ট্যাবলেট৷

শুধু মাদক নয় ৫৭.১৮ লক্ষ টাকা ও ৯৫ হাজার টাকার পুরনো নোট উদ্ধার করেছে পুলিশ৷ গোপন সূত্রে খবর পেয়ে চান্দালের লুতখোশেই জাউয়ের বাড়িতে তল্লাশি চালায় এনএবি ( দ্য নারকোটিকস এন্ড অ্যফেয়ার অফ বর্ডার)৷ টাকা সহ উদ্ধার হয়েছে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র৷ এর মধ্যে রয়েছে ০.৩২ এনপিবি পিস্তল, ২১ রাউন্ড গুলি,একটি এসবিবিএল রাইফেল৷ উদ্ধার ৮টি ব্যাঙ্কের পাশবই৷

লুতখোশেই জাউয়ের বাড়ি থেকে বড় বড় স্যুটকেশ থেকে টাকা, মাদক সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়৷ একটি স্যুটকেশে ভরতি ট্যাবলেট ছিল৷ ২৭ কোটির মাদক পাচার করা হচ্ছিল বলে অনুমান পুলিশ৷ অনেকদিন ধরেই বিজেপি নেতা, ও ধৃত সরকারি আধিকারিকদের উপর নজর রাখে প্রশাসন৷ ধৃত লুতখোশেই গত বছরই কংগ্রেসের সদস্য ছিলেন, পরে বিজেপি যোগ দেন৷ বিজেপি নেতা ছাড়া বাকিদের গ্রামের বাড়ি গিয়ে তল্লাশি চালায় এনএবি৷ প্রত্যেকের বাড়ি থেকে স্যুটকেশ ভরতি মাদক ও টাকা উদ্ধার হয়েছে৷ বিজেপি নেতা সহ ধৃত ৭ জন কোনও ড্রাগ পাচারকারীদের সঙ্গে যুক্ত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে৷

বিজেপি নেতা জাউয়ে নিচে মাদক সেবন করে বলেও অভিযোগ৷ প্রতিবেশী দেশ মায়ানমারের সঙ্গে ড্রাগ পাচারচক্র চালাতে পারেন জাউয়ে৷ এনএবি-র অনুমান, কোটি কোটি টাকার মাদক মায়ানমার থেকেও আসতে পারে৷ এর আগেও সীমান্ত এলাকা থেকে মাদক উদ্ধার করেছে এনএবি৷ ধৃত ৭ জনকে জেরা করছে এনএবি৷