Posts

Showing posts from October 11, 2018

প্রেমিকের নাম বাড়িতে বলে দিল ভাই, গলা টিপে খুন করল দিদি

Image
লুকিয়ে প্রেম। মাঝেমধ্যে গোপনে সাক্ষাৎ। কিন্তু, সেটাই দেখে ফেলেছিল পাঁচ বছরের ভাই। আর শিশুসুলভ সরলতায় দিদির বয়ফ্রেন্ডের নাম বাড়িতে বলে দিয়েছিল সে। কিন্তু সেই 'অপরাধ'-এর মাশুল দিতে হল প্রাণ দিয়ে। ছোট্ট ভাইকে খুন করল তারই দিদি! লুধিয়ানার অমরজিৎ কলোনি এলাকায় এমনই একটি খুনের ঘটনা সামনে আসায় অত্যন্ত চাঞ্চল্য ছড়িয়েছে। কিন্তু প্রতিবেশীদের দাবি, এই ঘটনায় কোনও অনুতাপ নেই বছর উনিশের ওই দিদির। গত ৭ অক্টোবর রবিবার বাড়ির পাশেই একটি বস্তায় ওই শিশুর মৃতদেহ উদ্ধার হয়। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে খুনের কথা স্বীকার করার পর অভিযুক্ত বছর উনিশের রেণু কনৌজিয়াকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, কী ভাবে খুন করা হয়েছিল, কখন কী ভাবে ভাইয়ের দেহ বাড়ির বাইরে ফেলেছিল, সবই জানিয়েছে রেণু। রেণুর বয়ান অনুযায়ী, শনিবার বিকেলে যখন বাড়িতে কেউ ছিল না, সেই সময় গলা টিপে ভাইকে খুন করে সে। তার পর তার মৃতদেহ একটি চটের বস্তায় ভরে খাটের নীচে লুকিয়ে রাখে। সন্ধ্যায় বাবা-মা বাড়িতে ফিরলে ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিনয় করে। সবাই যখন খোঁজাখুঁজি করছে, সেই দলে রেণুও ছিল। কিন্তু রাতে আর ভাইকে পাওয়া যায়নি। এর পর ভো

পাঁচ বছরেই শিল্পপতি, বাজারে খাটছে ১৫০০ কোটি, আড়ালে জঙ্গিদের ফান্ড!

Image
পাঁচ বছর আগেও দুর্গাপুর-আসানসোলের শিল্পাঞ্চলে সোনু অগ্রবাল ছিলেন একেবারেই অপরিচিত মুখ। কিন্তু এখন সেই সোনু অগ্রবালই ওই শিল্পাঞ্চলে প্রথম সারির শিল্পপতি। দুর্গাপুর চেম্বার অব কমার্স এবং ইন্ডাস্ট্রির এগ্‌জিকিউটিভ কমিটির সদস্যও। এতদিন বাকি শিল্পপতি এবং ব্যবসায়ীরা সোনুকে ঝাড়খণ্ড সরকারের উপরমহলের খুব ঘনিষ্ঠ হিসাবেই জানতেন। কারণ তিনি যেখানেই যেতেন, তাঁর সঙ্গে থাকত ঝাড়খণ্ড পুলিশের দেওয়া সশস্ত্র দেহরক্ষী। ঝাড়খণ্ড পুলিশ সূত্রে খবর, সরকারি নির্দেশেই তারা সোনুর জন্য ছ'জন দেহরক্ষী নিয়োগ করেছে।গত দু'দিন ধরে সেই সোনুর দুর্গাপুর-বিধাননগরের প্রাসাদোপম বাড়ি, কাঁকসায় জয়শ্রী স্টিলের কারখানায় জাতীয় তদন্তকারী সংস্থা(এনআইএ)-র টানা তল্লাশি চলার পর, তাঁর অন্য পরিচয়ও সামনে আসছে। এনআইএ-র আইজি(সদর) অলোক মিত্তল বলেন,"পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের ১৫টি জায়গায় তল্লাশি চালানো হয়েছে। তৃতীয় প্রস্তুতি কমিটি (টিপিসি) এবং পিপলস লিবারেশন ফ্রন্ট অব ইন্ডিয়া (পিএলএফআই)-র মতো অতি বাম জঙ্গি সংগঠনকে আর্থিক মদত দেওয়ার বেশ কিছু নথি এবং নগদ টাকা উদ্ধার হয়েছে।"এনআইএ-র গোয়েন্দাদের দাবি, ওই একই অভিযোগে সোনুর বাড়িতে

স্ত্রীর ওপর রাগ থেকে সন্তানকে খুন, আত্মসমর্পন বাবার

Image
কোচবিহার:  পারিবারিক বিবাদের জেরে নিজের ৬ বছরের সন্তানকে খুন করল বাবা৷ নৃশংস এই ঘটনাটি ঘটেছে কোচবিহারের পুন্ডিবাড়ি থানার উত্তর কালজানি গ্রামে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। খুন করার পর সেই ব্যক্তি নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেন৷ পুলিশ সূত্রে খবর, শ্বাসরোধ করে ওই ব্যক্তি নিজের ছেলেকে খুন করে৷ ২৮ বছর বয়সী কার্তিক বর্মনের সঙ্গে তাঁর স্ত্রী রেখা বর্মনের সাংসারিক অশান্তি চলছিল। বুধবার তাঁদের ৬ বছরের ছেলে সঞ্জয় বর্মনের জ্বর থাকায় তাঁকে পাশেই নিজের বাপের বাড়িতে রেখে পরিচারিকার কাজে বেড়িয়ে যান রেখা। এর পরে বেলা দুটো নাগাদ কার্তিক বর্মন এসে সঞ্জয়কে তাঁর শ্বশুর বাড়িতে নিয়ে যায়। অভিযোগ এর পর বিকেল চারটা নাগাদ ছেলেকে গলায় গামছা দিয়ে ফাঁস লাগিয়ে হত্যা করেন কার্তিক৷ শিশুটিকে বাড়ির খাটের নিচে রেখে দেয়। রাতে ৯ টা নাগাদ আলিপুরদুয়ার থানায় গিয়ে আত্মসমর্পন করে কার্তিক বর্মন। এর পরে বিষয়টি রেখা বর্মনকে ফোনে জানানো হয় আলিপুরদুয়ার থানার পক্ষ থেকে। কার্তিককে আটক করে পুন্ডিবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। কার্তিক বর্মনকে গ্রেফতার করে পুন্ডিবাড়ি থানার পুলিশ। এদিন তাকে কোচবিহার জেলা আদালতে তোলা হয়।

কলেজে ভরতির জন্য আসল নথি জমা রাখতে হবে নাঃ ইউজিসি

Image
দিল্লি : কলেজে ভরতির ক্ষেত্রে এবার থেকে পড়ুয়াদের আর আসল নথি জমা রাখতে হবে না। আজ UGC-র তরফে দেশের সমস্ত স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে এই নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, ভরতির জন্য জমা নেওয়া ফি ফেরত দেওয়ার ক্ষেত্রেও শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে বিশেষ নির্দেশ দিয়েছে UGC। বিভিন্ন রাজ্য থেকে UGC-র কাছে অভিযোগ জমা পড়েছিল, ভরতির সময় অনেক কলেজ ছাত্রছাত্রীদের মার্কশিট, স্কুল সার্টিফিকেট ইত্যাদি নিজেদের কাছে জমা রেখে দেয়। এই অভিযোগ পেয়ে নড়েচড়ে বসে UGC। এরপর তাদের তরফে নির্দেশ জারি করা হয়েছে যে, কলেজ বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভরতির সময় ছাত্রছাত্রীদের নথি যাচাই করে দেখতে পারবে, কিন্তু সেগুলি যাচাই করে ছাত্রছাত্রীদের সঙ্গে সঙ্গে ফেরত দিয়ে দিতে হবে, কোনওভাবেই সেগুলি জমা রাখা যাবে না। কলেজে ভরতির ফি নিয়েও বিভিন্ন সময় অভিযোগ উঠেছে। এক্ষেত্রে UGC-র তরফে নির্দেশ দেওয়া হয়েছে, ছাত্রছাত্রীরা কোনও কলেজে বা বিশ্ববিদ্যালয়ে ভরতির জন্য ফি জমা দেওয়ার পর যদি সিদ্ধান্ত নেয় যে তারা সেখানে পড়বে না, তবে কলেজ বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফি বাবদ নেওয়া সেই টাকা ফিরিয়ে দেবে। যদি ভরতির সময়সীমা শেষের ১৫ দিনের

হাবড়ায় স্কুল শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহকর্মী শিক্ষক

Image
বারাসত: হাবড়ার এক বেসরকারি স্কুলের শিক্ষিকাকে ধর্ষণ করার অভিযোগে সহকর্মী এক শিক্ষককে গ্রেপ্তার করল পুলিস। মঙ্গলবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম সৌরভ দাস। তাঁর বাড়ি হাবড়ার জয়গাজি নেতাজি রোড এলাকায়। সৌরভ এবং ওই 'নির্যাতিতা' দু'জনেই হাবড়া থানার অন্তর্গত দেশবন্ধু পার্ক এলাকার একটি বেসরকারি স্কুলের শিক্ষক-শিক্ষিকা। শিক্ষিকার অভিযোগ, হাবড়ায় সৌরভের একটি কোচিং সেন্টার রয়েছে। প্রায় এক মাস আগে সৌরভ তাঁকে সেখানে ডাকেন। তারপর ঠান্ডা পানীয়ের সঙ্গে কিছু মিশিয়ে খাইয়ে দেন। তিনি অচৈতন্য হয়ে পড়লে তাঁকে ধর্ষণ করেন সৌরভ। এমনকী, ভয় দেখিয়ে তারপরেও কয়েকবার ধর্ষণ করেছেন। মঙ্গলবার রাতে ওই শিক্ষিকা হাবড়া থানায় লিখিত অভিযোগ জানান। তারপরই পুলিস তাঁকে গ্রেপ্তার করে। পুলিস জানিয়েছে, বুধবার ধৃতকে বারাসত জেলা আদালতে তোলা হয়েছিল। তাকে পাঁচদিনের পুলিস হেফাজতে নেওয়া হয়েছে।

Google Pixel 3 XL বনাম iPhone XS Max বনাম OnePlus 6: প্রিমিয়াম সেগমেন্টে সেরা কে?

Image
এই সপ্তাহে বাজারে এসেছে Google Pixel 3 আর Pixel 3 XL। এর মধ্যে Pixel 3 XL ফোনে থাকছে বড় ডিসপ্লে আর ডিসপ্লের উপরে থাকছে কালো নচ। এছাড়াও সম্প্রতি বাজারে এসেছে iPhone XS Max। প্রিমিয়াম সেগমেন্টে বাজারে লঞ্চ হয়েছে এই ফোনগুলি। এর আগে বাজারে এসেছিল বাজেট ফ্ল্যাগশিপ OnePlus 6। এই তিনটি ফোনের ডিসপ্লের উপরে রয়েছে কালো নচ। এক নজরে দেখে নেওয়া যাক প্রিমিয়াম সেগমেন্টে কে সেরা? Google Pixel 3 XL বনাম iPhone XS Max বনাম OnePlus 6 এর দাম 64GB Pixel 3 XL এর দাম ৮৩,০০০ টাকা। আর 128GB Pixel 3 XL কিনতে খরচ হবে ৯২,০০০ টাকা। 64GB iPhone XS Max এর দাম শুরু হচ্ছে ১,০৯,৯০০ টাকা থেকে। 256GB ও 512GB iPhone XS Max কিনতে খরচ হবে ১,২৪,৯০০ টাকা আর ১,৪৪,৯০০ টাকা। 6GB RAM ভেরিয়েন্টের OnePlus 6 এর দাম ৩৪,৯৯৯ টাকা আর 8GB RAM ভেরিয়েন্টের OnePlus 6 এর দাম ৩৯,৯৯৯ টাকা। Google Pixel 3 XL বনাম iPhone XS Max বনাম OnePlus 6 এর ডিসপ্লে তিনটি ফোনের ডিসপ্লের উপরেই থাকবে একটি কালো নচ। OnePlus 6 আর iPhone XS Max ফোনে Full HD ডিসপ্লে থাকলেও Google Pixel 3 XL এ রয়েছে একটি Quad HD ডিসপ্লে। Pixel 3 XL ফোনে রয়েছে একটি ৬.৩ ইঞ্চি ডিসপ্লে।

রাঘব বহেলের বাড়িতে হানা দিল আয়কর দফতর

Image
কুইন্ট নিউজ পোর্টাল এবং নেটওয়ার্ক 18 গ্রুপের প্রতিষ্ঠাতা হলেন রাঘব বহেল। নিউ দিল্লি: আয়কর দফতরের কর্মীরা এবার হানা দিল মিডিয়া ব্যারন রাঘব বহেলের বাড়ি। জানাল সংবাদসংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া। নয়ডাতে রাঘব বহেলের বাড়ি এবং অফিসে অনুসন্ধান চালাল আয়কর দফতরের কর্মীরা। কর ফাঁকি দেওয়ার অভিযোগে এই হানা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।  পিটিআই জানিয়েছে, আয়কর দফতরের কর্মীরা বিভিন্ন নথিপত্র এবং প্রমাণের জন্যই হানা দিয়েছিল ঘটনাস্থলে। কুইন্ট নিউজ পোর্টাল এবং নেটওয়ার্ক 18 গ্রুপের প্রতিষ্ঠাতা হলেন রাঘব বহেল। কর ফাঁকি দেওয়ার অভিযোগে আরও বেশ কয়েকজন পেশাদারের অফিস এবং বাড়িতেও হানা দিয়েছে আয়কর দফতর। রাঘব বহেল একটি বিবৃতির মাধ্যমে জানান, "আজ সকালে যখন আমি মুম্বাইতে ছিলাম, তখনই জানতে পারি, কয়েকজন আয়কর দফতরের কর্মীরা মিলে হানা দিয়েছে আমার বাড়ি ও অফিসে"। তিনি আরও বলেন, "আমরা আয়কর-সংক্রান্ত সমস্তরকম কাজকর্ম ঠিকভাবে করি। শুধু আয়করই নয়। অর্থ সংক্রান্ত আমাদের সব কাজকর্ম এবং নথিপত্রেও কোনওরকম গাফিলতি নেই"। তিনি আরও বলেন যে, আয়কর দফতরের কর্তারা তাঁর মেল খতিয়ে দেখলেও, যে যে মেলগুলোতে অত্যন্ত জরুরি

"কন্যাশ্রী প্রকল্পের সুফল ভোগ করেছে রাজ্যের 50 লক্ষেরও বেশি কন্যা": মমতা

Image
কলকাতা: বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী  তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, পঞ্চাশ  লক্ষেরও বেশি মেয়ে কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পেয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আজ টুইটারে এই কথা লিখে জানান, এই প্রকল্পের জন্য মোট বাজেট ছিল 5600 কোটি টাকা। ভোট ব্যাঙ্কের স্বার্থে ধর্মের ভিত্তিতে বিভাজনের চেষ্টা করছে তৃণমূল, দাবি দিলীপের কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে ওই প্রকল্পের আওতায় থাকা সংশ্লিষ্ট কন্যার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যায় টাকাটি। অল্পবয়সী মেয়েদের আঠারো বছরের আগে বিয়ে হয়ে যাওয়া আটকাতে, তাদের আরও বেশি করে পড়াশোনা করানোর লক্ষ্যে, নিজের পায়ে দাঁড়ানোর জন্য সাহায্য করার উদ্দেশ্য নিয়ে এই প্রকল্প শুরু করে রাজ্য সরকার। "পঞ্চাশ লক্ষেরও বেশি মেয়ে এই প্রকল্পের সুবিধাভোগ করেছে। এই প্রকল্পের মোট বাজেট  5600 কোটি টাকার বেশি",  নিজের টুইটার অ্যাকাউন্টে এই কথা লেখেন মমতা। চৌত্রিশ বছরের বাম শাসনকে সরিয়ে  2011 সালে ক্ষমতায় আসার পরই কন্যাশ্রী প্রকল্প শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আন্তর্জাতিক কন্যাসন্তান দিবসে তিনি বলেন, "অত্যন্ত আনন্দের সঙ্গে জানাই,  2017 সালে রাষ্ট্রপুঞ্জ থেকে সম্মান জানা

কার্তি চিদাম্বরমের ৫৪ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

Image
দিল্লি : INX মিডিয়া কেসে কার্তি চিদাম্বরমের ৫৪ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ED। দেশ-বিদেশে ছড়িয়ে থাকা সম্পত্তি (দিল্লির জোড় বাগ, উটি এবং কোদাইকানালের বাংলো, ইংল্যান্ডের বাড়ি এবং বার্সেলোনার সম্পত্তি) এবং ব্যাঙ্ক ডিপোজ়িট মিলিয়ে ওই পরিমাণ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। ইংল্যান্ডের সামারসেটে বাজেয়াপ্ত বাড়ির মূল্য ৮.৬৭ কোটি। বার্সেলোনায় বাজেয়াপ্ত করা হয়েছে একটি টেনিস ক্লাব, যার মূল্য ১৪ কোটি টাকা। এছাড়াও দিল্লির জোড় বাগে ১৬ কোটি মূল্যের একটি ফ্ল্যাট বাজেয়াপ্ত করেছে ED। উটি ও কোদাইকানালে যথাক্রমে ৫০ লাখ ও ৩.৭৫ কোটি টাকা মূল্যের বাংলোও বাজেয়াপ্ত করা হয়েছে। এর পাশাপাশি, চেন্নাইয়ের একটি ব্যাঙ্ক থেকে ৯০ লাখ টাকার ফিক্সড ডিপোজ়িটও বাজেয়াপ্ত হয়েছে। ED জানায়, ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ASCPL নামে ছিল।  ঘটনাটি সামনে আসার পর, কার্তি চিদাম্বরম ED-র এই পদক্ষেপকে "উদ্ভট" ও "অদ্ভুত" বলে টুইট করেন। তাঁর বক্তব্য, "প্রভিশনাল অ্যাটাচমেন্ট অর্ডারটির কোনও আইনত বা তথ্যগত কোনও ভিত্তি নেই। এটা শুধুমাত্র অনুমানের উপর দাঁড়িয়ে।" তাঁর দাবি, "এটার একমাত্র উদ্দেশ্য খবরের শিরোনামে আ

খুনের মামলায় দোষী সাব্যস্ত স্বঘোষিত ধর্মগুরু রামপাল

Image
হিসার(হরিয়ানা) : খুনের মামলায় স্বঘোষিত ধর্মগুরু রামপালকে দোষী সাব্যস্ত করল হরিয়ানার একটি আদালত। ২০১৪ সালে খুনের ঘটনার সঙ্গে জড়িত ছিলেন তিনি। হরিয়ানার ওই আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক ডি আর চালিয়া আজ মামলার রায় দেন। এই রায় ঘোষণার পর হিসারের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতে পারে। এই আশঙ্কা করে বিশেষ ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন। হিসারের বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়েছে প্রায় দু'হাজার পুলিশ। বিভিন্ন এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।  এপ্রসঙ্গে সেখানকার জেলাশাসক অশোককুমার মিনা বলেন, "পরিস্থিতি মোকাবিলায় আগে থেকে প্রস্তুতি নিয়েছি আমরা। হিসারের বিভিন্ন এলাকায় ১৪৪ ধারা মোতায়েন করা হয়েছে।"

বিয়ের চাপ ! শেষে এই আজব কীর্তি করে বসলেন পাত্রী

Image
বিয়ে নিয়ে সামাজিক চাপ অনেক সময়েই নাতেক ওপর জল তুলে দেয়! কখনও বয়সের দোহাই , তো কখনও রূপের দোহাই দিয়ে বিয়ের চাপে পিষ্ট হন অনেকেই! এমনই চাপ এসে পড়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ৩২ বছরের লুলু জেমাইমার ওপর। তারপর যা ঘটে যায় আজব কাণ্ড। ক্রমাগত বিয়ের কথা, বিয়ের জন্য চাপ আসতে থাকে লুলুর কাছে। আত্মীয়, বন্ধু বান্ধবের কাছ থেকে ক্রমাগত বিয়ের প্রসঙ্গে নানা কথা শুনে চরম বিরক্ত হয়ে এক আজব কাণ্ড ঘটান চিনি। উগান্ডার বাসিন্দা লুলু শেষমেশ নিজেই নিজেকে বিয়ে করে বসেন! যদিও তা ছিল 'মক ওয়েডিং'। মজার ছলে লুলু জানান, 'মক ওয়েডিং' হলেও মোট ২ পাউন্ড খরচ হয়েছে এই বিয়েতে! ট্যাক্সি চেপে গির্জায় পৌঁছনোর জন্যই এই দু'পাউন্ড খরচ হয় বলে মজা করেন লুলু। উল্লেখ্য, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ক্রিয়েটিভ রাইটিং এর ছাত্রী লুলু মজার ছলে এই বিয়ের আসর সাজিয়ে নিন্দুকদের মুখ বন্ধ করলেও, সমাজের ভাবনা চিন্তা নিয়ে বেশ বড়সড় প্রশ্ন ছুড়ে দিয়েছেন। এই মজার ছলের বিয়ের মাধ্যমে লুলু সকলে জানান দিয়েছেন তিনি কেবলমাত্র নিজের প্রতিই দায়বদ্ধ আপাতত। লুলু জানাচ্ছেন, জীবনে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে তিনি আপাতত বদ্ধ পরিকর। কিন্ত

রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম মেনেই তৈরি হোয়াটসঅ্যাপের পেমেন্ট সার্ভিস

Image
বন্ধুকে সহজে টাকা পাঠাতে চান? তাহলে ব্যবহার করতেই পারেন হোয়াটসঅ্যাপের পেমেন্ট অপশন। কিন্তু ভাবছেন ফেসবুক হোয়াটসঅ্যাপের তথ্য ফাঁস হয়ে গিয়েছিল কিছুদিন আগেই, তাহলে কি আদৌ ভরসা করা যায় হোয়াটসঅ্যাপের পেমেন্ট অপশনকে? সদ্য হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা মেনেই যাবতীয় লেনদেনের পদ্ধতি নির্ধারণ করেছে। বর্তমানে ভারতে প্রায় ১ মিলিয়ান ব্যবহারকারী হোয়াটসঅ্যাপের পেমেন্ট সার্ভিসের মাধ্যমে টাকা লেনদেন করছেন। মঙ্গলবার হোয়াটসঅ্যাপ সংস্থা থেকে জানানো হয়েছে, সমগ্র সিস্টেমটি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা মেনেই তৈরি করা হয়েছে। পেমেন্ট সংক্রান্ত যাবতীয় বিষয় রিজার্ভ ব্যাঙ্কের আওতায় সম্পন্ন হয়ে থাকে। ৫ এপ্রিল ভারতীয় রিজার্ভ ব্যাংক জানিয়েছিল, ভারতে সমস্ত পেমেন্ট সিস্টেম অপারেটরকে ১৫ অক্টোবরের মধ্যে ভারতে পেমেন্টের সমস্ত তথ্য সংরক্ষণ করে রাখতে হবে। এদিকে, হোয়াটসঅ্যাপ একমাত্র বড় বিদেশী খেলোয়াড়, যার আওতায় রয়েছে বহু গ্রাহক। সংস্থা থেকে মনে করা হচ্ছে, এই মূহুর্তে একচেটিয়া ব্যবসা করতে সক্ষম তারা। হোয়াটসঅ্যাপ থেকে জানানো হয়েছে, এবার থেকে সকলেই নিরাপদেই হোয়া

উত্তাল সমুদ্র, গাছ-বিদ্যুতের খুঁটি উপড়ে গোপালপুরে আছড়ে পড়ল তিতলি

Image
ঘূর্ণিঝড়ের প্রভাবে লণ্ডভণ্ড ওড়িশার গোপালপুর। বাড়ছে ঝড়ের গতিবেগ। পশ্চিমবঙ্গের দিকে ঝড়ের ততটা প্রভাব না পড়লেও ওড়িশা ও অন্ধ্রপ্রদেশে তিতলির প্রভাব পড়েছে মারাত্মক। তবে ঝড় না হলেও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ রাজ্যে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওড়িশার গঞ্জাম জেলা। এ ছাড়াও ওড়িশার বেরহামপুরে মারাত্মক প্রভাব পড়েছে তিতলির। প্রভাব পড়েছে ভুবনেশ্বর ও পুরীতেও। মূলত দুই রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে ব্যাপক প্রভাব পড়েছে। ধসে গিয়েছে অসংখ্য মাটির বাড়ি। অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামের কাছে বিশাখাপত্তনমের দিকে এগোচ্ছে তিতলি। এই জেলাতেও মারাত্মক প্রভাব পড়েছে ঘূর্ণিঝড়ের। ভুবনেশ্বরে বাতিল হয়েছে রেলের পরীক্ষা। আগামী দু'দিন ওড়িশার সবকটি স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। প্রবল ঝড় ও বৃষ্টির পর প্রশাসনের তরফে গঞ্জাম ও বেরহামপুরের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে প্রশাসনের তরফে। গোপালপুর ও বেরহামপুরের সঙ্গে সড়কপথে যোগাযোগ আপাতত বিচ্ছিন্ন। দক্ষিণ-পূর্ব রেলের একাধিক জায়গায় ছিঁড়ে গিয়েছে ওভারহেড তার। ওড়িশা, অন্ধ্রপ্রদেশ থেকে বাতিল হয়েছে একাধিক ট্রেন। ঘ

তিতলির তাণ্ডব শুরু ওড়িশায়, ব্যাহত ট্রেন চলাচল

Image
ভুবনেশ্বর: সাইক্লোন তিতলি আছড়ে পড়ল ওড়িশা ও অন্ধ্র উপকূলে৷ বৃহস্পতিবার ভোর রাত থেকেই শুরু হয় তিতলির তাণ্ডব৷  ঝড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টিপাতের জেরে এখনই লণ্ডভণ্ড ওড়িশার গোপালপুর ও তৎসংলগ্ন এলাকা৷ হাওয়া অফিস জানিয়েছে, ওড়িশায় ১৪০ কিমি বেগে আছড়ে পড়ে তিতলি৷ মৌসম ভবনের পূর্বাভাসের পরই ওড়িশা সরকারের তরফে জারি করা হয়েছে সতর্কতা৷ ইতিমধ্যে উপকূলবর্তী পাঁচটি জেলা থেকে তিন লক্ষ মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে গিয়েছে৷ বন্ধ রাখা হয়েছে স্কুল, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান৷ মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে৷ পাশাপাশি পর্যটকদেরও সমুদ্রে নামতে বারণ করা হয়েছে৷ এদিকে তিতলির প্রভাবে জনজীবন ব্যাহত হতে শুরু করেছে৷ গাছ ভেঙে পড়েছে, বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়েছে, কাঁচা বাড়ি ভেঙে গিয়েছে৷ ক্ষয়ক্ষতির পরিমাণ গোপালপুর ও বেরহারমপুরে বেশি৷ সড়ক যোগাযোগ সেখানে বিচ্ছিন্ন৷ এখনও অবধি সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে গঞ্জম, গজপতি, পুরী, খুরদা ও জগতসিংহপুরে৷ সঙ্গে ঝড়ো হাওয়া৷ এছাড়া ওভারহেড তার ছিঁড়ে যাওয়ায় প্রভাব পড়েছে ট্রেন চলাচলে৷ রেলের তরফে জানানো হয়েছে, তিতলির কারণে বেশ কিছু ট্রে

প্রেমিকার বিয়ে অন্যত্র, টাওয়ারে উঠে আত্মহত্যার চেষ্টা যুবকের

Image
বহরমপুর: প্রেমিকার বিয়ে ঠিক হয়ে যাওয়ায় অভিমানে টাওয়ারের ওপর উঠে আত্মহত্যার চেষ্টা করল প্রেমিক৷ বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের লালগোলা নলডহরি গ্রামে৷ গোটা ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে৷ স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরে এই দু'জনের ভালোবাসার সম্পর্ক৷ কিন্তু হঠাৎ করে প্রেমিকার পরিবারের সদস্যরা বিয়ে ঠিক করেছেন৷ তাই সেই অভিমানে মোবাইল টাওয়ারের উপর উঠে আত্মহত্যার চেষ্টা করল প্রেমিক। স্থানীয়রা জানিয়েছেন, লালগোলা নব পল্লী এলাকার এক যুবক সামিম শেখের সঙ্গে স্থানীয় এক যুবতীর ভালোবাসা সম্পর্ক ছিল৷ এলাকার বহু মানুষই এই ঘটনার কথা জানত৷ কিন্তু প্রেমিকার পরিবারের সদস্যরা অন্যত্র তার বিবাহ ঠিক করেন৷ তাই বুধবার বিকেলে এলাকার একটি বেসরকারি মোবাইল সংস্থার টাওয়ারে উঠে আত্মহত্যার চেষ্টা করে প্রেমিক সামিম শেখ। এই ঘটনা নজরে পড়ে স্থানীয়দের৷ স্থানীয়রাই লালগোলা থানায় খবর দেয়৷ কিছুক্ষণ পর ঘটনাস্থলে পুলিশ গিয়ে মাইক বেধে যুবককে বোঝায়। পুলিশের দীর্ঘ প্রচেষ্টার পর সামিম শেখ অবশেষে নিচে নেমে আসেন। এই প্রসঙ্গে সামিম শেখের বাবা মুস্তাফা শেখ বলেন, ''আমরা ঘটনার খবর পেয়ে ঘট

জম্মু ও কাশ্মীরের কুপওয়াড়ায় ভারতীয় সেনা ও জঙ্গিদের গুলির লড়াই।

Image
ফের আতঙ্কের আবহ কাশ্মীরে।  বৃহস্পতিবার সকালে জম্মু ও কাশ্মীরের কুপওয়াড়ায় ভারতীয় সেনা ও জঙ্গিদের মধ্যে গুলি বিনিময় হয়। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুসারে দুই থেকে তিনজন জঙ্গিকে ধরতে পেরেছে ভারতীয় সেনা। উপত্যকায়  জঙ্গি বিরোধী কার্যকলাপ নিয়ে বেশ কয়েকদিন ধরেই অভিযান চালাচ্ছে কাশ্মীর পুলিশ ও ভারতীয় সেনা। দুইয়ের যৌথ অভিযানে ইতিমধ্যেই নিকেশ কয়েকজন জঙ্গি। বাড়ি বাড়ি ঢুকে চলছে চিরুনি তল্লাশি৷ যেখান থেকে খবর আসছে, সেখানেই পরিস্থিতি খতিয়ে দেখতে পৌঁছে যাচ্ছেন জওয়ানরা। এবারও তেমনই একটি খবর এসেছিল তাঁদের কাছে। গোপন সূত্রে খবর পাওয়া গিয়েছিল, রাজ্যের কুপওয়াড়ায় ঘাঁটি গেড়েছে জঙ্গিরা। সেই মতো তল্লাশি শুরু করে নিরাপত্তাবাহিনী। তল্লাশির সময়ই সেনাকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পালটা গুলি চালান জওয়ানরাও। ঘটনায় এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে একাধিক সন্ত্রাসবাদীকে গ্রেপ্তার করেছে সেনা। সূত্রের খবর, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের স্কলার মান্নান ওয়ানিও আছেন। কিছুদিন আগেই তিনি জঙ্গি সংগঠনে যোগ দিয়েছিলেন। ঘটনায় কাশ্মীরের সমস্ত স্কুল ও কলেজ বন্ধ রাখা হয়েছে। তল্লাশি অভিযানে যাতে কোনও সমস্যা না হয়

ইছাপুরে যুবককে খুন করে গুলি চালাতে চালাতে পালাল দুষ্কৃতী

Image
ইছাপুর : দুষ্কৃতীর সঙ্গে বচসার জেরে খুন এক যুবক। ঘটনাটি ইছাপুরের রামনগর এলাকার। মৃতের নাম জয়ন্ত সরকার। বাড়ি ইছাপুরের আনন্দমঠ এলাকায়। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে নোয়াপাড়া থানার পুলিশ। আজ গভীর রাতে রামনগর এলাকায় মোটা অভি নামে স্থানীয় এক দুষ্কৃতীর সঙ্গে বচসা শুরু হয় পেশায় টোটোচালক জয়ন্তর। বচসার সময়ে হঠাৎ বন্দুক বের করে গুলি চালায় ওই দুষ্কৃতী। পেটে গুলি লাগে জয়ন্তর। মাটিতে লুটিয়ে পড়ে সে। গুলির আওয়াজ শুনে স্থানীয়রা ছুটে এলে শূন্যে গুলি চালাতে চালাতে পালায় ওই দুষ্কৃতী। রক্তাক্ত জয়ন্তকে উদ্ধার করে টোটোয় করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় খবর পান স্থানীয় বিধায়ক সুনীল সিং। তিনি গাড়িতে করে আক্রান্ত যুবককে B বসু মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জয়ন্তকে মৃত বলে ঘোষণা করে।

বিশ্বকাপজয়ী অধিনায়কের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ

Image
মুম্বই: সমাজের বিভিন্ন স্তরে সুনামি হয়ে আছড়ে পড়ার পর #MeToo'র ঝড় থাবা বসাল ক্রিকেটমহলে৷ আর পাঁচজন সাধারণ ক্রিকেটারের বিরুদ্ধে নয়, এবার যৌন হেনস্থার অভিযোগ উঠল বিশ্বকাপজয়ী অধিনায়কের বিরুদ্ধে৷ #MeToo মুভমেন্টে সামিল হয়ে ১৯৯৬ সালে বিশ্বজয়ী শ্রীলঙ্কা দলের অধিনায়ক অর্জুনা রণতুঙ্গার বিরুদ্ধে এমন তুললেন এক ভারতীয় ফ্লাইট অ্যাটেনডেন্ট৷ দিনক্ষণ উল্লেখ না করলেও ওই ভারতীয় মহিলা নিজের ফেসবুক পেজে মুম্বইয়ের হোটেলের সেই ঘটনার বিবরণ দিয়েছেন৷ তিনি এও অভিযোগ করেন যে, তৎক্ষণাৎ হোটেলের রিসেপশনে জানালেও, হোটেল কর্তৃপক্ষ সেটিকে তাঁর ব্যক্তিগত বিষয় বলে উড়িয়ে দেয়৷ কিংবদন্তি সিংহলি ক্রিকেটার রণতুঙ্গা এখন সেদেশের পেট্রোলিয়াম রিসোর্স ডেভেলপমেন্ট মিনিস্টারের দায়িত্ব পালণ করছেন৷ এহেন হেভিওয়েট ব্যক্তিত্বের বিরুদ্ধে সরব হয়ে সংশ্লিষ্ট ভারতীয় মহিলা জানান, রণতুঙ্গা তাঁর কোমর জড়িয়ে ধরে বুকে হাত দেওয়ার চেষ্টা করেছিলেন৷ কোনওক্রমে শ্রীলঙ্কান ক্রিকেটারের পায়ে লাথি মেরে তিনি ছিটকে বেরিয়ে এসেছিলেন৷ ফেসবুকে ওই মহিলা ঘটনার বিবরণ দিয়ে লেখেন, 'মুম্বইয়ের হোটেল জুহু সেন্টারের লিফটে আমার এক সহকর

অদিতি মিত্তলের বিরুদ্ধে এবার যৌন হেনস্থার অভিযোগ করলেন কৌতুকশিল্পী কানিজ সুরখা

Image
#MeToo নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সুর চড়িয়েছিলেন কৌতুকশিল্পী অদিতি মিত্তল। এবার তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুললেন আর এক কৌতুকশিল্পী কানিজ সুরখা। টুইটারে একটি দীর্ঘ চিঠিতে কানিজ অভিযোগ করেছেন, দুবছর আগে তাঁকে জোর করে চুমু খেয়েছিলেন অদিতি মিত্তল। কানিজের কথায়,''একটি কৌতুক অনুষ্ঠানের মঞ্চে উঠে আসেন অদিতি। সেখানে তখন ছিলেন একশোজন দর্শক ও অন্য কৌতুকশিল্পীরা। তাঁদের সামনেই আচমকা জোর করে আমার ঠোটে চুম্বন দেন অদিতি। তাঁর জিভ আমার মুখের মধ্যে পুরে দিয়েছিলেন। তখন আমি মঞ্চেই ছিলাম। আমার অনুমতিও নেননি অদিতি''।  ঘটনাটির পর মিত্তলের সঙ্গে এনিয়ে কথা বলেন কানিজ। তখন ক্ষমা চান তিনি। পরে অদিতি খারাপ আচরণ শুরু করেন। টুইটার পোস্টে কানিজ লিখেছেন, প্রত্যেকেরই নিজস্ব পছন্দ ও সীমা রয়েছে। কিন্তু সীমা লঙ্ঘন করেছিলেন অদিতি। কানিজ আরও লিখেছেন, হেনস্থার বিরুদ্ধে টুইটারে সোচ্চার হয়েছেন মিত্তল। সেই প্রসঙ্গ তুলে কানিজ লিখেছেন, ''এব্যাপারে গতকালও এক বন্ধুর মাধ্যমে অদিতি মিত্তলের সঙ্গে যোগাযোগ করেছিলাম। অনুরোধ করেছিলাম, আমি নিজের পরিচয় গোপন রাখব, আপনি প্রকাশ্যে ক্ষমা চান। আগে ব্যাপারটি

মেট্রো লাইন পারাপার করতে গিয়ে বিপত্তি, ভোগান্তি অফিস যাত্রীদের

Image
ফের মেট্রোয় ভোগান্তি। অফিস টাইমেই দীর্ঘক্ষণ বন্ধ মেট্রো চলাচল। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে নোয়াপাড়া-দমদম স্টোশনের মাঝে লাইন পারাপার করতে গিয়ে বিদ্যুত্পৃষ্ট হয়েছেন এক ব্যক্তি। সূত্রের খবর ওই ব্যক্তি না কি লাইন পারাপার করার সময় থার্ড লাইন স্পর্শ করে ফেলেন। যার ফলেই এই বিপত্তি । প্রসঙ্গত ওই ব্যক্তি এখনও জীবিত আছেন। মেট্রো লাইন থেকে উদ্ধার করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলেই জানা যাচ্ছে। তবে ওই ব্যক্তি ঠিক কারণে লাইনে নেমেছিলেন সেবিষয়ে এখনই স্পষ্ট করে কিছু জানা যায়নি। প্রাথমিক ভাবে অনেকেই এই ঘটনাকে আত্মহত্যার চেষ্টা বলে দাবি করলেও মেট্রো কর্তৃপক্ষ এই বিষয়ে কিছু স্পষ্ট করেনি। উল্টে, ওই ব্যক্তি আদৌ আত্মহত্যা করতে চেয়েছিলেন না কি এই ঘটনা নিছকই দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে। যদিও, প্রশ্ন থাকছেই, এতো নিরাপত্তার মধ্যেও কীভাবে লাইনে নেমে পড়লেন ওই ব্যক্তি? এই ঘটনার পর দীর্ঘক্ষণ বন্ধ থাকে মেট্রো চলাচল। দমদম থেকে গিরিশ পার্ক পর্যন্ত বন্ধ থাকে মেট্রো। যার ফলে অফিস টাইমেই চূড়ান্ত ভোগান্তির সম্মুখীন হতে হয় নিত্যযাত্রীদের।

পুজোয় ভিআইপি রোডের তিনটি ফুটব্রিজ বন্ধ থাকবে: পুলিশ

Image
কলকাতা: পুজোর সময় যানবাহন ও দর্শনার্থীদের নিয়ন্ত্রণ করবে পুলিশ৷ বিশেষ করে ভিআইপি রোডের পাশ্ববর্তী পুজোগুলো৷ সবচেয়ে বেশি ভিড় হয় শ্রীভুমির পুজোয়৷ বন্ধ থাকবে ভিআইপি রোডের তিনটি ফুটব্রিজ৷ তবে চালু থাকবে সাবওয়ে৷ মোতায়েন করা হবে অতিরিক্ত পুলিশ৷ বুধবার বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিসি ডিডি (সদর) অমিত পি জাভালগি সাংবাদিক সম্মেলন করে জানালেন,পুজোর সময় ভিআইপি রোডের উপর তিনটি ফুটব্রিজ বন্ধ থাকবে৷ বিকেল তিনটে থেকে ওই ফুটব্রিজগুলো বন্ধ থাকবে৷ এগুলো হল গোলাঘাটা ফুটব্রিজ, শ্রীভূমি ফুটব্রিজ, লেকটাউন ফুটব্রিজ৷ তবে সাবওয়েগুলো ব্যবহার করতে পারবেন সাধারণ দর্শনার্থীরা৷ ব্যতিক্রম শ্রীভূমি সাবওয়ে৷ এই সাবওয়ে শুধু ভিআইপিদের জন্য৷ সাধারণ মানুষ ব্যবহার করতে পারবে না৷ এছাড়া শ্রীভূমি ও লেকটাউন বাসষ্ট্যান্ডও বন্ধ থাকবে৷ শ্রীভূমিতে যারা পুজো দেখতে যাবেন তারা গোলাঘাটা সাবওয়ে ব্যবহার করে বাঙ্গুর সাবওয়ে দিয়ে বের হতে পারবেন৷ ভিআইপি রোডের গোলাঘাটা ও বাঙ্গুর এর মধ্যে কোনও অটো বা ট্যাক্সি পার্কিং করতে পারবে না৷ এমনকি কোথাও দাঁড়াতেও পারবে না৷ কলকাতা থেকে যারা গাড়ি নিয়ে বিমানবন্দর যাবেন তাদেরকে চিংড়িঘাটা থ

৫৫০০ কোটির বিনিয়োগ মমতা-রাজ্যে, বিপুল কর্মসংস্থান! পুজোর মুখে বিরাট সাফল্য

Image
পুজোর মুখেই রাজ্যে এল খুশির খবর। অনলাইন বিপণন সংস্থা প্রায় এক হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে রাজ্যে। এর ফলে অন্তত ১৮ হাজার কর্মসংস্থান হবে বলে জানিয়েছেন রাজ্যের অর্থ ও শিল্পমন্ত্রী অমিত মিত্র। তিনি জানান, রাজ্যের তরফে জমি দেওয়া হয়েছে। সেই জমিতেই গড়ে উঠবে লজিস্টিক হাব। হলদিয়ার সাড়ে চার হাজার কোটির বিনিয়োগ  একদিন আগেই হলদিয়ায় সাড়ে চার হাজার কোটি টাকার বিনিয়োগ কথা জানিয়েছিলেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, সাড়ে চার হাজার কোটি বিনিয়োগে হলদিয়ায় একটি অ্যাসিড তৈরির কারখানা হবে। চ্যাটার্জি গ্রুপ এই বিশাল বিনিয়োগ করতে চলেছে। নবান্নের তরফে সেই বিনিয়োগের ছাড়পত্র দিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে। নবান্নের ছাড়পত্র, ল্যান্ডব্যাঙ্কের জমি হলদিয়া ডেভেলপমেন্ট অথোরিটির কাছে এই বিষয়ে প্রস্তাব দেওয়া হয়েছিল। অথোরিটি তা পাঠিয়ে দেয় শিল্পমন্ত্রীর অনুমোদনের জন্য। নবান্নে মন্ত্রিসভার বৈঠকে তা আলোচনার পরই স্থির হয় চ্যাটার্জি গ্রুপকে ছাড়পত্র দেওয়া হবে। ৯৮.৫৭ একর জায়গা দেওয়ার ব্যাপারেও সিদ্ধান্ত হয়। সেইমতো শুভেন্দু জানান ল্যান্ডব্যাঙ্ক থেকে জমি দেওয়া হবে। অনলাইন বিপণন সংস্থার লজিস্টিক হাব এদিন নবান

জঙ্গি-যোগে ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ৪ পড়ুয়াকে গ্রেফতার করল পুলিস

Image
যৌথ অভিযান চালিয়ে সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যোগ থাকার অভিযোগে ৪ পড়ুয়াকে গ্রেফতার করল জম্মু-কাশ্মীর ও পঞ্জাব পুলিস। পঞ্জাবের জলন্ধর থেকে তাঁদের গ্রেফতার করা হয়েছে। পুলিস সূত্রের খবর, জঙ্গি সংগঠন আনসার গাজওয়াত-উল-হিন্দ ও জইশ-ই-মহম্মদের সঙ্গে যোগ রয়েছে ধৃতদের। তাদের নাম জাহিদ গুলজার, মহম্মদ ইদ্রিশ শাহ, নাদিম ও ইউসুফ রফিক ভাট। ধৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক উদ্ধার করেছে পুলিস। মডিউলের মাথাকে গ্রেফতার করা হয়েছে। তার জেরা চলছে। মাইক্রোব্লগিং সাইট জম্মু-কাশ্মীর পুলিসের টুইটার হ্যান্ডেলে লেখা হয়েছে,  আনসার গাজওয়াত-উল-হিন্দ ও জইশ-ই-মহম্মদের সঙ্গে জড়িত থাকা সন্দেহে চার ছাত্রকে জলন্ধর থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে বিস্ফোরক, আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। পঞ্জাব পুলিসের ডাইরেক্টর জেনারেল সুরেশ আরোরা একটি বিবৃতিতে জানিয়েছেন, জলন্ধরে সিটি ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারি থেকে সন্দেহভাজনদের গ্রেফতার করা হয়েছে।  বুধবার ভোরে জলন্ধরে সিটি ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং কলেজে অভিযান চালায় পুলিস। ৯০ জনের একটি পুলিস দল কলেজে তল্লাসি চালায়।

কর্মক্ষেত্রে যৌন হেনস্থা; কী বলছে আইন?

Image
শৈশবে নিজের কাকার কাছে নিয়মিত যৌন নির্যাতনের শিকার হত মীরা। চকোলেট দেওয়ার নাম করে বাথরুমে নিয়ে যেত কাকা। ইমতিয়াজ আলির 'হাইওয়ে' দেখতে গিয়ে বাস্তবের মীরারা সে দিন রাগে ফুঁসছিলেন সিনেমাহলে বসেই। ঠিক সময় প্রতিবাদ করতে না পারার রাগ। যৌন হেনস্থার প্রতিবাদে ঠিক সময়ে রুখে দাঁড়াতে না পারাটাও নতুন কিছু নয়। বরং হেনস্থার শিকার হয়ে কুঁকড়ে যাওয়াই বেশি পরিচিত ঘটনা। বলতে না পারা যন্ত্রণাগুলো বয়ে বেড়াতে হয় জীবনভর। সেই সব যন্ত্রণাকে অস্ত্র করে হঠাৎ প্রতিবাদে শামিল মেয়েরা। এ প্রতিবাদ মানছে না দেশ, কাল, সীমানার গণ্ডি। সোশ্যাল মিডিয়ার পাতায় পাতায় চলছে হ্যাশট্যাগ 'মি টু' (#MeToo) প্রচার। হলিউডের অ্যাঞ্জেলিনা জোলি থেকে মফস্‌সলের আটপৌরে গৃহবধূ, বাদ পড়ছেন না কেউ। স্বামী, প্রেমিক, বন্ধু, পরিবারের সদস্য, অফিসের বস, সহকর্মী কিংবা সম্পূর্ণ অচেনা কারও দ্বারা জীবনের কোনো না কোনো সময় শারীরিক অথবা মানসিক ভাবে অত্যাচারিত হয়েছেন, এমন মেয়েরা সব এসে জড়ো হচ্ছেন এক ছাতার তলায়, যার নাম #MeToo। বিগত কয়েক দিনে ভারতে আবার নতুন করে শিরোনামে এসছে #MeToo প্রতিবাদ। জীবনের নানা ক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তিদের (তাদের ক

ব্যথায় কাবু শরীর, লজ্জায় মন

Image
প্রথমেই চশমা ভেঙে যায়। তার পরে সব অস্পষ্ট! বাঁচার আকুতি জানিয়ে একনাগাড়ে চিৎকার করে যাচ্ছিলেন ওই শিক্ষিকা। তা-ও থামেনি চড়-থাপ্পড়। মুখে-বুকে-পিঠে পরপর মারের চোটে যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি। শেষে স্কুলের ছাত্রীরা উদ্ধার করে তাঁকে। মঙ্গলবার বিনোদিনী গার্লস হাইস্কুলে এক শিশু পড়ুয়ার যৌন নিগ্রহের অভিযোগকে কেন্দ্র করে অভিভাবকদের তাণ্ডবের শিকার হন ওই স্কুলের শিক্ষিকা রূপা ভট্টাচার্য। বুধবার তিনি জানান, গোটা শরীরে ব্যথা। এ দিন আর স্কুলে আসতে পারেননি রূপাদেবী। শরীরের থেকেও অবশ্য তিনি বেশি আঘাত পেয়েছেন মনে। এ দিন সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, অভিভাবকদের দল যখন হুড়মুড়িয়ে স্কুলের অফিসঘরে ঢুকে ভাঙচুর চালাচ্ছে, তখন রূপাদেবীও করজোড়ে তাঁদের শান্ত হওয়ার আবেদন জানাচ্ছেন। কিন্তু তাতে লাভ হচ্ছে না। এ দিন তিনি বলেন, ''পড়ুয়াদের অন্যায় না করার শিক্ষা দিই! কিন্তু আমাকেই যে এত বড় আঘাত পেতে হবে, সেটা স্বপ্নেও ভাবিনি। লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে।'' বাবা যে দিদিমণিদের মেরেছে, এ কথা মানতেই পারছে না ওই স্কুলে গোলমালের ঘটনায় ধৃত বাপি হালদারের মেয়ে। সে শুধু জানতে চাইছে, বাবা কেন মারামারি করল?

বাবা-ঠাকুরদা পারেননি, মাটি খুঁড়ে হিরে পেলেন মধ্যপ্রদেশের দিনমজুর

Image
মাটির নীচেই লুকিয়ে রয়েছে হিরে-জহরত। তিন পুরুষ আগেই তার খোঁজ শুরু হয়েছিল। তবে এত দিন কারও ভাগ্যেই শিকে ছেঁড়েনি।  অবশেষে শেষ হাসিটি হাসলেন মোতিলাল প্রজাপতি।  বাবা-ঠাকুরদা যা পারেননি, তা-ই করে দেখিয়েছেন তিনি।  মঙ্গলবার  মাটি খুঁড়ে বার করেছেন একটি প্রমাণ সাইজের হিরে। ওজন ৪২.৫৯ ক্যারাট।  যার বাজারদর অন্তত দেড় থেকে আড়াই কোটি টাকা। মধ্যপ্রদেশের ছোট শহর পান্নাতে ছড়িয়েছিটিয়ে রয়েছে হিরের খনি। শহরের মাটি খুঁড়লেই নাকি মেলে হিরে। এমনটাই বিশ্বাস করেন ওই এলাকার বাসিন্দারা। তাই অনেকেই হিরের স্বপ্নে বিভোর থাকেন। মাটি খুঁড়ে চলে হিরের খোঁজ। ব্যতিক্রম ছিলেন না মোতিলালের বাবা-ঠাকুরদাও। দিনমজুরি করে পেট চললেও তাই স্বপ্ন নিয়েই বাঁচতেন পঞ্চাশ বছরের মোতিলাল। একদিন না একদিন হিরে খুঁজে পাবেন!  পেশায় দিনমজুর মোতিলালের বাবা-ঠাকুরদাও সেই স্বপ্নে ভর করেই আজীবন মাটি খুঁড়ে গিয়েছিলেন। তবে কারও ভাগ্যই খোলেনি। কিন্তু মাত্র মাস দেড়েকের চেষ্টাতেই স্বপ্ন সফল হয়েছে মোতিলালের। সংবাদমাধ্যমের কাছে মোতিলাল জানিয়েছেন, মাস দেড়েক আগে ধারদেনা করে শহরের কৃষ্ণ কল্যাণপুর এলাকায় একটি জমি কিনেছিলেন তিনি। এর পর ভাই রঘুবীরকে নিয়ে

লাইনচ্যুত নিউ ফরাক্কা এক্সপ্রেসের ইঞ্জিন-সহ পাঁচটি কামরা, মৃত ৬

Image
বছর খানেক বড় দুর্ঘটনা হয়নি—  এ নিয়ে ক'দিন আগেই স্বস্তি প্রকাশ করেছিল রেল। সেই স্বস্তিকে মরীচিকা প্রমাণ করে আরও এক বার রেল-সুরক্ষার ঘাটতিটাই সামনে চলে এল। ফের বড় মাপের রেল দুর্ঘটনা ঘটল উত্তরপ্রদেশে। আজ সকালে রায়বরেলীর কাছে হরচন্দপুর স্টেশনে ঢোকার মুখে লাইন থেকে ছিটকে গেল নয়াদিল্লিগামী ১৪০০৩ নিউ ফরাক্কা এক্সপ্রেসের ইঞ্জিন-সহ পাঁচটি কামরা। সরকারি ভাবে মৃতের সংখ্যা ৬। আহত ২০। বেসরকারি সূত্রের অবশ্য দাবি, মৃতের সংখ্যা ৭। কামরাগুলি একে অপরের উপরে উঠে যাওয়ায় নীচে আরও দেহ থাকতে পারে বলে সন্দেহ। পশ্চিমবঙ্গের কয়েক জন জখম হলেও মৃতেরা অধিকাংশই বিহারের বাসিন্দা বলে জানিয়েছে রেল মন্ত্রক। গত কাল সকাল ন'টায় মালদহ টাউন ছেড়েছিল ট্রেনটি। আজ সকাল ৬টা ৫ মিনিটে ঘটে এই দুর্ঘটনা। এর ফলে প্রায় এক ডজন ট্রেন বাতিল করা হয়েছে। পরিবর্তিত পথে চালানো হচ্ছে প্রায় কুড়িটি ট্রেন। কেন এই দুর্ঘটনা? রেলের একটি সূত্র বলছে, ঠিক সময়ে পয়েন্ট পরিবর্তন না হওয়ায় ট্রেনটি ভুল লাইনে যেতে গিয়ে লাইনচ্যুত হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই ট্রেনটির আগে একটি লোকাল ট্রেন হরচন্দপুর স্টেশনে এসে দাঁড়ায়। সেটি ঠিক ভাবেই লুপ লা

‘তিতলি’র দাপটে বাতিল বহু ট্রেন

Image
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'তিতলি', সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে তাই বাতিল করা হল ট্রেন। সেই সঙ্গে পরিবর্তন করা হল বেশ কয়েকটি ট্রেনের সময়ও। এ ছাড়া, বেশ কিছু ট্রেন ঘুর পথে চালানোর পরিকল্পনা নিয়েছে রেলওয়ে। বুধবার রেলের তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানানো হয়েছে। ক্রমশ শক্তি বাড়িয়ে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশার দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় তিতলি। আগামিকাল, বৃহস্পতিবার সকাল সাড়ে ৫টা নাগাদ তা ওই দুই রাজ্যের উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়ার পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। ঘণ্টায় ১২০-১৩০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া-সহ ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এই অবস্থায় পূর্ব-উপকূলীয় রেলওয়ের তরফে জানানো হয়েছে, হাওড়া-খড়্গপুর থেকে দক্ষিণগামী আপ ট্রেনগুলি সাময়িক ভাবে বন্ধ থাকবে। পরবর্তী বিজ্ঞপ্তি জারি না করা পর্যন্ত এ দিন বিকেল ৫টা ১৫ মিনিটের পর থেকে ভদ্রক থেকে ওই প্রান্তে ট্রেন চলাচল বন্ধ থাকবে। অন্য দিকে, হায়দরাবাদ-বিশাখাপত্তনমের দিকের উত্তরগামী  ডাউন ট্রেনগুলি সন্ধ্যা ৬টা ৪০ মিনিট থেকে বিশাখাপত্তনমের দুভড়া থেকে ছাড়া হবে না। পরবর্তী বিজ্ঞপ্তি জারি না হওয়া এই ব্যবস্থা চালু থাকবে। পূর্ব-উপকূলী

তিতলির হুঙ্কারে সতর্কতা জারি এ রাজ্যেও, বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত

Image
দেবীপক্ষে আশঙ্কা বাড়িয়ে অতিপ্রবল ঘূর্ণিঝড়ের চেহারা নিল 'তিতলি'। হাওয়া অফিসের পূর্বাভাস, আরও শক্তি বাড়িয়ে আজ, বৃহস্পতিবার সকালে ওড়িশার গোপালপুর ও অন্ধ্রের কলিঙ্গপত্তনমের মাঝখান দিয়ে স্থলভূমিতে ঢুকতে পারে তিতলি। ওই এলাকায় ঘণ্টায় ১৪০ থেকে ১৫০ কিলোমিটার বেগে ঝ়়ড় বইতে পারে। ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৬৫ কিলোমিটার। তার পরে দ্রুত শক্তি খোয়াতে খোয়াতে ওড়িশা হয়ে সে বাঁক নেবে গাঙ্গেয় বঙ্গের দিকে। বুধবারেই বঙ্গ উপকূলে বৃষ্টি শুরু হয়েছে। বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হয়েছে কলকাতাতেও। উত্তাল সমুদ্রে নৌকা নামাতে গিয়ে ডুবে মৃত্যু হয়েছে এক মৎস্যজীবীর। পুলিশ জানায়, মৃতের নাম নন্দন ওঝা (৩৩)। তাঁর বাড়ি কাঁথি-২ দেশপ্রাণ ব্লকের বাঁকিপুটের ভোগপুর এলাকায়। কেন্দ্রীয় আবহাওয়া বিভাগের ডেপুটি ডিরেক্টর জেনারেল (পূর্বাঞ্চল) সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এ দিন বলেন, ''শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলায় বিক্ষিপ্ত ভাবে ভারী ব়ৃষ্টির আশঙ্কা আছে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টি হবে।'' অবশ্য আবহবিদদের একাংশের আশ্বাস, তিতলি জো

ডাইন! নিদানে কোপ বাবার দশ আঙুলেই

Image
ডাইন অপবাদে এক আদিবাসী বৃদ্ধের দু'হাতের দশটি আঙুলই কাটার অভিযোগ উঠল বীরভূমের পাড়ুইয়ে। তাঁর ছেলেকে দিয়েই ওই কাজ করানো হয়েছে বলে অভিযোগ। ফন্দি সর্দার নামে গুরুতর জখম বছর সত্তরের ওই বৃদ্ধ বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। বাড়ির প্রবীণ সদস্য এমন নির্যাতনের শিকার হওয়ায় ভয়ে সিঁটিয়ে গোটা পরিবার। তাই মঙ্গলবার বিকেলের ওই ঘটনায় এখনও পুলিশের কাছে লিখিত অভিযোগ হয়নি, পাছে আরও অত্যাচার হয়। কিন্তু, বাড়ির মহিলারা মৌখিক ভাবে অভিযোগ করছেন, গ্রামবাসীর একাংশের চাপে বাবার দশ আঙুল কাটতে বাধ্য হন ছেলে। হাসপাতালের শয্যায় শুয়ে ওই বৃদ্ধও জানিয়েছেন, ডাইন অপবাদ দিয়ে তাঁর আঙুল কাটা হয়েছে। ওই বৃদ্ধের ছেলে-সহ ছ'জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পাড়ুই থানার কসবা পঞ্চায়েতের যে রাধাকৃষ্ণপুর গ্রামে এই ঘটনা ঘটেছে, সেটি বোলপুর শহর থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে। এখানে বাস ৩০-৩২টি আদিবাসী পরিবারের। ফন্দিবাবুর বাড়িতে কালীর নিত্যপুজো হয়। ওই বৃদ্ধ কালা জাদু করেন বলে গ্রামবাসীর বড় অংশের দাবি। বৃদ্ধের পরিবারের অভিযোগ, গ্রামের কয়েক জনের 'ভর' হচ্ছে দাবি করে সেই দায় চাপানো হয় ফন্দি

মাথা হেঁট হয়ে যাচ্ছে গোটা শহরের

Image
ক্ষণে ক্ষণে চমকে উঠছি আমরা। বিস্মিত হচ্ছি। এমন একটা অভিযোগ নানা পাটেকরের নামে উঠল! অলোক নাথও এ রকম ঘটাতে পারেন! কাকে বিশ্বাস করা যাবে, আর কাকে করা যাবে না, তা ভাবতে গিয়ে হয়তো অনেকে বিভ্রান্ত হয়ে পড়ছেন। #মিটু নামক যে ঝড়টা উঠেছে, তার প্রতি সমর্থন বাড়ছে। লজ্জায় হোক, সঙ্কোচে হোক, জীবনের প্রতি ঘৃণায় হোক বা বিতৃষ্ণায়— দীর্ঘ-দীর্ঘ সময় বুকের ভিতরে দুঃসহ কোনও বাষ্প জমিয়ে রেখেছিলেন যাঁরা, তাঁরা এক নিঃশ্বাসে সব উগরে দিচ্ছেন। ঝড়টা আড়ে-বহরে-প্রাবল্যে-তীব্রতায় বেড়ে যাচ্ছে। ঝড়টায় তারুণ্যের উদ্বেল উপস্থিতি দেখা যাচ্ছে। কে দোষী, কে নির্দোষ, সে সব নিয়ে বিতর্ক থাকা সত্ত্বেও আবহটাকে নেতিবাচক বলা যাচ্ছে না কিছুতেই। কারণ আবহে একটা বিদ্রোহের আঘ্রাণ রয়েছে, বাঁধন ছিঁড়ে দেওয়ার আভাস রয়েছে। এমন নানান সাত-পাঁচ এবং যোগ-ভাগ বিচার করে যখন মনে হল যে, তারুণ্যের গন্ধ মাখা এই ঝড়টার কাছে আত্মসমর্পণ করা যেতেই পারে কিছু সময়ের জন্য, ঠিক তখনই ধাক্কাটা লাগল। তারুণ্যের মাঝ থেকেই আঘাতটা এল। কলকাতা মেট্রো আরও একবার স্তম্ভিত করল। মেট্রোর কামরায় যুগলের আচরণকে 'অশালীন' আখ্যা দিয়ে আইনের রক্ষক হয়ে উঠেছিলেন কিছু স্বঘোষ

ঘণ্টায় ১৪৫ কিলোমিটার বেগে ওড়িশা-অন্ধ্র উপকূলে আছড়ে পড়ল তিতলি

Image
শক্তি বাড়িয়ে বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার মধ্যে ওড়িশা ও অন্ধ্রের উপকূলে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় তিতলির। আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরের উপরে ঘোরাফেরা করা গভীর নিম্নচাপটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। তড়িঘড়ি জরুরি বৈঠকে বসেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। গঞ্জাম, পুরী, খুরদা, কেন্দ্রাপড়া ও জগৎসিংহপুর থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে আনার নির্দেশ দিয়েছেন তিনি। আজ ও কাল বন্ধ থাকবে গজপতি, গঞ্জাম, পুরী ও জগৎসিংহপুরের স্কুল-কলেজ। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ওড়িশার গোপালপুরে আছড়ে পড়ার সময় ঝড়ের গতি ছিল প্রতি ঘণ্টায় ১০২ কিলোমিটার। অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামে এই গতিবেগ ছিল ১৪০- ১৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা।   আবহাওয়া দফতর জানিয়েছিল, ওড়িশার গোপালপুর এবং অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপত্তনমে ঘণ্টায় ১৪৫ কিলোমিটার বেগে আছড়ে পড়ার কথা তিতলি-র। দফতরের কর্তা এইচ আর বিশ্বাসের কথায়, ''আগামী ১৮ ঘণ্টায় আরও শক্তি বাড়াবে ওই ঘূর্ণিঝড়। কাল ভোরে উত্তর ও উত্তর-পশ্চিমে সরে গোপালপুর ও কলিঙ্গপত্তনমের উপর দিয়ে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ পেরোবে। এর পরে ফের একই জায়গায় ঘুরে এসে গাঙ্গেয় পশ্চিমবঙ্