Posts

Showing posts from September 25, 2018

বিদ্যুৎহীন হাসপাতাল, মোমের আলোতেই চলছে রোগী দেখা

Image
হাসপাতালে প্রায় প্রতিদিনই দীর্ঘক্ষণ ধরে চলে বিদ্যুৎবিভ্রাট। তার ফলে কখনও মোমবাতির আলোয় তো কখনও নিজেদের মোবাইলের টর্চের আলোতেই রোগী দেখেন চিকিৎসকরা। ঘটনাটি ওড়িশার ময়ূরভঞ্জ জেলার পণ্ডিত রঘুরাম মুর্মু মেডিক্যাল কলেজ হাসপাতালের। সোমবারও দিনভর এই ভোগান্তির পর চিকিৎসকরা তাঁদের ক্ষোভ উগড়ে দেন প্রশাসনের প্রতি। কর্তব্যরত চিকিৎসক দখিণারঞ্জন টুডুর অভিযোগ, হাসপাতালে তাঁকে দিনে কমপক্ষে ২০০ জন রোগী দেখতে হয়। অথচ হাসপাতালে বিদ্যুৎ না থাকার কারণে এভাবে মোমবাতি বা নিজের মোবাইলের টর্চের আলোয় রোগী দেখা প্রায় নিত্যদিনের সমস্যা হয়ে গিয়েছে। খুব কম সময়ের জন্য হাসপাতালে বিদ্যুৎ সংযোগ থাকে বলে অভিযোগ তাঁর। হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ, জেলার অন্যতম এই হাসপাতালে সারা দিনে কয়েকশো রোগী আসেন। কিন্তু হাসপাতাল এবং লাগোয়া এলাকা প্রায় দিনই বিদ্যুৎহীন। হাসপাতালে কোনও ট্রান্সফর্মারও নেই। হাসপাতালে স্থায়ীভাবে বিদ্যুৎ সংযোগ দিতে বহুবার প্রশাসনকেও জানিয়েছে তারা। কিন্তু প্রশাসন একবারও কর্ণপাত করেনি। প্রশাসনের তরফে এবিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

কন্যাশ্রী নিয়ে পিএইচডি বনগাঁর অধ্যাপকের

Image
বিশ্বের দরবারে প্রশংসিত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বপ্নের '‌কন্যাশ্রী'‌ প্রকল্পের ওপর গবেষণা করে পিএইচডি ডিগ্রি পেতে চলেছেন বনগঁা দীনবন্ধু মহাবিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক পার্থসারথি দে। বনগঁা কলেজের অধ্যক্ষ বিশ্বজিৎ ঘোষ জানান, '‌কন্যাশ্রী'‌র মতো একটি বিষয়, যেখানে মুখ্যমন্ত্রীর সরাসরি সংযোগ রয়েছে, সেই বিষয়ের ওপর কাজ করায় কলেজের পক্ষ থেকে অধ্যাপক দে–কে সংবর্ধনা জানানো হবে। এমন একটি বিষয়ের উপর কাজ করতে মেনে খুশি অধ্যাপক পার্থসারথি দে জানালেন, ‌কন্যাশ্রী প্রকল্প চালুর সময় একটি বিশেষ শ্রেণিকে বেছে নেওয়া হয়েছিল। এখন সকলের জন্য এই প্রকল্প চালু হয়েছে। সেক্ষেত্রে এই প্রকল্পের নতুন কী প্রভাব পরে, সেই বিষয়ে চর্চা করার জন্য পোস্ট ডক্টরেট করতে চান তিনি।‌ গোবরডাঙার বাসিন্দা পার্থসারথি দে ২০০৮ সালে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক হিসেবে বনগঁা কলেজে যুক্ত হন। তার আগে তিনি হাবড়া শ্রীচৈতন্য কলেজে অতিথি অধ্যাপক এবং পরে হাবড়ার প্রফুল্লনগর বিদ্যামন্দিরে একই বিষয়ের ওপর শিক্ষকতা করেছেন। বনগঁা কলেজে কর্মরত অবস্থায় যখন তিনি গবেষণা করার কথা ভাবেন, তখন এই রাজ্যে কন্যাশ্রী প্রকল্প সাফল্যের সঙ

বিজেপি-র বন্‌ধ নিয়ে কঠোর সরকার, ছুটি নিলে কেটে যেতে পারে ৩ দিনের

Image
ইসলামপুরের দাড়িভিটে দুই ছাত্রের মৃত্যুর প্রতিবাদে বুধবার বাংলা বনধের ডাক দিয়েছে বিজেপি। সেই বনধ মোকাবিলায় কড়া অবস্থান নিচ্ছে রাজ্য। কলকাতা: বুধবার বিজেপির ডাকা বনধ মোকাবিলায় কড়া অবস্থান রাজ্য সরকারের। বনধের দিন কোনও সরকারি কর্মী অফিসে গরহারিজ থাকলে বা অর্ধেক ছুটি নিলে, তাঁর বেতন ও ছুটিতে কোপ পড়বে। বনধের আগের ও পরের দিনও ছুটি নেওয়া চলবে না। ছুটি নিলে কাটা যেতে পারে তিন দিনের বেতনও৷ বন্‌ধের দিন সাধারণ মানুষের যাতে অসুবিধা না-হয়, তার জন্য রাস্তায় নামবে অতিরিক্ত বাস, ট্রাম। অশান্তি পাকালে কড়া ব্যবস্থা নেবে পুলিশ। এদিকে, বনধকে অবৈধ ঘোষণার দাবি ও ইসলামপুরে গুলি চালানোর নিরপেক্ষ তদন্তের দাবিতে হাইকোর্টে জোড়া জনস্বার্থ মামলা দায়ের হল। ইসলামপুরের দাড়িভিটে দুই ছাত্রের মৃত্যুর প্রতিবাদে বুধবার বাংলা বনধের ডাক দিয়েছে বিজেপি। সেই বনধ মোকাবিলায় কড়া অবস্থান নিচ্ছে রাজ্য। এই নিয়ে সোমবার নবান্নে পার্থ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বৈঠকে বসে মন্ত্রিগোষ্ঠী। বৈঠক শেষে পার্থ চট্টোপাধ্যায় মানুষকে নির্ভয়ে রাস্তায় বেরনোর আহ্বান জানান।

লেটেস্ট স্যামসাং ফোনের পিছনে থাকবে তিন তিনটি ক্যামেরা: দেখুন দাম ও স্পেসিফিকেশান

Image
তিনটি রিয়ার ক্যামেরা, ৬ ইঞ্চি ইনফিনিটি ডিসপ্লে সহ ভারতে লঞ্চ হল নতুন Samsung Galaxy A7। Galaxy A7এর দাম ২৩,৯৯০ টাকা। 4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে Samsung এর নতুন ফোন। আগামী ২৭ সেপ্টেম্বর শুধুমাত্র ফ্লিপকার্ট ও কোম্পানির নিজস্ব অনলাইন স্টোর থেকে বিক্রি শুরু হবে এই ফোন। Samsung Galaxy A7 এর 6GB RAM আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম ২৮,৯৯০ টাকা। HDFC ব্যাঙ্কের ডেবিট ও ক্রেডিট কার্ড হোল্ডাররা Samsung Galaxy A7 কিনলে ২,০০০ টাকা ছাড় পাবেন। Samsung Galaxy A7 ফোনের প্রধান আকর্ষন এই ফোনের ট্রিপ রিয়ার ক্যামেরা সেট আপ। এই সপ্তাহের শুরুতেই দক্ষিন কোরিয়ায় এই ফোন লঞ্চ হয়েছিল। এই তিনটি ক্যামেরায় থাকছে একটি ২৪ মেগাপিক্সেল একটি ৮ মেগাপিক্সেল সেন্সার। এই ক্যামেরায় আলাফদা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের জন্য দারুন ওয়াইড ছবি ও ভিডিও তোলা যাবে। এর সাথেই থাকবে ডেপ্ত সেন্সিং এর জন্য একটি ৫ মেগাপিক্সেল সেন্সার। এইন ক্যামেরা দিয়ে 960 ফ্রেম প্রতি সেকেন্ড স্পিডে সুপার স্লো মোশান ভিডিও তোলা সম্ভব। Samsung Galaxy A7 এর ভিতরে রয়েছে একটি ৬ FHD+ Super AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে কোম্পানির নিজস্ব Exynos

প্যারালিসিসে আশার আলো, প্রতিস্থাপনের ম্যাজিকে হাঁটলেন তিন পঙ্গু!

Image
প্যারালিসিস হয়ে তিন জনেই হাঁটার ক্ষমতা হারিয়ে ফেলেছিলেন। সেই তিনজনই ফের চলার ক্ষমতা অর্জন করেছেন।  ২০১৩ থেকে পক্ষাঘাতগ্রস্ত বছর ২৯-এর জেয়ার্ড ছিনক। তিনিই প্রথম তাঁর চলার ক্ষমতা ফের ফিরে পেয়েছেন। মেইলঅনলাইনে প্রকাশিত একটি খবর অনুযায়ী, 'রিকানেক্ট' নামের একটি বৈদ্যুতিন যন্ত্রের সাহায্যে জেয়ার্ডের মস্তিষ্কের সঙ্গে পায়ের নিউরোনের সংযোগ স্থাপন করা হয়েছে। তাঁকে শুধু ভাবতে হবে হাঁটার কথা বা উঠে দাঁড়ানোর কথা-- তবেই তিনি তা করতে পারবেন। শুধু জেয়ার্ডই নন, তাঁরই মতো আরও দুই রোগীর ক্ষেত্রেও এমন যুগান্তকারী পদ্ধতি প্রয়োগ করেছে লুইভিল বিশ্ববিদ্যালয়। তাঁরা হলেন ২৩ বছরের কেলি থমাস এবং ৩৫ বছরের জেফ মার্কি।  আগে বিজ্ঞানীরা মনে করতেন যে, মেরুদণ্ডে কোনও আঘাতের জেরে কেউ পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়লে তাঁকে আর সুস্থ করা সম্ভব নয়। তবে ক্রিস্টোফার ও ডানা রিভের এই ফাউন্ডেশন লক্ষ লক্ষ প্যারালাইজড মানুষকে সাহায্য করতে পারবে। ২০১৩-তে একটি দুর্ঘটনায় প্যারালাইজড হয়ে যান ছিনক। তাঁর পাঁজর টুকরো টুকরো হয়ে গিয়েছিল, ফুসফুস ও মেরুদণ্ডও ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। মিনেসোটার রচেস্টারের মায়ো ক্লিনিকের ডাক্তাররা পেরেছিলে

আরেকটা সার্জিক্যাল স্ট্রাইক দরকার, বললেন সেনাপ্রধান, পাকিস্তানের সঙ্গে বৈঠক বাতিলের সিদ্ধান্তেও সায়

Image
নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরের বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে নিয়ন্ত্রণ রেখার ওপারে সন্ত্রাসবাদী হামলা চালানোর ঘাঁটিগুলির ওপর আরেকটা সার্জিক্যাল স্ট্রাইক দরকার বলে অভিমত জানালেন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পরও জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসের বিরাম নেই। সেই প্রেক্ষাপটে সেনাপ্রধানকে সাংবাদিক বৈঠকে আরও একটা সার্জিক্যাল স্ট্রাইক প্রয়োজন কিনা, প্রশ্ন করা হলে তিনি ইতিবাচক প্রতিক্রিয়া দিয়ে বলেন, আমার মতে সার্জিক্যাল হামলার মতো আরও কিছু ব্যবস্থা নেওয়া দরকার। তবে আমরা কী করতে চাই, সেটা বলতে চাইছি না। ২ বছর আগে ২৯ সেপ্টেম্বর ভারতীয় সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখা টপকে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ঢুকে সন্ত্রাসবাদী হামলা চালানোর ঘাঁটি ধ্বংস করে দিয়ে এসেছিল। গত রবিবার সেনাপ্রধান কেন্দ্রীয় সরকারের পাকিস্তানের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত প্রত্যাহারের সিদ্ধান্ত সমর্থন করেও সওয়াল করেন, সন্ত্রাস আর আলোচনা একসঙ্গে চলতে পারে না। জম্মু ও কাশ্মীরে তিন পুলিশকর্মীর নৃশংস হত্যাকাণ্ড ও পাকিস্তানের নিহত কাশ্মীরী সন্ত্রাসবাদী বুরহান ওয়ানিকে 'মহিমান্বিত করে' ডাকটিকিট প্রকা

ধর্ষণে ব্যর্থ, স্বামীকে বন্দি রেখে দুষ্কৃতীরা অশ্লীল ছবি তুলতে বাধ্য করল মহিলাকে

Image
জামশেদপুর:  স্বামী-স্ত্রী দুজনে কাজ থেকে বাড়ি ফিরছিলেন। আচমকাই সরাইকেল্লা-খরস্বান জেলার বিরাজপুর স্টেশনের কাছে ছ-সাতজনের একটি দল ঘিরে ধরে ওই দম্পতিকে। স্বামীকে তারা বন্দি করে ফেলে, তরুণীকে ধর্ষণের চেষ্টা করে। কিন্তু মেয়েটি চেঁচাতে শুরু করায় বেকায়দায় পড়ে যায় ওই দুষ্কৃতী দল। তখন তারা মহিলাকে জোর করে কাছের ঝোপে টেনে নিয়ে গিয়ে জোর করে অশ্লীল ছবি তুলতে বাধ্য করে। সেই ছবিগুলির ভিডিও শ্যুট করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ারও হুমকি দেওয়া হয়। এই ঘটনাটি ঘটে গত ১৫ সেপ্টেম্বর। মহিলার সঙ্গে জোরজবরদস্তির সময় আচমকাই গ্রামবাসীদের নজরে এসে যান দম্পতি। এরপরই গ্রামের প্রধান গামারিয়া থানায় অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। নির্যাতিতা মহিলার বয়ানের ভিত্তিতে এক অভিযুক্তকে চিহ্নিতও করেছে পুলিশ। অভিযুক্তের নাম উজ্জ্বল মাহাতো। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

৫ বছর ধরে সন্তানকে প্লাস্টিকে মুড়ে লকারে লুকিয়ে রেখেছিলেন মা!

Image
৫ বছর ধরে রেল স্টেশনের লকারে লুকনো রয়েছে আমার মৃত সন্তান! লকারের ভিতরে প্লাস্টিকে মুড়ে আমিই তাকে লুকিয়ে রেখেছি! হন্তদন্ত হয়ে থানায় ঢুকে এগুলো আউড়ে চলেছিলেন এক মহিলা। প্রথম নিজের কানকেই বিশ্বাস করতে পারছিলেন না পুলিশ কর্তারা। কিন্তু পরে মহিলার কথা শুনে রেল স্টেশনের ওই লকার খুলতেই আঁতকে ওঠেন তাঁরা। একি! ভিতরে তখনও প্লাস্টিকে জড়ানো রয়েছে একটি শিশুর দেহ। দেহ বললে ভুলই হবে। আসলে ভিতরে প্লাস্টিকে জড়ানো অবস্থায় রাখা রয়েছে কতগুলো মানুষের হাড়গোড়। মৃত্যুর ৫ বছর পর মাংস গলে হাড় বেরিয়ে যাওয়ারই তো কথা! মঙ্গলবার ঠিক এমনই অত্যাশ্চর্য অভিজ্ঞতা হল টোকিও পুলিশের। টোকিওর উগুইসুদানি রেল স্টেশন থেকে ওই শিশুর হাড় উদ্ধার করে পুলিশ। ঠিক কী হয়েছিল? নিজের সন্তানকে কেন লকারে লুকিয়ে রেখেছিলেন তিনি? পুলিশের কাছে নিজেই খোলসা করলেন ওই মহিলা। পুলিশকে ওই মহিলা জানান, ৫ বছর আগে তিনি একটি মৃত সন্তানের জন্ম দিয়েছিলেন। পাছে কেউ সেটা জানতে পেরে যায়, তাই গোপন রাখতে মৃত শিশুকে রেল স্টেশনের লকারের মধ্যে লুকিয়ে রেখেছিলেন। স্টেশনের ওই লকারের ভাড়া তিনিই দিতেন। আর এই ৫ বছর ধরে নিয়মমাফিক ভাড়াও দিয়ে আসছিলেন। কিন্তু সম্প্র

বিপদকে আঙুলে নাচাতেন এই শহিদ জওয়ান

Image
শ্রীনগর: দেশের জন্য লড়বেন বলেই ২০০৭ সালে যোগ দিয়েছিলেন সেনাবাহিনীতে৷ শেষ অবধি লড়াইয়ের ময়দানে দাঁড়িয়ে শত্রুর চোখে চোখ রেখে লড়েও গেলেন লান্স নায়ক শহিদ সন্দীপ সিং৷ ২০১৬ সালের সেপ্টেম্বরে যখন পাকিস্তানের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক করে ভারত, প্যারা কমান্ডোর টিমে ছিলেন সন্দীপ৷ বয়স তখন আরও কম৷ কিন্তু চোখে মুখে জেদ, লড়কে লেঙ্গে আজাদি-ই আপ্তমন্ত্র৷ সোমবারও কুপওয়াড়ায় সীমান্তবলে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই লড়ে গিয়েছেন এই বীর তরুণ৷ তংধার সেক্টরে এলওসিতে তিন সন্ত্রাসবাদীকে নিকেশ করেছেন নিজে হাতে৷ লড়াইয়ের ময়দানেই শহিদ হন সন্দীপ সিং৷ পঞ্জাবের গুরদাসপুরের সন্দীপ সিং চার প্যারা কমান্ডো সার্চ পার্টি লিড করতেন৷ তাংধার সেক্টরেই কর্তব্যরত ছিলেন তিনি৷ মা, বাবার হেফাজতে স্ত্রী ও পাঁচ বছরের ছেলেকে রেখে দেশের জন্য লড়াইয়ে নামেই এই বীর তরুণ৷ ২০১৬ সালের সেটাও ছিল সেপ্টেম্বর মাস৷ পাকিস্তানের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক ভারতের৷ ভারতীয় সেনাবাহিনীর সেই লড়াইয়ের অংশীদার হয়েছিলেন লান্স নায়ক শহিদ সন্দীপ সিং৷ সে সময় এলিট স্পেশাল ফোর্সে ছিলেন তিনি৷ এও এক সেপ্টেম্বর মাস৷ সূত্রের খবর, ন

বনধে বিপদে পড়লে হোয়াটস অ্যাপ করবেন এই নম্বরে

Image
বনধের দিন রাস্তায় বেরিয়ে বিপদে পড়লে হোয়াটস অ্যাপ করে জানান রাজ্য প্রশাসনকে৷ হোয়াটস অ্যাপ নম্বর ৮৯০২০১৭১৯১ ৷ এর আগে রাজ্যের জেলা জেলায় উড়ালপুল কিংবা সেতুর হাল-হকিকৎ জানতে হোয়াটস অ্যাপ নম্বরের সাহায্য নিয়েছিল রাজ্য সরকার৷ পুর ও নগরোন্নয়ন দপ্তরের অফিসাররা সাধারণ মানুষের থেকে হোয়াটস অ্যাপে তথ্য ও ছবি পেয়ে ইতিমধ্যেই কাজ শুরু করেছেন৷ তবে বনধের দিনে বিপদে পড়লে রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগের মাধ্যম হিসেবে আমজনতার জন্য হোয়াটস অ্যাপ এই প্রথমবারের জন্য ব্যবহৃত হবে৷ রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারি এদিন জানান, জেলা এবং শহর কলকাতার জন্য আলাদা কনট্রোল রুম খোলা হয়েছে৷ হেল্পলাইন নম্বরটি হল ২২৪২০২৭৮ ৷ এদিন মন্ত্রী আরও জানান, ''ভোর ৫টা থেকে বাস চলবে৷ অতিরিক্ত ৫০০ বাস চলবে৷ অতিরিক্ত ৪০টি ট্রাম চলবে৷ অতিরিক্ত ২০টি জলযান চলবে৷ তবে বনধ নিয়ে ভয় থাকলেও সরকারি কর্মীরা দফতরে আসতে বাধ্য, তা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল রাজ্য সরকার৷ সোমবার রাজ্য সরকারের অর্থদপ্তরের অডিট বিভাগের যে বিজ্ঞপ্তি বেরিয়েছে, তা থেকে একটি বিষয় জলের মত পরিষ্কার৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যেকোনও মূল্যে বিজে

কলকাতা–সিকিম ২৬০০ টাকা

Image
এবার সরাসরি কলকাতা থেকে উড়ে যাওয়া যাবে সিকিম। সোমবার‌ পাকিয়ং বিমানবন্দরের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সিকিম পেল প্রথম বিমানবন্দর। দেশের শততম বিমানবন্দর পাকিয়ং। গ্যাংটক থেকে ৩৩ কিমি দূরে পাহাড় কেটে তৈরি হয়েছে বিমানবন্দর। নয়ন ভোলানো পটভূমি। খরচ হয়েছে ৬০৫ কোটি টাকা। পুজোর আগেই নতুন দিগন্ত খুলে গেল সিকিমের পর্যটনে। বাণিজ্যিক ভাবে উড়ান চালু হচ্ছে ৪ অক্টোবর থেকে। কলকাতা, দিল্লি ও গুয়াহাটির মধ্যে প্রতিদিন চলবে স্পাইস জেটের ৭৮ আসনের কিউ ৪০০ বোম্বার্ডিয়ার গোত্রের বিমান। আপাতত কলকাতা-পাকিয়ং বিমান ভাড়া পড়বে ২৬০০ টাকার মতো। কলকাতা থেকে সকাল সাড়ে ৯টায় ছাড়বে বিমান, পৌঁছবে ১০টা ৫৫-তে। ২০০৯ সালে ইউপিএ জমানায় পাকিয়ং গ্রামের কাছে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এই বিমানবন্দরের। সোমবার বিমানবন্দরের আনুষ্ঠানিক উদ্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, '৯ বছর ধরে সিকিম যে বিমানবন্দরের স্বপ্ন দেখে এসেছে, সোমবার সেই স্বপ্ন পূরণ হল। এর ফলে শুধু সিকিম নয়, গোটা উত্তর–‌পূর্ব ভারতেই যোগাযোগের ক্ষেত্রে আমূল পরিবর্তন আসবে।'‌  বাঙালি পর্যটকদের কাছে সিকিম সব সময়ই অ

৬৬৬ টাকায় 477 GB ডাটা দিচ্ছে বিএসএনএল

Image
বেসরকারী কোম্পানিগুলির সাথে বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে একের পর এক নতুন প্ল্যান লঞ্চ করছে রাষ্ট্রায়াত্ত টেলিকম কোম্পানি বিএসএনএল। গত সপ্তাহে একাধিক প্ল্যান নিয়ে এসেছিল কোম্পানিটি। এবার আরও একটি আকর্ষনীয় প্ল্যান নিয়ে হাজির বিএসএনএল। এবার নতুন বাম্পার অফার লঞ্চ করেছে বিএসএনএল। শুধুমাত্র কোম্পানির প্রিপেড গ্রাহকরা এই প্ল্যানের সুবিধা ব্যবহার করতে পারবেন। এই প্ল্যানে গ্রাহকের নিজস্ব প্ল্যানের সাথেই অতিরিক্ত 2.2 GB ডাটা পাওয়া যাবে। এই অফারে ৬৬৬ টাকার প্ল্যানে গ্রাহক প্রতিদিন 3.7 GB ডাটা ব্যবহার করতে পারবেন। এমনিতে এই প্ল্যানে প্রতিদিন 1.5 GB ডাটা ব্যবহার করা যায়। এর সাথেই আনলিমিটেড লোকাল, ন্যাশানাল ও রোমিং কল ও দিনে ১০০ টি SMS এর সুবিধা পান গ্রাহক। ৬৬৬ টাকার প্ল্যানের ভ্যালিডিটি ১২৯ দিন। নতুন এই অফারে প্রতিদিন 3.7 GB ব্যবহার করে গ্রাহক ১২৯ দিনে মোট 477 GB ডাটা ব্যবহার করতে পারবেন। উপরের প্ল্যান ছাড়াও আরও ৯ টি প্ল্যানে দিনে 2.2 GB অতিরিক্ত ডাটা ব্যবহার করতে পারবেন বিএসএনএল গ্রাহকরা। এর মধ্যেই অন্যতম ১৮৬ টাকা, ৪২৯ টাকা, ৪৮৫ টাকা ও ৯৯৯ টাকার প্ল্যান গুলি। ১৮৬ টাকার প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দ

পড়তে চাই, বিয়ে আটকাতে স্কুল-ইউনিফর্মেই থানায় তেরোর ছাত্রী!

Image
ফের রাজ্যে বাল্যবিবাহের ঘটনায় টনক নড়ল পুলিশ-প্রশাসনের। এবারের ঘটনা দক্ষিণ ২৪ পরগনায় জীবনতলার। নিজেই নিজের বিয়ে আটকাল নাবালিকা।  পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৩ বছরের এক নাবালিকা, স্কুলের ইউনিফর্ম পরেই জীবনতলা থানায় গিয়ে পৌঁছয়। থানার ইনচার্জের কাছে আকুতি করে, তার বাবাকে বোঝাতে যে, সে পড়তে চায়, বিয়ে করতে চায় না। ঘটনা জানাজানি হতেই চাইল্ড ওয়েলফেয়ারের কর্মীরা পুলিশের সঙ্গে নাবালিকার বাড়ি যায়। সেখানে গিয়ে তার বাবাকে বোঝায় যে, বিয়ের বয়স না হওয়া পর্যন্ত কোনও ভাবেই এমন কাজ করতে না। পুলিশ আরও জানতে পেরেছে, গত ছ'মাস ধরে ওই শিশুকন্যার জন্য পাত্র খুঁজছিলেন তার বাবা। গত শনিবার ভাঙড়ের চন্দনেশ্বর গ্রামে গিয়ে পাত্রের বাড়িতে পাকা কথা বলে আসে তারা। এর পর মেয়েটি তার বাবাকে অনেক বোঝালেও তারা রাজি হননি।  শনিবার বিকেলে ক্লাস সিক্সের ওই ছাত্রী স্কুল যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়। এর পর এক বন্ধুর বাড়ি গিয়ে বন্ধুকে তার সঙ্গে পুলিশ স্টেশন যেতে বলে সে। কিন্তু বন্ধুটি স্টেশনে যেতে ভয় পায় বলে একাই চলে যায় মেয়েটি। প্রায় আড়াই কিলোমিটার পায়ে হেঁটে স্টেশনে পৌঁছে ওসির সঙ্গে দেখা করতে চায় সে। তার সঙ্গে কথা বল

বীরভূমে ধর্ষণে নির্যাতিতার পরিবারকে সালিশি সভায় প্রাণনাশের হুমকি

Image
সিউড়ি: ধর্ষণের মামলা প্রত্যাহারের জন্য প্রবল চাপ। আর তা না করায় সালিশি সভা ডেকে ধর্ষিতার পরিবারের ওপর নিষেধাজ্ঞা জারি করল গোটা গ্রাম। জল বন্ধ। গ্রামে কথা বলা বন্ধ। দোকান, ধোপা, নাপিত সব বন্ধ। এমনকী, প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ। গ্রামের মাতব্বরদের দাবি,  ধর্ষিতাকে তিন অভিযুক্তের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে নিতে হবে। দাবি শুনে নির্যাতিতা আদিবাসী গৃহবধূ সোমবার বীরভূমের জেলাশাসকের কাছে তাঁর পরিস্থিতির কথা জানালেন। নির্যাতিতা জানান, রবিবার সালিশির নিদানের পর রাতের অন্ধকারে গ্রামের ইদারা থেকে চার বালতি জল চুরি করে এনে তাঁদের ছ'জনের সংসার চলছে। জেলাশাসক মৌমিতা গোদারা জানান, 'ওই পরিবারকে গোটা বিষয়টি লিখিতভাবে জানাতে বলেছি। একইসঙ্গে মহম্মদবাজার বিডিওকে ঘটনাটি খতিয়ে দেখতে বলা হয়েছে। মঙ্গলবার দুম্বুনি গ্রামের পরিস্থিতি সরেজমিনে দেখতে যাচ্ছে প্রতিনিধিদের একটি দল।' মাস তিনেক আগে জঙ্গলে ছাতু আনতে গিয়ে ধর্ষিতা হন ওই গৃহবধূ। গ্রাম থেকে গৃহবধূদের একটি দল প্রতিদিনের মতো জঙ্গলে গিয়েছিলেন। তখন আমগাছির জনা তিনেক যুবক তাঁকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। গৃহবধূর কথ

আজ থেকে ৩ দিন অবধি ছুটি বাতিল রাজ্য সরকারি কর্মীদের

Image
বন্‌ধের নামে কর্মনাশ নয়। জনজীবনের চাকা গড়াবে আর পাঁচটা দিনের মতোই। এই প্রত্যয় নিয়েই কাল বুধবার বিজেপির ডাকা বাংলা বন্‌ধ মোকাবিলায় কড়া নির্দেশিকা জারি করল রাজ্য প্রশাসন। ২৬ সেপ্টেম্বরের পাশাপাশি ২৫ ও ২৭ তারিখেও ছুটি নিতে পারবেন না রাজ্য সরকারের কর্মীরা। তেমনই ২৪ তারিখ অর্থাৎ সোমবার আগাম ছুটি নেওয়া থাকলে বন্‌ধের দিন অবশ্যই হাজিরা দিতে হবে। নবান্নের অর্থ দপ্তরের নির্দেশিকায় বলা হয়েছে, সেদিন অর্ধদিবসও ছুটি নেওয়া যাবে না। গরহাজিরদের বেতন কাটা যাবে, কর্মদিবস থেকেও বাদ যাবে একটি দিন। সরকারি স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়-সহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা যাবে না বলে সোমবারই নির্দেশিকা পাঠানো হয়েছে।   শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, "বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কাছেও সচল রাখার আবেদন জানাচ্ছি। একটিমাত্র স্কুলের ঘটনাকে কেন্দ্র করে গোটা রাজ্যে অশান্তি তৈরির চেষ্টা করছে বিজেপি। এই চেষ্টা মানুষ সফল হতে দেবেন না। এর আগেও বিরোধীদের ডাকা বন্‌ধকে ব্যর্থ করেছেন বাংলার মানুষ।" বন্‌ধের দিন বিভিন্ন বিশ্ববিদ্যালয়-সহ যেখানে পরীক্ষা চলছে, সেখানে নির্বিঘ্নে যাতে ছাত্রছাত্রীরা পৌঁছতে পার

বনধে অশান্তি হলে দায় রাজ্য সরকারের : মুকুল

Image
কলকাতা : "রাজনৈতিক দল হিসেবে BJP তার রাজনৈতিক কার্যকলাপ করেছে। ধর্মঘটের দিন রাস্তায় নেমে যদি কোনও অশান্তি হয় তার দায়িত্ব পুরোটাই রাজ্য সরকারের।" আগামীকালের ডাকা বনধ নিয়ে রাজ্যে সরকারকে এই ভাষাতেই হুঁশিয়ারি দিলেন মুকুল রায়। ২৬ সেপ্টেম্বর বাংলা বনধের ডাক দিয়েছে রাজ্য BJP। ইসলামপুরে ছাত্রমৃত্যুর ঘটনার প্রতিবাদে বনধের ডাক দিয়েছে তারা। আর এই বনধ মোকাবিলায় সবরকম প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার। এছাড়াও শাসকদলের তরফে বনধের বিরোধিতায় কর্মী-সমর্থকদের পথে নামার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল BJP-র রাজ্য সদর দপ্তরের সাংবাদিক বৈঠকে মুকুল রায় বলেন, "নিশ্চিত করে আমি সবাইকে বলছি মানুষ ধর্মঘট করবে। তাই BJP কর্মী সমর্থকদের উদ্দেশ্যে আমি জানাতে চাই, বনধ সম্পর্কে মানুষকে সচেতন করুন। কিন্তু রাস্তায় নেমে কেউ গন্ডগোল করবেন না। রাস্তায় নেমে কেউ মারামারি করবেন না। কারণ, আমরা সন্ত্রাসবাদী দল নয়। সন্ত্রাসবাদী দল হলে সন্ত্রাসের মোকাবিলা সন্ত্রাসের মধ্য দিয়ে করতাম। আমরা মানুষের কাছে যাব। আমার বিশ্বাস মানুষ বনধের পক্ষে দাঁড়াবে। বনধ হবে কি হবে না তা সাধারণ মানুষ ঠিক করবে।" উত্তর দিনাজপুরের জেলা সভ

উঠেছে অবরোধ, ভোগান্তি ট্রেন যাত্রায়

Image
হাওড়া: ২২ ঘন্টা পর উঠেছে অবরোধ৷ কিন্তু হয়রানির শেষ নেই যাত্রীদের৷ হাওড়া থেকে বাতিল বিভিন্ন রুটের বহু দূর পাল্লার ট্রেন৷ বহু ট্রেন দেরি করে ছাড়লেও ঘুর পথে পৌঁছবে গন্তব্যে৷ জানানো হয়েছে রেলের তরফে৷ আদিবাসীদের ডাকা বনধে রেলের দক্ষিণ পূর্ব শাখায় বাতিল একাধিক ট্রেন৷ হাওড়া থেকে বাতিল যশবন্তপুর দুরন্ত এক্সপ্রেস ও ফলকনামা এক্সপ্রেস৷ এছাড়া লালমাটি এক্সপ্রেস, রূপসী বাংলা এক্সপ্রেস চলবে খড়গপুর থেকে৷ ঘুর পথে চলবে হাওড়া-মুম্বই দুরন্ত এক্সপ্রেস৷ বহু ট্রেন হাওড়ার বদলে খড়গপুর থেকে ছাড়ায় যাত্রী হয়রানি চরম পর্যায়ে৷ সোমবার দিনভর স্টেশনে কাটিয়ে নাজেহাল অবস্থা তাদের৷ কীভাবে অল্প সময়ে খড়গপুর পৌঁছে নিদৃষ্ট ট্রেন ধার যাবে তাই নিয়ে ধন্দে যাত্রীরা৷ রেলের তরফেও আশ্বাস দেওয়া হয়েছে যাতে দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করা যায়৷ তবে সোমবারের অবরোধের জেরে একধিক ট্রেন বাতিল করা হয়৷ হাওড়া-গামী ট্রেনগুলি নিদৃষ্ট সময়ে এসে না পৌঁছনোয় উলটো দিকের ট্রেনগুলিও ছাড়া যায়নি বলে জানানো হয়েছে৷ একের পর এক ট্রেন বাতিল হতে থাকায় হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে গতকাল শুরু যাত্রী বিক্ষোভ হয়। ভারত জাকাত মাঝি পারগ

অপরাধীরা ভোটে দাঁড়াবে না, নিশ্চিত করুক সংসদ: সুপ্রিম কোর্ট

Image
নয়াদিল্লি: দাগী নেতারা ভোটের ময়দানে লড়াই করতে পারবেন কি না তা নিয়ে মামলা৷ রায় দিল সুপ্রিম কোর্ট৷ ঠিক রায় নয়, পরামর্শ বলা যায়৷ কারণ, এ সমস্যা সমাধানের ক্ষেত্রে সংসদের হাতেই দায়িত্ব দিলেন মহামান্য বিচারপতি৷ তিনি বলেন, সংসদে আইন তৈরি করা হোক৷ পাশাপাশি সুপ্রিম কোর্ট জানিয়েছে, অন্যায়, ভ্রষ্টাচারের শিকার হবেন না৷ রাজনীতির অপরাধ ভয়ানক৷ সোমবার পাঁচজনের একটি বিচারক-বেঞ্চ এই মামলার রায় শোনান৷ দেশের প্রধান বিচারপতি দীপক মিশ্র ছাড়াও ছিলেন বিচারপতি আরএফ নারিম্যান, এএন খানউইলকর, ডিওয়াই চন্দ্রচূড়, ইন্দু মালহোত্রা৷ মামলার রায়দান চলাকালীন প্রধান বিচারপতি বলেন, দুর্নীতি রাষ্ট্রের কাছে একটা আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে৷ ভারতীয় লোকতন্ত্রে সংবিধানের মত বিষয় থাকা সত্ত্বেও রাজনীতিতে অপরাধীদের বাড়বাড়ন্ত যেন একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে৷ আদালত বলে, আইন মেনে চলা সকলের ধর্ম৷ এখন সময় এসে গিয়েছে সংসদের সেই আইন নিয়ে আসার৷ যেখানে বলা থাকবে, অপরাধীরা রাজনীতি থেকে দূরে থাকুন৷ রাষ্ট্র এই আইন শুনতে মুখিয়ে রয়েছে৷ আদালতের মতে, দূষিত রাজনীতিকে সাফ করার জন্য বড় প্রয়াস দরকার৷ সংসদ এমন একটা আইন

'আমার ভালোবাসা জানাবেন আমার বন্ধু মোদীকে', সুষমাকে দেখেই বললেন ট্রাম্প

Image
রাষ্ট্রসংঘের 'কাউন্টার নারকোটিক্স' সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠকে সংগঠিত হয় সোমবার। বৈঠকে বাজির ছিলেন বিশ্বের বহু তাবড় রাজনৈতিক নেতা। উচ্চ পর্যায়ের এই বৈঠকে যোগ দেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। আর বৈঠকের মাঝে তাঁর সঙ্গে শুভেচ্ছা বিনিময় হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। উল্লেখ্য, এই বৈঠকের আয়োজক ছিলেন ট্রাম্প। বৈঠক শেষ হতেই পোডিয়াম ছেড়ে বেরিয়ে আসেন ট্রাম্প। সেই সময় রাষ্ট্রসংঘে মার্কিন দূত নিকি হ্যালে সুষমা স্বরাজের সঙ্গে কথা বলছিলেন, ট্রাম্প তাঁদের কাছে আসতেই, ভারতীয় বিদেশমন্ত্রীর সঙ্গে তিনি শুভেচ্ছা বিনিময় করেন। পাশাপাশি সুষমা স্বরাজকে জানান, 'আমি ভারতকে ভালোবাসি। আমার শুভেচ্ছা ও ভালোবাসা জানাবেন আমার বন্ধু প্রধানমন্ত্রী মোদীকে'। রাষ্ট্রসংঘের ৭৩ তম সাধারণ সভায় মাদক সংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনা হয়। যে আলোচনা সভার আহ্বায়ক ছিলেন ট্রাম্প। এই সভায় যোগ দেন বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজও।

ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে হিমাচল, লাহুল-স্ফীতিতে নিখোঁজ আইআইটি-র ৪৫ ছাত্র

Image
ভরা বর্ষার মরসুমের মধ্যে হিমাচলের সবচেয়ে দুর্গম এলাকা লাহুল-স্ফীতিতে ট্রেক করতে গিয়েছিল একদল ছাত্র। কিন্তু, দিন কয়েক ধরে চলা প্রাকৃতিক দুর্যোগের পরে আর তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। আইআইটি রুরকি-র ছাত্র এই ৩৫ জন লাহুল-স্ফীতির হামতা পাস থেকে ট্রেক শুরু করেছিলেন। ২৬ কিলোমিটার ট্রেকের শেষে তাঁদের সোমবারের মধ্যে মানালি পৌঁছনোর কথা ছিল। হিমাচলের একটা অংশ প্রবল বৃষ্টি আর ধসে বিধ্বস্ত। ঠিক তখনই ১৪ হাজার ফুট উপরে থাকা লাহুল-স্ফীতি জেলাতেও শুরু হয়েছে প্রবল তুষারপাত। যার জেরে লাহুল-স্ফীতির বিভিন্ন অংশে ১৪৫ জন পর্যটক রাস্তার মধ্যে আটকে আছেন। এদের উদ্ধার করতে জেসিবি মেশিন দিয়ে রাস্তায় জমে থাকা বরফ পরিস্কারের কাজ চলছে। কিন্তু, লাহুল-স্ফীতি জেলার আশি শতাংশ জায়গায় রাস্তা বলে কিছুই নেই। হিমালয়ের কোল ঘেঁষে একটা সাইট দিয়ে বড় বড় বোল্ডার বিছিয়ে রাস্তা তৈরি করা রয়েছে। এর উপর দিয়েই পর্যটক ভর্তি গাড়ি ছুটে যায়। মাত্র ১০ থেকে ১২ ফুটের চওড়া এই রাস্তার একটা ধার ধরে নেমে গিয়েছে অন্তত কয়েক হাজার ফিট খাত। শুখা মরসুমে এই রাস্তা দিয়ে গাড়ি চালাতে হিমশিম অবস্থা হয়। সেখানে বরফ পড়লে সহজেই অনুমেয় কতটা ভয়ানক পরিস্থিতি

নোবেল শান্তি পুরস্কারের জন্য 'মনোনীত' মোদী! জেনে নিন বিস্তারিত

Image
নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তামিলনাড়ুর বিজেপি সভাপতি তামিলিসাই সৌন্দারার্জন জানিয়েছেন, বিশ্বের সর্ববৃহত স্বাস্থ্য প্রকল্প চালু করার জন্য তিনি নোবেল পুরস্কারের জন্য মোদীকে মনোনীত করেছেন। তামিলনাড়ুর বিজেপি সভাপতির স্বামী অধ্যাপক পি সৌন্দারার্জন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নেফ্রোলজির বিভাগীয় প্রধান। তিনিও মোদীকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছেন। রাজ্য বিজেপির সদর দফতর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বের সর্ববৃহত স্বাস্থ্য প্রকল্প প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা আয়ুষ্মান ভারত চালু করায় ২০১৯-এর নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মনোনীত করেছেন তামিলনাড়ুর বিজেপি সভাপতি তামিলিসাই সৌন্দারার্জন। বিজ্ঞপ্তিতে এও বলা হয়েছে, এই প্রকল্প ভারতের লক্ষ লক্ষ মানুষের জীবনে পরিবর্তন এনে দেবে। বিশেষ করে উপকৃত হবেন সমাজের দুর্বল ও নিচের দিকে থাকা মানুষজন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৯-এর নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন জমার শেষ দিন ২০১৯-এর ৩১ জানুয়ারী। প্রত্যের বছরের সেপ্ট

মঙ্গলবার ফ্ল্যাশ সেলে কেনা যাবে Redmi 6 Pro আর Realme 2

Image
সম্প্রতি ভারতে Redmi 6, Redmi 6A আর Redmi 6 Pro ফোনগুলি লঞ্চ করেছিল শাওমি। এছাড়াও লঞ্চ হয়েছে আর এক বাজেট ফোন Realme 2। মঙ্গলবার দুপুর ১২টায় ফ্ল্যাশসেলে কেনা যাবে Redmi 6 Pro আর Realme 2। Redmi 6 Pro তে রয়েছে Snapdragon 625 চিপসেট, 4GB পর্যন্ত RAM আর 4000 mAh ব্যাটারি। এই প্রথম ভারতে ডিসপ্লের উপরে নচ সহ ফোন লঞ্চ করল শাওমি। Realme 2 এর অন্যতম প্রধান আকর্ষন ফোনের ডিসপ্লের উপরে কালো নচ, 4GB RAM, Snapdragon 450 চিপসেট আর 4230 mAh ব্যাটারি। Redmi 6 Pro –এর দাম ভারতে 3GB RAM/ 32GB স্টোরেজ Redmi 6 এর দাম ১০,৯৯৯ টাকা। 4GB RAM/ 64GB স্টোরেজ Redmi 6 কিনতে খরছ হবে ১২,৯৯৯ টাকা। ২৫ সেপ্টেম্বর দুপুর ১২ টায় শুধুমাত্র Amazon আর Mi.com থেকে কেনা যাবে এই ফোন। Realme 2 –এর দাম 3GB RAM আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টের Realme 2 এর দাম ৮,৯৯০ টাকা। অন্যদিকে 4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের Realme 2 কিনতে খরচ হবে ১০,৯৯০ টাকা। মঙ্গলবার দুপুর ১২ টায় fliplart এ Realme 2 ফ্ল্যাশ সেল শুরু হবে। Redmi 6 Pro স্পেসিফিকেশান Redmi 6 Pro তে রয়েছে একটি ৫.৮৪ ইঞ্চি Full HD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19:9। আগেই জানা

কেরোসিন খেয়ে মৃত্যু দেড় বছরের শিশুকন্যার

Image
কোয়েম্বাটুর: বাড়িতে বোতলে রাখা কেরোসিন খেয়ে মৃত্যু হল দেড় বছরের এক শিশুকন্যার। এই মর্মান্তিক ঘটনা ঘটেছে তামিলনাড়ুর কোয়েম্বাটুর জেলার পোল্লাচিতে। পুলিশ জানিয়েছে,  গত রবিবার সন্ধেয় অনন্যা নামে ওই শিশু বাড়িতে খেলা করছিল। সেই সময়ই হাতের নাগালে পেয়ে যায় কেরোসিনের বোতল। কেরোসিন খাওয়ার পর যন্ত্রণায় কাঁদতে শুরু করে সে। অন্য ঘরে ছিলেন তার বাবা-মা। মেয়েকে যন্ত্রণায় কষ্ট পেতে দেখে তাঁরা সরকারি হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে চিকিত্সা শুরুর আগেই মৃত্যুর কোলে ঢলে পড়ে অনন্যা।

আদিবাসীদের অবরোধে ব্যাহত রেল পরিষেবা, বিপাকে হাজার হাজার যাত্রী

Image
কলকাতা: আদিবাসী সংগঠনের অবরোধে ট্রেন পরিষেবা বিপর্যস্ত। ভারত জাকাত মাঝি প্রাগনা মহল নামে একটি সংগঠনের সদস্যরা ট্রেন অবরোধ (Train Blockade) করেন। তার জেরে সোমবার সকাল থেকে পরিষেবা ব্যাহত হয়। লোকাল ট্রেন থেকে শুরু করে দূরপাল্লার ট্রেনের যাত্রীরা চরম হয়রানির শিকার হলেন। ঝাড়খণ্ড থেকে শুরু করে ওড়িশাতেও সমস্যা দেখা দেয়। অলিচিকি ভাষার মর্যাদা বাড়ানো, একই জায়গায় আদিবাসী শিক্ষকদের চাকরি সুনিশ্চিত করা থেকে শুরুর  করে আরও বেশ কিছু দাবিকে সামনে রেখে এদিন রেল অবরোধ করেন সংগঠনের সদস্যরা। কয়েকটি জায়গায় সড়ক অবরোধ হয়েছে বলে খবর। এই অবরোধে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ-পূর্ব রেলওয়ে।  চেন্নাই, পুনে, মুম্বাই ও যশবন্তপুরগামী ট্রেন বাতিল ঘোষণা করে দিতে হয়। এছাড়া, রেলের রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষা ছিল ভুবনেশ্বরে। শয়ে শয়ে পরীক্ষার্থী এই রেল রোকোর ফলে মাঝপথে আটকা পড়ে যায়। রেলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে, ওই পরীক্ষা নেওয়া হবে আগামী অক্টোবর মাসে। সোমবার সকালে শুরু হওয়া এই রেল অবরোধের ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ে হাওড়া স্টেশনের ওপর। কয়েক হাজার মানুষ আটকা পড়ে যান স্টেশনে। বহু ট্রেন মাঝপথে আটকা পড়ে যায়। ঘট

ভয়াবহ তুষারপাতের ফলে হিমাচলে ট্রেক করতে গিয়ে হারিয়ে গেল 45 জন

Image
নিউ দিল্লি: ট্রেক করতে গিয়ে ভয়াবহ তুষারপাতের কারণে হিমাচল প্রদেশের লাহাউল এবং স্পিতি জেলা থেকে নিখোঁজ হয়ে গেলেন পঁয়তাল্লিশজন ব্যক্তি (Himachal Pradesh Rain and Snowfall)। তাঁদের মধ্যে 35 জন রুরকি আইআইটির পড়ুয়া। সোমবার বেশি রাতে সংবাদসংস্থা এএনআই এই খবর জানায়। ওই দলটি হাম্পতা পাসে ট্রেক সেরে মানালি ফিরে আসবে বলে কথা ছিল, জানান ওই নিখোঁজ পড়ুয়াদের মধ্যে একজনের বাবা রাজবীর সিং। এখনও পর্যন্ত ওই দলটির সঙ্গে কোনওরকম যোগাযোগ করা সম্ভব হয়নি। গত কয়েকদিন ধরেই হিমাচল প্রদেশের বেশ কিছু অংশে ভারী বৃষ্টি এবং তুষারপাত হচ্ছে। এখনও পর্যন্ত অন্তত পাঁচজন ব্যক্তি প্রাণ হারিয়েছেন। কুল্লু, কাংরা ও ছাম্বা জেলায় সোমবারের ভয়াবহ বৃষ্টিতে জখমও হয়েছেন বহু মানুষ। একটি বাচ্চা মেয়ে সহ চারজন প্রাণ হারিয়েছে কুল্লুতে। কাংরাতে মারা গিয়েছেন একজন। সোমবার রাজ্যের বেশিরভাগ অংশে ভারী বৃষ্টির ফলে বন্যা ও ভূমিধ্বসের মতো ঘটনা ঘটার খবর পাওয়া গিয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট অঞ্চলগুলির স্কুলগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাংরাতে জলস্তর ক্রমশ বাড়তে থাকার সময় ওই মৃত ব্যক্তিকে জলের প্রবল স্রোত

মঙ্গলবারও বাড়ল পেট্রলের দাম !

Image
নয়াদিল্লি: ফের বাড়ল পেট্রল, ডিজেলের দাম৷ মঙ্গলবার পেট্রলের দাম বেড়েছে ১৪ পয়সা৷ ডিজেলের দাম ১০ পয়সা৷ মুম্বইয়ে এখনও পেট্রল মহার্ঘ্য৷ লিটার প্রতি ৯০.২২ টাকা৷ বানিজ্য নগরীতে ডিজেলের দাম ৭৮.৬৯ টাকা৷ দেশের রাজধানী দিল্লিতে পেট্রল এদিন লিটার প্রতি ৮২.৮৬ টাকা৷ ডিজেলের দাম ৭৪.১২ টাকা৷ সোমবার দিল্লিতে পেট্রল লিটার প্রতি ৮২.৭২ টাকায় বিক্রি হয়েছে৷ ডিজেলের দাম ছিল ৭৪.০২ টাকা৷ কলকাতায় মঙ্গলবার পেট্রলের দাম লিটার প্রতি ৮৪.৬৮ টাকা৷ ডিজেল ৭৫.৯৭ টাকা৷ চেন্নাইয়ে পেট্রলের দাম ৮৬.১৩ টাকা৷ ডিজেলের দাম ৭৮.৩৬ টাকা৷ একনাগাড়ে বেড়ে চলছে পেট্রল, ডিজেলের দাম৷ প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম৷ জ্বালানী দ্রব্যের এই মূল্য বৃদ্ধির প্রভাব পড়ছে মধ্যবিত্তের দৈনন্দিন জীবনেও৷ আগস্টের মাঝামাঝি থেকে পেট্রল, ডিজেলের দাম বাড়তে শুরু করে৷ এখনও তা ক্রমবর্ধমান৷

অ্যাসিড ‘খেলেন’ বধূ, অভিযুক্ত শ্বশুরবাড়ি

Image
মেয়ে বিমানসেবিকা হতে চেয়েছিলেন। শ্বশুরবাড়ির তাতে মত ছিল না। সংসারে শান্তির কথা ভেবে শ্বশুরবাড়ির কথাই মেনে নিতে বলেছিলেন বাবা-মা। পারিবারিক অশান্তির জেরে সেই মেয়েকেই অ্যাসিড খাইয়ে শ্বশুরবাড়ির লোকজন প্রাণে মারার চেষ্টা করেছেন বলে সোমবার সিঁথি থানায় অভিযোগ দায়ের হল। ই এম বাইপাসের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ওই তরুণীর অবস্থা সঙ্কটজনক। ২০১৩-র ১৯ জানুয়ারি টালিগঞ্জের করুণাময়ীর বাসিন্দা তানিয়া চট্টোপাধ্যায়ের সঙ্গে দমদমের পৃথ্বীজিৎ সামন্তের বিয়ে হয়। তাঁদের দু'বছর আট মাসের এক মেয়ে রয়েছে। পরিবার সূত্রে খবর, ৩০ বছরের ওই বধূ বিমানসেবিকার প্রশিক্ষণ শেষ করে নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিলেন। কিন্তু বাড়ির বৌয়ের চাকরি করায় ব্যবসায়ী পরিবারের মত ছিল না। তানিয়ার মা অমিতা চট্টোপাধ্যায় জানান, শ্বশুরবাড়ির মত না থাকায় তাঁরাও কথা বাড়াননি। মায়ের অভিযোগ, বেশ কয়েক মাস ধরেই তানিয়া মানসিক নির্যাতনের শিকার হচ্ছিলেন। রবিবার দুপুরে অসুস্থ বাবাকে দেখতে করুণাময়ীর বাড়িতে গিয়েছিলেন ওই তরুণী। অমিতা বলেন, ''বিকেলে দমদমের বাড়িতে ফিরে ফোন করেছিল। তার পরে আর কথা হয়নি। সন্ধ্যায় দিদি ফোন করে বলল, মেয়ের শাশুড

পেট থেকে গাছ! মাটি খুঁড়তেই মিলল কঙ্কাল

Image
পেটে ফলের দানা, আর তা থেকেই নাকি গাছ! তা-ও যে সে নয়, ডুমুর। আর সেই ডুমুরের ডালপালাই ধরিয়ে দিল বছর চল্লিশ আগের এক হত্যাকাণ্ড। সালটা ১৯৭৪। সাইপ্রাসে গ্রিকদের একটি গোষ্ঠীর সঙ্গে যুদ্ধ বেধেছিল তুর্কিদের। সেই লড়াইয়ে মারা গিয়েছিলেন আহমেত হারগিউন। কিন্তু তাঁর মৃত্যুর কথা জানা গেল এত দিনে। সে সময়ের যুদ্ধে ২ লক্ষ মানুষ স্থানচ্যুত হয়েছিলেন। খোঁজ মেলেনি হাজার খানেক লোকের। আহমেতও নিখোঁজের তালিকায় ছিলেন। এত দিনে তাঁর মৃত্যুর খবর দিল পাহাড়ের গায়ে ডালপালা মেলে গজিয়ে ওঠা ডুমুর। ২০১১ সালে এক গবেষকের চোখে পড়েছিল গাছটি। পাহাড়ের গুহায় ও-রকম একটা গাছ দেখে চমকে যান তিনি। কারণ, পাহাড়ি এলাকায় ডুমুর সাধারণত দেখা যায় না। খোঁজ শুরু করেন তিনি। লোকজন ডেকে গাছের চারপাশে মাটি খুঁড়তে শুরু করেন। আর তাতেই সামনে আসে গোটা ঘটনা। শিউরে উঠেছিলেন ওই গবেষক— গাছের ঠিক নীচে চাপা পড়ে কঙ্কাল। একটু পাশে আরও দু'টি দেহাবশেষ। বিশেষজ্ঞদের দাবি, মারা যাওয়ার আগে হয়তো ডুমুর খেয়েছিলেন আহমেত। মৃতদেহের পাকস্থলীতে থেকে যাওয়া ডুমুরের বীজই জন্ম দেয় আর একটি প্রাণের। ইতিহাস খুঁড়ে জানা যায় বাকি কাহিনি। দুই-দুইয়ে চার করে বিশেষজ্ঞদের অন

ট্রেন বন্ধ, হাওড়ায় পরীক্ষার্থী-বিক্ষোভ

Image
জঙ্গলমহলে রেল অবরোধের জেরে সোমবার হাওড়া স্টেশনেও চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। রেলের চাকরির পরীক্ষায় তাঁরা আদৌ বসতে পারবেন কি না, তা জানতে চেয়ে রাতে স্টেশনের অনুসন্ধান কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখান কয়েক হাজার পরীক্ষার্থী। বাড়ি ফিরতে না-পেরে স্টেশনে রাত কাটান অসংখ্য মানুষ। সকাল থেকে জঙ্গলমহলের বিভিন্ন স্টেশনে অবরোধ শুরু করে জনজাতি সংগঠন ভারত জাকাত মাঝি পারগনা। হাওড়া থেকে ছাড়া ট্রেনগুলি খড়্গপুর ও আদ্রা ডিভিশনের বিভিন্ন স্টেশনে আটকে যায়। দুপুরের পরে হাওড়া থেকে দক্ষিণ-পূর্ব রেলের দূরপাল্লার কোনও ট্রেনই ছাড়তে পারেনি। হাওড়া-মুম্বই সিএসটি মেল, হাওড়া-যশবন্তপুর, হাওড়া-পুণে আজ়াদ হিন্দ, হাওড়া-পুরী ধৌলি, রূপসী বাংলা, আরণ্যক এক্সপ্রেস-সহ বহু ট্রেন বাতিল হয়। আজ, মঙ্গলবার হাওড়া-মুম্বই দুরন্ত এক্সপ্রেস-সহ দূরপাল্লার কিছু ট্রেন ঘুরপথে চালানোর ব্যবস্থা হয়েছে। এ দিন হলদিয়া, মেচেদা, বালিচক পর্যন্ত কিছু লোকাল ট্রেন চললেও ঝাড়গ্রাম, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ার কোনও প্যাসেঞ্জার ট্রেন বা ইএমইউ ট্রেন ছাড়া সম্ভব হয়নি। সোমেশ আদক নামে বাউড়িয়ার এক বাসিন্দা বলেন, ''রাত ৯টা ১০ মিনিটের পরে ১০

‘খতনা’ মামলা গেল সাংবিধানিক বেঞ্চে

Image
সুপ্রিম কোর্টের বেঞ্চে নয়, মেয়েদের 'খতনা' তথা যোনির অঙ্গচ্ছেদ প্রথার বৈধতা নিয়ে সিদ্ধান্ত হবে শীর্ষ আদালতের  সাংবিধানিক বেঞ্চে। মুসলিমদের দাউদি বোহরা সম্প্রদায়ের দাবি ছিল বিষয়টি সাংবিধানিক বেঞ্চে বিবেচিত হোক। নরেন্দ্র মোদী সরকারও আজ সেই দাবিকে সমর্থন জানিয়েছে। মামলাটি সাংবিধানিক বেঞ্চে চলে যাওয়ায় বিষয়টি নিয়ে সিদ্ধান্ত আপাতত পিছিয়ে গেল। দিন দশেক আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সম্প্রদায়ের অনুষ্ঠানে ইনদওরের সাইফি মসজিদে গিয়েছিলেন। জানিয়েছিলেন, বোহরা সমাজের সঙ্গে তাঁর পুরনো সম্পর্ক। তিনি এক রকম এই সমাজের সদস্যই হয়ে গিয়েছেন। তবু আইনজীবী মহলে প্রশ্ন উঠেছে, মুসলিমদেরই তাৎক্ষণিক তিন তালাক প্রথা বন্ধ করতে মোদী সরকার যেখানে এত সক্রিয়, আদালতে মুসলিম পার্সোনাল ল বোর্ডের বিরোধিতা করেছে— সেখানে যোনির অঙ্গচ্ছেদ নিয়ে সরকার কেন দাউদি বোহরা সম্প্রদায়ের দাবিকে সমর্থন করল? এ দেশে শিয়া মুসলিমদের দাউদি বোহরা সম্প্রদায়ের মধ্যেই মহিলাদের যোনি অঙ্গচ্ছেদের প্রথা সব থেকে বেশি প্রচলিত। আইন করে সেই প্রথায় নিষেধাজ্ঞা জারি দাবিতে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। প্রধান বিচারপতি দীপক মিশ্রর বেঞ্চে আজ তার শুনা

বনগাঁয় চা-মুদির দোকানে মিলছে দেশি মদ!

Image
আর পাঁচটা চায়ের দোকানের মতো সেখানেও ভিড় হয় সকাল-সন্ধ্যা। চা-বিস্কুটের ফাঁকে আড্ডা চলে দেদার। তারই ফাঁকে সকলের চোখ এড়িয়ে ওই দোকান থেকেই চলে বেআইনি মদের কারবার। সম্প্রতি গাইঘাটা থানার পুলিশ ফুলসরা পাঁচপোতা এলাকায় অভিযান চালিয়ে এমনই এক চায়ের দোকানের খোঁজ পেয়েছে। পুলিশ দেশি মদ-সহ ওই দোকানের মালিক এক মহিলাকে গ্রেফতার করে।  অভিযোগ, বনগাঁ মহকুমার গ্রামীণ এলাকা জুড়ে চায়ের দোকান, মুদি দোকান,  পানের দোকান-সহ বিভিন্ন দোকানের আড়ালে চলছে বেআইনি দেশি মদের কারবার। লাইসেন্সপ্রাপ্ত দোকান থেকে দেশি মদ কিনে এনে তা বেআইনি ভাবে দোকানগুলিতে বিক্রি করছেন দোকানিরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৈধ দোকান থেকে দেশি মদ কিনে তার মধ্যে তরল জাতীয় কোনও পদার্থ মিশিয়ে বিক্রি করা হচ্ছে। মানুষ অনেক সময়ে ওই মদ খেয়ে অসুস্থও হয়ে পড়েন।  গ্রামের গরিব মানুষ ওই সব দোকান থেকে মদ কিনে নেশা করেন। যুবকদেরও দেখা যাচ্ছে নেশা করতে। সারা দিনের খাটুনির টাকা চলে যাচ্ছে নেশার পিছনে। এতে সংসারে অশান্তি বাঁধছে বলে মহিলারা জানালেন।  কিছু দিন আগে বাগদা থানার আউলডাঙা এলাকায় মদের নেশায় আসক্ত এক ব্যক্তির মৃত্যু হয়। গ্রামবাসীর অভিযোগ, এলাকায় ম

পাকিস্তানকে ভিতু ভিতু দেখাচ্ছে, মত আক্রমের

Image
চেহারাটা এখনও চাবুকের মতোই আছে। চওড়া কাঁধের মানুষটাকে দেখে মনে হয়, এখনও বল হাতে নেমে পড়লে বিপক্ষ ব্যাটসম্যানের ঘুম ছুটিয়ে দিতে পারবেন। সেই কাজটা অনেকবারই তিনি করেছেন পাকিস্তানের জার্সিতে। আর এখন মাঠের বাইরে বসে ওয়াসিম আক্রমকে দেখতে হচ্ছে তাঁর দেশের আত্মসমর্পণ। ''পাকিস্তানের ক্রিকেটারদের দেখে মনে হচ্ছে, ওরা ভয় পেয়ে খেলছে। ব্যাটসম্যানরা যখন ব্যাট করতে নামছে ওদের মুখ দেখেই বোঝা যাচ্ছে, ওরা ঘাবড়ে আছে,'' সোমবার দুবাইয়ে টি-টেন লিগের এক অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের বলছিলেন আক্রম।  তাঁকে প্রশ্ন করা হয়, চ্যাম্পিয়ন্স ট্রফিতে এত ভাল খেলেছিল পাকিস্তান। কিন্তু এশিয়া কাপে কেন এত বিশ্রী হাল হল? আক্রমের জবাব, ''আপনারা কেন বার বার চ্যাম্পিয়ন্স ট্রফির কথা বলছেন, আমি জানি না। ও তো বছর দেড়েক আগে হয়ে গিয়েছে। এখন দেখতে হবে, বর্তমানে কী রকম খেলছে দল। যা মোটেই ভাল নয়।'' কিন্তু কেন পাকিস্তানের এত খারাপ অবস্থা? আক্রমের ব্যাখ্যা, ''ছেলেদের মধ্যে দক্ষতার অভাব নেই। কিন্তু ওদের শরীরী ভাষা আমার একদমই ভাল লাগছে না। ভিতু ভিতু, ঘাবড়ানো। মুখ দেখেই মনে হচ্ছে, প্রচণ্ড চাপের মধ্

বাবার মৃতদেহ রেখে ব্যাট হাতে মাঠে, ‘ওই মৃত্যুই বদলে দিয়েছিল আমাকে’

Image
গভীর রাতে অসহায় অবস্থায় চোখের সামনে বাবাকে মরে যেতে দেখা। কিচ্ছুটি করা যায়নি। "আমাকে একেবারে বদলে দিয়েছিল সেই ঘটনা..."— দিনটা এখনও যেন স্পষ্ট দেখতে পান বিরাট কোহালি। ভোররাতে মারা যান প্রেম কোহালি। ২০০৬ সাল সেটা। ক্রিকেট জীবনের প্রথম রঞ্জি টুর্নামেন্ট খেলছেন। ম্যাচ চলছিল কর্নাটকের বিরুদ্ধে। দিল্লির হয়ে আগের দিন ৪০ রানে অপরাজিত ছিলেন তিনি। পরের দিন সকালে সেই চূড়ান্ত শোকের মধ্যেই ব্যাট করতে গিয়েছিলেন। ইস্পাতকঠিন মানসিকতার ভিতটা হয়ত শক্ত হয়েছিল সে দিনেই। বিরাট কোহালি নেমে পড়েছিলেন ব্যাট হাতে। চাপে থাকা দলকে উদ্ধার করে তাঁর ৯০ রানের ইনিংস। ন্যাশনাল জিওগ্রাফিকে সম্প্রচারিত হতে চলা এক সাক্ষাৎকারে ভারত অধিনায়ক স্মৃতি রোমন্থন করেছেন সেই কঠিন দিনটার। কোহালি বলেছেন, "আমার হাতের ওপরেই মারা যান বাবা। ভোর তখন তিনটে। বাবাকে কোনও চিকিৎসা দিতে পারিনি। প্রতিবেশীদের থেকে সাহায্য পাওয়ার চেষ্টা করেছিলাম। যাঁদের ডাক্তার বলে চিনতাম, তাঁদের ফোন করেছিলাম। কিন্তু এত রাত হয়ে গিয়েছিল যে, কেউই সাড়া দেননি। যখন অ্যাম্বুল্যান্স ও অন্যান্য ব্যবস্থা করা গেল, তত ক্ষণে সব শেষ।" বাবা প্রেম কোহালির স

মামলা না তুললে বিবস্ত্র করে ঘোরানো হবে, সালিশি সভায় হুমকি ধর্ষিতাকে

Image
মামলা না তুললে বিবস্ত্র করে ঘোরানো হবে রাস্তায়— জেলাশাসকের কাছে গিয়ে গ্রামের সালিশি সভার এমনই হুমকির কথা জানালেন গণধর্ষণের শিকার এক আদিবাসী বধূ। তাঁর নালিশ, মামলা তোলাতে জো়ট বেঁধেছেন ধর্ষণে অভিযুক্তদের পরিজনেরা। সালিশি সভা ডেকে নির্যাতিতাকে একঘরে করে দেওয়া, তাঁর সঙ্গে কথা বললে জরিমানা করার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। রবিবার বিকেলে গ্রামে ওই সালিশি সভা বসার পরে বিহিত চেয়ে প্রশাসনের দ্বারস্থ হন মহম্মদবাজারের চরিচা গ্রাম পঞ্চায়েত এলাকার ওই বধূ। সোমবার তিনি দেখা করেন জেলাশাসক মৌমিতা গোদারা বসু ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সুবিমল পালের সঙ্গে। প্রশাসনিক সূত্রে খবর, দুই শীর্ষ আধিকারিকই এ বিষয়ে তাঁকে সব রকম সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। নির্যাতিতার নালিশ, ''আমাকে যারা ধর্ষণ করেছে, তাদের আত্মীয়েরা আমার বিরুদ্ধে গ্রামের লোকদের খেপিয়ে তুলেছেন। সালিশি সভা ডেকে আমাকে জানিয়ে দেওয়া হয়েছে— এক নয় মামলা তোলো, না হলে তোমাদের বাড়ির সবাইকে গণপিটুনি দেওয়া হবে। আমাকে বিবস্ত্র করে গ্রামে ঘোরানো হবে।'' সরকারি দুই আমলাকে ওই মহিলা জানিয়েছেন, তাঁকে গ্রামের নলকূপ ও নদী থেকে পানীয় জল নিতে দেওয়া হচ্ছে

ছুটি বাতিলের নির্দেশ জারি, বন্‌ধ রুখতে কঠোর নবান্ন

Image
বিজেপি'র ডাকা বন্‌ধের মোকাবিলা করতে প্রশাসনিক ভাবে প্রস্তুতি নিতে শুরু করল রাজ্য সরকার। বুধবার বন্‌ধের দিন আইনশৃঙ্খলা, পরিবহণ, সরকারি কার্যালয়ে হাজিরা-সহ সব বিষয়গুলি নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতিতে গঠিত মন্ত্রী এবং আমলাদের নিয়ে গঠিত কমিটি। সোমবার নবান্নে বৈঠক করেন কমিটির সদস্যরা। কালক্ষেপ না করে সরকারি কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করতে নির্দেশিকা দিয়েছে অর্থ দফতরও। এমনকি বন্‌ধের পরের দিন ছুটি মঞ্জুর না হওয়ার নির্দেশিকাও এই প্রথম দেওয়া হল বলে জানাচ্ছেন অর্থ দফতরের কর্তারা। এদিকে বুধবারের প্রস্তাবিত বনধ নিয়ে সোমবার পৃথক দু'টি জনস্বার্থ মামলা হল কলকাতা হাইকোর্টে। একটি মামলা দায়ের করেছে 'অল ইন্ডিয়া মাইনরিটি ফোরাম'। অন্যটি দায়ের করেছেন হাইকোর্টের এক আইনজীবী। মাইনরিটি ফোরমের পক্ষে আইনজীবী ইদ্রিস আলি জানান, মামলার আবেদনে বলা হয়েছে, কলকাতা হাইকোর্ট অনেক আগেই যে কোনও বনধকে বেআইনি ও অসাংবিধানিক বলে ঘোষণা করেছে। আগামিকালের বনধ প্রত্যাহার করতে বিজেপি এবং আরএসএস-কে নির্দেশ দিক আদালত। প্রয়োজনে বনধের উপর স্থগিতাদেশ জারি করা হোক। রাজ্য জুড়ে

ব্যাঙ্কের ৫,৩৮৩ কোটি টাকা হাতিয়ে এ বার গুজরাতের ব্যবসায়ী নাইজেরিয়ায়

Image
বিজয় মাল্য, নীরব মোদীর তালিকায় যুক্ত হলেন আরও এক ব্যবসায়ী। নিতিন সন্দেসরা। অন্ধ্র ব্যাঙ্কের একটি শাখা থেকে ৫,৩৮৩ কোটি টাকা ঋণ নিয়ে আপাতত দেশছাড়া তিনি। দেশ ছেড়েছেন তাঁর পরিবারের অন্যান্য সদস্যেরাও। সিবিআইয়ের অনুমান, নাইজেরিয়ায় গা ঢাকা দিয়েছেন তিনি। স্টারলিং‌ বায়োটেক নামে বডোদরার এক ওষুধ কোম্পানির মালিক সন্দেসারা। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তাঁর সংস্থা অন্ধ্র ব্যাঙ্ক থেকে ৫,৩৮৩ কোটি টাকা ঋণ নিয়েছিল। কিন্তু তা শোধ দেয়নি। ২০১৭ সালে সিবিআইয়ের কাছে অভিযোগ জমা পড়ার পর থেকেই তাঁরা দেশছাড়া। সিবিআই এবং ইডি যৌথভাবে তাঁদের খোঁজ চালাচ্ছিল। কিন্তু সম্প্রতি একটি ভুয়ো খবরে তাঁদের খবর ফের শিরোনামে উঠে আসে। গত ১৫ অগস্ট সিবিআই এবং ইডি খবর পায় দুবাইয়ে নিতিন সন্দেসরা এবং তাঁর পরিবারের সদস্যদের আটক করা হয়েছে। সঙ্গে সঙ্গেই দুবাই পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা শুরু করেন সিবিআই, ইডির অফিসারেরা। কিন্তু জানা যায়, খবরটা পুরোপুরি ভুয়ো ছিল। দুবাইয়ের পুলিশ তাঁকে এবং তাঁর পরিবারের সদস্যদের আটক করেনি, বরং তার অনেক আগেই তাঁরা দুবাই ছেড়ে দিয়েছেন। তাঁরা নাইজেরিয়ায় পালিয়ে গিয়ে থাকতে পারেন।কারণ নাইজেরিয়ায় তাঁদের বিনিয়োগ রয়

কামরায় জল নেই, এসি বন্ধ, আদিবাসীদের অবরোধে বিধ্বস্ত রেলযাত্রীরা

Image
একটি জনজাতি সংগঠনের ডাকা রেল অবরোধের জেরে জঙ্গলমহলের বিস্তীর্ণ এলাকায় ট্রেন চলাচল সম্পূর্ণ বিপর্যস্ত। সোমবার সকাল ৬টা থেকে শুরু হওয়া এই অবরোধ বেশি রাত পর্যন্ত ওঠেনি। রাজ্য প্রশাসন সূত্রে খবর, প্রয়োজনে অবরোধ মুক্ত করতে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া ছাড়া গত্যন্তর থাকবে না। আন্দোলনকারীদের নেতা রবীন টুডু রাতে বলেন, ''রাজ্যের সঙ্গে আলোচনা চলছে। লিখিত প্রতিশ্রুতি পেলেই অবরোধ উঠবে।'' হাওড়া, খড়গপুর, আদ্রা ডিভিশনের বিভিন্ন স্টেশনে দিনভর দাঁড়িয়ে কমবেশি ৪০ টি ট্রেন। বেশির ভাগই দূরপাল্লার। চরম দুর্ভোগে শিশু, বয়স্ক ও মহিলা, রোগী-সহ অসংখ্য যাত্রী। রাজ্য প্রশাসন ট্রেনে আটক যাত্রীদের জল ও খাবার জোগানোর ব্যবস্থা করলেও দুর্ভোগের যন্ত্রণা তাতে পুরোপুরি কমেনি। কামরায় জল নেই, এসি, পাখা সব বন্ধ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশে। তাঁর অনুপস্থিতিকালে মন্ত্রিগোষ্ঠীর প্রধান পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য, ''অবরোধ তুলতে রেল কি কোনও ব্যবস্থা নিয়েছে? এগুলো সবই বিরোধীদের কাজ। বিজেপি মদত দিচ্ছে, টাকা দিচ্ছে, সিপিএম লোক দিচ্ছে।'' রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ অবশ্য সব দায় ঠেলে দিয়ে