উঠেছে অবরোধ, ভোগান্তি ট্রেন যাত্রায়


হাওড়া: ২২ ঘন্টা পর উঠেছে অবরোধ৷ কিন্তু হয়রানির শেষ নেই যাত্রীদের৷ হাওড়া থেকে বাতিল বিভিন্ন রুটের বহু দূর পাল্লার ট্রেন৷ বহু ট্রেন দেরি করে ছাড়লেও ঘুর পথে পৌঁছবে গন্তব্যে৷ জানানো হয়েছে রেলের তরফে৷

আদিবাসীদের ডাকা বনধে রেলের দক্ষিণ পূর্ব শাখায় বাতিল একাধিক ট্রেন৷ হাওড়া থেকে বাতিল যশবন্তপুর দুরন্ত এক্সপ্রেস ও ফলকনামা এক্সপ্রেস৷ এছাড়া লালমাটি এক্সপ্রেস, রূপসী বাংলা এক্সপ্রেস চলবে খড়গপুর থেকে৷ ঘুর পথে চলবে হাওড়া-মুম্বই দুরন্ত এক্সপ্রেস৷

বহু ট্রেন হাওড়ার বদলে খড়গপুর থেকে ছাড়ায় যাত্রী হয়রানি চরম পর্যায়ে৷ সোমবার দিনভর স্টেশনে কাটিয়ে নাজেহাল অবস্থা তাদের৷ কীভাবে অল্প সময়ে খড়গপুর পৌঁছে নিদৃষ্ট ট্রেন ধার যাবে তাই নিয়ে ধন্দে যাত্রীরা৷

রেলের তরফেও আশ্বাস দেওয়া হয়েছে যাতে দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করা যায়৷ তবে সোমবারের অবরোধের জেরে একধিক ট্রেন বাতিল করা হয়৷ হাওড়া-গামী ট্রেনগুলি নিদৃষ্ট সময়ে এসে না পৌঁছনোয় উলটো দিকের ট্রেনগুলিও ছাড়া যায়নি বলে জানানো হয়েছে৷ একের পর এক ট্রেন বাতিল হতে থাকায় হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে গতকাল শুরু যাত্রী বিক্ষোভ হয়।

ভারত জাকাত মাঝি পারগাণা মহল আদিবাসী প্রধান এলাকা গুলিতে অলচিকি ভাষার শিক্ষক নিয়োগ, সরকারী নির্দেশাবলে ইচ্ছুক শিক্ষকদের সাঁওতালী মাধ্যম স্কুলে স্থানান্তর, বই ও পঠন পাঠনের পরিকাঠামো তৈরী, অ-আদিবাসীদের আদিবাসী জাতিগত শংসাপত্র বাতিল, আদিবাসী শিক্ষক-সরকারীর্মীদের 'রাজনৈতিক বদলি' বাতিল সহ সংবিধানে উল্লিখিত পঞ্চম তপশিলী আইন চালুর দাবিতে সোমবার সড়ক ও ট্রেন অবরোধ করে৷

অবশেষে সোমবার রাত ২টোয় ভারত জাকাত মাঝি পারগাণা মহল তাদের অবরোধ তুলে নেয়৷ যদিও অবরোধের জেরে যাত্রী ভোগান্তির শেষ নেই৷