Posts

Showing posts from December 23, 2018

কল ড্রপের জন্য ৫৬ লাখের জরিমানা, ক্ষুব্ধ ট্রাই

Image
কল ড্রপ। মোবাইল ফোনে কথা বলতে বলতে হঠাৎ সংযোগ বিচ্ছিন্ন। নিত্যদিনের এই সমস্যায় জর্জরিত দেশের মোবাইল ফোন ব্যবহারকারীরা।  আর এই সমস্যার জন্য একমাত্র দায়ী পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি। সেই কারণেই ট্রাই অর্থাত্ৎ টেলিকম রেগুলেটর অথরিটি অফ ইন্ডিয়া প্রায় ৫৬ লাখ টাকা জরিমানা করল বিভিন্ন টেলিকম সংস্থাগুলিকে। ট্রাই যে এ বিষয়ে পদক্ষেপ করেছে, সে কথা সারা বছরের কল ড্রপের পরিসংখ্যান-সহ তথ্য পেশ করে রাজ্য সভায় জানিয়েছেন কেন্দ্রীয় টেলিকমমন্ত্রী মনোজ সিনহা। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি জরিমানা করা হয়েছে টাটা টেলিসার্ভিসকে। সম্প্রতি এয়ারটেলের সঙ্গে গাঁটছড়া বাধার পরিকল্পনা করছে টাটার এই সংস্থাটি। তথ্যে দেখা যাচ্ছে, জানুয়ারী-মার্চ এবং এপ্রিল-জুনের মধ্যে সবচেয়ে বেশি কল ড্রপ হয়েছে আইডিয়া ও রাষ্ট্রীয় টেলিযোগ সংস্থা বিএসএনএল-এর। ২০১৮ সালের ছয় মাসের জন্য মোট ২২ লক্ক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এরমধ্যে প্রথম তিন মাসের জন্য ১০ লাখ টাকা এবং পরের তিন মাসের জন্য ১২ লাখ টাকা জরিমানা করা হয়। একইভাবে বিএসএনএলকেও মোট ৬ লাখ (২ ও ৪ লাখ) টাকা জরিমানা করা হয়েছে। এয়ারটেলের পরিষেবাতেও অখুশি ট্রাই। কল ড্রপের সমস্যায়

সরকারি কর্মীদের দাবি আদায়ে 'অস্ত্র'! জানানো হল সরকারকে

Image
সরকারি কর্মীদের দাবি আদায়ে ধর্মঘটে যাচ্ছে রাজ্য কো-অর্ডিনেশন কমিটি। এজন্য মুখ্যসচিবকে সংগঠনের তরফে চিঠিও দেওয়া হয়েছে। বকেয়া মহার্ঘ ভাতা এবং ষষ্ঠ বেতন কমিশন চালুর দাবি দীর্ঘদিনের। দাবি আদায়ে ধর্মঘটে যাওয়া ছাড়া কোনও উপায় নেই বলে মুখ্যসচিবকে জানিয়েছেন কো-অর্ডিনেশন নেতারা। বিভিন্ন দাবিতে, ৮ ও ৯ জানুয়ারি দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। বামপন্থী সংগঠন, ট্রেড ইউনিয়নগুলি ধর্মঘটের ডাক দিয়েছে। পশ্চিমবঙ্গে এই দাবিগুলির সঙ্গে যুক্ত হয়েছে সরকারি কর্মীদের দাবি। হাজিরা নিয়ে রাজ্য সরকারের তরফে নির্দেশিকা দেওয়ার আগেই আইন মেনে সব কাজ করে রেখেছে কর্মী সংগঠন। বকেয়া মহার্ঘ ভাতা এবং ষষ্ঠ বেতন কমিশন চালুর দাবিতে ২৯ নভেম্বর মহাকরণ অভিযানে সামিল হয়েছিল কো-অর্ডিনেশন কমিটি। নেতৃত্বের সামনের সারিতে থাকা বেশ কয়েকজন সরকারি কর্মীকে সেদিন আটক করা হয়েছিল। ছেড়ে দেওয়া হলেও, পরের দিন থেকেই তাঁদের ওপর নেমে আসে বদলির খাঁড়া। কলকাতা থেকে রাজ্যের বিভিন্ন অংশে বদলি করে দেওয়া হয় অনেককেই। কো-অর্ডিনেশন কমিটির অভিযোগ প্রতিহিংসামূলক মনোভাব নিয়েছে রাজ্য সরকার।

কানে হেডফোন লাগিয়ে রেললাইন পার, ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন ব্যক্তির দেহ

Image
হুগলি: ওভারব্রিজ ব্যবহারের বালাই নেই। কানে হেডফোন লাগিয়ে তড়িঘড়ি রেল লাইন পার হতে গিয়েছিলেন এক ব্যক্তি। ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন হয়ে গেল তাঁর দেহ। শনিবার রাতে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল চন্দননগর স্টেশনে। মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। শহরতলি তো বটেই, জেলার প্রায় সিংহভাগ স্টেশনেই রেল লাইন পারাপারের জন্য ওভারব্রিজ আছে। কিন্তু, প্রাণের ঝুঁকি নিয়ে রেললাইন পেরিয়েই যাতায়াত করেন নিত্যযাত্রীরা। বিপদ আরও বাড়িয়েছে মোবাইল ফোন। কখনও কানে হেডফোন লাগিয়ে, তো কখনও আবার মোবাইলে কথা বলতে বলতেই অবলীলায় রেললাইন পেরিয়ে যান অনেকেই। যাত্রীদের অসাবধানতায় ঘটে যায় দুর্ঘটনা। শনিবার রাতে ঠিক যেমনটা ঘটল হুগলির চন্দননগর স্টেশনে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত সাড়ে ন'টা নাগাদ কাটোয়া লোকাল থেকে চন্দননগর স্টেশনে নামেন এক ব্যক্তি। ট্রেন চলে যাওয়ার পর, কানে হেডফোন লাগিয়ে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে রেললাইন পেরিয়ে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছিলেন তিনি। তখন চন্দননগর স্টেশনে ঢুকছিল হাওড়াগামী ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। ট্রেনের চালক বারবার হর্ন বাজাচ্ছিলেন। কিন্তু, কানে হে়ডফোন থানায় হর্নের আওয়াজ শুনতে পাননি

ছেলের অনুপস্থিতিতে বৌমার সঙ্গে ঘৃণ্য আচরণ শ্বশুরের, ডেকে আনল চরম পরিণতি

Image
বৌমাকে  ধর্ষণের চেষ্টা আভিযোগ উঠল শ্বশুর বিরুদ্ধে। অপমানে বিষ খেয়ে আত্মহত্যা করল ছেলে। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজারে। অভিযুক্ত শ্বশুর পলাতক। ইংরেজবাজারের মহদিপুর গ্রাম পঞ্চায়েতের কনকপুর এলাকার বাসিন্দা ওই পরিবার। অভিযোগ, ফাঁকা বাড়িতে বৌমার সঙ্গে অশ্লীল আচরণ করে শ্বশুর। এমনকি বৌমাকে ধর্ষণেরও চেষ্টা করে শ্বশুর। চাষবাস করে সন্ধ্যা নাগাদ বাড়ি ফেরে ছেলে। স্বামী বাড়ি ফিরতেই তাঁকে শ্বশুরের ঘৃণ্য আচরণের কথা খুলে বলেন স্ত্রী। পরিবার সূত্রে খবর, স্ত্রীর মুখে বাবার 'কীর্তির' কথা শোনার পরই বাড়ি থেকে বেরিয়ে যায় ছেলে। তারপর আর বাড়ি ফেরেনি। শেষে খোঁজ করতে করতে বাড়ির পেছন থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় ছেলেকে। দেখা যায়, কীটনাশক খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছে ছেলে। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায় পরিবারের সদস্যরা।  সেখানে চিকিৎসা চলাকালীন-ই তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে গৃহবধূর পরিবার। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিস। এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত শ্বশুর পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

অবৈধ সম্পর্ক ঢাকতে স্বামীকে খুন, ধৃত স্ত্রী

Image
অবৈধ প্রেমের সম্পর্ক চাপা দিতেই প্রেমিককে দিয়ে স্বামী কমল বৈদ্যকে খুনের পরিকল্পনা করেছিল সুমিত্রা। খুনের পর গভীর রাতে সুমিত্রার সঙ্গে প্রেমিক মিঠুনের মোবাইল ফোনে ১৩ মিনিটের বেশি কথা হয়েছে। অপারেশন সফল বলে জানিয়েছিল প্রেমিক। তা শোনার পর হেসেছিল সুমিত্রা। এরপর বেশি রাতে মিঠুন একটি মোবাইল দিতে সুমিত্রার বাড়িতেও এসেছিল। তা দেখে ফেলেছিল কমলের শিশুকন্যা। ১৫ ডিসেম্বর সোনারপুরের ধামাইতলার কাছে কমল বৈদ্যকে গলার নলি কাটা অবস্থায় পাওয়া যায়। সুমিত্রা বৈদ্য থানায় এ নিয়ে খুনের অভিযোগ করে। তদন্তকারী অফিসাররা জানান, শুক্রবার সন্ধ্যায় মিঠুনকে গ্রেপ্তার করা হয়। তাকে জেরার পর জানা যায়, কমলকে খুনের পরিকল্পনা তার স্ত্রীর সঙ্গে আলোচনা করেই হয়েছে। এরপর রাতে সুমিত্রাকে ধরা হয়। উভয়কে মুখোমুখি বসিয়ে জেরার পর স্বামীকে খুনের যড়যন্ত্রে যুক্ত থাকার কথা স্বীকার করে সুমিত্রা। সোনারপুর থানার আইসি পরেশ রায় জানান, কমল বৈদ্য খুনের পর লিটন রায় নামে একজনকে আটক করা হয়েছিল। তাকে জেরা করে অনুপমের নাম পাওয়া যায়। জানা যায়, রাতে অনুপমের সঙ্গে সাইকেল নিয়ে কমলকে যেতে দেখা গিয়েছে। দু'দিন বাদে অনুপমকে ধরা হয়। সে জেরায় জ

ছবি তোলার চরম অভিজ্ঞতা দিতে বাজারে এল OPPO R17 Pro

Image
প্রথম দেখাতেই কোনও স্মার্টফোনের প্রেমে পড়েছেন। যদি না পড়ে থাকেন, তবে এবার আপনার প্রেমে পড়ার পালা। হ্যাঁ, OPPO R17 Pro মডেলটি প্রথম দেখাতেই মন ভরিয়ে দেবে। ফোনটির লুকে যখন আপনি ফিদা, তখনই আপনার মাথা ঘুরিয়ে দেবে হ্যান্ডসেটটির ক্যামেরা কোয়ালিটি। OPPO-এ দাবি, এবার ফোটা তোলায় জীবনের সেরা অভিজ্ঞতা হতে চলেছে আপনার। সৌজন্য OPPO R17 Pro। R সিরিজের আগের দুটি ফোন R1 ও R3 বিশ্ব বাজারে দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। সে কথা মাথায় রেখেই এবার এল সেই সিরিজের আরও একটি অত্যাধুনিক মডেল। যে হ্যান্ডসেটে একবার ছবি বা ভিডিও তুললে অন্য কোনও ফোন হাতে ধরতেই ইচ্ছা করবে না। চলুন জেনে নেওয়া যাক মডেলটির খুঁটিনাটি। ক্যামেরাই যখন এই মডেলের মূল আকর্ষণ, তখন প্রথমেই আসা যাক ক্যামেরার কথা। এতে রয়েছে তিনটি রিয়ার ক্যামেরা। তিনটির ভূমিকাও আলাদা। প্রাথমিক ক্যামেরাটি ১২ এমপি এবং দ্বিতীয়টি ২০ মেগাপিক্সলের। তৃতীয় ক্যামেরাটি 3D সহায়ক। অর্থাত 3D কোয়ালিটির ছবি তুলতে এই ক্যামেরাটি আদর্শ। ৬.৪ ইঞ্চির স্ক্রিন-যুক্ত ফোনটিতে অল্প-আলোয় ছবি তোলার জন্য রয়েছে স্মার্ট অ্যাপারচার। সেলফির তোলার অভিজ্ঞতাও হবে দুর্দান্ত। তার জন্য থাকছে 7P লেন্স এবং ২

ইউপিএ জমানায় ৯ হাজার মোবাইলে নজরদারি চালিয়েছে কেন্দ্র !

Image
১০টি গোয়েন্দা সংস্থাকে ব্যক্তিগত কম্পিউটারে আড়ি পাতার অনুমতি দেওয়ায় কেন্দ্রকে কার্যত তুলোধোনা করছে বিরোধীরা৷ মোদি সরকারের বিরুদ্ধে সমালোচনায় মুখর কংগ্রেস, তৃণমূল কংগ্রেস-সহ বিরোধীরা৷ তবে এই প্রথম নয়, আশ্চর্যের বিষয় হল কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের আমলেও একই ঘটনা ঘটেছিল৷ পূর্বতন মনমোহন সিং সরকারও সাধারণ মানুষের মোবাইল ও ই-মেলে আড়ি পাতার অনুমতি দিয়েছিল গোয়েন্দা সংস্থাগুলিকে৷ সম্প্রতি প্রকাশ্যে এসেছে ২০১৩-র একটি আরটিআই রিপোর্ট৷ যেখানে বলা হয়েছে, মনমোহন সিং সরকারের অনুমতি সাপেক্ষে ওই বছর প্রতি মাসে প্রায় ন'হাজার ফোন ও পাঁচশো ই-মেলে নজরদারি চালিয়েছে গোয়েন্দা সংস্থাগুলি৷ সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, ২০১৩-র ১৩ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে আরটিআই ফাইল করেছিলেন দিল্লির বাসিন্দা প্রসেনজিৎ মণ্ডল৷ একমাসের মধ্যে তাঁর সমস্ত প্রশ্নের উত্তর দেয় সংশ্লিষ্ট মন্ত্রক৷ উত্তরে বলা হয়, কেন্দ্রের অনুমতিতে ওই বছর সাড়ে সাত হাজার থেকে ন'হাজার মোবাইলে আড়ি পেতেছে গোয়েন্দারা৷ পাশাপাশি, নজরদারি চালানো হয়েছে তিনশো থেকে পাঁচশোটি ই-মেলে৷ কোন কোন গোয়েন্দা সংস্থা এই নজরদারি চালিয়েছিল,

দত্তাবাদে সিলিন্ডার ফেটে আগুন, পুড়ে ছাই ঝুপড়ি

Image
গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লেগে পুড়ে গেল কমপক্ষে ১৮টি ঝুপড়ি। রবিবার সকাল আটটা নাগাদ একটি ঝুপড়িতে গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লাগে। দরমা, বেড়া, প্লাস্টিক, বাঁশ, কার্ডবোর্ডে তৈরি ঝুপড়িতে দ্রুত ছড়িয়ে পরে আগুন। এরপর পরপর অন্যান্য ঝুপড়ি থেকেও পরপর সিলিন্ডার ফাটতে থাকলে আগুন তীব্রতা পায়। খবর পেয়ে দ্রুত পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন। ঝুপড়িবাসীরা আতঙ্কে বাকি ঘরগুলির গ্যাস সিলিন্ডার নিয়ে গিয়ে লাগোয়া পুকুরে ফেলে দেন। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। দমকলকর্মীদের সঙ্গে আগুন নেভানোয় সাহায্য করেন ঝুপড়িবাসীরাও। ঘটনাস্থলে পৌঁছয় বিধাননগর দক্ষিণ থানার পুলিস। যান দমকলমন্ত্রী সুজিত বসু এবং স্থানীয় কাউন্সিলর নির্মল দত্ত। কেউ হতাহত না হলেও প্রায় সব কিছুই পুড়ে গিয়েছে ভস্মীভূত ঝুপড়ির বাসিন্দাদের। দমকলমন্ত্রী আশ্বাস দিয়েছেন আগামী সাতদিনের মধ্যে পুড়ে যাওয়া ঝুপড়িগুলি ঠিক করে দেওয়া হবে। সর্বস্ব হারানো মানুষদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। আপাতত ক্ষতিগ্রস্তদের স্থানীয় ক্লাবে থাকার বন্দোবস্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে দমকলমন্ত্রী জানিয়েছেন, চা বানাতে গিয়েই সিলিন্ডার ফেটে আগুন লাগে। তবে অগ্নি

বিক্ষোভের মুখেও অনড় মহিলারা পৌঁছালেন শবরীমালায়

Image
আত্মবিশ্বাস ও মনের জোর এই দুই পুঁজি সম্বল করে শবরীমালা মন্দিরের বেস ক্যাম্পে পৌঁছলেন ১১ জন ঋতুমতী মহিলা৷ রবিবার ভোররাতে পুলিসি ঘেরাটোপে ১১ জনের একটি মহিলার দল পৌঁছান পাম্বা বেস ক্যাম্পে৷ এই পাম্বা থেকে আর মাত্র ৪ কিমি দুরে আয়াপ্পার মন্দির৷ ১১ জনের মধ্যে ৬ জন মহিলা এসেছেন মাদুরাই থেকে৷ বাকি পাঁচ জন মন্দিরে ঢুকবেন না৷ কিন্তু ওই ছয়জনের মনোবল বাড়াতে সবসময় তাঁদের পাশে থাকবেন বলে জানিয়েছেন৷ এদিকে মন্দিরের ঐতিহ্য কিছুতেই ভাঙতে নারাজ হিন্দুত্ববাদী সংগঠন ও মন্দির কর্তৃপক্ষ৷ তাঁরা জানিয়েছেন, তাঁরা কিছুতেই মহিলাদের মন্দিরে প্রবেশ মেনে নেবেন না৷ অপরদিকে মহিলারাও তাঁদের সিদ্ধান্তে অটল৷ পুলিসকে সাফ জানিয়েছেন, আয়াপ্পাকে দর্শন না দিয়ে কিছুতেই তাঁরা ফিরে যাবেন না৷ সবমিলিয়ে টানটান উত্তেজনা শবরীমালাতে৷ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মহিলারা এসেছেন শবরীমালা মন্দিরে৷ উদ্দেশ্য আয়াপ্পা দর্শন৷ তামিলনাড়ু, কেরল, পশ্চিমবঙ্গ ও ওড়িশা থেকে ৫০ জনের মহিলা দল রওনা দেয় শবরীমালার দিকে৷ অতীতে বিভিন্ন সময়ে মহিলারা পৃথকভাবে শবরীমালা মন্দিরে প্রবেশের চেষ্টা করেছিলেন৷ কিন্তু প্রতিবারই বিক্ষোভের জেরে তাঁদের ফিরে আস

সপ্তমবারের পরীক্ষাতেও উত্তীর্ণ অগ্নি-৪

Image
ফের ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে সাফল্য পেল ভারত। রবিবার (২৩ ডিসেম্বর) ওড়িশা উপকূলে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি, পরমাণু অস্ত্র বহনক্ষম, ৪০০০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র অগ্নি-৪ পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল হল। এদিন সকাল ৮.৩৫ মিনিটে বঙ্গোপসাগরের ডঃ আব্দুল কালাম দ্বীপে ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ (আইটিআর)-এর ৪ নম্বর লঞ্চ প্যাড থেকে একটি মোবাইল লঞ্চারের সাহায্যে এই ভূমি থেকে ভূমি ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়। প্রতিরক্ষা মন্ত্রকের সূত্রে জানানো হয়েছে এই পরীক্ষামূলক উৎক্ষেপণের যা যা শর্ত ছিল তার প্রতিটিই সফল হয়েছে। একাধিক রেডার, ট্র্যাকিং ব্যবস্থা এবং রেঞ্জ স্টেশনগুলির গুলির মাধ্যমে ক্ষেপণাস্ত্রটির ফ্লাইট পারফরম্যান্স ট্র্যাক ও মনিটর করা হয়েছে। এর জন্য ওড়িশা উপকীল জুড়ে রেডার ও ইলেক্ট্রো-অপটিকাল সিস্টেম বসানো হয়েছিল। এছাড়া ক্ষেপনাস্ত্রটি যে লক্ষ্যে উৎক্ষিপ্ত হয়েছিল, সেই লক্ষ্যের কাছে দুটি নৌসেনা বাহিনীর জাহাজ ছিল চুড়ান্ত সময়ের পর্যবেক্ষণের জন্য। এর আগে এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রটির আরও ছয়টি ট্রায়াল হয়েছে। শেষবার ট্রায়া হয়েছিল চলতি বছরের ২ জানুয়ারি। এই একই লঞ্চপ্যাড থেকে সেই ট্রায়াল পরিচা

ইন্দোনেশিয়ায় সুনামিতে মৃতের সংখ্যা ২০০র কাছাকাছি

Image
জার্কাতা: হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা৷ ইন্দোনেশিয়ায় ভয়াবহ সুনামিতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৬৮৷ এই সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে৷ সাতশোর বেশি জখম৷   ইন্দোনেশিয়ার জাতীয় বিপর্যয় এজেন্সির মুখপাত্র এস পুরওয়ো জানিয়েছেন, সুনামির জেরে ১৬৮ জনের মৃত্যু হয়েছে৷ জখম হয়েছেন ৭৪৫ জন৷ ৩০ জনের কোনও খোঁজ মেলেনি৷ বহু বাড়ি ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে৷ ক্র্যাকাটোয়া আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের জেরে সাগরতলে ভূমিধস হয়৷ তার জেরে শনিবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টা নাগাদ দক্ষিণ সুমাত্রায় আছড়ে পড়ে সুনামি৷ প্রকৃতির তাণ্ডবে মুহূর্তের মধ্যে লণ্ডভণ্ড হয়ে যায় দক্ষিণ সুমাত্রা৷ তাসের ঘরের মতো ভেঙে পড়ে ঘর বাড়ি৷ প্লাবিত হয়ে যায় রাস্তা৷ গাড়িগুলি জলের তোড়ে ভেসে যায়৷ ২২ ডিসেম্বরের সুনামি ১৪ বছর আগের ভয়াবহ সুনামির স্মৃতিকে ফিরিয়ে আনে৷ ২০০৪ সালে ২৬ ডিসেম্বর সুনামি হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নেয়৷ গত বছর সেপ্টেম্বর মাসে ভূমিকম্পের জেরে তছনছ হয়ে যায় ইন্দোনেশিয়ার পালু৷ ভূ-প্রাকৃতিক অবস্থানের কারণে ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প হয়। বিশ্বের সক্রিয় আগ্নেয়গিরিগুলোর অর্ধেকের বেশি

উপরে সড়কপথ, নীচে রেল! উদ্বোধনের অপেক্ষায় দেশের দীর্ঘতম দোতলা ব্রিজ

Image
তৈরি হতে লেগেছে ২১ বছর। কিন্তু এত দিন ধরে তৈরির পর যা মাথা তুলে দাঁড়িয়েছে, তা ভেঙে দিয়েছে অতীতের বহু নজির। তৈরি হয়েছে নয়া ইতিহাস। উদ্বোধনের অপেক্ষায় অসমের ডিব্রুগড়ে ব্রহ্মপুত্র নদের উপর তৈরি বগিবিল সেতু। মঙ্গলবারই উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৯৯৭ সালে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া। সমীক্ষা, মাপজোক, ব্রিজ তৈরি সম্ভব কিনা— সেসব খতিয়ে দেখতেই পাঁচ বছর কেটে যায়। রেল সবুজ সঙ্কেত দেওয়ার পর ২০০২ সালে নির্মাণ কাজের সূচনা করেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। দৈর্ঘ্য প্রায় পাঁচ কিলোমিটার (৪.৯৪)। খরচ হয়েছে ৫৯২০ কোটি টাকা। ২১ বছর আগেকার সেই ভিত্তিপ্রস্তর থেকেই ধীরে ধীরে ব্রহ্মপুত্রের বুক চিরে মাথা তুলে দাঁড়িয়েছে বগিবিল ব্রিজ। আর এবার সম্পূর্ণ প্রস্তুত দেশের সবচেয়ে দীর্ঘ দোতলা ব্রিজ। বাজপেয়ীর জন্মদিন ২৫ ডিসেম্বর এই ব্রিজে একইসঙ্গে রেল এবং সড়কপথের উদ্বোধন করবেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নির্মাণশৈলী এবং প্রযুক্তিতেও অভিনব বগিবিল দোতলা সেতু। যার উপরের তলে চলবে বাস, ট্রাক, লরি সহ যাবতীয় যানবাহন। অর্থাৎ সড়কপথ। তিন লেনের।

সুমাত্রা ও জাভায় আঘাত হানল ভয়ঙ্কর সুনামি; নিহত ৪৩, আহত বহু

Image
২০০৪ সালের পর ফের ইন্দোনেশিয়ায় আঘাত হানল সুনামি। যদিও এবার গতবারের তুলনায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম। শনিবার রাত সাড়ে নটা নাগাদ ইন্দোনেশিয়ার জাভা ও সুমাত্রা দ্বীপে আঘাত হাতে সুনামি। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, জলের তোড়ে মৃত্য হয়েছে ৪৩ জনের। আহত কমপক্ষে ৬০০। আহত ও নিহতের সংখ্যা অনেকটাই বাড়তে পারে। ইন্দোনেশিয়ার বিপর্যয় মোকাবিলা দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, সমুদ্রের গভীর আগ্নেয়গিরির অগ্নুত্পাতের জন্যই ওই সুনামির সৃষ্টি হয়েছে। কোনও আগাম সতর্কতা ছিল না। ফলে ক্ষতক্ষতির পরিমাণ অনেকটাই বাড়বে বলে মনে করছে ইন্দোনেশিয়া সরকার। জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের মুখপাত্র সুতোপো পারও নুগ্রোহো সংবাদমাধ্যমে জানিয়েছেন, হঠাত্ করেই বিশাল বিশাল ঢেউ এসে আছড়ে পড়ে দক্ষিণ সুমাত্রা ও পশ্চিম জাভা উপকূলে। জের তোড়ে ভেঙে পড়েছে বিশাল বিশাল বিল্ডিং। ভেঙেপড়ে সমুদ্র তীরবর্তী ঘরবাড়ি, দোকনপাট। প্রত্যদর্শীদের বিবরণে উঠে এসেছে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। কারিটা বিচে মহম্মদ বিনটাং নামে এক কিশোর জানিয়েছে, হঠাত্ করেই সুমদ্রের জল ফুলে উঠে আছড়ে পড়ল বিচে। তারপর সবকিছুই অন্ধকার হয়ে গেল। লুথফি আল রশিদ নামে এ

১৬০ কোটি টাকা দিতে না পারলে বিশ্বকাপ হাতছাড়া করবে ভারত

Image
১৬০ কোটি টাকা দিতে না পারলে বিশ্বকাপ হাতছাড়া করবে ভারত  ২০১১ সালের পর ফের ২০২৩-এ ভারতে পঞ্চাশ ওভারের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। কিন্তু একটা শর্তেই ক্রিকেটের মেগা কার্নিভালের আয়োজক দেশ হতে পারবে ভারত। কী সেই শর্ত? এই মুহূর্তে বিসিসিআই-এর কাছে আইসিসি-র পাওনা ২৩ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা ১৬০ কোটি টাকা। ২০১৬ সালে ভারতে টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। সেসময় কর ছাড়ের ক্ষতিপূরণ বাবদ এই টাকা দাবি করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। ১৬০ কোটি টাকা দিতে না-পারলে শুধু বিশ্বকাপই নয়, ২০২১ চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনেরও সুযোগ হাতছাড়া করবে ভারত। এমনটাই সাফ জানিয়ে দিয়েছে আইসিসি। গত অক্টোবরে সিঙ্গাপুরে বসেছিল আইসিসি-র বোর্ডের বৈঠক। তখনই টাকা ফেরতের বিষয়টা আলোচনায় উঠে এসেছিল। আইসিসি-র প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহর ফের ভারতকে বিষয়টা একবার মনে করিয়ে দিয়েছে। এখানেই শেষ নয়। ১৬০ কোটি টাকা দেওয়ার জন্য ভারতের হাতে সময় আছে আর ৯ দিন। ৩১ ডিসেম্বরের মধ্যেই টাকা জমা করতে হবে বিসিসিআই-কে। ভারতীয় ক্রিকেট বোর্ড যদি এই টাকা দিতে অসমর্থ হয়, তাহলে বর্তমান আর্থিক বছরে ভারতের প্রাপ্য টাকা থেকে ১৬০ কোটি টা

ইন্ডাস্ট্রিয়াল ইন্ডিয়া ট্রেড ফেয়ার–এর দ্বিতীয় দিনে আয়োজিত হয়েছিল শিক্ষা কনক্লেভ

Image
ইন্ডাস্ট্রিয়াল ইন্ডিয়া ট্রেড ফেয়ার–এর দ্বিতীয় দিনে আয়োজন করা হয়েছিল শিক্ষা কনক্লেভের। অনুষ্ঠানে অংশ নিলেন বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি–র প্রেসিডেন্ট সত্যম রায়চৌধুরী, ম্যাকাউট–এর উপাচার্য সৈকত মৈত্র, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির উপাচার্য অশোকরঞ্জন ঠাকুর, অ্যামিটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়, ওম দয়াল গোষ্ঠীর অলোক টিবরেওয়াল, সিইএসসির সঞ্জয় করচৌধুরী, ইন্ডিয়া পাওয়ারের সোমেশ দাশগুপ্ত, আইএসওএএইচ–এর সন্দীপ সেনগুপ্ত, জেআইএস গোষ্ঠীর বিদ্যুৎ মজুমদার। আলোচনার বিষয়বস্তু:‌ ভিশন ২০২০:‌ ইন্ডাস্ট্রি অ্যাকাডেমিয়া লিঙ্কেজেস। অনুষ্ঠান মঞ্চ থেকে জানানো হয় হ্যাকাথনের পুরস্কার দেওয়া হবে আপাই থেকে। পাশাপাশি ১০ কৃতী পড়ুয়াকে মেধাবৃত্তিও দেওয়া হবে। শনিবার পার্ক সার্কাস ময়দানে।

দু’টি জরায়ু নিয়ে মা হলেন তরুণী

Image
হাসিমুখে: ছেলে কোলে সাথী। নিজস্ব চিত্র  দু'টি জরায়ু নিয়ে সুস্থ শিশুপুত্রের জন্ম দিলেন মা। যা বিরল ঘটনা বলেই মনে করছেন বনগাঁ মহকুমা হাসপাতালের চিকিৎসকেরা। তাঁদের দাবি, সাধারণত মহিলাদের একটি জরায়ু থাকে। কারও যদি দু'টি জরায়ু থাকে, তা হলে সেই মহিলার পক্ষে সন্তানের জন্ম দেওয়া খুবই কঠিন। অনেক সময়ে জরায়ুতে ভ্রূণ তৈরি হলেও তা নষ্ট হয়ে যায়। সন্তান প্রসব ৯৯ শতাংশ ক্ষেত্রেই সম্ভব হয় না। বনগাঁ মহকুমা হাসপাতালের সুপার শঙ্করপ্রসাদ মাহাত বলেন,  ''কী ভাবে ওই তরুণী সুস্থ স্বাভাবিক সন্তানের জন্ম দিলেন, তা চিকিৎসা শাস্ত্রে ব্যাখার অতীত। বনগাঁ মহকুমা হাসপাতালে এমন ঘটনা এই প্রথম। তরুণীর এই প্রথম সন্তান।'' হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাইঘাটার শিমূলপুর এলাকার সাথী বারুই নামে ওই তরুণী অন্তঃসত্ত্বা অবস্থায় গত রবিবার বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকেরা তাঁকে দেখে ওই দিনই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। তবে তাঁর যে দু'টি জরায়ু রয়েছে, তা আগে জানতেন না চিকিৎসকেরা।  বনগাঁ মহকুমা হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ সমিত পাইন অস্ত্রোপচার করেন। যা খুবই ঝুঁকির ছিল বলে তিনি জানান। স

স্বামী পাকিস্তানে, ভারতে বসে চক্র চালাচ্ছে স্ত্রী

Image
পাকিস্তানে বসে রয়েছে স্বামী। স্ত্রী এ দেশে। আর এখানে বসেই সে চালিয়ে যাচ্ছে স্বামীর টাকা পাচারের কারবার। হাওড়ার টাকা পাচার চক্রের অন্যতম চাঁই মহম্মদ ওমরকে গ্রেফতার করার পরে এমনই তথ্য হাতে এসেছে সিআইডি-র গোয়েন্দাদের। শুক্রবার দিল্লি থেকে পাকড়াও করা হয় ওমরকে। শনিবার তাকে হাওড়ায় নিয়ে আসেন গোয়েন্দারা। এ দিনই ওমরকে হাওড়া আদালতে তোলা হয়। সিআইডি সূত্রের খবর, জেরার মুখে ওমর দাবি করেছে, ওই টাকা পাচার চক্রের মাথা পাকিস্তানের বাসিন্দা আসরাফ হাজি। সে ওমরের আত্মীয়। ওমরের বাড়ি উত্তরপ্রদেশে। ব্যবসায়ী সেজে সে থাকত দিল্লিতে। তার দাবি, আসরাফের দু'টি বিয়ে। প্রথম স্ত্রী পাকিস্তানেই থাকে। দ্বিতীয় স্ত্রী আফসানা পরভিন থাকে কানপুরে। সেখানে বসেই আসরাফের কথা মতো পুরো চক্রটি নিয়ন্ত্রণ করে সে। সিআইডি জানিয়েছে, একটি ব্যাঙ্ক জালিয়াতির তদন্তে নেমে হাওড়ার গোলাবাড়ি থানার পুলিশ টাকা পাচার চক্রের দুই চাঁই-সহ আট দুষ্কৃতীকে পাকড়াও করে। তাদের কাছ থেকে উদ্ধার হয় ৬০টি এটিএম কার্ড-সহ নগদ কয়েক লক্ষ হাওয়ালার টাকা। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানতে পারে, কলকাতা ও হাওড়ার বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা জমা প

ভোটের আগে জিএসটি সংস্কার, দাম কমল ৩৩টি পণ্যের

Image
৩৩টি পণ্যের ২৮ শতাংশ শুল্ক হ্রাস করে যথাক্রমে ১৮, ১২ ও ৫ শতাংশ করা হয়েছে। শনিবার জিএসটির কাউন্সিল বৈঠকে এই ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। ৩৪টি দ্রব্যের দাম ২৮ শতাংশের উপরেই থাকল। অর্থমন্ত্রী অরুণ জেটলি জানান, জিএসটি সংস্করণে ৯৯ শতাংশ দ্রব্যই ২৮ শতাংশ শুল্কের নিচে চলে এল। ৩২ ইঞ্চির ছোট টিভির দাম কমল। কমল গাড়ি বিমার হার, ১০০ টাকার কম মূল্যের সিনেমার টিকিট ও গাড়ির যন্ত্রাংশের দাম। এদিন সকাল ১১টা থেকে দিল্লির বিজ্ঞান ভবনে ৩১তম জিএসটি কাউন্সিলের বৈঠক শুরু হয়। বৈঠকের নেতৃত্বে ছিলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। পাঁচ রাজ্যের বিধানসভায় ভরাডুবি হয়েছে বিজেপির। জিএসটিকে নির্বাচনের আগে সহজ করে পরিবেশন করাই এবার জিএসটি কাউন্সিলের বড় লক্ষ্য জিএসটির ২৮ শতাংশের উপরে থাকল ৩৪টি পণ্য। অর্থমন্ত্রকের মতে, এই দ্রব্যগুলো সাধারণত বিলাসবহুল। সাধারণ মানুষের দৈনন্দিন ব্যবহারের কথা মাথায় রেখে ২২টি দ্রব্যের শুল্ক ২৮ শতাংশের নিচে আনা হয়েছে। দেখে নিন, কোন কোন দ্রব্যের শুল্ক কমল। তীর্থযাত্রীদের বিশেষ বিমানে ইকোনমি ক্লাসে ৫ শতাংশ ও বিজনেস ক্লাসে জিএসটি থাকবে ১২ শতাংশ। কম্পিউটার মনিটরের শুল্ক ২৮ শতাংশ থেকে

নাসিরুদ্দিনের মন্তব্য বিশ্বাসঘাতকতার সামিল: যোগগুরু রামদেব

Image
নয়াদিল্লি: তাঁর অভিনয় মন জয় করেছে আপামর ভারতবাসীর৷ কোটি কোটি মানুষের শ্রদ্ধা, ভালোবাসা পেয়েছেন৷ ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য নানা সম্মানে তাঁকে ভূষিত করা হয়েছে৷ যে দেশ তাঁকে এত সম্মান ও ভালোবাসা দিয়েছে সেই বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে মন্তব্য করে দেশকেই অপমান করেছেন৷ এমনটাই মনে করেন যোগগুরু বাবা রামদেব৷   বাবা রামদেবের মতে, সব দেশেই হিংসা ও অসহিষ্ণুতা আছে৷ কোনও দেশই এই সবের উর্ধ্বে নয়৷ কিন্তু কেউ তাই বলে নিজের দেশকে দায়ী করে না৷ যোগগুরু বলেন, ''সাধারণ মানুষের ভালোবাসা পেয়ে নাসিরুদ্দিন এত জনপ্রিয়তা পেয়েছেন৷ সেই দেশের গায়ে ধর্মীয় অসহিষ্ণুতার ট্যাগ লাগিয়ে তিনি অকৃজ্ঞতা, অশ্রদ্ধা ও বিশ্বাসঘাতকতার পরিচয় দিয়েছেন৷'' বাবা রামদেব জোর গলায় দাবি করে বলেন, ''দেশে কোনও ধর্মীয় অসহিষ্ণুতা নেই৷ যেটা আছে সেটা হল রাজনৈতিক অসহিষ্ণুতা৷ দেশের বিরুদ্ধে ধর্মীয় অসহিষ্ণুতার অভিযোগ তুলে দেশের সম্মান তিনি ধূলিসাৎ করে দিয়েছেন৷'' দেশের মাটিতে ক্রমাগত ভয়ের পরিবেশ তৈরি হচ্ছে, এমন মন্তব্য করার পর থেকেই বিক্ষোভের মুখে পড়েছেন অভি

রাজ্য সরকারি কর্মচারীদের বেতন কি বাড়বে? নবান্ন নীরবই

Image
ষষ্ঠ বেতন কমিশন গঠনের পরে তিন বছর কেটে গিয়েছে। কমিশনের দফতর বিকাশ ভবন থেকে প্রাথমিক খসড়ায় খরচের আভাসও গিয়েছে নবান্নে। তাতে রাজ্য কর্মীদের বর্ধিত বেতন-পেনশন মিলিয়ে প্রথম বছরেই বাড়তি ১১ হাজার কোটি টাকার প্রয়োজন বলে জানানো হয়। 'ঘরোয়া ভাবে' এ কথা জেনে কমিশনের প্রস্তাব নিয়ে আর উচ্চবাচ্য করেনি নবান্ন। ফলে কমিশনও চূড়ান্ত কিছু ভাবার জায়গায় নেই বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। শুধু তা-ই নয়, নবান্ন বরং খরচ কমানোরই ইঙ্গিত দিয়েছিল। নবান্নের মত, রাজ্যের যা আর্থিক পরিস্থিতি, তাতে বাড়তি ১১ হাজার কোটি টাকার ধাক্কা সামলানো সম্ভব নয়। তাই কমিশন বরং খরচ কমানোর কথা ভাবুক। সেই বার্তার পরেও কমিশন কর্মচারীদের এইচআরএ বা বাড়িভাড়া বাদ দিয়ে নতুন হিসেব কষেছে। তাতেও বাড়তি বোঝা চাপবে ৭০০০ কোটি টাকা। নবান্ন তার পরেও কোনও 'সদুত্তর' দেয়নি। ফলে কমিশন তাদের শুনানি পর্ব চালু রেখেছে। সরকার আর কমিশনের এ-হেন চাপান-উতোর পর্বে বেতন কমিশনের চেয়ারম্যান অভিরূপ সরকারের মন্তব্য, ''আমি এই বিষয়ে একটি কথাও বলব না।'' চেয়ারম্যান কিছু না-বললেও সরকারি সূত্রের খবর, ইতিমধ্যে প্রায় ৯০০ আবেদনের শুনানি শ

Realme U1 এ ১,৫০০ টাকা ছাড়, কীভাবে পাবেন এই অফার?

Image
নভেম্বরে ভারতে এসেছিল Realme U1। সেলফি প্রেমীদের কথা মাথায় রেখে ভারতে লঞ্চ হয়েছে Realme U1। Realme U1 এ রয়েছে ২৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এর সাথেই রয়েছে MediaTek Helio P70 চিপসেট, 4GB RAM আর 64GB স্টোরেজ। এবার এই ফোনে ১,৫০০ টাকা ডিসকাউন্ট দিচ্ছে চিনের কোম্পানিটি। কীভাবে এই ডিসকাউন্ট পাবেন? দেখে নিন। কোথায় পাবেন এই অফার? ভারতে 3GB RAM+64GB স্টোরেজ ভেরিয়েন্টে Realme U1 এর দাম ১১,৯৯৯ টাকা। তবে 4GB RAM+64GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে খরচ হবে ১৪,৯৯৯ টাকা। অ্যামাজন থেকে এই ফোন কিনতে ১,৫০০ তৎক্ষণাৎ ডিসকাউন্ট দেবে কোম্পানি। তবে শুধুমাত্র HDFC ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকরা এই ছাড় পাবেন। আগামী ২ জানুয়ারি পর্যন্ত এই ডিসকাউন্ট চলবে। Realme U1 স্পেসিফিকেশান Realme U1 ফোনে রয়েছে ৬.৩ ইঞ্চি FHD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে একটি ওয়াটারড্রপ নচ। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৯.৫:৯। ফোনের ভিতরে রয়েছে MediaTek Helio P70 প্রসেসার, 3GB/4GB RAM আর 32GB/64GB স্টোরেজ। Realme U1 ফোনে বিশেষ নজর দেওয়া হয়েছে ক্যামেরায়। Realme U1ফোনে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সিস্টেম। এইন ক্যামেরার প্রাইমারি সেন্সার ১৩ মেগাপিক্সে

৬ সঙ্গীর নিকেশের বদলা! জওয়ানদের উপর গ্রেনেড হামলা জঙ্গিদের

Image
শনিবার ভোররাতেই ছ'জন জঙ্গিকে এনকাউন্টারে খতম করেছে ভারতীয় সেনা। তার ২৪ ঘণ্টা পেরনোর আগেই জওয়ানদের উপরই হল গ্রেনেড হামলা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে। হামলায় ছ'জন সিআরপিএফ জওয়ান আহত হন বলে খবর। পুলিশ ও সেনা সূত্রে জানা গিয়েছে, অনন্তনাগের আরওয়ানি এলাকায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে, সেই খবর আগে থাকতেই তাদের কাছে ছিল। সেই খবরের উপর ভিত্তি করে এলাকায় যৌথভাবে তল্লাশি শুরু করে সেনা ও পুলিশ। আরওয়ানি এলাকার হাসানপুরা গ্রামে যখন তল্লাশি শেষ হয়ে যায়, তারপরই হয় হামলা। জওয়ানদের লক্ষ্য করে গ্রেনেড ছোঁড়ে জঙ্গিরা। তাতে ছয় জওয়ান আহত হন। তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। শনিবার সকালেই ছ'জন জঙ্গিকে খতম করেছেন ভারতীয় জওয়ানরা। দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার অবন্তীপুরায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলে গোপন সূত্রে খবর পায় সেনা৷ সেই খবরের ভিত্তিতেই শনিবার ভোররাতে আরামপুরা জেলায় শুরু হয় তল্লাশি অভিযান৷ গা ঢাকা দিয়ে বসে থাকা জঙ্গিরা জওয়ানদের লক্ষ্য করে প্রথমে গুলি চালাতে শুরু করে৷ পালটা জবাব দিতে ছাড়েননি জওয়ানরাও৷ শুরু হয় দু'পক

বকেয়া DA ও ষষ্ঠ পে কমিশন লাগুর দাবিতে ধর্মঘটে যাচ্ছে কো-অর্ডিনেশন কমিটি

Image
কলকাতা : বকেয়া মহার্ঘ ভাতা (DA) ও ষষ্ঠ বেতন কমিশন লাগুর দাবিতে ধর্মঘটের পথে যাচ্ছে রাজ‍্য সরকারি কর্মচারীদের একাংশ। ৮ ও ৯ জানুয়ারি ২ দিনের ধর্মঘটে যাওয়ার কথা জানিয়ে মুখ‍্যসচিব মলয় দে'কে চিঠি দিয়েছেন বাম সরকারি কর্মচারী সংগঠন রাজ্য কো-অর্ডিনেশন কমিটির প্রতিনিধিরা। দাবি আদায়ের জন্য ধর্মঘটের পথে যাওয়া ছাড়া অন্য কোনও উপায় নেই বলে মুখ‍্যসচিবকে জানিয়েছেন তাঁরা। বকেয়া মহার্ঘ ভাতা আদায় এবং ষষ্ঠ বেতন কমিশন চালুর দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা। ২৯ নভেম্বর বৃহত্তর আন্দোলনে সামিল হয়েছিলেন তাঁরা। রাজ্য কো-অর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক বিজয় শংকর সিংহের নেতৃত্বে নবান্ন অভিযান হয়। সেদিন বহু আন্দোলনকারীকে আটক করেছিল পুলিশ। শুধু আটক করা নয়, নবান্ন অভিযানের ঠিক পরদিন থেকেই তাঁদের কাছে একে একে আসতে শুরু করে বদলির অর্ডার। বামপন্থী কর্মচারী সংগঠনের প্রায় ১৫ জন সদস্য বদলি হন অন্যত্র। এমনকী বিজয় শংকর সিংহকেও বদলি করা হয় উত্তরবঙ্গে। খাদ্য দপ্তরে বদলি করা হয় তাঁকে। কিন্তু, বিজয়বাবু দার্জিলিঙের উত্তরকন্যায় কাজে যোগ দিতে গিয়ে দেখেন ওখানে খাদ্য দপ্তরের কো

ইন্দোনেশিয়ায় আছড়ে পড়ল সুনামি, মৃত অন্তত ২০

Image
জাকার্তা: আবারও সেই ডিসেম্বর৷ ১৪ বছর আগে ডিসেম্বর মাসের ২৬ তারিখ ভয়াবহ সুনামিতে বিধ্বস্ত হয়ে যায় ইন্দোনেশিয়া৷ এবার ২২ ডিসেম্বর রাতে ইন্দোনেশিয়ার সুন্দা স্ট্রেট উপকূল অঞ্চলে আছড়ে পড়ল সুনামি৷ এখনও অবধি ২০ জনের মৃত্যুর খবর মিলেছে৷ বাড়ি ভেঙে আহত হয়েছে ১৬৫ জন৷ সুনামির কারণ ক্র্যাকাটোয়া আগ্নেয়গিরি৷ প্রবল অগ্ন্যুৎপাতের জেরে সুনামি আছড়ে পড়ে জাভা ও সুমাত্রা দ্বীপের মাঝে অবস্থিত সুন্দা স্ট্রেটে৷ বিপর্যয় বাহিনীর মুখপাত্র জানিয়েছে, শনিবার স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে সুনামির তাণ্ডব শুরু হয়৷ তার জেরে একের পর বাড়ি ভেঙে পড়তে শুরু করে৷ শেষ পাওয়া খবর অনুযায়ী ২০ জন মানুষের মৃত্যু হয়েছে৷ আহত ১৬৫৷ অনেকে নিখোঁজ আছেন৷ প্রাকৃতিক বিপর্যয়ের কেন্দ্র হয়ে উঠেছে ইন্দোনেশিয়া৷ সেপ্টেম্বর মাসে ভয়াবহ ভূমিকম্প ও সুনামি হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নেয়৷

কন্যাশ্রীর ভরসায় রুখেছিলেন বিয়ে, এখন আতান্তরে পুরুলিয়ার অষ্টমী

Image
অষ্টমী রায়। লিয়ার প্রত্যন্ত গ্রাম জাহাজপুরের মেয়ের যেমন রোখ, তেমন পড়ার ইচ্ছে। দারিদ্রের সঙ্গে লড়াই করে ইতিহাসের দিদিমণি হওয়ার স্বপ্ন দেখেছিল সে। পড়বে বলে অভিভাবকদের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে ২০১৫ সালে নিজের বিয়ে রুখে দিয়েছিল, বিডিও-র কাছে নালিশ করতে পিছপা হয়নি। ভেবেছিল, উচ্চমাধ্যমিকের পর কন্যাশ্রী-২ এর পঁচিশ হাজার টাকা সম্বল করে পড়াশোনা চালাবে। কিন্তু সে লড়াই থেমে যেতে বসেছে। ২০১৭ সালে উচ্চমাধ্যমিক পাশ করার পরে দেড় বছর কেটে গেলেও কন্যাশ্রীর টাকা ছড়ড়া ডুমডুমি গ্রাম পঞ্চায়েতের কিশোরী অষ্টমী রায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়েনি। যে স্কুল থেকে সে মাধ্যমিক দিয়েছিল এবং যে স্কুল থেকে উচ্চমাধ্যমিক পাশ করেছিল, সেই দুই স্কুল কর্তৃপক্ষ এ জন্য পরস্পরকে দুষছেন। এরই মধ্যে গত জুলাইয়ে বাবা বৃন্দাবন রায়ের মৃত্যু হয়েছে। বাড়ির বড় মেয়ে হিসেবে মা ও পাঁচ বোনের পেট চালাতে কলেজের পড়া বন্ধ করে দিনমজুরের কাজ ধরতে হয়েছে অষ্টমীকে। ফোনে নিস্পৃহ গলায় সে বলে, ''আমি আর কন্যাশ্রী নই। আমি হতাশশ্রী। লেখাপড়া আমাদের মতো গরিবদের জন্য নয়।'' অথচ অষ্টমীর মতো দরিদ্র মেয়েদের স্বপ্ন পূরণে সাহায্য করতে

৬ হাজার থেকে ২০ লক্ষ, কোথা থেকে টাকা পড়ছে অ্যাকাউন্টে! ভ্যাবাচ্যাকা খাচ্ছে হাওড়ার গ্রাম

Image
কারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়েছে ৬ হাজার টাকা, কারও ২০ হাজার! ৮০ হাজার টাকাও আছে! আচমকা অর্থপ্রাপ্তিতে থ হাওড়ার জয়পুরের ঘোড়াবেড়িয়া-চিৎনান এবং কাশমলি—দুই পঞ্চায়েত এলাকার বহু মানুষ। শুক্রবার দুপুর থেকে তাঁদের মোবাইলে ওই অর্থপ্রাপ্তির বার্তা আসা শুরু হয়। শনিবারেও অব্যাহত ছিল। অ্যাকাউন্ট পরীক্ষা করেই চমকে যান গ্রাহকেরা। কোন খাত থেকে অত টাকা এল? উত্তর দিতে পারেননি গ্রাহকেরা। অন্ধকারে জেলা প্রশাসনও। হাওড়ার অতিরিক্ত জেলাশাসক (পঞ্চায়েত) শঙ্করপ্রসাদ পাল বলেন, ''খবরটা জানি। কোন খাতের টাকা, তা নিয়ে জেলার ল‌িড ব্যাঙ্কের সঙ্গে কথা বলব। সোমবার থেকে তদন্ত শুরু হবে।'' ঠিক কতজনের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, তা-ও নিশ্চিত জানা যায়নি। তবে, দুই পঞ্চায়েত এলাকায় দু'টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অনেক গ্রাহকই টাকা পেয়েছেন। ধর্মঘটের কারণে শুক্রবার থেকে ব্যাঙ্ক বন্ধ। ফলে, দুই ব্যাঙ্কের বক্তব্য জানা যায়নি। যোগাযোগ করা যায়নি জেলা লিড ব্যাঙ্কের কর্তাদের সঙ্গেও। ব্যাঙ্ক বন্ধ থাকায় গ্রাহকেরা চলে যান গ্রাহক পরিষেবা কেন্দ্রে। সেখানে অ্যাকাউন্ট পরীক্ষার পরে অর্থপ্রাপ্তির কথা জানতে পেরে অনেক গ্রাহক কিছু কি

নাসিরুদ্দিনের মন্তব্যে ইমরান বললেন, এজন্যই তো পাকিস্তান গড়েছিলেন জিন্নাহ

Image
নাসিরুদ্দিন শাহের মন্তব্যকে হাতিয়ার করে এবার ভারত সরকারকে কোণঠাসা করতে মাঠে নামল পাকিস্তান। পাক প্রধানমন্ত্রী ইমরানের খানের বক্তব্য, এটা আগেই বলেছিলেন মহম্মদ আলি জিন্নাহ। ভারতে মুসলিমদের সমমর্যাদা দেওয়া হবে না বুঝেই নতুন দেশ পাকিস্তানের দাবি করেছিলেন। যাতে মুসলিমরা সমান অধিকার নিয়ে থাকতে পারেন।  এদেশে তাঁর সন্তানদের জন্য শঙ্কা হয় বলে মন্তব্য করেছেন বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ। ওই বক্তব্যকে ঢাল করেই লাহোরে একটি অনুষ্ঠানে ইমরান খান বলেন, ''সংখ্যালঘুদের সঙ্গে কেমন ব্যবহার করতে হয়, সেটা মোদী সরকারকে দেখিয়ে দেব আমরা। ভারতেও সংখ্যালঘুরা বলছেন, তাঁরা নিরাপদ নন, সমান অধিকার নেই তাঁদের''। এদিন ইমরান দাবি করেন, পাকিস্তানের জন্মদাতা মহম্মদ আলি জিন্নাহর পথে চলেই পাকিস্তানে সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করা হবে।  প্রসঙ্গত, অতিসম্প্রতিই সংখ্যালঘু অধিকার সংক্রান্ত রিপোর্টে পাকিস্তানকে কালো তালিকায় ফেলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। চলতি বছরেই ধর্মদ্রোহের অভিযোগ থেকে আসিয়া বিবি মুক্তি পাওয়ার পর আগুন জ্বলেছিল পাকিস্তানে। এছাড়াও পাকিস্তান গঠিত হওয়ার পর থেকে সে দেশে একের পর এক সংখ্যালঘু হত্যাক