কানে হেডফোন লাগিয়ে রেললাইন পার, ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন ব্যক্তির দেহ


হুগলি: ওভারব্রিজ ব্যবহারের বালাই নেই। কানে হেডফোন লাগিয়ে তড়িঘড়ি রেল লাইন পার হতে গিয়েছিলেন এক ব্যক্তি। ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন হয়ে গেল তাঁর দেহ। শনিবার রাতে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল চন্দননগর স্টেশনে। মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।

শহরতলি তো বটেই, জেলার প্রায় সিংহভাগ স্টেশনেই রেল লাইন পারাপারের জন্য ওভারব্রিজ আছে। কিন্তু, প্রাণের ঝুঁকি নিয়ে রেললাইন পেরিয়েই যাতায়াত করেন নিত্যযাত্রীরা। বিপদ আরও বাড়িয়েছে মোবাইল ফোন। কখনও কানে হেডফোন লাগিয়ে, তো কখনও আবার মোবাইলে কথা বলতে বলতেই অবলীলায় রেললাইন পেরিয়ে যান অনেকেই। যাত্রীদের অসাবধানতায় ঘটে যায় দুর্ঘটনা। শনিবার রাতে ঠিক যেমনটা ঘটল হুগলির চন্দননগর স্টেশনে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত সাড়ে ন'টা নাগাদ কাটোয়া লোকাল থেকে চন্দননগর স্টেশনে নামেন এক ব্যক্তি। ট্রেন চলে যাওয়ার পর, কানে হেডফোন লাগিয়ে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে রেললাইন পেরিয়ে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছিলেন তিনি। তখন চন্দননগর স্টেশনে ঢুকছিল হাওড়াগামী ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। ট্রেনের চালক বারবার হর্ন বাজাচ্ছিলেন। কিন্তু, কানে হে়ডফোন থানায় হর্নের আওয়াজ শুনতে পাননি ওই ব্যক্তি। অত্যন্ত দ্রুত গতিতে আসা ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ধাক্কা মারে ওই ব্যক্তিকে। তাঁর দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। চোখের সামনে এমন দুর্ঘটনা দেখে শিউরে ওঠেন অনেকেই। কিন্তু, তখন আর কিছু করার ছিল না। মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। ঘটনার তদন্তে রেল পুলিশ।