Posts

Showing posts from September 30, 2018

ট্রেনের দরজায় দাঁড়িয়ে ফোনে ব্যস্ত, পড়ে মৃত্যু পিএসসি পরীক্ষার্থীর

Image
ফোনে কথা বলতে বলতে অসতর্ক হয়ে চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হল এক যুবকের। ২৭ বছর বয়সী ওই যুবক কলকাতায় এসেছিলেন পাব্লিক সার্ভিস কমিশন(পিএসসি)-র পরীক্ষা দিতে। রেল পুলিশ সূত্রে খবর, দুপুর দেড়টা নাগাদ ঘটনাটি ঘটে বেলঘড়িয়া ও দমদম স্টেশনের মাঝখানে ডাউন লাইনে। এক আধিকারিক বলেন,"ডাউন কৃষ্ণনগর লোকাল দমদম স্টেশনে ঢোকার ঠিক আগের মূহূর্তে ঘটনাটি ঘটে।" রেল পুলিশের সহযোগীতায় স্থানীয় বাসিন্দারা ওই যুবককে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করেন। এর পর আর জি কর হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃত যুবকের কাছ থেকে উদ্ধার হওয়া আইডেন্টিটি কার্ড এবং অন্যান্য নথি থেকে পুলিশ জানতে পেরেছে, ওই যুবকের নাম নিত্যানন্দ দাস। বাড়ি পূর্ব মেদিনীপুরের এগরাতে। রবিবার পিএসসি-র পরীক্ষা ছিল। সেই পরীক্ষার জন্যই তিনি বেলঘড়িয়াতে এক আত্মীয়র বাড়িতে উঠেছিলেন। পরীক্ষা দিতে যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে। পুলিশের দাবি, তাঁর সঙ্গে যে সহযাত্রীরা ছিলেন, তাঁরা দেখেছেন ওই যুবককে দরজার কাছে ফোনে কথা বলতে। সেই সময়েই কোনও ভাবে অসতর্ক হয়ে তিনি পড়ে যান। রেল পুলিশের পক্ষ থেকে নিত্যানন্দর বাড়ি তে খবর দেওয়া হয়েছে।

পরিচারিকাকে ধর্ষণে অভিযুক্ত মেজর, দেখে ফেলায় স্বামীকেও খুন!

Image
পরিচারিকাকে 'ধর্ষণ'। দেখে ফেলায় মহিলার স্বামীকে খুন। এমনই অভিযোগ দায়ের হল দিল্লি ক্যান্টনমেন্টে কর্মরত সেনাবাহিনীর এক মেজরের বিরুদ্ধে। গত ১২ জুলাই এই ঘটনা ঘটলেও এতদিন ভয়ে অভিযোগ দায়ের করতে পারেননি বলে জানিয়েছেন ওই মহিলা। অভিযুক্ত মেজরের নাম মেজর গৌরব। অভিযোগপত্রে মহিলা জানিয়েছেন, মেজর গৌরব ওই রাতে তাঁর স্বামীকে কাজের অছিলায় বাইরে পাঠিয়ে দেন। এর পর তাঁর ঘরে যেতে বলেন তাঁকে। কিন্তু তিনি রাজি না হওয়ায় জোর করে টেনে হিঁচড়ে মেজরের ঘরে নিয়ে যাওয়া হয়। তার পর সেখানেই তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। মহিলা জানিয়েছেন, এর মধ্যেই তাঁর স্বামী চলে আসেন। তখনও মেজরের সঙ্গে তাঁর ধস্তাধস্তি চলছিল। তাঁর অভিযোগ, স্বামী বাধা দিলে তাঁকে প্রাণনাশের হুমকি দেন মেজর। পরে তাঁকে খুন করেন এবং আত্মহত্যা করেছেন বলে সবাইকে জানান। ঘটনার কথা জানালে তাঁকে খুনের হুমকি দেওয়া হয় বলেও দাবি ওই মহিলার। অভিযোগকারিণী মহিলার বছর দু'য়েকের একটি ছেলে রয়েছে। মাস তিনেক আগে স্বামী ও সন্তানের সঙ্গে মেজরের বাড়িতে কা যোগ দেন। মেজরের বাড়িতেই পরিচারিকাদের কোয়ার্টারে থাকতেন তাঁরা। মহিলা জানিয়েছেন, ওই ঘটনার পর কোনওক্রমে

আগামীকাল থেকে আর টোল দিতে হবে না বাইক এবং স্কুটার আরোহীদের

Image
কলকাতা:  পুজোর আগেই বাইক আরোহীদের জন্যে সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! এবার থেকে আর টোল দিতে হবে না বাইক এবং স্কুটার আরোহীদের। যদিও এই নিয়ম একমাত্র দ্বিতীয় হুগলী সেতুতেই কার্যকর হবে। আগামীকাল ১ অক্টোবর থেকে এই নিয়ম কার্যকরী হবে। নবান্নে এমনটাই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এহেন সিদ্ধান্তে বেশ খুশি বাইক আরোহীরা। কিন্তু কেন এমন সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পরেই দ্বিতীয় হুগলী সেতুর উপর চাপ বেড়েছে। কার্যত ভোররাত থেকে সেতুর উপর তৈরি হয়ে যায় যানজট। এর মধ্যে প্রায় কয়েক লক্ষ স্কুটার-বাইক সেতু পারপার করে। যার ফলে যানজট আরও তীব্র আকার নেয় বলেই মনে করছে রাজ্য প্রশাসন। আর তা কমাতেই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, প্রতিবার দ্বিতীয় হুগলি সেতু পার হতে ৫ টাকা করে টোল দিতে হত বাইকচালকদের। কিন্তু মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে আর তা লাগবে না। এমনকি বাইক পারপারের জন্যে আলাদা লেনও তৈরি করতে বলা হয়েছে। তবে এই টোল ফি মকুব করায় ৫ থেকে ৬ কোটি টাকা রাজস্ব ক্ষতি হবে রাজ্য সরকারের। ক

চিনা সমকামীদের অসুরক্ষিত যৌনতায় ছড়াচ্ছে ভয়ঙ্কর রোগ

Image
বেজিং:  এইচআইভি এবং এইডস সংক্রমণ ক্রমশ বাড়ছে লালচিনে। এমনটাই ভয়াবহ রিপোর্ট উঠে এসেছে। এভাবে এইডস এবং এইচআইভি সংক্রমণ হওয়া রোগীর সংখ্যা এভাবে বাড়তে থাকায় মাথায় বাজ ভেঙে পড়েছে চিনা স্বাস্থ্য দফতরের। সম্প্রতি চিনা স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন, সে দেশে এইচআইচভি ও এইডস আক্রান্তের সংখ্যা ১৪ শতাংশ বেড়ে গিয়েছে। এর মধ্যে ২০১৮ সালের দ্বিতীয় ত্রৈমাসিকেই নয়া ৪০ হাজার আক্রান্তকে চিহ্নিত করতে পেরেছে চিন প্রশাসন। বর্তমান পরিস্থিতিতে লালচিনে এইচআইভি ও এইডস আক্রান্তের সংখ্যা ৮ লক্ষ ২০ হাজার। যা কিনা যথেষ্ট চিন্তার কারণ হিসাবেই মনে করা হচ্ছে। এত দিন পর্যন্ত জানা ছিল যে সংক্রমিত রক্ত দেহে প্রবেশই চিনে এইচআইভি সংক্রমণের প্রধান কারণ। কিন্তু সম্প্রতি রিপোর্টে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, এই প্রক্রিয়ায় সংক্রমণ হওয়া প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু তার পরেও কী ভাবে এই বৃদ্ধি? স্বাস্থ্য আধিকারিকদের দাবি, চিনা সমকামী সম্প্রদায়ের মধ্যে অসুরক্ষিত যৌন সম্পর্কের জেরেই ছড়িয়ে পড়ছে এইচআইভি ও এইডস। চিনে সমকামিতা আইনত অপরাধ না হলেও অনেকেই এখনও গ্রহণ করতে পারেন না সমকামীদের। সামাজিক চাপে বহু পুরুষই নারীকে বিয়ে

জলের দরে অসাধারণ একটি স্মার্টফোন আনল এই সংস্থা

Image
সদ্য বাজারে এসেছে Oppo Realme C1৷ যেটি কঠিন প্রতিযোগিতায় ফেলবে আরও দুটি সেটকে, Xiaomi Redmi 6A ও Honor 7S৷ এমনটাই দাবি এক্সপার্টদের৷ তবে, এই প্রতিযোগিতার দায়ী অবশ্য সেটটির অত্যাধুনিক ফিচারস৷ যা গ্রাহকরা একেবারে পকেট-ফ্রেন্ডলি দামে পেয়ে যাবেন৷ স্মার্টফোনটিতে থাকছে ৬.২ ইঞ্চের ফুল স্ক্রিন ডিসপ্লে, আধুনিক প্রযুক্তির প্রসেসর ( Qualcomm Snapdragon 450 processor), পোট্রেট মোডের ডুয়েল রিয়ার ক্যামেরা (13MP+2MP) সহ অন্যান্য ফিচারস৷ সেটটিতে লঙ-লাস্টিং ব্যাটারির (4,230mAh)সুবিধা পাচ্ছেন ইউজাররা৷ সংস্থা দাবি করছে, ১৮ ঘন্টার মিউজিক, ১৫ ঘন্টার ভিডিও প্লেব্যাক, ১০ ঘন্টার গেমিং এবং ১৮ ঘন্টার ব্রাউজিংয়ের সুবিধা পাবেন ব্যবহারকারীরা৷ এছাড়াও, ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাও থাকছে৷ ২ জিবির Ram, ১৬ জিবির ইন্টারনাল স্টোরেজ গ্রাহক পাচ্ছেন একেবারে সস্তায়৷ এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ বাড়ানো যাবে ২৫৬ জিবি পর্যন্ত৷ স্মার্ট লুকের ফোনটিতে গ্রাহকরা পাবেন দুটি কালার অপশন, ডিপ ব্ল্যাক ও ব্লু৷ ২ জিবির Ram, ১৬ জিবির ইন্টারনাল স্টোরেজের Realme C1 এর দাম থাকছে ৬,৯৯৯ টাকা৷ আগামী ১১ অক্টোবর বেলা ১২ টায়

বিশ্বের সর্বপ্রথম 'উড়ন্ত ট্রেন' নিয়ে আসছে চিন

Image
বেজিং: এবার আকাশপথে উড়বে ট্রেন৷ বিমান ছাড়া এতদিন মানুষ রোপওয়ের মাধ্যমে আকাশপথ পরিভ্রমনের সুযোগ পেতেন৷ সেই সুযোগকেই আরও বাড়িয়ে সাধারণকে এক নতুন অভিজ্ঞতা দিতে চলেছে প্রতিবেশী রাস্ট্র চিন৷ পরিবহন প্রযুক্তিকে কাজে লাগিয়ে চিন নিয়ে আসছে 'Skytrain'৷ সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে, পূর্বচিনের শ্যানডং অঞ্চলের কিংডাওতে প্রাথমিকভাবে পরীক্ষা করা হয় এই নয়া ট্রেনটিকে৷ সাধারণ ভূগর্ভস্থ ট্রেনগুলির থেকে তিনগুণ বেশি ভাল পরিষেবা দিতে চলেছে এই 'Skytrain'৷ এমনটাই মনে করছেন চিনা ইঞ্জিনিয়াররা৷ আকাশপথে ট্রাফিক জ্যামের সমস্যাও অনেক কম থাকবে৷ ফলে, যাত্রীরা দ্রুত পৌঁছতে পারবেন গন্তব্যে৷ এছাড়া, ট্রেনটির নানাবিধ সুবিধা মার্কেটে ট্রেনটির চাহিদাকেও বাড়াবে অনেকাংশে৷ যা বাড়াবে বাণিজ্যিক লভ্যাংশকে, সমৃদ্ধ করবে দেশের আয়কে৷ যাত্রাপথের পাহাড়ঘেরা মনোরম পরিবেশ যাত্রীদের এক অন্যন্য অনুভূতি দেবে বলে মনে করছে কর্তৃপক্ষ৷ যাত্রীরা 'Skytrain'টির পরিষেবাটি পেতে চলেছেন সিআরআরসি কিংডাও সিফ্যাং কোম্পানি লিমিটেডের দৌলতে৷ ৫১০ জন যাত্রী একসঙ্গে চড়তে পারবেন ট্রেনটিতে৷ ঘন্টায় ৭০ কিমি বেগে দৌড়বে

প্রেমিকাকে উত্যক্ত করার শাস্তি, তিন বন্ধু মিলে কুপিয়ে মারল ছাত্রকে

Image
প্রেমিকাকে উত্যক্ত করার প্রতিশোধ হিসেবে প্রথমে অপহরণ। তার পর বন্ধুদের নিয়ে ছুরি দিয়ে কোপানো। তাতেই মৃত্যু হল ১৫ বছরের এক ছাত্রের। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে মৃত ছাত্র অভিযুক্ত তিন ছাত্রের বন্ধু।অভিযুক্ত তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের জেরায় অভিযুক্তরা জানিয়েছে, তাদের এক জনের প্রেমিকাকে বিরক্ত করত ওই ছাত্র। আর সে জন্যই তিন বন্ধু মিলে তাকে অপহরণ করে এবং খুন করে। ঘটনাটি ঘটেছে পটনার দানাপুর এলাকায়। নিহত ওই ছাত্রের নাম সত্যম। দশম শ্রেণির ছাত্র সে। পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার টিউশন থেকে বাড়ি ফেরার সময় তাকে অপহরণ করে বন্ধুরা। বাড়ি না ফেরায় সত্যমের পরিবারের তরফে থানায় যোগাযোগ করা হয়। এর পরই পুলিশ তদন্ত শুরু করে। ইতিমধ্যেই সত্যমের মুক্তিপণ চেয়ে ফোন আসে তার বাড়িতে। চাওয়া হয় ৫০ লাখ টাকার মুক্তিপণ। সত্যমের বাবা পেশায় হোমিওপ্যাথি চিকিৎসক। তদন্ত নেমে ফোন ট্যাপ করে সত্যমের তিন বন্ধুকে সন্দেহ হয় পুলিশের। তাদের গ্রেফতার করা হয়। ওই তিন বন্ধুকে জিজ্ঞাসাবাদ করতেই সামনে আসে পুরো বিষয়টি। শনিবার স্থানীয় আরপিএস কলেজের পিছন থেকে সত্যমের দেহ উদ্ধার করা হয়। জেরায় তারা সত্যমকে খুন করার বিষয়টি স্বীকা

ইন্দোনেশিয়ায় ১০ ফুটের ভয়ঙ্কর সুনামির গ্রাসে মৃত বেড়ে ৮৩২

Image
জাকার্তা: ভয়াবহ সুনামির গ্রাসে হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা। ৪৮ ঘণ্টার মধ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৩২। এখনও নিখোঁজ বহু মানুষ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার ইন্দোনেশিয়ার বুকে আছড়ে পড়ে সুনামি৷ সঙ্গে জোরালো ভূমিকম্প৷ রিখটার স্কেলে যার তীব্রতা ধরা পড়েছে ৭.৫৷ আর সুনামির জেরে ঢেউয়ের উচ্চতা ছিল ১০ ফুট পর্যন্ত। ফলে প্রবল জলোচ্ছ্বাসে কার্যত ভেসে গিয়েছে সমুদ্র তীরবর্তী অঞ্চল। ডোনগালার তালিসা বিচে শুক্রবার ধেয়ে আসে সেই সুনামি৷ মুহূর্তে ভাসিয়ে নিয়ে যায় সবকিছু৷ ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় সেই ভয়াবহতার বেশ কিছু ছবি, ফুটেজ ভাইরাল৷ আতঙ্কে মানুষের আর্তনাদ, সবছেড়ে প্রাণ বাঁচানোর জন্য ছুট, ত্রাহি ত্রাহি রব! ন্যাশনাল ডিজাসটার ম্যানেজমেন্ট এজেন্সির মুখপাত্র জানান, আহতদের সকলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ চিকিৎসা চলছে৷ এর আগে, আগস্ট মাসের প্রথমদিকেও ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত হয়ে পড়ে ইন্দোনেশিয়া৷ ২৯ জুলাই তীব্র ভূমিকম্পের কবলে পড়ে লোম্বক দ্বীপ৷ রিখটার স্কেলে এই ভূকম্পনের তীব্রতা ছিল ৬.৪ তখন ১২জনেরও বেশি মানুষ মারা যান৷

CBSE 10, 12 CBSE Exam 2019: আগামি বছর ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকেই শুরু হবে সিবিএসসি ১০, ১২ পরীক্ষা

Image
CBSE 10, 12 CBSE Exam 2019: CBSE ২০১৯ বোর্ড পরীক্ষা শুরু হবে আগামি বছর ফেব্রুয়ারি মাসে। আর কিছুদিনের মধ্যেই প্রকাশ করা হবে পরীক্ষার সম্পূর্ণ নির্ঘণ্ট। বুধবার পরীক্ষার্থীদের উদ্দেশ্যে এমনটাই জানানো হয়েছে সেন্ট্রাল বোর্ডের তরফে। ২০১৯-এর ফেব্রুয়ারী মাসের মাঝামাঝি সময়ে স্কিল এডুকেশন (ভোকেশনাল) এবং এই সংক্রান্ত বিষয়গুলির পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিবিএসসি বোর্ড। অন্যান্য  কলেজ এবং ইনিভার্সিটির ভর্তির তারিখের আগেই ফলাফল প্রকাশ করতে হবে সিবিএসসি বোর্ডকে। এমনটাই জানিয়েছে হাইকোর্ট। গত ১১ জুলাই, ২০১৮-তে দিল্লি হাইকোর্টের আদেশের পরই এই সিদ্ধান্তে আসে বোর্ড। মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভেদকরও এই নির্দেশ মেনে নেওয়ার আবেদন জানিয়েছেন দিল্লি বিশ্ববিদ্যালয় এবং সিবিএসসি বোর্ডকে। একটি মিডিয়া রিলিজে বোর্ড জানায়, ৪০টি ভোকেশনাল সাবজেক্ট ছাড়াও সিবিএসসির দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় থাকছে টাইপোগ্রাফি এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন (ইংরাজি), ওয়েব অ্যাপ্লিকেশন, গ্রাফিক্স, অফিস কমিউনিকেশনের মতো বেশ কিছু বিষয়ও। এই বিষয়গুলিতে কার্যত থিওরি পেপারের থেকেও বেশি থাকবে প্রাক্টিকাল ওয়ার্ক। বর্তমানে ডেটাশিটের অ

১৪৪,০০,০০,০০০ টাকা জরিমানা! টেসলা-র চেয়ারম্যান এলন মাস্কের ইস্তফা

Image
হংকং-এ একটি অনুষ্ঠানে ইলন মাস্ক। আর্থিক কেলেঙ্কারি মামলা দায়ের হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই মার্কিন গাড়ি প্রস্তুতকারী সংস্থা 'টেসলা'র চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ালেন এলন মাস্ক। তাঁকে২০ মিলিয়ন ডলার জরিমানা দিতে হবে। ভারতীয় মূদ্রায় যার মূল্য প্রায় ১৪৪,০০,০০,০০০ টাকা। সংস্থার শেয়ার হোল্ডার ও বিনিয়োগকারীদের ভুয়ো প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগে টেসলার বিরুদ্ধে মামলা দায়ের করে আমেরিকার অর্থনৈতিক তদারকি সংস্থা সিকিওরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। তার জেরেই মাস্ক পদত্যাগে বাধ্য হলেন বলে মনে করা হচ্ছে।টেসলাকেও অতিরিক্ত ২০ মিলিয়ন ডলার দেওয়ার নির্দেশ দিয়েছে এসইসি। মাস্কের বিরুদ্ধে মূল অভিযোগ, একাধিক বেনিয়ম করে চুক্তি করেছেন এবং সেই সম্পর্কে ক্রমাগত বিনিয়োগকারী ও শেয়ার হোল্ডারদের ভুল তথ্য দিয়ে গিয়েছেন। ফলে একদিকে যেমন সংস্থার শেয়ারের দাম লাগামছাড়া বেড়েছে, তেমনই বিনিয়োগকারীরাও আরও বেশি শেয়ার কিনেছেন সংস্থার। কিন্তু গোড়া থেকেই মাস্কের একাধিক চুক্তির দাবি ঘিরে সন্দেহ প্রকাশ করে এসইসি। শুরু হয় তদন্ত। সেই তদন্তে এলন মাস্কের বিনিয়োগ সংক্রান্ত একাধিক দাবি ভুয়ো বলে প্রাথমিক ভাবে প্রম

আন্তঃরাজ্য কিডনি পাচারে জড়িত মহিলা গ্রেফতার

Image
হাওড়া: আন্তঃরাজ্য কিডনি পাচার চক্রের পর্দা ফাঁস৷ কিডনি পাচারের ঘটনায় গ্রেফতার এক মহিলা৷ হাওড়ার জগাছা থানা এলাকা থেকে ওই মহিলাকে গ্রেফতার করে উত্তরাখণ্ড পুলিশ ও হাওড়া সিটি পুলিশের যৌথ টিম৷ ধৃতের নাম চন্দনা গুড়িয়া(৪৪)৷ শনিবার রাতে হাওড়ার জগাছা জিআইপি কলোনি থেকে ওই মহিলাকে গ্রেফতার করা হয়৷ আজ রবিবার ধৃতকে হাওড়া কোর্টে তোলা হবে৷ জানা গিয়েছে, ওই মহিলা ভিন রাজ্যে কিডনি পাচারের সঙ্গে জড়িত৷ গত বছর হাওড়ার জগাছা থেকে দুই ডোনারকে সঙ্গে নিয়ে হরিদ্বারে যান ওই মহিলা৷ তাদের কিডনি বিক্রি করা হয়েছিল সেখানে৷ তদন্তে নেমে উত্তরাখণ্ডের পুলিশ চন্দনার হদিশ পায়৷ এরপর হাওড়া সিটি পুলিশের সাহায্যে তাকে গ্রেফতার করা হয়৷ রবিবার চন্দনাকে হাওড়া আদালতে তোলা হবে৷ তাকে ট্রানজিট রিমান্ডে উত্তরাখণ্ড নিয়ে গিয়ে জেরা করবে পুলিশ৷ ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০, ৩৭০, ৩৪২, ১২০বি এবং অন্যান্য বেশ কিছু ধারায় মামলা দায়ের করা হয়েছে৷

২০২২ সালের মধ্যে শিক্ষাক্ষেত্রে ১ লক্ষ কোটি টাকা

Image
২০২২ সালের মধ্যে কেন্দ্রীয় সরকারের লক্ষ্য হবে ১ লক্ষ কোটি টাকা শিক্ষাক্ষেত্রে খরচ করা। এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে মোদি বলেন, '‌শিক্ষাক্ষেত্রে ভারতের ইতিহাসের সুপ্রাচীন ঐতিহ্য রয়েছে। নালন্দা, তক্ষশীলা, বিক্রমশীলার মতো শিক্ষাপ্রতিষ্ঠান দেশকে গৌরবান্বিত করেছে। আমাদেরও সেই পথে এগোতে হবে।'‌ নিজের ভাষণে বাবাসাহেব আম্বেদকর, দীনদয়াল উপাধ্যায় এবং রামমনোহর লোহিয়াদের উচ্ছ্বসিত প্রশংসা করেন মোদি। তিনি বলেন, '‌আমাদের গোটা শিক্ষাব্যবস্থাতেই বিপ্লব আনতে হবে। মহাপুরুষদের দেখানো পথে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। দেশের উন্নয়নে সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে। সেই কারণেই সরকার ২০২২ সালের মধ্যে শিক্ষাক্ষেত্রে ১ লক্ষ কোটি টাকা খরচ করার পরিকল্পনা করেছে।'‌ মোদি আরও বলেন, শিক্ষাক্ষেত্রে শুধু শেখাই নয় উদ্ভাবনী শক্তিরও বিকাশ ঘটাতে হবে। পড়ুয়াদের মধ্যে উদ্ভাবনী শক্তির বিকাশ না হলে কোনওমতেই দেশ এগোবে না।'‌ এই শিক্ষা আন্দোলনে ইউজিসি, এআইসিটিই, এআইসিটিই, ইগনু, জেএনইউ–এর মতো বড় শিক্ষাসংগঠনগুলোকে সামিল করা হবে।

এবার আরও সহজ হচ্ছে প্যান-কার্ড তৈরি! কীভাবে জানুন

Image
নয়াদিল্লি: আগের তুলনায় সহজ হচ্ছে প্যান (পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার ) কার্ড পাওয়া৷ কারণ এখন আর আদেবনের সময়  কাউকে একগুচ্ছ পরিচয়পত্র জমা দেওয়ার দরকার হবে না৷ সংশ্লিষ্ট ব্যক্তির ভোটার কার্ড (এপিক ) অথবা আধার কার্ডই তাঁর পরিচয়পত্র হিসাবে গণ্য করা হবে৷ এ বিষয়ে সম্প্রতি একটি নির্দেশিকা দিয়েছে আয়কর দফতরের সর্বোচ্চ নীতি নির্ধারণকারী কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ (সিবিডিটি )৷ ওই নির্দেশিকা অনুসারে প্যান কার্ড পেতে সংশ্লিষ্ট ব্যক্তির  ভোটার কার্ড এবং আধার কার্ড বয়সের প্রমাণ হিসাবে গণ্য হবে৷ বর্তমানে এই দুই সচিত্র পরিচয়পত্র সংশ্লিষ্ট ব্যক্তির পরিচিতি এবং তাঁর বসবাসের ঠিকানার প্রমাণ হিসাবে গৃহীত হত , বয়সের প্রমাণ হিসাবে নয়৷ আয়কর দফতরের এক শীর্ষ আধিকারিক  জানান, নতুন নির্দেশিকায় খুব সহজভাবে এটাই জানানো হয়েছে যে এখন থেকে এপিক বা আধারের কোনও একটি থাকলেই সংশ্লিষ্ট ব্যক্তি প্যান কার্ড পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন৷ এই দুই পরিচয়পত্র সংশ্লিষ্ট ব্যক্তির পরিচিতি , ঠিকানা এবং জন্ম তারিখের প্রমাণ হিসাবে গ্রাহ্য হবে৷ এর ফলে প্যান কার্ড পাওয়ার জন্য যে কষ্টকর প্রক্রিয়ার মধ্যে দিয়ে গ্রাহকদের যেতে হত তার

বড়সড় সিদ্ধান্ত মমতা সরকারের! সুবিধা পেতে পারেন আপনিও।

Image
কলকাতা: দেশের মধ্যে প্রথম এই রাজ্যেই অনলাইন পেমেন্ট করা শুরু করল সরকার৷‌ ২০১৪-১৫ অর্থবর্ষের শেষে সমস্ত আর্থিক লেনদেন অনলাইনে করেছে রাজ্য প্রশাসন৷‌ অর্থ দফতরের এক আধিকারিকের কথায় রিজার্ভ ব্যাঙ্কের সহায়তা নিয়ে এই আধুনিক পেমেন্ট ব্যবস্থা শুরু করল রাজ্য সরকার৷‌ সরকারি কর্মীদের বেতন, পেনশন, প্রভিডেন্ট ফান্ড থেকে শুরু করে সমস্ত আর্থিক সুবিধা অনলাইনেই দেওয়া শুরু হয়েছে৷‌ ঠিকাদার কন্ট্রাক্ট-সহ যে সমস্ত সংস্থা পরিকাঠামো তৈরির কাজ করে থাকে তাদেরও এই নতুন পদ্ধতিতে পেমেন্ট করা হচ্ছে৷‌ শুধু তাই নয় যুবশ্রী, কন্যাশ্রীর মতো সমস্ত সহায়তা প্রদান প্রকল্প অনলাইনের মাধ্যমে সরাসরি সুবিধা প্রাপকের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে৷‌ এর ফলে যেমন আর্থিক কেলেঙ্কারি, দুর্নীতির সম্ভাবনা কমছে৷‌ তেমনি পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে সময় কম লাগছে৷‌ বিশেষ করে পরিকল্পনা বহির্ভূত খাতে পেমেন্ট পেতে হলে প্রাপককে বিল জমা দিতে হত ট্রেজারিতে৷‌ সেখানে বিল পাস হওয়ার পর ড্রয়িং অ্যান্ড ডিসবার্সমেন্ট অফিসার (ডি ডি ও) কাছে পাঠানো হত৷‌ তিনি চেক হাতে পেলে প্রাপকদের খবর দিতেন৷‌ তারা এসে চেক নিয়ে জমা দিয়ে তবে টাকা পেতেন৷‌ এর ফলে পেমেন্ট পাওয়া যেমন

মেরে ফেলতে পারে ৫০ লাখ মানুষকে, ইন্দোরে বাজেয়াপ্ত ৯ কেজি ফেন্টানাইল

Image
ডাইরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্সের অভিযানে ইন্দোরে বাজেয়াপ্ত হল ৯ কেজি রাসায়নিক। ভয়ঙ্কর ক্ষমতাধর এই রাসায়নিকের নাম ওপিয়েড ফেন্টানাইল। শহরের এক বেআইনি গবেষণাগার থেকে উদ্ধার হল ওই বিপুল পরিমাণ প্রাণঘাতী রাসায়নিক। বিশেষজ্ঞদের মতে ওই ৯ কেজি রাসায়নিক মেরে ফেলতে পারে ৫০ লাখ মানুষকে। ফলে এই রাসায়নিক কোনও নাশকতার কাজে লাগানো হতো কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী ওই গবেষণাগারটি চালাতেন এক ব্যবয়ায়ী ও এক পিএইচডি স্কলার। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক মেক্সিকোর নাগরিককেও। এর আগে দেশে একসঙ্গে এত পরিমাণ ফেন্টানাইল বাজেয়াপ্ত হয়নি। বাজারে ওই ফেন্টানাইলের দাম ১১০ কোটি টাকা। ডাইরেক্টরেট অব রেভিনউ ইন্টেলিজেন্সের এক আধিকারিক টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন, হেরোইনের থেকে ৫০ গুণ ও মরফিনের থেকে ১০০ গুণ বেশি ক্ষমতাধর এই ফেন্টানাইল। একজন মামনুষের মৃত্যুর জন্য মাত্র ২ মিলিগ্রাম ফেন্টানাইল-ই যথেষ্ঠ। কোনও প্রশিক্ষিত বিশেষজ্ঞ ও উন্নত মানের ল্যাবরেটরি ছাড়া ফেন্টানাইল তৈরি করা যায় না। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি হিসেব অনুযায়ী, ২০১৬ সালে এই ফেন্টানাইলের মাত্রাতিরিক্ত প্রয়োগে ২০,০০০ মানুষে

আজ বিকেল ৪:১০ পর্যন্ত বন্ধ শিয়ালদহ-বজবজ লোকাল ট্রেন চলাচল

Image
আজ প্রায় সারাদিনই বন্ধ থাকবে শিয়ালদহ দক্ষিণ শাখায় শিয়ালদহ-বজবজ লোকাল ট্রেন চলাচল। রেল দপ্তর থেকে একথা জানানো হয়েছে। নিউ আলিপুর ও মাঝেরহাট রেল স্টেশনের মধ্যে তৈরি হবে নতুন লেভেল ক্রসিং। তার জন্যই পাওয়ার ব্লক থাকবে। তার জন্যই শনিবার রাত থেকে রবিবার বিকেল পর্যন্ত বন্ধ রাখা হয়েছে শিয়ালদহ-বজবজ শাখায় ট্রেন চলাচল।    শনিবার মাঝেরহাট এবং নিউ আলিপুর স্টেশনের মধ্যে লেভেল ক্রসিং তৈরির জন্য সকাল থেকেই রেলের কর্মীরা ওভারহেড তারের সঙ্গে বিদ্যুতের খুঁটির সংযোগ বিচ্ছিন্ন করার কাজ শুরু করেন। 'ইনস্পেকশন কার'-এর ছাদে চেপে ওই কাজ করতে দেখা যায় তাঁদের। রেল সূত্রে খবর, মূল কাজ শুরু হয়েছে রাত থেকে। যার জন্য শিয়ালদহ-বজবজ শাখায় ১৮ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকছে। যার জেরে ব্যাহত চক্ররেল পরিষেবাও। বিদ্যুতের খুঁটির স্থান পরিবর্তনের পাশাপাশি ট্রেনের লাইন পরিবর্তনের ক্রসিং পয়েন্টও বদলানো হবে। পূর্ব রেলের তরফে জানানো হয়, শনিবার রাত ১০:১০ মিনিট থেকে রবিবার বিকেল ৪:১০ মিনিট পর্যন্ত শিয়ালদহ ও বজবজের মধ্যে ট্রেন চলাচল বন্ধ থাকবে। রবিবার মোট ষোলো জোড়া শিয়ালদহ-বজবজ লোকাল বাতিল করা হয়েছে। এর ফলে যাত্রী সাধারণের অসুব

স্ত্রীয়ের প্রেমিককে ঘরে ডেকে পুরুষাঙ্গ কেটে দিলেন স্বামী

Image
নবদ্বীপঃ  স্ত্রীর বিবাহ বহির্ভুত সম্পর্কের জের! স্ত্রীর প্রেমিককে ডেকে তার পুরুষাঙ্গে ব্লেড চালিয়ে দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে। নবদ্বীপের মাঝেরচর দক্ষিণপাড়ায় ওই ঘটনার পর তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ইতিমধ্যে নবদ্বীপ থানায় অভিযোগ দায়ের করেন জখম মনফুল শেখের স্ত্রী বরকত বিবি। পুলিশ ইতিমধ্যে ১ জনকে গ্রেফতার করেছে। তবে মূল অভিযুক্ত মমতাজ বিবি ও তার স্বামী আনোয়ার মণ্ডল পলাতক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মহিশূরা গ্রাম পঞ্চায়েতের মাঝেরচড়া দক্ষিণপাড়ার মমতাজ বিবির সঙ্গে প্রতিবেশী যুবক মনফুলের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল অনেক দিন ধরে। ওই বধূর স্বামী আনোয়ার, কর্মসূত্রে বাইরে থাকায় মনফুল প্রতিদিন রাতে মমতাজের বাড়ি আসত বলে অভিযোগ। কয়েক দিন আগে ঘটনার কথা জানতে পারে মমতাজের স্বামী। এরপর বৃহস্পতিবার গভীর রাতে স্ত্রীকে দিয়ে ওই যুবককে ফোনে ডেকে পাঠান নিজের বাড়িতে। বধূর স্বামী যে ফাঁদ পেতেছে, ঘুণাক্ষরে তা বুঝতে পারেননি ওই যুবক। সরল বিশ্বাসে ঘরে ঢোকার পর হাত-পা বেঁধে তাঁর পুরুষাঙ্গে আনোয়ার ব্লেড চালায় বলে অভিযোগ। এরপর লোক জানাজানির ভয়ে রক্তাক্ত অবস্থা

খড়দহে ট্রেনে কাটা পড়ে মৃত্যু দম্পতির

Image
আশারুল শেখ (২২) ও গান্ধীরা বিবি (২০) রাতে রেললাইনের ধারে বসে থাকা ঠিক নয়। বারবার নবদম্পতি ভাড়াটেকে সেটা বুঝিয়ে ঘরে ঢুকিয়ে দিয়েছিলেন বাড়িওয়ালা। কিন্তু গভীর রাতে প্রতিবেশীদের চেঁচামেচিতে তিনি বেরিয়ে দেখলেন রেললাইনের ধারে রক্তাক্ত অবস্থায় পড়ে ওই দম্পতিরই নিথর দেহ। শুক্রবার ঘটনাটি ঘটেছে খড়দহ ও টিটাগড় স্টেশনের মাঝে। এটি দুর্ঘটনা না আত্মহত্যা তা খতিয়ে দেখেছে পুলিশ। রেলপুলিশ সূত্রের খবর, মৃতদের নাম আশারুল শেখ (২২) ও গান্ধীরা বিবি (২০)। তাঁরা আদতে মুর্শিদাবাদের বাসিন্দা। দিন পাঁচেক আগে ওই রেললাইনের ধারে আশিস কলোনিতে ভাড়া এসেছিলেন তাঁরা। আশারুল রাজমিস্ত্রির কাজ করতেন এবং গান্ধীরা স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে সাফাইকর্মীর কাজ নিয়েছিলেন।  স্থানীয় সূত্রের খবর, মুর্শিদাবাদের আর এক বাসিন্দা ফজিলা বিবিও ওই কলোনিতে থাকেন। তাঁর মাধ্যমেই ওই দম্পতি আশিস কলোনিতে এসে শান্তি সমাদ্দারের একটি ছোট ঘর ভাড়া নিয়েছিলেন। প্রতিবেশীরা জানাচ্ছেন, প্রতিদিন রাতে খাওয়াদাওয়ার পরে রেললাইনের ধারে বসে গল্প করতেন, মোবাইলে গান শুনতেন ওই দম্পতি। কয়েক ঘণ্টা কাটানোর পরে ঘরে ফিরে যেতেন। তেমনই শুক্রবার রাতেও খড়দহ-টিটাগড়

‘সুইসাইড নোট’ লিখে খুন, যাবজ্জীবন প্রেমিকা ও তার দাদার

Image
গৌরব মণ্ডল ও তপতী 'সুইসাইড নোট' লিখে ফেলেছিল ছেলেটি। তাতে বলে গিয়েছিল, প্রেমিকা, তার দাদা এবং আরও দু'জনের জন্য সে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। আত্মহত্যা অবশ্য করতে হয়নি। তার আগেই প্রেমিকা আর তার দাদা কীটনাশক খাইয়ে, মারধর করে মেরে ফেলে ছেলেটিকে। 'সুইসাইড নোট' উদ্ধার হয় পলাশ চক্রবর্তী নামে বছর সতেরোর ছেলেটির মৃত্যুর পরে। গাইঘাটার ওই ঘটনায় যাবজ্জীবন সাজা হয়েছে তরুণী ও তার দাদার। শনিবার বনগাঁ মহকুমা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক (ফাস্ট ট্র্যাক-২)  অসীমকুমার দেবনাথ ওই নির্দেশ দিয়েছেন। পুলিশ জানায়,  সাজাপ্রাপ্তদের নাম গৌরব মণ্ডল ও তপতী মণ্ডল। বাড়ি গাইঘাটার দেবীপুরে। পলাশও থাকত সেখানেই। ঘটনাটি ২০১০ সালের ১৫ জুলাইয়ের। মামলার সরকারি আইনজীবী সমীর দাস জানিয়েছেন, পলাশের সঙ্গে তপতীর প্রেমের সম্পর্ক ছিল। তপতী তখন গোবরডাঙা হিন্দু কলেজের প্রথম বর্ষের ছাত্রী। বয়স আঠারো। চাঁদপাড়া বাণী বিদ্যাবিথী স্কুলে একাদশ শ্রেণিতে পড়ত পলাশ। পুলিশ জানিয়েছে, বছর তিনেক ধরে পলাশের সঙ্গে সম্পর্ক ছিল তপতীর। ওই তরুণীর দাদার সঙ্গে যোগাযোগের সূত্রে তাদের বাড়িতে যাতায়াত ছিল পলাশের। সেই সূত্রেই এক বছ

শিক্ষার বিকাশের জন্য প্রয়োজন উদ্ভাবনী শক্তি: নরেন্দ্র মোদী

Image
"সব ক্ষেত্রেই উদ্ভাবন ভীষণ জরুরি, কারণ এই বিষয়টি ছাড়া জীবনকে বোঝা মনে হয়।" শনিবার দিল্লির বিজ্ঞান ভবনে শিক্ষা সংক্রান্ত এক সম্মেলনে যোগ দিতে গিয়ে এমনটাই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এ দিনের সম্মেলনে উপস্থিত ছিলেন মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাবড়েকর সহ ৩৫০টি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, উপাচার্য, এবং সহ উপাচার্যরা । এ দিন স্বামী বিবেকানন্দ, আম্বেদকরের মতো একাধিক মনিষীদের উদাহরণ দিয়ে মোদী বলেন, "শিক্ষার পাশাপাশি উদ্ভাবনী ক্ষমতার উপরেও জোর দিতে হবে আমাদের৷ উচ্চশিক্ষা, উচ্চ বিচার, উচ্চ আচারের সঙ্গে সমাজের বিভিন্ন সমস্যারও সমাধান করা দরকার৷ সেই সমস্যা উপলব্ধি করা দরকার৷" পাশাপাশি অনুষ্ঠানে নালন্দা, তক্ষশীলা, বিক্রমশীলার মত প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠানের উদাহরণ টেনে তিনি বলেন, "শিক্ষার লক্ষ্যই হল সর্বক্ষেত্রে বিকাশ৷ আর সেই বিকাশ উদ্ভাবনী শক্তি ছাড়া কোনওভাবেই সম্ভব নয়৷" এদিন মোদী আরও বলেন, "শিক্ষা ক্ষেত্রে উন্নতি সাধনের জন্য, শিক্ষার পরিকাঠামো এবং শিক্ষা ব্যবস্থাকে পুনরায় ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে।" তিনি জানান, "স্কুল কল

আজও দাম বাড়ল পেট্রল ও ডিজেলের

Image
নয়াদিল্লি: আবারও উর্ধ্বমুখী জ্বালানির দাম৷ রবিবার লিটার পিছু পেট্রল ও ডিজেলের দাম বাড়ল যথাক্রমে ৯ ও ১৬ পয়সা৷ এদিন সকাল হতেই জ্বালানির নয়া দাম ঘোষণা তেল কোম্পানিগুলির৷ ফলে আরও মহার্ঘ পেট্রল ও ডিজেল৷ শনিবার রাজধানী দিল্লিতে পেট্রলের দাম ছিল ৮৩.৪০ টাকা প্রতি লিটার৷ ডিজেলের সেখানে দাম দাঁড়িয়েছিল লিটার প্রতি ৭৪.৬৩ টাকায়৷ রবিবার পেট্রলের দাম ৯ পয়সা বেড়ে হয় ৮৩.৪৯ টাকা৷ ডিজেলের দাম বেড়ে হয় ৭৪.৭৯ টাকা৷ পেট্রলের দাম এদিন রেকর্ড মাত্রা ছুঁয়েছে বানিজ্য নগরীতে৷ মুম্বইয়ে শনিবার লিটার প্রতি পেট্রলের দাম যেখানে ছিল ৯০ টাকা ৭৫ পয়সা৷ সেখানে এদিন ৯ পয়সা দাম বেড়ে হয় ৯০.৮৪ টাকা৷ ডিজেল দাম ছিল ৭৯.২৩ পয়সা প্রতি লিটার৷ রবিবার ১৭ পয়সা দাম বেড়ে হয় ৭০.৪০ টাকা৷ ক্রমবর্ধমান পেট্রল, ডিজেলের দাম৷ আর তা নিয়ে রোজই মোদী সরকারকে নিশানা করছে বিরোধী শিবিরগুলি৷ বিশ্ববাজারে অশোধিত তেলের দাম বেড়ে যাওয়ায় এ দেশের পেট্রোপণ্যের বাজারে এই মূল্যবৃদ্ধি বলে দাবি ওয়াকিবহাল মহলের৷ জ্বালানির দামবৃদ্ধির প্রভাব পড়েছে বাজারেও৷ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে৷ বাস মালিকরা আবারও ভাড়া বাড়ানোর দাবি তুলছেন৷ আর

সোপিয়ানের পুলিশ স্টেশনে জঙ্গি হামলা, শহিদ পুলিশ

Image
শ্রীনগর: পুলিশ স্টেশন লক্ষ্য করে জঙ্গি হামলা৷ শহিদ হলেন এক পুলিশ কর্মী৷ সংবাদসংস্থা এএনআই জানিয়েছে এই খবর৷ রবিবার সকালে জম্মু কাশ্মীরের সোপিয়ানের একটি থানায় গ্রেনেড হামলা করে জঙ্গিরা৷ গ্রেনেড হামলার পরই এলোপাথারি গুলি ছুঁড়তে শুরু করে তারা৷ সন্ত্রাসবাদীদের হামলায় এক উর্দিধারী গুরুতর জখম হয়৷ সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে৷ সেখানেই মৃত্যু হয় ওই পুলিশ কর্মীর৷ এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী, হামলার পরই পালিয়ে যায় জঙ্গিরা৷ হামলার নেপথ্যে উঠে আসছে হিজবুল জঙ্গি সংগঠনের নাম৷ ইতিমধ্যে জঙ্গিদের খোঁজে এলাকা ঘিরে ফেলা হয়েছে৷ শুরু হয়েছে চিরুনি তল্লাশি৷

ছাত্রীকে শ্লীলতাহানি, গ্রেফতার প্রধান শিক্ষক

Image
বারাকপুর: শিক্ষা প্রতিষ্ঠানে ফের ছাত্রীদের শ্লীলতাহানি করার অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধে৷ এই ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়াল বীরভূমের নলহাটি থানার বানিওড় এ কে হাইস্কুলে। সকাল থেকে অভিযুক্ত প্রধান শিক্ষককে অফিস ঘরে ঢুকে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা। পড়ুয়াদের সঙ্গে আন্দোলনে যোগ দেন অভিভাবকরাও৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে হয় পুলিশকে৷ কিন্তু তাতে আরও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি৷ পুলিশ প্রধান শিক্ষককে উদ্ধার করতে গেলে স্কুলে ভাঙচুর চালায় ছাত্রছাত্রীরা৷ পরে পুলিশ প্রধান শিক্ষককে গ্রেফতার করলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। পড়ুয়াদের একাংশের অভিযোগ, প্রধান শিক্ষক আশিস কুমার মণ্ডল বেশ কিছু দিন থেকে বিভিন্ন ক্লাসের ছাত্রীদের সঙ্গে শ্লীলতাহানি করতেন৷ দিন দুয়েক আগে ফের স্কুলের এক সপ্তম শ্রেণির ছাত্রীর সঙ্গেও শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। ওই ছাত্রী বিষয়টি বাড়িতে জানায়। এরপরেই শনিবার সকাল থেকে স্কুলে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা। প্রধান শিক্ষককে অফিস ঘরে ঢুকিয়ে বিক্ষোভ দেখাতে থাকে তারা। ছাত্রছাত্রীদের সঙ্গে আন্দোলনে সামিল হন অভিভাবকরা। উত্তেজনা চরমে উঠলে স্কুলে যায় নলহাটি থানার পুলিশ। পুলিশ শিক্ষককে উ

দুর্গাপুজোয় উপহার দিন এই স্মার্টফোনগুলি

Image
সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দূর্গোৎসব। এই সময় উপহারের ডালি নিয়ে আসেন প্রিয়জনেরা। বাঙালির দূর্গাপুজোর একটা বড় অংশ জুড়ে থাকে উপহার। এবার পুজোর ঠিক আগেই লঞ্চ হয়েছে একাধিক স্মার্টফোন। তাই নিজের বা প্রিয়জনের জন্য এবার পুজোয় স্মার্টফোন কেনার পরিকল্পনা থাকলে চোখ রাখুন এই প্রতিবেদনে। Realme 2 দাম শুরু ৮,৯৯০ টাকা থেকে Realme 2 তে রয়েছে একটি ৬.২ ইঞ্চি HD+ ডিসপ্লে। Realme 2 এর ডিসপ্লের উপরে একটি কালো নচ থাকবে। কোম্পানি জানিয়েছে এই প্রথম ভারতে দশ হাজার টাকার নীচে কোন ফোনের ডিসপ্লেতে নচ ডিজাইন থাকবে। Realme 2 এর ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৯:৯। Realme 2 এর ভিতরে থাকবে একটি Snapdragon 450 চিপসেট। এর সাথেই থাকবে 3GB/4GB RAM আর 32GB/64GB স্টোরেজ। microSD কার্ডের মাধ্যমে Realme 2 ফোনের স্টোরেজ 256GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে। Realme 2 ফোনের পিছনে একটি ডুয়াল ক্যামেরা সেট আপ থাকবে। এই ক্যামেরায় একটি ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার থাকবে।। এর সাথেই থাকবে একটি ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সার। ছবির ডেপ্ত মাপার জন্য এই সেকেন্ডারি সেন্সার ব্যবহার হবে। এর সাথেই ফোনের পিছনে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। সেলফি

বিবেকের পরিবারের দাবি মেনে নিল যোগী সরকার, ২৫ লক্ষ টাকার ক্ষতিপূরণ ঘোষণ

Image
বিবেক তিওয়ারি হত্যাকাণ্ডের মৃতের পরিজনদের সমস্ত দাবিদাওয়া মেনে নিল যোগী সরকার। বিবেক তিওয়ারির পরিবারকে ২৫ লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে জেলাপ্রশাসন। এমনকি পরিজনরা ঘটনার সিবিআই তদন্ত চাইলেও রাজি সরকার।  বলে রাখি, তাঁদের তিনটি দাবি রয়েছে বলে জানিয়েছিলেন বিবেকের ভাই। সিবিআই তদন্ত, বিবেকের স্ত্রীকে চাকরিও ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে সাক্ষাতের দাবি করেছিলেন তিনি। মুখ্যমন্ত্রী না আসলে বিবেকের দেহ নিয়ে মুখ্যমন্ত্রী আবাসে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি। মুখ্যমন্ত্রী দেখা করতে আসবেন কিনা, এব্যাপারে এখনও কোনও খবর মেলেনি।  উত্তরপ্রদেশ পুলিসের বিরুদ্ধে কারণ-অকারণে গুলি চালানোর অভিযোগ উঠেছে। বেশ কয়েকটি এনকাউন্টারের ঘটনাও ঘটেছে। এনিয়ে ইতিমধ্যেই কঠাগড়ায় উত্তরপ্রদেশ সরকার। তবে বিবেক হত্যাকাণ্ডে যোগী আদিত্যনাথ দাবি করেছেন, ''এই ঘটনাটি এনকাউন্টার নয়। তদন্ত হবে। দরকারে সিবিআইকে দিয়েও তদন্ত করানো হবে''। মুখ্যমন্ত্রীর সুরেই উত্তরপ্রদেশ পুলিসের ডিজিপি ওপি সিংয়ের বক্তব্য,''ঘটনাটি খুনের। অভিযুক্ত পুলিস কর্মীকে বরখাস্ত করা হবে। এই ধরনের ঘটনা বরদাস্ত করব না

স্বামীর সঙ্গে সম্পর্ক নেই, কলেজের সহপাঠীর সঙ্গে 'পরকীয়া', পরিণতি হল মর্মান্তিক

Image
পরকীয়া অপরাধ নয়। জানিয়েছে খোদ সুপ্রিম কোর্ট। কিন্তু সেই পরকীয়ার জন্যই খুন হয়ে গেলেন এক যুবক। বিবাহিত মহিলার সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হল এক যুবককে। রেল লাইনের ধার থেকে উদ্ধার হল যুবকের রক্তাক্ত দেহ। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার গোয়ালাডিতে। মৃতের নাম ললিত মাহাত। পুরুলিয়ার কোটশিলার চয়াডি গ্রামে বাড়ি ললিতের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক বিবাহিত মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন ললিত। গোয়ালডি গ্রামের বাসিন্দা অশ্বিনী গোপ। অভিযোগ, অশ্বিনী গোপের মেয়ে পদ্মাবতীর সঙ্গেই প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল ললিতের। মাত্র ১২ বছর বয়সে বিয়ে হয়েছিল পদ্মাবতীর। দুই সন্তানও হয়। কিন্তু তারপরই দাম্পত্য কলহ। সম্পর্কে চিড়। পদ্মাবতীকে বাপের বাড়িতে রেখে চলে যায় তাঁর স্বামী। বছর চারেক ধরে সেই থেকে বাপের বাড়িতেই আছেন পদ্মাবতী। এদিকে, কলেজে পড়ার সময়ই ললিতের সঙ্গে আলাপ হয়েছিল পদ্মাবতীর। বাপের বাড়িতে ফিরে আসার পর ফের ললিতের সঙ্গে সম্পর্ক দানা বাঁধে পদ্মাবতীর। ইতিমধ্যে ললিতেরও বিয়ে হয়েছে। এক সন্তানও আছে। কিন্তু পদ্মাবতীর কাছে সেকথা গোপন করে যান ললিত। ধীরে ধীরে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে

পৃথিবীর ষষ্ঠ উচ্চতম চো ইউ শৃঙ্গে পা রাখলেন পর্বতারোহী দীপঙ্কর ঘোষ

Image
দীপঙ্কর ঘোষ পর্বতারোহী দীপঙ্কর ঘোষের মুকুটে যুক্ত হল আরও একটি পালক। শুক্রবার চিনা স্থানীয় সময় দুপুর ২ টো ৪৫ মিনিটে দীপঙ্কর এবং দলের সহ অভিযাত্রীরা পা রাখেন চো ইউ শৃঙ্গে। আগস্টের শুরুতে নেপালের উদ্দেশ্যে রওনা দেওয়া আন্তর্জাতিক পর্বতারোহী দলে দীপঙ্কর ঘোষ ছিলেন একমাত্র ভারতীয়। নেপাল-চিন সীমান্তে চো ইউ (৮১৮৮ মিটার)  শৃঙ্গ ছুঁয়ে অভিযাত্রী দল আপাতত  ক্যাম্প-২ এ ফিরেছেন। শনিবার বিকেলের মধ্যে তাঁদের অ্যাডভান্স বেস ক্যাম্প ফেরার পরিকল্পনা রয়েছে। দলের সব সদস্য সুস্থ আছেন বলে জানিয়েছেন দীপঙ্করবাবুর ঘনিষ্ঠ বন্ধু শ্রী রাজীব পাল। দীপঙ্কর ঘোষের এ বছরের চো ইউ অভিযানের প্রাথমিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিল শ্রীরামপুরের সংস্থা 'অঙ্গন ছাড়িয়ে"। হাওড়ার বেলানগর নিবাসী দীপঙ্কর ঘোষ এই নিয়ে ছ'টি আট হাজারি শৃঙ্গ জয় করলেন, এভারেস্ট, লোৎসে, কাঞ্চনজঙ্ঘা, মানাসলু এবং ধৌলাগিরি। এছাড়া দেশের মধ্যে নানা সফল অভিযান করেছেন। এদের মধ্যে গঙ্গোত্রী, ভাগীরথী-২, চন্দ্রভাগা ১৩-১৪, কেদারনাথ, কেদারডোম উল্লেখযোগ্য। প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৭ সালের ধৌলাগিরি অভিযানে তুষারক্ষত (ফ্রস্ট বাইট)য় গুরুত্বর জখম হয় দীপঙ্করবাবুর হাতের

সাহিত্য বাদ নোবেলে, সঙ্কটে অ্যাকাডেমি

Image
সাহিত্যকে বাদ রেখেই আগামী ১ অক্টোবর থেকে শুরু হবে নোবেল পুরস্কার ঘোষণা। তার আগেই নোবেল ফাউন্ডেশনের প্রধান লার্স হেইকেনস্টেন বলেছেন যে, যৌন কেলেঙ্কারি নিয়ে তোলপাড়ের পরে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি নিজেদের বিশ্বাসযোগ্যতা ফেরাতে পদক্ষেপ না-করলে নোবেল সাহিত্য পুরস্কার দেওয়ার ক্ষমতা তাদের হাত থেকে বরাবরের মতো কেড়ে নিয়ে অন্য কোনও সংগঠনকে দেওয়া হতে পারে।  ১৯০১ থেকে নোবেল সাহিত্য পুরস্কার দেয় সুইডিশ অ্যাকাডেমি। শেষ বার পুরস্কার ঘোষণায় ছেদ পড়েছিল ১৯৪৯ সালে। এ বার তার পুনরাবৃত্তির নেপথ্যে 'মিটু' আন্দোলনের ঝড়। অ্যাকাডেমির প্রাক্তন সদস্য, কবি ক্যাটরিনা ফ্রস্টেনসনের স্বামী এবং ফরাসি চিত্রগ্রাহক জঁ-ক্লদ আর্নোর বিরুদ্ধে যৌন হেনস্থার একাধিক অভিযোগ ওঠে। আগামী সোমবার এই সংক্রান্ত একটি মামলার রায় বেরোনোর কথা। যৌন হেনস্থার পাশাপাশি সাত নোবেলজয়ীর নাম ফাঁসের দায়েও ফেঁসেছিলেন আর্নো। তাঁকে নিয়ে মতবিরোধ দেখা দিয়েছিল অ্যাকাডেমিতেও। ইস্তফাও দেন অনেকে। মে মাসেই তাই অ্যাকাডেমি জানিয়েছিল, সাহিত্য পুরস্কার স্থগিত। নিজেদের ভাবমূর্তি ফেরানোয় আপাতত জোর দেবে তারা। ২০১৯ সালে সাহিত্যে দু'বছরের নোবেলজয়ীর নাম এ

পড়ুয়াকে ‘যৌন নিগ্রহ’, অভিযুক্ত শিক্ষক

Image
নার্সারির পড়ুয়া মেয়ের কাছে দু'টি দশ টাকার নোট দেখে অবাক হয়েছিলেন মা। কোথা থেকে সে টাকা পেল, জানতে চান তিনি। পরিবারের দাবি, জিজ্ঞাসার পরে শিশুটি তার মায়ের কাছে অভিযোগ করে, স্কুলের এক শিক্ষক তাকে যৌন নিগ্রহ করে কাউকে না বলার জন্য ওই টাকা দিয়েছেন। এই অভিযোগকে ঘিরেই শনিবার সকাল থেকে ব্যারাকপুরের একটি স্কুলে বিক্ষোভ দেখান প্রাথমিক বিভাগের পড়ুয়াদের অভিভাবকেরা। স্কুলের অভিযোগ, অভিযুক্ত শিক্ষককে মারধর করা হয়েছে। শেষে পুলিশ ও র‌্যাফ গিয়ে পরিস্থিতি সামলায়। পুলিশ জানায়, ওই ছাত্রীর পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে ওই শিক্ষককে।    ওই ছাত্রীর পরিবারের অভিযোগ, গত বৃহস্পতিবার তার ব্যাগে দু'টি ১০ টাকার নোট দেখা যায়। ছাত্রী তার মাকে জানায়, পরপর দু'দিন স্কুলের এক কোণে নিয়ে গিয়ে তাকে যৌন নিগ্রহ করেছেন ওই শিক্ষক। অভিযোগ, তার পরেই ছাত্রীর হাতে ১০ টাকার নোট গুঁজে দেন শিক্ষক। অন্য অভিভাবকদের বিষয়টি জানান ওই ছাত্রীর মা। এর পরেই তাঁরা স্কুলে গিয়ে বিক্ষোভ দেখান। যদিও পুরো ঘটনাটি পরিকল্পিত বলে দাবি করে ওই স্কুলের প্রধান শিক্ষক অভিজিৎ ঘোষ বলেন, ''চার মাস ধরে ওই শিক্ষক স্কুল

‘ও কি জঙ্গি যে এ ভাবে গুলি করতে হল?’ আদিত্যনাথের কাছ জানতে চায় অ্যাপল কর্মী বিবেকের পরিবার

Image
উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের জমানায় পুলিশের একের পর এক সংঘর্ষ নিয়ে প্রশ্ন উঠেছিল আগেই। কিন্তু এ বার রুটিন তল্লাশির সময়ে গাড়ি না-থামানোয় গুলি চালানোর অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। ওই হামলায় অ্যাপল সংস্থার 'এরিয়া ম্যানেজার' পদে থাকা বছর আটত্রিশের এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ। দুই কনস্টেবলের বিরুদ্ধে খুনের মামলা শুরু করেছে পুলিশ। কিন্তু লখনউয়ে এমন ঘটনায় বড় অস্বস্তিতে পড়েছে যোগী সরকার।  ঘটনার সূত্রপাত গত কাল গভীর রাতে। পুলিশ ও নিহত অ্যাপল কর্মী বিবেক তিওয়ারির পরিবার জানিয়েছে, গত কাল রাত দেড়টা নাগাদ এক মহিলা সহকর্মীকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন বিবেক। সেই সময়ে গোমতীনগর এক্সটেনশন এলাকায় রুটিন তল্লাশির দায়িত্বে ছিলেন কনস্টেবল প্রশান্ত চৌধুরি ও তাঁর এক সহকর্মী। বিবেকের খুনে অভিযুক্ত কনস্টেবল প্রশান্তের দাবি, ওই এলাকায় আলো নিভিয়ে দাঁড়িয়েছিল গাড়িটি। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তাঁরা গাড়ির কাছে যান। তখনই গাড়ি স্টার্ট করেন বিবেক। প্রশান্তের কথায়, ''আমরা আমাদের মোটরবাইক গাড়ির সামনে রেখে সেটিকে আটকানোর চেষ্টা করি। কিন্তু উনি চলে যাওয়ার চেষ্টা করতে গিয়ে বাইকে ধাক্কা

জীর্ণ থেকে জীর্ণতর ছাত্র রাজনীতির মূল্যবোধ

Image
চমকে উঠতে হল দৃশ্যটা দেখে। শ্রেণিকক্ষ থেকে বেরিয়ে এসে অধ্যাপক ছুটছেন ছাত্রদের পিছু পিছু, শিক্ষার্থীদের পা ধরতে চাইছেন তিনি। শিক্ষক চাইছেন ছাত্রের পা ছুঁতে! চমকে ওঠাই স্বাভাবিক। তাই এ বার ভাবা দরকার, এ রকম বিস্ময়কর দৃশ্য কেন তৈরি হল? শিক্ষাঙ্গনের চেহারাটা ঠিক কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? ঘটনাটা ঘটেছে মধ্যপ্রদেশের একটি কলেজে। অধ্যাপক পড়াচ্ছিলেন। শ্রেণিকক্ষের বাইরে একটি ছাত্র সংগঠনের বিক্ষোভ-স্লোগান চলছিল। অধ্যাপক হইচই থামাতে বলেন। কিন্তু বিক্ষোভকারীরা সে কথায় কর্ণপাত করেননি। উল্টে ওই অধ্যাপককে 'দেশবিরোধী' তকমা দিয়ে দেন। তার পরেই অভিনব পন্থা নেন অধ্যাপক। পড়ুয়াদের পিছু ধাওয়া করে, তাঁদের পা ছোঁয়ায় চেষ্টা করতে থাকেন এবং জানান যে, তিনি ক্ষমাপ্রার্থী। ছাত্রদের বিশৃঙ্খলা সামলাতে এক জন শিক্ষককে যে পন্থা নিতে হল, তা আমাদের বেশ কয়েকটি প্রশ্নের সম্মুখীন করছে। প্রথম প্রশ্ন হল, ছাত্র সমাজ কি শিক্ষকদের প্রতি শ্রদ্ধা সাংঘাতিক ভাবে হারিয়ে ফেলছে? যদি তা না হয়, তা হলে এক জন অধ্যাপক তাঁর ছাত্রদের কোনও একটি আচরণে বিরক্তি প্রকাশ করলে ছাত্ররা অধ্যাপককে সরাসরি অপমানের রাস্তায় হাঁটবেন কেন? ছাত্র-শিক্ষক সম্প

১০০ কোটির তহবিলেও সাহায্য নেই

Image
টানা আধ ঘণ্টাও সোজা হয়ে বসে থাকতে পারে না। ব্যথায় কুঁকড়ে যায় ছোট্ট শরীরটা। মেরুদণ্ডের অবস্থা এমনই যে ক্রমশ তা নুয়ে পড়ে চাপ দিচ্ছে ফুসফুসকে। চিকিৎসকেরা জানিয়েছেন, এ ভাবে চলতে থাকলে ফুসফুস অচিরেই স্বাভাবিক কাজের ক্ষমতা হারাবে। তখন ভেন্টিলেশনে দিতে হবে ১৩ বছরের ঋদ্ধিমা পালকে। মালদহের ইংলিশবাজারের বাসিন্দা ঋদ্ধিমা জিনের বিরল রোগ স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফিতে (এসএমএ) আক্রান্ত। এই রোগে শরীরের বিভিন্ন পেশি ক্ষতিগ্রস্ত হয়। হাত-পা, পাচনতন্ত্র, শ্বাসযন্ত্র, হৃদ্‌যন্ত্র সবই ধীরে ধীরে অচল হতে শুরু করে। কখনও আবার তাদের মেরুদণ্ড নুয়ে পড়তে থাকে, চিকিৎসার পরিভাষায় যাকে বলে স্কোলিওসিস। এই মুহূর্তে ঋদ্ধিমারও সেটাই হয়েছে। এই বিপদ থেকে আপাতত উদ্ধার পেতে হলে দ্রুত অস্ত্রোপচার দরকার, যার খরচ অন্তত লাখ দশেক টাকা। ঋদ্ধিমার বাবা-মা জানিয়েছেন, এই মুহূর্তে টাকাটা জোগাড় করা তাঁদের পক্ষে অসম্ভব। কারণ, এখনই মেয়ের চিকিৎসার জন্য মাসে প্রায় ৪০ হাজার টাকা খরচ হয়। বাজারে বিস্তর দেনা। প্রশ্ন উঠেছে, সরকারি তরফে ঋদ্ধিমার মতো বিরল রোগে আক্রান্তদের জন্য সাহায্যের কি কোনও ব্যবস্থাই নেই? ২০১৭ সালে বিরল রোগের চিকিৎসায় সরকা