জলের দরে অসাধারণ একটি স্মার্টফোন আনল এই সংস্থা

সদ্য বাজারে এসেছে Oppo Realme C1৷ যেটি কঠিন প্রতিযোগিতায় ফেলবে আরও দুটি সেটকে, Xiaomi Redmi 6A ও Honor 7S৷ এমনটাই দাবি এক্সপার্টদের৷

তবে, এই প্রতিযোগিতার দায়ী অবশ্য সেটটির অত্যাধুনিক ফিচারস৷ যা গ্রাহকরা একেবারে পকেট-ফ্রেন্ডলি দামে পেয়ে যাবেন৷ স্মার্টফোনটিতে থাকছে ৬.২ ইঞ্চের ফুল স্ক্রিন ডিসপ্লে, আধুনিক প্রযুক্তির প্রসেসর ( Qualcomm Snapdragon 450 processor), পোট্রেট মোডের ডুয়েল রিয়ার ক্যামেরা (13MP+2MP) সহ অন্যান্য ফিচারস৷

সেটটিতে লঙ-লাস্টিং ব্যাটারির (4,230mAh)সুবিধা পাচ্ছেন ইউজাররা৷ সংস্থা দাবি করছে, ১৮ ঘন্টার মিউজিক, ১৫ ঘন্টার ভিডিও প্লেব্যাক, ১০ ঘন্টার গেমিং এবং ১৮ ঘন্টার ব্রাউজিংয়ের সুবিধা পাবেন ব্যবহারকারীরা৷ এছাড়াও, ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাও থাকছে৷ ২ জিবির Ram, ১৬ জিবির ইন্টারনাল স্টোরেজ গ্রাহক পাচ্ছেন একেবারে সস্তায়৷ এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ বাড়ানো যাবে ২৫৬ জিবি পর্যন্ত৷

স্মার্ট লুকের ফোনটিতে গ্রাহকরা পাবেন দুটি কালার অপশন, ডিপ ব্ল্যাক ও ব্লু৷ ২ জিবির Ram, ১৬ জিবির ইন্টারনাল স্টোরেজের Realme C1 এর দাম থাকছে ৬,৯৯৯ টাকা৷ আগামী ১১ অক্টোবর বেলা ১২ টায় ফ্লিপকার্টের মাধ্যমে ফোনটি কিনতে পারবেন ইউজাররা৷ Realme C1 ছাড়াও এনেছে Oppo আরও একটি ব্রান্ড নিউ সেট, Realme 2 pro৷ যেটির দাম শুরু হচ্ছে মাত্র ১৩,৯৯০ টাকায়৷