Posts

Showing posts from February 25, 2019

পাথর ছোড়ার ঘটনায় সেনার মানবাধিকার রক্ষায় সুপ্রিম কোর্টে মামলা, কেন্দ্র-কাশ্মীরকে নোটিস

Image
জম্মু-কাশ্মীরে আকছার পাথর ছোড়ার ঘটনা ঘটে। প্রতিবারই লক্ষ্য হয় সেনাবাহিনী। এবার ওই ঘটনা নিয়ে প্রশ্ন তুলেই মামলা দায়ের হল সুপ্রিম কোর্টে। এক কর্মরত সেনা জওয়ান ও এক অবসরপ্রাপ্ত সেনা জওয়ানের দুই মেয়ে এই মামলা নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন। তাঁদের আর্জি, পাথর ছোড়ার ঘটনায় সেনা জওয়ানদের নিরাপত্তা দিতে হবে মানবাধিকার রক্ষার জন্য। সোমবার সেই মামলা গ্রহণ করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ও বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিসন বেঞ্চ। শুনানির শুরুতেই তাঁরা নোটিস দিয়েছেন কেন্দ্রীয় সরকার ও জম্মু-কাশ্মীর রাজ্য সরকারকে। একই সঙ্গে তাঁরা নোটিস দিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনকেও। আবেদনকারীদের একজন প্রীতি কেদার গোখলে। যাঁর বয়স মাত্র ১৯। আর দ্বিতীয়জন বছর ২০-র কাজল মিশ্র। নিজেদের আবেদনে তাঁরা জানিয়েছে, কাশ্মীরে সেনার উপর পাথর ছোড়ার ঘটনায় তাঁরা খুবই উদ্বিগ্ন। এটাকে তাঁরা মানবাধিকার লঙ্ঘন বলেই মনে করছেন। একই সঙ্গে ওই আবেদনে তাঁরা প্রশ্ন তুলেছেন, পাথরবাজদের থেকে বাঁচতে যখন পাল্টা প্রতিরোধ করেন সেনা জওয়ানরা, তখন কেন তাঁদের (সেনা জওয়ানদের) বিরুদ্ধে পুলিসের কাছে অভিযোগ দায়ের করা হয়? প্রসঙ্গত, জম্ম

প্রবাসী কন্যাকে লোহার রড দিয়ে খুন করে আত্মঘাতী রিটায়ার্ড ইঞ্জিনিয়ার

Image
প্রবাসী কন্যাকে লোহার রড দিয়ে খুন করে আত্মঘাতী হলেন এক অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার। রবিবার অমৃতসরে ঘটে এই ঘটনা। পুলিশ জানিয়েছে, ৬০ বছরের ডেভিড মসীহ তাঁর গুলমোহর অ্যাভিনিউয়ের বাড়িতে লোহার রড দিয়ে তাঁর প্রবাসী কন্যা নিলুফার (৩৫)-কে প্রথমে খুন করেন। এরপর সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা  করেন তিনি। ডেভিড হতাশায় ভুগছিলেন বলে জানিয়েছে পুলিশ। দিনকয়েক আগেই বাবা-মায়ের কাছে এসেছিলেন ডেভিডের মেয়ে নিলুফার। রবিবার তাঁর মা কাছের একটি গির্জায় প্রার্থনা করতে গিয়েছিলেন। সেই সময়ই এই কাণ্ড ঘটে। গোটা ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ডেপুটি কমিশনার এমএস ভুল্লার।

সেনার বড় সাফল্য: খতম তিন জঙ্গির মধ্যে রয়েছে ২ শীর্ষ জইশ কমান্ডার

Image
শ্রীনগর: খতম হওয়া তিন জঙ্গির মধ্যে ২ জন টপ জইশ কমান্ডার, সোমবার এমনই তথ্য দিলেন জম্মু-কাশ্মীর পুলিশ৷ রবিবারই কুলগামে এনকাউন্টারে তিন জঙ্গি খতম হয়৷ এর মধ্যে ২ জন জইশ ই মহম্মদের টপ কমান্ডার বলে জানা গিয়েছে৷ এই তিন জঙ্গি ছাড়া ডেপুটি সুপারইন্টেন্ডেন্ট অমন কুমার ঠাকুর এবং ৩৪ রাষ্ট্রীয় রাইফেলসের নায়েব সুবেদার সোমভীর জঙ্গিদের সঙ্গে এই গুলির লড়াইয়ে শহিদ হন৷ আহত হন ৩ নিরাপত্তা আধিকারিক৷ রাষ্ট্রীয় রাইফেলস এবং সেট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স এবং স্পেশাল অপারেশনস্ গ্রুপের যৌথ দল তুরিগাম এলাকায় জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে সেই এলাকা ঘিরে ফেলে এবং তল্লাশি অভিযানে নামে৷ এই অভিযান চলাকালীন নিরাপত্তা আধিকারিকদের টার্গেট করে গুলি ছুঁড়তে শুরু করে জঙ্গিরা৷ খতম হওয়া তিন জঙ্গির মধ্যে ওয়ালিদ, নুমান পাকিস্তানি এবং তৃতীয় জন রাকিব আহমেদ শেইখ কুলগামের বাসিন্দা ছিল বলে জানা গিয়েছে৷   প্রসঙ্গত, কয়েকদিন আগে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটেছে কাশ্মীরের পুলওয়ামাতে। সেই ঘটনায় গোটা দেশ গর্জে উঠেছে। বদলা নেওয়ার দাবিতে ফুঁসছে দেশবাসী। এরই মধ্যে ফের জঙ্গি হামলা ভারতে। রবিবার দুপুর থেকে শ্রীনগরে শুরু হয়েছে সেনা-জঙ্গি

মেলেনি বেতন, শ্রমিক বিক্ষোভে উত্তপ্ত বাগরাকোটা চা বাগান

Image
মালবাজার: ফের শ্রমিক বিক্ষোভে উত্তপ্ত মালবাজারের বাগরাকোটা চা বাগান। শ্রমিকদের বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার কথা ছিল সোমবার। তবে আর আগে বিনা নোটিসেই বেপাত্তা হয়ে যান মালবাজারের বাগরাকোট চা বাগানের ম্যানেজার। এরপরই গেটের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন অন্তত ১০০০ জন শ্রমিক। প্রায়ই শ্রমিক-মালিক দ্বন্দ্বের জেরে উত্তাল হয়ে ওঠে চা বাগানগুলি। এবার শ্রমিক বিক্ষোভে উত্তপ্ত মালবাজারের বাগরাকোটা চা বাগান৷ শ্রমিক পূর্ণিমা ওঁরাও জানিয়েছেন, প্রায় ৮ সপ্তাহ ধরে মজুরি পাচ্ছেন না বাগানের শ্রমিকেরা। তাঁদের অভিযোগ, প্রতিদিন কাজের শেষে বাগান কর্তৃপক্ষের তরফে আশ্বাস দেওয়া হয় যে পরের দিনই বকেয়া সমস্ত টাকা মিটিয়ে দেওয়া হবে। প্রতিশ্রুতি মিললেও এখনও পর্যন্ত কোনও টাকা পাননি বাগান কর্মীরা। পরে বাগান কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল যে সোমবারই সমস্ত বকেয়া টাকা মিটিয়ে দেওয়া হবে। এই পরিস্থিতিতে সোমবার সকালে শ্রমিকেরা বাগানে যান৷ ঘটনাস্থলে গিয়ে তাঁরা দেখেন সেখানে নেই ম্যানেজার-সহ বাগান কর্তৃপক্ষের অন্যান্যরা। এরপরই ক্ষোভে ফুঁসতে থাকেন শ্রমিকেরা। বাগরাকোটা চা বাগানের গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। বাগানের শ্রমি

ভারতীয় মহিলাদের ওপর তৈরি তথ্যচিত্র 'পিরিয়ড' এনে দিল অস্কার

Image
মহিলাদের জৈবিক একটি অবস্থা যা নিয়ে সাম্প্রতিক সময়ে নানা আলোচনা, সমাজ সচেতনতা মূলক প্রচার চলেছে। ঋতুমতী মহিলাদের সমস্যা নিয়ে বলিউডে সিনেমাও হয়েছে। তবে সেই সিনেমা অস্কার না পেলেও ভারতীয় মহিলাদের ওপর তৈরি স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্র 'পিরিয়ড দ্য এন্ড সেন্টেন্স' জিতে নিল অস্কার। ভারতের মহিলাদের এই বিষয়টি নিয়ে কত ধরনের সমস্যার মুখোমুখি হতে হয় তাই তথ্যচিত্রে তুলে ধরার চেষ্টা হয়েছে। ছবি সৌজন্য তথ্যচিত্রের পোস্টার তথ্যচিত্রটি পরিচালনা করেছেন রায়কা জেহটাবচি, মেলিসা বার্টন। স্যানিটারি প্যাড না ব্যবহার করতে পারায় একজন মহিলার কী অবস্থা হয়, তার শরীরে কী প্রভাব পড়ে তা নিয়েই এখানে দেখানো হয়েছে। পরিচালিকা রায়কা বলছেন, মহিলাদের ঋতুমতী অবস্থা নিয়ে তৈরি তথ্যচিত্র অস্কার জিতবে তা ভাবতে পারিনি। এটা আরও বেশি স্পেশাল কারণ অনেকেই তথ্যচিত্রটিকে ভোট দিতে চাননি বলে শোনা গিয়েছিল। জুরি বোর্ডের এক পুরুষ সদস্য তো বলেই দিয়েছিলেন, তিনি এই তথ্যচিত্রের সমর্থনে ভোট করবেন না। তা সত্ত্বেও এমন বিষয় অস্কার জেতায় পরিচালিকা বিস্ময় চেপে রাখতে পারেননি।

শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন, অঙ্গনওয়াড়ি কর্মীকে চাকরি ছাড়ার নির্দেশ কংগ্রেসের মন্ত্রীর

Image
সরকারি অনুষ্ঠান। দর্শকাসনে তিলধারণের জায়গা নেই। মঞ্চেও উপস্থিত হেভিওয়েটরা। চারিদিকে হইচইয়ের শব্দ। কিন্তু আচমকাই বদলে গেল পরিস্থিতি। সর্বত্র একেবারে পিন ড্রপ সায়েলেন্স। কারণ, এর ঠিক আগে সর্বসমক্ষে উঠে আসা একটি প্রশ্ন। প্রশ্নকত্রী একজন অঙ্গনওয়াড়ি কর্মী। সকলের সামনেই তিনি জানতে চাইলেন, মন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা কী? তার পরই সকলের মুখে কুলুপ। এ-ওর মুখ চাওয়াচাওয়িতে ব্যস্ত। ঠিক সেই পরিস্থিতিতে উত্তর দিলেন মন্ত্রী। পরামর্শ দিলেন অন্য কোথাও গিয়ে ভালো বেতনে কাজ করতে। ঘটনাস্থল মধ্যপ্রদেশের পোলোগ্রাউন্ডের শিবপুরী ময়দান। রবিবার সেখানেই আয়োজন করা হয়েছিল স্থানীয় জেলার অঙ্গনওয়াড়ি কর্মীদের সম্মেলনে। সেই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মধ্যপ্রদেশের নারী ও শিশুকল্যাণমন্ত্রী ইমরতী দেবী। কংগ্রেসের ওই মন্ত্রী সকলের শিক্ষাগত যোগ্যতা সম্বন্ধে জানতে চাইছিলেন। আচমকাই একজন হাত তোলেন। জানতে চান, ''আপনি প্রশ্ন করছেন আমাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে। কিন্তু আপনার শিক্ষাগত যোগ্যতা কী?'' এই প্রশ্ন শুনেই চটে যান কংগ্রেসের ওই মন্ত্রী ইমরতী দেবী। তিনি বলেন, ''আপনার যদি মনে হয় সাম্মানিক কম দেওয়া হচ্ছে। তাহ

বারান্দায় দাঁড়িয়েছিল কিশোরী, টালির চালে পড়ল বাজ, পরিণতি মর্মান্তিক

Image
কালবৈশাখীর ঝড়বৃষ্টির সময় বাজ পড়ে মৃত্যু হল এক কিশোরীর। মতৃার নাম তরুণী মল্লিকা নস্কর। বয়স ১৬ বছর। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের কুরালি গ্রামের  বাসিন্দা মল্লিকা এবছরই মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। রবিবার রাত থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কালবৈশাখীর  দাপটে ঝড়, বৃষ্টি শুরু হয়। রাত যত বাড়ে, তত বাড়ে ঝড়-বৃষ্টির প্রকোপ। সোমবার ভোরেও তুমুল ঝড় বৃষ্টি হয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন ভোর ৪টে নাগাদ মল্লিকাকে ঘুম থেকে ডেকে তোলে তার জ্যেঠু ও জ্যেঠিমা। জ্যেঠিমা মল্লিকাকে বলে, বাইরে তুমুল বৃষ্টি নেমেছে। উঠোনে ধান রয়েছে। সেগুলো তুলতে হবে। জ্যেঠু-জ্যেঠির ডাকে ঘুম থেকে উঠে পড়ে কিশোরী মল্লিকা। জ্যেঠু-জ্যেঠি উঠোন থেকে ধান তুলতে গেলে, সে বারান্দায় দাঁড়িয়ে আলো দেখাতে থাকে তাঁদের। এমন সময়ই প্রবল জোরে একটি বাজ পড়ে। মল্লিকাদের বাড়ির টালির চাল ভেদ করে  বিদ্যুত সোজা এসে পড়ে কিশোরীর উপর। বিদ্যুতের আঘাতে পুড়ে যায় মল্লিকার শরীরের ৯৯ শতাংশ-ই। বারুইপুর হাসপাতালে নিয়ে আসা হলে, চিকিত্সকরা মল্লিকাকে মৃত বলে ঘোষণা করেন। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দি

ফের গুলি করে খুন তৃণমূল নেতা, এ বার বহরমপুরের কাছে

Image
ফের এক তৃণমূল নেতাকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। গুলিতে নাজিমুল শেখ নামে বহরমপুর লাগোয়া নিয়াল্লিশ পাড়ার এক যুব তৃণমূল নেতার মৃত্যু হয়েছে। নাজিমুল বহরমপুর লাগোয়া নিয়াল্লিশ পাড়া-গোয়ালজান পঞ্চায়েতের মুসুরিডাঙ্গা গ্রামের বাসিন্দা। সোমবার সকাল সাড়ে ৯টা নাগাদ নদী ঘাটের দিকে যাওয়ার সময়ই ওই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ঘটনার সময় নাজিবুল স্কুটি চালাচ্ছিলেন। তখন কাছ থেকে এক দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। স্কুটি থেকে নাজিমুল পড়ে যান। তার পর ওই দুষ্কৃতী কাছ থেকে আরও তিন রাউন্ড গুলি চালায় তাঁকে লক্ষ্য করে। গুলির শব্দে স্থানীয়েরা চলে এলে চম্পট দেয় সে। প্রায় সঙ্গে সঙ্গেই নাজিবুলকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু নাজিমুলকে বাঁচানো যায়নি। সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ওই দুষ্কৃতী কে, কেন নাজিমুলকে গুলি করল, তা এখনও জানতে পারেনি পুলিশ। তবে নাজিমুলের পরিবার এবং স্থানীয়েরা এর পিছনে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব রয়েছে বলে অভিযোগ করেছেন। নাজিমুলের পরিবারের যেমন অভিযোগ, মুর্শিদাবাদ জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক তথা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ রাজীব হোসেনই তাঁকে

‘স্বামীর ইউনিফর্ম-স্টার পরেই স্যালুট জানাব’! সেনায় যোগ দেওয়ার আগে বললেন নিহত মেজরের স্ত্রী

Image
সেনাবাহিনীর চাকরিতে যোগ দিচ্ছেন নিহত মেজরের স্ত্রী গৌরী মহদিক। নিজে আইনজীবী। নামী সংস্থায় কোম্পানি সেক্রেটারির পদে কর্মরত ছিলেন। কিন্তু সে সব ছেড়ে ভারতীয় সেনায় যোগ দিচ্ছেন গৌরী মহদিক। দেশের জন্য প্রাণ দেওয়া মেজর স্বামীকে এ ভাবেই শ্রদ্ধা জানাতে চান স্ত্রী। সেনায় নিয়োগের 'সার্ভিস সিলেকশন বোর্ড' (এসএসবি) পরীক্ষায় শুধু উত্তীর্ণই হননি, গৌরী ওই পরীক্ষার টপার। এপ্রিলেই চেন্নাইয়ে সেনার প্রশিক্ষণে যোগ দিচ্ছেন। এক বছর প্রশিক্ষণ নেওয়ার পর লেফটেন্যান্ট পদে যোগ দেবেন তিনি। নিহত মেজর স্বামীকে স্যালুট জানাতে 'স্বামীর ইউনিফর্ম এবং স্টার পরেই ডিউটি' করবেন, জানালেন গৌরী। মুম্বইয়ের তরুণী গৌরীর সঙ্গে সেনাবাহিনীর মেজর প্রসাদ মহদিকের বিয়ে হয় ২০১৫ সালে। গৌরী তখন আইনজীবী এবং একটি নামি বেসরকারি সংস্থায় কর্মরত। বিয়ের পর তিনি মুম্বইতেই শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে থাকতেন। কিন্তু ২০১৭ সালে তাঁদের জীবনে নেমে এল এক ভয়ানক দুর্ঘটনা। চিন সীমান্তে কর্মরত স্বামী মারা গেলেন অগ্নিকাণ্ডে। তার পর কিছু দিন শোকগ্রস্ত হলেও গৌরী তখন থেকেই ঠিক করে নেন, সেনাবাহিনীতেই চাকরি করবেন তিনি। সেই ভাবনা বাস্তবায়িত করতেই চাক

অস্কার মঞ্চে ভারতের প্রাপ্তি, সেরা তথ্যচিত্রের শিরোপা জিতল ‘পিরিয়ডস এন্ড অফ সিজন’

Image
পূর্ণদৈর্ঘ্যের 'প্যাডম্যান' ফিরেছে খালি হাতে। কিন্তু একই বিষয়ের উপর তথ্যচিত্র তৈরি করে  অস্কার মঞ্চে সেরার পুরস্কার এল ভারতে। উত্তরপ্রদেশের হাপুরের কিশোরীদের ঋতুকালীন যন্ত্রণা, সামাজিক ছুঁতমার্গ তুলে ধরে তৈরি হয়েছে তথ্যচিত্র – 'পিরিয়ডস এন্ড অফ সিজন'। সেরা তথ্যচিত্রের তকমা পেয়ে অস্কার ঝুলিতে পুরলেন সহ প্রযোজক গুনিত মোঙ্গার। রাজধানী দিল্লির কাছেই হাপুর। যেখানে মহিলাদের 'পিরিয়ডস' এখনও একটি সামাজিক ট্যাবু৷ আর সেই ট্যাবু ভেঙে ফেলতে কয়েকজন মহিলার সংঘবদ্ধ লড়াই, স্যানিটারি ন্যাপকিন তৈরি৷ এই বিষয়বস্তুকে কেন্দ্র করে তৈরি হয়েছে তথ্যচিত্রটি। ঠিক যেমন ছিল অক্ষয় কুমারের 'প্যাডম্যান'৷ তথ্যচিত্র আকারে তৈরি হওয়ায় এই ছবি অনেকটাই বাস্তবের প্রকৃত রূপ তুলে ধরতে সমর্থ হয়েছে। আজকের যুগে দাঁড়িয়েও সমাজে নারীদের সমস্যা সমাধানে নারীদেরই সংগ্রামের কাহিনী নিয়ে তৈরি হয়েছে – 'পিরিয়ডস এন্ড অফ সিজন'। আর তাতেই এসেছে আন্তর্জাতিক খ্যাতি, স্বীকৃতি। লস অ্যাঞ্জেলেসে ৯১ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চ থেকে সেরা তথ্যচিত্রের শিরোপা ছিনিয়ে নিলেন সহ প্রযোজক গুনিত মোঙ্গার। ট্রফি হাত

অগ্নিগর্ভ অরুণাচল প্রদেশ, পিআরসি নিয়ে বিক্ষোভে নিহত ২, রাস্তার দখল নিয়েছে সেনা

Image
অরুণাচল প্রদেশে পিআরসি দেওয়া নিয়ে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানী ইটানগর সহ বিভিন্ন এলাকা। বিক্ষোভকারীরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছে। যার ফলে তা থামাতে ইটানগরের রাস্তায় পাল্টা নামতে হয়েছে সেনাকেও। রবিবার পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধের পর গুলিতে দুজনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। রাজ্য সরকার পিআরসি পিছিয়ে দেওয়ার কথা জানালেও বিক্ষোভ থামেনি। ভাঙচুর করা হয়েছে শতাধিক গাড়ি, এমনকী উপমুখ্যমন্ত্রীর বাসভবনও। অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর নিজস্ব বাসভবনের দিকে বিক্ষোভ এগিয়ে গেলে পুলিশ ব্যারিকেড করে তা আটকানোর চেষ্টা করে। পরে পাথর ছুঁড়তে শুরু করলে গুলি চালায়। শনিবার ইটানগর ও নাহারলাগুনে অনির্দিষ্টকালের জন্য কার্ফু জারি হয়। পাথর ছোঁড়ায় অন্তত ৩৫ জন আহত হন, যার মধ্যে ছিলেন ২৪ জন পুলিশ। যার ফলে সেনা মোতায়েনের পাশাপাশি ইন্টারনেট পরিষেবাও এই দুই জায়গায় সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী পেমা খান্ডু স্পষ্ট বলেছেন, সরকার এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে। তা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। ভবিষ্যতেও অরুণাচলপ্রদেশে পিআরসি চালু হবে না। এটা স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। অরুণাচল মুখ্যমন্ত্র

ক্যানিংয়ে বাড়ি ফেরার পথে তৃণমূল নেতাকে কুপিয়ে, গুলি করে খুন

Image
কুলতলির পর ক্যানিং। এবার দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন এক তৃণমূল নেতা। রবিবার রাতে দাড়িয়া পঞ্চায়েত প্রধান স্বপ্না নস্করের স্বামী কার্তিক নস্কর ট্যাংরাখালি থেকে বাইকে বাড়ি ফিরছিলেন। দাড়িয়ার ঝাড়ি মোড়ের কাছে হামলা চালায় দুষ্কৃতীরা। তার বাইক থামিয়ে তাকে ধারাল অস্ত্র দিয়ে একের পর এক কোপ মারে। পরে মৃত্যু নিশ্চিত করতে তাকে গুলি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় কার্তিক নস্করকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেল তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। স্থানীয়দের দাবি, কার্তিক নস্করের বাইকে ছিলেন আরও একজন। ঘটনার পর থেকে তার কোনও খোঁজ নেই। রাতেই ঘটনাস্থলে যান ক্যানিং থানার আইসি মানস চৌধুরীর নেতৃত্বে বিশাল পুলিস বাহনী। চলে আসেন ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডল। তিনি বলেন, এলাকায় ভিত গড়ার জন্য কার্তিক মণ্ডলকে খুন করেছে বিজেপির দুষ্কৃতীরা। এই ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক। প্রকৃত দোষীরা ধরা পড়ুক। ক্যানিং ব্লক সভাপতি অর্ণব রায় বলেন, বিজেপির যেসব দুষ্কৃতী রয়েছে তারা শুধু ক্যানিং নয় গোটা রাজ্যেই এভাবে সন্ত্রাস ছড়াচ্ছে। তৃণমূল কর্মীদের ভয় পাইয়ে দেওয়ার জন্য এই কাজ করা হয়েছে। আগামী দিনে এই ধরনের ঘটনা আরও বাড়

ভারতের উচিত শান্তি প্রতিষ্ঠার একটা সুযোগ দেওয়া, মোদীকে আহ্বান ইমরানের

Image
পুলওয়ামা জঙ্গি হামলার পর চাপ ক্রমশই বাড়ছে পাকিস্তানের ওপরে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জানিয়েছেন, ৪০ জন জওয়ানের মৃত্যুর পর ভারতের ক্ষোভ স্বাভাবিক। এরকম এক অবস্থায় ভারতের কাছে শান্তির আহ্বান জানালেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। সংবাদসংস্থা পিটিআইয়ের খবর অনুযায়ী, রবিবার পাক প্রধানমন্ত্রীর দফতর থেকে এক বিবৃতি জারি করে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী ইমরান খান তাঁর প্রতিজ্ঞায় অনড়। ভারত যদি পুলওয়ামা হামলায় পাকিস্তানিদের জড়িত থাকার উপযুক্ত প্রমাণ দিতে পারে তাহলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। মোদীর উচিত দুদেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় একটা সুযোগ দেওয়া। উল্লেখ্য, পুলওয়ামায় হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, 'ইমরান খানকে শপথগ্রহণ অনুষ্ঠানের শুভেচ্ছা জানিয়ে বলেছিলাম, ভারত ও পাকিস্তানের মধ্যে অনেক লড়াই হয়েছে। একটাতেও পাকিস্তান জিততে পারেনি। এবার লড়াই হোক নিরক্ষরতা ও দারিদ্রের বিরুদ্ধে। উনি বলেছিলেন, আমি পাঠানের ছেলে। সত্যি কথা বলি। সঠিক কাজ করি। তাই যদি হয় তাহলে উনি পুলওয়ামা হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিন।' ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামা জঙ্গি হামলার পরই পাকিস্

সিসিটিভি ফুটেজে ধরা পড়ল পুলওয়ামা হামলায় ব্যবহৃত ঘাতক লাল গাড়ি, আত্মঘাতী জঙ্গির ছবি

Image
পুলওয়ামায় সিআরপিএফের কনভয়ে হামলার সিসিটিভি ফুটেজ এখন এনআইএর হাতে। সেখানে দেখা মিলেছে একটি লাল ইকো গাড়ির। মনে করা হচ্ছে এই গাড়িতেই বিস্ফেরাক বোঝাই করে আত্মঘাতী হামলা চালানো হয়েছিল কনভয়ে। এনআইএ সূত্রে খবর, ভিডিও ফুটেজের ওপরে ভিত্তি করে লাল ওই গাড়িটির মালিককে চিহ্নিত করেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। ফুটেজে ধরা পড়েছে গাড়িটিকে চালিয়ে নিয়ে যাচ্ছে এক যুবক সম্ভবত সে-ই আত্মঘাতী জইশ জঙ্গি আদিল দার। তবে ১৪ ফেব্রুয়ারি হামলার পর থেকেই ওই গাড়ির মালিক এখনও বেপাত্তা। গোয়েন্দাদের অনুমান, ২০১০-১১ সালের মডেলের ওই গাড়িটিকে নতুন ভাবে রঙ করা হয়েছিল। বিস্ফোরণস্থল থেকে গাড়িটির যে সকার পাওয়া গিয়েছে সেটি থেকে গাড়িটি সম্পর্কে বেশকিছু তথ্য মিলতে পারে। পুলওয়ামা হামলার পরই অনুমান করা হয়েছিল একটি এসইউভি গাড়িতে বিস্ফোরক নিয়ে হামলা করা হয়ছে কনভয়ে। পর এক প্রত্যক্ষদর্শী জানান, হামলা করা হয়েছে একটি লাল ইকো গাড়ির সাহায্যে। তাঁর বক্তব্য অনুযায়ী একটি লাল ইকো গাড়ি বারবার কনভয়ের সামনে ডানদিক-বাঁ দিক করতে থাকে। অবশেষে সে কনভয়ের একটি গাড়িতে ধাক্কা মারে। প্রসঙ্গত, ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফের কন

অস্কার জিতল মেন্সস্ট্রুয়েশন নিয়ে তৈরি ভারতীয় তথ্যচিত্র

Image
শর্ট ফিল্মের একটি দৃশ্য। মেন্সস্ট্রুয়েশন নিয়ে ভারতীয় সমাজে এখনও নানা ছুঁত্‌মার্গ রয়েছে। কিন্তু মেন্সস্ট্রুয়েশন নিয়ে গ্রামীণ ভারতে তৈরি হওয়া একটি তথ্যচিত্র জিতে নিল অস্কার। ৯১তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে ডকুমেন্টারি শর্ট সাবজেক্ট বিভাগে অস্কার পেল 'পিরিয়ড এন্ড অফ সেনটেন্স' ছবিটি। এ ছবির পরিচালক রায়কা জেতাবচি। ছবিটি প্রযোজনা করেছেন গুণীত মোঙ্গা। পুরস্কারের খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন গুণীত। তিনি লিখেছেন, 'আমরা জিতেছি। পৃথিবীর প্রত্যেকটা মেয়ে জিতেছে। তারা জানুক তারা ঈশ্বর। মনে হচ্ছে যেন স্বর্গে রয়েছি…।' লস অ্যাঞ্জেলসের ওকাউড স্কুলের পড়ুয়াদের প্যাড প্রজেক্টের কারণে তৈরি হয়েছিল ছবিটি। অস্কারের খবর পেয়ে পরিচালক সাংবাদিকদের বলেন, ''আমি এখনও কাঁদছি। ভাবতেই পারছি না মেন্সস্ট্রুয়েশন নিয়ে তৈরি কোনও ছবি অস্কার পেতে পারে।'' দেখুন, বিনোদনের নানা কুইজ দিল্লির অদূরে হাপুর গ্রামে এই তথ্যচিত্রের শুটিং হয়েছে। হাপুর গ্রামের মেয়েরা মেন্সস্ট্রুয়েশন নিয়ে সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করে চলেছেন নিয়মিত। বহু দিন পর্যন্ত সামাজিক বাধার কারণে নাকি স্যানিটারি প্যাড ব

জোড়া কালবৈশাখীতে বিপর্যস্ত ট্রেন চলাচল, বাতিল ৬টি ট্রেন, দুর্ভোগে যাত্রীরা

Image
জোড়া কালবৈশাখীর জেরে বিপর্যস্ত হাওড়া এবং শিয়ালদহ ডিভিশনের ট্রেন চলাচল। ফলে চূড়ান্ত দুর্ভোগের শিকার হন যাত্রীরা। রবিবার রাতেই পশ্চিমবঙ্গে জোড়া কালবৈশাখী আছড়ে পড়ে। ফলে রবিবার গভীর রাত থেকেই কোথাও ওভারহেড তার ছিঁড়ে যায়। কোথাও ট্রেন লাইনের উপর গাছ উপড়ে পড়ে। সব মিলিয়ে শিয়ালদহ ডিভিশনে ১০২টি ট্রেন দেরিতে ছাড়ে। বাতিল করতে হয় ছ'টি ট্রেন। হাওড়া ডিভিশনে কোনও ট্রেন বাতিল করতে না হলেও আটটি লোকাল ট্রেন দেরিতে ছাড়ে। রেল সূত্রে খবর, শিয়ালদহ মেন লাইনে শিয়ালদহ-রানাঘাট লোকাল, শিয়ালদহ-বারাসত লোকাল, বারাসত-বনগাঁ, শিয়ালদহ-ডানকুনি, লক্ষ্মীকান্তপুর লোকাল, ক্যানিং, ডায়মন্ড হারবার, রানাঘাট-গেদে আটকে পড়ে। সোনারপুরে ওভারহেড তার ছিঁড়ে যায়। দমদমে ওভারহেড তারে গাছ পড়ে যায়। খড়দহেও ওভারহেড তার ছিঁড়ে গিয়েছে। ফলে এই সমস্ত লাইনে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। উল্টোদিকে হাওড়া ডিভিশনে উত্তরপাড়াতে ওভারহেড তার ছিঁড়ে পড়ে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে যায়। পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে পূবালী হাওয়ার সংঘাতে এই দুর্যোগ। তার জেরে জোড়া কালবৈশাখী আছড়ে পড়ে এ রাজ্যে। হাওয়া অফিস জানিয়েছে, রাত ৩টে ৫৫ মিনিট নাগাদ হাওয়ার গতিবেগ ছি

পাকিস্তান একটা পরমাণু বোমা ফেললে ভারত ২০টা ফেলে ধ্বংস করবে: পারভেজ মুশারফ

Image
পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফ। পুলওয়ামায় জঙ্গি হানার পর থেকেই ভারত-পাক সম্পর্কে তীব্র উত্তেজনা। পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী দেশেই যুদ্ধ-যুদ্ধ আবহ। এই আবহেই এ বার মুখ খুললেন প্রাক্তন পাক প্রেসিডেন্ট পারভেজ মুশারফ। 'পাকিস্তান একটা পরমাণু বোমা ফেললে, ভারত ২০টা ফেলবে এবং পাকিস্তানকে ধ্বংস করে দেবে'— মন্তব্য প্রাক্তন পাক প্রেসিডেন্টের। তবে দিল্লি-ইসলামবাদ সম্পর্ক যতই 'বিপজ্জনক' পর্যায়ে যাক, পাকিস্তানের কখনও আগে পরমাণু হামলা করা উচিত নয় বলেও সাবধান করেছেন নির্বাসনে থাকা অল পাকিস্তান মুসলিম লিগ (এপিএমএল) নেতা মুশারফ। দীর্ঘদিন ধরেই স্বেচ্ছা নির্বাসনে সংযুক্ত আরব আমিরশাহীতে রয়েছেন মুশারফ। সেখানেই শুক্রবার একটি সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ''ভারত-পাক সম্পর্ক ফের বিপজ্জনক পর্যায়ে পৌঁছে গিয়েছে। তবে কোনও পরমাণু হামলা হবে না। আমরা (পাকিস্তান) যদি একটা পরমাণু বোমা ভারতে ফেলি, তাহলে ভারত ২০টা বোমা ফেলে আমাদের ধ্বংস করে দেবে।'' একই সঙ্গে কার্যত পাকিস্তানের পারমাণবিক সামরিক ক্ষমতা নিয়েই প্রশ্ন তুলেছেন মুশারফ। তিনি বলেন, ''ভারতকে আক্রমণ করতে হলে অন্ত

পৃথিবীর নীল সমুদ্র এ বার হয়ে উঠবে সবুজ!

Image
নীল সাগর অনেক বেশি সবুজাভ হয়ে উঠবে। চলতি শতকের শেষ দিকেই বদলটা স্পষ্ট হতে শুরু করবে। জানাচ্ছেন ব্রিটেনের সাউথাম্পটন বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষক। 'নেচার' পত্রিকায় প্রকাশিত হয়েছে তাঁদের এই গবেষণাপত্রটি। তবে কি আমাদের নীল গ্রহ ক্রমে সবুজ গ্রহে পরিণত হতে চলেছে! কিন্তু কেন?  গবেষক দলটির অন্যতম সদস্য আনা হিকম্যান জানাচ্ছেন, সুমুদ্রের জলে থাকা শৈবালকণা 'ফাইটোপ্লাংটন' সবুজ। এরা ডাঙার সবুজ গাছেদের মতোই সুর্যের আলোকে ব্যবহার করে খাবার তৈরি করে। যেখানে এদের সংখ্যা কম, সেখানে সাগরের জল নীল। যেখানে বেশি, সেখানে সবজেটে। জলবায়ু পরিবর্তনের বর্তমান ধারায় বদল আনতে না-পারলে ২১০০ সাল নাগাদ এই গ্রহের তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে। উষ্ণতর জল পেয়ে সংখ্যায় তথা পরিমাণে (বায়োমাস) বিপুল বাড়বে ফাইটোপ্লাংটনের। আর তাতেই ঢের বেশি সবজেটে হয়ে উঠবে সাগরের নীল জল। শুধু তা-ই নয়, এদের জন্ম-মৃত্যুর সঙ্গে সঙ্গে এক এক মরসুমে এক এক রকম রং নেবে সমুদ্র। বিজ্ঞানীরা বলছেন, বিষয়টা শুধু দেখার নয়। সূর্যের আলো সাগর কতটা শুষে নেবে, কতটা ফিরিয়ে দেবে— বদলে যাবে তার ছবিও।  অবশ্য শুধু তাপমাত্রা নয় সাগরজলের

দক্ষিণবঙ্গে ঝড়ের তাণ্ডব, আগামী ৪৮ ঘণ্টা দুর্যোগের সম্ভাবনা

Image
পূর্বাভাস মিলিয়ে রবিবার রাতে কলকাতা ও কলকাতা সংলগ্ন এলাকায় বিভিন্ন এলাকায় বজ্রবৃষ্টি-সহ বৃষ্টি হয়েছে। সোমবার ভোর থেকেই প্রবল ঝড়বৃষ্টিতে তুলাকালাম কলকাতা। পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে ভোর সাড়ে তিনটে নাগাদ কলকাতা ও সংলগ্ন এলাকায় আছড়ে পড়ে প্রবল ঝড়। সঙ্গে বৃষ্টি। ঝড়ের প্রভাবে কলকাতা ও বিধাননগরের বিভিন্ন রাস্তায় ভেঙে পড়েছে গাছের ডাল। কোথাও উপড়ে পড়েছে গাছ। বিদ্যুতের তার ও গাছের ভাঙা ডাল জড়িয়ে বেশ কয়েকটি রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। দক্ষিণ কলকাতা ও বিধাননগরের বিভিন্ন রাস্তায় গাছ পড়ে রয়েছে। তবে পুরসভার আধিকারিকদের কাছে ওইসব গাছের ডাল সরিয়ে রাস্তা সাফ করার কাজ শুরু করে দিয়েছেন। এ দিকে সপ্তাহের প্রথম দিন, রাস্তার গাছ পড়ে থাকার ফলে কোথাও কোথাও যানজটের সৃষ্টি হয়েছে। কসবা, সর্দান অ্যাভিনিউ, ময়দান, সল্টলেকে গাছ ভেঙে পড়েছে রাস্তায়। বালিগঞ্জে একটি গাড়ির উপর বাঁশের কাঠামো ভেঙে পড়ে। তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে পূবালি হাওয়ার সংঘাতের ফলেই এই ঝড়, সঙ্গে বজ্রবিদ্যুত সহ বৃষ্টি হয়েছে শহরের বিভিন্ন প্রান্তে। হাওয়া অফিস

ভুলেও পাকিস্তানের দিকে তাকানোর দুঃসাহস না দেখায় ভারত: চরম হুঁশিয়ারি ইমরানের মন্ত্রীর

Image
ইসলামাবাদঃ  ভারত যে যুদ্ধের পরিবেশ তৈরি করতে চাইছে, তা দ্রুত বন্ধ করতে হবে। পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলার পরে ভারত-পাকিস্তানের মধ্যে একটা টেনশন তৈরি হয়েছে। যুদ্ধের প্রস্তুতি দুই দেশেরই। সেখানে দাঁড়িয়ে এমনটাই মন্তব্য করলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী মাহমুদ কোরাইশী। তাঁর মতে, পাকিস্তানকে কাবু করার কোনও ইচ্ছে যদি ভারতের থাকে, তাহলে বিষয়টি তাদের ভুলে যেতে হবে। আজ রবিবার পাকিস্তানকে সংবাদমাধ্যমের মুখোমুখি হন বিদেশমন্ত্রী মাহমুদ কোরাইশী। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কোরাইশী জানান, পাকিস্তান একটি শান্তিবাদী দেশ। প্রতিবেশী দেশের সঙ্গে পাকিস্তান শান্তিপূর্ণ অবস্থানে থাকতে চায়। কিন্তু আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, ভারত যে যুদ্ধের পরিবেশ তৈরি করতে চাইছে, তা দ্রুত বন্ধ করতে হবে।   মাহমুদ কোরাইশী বলেন, কাশ্মীর ইস্যুতে পুরো জাতি এক হয়েছে। পাকিস্তানের সেনা, রাজনৈতিক দল এমনকি শিশুরাও কাশ্মীরের স্বাধীনতার পক্ষে। ভারত যেন এদিকে তাকাবারও দুঃসাহস না করে। পুরো কাশ্মীরজুড়ে এখন ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে। ভারতীয় বাহিনী নিরীহ নাগরিকদের বিনা অপরাধে গ্রেফতার চালাচ্ছে। কাশ্মীরি জনগণের বাড়িঘরে লুটপাট করছে। একই সঙ্গে বি

ঘন্টায় ৭০ কিমি বেগে রাতের কলকাতায় আছড়ে পড়ল কালবৈশাখী

Image
কলকাতা:  কলকাতায় আগেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল কলকাতা হাওয়া অফিস। সেই মতো রাতের কলকাতায় আছড়ে পড়ল কালবৈশাখী। ঘন্টায় ৭০ কিমি বেগে আছড়ে পড়েছে এই ঝড়। ব্যাপক হাওয়াতে লন্ডভন্ড। সঙ্গে সঙ্গে মুহুর বজ্রপাতও শুরু হয়েছে। কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলাতেও কালবৈশাখী আছড়ে পড়েছে। ঝড়ো হাওয়ার সঙ্গে শুরু হয়েছে তুমুল বৃষ্টি। জানা গিয়েছে, প্রবল হাওয়াতে ইতিমধ্যে শহরের বেশ কয়েকই জায়গাতে গাছ পড়ে গিয়েছে।   ইতিমধ্যে কলকাতা বিস্তীর্ণ এলাকায় আকাশে দেখা গিয়েছে বিদ্যুতের ঝলকানি। যে কোনো মুহূর্তে শুরু হতে পারে বৃষ্টি। বিকেলেই বৃষ্টি হয়েছে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া ও হুগলি বিস্তীর্ণ এলাকায়। বাঁকুড়া ও মেদিনীপুরের একাংশে এদিন তুমুল ঝড় বৃষ্টি হয়। এরপরেই কলকাতার দিকে ধেয়ে আসে কালবৈশাখী। কিন্তু এই বৃষ্টির কারন কি ? আলিপুরের আবহাওয়া দফতরের অধিকর্তা গনেশ দাস বলেন, "উত্তর ভারত থেকে পশ্চিমি ঝঞ্ঝা রাজ্যের দিকে এগিয়ে আসছে। তার জেরে সোমবার থেকে তিন দিন বৃষ্টি হতে পারে।আগামী সপ্তাহের শুরু থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।" আজ রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৩ডিগ্রি স

ভারতকে জবাব দিতে বাহিনীকে তৈরি রাখছে পাকিস্তান এয়ার ফোর্স

Image
ইসলামাবাদ: হতে পারে সার্জিক্যাল স্ট্রাইক কিংবা আরও ভয়ঙ্কর কিছু। এমনই আশঙ্কায় তটস্থ হয়ে আছে পাকিস্তান। যে কোনও পরিস্থিতির মোকাবিলা করতে প্রস্তুত হয়ে আছে সেদেশের সরকার থেকে সেনাবাহিনী। সীমান্তের কাছে ঘুরে গিয়েছেন পাক সেনা প্রধান কামার জাভেদ বাজওয়া। এবার জানা যাচ্ছে তৈরি রাখা হয়েছে পাকিস্তানের বিমান বাহিনীকেও। পাক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী রবিবার পাকিস্তানের বিমান বাহিনীর প্রধান মুজাহিদ আনোয়ার খান বলেন, ভারতের যে কোনও আঘাতের জবাব দিতে প্রস্তুত আছে পাকিস্তানের গোটা বিমান বাহিনী। এদিন তিনি বলেছেন, "আমরা শান্তিপ্রিয় দেশ।কিন্তু যুদ্ধ যদি হয় তাহলে আমাদের দেশকে বাঁচাতে সবকিছু করতে আমরা প্রস্তুত।" তিনি জানিয়েছেন, দেশের অন্যান্য বাহিনীর পাশাপাশি ভারতের সঙ্গে লড়াই করতে পুরো বিমান বাহিনী তৈরি। যে কোনও চ্যালেঞ্জ নিতে তারা প্রস্তুত। এয়ার বেশ পরিদর্শনে গিয়ে একথা বলেন তিনি। পাক এয়ার ফোর্সের তরফে একটি প্রেস রিলিজও প্রকাশ করা হয়েছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, পাকিস্তানের এয়ার ফোর্স কমব্যাট বাহিনীকে প্রস্তুত রাখছে। শিয়ালকোট, রাওয়ালপিণ্ডি ও সারগোধাতে প

কুম্ভস্নান সেরে দলিতের পা ধুয়ে দিলেন নরেন্দ্র মোদী

Image
কুম্ভে গিয়ে সা‌ফাইকর্মীদের পা ধুইয়ে দিলেন প্রধানমন্ত্রী। রবিবার ইলাহাবাদে (প্রয়াগরাজ)।  কিছু ক্ষণ আগেই কুম্ভের সঙ্গমে ডুব দিয়ে এসেছেন। মাথায় সাদা চন্দন লেপা। পরনে গেরুয়া কুর্তা। একটা নিচু টুলে বসেছেন নরেন্দ্র মোদী। সামনে চেয়ারে বসে পেয়ারে লাল, ছবি, হোরি লাল, নরেশ কুমার, জ্যোতি। পাঁচ জনেই সাফাই কর্মচারী। কুম্ভে ঝাড়ু হাতে, আবর্জনা সাফাইয়ে ব্যস্ত ছিলেন এ ক'দিন। এ তাঁদের নিত্যদিনের কাজ। আজ থেকে তাঁদের দিনটাই বদলে গেল! এ দিন কুম্ভে স্নান সেরে স্বয়ং প্রধানমন্ত্রী তাঁদের পা ধুইয়ে দিলেন যে! প্রথমে ঝকঝকে নতুন পাত্রে রাখা জল ঢেলে পা ধুইয়ে দিলেন। তার পর নতুন তোয়ালে দিয়ে সকলের পা মুছিয়ে দিলেন অতি যত্নে। তার পরে গলায় পরিয়ে দিলেন অঙ্গবস্ত্র। পুরোটাই টেলিভিশনে সরাসরি সম্প্রচার হল। 'ফ্ল্যাশব্যাক'-এ অনেকের স্মৃতিতে ফিরে এল, এক সময় মহাত্মা গাঁধীও এ ভাবেই সাফাই কর্মচারীদের সম্মান জানাতেন। গাঁধীর নামে ভর দিয়েই মোদী ক্ষমতায় এসে শুরু করেছিলেন স্বচ্ছতা অভিযান। নিজে হাতে ঝাড়ু দিয়েছিলেন রাজপথে। আজ সাফাইকর্মীদের পা ধুইয়ে তিনি একটি বৃত্ত সম্পূর্ণ করলেন। অনেকে বলছেন, কখনও গাঁধী, কখনও পটেল, কখনও নেতা

পছন্দের চ্যানেল বন্ধ, দর্শকরা ক্ষুব্ধ

Image
কেব্‌ল টিভি দর্শকদের ভোগান্তির শেষ নেই। টিভি থেকে দুমদাম চ্যানেল উঠে যাওয়াটা অলিখিত নিয়ম হয়ে গেছে। পছন্দের চ্যানেলের তালিকা জমা দেওয়াই সার। সেই তালিকার অনেক চ্যানেলই পাচ্ছেন না তাঁরা। এ নিয়ে প্রবল ক্ষুব্ধ তাঁরা। কলকাতা–সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে একই অবস্থা। কেব্‌ল অপারেটর, এমএসও–দের বিরুদ্ধে অভিযোগের পর অভিযোগ উঠছে। তারা একে অপরের ঘাড়ে দোষ দিয়ে দায় সেরেছে। তবে সমস্যা থেকে মুক্তি কবে মিলবে জানা নেই দর্শকদের। এক এমএসও–র বিরুদ্ধে জোর করে প্যাকেজ চাপিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। তারা কোনও মতেই গ্রাহকদের পছন্দ করা চ্যানেল দিতে চাইছে না বলে অভিযোগ। কয়েকটি এমএসও দাবি করেছে, তারা ট্রাইয়ের নির্দেশ মেনে কাজ করছে। ট্রাই মেনেও নিচ্ছে দর্শকদের সমস্যা হচ্ছে। কেব্‌ল ব্যবসার সঙ্গে যুক্তদের দাবি, এই পরিস্থিতির জন্য অপারেটর, এমএসও দু'‌পক্ষই দায়ী। দর্শকদের নতুন ব্যবস্থায় আনার জন্য অনেক সময় পাওয়া গিয়েছিল। তাঁদের আরও ভাল করে বোঝানোর দরকার ছিল। তাড়াতাড়ি পছন্দের চ্যানেলের তালিকা না জমা দিলে তাঁদের টিভি থেকে অনেক চ্যানেল বাদ চলে যাবে— গ্রাহকদের এই বিষয়টা ভাল করে বোঝানোর দরকার ছিল। কিন্তু বোঝা যাচ্ছে সে–কাজে গ

উত্তাল অরুণাচল, উপমুখ্যমন্ত্রীর বাড়িতে আগুন ধরালো বিক্ষোভকারীরা

Image
অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হল অরুণাচলের ইটানগর।রাজ্যের বাইরের দুই আদিবাসী সম্প্রদায়কে স্থায়ী বাসিন্দার সত্ত্বা দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে অরুণাচল প্রদেশ। ইটানগরে মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডুর বাড়ির সামনে গণ্ডগোল শুরু হয়। নিরাপত্তা রক্ষীদের সঙ্গে ধস্তাধস্তি বাধে বিক্ষোভকারীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শ্যূন্যে গুলি চালায় পুলিস। আহত হয়েছেন অনেকে। তারই প্রতিবাদে উপমুখ্যমন্ত্রী চওয়ন মেইনের বাড়িতে আগুন ধরিয়ে উত্তেজিত জনতা। বাড়ি ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। রাস্তায় থাকা একাধিক গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ইটানগরের ডেপুটি কমিশনারের দপ্তরেও ভাঙচুল করে লুঠ চালায় উত্তেজিত জনতা। ডিসির অফিসের বাইরে দাঁড়িয়ে থাকা একাধিক গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্যের ইন্টারনেট পরিষেবা বন্ধ করে রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত তা বন্ধ করে রাখা হবে। কার্ফু জারি করা হয়েছে ইটানগরে। শুক্রবার ইটানগরের সচিবালয়ে জোর করে ঢোকার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। পুলিস গুলি চালায় বিক্ষোভকারীদের ওপর। সেই গুলিতে মৃত্যু হয় এক বিক্ষোভকারীর। এরপরই আরও বিগড়ে যায় পরিস

চট্টগ্রামে বিমান ছিনতাই, পণবন্দি পাইলটের উপস্থিত বুদ্ধি বাঁচিয়ে দিল যাত্রীদের

Image
উদ্ধার: ছিনতাই হওয়া বিমানে কম্যান্ডোদের অভিযান। রবিবার রাতে চট্টগ্রাম বিমানবন্দরে।  ঢাকা থেকে দুবাইগামী বিমান ছিনতাই ঘিরে ভরসন্ধ্যায় নাটক চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। ১৩৪ জন যাত্রী ও ১৪ জন বিমানকর্মীকে আগেই নিরাপদে নামিয়ে আনা হয়। তার পরে প্যারা কম্যান্ডোরা অভিযান চালিয়ে ছিনতাইকারীকে গুলিতে আহত করে পাকড়াও করে। কিছু ক্ষণের মধ্যেই সে মারা যায়। তার কাছ থেকে একটি পিস্তল মিলেছে। যদিও রাতে পুলিশ জানায়, সেটি খেলনা বন্দুক। বাংলাদেশের সরকারি বিমান সংস্থা 'বিমান'-এর বিডি-১৪৭ উড়ানটি চট্টগ্রাম হয়ে দুবাই যাওয়ার কথা ছিল। বোয়িং-৭৩৭ বিমানটি স্থানীয় সময় বিকেল ৪টেয় ছাড়ার মিনিট পনেরো পরে এক যাত্রী ককপিটে ঢুকে পাইলটের মাথায় পিস্তল ঠেকিয়ে বলে, বিমানটি ছিনতাই করা হয়েছে। পাইলট কৌশলে নিয়ন্ত্রণ কক্ষে ছিনতাই-বার্তা পৌঁছে দিলে চট্টগ্রাম বিমানবন্দরে নিরাপত্তা বাহিনী মেতায়েন হয়। সেনাবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের জিওসি মেজর জেনারেল এস এম মতিউর রহমান সাংবাদিক বৈঠকে জানান, স্থানীয় সময় বিকেল ৫টা ৩৩ মিনিটে এটিএস-এর কাছ থেকে তাঁরা বিমান ছিনতাইয়ের বার্তা পান। এর পরে ৫টা ৪১ মিনিটে বিমানটি চট্টগ্রাম ব

সামনে ভোট, নজরে মধ্যবিত্ত, বাড়ি ও ফ্ল্যাটের জিএসটি এক ধাক্কায় ৮ থেকে ১ শতাংশ

Image
লোকসভা ভোটের আগে ফ্ল্যাট-বাড়ির ক্রেতাদের জন্য বিরাট উপহার। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে থাকা ফ্ল্যাটে জিএসটি-র হার ৮ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ করা হল। পাশাপাশি দামি ফ্ল্যাটের ক্ষেত্রেও জিএসটি এখনকার ১২ শতাংশ থেকে কমে হচ্ছে ৫ শতাংশ। একই সঙ্গে মধ্যবিত্তের সাধ্যের মধ্যে থাকা ফ্ল্যাটের সংজ্ঞাও বদলানো হয়েছে। ৪৫ লক্ষ টাকা পর্যন্ত দামের ফ্ল্যাটকে এখন থেকে সাধ্যের মধ্যে থাকা ফ্ল্যাট হিসেবে ধরা হবে। মেট্রো শহরের ক্ষেত্রে তার মাপ হবে সর্বাধিক ৬০ বর্গমিটার। অন্যান্য শহরের ক্ষেত্রে ৯০ বর্গমিটার। তবে প্রোমোটারেরা কাঁচামালে মেটানো কর ফেরত বা 'ইনপুট ট্যাক্স ক্রেডিট'-এর সুবিধা পাবেন না। আগামী ১ এপ্রিল থেকে এই ব্যবস্থা কার্যকর হবে। আজ জিএসটি পরিষদের এই সিদ্ধান্ত এক দিকে যেমন ফ্ল্যাট-বাড়ির ক্রেতাদের জন্য সুখবর, তেমনই প্রোমোটার বা আবাসন নির্মাতাদের জন্যও সুরাহা। কারণ ফ্ল্যাট-বাড়ির উপরে জিএসটি-র বোঝা কমলে ফ্ল্যাটের দাম কমবে বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির আশা। সে ক্ষেত্রে বিক্রি বাড়বে। নোট বাতিল এবং জিএসটি-র ধাক্কায় আবাসন ক্ষেত্র ধুঁকছিল। ফ্ল্যাটের বিক্রি বাড়লে সেই আবাসন ক্ষেত্র চাঙ্গা হবে।