মেলেনি বেতন, শ্রমিক বিক্ষোভে উত্তপ্ত বাগরাকোটা চা বাগান


মালবাজার: ফের শ্রমিক বিক্ষোভে উত্তপ্ত মালবাজারের বাগরাকোটা চা বাগান। শ্রমিকদের বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার কথা ছিল সোমবার। তবে আর আগে বিনা নোটিসেই বেপাত্তা হয়ে যান মালবাজারের বাগরাকোট চা বাগানের ম্যানেজার। এরপরই গেটের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন অন্তত ১০০০ জন শ্রমিক।

প্রায়ই শ্রমিক-মালিক দ্বন্দ্বের জেরে উত্তাল হয়ে ওঠে চা বাগানগুলি। এবার শ্রমিক বিক্ষোভে উত্তপ্ত মালবাজারের বাগরাকোটা চা বাগান৷ শ্রমিক পূর্ণিমা ওঁরাও জানিয়েছেন, প্রায় ৮ সপ্তাহ ধরে মজুরি পাচ্ছেন না বাগানের শ্রমিকেরা। তাঁদের অভিযোগ, প্রতিদিন কাজের শেষে বাগান কর্তৃপক্ষের তরফে আশ্বাস দেওয়া হয় যে পরের দিনই বকেয়া সমস্ত টাকা মিটিয়ে দেওয়া হবে। প্রতিশ্রুতি মিললেও এখনও পর্যন্ত কোনও টাকা পাননি বাগান কর্মীরা। পরে বাগান কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল যে সোমবারই সমস্ত বকেয়া টাকা মিটিয়ে দেওয়া হবে। এই পরিস্থিতিতে সোমবার সকালে শ্রমিকেরা বাগানে যান৷ ঘটনাস্থলে গিয়ে তাঁরা দেখেন সেখানে নেই ম্যানেজার-সহ বাগান কর্তৃপক্ষের অন্যান্যরা। এরপরই ক্ষোভে ফুঁসতে থাকেন শ্রমিকেরা। বাগরাকোটা চা বাগানের গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা।

বাগানের শ্রমিক নেতা লরেন্তুষ কেরকাট্টা জানিয়েছেন, প্রতিদিনের আয়েই দিন গুজরান অধিকাংশ শ্রমিকের। তাই দীর্ঘদিন বেতন না মেলায় চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন বাগান শ্রমিকেরা। তা সত্ত্বেও কার্যত উদাসীন বাগান কর্তৃপক্ষ। সোমবার সকালে বাগান কর্তৃপক্ষের অনুপস্থিতি শ্রমিকদের ক্ষোভের আগুনে ঘি ঢালে৷ শ্রমিকদের দাবি, পাওনা  টাকা পাওয়ার পরেই বিক্ষোভ প্রত্যাহার করবেন তাঁরা।  যদিও এ বিষয়ে এখনও বাগান কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।