Posts

Showing posts from November 10, 2018

জেনে নিন জয়েন্ট এন্ট্রান্স স্ক্রিনিং টেস্টের জন্য আবেদন করবেন কীভাবে

Image
JEST 2019: জয়েন্ট এন্ট্রান্স স্ক্রিনিং টেস্টের জন্য রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। গত ৮ নভেম্বর থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। সম্ভবত আগামী ১৭ ফেব্রুয়ারি হবে পরীক্ষাটি। আবেদন করার শেষ দিন ১৫ ডিসেম্বর। এক্ষেত্রে যাঁরা SERB অর্থাৎ Science & Engineering Research Board-এ কাজ করেন অথবা NET পরীক্ষা দিয়েছেন তাঁরা enhanced fellowship-এর জন্যও যোগ্য হিসেবে বিবেচিত হবেন। প্রসঙ্গত, আলাদা আলাদা কোর্সের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। এ বিষয়ে বিস্তারিত জানতে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন। অফিসিয়াল ওয়েবসাইটটি হল www.jest.org.in । JEST পরীক্ষায় যাঁরা বসতে ইচ্ছুক তাঁদের অবশ্যই অগাস্টে হওয়া চূড়ান্ত পর্বের পরীক্ষায় পাশ করতে হবে। JEST পরীক্ষার এই নম্বরের বৈধতা থাকবে এক বছর। ফিজিক্স, থিয়োরিকাল কম্পিউটার সাইন্স বা নিউরোসাইন্স বা কম্পিউটেশনাল বায়োলজিতে PhD/Integrated PhD programme যে যাঁরা ভর্তি হতে চান তাঁরাই দেবেন JEST পরীক্ষাটি। JEST সংক্রান্ত কিছু বিশেষ তারিখ ইতিমধ্যেই ১ নভেম্বর থেকে শুরু হয়ে গিয়েছে আবেদনের জন্য রেজিস্ট্রেশন পর্ব। আবেদন পত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৫ ডিসে

ফিল্ম ফেস্টিভালে আমার ছবি দেখানো হয় না, ডান্স করতে ডাকে : শাহরুখ

Image
আজ হয়ে গেল KIFF-এর সূচনা। মঞ্চে উঠলেন শাহরুখ খান। তাঁকে বক্তব্য রাখতে বলা হলে তিনি শুরুটাই করেন হাসি-মজা দিয়ে। তাঁর অনুরোধে KIFF-এর মঞ্চে দেখানো হয় জ়িরোর ট্রেলার। শাহরুখ বলেন, "২৭ বছর ধরে ৭০টি ছবি করেছি। ফিল্ম ফেস্টিভালে আমাকে ডাকা হয় নাচ করতে, নাহলে বক্তব্য রাখতে। কারণ, আমি এতটাও স্মার্ট নই। ১২ বছর ধরে কলকাতায় আছি কলকাতা নাইট রাইডারসের সঙ্গে। আমি এখন স্মার্ট হয়ে উঠেছি। বুদ্ধিজীবী হয়ে উঠেছি। দশবছরে আমার ছবিও দেখানো হতে পারে।" তিনি আরও বলেন, "সত্যি দুর্ভাগ্যজনক যে জাতীয় পুরস্কার পাইনি আমি। আমার ছবি কখনও ফেস্টিভালে দেখানো হয়নি। হয়ত আমার ছবি দেখানো হয়নি, তাই জ়িরোর ট্রেলার দেখানোর অনুমতি আছে আমার।" পাশাপাশি মজার ছলে শাহরুখের প্রশ্ন, "আমার ছবি কি মুখ্যমন্ত্রীর ভালো লাগে না ?"

লোকসভার টিকিটের জন্য পাঁচ কোটি চাওয়া হয়েছিল, বিস্ফোরক মুকুল

Image
লখনউ: লোকসভায় টিকিট দেওয়ার জন্য পাঁচ কোটি টাকা চাওয়া হয়েছে। এমনই অভিযোগ তুলেছেন তাঁরই দলের এক বহিষ্কৃত নেতা। ২০১৯ লোকসভা নির্বাচনে আলিগড় কেন্দ্র থেকে ভোটে লড়ার জন্য তাঁর কাছ পাঁচ কোটি টাকা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন মুকুল উপাধ্যায় নামের ওই বহিষ্কৃত বিএসপি নেতা। শুক্রবার বহুজন সমাজ পার্টি থেকে দলের বিধায়কের ভাই তথা প্রাক্তন এমএলসি মুকুল উপাধ্যায়কে বহিষ্কার করেন মায়াবতী। এরপরই মায়াবতীর বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ আনেন ওই নেতা। তিনি জানান, ওই পাঁচ কোটি টাকা তিনি দিতে রাজি হননি। এরপর তাঁর ভাই রামবীর জানান যে তাঁর স্ত্রী সীমা ওই সিট থেকে ভোটে লড়বে। ২০১৪ তে গাজিয়াবাদ লোকসভা কেন্দ্র থেকে ভোটে লড়েছিলেন মুকুল। ২০১৭ তে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে শিখরপুর থেকে ভোটে লড়েন তিনি। দুটি নির্বাচনে বিজেপির কাছে হেরে যান তিনি। ২০০৭-এ আলিগড় থেকেও লড়েছিলেন। দল-বিরোধী কাজের অভিযোগেই বহিষ্কার করা হয়েছে তাঁকে। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল বলে জানিয়েছে আলিগড়ের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর। দলীয় সূত্রে খবর, বিজেপি নেতাদের সঙ্গে যোগাযোগ চালাচ্ছিলেন মুকুল উপাধ্যায়। এমনকী বিজেপির অনুষ্ঠানেও নাকি তাঁকে দেখা গিয়েছে

ফোঁটা দিতে আসা বোনকে টেনে নিয়ে যাচ্ছিল জঙ্গলে, দাদাকে ফেলে মার মত্ত যুবকদের

Image
দাদা কাজ করেন ধূপগুড়ির একটি গ্যারাজে। ভাইফোঁটার আগের দিন বিকেলেই কোচবিহারের বড় শোলমারি থেকে তিন বোন আর ছোট ভাই চলে এসেছিলেন দাদার কাছে। ইচ্ছে ছিল, ধূপগুড়ির কালীপুজো দেখে, রাতে দাদার কাছে কাটিয়ে সকালে পাঁচ জনে মিলে বাড়ি ফিরবেন। রাতে দাদার গ্যারাজে আশ্রয় নিয়েছিলেন সকলে। বৃহস্পতিবার গভীর রাতে সেখানে হানা দেয় তিন মত্ত যুবক। তারা দাদা ও ভাইকে মারধর করে ও বোনেদের যৌন নিগ্রহের চেষ্টা করে বলে অভিযোগ। আরও অভিযোগ, ছোট বোনকে টেনে নিয়ে যেতে চেয়েছিল তারা। শেষে চেঁচামেচি করে লোকজন জড়ো করে হেনস্থাকারীদের হাত থেকে নিস্তার পান তাঁরা। এই নিয়ে ধূপগুড়ি থানায় এফআইআর হয়েছে। কিন্তু শুক্রবার সন্ধ্যা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। ঘটনার পর থেকে ভয়ে কুঁকড়ে গিয়েছেন যুবকের ছোট বোন। মেজ বোন বলেন, ''জানি না কাল ছোট বোনকে ওরা নিয়ে গেলে কী হত! আজ ভাইফোঁটা। কিন্তু দাদার মুখের দিকে তাকানো যাচ্ছে না। গোটা মুখে মারের দাগ। এমন ভাইফোঁটা যেন কোনও বোনকে না দেখতে হয়!'' নিগৃহীত যুবক বলছেন, ''আমার বাড়ি কোচবিহার জেলায়। এখানে কাউকেই চিনি না। যারা মারধর করেছে, তাদের মধ্যে এক জনের নাম জানতে

দেশের খরচেই বিদেশে বেড়ানো! এই শীতে ভিসা ছাড়াই ঘোরা যাবে তাইল্যান্ডে

Image
থাইল্যান্ডের কো নাং ইউয়ান সমুদ্র সৈকত। দরজায় কড়া নাড়ছে শীত। মনটা উড়ু উড়ু। বেড়াতে যাওয়ার পরিকল্পনাও শুরু হয়ে গিয়েছে। কিন্তু এখনও জায়গা ঠিক করে উঠতে পারেননি? তাহলে দেশের পর্যটন মানচিত্রটা একটু সরিয়ে রেখে তুলে নিন গ্লোব। একটু ঘুরিয়েই চোখ রাখুন ফুকেট, ব্যাঙ্কক, কিংবা তাইল্যান্ড-বার্মা ডেথ রেলওয়ের মতো চোখ জুড়োনো পর্যটন কেন্দ্রে। দেশে বেড়ানোর খরচেই যদি ঘুরে আসা যায় তাইল্যান্ডে তাহলে আর ছাড়ে কে? হ্যাঁ। মাত্র দু'মাসের জন্য এমনই সুযোগ দিচ্ছে তাইল্যান্ড সরকার। নভেম্বর ও ডিসেম্বর এই দু'মাস ভিসা অন অ্যারাইভাল-এ কোনও ফিস লাগবে না। শুধুমাত্র ভারতীয় পাসপোর্ট থাকলেই ঘুরে আসা যাবে বিনা পয়সায়। ভারত, চিন-সহ মোট ২১টি দেশের ক্ষেত্রে এই ছাড়ের ঘোষণা করেছে তাইল্যান্ড সরকার। তবে থাকা যাবে ১৫ দিন। সেটাই অবশ্য বেড়ানোর জন্য যথেষ্ট বলে মনে করছেন পর্যটন ব্যবসায়ীরা। বর্তমানে তাইল্যান্ডে ভিসা অন অ্যারাইভ্যালের জন্য দিতে হয় ২০০০ বাট (তাইল্যান্ডের মুদ্রা)। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ৪,৩৮৫ টাকা। ঘোষণা  অনুযায়ী আগামী পয়লা ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত এই টাকা দিতে হবে না। ভারত চিন ছাড়

গলায় ক্ষত, পাশে ছুরি! ম্যানেজমেন্ট ছাত্রের রহস্যমৃত্যু কলকাতার হোটেলে

Image
হোটেলে রহস্যমৃত্যু হর্ষ বালানির। ম্যানেজমেন্ট ছাত্রের রহস্যমৃত্যু হল কলকাতার একটি নামী হোটেলে। পুলিশ সূত্রে খবর, বছর চব্বিশের ওই যুবকের শরীরে ক্ষত রয়েছে। দেহের পাশ থেকে উদ্ধার হয়েছে একটি ছুরিও। এটি আত্মহত্যা নাকি খুন, তা এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, শনিবার ধর্মতলা এলাকার একটি নামী হোটেলের শৌচালয় থেকে উদ্ধার হয় হর্ষ বালানি নামে এক তরুণের দেহ। হর্ষ আদতে গুজরাতের বাসিন্দা। বেঙ্গালুরু থেকে স্নাতক হন। তার পরে জামশেদপুরের একটি ম্যানেজমেন্ট কলেজ থেকে পাশ করে অ্যাপ ক্যাব সংস্থা উবার-এ বেশ কিছু দিন কাজ করেছেন। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে তিনি ঝাড়খণ্ড থেকে কলকাতায় এসে ধর্মতলা এলাকার ওই অভিজাত হোটেলে ওঠেন। সেখানে কারও সঙ্গে দেখা করতে এসেছিলেন বলে পুলিশের অনুমান। শুক্রবার সকালে হোটেল কর্মীরা রুম সার্ভিসের জন্যে ডাকাডাকি করলেও, কোনও উত্তর পাওয়া যায়নি। প্রথমে গুরুত্ব না দেওয়া হলেও, পরে আবারও ডাকে সাড়া না মেলায় শেষ পর্যন্ত ডুপ্লিকেট চাবি দিয়ে শনিবার ঘরে ঢোকেন হোটেল কর্মীরা। তাঁরা দেখেন অচৈতন্য অবস্থায় শৌচাগারে পড়ে রয়েছে হর্ষ। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকের

শিঘ্রই বিকপ্ল KYC ব্যবস্থা নিয়ে আসছে টেলিকম কোম্পানিগুলি

Image
সম্প্রতি ঐতিহাসিক রায়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে মোবাইল নম্বরের সাথে আধার লিঙ্ক আবশ্যিক নয়। এর পরেই নড়েচড়ে বসেছে টেলিকম দপ্তর। সম্প্রতি টেলিকম দপ্তরের পক্ষ থেকে সব নেটওয়ার্ক কোম্পনিগুলিকে ৫ নভেম্বরের মধ্যে এই সমস্যার সমাধান খোঁজার নির্জেশ দেওয়া হয়েছিল। এবার ভোডাফোন ও এয়ারটেল 'বিকপ্ল KYC' নিয়ে আসত্যে চলেছে। তবে এই তালিকার জিওর নাম দেখা যায়নি। এক রিপোর্টে জানানো হয়েছে শিঘ্রই নতুন KYC নিয়ে হাজির হবে টেলিকম কোম্পানিগুলি। তবে এখনো সব টেলিকম নেটওয়ার্ক প্রাথমিক ভেরিফিকেশান হিসাবে আধার ব্যবহার করছে। সুপ্রিম কোর্টের রায়ের পরেই টেলিকম দপ্তর সব টেলিকম কোম্পানিগুলিকে আধার ব্যবহার করে নতুন সিম বন্ধের নির্দেশ দিয়েছিল। ৫ নভেম্বরের মধ্যে নতুন পরিকল্পনা নিয়ে হাজির হওয়ার কথা ছিল টেলিকম সংস্থাগুলির। তবে টেলিকম সংস্থাগুলি সরকারের কাছে ২০ নভেম্বর পর্যন্ত সময় চেয়ে নিয়েছে। এয়ারটেল জানিয়েছে ইতিমধ্যেই বিকল্প KYC পদ্ধতিতে দিল্লি, উত্তর প্রদেশ (পূর্ব) উত্তর প্রদেশ (পশ্চিম) সার্কেলের একাধিক শহরে নতুন সিম বিক্রি শুরু হয়েছে। শিঘ্রই সারা দেশে এই বিকল্প KYC ছড়িয়ে পড়বে। নাম প্রকাশে অনিচ্ছুক এক অফিশিয়াল জানিয়েছে ব

রোজভ্যালি দুর্নীতিতে জড়িয়ে এক এসপি সহ ৭ অফিসার, তদন্তে নয়া মোড়

Image
সরষের মধ্যেই লুকিয়ে ভূত! রোজভ্যালি দুর্নীতির তদন্তে নয়া মোড়। রোজভ্যালি কাণ্ডের তদন্তে এবার নাম উঠে এল এক এসপি পদমর্যাদার অফিসারের। ধৃত সুদীপ্ত রায় চৌধুরীকে জেরা করে ৭ জন তদন্তকারী অফিসারের নাম উঠে আসে। অভিযোগ, এই অফিসাররা প্রত্যেকে তদন্ত ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। ইডি সূত্রে জানা গিয়েছে, ধৃত সুদীপ্তের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস ও ফোনের কল লিস্ট খতিয়ে দেখার পর এই সাত অফিসারের সন্ধান মেলে। জেরায় ধৃত সুদীপ্ত রায়চৌধুরী জানান, এই অফিসাররা বিভিন্ন সময়েই তদন্তকারী অফিসারদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার নাম করে টাকা তুলেছে। এই ৭ জনের মধ্যে দুজন পদস্থ পুলিস কর্তা রয়েছেন।  বাকি একজন এস পি পদ মর্যাদার অফিসার ও ৪ জন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসার রয়েছেন। প্রসঙ্গত, আয়ের সঙ্গে সঙ্গতিহীন বিপুল সম্পত্তির জন্য গত রবিবার ব্যবসায়ী সুদীপ্ত রায়চৌধুরীকে গ্রেফতার করে ইডি। রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন সুদীপ্ত। সংস্থার অনেক লেনদেনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। সূত্রের খবর, তাঁর মাধ্যমেই চলত সমস্ত বেআইনি লেনদেন। প্রভাবশালীদের সঙ্গে যোগাযোগ রেখে সুদীপ্ত রায়চৌধুরী বাজার থেকে টাকা তুলতেন বলে

বছরের কোন সময় পর্ন সাইটে আগ্রহ কমে ভারতীয়দের?

Image
দেওয়ালি বা অন্যান্য ধর্মীয় উৎসবের সময় পর্নোগ্রাফি ওয়েবসাইট কম দেখেন ভারতীয়েরা। শনিবার আর রবিবার ভারতীয়রা পর্নোগ্রাফি দেখেন কিনা, সামনে এল সেই মানসিকতার কথাও। শুধু তাই নয়, প্রাপ্তবয়স্ক ভিডিয়ো দেখায় দর্শকসংখ্যার বিচারে এখন সারা পৃথিবীতে তিন নম্বরে ভারত। পর্নোগ্রাফিক বিষয় নিয়ে ভারতীয় সমাজের এরকম নানান অজানা তথ্য সামনে এল সদ্য প্রকাশিত একটি বইতে। সম্প্রতি 'ইন্ডিয়া কানেক্টেড' বলে একটি বই প্রকাশ করেছেন ভারতীয় লেখক রবি আগরওয়াল। সস্তার স্মার্টফোন আর সস্তার ডেটা কী ভাবে ডিজিটাল দুনিয়ায় ভারতীয়দের মানসিকতায় পরিবর্তন এনেছে, তা নিয়েই বিস্তারিত আলোচনা করা হয়েছে বইটিতে। বইটির লেখক 'পর্নহাব ডট কম' ওয়েবসাইট থেকে প্রকাশিত রিপোর্টের ভিত্তিতেই এই সিদ্ধান্তে পৌঁছেছেন। ইউটিউব ভিডিয়োর মতোই পর্নহাব আন্তর্জাতিক ডিজিটাল দুনিয়ায় গত কয়েক বছরে আধিপত্য তৈরি করেছে। তবে তা শুধু মাত্র পর্নোগ্রাফিক বা কঠোর ভাবে প্রাপ্তবয়স্ক বিষয়ের মধ্যেই সীমাবদ্ধ। ২০১৬ সালে তাদের ওয়েবসাইটে ভারতীয়দের আসা-যাওয়া বিশ্লেষণ করে প্রকাশিত রিপোর্টে দেখা যাচ্ছে, দেওয়ালির সময় পর্নহাব ডট কমে ভারতীয় দর্শক সংখ্যা প্রায় ১৭ শতাংশ কমে গ

৯ বছরের বালিকাকে যৌন নিগ্রহ করলেন ৮০ বছরের বৃদ্ধ!

Image
পাশের বাড়ির দাদু ডাকলেই ছুট্টে চলে যেত খুদেটা। প্রায়শই দাদুর সঙ্গে অনেক গল্প করতে দেখা যেত তাকে। দাদুর সঙ্গে খুঁনসুটিও করত ন'বছরের শিশুটি। অন্য পাঁচ দিনের মতো শুক্রবারও পাশের বাড়ির সেই দাদুর কাছে মেয়ের যাওয়া নিয়ে তাই কোনও কিছুই মনে হয়নি বাবা-মায়ের। কিন্তু, বাড়ি ফিরে মেয়েকে কান্নাকাটি করতে দেখে সন্দেহ হয় তাঁদের। জিজ্ঞাসাবাদ করায় ৯ বছরের ওই শিশুকন্যা জানায়, ওই দাদু তার যৌনাঙ্গে হাত দিয়েছে। মেয়ের ইঙ্গিতে বিষয়টি বুঝতে কিছুমাত্র অসুবিধা হয় না মায়ের। এর পরই বাঁশদ্রোণী থানায় অভিযোগ করে শিশুটির পরিবার। রাতেই গ্রেফতার করা হয় অভিযুক্ত আশি বছরের বৃদ্ধকে। তাঁর নাম বিশু ভট্টাচার্য। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে ঘটনাটি ঘটেছে কলকাতার বাঁশদ্রোণী এলাকায়। পুলিশ জানিয়েছে, বাঁশদ্রোণীর জনতা কলোনি এলাকার বাসিন্দা ওই শিশুটির পরিবার। তার বাড়ির পাশেই থাকতেন ওই অভিযুক্ত বৃদ্ধ। শিশুটির পরিবারের অভিযোগ, প্রায়ই শিশুটিকে লজেন্স-মিষ্টি দেওয়ার নামে ডাকতেন বৃদ্ধ। কিন্তু, তিনি যে মেয়ের সঙ্গে এমন ব্যবহার করবেন তা ভাবতেই পারেননি তারা।

অঙ্গ প্রতিস্থাপনে বিশেষ ইউনিট পাবে SSKM হাসপাতাল

Image
কলকাতা: অঙ্গ প্রতিস্থাপনের জন্য দিনরাত প্রস্তুত থাকবেন SSKM হাসপাতালের চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা। এজন্য পৃথক একটি ইউনিট চালু হচ্ছে রাজ্যের প্রথম সারির এই সরকারি হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষের অনুমান, আগামী বছরের প্রথম দিকে এই হাসপাতালে অঙ্গ প্রতিস্থাপনের জন্য পৃথক ইউনিট চালু হয়ে যাবে।এবিষয়ে হাসপাতালের MSVP (মেডিকেল সুপারিনটেনডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল) রঘুনাথ মিশ্র বলেন, "অঙ্গ প্রতিস্থাপনের জন্য বিশেষ ইউনিট চালু হবে। একটি টিম সব সময় প্রস্তুত থাকবে।"  যদিও, এই হাসপাতালের ITU-এর ইনচার্জ তথা, রিজিওনাল অর্গান অ্যান্ড টিস্যু ট্রান্সপ্ল্যান্ট অরগানাইজেশন (ROTTO)-এর সদস্য রজত চৌধুরি বলেন, "অঙ্গ প্রতিস্থাপনের জন্য পৃথক একটি ইউনিট আগামী বছরের প্রথম দিকে চালু হয়ে যাবে। চিকিৎসকদের প্রশিক্ষণ শুরু হয়েছে। এই ইউনিট ২৪ ঘণ্টা প্রস্তুত থাকবে। অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে সাফল্যের হার আরও বৃদ্ধির লক্ষ্যে আমাদের এখানে এই ধরনের একটি ইউনিট চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।"

পাক সেনার ছোড়া গুলিতে মৃত্যু ভারতীয় সেনার

Image
শ্রীনগর : ফের সীমান্তে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান। আজ সকাল ৯.৪৫ মিনিট নাগাদ পাক অধিকৃত কাশ্মীর থেকে গুলি চালায় পাকিস্তানের সেনা। এপার থেকে জবাব দেয় ভারতীয় সেনা। পাক সেনার ছোড়া গুলিতে গুরুতর জখম হন ভারতের এক জওয়ান। পরে তিনি মারা যান। এর আগেও জম্মু-কাশ্মীর সীমান্তে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তানের সেনা।

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে ফের গায়েব ২৭১ কোটি টাকা, লন্ডনে অভিযোগ দায়ের ব্যাঙ্কের

Image
নীরব মোদী, মেহুল চোখসি-দের হাজার-হাজার কোটি টাকার প্রতারণার ধাক্কা এখনও কাটিয়ে ওঠা যায়নি। এরমধ্যে সামনে এল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের আরও এক আর্থিক প্রতারণার অভিযোগ। যেখানে ৩৭ মিলিয়ন ডলার, ভারতীয় টাকার অঙ্কে অন্তত ২৭১ কোটি টাকার প্রতারণা হয়েছে বলে পিএনবি-র দাবি। এই মর্মে লন্ডনে ইউকে-এর হাইকোর্টে মামলা দায়ের করেছেন এই ভারতীয় ব্যাঙ্ক। পাঁচ জন ভারতীয়, একজন আমেরিকান এবং তিনটি মার্কিনি সংস্থার বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে। পিএনবি ইন্টারন্য়াশনাল ব্যাঙ্ক-এ এই প্রতারণার ঘটনা ঘটেছে। যার মূল সংস্থা হল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। ইউকে-র হাইকোর্টে পিএনবি যে অভিযোগ দায়ের করেছে তাতে উল্লেখ করা হয়েছে যে একাধিক ঋণ-এর মাধ্যমে এই প্রতারণার ঘটনা ঘটানো হয়েছে। একাধিক ভুল তথ্য দিয়ে এই ঋণ নেওয়া হয়েছে এবং এতে পুরোপুরি চুক্তির লঙ্ঘন করা হয়েছে। জানা গিয়েছে আমেরিকার সাউথ ক্যারোলিনায় তৈল-শোধনাগার, একাধিক পরিকাঠামো উন্নয়ন ও উইন্ড-এনার্জি ক্ষেত্রের জন্য এই ঋণ নেওয়া হয়েছিল। পিএনবি-র অভিযোগ, ঋণ নেওয়ার জন্য সংস্থার ব্যালান্স শিটে কারচুপি করা হয়েছিল। ঋণ খেলাপি তিন সংস্থার ডাইরেক্টরস, ঋণ গ্রহীতাদের গ্যারান্টার্স-রাও এই

আশির নীচে পেট্রোল, ক্রমশ দাম কমছে জ্বালানি তেলের

Image
শুক্রবার একদফা আশির নীচে নেমে গিয়েছিল পেট্রোলের দাম। শনিবার তার ফের নামল। সামান্য হলেও জ্বালানীর দাম কমার প্রবণতায় স্বস্তি পেতেই পারেন সাধারণ মানুষ। শুক্রবার কলকাতায় পেট্রোলের দাম ছিল ৭৯.৯৮ টাকা প্রতি লিটার। ডিজেল বিক্রি হয়েছিল ৭৪.৬০ টাকায়। শনিবার পেট্রোল কমে হল ৭৯.৮১ টাকা প্রতি লিটার ও ডিজেলের দাম হল ৭৪.৪৪ টাকা প্রতি লিটার। অন্যদিকে, শনিবার দিল্লিতে পেট্রোলে দাম কমে হল ৭৭.৮৯ টাকা লিটার ও ডিজেলের দাম হল ৭২.৫৮ টাকা প্রতি লিটার। শুক্রবার এই দাম ছিল ৭৮.০৬ টাকা প্রতি লিটার। ডিজেলের দাম ছিল ৭২.৭৪ টাকা প্রতি লিটার। চেন্নাইয়ে অবশ্য পেট্রোলের দাম থেমে থাকল আশির কোটাতেই। সেখানে শনিবার পেট্রোল বিক্রি হচ্ছে ৮০.৯০ টাকা প্রতি লিটারে। ডিজেলের দাম ৭৬.৭২ টাকা প্রতি লিটার। মুম্বইয়েও এদিন পেট্রোল বিক্রি হল ৮৩.৪০ টাকা লিটার ও ডিজেলের দাম ৭৬.০৫ টাকা প্রতি লিটার। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের জোগান বাড়ায় তেলের দাম বেড়েছে। ফলে তেলের দাম কমেছে বলে মনে করা হচ্ছে।

টাটা স্টিলের সিনিয়র ম্যানেজারকে খুন প্রাক্তন এগজিকিউটিভের

Image
নিহত টাটা স্টিলের ম্যানেজার অরিন্দম পাল। ফরিদাবাদে টাটা স্টিলের এই ইউনিটেই ঘটনাটি ঘটে।  টাটা স্টিলের সিনিয়র ম্যানেজারকে গুলি করে খুন করল সংস্থারই বরখাস্ত হওয়া এগজিকিউটিভ ম্যানেজার। শুক্রবার দুপুরে ফরিদাবাদের ঘটনা।নিহতের নাম অরিন্দম পাল। টাটা স্টিলের ফরিদাবাদ ইউনিটের সিনিয়র ম্যানেজার অরিন্দম। ওই দিন অফিসে নিজের ঘরে বসে বিশ্রাম করছিলেন তিনি। হঠাত্ই ঘরে ঢোকেন সংস্থারই বরখাস্ত হওয়া এগজিকিউটিভ ম্যানেজার বিশ্বাস পান্ডে। তার পরই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পর পর পাঁচটা গুলি করেন অরিন্দমকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। অফিসে তখন অনেক কর্মী ছিলেন। ম্যানেজারের ঘর থেকে গুলির আওয়াজ শুনে ছুটে আসেনতাঁরা। দরজা খুলে দেখেন মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ম্যানেজার। তখনও ওই ঘরেই ছিলেন বিশ্বাস। সকলে মিলে তাঁকে ধরার চেষ্টা করলে গুলি চালানোর হুমকি দিতে থাকেন তিনি। এক কর্মী জানান, বিশ্বাসের হাতে বন্দুক দেখে কেউ আর সাহস করে এগোতে পারেনি। সেই সুযোগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি। পুলিশ জানিয়েছে, অরিন্দম পালের অধীনেই কাজ করতেন বিশ্বাস। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এ বছরের গোড়ায় বিশ্বাসকে কাজ থেকে বরখাস্ত করেন তিন

দিনে নাইটি পরলেই দিতে হবে ২ হাজার টাকা জরিমানা!

Image
দিনে নাইটি পরা চলবে না। পরলেই দিতে হবে ২ হাজার টাকা জরিমানা! অন্ধ্রপ্রদেশের পশ্চিম গোদাবরী জেলার তোকালাপল্লি গ্রামের এই ফতোয়ায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। আজ থেকে ন'মাস আগে এই ফতোয়া জারি হয়েছিল অন্ধ্রপ্রদেশের ওই গ্রামে। মাতব্বরদের হুমকির কারণে এই ফতোয়ার কথা গ্রামের চৌহদ্দি পেরোনোর সাহস পায়নি। ফলে দিনের পর দিন ওই ফতোয়াই বহাল তবিয়তে চলছিল গ্রামের অন্দরে। মহিলাদের মধ্যে একটা ক্ষোভও তৈরি হচ্ছিল ভিতরে ভিতরে। কিন্তু, একঘরে হয়ে যাওয়ার ভয়ে কেউ মুখ খোলার বা এই ফতোয়ার প্রতিবাদ করার দুঃসাহস দেখাতে পারেননি। ফলে দিনের বেলায় গ্রামে নাইটি পরাই বন্ধ করে দিতে হয়েছিল মহিলাদের। মাতব্বরদের যুক্তি, নাইটি রাতের পোশাক। দিনে পরা কাম্য নয়। কিন্তু গ্রামের বহু মহিলাই দিনে নাইটি পরে রাস্তায় বেরোন, দোকানে যান, ঘুরে বেড়ান। এটা বন্ধ হওয়া দরকার। এটা বন্ধ করতেই ৯ সদস্যের একটি কমিটি গঠন করেন মাতব্বররা। সেই কমিটি নিদান দেয়, নাইটি রাতে পরার পোশাক। তা দিনে কখনওই পরতে পারবেন না গ্রামের মহিলারা। সময়ও বেঁধে দেন মাতব্বরা। তাঁরা ফতোয়া জারি করেন, সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত নাইটি পরা যাবে না। যদি এই নির্দেশ কেউ অগ্রা

বোনের শ্লীলতাহানী, প্রতিবাদ করে প্রহৃত দাদা-বৌদি

Image
দাদা-বৌদির সঙ্গে ঠাকুর দেখে বাড়ি ফিরছিল ১২ বছরের এক কিশোরী। অভিযোগ, তখনই তার উদ্দেশে কটূক্তি করে কয়েক জন মত্ত যুবক। সেই ঘটনার প্রতিবাদ করায় ওই যুবক এবং তাঁর স্ত্রীকে মারধর করা হয়। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে নিমতা থানার দুর্গানগর এলাকায়। পুলিশ জানিয়েছে, মাসতুতো দাদা-বৌদির সঙ্গে বাড়ি ফিরছিল নবম শ্রেণির ওই ছাত্রীটি। তখন রাত ন'টা। অভিযোগ, দুর্গানগর পাওয়ার হাউসের সামনে কয়েক জন মত্ত যুবক প্রথমে কটূক্তি করে ওই ছাত্রীর উদ্দেশে। তার পর হাত ধরে রেললাইনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। বোনের সম্মান বাঁচাতে রুখে দাঁড়ান দাদা বাবাই মণ্ডল। অভিযোগ, তখনই তাঁর উপর চড়াও হয় ওই মত্তেরা। মারধর করা হয়। এমনকি পিস্তলের বাঁট দিয়ে মাথায় মারা হয় বলেও অভিযোগ। খবর পেয়ে ছুটে আসেন বাবাইয়ের মা বুড়ি মণ্ডল। হামলাকারীরা বাবাইয়ের মা এবং স্ত্রীকেও মারধর করে। শ্লীলতাহানির চেষ্টা করা হয় তাঁদের। খবর জানাজানি হতেই ছুটে আসেন এলাকার লোকজন। তখনই পালিয়ে যায় ওই মত্ত যুবকরা। পরে উত্তর দমদম পুর হাসপাতালের নিয়ে আসা হয় আহত বাবাইকে। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। শুক্রবার রাতেই নিমতা থাকায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। প

অসমে ৯ দিনে মৃত্যু হল ১৬টি শিশুর

Image
উত্তরপ্রদেশের পর এবার অসম। ফের একবার বিজেপি শাসিত রাজ্যে একাধিক শিশুমৃত্যুর ঘটনা ঘটল। ১ থেকে ৯ নভেম্বর পর্যন্ত জোরহাট মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে ১৬টি সদ্যোজাত শিশুর মৃত্যু হয়েছে। ইতিমধ্যে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে সে রাজ্যের সরকার। তবে এখনও পর্যন্ত এতজন শিশুর মৃত্যুর আসল কারণ জানা যায়নি। তবে হাসপাতাল সূত্রে খবর, শিশুদের কয়েকজন জন্মের পর থেকেই রোগে আক্রান্ত ছিল। এছাড়া কিছু শিশুর জন্মের পর ওজন কম ছিল। তবে এই ঘটনায় ভয়ের কোনও কারণ নেই। জানানো হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে। অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, '‌ইতিমধ্যে একটি তদন্তকারী দল গঠন করা হয়েছে। তার মধ্যে ইউনিসেফের একজন সদস্যও রয়েছেন। দলটি জোরহাট হাসপাতালের উদ্দেশে রওনাও হয়ে গিয়েছে। তাঁরা পুরো বিষয়টি খতিয়ে দেখে বিস্তারিত রিপোর্ট জমা দেবেন।'‌ এদিকে, হাসপাতালের সুপার সৌরভ বরকাকোটি জানিয়েছেন, স্পেশাল কেয়ার ইউনিটে সদ্যোজাত শিশুমৃত্যুর ঘটনাটি ঘটেছে। তবে এর পিছনে হাসপাতাল কর্তৃপক্ষের অসাবধানতা দায়ী নয়। ইতিমধ্যে হাসপাতাল কর্তৃপক্ষও ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। সৌরভ আরও বলেন, '‌অনেক সময় হাসপাতালে রোগ

‌নিচে যান্ত্রিক ত্রুটি সারাচ্ছেন গার্ড, সেই অবস্থাতেই ট্রেন চালালেন চালক

Image
কথায় আছে রাখে হরি তো মারে কে!‌ ফের একবার তার প্রমাণ মিলল। ট্রেনের নিচে যান্ত্রিক ত্রুটি সারাতে ঢুকেছিলেন গার্ড। আর এই অবস্থাতেই গার্ড বেরিয়ে আসার আগে ট্রেন চালিয়ে দিলেন চালক। ঘটনাটি ঘটেছে হাওড়া–দিঘা এসি সুপারফাস্ট এক্সপ্রেসে। চালক–গার্ড ভুল বোঝাবুঝিতে আর একটু হলেই ঘটে যেত ভয়াবহ দুর্ঘটনা। ঘটনার অভ্যন্তরীন তদন্ত শুরুর নির্দেশ দিয়েছে রেল কর্তৃপক্ষ। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে গোটা ঘটনাটির ভিডিও। বৃহস্পতিবার সকাল ৯ টা ১০ মিনিট। আচমকা চেন টানায় দাঁড়িয়ে পড়ে হাওড়া–দিঘা এসি সুপারফাস্ট এক্সপ্রেস। সামান্য একটু যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় নিজেই ট্রেনের নিচে গিয়ে সেটি ঠিক করতে যান গার্ড। আশাপাশে দাঁড়িয়ে ছিলেন আরপিএফ কর্মীরাও।  মেরামতির পর ফের একবার ট্রেনটি চলার মতো অবস্থায় ফিরে যায়। কিন্তু ট্রেনের নিচ থেকে গার্ডের বেরনোর আগেই ঘটে গেল বিপত্তি। আচমকাই ট্রেন চালাতে শুরু করলেন চালক। উপস্থিত বুদ্ধির জোরে ট্রেনের এয়ার পাইপে ঝুলে পড়লেন গার্ড। এদিকে, আরপিএফ কর্মীরা চালকের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা শুরু করেন। শেষপর্যন্ত গোটা বিষয়টি দৃষ্টিগোচর হওয়ার পর ট্রেন থামান চালক। ততক্ষণে অনেকটাই এগিয়ে

এবার খবর পড়বে 'মানুষ' রোবট, প্রতিযোগিতার মুখে টিভি সঞ্চালকরা

Image
টিভির সঞ্চালকরা এবার বড় প্রতিযোগিতার মুখে পড়তে পারেন। কারণ খবর পড়ে শোনাতে এবার তৈরি রোবটরাও। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবটরা মানুষের মুখের অভিব্যক্তি নকল করে, তাদের কথা নকল করে খবর পড়তে তৈরি হয়ে গিয়েছে। শুধু তাই নয়, তাদের আদব-কায়দাও নাকি একেবারে হুবহু নকল করতে পারে রোবটরা। ফলে চিনের সংবাদ পাঠকরা নাকি প্রবল প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়ে গিয়েছে। চিনের সরকারি সংবাদসংস্থা শিনহুয়া সূত্রে জানা গিয়েছে, সেদেশের উঝেন শহরে বিশ্ব ইন্টারনেট কনফারেন্সে এই ধরনের রোবটের ব্যবহার করে দেখানো হয়েছে। যা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে চিনে হওয়া গবেষণার বড় সাফল্য বলেই মনে করা হচ্ছে। একটি ভিডিওতে রোবটকে বলতে শোনা গিয়েছে, আজ তার নিউজ এজেন্সিতে প্রথম দিন। মানুষকে খবর জানাতে সে কঠিন পরিশ্রম করবে বলেও প্রতিশ্রুতি দিয়েছে। যেভাবে তার সিস্টেমে খবর জোগানো হবে, সেইভাবে সে দর্শকদের খবর সরবরাহ করবে বলে জানিয়েছে রোবটটি। ঠিক কবে থেকে এই প্রযুক্তির ব্যবহার শুরু হবে তা ঠিক হয়নি। তবে কনফারেন্সে উপস্থিত জনতা জমিয়ে সেলফি তুলেছেন রোবট সঞ্চালকের সঙ্গে। তাকে ডিজি্টাল অ্যাঙ্কার হিসাবেও ডাকা হচ্ছে। উপস্থিত জনতা রীতিমতো হাততালি দিয়

কলকাতা পাচ্ছে নতুন গেট, উদ্বোধন ১৪ নভেম্বর

Image
কলকাতা : কলকাতার মুকুটে যোগ হতে চলেছে নতুন পালক। দিল্লির ইন্ডিয়া গেট, মুম্বইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়ার মতো এবার কলকাতাও পাচ্ছে বিশ্ব বাংলা গেট বা কলকাতা গেট। নিউ টাউনের নবনির্মিত এই গেটের উদ্বোধন হতে চলেছে ১৪ নভেম্বর। উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি ও মুম্বইয়ের মতো কলকাতাতেও একটি "প্রবেশ দ্বার" বা গেট হোক, চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই পরিকল্পনার কথা জানিয়েছিলেন রাজ্য সরকারের শীর্ষ কর্তাদের। এরপরই কলকাতা গেট তৈরি জন্য নড়েচড়ে বসে রাজ্য প্রশাসন। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় গেটের নামকরণ করেছেন। IIT মুম্বই এই গেটের নকশা চূড়ান্ত করেছে। নকশা অনুসারে নিউটাউনের নারকেল বাগান মোড়ে চারিদিক থেকে চারটি পিলার তোলা হয়েছে। ৫৫ মিটার উঁচু পিলারগুলি। সেই পিলারগুলির উপরে মাটি থেকে ২৫ মিটার উচ্চতায় তৈরি হয়েছে ২০০ মিটার পরিধির একটি সুদৃশ্য গোলোক। সেখানে থাকছে অত্যাধুনিক রেস্তরাঁ। এই ঝুলন্ত রেস্তরাঁটি চালাবে HIDCO।  ‌একসঙ্গে ১০০ জন কলকাতা গেটে ওঠার সুযোগ পাবেন। ওঠার জন্য তৈরি হয়েছে দুটি লিফট। এছাড়াও থাকছে সিঁড়ির ব্যবস্থা।

আজ কলকাতায় শুরু চলচ্চিত্র উৎসব

Image
কলকাতা: পুজোর উৎসব শেষ হতেই আজ শনিবার থেকে কলকাতায় শুরু হতে চলেছে চলচ্চিত্র উৎসব। এই উৎসবকে কেন্দ্র আজ কলকাতায় বসতে চলেছে চাঁদের হাট। হাজির থাকবেন টলিউড-বলিউডের প্রখ্যাত শিল্পীরা। ২৪তম বর্ষের এই সিনেমা উৎসবের উদ্বোধন করবেন অমিতাভ বচ্চন। আজ সকালে বিমানবন্দরে রাজ্য সরকারের পক্ষ থেকে তাঁকে স্বাগত জানাবেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে শেষ তিন বছর এসেছেন তিনি। এবারও মুখ্যমন্ত্রীর অনুরোধে স্ত্রী জয়া বচ্চনকে সঙ্গে নিয়ে হাজির থাকছেন তিনি। বচ্চন দম্পতির সঙ্গেই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ খান। তাঁকে বিমানবন্দরে স্বাগত জানাবেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। এছাড়াও উৎসবের উদ্বোধনী মঞ্চে উপস্থিত হাজির থাকবেন শর্মিলা ঠাকুর, মহেশ ভাট, সঞ্জয় দত্ত এবং নন্দিতা দাস। মুম্বইয়ের বিশিষ্ট পরিচালক মহেশ ভাটকে স্বাগত জানাতে যাবেন বিধায়ক সুজিত বসু। শুধু টলিউড-বলিউড নয়, হাজির থাকছেন আন্তর্জাতিক ক্ষেত্রে প্রতিষ্ঠিত চলচ্চিত্র তারকা মাজিদ মাজিদি, ফিলিপ নয়েস, জিল বিলকক, সাইমন বেকার প্রমুখ। ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্

‘বন্ধুবান্ধবদের কালো টাকা সাদা করতে নোট বাতিল করেছেন মোদী’

Image
কলকাতা: প্রধানমন্ত্রীর বন্ধুবান্ধবদের কালো টাকা সাদা করার জন্যই নোট বাতিল করা হয়েছিল। এর অন্য কোনও অর্থ বের করার চেষ্টা দেশের মানুষকে বোকা ভাবা। শুক্রবার নোট বাতিলের দ্বিতীয় বর্ষপূর্তিতে সোশ্যাল মিডিয়ায় নরেন্দ্র মোদীকে এভাষাতেই আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ এদিন দেশ জুড়ে বিক্ষোভ দেখায় জাতীয় কংগ্রেস। প্রত্যেকটি রাজ্যের জেলায় জেলায় প্রশাসনিক ভবনের সামনে ধর্ণায় বসেন কংগ্রেস কর্মী সমর্থকরা।তবে ভাইফোঁটা উপলক্ষ্যে পশ্চিমবঙ্গে এই কর্মসূচী শুক্রবার বাতিল করে শনিবার করা হয়েছে৷ ২০১৬ সালের ৮ নভেম্বর দেশে আচমকাই ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল বলে ঘোষণা করেন প্রধানমন্ত্রী মোদী। এর পরই দেশজুড়ে টাকার আকাল দেখা যায়। র্ভোগে পড়েন কোটি কোটি মানুষ। দেশের সমস্ত বিরোধী দল এককাট্টা হয়ে মোদী সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করে। লোকসভা নির্বাচনে নোট বাতিলকে বিরোধী দল বিশেষ করে কংগ্রেস বড় হাতিয়ার করতে চলেছে। দু বছরের পুরনো ইসুকে নতুন করে চাগিয়ে তুলতে চাইছে তারা। কংগ্রেস নেতাদের বক্তব্য, নোট বাতিলের ফলে সারা দেশের অর্থনীতি ভেঙে পড়েছে। মধ্যবিত্তকে তার মাশুল এখনও চোকাতে হচ্ছে। কংগ্রেস নেতারা তার

ভয়াবহ দাবানলে তছনছ ক্যালিফোর্নিয়া! মৃত ৫, ঘরছাড়া অন্তত ১,৫০,০০০

Image
দাবানলে দাউ দাউ করে জ্বলছে উত্তর ক্যালিফোর্নিয়া। এখনও পর্যন্ত এই আগুনে অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে। ঘর ছাড়া দেড় লক্ষেরও বেশি মানুষ। বিবিসি সূত্রে খবর, শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ৬টা নাগাদ আচমকাই দাবানল ছড়িয়ে পড়ে উত্তর ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টোয় বিউট কাউন্টিতে। দুপুরের মধ্যেই সেই আগুন ছড়িয়ে পড়ে ১৮ হাজার একর এলাকায়। এখনও পর্যন্ত অন্তত ৭৫ হাজার বাড়ি খালি করে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানোর ব্যবস্থা করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুলগা থেকে কনকাউ, দক্ষিণে প্যারাডাইসের প্রায় সম্পূর্ণ এলাকাই দাবানলের গ্রাসে চলে এসেছে। ক্যালিফোর্নিয়ার দমকল কর্তারা জানাচ্ছেন, ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে আসার মতো অবস্থা। ইতিমধ্যেই যুদ্ধকালীন তত্পরতায় ফাঁকা করা হয়েছে এই এলাকার সব হাসপাতালগুলিকে। প্যারাডাইস এলাকার ১১টি আবাসিক স্কুলের প্রায় সাড়ে তিন হাজার পড়ুয়াকে দ্রুত অন্যত্র নিরাপদ স্থানে সরানোর ব্যবস্থা করা হয়েছে। আক্রান্ত এলাকাগুলি থেকে প্রায় ২৭ হাজার প্রবীণ নাগরিকদের উদ্ধার করেছে দমকল। প্রশাসনের পক্ষ থেকে উত্তর ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। কতক্ষণে পরিস্থিতি নিয়ন

ফেসবুকে বন্ধুত্বের জের, ৯.৪ লক্ষ টাকা খোয়ালেন প্রৌঢ়

Image
মুম্বইঃ ফাঁদে পড়ে ৯.৪ লক্ষ টাকা খোয়ালেন এক প্রৌঢ়। সোশ্যাল মিডিয়ায় এক অপরিচিত মহিলার সঙ্গে বন্ধুত্ব পাতানোর মাশুল এভাবেই গুনতে হল তাঁকে। জানা গিয়েছে, মুম্বইয়ের বাসিন্দা ৬৫ বছরের ওই প্রৌঢ় একটি কোচিং সেন্টার চালান। গত অগাস্ট মাসে ফেসবুকে লিওনি নামে এক মহিলার সঙ্গে পরিচয় হয় তাঁর। ওই মহিলা জর্ডনের বাসিন্দা হিসাবে নিজের পরিচয় দেয়। সেখানে একটি স্যালোঁ চালান বলে জানায় সে। ধীরে ধীরে গাঢ় হয় বন্ধুত্ব। অভিযোগ, তার কিছুদিন পরই অমিত নামের এক ব্যক্তি ওই মহিলার হয়ে প্রৌঢ়কে ফোন করে জানায়, ৭০ হাজার ডলার নিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন লিওনি। কিন্তু, অভিবাসী দফতরের আধিকারিকরা দিল্লি বিমানবন্দরে তাঁকে আটক করেছেন। ছাড় পেতে ২৪ হাজার টাকা প্রয়োজন। ছাড় পেয়েই সে টাকা ফিরিয়ে দেবেন লিওনি। বিশ্বাস করে ওই মহিলার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেন প্রৌঢ়। এরপরও বিভিন্ন অযুহাতে তিনমাসে মোট ৯ লক্ষ ৪০ হাজার টাকা প্রৌঢ়ের কাছ থেকে হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। তারপর থেকে অমিত বা লিওনি কাউকেই ফোনে যোগাযোগ করা যায়নি। অবশেষে বুধবার কান্দিভালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন প্রৌঢ়। ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে জালিয়

৭৫ কিশোরকে ধর্ষণ, গ্রেফতার এইচআইভি আক্রান্ত সেনা আধিকারিক

Image
ব্যাংককঃ প্রায় ৭৫ জন কিশোরকে ধর্ষণের অভিযোগ উঠল এক সেনা আধিকারিকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তরপূর্ব থাইল্যান্ডের খোন কেন প্রদেশে। ওই কিশোরদের বেশিরভাগেরই বয়স ১৩-১৮-এর মধ্যে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, খোন কেন প্রদেশের বাসিন্দা ৪৩ বছর বয়সী অভিযুক্ত ওই সেনা আধিকারিক একটি সমকামী ডেটিং অ্যাপে নিজের ভুয়ো প্রোফাইলের মাধ্যমে এই কিশোরদের আমন্ত্রণ জানাত। দেখা করার পর ওই কিশোরদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াত। এরপর ডেটিং অ্যাপে পাঠানো ছবির ভিত্তিতে ওই কিশোরদের ভয় দেখিয়ে জোর করে যৌনসঙ্গমে বাধ্য করত অভিযুক্ত সেনা আধিকারিক। ঘটনায় অভিযুক্ত ওই সেনা আধিকারিককে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জেরায় ধর্ষণের অভিযোগ স্বীকার করেছে অভিযুক্ত। জানা গিয়েছে, ওই সেনা আধিকারিক এইচআইভি আক্রান্ত। থাইল্যান্ডের টেকনোলজি ক্রাইম টাস্ক ফোর্সের আধিকারিক (ডেপুটি) সুরাচাতে হাকপার্ন জানান, এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে মোট ৬টি মামলা দায়ের করা হয়েছে, যার মধ্যে অপ্রাপ্তবয়ষ্কদের প্রতারনা, ধর্ষণ, যৌন নিপীড়নের মতো গুরুতর অভিযোগ রয়েছে।

যৌন হেনস্তা রুখতে গুগলের ‘অ্যাকশন প্ল্যান’

Image
সান ফ্রান্সিসকোঃ এবার কর্মীদের ওপর যৌন হেনস্তার ব্যাপারে নতুন পদক্ষেপ নিল গুগল। সংস্থায় কর্মীদের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ উঠলে তার তদন্ত করতে বিশেষ 'অ্যকশন প্ল্যান' ঘোষণা করলেন গুগলের চিফ এক্সিকিউটিভ অফিসার সুন্দর পিচাই। বেশকিছু দিন ধরেই কর্মীদের উপর যৌন হেনস্থার অভিযোগ উঠছিল গুগলে। সম্প্রতি তারা জানায় গত দু'বছরে যৌন হেনস্থার অভিযোগে বহিষ্কার করা হয়েছে ৪৮ জন কর্মীকে। এদের মধ্যে ১৩ জন সংস্থার উচ্চপদস্থ কর্মীও রয়েছেন। সুন্দর পিচাই জানান, যৌন হেনস্তার বিষয়গুলি আগামীদিনে আরও স্বচ্ছতার সঙ্গে দেখা হবে। প্রতিটি অভিযোগের সুষ্ঠ তদন্ত হবে ও সেই তদন্ত রিপোর্ট প্রকাশ্যে আনা হবে। তিনি জানান, যৌন হেনস্তার ঘটনা কমাতে ও সচেতনতার জন্য আগে প্রতি দু'বছরে একবার করে প্রশিক্ষণ হত। এখন প্রতি বছর এই প্রশিক্ষণ দেওয়া হবে।

থানা থেকে বেরিয়ে টানা ১০ দিন নিখোঁজ থাকার পর দেহ উদ্ধার

Image
শিলিগুড়িঃ টানা দশদিন নিখোঁজ থাকার পর নির্মীয়মান বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে এক ব্যাক্তির পচা গলা দেহ উদ্ধার। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে শিলিড়ির দার্জিলিং মোড় সংলগ্ন শিবনগর এলাকায়। মৃতের নাম ভানু সরকার। বাড়ি প্রধাননগর থানার রাজীবনগর কলোনী এলাকায়। খবর পেয়ে প্রধাননগর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে। মৃতের পরিবার সূত্রে খবর, ৩১ অক্টোবর রাত থেকেই নিখোঁজ ভানু। পুলিশ জানিয়েছে, ৩১ অক্টোবর রাতে জাতীয় সড়কের ধারে ভানুকে পড়ে থাকতে দেখে প্রধাননগর থানার টহলদারি ভ্যান। এরপর তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে জ্ঞান ফিরলে তাঁর পরিচয় জেনে তাঁকে বাড়ির মোড়ে ছেড়ে দেওয়া হয়। পুলিশের দাবি ওই সময় ভানু সরকারের সঙ্গে এলাকারই এক যুবক ছিল। জানা গিয়েছে, ভানু স্থানীয একটি হোটেলের কর্মী ছিলেন। রাত সাড়ে দশটা নাগাদ প্রতিদিন বাড়ি ফিরতেন তিনি। ৩১ তারিখ রাতে হোটেল থেকে বের হয়ে আর বাড়ি ফেরেননি তিনি। সকালেও না ফেরায় খোঁজখবর শুরু করে পরিবারের লোকজন। তখন ভানুর সঙ্গে থাকা ওই যুবর পরিবারকে জানায়, পুলিশ তাঁকে রাতে থানায় নিয়ে গিয়েছিল। তাঁর পরিবারের লোকেরা থানায় এসে যোগাযোগ করলে তাঁদের জানানো হয়, দার্জিলিং

নাইটি পরা যাবে না, জারি ফতোয়া

Image
হায়দরাবাদঃ নাইটি পরতে পারবেন না মহিলারা। কেউ এই নির্দেশ অমান্য করলে দিতে হবে জরিমানা। অন্ধ্রপ্রদেশের একটি গ্রামে জারি করা হল এমনই ফতোয়া। জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশের গোদাবরী জেলার নিদামারু ব্লকের টোকালাপল্লি গ্রামের বাসিন্দারা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছেন সকাল ৮টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত ওই এলাকার কোনও মহিলা নাইটি পরতে পারবেন না। যদি কোনও মহিলা সেই নির্দেশ অমান্য করেন তবে তাকে ২০০০ টাকা জরিমানা দিতে হবে। পাশাপাশি যদি কেউ নির্দেশ অমান্যকারীর সন্ধান দেন তাহলে তাকে ১০০০ টাকা পুরস্কারও দেওয়া হবে। গ্রামের মহিলার কেউই এই ফতোয়ার বিরুদ্ধে কথা বলেননি। নির্দেশ অনুযায়ী, মহিলারা বাড়িতে থাকলে নাইটি পরতে পারবেন কিন্তু বাড়ির বাইরে যাওয়া যাবে না। প্রসঙ্গত, গ্রামের সংস্কৃতি ও ঐতিহ্যকে রক্ষা করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি গ্রামবাসীদের। নিদামারু থানার সাব ইন্সপেক্টর এম বিজয় কুমার বলেন, "এই অগণতান্ত্রিক সিদ্ধান্তটি নিয়ে খোঁজখবর নিচ্ছি। কিন্তু এই ফতোয়া জারি করার কথা অস্বীকার করেছেন গ্রামের পুরুষরা।" গ্রামের মহিলারা এই নির্দেশের প্রতিবাদে কোনও অভিযোগ দায়ের করেননি।

জয় দিয়েই যাত্রা শুরু মিতালিদের

Image
মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা ভালোই করলেন মিতালি-হরমনপ্রীতরা। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে ৩৪ রানে হারিয়ে পুরো পয়েন্ট ঘরে তুললেন ভারতের মেয়েরা। কৃতিত্ব অবশ্যই অধিনায়ক হরমনপ্রীতের। জেমাইমার সঙ্গে চতুর্থ উইকেটে জুটি বেঁধে ১৩৪ যোগ করে ভদ্রস্থ জায়গায় পৌঁছে দেন দলের রান।  হরমনপ্রীতের সেঞ্চুরিতে ভর করে ভারত কিউইদের সামনে টার্গেট রাখে ১৯৫ রানের। শুরুটা ভালোই করে নিউজিল্যান্ড। ৬ ওভারের মধ্যে পঞ্চাশের গণ্ডি টপকে যায় কোনও উইকেট না হারিয়ে। দলীয় ৫২ রানের মাথায় কিউই শিবিরে ভাঙন ধরান হেমলতা। দুরন্ত রিফ্লেক্স ক্যাচ নেন উইকেটকিপার তানিয়া। এর পর থেকে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। ৭৩ রানে পর পর ২ বলে ২ উইকেট তুলে নিয়ে মোক্ষম ধাক্কা দেন পুনম যাদব। ওপেনার বেটস এবং মিডল অর্ডারে নামা মার্টিন খানিকটা চেষ্টা করেন। তাতেই ১৫০ রান পেরিয়ে যায় কিউইদের। পুনমের সঙ্গে দুরন্ত বোলিং করেন ডেবিউ করা হমলতা। ২৬ রানের বিনিময়ে ৩টি উইকেট পেয়েছেন তিনি। পুনমও ৩৩ রানে ৩ উইকেট নেন। অসাধারণ সেঞ্চুরির সুবাদে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হন হরমপ্রীত কউর। 

পার্লামেন্ট ভেঙে দিলেন সিরিসেনা, ৫ জানুয়ারি অকাল নির্বাচন শ্রীলঙ্কায়

Image
কলম্বো : ৫ জানুয়ারি শ্রীলঙ্কায় নির্বাচন ঘোষিত হল। গতকাল পার্লামেন্ট ভেঙে দেন প্রেসিডেন্ট মৈত্রীপালা সিরিসেনা। নতুন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজপক্ষেকে সমর্থনের জন্য সিরিসেনার দলের প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না থাকায় ঘোষিত হল অকাল নির্বাচন। ২৬ অক্টোবর রনিল বিক্রমসিংঘকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে রাজাপক্ষেকে প্রধানমন্ত্রী ঘোষণা করেন প্রেসিডেন্ট মৈত্রীপলা সিরিসেনা। শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী ঘোষণা করেন মাহিন্দা রাজাপক্ষেকে। নতুন প্রধানমন্ত্রী রাজাপক্ষেকে সমর্থনের জন্য সিরিসেনার দল UPFA-র সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের প্রয়োজন ছিল। কিন্তু, ২২৫ আসনের পার্লামেন্টে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ হয় তারা। এরপরই আগামী বছরের ৫ জানুয়ারি অকাল নির্বাচনের ঘোষণা করলেন প্রেসিডেন্ট। একইসঙ্গে তিনি জানান, ১৭ জানুয়ারি পার্লামেন্টের নতুন নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে অধিবেশন হবে।

‘গরিব আদিবাসীদের জীবন নষ্টের মূলে শহুরে মাওবাদীরা’

Image
রায়পুর: আগামী সোমবার ছত্তীশগড়ে প্রথম দফার নির্বাচন৷ ওই রাজ্যের মোট ১৮ কেন্দ্রে ওই দিন ভোট নেওয়া হবে৷ মূলত মাও-অধ্যুষিত অঞ্চলেই সেদিন ভোটগ্রহণ৷ আর সেই এলাকায় প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আক্রমণ করলেন শহুরে মাওবাদীদের৷ শুক্রবার ছত্তীশগড়ের জব্বলপুরে তাঁর জনসভা ছিল৷ ওই জনসভা থেকে তিনি কংগ্রেস ও শহুরে মাওবাদীদের এক সূত্রে গেঁথে আক্রমণ করলেন৷ প্রধানমন্ত্রীর অভিযোগ, গরিব আদিবাসীদের জীবন নষ্ট করে দিচ্ছে শহুরে মাওবাদীরা৷ অথচ তাঁদের সন্তানেরা বিদেশে পড়তে যাচ্ছে৷ তাঁরা শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসবাস করছেন৷ বড় গাড়িতে ঘুরে বেড়াচ্ছেন৷ তার পর তাঁরা আদিবাসীদের কেন নিয়ন্ত্রণ করতে চাইছেন, এদিন সেই প্রশ্ন দলের নির্বাচনী জনসভা থেকে তুলেছেন মোদী৷ একই সঙ্গে তিনি বিঁধেছেন রাহুল গান্ধীর দলকে৷ সরাসরি কংগ্রেসের নাম করে শহুরে মাওবাদী ইস্যুতে প্রশ্ন তুলেছেন৷ জানতে চেয়েছেন, ''কংগ্রেস কেন শহুরে মাওবাদীদের সমর্থন করছে?'' তাই তিনি কংগ্রেস ভোট না দেওয়ার জন্য আবেদন করেছেন৷ বলেছেন, ''কংগ্রেস একদিন শহুরে মাওবাদীদের মদত দিচ্ছে, অন্যদিকে মাওবাদী মুক্ত ছত্তীশগড় গড়ার স্বপ্ন দে

ছত্তীসগ়ঢ়ে ক্ষমতায় এলে ১০ দিনের মধ্যেই ঋণ মকুব, আশ্বাস রাহুলের

Image
পখাঞ্জুরে জনসভায় রাহুল গাঁধী দিল্লি থেকে সকাল সাড়ে আটটার রায়পুরগামী বিমানের চাকা সবে গড়াতে শুরু করেছে। সিট বেল্ট বাঁধা, মোবাইল ফোন বন্ধ করে ফেলার নির্দেশ ঘোষণা হয়ে গিয়েছে। জানলার ধারের ১৬-এফ আসনের যাত্রীটি তখনও মোবাইলে জরুরি আলোচনায় ব্যস্ত।  এয়ার হোস্টেস এ বার একটু ধমকের সুরেই বললেন, 'স্যর, প্লিজ সুইচ অফ ইওর মোবাইল।' বাধ্য ছেলের মতো তাড়াতাড়ি মোবাইল বন্ধ করে জ্যাকেটের পকেটে ঢুকিয়ে ফেললেন রাহুল গাঁধী। তখন তাঁর কাঁচুমাচু মুখ দেখে কে বলবে, ঘণ্টা দুয়েকের মধ্যে সেই তিনিই ছত্তীসগঢ়ের মাটিতে পা রেখে নরেন্দ্র মোদী, রমন সিংহের বিরুদ্ধে হুঙ্কার ছাড়বেন! প্রথমে কাঙ্কেরের বাঙালি অধ্যুষিত পখাঞ্জুর, তার পরে খোদ ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী রমন সিংহের দুর্গ রাজনন্দগাঁওয়ে একের পর এক জনসভায় ঝড় তুলবেন।  বিমানের ইকনমি ক্লাসের যাত্রীকে দেখে এটাই বা কে বলবে, যে তিনি কংগ্রেস সভাপতি। আগামী বছরের লোকসভা ভোটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রধান চ্যালেঞ্জার। বিমানে উঠে নিজেই সবাইকে হাসি মুখে হ্যালো বললেন। বিমান আকাশে ওড়ার পরে ভেবেচিন্তে ঠিক করলেন, কফির সঙ্গে ওটমিল কুকিজ খাওয়া যাক।   কফি শেষ হতেই বিস্ময়

মুখ্যমন্ত্রীর আঁকা ছবি নিজেদের হেফাজতে নিচ্ছে সিবিআই

Image
মমতা বন্দ্যোপাধ্যায়। যাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা ছবি কিনেছিলেন, তাঁদের কাছ থেকে সেই ছবি নিজেদের হেফাজতে নিচ্ছে সিবিআই। এর আগে ব্যবসায়ী শিবাজি পাঁজার কাছ থেকে ছবি নিয়েছিল সিবিআই। এ বার রোজ ভ্যালির অফিস থেকে ছবি নিয়ে এল তারা। শিবাজির কাছ থেকে নেওয়া হয়েছিল ১০টি ছবি। চলতি সপ্তাহে সল্টলেকে রোজ ভ্যালির দফতর থেকে ৭টি ছবি নেওয়া হয়েছে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে। কেন্দ্রীয় এই গোয়েন্দা সংস্থার দাবি, সারদা-রোজ ভ্যালি তদন্তের অঙ্গ হিসেবেই ওই সব ছবি তাঁরা জোগাড় করছেন। পরে প্রয়োজনে ওই ছবিগুলি আদালতেও পেশ করা হতে পারে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে। তদন্তকারীদের দাবি, বাজারে ছবিগুলি যাচাই করে তার মূল্যায়ন করা হবে। পাশাপাশি যে টাকা দিয়ে ছবি কেনা হয়েছে, সেই টাকার উৎস সন্ধানও করা হবে। সিবিআই সূত্রের খবর, যে টাকা দিয়ে বেআইনি অর্থলগ্নি সংস্থার তরফ থেকে ওই সব ছবি কেনা হয়েছিল, তার টাকা বাজার থেকে মানুষকে ভুল বুঝিয়ে তোলা হয়েছিল। তদন্ত মূলত সেই  কারণেই। মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ মহল থেকে অবশ্য বারবার বলা হয়েছে, ছবি বিক্রি করে যা টাকা এসেছিল তা মানুষের কল্যাণেই খরচ করা হয়েছে। মুখ্যমন্ত্রীর নিজের

‘৮০ হাজার দিলেই প্রি-স্কুলের ব্যবসা করা যাবে!’

Image
দিনের বেলাতেও সূর্যের আলো ঢোকে না। তাই প্রতিটি ঘর, বারান্দায় জ্বলছে টিউবলাইট। কাঠের পার্টিশন দেওয়া সরু বারান্দায় পর পর খুপরি। একটি খুপরিতে চলছে টিভি। অন্য খুপরিতে আবার প্রেশার কুকারে রান্না হচ্ছে। কোনও ঘরে সমস্বরে শিশুস্বর, ''জনি জনি, ইয়েস পাপা/ ইটিং সুগার নো পাপা।'' সেন্ট্রাল অ্যাভিনিউয়ে গিরিশ পার্কের কাছে তিনতলা বসতবাড়িতে এ ভাবেই চলছে 'প্রি' অর্থাৎ প্রাক-প্রাথমিক স্কুল। অপরিসর গেট দিয়ে ঢোকার পরে বাড়ির কোন অংশটা স্কুল আর কোনটা বসতবাড়ি, গুলিয়ে যায়। বাগুইআটি এলাকায় আবার কিছু দিন আগে পর্যন্ত অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া বাড়িতে রাতারাতি খোলা হয়েছে প্রি-স্কুল।  শুধু এই দু'টি নয়, কলকাতার উত্তর থেকে দক্ষিণে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা প্লে ও প্রি স্কুলগুলোতে ঘুরলে দেখা যাচ্ছে, কয়েকটি বাদে অনেক স্কুলের পরিকাঠামো কার্যত কিছুই নেই।  বিয়েবাড়ি, বসতবাড়ি, বড়সড় গুদাম ঘর, গ্যারাজকেই বদলে দেওয়া হয়েছে প্রি-স্কুলে। আড়াই থেকে পাঁচ বছরের শিশুরা ঘণ্টার পর ঘণ্টা কাটাচ্ছে সেখানেই। সে জন্য যথেষ্ট মূল্যও দিতে হচ্ছে। বেশির ভাগ ইংরেজি মাধ্যম প্রি-স্কুলে অ্যাডমিশন ফি ১৫-২০ হাজা

নিষ্ঠুর রসিকতা হচ্ছে না কি?

Image
আর কত বোঝা চাপবে? আমজনতার কাঁধের বোঝাটাকে আর কতটা ভারী করে তোলা হবে? নোটবন্দির অপূরণীয় ক্ষতি বা পেট্রল-ডিজেলের আগুন দাম দেখে জনসাধারণ যখন প্রায় নিশ্চিত যে, এ যাত্রায় 'অচ্ছে দিন' আর দেখা হল না, তখন দিনযাপন আরও কঠিন করে তুলতে শুরু করল রান্নার গ্যাস। ভর্তুকিহীন সিলিন্ডারের দাম পৌঁছে গেল ৯৭১ টাকা ৫০ পয়সায়। এখন থেকে এলপিজি ডিলারদের আরও বেশি কমিশন দিতে চান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কিন্তু দায়টা নিজেরা নিতে চান না, অতিরিক্ত কমিশনটাও তাঁরা আদায় করে নিতে চান গ্রাহক অর্থাৎ সাধারণ নাগরিকের কাছ থেকে। ক্ষোভ এবং বিস্ময় যুগপৎ হানা দেয়। কোনও সরকার কোন বুদ্ধিতে বা কোন যৌক্তিকতায় ভর করে এই রকম সিদ্ধান্ত নিতে পারে, তা বোঝা খুব শক্ত। ভারতবাসীকে 'সুদিন' দেখানোর প্রতিশ্রুতিটা ছিল বিজেপির তথা নরেন্দ্র মোদীদের অন্যতম প্রধান অঙ্গীকার। ক্ষমতাসীন হওয়ার পরে প্রায় সাড়ে চার বছর কাটিয়ে দিয়েও কি নরেন্দ্র মোদীরা খুব স্পষ্ট করে বলতে পারছেন, ঠিক কোন কোন ক্ষেত্রে সেই প্রতিশ্রুত 'সুদিন' তাঁরা আনতে পেরেছেন? সামগ্রিক সুদিনের কথা না হয় ছেড়েই দিলাম। এত কিছুর পরেও যখন রান্নার গ্যাসের একটা সিলিন্ডারের দাম হ

হরমনপ্রীতের সেঞ্চুরির ঝড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে জয় দিয়ে শুরু ভারতের

Image
দুরন্ত: সেঞ্চুরি করার পরে হরমনপ্রীত (৫১ বলে ১০৩)। মেয়েদের বিশ্বকাপ সেমিফাইনালে তাঁর ঝোড়ো ইনিংসের স্মৃতি ফিকে হতে না হতেই ফের বিধ্বংসী হয়ে উঠলেন ভারতের তারকা ব্যাটসম্যান হরমনপ্রীত কৌর। তাঁর দাপটেই নিউজিল্যান্ডকে ৩৪ রানে হারিয়ে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত। শুক্রবার গায়ানায় বিশ্বকাপের প্রথম ম্যাচেই হরমনপ্রীত সেঞ্চুরি করে বুঝিয়ে দেন আগ্রাসী ক্রিকেট খেলতেই তাঁরা এসেছেন। ৫১ বলে ১০৩ রান করেন ভারত অধিনায়ক হরমনপ্রীত। একশোয় পৌঁছতে নেন ৪৯ বল। এই প্রথম ভারতের কোনও মহিলা ক্রিকেটার দেশের জার্সি গায়ে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করলেন। ভারত পাঁচ উইকেটে ১৯৪ রান তোলে। রান তাড়া করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ের মুখে পড়ে নিউজিল্যান্ড। দুই ভারতীয় স্পিনার দয়ালান হেমলতা ও পুনম যাদবের দুরন্ত বোলিংয়ে। দু'জনেই তিনটি করে উইকেট নেন। তাঁদের দাপটে ২০ ওভারে ৯ উইকেটে ১৬০ রানের বেশি তুলতে পারেনি নিউজিল্যান্ড।     গত বছর জুলাইয়ে ৫০ ওভারের বিশ্বকাপ সেমিফাইনালেও ব্যাটে ঝড় তুলেছিলেন হরমনপ্রীত। সেই ম্যাচে তাঁর ১১৫ বলে ১৭১ রানের ইনিংস অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ের ভিত গড়ে দিয়েছিল। শুক্রবার ঠিক একই ভাবে ঝ