‘গরিব আদিবাসীদের জীবন নষ্টের মূলে শহুরে মাওবাদীরা’


রায়পুর: আগামী সোমবার ছত্তীশগড়ে প্রথম দফার নির্বাচন৷ ওই রাজ্যের মোট ১৮ কেন্দ্রে ওই দিন ভোট নেওয়া হবে৷ মূলত মাও-অধ্যুষিত অঞ্চলেই সেদিন ভোটগ্রহণ৷

আর সেই এলাকায় প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আক্রমণ করলেন শহুরে মাওবাদীদের৷ শুক্রবার ছত্তীশগড়ের জব্বলপুরে তাঁর জনসভা ছিল৷ ওই জনসভা থেকে তিনি কংগ্রেস ও শহুরে মাওবাদীদের এক সূত্রে গেঁথে আক্রমণ করলেন৷

প্রধানমন্ত্রীর অভিযোগ, গরিব আদিবাসীদের জীবন নষ্ট করে দিচ্ছে শহুরে মাওবাদীরা৷ অথচ তাঁদের সন্তানেরা বিদেশে পড়তে যাচ্ছে৷ তাঁরা শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসবাস করছেন৷ বড় গাড়িতে ঘুরে বেড়াচ্ছেন৷ তার পর তাঁরা আদিবাসীদের কেন নিয়ন্ত্রণ করতে চাইছেন, এদিন সেই প্রশ্ন দলের নির্বাচনী জনসভা থেকে তুলেছেন মোদী৷

একই সঙ্গে তিনি বিঁধেছেন রাহুল গান্ধীর দলকে৷ সরাসরি কংগ্রেসের নাম করে শহুরে মাওবাদী ইস্যুতে প্রশ্ন তুলেছেন৷ জানতে চেয়েছেন, ''কংগ্রেস কেন শহুরে মাওবাদীদের সমর্থন করছে?''

তাই তিনি কংগ্রেস ভোট না দেওয়ার জন্য আবেদন করেছেন৷ বলেছেন, ''কংগ্রেস একদিন শহুরে মাওবাদীদের মদত দিচ্ছে, অন্যদিকে মাওবাদী মুক্ত ছত্তীশগড় গড়ার স্বপ্ন দেখাচ্ছে৷''

প্রসঙ্গত, বাম মনোভাবাপন্ন বেশ কয়েকজন সমাজকর্মীকে গ্রেফতারের পর দেশজুড়ে শহুরে মাওবাদী বা আরবান নক্সাল শব্দটি ছড়িয়ে পড়েছে৷ এ নিয়ে আন্দোলনে নেমেছেন অনেকে৷ সেই আন্দোলনের প্রতি কংগ্রেস সহানুভূতিশীল৷ এদিন সেই সহানুভূতিশীল মনোভাবকেই খোঁচা দিয়েছেন মোদী৷ একই সঙ্গে জানিয়েছেন, আদিবাসী শিশুদের পেন থাকা উচিত৷ বন্দুক নয়৷