Posts

Showing posts from November 7, 2018

এক নজরে দীপাবলীর সেরা প্রিপেড প্ল্যান

Image
গত কয়েক মাসে প্রিপেড মোবাইলের প্ল্যানে বিপুল পরিবর্তন এসেছে। এক ধাপে অনেকটাই কমেছে মোবাইল প্ল্যানের দাম। সম্প্রতি আগের থেকে অনেক কম দামে অনেক বেশি সুবিধা পাওয়া যাচ্ছে। Jio, BSNL. Airtel ও Vodafone এর মধ্যে নিরন্তর লড়াইয়ে আখেরে লাভবান হচ্ছেন গ্রাহকরা। ভারতের জনপ্রিয় নেটওয়ার্ক Jio, BSNL, Airtel ও Vodafone-এর দীপাবলীর সেরা কম্বো প্ল্যানগুলিতে চোখ বুলিয়ে নেওয়া যাক। জিও দীপাবলী উপলক্ষে একাধিক নতুন অফার নিয়ে হাজির হয়েছে জিও। গত মাসে ১৬৯৯ টাকার প্ল্যান লঞ্চ করেছিল জিও। এই প্ল্যানে দিনে 1.5GB ডাটা ব্যবহার করা যাবে। সাথে থাকবে আনলিমিটেড কলিং আর দিনে ১০০ টি SMS ব্যবহারের সুযোগ। এই প্ল্যানের ভ্যালিডিটি ৩৬৫ দিন। অর্থাৎ ৩৬৫ দিনে মোট 547.5GB ডাটা ব্যবহার করা যাবে। এর সাথেই থাকবে সব জিও অ্যাপ ব্যবহারের সুযোগ। ৩০ নভেম্বর পর্যন্ত ভ্যালিড থাকবে এই অফার। এছাড়াও ১৪৯ টাকার বেশি প্রিপেড রিচার্জে ১০০ শতাংশ ক্যাশব্যাক দিচ্ছে জিও। এছাড়াও ওপেন সেলে বিক্রি হবে জিওফোন ২। আগামী ১২ নভেম্বর পর্যন্ত ফ্ল্যাশ সেল ছাড়া যে কোন সময় জিওফোন ২ কেনা যাবে। আর বাজারে এসেছে জিওফোন গিফট কার্ড। এই অফারে মাত্র ১০৯৫ টাকায় কেনা যাবে

চিনের ঘুম কাড়তে ৪৫০ মিলিয়ন ডলারে আধুনিক হেলিকপ্টার তৈরি করছে ভারত

Image
নয়াদিল্লি: চিনের সীমান্তে ভারতের এয়ার সাপোর্ট দ্বিগুণ করতে মোতায়েন করা হচ্ছে ৫.৮ টনের হেলিকপ্টার। হিমালয়ের কোলে ২০,০০০ মিটার উচ্চতায় প্রতিকূল আবহাওয়াতেও সদা প্রস্তুত থাকবে এই হেলিকপ্টার। ভারতীয় সংস্থা হিন্দুস্থান অ্যারোনটিকস লিমিটেড এই হেলিকপ্টার তৈরি করছে যাতে থাকবে ২০ এমএম টারেট গান, ৭০ এমএম রকেট, থাকবে এয়ার টু এয়ার মিসাইল থেকে শুরু করে হেলমেট পয়েন্টিং সিস্টেম সবই। এটি মূলত চিনের সীমান্তে মোতায়েন করার লক্ষেই তৈরি করা হচ্ছে। প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলির উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ওই হেলিকপ্টার তৈরির কাজ শুরু হয় শনিবার। এই লাইট কমব্যাট হেলিকপ্টারটি সম্পূর্ণভাবে ভারতীয় প্রযুক্তিতে ভারতেই তৈরি হবে। HAL-এর তরফ থেকে জানানো হয়েছে সিয়াচেনের মত দুর্গম জায়গা থেকে অনায়াসে উড়তে পারবে ও অবতরণ করতে পারবে এই হেলিকপ্টার। পাশাপাশি, যে পরিমাণ মালপত্র, জ্বালানি ও অস্ত্র বহন করার মত ক্ষমতা ভারতের অন্য কোনও হেলিকপ্টারের নেই। গত বছরের নভেম্বর মাসে প্রতিরক্ষা মন্ত্রক এই ১৫টু হেলিকপ্টার তৈরির জন্য ৪৫০ মিলিয়ন ডলার বরাদ্দ করে। মার্কিন অ্যাপাচে হেলিকপ্টারের প্রায় অর্ধেক দাম হবে ভারতের এই লাইট কমব্যাট হেলিকপ্টা

২০০ বেশি গণকবর! আইএসের হত্যালীলার ছবি দেখলে শিউরে উঠবেন

Image
বাগদাদ:  ইরাকে বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ২০০ বেশি গণকবরের সন্ধান পাওয়া গিয়েছে। এগুলোতে ১২ হাজার মানুষের মৃতদেহ থাকতে পারে বলে ধারণা প্রকাশ করা হয়েছে রাষ্ট্রসংঘের একটি তদন্ত প্রতিবেদনে। ইরাকের উত্তর ও পশ্চিমাঞ্চলের নিনেভেহ, কিরকুক, সালাহ আল-দিন এবং আনবারে এই গণকবর গুলো পাওয়া গিয়েছে। এই সমস্ত এলাকা দীর্ঘদিন ধরে ইসলামিক স্টেটের অধীনে ছিল। ফলে মনে করা হচ্ছে সম্ভবত সেখানকার মানুষকে আইএস খুন করে কবর দিয়েছে। ইসলামিক জঙ্গি গোষ্ঠী আইএস ২০১৪ সালে ইরাকের বিভিন্ন জায়গা দখল করে নির্মম শাসনব্যবস্থা চালু করে। কাউকে পছন্দ না হলেই তাকে মেরে ফেলার নীতি নেয় তারা। পরে ইরাকের সরকারি বাহিনী আমেরিকার নেতৃত্বাধীন বিমান হামলায় ওই এলাকা আইএসের মুক্ত করা হয়। যদিও এখনও পর্যন্ত কিছু এলাকায় এখনও আইএস রয়েছে বলে জানা গিয়েছে। রাষ্ট্রসংঘ তদন্ত প্রতিবেদনে বলা হয়, এখনও পর্যন্ত ২০২ টি গণকবর পাওয়া গিয়েছে। এর মধ্যে নিনেভেহতে পাওয়া গেছে ৯৫ টি। কিরকুকে ৩৭ টি, সালাহ আল-দিন এ ৩৬ টি এবং আনবারে ২৪ টি গণকবর পাওয়া গেছে। ওইসব কবরে নারী , শিশু, প্রাপ্তবয়স্ক, বৃদ্ধ, প্রতিবন্ধী, বিদেশি কর্মী এবং ইরাকি নিরাপত্তা বাহিনীর সদস্য সব

ঘরে ঢুকেই স্বামী দেখল, প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ স্ত্রী, তারপর...

Image
প্রেমিকের সঙ্গে স্ত্রীকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেছিল স্বামী। আর তারপরই প্রেমিকের হাত, পা, মুণ্ডু কেটে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে। এই ঘটনায় অভিযুক্ত দম্পতিকে আটক করেছে পুলিস। বুধবার সকালে মধ্যমগ্রামের নোয়া খালের ধার থেকে এক যুবকের হাত, পা, মুণ্ডুহীন দেহ উদ্ধার হয়। মৃতের নাম হাসান আলি। বয়স ৩০। প্রসঙ্গত, মঙ্গবার থেকেই নিখোঁজ ছিল হাসান আলি। তাঁর খোঁজে মধ্যমগ্রাম থানায় নিখোঁজ ডায়েরি করেছিল পরিবার। রাতভর নিখোঁজ হাসান আলির খোঁজে তল্লাশি চালায় পুলিস। তারপর আজ সকালে তাঁর মুণ্ডুহীন দেহ উদ্ধার হয়। খুনের ঘটনায় তদন্ত শুরু করেই পুলিসের হাতে আসে চাঞ্চল্যকর তথ্য। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে পুলিস জানতে পারে, প্রতিবেশী হাসান আলির সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন এলাকার গৃহবধূ অরজিনা। আর একথা জানার পরই হাসান আলিকে খুনের ঘটনায় পুলিসের সন্দেহের তির গিয়ে পড়ে অরজিনা ও তাঁর স্বামীর উপর। আটক করা হয় দম্পতিকে। পুলিস জানিয়েছে, প্রতিবেশী হাসান আলির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন গৃহবধূ অরজিনা। স্বামীর নজর এড়িয়ে বেশ কিছুদিন ধরে সেই সম্পর্ক চ

অবস্থানে অনড় থাকলে পদত্যাগ করতে হবে উর্জিতকে, ইঙ্গিত কেন্দ্রের

Image
ভোটের মুখে দেশের অর্থনীতিকে 'চাঙ্গা' করতে রিজার্ভ ব্যাঙ্ককে ক্রমশ চাপ রাখছে কেন্দ্র। ডেপুটি গভর্নর বিরল আচার্য এক অনুষ্ঠানে আর্জেন্টিনা সরকারের প্রসঙ্গ টেনে বলেই ফেলেন, স্বশাসিত প্রতিষ্ঠানের কাজকর্মে হস্তক্ষেপ করলে অর্থনীতি উপর বড়সড় বিপর্যয় নেমে আসতে পারে সত্যিই কি রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত প্যাটেল পদত্যাগ করছেন? জল্পনা শুরু হয়ে ছিল কয়েক সপ্তাহ আগেই। আগামী ১৯ নভেম্বর শীর্ষ ব্যাঙ্কের পরিচালন কমিটির বৈঠক যত ঘনিয়ে আসছে, ক্রমশ প্রবল হচ্ছে এই জল্পনাও। তবে, এনডিটিভি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী জানা যাচ্ছে, ওই বৈঠকে উর্জিত প্যাটেল যদি কেন্দ্রের মন না রাখতে পারে, তা হলে ইস্তফা দেওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর। সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, কেন্দ্রের উচ্চপদস্থ এক আধিকারিক বলেছেন, "দেশের অর্থনীতির প্রাধান্যকে মান্যতা দিতে হবে। বোর্ডের সদস্যদের সঙ্গে এই বিষয়ে আলোচনা হবে। রির্জাভ ব্যাঙ্কের গভর্নর যদি একতরফা সিদ্ধান্ত নেন, তাহলে পদত্যাগ করুন তিনি।" উল্লেখ্য, আরএসএস ঘনিষ্ঠ স্বামীনাথন গুরুমূর্তি ওই পরিচালন সমিতির অন্যতম সদস্য। কেন্দ্রের নীতিকেই তিনি প্রাধান্য দেবেন বলে মনে ক

বার্সার মধুর জয়ে কাঁটা হয়ে দাঁড়ালেন ইকার্ডি

Image
মিলান: শেষ চার অ্যাওয়ে ম্যাচে ইন্টারের বিরুদ্ধে জয় অধরা ছিল বার্সেলোনার। চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বের ফিরতি ম্যাচে নামার আগে এই পরিসংখ্যানই মাথাব্যথার কারণ ছিল ভালভের্দের। সেই মাথাব্যথার কারণই প্রতিফলিত হল ম্যাচেও। ৮৩ মিনিটে এগিয়ে গিয়েও গ্রুপ পর্বের ফিরতি ম্যাচে ইন্টারের বিরুদ্ধে জয় হাতছাড়া বার্সেলোনার। চোটের কারণে অনিশ্চিত মেসি মাঠে নামলেন না এদিনও। তবে মঙ্গলবার সান সিরো স্টেডিয়ামে বার্সার গ্রাস কেড়ে নিলেন তাঁর দেশোয়ালি মাউরো ইকার্ডি। অ্যাওয়ে ম্যাচে এদিন মেসি মাঠে না নামলেও সারা মাঠে ফুল ফোটালেন বার্সা ফুটবলাররা। তবে একাধিক সুযোগ নষ্টের খেসারত এবং গোল পেয়েও তা ধরে রাখতে না পারার খেসারত দিতে হল কাতালান ক্লাবটিকে। এদিন প্রথমার্ধে সুয়ারেজ, কুটিনহোদের মুহুর্মুহু আক্রমণ আছড়ে পড়তে থাকে ইন্টার রক্ষণে। কিন্তু ফিনিশিংয়ের অভাব এবং সর্বোপরি ইন্টার দুর্গের শেষ প্রহরী হ্যান্দানোভিচের দুরন্ত কয়েকটি সেভ বার্সাকে গোলমুখ খুলতে দেয়নি। তাই বল পজেশনে অনেকটা এগিয়ে থাকলেও ম্যাচে এগিয়ে যাওয়া হয়নি ভালভের্দের ছেলেদের। বিরতির পর কিছুটা খেলায় ফেরে ইন্টার মিলান। পাশাপাশি প্রথমার্ধের মত ঝাঁঝ বজায় থাকে বার্সার খে

এক ওভারে ৪৩ রান! নতুন বিশ্বরেকর্ড কী করে হল দেখুন

Image
লিস্ট এ ক্রিকেটে বিশ্বরেকর্ড। নিউজিল্যান্ডে ফোর্ড ট্রফির ম্যাচে বুধবার এক ওভারে উঠল ৪৩ রান। এর আগে এক ওভারে ৩৯ রান ওঠাই ছিল রেকর্ড। যা ভাঙল এদিন। নর্দার্ন ডিস্ট্রিক্টের জো কার্টার ও ব্রেট হ্যাম্পটন এই রেকর্ড গড়লেন সেন্ট্রাল ডিস্ট্রিক্টের উইলিয়েম লুডিকের বলে। ওভারের প্রথম বলে চার মেরেছিলেন হ্যাম্পটন। পরের দু'টি নো-বল। এবং দুটোতেই ছয় মারেন হ্যাম্পটন। কোমরের থেকে উঁচু ফুলটসের জন্য নো হয়েছিল এই দুই বল। তার পরের বলে ফের ছয়। বিধিসম্মত তৃতীয় বলে সিঙ্গলস নেন হ্যাম্পটন। কার্টার পরের তিন বলই ছয় মারেন স্ট্রাইকে এসে। দু'জনের দাপটে উঠল ৪৩ রান। যা এক ওভারে সবচেয়ে বেশি রানের রেকর্ড। এই ওভারের আগে লুডিকের বোলিং গড় ছিল ৯-০-৪২-১। এই এক ওভারের ধাক্কায় তাঁর বোলিং গড় দাঁড়ায় ১০-০-৮৫-১। কার্টার-হ্যাম্পটনের জুটি ষষ্ঠ উইকেটে যোগ করে ১৭৮ রান। ৯৫ বলে পাঁচ উইকেট পড়ার পর জুটি বাধেন দু'জনে। লিস্ট এ ক্রিকেটে এর আগে সবচেয়ে বেশি রান দিয়েছিলেন বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটার আলাউদ্দিন বাবু। ২০১৩ সালে ঢাকা প্রিমিয়ার লিগের এক ম্যাচে ৩৯ রান দিয়েছিলেন তিনি। জিম্বাবোয়ের প্রাক্তন অধিনায়ক এলটন চিগামবুরা তা

রেফ্রিজারেটর কন্টেনার ট্রাকে গাদাগাদি করে শিশু-সহ ২১ জন! ধরা পড়ল বন্দর

Image
সাদা চোখে একটি কন্টেনারবা রেফ্রিজারেটর ট্রাক। অন্য দেশ থেকে সবে এসেছে বন্দরে। কিন্ত সেই কন্টেনার খুলতেই চক্ষু চড়কগাছ সীমান্তরক্ষীদের। ভিতরে গাদাগাদি করে রয়েছেন একাধিক শিশু-কিশোর-সহ অন্তত ২১ জন। কন্টেনারের ভিতরে আবার রয়েছে জলও। দক্ষিণ ইংল্যান্ডের নিউহাভেন বন্দরের এই ঘটনায় হইচই পড়ে যায় শুল্ক, অভিবাসন-সহ বন্দরের বিভিন্ন দফতরের কর্মীদের মধ্যে। কন্টেনারে ২১ জনের মধ্যে আবার ১৫জন শিশু-কিশোর। তবে তাঁরা সবাই সুস্থ রয়েছেন বলে নিউহাভেন বন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। কিন্তু কেন রেফ্রিজারেটর কন্টেনার ট্রাকের মধ্যে ঢুকলেন এই ২১ জন? প্রাথমিক তদন্তে অনুমান, ভিয়েতনাম থেকে বেআইনি ভাবে ইংল্যান্ডে ঢোকার জন্যই এই পন্থা নেওয়া হয়েছিল। সংবাদ সংস্থা বিবিসি জানিয়েছে, তদন্তকারীরা মনে করছেন ট্রাকচালক রোমানিয়ার বাসিন্দা। তাঁকে গ্রেফতার করা হয়েছে। অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করে শুরু হয়েছে তদন্ত। বিবিসি জানিয়েছে, পূর্ণবয়স্ক ৬ জনের মধ্যে ইতিমধ্যেই দু'জনকে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। বাকিদের শুল্ক দফতর আটক করেছে। সমাজসেবী সংগঠনের হাতে তুলে দেওয়া হয়েছে ওই শিশু-কিশোরদের। তাদের দেশে ফেরত পাঠানোর প্র

নোট বাতিলের দ্বিতীয় বর্ষপূর্তিতে প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত জনগণের কাছে

Image
নোট বাতিলের দ্বিতীয় বর্ষপূর্তিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেশের মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত। এমনই দাবি কংগ্রেসের। ওই তুঘলকি সিদ্ধান্তের জন্য অর্থনীতি ক্ষতিগ্রস্থ হয়েছে। অসহনীয় যন্ত্রণা সহ্য করেছেন দেশের মানুষ। দিল্লিতে এক সাংবাদিক বৈঠক করে কংগ্রেসের মুখপাত্র মণীশ তিওয়ারি বলেন, নোটবন্দির বিরোধিতা করে আগামী বৃহস্পতিবার সারা দেশজুড়ে প্রতিবাদ সমাবেশ করবেন কংগ্রেস কর্মীরা। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী থেকে শুরু করে দলের শীর্ষ নেতারা সেখানে উপস্থিত থাকবেন। নরেন্দ্র মোদি সরকারের নোট বাতিলের সিদ্ধান্তকে তুঘলকি বলে কটাক্ষ করেন কংগ্রেসের এই প্রাক্তন সাংসদ।  ২০১৬ সালের ৮ নভেম্বর রাতে দেশকে প্রধানমন্ত্রী জানান পুরনো ৫০০ আর ২ হাজার টাকার নোট বাতিল হয়ে গেল। তাঁর দাবি ছিল কালো টাকার বাড়বাড়ন্ত রুখতেই এই পদক্ষেপ করা হয়েছে। পাশাপাশি এই পদক্ষেপের ফলে সন্ত্রাসবাদ মোকাবিলাও সহজ হবে। যদিও নোটবন্দির ফলে সে সময় বাজার থেকে নগদ উধাও হয়ে যায়। ব্যাঙ্কে থাকা টাকা তুলতে নাজেহাল হয়ে পড়েন মানুষ। আর তারই ফলশ্রুতিতে এটিএমের সামনে লম্বা লাইনও চোখে পড়ে। প্রভাব পড়ে শেয়ার বাজারে।

নভেম্বরে ভারতে আসছে Redmi Note 6 Pro

Image
ভারতে হট কেকের মতো বিক্রি হয়েছে শাওমির মিডরেঞ্জ স্মার্টফোন Redmi Note 5 Pro। এই বছর ফেব্রুয়ারি মাসে লঞ্চ হয়েছিল এই ফোন। ২০ নভেম্বর ভারতে লঞ্চ হতে পারে এই ফোনের পরবর্তী ভার্সান Redmi Note 6 Pro। ইতিমধ্যেই থাইল্যান্ডে এই ফোন বিক্রি শুরু হয়েছে। সেপ্টেম্বরে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশে বিক্রি শুরু হয়েছে Redmi Note 6 Pro। হার্ডওয়্যারে কোন পরিবর্তন না এলেও এই ফোনে ডিজাইন ও ক্যামেরায় আমুল পরিবর্তন এসেছে। Redmi Note 6 Pro তে থাকছে ডুয়াল সেলফি ক্যামেরা। একই সাথে এই ফোনে ব্যবহার হয়েছে আপডেটেড রিয়ার ক্যামেরা। Redmi Note 6 Pro ফোনের ডিসপ্লের উপরে থাকবে একটি কালো নচ। সম্প্রতি ভারতে লঞ্চ হওয়া Redmi 6 Pro ফোনের ডিসপ্লের উপরে একই ধরনের নচ দেখা গিয়েছিল। এই ফোনের ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৯:৯। Redmi Note 6 Pro এর দাম থাইল্যান্ডে Redmi Note 6 Pro এর দাম ৬৯৯৯ ভাট। যা প্রায় ১৫,৭০০ টাকার সমান। আপাতত থাইল্যান্ডে এই ফোন লঞ্চ হলেও ২০ নভেম্বর ভারতে লঞ্চ হবে Redmi Note 6 Pro। ভারতে ১৫,০০০ টাকার আশেপাশে এই ফোনের দাম হতে পারে বলে খবর। Redmi Note 6 Pro স্পেসিফিকেশান Redmi Note 6 Pro ফোনে রয়েছে একটি ৬.২৬ ইঞ্চি ডিসপ্লে।

ঠাগস অফ হিন্দোস্তান মুক্তির আগে দেখে নেওয়া যাক আমির খানের আগের পাঁচ ছবির ব্যবসার হিসেব

Image
ঠাগস অফ হিন্দোস্তান মুক্তি পাচ্ছে ৯ নভেম্বর এই শুক্রবারেই রিলিজ করছে আমির খানের ঠাগত অফ হিন্দোস্তান। আমির খানের ছবি মানেই আকাশ ছোঁয়া প্রত্যাশা। একবার চোখ বুলিয়ে নেওয়া যাক আমিরের আগের কয়েকটা ছবি বক্স অফিসে আমিরি-ফকিরির হিসেব। সিক্রেট সুপারস্টার (২০১৭) - জায়রা ওয়াসি এ ছবিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন আমির খান। এ ছবিতে জায়রার স্বপ্নকে বিশ্বাস করতে শিখিয়েছিল তাঁর অভিনীত চরিত্র। আমির খানের ব্যানারে ছবিটি প্রযোজিত হয়েছিল, পরিচালনার দায়িত্বে ছিলেন অদ্বৈত চৌহান। সেটিই তাঁর প্রথম ছবি। ৬৩.৪০ কোটি টাকা তুলেছিল এ ছবি। সিক্রেট সুপারস্টার সম্প্রতি ঢুকে পড়েছে নেটফ্লিকসেও। ৬৩.৪০ কোটি টাকার ব্যবসা করেছিল সিক্রেট সুপারস্টার দঙ্গল (২০১৬) - দঙ্গল রেকর্ড করেছিল বক্স অফিসে। মোট কালেকশনের পরিমাণ ছিল ৩৮৭.৩৮ কোটি টাকা। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে দ্বিতীয় সর্বমোট অর্থ সংগ্রহকারী ছবির রেকর্ড দঙ্গলের ঝুলিতে। পিকে (২০১৪) - পরিচালক রাজকুমার হিরানির ছবি পিকে। এ ছবির ব্যবসার পরিমাণ ছিল ৩৪০.৮ কোটি টাকা।  বক্স অফিসে সাড়া ফেলেছিল পিকে ধুম ৩ (২০১৩) - বিজয় কৃষ্ণ আচার্য পরিচালিত এ ছবির মোট বকস্ অফিস কালেকশ

‌মায়ের সামনেই চার কুকুর ছানাকে পুড়িয়ে হত্যা, তদন্তে নেমেছে পুলিস

Image
আগুনে ঝলসে ‌গিয়েছে চারটি ছোট্ট শরীর। পোড়া দেহগুলির সামনে দাঁড়িয়ে অঝোরে কেঁদে চলেছে মা। গলার স্বর ক্ষীণ, চোখে শূন্য দৃষ্টি। জীবন্ত পুড়িয়ে দেওয়া হয়েছে তার চার সন্তানকে। দিন কয়েক আগে হায়দরাবাদের রাস্তায় একটি মা কুকুরের এমন মর্মান্তিক পরিণতি দেখে শিউড়ে উঠেছিল গোটা দেশ। সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছিল ধিক্কার। ঘটনাটা হায়দরাবাদের। গত শনিবার একটি পথ কুকুরের চার ছানার গায়ে আগুন দিয়ে দেওয়া হয়। রাস্তার মাঝেই আগুনে ঝলসে মৃত্যু হয় তাদের। ঘটনার প্রত্যক্ষদর্শীদের তোলা কিছু ভিডিও ও রাস্তার সিসিটিভি ফুটেজ দ্রুত ঘটনাটি ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। ভিডিওতে দেখা যায়, ছানাদের বাঁচাতে মরিয়া চেষ্টা চালাচ্ছে মা। কখনও রাস্তার একপ্রান্তে, কখনও অন্যপ্রান্তে ছুটে বেড়াচ্ছে সে। আছাড়ি পিছাড়ি খাচ্ছে। শেষে নির্বাক হয়ে বসে চোখের সামনেই এক এক করে সন্তানদের পুড়ে যেতে দেখেছে। এলাকার এক বাসিন্দার কথায়, একটি ছানা তার পরেও বেঁচে ছিল। তবে পশু চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়ার পরই তার মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত সেটা খোঁজ নেওয়ার চেষ্টা হচ্ছে। ইতিমধ্যেই ঘটন

পরকীয়ার জের, স্ত্রীর প্রেমিককে নৃশংসভাবে খুন যুবকের

Image
সম্পর্কে দেওর-বৌদি৷ কিন্তু, বাস্তবে প্রেমিক-প্রেমিকা৷ পরকীয়ার কারণেই নৃশংসভাবে খুন হয়ে গেলেন এক যুবক৷ বাড়ির কাছেই  খাল থেকে উদ্ধার মুণ্ডহীন দেহ৷ বুধবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মধ্যমগ্রামের  তিরপল দক্ষিণজোড়া গ্রামে৷ দেহ উদ্ধার করতে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়তে হয় পুলিশকে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় ব়্যাফ৷ শেষপর্যন্ত খালের জলে মেনে দেহটি উদ্ধার করে পুলিশ৷ তবে মৃতের মুণ্ডু ও দুটি পা-র এখনও উদ্ধার করা যায়নি বলে জানা গিয়েছে৷  যে গৃহবধূর সঙ্গে মৃতের সম্পর্ক ছিল বলে অভিযোগ, তাকে ও তার স্বামীকে গ্রেপ্তার করেছে  মধ্যমগ্রাম থানার পুলিশ৷ ঘটনাটি ঠিক কী? মধ্যমগ্রামের  তিরপল দক্ষিণজোড়া গ্রামের বাসিন্দাদের দাবি, স্থানীয় যুবক হাসান আলির সঙ্গে  বিবাহ-বর্হিভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন গৃহবধূ আরজিনা বিবি৷ বিষয়টি গ্রামের সকলেই জানতেন৷ বেশ কয়েকবার সালিশি সভা ডেকে বিষয়টি মিটিয়ে ফেলারও চেষ্টা করেছিলেন গ্রামবাসীরা৷ কিন্তু, সম্পর্ক থেকে বেরিয়ে আসতে রাজি ছিলেন না হাসান ও আরজিনা৷ মঙ্গলবার আচমকাই নিখোঁজ হয়ে যান হাসান৷  বিস্তর খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি৷ বুধবার সকালে  গ্রামের একট

ক্যামেরুনে অপহৃত ৭৯ জন পড়ুয়াকে বিনা শর্তে তাদের মুক্তি দিল বিচ্ছিন্নতাবাদীরা৷

Image
বিচ্ছিন্নতাবাদীদের ডেরা থেকে মুক্তি পেল ক্যামেরুনে অপহৃত ৭৯ জন পড়ুয়া৷ তবে কোন শর্তে ওই পড়ুয়াদের মুক্তি দিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা, সেই বিষয়ে এখনও কোনও স্পষ্ট তথ্য দিতে পারেনি ক্যামেরুন প্রশাসন৷ কিন্তু পড়ুয়াদের রেহাই পাওয়ার বিষয়টি সংবাদমাধ্যমকে জানিয়েছেন সেদেশের যোগাযোগ মন্ত্রী ইসা বাকারি তেছিরোমা৷ গত রবিবার রাতের অন্ধকারে বোর্ডিং স্কুল থেকে অপহরণ করা হয় ৭৯ পড়ুয়া ও স্কুলের অধ্যক্ষকে৷ ঘটনাটি ঘটে পশ্চিম ক্যামেরুনের বামেন্দা শহরের প্রেসবাইটেরিয়ান বোর্ডিং স্কুলে৷ কেউ ঘটনার দায় স্বীকার না করলেও, অনুমান করা হয় ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে ক্যামেরুনের বিচ্ছিন্নতাবাদীরা৷ অপহৃতদের খোঁজে তল্লাশিতে নামে সেনা৷ সেই অনুমানই সঠিক প্রমাণিত হয়৷ ঘটনার পরের দিন থেকেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পরে৷ যেখানে ছ'জন পড়ুয়াকে বলতে শোনা যায় যে, তাদের অপহরণ করা হয়েছে এবং তাদের কোথায় রাখা হয়েছে সেটা তারা জানেন না৷ ওই ভিডিও-তে বিচ্ছিন্নতাবাদীদেরও হুঁশিয়ারি দিতে শোনা যায়৷ তারা জানান যে, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত ওই পড়ুয়াদের রেহাই দেওয়া হবে না৷ এই ভিডিও ক্যামেরুন প্রশাসনের উপ

আরবিআই গভর্নর কখনই অর্থমন্ত্রীর চেয়ে বড় হতে পারেন না: মনমোহন

Image
আরবিআই বনাম সরকার ইস্যুতে গোটা দেশের রাজনীতি যখন সরগরম তখনই এই নিয়ে মুখ খুললেন প্রাক্তন প্রধানমন্ত্রী তথা রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর মনমোহন সিং। অর্থমন্ত্রক এবং আরবিআইয়ের সম্পর্ক বিষয়ে তাঁর চেয়ে অভিজ্ঞ ব্যক্তি সম্ভবত আর কেউ নেই। কারণ তিনি দীর্ঘদিন ধরে অর্থমন্ত্রক তথা আরবিআইয়ের সঙ্গে যুক্ত ছিলেন, দশ বছর কাজ করেছেন প্রধানমন্ত্রী হিসেবে। তাই এই ইস্যুতে মনমোহনের মন্তব্যকে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। আরবিআই সরকারের এই বিতর্ক নিয়ে মুখ খুলে অবশ্য এদিন অর্থমন্ত্রী অরুণ জেটলির চাপ কিছুটা কমিয়েই দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী। বললেন, রিজার্ভ ব্যাংকের গভর্নর কখনই অর্থমন্ত্রীর চেয়ে বড় হতে পারেন না। মেয়ে দমন সিংয়ের লেখা বই "Strictly Personal: Manmohan and Gursharan" প্রকাশ অনুষ্ঠানে এসে প্রাক্তন প্রধানমন্ত্রী বলেন, "আরবিআই এবং সরকারের সম্পর্কে লেন-দেনের। সব সময় সব কাজ সরকারকে জানিয়েই করতে হয়। কারণ আরবিআই গভর্নর কখনই অর্থমন্ত্রীর চেয়ে বড় হতে পারেন না। আর যদি অর্থমন্ত্রী কোনও সিদ্ধান্ত নেন, তাহলে আমার মনে হয় না রিজার্ভ ব্যাংকের গভর্নর তা অমান্য করতে পারবেন, যদি না

অযোধ্যায় রামমূর্তি তৈরির ঘোষণা যোগীর

Image
লখনউ : অযোধ্যায় রামমূর্তি তৈরির ঘোষণা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। গতকাল ফৈজ়াবাদের নাম পরিবর্তন করে অযোধ্যা দেন যোগী। এরপর দিওয়ালিতে রামমূর্তি তৈরির ঘোষণা করলেন তিনি। অযোধ্যায় সরযূ নদীর তীরে তৈরি হবে এই রামমূর্তি। আজ মূর্তির ঘোষণার সময় তিনি বলেন, "মন্দির ছিল, মন্দির আছে, মন্দির থাকবে। আশা করি রাম মন্দির ইশু খুব তাড়াতাড়ি মিটে যাবে। মানুষ অযোধ্যায় আসে রাম জন্মভূমির দর্শন করতে।" পাশাপাশি তিনি জানান, মূর্তি তৈরির জন্য জমি খোঁজা শুরু হয়ে গেছে। সরকারি সূত্রে খবর, প্রস্তাবিত মূর্তির উচ্চতা হবে ১৫১ মিটার। বেদি সহ মূর্তির উচ্চতা হবে ২০২ মিটার। যা ছাপিয়ে যাবে গুজরাতে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তিকেও।  ৪ নভেম্বর বিকানেরের একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, "আপনারা যা চান তা পূরণ করতে রামের নামে একটি করে প্রদীপ জ্বালান। কারণ খুব শিগগিরই এটা সত্যি হবে। আমাদের প্রকৃত উদ্যোগ দরকার আর এই উদ্যোগই রাম মন্দিরের পরিকল্পনাকে বাস্তবায়িত করতে সাহায্য করবে। এটাই বাস্তবায়িত করার আসল সময়। এই দিওয়ালি থেকে যাত্রা শুরু করতে হবে।" গতকালই তিনি রামমূর্তি তৈরির ঘোষণ

মদের নেশায় ১৮টি গাড়ি পুড়িয়ে ছারখার যুবকের, তারপর যা হল

Image
দিল্লিতে এমনিতেই দূষণ সব মাত্রা ছাড়িয়েছে। তার ওপরে মাতালের কীর্তিতে দীপাবলির আগের রাতে আতঙ্ক ছড়াল মদনগীর এলাকার বাসিন্দাদের মধ্যে। মধ্য কুড়ির এক যুবক মদের নেশায় ১৮টি গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। অভিযুক্ত পলাতক। তাকে খুঁজতে চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ। পুলিশ জানিয়েছে, আগুন লাগা গাড়ির মধ্যে ১৪টি দুই চাকার যান, বাকী চারটে চার চাকার গাড়ি। ঘটনাটি ভিডিও বন্দি হয়েছে। অভিযোগ, একটি মোটরসাইকেলের পাইপ খুলে পেট্রোল বের করে তা দিয়ে সব গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে যুবক। যার ফলে আশপাশের সব গাড়িতে আগুন লেগে যায়। খবর পেয়ে ভোরবেলায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তবে ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছে। এতগুলি গাড়ি-বাইকের মধ্যে ৮টি মোটরসাইকেল ও ২টি গাড়ি সম্পূর্ণ ভষ্মীভূত হয়ে গিয়েছে। ২টি গাড়ি ও ৬টি মোটরসাইকেলের আংশিক ক্ষতি হয়েছে। পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে। খুব তাড়াতাড়ি অভিযুক্তকে খুঁজে পাওয়া সম্ভব হবে বলে পুলিশ মনে করছে। অভিযুক্ত স্থানীয় বাসিন্দা বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে।

টাকা, মদ বিলিয়ে, পেশীশক্তির জোরে উপনির্বাচনে জয়ী কংগ্রেস, দাবি ইয়েদুরাপ্পার

Image
বেঙ্গালুরু: কর্নাটকের উপনির্বাচনে টাকা ছড়িয়ে, পেশীশক্তির জোরেই কংগ্রেস জিতেছে বলে দাবি করলেন বিজেপি নেতা বিএস ইয়েদুরাপ্পা। রাজ্যে অনুষ্ঠিত তিনটি লোকসভা ও দুটি বিধানসভা উপনির্বাচনে বিপুল সাফল্য পেয়েছে ক্ষমতাসীন কংগ্রেস-জেডিএস জোট। বিজেপির মুখরক্ষা হয়েছে শুধু শিমোগা লোকসভা কেন্দ্রে কর্নাটক বিজেপির অন্যতম প্রধান মুখ ইয়েদুরাপ্পার ছেলের জয়ে। ১৫ বছরের শক্ত ঘাঁটি বেল্লারি হাতছাড়া হয়েছে তাদের। এই প্রেক্ষিতেই কংগ্রেসের বিরুদ্ধে অর্থ ও পেশীবল কাজে লাগিয়ে ভোটে জয়ের অভিযোগ করে তিনি বলেছেন, ওরা টাকা, বাহুবল, সরকারি ক্ষমতা ব্যবহার করেছে, জিতেছে টাকা, মদ বিলিয়ে, নয়তো আমরা আরও ভোট পেতাম। তবে শিমোগায় ওরা এসব করতে পারেনি, তাই আমাদের ভেঙে পড়ার কোনও কারণ নেই। হাত গুটিয়ে বসে থাকব না আমরা। যদিও লোকসভা ভোটে ২২-২৩টি আসন জিতব আমরা, এ নিয়ে কোনও সংশয় নেই। কর্নাটক ঘুরব আমি। যদিও একইসঙ্গে ইয়েদুরাপ্পা উপনির্বাচনের এই ফল একটা হুঁশিয়ারি দিয়ে গেল, ২০১৯ এর সাধারণ নির্বাচনের আগে বিজেপি তা খতিয়ে দেখে আত্মসমীক্ষা করবে বলে জানিয়েছেন। বলেছেন, যন্ত্রণার কথা হল, বেল্লারি, জামখান্ডিতে আমরা ধাক্কা খেয়েছি। এই ফল

পুজোয় মদ বিক্রিতে সর্বকালীন রেকর্ড রাজ্যের!

Image
এ বার বাঙালির দুর্গাপুজো ভালোই কেটেছে। অন্তত রাজ্যের আবগারি দফতরের হিসেব তেমনই। পুজোর মাসে সরকার ১২৭৫ কোটি টাকার মদ বিক্রি করেছে। আবগারি দফতর তৈরি হওয়ার পর কোনও এক মাসে এত রাজস্ব নাকি আগে কখনও আসেনি। তাই খুশি সরকার।আর রাজ্যবাসী যে খুশি মনেই পুজোর সময় দেদার মদ খেয়েছে তাও মনে করছেন আবগারি কর্তারা। তবে এখানেই শেষ নয়। মা দুর্গার ভক্তদের সঙ্গে এ বার মা কালীর ভক্তদের লড়াই শুরু হয়েছে! আবগারি কর্তাদের আশা, অক্টোবরে পুজোর মাসে এসেছে ১২৭৫ কোটি। নভেম্বরে আছে কালীপুজো, ভাইফোঁটা এবং ছট। ফলে মদের বাজার চড়াই থাকবে। শুধু দেখার, মা দুর্গাকে হারিয়ে মা কালীর ভক্তরা নভেম্বর মাসে ১২৭৫ কোটির বেশি আবগারি রাজস্বের জোগান দিতে পারেন কি না। তাতে নবান্নের ভাঁড়ার উপচে পড়বে। মেলা, খেলা, উৎসবে কোনও ভাটার টান থাকবে না বলেই মত প্রশাসনিক কর্তাদের একাংশের। আবগারি দফতর সূত্রের খবর,  মদের পাইকারি ব্যবসা সরকার হাতে নেওয়ার পর রাজস্ব বেড়েই চলেছে। পশ্চিমবঙ্গ বেভারেজ কর্পোরেশনকে অনেকেই তাই সরকারের লক্ষ্মীর ঝাঁপি বলতে শুরু করেছেন। কর্পোরেশন তৈরি হওয়ার পর মাসে গড়ে ৯০০ থেকে ৯৫০ কোটি টাকার মদ বিক্রি হচ্ছে। আবগারি কর্তাদের আশ

ভারতকে ছাড় আমেরিকার, ইরানের চাবাহারে নিজস্ব গতিতেই বন্দর বানাবে নয়াদিল্লি

Image
ইরানের চাবাহার বন্দর। সোমবারই ইরানের ওপর সাম্প্রতিক কালের মধ্যে সবথেকে কড়া বিধিনিষেধ আরোপ করেছে আমেরিকা। ইরান থেকে তেল নিলে সেই দেশ বা সংস্থাকে এখন থেকে সামলাতে হবে মার্কিন রক্তচক্ষু। ইরানের বিভিন্ন ব্যাঙ্কিং ও জ্বালানি সংস্থাকে আর্থিক ভাবে কোণঠাসা করাই এখন মার্কিন উদ্দেশ্য। অন্যদিকে ওমান উপসাগরে চাবাহার বন্দর তৈরিতে শুরু থেকেই কাজ করছিল ভারত। তাই এই বন্দরে ভারতের কর্মকাণ্ডে কী প্রভাব পড়বে, তা নিয়ে শুরু হয়েছিল অনিশ্চয়তা। শেষ পর্যন্ত এই বন্দরে কাজ চালিয়ে যেতে পারবে ভারত, সোমবার এই আশ্বাস দিল আমেরিকা। ইরান থেকে তেল আমদানি নিয়েও তৈরি হয়েছিল অনিশ্চয়তা। শেষ পর্যন্ত ভারতকে তেল আমদানিতে ছাড়পত্র দেয় আমেরিকা। একই সঙ্গে অনিশ্চয়তা তৈরি হয়েছিল ইরানের উপকূলে ওমান উপসাগরে চাবাহার বন্দর নিয়ে। এই বন্দর তৈরিতে ২০১৬ থেকেই সাহায্যের হাত বাড়িয়েছে ভারত। এই বন্দর তৈরি হলে পাকিস্তানের স্থলপথ ও জলপথ ব্যবহার না করেই সরাসরি যুক্ত হয়ে যাবে ভারত ও আফগানিস্তান। তাই ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞায় চাবাহার বন্দরের কাজ ঘিরে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। শেষ পর্যন্ত সোমবার মার্কিন বিদেশ মন্ত্রকের তরফে জানানো হল, ''

পথ দুর্ঘটনায় মৃত আলফা শীর্ষনেতা পরেশ বরুয়া, দাবি ভারতীয় গোয়েন্দাদের

Image
পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বলে খবর। আলফা কম্যান্ডার ইন চিফ পরেশ বরুয়া পথ দুর্ঘটনায় মারা গিয়েছেন। এমনটাই দাবি ভারতীয় গোয়েন্দাদের।  সূত্রের খবর, মায়ানমার চিন সীমান্তে ১০-১২ দিন আগেই এই দুর্ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তিনি বেশ কিছুদিন ধরেই চিকিৎসাধীন ছিলেন। গোয়েন্দাদের দাবি, ৪৮ ঘন্টা আগেই তাঁর মৃত্যু হয়েছে। অসম পুলিশের গোয়েন্দা বিভাগের শীর্ষকর্তারা জানিয়েছেন, তাঁরা এই খবর শুনেছেন। ভারতীয় সেনা গোয়েন্দা সূত্রেও জানানো হয়েছে, এই খবর তাঁদের কাছে এসে পৌঁছেছে। যদিও মোস্ট ওয়ান্টেড এই আলফা নেতার পরিবারের কাছে এই ঘরনের কোনও খবর আসেনি বলে জানা গিয়েছে অসম পুলিশের তরফে। আলফার তরফেও তাঁর মৃত্যুর খবরের সত্যতা স্বীকার করা হয়নি। গত শনিবার পর্যন্তও আলফা নেতৃত্বের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল বলে সূত্রের তরফে জানা গিয়েছে।  দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে মায়ানমার চিন সীমান্তের রুইলির আশপাশে থাকছিলেন পরেশ বরুয়া। সম্প্রতি পরেশ বরুয়া ক্যাম্প থেকে আসা এক আত্মসমর্পণকারী আলফা ক্যাডারের কাছ থেকে জানা যায়, পরেশ বরুয়ার শারীরিক অবস্থা বেশ খারাপ। কিছুদিন আগেই তাঁর বাইক দুর্ঘটনা হয়েছিল। ডায়াবিটিসের কারণে তাঁর শারীরিক পরিস্থিতি

নদীর তীরে ৩ লক্ষ প্রদীপ জ্বালিয়ে বিশ্বরেকর্ড গড়ল অযোধ্যা

Image
অযোধ্যাঃ গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিল অযোধ্যা। দীপাবলিতে সরযূ নদীতে ৩ লক্ষ মাটির প্রদীপের আলোয় আলোকিত হয়ে উঠল গোটা অযোধ্যা। তার জন্যই গিনিস বুকে স্থান নিয়ে নিল এই শহর। গিনিস বুকের এক আধিকারিক ঋষি নাথ জানান, '‌দীপোৎসব'‌ প্রতিযোগিতায় শীর্ষস্থানে রয়েছে অযোধ্যা। সরযূ নদীতে ৩,০১,১৫২টি মাটির প্রদীপ প্রায় পাঁচ মিনিট ধরে জ্বলেছে। যা নতুনভাবে রেকর্ড গড়ল গিনিস বুকে। এই প্রতিযোগিতার সময় উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং দক্ষিণ কোরিয়ার ফার্স্ট লেডি কিম জাং-সুক। সরযূ নদীর তীরে যোগি আদিত্যনাথের সঙ্গে আরতিও করেন কিম। উল্লেখ্য, গত বছর দীপাবলি উপলক্ষ্যে ১.‌৭৫ লক্ষ প্রদীপ জ্বালানো হয়েছিল।

আরবিআই ভাঁড়ারের ৩.৬ লক্ষ কোটি টাকা চায়

Image
নয়াদিল্লিঃ রিজার্ভ ব্যাংকের (আরবিআই) উপর নিয়ন্ত্রণ কঠোর করতে মরিয়া মোদি সরকার। অন্যদিকে, সরকারের সুরে সুর মেলাতে নারাজ কেন্দ্রীয় ব্যাংক। সব মিলিয়ে দ্বৈরথ ক্রমে তীব্র হচ্ছে। সম্প্রতি আরবিআই গভর্নর উর্জিত প্যাটেলকে ঋণখেলাপিদের নামের তালিকাপ্রকাশ না করার অভিযোগে নোটিশ পাঠিয়েছে কেন্দ্রীয় তথ্য কমিশন। মঙ্গলবার একধাপ এগিয়ে আরবিআই-এর ভাঁড়ার থেকে ৩.৬ লক্ষ কোটি টাকা দাবি করেছে কেন্দ্র যা ব্যাংকের মোট উদ্বৃত্তের এক তৃতীয়াংশ। আরবিআই-এর তরফে এবিষয়ে প্রকাশ্যে বিবৃতি জারি না হলেও সূত্রের খবর, কেন্দ্রের দাবি খারিজ করে দিয়েছেন উর্জিত প্যাটেল। আরবিআই-এর যুক্তি, হাতে থাকা টাকার বড় অংশ বেড়িয়ে গেলে আর্থিক বিপর্যয় সামাল দেওয়া কঠিন হবে। অন্যদিকে, কেন্দ্রীয় অর্থমন্ত্রকের যুক্তি, ব্যাংকগুলির উপর অনাদায়ী ঋণের বোঝা যেভাবে চেপে বসেছে তা থেকে বেড়িয়ে আসা কঠিন। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির লোকসান দিন দিন বাড়ছে। বিদেশি বিনিয়োগকারীরা এদেশের বাজার থেকে লগ্নি সরিয়ে নিচ্ছে। পরিস্থিতি সামাল দিতে অচিরেই টাকার জোগান বাড়ানো জরুরি। তাই রিজার্ভ ব্যাংকের হাতে থাকা টাকার একাংশ কাজে লাগাতে চাইছে কেন্দ্র। তবে কেন্দ্রীয় দাবি মানতে হলে

হোয়াটসঅ্যাপে স্টিকার ব্যবহার করবেন কীভাবে?

Image
বহুদিন ধরেই চলছিন প্রতীক্ষা। অবশেষে সেই প্রতীক্ষার অবসান হল। বিশ্বের জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ তাদের ব্যবহারকারীদের চ্যাটের অভিজ্ঞতাকে আরও আকর্ষনীয় করার জন্য সদাই ব্যস্ত। নিয়মিত নতুন নতুন ফিচার এনে পিছনে ফেলে দিচ্ছে অন্যান্য মেসেজিং অ্যাপকে। সম্প্রতি জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে স্টিকার ব্যবহার করা যাবে বলে জানিয়েছিল ফেসবুক। অ্যানড্রয়েড ও iOS ডিভাইসে ইতিমধ্যেই এই ফিচার পৌঁছে গিয়েছে। নতুন আপডেটে 'Cuppy' নামে একটি স্টিকার প্যাক সহ নতুন স্টিকার ফিচার যোগ হয়েছে হোয়াটসঅ্যাপে। যদিও অ্যাপের মধ্যেই যোগ হয়েছে নতুন স্টিকার স্টোর। এই স্টোর থেকে আলাদা স্টিকার প্যাক ডাউনলোড করে নেওয়া সম্ভব। স্টিকার ডাউনলোড করার পর তা স্টিকার স্টর থেকে ম্যানেজ বা ডিলিট করা যাবে। যা যা প্রয়োজন হোয়াটসঅ্যাপ ভার্সান ২.১৮ বা তার বেশি ইনস্টল থাকতে হবে। অ্যাক্টিভ ইন্টারনেট কানেকশান। হোয়াটসঅ্যাপে স্টিকার ব্যবহার করবেন কীভাবে? স্টেপ ১। স্মার্টফোন বা ওয়েব থেকে হোয়াটসঅ্যাপওপেন করুন।  স্টেপ ২। যাঁকে স্টিকার পাঠাতে চান সেই কন্টাক্ট সিলেক্ট করুন। স্টেপ ৩। টেক্সট বক্সের বাঁ এবার স্মাইলি আইকনে ক্লিক করুন।  স

₹৫৬ কোটির মোদী-সম্পত্তি ইডি'র হাতে

Image
মুম্বইয়ের হিরে ব্যবসায়ী নীরব মোদীর ১১টি সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টর। সব মিলিয়ে এই সম্পত্তির পরিমাণ ৫৬ কোটি টাকা।  ইডি'র একটি সূত্র মঙ্গলবার জানিয়েছে, কয়েক'শো কোটি টাকার ব্যাংক জালিয়াতিতে অভিযুক্ত নীরব মোদীর এই সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে দুবাই থেকে। সম্পর্কে মামা-ভাগনে মুম্বইয়ের নামী গয়না ব্যবসায়ী মেহুল চোক্সি ও নীরব মোদী মিলে পঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে ১৩ হাজার কোটি টাকা ঋণ নিয়ে, পরে তা আর পরিশোধ করেননি। ব্যাংক জালিয়াতে প্রকাশ্য চলে আসায়, মামা-ভাগনে দেশ ছেড়ে পালিয়ে যান। ইডি'র তরফে এদিন জানানো হয়, দুবাইয়ে বাজেয়াপ্ত হওয়া সম্পত্তি মোদীর কোম্পানি M/s Firestar Diamond FZE-এর নামে রয়েছে। অর্থপাচার প্রতিরোধ আইনে এই সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। 

সামনে কুস্তি, পিছনে দোস্তি! ট্রাম্প পরিবারকে ১৮টি ট্রেডমার্ক দিল চিন

Image
'সামনে কুস্তি, পিছনে দোস্তি?' চিনের সঙ্গে বাণিজ্য-যুদ্ধ ও লড়াইয়ের পিছনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যবসা সম্প্রসারণের ছক? সাম্প্রতিক নথি থেকে এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। গত দু'মাসে ট্রাম্প ও তাঁর কন্যা ইভাঙ্কার সংস্থাগুলিকে ১৮টি ট্রেডমার্কের অনুমোদন দিয়েছে চিন সরকার। ফলে হোয়াইট হাউসের স্বার্থের সংঘাত প্রশ্নে গুরুতর অভিযোগ উঠতে চলেছে। চলতি বছর চিনা ট্রেডমার্ক দপ্তর মোট ৩৪টি অনুমোদন দিয়েছে। তার মধ্যে অক্টোবরে ইভাঙ্কা ট্রাম্পের এলএলসি-ই পেয়েছে ১৬টি শর্তসাপেক্ষে ট্রেডমার্কের অনুমোদন। ইভাঙ্কার ব্র‌্যান্ডের জুতো, ছাতা, হাতঘড়ি, রোদচশমা শুধু নয়, তার মধ্যে আছে ভোটিং মেশিনও। এছাড়া নিউ ইয়র্কে ট্রাম্প টাওয়ারের সদর দপ্তরে থাকা ডিটিটিএম অপারেশনস এলএলসি-কে দু'টি 'ট্রাম্প' ট্রেডমার্কও দেওয়া হয়েছে। রেস্তোঁরা, হোটেল ও পানশালার জন্য ওই ট্রেডমার্ক দেওয়া হয়েছে। অথচ তিনমাস আগেই সরকারি কাজে মনোনিবেশ করার জন্য নিজের নামাঙ্কিত ব্র‌্যান্ড তুলে দেওয়ার কথা বলেছিলেন ইভাঙ্কা। তিনি ও তাঁর বাবা দু'জনেই চিনে প্রচুর মেধাস্বত্বের মালিক। অনেকের আশঙ্কা, সেই সুযো

জওয়ানদের সঙ্গে দিওয়ালি কাটাতে দেরাদুনে প্রধানমন্ত্রী

Image
দেরাদুন : জওয়ানদের সঙ্গে দিওয়ালি উদযাপন করতে দেরাদুন পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর পাশাপাশি, তিনি কেদারনাথে পুজোও দেবেন। গতকাল দিওয়ালি উপলক্ষ্যে টুইটারে নরেন্দ্র মোদিকে শুভেচ্ছাবার্তা জানান ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহু। তিনি জানতে চান, মোদি এবছর কোথায় দিওয়ালি পালন করবেন। তার জবাবে মোদি বলেন, "প্রতি দিওয়ালিতে আমি সেনা জওয়ানদের সঙ্গে সময় কাটাই।" মোদি আরও জানান, তিনি সেই ছবিও পাঠাবেন ইজ়রায়েলি প্রধানমন্ত্রীকে। প্রসঙ্গত, ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকেই প্রতি বছর জওয়ানদের সঙ্গে দিওয়ালি পালন করেন মোদি। একনজরে দেখে নেওয়া যাক গত ৪ বছর দিওয়ালিতে কোথায় ছিলেন মোদি। ২০১৪ : সিয়াচেনে কর্মরত জওয়ানদের সঙ্গে সময় কাটান মোদি ২০১৫ : পঞ্জাব লাগোয়া ভারত-পাকিস্তান সীমান্তে কর্মরত জওয়ানদের সঙ্গে সময় কাটান ২০১৬ : হিমাচল প্রদেশে ছিলেন প্রধানমন্ত্রী। সীমান্ত লাগোয়া একটি বর্ডার আউটপোস্টে ইন্দো-টিবেটিয়ান বর্ডার পুলিশের সঙ্গে দিওয়ালি পালন করেন তিনি ২০১৭ : জম্মু-কাশ্মীরের গুরেজ এলাকায় সেনা জওয়ানদের সঙ্গে দেখা করেন মোদি

প্রায় ৭২৩ কোটি টাকার সম্পত্তির মালিক এই বিড়াল!

Image
টার্দার সস ও তার মালকিন তবাথা বুন্দেসেন। নিজস্ব প্রতিবেদন: এমন দেখতে বিড়াল আমরা অনেকেই দেখেছি। সামনে থেকে না দেখলেও গুগল সার্চ-এ অবশ্যই চোখে পড়েছে এমন বিড়ালের ছবি। কিন্তু এই ছবিতে যাকে দেখছেন, সে কিন্তু কোনও সাধারণ বিল্ল নয়। সে রীতিমতো সেলিব্রিটি। ইনস্টাগ্রামে এর ফলোয়ারের সংখ্যা কত জানেন? ২৪ লক্ষ! নাম টার্দার সস। নেট দুনিয়ায় বেশ জনপ্রিয় টার্দার। অনেকেই একে 'গ্রাম্পি ক্যাট' (Grumpy Cat) বা গোমরামুখো বিড়াল বলেও চেনেন। বিড়ালটির অদ্ভুত মুখোভঙ্গির কারণেই এই নামকরণ হয়েছে টার্দারের। সারাক্ষণই তার মুখটা কেমন যেন 'বেজারমুখো', গম্ভির। কখনই তার মুখোভঙ্গিতে কোনও পরিবর্তন দেখা যায় না। আর টার্দারের এই গোমরামুখই তার বিপুল জনপ্রিয়তার কারণ! ভাবতে পারেন! মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মরিসটাউনের বাসিন্দা টার্দারের জন্ম ২০১২ সালের ৪ এপ্রিল। জন্মের পাঁচ মাসের মাথায় টার্দারের একটি ছবি নেট দুনিয়ায় বেশ ভাইরাল হয়ে যায়। টার্দারের ওই ছবিটি তুলেছিলেন মরিসটাউনের বাসিন্দা মার্কিন যুবতী (টার্দারের মালকিন) তবাথা বুন্দেসেনের ভাই ব্রায়ান বুন্দেসেন। সেই থেকে শুরু। বর্তমানে ফেসবুকে 'গ্রাম্পি

খোঁজ মিলল দু’হাজার বছরের পুরনো ওয়াইনের

Image
বেজিং: প্রায় ৩.৫ লিটার ওয়াইন৷ ১১৮ আউন্স৷ রঙ হলুদ৷ বিশেষজ্ঞরা বলছেন এর গন্ধ পুরোপুরি চিনা ওয়াইনের মত৷ গন্ধের মাত্রা অত্যন্ত তীব্র৷ মনে করা হচ্ছে এই ওয়াইন প্রায় ২০০০ বছরের পুরনো৷ কথিত আছে ওয়াইন যত পুরনো হয় তার নেশা তত বেশি হয়৷ তাই প্রবাদেও আছে "ওল্ড ওয়াইন ইন এ নিউ বটল" অর্থাৎ সাজ পোশাক যতই পুরনো হোক না কেন পুরনো ওয়াইন সবসময়ই দামী এবং তার চাহিদা তুঙ্গে৷ সেই কারণেই অনেকেই ওয়াইনকে পুরনো করতে ডাম্পিং রুমে রেখে দেন৷ কেউ আবার ওয়াইন রাখার আলাদা ব়্যাকও তৈরি করেন৷ তবে ১০০ কিমবা দুশো বছরের পুরনো ওয়াইনের খোঁজ মিললেও প্রায় ২০০০০ বছরের পুরনো ওয়াইন? অকল্পনিয়৷ সেই সুরারই হদিশ পেয়েছেন পুরাতত্ববিদেরা৷ ওই সারে তিন লিটার ওয়াইনটি রয়েছে একটি ব্রোঞ্জের পাত্রে৷ পাত্রটি সিল করা৷ যাতে বাতাস ঢুকে তা নষ্ট করে দিতে না পারে ওয়াইনকে৷ এতটা পড়ে নিশ্চয়ই মনে হচ্ছে কোথায় মিলল এত বছরের পুরনো ওয়াইন৷ হেনানে পাওয়া গিয়েছে সেই দুর্মূল্য তরল৷ এক সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে এই খবর৷ লউয়াং শহরের ইনসস্টিটিউট অফ কালচারাল রেলিক্স অ্যান্ড আর্কিওলজিকাল প্রধান শি জিয়াজেন জানিয়েছেন ওই ব্রোঞ্জের পা

পান আর গুটখায় প্রথম দিনেই ‘বর্ণময়’ স্কাইওয়াক

Image
উদ্বোধনের পরে ২৪ ঘণ্টাও কাটেনি। ঝকঝকে স্কাইওয়াকের সিঁড়ি মঙ্গলবার চিত্রিত হয়ে গেল পান আর গুটখার পিকের লাল দাগে। যদিও কর্তৃপক্ষের নজরে আসার সঙ্গে সঙ্গেই তা পরিষ্কার করে ফেলা হয়েছে। কেউ যাতে স্কাইওয়াক নোংরা না করেন, তার জন্য মাইকে বারবার প্রচারও চালানো হয়েছে। দক্ষিণেশ্বর মন্দিরের অছি ও সম্পাদক কুশল চৌধুরী বলেন, ''আমরা সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দিয়েছি। স্কাইওয়াকে প্রচুর সিসি ক্যামেরা রয়েছে। ধরা পড়লেই  এক হাজার টাকা জরিমানা করা হবে। এ বিষয়ে মানুষকে সতর্ক করতে বোর্ডও লাগানো হবে।'' কিন্তু মানুষ সচেতন না হলে স্কাইওয়াক কত দিন পরিষ্কার থাকবে, সেই প্রশ্ন কিন্তু প্রথম দিনই উঠে গেল। কালীপুজোর দিন প্রতি বছরই দক্ষিণেশ্বর মন্দিরে প্রবল ভিড় হয়। এ দিনও ভিড় ছিল অন্যান্য বারের মতোই। কিন্তু মন্দিরের সামনে ভিড়ে ঠাসা সরু রাস্তার পরিচিত ছবি দেখা যায়নি। সকাল থেকেই দর্শনার্থীরা স্কাইওয়াক ধরে সুষ্ঠু ভাবে পৌঁছে গিয়েছেন মন্দিরের সিংহদুয়ার পর্যন্ত। স্কাইওয়াক চালু হওয়ার পরে নীচের রাস্তা দিয়ে হাঁটা নিষিদ্ধ করে দিয়েছে প্রশাসন। তাই মানুষকে বাধ্য হয়েই স্কাইওয়াক দিয়ে হাঁটতে হচ্ছে। স্কাইওয়াকের দৈর্ঘ্য

ছত্তিশগড়ে আত্মসমর্পণ করলেন ৬২ জন মাওবাদী

Image
ভোটের মুখে ছত্তিশগড়ে ৬২ জন মাওবাদী আত্মসমর্পণ করলেন। মঙ্গলবার ছত্তিশগড়ের নারায়নপুর জেলায় অস্ত্রশস্ত্র সহ পুলিসের কাছে আত্মসমর্পণ করলেন মাওবাদীরা। আর গেরিলা যুদ্ধ নয়, এবার তাঁরা সমাজের মূলস্রোতে ফিরে আসতে চান।    বস্তার পুলিসের আইজি বিবেকানন্দ সিং এবং নারায়ণপুরের পুলিস সুপার জিতেন্দ্র শুক্লার উপস্থিতিতে ৫১টি দেশীয় অস্ত্র মাওবাদীরা তুলে দেন। পুলিস জানিয়েছে, আত্মসমর্পণকারী মাওবাদীরা সিপিআই(মাওবাদী)-র কুতুল আঞ্চলিক কমিটির সদস্য ছিলেন। নারায়ণপুরের অবুঝমাড়ই মাওবাদীদের বেসক্যাম্প বলে পরিচিত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং মাওবাদীদের এই আত্মসমর্পণকে স্বাগত জানিয়ে বলেন, ওঁদের দেখে অন্য মাওবাদীরাও আত্মসমর্পণের ব্যাপারে উত্সাহী হয়ে উঠবেন। ভোটের আগে মাওবাদীদের এই আত্মসমর্পণে রাজনৈতিক মহলে স্বস্তির ছাপ স্পষ্ট। ১২ নভেম্বর ১৮টি আসনে এবং ২০নভেম্বর ৭২টি আসনে ভোট ছত্তিশগড়ে। ভোটের আগে ৬২ জন মাওবাদীর আত্মসমর্পণ, ছত্তিশগড়ে বিজেপি সরকারের রাজনৈতিক ও প্রশাসনিক সাফল্য হিসেবেই দেখছেন রাজনৈতিক মহলের একাংশ।

নাগরিকই নিজের ভাল চান না, প্রশাসন কী করবে!

Image
বিপদ কতখানি বাড়তে পারে, সঙ্কট কতটা গভীর হতে পারে, তা আমাদের সম্পূর্ণ অজানা, এমন নয়। দূষণের কারণে জাতীয় রাজধানী দিল্লি কতখানি সঙ্কটে, তা আমরা রোজ দেখছি। দীপাবলীর সময়ে বাজির দূষণে সে সঙ্কট যে কয়েক গুণ গভীরতর হয়ে ওঠে, তা-ও আমরা গত কয়েক বছর ধরে দেখতে পাচ্ছি। কিন্তু এত সবের পরেও নিজেদের শহর, নিজেদের রাজ্যের বিষয়ে সতর্ক হতে পারলাম না আমরা। অমাবস্যার নিশিতে শব্দদানব এ বারও গ্রাস করল কলকাতাকে, শহরতলিকে। রাত যত বাড়ল, তাণ্ডবও বাড়ল ততই। বাজি যে রকমেরই হোক, শব্দ বা আতস, দূষণ তা ছড়াবেই। বাজি পুড়লে বাতাসে বারুদের বিষ মিশবেই। এটুকু না বোঝার মতো অবোধ আমরা কেউ নই। আতস বাজির ক্ষেত্রে শুধু বায়ুদূষণ, শব্দবাজির ক্ষেত্রে সঙ্গে শব্দদূষণও। সবাই সব জানি, প্রশাসনিক সতর্কবার্তাও নিয়মিত শুনতে পাই। তবু আতসবাজি, শব্দবাজি বেলাগাম দাপট দেখিয়ে দীপালোকিত রাতের আকাশকে ধোঁয়ায় আচ্ছন্ন করে দেয় প্রতি বছর। হাওয়ায় শীতের আমেজ ধরা দিতেই দিল্লির বাতাসের অবস্থা শোচনীয় হতে শুরু করে দিয়েছে। গত বেশ কয়েক বছর ধরেই এই পরিস্থিতির মুখোমুখি হচ্ছে দিল্লি। তাই দীপাবলীতে যে কোনও ধরনের বাজি পোড়ানোর উপরেই সেখানে বিধিনিষেধ আরোপের চেষ্টা হ

রোহিতের রোশনাইয়ে নবাবি চালে সিরিজ জয় ভারতের

Image
আসল দীপাবলির ধামাকা বোধ হয় একেই বলে। আমি যেখানে থাকি, সেখানে চারদিকে বাজির রোশনাই। কিন্তু সত্যিকারের রোশনাই দেখলাম লখনউয়ের মাঠে। রোহিত শর্মার ব্যাটিংয়ে। লখনউয়ে রোহিত-রোশনাইয়ে ৭১ রানে জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও পকেটে পুরে ফেলল ভারত। ১৯৫ তাড়া করে ওয়েস্ট ইন্ডিজ থামল ৯ উইকেটে ১২৪ রানে। নবাবের শহরে নবাবি চালে সিরিজ জয় যাকে বলে।    ভারতীয় ইনিংসের প্রথম ওভারটা মেডেন নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলার ওশেন থমাস। প্রথম তিন ওভারে ভারতের রান ছিল ১১। তখন মনে হচ্ছিল, দেড়শোর বেশি রান বোধ হয় উঠছে না। কিন্তু ব্যাট হাতে যে রোহিত ছিলেন। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কার্লোস ব্রাথওয়েট ওই সময় একটা ভুল করেন। পাওয়ার প্লে-র মধ্যে স্পিনার নিয়ে এলেন। তখনই ম্যাচটা ভারত ধরে নিল।  রোহিতের খেলাটা পুরোপুরি পরিস্থিতি নির্ভর। যখন যে রকম প্রয়োজন, সে রকম ব্যাট করেন। এ দিনও তাই হল। সাবধানী শুরু। প্রথম ছ'বলে কোনও রান নেই। তার পরে যত ইনিংস এগিয়েছে, তত ব্যাট থেকে স্ট্রোকের ফুলঝুরি দেখা গিয়েছে। ৬১ বলে ১১১ রানে অপরাজিত থাকলেন। মারলেন আটটা চার, সাতটি ছয়।  ভারত ওই রান তুলে দেওয়ার পরে আমার একটা জিনিসই দেখার ইচ্ছে ছি