নোট বাতিলের দ্বিতীয় বর্ষপূর্তিতে প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত জনগণের কাছে


নোট বাতিলের দ্বিতীয় বর্ষপূর্তিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেশের মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত। এমনই দাবি কংগ্রেসের। ওই তুঘলকি সিদ্ধান্তের জন্য অর্থনীতি ক্ষতিগ্রস্থ হয়েছে। অসহনীয় যন্ত্রণা সহ্য করেছেন দেশের মানুষ। দিল্লিতে এক সাংবাদিক বৈঠক করে কংগ্রেসের মুখপাত্র মণীশ তিওয়ারি বলেন, নোটবন্দির বিরোধিতা করে আগামী বৃহস্পতিবার সারা দেশজুড়ে প্রতিবাদ সমাবেশ করবেন কংগ্রেস কর্মীরা। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী থেকে শুরু করে দলের শীর্ষ নেতারা সেখানে উপস্থিত থাকবেন।

নরেন্দ্র মোদি সরকারের নোট বাতিলের সিদ্ধান্তকে তুঘলকি বলে কটাক্ষ করেন কংগ্রেসের এই প্রাক্তন সাংসদ।  ২০১৬ সালের ৮ নভেম্বর রাতে দেশকে প্রধানমন্ত্রী জানান পুরনো ৫০০ আর ২ হাজার টাকার নোট বাতিল হয়ে গেল। তাঁর দাবি ছিল কালো টাকার বাড়বাড়ন্ত রুখতেই এই পদক্ষেপ করা হয়েছে। পাশাপাশি এই পদক্ষেপের ফলে সন্ত্রাসবাদ মোকাবিলাও সহজ হবে। যদিও নোটবন্দির ফলে সে সময় বাজার থেকে নগদ উধাও হয়ে যায়। ব্যাঙ্কে থাকা টাকা তুলতে নাজেহাল হয়ে পড়েন মানুষ। আর তারই ফলশ্রুতিতে এটিএমের সামনে লম্বা লাইনও চোখে পড়ে। প্রভাব পড়ে শেয়ার বাজারে।