Posts

Showing posts from March 10, 2019

একনজরে লোকসভা নির্বাচনের দিনক্ষণ

Image
নয়াদিল্লি: লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন৷ রবিবার কমিশনার সুনীল অরোরা সপ্তদশ লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণা করেন৷ এবার ভোট হবে সাত দফায়৷ ভোট শুরু হবে ১১ এপ্রিল৷ শেষ হবে ১৯মে৷ ভোট গণনা ২৩মে৷ ভোটের দিনক্ষণ ঘোষণার সঙ্গে সঙ্গে চালু হয়ে গেল আদর্শ আচরণবিধি৷ একনজরে চোখ বুলিয়ে নিন নির্বাচনের দিনক্ষণে৷ প্রথম দফা: গেজেট নোটিফিকেশন: ১৮ মার্চ মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ: ২৫ মার্চ মনোনয়ন প্রত্যাহার: ২৮ মার্চ ভোটগ্রহণ: ১১ এপ্রিল দ্বিতীয় দফা: গেজেট নোটিফিকেশন: ১৯ মার্চ মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ: ২৬ মার্চ মনোনয়ন প্রত্যাহার: ২৯ মার্চ ভোটগ্রহণ: ১৮ এপ্রিল তৃতীয় দফা: গেজেট নোটিফিকেশন: ২৮ মার্চ মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ: ৪ এপ্রিল মনোনয়ন প্রত্যাহার: ৮ এপ্রিল ভোটগ্রহণ: ২৩ এপ্রিল চতুর্থ দফা: গেজেট নোটিফিকেশন: ২ এপ্রিল ভোটগ্রহণ: ২৯ এপ্রিল পঞ্চম দফা: গেজেট নোটিফিকেশন: ১০ এপ্রিল ভোট গ্রহণ: ৬ মে ষষ্ঠ দফা: গেজেট নোটিফিকেশন: ১৬ এপ্রিল ভোট গ্রহণ: ১২ মে সপ্তম দফা: ভোটগ্রহণ ১৯ মে৷ একনজরে কবে কটা কেন্দ্রে ভোট  প্রথম দফা (১১ এপ্রিল) ২০টি রাজ্যের ৯১টি কেন্দ্রে ভোট৷ দ্বিতীয় দফা (১৮ এ

পশ্চিমবঙ্গে ৭ দফায় ভোটগ্রহণ, ঘোষণা নির্বাচন কমিশনের

Image
নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করলেন চিফ ইলেকশন কমিশনার সুনীল অরোরা। সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও ঘোষণা হল ২০১৯ লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট। এ রাজ্যের ৪২টি আসনে মোট ৭ দফায় ভোটগ্রহণ হবে বলে দিল্লিতে সাংবাদিক বৈঠকে জানালেন চিফ ইলেকশন কমিশনার সুনীল অরোরা। এই ঘোষণার সঙ্গে সঙ্গেই সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও লাগু হয়ে গেল আদর্শ নির্বাচনী আচরণ বিধি।  নির্বাচন কমিশন জানিয়েছে, এ বার সাত দফায় ভোটগ্রহণ গবে তিনটি রাজ্যে। পশ্চিমবঙ্গের সঙ্গে অন্য দু'টি রাজ্য বিহার এবং উত্তরপ্রদেশে।  পশ্চিমবঙ্গে প্রথম দফায় ১১ এপ্রিল, ২ টি আসনে ভোটগ্রহণ হবে। ১৮ এপ্রিল দ্বিতীয় দফায় ৩টি, ২৩ এপ্রিল তৃতীয় দফায় ৫টি, ২৯ এপ্রিল চতুর্থ দফায় ৮টি, ৬ মে পঞ্চম দফায় ৭টি, ১২ মে ষষ্ঠ দফায় ৮টি এবং ১৯ মে সপ্তম তথা শেষ দফায় ৯টি আসনে ভোটগ্রহণ হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।  আরও পড়ুন: সরকারি বিজ্ঞাপন বন্ধ, প্রথম পাতা ফাঁকা রেখেই কাগজ ছাপল কাশ্মীরে সুনীল অরোরা জানিয়েছেন, নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগে সারা দেশের নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে কথা বলা হয়েছে। এছাড়া নির্বাচনের সময় কোথাও পরীক্ষা আছে কি না, তা জানতে বিভিন্ন বোর্ডের সঙ্গে কথা

সেঞ্চুরির হ্যাটট্রিকের সামনে শাহেনশাহ বিরাট

Image
মোহালি: অনন্য নজিরের সামনে বিরাট কোহলি৷ ওয়ান ডে ক্রিকেটে তিনি এখন অবিসংবাদিত সম্রাট৷ এই ফর্ম্যাটে শতরানের সম্রাট কিংবদন্তি সচিন তেন্ডুলকরের ৪৯ শতরান থেকে আর মাত্র ৮ কদম দূরে রয়েছেন কিং কোহলি৷ মোহালিতে এদিন আবার কোহলি নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজে ইতিমধ্যে শেষ দুই ম্যাচে দুটি শতরান হাঁকিয়েছেন৷ নাগপুরে ১১৬ রানের পর রাঁচিতে ১২৩ রানের লড়াকু ইনিংস৷ লাহোরে এদিন আরও একটি শতরান হাঁকালে শতরানের হ্যাটট্রিক পূর্ণ করবেন বিরাট৷ অতীতে এই কীর্তি হাঁকানোর নজির রয়েছে ভিকে'র৷ ২০১৮ সালে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টানা তিন ওয়ান ডে'তে তিনটি শতরান হাঁকিয়েছেন কোহলি৷ গুয়াহাটি, বিশাখাপত্তনম ও পুনের মাঠে যথাক্রমে ১৪০, ১৫৭*, ১০৭ রানের ইনিংস খেলেন ভারত অধিনায়ক৷ ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে বিরাটই প্রথম যিনি ওয়ান ডে ক্রিকেটে সেঞ্চুরির হ্যাটট্রিক হাঁকিয়েছেন৷ এবার  দ্বিতীয়বারের জন্য নিজের সেই কীর্তি ছোঁয়াই কোহলির সামনের চ্যালেঞ্জ৷ ধোনির ডেরায় শতরান হাঁকানোর পর এদিন ফের শতরান হাঁকিয়ে স্কোরবোর্ডে 'বিরাট' রান তুলতে পারেন কিনা কোহলি

‌১৫৭ জনকে নিয়ে ভেঙে পড়ল ইথিওপিয়ান এয়ারলাইন্সের বিমান

Image
ফের মাঝ আকাশে ভাঙল যাত্রীবোঝাই বিমান। যাত্রী এবং বিমানকর্মী মিলিয়ে মোট ১৫৭ জনকে নিয়ে ভেঙে পড়েছে ইথিওপিয়ান এয়ারলাইন্সের বিমান ইটি ৩০২। নাইরোবিগামী বোয়িং ৭৩৭–৮০০ ম্যাক্স বিমানে ছিলেন ১৪৯ জন যাত্রী এবং আটজন বিমানকর্মী। স্থানীয় সময় রবিবার সকাল ৮.‌৪৪ মিনিটে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন নামপ্রকাশে অনিচ্ছুক ইথিওপিয়ান এয়ারলাইন্সের এক কর্মী। ওই কর্মী আরও জানিয়েছেন, ইথিওপিয়ার রাজধানী আদিস আবাবা থেকে ৬২ কিলোমিটার দূরে দক্ষিণপূর্বের ছোট শহর বিশোফ্‌তুতে ভেঙে পড়েছে ইটি ৩০২। এয়ারলাইন্সের তরফে জানানো হয়েছে, আদিস আবাবার বোলে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রবিবার সকাল ৮.‌৩৮ মিনিটে নাইরোবির উদ্দেশ্যে রওনা দিয়েছিল ইটি ৩০২। নাইরোবির জোমো কেনিয়াট্টা আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০.‌২৫ মিনিটে অবতরণের কথা ছিল বিমানের। কিন্তু ওড়ার ছয় মিনিটের মধ্যেই বিমানের সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এটিসি–র। ঘটনাস্থলে রওনা দিয়েছে উদ্ধারকারী এবং তদন্তকারী দল। ‌দুর্ঘটনার খবর জানতে পেরে তৎক্ষণাৎ ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে টুইটারের মাধ্যমে দুর্ঘটনায় নিহতদের পরিবারের উদ্দেশ্যে শোকবার্তা জ্ঞাপন করা হয়েছে। যদিও এখনও ব

৬০০ কিলোমিটার দূরে বদলি প্রাথমিক শিক্ষককে

Image
কোচবিহারের ঘোকসাডাঙ্গা প্রাথমিক স্কুলের শিক্ষক রণধীর দাসকে বদলি করা হয়েছে মুর্শিদাবাদের ভরতপুর দক্ষিণের কান্দ্রা মিল্কি পাড়া প্রাথমিক স্কুলে। ২০০৩ সালের ডিসেম্বর থেকে শিক্ষকতা করা রণধীর বৃহস্পতিবার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের (ডিপিএসসি) রিলিজ অর্ডার হাতে পেয়ে রীতিমতো অবাক। চাকরি বাঁচাতে তাঁকে প্রায় ৬০০ কিলোমিটার দূরে যেতে হবে। তাঁর কথায়, 'শুধু আমি একা নই। মাথাভাঙার ধীমান চৌধুরী ও তুফানগঞ্জের বিপ্লব চট্টোপাধ্যায়কেও বদলির চিঠি দেওয়া হয়েছে। তাঁদের অবশ্য উত্তর দিনাজপুরের প্রাথমিক স্কুলে বদলি করা হয়েছে। দূরত্বের মাপকাঠিতে তা ৩০০ কিলোমিটারের কাছাকাছি।' একই ভাবে পূর্ব বর্ধমানের গলসির প্রাথমিক শিক্ষক হিরন্ময় মণ্ডলকে বদলি করা হয়েছে মালদহের হরিশচন্দ্রপুরে। দূরত্বের নিরিখে ৩৫০ কিলোমিটারের বেশি। পূর্ব মেদিনীপুরের ২০১০ সালে শিক্ষকের নিয়োগপত্র পাওয়া আমজাদ আলিকে পাঠানো হয়েছে পুরুলিয়ায়। মালদহের মানস গোস্বামীকে আবার বদলি করা হয়েছে আলিপুরদুয়ারে। এতে চরম বিপাকে ওই শিক্ষকরা। কেন এত দূরে বদলি? এ নিয়ে কুলুপ এঁটেছেন স্কুলশিক্ষা দপ্তর, প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং সংশ্লিষ্ট জেলার আধিকারিকরা। বদলির রি

২৪ ঘণ্টায় আফগানিস্তানে খতম ৬০ তালিবান জঙ্গি

Image
আফগানিস্তানে গত ২৪ ঘণ্টায় খতম করা হল ৬০ জন তালিবান জঙ্গিকে। দেশের বিভিন্ন প্রান্তে লুকিয়ে থাকা তালিবান জঙ্গিদের খতম করার লক্ষ্যে অভিযান চালান আফগান স্পেশ্যাল ফোর্সের সদস্যরা। জঙ্গি ঘাঁটিগুলিতে বিমান হামলাও চালানো হয়। স্থানীয় একটি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, পশ্চিম আফগানিস্তানে অবস্থিত ওয়ারদক প্রদেশের লোগার ও সায়দাবাদ জেলার বারাকি বারাক ও ছারখা এলাকায় অভিযান চালিয়ে ২৯ জন তালিবান জঙ্গিকে খতম করেছেন স্পেশ্যাল ফোর্সের সদস্যরা। এই ঘটনায় জখম এক কুখ্যাত জঙ্গিকে আটক করার পাশাপাশি বিস্ফোরক ভরতি গাড়িকে ধ্বংস করা হয়েছে। কাবুলিওয়ালার বউ সুস্মিতা বন্দ্যোপাধ্যায়কে যেখানে গুলিতে ঝাঁঝরা করেছিল তালিবান জঙ্গিরা সেই পাকটিকা প্রদেশের আমদাবাদ জেলায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে প্রচুর অস্ত্র। যার মধ্যে একটি ম্যাগনেটিক মাইন ও ১৬টি মাইন কন্ট্রোলারও রয়েছে। স্থানীয় গ্রামগুলোয় সন্ত্রাস চালাতে মজুত করা বোমা তৈরির প্রচুর উপাদান ঘটনাস্থান থেকে দূরে নিয়ে গিয়ে ধ্বংস করা হয়েছে। সামানগাম এলাকার একটি হাইওয়েতে অভিযান চালানোর সময় নিকেশ করা হয় চারজন জঙ্গিকে। জখম অবস্থায় ধরা পড়ে আরও তিনজন। হেলমন্দ প্রদেশের নাওজাদ ও

FATF থেকে বাদ দিতে হবে ভারতকে, পিঠ বাঁচাতে দাবি ইমরান প্রশাসনের

Image
ফিন্যানশিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের (এফএটিএফ) এশিয়া-প্যাসিফিক জয়েন্ট গ্রুপে ভারতের সদস্যপদ বাতিল করতে হবে৷ আন্তর্জাতিক এই সংস্থাটির কাছে এমনই অদ্ভুত দাবি পেশ করল পাকিস্তান৷ শনিবার এই মর্মে এফএটিএফের প্রেসিডেন্টের কাছে একটি চিঠিও লিখলেন সেদেশের অর্থমন্ত্রী আসদ উমর৷ আন্তর্জাতিক মহলের মতে, কিছুটা নিজেদের তাগিদে পিঠ বাঁচাতেই এমন পদক্ষেপ নিয়েছে ইমরান প্রশাসন৷ সূত্রের খবর ওই আপত্তিকর চিঠিতে পাক মন্ত্রী লিখেছেন, এই সংস্থার নজরদারি প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে ভারতকে এশিয়া-প্যাসিফিক জয়েন্ট গ্রুপ থেকে বাদ রাখা প্রয়োজন৷ সেই স্থানে অন্য যেকোনও দেশকে সদস্য করা যেতে পারে৷ কিন্তু ভারত নয়৷ সন্ত্রাসবাদী সংগঠনগুলির অর্থের উৎসের বিষয়ে নজরদারি চালায় এই আন্তর্জাতিক সংগঠন৷ পাকিস্তানের উপরেও নজরদারি চালাচ্ছে সংগঠনটি৷ সূত্রের খবর, গত ১৮ ফেব্রুয়ারি এফএটিএফ-এর ইন্টারন্যাশনাল কো-অপারেশন রিভিউ গ্রুপের (আইসিআরজি) বৈঠকে পুলওয়ামা ইস্যুতে পর্যুদস্ত করেছে ভারত৷ সন্ত্রাসবাদীদের অর্থ সাহায্য জোগাচ্ছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই৷ এই অভিযোগে ইসলামাবাদের বিরুদ্ধে সরব হয় নয়াদিল্লি৷ জানা গিয়েছে, চিঠিতে সেই প্রসঙ্গ

মৃত জঙ্গির সংখ্যা জানতে চাওয়া লজ্জার, ইস্তফা কংগ্রেস নেতার

Image
বিনোদ শর্মা।  বালাকোটে সেনা অভিযানে কত জনের মৃত্যু হয়েছে, বিরোধীরা এই প্রশ্ন তুলেছেন বারবার। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ থেকে প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমন কেউই এই প্রশ্নের সরাসরি উত্তর দেননি। বরং বিজেপির সর্বভারতীয় সম্পাদক অমিত শাহ অভিযানে মৃত জঙ্গিদের সংখ্যা উল্লেখ করে দলের মধ্যে খানিকটা একা হয়ে পড়ছেন খানিকটা। এ বার কংগ্রেসেরই এক নেতা উল্টো সুর গাইলেন, বললেন, বালাকোট অভিযানে জঙ্গি মৃত্যুর সংখ্যা জানতে চাওয়াটা দুঃখজনক। সেই যুক্তি দেখিয়েই দল থেকে ইস্তফা দিতে চাইলেন বিনোদ শর্মা। বিহারের কংগ্রেস নেতা বিনোদ বলেন, কংগ্রেসের তরফে বায়ুসেনা অভিযানে কত জনের মৃত্যু হয়েছে, তা নিয়ে বার বার প্রশ্ন তোলা হয়েছে। কংগ্রেসের হাইকম্যান্ড সেনাদের ভাবাবেগে এ ভাবে আঘাত করছে বলেও মন্তব্য করেন তিনি। এ রকম তুচ্ছ রাজনীতি তাঁর পছন্দ নয় বলেও উল্লেখ করেন বিনোদ। লোকসভা নির্বাচনের আগে বিহারের সমীকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, এমন সময়ে দলের প্রবীণ নেতা ও মুখপাত্র বিনোদের মন্তব্যে তৈরি হয়েছে বিতর্ক।   শনিবার কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীকে একটি চিঠি দিয়েছেন বিনোদ এই মর্মে। সেখানে তিনি বলেছেন, কংগ্রেসের হাইকম্যান্ডের এ

ভরদুপুরে ধর্মতলার কাছ থেকে উদ্ধার জাল নোট-সহ হিসাব বহির্ভুত কোটি টাকা

Image
উদ্ধার হওয়া নগদ টাকা। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে একই দিনে চাঁদনি চক এবং নিউ মার্কেট এলাকা থেকে কয়েক লক্ষ হিসাব বহির্ভূত নগদ টাকা সহ জাল নোট উদ্ধার করল কলকাতা পুলিশ। এর মধ্যে শনিবার দুপুরে চাঁদনি চক এলাকা থেকে উদ্ধার হওয়া টাকা জাল বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, চাঁদনি চক এলাকা থেকে দু'জনকে এবং নিউ মার্কেট থেকে একজনকে গ্রেফতার করেছে। চাঁদনি চক থেকে ধৃতদের নাম দীপক মণ্ডল এবং জয় মণ্ডল। তারা দু'জনেই মালদার বাসিন্দা। তাদের কাছ থেকে ৮ লক্ষ টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ। আর চাঁদনি চক থেকে যে যুবককে গ্রেফতার করেছে পুলিশ তার বাড়ি তালতলায়। নাম ওয়াসিম খান। পুলিশ জানিয়েছে, ওয়াসিমের কাছ থেকে নগদ ৮৭ লক্ষ ৫০ হাজার টাকা উদ্ধার হয়েছে। তবে এই টাকার উৎস জানাতে পারেনি ধৃত। দুই ক্ষেত্রেই ধৃতদের জেরা করছে পুলিশ। ওয়াসিমের কাছে নগদ ৮৭ লক্ষ ৫০ হাজার টাকা কোথা থেকে এল তা এখনও সঠিক জানাতে পারেনি সে। পুলিশ জানিয়েছে, গত ৭ মার্চও বড়বাজার এলাকা থেকে রঞ্জন কুমার সিংহ ওরফে পিন্টু নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তার কাছেও বেহিসেবি ১৩ লক্ষ নগদ টাকা পাওয়া গিয়েছে। ওয়াসিম এবং রঞ্জন দু'জন কোনও একই বেআইন

দিল্লির জিমে গ্যাং ওয়ার, মৃত্যু ছয় বছরের শিশুর

Image
দিল্লির জেজে কলোনির ইন্দ্রপুরী এলাকা। একটি জিমে আচমকাই এক দল দুষ্কৃতীদের মধ্যে বচসা শুরু হল। বচসা শুরু হতেই শুরু হল গুলি চালানো। কয়েক রাউন্ড গুলি চলার মাঝেই দু্ষ্কৃতীদের গুলিতে প্রাণ হারাল একটি শিশু। এর পরে ফের প্রশ্নের মুখে রাজধানীর নিরাপত্তা।  জিমের মধ্যেই গ্যাং ওয়ারে প্রিন্স রাজ নামে ছয় বছরের শিশুটির মৃত্যু হয়। শনিবার রাত পৌনে ৯টা নাগাদ পুলিশের কাছে খবর যায়, ইন্দ্রপুরী এলাকায় গুলি চলছে। ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ। পুলিশ ঘটনাস্থলে এসে ছয় বছরের শিশুর মৃত্যুর কথা জানতে পারে। পুলিশ সূত্রের দাবি, জিমের মধ্যে গুলি চলছিল, তখন পাশের বাড়ির জানলা দিয়ে একটি শিশু মুখ বাড়িয়ে ফেলেছিল। একটি গুলি গিয়ে তার মাথায় লাগে। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। গুলিতে বছর উনত্রিশের এক ব্যক্তিও জখম হয়েছেন। জিমে ঢোকার সময় ওই ব্যক্তির পেটে গুলি লাগে। স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকেও। প্রশ্নের মুখে অবশ্য তিনি ছিলেন নীরবই দিল্লির জে জে কলোনির ইন্দ্রপুরী এলাকায় গুলির লড়াইয়ের ঘটনায় চার জনের নাম উঠে এসেছে তদন্তে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। চার দুষ্কৃতীর মধ্যে বচসার জেরেই এই ঘট

আজ বিকেলেই লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন

Image
দিল্লির নির্বাচন সদন। আজ, রবিবার বিকেলেই লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করা হতে পারে। এও ঘোষণা করা হতে পারে কবে কবে বিধানসভা নির্বাচন হবে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, সিকিম ও অরুণাচল প্রদেশে। দিল্লির বিজ্ঞান ভবনে এ দিন বিকেল ৫টায় সাংবাদিক সম্মেলন ডেকেছে নির্বাচন কমিশন। সূত্রের খবর, সেখানেই লোকসভা ও চার রাজ্যের বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করা হতে পারে। ৫৪৫ আসনের লোকসভায় নির্বাচন হওয়ার কথা মে মাসে। সংবিধান অনুযায়ী, জুনের মধ্যেই নতুন সরকারকে শপথ নিতে হবে। ভোটের দিনক্ষণ ঘোষণা নিয়ে কমিশন টালবাহানা করছে, গত কয়েক দিন ধরেই সেই অভিযোগ করা হচ্ছিল কংগ্রেসের তরফে। বলা হচ্ছিল, শেষ মুহূর্তে কয়েকটি উন্নয়নমূলক প্রকল্প ঘোষণার জন্য বাড়তি সময় দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারকে। দিনক্ষণ ঘোষণার পর যা করা যায় না। কমিশনের তরফে অবশ্য কংগ্রেসের অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। গত লোকসভা ভোটের দিনক্ষণ নির্বাচন কমিশন ঘোষণা করেছিল ২০১৪-র ৫ মার্চ।

আকর্ষণীয় ডিজাইনের ফোল্ডেবেল স্মার্টফোন আনছে ZTE!

Image
মাস খানেক আগেই একটা খবরে স্মার্টফোনের দুনিয়ায় রীতিমতো হইচই পড়ে যায়! জানা যায়, দেড় দশক আগের বিশ্বের অন্যতম জনপ্রিয় ফোন Moto Razr ফের ফিরছে। তবে এ বার ফোল্ডেবেল স্মার্টফোন হিসেবে। ২০০৪ সালে লঞ্চ করেছিল Motorola-র পাতলা, হালকা, ফ্লিপ ফোন Moto Razr V3। লঞ্চের মাত্র ৪ বছরের মধ্যে প্রায় ১৩ কোটি Moto Razr V3 বিক্রি হয়েছিল। ওই সময় মোবাইল ফোনের দুনিয়ায় Motorola-র এই ফোনটির চাহিদা ছিল তুঙ্গে। তাই Moto Razr-এর ফোল্ডেবেল স্মার্টফোন হিসেবে বাজারে ফেরার খবরে রীতিমতো শোরগোল পড়ে যায় চতুর্দিকে। ২০১৯-এ ফোল্ডেবেল স্মার্টফোনই হল স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে অন্যতম আকর্ষণ! Xiaomi, Samsung-এর মতো একের পর এক স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা তাদের ফোল্ডেবেল স্মার্টফোন বাজারে আনার তোড়জোড় শুরু করে দিয়েছে। এ বার সে দলে নাম লিখিয়ে নিজেদের ফোল্ডেবেল স্মার্টফোন ডিজাইন নিয়ে হাজির হচ্ছে চিনা মোবাইল ফোন প্রস্তুতকারী সংস্থা ZTE। ZTE-র ফোল্ডেবেল স্মার্টফোনটি দেখতে অনেকটা Moto Razr-এর ফোল্ডেবেল ফোনের মতো। Moto Razr-এর মতোই এই ফোনটির ডিসপ্লেও উপর থেকে নিচে ফোল্ড করা যাবে। জানা গিয়েছে, ZTE ফোল্ডেবেল স্মার্টফোনের পিছনে

গত এক মাসে ১৫৭টি প্রকল্পের উদ্বোধন মোদীর, বাদ পড়েনি পৌরসভার প্রকল্পও

Image
গত ৩০ দিনে গড়ে প্রতি দিন ৫টি করে প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোট যোগফলের গড় হিসেবটা এমনটাই দাঁড়ায়। এনডিটিভি সংবাদমাধ্যম সূত্রে খবর, শেষ ৩০ দিনে দেশের বিভিন্ন প্রান্তে ২৮টি সফর করেছেন মোদী। পাশাপাশি, ১৫৭টি ছোটো-বড় প্রকল্প উদ্বোধন করেন যা দেশের রাজনীতিতে নজিরবিহীন বলে মনে করছে ওয়াকিবহাল মহল। আজই লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার সম্ভবনা রয়েছে। ভোটের দিনক্ষণ ঘোষণা হলেই সে দিন থেকেই দেশজুড়ে নির্বাচন আচরণ বিধি কার্যকর হয়ে যায়। অর্থাত্ নতুন করে সরকারি প্রকল্প ঘোষণা বা শিলান্যাস উদ্বোধন করার উপর নিষেধাজ্ঞা জারি হয়ে যায়। এমন প্রমাদ গুনেই তড়িঘড়ি বিভিন্ন প্রকল্প উদ্বোধনে তত্পর হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিলান্যাস হওয়ার পরও শিলান্যাস করেন তিনি। এমনকি পুরসভা স্তরের প্রকল্পের উদ্বোধন করতেও পিছু পা হননি প্রধানমন্ত্রী। গত ৮ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত কমপক্ষে ১৫৭টি প্রকল্প উদ্বোধন করেছেন নরেন্দ্র মোদী। তাঁর উদ্বোধনের তালিকায় রয়েছে সড়ক, রেল, ওষুধের দোকান, হাসপাতাল, ইস্কুল, গ্যাসের পাইপলাইন, বিমানবন্দর, জল সংযুক্তিকরণ, নিকাশি ব্যবস্থা, বিদ্যুত্ কেন্দ্রের মত

অবসর নিচ্ছেন ধোনি! বড়সড় ইঙ্গিত দিয়ে রাখলেন সাক্ষী

Image
এর থেকে স্পষ্ট ইঙ্গিত হয়তো আর কেউ দিতে পারতেন না। সাক্ষী ধোনি যেমনটা দিয়ে গেলেন। মহেন্দ্র সিং ধোনি কবে অবসর নেবেন, তা তাঁর থেকে ভাল আর কে জানবেন! বিশ্বজয়ী অধিনায়ককে নিয়ে জল্পনাই সত্যি হতে চলেছে। ঘরের মাঠে কেরিয়ারে শেষ ম্যাচ খেলে ফেললেন এমএস। রাঁচিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের তৃতীয় একদিনের ম্যাচই ছিল দেশের মাটিতে খেলা তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ! ভারতীয় ক্রিকেটমহলের একাংশ মনে করছিল, রাঁচিতেই শেষ ম্যাচ খেলে ফেললেন ধোনি। এমএস আগেই ইঙ্গিত দিয়েছিলেন, ২০১৯ বিশ্বকাপের পরই তিনি অবসর নেবেন। সেই হিসেব মেনে নিলে এটাই ঘরের মাঠে ধোনির শেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজের পরের দুটি ম্যাচে ধোনিকে বিশ্রামে রাখা হয়েছে। তাঁর পরিবর্তে খেলবেন ঋষভ পন্থ। বিশ্বকাপের আগে আর কোনও আন্তর্জাতিক ম্যাচ নেই। ফলে রাঁচিতে ঘরের মাঠে শেষবারের মতো খেলে ফেলেছেন ধোনি। আর সেটা আন্দাজ করেই ভক্তরা তাঁকে প্রাণভরে কুর্ণিশ জানিয়েছিলেন। সাক্ষী ধোনির একখানা ইনস্টাগ্রাম পোস্টে ব্যাপারটা আরও বেশি পরিস্কার হয়ে গিয়েছে যেন। রাঁচিতে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় একদিনের ম্যাচের হ্যান্ড ব্যান্ড

‘অনেক হয়েছে, অনন্তকাল ধরে সন্ত্রাস বরদাস্ত করব না’, ফের কড়া বার্তা মোদীর

Image
সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে দেশ কোনও নরম মনোভাব দেখাবে না তা ফের একবার স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার গাজিয়াবাদে সিআইএসএফের এক অনুষ্ঠানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের নীতি যে বদল হয়েছে তা বুঝিয়ে দেন মোদী। পুলওয়ামা জঙ্গি হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, 'অনেক হয়েছে। অনন্তকাল ধরে সন্ত্রাসবাদ বরদাস্ত করব না।' পুলওয়াম হামলার পর পাল্টা জঙ্গিদের ওপর ব্যবস্থা নেওয়ার জোরাল দাবি ওঠে। ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় ওই হামলার পরই মনে করা হচ্ছিল কোনও বড়সড় আঘাত করা হতে পারে জঙ্গিদের ওপরে। সেইমতো ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের মাটিতে বিমানহানা চালায় ভারতীয় বায়ুসেনা। এপর পরই প্রধানমন্ত্রী বিভিন্ন অনুষ্ঠানে সোজাসাপটা বলা শুরু করেন, প্রয়োজনে ঘরে ঢুকে মারা হবে জঙ্গিদের। দেশের নিরপত্তার ক্ষেত্রে সিআইএসএফের ভূমিকার কথা উল্লেখ করে সন্ত্রাসবাদ নিয়ে জওয়ানদের সতর্ক করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, 'দেশের এক প্রতিবেশী যখন বেপরওয়া, যুদ্ধে ময়দানে নামতে অপারগ তখন ষড়যন্ত্র চালিয়ে তারা দেশকে ভেতর থেকে দুর্বল করার চেষ্টা করে। ফলে সন্ত্রাসবাদ এখন বিভিন্ন রূপে দেশের সামনে হাজির হয়েছে। এই অবস

কলকাতায় বিস্ফোরক উদ্ধারের ঘটনায় বসিরহাট থেকে গ্রেফতার রবিউল

Image
বিস্ফোরকবোঝাই ম্যাটাডোর উদ্ধারের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল এসটিএফ। ধৃতের নাম রবিউল ইসলাম। বিস্ফোরক উদ্ধারের ঘটনায় এই নিয়ে মোট ৩ জনকে গ্রেফতার করা হল। পুলিস সূত্রে খবর, উত্তর ২৪ পরগনার বসিরহাটের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেফতার করা হয় রবিউল ইসলামকে। ধৃত ম্যাটাডোর চালক ও খালাসিকে জেরা করে রবিউল ইসলামের খোঁজ পান তদন্তকারী অফিসাররা। জানা গিয়েছে, এই রবিউল ইসলাম-ই পটাসিয়াম নাইট্রেট-এর বরাত দিয়েছিল। ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকাতেই মজুত করা হত বাজেয়াপ্ত ১০০০ কিলোগ্রাম পটাসিয়াম নাইট্রেট। এসটিএফ-এর অনুমান, তারপর সেখানেই বানানো হত বিস্ফোরক। পুলওয়ামা কাণ্ডের ভয়াবহ স্মৃতি এখনও টাটকা। তার জের কাটতে না কাটতেই শুক্রবার রাতে কলকাতায় উদ্ধার হয় বিস্ফোরকবোঝাই লরি। টালা ব্রিজের কাছে বিস্ফোরকবোঝাই লরিটি উদ্ধার করে কলকাতা পুলিসের স্পেশাল টাস্ক ফোর্স। লরির ভিতর  থেকে মোট ২৭টি ব্যাগে কমপক্ষে ১০০০ কেজি পটাশিয়াম নাইট্রেট বাজেয়াপ্ত করা হয়। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে অভিযান চালায় এসটিএফ। তখনই টালা ব্রিজের কাছে আটক করা হয় লরিটি। গ্রেফতার করা হয় লরির চালক ও খালাসিকে। জেরায় ধৃতরা জানায়, পশ্চি

লোকসভা নির্বাচন ২০১৯: ডায়মন্ডহারবারে অভিষেকের বিরুদ্ধে প্রার্থী রোহন মিত্র?

Image
লোকসভা নির্বাচনে ডায়মন্ডহারবার আসনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হতে পারেন সোমেন পুত্র রোহন মিত্র। পাশাপাশি, পুরুলিয়া আসনটি ফরোয়ার্ড ব্লককে ছাড়তে রাজি নয় কংগ্রেস। পুরুলিয়ায় প্রার্থী করা হতে পারে নেপাল মাহাতকে। উত্তর কলকাতায় সাদাব খানকে প্রার্থী করতে পারে কংগ্রেস। প্রার্থী করার বিষয়ে কথা চলছে আমজাদ আলিকে নিয়েও। জোট প্রসঙ্গে আসন ভাগাভাগির ফর্মুলা নিয়ে আজ দিল্লি ও কলকাতা, দু জায়গাতেই বৈঠক বসছে কংগ্রেস। আসন ফর্মুলা স্থির হলে তারপরই চূড়ান্ত হবে নাম। প্রসঙ্গত, রাহুল গান্ধীর হস্তক্ষেপে রায়গঞ্জ ও মুর্শিদাবাদ আসন দুটি বামেদের ছাড়তে রাজি হয়েছে প্রদেশ কংগ্রেস। কেন্দ্রীয় পর্যবেক্ষক গৌরব গগৈ শনিবার জানিয়ে দেন, রায়গঞ্জ ও মুর্শিদাবাদ আসনে প্রার্থী দিচ্ছে না কংগ্রেস। কেউ-ই কারোর জেতা আসনে প্রার্থী দেবে না। আর এতেই দিন কয়েক ধরে চলতে থাকা টানাপোড়েনের পর জট কেটে জোটের পথ প্রশস্ত হয়। রায়গঞ্জ ও মুর্শিদাবাদ আসন দুটি কোনওমতেই ছাড়া হবে না বলে অনড় ছিল সিপিএম। অন্যদিকে, এই দুটি আসনের দাবিতে নাছোড় ছিল কংগ্রেসও। এরপর শুক্রবার কংগ্রেসের আবদার উড়িয়ে রায়গঞ্জ, মুর্শিদাবাদে একতরফা প্রার্থী ঘোষণা ক

আজ বিকেলেই ঘোষণা হতে পারে লোকসভা নির্বাচনের দিনক্ষণ

Image
আজ রবিবার বিকালেই ২০১৯ লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। বিকাল ৫টায় সাংবাদিক সম্মেলন করে দিনক্ষণ ঘোষণা করার কথা রয়েছে কমিশনের। শনিবার একাধিক দফায় লোকসভা নির্বাচন করানোর লক্ষ্যে একটি বৈঠক করে নির্বাচন কমিশন। তার পরেই দিনক্ষণ ঘোষণার কথা ঠিক হয়। লোকসভার সঙ্গে দেশের চার রাজ্যেও বিধানসভা নির্বাচনেরও দিন ঘোষণা হতে পারে আজই। ওই চার রাজ্য হল অরুণাচল প্রদেশ, সিকিম, অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা। আগামী ৩ জুন বর্তমান লোকসভার মেয়াদ শেষ হচ্ছে। সূত্রের খবর মোট ৭-৮ দফায় দেশজুড়ে ভোটগ্রহণ করতে পারে কমিশন। নির্বাচনের দিন ঘোষণার পরই গোটা দেশে নির্বাচনী আচরণবিধি লাগু হয়ে যাবে। লোকসভার সঙ্গে ভোট নেওয়া হতে পারে সিকিমেও। সেরাজ্যের বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে আগামী ২৭ মে। অন্যদিকে, অন্ধ্র, ওড়িশা ও অরুণাচল প্রদেশ বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে যথাক্রমে ১৮ জুন, ১১ জুন ও ১ জুন। জম্মু ও কাশ্মীরে বর্তমানে রাষ্ট্রপতি শাসন চলছে। এক্ষেত্রে সেখানে রাষ্ট্রপতি শাসন জারির ৬ মাসের মধ্যে সেখানে নির্বাচন করাতে হবে কমিশনকে। আগামী মে মাসে শেষ হচ্ছে জম্মু ও কাশ্মীরে রাষ্ট্রপতি শাসনের মেয়া

যৌনপল্লি থেকে বিচারকের আসনে রূপান্তরকামী

Image
সিন্টু বাগুই।  একে যৌনকর্মীর সন্তান‌। তায় 'মেয়েলি পুরুষ'! ছোট থেকে বাঁকা চাহনি কম দেখতে হয়নি শেওড়াফুলি স্টেশন লাগোয়া গড়বাগানের বাসিন্দা, বছর সাতাশের সিন্টু বাগুইকে। বিস্তর টিপ্পনীও হজম করতে হয়েছে। কিন্তু হাল ছাড়েননি। রূপান্তরকামীদের আন্দোলনে জড়িয়ে গিয়েছেন। আন্তর্জাতিক নারী দিবসের পরের দিন রূপান্তরকামী এই সিন্টুই শ্রীরামপুরে লোক আদালতের বিচারকের আসনে বসলেন। বিচারকাজ সামলে তিনি বলেন, ''যৌনকর্মীর সন্তান‌ এবং রূপান্তরকামী হিসেবে সম্ভবত আমিই প্রথম এই দায়িত্ব পালন করলাম। আত্মবিশ্বাস বাড়ল।'' আদালতে জমে থাকা কিছু মামলা বা লঘু অপরাধ এবং মামলার পূর্বাবস্থায় থাকা বিষয়ের নিষ্পত্তি হয় লোক আদালতে। প্রাক্তন বা বর্তমান বিচারক, আইনজীবী এবং সমাজের বিশিষ্ট ব্যক্তি বিচারক হন। শনিবার ছিল জাতীয় লোক আদালত।  হুগলি জেলার চার মহকুমায় লোক আদালত বসেছিল। সম্প্রতি হুগলি জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের (ডালসা) তরফে সমাজকর্মী হিসেবে সিন্টুকে বিচারকের আসনে বসার প্রস্তাব দেওয়া হয়। শ্রীরামপুরে লোক আদালতের পাঁচটি বেঞ্চ বসেছিল। তাঁর একটিতেই অন্যতম বিচারক ছিলেন সিন্টু। দেড় বছর আগে এখানেই লোক আদালতের

বিয়ে করতে এসে পাত্র গেলেন সটান জেলে!

Image
পুলিশের গাড়িতে পাত্র দেবদীপ পাল।  কনের বাড়িতে পৌঁছতেই বরকে ঘিরে ভিড় করলেন 'আত্মীয়েরা'। রব উঠল, 'মেয়েবাড়ির আচার মেনে বরের পোশাক বদলাতে হবে'। বর এবং বরের বাবাকে নিয়ে ওঠা হল গাড়িতে। গাড়ি গিয়ে থামল থানায়। পাত্রীর পরিবারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে পাত্র এবং তাঁর বাবাকে গ্রেফতার করল পুরুলিয়ার বরাবাজার থানার পুলিশ। বোঝা গেল, আত্মীয়ের বেশে বিয়েবাড়িতে হাজির ছিলেন পুলিশকর্মীরাই। ধৃতদের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ ও প্রতারণার অভিযোগ ছিল। পাত্র, দেবদীপ পালের বাড়ি পশ্চিম বর্ধমানের কাঁকসার বামুনাড়ায়। শনিবার পুরুলিয়া আদালতের বিচারক তাঁকে সাত দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। বরের বাবা তপন পালের জামিন মঞ্জুর করেছেন বিচারক। পাত্রীর বাবা বরাবাজারের ব্যবসায়ী। তিনি জানিয়েছেন, একটি বিশেষ সম্প্রদায়ের ঘটকালির ওয়েবসাইটে মেয়ের জন্য পাত্রের সন্ধান করছিলেন। ২০১৮ সালের জুলাইয়ে দেবদীপের পরিবার তাঁদের সঙ্গে যোগাযোগ করে। খোঁজ নিতে দুর্গাপুরে পাত্রের বাড়িতেও গিয়েছিলেন তাঁরা। পাত্রীর বাবা বলেন, ''ওঁদের ব্যবহারে মুগ্ধ হয়েছিলাম। ছেলে দুবাইয়ে মোটা মাইনের চাকরি করে। ইন্ডিয়ান স্কুল অব মাইনস

কী ভাবে ঢুকল বিস্ফোরক, মিলছে না সদুত্তর

Image
আটক ম্যাটাডর। ওড়িশা থেকে কয়েকশো কিলোমিটার পাড়ি দিয়ে বিস্ফোরক ভর্তি ম্যাটাডর শহরে পৌঁছল কী ভাবে, তার সদুত্তর নেই রাজ্য প্রশাসনের কাছে। তবে এই ঘটনা যে নির্বাচনের আগে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে, তা মেনে নিচ্ছেন অনেকেই। জাতীয় সড়কে পণ্যবাহী গাড়ি ঠিক মতো তল্লাশি হচ্ছে কি না, সেই প্রশ্নও তুলেছেন অনেকে।  শুক্রবার রাতে টালা ব্রিজ থেকে পটাশিয়াম নাইট্রেট ভর্তি ম্যাটাডর আটক করেছে কলকাতা পুলিশ। ওই রাসায়নিক বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয় বলে দাবি গোয়েন্দাদের। কলকাতা পুলিশের কমিশনার অনুজ শর্মার বক্তব্য, ''ওড়িশা থেকে বিস্ফোরক এসেছিল। কী ভাবে এবং কোন পথে এত পরিমাণ বিস্ফোরক শহরে ঢুকল, তা নিয়ে তদন্ত হচ্ছে।'' প্রশাসনিক কর্তাদের একাংশের অবশ্য দাবি, রাজ্যের অবৈধ বাজি কারখানায় সরবরাহের জন্য পটাশিয়াম নাইট্রেট আনা হতে পারে। কেউ কেউ আবার সার হিসেবে পাচারের কথাও বলছেন। কিন্তু তার সপক্ষে জোরালো যুক্তি মিলছে না। তবে নবান্নের অনেকে এ-ও বলছেন, যাই হোক না-কেন, এই ঘটনাকে লঘু হিসেবে দেখা উচিত হবে না। এক শীর্ষ কর্তার কথায়, ''পুলিশকে ঘটনার নিবিড় তদন্ত করতে বলা হয়েছে।

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ফের বৃষ্টির ভ্রূকুটি শহরে

Image
পশ্চিম বঙ্গোপসাগরের উপর ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর জেরেই আগামী ৪৮ ঘণ্টাতে বিক্ষিপ্ত থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, দুই চব্বিশ পরগণা-সহ বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। বাতাসে জলীয় বাষ্প ঢুকে যাওয়ায় তাপমাত্রার পারদ ক্রমশ চরছে। রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২২.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি বেশি। গত কয়েকদিন ধরে কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গে বাড়ছে তাপমাত্রা। সকাল ও রাতের দিকে শীতের আমেজ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম বাড়ছে। আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিম বঙ্গোপসাগরের উপর ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার জেরে এই পরিস্থিতি শুরু হয়েছে। সকাল থেকে মেঘলা আকাশ। ভারী বৃষ্টি না হলেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গে। ফেব্রুয়ারির শেষ রবিবার থেকে টানা পাঁচদিন দফায় দফায় উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বৃষ্টি হয়েছে। তাপমাত্রাও নেমে গিয়েছিল এক ধাক্কায়। মাঝে ক'দিনের বিরাম। কালো মেঘ সরে গিয়ে দেখা মিলেছিল রোদ্দুরের। এর পর আবার বৃষ্টির ভ্রূকুটি। শুধু বৃষ্টিই নয়, সঙ্গে ঝোড়ো হাওয়া চলছে শেষ দুদিন।

মোক্সিকোর নাইট ক্লাবে বন্দুজবাজ হামলা, মৃত ১৫

Image
মধ্য মেক্সিকোর একটি নাইট ক্লাবে একদল বন্দুকবাজের হানায় ১৫ জন প্রাণ হারিয়েছেন। গুলিবিদ্ধ আরও ৪ জন। এর মধ্যে ১ মহিলা আছেন। শনিবার পাকলিক প্রসিকিউটরের দফতর থেকে এ কথা জানানো হয়েছে। ঠিক কী কারণে, কারা এই হামলা চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, মেক্সিকোর গুয়ানোজুয়োতোতে 'লা প্লায়া মেনস ক্লাব'-এ সূর্যোদয়ের ঠিক আগে তিনটি ভ্যানে করে হাজির হয় একদল বন্দুকবাজ। কেউ কিছু বুঝে ওঠার আগেই গুলি চালাতে শুরু করে তারা। কিছু ক্ষণের মধ্যেই রক্তে ভাসে রাজপথ। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায়। স্থানীয় দুষ্কৃতীরা সালাম্যান্সা তৈল শোধনাগার থেকে বিপুল তেল চুরি করে। গত সপ্তাহে এল মারো নামে এক প্রভাবশালী দুষ্কৃতীদলের নেতাকে গ্রেফতার করতে অভিযানে নেমেছিল মেক্সিকোর সেনাবাহিনী। এ দিনের হামলার নেপথ্যে তারাই জড়িত থাকতে পারে যারা বলে প্রশাসনের একাংশের অনুমান। পুলিশ গোটা এলাকা ঘিরে রেখেছে।

রবিবারের বাজারদর জেনে নিন

Image
বিভিন্ন বাজারে এর মাঝে ঘোরাফেরা করছে সবজি থেকে মাছের দাম। বাজার যাওয়ার আগে জেনে নিন আপনার পকেট খরচের পরিমাণ। সবজি .চন্দ্রমুখী আলু – ১৪টাকা প্রতিকিলো . জ্যোতি আলু – ১০টাকাপ্রতিকিলো .পিঁয়াজ – ২০ টাকা প্রতিকিলো .আদা – ৬০ টাকা প্রতিকিলো .রসুন – ৭০ টাকা প্রতিকিলো   . ফুলকপি – ৩০ টাকা প্রতি পিস .বাঁধাকপি – ২৫ টাকা প্রতি কিলো .পটল – ১২০টাকা প্রতিকিলো .ঢ্যাঁড়শ – ৮০-১০০ টাকা প্রতিকিলো .উচ্ছে – ৪০ টাকা প্রতিকিলো .বেগুন – ২০-২৫টাকা প্রতিকিলো .টমেটো – ২০ টাকা প্রতিকিলো .লঙ্কা – ১০০ টাকা প্রতিকিলো .কুমড়ো – ৩০ টাকা প্রতিকিলো .পালং শাক – ২০টাকা প্রতি কিলো .লাল শাক – ১৫ টাকা প্রতি কিলো .গাজর – ৩০ টাকা প্রতিকিলো .ঝিঙে – ৬০ টাকা প্রতিকিলো .ক্যাপসিকাম – ৪০ টাকা টাকা প্রতিকিলো .পিঁয়াজকলি – ৩০ টাকা প্রতি কেজি সজনে ডাঁটা – ১৫০ তাকা প্রতি কেজি মাছ .গোটারুই –১৬০-২২০ টাকা কিলো .কাটারুই – ২০০-৩০০ টাকা কিলো .গোটাকাতলা – ২৫০-২৮০ টাকা কিলো .কাটাকাতলা –৩৫০-৪০০টাকা কিলো .বাটা – ১৬০-১৮০ টাকা কিলো .চারাপোনা – ১৬০ টাকা কিলো .তেলাপিয়া – ১৬০টাকা কিলো .পাবদা – ৫০০ টাকা প্রতি কিলো .পার্শ্বে –৪০০-৫০০ টাকা প্রতি কিলো প্রতিকি

কমলালেবু থেকে সাপের বিষের প্রতিষেধক, গবেষণায় মিলল সাফল্য

Image
আসানসোল:  কমলালেবুর মধ্যে রয়েছে সর্পপ্রতিষেধকের গুণ। কমলালেবুর মধ্যে থাকা হেসপেরেটিন কাজে লাগিয়ে অ্যান্টি ভেনাম সিরাম বা এভিসের সঙ্গে সংযোগ ঘটিয়ে প্রতিষেধক তৈরি হতে পারে গেছোবোড়া বা চন্দ্রবোড়া প্রজাতির সাপের কামড়ের। চন্দ্রবোড়া, গেছোবোড়া বা বাঁশবোড়া সাপের বিষ হিমোটক্সিন প্রকৃতির। কামড়ের সঙ্গে সঙ্গে মানবদেহের টিসুগুলিকে দ্রুত ধ্বংস করে দেয়। রক্ত থকথকে জেলির মতো হয়ে যায়। এতে কিডনির কার্যক্ষমতা হ্রাস পায়। ক্ষতস্থানে ধরে পচন। ফলে আক্রান্ত ব্যক্তিকে এভিএস ইঞ্জেকশন দিলেও তা অধিকাংশ সময়ে খুব একটা কার্যকর হয় না। এই সাপের বিষের প্রতিষেধকই লুকিয়ে রয়েছে কমলালেবুর মধ্যে। এমনই এক গবেষণা করে রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেসে সেরা বিজ্ঞানীর তকমা অর্জন করেছেন আসানসোলের অধ্যাপক শুভময় পান্ডা। কলকাতায় বেঙ্গল কেমিক্যাল বন্ধ হয়ে যাওয়ার পর এ রাজ্যে ২০০৯ সালের পর থেকে এভিএস তৈরি করা হচ্ছে না। 'অ্যান্টি ভেনাম সিরাম' বা এভিএস আনা হচ্ছে তামিলনাড়ুর মহাবলীপুরমের একটি সংস্থা থেকে। তারা ওখানকার সাপের বিষ থেকে এভিএস তৈরি করছে, যা পশ্চিমবঙ্গে সাপের কামড়ে ঠিকঠাক কাজ করছে না। এ রাজ্যের সাপের বিষ ও তাম

সেনাবাহিনীর ছবি ও সাফল্য ভোট প্রচারে নয়, লোকসভার আগে কড়া নির্বাচন কমিশন

Image
পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলার পর বালাকোটে প্রত্যাঘাত করেছে ভারতীয় সেনাবাহিনী। ভারতীয় সেনাবাহিনীর সেই সাফল্যকে হাতিয়ার করে ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছে বিজেপি। পোস্টার থেকে শুরু করে হোর্ডিং-ফ্লেক্সে দেখা যাচ্ছে সেনাবাহিনীর ছবি। এবার সেইসব ছবি ব্যবহারেই রাশ টেনে ধরল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সাফ জানিয়ে দিল, ভোটের প্রচারে কোনও রাজনৈতিক দলই সেনার ছবি ব্যবহার করা যাবে না। প্রতিটি রাজনৈতিক দলের কাছেই নোটিশ পাঠানো হয়েছে নির্বাচন কমিশনের তরফে। সেই নোটিশে লেখা রয়েছে- সশস্ত্রবাহিনী অরাজনৈতিক ও আধুনিক গণতন্ত্রের নিরপেক্ষ অংশীদার। তাদের রাজনৈতির প্রচার থেকে দূরে রাখতে হবে। সম্প্রতি বিজেপি তাদের পোস্টারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সঙ্গে বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানের ছবি দেখা গিয়েছে। তাঁকে দেশে ফেরানোর সাফল্য তুলে ধরা হয়েছিল পোস্টারে। সেই পোস্টারে লেখা ছিল- মোদী সরকারের অধীনে সবই সম্ভব। আর বিজেপির নেতা-মন্ত্রীরা তো আসন্ন লোকসভা নির্বাচনের আগে সেনার সাফল্যকে স্লোগানে পরিণত করেছে। বিজেপির হোর্ডিং ও পোস্টারে প্রধানমন্ত্রীর ছবির সঙ্গে সশস্ত্র

অগ্নিদগ্ধ মেয়েকে নিয়ে সাত হাসপাতাল ঘুরলেন বাবা-মা! শেষে ঠাঁই আর জি করে

Image
হয়রান: আর জি করে দিয়ার বাবা-মা। শনিবার।  নতুন বাড়িতে গৃহপ্রবেশ হয়েছে। মেয়েকে ঘরে রেখে পাশের বাড়িতে পুজোর প্রসাদ দিতে গিয়েছিলেন মা। ওই ঘর থেকেই কালো ধোঁয়া বেরোতে দেখে ছুটে গিয়ে প্রতিবেশীরা দেখেন, খাট ধরে শক্ত হয়ে দাঁড়িয়ে রয়েছে সাড়ে পাঁচ বছরের মেয়ে। গোটা শরীর জ্বলছে তার। গায়ের পোশাক খসে গিয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ এই ঘটনার পরেই দিয়া দাস নামের ওই শিশুটিকে বাঁচাতে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটে বেড়াতে হয়েছে গোবরডাঙা ইছাপুর এলাকার কয়েক ঘর বাসিন্দাকে। হাবড়া হাসপাতাল, বারাসত হাসপাতাল হয়ে কলকাতার একাধিক হাসপাতালে নিয়ে যাওয়া হলেও মেয়েকে ভর্তি করানো যায়নি বলে অভিযোগ তার পরিবারের। অবশেষে শনিবার বিকেল সাড়ে চারটে নাগাদ আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে অগ্নিদগ্ধ শিশুটিকে নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন দিয়ার আত্মীয়েরা। তার পরেই শিশুটিকে ভর্তি নেন আর জি কর কর্তৃপক্ষ। দিয়ার বাবা রঞ্জিত দাস বলছেন, ''মেয়েটা মরেই যেত। এর নাম কলকাতা? এখানে এত ঝামেলা করে হাসপাতালে ভর্তি করাতে হয়?'' রঞ্জিতবাবু জানান, শুক্রবার রাত সাড়ে আটটা নাগাদ অগ্নিদগ্ধ দিয়াকে প্রথমে হাবড

শহরে আটক ১০০০ কেজি বিস্ফোরক ভর্তি ম্যাটাডর!

Image
বিস্ফোরক বোঝাই ম্যাটাডর থেকে ধৃত দু'জনকে ব্যাঙ্কশাল কোর্টে নিয়ে যাওয়ার পথে। শনিবার।  লোকসভা ভোটের ঠিক মুখে খাস কলকাতা শহরে আটক হল হাজার কিলোগ্রাম বিস্ফোরক ভর্তি ম্যাটাডর! কলকাতা পুলিশ জানিয়েছে, শুক্রবার রাত ১২টা ২০ মিনিটে টালা ব্রিজে একটি ম্যাটাডরকে আটক করেন স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) গোয়েন্দারা। সেই গাড়ি থেকে একাধিক বস্তার ভিতরে মোট ১ হাজার কিলোগ্রাম পটাশিয়াম নাইট্রেট উদ্ধার করা হয়। এই রাসায়নিক বিস্ফোরক তৈরির কাজে লাগে। ওই গাড়ির চালক ইন্দ্রজিৎ ভুঁই এবং খালাসি পদ্মলোচন দে-কে গ্রেফতার করা হয়। দু'জনেরই বাড়ি ওড়িশার বালেশ্বরে।   পুলিশ সূত্রের খবর, ইন্দ্রজিৎ এবং পদ্মলোচনকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে শনিবার বিকেলে পূর্ব মেদিনীপুর থেকে রবিউল নামে আরও এক জনকে পাকড়াও করেছে এসটিএফ। গোয়েন্দা সূত্রের দাবি, রবিউলই এই বিস্ফোরক পাচারের অন্যতম চাঁই। বাজেয়াপ্ত হওয়া বিস্ফোরক ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।  কাল, সোমবার দেশে লোকসভা ভোটের সূচি ঘোষণা হতে পারে। তার আগে শুক্রবার রাতে একসঙ্গে এত পরিমাণ বিস্ফোরক উদ্ধার হওয়ায় স্বাভাবিক ভাবেই রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠ

বিলেতে নয়া ব্যবসা নীরবের! প্রশ্নের মুখে অবশ্য তিনি ছিলেন নীরবই

Image
পলাতক: লন্ডনের রাস্তায় শুক্রবার হঠাৎ দেখা মিলল নীরব মোদীর। রাস্তার ধারে দাঁড়িয়ে গোটা পাঁচ-ছয় প্রশ্ন। কয়েকটা আবার একাধিক বার করা হল। কোনওটা তিনি নির্লিপ্ত মুখে শুনলেন, কোনওটায় মুচকি হাসলেন। কিন্তু সব ক'টা প্রশ্নের একই উত্তর দিলেন— 'নো কমেন্ট'। প্রশ্নকর্তা সাংবাদিক বলেও ফেললেন, ''আপনি তা হলে সবেতেই 'মন্তব্য করতে চাই না' বলে যাবেন!'' থোড়াই কেয়ার ভাব করে একটা ট্যাক্সি ধরলেন পিএনবি প্রতারণা মামলার প্রধান অভিযুক্ত নীরব মোদী।  পলাতক গয়না ব্যবসায়ীর এই 'একতরফা' সাক্ষাৎকারের ২ মিনিট ১৩ সেকেন্ডের ভিডিয়ো আজ প্রকাশ করেছে একটি ব্রিটিশ সংবাদপত্র। সঙ্গে সবিস্তার প্রতিবেদনও। যার জেরে ভোটের মুখে নতুন করে তোলপাড় শুরু হয়েছে ভারতীয় রাজনীতিতে। নীরব, তাঁর মামা মেহুল চোক্সী, বিজয় মাল্যের মতো ঋণখেলাপিদের নরেন্দ্র মোদী সরকারই পালাতে সাহায্য করেছে বলে বরাবরের অভিযোগ বিরোধীদের। আজকের ভিডিয়োয় লন্ডনের অক্সফোর্ড স্ট্রিটে নীরবকে বহাল তবিয়তে দেখার পরে কংগ্রেসের কটাক্ষ, 'জালিয়াত পুনর্বাসন যোজনা' চালাচ্ছেন প্রধানমন্ত্রী। কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর টুইট, ''প