পশ্চিমবঙ্গে ৭ দফায় ভোটগ্রহণ, ঘোষণা নির্বাচন কমিশনের


নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করলেন চিফ ইলেকশন কমিশনার সুনীল অরোরা।
সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও ঘোষণা হল ২০১৯ লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট। এ রাজ্যের ৪২টি আসনে মোট ৭ দফায় ভোটগ্রহণ হবে বলে দিল্লিতে সাংবাদিক বৈঠকে জানালেন চিফ ইলেকশন কমিশনার সুনীল অরোরা। এই ঘোষণার সঙ্গে সঙ্গেই সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও লাগু হয়ে গেল আদর্শ নির্বাচনী আচরণ বিধি। 

নির্বাচন কমিশন জানিয়েছে, এ বার সাত দফায় ভোটগ্রহণ গবে তিনটি রাজ্যে। পশ্চিমবঙ্গের সঙ্গে অন্য দু'টি রাজ্য বিহার এবং উত্তরপ্রদেশে। 
পশ্চিমবঙ্গে প্রথম দফায় ১১ এপ্রিল, ২ টি আসনে ভোটগ্রহণ হবে। ১৮ এপ্রিল দ্বিতীয় দফায় ৩টি, ২৩ এপ্রিল তৃতীয় দফায় ৫টি, ২৯ এপ্রিল চতুর্থ দফায় ৮টি, ৬ মে পঞ্চম দফায় ৭টি, ১২ মে ষষ্ঠ দফায় ৮টি এবং ১৯ মে সপ্তম তথা শেষ দফায় ৯টি আসনে ভোটগ্রহণ হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। 

আরও পড়ুন: সরকারি বিজ্ঞাপন বন্ধ, প্রথম পাতা ফাঁকা রেখেই কাগজ ছাপল কাশ্মীরে
সুনীল অরোরা জানিয়েছেন, নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগে সারা দেশের নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে কথা বলা হয়েছে। এছাড়া নির্বাচনের সময় কোথাও পরীক্ষা আছে কি না, তা জানতে বিভিন্ন বোর্ডের সঙ্গে কথা বলা হয়েছে। উৎসব অনুষ্ঠানের বিষয়টিও মাথায় রাখতে হয়েছে কমিশনকে।