Posts

Showing posts from September 15, 2018

টাইফুন মাংখুটের আঘাতে লন্ডভন্ড ফিলিপিন্স, মৃত ৮

Image
সুপার টাইফুন মাংখুটের দাপটে বিপর্যস্ত ফিলিপিন্স। এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এ ছাড়া অন্তত দেড় লক্ষ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা স্থানীয় প্রশাসনের।  শনিবার লুজোন দ্বীপের উত্তরাংশে আছড়ে পড়ে ভয়াবহ টাইফুন মাংখুট। এর গতি ছিল ঘণ্টায় সর্বোচ্চ ১৬০ কিলোমিটার। যার জেরে গোটা এলাকা তছনছ হয়ে গিয়েছে। ন্যাশনাল সিভিল ডিফেন্স অফিসের প্রধান রিকার্ডো জালাদ জানিয়েছেন, 'উদ্ধারকারী দল ইতোমধ্যেই ধ্বংসস্থলের উদ্দশ্যে রওনা হয়েছে। যত আমরা এগিয়ে যাব তত হতাহতের সংখ্যা বাড়তে পারে।' শনিবার থেকে ফিলিপিন্সের বিভিন্ন এলাকা থেকে টাইফুনে ক্ষয়ক্ষতির খবর আসতে শুরু করে। পার্বত্য এলাকায় একাধিক ধসের খবর পাওয়া গিয়েছে, বন্যার জলে ভেসে গিয়েছে বহু এলাকা। জলবন্দি অসংখ্য মানুষকে উদ্ধার করা হয়েছে। এর জেরে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের গ্রামীণ এবং কৃষি অঞ্চলগুলি। ফিলিপিন্সে প্রতিবছর গড়ে ২০টি টাইফুন এবং ঝড় আঘাত হানে। যার জেরে প্রাণ হারান কয়েকশো মানুষ। এ ছাড়া প্রতি বছরই কয়েক লক্ষ মানুষকে চরম দারিদ্রের মুখে পড়তে হয়।

ল্যাপটপ স্লিপ মোডে রাখেন? হ্যাকারদের নিমন্ত্রণ করছেন!

Image
এখন কাজের ধরন পাল্টে গিয়েছে। সময়ের সঙ্গে তাল মেলাতে সবার কাছেই ল্যাপটপ থাকে। তবে বহু মানুষেরই অভ্যাস, কাজ হয়ে গেলে ল্যাপটপ স্লিপ মোডে রেখে দেন। আবার পর দিন কাজের সময় তাকে জাগিয়ে তোলেন। যদি এই অভ্যাস আপনারও থাকে তবে সময় থাকতে সাবধান হোন। যে কোনও সময় হ্যাকারদের খপ্পরে পড়তে পারেন আপনি। অনেকেরই এ ধারণা আছে, ল্যাপটপের হার্ডডিস্ক এনক্রিপ্টেড থাকায় সমস্ত ডেটা সুরক্ষিত থাকে। থাকে ঠিকই, কিন্তু তাতে সঠিক অ্যান্টিভাইরাস থাকতে হবে এবং স্লিপ মোডে রাখা চলবে না। সাইবার সুরক্ষা নিয়ে কাজ করা সংস্থা F-Secure সম্প্রতি একটি ব্লগে প্রকাশ করেছে, স্লিপ মোডে থাকা ল্যাপটপ হ্যাকারদের পক্ষে হ্যাক করা সবচেয়ে সোজা। একে প্রযুক্তিগত ভাষায় কোল্ড বুট অ্যাটাক বলা হচ্ছে। এ বিষয়ে তারা একটি ভিডিয়ো প্রকাশ করেছে যাতে দেখানো হয়েছে, কী ভাবে ল্যাপটপ হ্যাক করা যেতে পারে। প্রথমেই জেনে রাখুন, স্লিপ মোডে থাকাকালীন আপনার ল্যাপটপে অনলাইন সাইবার অ্যাটাক হওয়ার সম্ভাবনা নেই। হ্যাকারের হাতে আপনার ল্যাপটপ না পড়লে এটা হবে না। বেশ কিছু এক্সটার্নাল ডিভাইস রয়েছে যার সাহায্যে ল্যাপটপে থাকা আপনার ব্যক্তিগত তথ্য বার করা সম্ভব। এমনকী ল্যাপটপে

১১৭ মিনিটে ১১৫৮ কি.মি পথ পাড়ি দিল হৃদপিন্ড, বাঁচল জীবন,এক অসামান্য কাহিনি

Image
ঘটনা গত ১০ সেপ্টম্বরের। যেদিন দুরন্ত গতিতে ছুটে আসা একটি ট্রাক পিষে দিয়ে চলে যায় মিহির প্যটেলকে। তড়িঘড়ি বছর আঠেরোর এই যুবককে ভর্তি করা হয় হাসপাতালে । চিকিৎকরা জানান মিহিরের ব্রেনে ক্লট ধরা পড়েছে। মুহূর্তে মাথায় আকাশ ভেঙে পড়ে সুরাটের প্যটেল পরিবারে। এর দুদিন বাদেই মিহির মারা যায়। বাড়ির সন্তান হারানোর শোকে যখন কাতর গোটা পরিবার, তখন পরিবারের সদস্যরা সকলে মিলে এক সিদ্ধান্তের পথে এগিয়ে যান। ঠিক করা হয় , মিহিরকে তাঁরা বাঁচিয়ে রাখবেন অন্য কারোর শরীরে। এমন ভাবনা থেকেই মিহিরের হৃদযন্ত্র অন্য একজনের দেহে প্রতিস্থাপিত করার সিদ্ধান্ত নেন তাঁরা। এদিকে, ততক্ষণে নয়ডার গোবিন্দ মেহরার হৃদযন্ত্র প্রতিস্থাপন করা জরুরি হয়ে পড়েছিল। ক্রমেই অসুস্থ হয়ে পড়ছিলেন গোবিন্দ। তৎক্ষণাৎ, গুজরাটের সুরাটের মিহিরের হৃদযন্ত্র নয়ডার গোবিন্দের কাছা পাঠোনর ব্যবস্থা করা হয়। কিন্তু বাধ সাধে সুরাট থেকে নয়ডার দূরত্ব । শেষমেশ ব্যবস্থা করা হয় গ্রিন চ্যানেলের। যার দ্বারা ১১৭ মিনিটে ১১৫৮ কিলোমিটার পথ পেরিয়ে মিহিরের হৃদযন্ত্র পৌঁছে যায় নয়ডার গোবিন্দ পর্যন্ত। শুধু মিহিরের হৃদযন্ত্র নয়, প্রয়াত ১৮ বছরের ওই যুবকের কিডনিও প্রতিস্থা

পুরুলিয়ার বিজেপি কর্মী ত্রিলোচন মাহাতো খুনে গ্রেফতার তৃণমূল নেতার ছেলে

Image
বলরামপুরের খুঁদিগোড়ায় নিহত বিজেপি কর্মী ত্রিলোচন মাহাতোর (ইনসেটে) ঝুলন্ত দেহ। পুরুলিয়ার বিজেপি যুব মোর্চার কর্মী ত্রিলোচন মাহাতো খুনের ঘটনায় জেলার প্রভাবশালী তৃণমূল নেতা সৃষ্টিধর মাহাতোর ছেলেকে গ্রেফতার করল সিআইডি। ধৃতের নাম সন্দীপ মাহাতো। সৃষ্টিধরের বড় ছেলে সন্দীপ মূলত ঠিকাদারি এবং বালির ব্যবসা করেন। শুক্রবার রাতে সিআইডি-র একটি দল সন্দীপকে তাঁর বলরামপুরের বাড়ি থেকে ডেকে পাঠায় জি়জ্ঞাসাবাদের জন্য। টানা জিজ্ঞাসাবাদের পর শনিবার দুপুরে তাঁকে গ্রেফতার করেন সিআইডি-র গোয়েন্দারা। গত ৩১ মে পুরুলিয়ার বলরামপুর ব্লকের সুপুরডি গ্রামের কাছে খুঁদিগোড়ায় রাস্তা থেকে কিছুটা দূরে একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় ১৮ বছরের ত্রিলোচনের দেহ। তাঁর পরনের টি-শার্টের পিছনে লেখা ছিল— 'এ বার বোঝ ১৮ বছর বয়সে বিজেপি করা'! তাঁর পায়ের নীচে একটি কাগজ উদ্ধার হয়, সেখানে লেখা ছিল, '১৮ বছর বয়সেই বিজেপির রাজনীতি এ বার তোর প্রাণনীতি হল। তোকে ভোট থেকেই এই কাজটা করার চেষ্টা করি। পারিনি। আজকে তোর প্রাণ শেষ।' খুনের পর হুমকির চিরকুট। ফাইল চিত্র।  ঘটনার কয়েক দিনের মধ্যে তদন্তের ভার দেওয়া হয় সিআইডিকে। প্রথ

হরিয়ানায় গণধর্ষণকাণ্ডে জড়িত সেনা জওয়ান, ৩ অভিযুক্তের ছবি প্রকাশ করল পুলিশ

Image
গণধর্ষণে অভিযুক্ত পঙ্কজ, মণীশ ও নিশু-র ছবি প্রকাশ করল হরিয়ানা পুলিশ।  হরিয়ানায় কলেজছাত্রীকে গণধর্ষণের ঘটনায় তিন দিন পরও এক জনকেও গ্রেফতার করতে পারেনি পুলিশ। এর মধ্যেই এই ধর্ষণকাণ্ডে জড়াল ভারতীয় সেনাবাহিনীর এক জওয়ানের নাম। রাজস্থানে কর্মরত ওই জওয়ানের নাম পঙ্কজ ফৌজি। পঙ্কজ ছাড়াও আরও দুই অভিযুক্ত মণীশ ও নিশু-র ছবি প্রকাশ করেছে হরিয়ানা পুলিশ। অভিযুক্তদের কোনও খোঁজ দিতে পারলে এক লক্ষ টাকা পুরস্কারের কথাও ঘোষণা করা হয়েছে পুলিশের তরফে। বুধবারই সামনে এসেছিল কোচিং থেকে ফেরার পথে হরিয়ানার রেওয়ারিতে কলেজছাত্রীকে গণধর্ষণের ঘটনা। সিবিএসই পরীক্ষায় শীর্ষস্থানাধিকারী এই ছাত্রীকে ধর্ষণের ঘটনায় স্তম্ভিত হয়েছিল সারা দেশ। পুলিশের কাছে অভিযোগে দ্বিতীয় বর্ষের ওই কলেজছাত্রী জানিয়েছিলেন, একটি গাড়িতে করে তিন জন তাঁকে অপহরণ করে এক মাঠে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ধর্ষণের আগে তাঁকে মাদকও খাইয়েছিল এই তিন দুষ্কৃতী। হরিয়ানা পুলিশের তরফে শনিবার জানানো হয়েছে, ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের প্রমাণ মিলেছে। অভিযুক্তদের খোঁজে হরিয়ানা পুলিশের একাধিক দল ছড়িয়ে পড়েছে বিভিন্ন দিকে। অভিযুক্ত জওয়ানকে গ্রেফতার করতে রাজস্থানেও পৌঁছে গিয়

‌ভোপালের হোমে ধর্ষণ এবং খুনের ঘটনা ফাঁস, গ্রেপ্তার বৃদ্ধ সেনাকর্মী

Image
মজফফরপুর হোমকাণ্ডের পর এবার প্রকাশ্যে এলো মধ্যপ্রদেশের ভোপালের হোমের নারকীয় নির্যাতনের ঘটনা।  প্রাক্তন  এক সেনাকর্মী চালাতেন এটি। হোমের পাঁচ আবাসিক গিয়ে সমাজ কল্যাণ দপ্তরে অভিযোগ জানায়, হোমে লাগাতার যৌন নির্যাতনের জেরে তিন জন আবাসিক কিশোরের মৃত্যু হয়েছে। অভিযোগকারী তিন কিশোর এবং তিন কিশোরী জানিয়েছে, আবাসিক এক কিশোরকে এতটাই যৌন নির্যাতন করা হয়েছিল যে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। আর একজনের  মাথা দেওয়ালে এমনভাবে ঠুকে দেওয়া হয়েছিল যে আর জ্ঞান ফেরেনি। আর একজন কিশোরকে সারারাত বাইরে থাকতে বাধ্য করা হয়েছিল। তারজেরেই তারও মৃত্যু হয়। ১৯৯৫ সাল থেকেই সরকারি ভাবে অনুমোদিত এই হোমটি। তার জেরেই একাধিক অনুদান আসে হোমে। ২০০৩ সাল থেকেই এখানে ৪২ জন ছেলে এবং ৫৪জন মেয়ে আবাসিক রয়েছে। সর্বক্ষণের কোনও ওয়ার্ডেন না থাকার কারণে গত চার বছর ধরে চার শিক্ষক হোমটি দেখাশোনা করেন। একাধিক যৌন নির্যাতনের ঘটনা প্রকাশ্যে আসতে শুরু করার পরেই হোমের মালিক ৭০ বছরের বৃদ্ধ প্রাক্তন সেনাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিস।

কর্মক্ষেত্রে অত্যধিক চাপ!‌ আত্মঘাতী রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্মী

Image
ব্যাঙ্কের ভিতর থেকেই উদ্ধার হল সার্ভিস ম্যানেজারের ঝুলন্ত দেহ৷ টিটাগড়ের একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের ঘটনা৷ জানা গেছে অতিরিক্ত কাজের চাপেই মানসিক অবসাদে ভুগছিলেন ওই ব্যাঙ্ক কর্মী৷ তার জেরেই তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছেন বলে প্রাথমিক অনুমান পুলিসের৷ রানিগঞ্জে এক রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কে কাজ করতেন রত্নদীপ নায়েক৷ মাস তিনেক আগে সেখান থেকে ওই ব্যাঙ্কের টিটাগড় শাখায় সার্ভিস ম্যানেজার পদে বদলি হয়ে আসেন তিনি৷ শুক্রবার গভীর রাত পর্যন্ত বাড়ি ফেরেননি রত্নদীপ৷ চিন্তিত হয়ে পড়েন তাঁর স্ত্রী৷ ফোনেও তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয় পরিবারের তরফ থেকে৷ কিন্তু তিনি ফোন তোলেননি। তাই বাধ্য হয়ে ওই শাখার ম্যানেজারকে ফোন করেন রত্নদীপের স্ত্রী৷ কিন্তু ম্যানেজার ফোন ধরেননি বলে অভিযোগ রত্নদীপের স্ত্রীর। এরপর বাধ্য হয়ে ওই ব্যাঙ্কের শাখা অফিসের সামনে উপস্থিত হন রত্নদীপের স্ত্রী৷ ব্যাঙ্কের নিরাপত্তারক্ষীর সাহায্যে দরজা খুলে ভিতরে ঢোকেন তিনি৷ এরপর ব্যাঙ্ক কর্মীর স্ত্রী দেখেন, ভিতরেই ঝুলছে রত্নদীপের দেহ৷ তাঁর স্ত্রী খবর দেন টিটাগড় থানায়৷ পুলিস ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যাঙ্ক কর্মীর দেহ উদ্ধার করে ময়

‌রাষ্ট্রায়ত্ত সংস্থার বরাত পাইয়ে দেওয়া নিয়ে দুর্নীতি, গ্রেপ্তার বিজেপি নেতা

Image
দুর্নীতির দায়ে গ্রেপ্তার করা হল বিজেপি নেতা রঞ্জিত মজুমদারকে। গ্যাসের ডিলারশিপ পাইয়ে দেওয়ার নামে দুর্নীতি করার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করেছে জোড়াসাঁকো থানা। কয়েকদিন আগেই তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে পূর্ব বিধাননগর থানায় অভিযোগ দায়ের করেছিলেন প্রাক্তন বিজেপি নেতা অশোক সরকার। তারপরই তদন্ত শুরু হয়। এরপরই গ্রেপ্তার করা হয় এই বিজেপি নেতাকে। এই দুর্নীতিকাণ্ড শুরু হয়েছিল ২০১৭ সালের মার্চ মাসে। তিনটি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার তরফে রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করে গ্যাসের ডিলারশিপের জন্য বিভিন্ন জেলায় ভাগ করে ২৩৫ টি অনুরোধপত্র চাওয়া হয়। সেই সময় রাজ্য বিজেপি ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয়ের দায়িত্বে ছিলেন রঞ্জিত মজুমদার। কিন্তু ওই তালিকাতেই গরমিল করেছিলেন তিনি। বরাত পাইয়ে দিতে এক্সেল শিটে তৈরি তালিকায় নিজের নিজের পছন্দসই লোকজনের নাম যুক্ত করেছিলেন। বেশিরভাগই ছিল বিজেপির সদস্যের নাম। এরপরই গোটা বিষয়টি নিয়ে অভিযোগ উঠলে বরাত বাতিল করে দেয় ওই রাষ্ট্রায়ত্ত সংস্থা। অভিযোগ এরপরেও একাধিক জায়গা থেকে বরাত পাইয়ে দেওয়ার নাম করে টাকা তুলতে থাকেন রঞ্জিত। আত্মসাৎ করেন সেই টাকা।

জমি খুঁড়তে গিয়ে হতদরিদ্র শ্রমিক পেলেন হীরের খোঁজ!

Image
একেই বলে রাতারাতি লাখপতি! অবশেষে মধ্যপ্রদেশের পান্নার বাসিন্দা প্রকাশ শর্মার 'ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন' সফল হল। প্রায় ৫০ লক্ষ টাকা দামের একটি হীরে কুড়িয়ে পেলেন অতি দরিদ্র এই শ্রমিক।  মধ্যপ্রদেশের পান্না জেলার হীরের খনি নামমাত্র দামে লিজ নিয়ে অনেকেই নিজের ভাগ্য পরীক্ষা করেন। এই সব খনি থেকে হীরে কুড়িয়ে বড়লোক হয়ে গিয়েছেন অনেকেই। সেই তালিকাতেই এবার নাম লেখালেন গরীব শ্রমিক প্রকাশ শর্মা। ১২.৫৮ ক্যারাটের যে হীরেটি তিনি পেয়েছেন, নিলামে তার দাম ২৫ থেকে ৫০ লক্ষ টাকা পর্যন্ত উঠবে বলে জানিয়েছেন ডায়মন্ড অফিসার সন্তোষ সিং। এর একটা বড় অংশই পাওনা হবে প্রকাশ শর্মার।  মূল্যবান এই রত্ন সরকারি নিয়ম মেনে পান্নার হীরে অধিকারীর অফিসে জমা দিয়েছেন প্রকাশ শর্মা। বৃদ্ধ বয়সে এই টাকা তাঁর কাজে লাগবে বলে জানিয়েছেন তিনি। 

মাঝরাতে দরজা খুলে দেন স্ত্রী! প্রেমিকের হাতে ফ্ল্যাটের মধ্যে নৃশংসভাবে খুন স্বামী

Image
সুরজিত ওরফে বিজয় সিং বারাসতের মনুয়াকাণ্ডের ছায়া হুগলীর হিন্দমটরে। ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হল মধ্যবয়সী এক ব্যক্তির দেহ। স্বামীকে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। মৃতের নাম সুবোধ হাজরা। প্রাথমিকভাবে অনুমান, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই সুবোধ হাজরাকে খুন করা হয়েছে। খুনের ঘটনায় প্রতিবেশী যুবক বিজয় সিংকে গ্রেফতার করেছে পুলিস। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মৃতের স্ত্রীকেও। হিন্দমটরের বিবি স্ট্রিটে দেবী অ্যাপার্টমেন্টে স্ত্রী গৌরী হাজরাকে নিয়ে থাকতেন সুবোধ হাজরা। শুক্রবার রাত দেড়টা নাগাদ নিজের ফ্ল্যাটের মধ্যেই খুন হন সুবোধ হাজরা। মাথায় কোপ মেরে গলা কেটে খুন করা হয় তাঁকে। প্রতিবেশী যুবক সুরজিত ওরফে বিজয় সিং তাঁর স্বামী সুবোধ হাজরাকে খুন করেছে বলে এরপর ভোর ৪টে নাগাদ উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করেন সুবোধবাবুর স্ত্রী গৌরী হাজরা। স্বামীর খুনের কথা ফোন করে জানান আত্মীয়দের। তদন্তে নেমে পুলিস প্রথমেই গ্রেফতার করে সুরজিতকে। তবে, স্বামী সুবোধ হাজরার খুনের পিছনে স্ত্রীর গৌরীদেবীরও হাত রয়েছে বলে প্রথমেই সন্দেহ হয় পুলিসের। স্ত্রী গৌরীদেবীর ভূমিকা খতিয়ে দেখতে তাই তাঁকেও আটক করেছে পুল

এবার পানশালা খুলে মদ বিক্রি করবে রাজ্য সরকার

Image
দোকান, পানশালা খুলে এবার দেশি, বিলাতি ও বিদেশি মদ বিক্রি করবে রাজ্য সরকার। রাজ্য সরকারি সংস্থা ওয়েস্ট বেঙ্গল স্টেট বেভারেজেস কর্পোরেশন লিমিটেড (বেভকো)-কে মদের দোকান, পানশালা খোলার নতুন লাইসেন্স দেওয়া হবে। রাজ্য অর্থ দপ্তরের পক্ষ থেকে এ জন্য একটি বিজ্ঞপ্তি (নম্বর- ১৩০৭-এফটি, তারিখ- ১২.০৯.২০১৮) ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। প্রসঙ্গত, মদের দোকান খোলার জন্য নতুন লাইসেন্স দেওয়ার এই সিদ্ধান্ত রাজ্য সরকার ১৩ বছর পরে নিল। এর আগে ২০০৫ সালে তৎকালীন বাম সরকারের আমলে লটারির মাধ্যমে সারা রাজ্যে ১,৪০০ নতুন বিলাতি মদের দোকান খোলার জন্য লাইসেন্স দেওয়া হয়েছিল। রাজ্য সরকার আগেই বেভকোর মাধ্যমে মদের পাইকারি ব্যবসার পুরোটা হাতে নিয়েছে। তবে, খুচরো মদ ব্যবসায় সরকারের প্রবেশ করার এই সিদ্ধান্ত অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ।  কারণ, মদের দোকান, পানশালা থেকে লভ্যাংশ বাবদ সরকারের বাড়তি রোজগার হবে, যা সরকারি কোষাগার ভরাতে সাহায্য করবে। প্রশাসনিক সূত্রে খবর, এর ফলে আগামী পাঁচ বছরের মধ্যে সরকারি কোষাগারে ন্যূনতম ১০,০০০ কোটি টাকা বাড়তি আসার সম্ভাবনা উজ্জ্বল। কোথায় বেভকো নতুন বিলাতি মদের দোক

পাহাড়ে আবার ফিরছে পুজো

Image
সুবাস ঘিসিংয়ের শিলা পুজোর ফতোয়া কবেই উঠে গিয়েছে। দুর্গাপুজো নিয়ে বিমল গুরুংয়ের অনুগামীদের ভ্রুকুটিও আর নেই। গত বছর পৃথক রাজ্যের আন্দোলন দমনে পুলিশি সক্রিয়তার জেরে গুরুং গা-ঢাকা দেওয়ার পর তাঁর অনুচরদেরও আর দেখা মেলে না। পাহাড়ে এ বছর তাই ফের জমিয়ে দুর্গাপুজোর আয়োজন হতে চলেছে বলে শিলিগুড়ির কুমোরটুলিতে আভাস মিলছে। দীর্ঘদিন পর পাহাড় থেকে প্রতিমা তৈরির বরাত আসছে ভালোই। একটা সময়ে পুজোয় শিলিগুড়ির কুমোরটুলির ভরসা ছিল পাহাড়ই। অন্তত দু'হাজার প্রতিমা পাহাড়ে যেত। দার্জিলিং গোর্খা পার্বত্য পরিষদের চেয়ারম্যান সুবাস ঘিসিং মূর্তিপুজো বন্ধ করে শিলা পুজোর ডাক দেওয়ার পর পাহাড়ে দুর্গাপুজোর সংখ্যাই কমে গিয়েছিল। পরে বিমল গুরুংয়ের আমলে তাঁর অনুচরদের দৌরাত্ম্যে পুজো আয়োজনের ভরসা পেতেন না সাধারণ মানুষ। এ বার কিন্তু ফের পাহাড়ের নানা প্রান্তে দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হয়েছে।বরাত আসার পাশাপাশি অনেক শিল্পী আবার ট্রাকে করে প্রতিমা নিয়ে পৌঁছে গিয়েছেন পাহাড়ের বিভিন্ন প্রান্তে। সেখানেই প্রতিমায় রঙ করে বিক্রি হবে। প্রায় এক দশক পরে এ বার পাহাড়ে বুকিং খুব ভালো বলে পর্যটন সংস্থা ইস্টার্ন হিমালয়ান ট্রাভেল অ্য

১০২ বছর বয়সে ২০০ মিটার রেসে সোনা জিতলেন বৃদ্ধা

Image
পাতিয়ালা: অনেকেই বছরের শুরুতে রেজোলিউশন নেন, এ বছর ঘাম ঝরাবোই৷ সকালে উঠে দৌড়নো মাস্ট৷ কিন্ত‌ু ১০২ বছর বয়সি মন কউরের জীবনে রোজ রেজলিউশন৷ রেকর্ড ভাঙার, রেকর্ড গড়ার৷ যার নির্যাস, ১০২ বছর বয়সে ২০০ মিটার রেসে প্রথম হয়ে সোনা জিতলেন তিনি৷ হ্যাঁ, ঠিকই পড়েছেন, ১০২ বছর বয়স৷ যাঁরা রোজ সকালে উঠে আবার বালিশ জড়িয়ে শুয়ে মনে মনে বলে নেন, কাল থেকে শরীরচর্চা শুরু করব, তাঁদের কাছে অনুপ্রেরণা হতেই পারেন মন কউর৷ সম্প্রতি তিনি ওয়ার্ল্ড মাস্টার গেমে অংশ নেন৷ এই গেমে বয়ঃসীমা ১০০ থেকে ১০৪৷ একে সিনিয়রদের অলিম্পিকও বলা হয়৷ সেই গেমেই দৌড়ে সোনা জিতলেন মন কউর৷

অশিক্ষক কর্মচারী নিয়োগের তৃতীয় দফার কাউন্সেলিংয়ের দিন ঘোষণা করল এসএসসি দক্ষিণবঙ্গ শিরোনাম

Image
অশিক্ষক কর্মচারী নিয়োগের তৃতীয় দফার কাউন্সেলিংয়ের দিন ঘোষণা করল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। শুক্রবার এসএসসি-র তরফে একটি বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২০ সেপ্টেম্বর সরকারি সাহায‍্যপ্রাপ্ত ও সরকারি স্পন্সরড বিদ‍্যালয়গুলিতে অশিক্ষক কর্মচারী নিয়োগের জন‍্য তৃতীয় দফার কাউন্সেলিং হবে। কাউন্সেলিং ও শূন্যপদ সম্পর্কিত বিস্তারিত তথ্য কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হয়েছে। তাছাড়াও প্রার্থীরা কমিশনের ওয়েবসাইটে গিয়ে ১৪ সংখ্যার রোল নম্বর ও জন্মতারিখ দিয়ে নিজের ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে পারবেন। ২০১৭ সালের ১৯ ফেব্রুয়ারি থার্ড রিজিওনাল লেভেল সিলেকশন টেস্ট, ২০১৬-র পরীক্ষা হয়। তারপর ওই বছরেরই ৬ নভেম্বর প্রকাশিত হয় ফলাফল।

‌ট্রেন কোথায় কিংবা টিকিট কনফার্ম কিনা, এবার থেকে জানা যাবে হোয়াটসঅ্যাপেও

Image
সোশ্যাল মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এখন আর কেবল মেসেজ পাঠানো কিংবা কথা বলতে ব্যবহৃত হচ্ছে না। বর্তমানে টাকা পাঠাতেও ব্যবহার করা হচ্ছে এই অ্যাপটি। পাশাপাশি '‌মেক মাই ট্রিপ' কিংবা '‌বুক মাই শো'‌–র মতো সংস্থাগুলি হোয়াটসঅ্যাপ মারফত তাঁদের গ্রাহকদের বুকিং সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি তথ্য পৌঁছে দিচ্ছে। আর এবার হোয়াটসঅ্যাপের মাধ্যমেই আপনি জেনে যেতে পারবেন, যে ট্রেনে আপনি সফর করবেন, সেটি কোথায়?‌ কিংবা আপনার টিকিট কনফার্ম কিনা জানা যাবে সেটাও। সম্প্রতি '‌মেক মাই ট্রিপ' সংস্থাটি '‌আইআরসিটিসি'–র সঙ্গে গাঁটছড়া বেঁধেছে। আর তারপরই সাধারণের জন্য এই সুবিধার কথা ঘোষণা করা হয়েছে। এর ফলে আপনাকে ‌‌‌আইআরসিটিসি–র ওয়েবসাইটে যেতে হবে না কিংবা রেলের অন্যান্য অ্যাপের সাহায্য নিতেও হবে না। কিন্তু কীভাবে জানবেন?‌ টিকিট কনফার্ম কি না?‌ ১.‌ প্রথমে '‌মেক মাই ট্রিপ'–এর হোয়াটসঅ্যাপ নম্বরটি(‌৭৩৪৯৩৮৯১০৪) সেভ করতে হবে। ‌‌যদি আগে থেকেই তা করা থাকে তাহলে কেবল মেসেজ পাঠালেই হবে। ২.‌ এরপর '‌‌PNR'‌ এবং তারপর '‌পিএনআর নম্বরটি'‌ লিখে সেখানে পাঠিয়ে দিতে হবে। ৩.‌ কয়েকমুহূর্তের

বিবাহ বর্হিভূত সম্পর্কের জের, উদ্ধার ব্যবসায়ীর মুণ্ডুহীন দেহ

Image
ফের বারাসতের মনুয়াকাণ্ডের ছায়া। সম্পর্কে বাধা মহিলার স্বামী। তাই তাঁকে গলা কেটে খুন করল এক যুবক। ঘটনাটি ঘটেছে হুগলির উত্তরপাড়া থানার হিন্দমোটরের বিবি স্ট্রিটে। ঘটনায় ইতিমধ্যে বিজয় হাজরা নামে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিস। জেরায় নিজের দোষ নাকি স্বীকারও করেছে ওই যুবক। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম সুবোধ হাজরা (৪২‌)। পেশায় একজন নির্মীয়মান ব্যবসায়ী। দুই মেয়ে এবং স্ত্রীকে নিয়ে ছিল সংসার। এর মধ্যে এক মেয়ের বিয়েও হয়ে গিয়েছিল। অপর মেয়ে থাকে কাকার কাছে। তবে বিগত কয়েকদিন ধরেই নাকি প্রতিবেশি যুবক বিজয়ের সঙ্গে বিবাহ বর্হিভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিল স্ত্রী গৌরি হাজরা। এরপর শুক্রবার সুবোধ এবং বিজয়ের মধ্যে গণ্ডগোল চরমে ওঠে। শেষে রাতে সুবোধের গলা কাটা দেহ উদ্ধার হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠিয়েছে। স্থানীয়রাও গৌরি এবং বিজয়ের বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানায়। এরপর গ্রেপ্তার করা হয় বিজয়কে। আটক করা হয় গৌরিকেও। শেষপর্যন্ত জেরায় নিজের দোষ স্বীকার করে বিজয়।

অস্ট্রেলিয়ার আর্ট গ্যালারির ৫০০ বছরের ‘নটরাজ’ চুরি হয়েছিল তামিলনাড়ু থেকে!

Image
সম্প্রতি অস্ট্রেলিয়ার একটি আর্ট গ্যালারি স্বীকার করে নিয়েছে সেখানে প্রদর্শিত ৫০০ বছর পুরনো শিবের মূর্তি ভারত থেকে চোরাই পথে সে দেশে এসেছিল। সিএনএন-এ প্রকাশিত খবর অনুযায়ী যদি সত্যিই এটি ভারতের সম্পত্তি হয়, তাহলে তা ভারতকে অবিলম্বে ফিরিয়ে দিতে হবে।  নৃত্যরত শিব নটরাজের এই মূর্তি ১৬ শতকে তৈরি। বর্তমানে এটি প্রদর্শিত রয়েছে অ্যাডিলেডের আর্ট গ্যালারি অফ সাউথ অস্ট্রেলিয়াতে। ১৯৭০ সালে তামিলনাড়ুর নেল্লাইয়ের একটি মন্দির থেকে এই মূর্তি চুরি হয়েছিল। ১৯৫৮ সালে তোলা ছবি থেকেই শনাক্ত করা গেছে মূর্তিটি। ওই মন্দির থেকে যে চারটি দুষ্প্রাপ্য মূর্তি চুরি হয়েছিল তার মধ্যে অন্যতম এটি। তবে চুরির খবর সামনে আসে ১৯৮২ সালে। আর্ট গ্যালারি অফ সাউথ অস্ট্রেলিয়া অবশ্য জানিয়েছে তাদের তরফে সব রকম সহযোগিতা করা হবে। কীভাবে এই মূর্তি ভারতের হাতে ফিরিয়ে দেওয়া যায় সে বিষয়টিও খতিয়ে দেখবে তারা। মূর্তিটি ৭৬ সেমি লম্বা এবং ১০০ কেজি ওজন। ২০০১ সালে ৩ লাখ ৩০ হাজার মার্কিন ডলারের বিনিময়ে AGSA মূর্তিটি কেনে। IPP-র রিপোর্ট অনুযায়ী নিউ ইয়র্কের এক ডিলার সুভাষ কাপুরের থেকে। এই পুরো রফা করতে সাহায্য করেছেন তাঁর গ্যালারি ম্যানেজার আরন ফ্

' মা ' সম্বোধন করে ' ধর্ষণ ' মরণাপন্ন ৭০ বছরের বৃদ্ধা ।

Image
বর্ধমান: এক যুবকের পাশবিক নির্যাতনের শিকার হলেন বৃদ্ধা। 'মা' বলে সম্বোধন করে খাবার দেওয়ার নামে ডেকে নিয়ে গিয়ে নির্যাতন চালানো হয় তাঁর উপর। যুবকের বিকৃত যৌন লালসার শিকার হয়ে মরণাপন্ন হয়ে উঠেছেন বৃদ্ধা।এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বর্ধমানে। বছর সত্তরের ওই বৃদ্ধা হুগলি জেলার বাসিন্দা। ভিক্ষে করে পেট ভরান। বর্ধমান স্টেশন সংলগ্ন এলাকাতেই থাকেন তিনি। এদিন বর্ধমান মেডিক্যাল হাসপাতালের জরুরি বিভাগের ভিতরে তাঁকে পড়ে থাকতে দেখেন কয়েকজন। পরনের শাড়ির নীচের অংশ রক্তে ভরে গিয়েছে। মেঝেতেও রক্ত লেগে দাগ হয়ে গিয়েছে। হাসপাতাল ক্যাম্পের পুলিশ অফিসার ও কয়েকজন সাংবাদিক বৃদ্ধাকে পড়ে যন্ত্রণায় কাতরাতে দেখে এগিয়ে যান। তাঁরা গিয়ে জরুরি বিভাগের চিকিৎসকদের বলার পর বৃদ্ধার চিকিৎসা শুরু হয়। জরুরি বিভাগে চিকিৎসার পর ওই বৃদ্ধাকে গাইনোকোলজি ওয়ার্ডে ভর্তি করা হয়। তাঁর যৌনাঙ্গে গভীর ক্ষত দেখে চিকিৎসকদের অনুমান, যৌন নির্যাতন করা হয়েছে। বৃদ্ধাকে অজ্ঞান করে বেশ কয়েকটি সেলাইও করতে হয়েছে যৌনাঙ্গে। চিকিৎসায় কিছুটা সুস্থ হওয়ার পর বৃদ্ধা পুরো ঘটনা জানান। তিনি জানিয়েছেন, বর্ধমান স্টেশনের প্ল্যাটফর্মের বাইরে পার্সেল অফি

টিস্যু পেপার খুলতেই সামনে এল ভয়ঙ্কর সত্যি

Image
তমলুক: শ'দেড়েক পিচবোর্ডের কার্টুন৷ আর সেই কার্টুনের মধ্যে টিস্যু পেপারে মোড়া কিছু সামগ্রী৷ জাহাজে করে ওই কার্টুনগুলি আনা হচ্ছিল কলকাতায়৷ এই পর্যন্ত ঘটনাটিকে খুব সাধারণ মনে হলেও ওই টিস্যু পেপারের মধ্যেই লুকিয়ে ছিল ভয়ঙ্কর সত্যি৷ যা সামনে এল শুক্রবার৷ হলদিয়া বন্দরের ওই ঘটনায় কার্যত তাজ্জব তদন্তকারীরা৷ স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কী ছিল ওই কার্টুনে৷ যা সামনে নিয়ে এল ভয়ঙ্কর কোনও সত্যি৷ ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স বা ডিআরআই-এর একটি সূত্র থেকে জানা গিয়েছে, কলকাতায় আসার পথে একটি জাহাজ হলদিয়া বন্দরে দাঁড়িয়েছিল৷ শুক্রবার ওই জাহাজেই তল্লাশি চালায় ডিআরআই-এর তদন্তকারীরা৷ ওই জাহাজ থেকেই উদ্ধার হয় ১৫০ কার্টুন৷ যে কার্টুনের মধ্যে টিস্যু পেপারে মোড়া ছিল প্রচুর পরিমাণ সিগারেট৷ যা অবৈধ উপায়ে কলকাতায় আনা হচ্ছিল৷ যার আনুমানিক বাজার মূল্য ২ কোটি টাকা৷ তদন্তকারীদের সূত্রে খবর, জাহাজটি দুবাই থেকে কলকাতা আসছিল৷ মাঝপথে মুম্বই বন্দরে দাঁড়িয়েছিল৷ তার পর সেখান থেকে রওনা দেয় কলকাতার উদ্দেশে৷ এর পরই ওই জাহাজে সিগারেট পাচারের বিষয়টি সামনে আসে৷ মুম্বই থেকে পাচারের সঙ্গে জড়িত সন্দেহে

গর্ভবতী স্ত্রীর সামনেই স্বামীকে ছুরির কোপ, 'অনার কিলিং' সন্দেহে চাঞ্চল্য তেলাঙ্গানায়

Image
এই ঘটনা কোনও সিনেমায় দেখা নৃশংস দৃশ্যের থেকে কিছু কম নয়। তেলাঙ্গানার নালগোন্ডায় গর্ভবতী স্ত্রীর সামনেই খুন করা হল তাঁর স্বামীকে। রক্তাক্ত পরিস্থিতি আর আর্তনাদে কান্নায় ফেটে পড়েন স্ত্রী অমৃতা বর্শিনী। নালগোণ্ডায় স্বামী প্রণয় কুমারের সঙ্গে চিকিৎসকের কাছে গিয়েছিলেন অমৃতা। গর্ভবতী অমৃতা প্রয়োজনীয় চেকআপের জন্য় সেখানে যান। সেই সময়ই প্রণয়কে আক্রমণ করেন কয়েকজন। প্রণয়কে ক্রমেই কোপাতে থাকে আততায়ীরা। ঘটনায় বীভৎসতায় আর্তনাদে ফেটে পড়েন সামনে দাঁড়িয়ে থাকা অমৃতা। এরপরই অস্ত্র সেখানে ফেলে রেখে ছুটে চলে যায় আততায়ীরা। উল্লেখ্য, ৬ মাস আগে প্রণয়ের সঙ্গে বিয়ে হয় অমৃতার। বিয়েতে উঠে আসে জাতপাতের বিতর্ক। ভিন্ন জাতের ছেলের সঙ্গে অমৃতার বিয়ে নিয়ে তাঁর বাড়ির সদস্যরা প্রথম থেকেই আপত্তি জানিয়েছিল। ফলে , এই খুনের ঘটনায় প্রাথমিক ভাবে উঠে আসছে অনার কিলিং -এর তত্ত্ব। পুলিশি তদন্তে আপাতত এমনই ধারণা উঠে আসছে। তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে।

পুজোর মুখে চা বাগান ছেড়ে পালাল ম্যানেজার, অন্ধকারে ৬৫০ জন শ্রমিক

Image
সেই কাহিনী সমানে চলছে। পুজোর মুখে রুগ্ন চা বাগান ছেড়ে পালালো ম্যানেজার। জলপাইগুড়ি কোতোয়ালি থানায় এসে অভিযোগ জানিয়ে গেলেন বাগানের শ্রমিকেরা। পুজোর মুখে কাজ হারানোর আশঙ্কায় ৬৫০ শ্রমিক। গত ১২ সেপ্টেম্বর জলপাইগুড়ির পাতকাটা গ্রামপঞ্চায়েতের প্রধান তথা রায়পুর চা বাগানের শ্রমিক প্রধান হেমব্রমকে একটি চিঠি দিয়ে বাগান ছেড়ে চলে যান ম্যানেজার গুরগোবিন্দ সিং। এরপরই বাগানের শ্রমিকদের সাথে কয়েকদফা মিটিং করেন প্রধান হেমব্রম। তবে তাতে রফাসূত্র বেরোয়নি। ম্যানেজার চলে যাবার ফলে কার্জত অভিভাবকহীন হয়ে গেল জলপাইগুড়ি রায়পুর চা বাগানের ৬৫০ জন চা শ্রমিক।  ২০১৪ সালের জুন মাসে বন্ধ ওই চা বাগানে মৃত্যুমিছিল শুরু হয়েছিল। অর্ধাহার ও অনাহারে জিতবাহন মুন্ডাসহ ৬ জন চা শ্রমিক এর মৃত্যু হয়েছিল। সংবাদ এর শিরোনামে উঠে এসেছিলো রায়পুর চা বাগান। এরপর ২০১৪ সালের জুলাই মাসে ওই চা বাগান টির দায়িত্ব নেন চেন্নাই এর বাসিন্দা গুরু শংকর নামে এক ব্যাবসায়ী। ফের চালু হয় বাগান।  প্রধান হেমব্রম জানান, আমাদের বাগানে বর্তমানে সমস্যায় জর্জরিত। গত দেড় মাস ধরে হাজিরা পাননি শ্রমিকেরা। ডিজিটাল রেশন কার্ড না-হওয়ায় বেশ কিছু শ্রমিকের কয়েক মাসের রে

কলকাতার পথশিশুদের জন্য তৈরি হচ্ছে আধার কার্ড

Image
২০১৬ সালের একটি সমীক্ষায় উঠে আসে একটি তথ্য যা পরবর্তীকালে চিন্তার কারণ হয়ে দাঁড়ায় রাজ্য ও কেন্দ্র সরকারের। এক স্বেচ্ছাসেবী সংস্থার করা ওই সমীক্ষায় জানা যায় কলকাতায় পথশিশুর সংখ্যা ২০ হাজারেরও কিছু বেশি। এদের অধিকাংশেরই জন্মের কোনও শংসাপত্র নেই। পরিচয়পত্র না থাকায় স্কুলে যেতে পারে না তারা, মেলে না পুষ্টিকর খাবার। শুধু তাই নয়, পরিচয়পত্রের অভাবে অসুস্থ হলে চিকিৎসাও জোটে না তাদের কপালে। কিন্তু পরিচয়পত্র তৈরি করাতে গেলে প্রয়োজন জন্ম শংসাপত্রের। কিন্তু তার জন্য যে সব তথ্য পুরসভার কাছে জমা দেওয়ার প্রয়োজন, সে সব কিছুই নেই পরিবারগুলির কাছে। এ বার ভাবার বিষয় হল, শুধু কলকাতাতেই যদি পথশিশুর সংখ্যা ২০ হাজারেরও বেশি হয়, তাহলে গোটা দেশে এমন নিরাপত্তাহীন, অসহায় শিশুর সংখ্যা কত? কী-ই বা তাদের ভবিষ্যৎ! এ বার ভবিষ্যৎ সুনিশ্চিত করতে ও তাদের মৌলিক অধিকারগুলি পাইয়ে দিতে পথশিশুদের আধার কার্ড তৈরি করতে উদ্যোগী হয়েছে রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ দফতর এবং রাজ্য শিশু সুরক্ষা কমিশন। দু'টি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে হাত মিলিয়ে শহরের পথশিশুদের জন্যই তৈরি হচ্ছে ওই পরিচয়পত্র। শুক্রবার সেই উদ্যোগকেই বাস্তবায়িত

২৮ কোটির সোনা পাচার! আটক জয়গাঁও-এর এসডিপিও, বারোবিষার ওসি, সেনাকর্তা-সহ ৫

Image
২৮ কোটি টাকার সোনা পাচারে নাম জড়াল রাজ্যের দুই পুলিশ কর্তার। অভিযোগ, ভুটান সীমান্ত দিয়ে বেআইনি ভাবে এ রাজ্যে ঢোকা প্রায় ১৫ কিলোগ্রাম বাজেয়াপ্ত সোনা আত্মসাৎ করার চেষ্টা করেছিলেন এক পুলিশ কর্তা। তাঁর সঙ্গী ছিলেন অন্য এক পুলিশ অফিসার, এমনটাই জানিয়েছে সিআইডি। গত কয়েক মাস ধরেই ভুটান সীমান্ত দিয়ে প্রচুর পরিমাণে বেআইনি সোনা ঢুকছিল এই রাজ্যে। কেন্দ্রীয় শুল্ক দফতর (ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স) উত্তরবঙ্গের একাধিক জায়গায় হানা দেয়। কেন্দ্রীয় গোয়েন্দাদের থেকে পাওয়া সূ্ত্র ধরেই তদন্তে নামে রাজ্য সিআইডি। সিআইডি গোপন সূ্ত্রে খবর পায়, সোনা পাচারকারীরা চলতি সপ্তাহের গোড়ার দিকে প্রায় ১৫ কিলোগ্রাম বেআইনি সোনা ভুটান থেকে এ দেশে পাচার করবে। সেই পাচারকারীদের উপর নজর রাখতে গিয়েই সিআইডির আধিকারিকরা জানতে পারেন, পাচার করার জন্য আনা সোনা ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে রাজ্য পুলিশের এক আধিকারিক। সরকারি ভাবে সেই সোনা বাজেয়াপ্ত দেখানো হয়নি। সেখানেই সন্দেহ হয় সিআইডি আধিকারিকদের। এই দুই পুলিশ আধিকারিক ও অন্য সন্দেহভাজনদের উপর ১০ সেপ্টেম্বর থেকে নজর রাখা হয়েছিল বলেও জানিয়েছে সিআইডি। অভিযুক্তদের মধ্যে অন্যতম অনি

যোগীর রাজ্যে খেতে না পেয়ে মৃত্যু মা ও দুই শিশুর, চাঞ্চল্য

Image
রাজ্য সরকার পুষ্টি মাস উদযাপন করছে৷ অথচ সেই রাজ্যেই খেতে না পেয়ে একই পরিবারের তিনজনের মৃত্যুর অভিযোগ উঠল৷ উত্তরপ্রদেশের কুশিনগরের ঘটনা৷ মা ও তাঁর দুই সন্তানের মৃত্যুর ঘটনা ঘটেছে৷ খেতে না পেয়েই মৃত্যু হয়েছে একই পরিবারের তিনজনের বলে অভিযোগ উঠেছে৷ যদিও এই তত্ত্ব মানতে নারাজ যোগী আদিত্যনাথের সরকার৷ তাঁদের দাবি, ডায়ারিয়া ও খাদ্যে বিষক্রিয়ার কারণেই এই মৃত্যু৷ কিন্তু এই ঘটনা প্রকাশ্যে আসতেই অস্বস্তি বেড়ে গিয়েছে যোগীর বলে খবর। মৃত গৃহবধূর নাম সঙ্গীতা৷ বয়স ৩০ বছর৷ অত্যন্ত গরীব পরিবার তাঁদের৷ স্থানীয় সূত্রে খবর, গত ৭ সেপ্টেম্বর মৃত্যু হয় সঙ্গীতা ও তাঁর আট বছরের ছেলে সুরজের৷ সঙ্গীতার স্বামী বীরেন্দ্র দিনমজুরের কাজ করেন৷ তাঁর কথায়, গত ৭ সেপ্টেম্বর মা ও ছেলে সকাল থেকে বমি করতে শুরু করে৷ অবস্থা খারাপ বুঝে সরকারি অ্যাম্বুলেন্সে করে তাঁদের হাসপাতালে নিয়ে যাই৷ অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার সময়ই মৃত্যু হয় সঙ্গীতা ও সুরজের৷ দিন পাঁচেক পরে সঙ্গীতার দু'মাসের সন্তান গীতাও অসুস্থ হয়ে পড়ে৷ গ্রামের মহিলারাই দুধের শিশু গীতার খাবারের বন্দোবস্ত করেন৷ বিষয়টি স্থানীয় সমাজকর্মীদেরও তাঁরা জানান

কম্পিউটারে থেকে SMS পাঠাবেন কীভাবে?

Image
সোশ্যাল মিডিয়া আসার বিপুলভাবে SMS এর জনপ্রিয়তা কমেছে। এখন SMS করে টেক্সট মেসেজ পাঠানোর পরিবর্তে WhatApp, Facebook এর বেশি স্বাচ্ছন্দ আম জনতা। তবে বিপদের সময়ে এখনো ভরসা সেই SMS। হঠাৎ ডাটা কাজ করা বন্ধ করে দিলে অথবা কম সিগনাল রেঞ্জে থাকবে টেক্সট মেসেজ পাঠাতে ভরসা সেই পুরোনো SMS। সম্প্রতি SMS এর জন্য নতুন অ্যাপ লঞ্চ করেছে গুগল। অ্যানড্রয়েডে যোগ হয়েছে এই ফিচার। এর সাথেই Android Message এর একটি ওয়েব অ্যাপ লঞ্চ হয়েছে। এছাড়াও Windows 10 অপারেটিং সিস্টেম Android স্মার্টফোন কমপেনিয়ান অ্যাপ আপডেট হয়েছে। এর ফলেই ডেস্কটপ কম্পিউটার থেকেই SMS পাঠানো সম্ভব। দেখে নেওয়া যাক কীভাবে? খেয়াল রাখুন ১. কম্পিউটারে লেটেস্ট Windows 10 চলা বাধ্যতামূলক। ২. স্মার্টফোন কানেক্ট করার জন্য একটি USB কেবেল অথবা WiFi কানেক্টিভিটি। ৩. একটি Android স্মার্টফোন। ৪. Windows Store থেকে 'Your Phone' অ্যাপ ডাউনলোড করুন। ৫. Android ফোনে Microsoft অ্যাপ ইনস্টল করুন। নীচের পদ্ধতিতে কম্পিউটার থেকে SMS ব্যবহার করুন: ১. কম্পিউটারে 'Your Phone' অ্যাপ ওপেন করুন। ২. 'Get Started' এ ক্লিক করে 'Link Phone' অ

তরুণীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল পুলিশকর্মীর ছেলের বিরুদ্ধে৷

Image
এক তরুণীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল পুলিশকর্মীর ছেলের বিরুদ্ধে৷ খাস রাজধানীর এই ঘটনা মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়৷ ভাইরাল এই ভিডিও নজরে পড়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর৷ এরপরই অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন রাজনাথ সিং৷ ওই নির্দেশ অনুযায়ী পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে৷ রোহিত তোমর নামে ওই যুবক দিল্লি পুলিশের সাব-ইনস্পেক্টরের ছেলে৷ তার বিরুদ্ধে আগেও ধর্ষণের অভিযোগ উঠেছে৷ এবার সামনে এল এক তরুণীকে বেধড়ক মারধরের ঘটনা৷ গত ২ সেপ্টেম্বরের একটি ভিডিও নেটদুনিয়ায় প্রকাশ পাওয়ার পরই শুরু হয়েছে তোলপাড়৷ ওই ভিডিওতে দেখা গিয়েছে, দিল্লির উত্তম নগরের একটি অফিসের ভিতর ওই তরুণীকে বেধড়ক মারধর করছে রোহিত৷ ক্রমাগতই চড়-থাপ্পড় মারা হচ্ছে ওই তরুণীকে৷ লাথি মেরে ফেলে দেওয়া হয়েছে মেঝেতে৷ শুধু তাই নয়, ওই তরুণীকে চুলের মুঠি ধরে মারধর করা হয়৷ মহিলা হাত জোড় করে ক্ষমাপ্রার্থনা করলেও, কোনও লাভ হয়নি৷   মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ওই মারধরের ভিডিও৷ ওই ভিডিও নিয়ে সমালোচনার ঝড় বইয়ে দেন নেটিজেনরা৷ তা নজর কাড়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজন

যুবকের যৌন লালসার শিকার ৭০ বছরের বৃদ্ধা

Image
বর্ধমান: যুবকের যৌন লালসার শিকার হলেন এবার ৭০ বছরের এক বৃদ্ধা। নারকীয় এই ঘটনা ঘটেছে বর্ধমান স্টেশন এলাকায়। গুরুতর জখম ওই বৃদ্ধাকে ভর্তি করা হয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অত্যাচারিত ওই বৃদ্ধার বাড়ি হুগলির শ্যাওড়া গ্রাম এলাকায়। পরিবারের অনেকেই থাকা সত্ত্বেও কেউ তাঁকে না দেখায় তিনি ট্রেনে ট্রেনে ভিক্ষা করেই পেট চালান। প্রায় দিনই তিনি বর্ধমান স্টেশনেই রাত কাটান। তাই অন্যদিনের মতোই তিনি বৃহস্পতিবার রাতে বর্ধমান স্টেশনের পার্সেল বিভাগের কাছেই শুয়ে পড়েন। অভিযোগ, ভোরবেলায় এক যুবক তাঁকে চা খাওয়ানোর নাম করে ডেকে নিয়ে যায়। এরপর তাকে প্ল্যাটফর্মের পাশে কচুবনে মুখ বেঁধে ধর্ষণ করে৷ এমনকী ওই বৃদ্ধার গোপনাঙ্গে রীতিমতো পৈশাচিক অত্যাচারও চালানো হয় বলেও অভিযোগ। এরপর রক্তাক্ত ও ক্ষতবিক্ষত অবস্থায় তাঁকে ফেলে রেখেই পালিয়ে যায় ওই যুবক। বেশ কিছুক্ষণ পর ওই বৃদ্ধা রক্তাক্ত অবস্থায় সেখান থেকে উঠে আসেন স্টেশনের কাছে একটি মিষ্টির দোকানে। রক্তে তাঁর সারা শরীর ভেসে যেতে দেখে স্থানীয় কয়েকজন যুবক তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নামিয়ে দিয়েই পালিয়ে যায়। এই

মাইনে, পেনশন নেন না! তাও বছরে ১২ লক্ষ টাকা আয় মুখ্যমন্ত্রী মমতার, নিজেই মুখেই জানালেন সেকথা

Image
দীর্ঘ তিন দশকের কাছাকাছি সাংসদ হিসাবে কাজ করেছেন। তারপরে গত সাত বছর ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব সামলাচ্ছেন। রাজনীতিতে প্রবীণ মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদ হিসাবে পেনশন তো নেনই না। এমনকী মুখ্যমন্ত্রী হিসাবেও ভাতা নেন না। তবুও বছরে ১০ থেকে ১২ লক্ষ টাকা আয় করেন তিনি। কীভাবে সম্ভব হয়েছে, নিজের মুখেই জানালেন সেকথা। এদিন এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানালেন তাঁর আয়ের উৎস। প্রাক্তন সাংসদ হিসাবে মাস গেলে ৭০ হাজার টাকা পেনশন পাওয়ার যোগ্য মমতা বন্দ্যোপাধ্যায়। তবে যবে থেকে সাংসদ পদ ছেড়েছেন তবে থেকে আজ পর্যন্ত এক টাকাও তিনি পেনশন নেননি। এমনকী মুখ্যমন্ত্রী হিসাবে রাজ্যের কাছ থেকে কোনও অর্থ তিনি নেন না। এখনও এক টাকাও তিনি গ্রহণ করেননি। মুখ্যমন্ত্রী হিসাবে নবান্ন বা যে কোনও অনুষ্ঠানে যে তিনি যাতায়াত করেন, সেটাও নিজের পয়সায়, নিজের গাড়ির তেল পুড়িয়ে। প্রশাসনিক কাজে রাজ্যের বিভিন্ন প্রান্তে মুখ্যমন্ত্রী যে যান, সেখানেও সার্কিট হাউসে থাকাও তাঁর ব্যক্তিগত খরচে বলে মুখ্যমন্ত্রী দাবি করেছেন। এক্ষেত্রে প্রশ্ন ওঠে, তাহলে মুখ্যমন্ত্রীর আয়ের উৎস কী? এই রহস্যের জট কাটিয়ে মুখ্যমন্ত্র

৮ বছর প্রেম-রেজিস্ট্রির পর বিয়ের কথা বলতেই প্রেমিকাকে খুনের চেষ্টা প্রেমিকের

Image
আট বছর ধরে প্রেম। তিন বছর আগে হয়েছে রেজিস্ট্রিও। কিন্তু বিয়ে করার কথা বলতেই স্বমূর্তি ধরে প্রেমিক। পনেরো লাখ টাকা পণের দাবি করে। এমনকি বাড়িতে ডেকে প্রেমিকাকে মারধর করে ঝুলিয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে প্রেমিকের বিরুদ্ধে। এই ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় কলকাতার বেসরকারি নার্সিংহোমে ভর্তি প্রেমিকা। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত প্রেমিককে। ঘটনাটি ঘটেছে হুগলীর খানাকুলে। একটা দুটো বছর নয়। আট বছরের প্রেম। খানাকুলের রঞ্জিতবাটির যুবক অমিতাভ রায় ও রাউত খানার তরূণীর প্রেমের কথা জানত দুই পরিবার। প্রেমের পাঁচ বছরের মাথায় হয় রেজিস্ট্রিও। কিন্তু তারপরেই সমস্যা। রেজিস্ট্রি হয়ে গেলেও সামাজিকভাবে বিয়ে করতে কিছুতেই রাজি হচ্ছিল না প্রেমিক। প্রেমিকা ও তাঁর পরিবার বিয়ের জন্য চাপ দিতেই স্বরূপ ধারণ করে অমিতাভ। বিয়ের শর্ত হিসেবে ১৫ লাখ পণের দাবি করে অভিযুক্ত প্রেমিক। আরও অভিযোগ, বিয়ে নিয়ে কথা বলতে একদিন প্রেমিকা ও তাঁর ভাইকে বাড়িতে ডাকে অমিতাভ। তারপর সেখানেই যুবতীকে মারধরের পর গলায় ওড়নার ফাঁস দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়। ওই যুবতীর সঙ্গে থাকা ভাইয়ের চিত্কারে ছুটে আসেন প্রতিবেশীরা। তাঁরাই উদ্ধার করেন ওই দুজনকে। বর্তমানে আশঙ্কা

অ্যাসিড হামলা, সুপ্রিম কোর্টে নিরাপত্তা চাইলেন নিকাহ হালালা, বহুবিবাহের বিরুদ্ধে পিটিশন দেওয়া মহিলা, শুনানি ১৭-ই

Image
নয়াদিল্লি: নিকাহ হালালা ও তিন তালাক মামলায় আবেদনকারী মহিলার ওপর অ্যাসিড হামলা। শবনম রানি নামে ওই মহিলা সুরক্ষা চেয়েছেন সুপ্রিম কোর্টের কাছে, আবেদন করেছেন আরও উন্নত সেবা, চিকিত্সার। শবনমের দাবি, গতকাল উত্তরপ্রদেশের বুলন্দশহরে তাঁর গায়ে অ্যাসিড ছুঁড়ে মেরেছে দেওর। শবনমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি এ এম খানবিলকর ও বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে নিয়ে গঠিত সুপ্রিম কোর্টের বেঞ্চ জানিয়েছে, ১৭ সেপ্টেম্বর শবনমের আবেদনের শুনানি হবে। তাঁর কৌঁসুলি অশ্বিনী কুমার উপাধ্যায়কে শীর্ষ আদালতের বেঞ্চ কেন্দ্র ও উত্তরপ্রদেশ সরকারকে পিটিশনের একটি করে কপি দিতে বলেছে। প্রসঙ্গত, সংবিধানে সুরক্ষিত মৌলিক অধিকারগুলি লঙ্ঘন করে, এই সওয়াল করে মুসলিম সমাজে চালু থাকা নিকাহ হালালা ও বহুবিবাহ প্রথাকে চ্যালেঞ্জ করে একাধিক পিটিশন জমা পড়েছে সুপ্রিম কোর্টে। বহুবিবাহ বৈধ থাকায় একজন মুসলিম পুরুষ চারটি বিয়ে করতে পারেন, আর নিকাহ হালালা-য় একজন মুসলিম মহিলাকে, ডিভোর্স হওয়ার পর আগের স্বামীর কাছে ফিরে যেতে চাইলে অন্য এক পুরুষকে বিয়ে করে তাঁর কাছ থেকে বিচ্ছেদ নিতে হবে। নিকাহ হালালা, বহুবিবাহ

যমজ ভাইয়ের হাত ধরে শুটিং সোনা

Image
সফল: বিজয়বীর-উদয়বীর। বড় মঞ্চে সোনা জিতে যমজ ভাই।  উদয়বীর সিধু। বয়স ষোলো। বিশ্ব শুটিংয়ে ২৫ মিটার পিস্তলে ব্যক্তিগত সোনাজয়ী। একই সঙ্গে সে এই ইভেন্টে সোনাজয়ী ভারতীয় দলেরও গুরুত্বপূর্ণ সদস্য। আরও মজা হচ্ছে, এই দলে (তিন জনের দল) ছিল তার যমজ ভাই বিজয়বীর সিধুও। দলের তৃতীয় সদস্য পাতিয়ালার রাজকানোয়ার সান্ধু। উদয়বীর চণ্ডীগড়ের মানসার বাসিন্দা। ২৫ মিটার পিস্তলে সে স্কোর করে ৫৮৭। সোনা জেতে যুক্তরাষ্ট্রের হেনরি লেভেরেতকে ছাপিয়ে গিয়ে। উদয়বীরের ভাই বিজয়বীর হয় চতুর্থ। রাজকানোয়ার পায় ২০ নম্বর স্থান। কিন্তু এই তিন জনের সম্মিলিত প্রচেষ্টায় সহজেই আসে দলগত সোনা। মোট ১৭৩৬ স্কোর।  নিজের ব্যক্তিগত সাফল্য নিয়ে উদয়বীরের প্রতিক্রিয়া, ''কোরীয় ও যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে আমাদের হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। দরকার ছিল মাথা ঠান্ডা রাখা। আমি অন্তত সেটাই করেছি। আর র‌্যাপিড রাউন্ডে লড়াইটা আমার পক্ষে গিয়েছে। দেশের জন্য সোনা জিততে পেরে আমি দারুণ গর্বিত।'' ব্যক্তিগত লড়াইয়ে পদক পায়নি উদয়বীরের ভাই বিজয়বীর। তবে দলগত সোনা জিতেও সে সমান খুশি। বলেছে, ''একটুর জন্য ব্যক্তিগত বিভাগে পদক পাইনি। ত

শিক্ষিকাদের টাকায় কলেজে মিড-ডে মিল

Image
যেখানে স্কুলে মিড-ডে মিল নিয়ে দুর্নীতির অভিযোগে জেরবার রাজ্য সরকার, সেখানে অন্য এক দৃষ্টান্ত স্থাপন করল বেহালার একটি কলেজ। ওই কলেজের শিক্ষিকারা নিজের বেতনের একাংশ থেকে স্নাতক স্তরের কয়েক জন ছাত্রীদের জন্য মিড-ডে মিল চালু করেছেন। শুধু তাই নয়, দুঃস্থ ও দূর থেকে কলেজে আসা ছাত্রীদের জন্য এই ব্যবস্থা তিন বছর ধরে করে আসছেন তাঁরা। কলেজের অধ্যক্ষা সোমা ভট্টাচার্য জানান, স্নাতকে তিনটি বর্ষে মোট ৫০ জনকে মিড-ডে মিল দেওয়া হয়। যে সব ছাত্রীর পরিবারের বার্ষিক আয় এক লক্ষ টাকার কম এবং যাঁরা অনেকটা দূর থেকে কলেজে আসেন তাঁদের বাছাই করে এই সুবিধা দেওয়া হয়। ছুটির দিন বাদে প্রতিদিন এই ব্যবস্থা থাকে বলে জানান সোমাদেবী। যখন যে ছাত্রীর ক্লাস থাকে না, তখন তিনি ক্যান্টিন থেকে সই করে খাবার নেন। প্রতিদিন থালায় ভাত-ডাল তো থাকেই, সঙ্গে এক দিন অন্তর সয়াবিন ও ডিমের ঝোল দেওয়া হয়। মিড-ডে মিলের জন্য রাখা হয়েছে এক জন রাঁধুনিও। প্রতিদিনের আনাজ কিনে আনেন কলেজের কর্মীরাই। মাসে এই খাতে খরচ হয় ১৮-২০ হাজার টাকা, যার পুরোটাই বহন করেন শিক্ষিকাদের একাংশ। বেহালা চৌরাস্তার বিবেকানন্দ কলেজ ফর উইমেন-এর শিক্ষিকাদের উদ্যোগে এই মিড-ডে মি

উপাচার্যের দেখা নেই, ক্লাস বন্ধ বিসিকেভি-তে

Image
উপাচার্য ধরণীধর পাত্র নিজের প্যাডে লিখে দিয়েছিলেন, ছাত্রছাত্রীদের দাবি মতো শুক্রবার বিকেল ৪টের মধ্যে দুই ডিনকে তিনি সরিয়ে দেবেন। বিকেল গড়িয়ে রাত হয়ে গেল। দুই ডিনকে সরানো হয়নি। দেখা মেলেনি উপাচার্যেরও। ক্লাস বন্ধ হয়ে গিয়েছে। শিক্ষকদের অধিকাংশ ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়েছেন। সব মিলিয়ে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিস্থিতি আরও ঘোরালো হয়েছে।  ছাত্রছাত্রীদের শনিবারের মধ্যে হস্টেল  খালি করে দেওয়ার নির্দেশ জারি করেছেন উপাচার্য। 'চলো পাল্টাই বিসিকেভি' স্লোগান তুলে কয়েক দিন ধরে কিছু ছাত্রছাত্রী যে ধর্না চালিয়ে যাচ্ছিলেন, স্থানীয় তৃণমূল তথা টিএমসিপি নেতৃত্ব গোড়া থেকে তার বিরোধিতা করে এসেছেন। শুক্রবার অবশ্য টিএমসিপি-র পতাকা হাতে ক্যাম্পাসে মিছিল বার করা হয়।  আন্দোলনকারীদের দাবির প্রতি পূর্ণ সমর্থন জানানোর পাশাপাশি দুষ্কৃতী হামলারও প্রতিবাদ জানানো হয়েছে মিছিল থেকে। অধিকাংশ ছাত্রছাত্রী তাঁদের পাশ থেকে সরে যাচ্ছেন বুঝে কি এই ভোলবদল? টিএমসিপি-র নদিয়া জেলা সভাপতি অয়ন দত্ত শুধু বলেন, ''শনিবার পার্থ চট্টোপাধ্যায় বিসিকেভি-তে আসছেন। উনিই যা বলার বলবেন।'' দেশের অন্যতম সেরা এই

তেল-টাকা সামলাতে ঘোষণা পাঁচ দফা

Image
টাকার পতন এবং বেড়ে চলা বিদেশি মুদ্রার লেনদেনের ঘাটতি নিয়ে আতঙ্কে নরেন্দ্র মোদী সরকার অনাবশ্যকীয় পণ্যের আমদানিতে রাশ টানার সিদ্ধান্ত নিল। তার আগে ডলারের আমদানি বাড়াতে আশু পদক্ষেপ হিসেবে পাঁচ দফা সিদ্ধান্ত ঘোষণা হয়েছে। যার জেরে দেশে অন্তত ৮০০ থেকে ১০০০ কোটি ডলার ঢুকবে বলে অর্থ মন্ত্রকের দাবি। প্রধানমন্ত্রী আজ তাঁর বাসভবনে অর্থমন্ত্রী অরুণ জেটলি, রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত পটেল, প্রধানমন্ত্রী দফতর ও অর্থ মন্ত্রকের দফতরের কর্তাদের সঙ্গে প্রায় তিন ঘণ্টা বৈঠক করেন। পেট্রল-ডিজেলের দাম মোদী সরকারের পক্ষে ভোটের আগে বিপজ্জনক হয়ে উঠেছিল। সেই সঙ্গে বিদেশি মুদ্রার লেনদেনের ঘাটতি ২.৫ শতাংশে পৌঁছে যাওয়াও মাথাব্যথা হয়ে দাঁড়াচ্ছিল। বৈঠকের পর পাঁচ দফা সিদ্ধান্ত হিসেবে জেটলি ঘোষণা করেন, এ দেশের ব্যাঙ্কগুলির 'মসালা বন্ড' বা বিদেশে টাকার অঙ্কে ছাড়া বন্ডে নিয়ন্ত্রণ তুলে নেওয়া হবে। চলতি অর্থ বছরে মসালা বন্ডে কর ছাড দেওয়া হবে। পরিকাঠামো ঋণে ঝুঁকি কমাতে ডলারে লগ্নির মতো যে সব বাধ্যতামূলক শর্ত ছিল, তার পর্যালোচনা হবে। উৎপাদনকারী সংস্থাগুলি ৫ কোটি ডলার পর্যন্ত এক বছরের ঋণ নিতে পারবে। কর্পোরেট বন

হরিয়ানায় গণধর্ষিতা সেরা ছাত্রী

Image
বছর দুই আগে সিবিএসইতে ভাল ফল করায় খবরের শিরোনামে উঠে এসেছিলেন হরিয়ানার এই মেয়ে। ১৯ বছর বয়সি সেই তরুণীকে দিনেদুপুরে বাস স্ট্যান্ড থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করার অভিযোগ উঠল তিন কলেজ পড়ুয়া-সহ ১২ জনের বিরুদ্ধে। হরিয়ানার মহেন্দ্রগড়ের ঘটনা। বুধবার দুপুরে গ্রামের কাছেই কোচিং ক্লাস থেকে পড়ে বাড়ি ফিরছিলেন দ্বিতীয় বর্ষের ওই ছাত্রীটি। মহেন্দ্রগড়ের কানিনায় বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে ছিলেন তিনি। তরুণীর অভিযোগ, এই সময়ে তিন কলেজ ছাত্র গাড়ি নিয়ে এসে মুখ চেপে তাঁকে গাড়িতে তুলে নেয়। তার পর ঝাজ্জরের কাছে একটি পরিত্যক্ত চাষের জমিতে নিয়ে গিয়ে আচ্ছন্ন করার কোনও ওষুধ মেশানো পানীয় জোর করে খাওয়ায়। পুলিশ সূত্রের খবর, ওষুধে অচৈতন্য হয়ে পড়লে শুরু হয় ধর্ষণ। প্রথমে ওই তিন জন। তার পর তাদের সঙ্গে যোগ দেয় চাষের জমিতে আগে থেকে থাকা আরও অনেকে। পরে বিকেল চারটে নাগাদ কানিনার সেই বাস স্ট্যান্ডে তাঁকে ফেলে রেখে যায় ওই তরুণরা। তখনও পুরো জ্ঞান ফেরেনি মেয়েটির। যাওয়ার আগে তরুণীর বাড়িতে ফোন করে তারা জানিয়ে দেয়, বাস স্টপে মেয়ে অচেতন অবস্থায় পড়ে রয়েছে। মেয়েকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান মা-বাবাই। চিকিৎসকেরা জানান, ধর্ষণ

রাজনীতির যুদ্ধে ফায়দা মাল্যেরই

Image
পরিকল্পনা করেই কি তাঁকে নিয়ে নতুন রাজনৈতিক খণ্ডযুদ্ধ বাধিয়ে দিলেন বিজয় মাল্য! সিবিআইয়ের পোড়খাওয়া অফিসারদের একাংশের মনে সেই প্রশ্ন উঠেছে। প্রত্যর্পণ মামলায় মাল্যের সব থেকে বড় অভিযোগ, তিনি 'রাজনৈতিক প্রতিহিংসা'-র শিকার। দু'দিন আগেও লন্ডনের ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেটস কোর্টে মাল্য বলেছেন, তাঁকে নিয়ে ফুটবল খেলা চলছে। এবং সেই দিনই দাবি করেন, দেশ ছাড়ার আগে অরুণ জেটলির সঙ্গে দেখা করেছিলেন তিনি। তার পরেই ফের শুরু হয়েছে বিজেপি-কংগ্রেস বাগ‌্‌যুদ্ধ। আবার তৃণমূলের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস। সিবিআইয়ের অফিসার ও আইনজীবীদের একাংশের আশঙ্কা, এই বিবাদের উদাহরণ দেখিয়েই রাজনৈতিক প্রতিহিংসা প্রমাণের চেষ্টা করতে পারেন মাল্য। রাহুল গাঁধী প্রশ্ন তুলেছেন, ঋণখেলাপি শিল্পপতিকে পালাতে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই জেটলিকে নির্দেশ দিয়েছিলেন কি না। আজ কংগ্রেস সভাপতির টুইট, ''দেখা-মাত্র আটকানোর নোটিসকে শুধু খবর দেওয়ার নোটিসে চুপচাপ বদলে দিয়ে মাল্যর 'গ্রেট এসকেপ'-এ সাহায্য করেছিল সিবিআই। এই সংস্থা সরাসরি প্রধানমন্ত্রীকে রিপোর্ট করে। এত হাই-প্রোফাইল,

স্ত্রীকে খুন করে থানায় হাজির স্বামী

Image
সটান থানায় এসে কর্তব্যরত আধিকারিককে লোকটি বলেছিল, 'আমি স্ত্রীকে খুন করেছি।' হকচকিয়ে যান পুলিশের ওই কর্তা। প্রথমে মনে করেছিলেন, ওই যুবকের মানসিক সমস্যা রয়েছে। কিন্তু তার পোশাকে রক্তের দাগ দেখে সন্দেহ হয় থানার অন্য পুলিশকর্মীদের। জিজ্ঞাসাবাদে তাঁরা জানতে পারেন, ছেলেমেয়ের সামনেই বাঁশ দিয়ে পিটিয়ে স্ত্রীকে খুন করেছে ওই যুবক। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে দেগঙ্গার বাজিতপুরে। পুলিশ জানায়, মৃতার নাম শাহনিমা বিবি (৪০)। তাঁকে খুনের অভিযোগে স্বামী আল্লারাখা মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেশায় দর্জি আল্লারাখার দুই মেয়ে, এক ছেলে। অভিযোগ, ছোটখাটো নানা বিষয়ে স্ত্রী শাহনিমাকে সন্দেহ করত ওই যুবক। তা থেকেই গোলমালের শুরু। মাসখানেক আগে বাজিতপুরের বাড়ি ছেড়ে কাঁটাপুকুরের বাড়িতে চলে আসে আল্লারাখা। তাদের মেয়ে আফরোজা খাতুন এ দিন বলে, ''দুপুরে জেঠুর বাড়ি গিয়েছিল মা। মাকে দেখতে পেয়েই টানতে-টানতে নিয়ে যায় বাবা। তার পরে বাঁশ দিয়ে পেটাতে থাকে।'' মেয়েটির কথায়, ''বাবার পা ধরে কাঁদছিল মা। কিন্তু বাবা কথা শোনেনি। বাঁশ দিয়ে মাথায়, ঘাড়ে মারতে থাকে।'

পণের দাবিতে বধূনির্যাতনে অভিযুক্তদের গ্রেফতার করতে পারবে পুলিশ, জানাল সুপ্রিম কোর্ট

Image
৪৯৮-এ ধারায় অভিযোগ এলে পুলিশ তখনই এফআইআর দায়ের করে অভিযুক্তদের গ্রেফতার করতে পারবে। পণের দাবিতে বধূনির্যাতনের অভিযোগের সত্যতা যাচাই করার কাজ ফের পুলিশের হাতেই তুলে দিল সুপ্রিম কোর্ট। ভারতীয় দণ্ডবিধির ৪৯৮-এ জামিনঅযোগ্য ধারা। তাতে স্বামী-শ্বশুরবাড়ির লোকেদের তিন বছর পর্যন্ত জেলের নিদান রয়েছে। এর অপব্যবহার হচ্ছে, মিথ্যে অভিযোগে স্বামী ও শ্বশুরবাড়ির লোকেদের ফাঁসিয়ে দেওয়া হচ্ছে, এই অভিযোগের ভিত্তিতে সুপ্রিম কোর্টই ২০১৭-র জুলাইয়ে রক্ষাকবচ হিসেবে কিছু নির্দেশিকা তৈরি করে দেয়। বিচারপতি আদর্শ কুমার গয়াল ও বিচারপতি উদয় উমেশ ললিতের ওই নির্দেশিকায় বলা হয়, প্রতি জেলায় এক বা একাধিক পরিবার কল্যাণ কমিটি তৈরি হবে। আইনের সঙ্গে পরিচিত ব্যক্তি, সমাজকর্মী, সরকারি অফিসারদের স্ত্রী বা অবসরপ্রাপ্ত ব্যক্তিদের নিয়ে তিন সদস্যের ওই কমিটিই প্রথমে অভিযোগ খতিয়ে দেখবে। কারণ অনেক ক্ষেত্রে স্বামী-শ্বশুরবাড়ির আত্মীয়দের উপর অন্য কারণে রাগ করেও পণের দাবিতে বধূনির্যাতনের মামলা করা হচ্ছে বলে অভিযোগ এসেছিল। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, দু'পক্ষের সঙ্গে কথা বলে কমিটির রিপোর্ট দিলেই পুলিশ ব্যবস্থা নেবে। তার আগে এফআইআর-ও দ