‌রাষ্ট্রায়ত্ত সংস্থার বরাত পাইয়ে দেওয়া নিয়ে দুর্নীতি, গ্রেপ্তার বিজেপি নেতা

দুর্নীতির দায়ে গ্রেপ্তার করা হল বিজেপি নেতা রঞ্জিত মজুমদারকে। গ্যাসের ডিলারশিপ পাইয়ে দেওয়ার নামে দুর্নীতি করার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করেছে জোড়াসাঁকো থানা। কয়েকদিন আগেই তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে পূর্ব বিধাননগর থানায় অভিযোগ দায়ের করেছিলেন প্রাক্তন বিজেপি নেতা অশোক সরকার। তারপরই তদন্ত শুরু হয়। এরপরই গ্রেপ্তার করা হয় এই বিজেপি নেতাকে। এই দুর্নীতিকাণ্ড শুরু হয়েছিল ২০১৭ সালের মার্চ মাসে। তিনটি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার তরফে রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করে গ্যাসের ডিলারশিপের জন্য বিভিন্ন জেলায় ভাগ করে ২৩৫ টি অনুরোধপত্র চাওয়া হয়। সেই সময় রাজ্য বিজেপি ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয়ের দায়িত্বে ছিলেন রঞ্জিত মজুমদার। কিন্তু ওই তালিকাতেই গরমিল করেছিলেন তিনি। বরাত পাইয়ে দিতে এক্সেল শিটে তৈরি তালিকায় নিজের নিজের পছন্দসই লোকজনের নাম যুক্ত করেছিলেন। বেশিরভাগই ছিল বিজেপির সদস্যের নাম। এরপরই গোটা বিষয়টি নিয়ে অভিযোগ উঠলে বরাত বাতিল করে দেয় ওই রাষ্ট্রায়ত্ত সংস্থা। অভিযোগ এরপরেও একাধিক জায়গা থেকে বরাত পাইয়ে দেওয়ার নাম করে টাকা তুলতে থাকেন রঞ্জিত। আত্মসাৎ করেন সেই টাকা। এরপরই জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় তাঁকে। পরে গ্রেপ্তার করে জোড়াসাঁকো থানার পুলিস। শনিবারই তাঁকে ব্যাঙ্কশাল কোর্টে তোলা হবে। তারপর পুলিসি হেপাজতে নেওয়া হবে তাঁকে। মনে করা হচ্ছে, জিজ্ঞাসাবাদের এর সঙ্গে জড়িত আরও বেশ কয়েকজন বিজেপি নেতার নাম উঠে আসতে পারে। এমনকী বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নাম সামনে আসতে পারে সূত্র মারফত খবর। এদিকে বিজেপির সাফাই দেওয়া হয়েছে, তিনি আর দলের কেউ নন।