Posts

Showing posts from December 27, 2018

মেট্রোয় হঠাৎ বিপদে পড়লে কী কী করা উচিত?

Image
হঠাৎ এসি রেকে ধোঁয়া। সহযাত্রীদের চিৎকার, আর তা শুনেই আতঙ্ক। ধোঁয়া নিয়েই চলতে শুরু করল মেট্রো। এদিন  যাঁরা পাতালরেলে ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন, তাঁরাই জানেন পরিস্থিতি কী ছিল। মাত্র কয়েকদিন আগে লাইনে ফাটল ধরে। অফিস টাইমে চাঁদনি চক স্টেশনে মেট্রো বন্ধ ছিল। আর এদিন ময়দানে মেট্রোতে আগুন আতঙ্ক। পথে বিপদ কখনও বলে আসে না। দমকলমন্ত্রী বলছেন অ্যালার্ম সিস্টেম কাজ করছিল না। এদিকে মেট্রো কর্তৃপক্ষ বলছে ঘোষণা করা হয়েছিল। বাদানুবাদ চলছে। জল অনেকদূর গড়াবে। ঘটনায় আহত যাত্রীদের পিজি ও মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে। তবে জেনে নেওয়া ভাল, এরকম পরিস্থিতিতে নিত্যযাত্রীরা কী করবেন, আর কী করবেন না। প্রত্যেকদিন লক্ষ লক্ষ মানুষ কাজের তাগিদে মেট্রোতে যাতায়াত করতে বাধ্য হন। কিন্তু একটা দুর্ঘটনা মানুষকে কিছুক্ষণের জন্য হলেও স্তব্ধ করে দেয়। পাতালপথে এসি বা নন এসি মেট্রো হঠাৎ দাঁড়িয়ে গেলে আতঙ্ক হওয়ারই কথা। এদিন তিন ঘণ্টা মেট্রো চলাচল বন্ধ ছিল। পৌনে একঘণ্টা এসি রেকে আটকে ছিল যাত্রীরা। উদ্ধার হওয়ার পরেও আতঙ্ক থেকে বেরোতে পারেনি তারা। ভবিষ্যতে ফের এরকম দুর্ঘটনা ঘটলে কী করবেন! মেট্রো কর্তৃপক্ষ বা উদ্ধা

এবার সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছাবে টাকা! মোদি-জেটলি বৈঠকে জোর জল্পনা

Image
পাঁচ রাজ্যে হারের ধাক্কায় এবার নড়েচড়ে বসতে চলেছে মোদি সরকার। সূত্রের খবর, লোকসভার আগেই কৃষকদের জন্য বড়সড় প্রকল্প ঘোষণা করতে পারে কেন্দ্র। ইতিমধ্যেই অর্থমন্ত্রী অরুণ জেটলি-সহ একাধিক মন্ত্রীর সঙ্গে বেশ কয়েক দফা বৈঠক করে ফেলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শোনা যাচ্ছে, রাহুল গান্ধীর ঋণ মকুবের পালটা চাল হিসেবে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে দেওয়ার পরিকল্পনা করছেন প্রধানমন্ত্রী। যদিও, সরকারিভাবে এ বিষয়ে তেমন কোনও সিদ্ধান্তের কথা এখনও জানানো হয়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মেয়াদ শেষ হতে বাকি আর মাস চারেক। তার আগে বিজেপি সরকারের সবচেয়ে বড় অস্বস্তির কারণ এখন কৃষক অসন্তোষ। প্রায় গোটা দেশের কৃষকদের মধ্যেই মোদি সরকারের বিরুদ্ধে ক্ষোভ জমা হচ্ছে। যার ফল চাক্ষুষ হয়েছে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং রাজস্থানের নির্বাচনে। তিন রাজ্যেই কৃষিঋণ মকুবের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা দখল করেছে কংগ্রেস। এমনকী রাহুল গান্ধীর প্রতিশ্রুতিমতো ক্ষমতায় আসার পর ঋণ মকুবও করা হয়েছে। এরপরই কংগ্রেস সভাপতি ঘোষণা করেছেন, যতদিন না গোটা দেশের সব কৃষকের ঋণ মকুব হচ্ছে, ততদিন প্রধানমন্ত্রীকে শান্তিতে ঘুমাতে দেবেন না তিনি।

এক বছরে বিদেশের মাটিতে সর্বোচ্চ টেস্ট রানের মালিক এখন কোহালিই

Image
আরও এক মাইলফলক কোহালির। ছাপিয়ে গেলেন দ্রাবিড়কে। ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন। গড়ছেন রানের পাহাড়, একের পর এক ব্যক্তিগত মাইলফলক। ক্রিকেট মহলে প্রশ্ন উঠে গিয়েছে, কোথায় থামবেন বিরাট কোহালি? তাঁর ঘোর নিন্দুকও এটা স্বীকার করে নিতে বাধ্য হন যে, বিতর্কের মতো রানও বিরাট কোহালিকে তাড়া করে বেড়ায়। চলতি বর্ডার-গাওস্কর সিরিজের তৃতীয় টেস্টেও বাইশ গজে কোহালিকে পরিচিত মেজাজেই পাওয়া গিয়েছে। বৃহস্পতিবার বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিনে ভারতের ইনিংসে উল্লেখযোগ্য অবদান রেখেছেন কোহালি। নাহ, শতরান হয়ত পাননি। তবে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেনের ইনিংস মাতিয়ে দিয়েছে মেলবোর্নে উপস্থিত হাজারো ক্রিকেট ভক্তকে। ৮২ রানের ঝকঝকে ইনিংস খেলেছেন কোহালি। আর এই ইনিংস খেলার মাঝেই গড়ে তুলেছেন আরও এক মাইলস্টোন। এক ক্যালেন্ডার ইয়ারে বিদেশের মাটিতে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি রানের নয়া মালিক এখন কোহালিই। তিনি পেরিয়ে এলেন ভারতীয় ক্রিকেটের আরেক কিংবদন্তি রাহুল দ্রাবিড়কে। ২০০২ সালে 'দ্য ওয়াল' দেশের বাইরে খেলতে গিয়ে টেস্টে করেছিলেন ১১৩৭ রান। বৃহস্পতিবার কোহালি সেই নজির ভেঙে দিলেন। টিম ইন্ডিয়ার বর্তমান অধিনায়ক ২০১৮ সালে অ্য

রাশিয়া থেকে কেনা ক্ষেপণাস্ত্র বিধ্বংসী অস্ত্রের সফল পরীক্ষা চিনের, উদ্বেগ বাড়ল ভারতের

Image
এস-৪০০ ক্ষেপণাস্ত্র বিধ্বংসী অস্ত্র। ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া থেকে কেনা অত্যাধুনিক ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থার সফল পরীক্ষা সেরে ফেলল চিন। প্রতি সেকেন্ডে তিন কিলোমিটার গতিতে ধাবমান একটি ব্যালিস্টিক লক্ষ্যবস্তুকে নির্ভুল লক্ষ্যে আঘাত হানল রাশিয়া থেকে কেনা অত্যাধুনিক এস-৪০০ ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা। ২০১৫ সালে রাশিয়া থেকে এই যুদ্ধাস্ত্র কিনলেও এই প্রথম সেই অস্ত্রের সফল পরীক্ষা সারল চিন। রুশ সংবাদসূত্র উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে চিনা সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট। যদিও চিনের কোথায় এই পরীক্ষা চালানো হয়েছে, তা এখনও জানা যায়নি। ২০১৫ সালে রাশিয়াকে তিনশো কোটি মার্কিন ডলার দিয়ে এই যুদ্ধাস্ত্র কিনতে চুক্তিবদ্ধ হয় চিন। কিন্তু ঠিক ক'টি এস-৪০০ ক্ষেপণাস্ত্র কিনেছে চিন, তা নিয়ে মুখে কুলুপ এঁটেছে বেজিং এবং মস্কো দু'পক্ষই। চিনই ছিল প্রথম দেশ, যারা রাশিয়া থেকে এই অত্যাধুনিক যুদ্ধাস্ত্র কেনার চুক্তি করে। ১০ মিটার উচ্চতা থেকে ২৭ কিলোমিটার উচ্চতায়যে কোনও শত্রু ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান, ড্রোন এই যুদ্ধাস্ত্রের মাধ্যমে ধ্বংস করা যায়। ৬০০ কিলোমিটার দূরত্বে থাকা প্রতিপক

প্রায় অমিল অ্যাপ ক্যাব, রাস্তায় নেমে গুন্ডামি চালক-মালিকদের

Image
হুজ্জুতি অ্যাপ ক্যাব চালক-মালিকদের। এত দিন রাস্তায় অ্যাপ নির্ভর ক্যাব অমিল ছিল। এ বার সেই অ্যাপ ক্যাব মালিক এবং চালকদের বিরুদ্ধে রাস্তায় নেমে গুন্ডামির অভিযোগ উঠল। বৃহস্পতিবার কসবার পরিবহণ ভবনে অ্যাপ নির্ভর ক্যাব নিয়ে বৈঠক ছিল। সেই বৈঠক ভেস্তে যেতেই রাস্তায় নেমে পড়েন শতাধিক অ্যাপ ক্যাব চালক এবং মালিক।রাস্তায় বিভিন্ন অ্যাপ ক্যাব দাঁড় করিয়ে তাঁরা যাত্রীদের নামিয়ে দিতে থাকেন। গাড়ির উইন্ড শিল্ডে চড়চাপড় মারতে থাকেন। কোনও কোনও গাড়ি লক্ষ্য করে ইট ছুড়তেও তাঁদের। অ্যাপ ক্যাব সংস্থাগুলি অকারণে চালকদের সাসপেন্ড করছে। এই অভিযোগ তুলে পরিবহণ দফতরের হস্তক্ষেপ চেয়ে দীর্ঘদিন ধরেই সরকারের কাছে দরবার করছে ওয়েস্ট বেঙ্গল অনলাইন ক্যাব অপারেটর্স গিল্ড। এ দিন শহরের দু'টি বড় অ্যাপ ক্যাব সংস্থার সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল পরিবহণে ভবনে। কিন্তু, সেখানে একটি অ্যাব ক্যাব সংস্থার কোনও প্রতিনিধি না থাকায় এ দিনের বৈঠক ভেস্তে যায়। জানুয়ারি মাসের ১০ তারিখ পরবর্তী বৈঠকের দিন ঠিক হয়। পরিবহণ ভবনে তখন অপেক্ষা করছিলেন শতাধিক অ্যাপ ক্যাব চালক এবং মালিক। ১০ তারিখের বৈঠকের কথা শুনেই উত্তেজিত হয়ে তাঁরা রাস্তায় নেমে পড়

২৯শে থেকে কেব্‌ল চ্যানেল ব্ল্যাকআউট নয়, জানাল ট্রাই

Image
২৯ ডিসেম্বর থেকে সম্প্রচার ও কেব্‌ল পরিষেবা নিয়ন্ত্রণের নতুন নির্দেশ কার্যকর হলেও, কোনও চ্যানেলের সম্প্রচার বন্ধ হবে না। বুধবার এই মর্মে গ্রাহকদের আশ্বস্ত করেছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া।  নতুন নির্দেশ চালু হলেই টাকা দিয়ে যেসব কেব্‌ল চ্যানেল দেখা যাচ্ছে সেগুলিও বন্ধ হয়ে যাবে,  গ্রাহকদের এমন ভুল ধারণা দূর করতেই ট্রাইয়ের এই আশ্বাস। এক বিবৃতিতে ট্রাই জানিয়েছে, ২৯ ডিসেম্বর থেকে সম্প্রচার সংক্রান্ত তাদের নতুন নির্দেশ কার্যকর হবে। এর জেরে ওই দিন থেকেই  টাকা দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে এমন চ্যানেল আর দেখা যাবে না,  সংবাদমাধ্যমে এধরনের খবর প্রচার হচ্ছে। বিষয়টি তাঁদের নজরে এসেছে। তাই সম্প্রচারকারী, ডিস্ট্রিবিউটর প্ল্যাটফর্ম অপারেটর এবং লোকাল কেব্‌ল অপারেটরদের ট্রাই নির্দেশ দিয়েছে, আজকের দিনে যেসব চ্যানেল দর্শকেরা দেখছেন, তার কোনওটাই যাতে ২৯ ডিসেম্বর বন্ধ না হয়, সেটা তাদের নিশ্চিত করতে হবে। যাঁরা টাকা দিয়ে কেবল চ্যানেল দেখেন তাঁদের স্বার্থের কথা মনে রেখে এবং পুরনো থেকে নতুন ব্যবস্থায় যাতে সহজে পৌঁছনো যায়, সেজন্য কেবল টিভির সব দর্শকদের জন্য একটা বিস্তারিত পরিকল্পনা তৈরি করছে ট্রাই। সেই পরিকল

৪৪৩/৭ এ ইনিংস ডিক্লেয়ার করলো ভারত

Image
মেলবোর্ন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেলবোর্নে রানের পাহাড় ভারতের৷ সাত উইকেট হারিয়ে ৪৪৩ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করেন ভারত অধিনায়ক বিরাট কোহলি৷ এটাই চলতি বছরে দেশের বাইরে সর্বোচ্চ রান ভারতের৷ পাহাড় প্রমাণ রান তাড়া করতে নেমে ৬ ওভার ব্যাট করে ৮ রান তুলেছে অজিরা৷ মেলবোর্নে কোহলিদের দুর্দান্ত ব্যাটিংয়ের পর এবার তৃতীয় দিন নতুন বলে ভারতীয় পেসারদের নিয়ে স্বপ্ন দেখছে ক্রিকেটমহল৷ শতরান করে এদিন ভারতের রানের ভিত মজবুত করে দেন মিডল অর্ডারের নির্ভরযোগ্য ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা৷ ৩১৯ বল খেলে ১০টি বাউন্ডারির সাহায্যে ১০৬ রানের ইনিংস খেলেন সৌরাষ্ট্রের ডানহাতি৷ পূজারার পার্টনার কোহলি অবশ্য এদিন শতরান মাঠে ফেলে এলেন৷ উইকেটের উপর দিয়ে থার্ড ম্যানে ছক্কা হাঁকানোর ঝুঁকি না নিলে পূজারার মতো শতরান হাঁকিয়ে মাঠ ছাড়তে পারতেন বিরাট কোহলি(৮২ রানে)৷ স্টার্কের বলে ফিঞ্চের হাতে ম্যাচের সহজতম ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন ভারত অধিনায়ক৷ কোহলি-পূজারার ১৭০ রানের পার্টনারশিপ ব্যাটিং ইনিংসের ইমারত গড়ে দেয়৷ সেঞ্চুরি হাতছাড়া হলেও মেলবোর্নে অনবদ্য নজির গড়েন কোহলি৷ বক্সিং ডে টেস্টে ৮২ রানের ইনিং

‘২০টি মুসলিম অধ্যুষিত দেশে নিষিদ্ধ তিন তালাক, ধর্ম নিরপেক্ষ ভারতে কেন নয়?’

Image
নয়াদিল্লি: মুলতুবির পর সংসদের অধিবেশন শুরু হতেই তিন তালাক বিল নিয়ে শুরু হয় বিতর্ক৷ কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি ও এআইএমআইএমের সাংসদরা তিন তালাক বিলটিকে সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবি জানান৷ লোকসভা বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের মন্তব্য, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিল৷ তিন তালাক বিল আরও খতিয়ে দেখা প্রয়োজন৷ এর সঙ্গে সাংবিধানিক বিষয়টিও জড়িত৷ তাই বিলটিকে জয়েন্ট সিলেক্ট কমিটিকে পাঠানো হোক৷ একই দাবি তোলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যয়৷ বিরোধীদের তখন জবাব দিতে ওঠেন আইনমন্ত্রী রবি শঙ্কর প্রসাদ৷ জানান, মুসলিম মহিলাদের স্বার্থ সুরক্ষায় বিলটি আনে সরকার৷ এই বিলে এমন কোনও বিধান রাখা নেই যা তাদের ধর্মীয় বিশ্বাসে আঘাত হানবে৷ মুসলিম মহিলারা যাতে ন্যায় ও সমানাধিকার পায় তা সুনিশ্চিত করতে এই বিল৷ সরকার অর্ডিন্যান্স আনতে বাধ্য হয়েছে কারণ এখনও তাৎক্ষণিক তিন তালাক দেওয়ার রীতি বন্ধ হয়নি৷ পরিসংখ্যান দিয়ে সরকারের তরফে জানানো হয়. সুপ্রিম কোটের রায়ের পরেও বিভিন্ন মিডিয়া মারফত ৪৩০টি তিন তালাকের ঘটনা ঘটেছে৷ এর মধ্যে ২০১টি হয়ে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের পর৷ আইনমন

এ সব কৌশলেই পর্নোগ্রাফির নেশা থেকে সন্তানকে দূরে রাখুন

Image
কর্মব্যস্ত যুগ, সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলা প্রযুক্তির হাতছানি। জীবনের এই দুই বিষয় কেবল বড়দের নয়, প্রভাবিত করে ছোটদেরও। সোশ্যাল সাইট থেকে শুরু করে নানা অ্যাপ— ইন্টারনেটের আশীর্বাদে আমাদের বেঁচে থাকাকে অনেক রঙচঙে ও সহজ-সামাজিক করে তুলছে বটে, কিন্তু এ সবের হাত ধরেই আবার শিশু বা কিশোর বয়স পৌঁছে যাচ্ছে পর্ন সাইটের দিকেও। নিয়ন্ত্রণ করতে না পেরে ক্রমশ শিকার হচ্ছে তার। কেউ বা সরাসরি অংশ নিচ্ছে চাইল্ড পর্নোগ্রাফিতে। আপনার সন্তানও এমন কোনও অভ্যাসের শিকার হয়ে পড়েনি তো? সারা দিনের ব্যস্ততা ও কাজকর্মের মাঝে সন্তানের সব গতিবিধি ও কম্পিউটার বা মোবাইলে খুটখুটের প্রতি নজর দিতে পারেন না অনেক অভিভাবকই। সেই সুযোগটাও অনেক সময়ই কাজে লাগায় সন্তান। এমনিতেই বয়ঃসন্ধিতে পৌঁছনোর পর শারীরিক নানা পরিবর্তনের সঙ্গে মানসিক পরিবর্তনের শিকার হয় কিশোর-কিশোরীরা। আর তখনই পর্নোগ্রাফিরনেশার শিকার হতেই পারে তারা, কখনও নিছকই কৌতূহলের বশে আবার কখনও অজান্তেই। আপনার চোখের সামনে থাকাকালীন তো কিছুটা খেয়াল রাখতেই পারছেন, কিন্তু যখন চোখের আড়ালে থাকছে সন্তান, তখন? 'চাইল্ড পর্নোগ্রাফি' সারা বিশ্বে নিষিদ্ধ হলেও মোবাইল বা কম্

উন্নাও গণধর্ষণকাণ্ডে এ বার নির্যাতিতার বিরুদ্ধেই জালিয়াতির মামলা

Image
বছরের শুরুতে অগ্নিগর্ভ ছিল উন্নাওয়ের পরিস্থিতি। উন্নাও গণধর্ষণকাণ্ডে নয়া মোড়। বিজেপি বিধায়ক কুলদীপ সিংহ সেঙ্গারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছিলেন এক তরুণী। স্থানীয় আদালতের নির্দেশে এ বার থানায় এফআইআর দায়ের হল তাঁর বিরুদ্ধেই। তাতে বলা হয়েছে, ভুয়ো কাগজপত্র দেখিয়ে নিজেকে নাবালিকা প্রতিপন্ন করতে চেয়েছিলেন তিনি। তাঁর মা এবং এক আত্মীয়ও ওই ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। জালিয়াতির মামলা দায়ের হয়েছে তাঁদের বিরুদ্ধেও। এই ধর্ষণ মামলায় মোট ১১ জন অভিযুক্ত জেলবন্দি রয়েছে। তাদের মধ্যে রয়েছে শশী সিংহ নামের এক মহিলা ও তার ছেলে শুভম সিংহ। স্ত্রী ও ছেলের হয়ে সম্প্রতি  স্থানীয় আদালতে একটি আবেদন জমা দেন শশী সিংহের স্বামী হরিপাল সিংহ। তাতে নির্যাতিতার চরিত্র নিয়ে বিস্ফোরক অভিযোগ এনেছেন তিনি। হরিপাল সিংহের দাবি, অবদেশ তিওয়ারি নামের এক যুবকের সঙ্গে সম্পর্ক ছিল অভিযোগকারিণীর। গতবছর সেপ্টেম্বর মাসে ওই যুবকের সঙ্গে বাড়ি ছেড়ে পালিয়েও যান। তার পর থেকেই তাঁর পরিবারের ওপর চাপ সৃষ্টি করতে শুরু করে মেয়েটির পরিবার। মেয়ে ফিরে এলে শুভমের সঙ্গে বিয়ে দিতে হবে বলে গোঁ ধরে বসে। কিন্তু রাজি হয়নি শুভম। তাতেই প্রতিশোধ নিতে উঠে পড

১৫ বল, ৪ রান, ৬ উইকেট! শ্রীলঙ্কাকে একাই উড়িয়ে দিলেন বোল্ট

Image
মাত্র ৩০ রানে ৬ উইকেট! এককথায় ভয়ঙ্কর, বিধ্বংসী বোলিং স্পেল। যাঁর হাত দিয়ে বেরোল সেই ট্রেন্ট বোল্ট গত কয়েক বছর ধরেই বিশ্ব ক্রিকেটে একেবারে প্রথম সারির পেসার। কিন্তু, কখনও কখনও ফর্ম হারিয়ে ফেলেন। এলোমেলো হয়ে যায় সহজাত ছন্দটাও। বৃহস্পতিবার অবশ্য পুরনো রোগে আক্রান্ত হননি। সামনে পেলেন শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের এবং কার্যত খড়কুটোর মতো উড়িয়ে দিলেন। মাত্র ১৫ বলের একটা স্পেল। খরচ করলেন ৪ রান। আর ঝুলিতে ভরলেন হাফ ডজন শিকার! যার অভিঘাতে নিউজিল্যান্ড সফররত শ্রীলঙ্কা চলতি সিরিজের দ্বিতীয় টেস্টে হারের মুখে দাঁড়িয়ে। বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিনে কিউয়িদের প্রথম ইনিংসে করা ১৭৮ রানের জবাবে ব্যাট করতে নেমে ১০৪ রানেই শেষ হয়ে গেল লঙ্কার ইনিংস। এক সময় দীনেশ চান্দিমলদের রান ছিল ৪ উইকেটে ৯৪। সেখান থেকে মাত্র ১০৪ রানেই গুটিয়ে গেল তাদের ইনিংস। সৌজন্যে ট্রেন্ট বোল্ট। টেস্ট ক্রিকেটে কেরিয়ারের সেরা বোলিং করে গেলেন এই কিউয়ি পেসার। ১৫ ওভার বল করে মাত্র ৩০ রান খরচ করে ছয় শ্রীলঙ্কান ব্যাটসম্যানকে সাজঘরে ফেরালেন বোল্ট। তাঁর ছয় শিকারের নাম রোশেন সিলভা (২১), নিরোশান ডিকওয়েলা (৪), দিলরুয়ান পেরেরা (০), সুরঙ্গা লাকমল (০)

ফের উত্তপ্ত ভাঙড়, জমি কমিটির বাধায় বন্ধ হল সাবস্টেশনের কাজ

Image
জমি জীবিকা বাস্তুতন্ত্র বাঁচাও কমিটির অভিযোগ শুনছে পুলিশ।  মাস কাজ চলার পর ফের বন্ধ হয়ে গেল ভাঙড়ের প্রস্তাবিত পাওয়ার সাবস্টেশন তৈরির কাজ। বৃহস্পতিবার সকালে ভাঙড়ের জমি জীবিকা বাস্তুতন্ত্র বাঁচাও কমিটির পক্ষ থেকে জানানো হয়,তাঁরা পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড(পিজিসিআইএল)-এর সাবস্টেশনের কাজ করতে দেবেন না। এর আগে দীর্ঘদিন অচলাবস্থা চলেছে। ২০১৭ সাল থেকে শুরু হয়ে ২০১৮ পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত চলে এই অচলাবস্থা। কারণ জমি জীবিকা বাস্তুতন্ত্র বাঁচাও কমিটি আন্দোলন শুরু করেছিল। পরবর্তীকালে সরকার এবং কমিটির বৈঠকে কিছু চুক্তির উপর ভিত্তি করে আন্দোলন প্রত্যাহার করা হয়। সেই চুক্তির শর্ত অনুযায়ী, পাওয়ার গ্রিডের বদলে পাওয়ার সাবস্টেশন তৈরি করা হবে। আর সাবস্টেশন তৈরির পাশাপাশি সংলগ্ন এলাকার উন্নয়নের কাজ করতে হবে। সেই সঙ্গে এই আন্দোলনের সঙ্গে যুক্ত ভাঙড়ের জমি জীবিকা বাস্তুতন্ত্র বাঁচাও   কমিটির সমস্ত কর্মীর বিরুদ্ধে যে মামলা রয়েছে তা প্রত্যাহার করতে হবে। জমি জীবিকা বাস্তুতন্ত্র বাঁচাও কমিটির আহ্বায়ক মির্জা হাসান বলেন, ''অগস্ট মাসের ১৩ তারিখ সাবস্টেশনের কাজ চালু হয়েছিল। আমরাও তাতে সহয

উত্যক্ত করায় ‌যুবকের যৌনাঙ্গ কেটে শাস্তি মহিলার

Image
দিনের পর দিন মহিলাকে উত্যক্ত করার শাস্তি পেল এক যুবক। মহারাষ্ট্রের থানে জেলার এক মহিলা তার দুই বন্ধুর সহায়তায় ২৭ বছরের যুবকের যৌনাঙ্গ কেটে দিল। বুধবার রাতে থানের নন্দিভালীতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় ওই মহিলা সহ দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিস। পুলিস আক্রান্ত ও অভিযুক্ত দু'‌জনেরই পরিচয় গোপন রেখে জানায়, ৪২ বছরের ওই মহিলা এবং ওই যুবক একই পাড়ায় থাকত। যুবক ক্রমাগত উত্যক্ত করত ওই মহিলাকে। বাড়ি থেকে বার হলেই পিছু নিত যুবক। পথে নানা অশালীন মন্তব্য, কটূক্তি করত। বার কয়েক ঘনিষ্ঠ হওয়ার চেষ্টাও করে যুবক। তাকে বারবার সতর্ক করেও লাভ হয়নি। কিছুদিন আগে ওই যুবক মহিলার স্বামীকে গিয়ে জানায় যে মহিলাকে তার খুব পছন্দ। যা শোনার পর স্বামীর সঙ্গে ঝগড়া শুরু হয় মহিলার। এরপরই যুবককে শায়েস্তা করার পন্থা বের করেন মহিলা। টাকা দিয়ে তেজস ও প্রবীণ নামে এলাকারই দুই যুবককে রাজি করান মহিলা। তারপর ওই যুবককে ডেকে পাঠান একটি নির্জন স্থানে। যুবকের হাত পিছমোড়া করে বেঁধে দেয় তেজস ও প্রবীণ। মহিলা তখন ধারালো অস্ত্রের কোপ বসিয়ে দেয় যুবকের যৌনাঙ্গে।

মুখ ফিরিয়েছেন কৃষকরা, রাত জেগে বৈঠকে মোদি সহ বিজেপির শীর্ষ নেতারা

Image
তিন রাজ্যে হার যে মোদি সরকারকে চিন্তায় ফেলেছে, তা যে কেউ বলবেন। তাই লোকসভা নির্বাচনের আগে নড়েচড়ে বসেছে বিজেপি শীর্ষ নেতৃত্ব। কীভাবে দেশের কৃষক সমাজের ভোট বিজেপির দিকে ফেরানো যায়, এখন সেই চেষ্টায় রত মোদি অমিত শাহরা। তাই গতকাল, মানে বুধবার রাতে মোদির বাসভবনেই গোপন বৈঠকে বসেছিল বিজেপি শীর্ষ নেতৃত্ব। সেখানে মূলত আলোচিত হয়েছে কৃষক স্বার্থ। মানে কীভাবে কৃষকদের সন্তুষ্ট করা যায়, তা নিয়ে একটি ব্লু প্রিন্ট তৈরি করতে চেয়েছে বিজেপি শীর্ষ নেতৃত্ব।  কী থাকছে সেই কৃষক মোহিনী পরিকল্পনায়?‌ সবটা স্পষ্ট না হলেও অনেকেই আন্দাজ করছেন, শুধু ঋণ মকুব নয়, অনেকগুলি ইস্যুতে কৃষকদের প্রতি কল্পতরু হতে পারে মোদি সরকার। হাতে আছে দুরকম মডেল, এক, মধ্যপ্রদেশের প্রাক্তন মুখমন্ত্রী শিবরাজ সিং চৌহানের হাতে তৈরি বিশেষ কৃষক সহায়ক প্রকল্প '‌ভবন্তর স্কিম'। মানে, কৃষক সহায়ক মূল্যর চেয়ে বাজারে ফসলের দামের যে পার্থক্য তাকে মিটিয়ে ফেলে বেশি পরিমাণ অর্থ কৃষকদের হাতে তুলে দেওয়া। এছাড়াও ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাসের তৈরি বিশেষ প্রকল্পকেও উদাহরণ হিসাবে তুলে ধরতে চাইছে বিজেপি। তিন রাজ্যে বিধানসভা নির্বাচনে হারের পর বিজেপি

৫০০ শ্রমিক নিয়ে BJP-তে যোগ CITU নেতার

Image
মালদা : প্রায় পাঁচশো শ্রমিক নিয়ে BJP-তে যোগ দিলেন পুরাতন মালদার CITU নেতা অতুল সরকার। কান পাতলে শোনা যাচ্ছে অতুল সরকারের নেতৃত্বেই পুরাতন মালদার কোর্ট স্টেশন এলাকার CITU অফিসের দখল যাচ্ছে BJP-র হাতে। গতকাল পুরাতন মালদার কোর্ট স্টেশন চত্বরে শিবির করে BJP-তে যোগদান করেন বাম ও তৃণমূল শিবিরের বেশ কয়েকজন নেতা-কর্মী। সেখানে BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তাঁদের হাতে BJP-র পতাকা তুলে দেন। পুরাতন মালদার CITU অফিসটি অতুলবাবুর নিয়ন্ত্রণেই চলত। তাঁর BJP-তে যোগদানের সময় গেরুয়া শিবিরের সভার প্রস্তুতি CITU-র অফিস থেকেই হয়েছে। এই অবস্থায় কার্যত শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন স্থানীয় CITU নেতৃত্ব।  CITU-র ব্লক সম্পাদক সাধন দাস বলেন, "এখানে পালাবদলের একটি পরিস্থিতি চলছে। অতুল সরকারের নেতৃত্বে কয়েকজন BJP-তে যোগ দিয়েছেন। এখানে CITU সংগঠন শ্রমিকদের স্বার্থে দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে। শ্রমিক স্বার্থে সংগঠন লড়াই করে যাবে। সংগঠনের নেতৃত্বে ধারাবাহিক আন্দোলন বজায় থাকবে। এখানকার লরি চালক ও খালাসিদের বেশিরভাগই এখনও সংগঠনে রয়েছেন। CITU-র মর্যাদা অক্ষুন্ন রেখেই তাঁরা কাজ করবেন। এখানে চালক ও খালাসিদের আলাদা কোন

বাজারে বিক্রি হচ্ছিল ভেজাল আমুল বাটার, উদ্ধার ১০০০ কেজি

Image
মুম্বই: আমুল বাটারের নামে বাজারে চলছিল ভেজালের রমরমা। অবশেষে ধরা পড়ল সেই চক্র। মুম্বই থেকে ভেজাল বাটার বিক্রির অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। মুম্বইয়ের ভয়ন্দর এলাকায় এএসপি অতুল কুলকার্নির নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী অভিযানে নামে ৷ সেখানেই চলছিল এই জাল কারবার ৷ ভেজাল মাখন ভরে দেওয়া হচ্ছে আমুল বাটারের মোড়কে ৷ অভিযানে প্রায় ১০০০ কিলোগ্রাম ভেজাল মাখন বাজেয়াপ্ত করা হয়েছে ৷ কীভাবে আমুলের প্যাকেট হাতে আসছে জাল কারবারিদের তারই খোঁজে তদন্ত শুরু হয়েছে ৷   খাবারে কিছুটা ভেজাল মিশিয়ে দিলে লাভ হয় অনেক বেশি। দেশে একটা নতুন কিছু নয়। সব ধরনের খাবারের উপর তাই কড়া নজর রাখে ফুদ রেগুলেটরি সংস্থা FSSAI. সবথেকে বেশি ভেজাল থাকে দুধ, চা, কফি এবং সবজিতে। তাই এইসব জিনিস বছরে একবার নিয়ম করে ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়। একই ঘটনা ঘটে গুজরাতের সুরাতেও। গত ১২ ডিসেম্বর সেখান থেকেও ২৫ কেজি ভেজাল বাটার ও ১৫ কেজি বনস্পতি ঘি উদ্ধার করা হয়।

তৃতীয় শ্রেণির স্কুল পড়ুয়াকে ধর্ষণ সহপাঠীদের, চরম চাঞ্চল্য এলাকায়

Image
নারী নিরাপত্তা নিয়ে ফের একবার প্রশ্নের মুখে এদেশ। এবার ধর্ষণের মত ঘৃণ্য ঘটনার শিকার এক তৃতীয় শ্রেণির স্কুল পড়ুয়া। যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে তারই সহপাঠীদের বিরুদ্ধে। ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে মধ্যপ্রদেশের ভোপালের গোবিন্দপুরায়। ঘটনার শিকার ওই ৯ বছরের শিশুকে আপাতত ভর্তি করা হয়েছে ভোপালের এইমস হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন রয়েছে সে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে পুলিশকে জানিয়েছে, তার সহপাঠীরা তার সঙ্গে এমন কাণ্ড ঘটিয়েছে। আর নির্যাতিতার বয়ানে নির্ভর করে পুলিশ পকসো সব একাধিক ধারায় মামলা দায়ের করেছে। উল্লেখ্য, কিছুদিন আগে এক ৬ বছরের শিশুকে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছএ ভোপালের আদালত। এর আগে, ধর্ষণ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে একাদিক কঠোর নির্দেশ জারি করেছে মধ্যপ্রদেশ সরকার । তবে এই ঘটনায় অভিযুক্তরা সকলেই নাবালত , তথা শিশু।

ভিনরাজ্যে কর্মরত বাবার থেকে টাকা নিত ‘নকল’ ছেলে, পর্দা ফাঁসের ভয়েই খুন ছাত্র!

Image
কালনার পূর্বস্থলীর ছাত্র খুনের ঘটনায় নয়া মোড়। আরশাদ সেজে তার বাবার কাছে টাকা হাতিয়ে নিত অভিযুক্ত জামাল সেখ। সেই ঘটনা জানাজানি হওয়ার ভয়ে আরশাদকে নৃশংসভাবে খুন করছে জামাল। জামালকে গ্রেফতার করেছে পূর্বস্থলি থানার পুলিশ। কালনার বাবুইডাঙ্গা গ্রামের অষ্টম শ্রেণির ছাত্র আরশাদ শেখের খুনের ঘটনার তদন্তে নেমে এমনই তথ্য জানতে পেরেছে পুলিস। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  আরশাদ জন্মানোর আগেই তাঁর বাবা মোরশেদ সেখ স্ত্রীকে তালাক দিয়ে চলে যান।  কেরলে রাজমিস্ত্রীর কাজ শুরু করেন কালনার পূর্বস্থলির বাবুইডাঙ্গা গ্রামের মুরশেদ শেখ। গ্রামের এক ব্যাক্তি সাহাবুদ্দিন শেখের সঙ্গে পরিচয় হয় কেরলে। তাঁর কাছেই নিজের সন্তান আরশাদ শেখের খোঁজ নিতো। এসব কিছুই জানতেন না আরশাদ কিংবা তাঁর মা। এই সুযোগকেই কাজে লাগিয়েছিল সাহাবুদ্দিন ও জামাল। আরশাদ সেজেই দিনের পর দিন মুরশেদের থেকে টাকা নিত জামাল। তারপর সেই টাকা জামাল ও সাহাবুদ্দিন ভাগ করে নিত।  কেরল  থেকে নিজের ছেলেকে দেখতে  গ্রামে ফেরার কথা ছিল  মোরশেদের।  তাদের সব কীর্তি ফাঁস হয়ে যাবে, এই ভয় পেয়েই মুরশেদের ছেলে অর্থাত্ আরশাদকে খুন করে জামাল।   তদন্তে নেমে এমনই তথ্য উঠে এসেছে

তিন তালাক নিয়ে লোকসভায় আলোচনা, হুইপ জারি বিজেপির

Image
আলোচনার জন্য বৃহস্পতিবার লোকসভার উঠতে চলেছে তিন তালাক বিল। এদিন সব সাংসদদের উপস্থিত থাকার জন্য হুইপ জারি করেছে বিজেপি নেতৃত্ব। বিল উত্থাপনের সময়ে যাতে প্রত্যেকে লোকসভায় উপস্থিত থাকেন ও ভোটাভুটিতে অংশ নেন, সেব্যাপারে এদিন তিন লাইনে হুইপে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এই নির্দেশ কেউ অমান্য করলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। যদিও এদিন শুরুতেই রাফালে উত্তাল হয় সংসদ। দুপুর পর্যন্ত মুলতুবি যায় সংসদ। ফের তিন তালাক বিল নিয়েও তুমুল হুইহট্টগোল হতে পারে বলে মনে করা হচ্ছে। এপ্রসঙ্গে এদিন আইনমন্ত্রী আরএস প্রসাদ বলেন, "তিন তালাক বিল প্রকৃতিগতভাবে অত্যন্ত বৈষম্যমূলক। এটি শুধু দুটি রাজনৈতিক দলের মতপার্থক্যের বিষয় নয়, এর সঙ্গে নারীদের সামাজিক সুরক্ষার বিষয়টিও জড়িত।" এদিন বিতর্কে অংশ নেবে কংগ্রেস। তিন তালাকে তিন বছরের কারাদণ্ডের সংস্থান রেখে সেপ্টেম্বরে অর্ডিন্যান্স জারি করে সরকার। সেই অর্ডিন্যান্সে আইনি বৈধতা দিতেই সংসদে বিল পেশ করা হয়। এর আগে লোকসভায় পাস হলেও, রাজ্যসভায় আটকে যায় তিন তালাক বিল। বিরোধীদের একাধিক সংশোধনী খারিজ করে সরকার। যদিও, অর্ড

মেঘালয়ের খনি থেকে দুর্গন্ধ, খাদানে আটকে থাকা শ্রমিকদের মৃত্যুর আশঙ্কা করছে সরকার

Image
মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া পাহাড় এলাকার একটি বেআইনি কয়লা খাদানে প্লাবনের জেরে আটকে পড়েছে ১৫ জন শ্রমিক। তিনসপ্তাহ পার হয়ে যাওয়ার পরও এখনও উদ্ধার করা সম্ভব হয়নি তাঁদের। এ বছরের জুলাইতে থাইল্যান্ডের একটি গুহাতে আটকে পড়েছিল ১২ জন কিশোর। তাদের উদ্ধারের জন্য ভারতের একটি সংস্থা থেকে উচ্চ ক্ষমতা সম্পন্ন পাম্প মেশিন নিয়ে আসা হয়েছিল। সেই সংস্থাই খনিতে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের জন্য এগিয়ে এসেছে। মেঘালয় সরকারের পক্ষ থেকে জানা গিয়েছে, একাধিকবার বিভিন্নভাবে উদ্ধারকার্যের চেষ্টা করা হলেও কিছুতেই শ্রমিকদের উদ্ধার সম্ভব হচ্ছিল না। এরই মধ্যে উদ্ধারকারীরা কয়লা খাদানের ভেতর থেকে দুর্গন্ধ পেয়েছে। মনে করা হচ্ছে তা শ্রমিকদের পচা–গলা দেহের গন্ধ। পাম্প উৎপাদনকারী সংস্থা কিরলোসকার ব্রাদার্স লিমিটেডের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, '‌মেঘালয়ের খনিতে আটকে পড়া শ্রমিকদের নিয়ে আমরাও বেশ উদ্বেগে রয়েছি এবং আমরা যে কোনও সম্ভাব্য উপায়ে তাঁদের উদ্ধার করতে চাই। আমাদের সংস্থা মেঘালয় সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছে। আমরা সাহায্য করতে প্রস্তুত আছি। আশা রাখছি শ্রমিকদের নিরাপদেই উদ্ধার করা সম্ভব হবে।'‌

‌১০ ঘণ্টা ট্রেন লেট!‌ বুলেট ট্রেনের চিন্তা ছাড়ুন, মোদিকে ভিডিও বার্তা বিজেপি নেত্রীর

Image
সরযূ–যমুনা এক্সপ্রেসে‌ অমৃতসর থেকে অযোধ্যা সফর করছিলেন বিজেপি নেত্রী  এবং পাঞ্জাবের প্রাক্তন মন্ত্রী লক্ষ্মীকান্ত চাওলা। ট্রেনের এসি থ্রি টিয়ারে সফর করলে কী হবে ট্রেন ১০ ঘণ্টা লেট। তাতে যা অভিজ্ঞতা পেলেন তিনি যে ট্রেন থেকেই মোদিকে ভিডিও বার্তায় জানালেন, বুলেট ট্রেনের চিন্তা ছাড়ুন, যে ট্রেন চলছে তার পরিষেবা উন্নত করার চেষ্টা করুন। ভিডিওবার্তায় রেলমন্ত্রী পীযূষ গোয়েলকেও একই কথা বলেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিও। তাতে দেখা গিয়েছে ভাষণ বিরক্ত হয়ে বিজেপি নেত্রী বলছেন, '‌ট্রেন তার গতিপথ বদলেছে। কোন পথে যাচ্ছে তা সম্পর্কে যাত্রীদের কোনও তথ্য দেওয়া হয়নি। তার উপরে ১০ ঘণ্টা লেট। যাত্রীদের খাবারের কোনও বন্দোবস্ত নেই। রেলের কোনও হেল্পলাইন ফোন করে পাওয়া যাচ্ছে না। ফুটপাথের মতই যাত্রীরা খোলা আকাশের নীচে কনকনে ঠান্ডায় থাকতে বাধ্য হচ্ছেন। রেলের দুর্নীতিপরায়ন অফিসাররা টাকা চাইছে। এই পরিস্থিতিতে ১২০ থেকে ২০০ কিলোমিটার গতির বুলেট ট্রেনের ভাবনা ভুলে যাওয়াই ভাল।'‌ এখানেই শেষ নয় তিনি আরও বলেছেন, '‌শতাব্দী আর রাজধানী বড়লোকেদের জন্য। সাধারণ মানুষের সফর করতে পারে এমন ট্রেনে স

দার্জিলিংয়ে ঘুরতে এসে মৃত কলকাতার পর্যটক উত্তরবঙ্গ দার্জিলিং প্রথম পাতা

Image
পাহাড়ে ঘুরতে এসে মৃত্যু হল কলকাতার পর্যটকের। ঘটনাটি দার্জিলিং জেলার টামলিংয়ের। মৃতের নাম চন্দ্রশেখর ঘোষ (৬৩)। তিনি কলকাতার রিজেন্ট পার্কের বাসিন্দা ছিলেন। হাওড়া পুলিশের অবসরপ্রাপ্ত কনস্টেবল ছিলেন চন্দ্রশেখরবাবু। পুলিশ সূত্রে খবর, গত সোমবার তিনি দার্জিলিংয়ে পৌঁছান। মঙ্গলবার সান্দাকফুর নীচে টামলিংয়ে একটি হোটেলে ওঠেন। বুধবার সকালে হঠাত্ই তিনি অসুস্থ হয়ে পড়েন। হোটেলের কর্মীরা তাঁকে সুখিয়াপোখরি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা চন্দ্রশেখরবাবুকে মৃত বলে ঘোষণা করেন। সিঙ্গালিলা ল্যান্ড রোভার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক অনিল তামাং বলেছেন, 'ওই ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাঁকে বাঁচানো যায়নি। টামলিংয়ের মতো ২,৯৭০ মিটার উচ্চতার একটি জায়গায় শ্বাসকষ্ট হওয়াটা স্বাভাবিক। এখানে অক্সিজেনের অভাব বোধ হয়। সম্ভবত ওই ব্যক্তির ক্ষেত্রে তেমনটাই হয়েছিল।' পুলিশ জানিয়েছে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য দার্জিলিং জেলা হাসপাতালে পাঠানো হয়। পুলিশের তরফে তাঁর পরিবারকে খবর দেওয়া হয়েছে। তাঁরা বৃহস্পতিবার দার্জিলিংয়ে পৌঁছালে মৃতদেহ তাঁদের হাতে তুলে দেওয়া হবে।

মোদী হাওয়া কি বেগতিক! উনিশে প্রধানমন্ত্রী নিয়ে সন্দিহান রামদেব

Image
চোদ্দোয় মোদী ঝড়ের অন্যতম মুখ ছিলেন যোগগুরু রামদেব। নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চেয়ে তাঁর 'তত্পরতা' ছিল নজরকাড়া। উনিশে সেই ঝড় ফিকে হতেই, প্রধানমন্ত্রীর মুখ বাছতে সন্দিহান হয়ে পড়েছেন পতঞ্জলির সহ-প্রতিষ্ঠাতা। বললেন, 'প্রধানমন্ত্রী কে হবে এখনই বলা যাচ্ছে না।' মঙ্গলবার, এএনআইকে দেওয়া এক সাক্ষাত্কারে রামদেব বলেন, এই মুহূর্তে রাজনৈতিক পরিস্থিতি জটিল হয়ে দাঁড়িয়েছে। এখনই বলা যাচ্ছে না, কে প্রধানমন্ত্রী হবে, বা কে দেশকে চালনা করবেন। পরিস্থিতি দারুণ পর্যায়ে পৌঁছেছে। সম্প্রতি পাঁচ রাজ্যের নির্বাচনের ফলাফল দেখে রামদেবের এমন উল্টো মত পোষণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। উল্লেখ্য, পাঁচ রাজ্যের মধ্যে গোবলয়ের ক্ষমতাসীন ৩ রাজ্যে কুর্সি হারিয়েছে বিজেপি। তেলঙ্গানায় কোনও নজর কাড়তে পারেনি। মিজোরামে কংগ্রেসের জায়গায় ক্ষমতায় এসেছে মিজো ন্যাশনাল ফ্রন্ট। এ ভাবে মোদীর 'অশ্বমেধের ঘোড়া' থমকাতেই কি 'পাল্টি' খাচ্ছেন রামদেব? প্রশ্ন ওয়াকিবহাল মহলে। তবে, রামদেবের যুক্তি, রাজনীতি বিষয়ে এখন আর মাথা ঘামাচ্ছি না। তিনি জানিয়ে দেন, উনিশের লোকসভা নির্বাচনে কোনও ব্যক্ত

দিল্লিতে ভিআইপি খুনের ছক! ১৭ জায়গায় হানা, দুই ছাত্র-সহ ধৃত ১০

Image
বর্ষবরণে বাকি আর মাত্র কয়েকদিন। তার আগে বড় ধরনের ফিদায়েঁ হামলাছক বানচাল করল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। দিল্লি এবং উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ১০ জনকে গ্রেফতার করেছেন গোয়েন্দারা। উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্রশস্ত্র বিস্ফোরক। মূলত রাজনীতিবিদ এবং বিশিষ্ট ব্যক্তিরাই তাদের নিশানায় ছিল। দেশের নিরাপত্তা কেন্দ্র এবং জনবহুল জায়গাতে হামলার ছক ছিল তাদের। পশ্চিম এশিয়ার জঙ্গি সংগঠন আইএস দ্বারা অনুপ্রাণিত জঙ্গি সংগঠন হরকত-উল-হার্ব-ই-ইসলাম-এর হদিশ মিলেছে  রাজধানী দিল্লি এবং উত্তরপ্রদেশে।দিনভর তল্লাশি চালিয়ে একটি বিবৃতি জারি করে এমনটাই জানাল এনআইএ। গোপনসূত্রে খবর পেয়ে বুধবার সকালে দুই রাজ্যের ১৭টি জায়গায় যৌথভাবে হানা দেয় এনআইএ, উত্তরপ্রদেশ পুলিশের সন্ত্রাস দমন শাখা এবং দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল। ১৬ জন সন্দেহভাজনকে জেরা করে, তাদের মধ্যে থেকে ১০ জনকে গ্রেফতার করে তারা। এদের মধ্যে ৫ জনকে গ্রেফতার করা হয় আমরোহা থেকে। বাকি ৫ জনকে উত্তর-পূর্ব দিল্লি থেকে। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার হয়েছে। তল্লাশি অভিযান শেষ করে এ দিন বিকেলে সংবাদমাধ্যমে বিবৃতি দেন এনআইএ-

জুয়ার আসরে স্ত্রীকে কটূক্তি, বন্ধুকে খুন করে দেহ নর্দমায় ফেলে দিল যুবক

Image
রাতে জুয়ার আসরে চলছিল দেদার মদ্যপান৷ জুয়ায় হেরে বন্ধুর স্ত্রীর সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছিলেন তিনি৷ তাই পাথর দিয়ে মাথা থেঁতলে খুন করা হয়েছে আবদুল আব্বাস শেখ ওরফে পাপ্পুকে৷ টালা পার্কে যুবক খুনে মৃতের এক বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ তদন্তকারীদের দাবি, জেরায় খুনের কথা স্বীকারও করেছে সে৷ মঙ্গলবার সকালে যখন বড়দিনের আনন্দে মাতোয়ারা শহরবাসী, তখন উত্তর কলকাতায় টালা পার্কের একটি নর্দমা থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ৷ মৃতদেহের পাশে পড়েছিল একটি রক্তমাখা ইট৷ ঘটনাস্থল থেকে মদের বোতলও উদ্ধার করে পুলিশ৷ মৃতদেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল৷ তদন্তে জানা যায়, মৃত যুবকের নাম শেখ আবদুল আব্বাস ওরফে পাপ্পু৷ টালা পার্কেরই বাসিন্দা তিনি৷ যে নর্দমা থেকে মৃতদেহটি উদ্ধার হয়েছিল, তার পাশেই পাপ্পুর বাড়ি৷ বড়দিনের সকালে এমন ঘটনায় এলাকা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ ঘটনার দিনই জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েকজনকে আটক করেছিল পুলিশ৷ বুধবার সকালে পাপ্পুর বন্ধু কালামকে গ্রেপ্তার করে পুলিশ৷ তদন্তকারীদের বক্তব্য, রোজ রাতেই টালা পার্কের ওই এলাকায় মদের আসর বসত৷ বন্ধুদের সঙ্গে মদ্যপান করতেন পাপ্পু৷ বড়দিনের আগের রাতে অর্থাৎ

বন্ধ হবে না কোনও চ্যানেল, জানিয়ে দিল TRAI

Image
নয়াদিল্লি: ২৯ ডিসেম্বরের পর থেকে বন্ধ হয়ে যাবে সব চ্যানেল। এমনই খবর সম্প্রতি চাঞ্চল্য তৈরি করেছে দেশ জুড়ে। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা TRAI-এর নয়া নির্দেশিকা থেকেই শুরু হয়েছে জল্পনা। তবে এবার সেই খবরের প্রকৃত সত্যতা জানাল খোদ TRAI. বুধবার সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে ২৯ ডিসেম্বরের পর চ্যানেলগুলি ব্ল্যাক আউট হয়ে যাবে বলে যে তথ্য প্রচার হচ্ছে, তা ভুল। টিভি চ্যানেলের সার্ভিসে কোনও ব্যাঘাত ঘটবে না বলেই জানানো হয়েছে। সম্প্রতি টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়ার পক্ষ থেকে কেবল চ্যানেল এবং বিশেষত পে-চ্যানেল গুলির জন্য নির্দিষ্ট মূল্য নির্ধারণ করা হয়েছে। আর এর থেকেই চ্যানেল বন্ধ হয়ে যাওয়ার খবর ছড়াতে শুরু করে।   অথরিটির তরফে জানানো হয়েছে, "দর্শকরা যেসব টিভি চ্যানেল দেখতে পাচ্ছেন, তা ২৯ ডিসেম্বরের পরও দেখতে পাবেন। নতুন রেগুলেটরি ফ্রেমওয়ার্কের ফলে পরিষেবায় কোনও ব্যাঘাত ঘটবে না।" TRAI-এই এই নয়া নির্দেশিকার উদ্দেশ্য, কেবল অপারেটরদের দৌরাত্ম্য বন্ধ করা এবং গ্রাহকদের কাছ থেকে ইচ্ছেমত টাকা আদায় করতে না পারা। আরও বিশেষভাবে বলতে গেলে, ট্রাই-এর এই নির্দেশ অনুসারে গ্রাহকরা নিজেদের

কৃষি ঋণ মকুবের নামে রাহুলের চালাকি? কাগজ খতিয়ে দেখার হুঁশিয়ারি মমতার

Image
মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ় ও রাজস্থানে কৃষি ঋণ মকুবের প্রতিশ্রুতি দিয়েছিলেন রাহুল গান্ধী। ক্ষমতায় আসার পর সেই প্রতিশ্রুতি রেখেছেনও। যদিও ঋণ মকুবের ঘোষণায় উঠেছে নানা প্রশ্ন। ২০১৯ সালের আগে কৃষক সমস্যাকেই ইস্যু করে তুলেছে কংগ্রেস। পিছিয়ে নেই বামেরাও। দিল্লি তো তারা মিছিল করেছে, বাংলাতেও সিঙ্গুর থেকে কলকাতা কৃষক জাঠা করেছে বামপন্থী সংগঠনগুলি। আর সে কারণেই এবার কৃষক ইস্যুতে কংগ্রেস-বিজেপিকে একযোগে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঋণ মকুবের নামে চালাকি হচ্ছে কিনা তা বুঝতে কাগজপত্র খতিয়ে দেখার কথাও বলেন তৃণমূল নেত্রী।        গোটা দেশের মতোই এ রাজ্যের অর্থনীতিও কৃষিনির্ভর। জমি আন্দোলন করেই ক্ষমতায় এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বছর ঘুরলেই লোকসভা ভোট। বাংলার প্রান্তিক-গরিব কৃষকের মনের কথা তাই এখন মুখ্যমন্ত্রীরও মুখে কৃষি ঋণ মকুবে আসলে লাভ হয় সম্পন্ন চাষির। উল্টে, গরিব চাষির ঋণ পাওয়ার পথ বন্ধ হয়। অর্থনীতিবিদদের বড় অংশ এই যুক্তিতে সরব। সরব তাই মুখ্যমন্ত্রীও। তাঁর কথায়,''কৃষি ঋণ মকুবে লাভ নেই''। এমনকি, সবটাই কাগজে-কলমে হচ্ছে কিনা, তাও খতিয়ে দেখার হুঁশিয়ারি দিয়ে রাখলেন। যদিও বিরো