দার্জিলিংয়ে ঘুরতে এসে মৃত কলকাতার পর্যটক উত্তরবঙ্গ দার্জিলিং প্রথম পাতা


পাহাড়ে ঘুরতে এসে মৃত্যু হল কলকাতার পর্যটকের। ঘটনাটি দার্জিলিং জেলার টামলিংয়ের। মৃতের নাম চন্দ্রশেখর ঘোষ (৬৩)। তিনি কলকাতার রিজেন্ট পার্কের বাসিন্দা ছিলেন। হাওড়া পুলিশের অবসরপ্রাপ্ত কনস্টেবল ছিলেন চন্দ্রশেখরবাবু। পুলিশ সূত্রে খবর, গত সোমবার তিনি দার্জিলিংয়ে পৌঁছান। মঙ্গলবার সান্দাকফুর নীচে টামলিংয়ে একটি হোটেলে ওঠেন। বুধবার সকালে হঠাত্ই তিনি অসুস্থ হয়ে পড়েন। হোটেলের কর্মীরা তাঁকে সুখিয়াপোখরি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা চন্দ্রশেখরবাবুকে মৃত বলে ঘোষণা করেন।

সিঙ্গালিলা ল্যান্ড রোভার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক অনিল তামাং বলেছেন, 'ওই ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাঁকে বাঁচানো যায়নি। টামলিংয়ের মতো ২,৯৭০ মিটার উচ্চতার একটি জায়গায় শ্বাসকষ্ট হওয়াটা স্বাভাবিক। এখানে অক্সিজেনের অভাব বোধ হয়। সম্ভবত ওই ব্যক্তির ক্ষেত্রে তেমনটাই হয়েছিল।'

পুলিশ জানিয়েছে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য দার্জিলিং জেলা হাসপাতালে পাঠানো হয়। পুলিশের তরফে তাঁর পরিবারকে খবর দেওয়া হয়েছে। তাঁরা বৃহস্পতিবার দার্জিলিংয়ে পৌঁছালে মৃতদেহ তাঁদের হাতে তুলে দেওয়া হবে।