Posts

Showing posts from June 4, 2018

সিবিএসই এনইইটি পরীক্ষায় প্রথম বিহারের এই 'ধন্যি মেয়ে', পেলেন ৯৯.৯৯ পার্সেন্টাইল

Image
এই বছর সিবিএসই এনইইটি পরীক্ষায় শীর্ষস্থান পেয়েছেন কল্পনা কুমারী। মেডিকাল ও ডেন্টাল কোর্সের স্নাতকোত্তর স্তরের শিক্ষার্থী নির্বাচনের এই সর্বভারতীয় পরীক্ষায় তিনি সর্বোচ্চ নম্বর পেয়েছেন। দিল্লিতে থেকে এই পরীক্ষার জন্য প্রশিক্ষণ নিয়েছিলেন কল্পনা। আদতে তিনি বিহারের বাসিন্দা। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন-এর দেওয়া তথ্য অনুযায়ি এনইইটি ২০১৮-য় তিনি ৯৯.৯৯ পার্সেন্টাইল স্কোর করেছেন। এই পরীক্ষার ৭২০ -র মধ্যে তিনি মোট ৬৯১ নম্বর পেয়েছেন। ফিজিক্সে তিনি ১৮০ মধ্যে পেয়েছেন ১৭১, কেমিস্ট্রিতে ১৬০। বায়োলজিতে তাঁর কোনও নম্বর কাটা যায়নি। জুলজির ও বটানি মিলিয়ে ৩৬০-এ ৩৬০-ই পেয়েছেন কল্পনা। কল্পনার পরেই আছেন তেলেঙ্গানার রোহন পূরোহিত। তিনি এনইইটি ২০১৮-য় দ্বিতীয় হয়েছেন। মেধা তালিকায় তৃতীয় স্থানে আছেন দিল্লীর হিমাংশু শর্মা। এই বছর মোট ৬,৩৪,৮৯৭ জন ছাত্র এনইইটি পরীক্ষায় পাস করেছেন। সিবিএসই এই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে সিবিএসই ১৫% অল ইন্ডিয়া কোটা সিটের জন্য যোগ্য এবং সফল প্রার্থীদের মেধা তালিকা প্রস্তুত করবে। সেই তালিকাটি পাঠানো হবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের ডিজিএইচএস (মেডিকেল এক্সামি

পেন্টাগনের সঙ্গে চুক্তি বাতিল করে দিল গুগল

Image
এক দিকে কর্মীরা ক্ষুব্ধ। প্রায় অগ্নিগর্ভ পরিস্থিতি। অন্য দিকে, পেন্টাগনের সঙ্গে মোটা টাকার চুক্তি। শ্যাম রাখি না কূল রাখি অবস্থায় পড়ে কর্মীদের দাবি মেনে, শেষ পর্যন্ত পেন্টাগনের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিল গুগ্‌ল কর্তৃপক্ষ। যার আর্থিক অঙ্ক প্রায় এক কোটি মার্কিন ডলারের কাছাছাছি। গোটা ঘটনাকে গুগ্‌লের কর্মীরা নিজেদের জয় হিসেবেই দেখছেন। কিন্তু কেন এমন অবস্থা? 'মাভেন' নামে একটি প্রোজেক্টের জন্য গুগ্‌লের সঙ্গে চুক্তি করেছিল পেন্টাগন। আর সেই চুক্তি নিয়েই কর্তৃপক্ষের সঙ্গে গুগ্‌ল কর্মীদের চূড়ান্ত দড়ি টানাটানি। মাভেন প্রোজেক্টের শরিক গুগ্‌লের দায়িত্ব ছিল, ড্রোন থেকে পাওয়া ছবি বিচার বিশ্লেষণ করা। তাতেই গুগলের কর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। তাঁদের আশঙ্কা, এটা সূচনা মাত্র। এর পরে হয়তো মার্কিন প্রতিরক্ষা দফতরের যুদ্ধাস্ত্র তৈরির কাজেও অংশ নেবে গুগ্‌ল। নিজেদের সংস্থার সিদ্ধান্তে উষ্মা প্রকাশ করে গুগ্‌ল কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন শুরু করেন কর্মীরা। কর্তৃপক্ষের কাছে খোলা চিঠি লিখে, তাতে স্বাক্ষর করেন প্রায় চার হাজার কর্মী। বেশ কয়েক জন চাকরিও ছেড়ে দেন। তাঁদের অভিযোগ,

ক্যাজুয়াল সেক্স-এর খোঁজেই ডেটিং অ্যাপ ব্যবহার করেন পুরুষরা, বলছে গবেষণা

Image
পুরুষরাই শারীরিক সম্পর্কে আগ্রহী হন বেশি ৷ কলকাতা: কমবেশি ডেটিং অ্যাপ ব্যবহার করেন আধুনিক প্রজন্মের বেশিরভাগ জেন এক্স আর জেন ওয়াইরা ৷ কিন্তু আদৌ কী সকলেই পছন্দের মানুষের সঙ্গে ডেটিং করতে চান ? সকলে কী সেই উদ্দেশ্যেই এই অ্যাপে ঘোরাফেরা করেন ? নাকি একেক জনের চাহিদা একেক রকম ৷ নরয়েজিয়ান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির সাম্প্রতিক এক গবেষণা থেকে জানা গিয়েছে, ডেটিং অ্যাপ ব্যবহারকারীদের মধ্যে বেশিরভাগ পুরুষই এই অ্যাপ ব্যবহার করেন শুধুমাত্র ক্যাজুয়াল সেক্স পার্টনার খোঁজার জন্য ৷ অনেকে রয়েছেন, যাঁরা অল্পদিনের সম্পর্ক গড়ে তোলার পক্ষপাতী ৷ এবং এই কারণেই ডেটিং অ্যাপে বিচরণ করেন ৷ ওই ইউনিভার্সিটির প্রফেসর মনস বেন্ডিক্সেন জানিয়েছেন, মেয়েরা আবার ডেটিং অ্যাপে নজর রাখেন, নিজেরা কতটা আকর্ষণীয় তা যাচাই করতে ৷ কারণ নিজেদের অ্যাট্রাকটিভ ভাবতে পছন্দ করেন মহিলারা ৷ আবার দেখা গিয়েছে, 'টিন্ডার'-এর মতো ডেটিং অ্যাপে বেশিক্ষণ ধরে সার্চ করেন মেয়েরাই ৷ তার কারণ, কাউকে মনোনীত করতে ছেলেদের তুলনায় অনেক বেশি সময় নেন মেয়েরা ৷ এই সমস্ত বিষয়ে ছেলেরা অনেক দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলেন ৷ সম্

উপনির্বাচনে ধাক্কা খেতেই এনডিএ-র অন্দরে কোন্দল প্রকট ! বিহারে ৪০ লোকসভা আসনে জেডিইউ চায় ২৫টা

Image
পটনা: লোকসভা এবং বিধানসভা নির্বাচনে জোরদার ধাক্কা খাওয়ার পরই এনডি-এর শরিক দলগুলি ক্রমশ বিজেপির মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়াচ্ছে ৷ জেডিইউ এবং শিবসেনার পর এবার সেই একই পথে পা বাড়াল জেডিইউ ৷ আসন্ন লোকসভা নির্বাচনে মোট ৪০টি আসনের মধ্যে ২৫টি আসনে লড়াইয়ের দাবি জানিয়ে বিজেপিকে ফের বিপাকে ফেলে দিল জেডিইউ নেতা নীতিশ কুমার ৷ রবিবার গভীর রাতে পটনায় নীতিশের বাসভবনে লোকসভার আসন নিয়েই বৈঠক হয় ৷ এরপরই সাংবাদিক সম্মেলন করেন জেডিইউ নেতা কে সি ত্যাগী ৷ তাঁর বক্তব্য, বিহারে বিজেপির থেকেও ক্ষমতাশালী দল জেডিইউ ৷ তাই লোকসভা ভোটে জোট বেঁধে লড়লেও বিজেপির থেকে বেশি আসনে লড়াই করবে জেডিইউ ৷ তাহলে বিহারে লড়াইটা অনেক সহজ হবে ৷ এমনটাই দাবি ত্যাগীর ৷ অপরদিকে, বিজেপি কে সি ত্যাগীর এই যুক্তি মানতে নারাজ ৷ তাদের বক্তব্য, বিহারে জেডিইউ আঞ্চলিক দল হিসেবে শক্তিশালী দল হতে পারে ৷ কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে নীতিশ কুমার নেহাতই নগণ্য ৷ যদিও এই যুক্তি মানতে নারাজ জেডিইউ ৷ গত বিধানসভা ভোটে বিজেপির থেকে অনেক বেশি আসনে জিতেছিল জেডিইউ ৷ লোকসভা ভোটেও সেই যুক্তি দেখিয়েই লড়তে প্রস্তুত নীতিশ কুমার ৷ তাদের বক

সকালে জামিন পেয়ে বিকালে ধর্ষণ, শিক্ষকের কীর্তিতে স্তম্ভিত দেশবাসী

Image
জামিনে মুক্তি মেলার কয়েক ঘণ্টার মধ্যেই বাড়িতে ঢুকে মহিলাকে টানা ছ'ঘণ্টা ধরে ধর্ষণের অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধে৷ এর আগেও ধৃত শিক্ষক সন্দীপ চৌহানের বিরুদ্ধে শ্লীলতাহানি-সহ ২৪টির বেশি অভিযোগ জমা পড়েছিল পুলিশের খাতায়৷ গতমাসে শ্লীলতাহানি ও মহিলাকে দেখে হস্তমৈথুনের জোড়া মামলায় অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ৷ মাত্র ১৪ দিন জেলের ঘানি টানার পর সকালে জামিনে মুক্তি পাওয়ার পর বিকালে মহিলার বাড়িতে ঢুকে ধর্ষণের ঘটনা প্রকাশ্যে আসতেই প্রশ্নের মুখে রাজধানীর মহিলাদের নিরাপত্তা৷ রবিবার সন্ধ্যার এই ঘটনায় নির্যাতিতার তরফে পেশায় শিক্ষক সন্দীপ চৌহানের বিরুদ্ধে বসন্ত কুঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়৷ নির্যাতিতা মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তর বিরুদ্ধে ৩৭৬ ধর্ষণ, ৩০৭ খুনের চেষ্টা, ৩৯২ লুট-সহ ৩২৮, ৩৪২, ৫০৬ ধারায় মামলা রুজু করেছে পুলিশ৷ নির্যাতিতা পুলিশকে জানিয়েছেন, গত ২৯ মে অফিস থেকে বাড়ি ফেরার পথে তাঁকে উত্ত্যক্ত করতে থাকে অভিযুক্ত ওই শিক্ষক৷ জোর করে বাড়ির মধ্যে ঢোকার চেষ্টা করে৷ কিন্তু, কোনোক্রমে তিনি ঘরের দরজা বন্ধ করে প্রাণে বেঁচে যান৷ এই ঘটনার পর ফের ওই মহিলার হাত ও মা

প্রধানমন্ত্রীর ১ মিনিট বাঁচাতে কাটা হবে ১০০ গাছ

Image
রায়পুর: চলতি মাসের ১৪ তারিখে ছত্তিশগড়ে ভিলাইতে উপস্থিত হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তবে তাঁর এই সফরের আগেই শোনা যাচ্ছে প্রায় ১০০টি গাছ কাটা হবে প্রশাসনের পক্ষ থেকে, কারণ সবকটি গাছই প্রধানমন্ত্রীর গন্তব্যে যাওয়ার রাস্তাতেই রয়েছে৷ প্রধানমন্ত্রী রায়পুর থেকে হেলিকপ্টারে ভিলাই ময়দানে নেমে সেখান থেকে ভিলাই ইস্পাত প্ল্যান্টে যাবেন৷ সড়কপথে না গিয়ে, আকাশপথেই যাতে মোদী গন্তব্যে পৌঁছতে পারেন তার জন্য ভিলাই নিবাসের পিছনের প্রায় ১০০টি গাছ কেটে ফেলার প্রস্তুতি নেওয়া হচ্ছে৷ তবে এই এত সংখ্যক গাছ কেটে দেওয়ার ফলে পরিবেশের ভারসাম্যে যে যথেষ্ট প্রভাব পড়বে সেই আশঙ্কা কেউই উড়িয়ে দিচ্ছে না৷ প্রকৃতি বিশেষজ্ঞদের মতে, একটি গাছ প্রায় ২৩০লিটার অক্সিজেন দেয়, স্বাভাবিকভাবেই এই গাছ কাটার ফলে সমস্যার সম্মুখীন হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে৷ আগামী ১৪ জুন মোদী জগদলপুর বিমানবন্দরের উদ্বোধনও করবেন৷ এরপর তিনি ভিলাই ইস্পাত প্ল্যান্টের দিকে রওনা দেবেন৷ রয়েছে আরও বেশ কিছু কাজও৷ সেইসঙ্গে ভিলাইয়ের জয়ন্তী স্টেডিয়ামে জনসভাও করতে পারেন তিনি৷ তাঁর এই সফরকে ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গিয়েছে বলে

গুয়েতামালায় ফুয়েগা আগ্নেয়গিরি জেগে উঠল, ২৫ জনের মৃত্যু

Image
ডেস্ক: গুয়েতমালা শহরের কাছে রবিবার ফুয়েগো আগ্নেয়গিরির হঠাৎ বিস্ফোরণের ফলে অন্ততপক্ষে ২৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর জেরে ঘরছাড়া অবস্থায় রয়েছেন প্রায় ৩৫০০ মানুষ। আধিকারিকদের দাবি, এই ঘটনার পর এলাকাবাসী খুবই ভীত হয়ে আছেন। উদ্ধারকারীর দল নিখোঁজ এবং মৃতদের উদ্ধারের চেষ্টায়ে বেড়িয়েছিল, কিন্তু পরিস্থিতি এতই ভয়ঙ্কর যে তারা তাদের কাজের কিছুটা বিরতি রাখতে হয়েছে। আগ্নেয়গিরির ছাই পুরো অঞ্চলের লোকজন এবং গাড়ীগুলিকে ঢেকে দিয়েছে। এখনও অবধি লক্ষ লক্ষ মানুষ মানুষ আটকে রয়েছে। সরকার এসকূএণ্টীলা, শীমাল্টেণেগো, শেকাটেপাকূয়েজ এই তিনটি শহরে লাল সতর্কবার্তা জারি করে দিয়েছে। কারণ এই তিনটি শহরই সবথেকে বেশী ক্ষতিগ্রস্থ হয়েছে। অন্যান্য শহরগুলিতেও সতর্কবার্তা জারি রয়েছে। রিপোর্ট অনুযায়ী, গুয়েতমালা শহরের কাছে ৪০ কিমি দূরে দক্ষিণ-পশ্চিমে একটি শান্ত আগ্নেয়গিরি থেকে আকাশের ওপর ছাই আর কালো ধোঁয়া বেরনোর খবর পাওয়া যাচ্ছিল। এরপরই আচমকা জেগে ওঠে ঘুমন্ত অবস্থায় থাকা এই আগ্নেয়গিরি। এই ঘটনার পর গুয়েতমালা শহরের আড়োড়া আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামাও বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি বাড়িগুলিকে খালি করিয়ে দেওয়া হয়েছে। আগ্নে

কাশ্মীরের শোপিয়ানে গ্রেনেড হামলায় জখম ১০, দায় নিল জৈশ

Image
পাক জঙ্গি সংগঠন জৈশ-ই-মহম্মদ যে জম্মু-কাশ্মীরে হামলার ছক করেছে, সে খবর আগেই পেয়েছিল গোয়েন্দা বাহিনী। কিন্তু এর পরেও হামলা ঠেকানো সম্ভব হল না। সোমবার শোপিয়ানে গ্রেনেড হামলায় জখম হলেন অন্তত ১০ জন। এর মধ্যে ১২ জন সাধারণ নাগরিক এবং চার জন নিরাপত্তাকর্মী। জৈশের তরফ থেকে এই হামলার দায় স্বীকার করা হয়েছে। জানা গিয়েছে, শোপিয়ানে বাটাপোরা চকে যখন পুলিশি টহলদারির সময় গ্রেনেড হামলা চালানো হয়। গ্রেনেডটি লক্ষ্যভ্রষ্ট হয়ে রাস্তায় ফেটে যায়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

‘বাসকে পাশ কাটাতে গিয়ে দুর্ঘটনায় পড়ল শিবাজি’

Image
শিবাজি রায় এবং আসনা। বাবার নতুন ফেরারি ছেড়ে মাঝরাস্তায় 'আঙ্কল'-এর এসইউভি-তে উঠেছিলেন এক তরুণ। তাঁর জায়গায় ফেরারি-তে ওঠেন বাবারই বন্ধু-কন্যা। কিন্তু রবিবারের আনন্দ-সফর ঢাকল বিষাদে। বরাতজোরে ওই তরুণ বেঁচে গিয়েছেন। দুর্ঘটনায় মারা গিয়েছেন তাঁর বাবা। গুরুতর জখম ওই তরুণী। সকালে সিঙ্গুরের গোপালনগর থেকে ফেরার পথে ডোমজুড়ের পাকুড়িয়া সেতুর গার্ডওয়ালে তীব্র গতিতে এসে ধাক্কা মারে প্রায় চার কোটি টাকা দামের, 'ক্যালিফোর্নিয়া টি' মডেলের ফেরারি। মৃত্যু হয় গাড়ির মালিক তথা চালক, কলকাতার প্রতিষ্ঠিত ব্যবসায়ী শিবাজি রায়ের (৪৩)। তাঁর বন্ধু-কন্যা, বছর আঠারোর আসনা সুরানাকে গুরুতর জখম অবস্থায় দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, মুম্বই রোডে ওই দুর্ঘটনার সময়ে ফেরারির গতি ছিল ঘণ্টায় অন্তত ১৪০ কিলোমিটার। কয়েকটি গাড়িকে ওভারটেক করে সেটি সেতুর রেলিংয়ে ধাক্কা মারে। তার পরে উল্টে যায়। গাড়িটির সামনের দিক পুরো দুমড়ে-মুচড়ে যায়। আসনাকে দরজা খুলে বের করা গেলেও প্রথমে শিবাজিকে বের করা যায়নি। গাড়ির দরজা কাটতে হয়। বেশি গতির জন্যই দুর্ঘটন

পাঁচ বছর আগের সেই দিনগুলোর কথা ভাবলে এখনও দম বন্ধ হয়ে আসে।’’

Image
কোনও খাবার নেই বাড়িতে। বাইরে বরফ পড়ছে। অথচ একটা জ্যাকেট কেনার টাকাও নেই হাতে। স্বামী নিজের মতো বাড়ি এসে খেয়েদেয়ে বেরিয়ে যাচ্ছেন। বাধ্য হয়ে ধাক্কা দিয়েছিলেন পাশের বাড়ির দরজায়। অভিযোগ, এক দিন নয়, দিনের পর দিন প্রতিবেশীদের কাছে চেয়েচিন্তে দু'বেলা খাবার জুটেছিল। ২৮ বছরের নবনীতা সরকার বসু বলছিলেন, ''পাঁচ বছর আগের সেই দিনগুলোর কথা ভাবলে এখনও দম বন্ধ হয়ে আসে।'' তাঁর এই যাবতীয় দুর্ভোগের কারণ একটাই। তিনি থ্যালাসেমিয়া বাহক। কলকাতার মেয়ে বিয়ের পরে ডাক্তার স্বামীর কাছে থাকার জন্য গিয়েছিলেন ইংল্যান্ডের পিটারবরোতে। অভিযোগ, সেখানে যাওয়ার পরেই স্বামীর ব্যবহারে কিছু বদল লক্ষ করেন। প্রথমে কিছু ভাঙতে না চাইলেও পরে চিকিৎসক স্বামী জানান, বিদেশ আসার আগে নবনীতার রক্তের যে সব পরীক্ষা হয়েছিল, তাতে ধরা পড়েছে, তিনি থ্যালাসেমিয়ার বাহক। তাতে কী? নবনীতা বলেন, ''সাধারণ মানুষের মধ্যে হয়তো এ নিয়ে ভুল ধারণা থাকতে পারে। কিন্তু আমার স্বামী তো ডাক্তার। তিনি কেন এমন ভাবছেন? জিজ্ঞাসা করে জেনেছিলাম, উনি থ্যালাসেমিয়ার বাহক নন। আর স্বামী-স্ত্রী দু'জনে যদি বাহক না হন, তা হলে তো সন্তানেরও ঝুঁ

ছাদে বল খুঁজতে গিয়ে মিলল বাক্সবন্দি শিশুর কঙ্কাল

Image
রাস্তায় খেলার সময় বল গিয়ে পড়ছিল পাশের বাড়ির ছাদে। বল খুঁজতে সেই ছাদে গিয়ে মিলল কি না শিশুর কঙ্কাল! দিল্লির কাছেই গরিমা গার্ডেন এলাকায় এই ঘটনা নিয়ে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে। জানা গিয়েছে, কঙ্কালটি একটি কাঠের বাক্সের মধ্যে লুকিয়ে রাখা ছিল। মনে করা হচ্ছে, কঙ্কালটি বছর দেড়েক আগের অপহৃত এক শিশুর। নাম মহম্মদ জইদ। জামা কাপড় দেখে জইদের বাবার দাবি, কঙ্কালটি  তাঁর অপহৃত সন্তানের। কিন্তু ঘনীভূত হচ্ছে রহস্য। বাড়ির ছাদে এতদিন ধরে মৃতদেহ পড়ে থাকার পরেও কেউ বুঝতে পারল না কেন? নাকি সব জেনেও চেপে যাওয়ার চেষ্টা হয়েছিল? এমনই সব প্রশ্নের উত্তর খুঁজতে শুরু হয়েছে তদন্ত। জানা গিয়েছে, ২০১৬ সালের ১ ডিসেম্বর মহম্মদ জইদ যখন নিজের বাড়ি থেকে নিখোঁজ হয়, সে সময় তাঁর বয়স ছিল মাত্র চার। দিন কয়েক বাদেই জাইদের বাবাকে ফোন করে বলা হয়েছিল, ছেলেকে ফিরে পেতে হলে আট লক্ষ টাকা মুক্তিপণ দিতে হবে। এ ঘটনায় দু'জনকে গ্রেফতার করা হয়। কিন্তু তারপরেও জইদের সন্ধান মেলেনি। যে বাড়ির ছাদ থেকে সোমবার সকালে কঙ্কাল উদ্ধার হয়েছে, তা জইদের বাড়ি থেকে খুব বেশি দূরে নয়। স্থানীয়দের মুখ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে জইদের বাবা দেখেন,

আবু ধাবিতে ১৮ কোটির লটারি জিতলেন এক ভারতীয়

Image
আবু ধাবি: ফের আবু ধাবিতে লটারি জিতে কোটি কোটি টাকার মালিক হলেন এক ভারতীয়৷ নাইজেরিয়ার বাসিন্দা ডিকসন কাট্টিথারা আব্রাহাম আবু ধাবি থেকে দুটি লটারির টিকিট কিনেছিলেন৷তাতেই জিতে বর্তমানে প্রায় ১৮ কোটির মালিক তিনি৷ জানা গিয়েছে, আবু ধাবির ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে বিজেতাদের নাম ঘোষণা করা হয়৷ অন্য নয় জন বিজেতার মধ্যে পাঁচজনই ভারতীয়৷ তিনজন পাকিস্তানি এবং একজন দুবাই থেকে৷ এর আগে গত এপ্রিলে এক ভারতীয় গাড়ির চালক দুবাইতে ১২ মিলিয়ন দিরহাম জেতে৷ গত জানুয়ারিতে৷ তিনি ছিলেন কেরলের বাসিন্দা জন ভার্গিস৷ প্রথমে তিনি বিশ্বাসই করেননি যে তিনি জ্যাকপট জিতেছেন৷ তবে লটারিতে জিতে উচ্ছ্বসিত সেই গাড়ির চালক জানিয়েছিলেন, ২০১৬ থেকে একটি বেসরকারি কোম্পানির গাড়ির চালক হিসেবে কাজ করছেন তিনি। তাঁর স্ত্রী এবং ২ সন্তানের ভবিষ্যত সুরক্ষিত করতে চান৷ পাশাপাশি প্রাপ্ত অর্থের ভাগ দিতে চান তাঁর আরও তিন বন্ধুকেও৷ দাঁড়াতে চান দরিদ্রদের পাশেও৷ এছাড়াও চলতি বছরের জানুয়ারি মাসেই এক ভারতীয়ের ভাগ্যের শিকে ছেঁড়ে৷ সেও জিতে যায় ১২ মিলিয়ন দিরহাম৷

বিষ্ণুপুরে সালিশি সভায় মাদক কারবারিকে পিটিয়ে খুন

Image
বিষ্ণুপুর: দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে সালিশি সভায় মাদক কারবারিকে পিটিয়ে খুন। মৃতের নাম আজাদ আলি। গতকাল আজাদকে নিয়ে স্থানীয় ক্লাবে সালিশি বসে। সালিশি চলাকালীন ক্লাব সদস্যদের সঙ্গে বচসায় জড়ায় আজাদ। অভিযোগ, সে সময় হঠাৎই আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালায় ওই মাদক কারবারি। জখম হন এক ক্লাব সদস্য। এরপরই অভিযুক্তকে ধরে শুরু হয় গণপিটুনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় আজাদ আলির। হাসপাতালে ভর্তি গুলিবিদ্ধ ক্লাব সদস্য। এলাকায় মাদক কারবারের অভিযোগ উঠে মৃত ব্যক্তির বিরুদ্ধে ৷ স্থানীয় ক্লাবের সদস্যরা প্রতিবাদ জানায় ৷ এরপর তাকে ডেকে পাঠানো হয় ৷ সমস্যা মেটাতে গিয়ে দু'পক্ষের মধ্যে বচসা শুরু হয় ৷ পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠে যে অভিযুক্ত মাদক কারবারি আজাদ আলি গুলি চালায় ক্লাব সদস্যের উপর ৷ এরপর তার উপর চড়াও হয় বাকি ক্লাব সদস্যরা ৷ এরপরই উত্তেজিত জনতা আজাদকে বেধড়র মারধর করে ৷ এর জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় আজাদের ৷

হাত-পা বাঁধা অবস্থায় গোয়াল ঘর থেকে উদ্ধার অন্ত:সত্ত্বা!

Image
তিন দিন পর অবশেষে গোয়ালঘর থেকে হাত-পা বাঁধা অবস্থায় নিখোঁজ অন্ত:সত্ত্বাকে উদ্ধার করল পুলিশ। শনিবার রাত ৮টা নাগাদ ঘটনাটি ঘটেছে নয়ডার সেক্টর ৩৯ থানা সংলগ্ন ছলেরা গ্রামে। পুলিশ সূত্রে খবর, ৩১ মে রাত থেকেই নিখোঁজ ছিলেন পাঁচ মাসের ২৮ বছরের এই অন্ত:সত্ত্বা। ১ জুন মহিলার বাবা স্থানীয় থানায় এফআইআর দায়ের করেন। অন্ত:সত্ত্বার বাবা পুলিশকে জানান, ২০১৭-র ডিসেম্বরে বিয়ে হয় তাঁর মেয়ের। পন বাবদ ২০ লক্ষ টাকা দাবি করে পাত্রপক্ষ। পাত্রপক্ষের চাহিদা মতো নানা আসবাব ও নগদ সাড়ে ১৫ লক্ষ টাকা দেওয়া হয়। কিন্তু বাকি টাকার জন্য বিয়ের এক মাস পর থেকেই মেয়ের উপর নির্যাতন শুরু হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। নয়ডার সেক্টর ৩৯ থানার এসএইচও অনিল কুমার সাহি জানান, মহিলাকে উদ্ধার করে নিকটবর্তী কৈলাস হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে আইসিএউ-তে তাঁর চিকিত্সা চলছে। আক্রান্তের শ্বশুর, শাশুড়ি-সহ মোট তিন জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৯৮ এ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মহিলার স্বামী পলাতক।

ত্রিপুরায় ধৃত পাক গুপ্তচর, কলকাতায় খোঁজ শুরু আইএসআই স্লিপার সেলের

Image
উত্তরপূর্ব 'আইএসআই' চরদের কলকাতা যোগ ঘিরে তদন্ত শুরু গোয়েন্দাদের। কলকাতা ও তার আশপাশে পাক চর সংস্থা আইএসআই নতুন করে স্লিপার সেল বা গোপনে কোনও মডিউল তৈরি করেছে কি না, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। বছর দু'য়েক আগেই কলকাতা থেকে আইএসআই-এর একাধিক মডিউল ধরা পড়েছিল লালবাজারের গোয়েন্দাদের হাতে। উত্তরপূর্ব ভারতে গ্রেপ্তার হওয়া অভিযুক্ত আইএসআই এজেন্টরা যে বাংলাদেশ থেকে চোরাপথে সীমান্ত পেরিয়ে উত্তর ২৪ পরগনা জেলা হয়ে কলকাতায় এসেছিল, সেই বিষয়ে নিশ্চিত গোয়েন্দারা। তাদের কলকাতা থেকে ভিনরাজ্যে পাঠানোর পিছনে কোনও স্লিপার সেল রয়েছে বলে সন্দেহ কেন্দ্রীয় গোয়েন্দাদের। এদিকে, সম্প্রতি নিও জামাত-উল-মুজাহিদিন (বাংলাদেশ) বা নিও জেএমবি-র দুই সদস্য সীমান্ত পেরিয়ে এই রাজ্যে প্রবেশ করেছে বলেও খবর এসেছে কেন্দ্রীয় গোয়েন্দাদের কাছে। ইতিমধ্যে জেএমবি ও নিও জেমএবির বেশ কয়েকটি মডিউল ধরেছেন গোয়েন্দারা। এই জঙ্গি সংগঠনের অনেকগুলি স্লিপার সেল ধরা পড়েছে আগেই। ফের নতুন করে নিও জেএমবির স্লিপার সেলের সন্ধান চালানো হচ্ছে। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি ত্রিপুরার আগরতলা স্টেশনের কাছ থেকে ধরা পড়ে ২

৪ বছর পর ভাতা বাড়ছে রাজ্যপালদের, সবথেকে বেশি অর্থ পাচ্ছেন কেশরীনাথ ত্রিপাঠী

Image
রাজ্যপালদের ভাতা সংক্রান্ত বিষয়ে এক নতুন নির্দেশিকা জারি করল কেন্দ্র৷ যার মধ্যে বিভিন্ন এলাকায় যাতায়াত, অতিথি আপ্যায়ন, গৃহসজ্জা, বিনোদনের মতো একাধিক খরচ অন্তর্ভুক্ত রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী ভাতা বাবদ সর্বাধিক অর্থ পাচ্ছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। বিভিন্ন খরচখরচা বাবদ ত্রিপাঠী পাবেন এক কোটি ৮১ লক্ষ টাকা। কলকাতা এবং দার্জিলিংয়ে দু'টি রাজভবনের রক্ষণাবক্ষণের জন্য ত্রিপাঠীকে দেওয়া হবে ৭২.০৬ লাখ টাকা। গৃহসজ্জা এবং পুনর্নবীকরণের জন্য ভাতা হিসাবে দেওয়া হবে ৮০ লাখ। একইভাবে ভ্রমণ, অতিথি আপ্যায়ন, বিনোদন-সহ বিভিন্ন খাতে খরচের জন্য তামিলনাড়ুর রাজ্যপাল পাবেন ১.৬৬ লক্ষ টাকা। তামিলনাড়ুর রাজ্যপালকেও চেন্নাই ও উটি দু'টির রাজভবনের গৃহসজ্জা এবং পুনর্নবীকরণের জন্য ভাতা হিসাবে দেওয়া হবে ৭.৫০ লক্ষ টাকা। একই সঙ্গে এই দুই রাজভবনের রক্ষণাবেক্ষণ ও মেরামতের জন্য দেওয়া হয়েছে ৬ কোটি ৫০ লাখ টাকা। বিহারের রাজ্যপাল বিভিন্ন ভাতা বাবদ পাবেন ১.৬২ কোটি টাকা। যার মধ্যে গৃহসজ্জা এবং পুনর্নবীকরণের জন্য ভাতা হিসাবে তাঁকে দেওয়া হবে ৬২ লক্ষ টাকা। পাটনায় রাজভবনের রক

বোতলে বিক্রি ভুয়ো মিনারেল ওয়াটার, জোড়াবাগানে গোয়েন্দা পুলিশের হানা

Image
বোতলে করে বিক্রি হচ্ছিল ভুয়ো মিনারেল ওয়াটার। অভিযোগ, সেই জল থেকে ছড়িয়ে পড়তে পারে সাংঘাতিক অসুখ। উত্তর কলকাতার জোড়াবাগানের একটি গুদাম থেকে প্রচুর ভুয়ো মিনারেল ওয়াটারের বোতল উদ্ধার করলেন কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট শাখার গোয়েন্দারা। পুলিশ জানিয়েছে, এর আগেও শহরে ভুয়ো মিনারেল ওয়াটার বিক্রি ঘিরে অভিযোগ উঠেছিল। যে সংস্থাগুলির জল বিক্রি করার বৈধতা নেই, সেগুলির নামও প্রকাশ করেছিল পুরসভা। এর পর ভুয়ো বা অবৈধ মিনারেল ওয়াটার বিক্রি অনেকটাই বন্ধ হয়ে যায়। কিছুদিন আগে ইবি-র গোয়েন্দারা খবর পান যে, উত্তর কলকাতার জোড়াবাগানের মহর্ষি দেবেন্দ্র রোডে একটি গুদামে এনে রাখা হয়েছে প্রচুর মিনারেল ওয়াটারের বোতল ও ড্রাম। কিন্তু সেই জলের ব্র‌্যান্ড সন্দেহজনক বলে পুলিশের কাছে খবর আসে। গুদামটিতে হানা দেন ইবি-র গোয়েন্দারা। একটি বিশেষ ব্র‌্যান্ডের জলের বোতল ও ড্রাম উদ্ধার হয়। এই জলের কোনও বৈধতা নেই বলে পুলিশ জানতে পারে। পুলিশের অভিযোগ, অত্যন্ত অবৈজ্ঞানিকভাবে তৈরি করা হয় এই মিনারেল ওয়াটার। এই জল খেলে মানুষ অসুস্থ হয়ে পড়তে পারেন। সেই অসুখ ছড়িয়ে পড়তেও পারে। যে সংস্থাটি এই জল তৈরি করছে, তার কর্তাদের ব

কংগ্রেস নেতার খামারবাড়ির কাছে উদ্ধার নাবালিকার মৃতদেহ

Image
যমুনানগর (হরিয়ানা) : হরিয়ানার প্রাক্তন মন্ত্রী তথা কংগ্রেস নেতা নির্মল সিংয়ের খামারবাড়ির কাছে উদ্ধার হল নাবালিকার মৃতদেহ। অভিযোগ, নাবালিকাকে গণধর্ষণ করে খুন করা হয়েছে। মৃতদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থানে যায় পুলিশ। পুলিশ সুপার রাজেশ কালিয়া নিজে যান ঘটনাস্থানে। অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। পুলিশ ঘটনাস্থান থেকে নাবালিকার অন্তর্বাস, চপ্পল এবং একটি ছাতা উদ্ধার করেছে। সন্দেহভাজন একজনকে হেপাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যমুনানগরের পুলিশ সুপার রাজেশ কালিয়া বলেন, "নাবালিকার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আমরা মনে করছি এটা যৌন নির্যাতনের ঘটনা। ঘটনাটি গুরুত্ব সহকারে দেখছি। তদন্ত চলছে।" 

ভারতীয় অর্থনীতির অবস্থা তিনটি টায়ার পাংচার হওয়া গাড়ির মতোঃ চিদাম্বরম

Image
ঠানে: পেট্রোপণ্যের দাম বৃদ্ধি সহ বিভিন্ন ইস্যুতে মোদী সরকারকে তীব্র আক্রমণ করলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। তাঁর কটাক্ষ, 'অর্থনীতির উন্নতির চারটি ইঞ্জিন হল যথাক্রমে বেসরকারি বিনিয়োগ, ব্যক্তিগত ব্যয়, রফতানি ও সরকারি খরচ। এটি একটি গাড়ির চারটি টায়ারের মতো। একটি বা দু'টি টায়ার পাংচার হয়ে গেলে গাড়ির গতি শ্লথ হয়ে যাবে। কিন্তু আমাদের ক্ষেত্রে তিনটি টায়ারই পাংচার হয়ে গিয়েছে।' মহারাষ্ট্র কংগ্রেস আয়োজিত এক অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন চিদম্বরম। তিনি আরও বলেছেন, 'সরকার শুধু স্বাস্থ্যক্ষেত্র এবং কিছু প্রকল্পে টাকা খরচ করছে। এই খরচ চালিয়ে যাওয়ার জন্য পেট্রোল, ডিজেল, এমনকী এলপিজি-র উপরেও কর চাপাচ্ছে সরকার। সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিয়ে সেই টাকার কিছুটা অংশ সরকারি প্রকল্পে কাজে লাগানো হচ্ছে।' জিএসটি-র পাঁচটি ধাপ নিয়েও মোদী সরকারকে আক্রমণ করেছেন চিদম্বরম। তিনি বলেছেন, 'নোট বাতিলের পর এই সরকার জিএসটি চালু করেছে। তার পাঁচটি ধাপ আছে এবং এর সঙ্গে সেস যুক্ত করা হয়েছে। জিএসটি একটিমাত্র করব্যবস্থা। তবে ভারতে দুই ধরনের করের ব্যবস্থা করা যেতে পারে। কিন্তু ভারতে পাঁ

বিরিয়ানির দাম নিয়ে অশান্তি, দোকান মালিককে গুলি করে মারল দুষ্কৃতীরা

Image
ভাটপাড়া: বিরিয়ানির দাম পছন্দ হচ্ছে না। এই নিয়ে ঝামেলার জেরে ভর সন্ধেয় হাজারটা চোখের সামনে বিরিয়ানি দোকানের মালিককে গুলি করে মারল দুষ্কৃতীরা। এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। মৃতের নাম সঞ্জয় মণ্ডল। বিরিয়ানির দাম নিয়ে অশান্তির জেরে দুষ্কৃতীরা তাঁকে গুলি করে চম্পট দেয়। হাসপাতালে মারা যান সঞ্জয়। পুলিশ ফাঁড়ির ঢিল ছোড়া দূরত্বে এই ঘটনায় এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের খোঁজে নেমেছে পুলিশ। এর আগে শনিবার টিটাগড়ে গুলি চলেছিল। তার পরদিনই ভাটপাড়ায় এই ঘটনা।

না জেনে নিজের ফোনে ইন্সটল করে রেখেছেন এই ক্ষতিকারক অ্যাপগুলি?

Image
প্লে স্টোরে রয়েছে কয়েক লক্ষ অ্যাপ। যে কোন কাজের জন্যই প্লে স্টোরে একাধিক অ্যাপ পাওয়া যায়। কিন্তু মুখে যতটা বলা হয় কাজে কি ততটা করে পারে এই অ্যাপগুলি। যেমন ধরুন আপনি একটি ব্যাটারি সেভিং অ্যাপ ডাউনলোড করলেন আদতে সেই অ্যাপটি ফোনের ব্যাকগ্রাউন্ডে চলে আরও বেশি ব্যাটারি খরচ করে ফেলে। তাই প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোডের সময় যাচাই করে নেওয়া প্রয়োজন অ্যাপে যা বলা হচ্ছে সেই কাজ করতে সক্ষম কি না। এছাড়াও কিছু অ্যাপ রয়েছে যা আপনার ফোন হ্যাক করতে পারে, বা সারাক্ষন ট্র্যাক করতে থাকে আপনাকে। আসুন দেখে নি এমনি জনপ্রিয় ১০ টি অ্যাপ যা আপনার অ্যানড্রয়েডের জন্য ক্ষতিকর। QuickPic এটি একটি জনপ্রিয় গ্যালারি অ্যাপ। গত বছরে এই অ্যাপ গ্রাহকদের ফোনের সব ডাটা নিজেদের সার্ভারে ডাটাবেসে পাঠিয়ে দিয়েছিল। ES Flie Explorer অ্যানড্রয়েডে সবথেকে জনপ্রিয় ফাইল এক্সপ্লোরার ES Flie Explorer। কিন্তু এই অ্যাপ এর ফ্রি ভার্সানটি ভর্তি অ্যাডওয়ার আর ব্লোটওয়ারে। এছাড়াও ক্রমাগত অন্য অ্যাপ ডাউনলোডের জন্য জিজ্ঞাসা করতে থাকে ES Flie Explorer। CLEAN it এটি একটি জাঙ্ক ক্লিনার অ্যাপ। আপনার স্মার্টফোনে স্পেস বাড়ানোর জন্য ব্যাবহার হয় এই অ্যাপ

প্রেমের শুরুতেই ফোনে ফোনে সেক্স! সতর্ক থাকুন ৫টি বিষয়ে

Image
সারা পৃথিবী জুড়েই বিশেষজ্ঞরা বলেন যে ফোন সেক্স বিষয়টি আদৌ খারাপ কিছু নয়। কিন্তু তার পরেও কিছু জিনিস মাথায় রাখা উচিত।  অনেকের ধারণা মোবাইল ফোন আসার পরেই ফোন সেক্স ট্রেন্ডের উদয় এবং স্মার্টফোন রেভলিউশনের পরে তা রমরমিয়ে বেড়েছে। গত কুড়ি-পঁচিশ বছরে ফোন সেক্সের প্রবণতা যে বেড়েছে তা নিয়ে কোনও সন্দেহ নেই কিন্তু তার মানে এই নয় যে আজ থেকে ৩০-৪০ বছর আগে এই বিষয়টির কোনও অস্তিত্বই ছিল না।  ফোন যখন থেকে মানুষের বসার ঘর পেরিয়ে শোওয়ার ঘরে ঢুকেছে, তখন থেকেই ফোনে যৌনতার সূত্রপাত। হয়তো সেই সময়ে সেক্স টকের প্রকৃতিটা আলাদা ছিল। প্রেমিক-প্রেমিকারা অনেকটাই আভাসে-ইঙ্গিতে কথা বলতেন এবং সেই একটুকু ছোঁয়াটাই যথেষ্ট ছিল অরগ্যাজমের জন্য। সেক্স টক-এর ভাষার যে বিবর্তন ঘটেছে, তার পিছনে বহু কারণ রয়েছে— কেউ কেউ নীলছবির সংলাপ থেকে শিখেছেন, কেউ পর্নোগ্রাফিক সাহিত্য পড়ে শিখেছেন। যত সময় এগিয়েছে ততই দূরভাষে প্রেমিক বা প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার সময়ে ভাষার ব্যবহার সম্পর্কে মানুষের ছুঁতমার্গ কমেছে। তার প্রধান কারণ কিন্তু মোবাইল রেভলিউশন। মুঠোফোনে সহজেই একলা হয়ে যাওয়া যায় এমন কোনও কোণে, যেখানে কেউ শুনতে পাবে না কথোপকথন।

তিন ভাইয়ের সঙ্গে বিয়ে করতে হয়েছিল এই কিশোরীর, কারণ মর্মান্তিক

Image
প্রথমে তার বিয়ে হয় এক তালিবান জঙ্গির সঙ্গে। সে মারা পড়ে মার্কিন সেনার হাতে। তার পরে তার বিয়ে হয় এক পুলিশকর্মীর সঙ্গে। সে মারা যায় তালিবানদের সঙ্গে লড়াই করতে গিয়ে। তার তৃতীয় স্বামী ছিল এক দোভাষী। মার্কিন সেনাদের দেভাষী হিসেবেই তাকে গ্রাসাচ্ছাদন করতে হত। এখন তার জীবনও বিপন্ন। কারণ তালিবানরা তাকে এবং তার শিশুপুত্রকে খুনের হুমকি দিচ্ছে। বলাই বাহুল্য, এই ঘটনা যুদ্ধদীর্ণ আফগানিস্তানের। খাদিজা নামে এক আফগান কিশোরীর জীবনেই ঘটেছে এই ঘটনা। খাদিজার বয়স এখন ১৮। আন্তর্জাতিক সংবাদমাধ্যম 'দি ইন্ডিপেন্ডেন্ট'-এ প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, খাদিজার তিন স্বামী আসলে তিন ভাই। তাদের পাখতুন সমাজের নিয়ম— মৃত ভাতৃজায়াকে বিয়ে করতে হবে স্বামীর পরের ভাইকে। এই ভাবেই তাকে পেরতে হয় পর পর তিনটি দাম্পত্য। দক্ষিণ আফগানিস্তানের এক আফিম উৎপাদক কৃষক পরিবারের মেয়ে খাদিজা। জন্মের আগেই তার বাবা তার খুড়তুতো ভাইয়ের সঙ্গে তার বিয়ে ঠিক করে রেখেছিলেন। সেই মতো ৬ বছর বয়সে খাদিজার বিয়ে হয় তার থেকে ১৫ বছেরের বড় জিয়া উল হকের সঙ্গে। সেইসময়ে তাদের বাসভূমি মারজা ছিল তালিবানদের স্বর্গ। জিয়া তালিবানদের খাতাতেই নাম লে

বিলাসবহুল রিসর্টে সেক্স র‌্যাকেট, ধৃত অভিনেত্রী

Image
সেক্স র‌্যাকেট চালানোর অভিযোগে গ্রেপ্তার করা হল তামিল অভিনেত্রী সঙ্গীতা বালানকে। পুলিশ জানিয়েছে, চেন্নাইয়ে একটি প্রাইভেট রিসর্টে দীর্ঘ দিন ধরে সেক্স র‌্যাকেট চালাচ্ছিলেন সঙ্গীতা। তামিল অভিনেত্রীকে আপাতত জেল হেপাজতের নির্দেশ দিয়েছে আদালত।  তামিল ছবির অতি পরিচিত মুখ সঙ্গীতার সান টিভি-তে 'বাণী রানি' অনুষ্ঠানটি বেশ জনপ্রিয়। গোপন সূত্রে খবর পেয়ে চেন্নাইয়ের ইস্ট কোস্ট রোডে ওই রিসর্টে হানা দেয় পুলিশ। রিসর্টের একাধিক ঘর থেকে বিভিন্ন রাজ্যের কিছু মহিলাকে (বেশির ভাগই উত্তর ভারতের) উদ্ধার করে রিহ্যাবিলিটেশন সেন্টারে পাঠানো হয়েছে।  সেক্স র‌্যাকেটে জড়িত থাকার অভিযোগে সুরেশ নামে এক ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে। তামিল ছবিতে সঙ্গীতার ডেবিউ হয় ১৯৯৬ সালে 'কারুপ্পু রোজা' ছবিতে। তারপর প্রচুর সিনেমায় কাজ করেছেন।

টিউনিশিয়ায় নৌকাডুবি, মৃত ৪৮

Image
টিউনিশ : টিউনিশিয়া উপকূলে নৌকাডুবি। মৃত্যু হল অন্তত ৪৮ জন শরণার্থীর। গতরাতে ঘটনাটি ঘটেছে টিউনিশিয়ার দক্ষিণ উপকূলে। ৬৭ জনকে উদ্ধার করেছে উপকূলরক্ষী বাহিনী। জানা গেছে, শরণার্থীবোঝাই ওই নৌকা ইট্যালি যাচ্ছিল। টিউনিশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, নৌকাতে ১৮০ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে বেশিরভাগই টিউনিশিয়ার নাগরিক। বিবৃতিতে আরও বলা হয়েছে, ডুবে যাওয়ার সময় জাহাজটি কার্কেননা দ্বীপ থেকে পাঁচ মাইল এবং সাফাক্স শহর থেকে ১৬ নটিক্যাল মাইল দূরে ছিল। গতকাল উদ্ধারকাজ বন্ধ করে দেওয়া হয়। আজ সকালে তা আবার চালু হবে বলে জানানো হয়েছে সরকারিভাবে। নিরাপত্তা আধিকারিকরা জানিয়েছেন, মোট ১৮০ জন যাত্রীর মধ্যে ৮০ জন আফ্রিকার অন্য দেশের নাগরিক। বেঁচে ফেরা এক ব্যক্তি বলেন, "উপকূলরক্ষী বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার ভয়ে মাঝি নৌকা ছেড়ে যান।" তিনি আরও বলেন, "আমি ৯ ঘণ্টা ধরে কাঠের পাটাতনে চড়ে ছিলাম। পরে আমাকে উদ্ধার করা হয়।" 

গতির গ্রাসে কীভাবে উড়ল ফেরারি? শিবাজির মৃত্যু ঘিরে ধোঁয়াশা

Image
রবিবারের খাঁ খাঁ ৬ নম্বর জাতীয় সড়ক। গাড়ি চলছিল প্রায়  ১৫০ কিলোমিটার বেগে। গুড়াপের কাছে একটি ধাবায় হাল্কা জিরিয়ে নিয়ে কলকাতার দিকে এই গতিতেই রওনা দিয়েছিলেন গাড়ির চালক শিবাজি রায় এবং তাঁর সঙ্গী আশনা সুরানা। কিন্তু ফেরারির মতো অত্যাধুনিক বিদেশি গাড়িতে সওয়ার করে কী ভাবে দুর্ঘটনার মুখে পড়লেন শিবাজি? সেই প্রশ্নের কোনও উত্তর খুঁজে পাচ্ছেন না তাঁর বন্ধু-বান্ধবেরা। গতি যেমনই হোক, গাড়ির আসনে বসলে ভীষণ সাবধানী শিবাজি, এমনটাই দাবি তাঁর বন্ধুদের। তাঁদের মতে, হার্ডলে ডেভিডসন থেকে ল্যান্ড রোভার যে কোনও গাড়িতে শিবাজি অত্যন্ত সাবলীল ছিলেন। কিন্তু এমন ভয়াবহ দুর্ঘটনায় বেশ কয়েকটি প্রশ্ন উঠে আসছে। দুর্ঘটনার সময় অ্যান্টি লক সিস্টেমের সক্রিয়তা নিয়ে ধোঁয়াশা থাকছে। এই গাড়ির চার চাকায় চারটি অ্যান্টি লক সিস্টেম রয়েছে। অত্যন্ত গতিতে মোড় নিলে কিংবা গাড়ির নিয়ন্ত্রণ হারানোর আগেই এই অ্যান্টি লক সিস্টেম সক্রিয় হয়ে যায়। শিবাজির ক্ষেত্রে এই অ্যান্টি লক সিস্টেম কি কাজ করেনি? তা নিয়ে থাকছে ধোঁয়াশা। ১) এখানেই ব্রেক কষে চালক ২) এই জায়গায় ধাক্কা লাগে গাড়িটি ৩) এই পাইপের আঘাতে এয়ার বেলুন ফেটে যায় ৪) একাধিকবার পাল্

কাশ্মীরে ঢুকে পড়ার এটাই মোক্ষম সুযোগ, পাক জঙ্গিদের উস্কালেন মাসুদ

Image
কাশ্মীরে সেনা অভিযান বন্ধ হওয়ায় নাকি জঙ্গিদেরই বাড়তি সুবিধা হয়েছে। ভারতের সেনা বাহিনীকে খানিকটা কটাক্ষ করেই এমন মন্তব্য করলেন পাক জঙ্গি সংগঠন জৈশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহার। ভারত যতই মাসুদকে গ্রেফতারের জন্য পাকিস্তানের উপর চাপ বাড়াক না কেন, জঙ্গিনেতা মাসুদ নাকি রযেছেন বহাল তবিয়তে। গোয়েন্দাদের কাছে যা খবর, তাতে পাকিস্তানের ভাওয়ালপুর এলাকার ঘাঁটিতে নতুন জঙ্গি নিয়োগের কাজে তিনি ব্যস্ত রয়েছেন। তবে কি তাঁর ভারতের মাটিতে হামলার ছক রয়েছে? এ প্রশ্নের উত্তর না পাওয়া গেলেও, জৈশের তরফ থেকে মাসুদের একটি অডিও টেপ প্রকাশ করা হয়েছে। কী রয়েছে সেই অডিও টেপে? মাসুদকে বলতে শোনা গিয়েছে, ''আপনারা নিশ্চই জানেন, জম্মু-কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনী অভিযান বন্ধ রেখেছে। এর ফলে কিন্তু আমাদের সামনে নতুন সুযোগ এসে গিয়েছে।'' কী সেই সুযোগ? জম্মু-কাশ্মীরে নতুন করে যে জঙ্গি ঢোকানোর মতলব রয়েছে মাসুদের, সেটা কিন্তু তাঁর কথা থেকেই স্পষ্ট। মাসুদ বলেছেন, ''সেনা অভিযান বন্ধ হওয়ায়, আমাদের তরফ থেকে আরও বেশি গুলি-গোলার সাক্ষী হবে কাশ্মীর।'' এ দিকে গোয়েন্দাদের আশঙ্কা, সীমান্ত পেরিয়ে ইতিমধ্যেই জ

পুড়িয়ে খুনের চেষ্টা মহিষকুচিতে

Image
এক তৃণমূল নেতাকে রাস্তায় আটকে গায়ে পেট্রল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে খুনের চেষ্টার অভিযোগে উত্তপ্ত তুফানগঞ্জের মহিষকুচি গ্রাম। রবিবার সকালে ওই গ্রামে বিজেপির দুই নেতার বাড়িতে তৃণমূল হামলা চালায় বলে অভিযোগ। ওই দু'জনকে মারধর করে তাঁদের বাড়ি ভেঙে দেওয়া হয়। শনিবার তৃণমূল অভিযোগ তোলে, বাজার থেকে বাড়ি ফেরার পথে দলের মহিষকুষির বুথ সভাপতি মহিরুদ্দিন মিয়াঁ ওরফে মেহের আলিকে খুনের চেষ্টা করে বিজেপি কর্মীরা। শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। সেই সঙ্গে অ্যাসিড ছুড়ে দেওয়ার অভিযোগও তোলা হয়েছে। তৃণমূলের দাবি, অসম থেকে দুষ্কৃতীদের নিয়ে এসে বিজেপি মহিরুদ্দিনের উপরে হামলা করেছে। কোচবিহারের পুলিশ সুপার ভোলানাথ পাণ্ডে বলেন, "নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। অভিযুক্তদের খোঁজে তলাশি চলছে।" তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, "অসম লাগোয়া এলাকায় বিজেপি ছক কষে গণ্ডগোলের চেষ্টা করছে। মহিরুদ্দিনকে আগের থেকেই টার্গেট করে রাখা হয়। কিন্তু এই অবস্থা কেউ মেনে নেবে না।" তৃণমূলের জেলার সহ সভাপতি আব্দুল জলিল আহমেদও অভিযোগ করেন, ওই ঘটনার পিছনে অসমের দুষ্কৃতীদের হাত

শীতঘুমে সারদা-নারদ

Image
আইএনএক্স মিডিয়া মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পি চিদম্বরমের ডাক পড়েছে আগামী সপ্তাহে। এয়ার এশিয়া মামলায় এনসিপি-র প্রফুল্ল পটেল, রাষ্ট্রীয় লোক দলের অজিত সিংহরাও বাদ যাচ্ছেন না। কংগ্রেসের সঙ্গে হাত মেলাতে না মেলাতেই মায়াবতীর বিরুদ্ধে সিবিআই নতুন ফাইল খুলেছে। এই সব মামলা নিয়ে সিবিআই এখন তুমুল ব্যস্ত। সিবিআইয়ের রোজনামচা থেকে শুধু হারিয়ে গিয়েছে সারদা-রোজভ্যালি-নারদ কেলেঙ্কারি। আর এর পিছনে রাজনৈতিক অঙ্কই দেখছেন বিরোধীরা। ২০১৪-র মে মাসে নরেন্দ্র মোদী কেন্দ্রে ক্ষমতায় আসার দিন কয়েক আগে সারদা-কাণ্ডের তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিয়েছিল সুপ্রিম কোর্ট। মোদী জমানায় চার বছর তদন্তের পরে, গোটা সাতেক চার্জশিট পেশ করে সিবিআই এখন বলছে, আরও তদন্তের প্রয়োজন! প্রশ্ন উঠেছে, কবে মিলবে 'বৃহত্তর ষড়যন্ত্র'-এর খোঁজ? কবেই বা 'প্রভাবশালী'-দের কাঠগড়ায় তোলা হবে? নারদ নিয়ে সিবিআই তদন্তের হাল আরও করুণ। সারদা-নারদ নিয়ে পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে দিল্লির কাছে বিস্তর অভিযোগ করেছেন। তাঁরাই এখন অনুযোগের সুরে বলছেন, মমতা-ঘনিষ্ঠ তৃণমূল নেতাদের বিরুদ্ধে সিবিআই যে তদ

অসুস্থ, ছ’মাসের শিশুকে ফেলে চলে গিয়েছেন মা!

Image
অসুস্থ, ছ'মাসের শিশুকে ফেলে চলে গিয়েছেন মা! এমনই অভিযোগ এনে পুলিশের দ্বারস্থ হয়েছেন শিশুটির বাবা। যদিও মায়ের পরিবারের পাল্টা অভিযোগ, স্বামীর অত্যাচারেই শ্বশুরবাড়ি ছেড়েছেন তাঁদের মেয়ে। বাবা-মায়ের কলহ এবং একে অন্যের বিরুদ্ধে আনা একাধিক অভিযোগের মধ্যেই আপাতত ঠাকুরমার কাছে বড় হচ্ছে ছ'মাসের ওই শিশুকন্যা। ঘটনাটি ঠিক কী? নিমতার প্রতাপগড়ের বাসিন্দা শোভন বণিক জানাচ্ছেন, ২০১৪ সালে ওই পাড়ারই বাসিন্দা সৌমিতার সঙ্গে তাঁর বিয়ে হয়। চার বছর পরে সন্তান হয় ওই দম্পতির। কিন্তু জন্মের পর থেকেই শিশুটির শ্বাসকষ্ট দেখা দেওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। চিকিৎসকেরা জানিয়ে দেন, তার হৃদ্‌যন্ত্রে ফুটো রয়েছে! সমস্যা এখানে নয়। শোভনবাবুর অভিযোগ, সারা ক্ষণ মোবাইল ব্যবহার নিয়ে স্ত্রীর সঙ্গে তাঁর গোলমালের শুরু কয়েক বছর আগে। গোলমালের জেরে তিনি এক সময়ে স্ত্রীর মোবাইল ব্যবহার বন্ধ করে দেন বলেও দাবি শোভনবাবুর। তিনি বলেন, ''গত বছর এক বার সৌমিতা বাড়ি থেকে চলে গিয়েছিল। পরে ফিরে আসে। গোলমালও মিটে যায়।'' কিন্তু এরই মধ্যে গত মাসের ৩০ তারিখ সৌমিতার মা মেয়েকে একটি মোবাইল দিয়ে গেলে ফের শুরু হয় অশান

‘বাবা’ পেতে ডিএনএ পরীক্ষা দাবি

Image
জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি)-তে নাম তোলার সময়ে যাঁকে বাবা বলে দাবি করেছিলেন, তিনিই ছেলে বলে মানতে নারাজ। এই জট খোলার আগে নতুন এক কাণ্ডে গ্রেফতার হলেন 'ছেলে'। অসমের কাছাড় জেলার বাউড়িকান্দি এলাকার বাসিন্দা নজরুল ইসলাম স্থানীয় স্কুলের শিক্ষক। ২৯ বছরের দিলবার হোসেন তাঁকে বাবা বলে দেখিয়ে এনআরসিতে নাম তোলার আবেদন করেছেন। নজরুল তা মানতে নারাজ। শনিবার তাঁর মেয়ে অভিযোগ আনেন, দিলবার তাঁর ঘরে অনধিকার প্রবেশ করেছেন। যৌনতাসূচক কথাবার্তাও বলেছেন। পুলিশ এই অভিযোগে দিলবারকে গ্রেফতার করেছে। দিলবারের দাবি, পিতৃত্বের দায় থেকে রেহাই পেতে নজরুল তাঁকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছেন। ডিএনএ পরীক্ষা হলেই সব বেরিয়ে যাবে। দিলবারের মায়ের বক্তব্য, তিনি নজরুলের বাড়িতে পরিচারিকার কাজ করতেন। তখনই দু'জনের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। কিন্তু গর্ভবতী হতেই নজরুল তাঁকে তাড়িয়ে দেন। বাপের বাড়িতে আশ্রয় নেন তিনি। সেখানেই জন্ম হয় দিলবারের। পরে নজরুলই উদ্যোগী হয়ে সিদ্দেক আলি নামে এক যুবকের সঙ্গে দিলবারের মায়ের বিয়ের ব্যবস্থা করেন। দিলবার বড় হয়ে সব জানতে পারেন। এনআরসিতে সেই অনুযায়ী আবেদন করেন। এনআরসি কর্তৃপক্ষ উভয় পক্ষকে

ভাগাড়ের ভয় পুরীতেও, ভাজা মাছে না বাঙালির

Image
বেলাভূমির ধার বরাবর রাস্তা। সেখানেই সার দিয়ে সব দোকান। ফুচকা, ধোসা, চিকেন পকোড়া থেকে মাছভাজা— পর্যটক টানতে হাজির সবই। শুধু পর্যটকের দেখা নেই। ছবিটা পুরী সৈকতের। পুরীর সৈকতে একটি মাছভাজার দোকানের সামনে দাঁড়িয়েছিলেন বেলঘরিয়ার শিপ্রা ভট্টাচার্য। সঙ্গে স্বামী, পেশায় রেলকর্মী রাজু ভট্টাচার্য ও দুই মেয়ে। মা-মেয়েদের আবদার— চিংড়ি খাবেন। ধমকে উঠলেন রাজুবাবু, "ঘুরতে এসে কি সব ভুলে গেলে! ভাগাড় কাণ্ডের পরেও তোমাদের হুঁশ ফেরেনি? এই সব বাসি মাছ খেলে আর বাঁচতে হবে না।" এই আতঙ্কেই পড়শি রাজ্যের সৈকত ভূমিতেও আছড়ে পড়েছে ভাগাড় কাণ্ডের ঢেউ। স্কুল-কলেজে গরমের ছুটির মরসুমে পুরীতে এখন দেদার ভিড়। তার নব্বই ভাগ বাঙালি। তবু খাদ্যরসিক, মাছপ্রিয় বঙ্গসন্তানরা সৈকতে খাবারের স্টলের ধারেকাছে ঘেঁষছেন না। হুগলির গুড়বাড়ির ব্যবসায়ী সৌমেন ঘোষ জানালেন, তাঁরা ৩২জন একসঙ্গে এসেছেন। কোনও ঝুঁকি না নিয়ে নিজেরাই রান্না করে খাওয়াদাওয়া করছেন। সৌমেনের কথায়, ''আগে পুরীতে এসে কত মাছভাজা, চিকেন পকোড়া খেয়েছি। কিন্তু ভাগাড় কাণ্ডের পরে আর নয়।" নিউটাউন থেকে আসা বেসরকারি সংস্থার কর্মী পার্থ ঘোষ বলেন, "বাছাই

ছাত্র-নিগ্রহে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে: পার্থ

Image
গোষ্ঠী-কোন্দলে দলের ছাত্রনেতাকে নগ্ন করে নিগ্রহের ঘটনায় ক্ষিপ্ত শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। রবিবার তিনি বলেন, ''ভিডিয়োটি দেখেছি। কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ দায়ের হলেই পুলিশকে গ্রেফতার করতে বলেছি। কলেজ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বলেছি, তাঁদেরও যদি কেউ জড়িত থাকে, যথাযথ ব্যবস্থা নিতে হবে।'' ওই ঘটনার তদন্ত শুরু করেছে পার্থবাবুর দল ও ছাত্র সংগঠন। তৃণমূল ছাত্র পরিষদের সভানেত্রী জয়া দত্তের আশ্বাস, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। কলেজে টিএমসিপি পরিচালিত ছাত্র সংসদে গোষ্ঠী-কাজিয়া নতুন কিছু নয়। কিন্তু সেই অন্তর্দ্বন্দ্বে সেন্ট পলস কলেজে যা ঘটেছে, শিক্ষা শিবির তাতে স্তম্ভিত। ১৭ মে ওই কলেজে ছাত্র সংসদের এক পদাধিকারীকে নগ্ন করে হেনস্থা এবং তার ভিডিয়ো ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে সেখানকারই টিএমসিপি-র ইউনিট সভাপতি অর্ণব ঘোষ, কলেজের এক শিক্ষাকর্মী অনন্ত প্রামাণিক এবং বহিরাগত টিএমসিপি সদস্য শেখ ইনামুল হক ওরফে তপুর বিরুদ্ধে। ওই ঘটনার সময় কলেজের অন্য এক প্রাক্তন ছাত্র এবং টিএমসিপি-র অন্যতম সাধারণ সম্পাদক আব্দুল কায়ুম মোল্লা এবং বর্তমান ছাত্র অভিজিৎ দলুই উপস্থিত ছিলেন বলে অভ

ভিক্ষার চাল আর পোড়া ইঁদুরই খাদ্য

Image
অসহায়: যাযাবর বসতিতে। জঙ্গলে শিকার করা ইঁদুর, বাদুড়, পাখির পোড়া মাংস আর ভিক্ষার চাল— বেশির ভাগ দিন পাতে পড়ে এটুকুই! খাস বীরভূমে 'উন্নয়ন'-এর ভিড়ে মিশে আছে এই খয়রাশোলের হজরতপুরে রসা গ্রাম। সরকারি তথ্য বলছে, কয়েক মাস আগে যক্ষ্মায় মৃত্যু হয়েছে এলাকার এক যুবকের। প্রশাসনের আশঙ্কা, যক্ষ্মায় আক্রান্ত মৃতের ভগ্নীপতিও। স্বাস্থ্য দফতরের খবর, ওই বসতিতে অপুষ্টিতে ভুগছে বেশ কয়েকটি শিশু। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক দশক আগে 'যাযাবর' বেদ সম্প্রদায়ের অর্জুন বেদ সপরিবার রসা গ্রামে থাকতে শুরু করেন। অর্জুনের চার ছেলেমেয়েও এখন থাকেন সেখানে। বৃদ্ধ অর্জুন ও তাঁর মেয়ে মায়া  জানান, আড়াই বছর আগে ভোটার কার্ড, আধার কার্ড পেয়েছেন। আছে রেশন কার্ডও। কিন্তু তাঁদের মতো হতদরিদ্র পরিবারের জন্য বরাদ্দ হয়েছে, এপিএল কার্ড! তাই ২ টাকা দরে নয়, চাল কিনতে হয় প্রতি কিলোগ্রাম ১৩ টাকা দরে! অত টাকা দিয়ে চাল কেনার ক্ষমতা নেই তাঁদের। মায়ার স্বামী যক্ষ্মায় আক্রান্ত। এক রাশ ক্ষোভ নিয়ে বলেন, ''বনবাদাড়ে ঘুরে ইঁদুর, বাদুড় মেরে পুড়িয়ে খাই। না হলে জঙ্গলে পাওয়া গাছের মূল সেদ্ধ।'' আরও জানান, গ্রামে

রিপোর্টেও আত্মহত্যা

Image
বলরামপুর: বলরামপুরের বিজেপি কর্মী দুলাল কুমার আত্মহত্যা করেছেন বলে শনিবার দাবি করেছিলেন পুরুলিয়ার পুলিশ সুপার জয় বিশ্বাস। ময়না-তদন্তের আগেই তিনি এমন কথা কী করে বলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। ঘটনাচক্রে, তাঁকে বদলিও হতে হয়েছে। এ বার নতুন পুলিশ সুপার আকাশ মাঘারিয়া ময়না-তদন্তের রিপোর্ট হাতে নিয়ে জানিয়ে দিলেন, আত্মঘাতীই হয়েছেন দুলাল। শনিবার ডাভা গ্রামে হাইটেনশন তারের টাওয়ার থেকে গলায় ফাঁস দেওয়া বিজেপির গেঁড়ুয়া মণ্ডল-প্রমুখ দুলালের দেহ উদ্ধার হয়। পঞ্চায়েত ভোটে বলরামপুরে পর্যুদস্ত হওয়ায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই দিন কয়েক আগে ত্রিলোচন মাহাতো এবং পরে দুলালকে খুন করে টাঙিয়ে দেয় বলে অভিযোগে সরব বিজেপি নেতৃত্ব। জবাবে এ দিন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, ''খুন বলে হইচই করে বিজেপি মিথ্যাচার করছে।'' নতুন এসপি রবিবার দাবি করেন, ''দুলালের মৃত্যু নিয়ে যাতে বিভ্রান্তি না থাকে, তার জন্য পাঁচ চিকিৎসকের দল ময়না-তদন্ত রিপোর্টে মৃত্যুর কারণ স্পষ্ট করে দিয়েছেন। তাঁদের মতে, এটা আত্মহত্যা।'' পুলিশেরই একাংশে প্রশ্ন উঠেছে, তা হলে জয়ের বদলির পিছনে কি আদৌ 'আত্মহত্যা'-ম