কাশ্মীরের শোপিয়ানে গ্রেনেড হামলায় জখম ১০, দায় নিল জৈশ


পাক জঙ্গি সংগঠন জৈশ-ই-মহম্মদ যে জম্মু-কাশ্মীরে হামলার ছক করেছে, সে খবর আগেই পেয়েছিল গোয়েন্দা বাহিনী। কিন্তু এর পরেও হামলা ঠেকানো সম্ভব হল না। সোমবার শোপিয়ানে গ্রেনেড হামলায় জখম হলেন অন্তত ১০ জন। এর মধ্যে ১২ জন সাধারণ নাগরিক এবং চার জন নিরাপত্তাকর্মী।

জৈশের তরফ থেকে এই হামলার দায় স্বীকার করা হয়েছে। জানা গিয়েছে, শোপিয়ানে বাটাপোরা চকে যখন পুলিশি টহলদারির সময় গ্রেনেড হামলা চালানো হয়। গ্রেনেডটি লক্ষ্যভ্রষ্ট হয়ে রাস্তায় ফেটে যায়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।